Bitcoin Forum
June 24, 2024, 12:39:27 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
   Home   Help Search Login Register More  
Pages: « 1 ... 373 374 375 376 377 378 379 380 381 382 383 384 385 386 387 388 389 390 391 392 393 394 395 396 397 398 399 400 401 402 403 404 405 406 407 408 409 410 411 412 413 414 415 416 417 418 419 420 421 422 [423] 424 425 426 427 428 429 430 431 432 433 434 435 436 437 438 439 440 441 442 443 444 445 446 447 448 449 450 451 452 453 454 455 456 457 458 459 460 461 462 463 464 465 466 467 468 469 470 471 472 473 ... 539 »
  Print  
Author Topic: বাংলা (Bengali)  (Read 4013588 times)
This is a self-moderated topic. If you do not want to be moderated by the person who started this topic, create a new topic. (1805 posts by 86+ users deleted.)
Subbir
Full Member
***
Offline Offline

Activity: 812
Merit: 104


🎄 Allah is The Best Planner 🥀


View Profile
September 07, 2023, 11:10:25 AM
 #8441

krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫২৭ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalk.org/index.php?topic=5465518.0

ধন্যবাদ শেয়ার করার জন্যে, অংশগ্রহন করলাম।

আসলে ভাই সাকসেস নির্ভর করে সবার প্রচেষ্টা উপর অন্যের দয়া নিয়ে খুব বেশিদূর যাওয়া যায় না। আপনি কঠোর পরিশ্রম করছেন তাই সাকসেস হইছেন,  অনেকে আছে যারা বছরের পর বছরে চেষ্টা করে Full Member পর্যন্ত তো দুরের কথা Membar ও হতে পারে না। আবার যারা কঠোর পরিশ্রম করে আর যার মেধা আছে তারা খুব দ্রুতই তার Rank বাড়াতে পারে। মেরিট পাওয়া খুব সহজ তাদের জন্য যারা জ্ঞানী। এখানে অনেকের Rank আপ হতে দেখা যায় প্রতিনিয়ত বাংগালী এখন অনেক জ্ঞানী। আপনাকে অভিনন্দন Full Member র‍্যাংক অতিক্রম করার জন্য৷ চেষ্টা করেন আরো বড় র‍্যাংক অর্জন করতে পারবেন।

আপনার কথা সত্য কিন্ত আসলে, ক্ষেত্র বিশেষে আমরা সবাই জ্ঞ্যানি এখানে আমাদের শুধুমাত্র পরিশ্রমের বা কাজের যায়গা বিশেষে পার্থক্য রয়েছে। কিছুদিন আগে যারা ৪০তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত হয়েছে তাদের মধ্যে অনেকেই খুব বেশি পরিশ্রম না করেও ক্যাডার হয়েছে এবং সেটা শেষ বার ছিলো এবং সখের বশত এক্সাম দিয়েই  টিকে গ্যাছেন, আবার অনেকেই প্রচুর পরিশ্রম করেও টিকতে পারেন নি, এখানে সবথেকে মুল কথা হচ্ছে আপনি কতোটুকো জ্ঞানী এর থেকেও বড় ব্যাপার হচ্ছে আপনি কতোটুকো ভালোভাবে উপস্থাপন করতে পারেন সেটাই সবথেকে বড়, উপস্থাপন যে যতো ভালো করতে পারে ফলাফল সেটার উপরে ভিত্তি করেই মানুষ পায়।  

Learn Bitcoin
Hero Member
*****
Offline Offline

Activity: 560
Merit: 854


#SWGT CERTIK Audited


View Profile WWW
September 07, 2023, 11:27:08 AM
Last edit: September 07, 2023, 04:24:21 PM by Learn Bitcoin
Merited by GazetaBitcoin (5)
 #8442

লেখক: GazetaBitcoin
মেইন টপিক: The call for Julian Assange || The WikiLeaks Manifesto - We all should read it




অনেকেই হয়তো জুলিয়ান অ্যাসাঞ্জের নাম শুনেছেন, কিন্তু খুব কম মানুষ ই জানে যে তিনি কে, উনি কি করেছিলেন বা এখন উনি কি করেন। এর থেকেও কম জানেন, কেন তিনি ক্রিপ্টো স্পেসে একজন আইডল ব্যক্তিত্ব।

এই টপিকটা একটা সাহায্যের আবেদন, এজন্যই আমি এটা বিগিনার এবং হেল্প বোর্ডে পোস্ট করছি৷ এটা জুলিয়ানকে সাহায্য করার জন্য একটা আবেদন!

আমি অনেকদিন ধরেই এই টপিকটা লেখার প্ল্যান করছিলাম, কিন্তু বিভিন্ন কারণে (সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সময়ের অভাব) আমি দেড়ি করেছি। যাইহোক, ইদানিং প্রেসের প্রতি এক আরেকটা অপমান (একভাবে বা অন্যভাবে) আমাকে এই থ্রেড টা লিখতে অনুপ্রানিত করেছে। এর পিছনের কারণ যদিও কম গুরুত্বপূর্ণ। বেশি গুরুত্বপূর্ণ হল জুলিয়ানের সাহায্য প্রয়োজন।



এই টপিকের শেষ অংশ একটা সতর্কতা মূলক বাক্য আছে: "আমাদের সকলের সাইফারপাংকসের কাজ চালিয়ে যাওয়া উচিত এবং স্বাধীনতার জন্য লড়াই করা উচিত!"

সাইফারপাংকস গ্রুপ টা প্রাথমিকভাবে ১৯৯২ সালে "দ্য সাইফারপাঙ্ক ম্যানিফেস্টো" এর লেখক এরিক হিউজেস, জন গিলমোর এবং "দ্য ক্রিপ্টো অ্যানার্কিস্ট ম্যানিফেস্টো" এর লেখক টিমোথি মে দের নিয়ে তৈরী হয়েছিল। গিলমোরের অফিসে একটা পুরাতন মিটিং থেকে সাইফারপাংকস মেইলিং লিস্ট নামে একটা মেইলিং লিস্টের উত্থ্যান হয়েছিল।

কিছু দিনের মধ্যে, যে রাষ্ট্র নাগরিকদের উপর নজরদারি করে আসছে, তাদের বিরুদ্ধে সাইফারপাংকস এর লড়াইয়ে অনেক মানুষ যোগ দেয়। একসময়ে তারা ১০০০ জনেরও বেশি কনট্রিবিউটরে পৌছায়।

জুলিয়ান অ্যাসাঞ্জ ১৯৯৫ থেকে ২০০২ পর্যন্ত গ্রুপের অংশ ছিলেন। তার ব্রিলিয়েন্ট মন অন্যরা সহজেই খেয়াল করেছিল। যদিও মে, হিউজ বা গিলমোর "মানুষের জন্য বানানো অ্যালগরিদম", ডিজিটাল ক্যাশ এবং ক্রিপ্টোগ্রাফিতে জনসাধারণের অ্যাক্সেসের উপর বেশি মনোযোগ দিতেন (এমন একটা যুগে যখন এনএসএ তার বিরুদ্ধে সমস্ত ক্ষমতা দিয়ে লড়াই করছে), অ্যাসাঞ্জের একটা ভিন্ন নীতি ছিল: "তথ্যের স্বাধীনতা হলো সম্মানিত মূল্য"

দ্যা উইকিলিকস ম্যানিফেস্টো, একটা অল্প পরিচিত ডকুমেন্ট, দুর্ভাগ্যক্রমে, এটাতে জুলিয়ানের জ্ঞানের অন্যান্য বিস্তারিত কথাও আছে: "শুধুমাত্র প্রকাশিত অন্যায়ের উত্তর দেওয়া যায়; মানুষকে বুদ্ধিমান কিছু হতে হলে আসলে কী ঘটছে, তা জানতে হবে"।

১৪৪৮ সালে গুটেনবার্গের প্রিন্টিং প্রেসের উত্থানের পর থেকে, যেটা প্রিন্টিং রেভুলেশন নিয়ে এসছিলো, ক্লাসিফাইড ডকুমেন্ট এর উপর ধনীদের ক্ষমতা আস্তে আস্তে কমতে শুরু করে। এটা তথ্য ডিসেন্ট্রালাইজেশনের প্রথম রূপগুলোর মধ্যে একটা ছিল। জুলিয়ান অ্যাসাঞ্জ এটাকে সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে গেছেন।

এবং ২০০৬ সালে উইকিলিকস চালু হওয়ার পরেই এটা ঘটে।

"আমি এটা মনে করে বড় হয়েছি যে আমি যে বিশ্বে বাস করেছি যেখানে মানুষ একে অপরের সাথে গোপনীয়তার সাথে যোগাযোগ করার এক ধরণের স্বাধীনতা উপভোগ করেছে, কোনো মনিটরিং করা ছাড়াই, কোনো বিবেচনা করা বা বিশ্লেষণ করা ছাড়াই বা ঐসব কুখ্যাত পরিসংখ্যান বা সিস্টেম দিয়ে বিচার করা হয় না , যে কোন সময় তারা এমন কিছু বলে যা পাবলিকলি ছড়িয়ে পড়ে।" - এডওয়ার্ড স্নোডেন

প্রশাসনের সাথে বিশ্বাসঘাতকতা করার পরে স্নোডেন কোথায় স্থায়ী হবে এবং কোথায় স্থায়ী হবে না তা সুপারিশ করে তাকে সাহায্য করার চেষ্টা করছেন; স্নোডেনের সাথে একইরকম চিন্তা শেয়ার করে, অ্যাসাঞ্জ বিশ্বের বিভিন্ন যায়গা থেকে হাজার হাজার ক্লাসিফাইড ইনফরমেশন প্রকাশ করেছেন।

কেউ কেউ জিজ্ঞাসা করতে পারে, বিটকয়েনের সাথে তার সম্পর্ক কি?

