roksana.hee
|
|
June 10, 2023, 11:14:17 AM Last edit: June 10, 2023, 11:32:10 AM by roksana.hee |
|
একটি শিশু, একজন শিক্ষক, একটি বই এবং একটি কলম পৃথিবীকে বদলে দিতে পারে। শুধু শিক্ষাই একমাত্র মাধ্যম।
একটি শিশু = আমি (ফোরামের ইউজারস) একজন শিক্ষক = (@Little Mouse, @Shasan, @Crypto Library, @LDL, @Bitcoin_People, এবং ফোরামের-এর সকল সিনিয়র ভাইয়েরা) একটি বই = বিটকয়েনটক ফোরাম (ক্রিপ্টকারেন্সি রিলেটেড সমস্ত জ্ঞানের ভান্ডার) একটি কলম = নিজের মেধা (আপনার মেধা আপনার লেখনীতে প্রকাশ পায়)
সফলতা আপনার পিছনে উকি দিচ্ছে। শুধু আপনারা আপনাদের লক্ষ্য ঠিক রাখুন। বিটকয়েনটক ফোরামের নিয়মকানুন অনুসরণ করুন। আর কারো পোস্ট কপি-পেস্ট করা থেকে বিরত থাকুন। আর একটা কথা "হ্যাঁ" (এ আই) টুলস ব্যবহার করবেন না। নিজের ভাষায় লিখুন।
|
|
|
|
Dimitri94
|
|
June 10, 2023, 11:30:02 AM |
|
অনেকে বলে থাকে ব্যাংক থেকে লোন নিয়ে বিটকয়েনে ইনভেস্ট করেন তাহলে লাভবান হতে পারবেন। ব্যাংক থেকে লোন নিয়ে কি আসলেই লাভবান হওয়া যায়?
আমি যা মনে করি ব্যাংক থেকে লোন নিয়ে বিটকয়েনের বিনিয়োগ করা খুবই ঝুঁকিপূর্ণ। কেননা বিটকয়েন ভবিষ্যতে কি হবে তা বলা যায় না, বিটকয়েনের দাম ভবিষ্যতে বাড়তেও পারে এবং কমতেও পারে। ব্যাংক হতে টাকা লোন নিয়ে বিনিয়োগ করলে দেখা যাবে আপনি বিনিয়োগে ক্ষতিগ্রস্ত হলেন, এখন ব্যাংকের ঋণ কিভাবে পরিশোধ করবেন? তাই আমি মনে করি ব্যাংক হতে ঋণ নিয়ে বিনিয়োগ করা উচিত নয়। শুধু ব্যাংক নয় অন্য কোনো উৎস হতে ঋণ নিয়ে বিযনিয়োগ করা উচিত নয়। আর যাদের সঞ্চয় করা টাকা আছে, টাকা দিয়ে কোন কাজ করছেন না। সেই টাকার কিছু অংশ বিনিয়োগ করাই উত্তম, কেননা এতে বিনিয়োগে ক্ষতিগ্রস্ত হলে খুব একটা প্রবলেম হবে না। বিটকয়েনে বিনিয়োগে উচ্চ লাভের আশায় অনেকেই এমন সীধান্ত নিয়ে থাকেন যে তারা ব্যাংক লোন নিয়ে বিটকয়েনে বিনিয়োগ করবে। বিটকয়েন একটি ডিসেন্ট্রলাইজড ক্রিপ্টোকারেন্সি যেখানে সবারই আস্থা রয়েছে। অনেক ক্ষেত্রে মার্কেট কন্ডিশনের উপর নির্ভর করে একজন ট্রেডারের প্রফিট এবং লস নির্ভর করে। বিটকয়েনে বিনিয়োগ করে যদি একজন বিনিয়োগকারী বিটকয়েনের বুলিশ ট্রেন্ডের মধ্যে পরেন তাহলে তার ঋন পরিষোধ করা খুব সহজ হবে। কিন্তু যদি বুলিশ না হয়ে বেয়ারিশ হয় তাহলে ব্যাংক ঋন বিনিয়োগকারীরর আর্থিক পরিস্থিতিকে আরও নেতিবচাক পর্যায়ে নিয়ে আসবে। তবে ভাল এবং মন্দ বিচার করে আমি ব্যেক্তিগতভাবে কখনই ব্যাংক ঋন নিয়ে বিনিয়োগে উৎসাহিত হব না। আমি জানি ঝুকি নিতে পারলে সেখানে লাভের সম্ভাবনা বেশি। কিন্তু আমার যেহেতু উপার্জনের সোর্স লিমিটেড। তাই যদি মার্কেট উর্ধমুখি না হয় তাহলে আমাকে ঋনের মুল টাকার সাথে অতিরিক্ত সুদ দিতে হবে যা আমার পক্ষ্যে বেয়ার করা সম্ভব নয়। অনেক বিটকয়েনে বিনিয়োগকারীরা আছেন যারা শুধুমাত্র বিটকয়েনের পজিটিভ দিক গুলো বিবেচনা করে অর্থ লাভের জন্য দ্রুত বিটকয়েনে বিনিয়োগ করে থাকেন তাদের উদ্যেশ্যে বলব যে এটি আর্থিকভাবে দ্রুত লাভবান হওয়ার জন্য কোন প্লাটফরম নয়। তবে এখানে যারা ধৈর্য্য ধারনা করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করবে তাদের প্রত্যাশা অনুযায়ি প্রাপ্তি অনেক বেশি হবে।
|
|
|
|
2Pizza410000BTC
Sr. Member
Online
Activity: 588
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
|
|
June 10, 2023, 11:56:20 AM |
|
ধন্যবাদ ভাই আপনার কথাটি সম্পূর্ণ উপযুক্ত এবং আপনার কথার বাইরে আর কোন আলোচনা করা চলে না। তবুও কিছু কথা না লিখলেই নয়। ব্যাংক থেকে লোন নিয়ে বিটকয়েন এর উপর বিনিয়োগ করা এক দৃষ্টিতে ঝুঁকি মনে হলেও যদি সে ঠিকমতো বুলরানে(Bull Run) পড়ে যায় তাহলে তার ব্যাংকের ঋণ পরিশোধ করতে খুব একটা বেশি বেগ পেতে হবে না। তবে বুদ্ধিমানের কাজ হচ্ছে ব্যাংক থেকে টাকা লোন না করে যদি তার কোন ফিজিক্যাল এসেট থাকে তাহলে সেটা সে বিক্রি করে বিটকয়েনে বিনিয়োগ করতে পারবেন। বর্তমানে মার্কেট একটু বেয়ারিশ পজিশনে চলে গিয়েছে এবং এই সময়টা যদি কাজে লাগানো যায় তাহলে কয়েক সপ্তাহের ভিতরে ভালো মানের একটি প্রফিট চলে আসবে। মার্কেট খারাপ পজিশনে চলে আসলে অধৈর্য হলে চলবে না বরং ধৈর্য ধারণ করে মার্কেট বুল রানের জন্য অপেক্ষা করতে হবে।
