Bitcoin Forum
June 21, 2024, 02:34:48 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 ... 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 [63] 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 ... 119 »
1241  Economy / Reputation / Re: Is Blazed alive? on: September 08, 2023, 02:29:49 AM
Blazed apparently lost interest in the forum and became inactive for a long time. Here is a pro tip to understand if they lose interest or not. It does not happen in one day when someone loses interest in something. People slowly lose interest, and they disappear slowly. If you look at his post history, he was pretty active in May 2019, and then he started losing interest in the first week. He made only 23 posts from June 2019 to May 2020. At first, the posting gap starts from a week, then a couple of weeks, and then months! Now, it's been almost three years since he left.

If you see someone who is pretty active (Writing posts every day) and suddenly disappears, then there is something to think about.
1242  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 08, 2023, 02:08:28 AM
ক্রিপ্টোকারেন্সিতে তাকে আইডল বলার কারন কি তা আমি গুছিয়ে বলতে না পারলেও তবে আমার কাছে যেটি মনে হয়েছে তা হল ব্যেক্তিগত তথ্যের গোপনীতা এবং এর নিরাপত্তা এই বিষয়টি থেকেই মুলত ক্রিপ্টোকারেন্সিতে তাকে আইডল বলা যেতে পারে। যদিও আমি তার বিষয়ে ভাল জানিনা। তবে আমার সামান্য জ্ঞানে আমি এই বিষয়টিকেই রিলেট করতে পারি।

যেমনটা সেই থ্রেড এ বলা হয়েছে, জুলিয়ান কে আইডল বলার কারন হলো তিনি বিটকয়েন এর প্রথম দিকের সময়ে এর প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিলেন এবং তখন তিনি ডোনেশন এর জন্য বিটকয়েন ব্যাবহার করতে চেয়েছিলেন। সময়টা যেহেতু বিটকয়েনের প্রথম দিকের, তাই উইকিলিকস এর কল্ল্যানে অনেকেই বিটকয়েনের নাম জানতে পেরেছে। মার্কিন সরকার উইকিলিকস এর টাকা কালেক্ট করার মতো সকল রাস্তা বন্ধ করে দিয়েছিলো। যার কারনে জুলিয়ান বিটকয়েনের প্রয়োজনীয়তা বুঝতে পারে এবং ডোনেশন এর জন্য বিটকয়েন ব্যাবহারের প্ল্যান করেন। কিন্তু সাতোশি তাকে অনুরোধ করেন এই মুহুর্তে বিটকয়েন ব্যাবহার না করার জন্য। কারন বিটকয়েন তখন অনেক নতুন একটা ষ্টেজ এ আছে এবং তখন সরকার এর পিছনে লাগলে হয়তো আজকে আমরা এই অব্দি আসতে পারতাম না। সাতোশি তখনই বলেছিলো যে আপনি একটা ভিমরুলের বাসায় লাথি মেরেছেন এবং সেই ঝাকটি আমাদের দিকে তেড়ে আসছে। পোষ্ট করার ৬ দিন পর সাতোশি গায়েব হয়ে যায়। এমন কি সম্ভাবনা আছে যে মার্কিন সরকার সাতোশির কোনো ক্ষতি করেছে?
1243  Economy / Games and rounds / Re: SINBAD,IO MIXER August Price Prediction Challenge on: September 07, 2023, 11:22:45 PM
are you forum policeman @Learn Bitcoin, watching promo threads?

happy to see, jump sometimes to my threads i have big problem with bots applying, use your time for something useful,

don't look for problems where there aren't any
Oh wow, I did not notice you have edited your posts and added too many words for me. Why so serious? Did you feel insulted? The last prediction was posted on 25th August, while you posted on 31st August. I don't know if you consider those as fresh comments.

I am not a policeman and don't have time to moderate your thread. And I haven't seen any of your threads in the Games and Round section. Why it's too hard to accept your mistake? Reading a thread or some replies before you write your comment is common sense. This is not the first time you did it. I have seen you before.

Can anyone please check what was the Bitcoin Price on CoinMarketcap? I sent a DM to Sinbad a few days ago, but they did not reply to me and they sent the prize to the winners, and I received it. But, I believe I should be the 2nd winner.
1244  Other / Meta / Re: censoring foul words. on: September 07, 2023, 11:46:53 AM
According to loyceV "If you can be offended by someone online, it means you're doing something wrong" .
I'm afraid I have to disagree!
People might have a different point of view or argument on a matter. You will find another group of people who do not respect your opinion and then start insulting you. The problem is, when you get bullied because of your opinion, you want to say something back, and it ends with exchanging some hit words, and then sometimes it goes to the extreme level when one person calls another a pedophile. For this reason, I believe you can get offended without even doing anything wrong.
You're missing the point: if you choose to give someone the power to hurt you through your screen, you're doing something wrong. If someone calls me a pedophile, he's an idiot. It's that simple.