মার্কিন সরকার উইকিলিকসের অ্যাকাউন্টগুলোর উপর একটা ফিনান্সিয়াল রিস্ট্রাইকশন দেয়ার পর, জুলিয়ান বিটকয়েনের সম্ভাবনা বুঝতে শুরু করেন এবং ডোনেশনের জন্য একটা মেথড হিসাবে নতুন ক্রিপ্টোকারেন্সি একসেপ্ট করার কথা জানান। আইডিয়াটা সেই সময়ে বিটকয়েনটকে আগুন ধরিয়ে দেয়:

"ব্রিং ইট অন", RHorning জোর দিয়েছিলেন।

যাইহোক, অ্যাসাঞ্জ তার কাজে অব্যাহত ছিলেন, বিটকয়েনের ছদ্মনামী আবিস্কারক, ""সাতোশি নাকামোতো,” বলেছেন: “নো, ডোন্ট ব্রিং ইট অন"। প্রজেক্ট টা আস্তে আস্তে বড় করতে হবে যেনো সফ্টওয়্যারটাকে এই পথে শক্তিশালী করা যায়। আমি উইকিলিকসের কাছে এই আবেদন করছি তারা যেনো বিটকয়েন ব্যাবহার করার চেষ্টা না করে। বিটকয়েন এখন এটার শুরুর দিকে এবং কমিউনিটি টা খুব ছোট। আপনি পকেট মানি এর চেয়ে বেশি কিছু পাওয়ার আশা করতে পারেন না এবং আপনি যে হিট নিয়ে আসবেন, তা সম্ভবত এই পর্যায়ে আমাদেরকে ধ্বংস করে দিবে।” [...] ছয় দিন পরে, ১২ ডিসেম্বর ২০১০-এ, ফেমাস ভাবে সাতোশি বিটকয়েন কমিউনিটি থেকে উধাও হয়ে যায়, কিন্তু যাওয়ার আগে এই মেসেজটি পোস্ট করেছেন: “অন্য কোনো প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে ভালো হতো। উইকিলিকস ভিমরুলের বাসায় লাথি মেরেছে, এবং সেই ঝাঁকটি আমাদের দিকে তেড়ে আসছে।”"

সাতোশির প্রতি এবং তার কাজের প্রতি সম্মানের গভীর নিদর্শন হিসাবে, অ্যাসাঞ্জ যেমন বলেছেন (আগের মেনশন করা লিংকে), "উইকিলিকস সাতোশির এনালাইসিস পড়েছে এবং তার সাথে একমত হয়েছে, এবং কারেন্সিটা আরো প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিটকয়েন ডোনেশন চ্যানেল চালু না করার সিদ্ধান্ত নিয়েছে। উইকিলিকসের বিটকয়েন ডোনেশনের এড্রেস বিটকয়েনের প্রথম চালু করা হয়েছিল ১৪ জুন ২০১১ তে বড় একটা পাম্প এর পরে।"

এটা একটা সম্মানের প্রকাশ যা আজকাল খুব দূর্লভ

কিন্তু জুলিয়ানের বিটকয়েনের উপর ভরশা করা শুধুমাত্র উইকিলিকসকে সাহায্য করেনি: বরং বিটকয়েনকে আরও জনপ্রিয় হতে সাহায্য করেছে; এটা সাতোশির সৃষ্টি সম্পর্কে সচেতনতা বাড়িয়েছে; এটা সাতোশির তৈরী করা রাস্তায় আরও বেশি মানুষকে নিয়ে এসেছে।

এরপর যা ঘটেছিল তা উল্লেখ করা ইতিহাসের চেয়ে ভালো জানে সবাই। মার্কিন সরকার ২০১১ সালে অ্যাসাঞ্জকে খুঁজতে শুরু করে, এবং প্রতিক্রিয়া হিসাবে, জুলিয়ান লন্ডন থেকে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় চেয়ে নিজেকে সাহায্য করেন। তার অনুরোধ ২০১২ সালে অনুমোদন করা হয়েছিল। তবে, দূতাবাসে থাকা তার জন্য সহজ ছিল না - অন্যদের মধ্যে, তিনি ২০১৯ (!) পর্যন্ত দূতাবাসের বাইরে তার পা রাখেনি, প্রায় একজন বন্দী হিসাবে জীবনযাপন করেছেন। যৌন হয়রানির একটা মিথ্যা বানোয়াট অভিযোগ করা হয়েছিলো, যা সুইডিশ সরকার বছরের পর বছর বাদ দিয়েছিল এবং উইকিলিকসের জন্য তার ক্রমাগত কাজ করার মধ্যেও অ্যাসাঞ্জ তার নৈতিকতা বজায় রাখার চেষ্টা করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার এড়াতে তার যথাসাধ্য চেষ্টা করেছিল, তিনি ভালভাবে সচেতন ছিলেন নয়তো সচেতন না হওয়ার অর্থ হবে মৃত্যুদণ্ড না হলে অন্তত ১৭৫ বছর জেল

দুর্ভাগ্যবশত, ২০১৯ সালে ইকুয়েডর তাকে আশ্রয় দেয়া বন্ধ করে দেয়, কমবেশি হাস্যকর কারণে, তবে এটা প্রায় স্পষ্ট যে সিদ্ধান্তটা নিতে অন্য কোনো গোপন সংস্থা বা অন্যান্য দেশের সরকার থেকে কোন ভাবে বাধ্য করা হয়েছিল।

এই থ্রেডটা লেখার সময়, জুলিয়ানের প্রত্যর্পণের জন্য বিচার শুরু হয়েছে। বিচার চলাকালে তিনি কারাগারে অবস্থান করছেন।

যেমনটা আমি ইদানিং বলছিলাম, আগের একটা টপিকে,

বাকস্বাধীনতার জন্য যুদ্ধ, গোপনীয়তার জন্য এবং শাসনব্যবস্থাকে অপ্রাসঙ্গিক হিসাবে উপস্থাপনের লড়াই অনেক আগে শুরু হয়েছিল। এটা এখন আমাদের হাতে।

জুলিয়ানকে সাহায্য করাও আমাদের হাতে। আর তাকে সাহায্য করা মানে তথ্যের স্বাধীনতায় সাহায্য করা!

এই সাহায্য কিভাবে অফার করবেন আমি সেটা বলতে চাচ্ছি না। আমি নিশ্চিত সবাই জানে, বা, অন্তত, এই সম্পর্কে একটা ধারনা আছে।

বিতর্ক এবং কিছু করার সময় আছে। বিতর্ক এখন শেষ।



উল্লেখ্য বিষয়:

আমি উল্লেখিত টপিকগুলো পড়ার পরামর্শ দিচ্ছি:
- নিলস মেলজারের দ্য ট্রায়াল অফ জুলিয়ান অ্যাসাঞ্জ: নির্যাতনের গল্প - উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের আইনি নির্যাতনের মর্মান্তিক গল্প এবং ভবিষ্যতের হুইসেলব্লোয়ারদের জন্য বিপজ্জনক প্রভাব
- রবার্ট ম্যানের আর্ট দ্য সাইফারপাঙ্ক রেভুলোশনারি জুলিয়ান অ্যাসাঞ্জ
- দ্য মোস্ট ডেঞ্জারাস ম্যান ইন দ্য ওয়ার্ল্ড: দ্য ইনসাইড স্টোরি অন জুলিয়ান অ্যাসাঞ্জ অ্যান্ড উইকিলিকস, লিখেছেন অ্যান্ড্রু ফাউলার
- জুলিয়ান অ্যাসাঞ্জের লেখা, সাইফারপাঙ্কস: ফ্রিডম অ্যান্ড দ্য ফিউচার অফ দ্য ইন্টারনেট। বইটা জুলিয়ান, জ্যাকব অ্যাপেলবাম (টর ডেভেলপার) এবং জেরেমি জিমারম্যান (লা কোয়াড্রেচার ডু নেট-এর সহ-প্রতিষ্ঠাতা) মধ্যে একটি আলোচনা সম্পর্কে
- সুয়েলেট ড্রেফাস এবং জুলিয়ান অ্যাসাঞ্জ এর, আন্ডারগ্রাউন্ড। এটি ১৯৮০-এর দশক থেকে অস্ট্রেলিয়ান হ্যাকার এবং ফ্রেকারদের উত্থান সম্পর্কে একটাআকর্ষণীয় বই, যার মধ্যে জুলিয়ান অ্যাসাঞ্জের প্রথম দিকের একটিভিটি আছে, তিনি সেই সময়ে মেন্ডাক্স নামে পরিচিত ছিল
- জুলিয়ান অ্যাসাঞ্জ এর, হোয়েন গুগল মিট উইকিলিকস
- জুলিয়ান অ্যাসাঞ্জ এর, দ্যা আনঅথোরাইজ্ড অটোবায়োগ্রাফি

