#ক্রিপ্টোকারেন্সি মাইনিং ?? ইথেরিয়াম মাইনিং?? বিটকয়েন মাইনিং কি??বাড়িতে বসে খুব সহযেই ক্রিপ্টোকারেন্সি যেমন (বিটকয়েন,ইথেরিয়াম) ইত্যাদি দেক্সটপ বা ল্যাপটপ এর সাহায্যে মাইনিং করা যায়। এর জন্য কোন বিশেষ কম্পিউটার এর প্রয়োজন পরে না। ক্রিপ্টোকারেন্সি মাইনিং করে আপনি বারিতে বসেই খুব সহজে প্রতিদিন ৫-১২ ডলার আয় করতে পারবেন। প্রতিদিন কতো ডলার
আয় করবেন এটা নির্ভর করে আপনার গ্রাফিক কার্ড এর
মেগা হ্যাশ এর ওপর। এক্ষেত্রে যত বেশি গ্রাফিক্স কার্ড হবে ততই বেশি ডলার। তবে একটি গ্রাফিক্স কার্ড এর প্রতিদিন ৫-১২ ডলার আয় করতে পারবেন। যেভাবে ক্রিপ্টোকারেন্সিতে মাইনিং করবেন তা নিচে দেয় হলো:
১.
KRYPTEXএই ওয়েবসাইট এ গিয়ে ক্রিপ্টস মাইনিং সফটওয়ার টি ডাউনলোড করুন এবং ইনস্টল করুন।
২. এই ওয়েবসাইট এ সাইনআপ বা নিবন্ধন করে একটি Account তৈরি করুন।
৩. এবার আপনার Account টি সফটওয়ার এ সাইনইন করুন। ( এই Account এ আপনার সব টাকা জমা হবে যা আপনি পরে ক্রিপ্টোকারেন্সি বা ডলার সরাসরি পেমেন্ট নিতে পারবেন)
৪. সাইনইন করার পারে একটা Benchmark এর অপশন্স আসবে এইখানে ক্লিক করে বেঞ্চহমারক কুন।( অপশন টি এইখান না থাকলে সেটিইং এ পাবেন)
৫. সেটিইং এ গিয়ে pro mode আনেবল করুন।
৬. পরে এইখানে working নামে অপশন আসবে,অইটা ক্লিক করার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি মাইনিং স্টার্ট করতে পারবেন।
[আপনার সাইনইন ক্রিতো account এ ডলার জমা হবে, জা আপনি বিটকয়েন,ইথেরিয়াম আকারে আপনার ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট এ নিতে পারবেন]
আশা করি আপনারা সবাই বুজতে পেরেছেন বিটকয়েন মাইনিং কি।এটা থেকে আপনি দিনে ৫/১২ পযন্ত পাবেন।আপনার গ্রাফিক্স কার্ড যত বেশি পাওয়ারফুল হবে আপনার ইনকাম তত বেশি হবে। তাই বলছি যারা এইটা করতে চান তা হলে করতে পারেন। কোনো ভুল হলে বলবেন সংশোধন করার চেষ্টা করবো।
ধন্যবাদ সবাইকে😊