Now, it's a debatable thing. I choose to give power to someone I like and am close to—for example, my friends and family. It's the internet; we barely make good friends on the internet, especially on anonymous forums. Even if someone looks like he is my friend, I don't know what he has in his mind. Let's say I know some forum members' usernames only, and I exchanged some DM and slowly built a good relationship even though we don't even know our real names. I don't think any of them are going to hurt me. Even if they do, that will be a scam.

I agree with the bold part. It's easy to get hurt on the internet forum where we don't know each other. If people choose to be jerks because no one knows their real name, they are an idiot. I feel like I was not able to explain well because of the language barrier.
1245  Local / Other languages/locations / জুলিয়ানের জন্য ডাক - সবার পড়া উচিৎ on: September 07, 2023, 11:27:08 AM
লেখক: GazetaBitcoin
মেইন টপিক: The call for Julian Assange || The WikiLeaks Manifesto - We all should read it




অনেকেই হয়তো জুলিয়ান অ্যাসাঞ্জের নাম শুনেছেন, কিন্তু খুব কম মানুষ ই জানে যে তিনি কে, উনি কি করেছিলেন বা এখন উনি কি করেন। এর থেকেও কম জানেন, কেন তিনি ক্রিপ্টো স্পেসে একজন আইডল ব্যক্তিত্ব।

এই টপিকটা একটা সাহায্যের আবেদন, এজন্যই আমি এটা বিগিনার এবং হেল্প বোর্ডে পোস্ট করছি৷ এটা জুলিয়ানকে সাহায্য করার জন্য একটা আবেদন!

আমি অনেকদিন ধরেই এই টপিকটা লেখার প্ল্যান করছিলাম, কিন্তু বিভিন্ন কারণে (সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সময়ের অভাব) আমি দেড়ি করেছি। যাইহোক, ইদানিং প্রেসের প্রতি এক আরেকটা অপমান (একভাবে বা অন্যভাবে) আমাকে এই থ্রেড টা লিখতে অনুপ্রানিত করেছে। এর পিছনের কারণ যদিও কম গুরুত্বপূর্ণ। বেশি গুরুত্বপূর্ণ হল জুলিয়ানের সাহায্য প্রয়োজন।



এই টপিকের শেষ অংশ একটা সতর্কতা মূলক বাক্য আছে: "আমাদের সকলের সাইফারপাংকসের কাজ চালিয়ে যাওয়া উচিত এবং স্বাধীনতার জন্য লড়াই করা উচিত!"

সাইফারপাংকস গ্রুপ টা প্রাথমিকভাবে ১৯৯২ সালে "দ্য সাইফারপাঙ্ক ম্যানিফেস্টো" এর লেখক এরিক হিউজেস, জন গিলমোর এবং "দ্য ক্রিপ্টো অ্যানার্কিস্ট ম্যানিফেস্টো" এর লেখক টিমোথি মে দের নিয়ে তৈরী হয়েছিল। গিলমোরের অফিসে একটা পুরাতন মিটিং থেকে সাইফারপাংকস মেইলিং লিস্ট নামে একটা মেইলিং লিস্টের উত্থ্যান হয়েছিল।

কিছু দিনের মধ্যে, যে রাষ্ট্র নাগরিকদের উপর নজরদারি করে আসছে, তাদের বিরুদ্ধে সাইফারপাংকস এর লড়াইয়ে অনেক মানুষ যোগ দেয়। একসময়ে তারা ১০০০ জনেরও বেশি কনট্রিবিউটরে পৌছায়।

জুলিয়ান অ্যাসাঞ্জ ১৯৯৫ থেকে ২০০২ পর্যন্ত গ্রুপের অংশ ছিলেন। তার ব্রিলিয়েন্ট মন অন্যরা সহজেই খেয়াল করেছিল। যদিও মে, হিউজ বা গিলমোর "মানুষের জন্য বানানো অ্যালগরিদম", ডিজিটাল ক্যাশ এবং ক্রিপ্টোগ্রাফিতে জনসাধারণের অ্যাক্সেসের উপর বেশি মনোযোগ দিতেন (এমন একটা যুগে যখন এনএসএ তার বিরুদ্ধে সমস্ত ক্ষমতা দিয়ে লড়াই করছে), অ্যাসাঞ্জের একটা ভিন্ন নীতি ছিল: "তথ্যের স্বাধীনতা হলো সম্মানিত মূল্য"

দ্যা উইকিলিকস ম্যানিফেস্টো, একটা অল্প পরিচিত ডকুমেন্ট, দুর্ভাগ্যক্রমে, এটাতে জুলিয়ানের জ্ঞানের অন্যান্য বিস্তারিত কথাও আছে: "শুধুমাত্র প্রকাশিত অন্যায়ের উত্তর দেওয়া যায়; মানুষকে বুদ্ধিমান কিছু হতে হলে আসলে কী ঘটছে, তা জানতে হবে"।

