Crypto Library
|
|
June 25, 2024, 06:29:07 AM |
|
Learn Bitcoin ভাই অনেক আগে বলেছিল এই প্রজেক্টের টিম নাকি বাইনান্সের সাবেক টিম ছিল।
আমি আবার কবে এই কথা বললাম? একটু কোট করে দিয়েন তো? আমি তো এই প্রজেক্ট এর ব্যাপারে খুব বেশি একটা কথা বলিনাই। আমি কি করে জানবো যে এই প্রজেক্ট এর পেছনে বাইনান্সের সাবে টিম কি না? ভাই অন্য কেউ বলে থাকতে পারে। কিন্তু অন্যের বলা কথা আমার ঘাড়ে চাপায়া দিয়েন না। আমি এমনিতেই বাংলাদেশের খেলা দেখে দেখে অসুস্থ হয়ে থাকি সব সময়। কখন আবার কি এলেগেশন লাগায়া দিবেন, আর এদিকে আমি থ হয়ে বসে থাকবো। তাহলে মনে হয় উনি আপনার না আমার পোস্ট দেখেছিল, আমিও আসলে ভুলে গিয়েছি আমি কবে এই কথা বলেছিলাম কিন্তু বলেছিলাম হয় বিটকয়েন টক ফোরামে আর নয়তো আল্টকয়েনটক ফোরামে। আমি বলেছিলাম ব্লাম এই প্রজেক্টটির অওনার বাইনানসের এক্স সিইও চাংপেং ঝাও এর আগের জনের কথা বলেছিলাম যদিও এই তথ্যটি আমার এক বিশ্বস্ত সোর্স থেকে হয়েছিল তবে বিষয়টা এখনো আমার নিকট রিউমোরই মনে হচ্ছে কারণ আমি কোথাও এমন নিউজ খুঁজে পেলাম না যে বাইনানসের এক্স সিইও চাংপেং ঝাও ব্লাম এর অউনার। তবে বর্তমানে আমি একটা জিনিস সিওর হলাম যে ব্লাম এর সিইও এবং কো ফাউন্ডার @gleb_crypto বাইনান্স এর সাথে কানেক্ট, কারণ তার twitter ফলোয়ার্স হিসেবে দেখতে পেলাম cz_binance কে. আজকে ভাবলাম বাংলাদেশ একটু আগ্রেসিভ ব্যাটিং করে সেমি ফাইনালে কোয়ালিফাই করতে। কই? শালারপুতেরা এমন ভাবে ঠেকানো শুরু করছে, এই রকম সময়ে ওরা ওভারে রান নেয় ৩-৪ রান করে। আমার হালার ঘরের হালারা! খাশ বাংলায় গালি না দিয়ে পারলাম না।
ভাই আপনার তো দেখি আসলেই নাক নাই। তা না হলে বাংলাদেশকে নিয়ে মানে বাংলাদেশের বর্তমান টিমকে নিয়ে আপনি এত বড় স্বপ্ন দেখতে পারেন। তবে বাংলাদেশী বোলাররা প্রতিনিয়ত ভালই করে যাচ্ছে এবং তাদেরকে যেন ক্রেডিট না দেওয়া যায় এজন্য আমাদের সোনার টুকরা ব্যাটসম্যানরা প্রতিবারই ডাব্বা মারছে। তবে আমি অবাক হয়েছি আজকের লিটন দাস প্রথম থেকে প্রায় লাস্ট পর্যন্ত টিকে ছিল, তবে লিটন দাস যদি লাস্টে আউট না হতো যে তার একটা চান্সেস বাংলাদেশ ছিল।
|
| | . .Duelbits. | │ | ..........UNLEASH.......... THE ULTIMATE GAMING EXPERIENCE | │ | DUELBITS FANTASY SPORTS | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ████████████████▀▀▀ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | . ▬▬ VS ▬▬ | ████▄▄▄█████▄▄▄ ░▄████████████████▄ ▐██████████████████▄ ████████████████████ ████████████████████▌ █████████████████████ ███████████████████ ███████████████▌ ███████████████▌ ████████████████ ████████████████ ████████████████ ████▀▀███████▀▀ | /// PLAY FOR FREE /// WIN FOR REAL | │ | ..PLAY NOW.. | |
|
|
|
Learn Bitcoin
|
|
June 25, 2024, 06:38:04 AM |
|
ভাই আপনার তো দেখি আসলেই নাক নাই। তা না হলে বাংলাদেশকে নিয়ে মানে বাংলাদেশের বর্তমান টিমকে নিয়ে আপনি এত বড় স্বপ্ন দেখতে পারেন। তবে বাংলাদেশী বোলাররা প্রতিনিয়ত ভালই করে যাচ্ছে এবং তাদেরকে যেন ক্রেডিট না দেওয়া যায় এজন্য আমাদের সোনার টুকরা ব্যাটসম্যানরা প্রতিবারই ডাব্বা মারছে। তবে আমি অবাক হয়েছি আজকের লিটন দাস প্রথম থেকে প্রায় লাস্ট পর্যন্ত টিকে ছিল, তবে লিটন দাস যদি লাস্টে আউট না হতো যে তার একটা চান্সেস বাংলাদেশ ছিল।
সেটা তো আমি আপনাকে আগেই বলেছি ভাই, আমার আবার লজ্জা শরম বলতে কিছু নাই। যখনি শুনি বাংলাদেশ খেলবে, চুপিসারে হলেও একটু আধটু খোজখবর রাখি। সেমি ফাইনালে কোয়ালিফাই করার সুযোগ তো শেষ হয়ে গেছে ১২ ওভার শেষ হওয়ার পড়েই। আমার আজকে কোনো ভাবেই মনে হয়নি বাংলাদেশের ব্যাটার রা সেমি ফাইনালে কোয়ালিফাই করার জন্য খেলছে। তারপর ম্যাচটা যদি অন্তত জিততো, সেটাও তো পারে নাই। যেই মুহুর্তে বাংলাদেশের ৩.১ ওভারে ৩৯ রান নিলে সেমি ফাইনালে কোয়ালিফাই করতে পারে, সেই টাইমে আমাদের সাইলেণ্ট কিলার মাহমুদুল্লাহ একই ওভারে ৫ টি ডট বল খেললেন। এই ইন্টেন্ট দেখে কোনো ভাবে মনে হয় যে এরা সেমি ফাইনালের জন্য খেলেছে? যেখানে আপনার টপ অর্ডার রা ধুমিয়ে ব্যাট করে রান সে যায়গায় নিয়ে গেছে, এখন ৩ ওভারে ৩৯ নিলে হচ্ছে, হারলে তো বাদ পড়বেন জানেন, তাহলে এই সময়ে ডিফেন্ড করে খেলার কি প্রয়োজন ছিলো?