|
|
|
|
Suzume
Member
Offline
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
|
|
June 10, 2023, 12:01:36 PM |
|
$7,000 Bitcoin? Bloomberg intelligence সিনিয়র ম্যাক্রো স্ট্র্যাটেজিস্ট Mike McGlone ভবিষ্যৎবাণী করছেন যে বিটকয়েন 2020 সালের পর থেকে দেখা যায়নি জার দাম হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।। McGlone তার টুইটারে একটি পোস্ট এর মধ্যে বলেছেন যে ফেডারেল রিজার্ভ যখন COVID বাজার পতনের সময় দ্রুত অর্থ সরবরাহ প্রসারিত করা শুরু করেছিল তখন থেকে বিটকয়েন এখনও প্রায় 4 গুণ বেশি।। একটি গড় সংস্করণ যেখানে এটির সমাবেশ বলা হয়েছিল প্রায় $7,000 থেকে শুরু হয়েছিল তা সম্ভাবনার বাইরে নয়।। পোস্ট টি যখন লেখা হয় তখন BTC-এর বর্তমান মূল্য $26,889 থেকে প্রায় 75% হ্রাস পাওয়ার সম্ভবনা রয়েছে।। McGlone বলেছেন , বিটকয়েনের স্থায়িত্বশীল অবস্থার দিকে লক্ষ করে দেখা যাচ্ছে যে বিটকয়েনের নির্দেশক পক্ষপাতকে 52 সপ্তাহের গড় এর উপর লক্ষ করে দেখা যাচ্ছে যে এর অবস্থান ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে ।। স্লম্পিং কপার এবং ক্রিপ্টোগুলি সতর্কতা এবং স্থিতিস্থাপক স্টক মার্কেটের বিপরীতে মনোযোগ দিচ্ছে বলে মনে হচ্ছে।। আবার একটি সাক্ষাতে McGlone একটি বিরূপ মত প্রকাশ করেছেন ।। তিনি সেই সাক্ষাৎকারে বলেছেন যে বিটকয়েনের বর্তমান আর্থিক অবস্থা দেখে তিনি বলছেন bitcoin বর্তমান সময়ে এটি স্বর্ণ এর সাথে তুলনা করে বলছেন যে এটি ভবিষ্যৎ সুরক্ষিত একটি মুদ্রা এবং এটাই বিনিয়োগ সম্পূর্ণ ঝুঁকি মুক্ত ।। স্বর্ণ নিশ্চিত ভাবে একটি ঝুঁকিমুক্ত সম্পদ এখন বিটকয়েনের মুভমেন্ট এর ওপর এনালাইসিস করে দেখা যাচ্ছে যে বিটকয়েন ও স্বর্ণ মত একটি ভবিষ্যৎ রক্ষিত সম্পদ ।। আপনি দেখতে পেয়েছেন যে S&P 500 সত্যিই 20% হ্রাস পেয়েছে, হয়তো তামা এবং বিটকয়েনের মতো 3,000-এ নেমে যাবে যাতে নতুন কম না হয।। তাহলে দেখা যাচ্ছে যে বিটকয়েনের তথ্যগুলো 2020 সালে বিশাল তারল্য পাম্পের ঠিক আগে, 2019 সালে বিটকয়েন, গড় মূল্য ছিল 7,000$।। ঠিক আছে, তাই এটি $60,000 এ ঠেকেছে এবং এখন আমরা $27,000।। এটি এখনও 4 গুণ দাম।। আমাদের এখনও কিছুটা গড় প্রত্যাবর্তনের ঝুঁকি রয়েছে এবং তাই আমি যেভাবে এটিকে দেখি, এটি এমন একটি বাজার যেখানে আমাদের কোনও সম্পদে ঝুঁকির দীর্ঘ থাকার কথা নয়।। সোর্স
|
|
|
|
Learn Bitcoin
|
|
June 10, 2023, 01:19:35 PM |
|
প্রথমত কখনোই ব্যাংক থেকে লোন নিয়ে ট্রেডিং করতে যাওয়ার মতো বোকামি করবেন না। কারন আমরা সবাই জানি বিটকয়েন এবং ক্রিপ্টো মার্কেট খুবই Volatile এবং যেকোনো সময় কোন একটি খারাপ নিউজ বা কোন এক্সচেঞ্জ হ্যাক হলে বা কোন স্ক্যাম হলে মার্কেট অনেকটা নিচে নেমে যেতে পারে। আপনি যখন ব্যাংক থেকে লোন নিয়ে ট্রেড করতে যাবেন তখন যদি আপনার ভাগ্য সহায় না হয় তাহলে আপনাকে পথে বসতে হতে পারে। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আর ইনভেস্ট করে অর্থ উপার্জন করতে হলে আপনাকে অবশ্যই ভালো মানের ট্রেডার হতে হবে। চলুন জেনে নিন ভালো মানের ট্রেডার কে বা কারা ? -snip-
আপনার পাঠ্যটি এআই দ্বারা উত্পন্ন পাঠ্যের সাথে খুব মিল। আমি সুপারিশ করছি যে ভবিষ্যতে আপনি ফোরামে আপনার পোস্টগুলি লিখতে AI ব্যবহার করবেন না। ওনার পোষ্ট পড়ে আমার কাছে AI জেনারেটেড মনে হয়নি। তবে আমিও ওনাকে বলবো যদি AI ব্যাবহার করে থাকেন, দয়া করে আর করবেন না। কিন্তু আমি বিশ্বাস করি পোষ্ট টি AI জেনারেটেড না। আজকাল AI ডিটেক্টর গুলো সঠিক ভাবে কাজ করছে না। কোন AI ডিটেক্টর এর ওপর ভরসা করবো বুঝা মুশকিল। কয়েকদিন আগে আমাদের আরেকজন লোকাল মেম্বারকে AI ইউজ করে এরকম একিউজ করা হয়েছিলো। প্রকৃতপক্ষে উনি AI ব্যাবহার করেন নি। https://bitcointalk.org/index.php?topic=5454810.0 চাইলে এই থ্রেড টি দেখে আসতে পারেন। AI বাংলা ভাষায় এখনো দক্ষ হতে পারেনি। তাই যদি কেউ AI ব্যাবহার করে কিছু লেখালেখি করে, এটা খুব সহজেই ধরে ফেলা যায়। বাংলা ভাষায় AI অনেক ভূলভাল লিখে থাকে যা একজন ন্যাটিভ বাংলাদেশি বুঝতে পারবে না।
|
|
|
|
ahamed
Newbie