১৪৪৮ সালে গুটেনবার্গের প্রিন্টিং প্রেসের উত্থানের পর থেকে, যেটা প্রিন্টিং রেভুলেশন নিয়ে এসছিলো, ক্লাসিফাইড ডকুমেন্ট এর উপর ধনীদের ক্ষমতা আস্তে আস্তে কমতে শুরু করে। এটা তথ্য ডিসেন্ট্রালাইজেশনের প্রথম রূপগুলোর মধ্যে একটা ছিল। জুলিয়ান অ্যাসাঞ্জ এটাকে সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে গেছেন।

এবং ২০০৬ সালে উইকিলিকস চালু হওয়ার পরেই এটা ঘটে।

"আমি এটা মনে করে বড় হয়েছি যে আমি যে বিশ্বে বাস করেছি যেখানে মানুষ একে অপরের সাথে গোপনীয়তার সাথে যোগাযোগ করার এক ধরণের স্বাধীনতা উপভোগ করেছে, কোনো মনিটরিং করা ছাড়াই, কোনো বিবেচনা করা বা বিশ্লেষণ করা ছাড়াই বা ঐসব কুখ্যাত পরিসংখ্যান বা সিস্টেম দিয়ে বিচার করা হয় না , যে কোন সময় তারা এমন কিছু বলে যা পাবলিকলি ছড়িয়ে পড়ে।" - এডওয়ার্ড স্নোডেন

প্রশাসনের সাথে বিশ্বাসঘাতকতা করার পরে স্নোডেন কোথায় স্থায়ী হবে এবং কোথায় স্থায়ী হবে না তা সুপারিশ করে তাকে সাহায্য করার চেষ্টা করছেন; স্নোডেনের সাথে একইরকম চিন্তা শেয়ার করে, অ্যাসাঞ্জ বিশ্বের বিভিন্ন যায়গা থেকে হাজার হাজার ক্লাসিফাইড ইনফরমেশন প্রকাশ করেছেন।

কেউ কেউ জিজ্ঞাসা করতে পারে, বিটকয়েনের সাথে তার সম্পর্ক কি?

মার্কিন সরকার উইকিলিকসের অ্যাকাউন্টগুলোর উপর একটা ফিনান্সিয়াল রিস্ট্রাইকশন দেয়ার পর, জুলিয়ান বিটকয়েনের সম্ভাবনা বুঝতে শুরু করেন এবং ডোনেশনের জন্য একটা মেথড হিসাবে নতুন ক্রিপ্টোকারেন্সি একসেপ্ট করার কথা জানান। আইডিয়াটা সেই সময়ে বিটকয়েনটকে আগুন ধরিয়ে দেয়:

"ব্রিং ইট অন", RHorning জোর দিয়েছিলেন।

যাইহোক, অ্যাসাঞ্জ তার কাজে অব্যাহত ছিলেন, বিটকয়েনের ছদ্মনামী আবিস্কারক, ""সাতোশি নাকামোতো,” বলেছেন: “নো, ডোন্ট ব্রিং ইট অন"। প্রজেক্ট টা আস্তে আস্তে বড় করতে হবে যেনো সফ্টওয়্যারটাকে এই পথে শক্তিশালী করা যায়। আমি উইকিলিকসের কাছে এই আবেদন করছি তারা যেনো বিটকয়েন ব্যাবহার করার চেষ্টা না করে। বিটকয়েন এখন এটার শুরুর দিকে এবং কমিউনিটি টা খুব ছোট। আপনি পকেট মানি এর চেয়ে বেশি কিছু পাওয়ার আশা করতে পারেন না এবং আপনি যে হিট নিয়ে আসবেন, তা সম্ভবত এই পর্যায়ে আমাদেরকে ধ্বংস করে দিবে।” [...] ছয় দিন পরে, ১২ ডিসেম্বর ২০১০-এ, ফেমাস ভাবে সাতোশি বিটকয়েন কমিউনিটি থেকে উধাও হয়ে যায়, কিন্তু যাওয়ার আগে এই মেসেজটি পোস্ট করেছেন: “অন্য কোনো প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে ভালো হতো। উইকিলিকস ভিমরুলের বাসায় লাথি মেরেছে, এবং সেই ঝাঁকটি আমাদের দিকে তেড়ে আসছে।”"

সাতোশির প্রতি এবং তার কাজের প্রতি সম্মানের গভীর নিদর্শন হিসাবে, অ্যাসাঞ্জ যেমন বলেছেন (আগের মেনশন করা লিংকে), "উইকিলিকস সাতোশির এনালাইসিস পড়েছে এবং তার সাথে একমত হয়েছে, এবং কারেন্সিটা আরো প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিটকয়েন ডোনেশন চ্যানেল চালু না করার সিদ্ধান্ত নিয়েছে। উইকিলিকসের বিটকয়েন ডোনেশনের এড্রেস বিটকয়েনের প্রথম চালু করা হয়েছিল ১৪ জুন ২০১১ তে বড় একটা পাম্প এর পরে।"