|
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2268
Merit: 2324
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
June 25, 2024, 09:40:52 AM |
|
যেই মুহুর্তে বাংলাদেশের ৩.১ ওভারে ৩৯ রান নিলে সেমি ফাইনালে কোয়ালিফাই করতে পারে, সেই টাইমে আমাদের সাইলেণ্ট কিলার মাহমুদুল্লাহ একই ওভারে ৫ টি ডট বল খেললেন। এই ইন্টেন্ট দেখে কোনো ভাবে মনে হয় যে এরা সেমি ফাইনালের জন্য খেলেছে? যেখানে আপনার টপ অর্ডার রা ধুমিয়ে ব্যাট করে রান সে যায়গায় নিয়ে গেছে, এখন ৩ ওভারে ৩৯ নিলে হচ্ছে, হারলে তো বাদ পড়বেন জানেন, তাহলে এই সময়ে ডিফেন্ড করে খেলার কি প্রয়োজন ছিলো?
সাইলেন্ট কিলার এইরকম কত ম্যাচ থেকে যে আমাদেরকে বের করে দিয়েছে সেটার হিসেব খুজে পাবেন না। কারণ তিনি এইভাবেই সাইলেন্টলি আমাদের মেরে দিয়েছেন।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
Wonder Work
Full Member
Offline
Activity: 210
Merit: 171
Memory of o_e_l_e_o
|
|
June 26, 2024, 03:45:10 AM |
|
BLUM, HAMSTER, HOT, PIXEL, OCEAN, CATIZEN, TAPSWAP. CERTIK এই ৮ টি থেকে অনেক ভালো কিছু আশাবাদী আমি। যদিও Tapswap অনেক ধাক্কা খেয়েছি তবুও এটা ভালো করবে আমি মনে করি। কেউ যদি এই ৮ টা থেকে কোনোটা না করে থাকেন তাইলে করতে পারেন।
হ্যাঁ এগুলো অনেক ভালো আমিও আশা করছি ভাই এবং PIXEL টা আমি নতুন জয়েন করছি দেখি কতটুটু করতে পারি। তবে ভাই Hamster, Blum, Hot, Catizen, Certik এগুলো থেকে ভালো কিছু পাওয়া যেতে পারে কিন্তু Tapswap, Ocean এর প্রতি বিশ্বাস নেই এদের অবস্থা ভালো দেখছি না ভাই। Tapswap এর কমিউনিটি অনেক স্টং হয়েছে কিন্তু এদের দিকনির্দেশনা ভালো দেখছি না। কি হবে বোঝা যাচ্ছে না। আর Ocean এটায় আমি ৫$ খরচ করছি যে টোকেনের দাম এখন দেখতে পাচ্ছি তাতে মনে হয় আমার চালানো উঠবো না ভাই। আপনি খেয়াল করছেন কিনা জানিনা দেইখেন Ocean এখন কি অবস্থা?
|
|
|
|
Learn Bitcoin
|
|
June 26, 2024, 10:28:59 AM Last edit: June 26, 2024, 10:48:09 AM by Learn Bitcoin |
|
সাইলেন্ট কিলার এইরকম কত ম্যাচ থেকে যে আমাদেরকে বের করে দিয়েছে সেটার হিসেব খুজে পাবেন না। কারণ তিনি এইভাবেই সাইলেন্টলি আমাদের মেরে দিয়েছেন।
আমাদের মাঝেই একটা দল আছে যে আমরা রিয়াদ ভাইকে প্রচুর ভালোবাসি। অনেক ম্যাচে উনি দাঁড়িয়ে থেকে ম্যাচ বাচিয়েছেন। কিন্তু এই ফরম্যাটে রিয়াদ ভাই কি আসলেই খেলতে পারে? বা খেলার মতো ফিটনেস ওনার এখনো আছে? বোলিং তিনি মাঝে মাঝে ভালো করেন, কখনো কখনো খারাপ করেন। অনেক সময় দলের প্রয়োজনে ঝড়ো ব্যাটিং করেন। কিন্তু লাস্ট ম্যাচ টা দেখার পর কোনোভাবেই আমার মনে হচ্ছে না যে উনি এই ফরম্যাট এর গেম খেলার জন্য পারফেক্ট। অনেক মানুষ ওনার পক্ষে কথা বলতে পারে এই কারনে যে ওনাদের বিকল্প বাংলাদেশ টিম বানাতে পারেনি। মাথা মোটা সিলেকটর গুলো আসলে কোন বাল ফালায় আল্লাহ জানে। মেহেদি মিরাজ থাকলে একটা ভরসা পেতাম যে সে একটু ঝড়ো ব্যাট চালাবে। শুন্য সরকার বলেন আর লিটন ঘাস বলেন, এদের কিন্তু এবিলিটি আছে। কিন্তু এদের জাতীয় দলের বাইরে কোনো ক্যাম্পে রেখে কাজ করানো হয় বলে আমার মনে হয় না। সাব্বির, নাঈম ইসলামের মতো ব্যাটার কে বিসিবির আন্ডারে রেখে শুধুমাত্র টি ২০ এর জন্য বানানো যেতো। কিন্তু মাথামোটা গুলো কখনোই এটা করবে না, তারা যে টিম দিয়ে টেস্ট খেলাবে, সেই টিম দিয়েই টি ২০ খেলাবে।
|
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2268
Merit: 2324
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
June 26, 2024, 11:12:24 AM Last edit: June 26, 2024, 11:27:31 AM by Little Mouse |
|
আমাদের মাঝেই একটা দল আছে যে আমরা রিয়াদ ভাইকে প্রচুর ভালোবাসি। অনেক ম্যাচে উনি দাঁড়িয়ে থেকে ম্যাচ বাচিয়েছেন।
রিয়াদ ভাই গা বাচানো ম্যাচ খেলে। সে আমাদের মারা যেটা দিয়েছে সেটা কি কম? ২০১২ এর এশিয়া কাপ ফাইনাল দেখেন, ২০১৬ ভারতের বিপক্ষে ফাইনাল দেখেন। এই বিশ্বকাপে আফ্রিকার বিপক্ষে রিয়াদের ইনিংসটা দেখেন- ১৩ বলে ১৩ থেকে ২৭ বলে ২০ রান কোনভাবেই যায় না। কিংবা গত কালকের ম্যাচটাই দেখেন। এমন না যে উনার গ্যামিং সেন্স নাই। উনি নিজের ব্যাটে স্কোরকে প্রাধান্য দিয়েছেন যেন দিনশেষে স্ট্যাটস তার পক্ষে কথা বলে। বাই দ্য ওয়ে, আপনি বলেছেন অনেক ম্যাচ উনি দাঁড়িয়ে থেকে বাঁচিয়েছেন। আপনি জানেন কি আপনি আসলে হাতে গোনা ২/১ টা ম্যাচ দেখাতে পারবেন শুধু?