Offline
Activity: 826
Merit: 0
|
|
June 10, 2023, 02:45:14 PM |
|
আমি অনেক পুরনো মেম্বর কিন্তু আমি জানি না কেমনে কি ধরনের পোস্ট করলে মেরিড পাওয়া যায়। মেরিট সম্পর্কে যদি কেউ এখটু বিস্তারিত বলতো তাহলে আমার অনেক উপকার হত ।
আবার শুনছি মেরিট আদান-প্রদান করা যায় বলে। আরো অনেক কিছু জানার বাকি আছে আমাকে কেউ বলবেন.... এই গ্রুপের রুলছ কেমন
|
|
|
|
BD Crypto
Full Member
Offline
Activity: 658
Merit: 158
BTC Rocks
|
|
June 10, 2023, 03:00:48 PM |
|
আপনার পাঠ্যটি এআই দ্বারা উত্পন্ন পাঠ্যের সাথে খুব মিল। আমি সুপারিশ করছি যে ভবিষ্যতে আপনি ফোরামে আপনার পোস্টগুলি লিখতে AI ব্যবহার করবেন না।
আপনার প্রতি সম্মান রেখে জানাচ্ছি আমি কোন ধরনের AI ব্যবহার করিনি আর ভবিষ্যতেও করবো না ইনশাল্লাহ। এটাও হতে পারে আপনার ব্যবহৃত টুলটি ভালো না। তবে সত্যিকার অর্থে কোন ধরনের AI ব্যবহার না করেও এই ধরনের মন্তব্য আমার খারাপ লেগেছে।
|
|
|
|
Bd officer
|
|
June 10, 2023, 03:14:32 PM |
|
আমি অনেক পুরনো মেম্বর কিন্তু আমি জানি না কেমনে কি ধরনের পোস্ট করলে মেরিড পাওয়া যায়।
আপনাকে মেরিট পাওয়ার জন্য অবশ্যই সিনিয়র ভাইদের কে ফোলো করতে হবে। আপনি তাদের প্রোফাইলে গিয়ে দেখতে পারেন তারা কি ধরনের পোস্টে মেরিট সেন্ড করে থাকেন। আপনি সেরকম ভাবে পোস্ট করার চেষ্টা করুন। আর আপনি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালো ইনফরমেটিভ পোস্ট করার চেষ্টা করুন। এভাবে আপনি চেষ্টা করুন অবশ্যই মেরিট অর্জন করতে পারবেন। মেরিট সম্পর্কে যদি কেউ এখটু বিস্তারিত বলতো তাহলে আমার অনেক উপকার হত ।
আপনি এখানে দেখতে পারেন মেরিট সংক্রান্ত সকল ধারণা পেয়ে যাবেন আবার শুনছি মেরিট আদান-প্রদান করা যায় বলে। আরো অনেক কিছু জানার বাকি আছে আমাকে কেউ বলবেন.... এই গ্রুপের রুলছ কেমন
হ্যাঁ অবশ্যই এখানে আপনি মেরিট আদান প্রদান করতে পারবেন। কিন্তু মেরিট সেন্ড করার জন্য আপনার কাছে s merit থাকতে হবে। আপনি যদি দুইটা মেরিট অর্জন করতে পারেন তাহলে একটি অন্যজনকে দিতে পারবেন। আরো কোন বিষয়ে অজানা থাকলে আপনি এখানে প্রশ্ন করতে পারেন। কোন না কোন সিনিয়র ভাই সমাধান দেওয়া চেষ্টা করবে।
|
|
|
|
roksana.hee
|
|
June 10, 2023, 04:03:29 PM |
|
আমি অনেক পুরনো মেম্বর কিন্তু আমি জানি না কেমনে কি ধরনের পোস্ট করলে মেরিড পাওয়া যায়। মেরিট সম্পর্কে যদি কেউ এখটু বিস্তারিত বলতো তাহলে আমার অনেক উপকার হত ।
আবার শুনছি মেরিট আদান-প্রদান করা যায় বলে। আরো অনেক কিছু জানার বাকি আছে আমাকে কেউ বলবেন.... এই গ্রুপের রুলছ কেমন
আমি অনেক পুরনো মেম্বর কিন্তু আমি জানি না কেমনে কি ধরনের পোস্ট করলে মেরিড পাওয়া যায়। মেরিট সম্পর্কে যদি কেউ এখটু বিস্তারিত বলতো তাহলে আমার অনেক উপকার হত ।
আবার শুনছি মেরিট আদান-প্রদান করা যায় বলে। আরো অনেক কিছু জানার বাকি আছে আমাকে কেউ বলবেন.... এই গ্রুপের রুলছ কেমন
ভাই আপনি যদি মেরিটের পিছনে দৌড়ান তাহলে মেরিট কখনোই পাবেন না। আপনি ভালো কোয়ালিটি ফুল পোস্ট করেন বা আপনি এমন কোন পোস্ট করেন যেটা থেকে একজন নতুন ইউজার বা পুরাতন ইউজারের সহযোগিতা হয়। ভাই, আপনার পোস্ট যদি ভাল হয় তাহলে আপনি মেরিট পাবেন, ইনশাআল্লাহ। আপনি হয়তো জানেন না, আমাদের এই বাংলা লোকাল বোর্ডে সিনিয়র ভাইয়েরা আছেন তারা সকলেই খুব হেল্পফুল মাইন্ডেড।
|
|
|
|
Xal0lex
Moderator
Legendary
Offline
Activity: 2674
Merit: 2639
|
আপনার পাঠ্যটি এআই দ্বারা উত্পন্ন পাঠ্যের সাথে খুব মিল। আমি সুপারিশ করছি যে ভবিষ্যতে আপনি ফোরামে আপনার পোস্টগুলি লিখতে AI ব্যবহার করবেন না।