পাশাপাশি, উল্লেখিত মুভিগুলো অবশ্যই দেখার বিষয় ক্যাটাগরির একটা অংশ:

ইথাকা - মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ থেকে বাচতে জুলিয়ানের সংগ্রাম দেখানো একটা তথ্যচিত্র
মিডিয়াস্তান: এ্যা উইকিলিকস রোড মুভি - উইকিলিকসের একটা নিজস্ব ডকুমেন্টারি - সম্পূর্ণ চলচ্চিত্র
রিস্ক - একটি উইকিলিকস ডকুমেন্টারি, লরা পোইট্রাস (জুলিয়ান অ্যাসাঞ্জের একজন বন্ধু) এর পরিচালিত - সম্পূর্ণ চলচ্চিত্র
দ্য ফিফথ এস্টেট - উইকিলিকস সম্পর্কে একটা দুর্দান্ত চলচ্চিত্র
উই স্টিল সিক্রেটস: দ্য স্টোরি অফ উইকিলিকস - উইকিলিকস নিয়ে আরেকটা ডকুমেন্টারি
আন্ডারগ্রাউন্ড: দ্য জুলিয়ান অ্যাসাঞ্জ স্টোরি - জুলিয়ানকে নিয়ে আরেকটা মুভি, যা তার ক্যরিয়ারের প্রথম দিকটা ফুটিয়ে তোলে।

GazetaBitcoin
Legendary
*
Offline Offline

Activity: 1736
Merit: 6846


Fully-fledged Merit Cycler|Spambuster'23|Pie Baker


View Profile
September 07, 2023, 12:03:20 PM
Merited by Learn Bitcoin (2)
 #8443

[...]

আরেকটা দারুন প্রচেষ্টার জন্য আপনাকে ধন্যবাদ Learn Bitcoin! আবার, আপনি আবারো সুন্দর কাজ করেছেন! এবং আমি এটা জেনে বেশি খুশি যে বাঙালিরা বেচারা জুলিয়ান অ্যাসাঞ্জের পরিস্থিতি সম্পর্কে আরও সচেতন হবে।

এই টপিকটা এই সাইফারপাঙ্কের প্রতি উৎসর্গ করলাম, মুক্ত সাংবাদিকতার জন্য, এবং একই সাথে কন্টেন্টটি অ্যাসাঞ্জকে যে অন্যায় বিচারের মুখোমুখি হতে হয়েছিল সে সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করে। এবং এর সবকিছু শুধুমাত্র সত্য বলতে চাওয়ার জন্য, সম্পূর্ণ সত্য এবং সত্য ছাড়া কিছুই না।

রস উলব্রিখটের মতো, অ্যাসাঞ্জকে মার্কিন সরকার উদাহরণ হিসাবে ধরে রেখেছে। একই সময়ে, তার সাথে সহযোগিতা করা অন্য সাংবাদিকদের কেউই এরকম অভিযোগের শিকার হয় নি। নিউইয়র্ক টাইমসের কোনো সাংবাদিকের বিরুদ্ধে গোপন এজেন্সি গুলো বিচার হয়নি। ডের স্পিগেলের কোনো সাংবাদিককে যুক্তরাষ্ট্র গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করেনি। গারডিয়ানের কোনো সাংবাদিককে ধরা হয়নি। আর এরাই হলেন প্রেসের সবচেয়ে বড় নাম যারা অ্যাসাঞ্জের সাথে সহযোগিতা করেছেন। পরিবর্তে, তাকেই শুধু রোল মডেল হিসাবে ধরে রাখা হলো।

আমরা শুধু আশা করতে পারি যে তিনি অবশেষে আবার মুক্ত হবেন...

█▀▀▀











█▄▄▄
▀▀▀▀▀▀▀▀▀▀▀
e
▄▄▄▄▄▄▄▄▄▄▄
█████████████
████████████▄███
██▐███████▄█████▀
█████████▄████▀
███▐████▄███▀
████▐██████▀
█████▀█████
███████████▄
████████████▄
██▄█████▀█████▄
▄█████████▀█████▀
███████████▀██▀
████▀█████████
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
c.h.
▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
▀▀▀█











▄▄▄█
▄██████▄▄▄
█████████████▄▄
███████████████
███████████████
███████████████
███████████████
███░░█████████
███▌▐█████████
█████████████
███████████▀
██████████▀
████████▀
▀██▀▀
roksana.hee
Full Member
***
Offline Offline

Activity: 448
Merit: 119


View Profile WWW
September 07, 2023, 01:10:26 PM
 #8444

আমি প্রথমে এই কমিউনিটির প্রত্যেক সদস্যকে জানাই কৃতজ্ঞতা কেননা আপনাদের সহযোগিতা না পেলে আমি হয়তো এতদূর আসতে পারতাম না। আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে আপনাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতা করার নিমিত্তে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি। আশা করছি আমরা এখানে প্রত্যেকে সহযোগিতার মনোভাব নিয়ে বাংলা কমিউনিটির উন্নতি সাধনের লক্ষ্যে কাজ করে যাব। একে অন্যের বিপদে সাহায্য সহযোগিতা করবো।


সফলতা প্রতিটা মানুষের জীবনের প্রশান্তির একটা জায়গা। বিটকয়েনটক বাংলাদেশ ফোরামে নতুন একজন ফুল মেম্বার পাওয়াতে আমরা সবাই আন্তরিকভাবে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আশা করি ভবিষ্যতেও বাংলাদেশ লোকাল থ্রেট তাকে ভুলে যাবেন না।
Spark22
Jr. Member
*
Offline Offline

Activity: 308
Merit: 2


View Profile
September 07, 2023, 02:04:54 PM
 #8445

সবাই মনে করে মেরিট বাড়ানো খুব কঠিন কাজ কিন্তু আসলে সেটা খুবই সহজ। কিছু কিছু মেম্বার আছে যাদের বিটকয়েনটক আইডির বয়স ২ থেকে ৩ বছর তবুও তাদের কোনো মেরিট নেই। তাদের রেঙ্ক আপ করতে খুবই কষ্ট হয়। তাদের মধ্যে কিছু কিছু মেম্বার আছে যারা রেঙ্ক আপ করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। দিন শেষে তাদের খালি হাতেই ফিরে যেতে হয়। মেরিট না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে বান্টি ক্যাম্পেইন এ কাজ করা। যারা বান্টি ক্যাম্পেইনে কাজ করে তারা মেরিট পাওয়ার জন্য চেষ্টাও করে না। কারণ তারা মেরিট বাড়ানোর সময়ই পান না। বাঙালি জাতির মানুষেরা মনে করে সবাই যেন শিক্ষক, কেউ কারও থেকে শিখতে চায় না, সবাই শুধু শেখাতে চাই কিন্তু কাউকে শেখাতে হলে নিজেকে আগে শিখতে হবে। এটাও মেরিট না পাওয়ার অন্যতম কারণ। আরেকটি কারণ হচ্ছে কেউ কারো পোস্ট পড়তে চায় না। না পড়েই পোস্ট করে ফেলে। এর ফলে তার পোষ্টের গুণগত মান কমে যায়। এটাও একটা কারণ। এইসব সমস্যা দূর করতে পারলে সবাই সবার আইডির র‍্যাঙ্ক আপ করতে পারবে। পোস্টের গুনগতমান উন্নত হবে এবং বাঙালি মেম্বারদের উন্নতি হবে। এর সাথে বাংলাদেশ থ্রেডও উন্নত হবে। আমার আশা বাংলাদেশ যেন আগামীতে নিজস্ব বোর্ড পায়।
roksana.hee
Full Member
***
Offline Offline

Activity: 448
Merit: 119


View Profile WWW
September 07, 2023, 02:34:10 PM
 #8446

বাঙালি জাতির মানুষেরা মনে করে সবাই যেন শিক্ষক, কেউ কারও থেকে শিখতে চায় না, সবাই শুধু শেখাতে চাই কিন্তু কাউকে শেখাতে হলে নিজেকে আগে শিখতে হবে। এটাও মেরিট না পাওয়ার অন্যতম কারণ। আরেকটি কারণ হচ্ছে কেউ কারো পোস্ট পড়তে চায় না। না পড়েই পোস্ট করে ফেলে। এর ফলে তার পোষ্টের গুণগত মান কমে যায়। এটাও একটা কারণ।