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
Learn Bitcoin
|
|
June 27, 2024, 10:55:48 AM |
|
রিয়াদ ভাই গা বাচানো ম্যাচ খেলে। সে আমাদের মারা যেটা দিয়েছে সেটা কি কম? ২০১২ এর এশিয়া কাপ ফাইনাল দেখেন, ২০১৬ ভারতের বিপক্ষে ফাইনাল দেখেন। এই বিশ্বকাপে আফ্রিকার বিপক্ষে রিয়াদের ইনিংসটা দেখেন- ১৩ বলে ১৩ থেকে ২৭ বলে ২০ রান কোনভাবেই যায় না। কিংবা গত কালকের ম্যাচটাই দেখেন। এমন না যে উনার গ্যামিং সেন্স নাই। উনি নিজের ব্যাটে স্কোরকে প্রাধান্য দিয়েছেন যেন দিনশেষে স্ট্যাটস তার পক্ষে কথা বলে। বাই দ্য ওয়ে, আপনি বলেছেন অনেক ম্যাচ উনি দাঁড়িয়ে থেকে বাঁচিয়েছেন। আপনি জানেন কি আপনি আসলে হাতে গোনা ২/১ টা ম্যাচ দেখাতে পারবেন শুধু?
ম্যাচ বাচিয়েছে এমন বলতে পারবো না হয়তো, তবে সম্মান বাচিয়েছে এমন অনেক ম্যাচ আছে। বাংলাদেশের জন্মগত অভ্যাস হলো অল্প রানে কোলাপ্স করা। আর সেইসব ম্যাাচগুলোতে রিয়াদ দাড়িয়ে থেকে চেষ্টা করে গেছে। কখনো কখনো সম্মানজনক হার উপহার দিয়েছে। ম্যাচ জেতানোর কথা যদি বলেন, তাহলে আমাদের সবচাইতে ফেমাস উইন নিদাহাস ট্রফিতে শ্রীলংকার বিপক্ষে ৬ মেরে ম্যাচ জেতানোর কথা বলতে পারি। তবে উনি একজন ম্যাচিউরড ব্যাটার। উনি সাধারনত ধীর গতির ব্যাটিং করে। এটা সিলেক্টাররা কি জানে না? মাহমুদুল্লাহ ৫০ ওভারের ম্যাচের জন্য হয়তো ঠিক আছে যেখানে ১০ ওভার উনি ঠেকিয়ে দেয়ার সামর্ধ্য আছে। কিন্তু ২০ ওভারের ম্যাচে ওনাকে নিয়ে রাখার কোনো মানে হয় না। আসলে ওনার সামর্থ্য কিন্তু আছে বিগ হিট করার, কিন্তু উনি যে ধরনের ইনিংস খেলেছেন, এরপর আর কিছু বলা যায় না।
|
|
|
|
LDL
|
|
June 27, 2024, 02:59:55 PM |
|
রিয়াদ ভাই গা বাচানো ম্যাচ খেলে। সে আমাদের মারা যেটা দিয়েছে সেটা কি কম? ২০১২ এর এশিয়া কাপ ফাইনাল দেখেন, ২০১৬ ভারতের বিপক্ষে ফাইনাল দেখেন। এই বিশ্বকাপে আফ্রিকার বিপক্ষে রিয়াদের ইনিংসটা দেখেন- ১৩ বলে ১৩ থেকে ২৭ বলে ২০ রান কোনভাবেই যায় না। কিংবা গত কালকের ম্যাচটাই দেখেন। এমন না যে উনার গ্যামিং সেন্স নাই। উনি নিজের ব্যাটে স্কোরকে প্রাধান্য দিয়েছেন যেন দিনশেষে স্ট্যাটস তার পক্ষে কথা বলে। বাই দ্য ওয়ে, আপনি বলেছেন অনেক ম্যাচ উনি দাঁড়িয়ে থেকে বাঁচিয়েছেন। আপনি জানেন কি আপনি আসলে হাতে গোনা ২/১ টা ম্যাচ দেখাতে পারবেন শুধু?