ওনার পোষ্ট পড়ে আমার কাছে AI জেনারেটেড মনে হয়নি। তবে আমিও ওনাকে বলবো যদি AI ব্যাবহার করে থাকেন, দয়া করে আর করবেন না। কিন্তু আমি বিশ্বাস করি পোষ্ট টি AI জেনারেটেড না। আজকাল AI ডিটেক্টর গুলো সঠিক ভাবে কাজ করছে না। কোন AI ডিটেক্টর এর ওপর ভরসা করবো বুঝা মুশকিল। কয়েকদিন আগে আমাদের আরেকজন লোকাল মেম্বারকে AI ইউজ করে এরকম একিউজ করা হয়েছিলো। প্রকৃতপক্ষে উনি AI ব্যাবহার করেন নি। https://bitcointalk.org/index.php?topic=5454810.0 চাইলে এই থ্রেড টি দেখে আসতে পারেন। AI বাংলা ভাষায় এখনো দক্ষ হতে পারেনি। তাই যদি কেউ AI ব্যাবহার করে কিছু লেখালেখি করে, এটা খুব সহজেই ধরে ফেলা যায়। বাংলা ভাষায় AI অনেক ভূলভাল লিখে থাকে যা একজন ন্যাটিভ বাংলাদেশি বুঝতে পারবে না। ভাল, প্রথমত, আমি কাউকে অভিযুক্ত করছি না। আপনি আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়েননি, বা আমি বাংলায় ভালো লিখিনি। আমি কেবল পরামর্শ দিয়েছি যে এই ব্যবহারকারীর লেখা পাঠ্যটি এআই দ্বারা উত্পন্ন পাঠ্যের সাথে খুব মিল ছিল। দ্বিতীয়ত, আমার অভিজ্ঞতা বিশ্বাস করুন। আমি নিশ্চিত যে তিনি এটি লেখেননি। এই ধরনের পেশাদারভাবে লিখিত প্রযুক্তিগত পাঠ্য শুধুমাত্র একটি খুব জ্ঞানী পেশাদার বা AI দ্বারা লিখতে পারে। তৃতীয়ত, এমন অনেক ভাষা আছে যেখানে এই লেখাটি লেখা হতে পারত। উদাহরণস্বরূপ, ফরাসি ভাষায় লেখা এই লেখাটিকে বাংলায় অনুবাদ করতে কে বাধা দেয়? এটা ঠিক, কেউ. পি.এস. এই কেবলমাত্র আমার মতামত ব্যক্ত করা, যা অন্যের মতামতের সাথে মিলতে পারে না। পি.পি.এস. কারোকে ক্ষতিগ্রস্থ করতে চাইনি।
|
|
|
|
Poorman2
Jr. Member
Offline
Activity: 150
Merit: 3
"Success will come if you have patience"
|
|
June 10, 2023, 04:49:13 PM |
|
ভালো নিউজ এবং বেকিং নিউজ ইদানিং দেখতে পারছি অনেক পুরানো মেম্বার তাড়া নতুন একাউন্ট খুলেছে । কিছু মেরিটের আশায়, তারা নিউ আইডি দিয়ে অনেক পুরনো কথা, যে বিষয়টি জানে সে বিষয়টি জেনেও তারপরেও প্রশ্ন করছে নিউ আইডি দিয়ে । ভুলভাল কিছু লেখে জেনেও না জানার ভান করে। তাহারা নিউ আইডি দিয়ে পোস্ট করছে , আবার সেই পোস্টে পুরনো আইডি দিয়ে রিপ্লাই করছে । কেন ভাই এগুলা কি দরকার কিছু মেরিটের আশায়। এগুলা করা কি ঠিক হচ্ছে এগুলা কি তোমার নিজের যোগ্যতাই মেরিট নেওয়া হচ্ছে। তোমার নিজের যোগ্যতায় লিখে পোস্ট করো সেই পোস্টে সিনিয়র ভাইয়েরা রিপ্লাই করবে ভালো লাগলে তোমাদের মেরিট দিবে যাবে তারা । এই কাজগুলো করা থেকে বিরত থাকো এই কাজগুলো ধরা পড়লে তোমার ID সমস্যা হবে । আবার দেখতে পারছি এক আইডি থেকে আরেক আইডিতে মেরিট ট্রান্সফার করছে করে পোস্ট করছে নিউ ID দিয়ে এগুলো কি ঠিক? এগুলো থেকে বিরত থাকো এবং BTC বিষয়ে না জেনে থাকলে বা জেনে থাকলেও সেই বিষয়ে ভালো ধরনের নিউজ পোস্ট করো। আবার দেখতে পেলাম নিউ মেম্বার গুলো মেরিটের চেয়ে নিচ্ছে। বা মেরিট কি? সে বিষয়ে জানতে চাই আমি এখানে লিঙ্ক দিয়ে দিলাম ভালো করে পড়ে নিন। মেরিট কি? এস- মেরিট কি? মেরিট সোর্স, মেরিট এর প্রয়োজনীয়তা https://bitcointalk.org/index.php?topic=631891.msg53602200#msg53602200আবার দেখতে পারছি অনেক নিউ মেম্বার গুলো তারা টেলিগ্রামে গিয়ে নক দিচ্ছেন। মেরিট চেয়ে বসছেন কেন ভাই এগুলো করছেন কেন? shasan ভাই একটি পোস্ট করেছেন মেরিট চাওয়ার বিষয়ে পোস্টটি দেখে আসুন https://bitcointalk.org/index.php?topic=631891.msg62365844#msg62365844এই ছবিটা নেওয়া shasan Copper Member ভাইয়ের থেকে। আমরা কোন ধরনের সিনিয়র ভাইয়ের আগেকার পোস্ট গুলো কপি করে এখানে পোস্ট করবো না। আর যদি ধরা পড়ে তাহলে আপনার অনেক ক্ষতি হবে ID ভুলভাল বিষয়ে নিজের ব্যক্তিগত বিষয়ে এখানে পোস্ট করবেন না। কেউ কারোর পরিচয় চাইবেন না । এটি বাংলাদেশে অবৈধ তাই কেউ কারোর পরিচয় দিবেন না এতে আপনার ক্ষতি হতে পারে.... আমাদের এই বাংলা কমিউনিটি বোর্ড টি এই মাসে অনেক দ্রুত আগাচ্ছে আলহামদুলিল্লাহ। এভাবে আমরা একটিভ থেকে এখানে পোস্ট করে যায় নিয়মিত তাহলে আমরা খুব দ্রুত আরো ভালো ধরনের পর্যায়ে যেতে পারবো ইনশাল্লাহ । আমরা এখানে BTC Crypto বিষয়ে আরো ভালো নিউজ পোস্ট করব । আমরা বাংলা কমিউনিটি বোর্ডের রুলস গুলো মেনে চলবো । বিটকয়েন ফোরামের নিয়ম কারণ কি? লিঙ্ক দেওয়া হল দেখে আসুন https://bitcointalk.org/index.php?topic=631891.msg55551271#msg55551271এই চলতি মাসে কে কত মেরিট পেয়েছেন বা দিয়েছে। এবং Trust খেয়েছে দিয়েছে সেই বিষয়ে LoyceV ভাই একটি তথ্য আমাদের মাঝে শেয়ার করেছে LoyceV ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ । এই তথ্য গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য.... আপনারা চাইলে দেখে আসতে পারেন নিচে লিঙ্ক দেওয়া হলো । https://bitcointalk.org/index.php?topic=5139250.msg62383735#msg62383735😍ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি। আমার লেখায় ভুল থাকলে ক্ষমা করবেন 🥰 আলহামদুলিল্লাহ। sj13 ভাই আমি দেখছি আপনি তো Jr.Member হয়ে গেছেন। দোয়া করি অনেক দূর এগিয়ে যান। বাংলাদেশ লোকাল বোর্ডে সময় দেন, ভালো ভালো পোস্ট করুন যার মাধ্যমে আরো বেশি মেরিট প্রাপ্ত হন এবং বড় মেম্বার হয়ে উঠুন। আপনি ঠিকই বলেছেন অনেকেই এমনটা করে থাকে।