আমি আপনার মতামতের সাথে একশভাগ সহমত পোষণ করছি। আপনার পোস্ট দেখে মনে হচ্ছে আপনি বিটকয়েন টকের পুরান ইউজার। যাই হোক, আপনার পোস্টটা একটা প্রতিবাদ মূলক পোস্ট। আপনি যদি পুরান বিটকয়েনটক ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে এটা আপনার নতুন কোন আইডি। যাই হোক ভাই, আপনার এই পোস্টটি পড়ে আমার ভালো লাগছে। আশাকরি বিটকয়েনটক ফোরামের (বাংলাদেশ) সবারই ভালো লাগবে। এই সমস্যাগুলো ওভারকাম করে চলার চেষ্টা করি। আর একটা কথা হ্যাঁ ভাই, আপনার প্রতি অনুরোধ রইলো। আপনি নিজেও এই রুলসটা ফলো করবেন।

Newbies - Read before posting
Unofficial list of (official) Bitcointalk.org rules, guidelines, FAQ
BTCtalk Activity times
FAQ: Everything you need to know about forum 'activity, account ranks and merit
Merit & new rank requirements

যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল, "এই পোস্টগুলা একটু ভালো করে পড়ে নিবেন" বিশেষ করে @Little Mouse, @Shasan, @Cripto Libery, @LDL, @Learn Bitcoin ভাইয়ের পোস্টগুলা করার চেষ্টা করবেন।
Z_MBFM
Sr. Member
****
Offline Offline

Activity: 420
Merit: 273



View Profile WWW
September 07, 2023, 03:49:06 PM
Last edit: September 07, 2023, 04:00:40 PM by Z_MBFM
 #8447

সবাই মনে করে মেরিট বাড়ানো খুব কঠিন কাজ কিন্তু আসলে সেটা খুবই সহজ। কিছু কিছু মেম্বার আছে যাদের বিটকয়েনটক আইডির বয়স ২ থেকে ৩ বছর তবুও তাদের কোনো মেরিট নেই। তাদের রেঙ্ক আপ করতে খুবই কষ্ট হয়। তাদের মধ্যে কিছু কিছু মেম্বার আছে যারা রেঙ্ক আপ করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। দিন শেষে তাদের খালি হাতেই ফিরে যেতে হয়। মেরিট না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে বান্টি ক্যাম্পেইন এ কাজ করা। যারা বান্টি ক্যাম্পেইনে কাজ করে তারা মেরিট পাওয়ার জন্য চেষ্টাও করে না। কারণ তারা মেরিট বাড়ানোর সময়ই পান না। বাঙালি জাতির মানুষেরা মনে করে সবাই যেন শিক্ষক, কেউ কারও থেকে শিখতে চায় না, সবাই শুধু শেখাতে চাই কিন্তু কাউকে শেখাতে হলে নিজেকে আগে শিখতে হবে। এটাও মেরিট না পাওয়ার অন্যতম কারণ। আরেকটি কারণ হচ্ছে কেউ কারো পোস্ট পড়তে চায় না। না পড়েই পোস্ট করে ফেলে। এর ফলে তার পোষ্টের গুণগত মান কমে যায়। এটাও একটা কারণ। এইসব সমস্যা দূর করতে পারলে সবাই সবার আইডির র‍্যাঙ্ক আপ করতে পারবে। পোস্টের গুনগতমান উন্নত হবে এবং বাঙালি মেম্বারদের উন্নতি হবে। এর সাথে বাংলাদেশ থ্রেডও উন্নত হবে। আমার আশা বাংলাদেশ যেন আগামীতে নিজস্ব বোর্ড পায়।
ভাই আগে নিজে কিছু মেরিট পান তারপর বলেন যে মেরিট পাওয়া অনেক সহজ। আপনি সবে মাত্র একাউন্ট খুলে এমন কথা বলছেন যেন আপনি এই ফোরামে দীর্ঘদিন যাবত আছেন আর আপনার বড় কোনো একাউন্ট আগে থেকেই আছে থাকলেও সমস্যা না কারন এই ফোরামে আল্ট একাউন্ট থাকা কোনো অপরাধ না। তবে ভাই একটা কথা কি সব একাউন্টের সাথে সব ধরনের পোস্ট যায় না। আপনি যে লেকচার দিলেন তাতে আপনার এই একাউন্টের সাথে এই লেকচার যায় না। আপনি সবে মাত্র একাউন্ট খুলছেন আর এই পোস্ট হলো আপনার ২য় পোস্ট আর আপনি বাউন্টি সম্পর্কে জানেন আবার সবাইকে এতো সুন্দর ভাবে এডভাইস করছেন আবার মনের খোভ প্রকাশ করছেন। আমি আপনার এই পোস্ট দেখে সত্যিই আশ্চর্য হইছি ভাই।

ভাই আমার ছবিগুলো থেকে কিছুই বোঝা যাচ্ছে না। তাই আমি পিকগুলো আরও সুন্দর করে দিলাম।

আরে ভাই এতো বড় বড় ইমেজ কেউ পোস্ট করে নাকি। সুন্দরের নামে আরো অসুন্দর করছেন। এগুলো দেখতে অনেক বাজে লগতাইছে। ইমেজের height / Width কমিয়ে ইমেজ ছোট করেন এতে ওগুলা দেখতে ভালো লাগবে।

Code:
[img height=300 width=250]https://www.talkimg.com/images/2023/09/04/mnW3m.jpeg[/img]

[img height=300 width=250]https://www.talkimg.com/images/2023/09/04/mnOS1.jpeg[/img]

[img height=300 width=250]https://www.talkimg.com/images/2023/09/04/mnpbl.jpeg[/img]

[img height=300 width=250]https://www.talkimg.com/images/2023/09/04/mnbJT.jpeg[/img]

Dimitri94
Full Member
***
Offline Offline

Activity: 742
Merit: 157



View Profile
September 07, 2023, 09:18:46 PM
Merited by hugeblack (1)
 #8448

অভিনন্দন @2Pizza410000BTC  দ্রুত আরও একটি র‌্যাংক অর্জন করার জন্য। বাংলা কমিউনিটিতে আর একজন ফুলমেম্বার সদস্য যুক্ত হল। পরিশ্রম কখনই বৃথা যায় না যারা পরিশ্রম করবে তারা বিফলে যাবে না। মহান আল্লাহ তাদের কে অবশ্যই তার পরিশ্রমের পারিশ্রমিক দিবেন। যাই হোক বাংলা কমিউনিটি আগের চেয়ে তুলনামুলকভাবে এখন অনেক স্ট্রং এবং আগামি দিনগুলোতে এর আরও প্রসার ঘটবে।


Learn Bitcoin ভাইকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি যে বিষয়টি নিয়ে অনুবাদ করেছেন তা ছোট কোন বিষয় নয়। আমি লেখাটি ইগনর করেছিলাম কারন এটি অনেক বড় আর্টিকেল ছিল তবে উপেক্ষা করতে পারলাম না অনেক তথ্য এবং উপাত্তে ভরা রয়েছে আর্টিকেলটি এবং যার হেড লানটি ছিল এমন যে আমার পড়া উচিত। তবে সম্পূর্ণ পরে খুবই সামান্য ধারনা নিয়েছি। বিষয়টি অনেক জটিল যেটি নিয়ে আপনি কাজ করেছেন। স্বাভাবিকভাবেই এটি একটি সময় সাপেক্ষ্য পরিশ্রমের কাজ যেখানে ধৈর্য্য ছাড়া করা সম্ভব নয়। আমি বুঝতাম না যদি না আমি আপনার অনুবাদটি না পরতাম।

জুলিয়ান অ্যাসাঞ্জ একজন অস্ট্রেলিয় সাংবাদিক যিনি সর্বদা তথ্যের মুক্তির জন্য কাজ করার আহবান জানিয়ে আসছিলেন। তার কর্মের কারনে তাকে দীর্ঘ সময় যাবৎ কারারুদ্ধ জীবন যাপন করতে হচ্ছে। সত্য এবং গোপন তথ্য প্রকাশের জন্য তাকে শাস্তি পেতে হচ্ছে। অনলাইনে গোপন তথ্য প্রকাশ করার ক্ষেত্রে যার ব্যাপক সুনাম তৈরী হয়েছিল। তবে জনগনের ব্যেক্তিগত তথ্য নিরাপদে রাখার জন্য তিনি সর্বদা আগ্রহি ছিলেন।  তিনি যেমন তথ্য প্রকাশের স্বাধীনতা চেয়েছেন সেই সাথে ব্যেক্তিগত তথ্য গোপন রাখতেও গুরত্ব দিয়েছেন। তার কাজের জন্য তিনি প্রায়ই সরকারের সাথে বিরোধের জেরে অভিযুক্ত হতেন এবং এক পর্যায়ে একটি মামলায় তিনি অভিযুক্ত আছেন কিন্তু তিনি সেখানে নিজেকে নির্দোশ বলে দাবি করেন।