ম্যাচ বাচিয়েছে এমন বলতে পারবো না হয়তো, তবে সম্মান বাচিয়েছে এমন অনেক ম্যাচ আছে। বাংলাদেশের জন্মগত অভ্যাস হলো অল্প রানে কোলাপ্স করা। আর সেইসব ম্যাাচগুলোতে রিয়াদ দাড়িয়ে থেকে চেষ্টা করে গেছে। কখনো কখনো সম্মানজনক হার উপহার দিয়েছে। ম্যাচ জেতানোর কথা যদি বলেন, তাহলে আমাদের সবচাইতে ফেমাস উইন নিদাহাস ট্রফিতে শ্রীলংকার বিপক্ষে ৬ মেরে ম্যাচ জেতানোর কথা বলতে পারি। তবে উনি একজন ম্যাচিউরড ব্যাটার। উনি সাধারনত ধীর গতির ব্যাটিং করে। এটা সিলেক্টাররা কি জানে না? মাহমুদুল্লাহ ৫০ ওভারের ম্যাচের জন্য হয়তো ঠিক আছে যেখানে ১০ ওভার উনি ঠেকিয়ে দেয়ার সামর্ধ্য আছে। কিন্তু ২০ ওভারের ম্যাচে ওনাকে নিয়ে রাখার কোনো মানে হয় না। আসলে ওনার সামর্থ্য কিন্তু আছে বিগ হিট করার, কিন্তু উনি যে ধরনের ইনিংস খেলেছেন, এরপর আর কিছু বলা যায় না। মাহমুদুল্লাহ রিয়াদ তিনি একজন বিজ্ঞ ও ধীরগতির খেলোয়াড় এটা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না এজন্য তাকে নিয়ে ছোট্ট একটা গল্প শেয়ার করব। আমার গ্রামে খুব রিষ্টপৃষ্ঠ টাইপের একজন যুবক বর্তমানে ৪২ উর্দ্ধে বয়স নাম জলিল কাকা। গ্রামে হাডুডু খেলা অনুষ্ঠিত হলে ওই লোকটা মাঠে নামতো পুরো খেলাতে দুই থেকে তিনবার পেলেয়াড় ধরে রাখত কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দুই থেকে তিন বারের উপরে একটি খেলা সে ধরতো না। কিন্তু যাকে ধরত সে ছুটে যেতে পারত না। মাহমুদুল্লাহ রিয়াদ ঠিক ওই টাইপের একজন খেলোয়াড় যতই আমরা তাকে নিয়ে আলোচনা সমালোচনা করি না কেন একটা খেলায় পুরো ইনিংসে সে এত ধীরগতিতে ইনিংস খেলে যে 60 বলে 50 রান সংগ্রহ করবে কিন্তু সেখানে বিগ হিট থাকবে 1 টি বা দুটি। তবু মাহমুদুল্লাহ রিয়াদকে আমার একজন ক্লাসিক খেলোয়াড় হিসেবে ভালই লাগে যার কারণে আমি মাহমুদুল্লাহ রিয়াদ সম্পর্কে কোন মন্তব্য করতে চাই না।
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Ricardo11
|
|
June 27, 2024, 04:50:33 PM |
|
যেই মুহুর্তে বাংলাদেশের ৩.১ ওভারে ৩৯ রান নিলে সেমি ফাইনালে কোয়ালিফাই করতে পারে, সেই টাইমে আমাদের সাইলেণ্ট কিলার মাহমুদুল্লাহ একই ওভারে ৫ টি ডট বল খেললেন। এই ইন্টেন্ট দেখে কোনো ভাবে মনে হয় যে এরা সেমি ফাইনালের জন্য খেলেছে? যেখানে আপনার টপ অর্ডার রা ধুমিয়ে ব্যাট করে রান সে যায়গায় নিয়ে গেছে, এখন ৩ ওভারে ৩৯ নিলে হচ্ছে, হারলে তো বাদ পড়বেন জানেন, তাহলে এই সময়ে ডিফেন্ড করে খেলার কি প্রয়োজন ছিলো?
সাইলেন্ট কিলার এইরকম কত ম্যাচ থেকে যে আমাদেরকে বের করে দিয়েছে সেটার হিসেব খুজে পাবেন না। কারণ তিনি এইভাবেই সাইলেন্টলি আমাদের মেরে দিয়েছেন। এইসব কারণেই আমি বাংলাদেশ দলকে এখন আর আগের মতো সামর্থন করি না। বাংলাদেশ টিম প্রতিটি ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে। বাংলাদেশ দল মাঝেমধ্যে এমন সব ম্যাচ হেরে যায়, যেগুলো দেখে মনে হয় এখন বাংলাদেশ দলের সমস্ত প্লেয়ারদের কে চাষবাসের কাজে লাগিয়ে দেওয়া উচিত, তাদের দিয়ে আর ম্যাচ জেতার আশা করা যায় না। সেমিফাইনালে ওঠার মত একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, যে ম্যাচে কিনা তারাও জানে যে এই ম্যাচটি জিততে পারলেই তবেই তারা সেমিফাইনালে উঠে যাবে এবং হেরে গেলে আউট হবে। তারপরও তারা এমনভাবে খেললো যেন তাদের খেলার প্রতি কোন গুরুত্বই নেই। আমাদের টপ ব্যাটসম্যানদের যে ব্যর্থতা, বরাবরের মত সেটি গত ম্যাচেও অব্যাহত ছিল, বাংলাদেশ দল বোলিংয়ে বরাবরই তার বিপক্ষের দলকে একটি ভালো স্কোরের মধ্যে আটকে রাখতে সক্ষম হয়েছিল, কিন্তু ব্যাটিংয়ে তারা বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়ে দিয়েছে. বিশেষ করে সাকিব আল হাসান. তাকে কোন কারনে যে অলরাউন্ডার স্বীকৃতি দেওয়া হয়েছে সেটি আমি কোনভাবে মিলাতে পারি না. তাকে শুধু অলরাউন্ডার এর স্বীকৃতি থেকেই নয় বরং বাংলাদেশ টিম থেকে বের করে দেওয়া উচিত. মানে কি আর বলবো. গত ম্যাচে তারা এমন ভাবে পারফর্ম করেছে যেন তাদের কোন এনার্জিই নেই. এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে এই অল্প রান যদি তারা চেজ না করতে পারে, তাহলে এদের দিয়ে হবে টা কবে ? তারা যে আজকে সেমিতে খেলবে এই ধরনের মন মানসিকতা নিয়ে তারা মাঠে নামেনি. তাদের ব্যাটিং করার কোন অ্যাঙ্গেল বা ফিটনেস কোন কিছুই নেই, মনে হয় তাদের গায়ে কোন শক্তিই নেই. তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ম্যাচ খেলানোর কোন লাভ নেই, এদেরকে যাই দেওয়া হোক, দিনশেষে তারা আমাদের ফলাফল এনে দিবে শূন্য.
|
|
|
|
Nothingtodo
Full Member
Offline
Activity: 448
Merit: 136
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
|
|
June 27, 2024, 05:55:56 PM |
|
আমাদের টপ ব্যাটসম্যানদের যে ব্যর্থতা, বরাবরের মত সেটি গত ম্যাচেও অব্যাহত ছিল, বাংলাদেশ দল বোলিংয়ে বরাবরই তার বিপক্ষের দলকে একটি ভালো স্কোরের মধ্যে আটকে রাখতে সক্ষম হয়েছিল, কিন্তু ব্যাটিংয়ে তারা বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়ে দিয়েছে. বিশেষ করে সাকিব আল হাসান. তাকে কোন কারনে যে অলরাউন্ডার স্বীকৃতি দেওয়া হয়েছে সেটি আমি কোনভাবে মিলাতে পারি না. তাকে শুধু অলরাউন্ডার এর স্বীকৃতি থেকেই নয় বরং বাংলাদেশ টিম থেকে বের করে দেওয়া উচিত. মানে কি আর বলবো. গত ম্যাচে তারা এমন ভাবে পারফর্ম করেছে যেন তাদের কোন এনার্জিই নেই.
এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে এই অল্প রান যদি তারা চেজ না করতে পারে, তাহলে এদের দিয়ে হবে টা কবে ? তারা যে আজকে সেমিতে খেলবে এই ধরনের মন মানসিকতা নিয়ে তারা মাঠে নামেনি. তাদের ব্যাটিং করার কোন অ্যাঙ্গেল বা ফিটনেস কোন কিছুই নেই, মনে হয় তাদের গায়ে কোন শক্তিই নেই. তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ম্যাচ খেলানোর কোন লাভ নেই, এদেরকে যাই দেওয়া হোক, দিনশেষে তারা আমাদের ফলাফল এনে দিবে শূন্য.
সাকিব আল হাসান এক সময় বাংলাদেশের জন্য খুব ভালোভাবে নিজেকে উজাড় করে দিয়ে সার্ভিস দিত কিন্তু বর্তমানে তার মধ্যে কোন প্রকারের অলরাউন্ডার এর নৈপণ্য দেখতে পাওয়া যাচ্ছে না। তাছাড়া আমি বাংলাদেশের কয়েকজন ব্যাটসম্যান কে ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি দিতে পারি না বিশেষ করে তানজিদ হাসান ইনি কি কারনে ব্যাটসম্যান হলেন বলতে পারব না। শুরুতে বাংলাদেশকে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে আউট হয়ে যায় বিশেষ করে জিরো রানে আউট হয়ে যাওয়াটা তার জন্য একটি কমন বিষয় হয়ে গেছে। একে অতি তাড়াতাড়ি সারা জীবনের জন্য বাদ দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ বাংলাদেশের ভোলার রা যথেষ্ট রকমের ভালো সার্ভিস দিয়ে কর্তৃপক্ষ দলকে খুব অল্প রানের মধ্যে আটকে রাখতে পারে কিন্তু পরবর্তীতে যারা কাজ করবে বিশেষ করে ব্যাটসম্যানরা তারা সঠিক রেজাল্ট এনে দিতে পারেনা। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানরা যতটা ভালো খেলে উপরের টপ অর্ডারের ব্যাটসম্যানরা তানজিদ হাসান রা অতটা ভালো সার্ভিস দিতে পারেনা এজন্য প্রত্যেক ম্যাচে বাংলাদেশকে পরাজিত হতে হয়। ব্যাটসম্যানদের কৌশলগত পরিবর্তন আসলে কখনো বাংলাদেশ ভালো একটি টিমে পরিণত হতে পারবে না।
|
|
|
|
~speedx~
|
|
June 27, 2024, 06:32:10 PM |
|
সতর্কবার্তা অ্যাপস বা সফটওয়্যার ডাউনলোড করে খেলা দেখায়
বর্তমানে যারা ইউরো কাপ দেখছেন কোপা আমেরিকা অথবা আইসিসি টি২০ ওয়াল্ড কাপ। তাদের জন্য সতর্কবার্তা অনেক সময় দেখতে পাবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফ্রিতে লাইভ খেলা দেখানোর কথা বলতেছে পাশাপাশি এর জন্য অ্যাপস বা সফটওয়্যার ডাউনলোড করতে বলছে। এসব থেকে সাবধান থাকবেন। বর্তমানে মেডুসা নামের একটি মেলওয়ার পুনরায় সরিয়ে দিচ্ছে হ্যাকাররা এটি আপনার কম্পিউটারে বা ডিভাইসে একবার ইন্সটল হয়ে গেলে আপনার সকল তথ্য এবং গোপন তথ্য হ্যাকারের হাতে চলে যাবে। যদিও হ্যাকাররা এই ফিশিং এটাক ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে তারপরেওমাগনা ফ্রী স্ট্রিম দেখতে অ্যাপস বা সফটওয়্যার ডাউনলোড যাইয়েন না। নইলে হ্যাকাররা পুত করে দেবে। এই বিষয়ে আপডেটটি আমি এই পোস্ট থেকে জেনেছি- https://bitcointalk.org/index.php?topic=5501220.0এই বিষয়ে বিস্তারিত দেখতে এখানে ভিজিট করতে পারেন- https://www.cleafy.com/cleafy-labs/medusa-reborn-a-new-compact-variant-discovered
|
|
|
|
LDL
|
|
June 27, 2024, 11:17:19 PM |
|
আমার ক্রিকেট খেলা দেখার প্রতি খুব মনোযোগ তাই মাঝে মধ্যে বিভিন্ন apps বিশেষ করে বেশ প্রায় বছরখানেক ধরে HDStreamz অ্যাপসটি ব্যবহার করে বিভিন্ন খেলা উপভোগ করতাম। কিন্তু মাঝেমধ্যে এ সমস্ত অ্যাপস আপডেট নিত এজন্য ভালো লাগতো না তাই ফেসবুকে ঢুকে মাঝেমধ্যে ক্রিকেট খেলা দেখতাম। সেখানেও বিরক্তি বিশেষ করে বিভিন্ন ব্যাটিং সাইটের বিজ্ঞাপন গুলো খুবই বিরক্তিকর । তবে আপনার এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা অনলাইনে কোন সতর্কতা অবলম্বন না করেই বিভিন্ন লিংকে প্রবেশ করে অ্যাপস ডাউনলোড সহ একাধিক কাজ করে থাকেন তাদের জন্য অবশ্যই অগ্রিম সতর্কতা হিসেবে ধরে নেওয়া যাবে। আল্লাহ সবাইকে হেফাজত করুক