এটা একটা সম্মানের প্রকাশ যা আজকাল খুব দূর্লভ

কিন্তু জুলিয়ানের বিটকয়েনের উপর ভরশা করা শুধুমাত্র উইকিলিকসকে সাহায্য করেনি: বরং বিটকয়েনকে আরও জনপ্রিয় হতে সাহায্য করেছে; এটা সাতোশির সৃষ্টি সম্পর্কে সচেতনতা বাড়িয়েছে; এটা সাতোশির তৈরী করা রাস্তায় আরও বেশি মানুষকে নিয়ে এসেছে।

এরপর যা ঘটেছিল তা উল্লেখ করা ইতিহাসের চেয়ে ভালো জানে সবাই। মার্কিন সরকার ২০১১ সালে অ্যাসাঞ্জকে খুঁজতে শুরু করে, এবং প্রতিক্রিয়া হিসাবে, জুলিয়ান লন্ডন থেকে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় চেয়ে নিজেকে সাহায্য করেন। তার অনুরোধ ২০১২ সালে অনুমোদন করা হয়েছিল। তবে, দূতাবাসে থাকা তার জন্য সহজ ছিল না - অন্যদের মধ্যে, তিনি ২০১৯ (!) পর্যন্ত দূতাবাসের বাইরে তার পা রাখেনি, প্রায় একজন বন্দী হিসাবে জীবনযাপন করেছেন। যৌন হয়রানির একটা মিথ্যা বানোয়াট অভিযোগ করা হয়েছিলো, যা সুইডিশ সরকার বছরের পর বছর বাদ দিয়েছিল এবং উইকিলিকসের জন্য তার ক্রমাগত কাজ করার মধ্যেও অ্যাসাঞ্জ তার নৈতিকতা বজায় রাখার চেষ্টা করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার এড়াতে তার যথাসাধ্য চেষ্টা করেছিল, তিনি ভালভাবে সচেতন ছিলেন নয়তো সচেতন না হওয়ার অর্থ হবে মৃত্যুদণ্ড না হলে অন্তত ১৭৫ বছর জেল

দুর্ভাগ্যবশত, ২০১৯ সালে ইকুয়েডর তাকে আশ্রয় দেয়া বন্ধ করে দেয়, কমবেশি হাস্যকর কারণে, তবে এটা প্রায় স্পষ্ট যে সিদ্ধান্তটা নিতে অন্য কোনো গোপন সংস্থা বা অন্যান্য দেশের সরকার থেকে কোন ভাবে বাধ্য করা হয়েছিল।

এই থ্রেডটা লেখার সময়, জুলিয়ানের প্রত্যর্পণের জন্য বিচার শুরু হয়েছে। বিচার চলাকালে তিনি কারাগারে অবস্থান করছেন।

যেমনটা আমি ইদানিং বলছিলাম, আগের একটা টপিকে,

বাকস্বাধীনতার জন্য যুদ্ধ, গোপনীয়তার জন্য এবং শাসনব্যবস্থাকে অপ্রাসঙ্গিক হিসাবে উপস্থাপনের লড়াই অনেক আগে শুরু হয়েছিল। এটা এখন আমাদের হাতে।

জুলিয়ানকে সাহায্য করাও আমাদের হাতে। আর তাকে সাহায্য করা মানে তথ্যের স্বাধীনতায় সাহায্য করা!

এই সাহায্য কিভাবে অফার করবেন আমি সেটা বলতে চাচ্ছি না। আমি নিশ্চিত সবাই জানে, বা, অন্তত, এই সম্পর্কে একটা ধারনা আছে।

বিতর্ক এবং কিছু করার সময় আছে। বিতর্ক এখন শেষ।



উল্লেখ্য বিষয়:

আমি উল্লেখিত টপিকগুলো পড়ার পরামর্শ দিচ্ছি:
- নিলস মেলজারের দ্য ট্রায়াল অফ জুলিয়ান অ্যাসাঞ্জ: নির্যাতনের গল্প - উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের আইনি নির্যাতনের মর্মান্তিক গল্প এবং ভবিষ্যতের হুইসেলব্লোয়ারদের জন্য বিপজ্জনক প্রভাব
- রবার্ট ম্যানের আর্ট দ্য সাইফারপাঙ্ক রেভুলোশনারি জুলিয়ান অ্যাসাঞ্জ
- দ্য মোস্ট ডেঞ্জারাস ম্যান ইন দ্য ওয়ার্ল্ড: দ্য ইনসাইড স্টোরি অন জুলিয়ান অ্যাসাঞ্জ অ্যান্ড উইকিলিকস, লিখেছেন অ্যান্ড্রু ফাউলার
- জুলিয়ান অ্যাসাঞ্জের লেখা, সাইফারপাঙ্কস: ফ্রিডম অ্যান্ড দ্য ফিউচার অফ দ্য ইন্টারনেট। বইটা জুলিয়ান, জ্যাকব অ্যাপেলবাম (টর ডেভেলপার) এবং জেরেমি জিমারম্যান (লা কোয়াড্রেচার ডু নেট-এর সহ-প্রতিষ্ঠাতা) মধ্যে একটি আলোচনা সম্পর্কে
- সুয়েলেট ড্রেফাস এবং জুলিয়ান অ্যাসাঞ্জ এর, আন্ডারগ্রাউন্ড। এটি ১৯৮০-এর দশক থেকে অস্ট্রেলিয়ান হ্যাকার এবং ফ্রেকারদের উত্থান সম্পর্কে একটাআকর্ষণীয় বই, যার মধ্যে জুলিয়ান অ্যাসাঞ্জের প্রথম দিকের একটিভিটি আছে, তিনি সেই সময়ে মেন্ডাক্স নামে পরিচিত ছিল
- জুলিয়ান অ্যাসাঞ্জ এর, হোয়েন গুগল মিট উইকিলিকস
- জুলিয়ান অ্যাসাঞ্জ এর, দ্যা আনঅথোরাইজ্ড অটোবায়োগ্রাফি