ক্রিপ্টোকারেন্সিতে তাকে আইডল বলার কারন কি তা আমি গুছিয়ে বলতে না পারলেও তবে আমার কাছে যেটি মনে হয়েছে তা হল ব্যেক্তিগত তথ্যের গোপনীতা এবং এর নিরাপত্তা এই বিষয়টি থেকেই মুলত ক্রিপ্টোকারেন্সিতে তাকে আইডল বলা যেতে পারে। যদিও আমি তার বিষয়ে ভাল জানিনা। তবে আমার সামান্য জ্ঞানে আমি এই বিষয়টিকেই রিলেট করতে পারি।
LDL
Hero Member
*****
Offline Offline

Activity: 630
Merit: 631



View Profile
September 07, 2023, 09:55:50 PM
Last edit: September 07, 2023, 10:38:50 PM by LDL
 #8449










গত জুলাই (২৮৬) মাসের তুলনায় লোকাল ল্যাঙ্গুয়েজ কমিউনিটিতে পোস্টের সংখ্যা আগস্টের বৃদ্ধি পেয়েছে ৩৭২টি অর্থাৎ আগস্ট মাসে পোষ্ট বৃদ্ধি পেয়েছে ৮৬ টি। সমীক্ষার চার্ট পর্যালোচনা করে দেখা যায় যে আগস্টে আমাদের লোকাল কমিউনিটিতে একটু বেশি অ্যাক্টিভ থেকেছে।


হ্যাঁ এখানে গত জুলাই মাসে একটিভ ইউজার সংখ্যা ছিল ৫২ জন কিন্তু আগস্ট মাসে এসে একটিভ ইউজার সংখ্যা কিছুটা কমে গেছে। আগস্টে একটিভ ইউজার সংখ্যা ছিল ৪৯ জন। বাংলাদেশ লোকাল কমিউনিটিতে একটিভ ইউজার সংখ্যা কিছুটা কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের কিছু লোকাল কমিউনিটির ইউজার কিছু ভুল করায় পার্মানেন্টলি ব্যান্ড করে দেয়া হয়েছে এজন্য আগস্টে আমাদের কিছু মেম্বার ইনঅ্যাক্টিভ দেখাইছে এ কারণে তিনজন মেম্বার কমে গেছে। আশা করি আগামী মাসগুলোতে এরকম ভুল করার পরিমাণ কমে যাবে এবং একটিভ ইউজার সংখ্যা আমরা আরো বেশি পাব।

ক্যাটাগরিভিত্তিক ইউজারদের পোষ্টের সংখ্যা আগের মতই স্থিতিশীল রয়েছে এবং আশা করি সেপ্টেম্বর মাসে আমাদের প্রত্যেকের পোস্টের সংখ্যা বৃদ্ধি পাবে এবং আমরা সেই লক্ষ্য অর্জনে সর্বদা বেশি বেশি একটিভ থাকার চেষ্টা করব।

এই মাসে লোকালে মেরিট ট্রান্সফার সংখ্যা বেশি বৃদ্ধি পেয়েছে। গত জুলাই মাসে লোকাল কমিউনিটিতে মেরিট আদান-প্রদান হয়েছে ৯২ টি কিন্তু এবার আগস্ট মাসে মেরিট আদান-প্রদান বৃদ্ধি পেয়ে ১৪৬ টি হয়েছে। এটা আমাদের জন্য একটি আনন্দের বিষয় কেননা কোন মেরিট সোর্স না থাকা অবস্থায় আমাদের একান্ত প্রচেষ্টায় মেরিট উপার্জন করে সেই মেরিট এখানে ডিস্ট্রিবিউশন করে অন্যান্য স্বতন্ত্র লোকাল বোর্ডের তুলনায় আমরা অনেকটা এগিয়েই আছি বলা যায়। এরকম মাইল ফলক যাতে সর্বদা ধরে রাখতে পারি এর জন্য আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

আগস্টে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের সবচেয়ে বেশি পোস্ট করা ইউজারের নাম ও পোস্ট সংখ্যা
1. Learn Bitcoin [46]   
2. DYING_S0UL [43]   
3. Bitcoin_people [27]
4. 2Pizza410000BTC [26]   
5. Bd officer [24]   
6. LDL [16]
7. Lion02 [14]   
8. Shishir99 [14]   
9. Z_MBFM [14]
10. Little Mouse [13]


███████████████████████████
███████▄████████████▄██████
████████▄████████▄████████
███▀█████▀▄███▄▀█████▀███
█████▀█▀▄██▀▀▀██▄▀█▀█████
███████▄███████████▄███████
███████████████████████████
███████▀███████████▀███████
████▄██▄▀██▄▄▄██▀▄██▄████
████▄████▄▀███▀▄████▄████
██▄███▀▀█▀██████▀█▀███▄███
██▀█▀████████████████▀█▀███
███████████████████████████
.
.Duelbits.
..........UNLEASH..........
THE ULTIMATE
GAMING EXPERIENCE
DUELBITS
FANTASY
SPORTS
████▄▄█████▄▄
░▄████
███████████▄
▐███
███████████████▄
███
████████████████
███
████████████████▌
███
██████████████████
████████████████▀▀▀
███████████████▌
███████████████▌
████████████████
████████████████
████████████████
████▀▀███████▀▀
.
▬▬
VS
▬▬
████▄▄▄█████▄▄▄
░▄████████████████▄
▐██████████████████▄
████████████████████
████████████████████▌
█████████████████████
███████████████████
███████████████▌
███████████████▌
████████████████
████████████████
████████████████
████▀▀███████▀▀
/// PLAY FOR  FREE  ///
WIN FOR REAL
..PLAY NOW..
Learn Bitcoin
Hero Member
*****
Offline Offline

Activity: 560
Merit: 854


#SWGT CERTIK Audited


View Profile WWW
September 08, 2023, 02:08:28 AM
 #8450

ক্রিপ্টোকারেন্সিতে তাকে আইডল বলার কারন কি তা আমি গুছিয়ে বলতে না পারলেও তবে আমার কাছে যেটি মনে হয়েছে তা হল ব্যেক্তিগত তথ্যের গোপনীতা এবং এর নিরাপত্তা এই বিষয়টি থেকেই মুলত ক্রিপ্টোকারেন্সিতে তাকে আইডল বলা যেতে পারে। যদিও আমি তার বিষয়ে ভাল জানিনা। তবে আমার সামান্য জ্ঞানে আমি এই বিষয়টিকেই রিলেট করতে পারি।

যেমনটা সেই থ্রেড এ বলা হয়েছে, জুলিয়ান কে আইডল বলার কারন হলো তিনি বিটকয়েন এর প্রথম দিকের সময়ে এর প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিলেন এবং তখন তিনি ডোনেশন এর জন্য বিটকয়েন ব্যাবহার করতে চেয়েছিলেন। সময়টা যেহেতু বিটকয়েনের প্রথম দিকের, তাই উইকিলিকস এর কল্ল্যানে অনেকেই বিটকয়েনের নাম জানতে পেরেছে। মার্কিন সরকার উইকিলিকস এর টাকা কালেক্ট করার মতো সকল রাস্তা বন্ধ করে দিয়েছিলো। যার কারনে জুলিয়ান বিটকয়েনের প্রয়োজনীয়তা বুঝতে পারে এবং ডোনেশন এর জন্য বিটকয়েন ব্যাবহারের প্ল্যান করেন। কিন্তু সাতোশি তাকে অনুরোধ করেন এই মুহুর্তে বিটকয়েন ব্যাবহার না করার জন্য। কারন বিটকয়েন তখন অনেক নতুন একটা ষ্টেজ এ আছে এবং তখন সরকার এর পিছনে লাগলে হয়তো আজকে আমরা এই অব্দি আসতে পারতাম না। সাতোশি তখনই বলেছিলো যে আপনি একটা ভিমরুলের বাসায় লাথি মেরেছেন এবং সেই ঝাকটি আমাদের দিকে তেড়ে আসছে। পোষ্ট করার ৬ দিন পর সাতোশি গায়েব হয়ে যায়। এমন কি সম্ভাবনা আছে যে মার্কিন সরকার সাতোশির কোনো ক্ষতি করেছে?