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Wonder Work
Full Member
Offline
Activity: 210
Merit: 171
Memory of o_e_l_e_o
|
|
June 28, 2024, 03:57:57 AM |
|
বর্তমানে যারা ইউরো কাপ দেখছেন কোপা আমেরিকা অথবা আইসিসি টি২০ ওয়াল্ড কাপ। তাদের জন্য সতর্কবার্তা অনেক সময় দেখতে পাবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফ্রিতে লাইভ খেলা দেখানোর কথা বলতেছে পাশাপাশি এর জন্য অ্যাপস বা সফটওয়্যার ডাউনলোড করতে বলছে। এসব থেকে সাবধান থাকবেন। বর্তমানে মেডুসা নামের একটি মেলওয়ার পুনরায় সরিয়ে দিচ্ছে হ্যাকাররা এটি আপনার কম্পিউটারে বা ডিভাইসে একবার ইন্সটল হয়ে গেলে আপনার সকল তথ্য এবং গোপন তথ্য হ্যাকারের হাতে চলে যাবে। যদিও হ্যাকাররা এই ফিশিং এটাক ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে তারপরেওমাগনা ফ্রী স্ট্রিম দেখতে অ্যাপস বা সফটওয়্যার ডাউনলোড যাইয়েন না। নইলে হ্যাকাররা পুত করে দেবে।
ধন্যবাদ ভাই ক্রিকেট খেলা এবং ফুটবল খেলা দেখার খুবই বক্ত খেলা শুরু হলেই আমি যেকোনো অবস্থাতে খেলা দেখি যেকোনো অবস্থাতেই যদি দেখার মতো সুযোগ থাকে। যদি লাইভ দেখা অসম্ভব হয় তখন Cricbuz ব্যবহার করে স্কোর দেখি। ফেসবুকে লাইভ ভিডিও দেখতে গেলে সারাক্ষণ এড দিতে থাকে এমন বলে এই লিংকে ক্লিক করে করুন লাইভ লেখা দেখুন আসলে এগুলো কিছুই না এগুলো তাদের একটা ফাঁদ এই ফাঁদে পা দেওয়া যাবেনা। আমি কখনোই এগুলোো এপস নামাই না ফোনে। সতর্ক করার জন্য ধন্যবাদ আপনাকে।
|
|
|
|
~speedx~
|
|
June 28, 2024, 11:53:37 AM |
|
প্রিয় ভাই ও বোন আপনাদের কাঙ্খিত সময় এসে গিয়েছে বিটকয়েন পিজ্জা ডে উপলক্ষে আয়োজিত কনটেস্ট ২০২৪ এর ফলাফল ঘোষিত হয়েছে। আর বিজয়ীরা হচ্ছেন।-
➥ Discussion [English] ➥ Last year's [Results] ➥ Bitcointalk Party [Discord] ➥ Contest participants [Full List]
|
|
|
| | |
|
|
| 5tift - Pizza #19 - 39 votes / $250________________________________________ | taufik123 - Pizza #53 - 39 votes / $250_________________________________ | airfinex - Pizza #74 - 34 votes / $150_________________________________ |
|
|
|
|
পরিসংখ্যান :- এই বছর টোটাল ১২৫ জন অংশগ্রহণ করেছিল তার মধ্যে ১১২ জন ঠিক আছে।
- সাতটা ভোট কাউন্ট করা হয়নি কারণ তাদের আনমেরিট ৫০ এর কম ছিল।
- আর মোট ১৬৭ জন মেম্বাররা ভোটে অংশগ্রহণ করেছে এই কনটেস্টের জন্য।
- ১১২টির মধ্যে ২২টি পিজ্জা কমপক্ষে 10টি করে ভোট পেয়েছে ৷ আর তাছাড়া ৭০ টা পিজ্জা ৩ বা এর চেয়ে কম পেয়েছে এবং ২৫ টি পিজ্জা একটি ভোট পাইনি
এই পোষ্টের সকল তথ্য GazetaBitcoin এর এই পোস্ট থেকে নেওয়া হয়েছে- https://bitcointalk.org/index.php?topic=5498889.msg64265477#msg64265477
এখন আফসোস লাগতাছে আলসেমি করে কেন পার্টিসিপেট করলাম না, বিজয়ী যদি নাও হতাম অন্তত একটা পিজ্জা বানিয়ে খেতে পারতাম ।
|
|
|
|
Ricardo11
|
|
June 28, 2024, 04:44:32 PM |
|
আজকে pizza ভোটিং কনটেস্ট এ বিজয়ী ঘোষনা করা হয়েছে. যারা বিজয়ী হয়েছেন তাদের পিজ্জা গুলো আসলেই অনেক সুন্দর. আমি বিজয়ী ভাইদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি. যদিও দুর্ভাগ্যবশত আমাদের লোকাল বোর্ড থেকে কেউই বিজয়ী হতে পারেনি. তবে যাই হোক আমি এটি নিয়ে কোন রকম মন খারাপ করছি না, কারণ যারা প্রকৃতপক্ষে বিজয়ী হওয়ার যোগ্য তারাই বিজয়ী হতে পেরেছেন. কারণ এটি ফোরামের প্রতিটি সদস্যের মতামতের উপর ভিত্তি করে বিজয়ী ঘোষণা করা হয়েছে. যেটি ব্যক্তিগতভাবে আমার খুব বেশি ভালো লেগেছে.
২০২৪ সালের pizza কনটেস্ট টি এত সুন্দর ভাবে পরিচালনা করার জন্য পরিচালকদের আমি মন থেকে সম্মান এবং শুভেচ্ছা জানাই. কারণ এত বড় একটা কনটেস্ট পরিচালনা করা মুখের কথা নয়, এর পেছনে কঠোর পরিশ্রম করেছেন তারা.