অনেকেই এমন লজ্জা জনক কাজ করে তবে মেরিট অর্জন করতে হলে ভালো মানের পোস্ট করেত হবে। সবাইকে নিয়মিত এক্টিভ থাকতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে তবেই একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ।
|
▬▬▬▬[ Poor || man2 ]▬▬▬▬▬
|
|
|
BD Crypto
Full Member
Offline
Activity: 658
Merit: 158
BTC Rocks
|
|
June 10, 2023, 06:31:42 PM |
|
ওনার পোষ্ট পড়ে আমার কাছে AI জেনারেটেড মনে হয়নি।
ধন্যবাদ ভাই বিষয়টি বোঝার জন্য। আশা করি মডারেটর ভাই ও বিষয়টি বুঝতে পেরেছেন। তবে আমার কাছে বিষয়টা একটু খারাপ লেগেছে। আমি অনেক পুরনো মেম্বর কিন্তু আমি জানি না কেমনে কি ধরনের পোস্ট করলে মেরিড পাওয়া যায়। মেরিট সম্পর্কে যদি কেউ এখটু বিস্তারিত বলতো তাহলে আমার অনেক উপকার হত ।
আবার শুনছি মেরিট আদান-প্রদান করা যায় বলে। আরো অনেক কিছু জানার বাকি আছে আমাকে কেউ বলবেন.... এই গ্রুপের রুলছ কেমন
আমি এর আগেও অন্য এক ভাইয়ের প্রশ্নের উত্তর দিয়েছি যেভাবে খুব সহজে এবং কার্যকরী ভাবে মেরিট পাওয়া সম্ভব। আমি আমার ওই রিপ্লাইটি quote করে দিচ্ছি ভাই প্রথমত বিটকয়েন ফোরামে আপনি তখনই মেরিট পাবেন যখন আপনার দেওয়া কোন ইনফরমেশন বা কোন উত্তর বা কোন অবদান দ্বারা ফোরামের অন্য কোন মেম্বার বা মেম্বারগণ উপকৃত হবে। আপনি এমন কোন আইডিয়া শেয়ার করলেন যা ইউনিক এবং হেল্পফুল অর্থাৎ আপনি ফোরামে যত বেশি অবদান রাখবেন আপনার মেরিট পাওয়ার সম্ভাব্যতা তত বৃদ্ধি পাবে। তাই আমি বলব আপনি মেরিটের পিছনে না দৌড়িয়ে ফোরামে ভাল পোস্ট করা অব্যাহত রাখুন এবং অন্যকে হেল্প করুন। আর অবশ্যই চেষ্টা করবেন এমন পোস্ট করতে যা অর্থবহ। আরেকটি বিষয় সতর্ক করে দিতে চাই সেটা হচ্ছে আপনি শুধু বাংলা লোকাল বোর্ডেই ফোকাস না করে ফোরামের বিভিন্ন ইংরেজি বোর্ড যেমন: Beginners & Help , Bitcoin Discussion সহ আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বোর্ডগুলোতে পোস্ট করা অব্যাহত রাখুন। ইনশাল্লাহ খুব দ্রুত আপনিও ফোরামে রেংক আপ করতে পারবেন। তবে অবশ্যই শিট পোস্ট, কপি পোস্ট এবং ইনডিরেক্টলি মেরিট চাওয়া থেকে বিরত থাকবেন। আশা রাখি খুব দ্রুতই আপনিও ফোরামে রেংক আপ করতে পারবেন। পাশাপাশি অবশ্যই বাংলা লোকাল বোর্ডে পোস্ট করা চলমান রাখবেন আশা রাখি সিনিয়র ভাইয়েরা আপনার অবদানকে মূল্যায়ন করবে। তবে মেরিট আদান-প্রদানের বিষয়ে যেহেতু বললেন, আপনি কখনোই মেরিট ট্রেডিং করবেন না কারণ এটা ফোরামের রুলস বিরোধী। মেরিট ট্রেডিং বলতে আপনি কারো সাথে চুক্তি করে তাকে মেরিট দিলেন আবার সে আপনাকে মেরিট দিল এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। তবে আপনি কারো পোস্ট ভালো লাগলে যে কাউকেই মেরিট দিতে পারেন। ঠিক তেমনি ভাবে মেরিট বাই সেল করাও ফোরামের রুলস বিরোধী।
|
|
|
|
Xal0lex
Moderator
Legendary
Offline
Activity: 2674
Merit: 2639
|
|
June 10, 2023, 07:19:11 PM |
|
|
|
|
|
Learn Bitcoin
|
|
June 10, 2023, 08:17:49 PM |
|
ভাল, প্রথমত, আমি কাউকে অভিযুক্ত করছি না। আপনি আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়েননি, বা আমি বাংলায় ভালো লিখিনি। আমি কেবল পরামর্শ দিয়েছি যে এই ব্যবহারকারীর লেখা পাঠ্যটি এআই দ্বারা উত্পন্ন পাঠ্যের সাথে খুব মিল ছিল। দ্বিতীয়ত, আমার অভিজ্ঞতা বিশ্বাস করুন। আমি নিশ্চিত যে তিনি এটি লেখেননি। এই ধরনের পেশাদারভাবে লিখিত প্রযুক্তিগত পাঠ্য শুধুমাত্র একটি খুব জ্ঞানী পেশাদার বা AI দ্বারা লিখতে পারে। তৃতীয়ত, এমন অনেক ভাষা আছে যেখানে এই লেখাটি লেখা হতে পারত। উদাহরণস্বরূপ, ফরাসি ভাষায় লেখা এই লেখাটিকে বাংলায় অনুবাদ করতে কে বাধা দেয়? এটা ঠিক, কেউ.