DYING_S0UL
Sr. Member
****
Offline Offline

Activity: 364
Merit: 328


The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN


View Profile WWW
September 08, 2023, 02:48:09 AM
Last edit: September 08, 2023, 02:58:50 AM by DYING_S0UL
Merited by HelliumZ (1)
 #8451



ক্যাটাগরিভিত্তিক ইউজারদের পোষ্টের সংখ্যা আগের মতই স্থিতিশীল রয়েছে এবং আশা করি সেপ্টেম্বর মাসে আমাদের প্রত্যেকের পোস্টের সংখ্যা বৃদ্ধি পাবে এবং আমরা সেই লক্ষ্য অর্জনে সর্বদা বেশি বেশি একটিভ থাকার চেষ্টা করব।

এই মাসে লোকালে মেরিট ট্রান্সফার সংখ্যা বেশি বৃদ্ধি পেয়েছে। গত জুলাই মাসে লোকাল কমিউনিটিতে মেরিট আদান-প্রদান হয়েছে ৯২ টি কিন্তু এবার আগস্ট মাসে মেরিট আদান-প্রদান বৃদ্ধি পেয়ে ১৪৬ টি হয়েছে। এটা আমাদের জন্য একটি আনন্দের বিষয় কেননা কোন মেরিট সোর্স না থাকা অবস্থায় আমাদের একান্ত প্রচেষ্টায় মেরিট উপার্জন করে সেই মেরিট এখানে ডিস্ট্রিবিউশন করে অন্যান্য স্বতন্ত্র লোকাল বোর্ডের তুলনায় আমরা অনেকটা এগিয়েই আছি বলা যায়। এরকম মাইল ফলক যাতে সর্বদা ধরে রাখতে পারি এর জন্য আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

আগস্টে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের সবচেয়ে বেশি পোস্ট করা ইউজারের নাম ও পোস্ট সংখ্যা
1. Learn Bitcoin [46]   
2. DYING_S0UL [43]   
3. Bitcoin_people [27]
4. 2Pizza410000BTC [26]   
5. Bd officer [24]   
6. LDL [16]
7. Lion02 [14]   
8. Shishir99 [14]   
9. Z_MBFM [14]
10. Little Mouse [13]

ভাই নিজস্ব লোকাল বোর্ড কি পাবো? কিছু মনে হয়? ইন্টারন্যাশনাল বোর্ডেও তো মাসিক এই হিসাব দেয়া হয় সেখানে কি আমাদের নিয়ে কথা বার্তা হয়? কেউ পোস্টটির লিংক থাকলে দিয়েন তো, আমি ভুলে গেছি কোন সেকশনে ছিল।

নেট: লিংকটা পেয়েছি LDL ভাইয়ের কোট এই ছিল Grin ভুলে গিছিলাম।

আর একটা কথা সব বাঙালি মেম্বারদের বলি আপনারা সব খানেই মেরিট শেয়ার করেন সমস্যা নেই, বাট একটু চেষ্টা কইরেন নিজেদের বোর্ডে বেশি বেশি মেরিট দেয়ার, যদি পোস্ট ভালো হয়। এ বিষয়ে সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করতেছি। কারন আমাদের কোনো মেরিট সোর্স নাই তাই আমরা সহজে এগাতে পারিনা। আমি এই কথাটা বল্লাম কারণ আমি একদিন এক পাকিন্তানি মেম্বারের মেরিট আদান প্রদান চেক করেছিলাম, তার মেরিট সেন্ডিং এ একটাও বাহিরের বোর্ডে কিছু ছিলনা, যা ছিল সব গনহারে তার লোকালে দেয়া। (তিনি হয়তো মেরিট সোর্স তাই এমন)। আর আমরা কি মেরিট সোর্স পাবো না? কেউই কি আপ্লাই করেননি? বা সেই পর্যায়ে যেতে পারেননি? Learn Bitcoin ভাই এই বিষয়ে কি কিছু জানেন? যেহেতু আপনিই সবথেকে এক্টিভ মেম্বার!

সবশেষে নিজের কথা বলি। আমি এতোগুলো পোস্ট কবে করলাম নিজেও কনফিউজড  Huh। এক বছর আগে আইডিটি বানালেও আমি মাত্র একমাস হলাম আক্টিভ। তখন কিছু ব্যক্তিগত কারনে ফোরামে থাকা হয়নি। যাই হোক আশা করি এভাবেই বাংলা বোর্ডে উপরে থাকতে পারবো। এমন কি Learn Bitcoin ভাইয়ের উপরে ও!

AoBT
▄▄█████████████████▄▄
███████████████████████
█████████████████████████
███████████████████████
██████████████████████
█████████████████████
███████████████████████
██████████████████████
█████████████████████
█████████████████████
█████████████████████████
███████████████████████
█████████████████
The Alliance
of Bitcointalk
Translators
▄▄▄███████▄▄▄
▄███████████████▄
▄███
████████████████▄
▄██
███████████████████▄
▄█
██████████████████████▄
████████████████████████
█████████████████████
████████████████████████
▀███████████████████████▀
▀███████████████████
▀███████████████████▀
███████████████▀
▀▀▀███████▀▀▀
.
JOIN US

▄███████████████████████▄
█████████████████████████
█████▀▀██████▀▀██▀▀▀▀████
████████▀██████████
████▄▄▄▄▀███████
███████▄▀▄█▀▀███████
█████████████████████████
█████████████████████████
████████████▀████████████
▀███████████████████████▀
█████

██████████
.
HIRE US
HelliumZ
Full Member
***
Offline Offline

Activity: 364
Merit: 182



View Profile
September 08, 2023, 02:56:54 AM
Merited by Nothingtodo (1)
 #8452



ক্যাটাগরিভিত্তিক ইউজারদের পোষ্টের সংখ্যা আগের মতই স্থিতিশীল রয়েছে এবং আশা করি সেপ্টেম্বর মাসে আমাদের প্রত্যেকের পোস্টের সংখ্যা বৃদ্ধি পাবে এবং আমরা সেই লক্ষ্য অর্জনে সর্বদা বেশি বেশি একটিভ থাকার চেষ্টা করব।

এই মাসে লোকালে মেরিট ট্রান্সফার সংখ্যা বেশি বৃদ্ধি পেয়েছে। গত জুলাই মাসে লোকাল কমিউনিটিতে মেরিট আদান-প্রদান হয়েছে ৯২ টি কিন্তু এবার আগস্ট মাসে মেরিট আদান-প্রদান বৃদ্ধি পেয়ে ১৪৬ টি হয়েছে। এটা আমাদের জন্য একটি আনন্দের বিষয় কেননা কোন মেরিট সোর্স না থাকা অবস্থায় আমাদের একান্ত প্রচেষ্টায় মেরিট উপার্জন করে সেই মেরিট এখানে ডিস্ট্রিবিউশন করে অন্যান্য স্বতন্ত্র লোকাল বোর্ডের তুলনায় আমরা অনেকটা এগিয়েই আছি বলা যায়। এরকম মাইল ফলক যাতে সর্বদা ধরে রাখতে পারি এর জন্য আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

আগস্টে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের সবচেয়ে বেশি পোস্ট করা ইউজারের নাম ও পোস্ট সংখ্যা
1. Learn Bitcoin [46]   
2. DYING_S0UL [43]   
3. Bitcoin_people [27]
4. 2Pizza410000BTC [26]   
5. Bd officer [24]   
6. LDL [16]
7. Lion02 [14]   
8. Shishir99 [14]   
9. Z_MBFM [14]
10. Little Mouse [13]

ভাই নিজস্ব লোকাল বোর্ড কি পাবো? কিছু মনে হয়? ইন্টারন্যাশনাল বোর্ডেও তো মাসিক এই হিসাব দেয়া হয় সেখানে কি আমাদের নিয়ে কথা বার্তা হয়? কেউ পোস্টটির লিংক থাকলে দিয়েন তো, আমি ভুলে গেছি কোন সেকশনে ছিল।

আর একটা কথা সব বাঙালি মেম্বারদের বলি আপনারা সব খানেই মেরিট শেয়ার করেন সমস্যা নেই, বাট একটু চেষ্টা কইরেন নিজেদের বোর্ডে বেশি বেশি মেরিট দেয়ার, যদি পোস্ট ভালো হয়। এ বিষয়ে সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করতেছি। কারন আমাদের কোনো মেরিট সোর্স নাই তাই আমরা সহজে এগাতে পারিনা। আমি এই কথাটা বল্লাম কারণ আমি একদিন এক পাকিন্তানি মেম্বারের মেরিট আদান প্রদান চেক করেছিলাম, তার মেরিট সেন্ডিং এ একটাও বাহিরের বোর্ডে কিছু ছিলনা, যা ছিল সব গনহারে তার লোকালে দেয়া। (তিনি হয়তো মেরিট সোর্স তাই এমন)। আর আমরা কি মেরিট সোর্স পাবো না? কেউই কি আপ্লাই করেননি? বা সেই পর্যায়ে যেতে পারেননি? Learn Bitcoin ভাই এই বিষয়ে কি কিছু জানেন? যেহেতু আপনিই সবথেকে এক্টিভ মেম্বার!