যাইহোক যারা বিজয়ী তাদেরকে আরও একবার শুভেচ্ছা এবং অভিনন্দন.
|
|
|
|
Bd officer
|
|
June 29, 2024, 05:59:48 AM |
|
প্রিয় ভাই ও বোন আপনাদের কাঙ্খিত সময় এসে গিয়েছে বিটকয়েন পিজ্জা ডে উপলক্ষে আয়োজিত কনটেস্ট ২০২৪ এর ফলাফল ঘোষিত হয়েছে। আর বিজয়ীরা হচ্ছেন।-
গত পাই কনটেস্টে আমি অংশগ্রহণ করেছিলাম, অনেক ভোট পেয়েছিলাম অনেকেই সাপোর্ট করেছিলেন। যাইহোক, এই পিজ্জা কনটেস্টে আমিও অংশগ্রহণ করেছিলাম, আমার বানানো পিজ্জা ভালো হয়েছিলো না, আমি আগেই জানতাম আমার আমি ভোট পাবো না। মনে হয় আমিও কোন ভোট পাই নি, তবুও আমি অনেক হ্যাপি অংশগ্রহণ তো করতে পেরেছিলাম। আমাদের লোকাল থেকে অনেকেই অংশগ্রহণ করেছিলো কিন্তু কেউ বিজয়ী হতে পারে নাই। আল্লাহ তায়ালা তৌফিক দান করলে আগামী বছর ভালো করে পিজ্জা বানিয়ে অংশগ্রহণ করবো। পিজ্জা কনটেস্ট মনে হয় ২০২০ সালে থেকে হয় যা আমি নিচে দেওয়া কোট করা পোস্ট থেকে ধারনা পেয়েছি, তবে আমি সঠিক জানি না। যাইহোক, এ বছরে পিজ্জা কনটেস্টে সবচেয়ে বেশি ইউজার অংশগ্রহণ করেছিল। এই বছরে ১২৫ জন ইউজার অংশগ্রহণ করেছিলো যার মধ্যে ১১২ জনের পিজ্জা গ্রহনযোগ্য ছিলো। আমি আজকে পিজ্জা ভোটিং কনটেস্টে গিয়া একটা পোস্ট দেখতে পেলাম। ২০২০ সালে থেকে কোন বছরে কোন ইউজার বিজয়ী হয়েছিলো, কে কে বিজয়ী হয়েছিলো তার একটা লিস্ট দেখতে পেয়েছিলাম। এখানে তাই শেয়ার করি, আপনারা দেখতে পারেন কে কোন বছর বিজয়ী হয়েছিলো। পোস্ট লিংক. https://bitcointalk.org/index.php?topic=5498889.msg64268027#msg64268027To appreciate the beauty of this contest, I made this tiny recap to assess how the quality of the pizzas improved over the years: 2024 | | - Pizzas: 112
- Votes: 810 from 167 different users
- PrizePool: USD 2,500
|
| |
| | __________ | ____________________ | ___________________________________ | | 1st | Ale88 | | | | 2nd | Mk-74 | | | | 3rd | GazetaBitcoin | | |
|
2023 | | - Pizzas: 40
- Votes: x
- PrizePool: 15mBTC
- Held on Discord
|
| |
| | __________ | ____________________ | ___________________________________ | | 1st | Mendace | | | | 2nd | Fillippone | | | | 3rd | Ale88 | | |
|
2022 | | - Pizzas: 46
- Votes: x
- PrizePool: 5mBTC
- Held on Discord
|
| |
| | __________ | ____________________ | ___________________________________ | | 1st | fillippone | | | | 2nd | Despairo | | | | 3rd | Apocollapse | | |
|
2021 | | - Pizzas: 6
- Votes: 42
- PrizePool: 0.01 BTC
- Held on Discord
|
| |
| | __________ | ____________________ | ___________________________________ | | 1st | Rikafip | | | | 2nd | Nionio | | |
|
2020 | | - Pizzas: 8
- Votes: 74
- PrizePool: 0.011 BTC
- Held on Discord
|
| |
| | __________ | ____________________ | ___________________________________ | | 1st | Rikafip | | | | 2nd | Nionio | | |
|
Sorry for my poor formatting skills; I did my best. Help to accept suggestions for improvements or other data points.
|
|
|
|
LDL
|
|
June 30, 2024, 05:10:28 AM |
|
সত্যি বলতেছি আমরা কোনভাবেই নিজেকে ক্ষমা করতে পারবোনা যেখানে আমরা তিন বেলা পেট ভরে খাচ্ছি অথচ বর্তমান সময়ে এসেও ফিলিস্তিনবাসীরা না খেয়ে দিন পার করছে। আল্লাহ জানি ফিলিস্তিনবাসীকে কোন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে অতিক্রম করাচ্ছে। আল্লাহ সুবহানাহু তায়ালা কবে ফিলিস্তিনবাসীকে এই সমস্ত কঠিন দিন থেকে মুক্তি দেবে। কবে ফিলিস্তিন বাশির উপরে রহমতের সূর্য উঠবে ।আল্লাহতালা ফিলিস্তিনবাসীকে রক্ষা করুক তাদের তুমি সকল অভাবনটন দুঃখ দুর্দশা ক্লান্তি মৃত্যু থেকে রক্ষা করো হেফাজত কর। নিচের ভিডিও দেখে সত্যিই নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে যেখানে আমরা সুখে শান্তিতে জীবন যাপন করছি ঠিক সেখানে কত ছোট ছোট শিশুরা, যুবক ভাইয়েরা, মা-বোনেরা, মৃত্যুর সাথে প্রতিদিন লড়াই করছে। আল্লাহতালা ফিলিস্তিনবাসীকে রক্ষা করো সকল প্রকার আজাব থেকে মুক্তি দাও। https://www.facebook.com/share/v/qqMY6bwVBJWE1JC5/?mibextid=oFDknk
|
| Duelbits | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | TRY OUR UNIQUE GAMES! ◥ DICE ◥ MINES ◥ PLINKO ◥ DUEL POKER ◥ DICE DUELS | | | | █▀▀ █ █ █ █ █ █ █ █ █ █ █ █▄▄ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ ███ ▀▀▀ | | ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀ KENONEW ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ | ▀▀█ █ █ █ █ █ █ █ █ █ █ █ ▄▄█ | | 10,000x MULTIPLIER | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