পি.এস. এই কেবলমাত্র আমার মতামত ব্যক্ত করা, যা অন্যের মতামতের সাথে মিলতে পারে না। পি.পি.এস. কারোকে ক্ষতিগ্রস্থ করতে চাইনি।
হ্যা, এটা ঠিক যে আপনি তাকে সরাসরি অভিযুক্ত করেন নি। আমি আপনার অভিজ্ঞতা বিশ্বাস করি। হতে পারে তিনি এটা লেখেন নি। আবার হতে পারে উনি হয়তো লিখেছেন। যাই হোক। আপনাকে ধন্যবাদ সতর্ক করার জন্য। ধন্যবাদ ভাই বিষয়টি বোঝার জন্য। আশা করি মডারেটর ভাই ও বিষয়টি বুঝতে পেরেছেন। তবে আমার কাছে বিষয়টা একটু খারাপ লেগেছে। ভাই মন খারাপ করার কিছু নেই। অনেক সময় ভালো গ্রেডের গুছিয়ে লেখলেও এ আই ডিটেক্টর গুলো লেখা এ আই জেনারেটেড হিসেবে ডিটেক্টড করে ফেলে। আমাদের আরেকজনের সাথে এমন হয়েছে। যদিও মডারেটর সাহেব আপনাকে সরাসরি অভিযুক্ত করেন নি। তিনি বলেছেন আপনার লেখার সাথে মিল আছে। যদি আপনি এ আই ব্যাবহার করে থাকেন, দয়া করে আর করবেন না। তোমার ভাইকে নিয়ে কি করব? আমি কি তাকে নিষেধ করব নাকি আরেকবার সুযোগ দেব?
ফোরামে এস প্রথম পোষ্ট এই কপি পেষ্ট করে বসে আছে। এনারা ব্যান হওয়ার যোগ্য। তবে যেহেতু একবারেই নতুন, ওনাকে একটা সুযোগ দেয়ার জন্য অনুরোধ করবো। Bitcointalk কি ব্যাপার ভাইয়া? ফোরামে একাউন্ট খুলেই মারিং কাটিং শুরু করে দিছেন? আপনার কি মনে হয় ট্রান্সলেট করে কপি পেষ্ট করলে কেউ ধরতে পারবে না? ফোরামের নিয়ম গুলো মেনে চলুন। অন্যথায় আপনাকে ব্যান করে দেয়া হবে।
|
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2268
Merit: 2324
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
June 10, 2023, 09:55:56 PM |
|
দ্বিতীয়ত, আমার অভিজ্ঞতা বিশ্বাস করুন। আমি নিশ্চিত যে তিনি এটি লেখেননি। এই ধরনের পেশাদারভাবে লিখিত প্রযুক্তিগত পাঠ্য শুধুমাত্র একটি খুব জ্ঞানী পেশাদার বা AI দ্বারা লিখতে পারে।
I'm writing in English here. You are using automatic translator, so it can give you wrong message. That's why in English. I have read his post and nothing was looking like written by AI. Maybe you have looked at the format of paragraph, yeah, it may look like written by AI. But in reality, I don't think it was. Let me share my experience with openai. I asked to write a short article on Bitcoin in Bengali. You will be surprised to know that openai told me Vitalik Buterin is the creator of Bitcoin (notice that the question and answer was in Bengali). I don't know how much openai has developed in term of Bengali language as I haven't checked in the last few weeks but I'm sure they are still having hard time writing in Bengali.. Thank you for actively monitoring this thread. Appreciate the effort. তোমার ভাইকে নিয়ে কি করব? আমি কি তাকে নিষেধ করব নাকি আরেকবার সুযোগ দেব?
Be strict of course when it comes to plagiarism.