সবশেষে নিজের কথা বলি। আমি এতোগুলো পোস্ট কবে করলাম নিজেও কনফিউজড  Huh। এক বছর আগেও আইডিটি বানালেও আমি মাত্র একমাস হলাম আক্টিভ। তখন কিছু ব্যক্তিগত কারনে ফোরামে থাকা হয়নি। যাই হোক আশা করি এভাবেই বাংলা বোর্ডে উপরে থাকতে পারবো। এমন কি Learn Bitcoin ভাইয়ের উপরের?
LDL সিনিয়র ভাই যে লিঃ এনেছেন তা তো উপরেই দেয়া আছে। আপনি শুধু ওই লিংকে ক্লিক করলেই অরজিনাল পোস্টে নিয়ে যাবে।
জীবনের প্রথম মেরিট ভাই আমি আপনার থেকেই শুরু করলাম। আমরা জানি কখনো নিজে নিজে বড় হওয়া সম্ভব নয়। একে অন্যের সহযোগিতা ছাড়া কেউ কখনো বড় হতে পারে না। আমি ফোরামে পরিশ্রম করতে চাই এবং আপনাদের সহযোগিতা অন্যদের মতো আমিও ফোরামের সেবা করতে চাই।




খুব মজাদার সত্য একটা ইনফরমেশন যা আমি আপনাদের জন্য পোস্ট করলাম। বিষয়টি সবার জীবনের সাথে ম্যাচ করে যায় কেননা আমরা যখন আমাদের জমা করা বিটকয়েন বা কিপটো কারেন্সি বিক্রি করে দেই ঠিক তার পরের দিন থেকে মার্কেট উর্ধ্বমুখী হয়।
যতদিন নিজের কাছে হোল্ড করে রাখা হয় ততদিন মাকে রেললাইনের মত সমান্তরাল থাকে। আবার যখন কয়েন ক্রয় করি তখন ঠিক মার্কেট নিম্নমুখী হয়। এই বিষয়গুলো বোঝানোর জন্যই এই মজাদার ছবিটি পোস্ট করলাম। যদিও আমি এই পোস্টটি টুইটার থেকে সংগ্রহীত করেছি।

Learn Bitcoin
Hero Member
*****
Offline Offline

Activity: 560
Merit: 854


#SWGT CERTIK Audited


View Profile WWW
September 08, 2023, 03:04:29 AM
 #8453

ভাই নিজস্ব লোকাল বোর্ড কি পাবো? কিছু মনে হয়? ইন্টারন্যাশনাল বোর্ডেও তো মাসিক এই হিসাব দেয়া হয় সেখানে কি আমাদের নিয়ে কথা বার্তা হয়? কেউ পোস্টটির লিংক থাকলে দিয়েন তো, আমি ভুলে গেছি কোন সেকশনে ছিল।

ইন্টারন্যাশনাল বোর্ড গুলোতে লোকাল বোর্ড নিয়ে কথা হয় সেটার জন্য আবেদন করলে। আমাদের অনেক পুরাতন একটা এপ্লিকেশন আছে লোকাল বোর্ড এর জন্য। কিন্তু সেটা ইনএকটিভ। আমরা আরো বেশি মেম্বার এবং রেপুটেশন বিল্ড আপ করে নতুন করে এপ্লিকেশন করবো। সেটার জন্য আমাদের কে একটিভিটি ধরে রাখতে হবে। আর লিংক তো অলরেডি পেয়েছেন মনে হয়।

আর একটা কথা সব বাঙালি মেম্বারদের বলি আপনারা সব খানেই মেরিট শেয়ার করেন সমস্যা নেই, বাট একটু চেষ্টা কইরেন নিজেদের বোর্ডে বেশি বেশি মেরিট দেয়ার, যদি পোস্ট ভালো হয়। এ বিষয়ে সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করতেছি। কারন আমাদের কোনো মেরিট সোর্স নাই তাই আমরা সহজে এগাতে পারিনা। আমি এই কথাটা বল্লাম কারণ আমি একদিন এক পাকিন্তানি মেম্বারের মেরিট আদান প্রদান চেক করেছিলাম, তার মেরিট সেন্ডিং এ একটাও বাহিরের বোর্ডে কিছু ছিলনা, যা ছিল সব গনহারে তার লোকালে দেয়া। (তিনি হয়তো মেরিট সোর্স তাই এমন)। আর আমরা কি মেরিট সোর্স পাবো না? কেউই কি আপ্লাই করেননি? বা সেই পর্যায়ে যেতে পারেননি? Learn Bitcoin ভাই এই বিষয়ে কি কিছু জানেন? যেহেতু আপনিই সবথেকে এক্টিভ মেম্বার!

আমাদের এখান থেকে মেরিট সোর্স এর একটা এপ্লিকেশন ও আছে https://bitcointalk.org/index.php?topic=5277099.0
তবে উনি আর একটিভ না আর উনি মেরিট সোর্স এপ্লিকেশনে বলেছেন উনি আর মেরিট সোর্স হতে চান না। মেরিট সোর্স হওয়ার জন্য অনেক বেশি যোগ্যতা লাগে না। যেটা লাগে সেটা অনেক বেশি নলেজ। কোন পোষ্ট এ মেরিট দেয়া যাবে, কোনটায় যাবে না, একটিভ থাকা, ইত্যাদি। অোমাদের থ্রেড থেকে এখনো নতুন করে কেউ এপ্লাই করেনি। অঅর লোকাল থ্রেড এ মেরিট এর প্রসংগ আসলে বলবো সবাই যার যার মতো করে চেষ্টা করেন। এর বেশি কিছু বলার নেই।



Little Mouse
Legendary
*
Offline Offline

Activity: 2086
Merit: 2040


Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse


View Profile WWW
September 08, 2023, 03:15:47 AM
Merited by Subbir (1)
 #8454

আর আমরা কি মেরিট সোর্স পাবো না? কেউই কি আপ্লাই করেননি? বা সেই পর্যায়ে যেতে পারেননি?
মেরিট যে কোন জায়গায় শেয়ার করা যেতে পারে, যেমনটা যে কোন জায়গা থেকে আর্ন করা যেতে পারে। তবে আমিও এই মতবাদের পক্ষে যে, যেহজেতু আমাদের লোকালে কোন মেরিট সোর্স নাই, আমাদের উচিত আমাদের কাছে থাকা এস.মেরিটের ব্যবহার আমাদের লোকাল বোর্ডে করা তবে অবশ্যই সেটা যেন হত মানসম্মত পোস্টে। আজেবাজে পোস্টে নয়।

মেরিট সোর্স কবে পাবো কিংবা সেই পর্যায়ে যেতে পারে নি?
আমাদের লোকালে মান্থলি হিসেব করলে মোটামুটি যথেষ্ট পোস্ট হয়। তবে, এইসব পোস্ট যদি সব সুন্দর, গঠনমুলক আলোচনা হত তাহলে নিঃসন্দেহে আমরা মেরিট সোর্স ডিজার্ভ করি। বি অনেষ্ট, আমরা এখনো ভালো মানের পোস্ট করছি না, ভালো মানের আলোচনা করছি না, ভালো মানের উদ্যেগ নিচ্ছি না। আমাদের লোকাল থ্রেডে কেউ যদি ভিন্ন কিছু করে থাকে সেটা ১- Dtalk যিনি সবসময় চেয়েছেন টেকনিক্যাল আলোচনা করতে, বিটকয়েনকে সহজ ভাষায় বুঝতে কিংবা বুঝাতে। সাড়া না পেয়ে এখন গায়েব হয়ে গিয়েছেন। আর ১- coinalap (যেটার সাথে আমিও যুক্ত আছি) যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ছোটখাটো একটা প্রজেক্ট শুরু করেছে। হোক কয়েনআলাপের ক্রিপ্টোকারেন্সি সংবাদ সাইট অনেক ছোট, তবে উদ্যেগটা কিন্তু ছোট নয়।
বাকি চিন্তা করলে কয়জন আমরা ভিন্ন কিছু করেছি কিংবা কয়জন আমরা বিটকয়েন সম্পর্কে ভালোমত জানি কিংবা জানার চেষ্টা করেছি কিংবা যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি।
যাই হোক, আমি অন্য সবার অবদানকে ছোট করছি না কারণ অবদান ছোট বড় বলা উচিত না। এই টপিক আগে ছিল গার্বেজে ভরা, এখন সেটা অনেক বদলেছে। কিন্তু মেরিট সোর্স পাওয়ার উপযুক্ত কি? আমি এখনো মনে করি না আমাদের মেরিট সোর্স দরকার। সেই লেভেলের পোস্ট হলে আমরা বোর্ড পেয়ে যাবো মেরিট সোর্সের আগে।

██████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
██████████████████████
.SHUFFLE.COM..███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
█████████████████████
████████████████████
██████████████████████
████████████████████
██████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
██████████████████████
██████████████████████
██████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
.
...Next Generation Crypto Casino...
LDL
Hero Member
*****
Offline Offline