[/tabl
|
|
|
Popkon6
|
২৭শে জুন ২০২৪ তারিখে সংবাদপত্রে প্রচার হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ২৪০ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিটকয়েন কয়েনবেসে স্থানান্তর করেছে। এই আশঙ্কায় ইউএস সরকারের বিশাল বিটকয়েন রিজার্ভ থেকে সামান্য কিছু পরিমাণ বিক্রি করতে পারে, এবং বর্তমান সময়ের সেই আশঙ্কায় বিটকয়েন বাজার নিম্নমুখী চাপ সৃষ্টি করতে পারে। এখানে মোট বিটকয়েন এর পরিমাণ ছিল 3940 টি যা কয়েনবেসে পাঠানো হয়েছে। hereসাধারণত বর্তমান বিটকয়েন বাজার নিম্নগতি হওয়ার একমাত্র কারণ আমার মনে হয় এটি চিহ্নিত হবে, বিটকয়েন বাজার 70k ডলার থেকে বর্তমান সময়ে 60k ডলার পর্যন্ত স্পর্শিত হয়েছে। তবে অনেকেই এখন ধারণা করছেন এই বিটকয়েন বাজার ৫০ হাজার ডলারে পর্যন্ত ফিরে আসার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে।
|
|
|
|
HelliumZ
|
|
June 30, 2024, 10:17:11 AM |
|
বর্তমান সিজনটা Airdrop করেই পার করে দিচ্ছি এখন পর্যন্ত নট কয়েন পেমেন্ট করেছে বাকি কোনোটাই পেমেন্ট করে নাই। Hamster Kombat বর্তমানে রেকর্ড সংখ্যক ভাইরাল হয়েছে ফলে এর পেমেন্ট নিয়ে আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। Tapswap আসলেও পেমেন্ট করবে কিনা এটাও আমরা সন্দেহ প্রকাশ করছি। কিন্তু Memefi এই প্রজেক্ট আমাদের খুব আশ্বাস দিচ্ছে এবং তারা বলছে ৯০% কমিউনিটির জন্য বরাদ্দ করা হয়েছে। যদিও এর সাপ্লাই অনেক কম বলতে গেলে ১০০০ কোটি টোটাল সাপ্লাই যার মধ্যে ৯০% যদি কমিউনিটির জন্য বরাদ্দ করা হয় তাহলে 900 কোটি কমুনিটির জন্য দিয়ে দিবে। এজন্য প্রজেক্টটা আমি রিজেক্ট করেছিলাম যে হয়তো কমিউনিটিতে আশা দিয়ে পরবর্তীতে হয়তো আমাদের টোকেন দেবে না। কিন্তু কালকে Kucoin এর অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে এই প্রজেক্ট নিয়ে পোস্ট করেছে যাতে মনে হল হয়তো ভবিষ্যতেই প্রজেক্টর কম করে হলেও Kucoin এ লিস্ট হবে তাই কালকে থেকে পুনরায় করা আরম্ভ করে দিয়েছি। যা হোক দেখি যে কয়দিন বাকি আছে এই কয়দিনে কিছু করতে পারি কিনা। আপনারা যদি এই এয়ারড্রোপটি না করে থাকেন তাহলে আজই আপনারা জয়েন হতে পারেন।
|
|
|
|
Learn Bitcoin
|
|
June 30, 2024, 12:45:26 PM |
|
বর্তমান সিজনটা Airdrop করেই পার করে দিচ্ছি এখন পর্যন্ত নট কয়েন পেমেন্ট করেছে বাকি কোনোটাই পেমেন্ট করে নাই। Hamster Kombat বর্তমানে রেকর্ড সংখ্যক ভাইরাল হয়েছে ফলে এর পেমেন্ট নিয়ে আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। Tapswap আসলেও পেমেন্ট করবে কিনা এটাও আমরা সন্দেহ প্রকাশ করছি। কিন্তু Memefi এই প্রজেক্ট আমাদের খুব আশ্বাস দিচ্ছে এবং তারা বলছে ৯০% কমিউনিটির জন্য বরাদ্দ করা হয়েছে। যদিও এর সাপ্লাই অনেক কম বলতে গেলে ১০০০ কোটি টোটাল সাপ্লাই যার মধ্যে ৯০% যদি কমিউনিটির জন্য বরাদ্দ করা হয় তাহলে 900 কোটি কমুনিটির জন্য দিয়ে দিবে। এজন্য প্রজেক্টটা আমি রিজেক্ট করেছিলাম যে হয়তো কমিউনিটিতে আশা দিয়ে পরবর্তীতে হয়তো আমাদের টোকেন দেবে না। কিন্তু কালকে Kucoin এর অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে এই প্রজেক্ট নিয়ে পোস্ট করেছে যাতে মনে হল হয়তো ভবিষ্যতেই প্রজেক্টর কম করে হলেও Kucoin এ লিস্ট হবে তাই কালকে থেকে পুনরায় করা আরম্ভ করে দিয়েছি। যা হোক দেখি যে কয়দিন বাকি আছে এই কয়দিনে কিছু করতে পারি কিনা। আপনারা যদি এই এয়ারড্রোপটি না করে থাকেন তাহলে আজই আপনারা জয়েন হতে পারেন।
ট্যাপসোয়াপ এতো বড় কমিউনিটি বানানোর পড়েও তারা কি করছে, কি না করছে, সেই ব্যাপারে তেমন কোনো আপডেট বা প্রোগ্রেস দেখা যাচ্ছে না। আমি কিছুদিন আগে ক্রিপ্টো লাইব্রেরীকে বলছিলাম যে ভাই, এটা যে পরিমানে মাইনিং হয়েছে, তারা কি এলোকেশন দিবে, কেউ জানে না। কয়েন দিগুন করার জন্য যে টুন দিয়ে পেমেন্ট নিচ্ছিলো ট্যাপ সোয়াপ, এটা আমার কাছে রেড ফ্লাগ মনে হয়েছে। তাই আমি এটাতে তেমন বেশি সময় দিচ্ছি না। আপাতত অন্যান্য প্রজেক্টগুলোতে সময় দিচ্ছি। শেষ কয়েকদিনে আমি পেমেন্ট পেয়েছি ATH, এবং Blast থেকে। আশা করেছিলাম ব্লাষ্ট থেকে ৫০০ ডলারের বেশি পাবো। কিন্তু পেলাম মাত্র ৩৫০ ডলারের মতো। যেটার দাম কমে এখন ২৫০ ডলারের মতো আছে। যদিও আমি এয়ারড্রপের প্রফিট হোল্ড করা পছন্দ করি। কারন এয়ারড্রপ হান্টারদের ডাম্পিং শেষ হলে কয়েন আবার পাম্প করবে বলে আমি মনে করি। নোটঃ এই ফোরামেও আমি নতুন একটা থ্রেড খুলেছি, যেখানে এয়ারড্রপ আপডেট গুলো পোষ্ট করার চেষ্টা করবো। Airdrop updates by Learn Bitcoin
|
|
|
|
|