পাশাপাশি, উল্লেখিত মুভিগুলো অবশ্যই দেখার বিষয় ক্যাটাগরির একটা অংশ:

ইথাকা - মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ থেকে বাচতে জুলিয়ানের সংগ্রাম দেখানো একটা তথ্যচিত্র
মিডিয়াস্তান: এ্যা উইকিলিকস রোড মুভি - উইকিলিকসের একটা নিজস্ব ডকুমেন্টারি - সম্পূর্ণ চলচ্চিত্র
রিস্ক - একটি উইকিলিকস ডকুমেন্টারি, লরা পোইট্রাস (জুলিয়ান অ্যাসাঞ্জের একজন বন্ধু) এর পরিচালিত - সম্পূর্ণ চলচ্চিত্র
দ্য ফিফথ এস্টেট - উইকিলিকস সম্পর্কে একটা দুর্দান্ত চলচ্চিত্র
উই স্টিল সিক্রেটস: দ্য স্টোরি অফ উইকিলিকস - উইকিলিকস নিয়ে আরেকটা ডকুমেন্টারি
আন্ডারগ্রাউন্ড: দ্য জুলিয়ান অ্যাসাঞ্জ স্টোরি - জুলিয়ানকে নিয়ে আরেকটা মুভি, যা তার ক্যরিয়ারের প্রথম দিকটা ফুটিয়ে তোলে।
1246  Bitcoin / Bitcoin Discussion / Re: Alteration of bitcoin 21M cap: Is it possible, necessary or needless? on: September 07, 2023, 02:00:45 AM
What do you have to say about a sudden alteration of the bitcoin 21 million cap perhaps in the future. Do you think it should ever be increased ?
What would an increment mean to you? And can an alteration of the supply limit spell a disaster as some opined?
Let's have a discussion here!

It's an entirely unnecessary thing to do. I am not sure if it's possible to increase the supply limit of Bitcoin because I always thought it was fixed and wouldn't be increased in the future. If supplies do not increase, the scarcity will increase over time, and my Bitcoin will be worth more daily. Let's say I bought Bitcoin hoping there wouldn't be any supply changes, and I was holding for a couple of years. You guys then increased the supply just like "Terra Luna" developers did before they collapsed. My bitcoin will be worth less again, and there is no point in being an early adopter.  

The early adopters will feel they were betrayed, and I don't think anyone else will believe the protocol anymore. I mean, if these things can be changed and others will decide the value of my Bitcoin, like centralized currencies, I don't need Bitcoin anymore.
1247  Other / Meta / Re: censoring foul words. on: September 07, 2023, 01:30:41 AM
According to loyceV "If you can be offended by someone online, it means you're doing something wrong" .

I'm afraid I have to disagree!
People might have a different point of view or argument on a matter. You will find another group of people who do not respect your opinion and then start insulting you. The problem is, when you get bullied because of your opinion, you want to say something back, and it ends with exchanging some hit words, and then sometimes it goes to the extreme level when one person calls another a pedophile. For this reason, I believe you can get offended without even doing anything wrong.
1248  Economy / Gambling discussion / Re: ODI cricket and general cricketing discussion [self - mod] on: September 07, 2023, 01:17:19 AM
Seriously bro, today's match of Bangladesh disappointed me a lot, the batsmen batted responsibly in the previous match

Bro, you have to understand that this is our genuine performance. We have a lot of Lords in our team, and sometimes they forget where they belong. Bangladeshi selectors should think about what they are doing. Didn't they realize they needed a player like Mahmudullah in that situation? Bangladesh could not bat full fifty overs eight times in the last ten matches (If I am not wrong). Yet, they are talking about a strike rate of Mahmudullah Riyad.

Of course, experience has a greater value than so-called impact players. They have to understand the difference between T20I and ODI. We don't need a player who will score six and fours every over. We need a player to rotate, strike and play according to the match situation.
1249  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 06, 2023, 05:01:20 AM
আশা করি আপনি একটা সচ্ছ ধারনা পাবেন উপরের সোর্স গুলোথেকে।
এখন চিন্তার বিষয় হচ্ছে, কেউ যদি চায় দেশ ছেড়ে চলে যাবে এবং তার সম্পত্তির পরিমাল ১২ হাজার ডলারের বেশি, সেই ক্ষেত্রে সরকার তার জন্য কি সুবিধা রেখেছে?