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
2Pizza410000BTC
Sr. Member
Online
Activity: 588
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
|
|
June 10, 2023, 10:49:18 PM |
|
নিচের অলট কয়েনগুলো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দ্বারা নিরাপত্তার বিষয়ে বিতর্কিত করা হয়েছে। কিন্তু একটি বিষয় খেয়াল করুন SEC এর মতো শত শত প্রতিষ্ঠান Cryptocurrency নিয়ে অনেক হামলা মামলা করলেও বিটকয়েন নিয়ে কেউ বিতর্কিত করেননি। বরং বিটকয়েন সকল ক্ষেত্রেই ধরাছোঁয়ার বাইরে থেকেছে। অনেকই একটি গুরুত্বপূর্ণ সমীকরণ ব্যবহার করে থাকেন তা হলো বিটকয়েন ও ক্রিপ্টো ইন্ড্রাস্টি এক নয়। বিটকয়েন≠ ক্রিপ্টোFull list of tokens the SEC currently contends are securities: Ripple (XRP) Filecoin (FIL) Binance Coin (BNB) Binance USD (BUSD) Solana (SOL) Cardano (ADA) Polygon (MATIC) Cosmos (ATOM) Tron (TRX) BitTorrent (BTT) Terra USD (UST) Luna (LUNA) Internet Computer (ICP) Near (NEAR) Voyager Token (VGX) Nexo (NEXO) The Sandbox (SAND) Decentraland (MANA) Axie Infinity (AXS) Telegram’s Gram (TON) LBRY Credits (LBC) OmiseGo (OMG) DASH (DASH) Algorand (ALGO) Naga (NGC) Monolith (TKN) IHT Real Estate (IHT) Power Ledger (POWR) Kromatica (KROM) DFX Finance (DFX) Amp (AMP) Rally (RLY) Rari Governance Token (RGT) DerivaDAO (DDX) XYO Network (XYO) Liechtenstein Cryptoasset Exchange (LCX) Kin (KIN) Salt Lending (SALT) Beaxy Token (BXY) DragonChain (DRGN) Mirror Protocol (MIR) Mango (MNGO) Ducat (DUCAT) Locke (LOCKE) EthereumMax (EMAX) Hydro (HYDRO) BitConnect (BCC) Meta 1 Coin (META1) COTI (COTI) Paragon (PRG) AirToken (AIR) Chiliz (CHZ) Flow (FLOW) টুইটার পোস্ট: লিংক
বিটকয়েন (₿) বিশ্বের সর্বপ্রথম মুক্ত-সোর্স ক্রিপ্টোকারেন্সি যেটিকে বিকেন্দ্রিক ডিজিটাল মুদ্রা হিসেবে পরিচিতি দেয়া হয়। এখানে লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না এবং এটি কোন দেশের সরকার কর্তৃক ইস্যুকৃত মুদ্রা নয়।[১] ২০০৯ সালে সাতোশি নাকামোতো ছদ্মনামে কোন এক ব্যক্তি বা গোষ্ঠী এই মুদ্রাব্যবস্থার প্রচলন করে যা পিয়ার-টু-পিয়ার মুদ্রা বলে অভিহিত হয়।[২][৩]
হ্যালো আপনাকে বলছি, একটু খানি চোখ রাখুন উপরের পোস্ট গুলোতে। আপনাকে নিয়ে অনেক সমালোচনা করা হয়েছে। আপনি সতর্ক না হয়ে বরং কপি পেস্ট করেই যাচ্ছেন। Plagiarism এর অপরাধে আপনাকে ব্যান করে দিবে। আপনি এখনও পর্যন্ত আপনার plagiarism পোস্ট থেকে বিরত হননি। আপনি এই পোস্টটিও কপি করে এনেছেন। এজন্য আপনাকে মনে হয় শাস্তি থেকে রক্ষা করতে পারবে না।
|
|
|
|
Bd officer
|
|
June 11, 2023, 12:32:03 AM |
|
বিটকয়েন (₿) বিশ্বের সর্বপ্রথম মুক্ত-সোর্স ক্রিপ্টোকারেন্সি যেটিকে বিকেন্দ্রিক ডিজিটাল মুদ্রা হিসেবে পরিচিতি দেয়া হয়। এখানে লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না এবং এটি কোন দেশের সরকার কর্তৃক ইস্যুকৃত মুদ্রা নয়।[১] ২০০৯ সালে সাতোশি নাকামোতো ছদ্মনামে কোন এক ব্যক্তি বা গোষ্ঠী এই মুদ্রাব্যবস্থার প্রচলন করে যা পিয়ার-টু-পিয়ার মুদ্রা বলে অভিহিত হয়।[২][৩]
আপনি গতকাল এই পোস্টটি দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে এডিট করে পোস্টটি চেঞ্জ করে দিয়েছেন। কিন্তু ওই পোস্টটি আপনি অন্য সোর্স থেকে ট্রান্সলেট করে পোস্ট করেছেন। মডারেটর স্যার আপনাকে নিয়া বলেছিলেন আপনি কি সেই পোষ্টটি দেখেছিলেন? আপনার অ্যাকাউন্ট মনে হয় আর টিকবে না,, আপনাকে মডারেটর স্যার হয়তো আরেকবার সুযোগ দিয়েছিলেন। কিন্তু আপনি কী করলেন আবার চুরি করে এনে পোস্ট করলেন। এটা বিটকয়েন ফরম এখানে চুরি করে পোস্ট করে আদৌ কেউ সফলতা অর্জন করতে পারেনি। আপনাকে আর সতর্ক করে লাভ হবে না মডারেটর স্যার হয়তো আপনার পোস্ট টি দেখে ফেলেছেন। আপনার পোস্ট এর অরিজিনাল সোর্স লিংক.
|
|
|
|
Z_MBFM
|
|
June 11, 2023, 04:01:28 AM |
|
আলহামদুলিল্লাহ। sj13 ভাই আমি দেখছি আপনি তো Jr.Member হয়ে গেছেন। দোয়া করি অনেক দূর এগিয়ে যান। বাংলাদেশ লোকাল বোর্ডে সময় দেন, ভালো ভালো পোস্ট করুন যার মাধ্যমে আরো বেশি মেরিট প্রাপ্ত হন এবং বড় মেম্বার হয়ে উঠুন। আপনি ঠিকই বলেছেন অনেকেই এমনটা করে থাকে।অনেকেই এমন লজ্জা জনক কাজ করে তবে মেরিট অর্জন করতে হলে ভালো মানের পোস্ট করেত হবে। সবাইকে নিয়মিত এক্টিভ থাকতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে তবেই একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ।