প্রথম কথা হচ্ছে আপনি বাংলাদেশ ছেরে চলে যাবেন এইটার অনুমতি বাংলাদেশ সরকার আপনাকে কোনোভাবেই দেবেনা, আর আপনি ১২হাজার ডলারের বেশি থাকলেও নিয়ে যেতে পারবেন না কারন ১২ হাজার ডলারের বেশি ব্যাবহার করতে হলে বাংলাদেশ সরকারের গ্যাজেটেট ব্যাক্তি, কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানির গুরুত্তপুর্ন প্রশাসক, ব্যাসিস এর সদস্য, দিদেশি দাতা সংস্থার কেউ(মানে UN মিশনের সাথে কাজ করে এমন কেউ) আরো কিছু রয়েছে যা বিশেষ ভাবে বিবেচনা করে দেয়া হয়ে থাকে , এসব ক্ষেত্রে আপনি ১২হাজারের বেশি ডলার ব্যাবহার করতে পারবেন ট্রাভেল,ব্যাবসা,শিক্ষা এইসব ক্ষেত্রে এছাড়া আপনি সম্পদ নিয়ে যেতে পারবেন না। ঢাকাতে এমন অনেক বাড়ির মালিক আছে যাদের গুলশান এলাকাতে বাড়ি কিন্তু বিক্রি করে যেতে পারছেনা।

বিদ্রঃ সোর্সঃ  কিছু বিষয় আমি বাংলাদেশ ব্যংকের মুদ্রা নীতি ও অন্যান্য সোর্স থেকে নেয়া তবে আমার নিজের মত করে লিখার, কেউ কোনো অংশের পুরো মিল বা সোর্স পেয়ে থাকলে জানাবেন আমি সোর্স লিংক দিয়ে দেবো।  

ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করার জন্য। যদিও দেশ ছেড়ে একবারে চলে যাওয়ার কোনো পরিকল্পনাই আমার নাই। একটা দেশের অর্থনীতির জন্য এসব আইন অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। কিন্তু নিজের দিক থেকে চিন্তা করে দেখেন তো? আপনি নিজের কামাই করা টাকা নিয়ে দেশের বাইরে কোথাও সেটেল হতে পারবেন না। বাংলাদেশের এমন অকে সেক্টর আর সরকারি সার্ভিস আছে যেগুলোতে মানুষ হয়রানির স্বীকার হতে হতে পাগল হয়ে যায়। বাংলাদেশের এমন অনেক এলাকা আছে যেখানে মানুষ একদম জিম্মি হয়ে আছে। স্বাধীন বাংলাদেশে এখনো ভূমিদস্যু আছে। মানুষ নিজের জমিতে নিজেরা যেতে পারে না। সরকার রাস্তা করার সময় যেসব জমী অধীগ্রহন করে, সেসব জমি একজনের টা আরেকজন লিখে দিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে। ঢাকা-মাওয়া মহাসড়কে এই ঘটনা দারুন আলোচনার জন্ম দিয়েছে। সেই দেশ থেকে কেউ চলে যেতে চাইলে সে পারবে না। এখানেই বিটকয়েনের প্রযোজনীয়তা! এখানেই সাতোশির আবিস্কার আমাদের হেল্প করছে!
1250  Economy / Scam Accusations / Re: Scammers Claiming To Refund Users affected By the Stake Hack on: September 06, 2023, 02:29:36 AM
It's amazing how they've managed to get so many followers on their fake Twitter account in such a short time. No doubt, they are fake followers, but it could still trick someone who's not used to these kinds of scams.

I don't think they get the follower with this name. At first, they create an account with the name of either some model, actors or others, get some followers and then change it to another name. But they write the handle for a targeted audience, for example, @stakerefund in this case. Then they delete old posts made a couple of hours ago and start posting their scams!

Things could be different in this case. I don't know how these posts get engagement if those followers are fake. Of course, some real followers believe their scams and engage with them. Or it could be their alt accounts who are sharing those posts.
1251  Bitcoin / Electrum / Re: Where does electrum financial source come from? on: September 06, 2023, 02:17:44 AM
when all electrum services are free, then where does electrum's financial source come from??

It's a good question. As you know, Electrum is an open-source software wallet. Since it's open source, developers worldwide can help develop features and fix the bug. My best guess is either they run it with their own expenses or some servers run from donations from users and the community to cover development costs and server expenses.

I did not think about it before. After seeing your topic, I went to their website and found no donation address there. But, I found an option in Electrum to donate them. But unfortunately, it says, "No donation address for this server."
1252  Economy / Trading Discussion / Re: BUSD users will be able to convert Busd to other stablecoins until February 2024 on: September 06, 2023, 02:05:08 AM
Why is Binance starting to promote this First Digital USD (FDUSD)? And they do have this promo when you trade your BUSD to FDUSD (zero fees), it means they are promoting this FDUSD for me. There are other lots of stablecoins that have already been in the market for a long time and are already trusted by many, like USDT or USDC.

Who knows?
I searched around, and I did not find any link between Binance and FD121. Probably, FD121 paid a good amount of money to Binance to promote their Stablecoin so they gate more holders and/or FDUSD users. Or, FD121 might be a sister company of Binance. Maybe or maybe not. I can think only FD121 is promoting their coin through Binance, and this is the only thing that makes more sense than other speculations.
1253  Economy / Gambling / Re: Concept of Halal Casino on: September 05, 2023, 01:01:20 PM
Just watch the video and let me know the views about it.

Dear OP,

I know you are a Muslim. This thread's title and the content do not match at all. I watched the video as well. The person did not say anything about the halal casino there. He just said that some casino players are Muslim, and those casinos have a dedicated place for them to pray. A Casino has a dedicated place for prayer that does not make it halal.

I don't know why you decided to use such a title, but it's misleading people, especially non-muslims who did not even watch the video. They might think we are trying to make it Halal or the person in Video tried to make it Halal. I would request you to change the title of this thread.
1254  Alternate cryptocurrencies / Speculation (Altcoins) / Re: Top 10 Crypto and It's Targets for Next Bull Run on: September 05, 2023, 12:00:26 PM
It would be ludicrous for coins like Dogecoin to reach this price in two years and the door might open for more to take risks by investing in altcoins.

Same thoughts. But it's really not impossible if we get a full-blown bull market like what we had in the past, and at the same time if Elon Musk gives DOGE an extra push upwards through whatever bizarre way he can think of to pump DOGE. Of course, expect a Burj Khalifa-looking chart.

I consider this as well explained in a few words!
Even if those coins pump so high in the bull run, I barely think they will be able to hold it. Some coins might start falling even before ending the bull run. If Bitcoin starts correcting the market, the alts will be going down like a spaceship crash. That's all that I can think about altcoins. The next bull run will be my 2nd crypto bull. Unfortunately I lost a lot on the first bull run because that's when I started to accumulate bitcoin and alts without knowing that we will have a correction and nobody knows how low it could be. I holded them tight and most als were 20x down and I started learning slowly. 
1255  Economy / Trading Discussion / Re: I found Facebook trading group they work with signals wolf of wstreet on: September 05, 2023, 11:48:58 AM
That's what is happening already I gave up trying them. I realized it's better to play a Casino dice game rather than place a trade. Let's say I placed a $1 trade on USD/CAD and the return is around 85%. If I win, I will get $0.85 as profit. If I lose the trade, they suggest placing the trade again on the same side with double the amount. They suggest followers do it 3x. If the losing streak is 3x, they suggest stopping the trade. So, If I lose three trades in a row, My lose will be $7 while my opening trade was $1. To recover this $7, I have to win eight trades $1 each. Because I don't know if the trade will be lost again. If I have a good amount in my balance, then I might place a $7 trade to recover it in a single shot. But there are no guarantee in binary trading. This is more than a gambling.
Binary trading is something that could really be considered to be gambling but somewhat if you do have the idea on placing up your position and have that kind of idea on where prices will be going then you could

really have that chance on able for you to be able have that advantage but it is really that true that because of that huge broker commission which it would be playing around 9-15% deduction then i could
say that it do really sucks. Come in mind that you would really be getting less and not that 2x but rather playing around 1.80-95 i should say. I have seen some casinos been applying out this kind
of trading game which it turns out that it does really fit out into that criteria.

Yeah. In gambling, these commissions are called housed edge, and most of the casino does not have more than 2 percent house edge. While brokers have ridicule commission rate on each trade you place. The problem is Binary trading is unpredictable. Even if you are a pro trader, you might end up losing them all. I do not any difference between binary trade and gambling in a casino.

Even I feel like playing Dice in a casino is better than binary trading due to it's commission rate. But the factors is some people are pro enough in trading that if they lose one session, they can win another ten session.
1256  Economy / Trading Discussion / Re: Emotions dealing on: September 05, 2023, 11:43:02 AM
There is no spamming , besides  it's just the "EMOTION " tagged word that makes look like they are related 