ধন্যবাদ আপনাকে আমি দেখতে পারছি যে আপনি এখনো Newbie মেম্বার আছেন। আপনি এখানে সুন্দর সুন্দর পোস্ট করে এক্টিভিটি বাড়ান তাহলে আপনিও মেম্বারে অন্তর্ভুক্ত হয়ে যাবেন । আপনার কোন কিছু জানা বা শোনার ইচ্ছা থাকলে এখানে পোস্ট করতে পারেন। আমি সকল বাংলা কমিউনিটি মেম্বারদেরকে বলছি এখানে এক্টিভ থেকে ভালো ভালো ধরনের পোস্ট শেয়ার করবেন। আমরা দিন দিন বাংলা কমিউনিটি বোর্ডটি আরো দূর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ তার যে মেরিট আছে তাতে তার এক্টিভিটি ৩০ টা পার হলে Jr Member হবে কিন্তু মেম্বার হতে হলে তাকে ১০ টা মেরিট পেতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে ৬০ টা এক্টিভিটি। Theymos এর র্যাংক বাড়ানোর জন্য মেরিট ও এক্টিভিটির ডিটেইলস দেখে নিন Rank | Required activity | Required merit | Brand new | 0 | 0 | Newbie | 1 | 0 | Jr Member | 30 | 1 | Member | 60 | 10 | Full Member | 120 | 100 | Sr. Member | 240 | 250 | Hero Member | 480 | 500 | Legendary | Random in the range 775-1030 | 1000 |
You get merit points when someone sends you some for one of your posts. Additionally, when someone sends you merit points, half of those points can be sent by you to other people. If someone sends you 1 merit, the 0.5 sMerit is not wasted; it is just not shown until you get another merit point. আমি এখানে Theymos এর পোস্টের গুরুত্বপূর্ণ অংশটুকু Quote করেছি। এখান থেকে মেরিট সিস্টেম ভালোভাবে বুঝতে পারবেন আর যদি ইংরেজি বুঝতে কিছুটা সমস্যা হয় তাহলে Google Translator সহ অন্যান্য যেকোনো ট্রান্সলেটর ব্যবহার করে বাংলায় কনভার্ট করে বুঝতে পারেন হে হে
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
Bitcoin_people
|
|
June 11, 2023, 04:39:59 AM |
|
কয়েকদিন যাবত আমি বাংলা লোকাল বোর্ডে দেখতে পাচ্ছি অনেকগুলো নতুন ইউজার আগমন করেছে তাদের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি কয়েকদিন যাবত আমার পারিবারিক সমস্যার কারণে একটু কাজের চাপে ছিলাম যার জন্য লোকাল বোর্ড আসার সময় পাইনি। এবং আমি কিছুটা মানুষিক চাপের মধ্যে ছিলাম যার জন্য এই সপ্তাহটি আমার জন্য খুবই খারাপ ভাবে কেটেছে তবে আমি বর্তমানে সব সমস্যা থেকে মুক্ত হয়েছি এখন থেকে আমি বাংলা লোকালে নিয়মিত একটিভ থাকব। যাই হোক আমি বাংলা লোকাল বোর্ডে এসে দেখি অনেক নতুন মেম্বার এসেছেন এবং তাদের সকল পোস্টগুলো আমি পড়ে পর্যবেক্ষণ করলাম তারা সকলেই পোস্ট দেওয়ার আগে গুগল থেকে সরাসরি কপি পেস্ট করে পোস্ট করে দিয়েছে। তারা ফোরামের কোন রুলস না মেনেই না বুঝে চোখ দিয়ে না দেখে সরাসরি কপি পেস্ট করে। গুগল থেকে যেভাবে কপি পেস্ট করেন তাদের জন্য অবশ্যই ভবিষ্যতে অনেক খারাপ কিছু হতে পারে। পোস্ট AI জেনারেট ধরে তাদের একাউন্টগুলো ব্যান করে দিতে পারে এতে কোন সন্দেহ নেই। আমি কখনো AI জেনারেট করিনি তবুও আমি এইরকম একটি সমস্যার সম্মুখীন হয়েছিলাম তাই যারা বর্তমানে এরকম কপি পেস্ট করেন সেই সকল নতুন ভাইয়েরা আগে থেকে সতর্ক হয়ে যান তা না হলে আপনার একাউন্টের ক্ষতি হবে। আমি দেখলাম বেশিরভাগ নতুন ইউজার এসেই কপি পেস্ট করে এবং তাদেরকে বারবার সতর্ক করে দিয়েছে আমাদের লোকাল বোর্ডের সিনিয়র ভাইয়েরা কিন্তু তাদের পোস্টগুলো তারা না পড়েই বারবার কপি পেস্ট করেই যায়। আমি আরো লক্ষ্য করেছি যে নতুন ইউজাররা যারা কপি পেস্ট করেছে তাদের জন্য আমাদের বাংলা লোকাল বোর্ডের সম্মানিত মডারেটর কয়েকবার নিষেধ করে দিয়েছে। কিন্তু নতুন ইউজাররা এই সকল পোস্টগুলো না দেখেই পূর্ণরায় আবারও কপি-পেস্ট করে যাচ্ছে আমি তাদেরকে বলতে চাই তারা পোস্ট কেন পড়েনা। যেখানে মডারেটর বারবার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে তবুও তারা এই ভুল থেকে বের হচ্ছে না তাই নতুন ইউজারদেরকে এই কপি পেস্ট থেকে বিরত থাকতে হবে এবং সবার পোস্ট পড়ে পরবর্তীতে বিবেচনা করে পোস্ট করুন। কয়েকজন নতুন সদস্যর পোস্টগুলো এমনভাবে কপি করে এনেছেন তারা মনে করে যে এগুলো হয়তো কেউ ধরতে পারবেনা কিন্তু আসলে তাদের এ বিষয়ে অনেকবার বলা হয়েছে তবুও তারা সেই সকল সতর্কমূলক পোস্টগুলো লক্ষ্য করছে না। যে কয়েকজন নতুন সদস্য আছেন তারা দয়া করে সকলের পোস্ট পড়ে বিবেচনা করুন এবং পরবর্তীতে পোস্ট করুন কপি-পেস্ট থেকে বিরত থাকুন এতে আপনার মঙ্গল হবে।
|
| . Duelbits | │ | | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW . ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | | 10,000x MULTIPLIER | │ | | │ |
|
|
|
wtsimis
|
|
June 11, 2023, 05:16:21 AM |
|
আমি অনেক পুরনো মেম্বর কিন্তু আমি জানি না কেমনে কি ধরনের পোস্ট করলে মেরিড পাওয়া যায়। মেরিট সম্পর্কে যদি কেউ এখটু বিস্তারিত বলতো তাহলে আমার অনেক উপকার হত ।
আবার শুনছি মেরিট আদান-প্রদান করা যায় বলে। আরো অনেক কিছু জানার বাকি আছে আমাকে কেউ বলবেন.... এই গ্রুপের রুলছ কেমন
অনেক পুরনো মেম্বাররাও মেরিট পায়নি। আমার জানামতে আমি এমনও মেম্বার দেখেছি যারা ফুল মেম্বার রেংকিং হয়েও অটোমেটিক ১০০ মেরিট পাওয়ার পর আজ পর্যন্ত একটা মেরিট ও পায়নি। মেরিট পেতে হলে আপনাকে অবশ্যই হেল্পফুল পোস্ট করতে হবে। তাছাড়া আপনার পোষ্টের মাধ্যমে যদি অন্য কেউ হেল্প পায় তাহলে আপনাকে স্বইচ্ছায় মেরিট দিবে। আর ভুলেও টাকার বিনিময়ে মেরিট আদান-প্রদান করবেন না তাহলে আপনার আইডি যে কোন সময় রেড খেতে পারে। টাকার বিনিময়ে মেরিট দেওয়া ও নেওয়া দুজনেই সমান অপরাধী।
|
|
|
|
|