Okay, I am not here to argue, but some of these clearly relate to what you posted.
Similar things have already been discussed in many threads. But the participants are different now. Maybe there are some new participants, too. But this does not change the fact that a similar topic was created before and discussed. No offense, those were my suggestions only. If you take it positively, I don't think there is anything wrong. I would request you not to take it negatively as it was not meant to offense you.
1257  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 05, 2023, 11:33:37 AM
আশা করি আপনি একটা সচ্ছ ধারনা পাবেন উপরের সোর্স গুলোথেকে।
আপনাকে ধন্যবাদ। সোর্স গুলোর ভেতর থেকে আমার পড়ার প্রয়োজন হয়নি। আপনার এখানের পোষ্ট টা পড়েই বুঝতে পেরেছি। আমার কাছে সেন্ড করার মতো মেরিট নেই। আপনার পোষ্ট টা তথ্য বহুল এবং সেটা মেরিট ডিজার্ভ করে। আমার কাছে মেরিট হলে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ! আসলেই নিয়ম টা দেখতে অদ্ভুত মনে হলেও আসলে সরকার এ ধরনের নিয়ম করতে বাধ্য। নচেৎ দেশে ইনকাম করা টাকা বিদেশে নিয়ে মানুষ ঐসব দেশের উন্নয়নে ভুমিকা রাখবে। যেটা বাংলাদেশের অর্থনীতি ভেঙ্গে দিবে। এজন্যই হয়তো সরকার এরকম কিছু আইন পাশ করে রেখেছে যেনো মানুষ বিদেশে টাকা নিয়ে যেতে না পারে। এখন চিন্তার বিষয় হচ্ছে, কেউ যদি চায় দেশ ছেড়ে চলে যাবে এবং তার সম্পত্তির পরিমাল ১২ হাজার ডলারের বেশি, সেই ক্ষেত্রে সরকার তার জন্য কি সুবিধা রেখেছে?

বিটকয়েনের টাকায় অপারেশন
আজ আমি এই বিটকয়েন ফোরাম আছে বলেই হয়তো এই ব্যাকআপ টুকু পেলাম।


দোয়া করি অপারেশন ঠিকঠাক ভাবে হোক এবং আল্লাহ তালা আপনাদের সহায় হোন!
1258  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 05, 2023, 01:33:14 AM
আর এদিকে পোশাকের বিপরিতে শত কোটি টাকা হাওয়া । নিচে পুরো খবরের লিংক দেয়া হলো।
পোশাক রপ্তানির আড়ালে ১০ কোম্পানির ৩০০ কোটি টাকা ‘পাচার’।

আমি আসলে বাংলাদেশ এর আইন তেমন জানি না। বিদেশ এ টাকা পাঠাতে হলে কিভাবে পাঠাতে হয় তা নিয়ে আমার কোনো ধারনা নেই। তবে এই নিউজে যেটা বলা হচ্ছে হাওয়া, সেটা কি আসলেই হাওয়া? ব্যাপারটা তেমন না ও হতে পারে। বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকগুলো পন্য রপ্তানির যে ডলার গুলো দেশে আসে, সেগুলোর রেট খুব ১০৬-১০৭ টাকা করে দিয়ে থাকে। কিছু কিছু কোম্পানি অন্য চ্যানেলেও পেমেন্ট নিয়ে থাকতে পারে যেটা বাংলাদেশে বৈধ নয়।

একটা ব্যাপার আমার জানার আগ্রহ আছে। ধরেন আমি প্রোডাক্ট তৈরী করেছি এবং আমি সেগুলো বিদেশে বিক্রি করে আমি সেখানেই জমি কিনবো বা ইনভেষ্ট করবো। সেটা পাচার হবে কেনো? সেগুলো তো আমার নিজের টাকা। বাংলাদেশের আইন এটা নিয়ে কি বলে?
1259  Economy / Trading Discussion / Re: Emotions dealing on: September 04, 2023, 01:33:02 PM
There are several threads already regarding the same thing (Emotion). I highly suggest everyone check before you create another thread. If you have something new to add to your thread, you are welcome. But you do not have something new to add, you are spamming the forum only.

Look how many threads were created in this section only. All of them are in 2022 and 2023. There are more than fifty threads on it.

Never Trade on Emotions Created on March, 2023
Emotion and Trade? Created on March, 2023
10 tips to manage one's emotions while trading crypto. Created on July 2023
Experience of failure and success can help us control the emotions. Created on March 2023
Trading Emotions Created on  May 2022
Trading = Analysis - (Instinct + Emotions) Created on September 2022

Finally, Emotions dealing Created today.

1260  Economy / Trading Discussion / Re: I found Facebook trading group they work with signals wolf of wstreet on: September 04, 2023, 01:20:33 PM
Most of the time, traders never win the trade in a single shot, and they have martingle the trade. Sometimes two or three times, and yet some trades are lost. If they can win the trade after 3rd try, they consider the signal as a win.
In this case they are struggling with winning a trade if they are ordering in martingale strategy without the first trade in profit. Martingale is better used if the existing trade is in profit then you can use it to accumulate more profit to maximize your gain but using it while you are already in lose, you are putting your account on pressure and soon you lose your account with a volatility against you .

That's what is happening already I gave up trying them. I realized it's better to play a Casino dice game rather than place a trade. Let's say I placed a $1 trade on USD/CAD and the return is around 85%. If I win, I will get $0.85 as profit. If I lose the trade, they suggest placing the trade again on the same side with double the amount. They suggest followers do it 3x. If the losing streak is 3x, they suggest stopping the trade. So, If I lose three trades in a row, My lose will be $7 while my opening trade was $1. To recover this $7, I have to win eight trades $1 each. Because I don't know if the trade will be lost again. If I have a good amount in my balance, then I might place a $7 trade to recover it in a single shot. But there are no guarantee in binary trading. This is more than a gambling.
Pages: « 1 ... 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 [63] 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 ... 119 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!