Activity: 630
Merit: 631



View Profile
September 08, 2023, 03:16:08 AM
 #8455

ভাই নিজস্ব লোকাল বোর্ড কি পাবো? কিছু মনে হয়? ইন্টারন্যাশনাল বোর্ডেও তো মাসিক এই হিসাব দেয়া হয় সেখানে কি আমাদের নিয়ে কথা বার্তা হয়? কেউ পোস্টটির লিংক থাকলে দিয়েন তো, আমি ভুলে গেছি কোন সেকশনে ছিল।

ইন্টারন্যাশনাল বোর্ড গুলোতে লোকাল বোর্ড নিয়ে কথা হয় সেটার জন্য আবেদন করলে। আমাদের অনেক পুরাতন একটা এপ্লিকেশন আছে লোকাল বোর্ড এর জন্য। কিন্তু সেটা ইনএকটিভ। আমরা আরো বেশি মেম্বার এবং রেপুটেশন বিল্ড আপ করে নতুন করে এপ্লিকেশন করবো। সেটার জন্য আমাদের কে একটিভিটি ধরে রাখতে হবে। আর লিংক তো অলরেডি পেয়েছেন মনে হয়।

আর একটা কথা সব বাঙালি মেম্বারদের বলি আপনারা সব খানেই মেরিট শেয়ার করেন সমস্যা নেই, বাট একটু চেষ্টা কইরেন নিজেদের বোর্ডে বেশি বেশি মেরিট দেয়ার, যদি পোস্ট ভালো হয়। এ বিষয়ে সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করতেছি। কারন আমাদের কোনো মেরিট সোর্স নাই তাই আমরা সহজে এগাতে পারিনা। আমি এই কথাটা বল্লাম কারণ আমি একদিন এক পাকিন্তানি মেম্বারের মেরিট আদান প্রদান চেক করেছিলাম, তার মেরিট সেন্ডিং এ একটাও বাহিরের বোর্ডে কিছু ছিলনা, যা ছিল সব গনহারে তার লোকালে দেয়া। (তিনি হয়তো মেরিট সোর্স তাই এমন)। আর আমরা কি মেরিট সোর্স পাবো না? কেউই কি আপ্লাই করেননি? বা সেই পর্যায়ে যেতে পারেননি? Learn Bitcoin ভাই এই বিষয়ে কি কিছু জানেন? যেহেতু আপনিই সবথেকে এক্টিভ মেম্বার!

আমাদের এখান থেকে মেরিট সোর্স এর একটা এপ্লিকেশন ও আছে https://bitcointalk.org/index.php?topic=5277099.0
তবে উনি আর একটিভ না আর উনি মেরিট সোর্স এপ্লিকেশনে বলেছেন উনি আর মেরিট সোর্স হতে চান না। মেরিট সোর্স হওয়ার জন্য অনেক বেশি যোগ্যতা লাগে না। যেটা লাগে সেটা অনেক বেশি নলেজ। কোন পোষ্ট এ মেরিট দেয়া যাবে, কোনটায় যাবে না, একটিভ থাকা, ইত্যাদি। অোমাদের থ্রেড থেকে এখনো নতুন করে কেউ এপ্লাই করেনি। অঅর লোকাল থ্রেড এ মেরিট এর প্রসংগ আসলে বলবো সবাই যার যার মতো করে চেষ্টা করেন। এর বেশি কিছু বলার নেই।

@DYING_S0UL
@Learn Bitcoin
লোকাল বোর্ডের চেয়ে আবেদন ও মেরিট সোর্সের জন্য আবেদন করতে আলাদা থ্রেড খুলতে হবে। এই নিয়ে একদিন লিটল মাউস ভাইয়ের সাথে আলাপ করলাম তিনি আরো কিছুদিন ওয়েট করতে বললেন। অবশ্য ওই ভাই ঠিক সিদ্ধান্তই জানিয়ে দিয়েছেন। @BitcoinDream এই বড় ভাইটি মেরিট সোর্স চেয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন ঠিকই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পরবর্তীতে এই বড় ভাই আবার মানা করে দেয় এবং মেরিট সোর্স না নেওয়ার জন্য রিকুয়েস্ট করেন।
তবে লিটল মাউস ভাইকে আমি মেরিট সোর্সের জন্য আবেদন করতে বলেছিলাম কিন্তু ভাই আবেদন করতে চান না।
তবে মেরিট সোর্স ও আলাদা লোকাল বোর্ড খোলার জন্য একজন বিশ্বস্ত ও খুব একটিভ মেম্বার দরকার। আমি এই মুহূর্তে @Learn Bitcoin ভাইকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। আর মাস ৬এক যাক তারপর learn bitcoin ভাইকে দিয়ে আবেদন করাবো।
@Learn Bitcoin ভাই যদি আবেদন করে তাহলে অবশ্যই আমরা গ্লোবাল থেকে সাপোর্ট পাবো। তাছাড়া লিটল মাউস ভাই বেশ কয়েক মাস অপেক্ষা করতে বললেন যেন এখান থেকে আরও ডজনখানে আপাতত ফুল মেম্বার ও সিনিয়র মেম্বার ইউজার তৈরি হয়। মেরিট সোর্স ও নিজস্ব লোকাল ভোট পেতে অবশ্যই আমাদের কিছু দরকারি ইউজার দরকার।

এটা নিজস্ব আমার ব্যক্তিগত মতামত, আপনাদেরও মূল্যবান মতামত থাকতে পারে আপনারা এখানে শেয়ার করতে পারেন।

███████████████████████████
███████▄████████████▄██████
████████▄████████▄████████
███▀█████▀▄███▄▀█████▀███
█████▀█▀▄██▀▀▀██▄▀█▀█████
███████▄███████████▄███████
███████████████████████████
███████▀███████████▀███████
████▄██▄▀██▄▄▄██▀▄██▄████
████▄████▄▀███▀▄████▄████
██▄███▀▀█▀██████▀█▀███▄███
██▀█▀████████████████▀█▀███
███████████████████████████
.
.Duelbits.
..........UNLEASH..........
THE ULTIMATE
GAMING EXPERIENCE
DUELBITS
FANTASY
SPORTS
████▄▄█████▄▄
░▄████
███████████▄
▐███
███████████████▄
███
████████████████
███
████████████████▌
███
██████████████████
████████████████▀▀▀
███████████████▌
███████████████▌
████████████████
████████████████
████████████████
████▀▀███████▀▀
.
▬▬
VS
▬▬
████▄▄▄█████▄▄▄
░▄████████████████▄
▐██████████████████▄
████████████████████
████████████████████▌
█████████████████████
███████████████████
███████████████▌
███████████████▌
████████████████
████████████████
████████████████
████▀▀███████▀▀
/// PLAY FOR  FREE  ///
WIN FOR REAL
..PLAY NOW..
Bd officer
Sr. Member
****
Offline Offline

Activity: 420
Merit: 289


View Profile WWW
September 08, 2023, 03:42:27 AM
 #8456

এটা নিজস্ব আমার ব্যক্তিগত মতামত, আপনাদেরও মূল্যবান মতামত থাকতে পারে আপনারা এখানে শেয়ার করতে পারেন।
এই বিষয়ের জন্য আমি আপনার সাথে একমত পোষণ করছি। @Learn Bitcoin ভাই সবসময়ই আমাদের লোকাল থ্রেডে একটিভ থাকেন। যে কারো সমস্যায় তিনি সমাধান দিয়ে থাকেন, দেওয়ার চেষ্টা করেন। @Learn Bitcoin ভাই জ্ঞান, মেধা সবদিক দিয়েই আমি তাকে পারফেক্ট মনে করি, কোন পোস্টে মেরিট সেন্ড করা যাবে, কোন পোস্টে সেন্ড করা যাবে না, সে বিষয়ে তার ভালো ধারনা আছে। @Learn Bitcoin ভাইকে আমি একটি শিক্ষকের মত মনে করি, নতুনরা কোন কিছু না বুঝতে পারলে, একজন শিক্ষক যেভাবে ছাত্রদের বুঝিয়ে থাকে তিনি সেভাবে বুঝিয়ে দিয়ে থাকে। বর্তমানে পোস্ট করার দিক দিয়েও তিনি সবার উপরে থাকেন। আমিও চাই, আমাদের লোকাল থ্রেডের মরিট সোর্স হওয়ার জন্য @Learn Bitcoin ভাই পারফেক্ট সদস্য, ।
Subbir
Full Member
***
Offline Offline

Activity: 812
Merit: 104


🎄 Allah is The Best Planner 🥀


View Profile
September 08, 2023, 03:52:38 AM
Last edit: September 08, 2023, 04:21:32 AM by Subbir
 #8457

অনলাইনে লেনদেন-বিনিয়োগে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

হুন্ডি, অনলাইন গ্যাম্বলিং, গেমিং, বেটিং, ফরেক্স এবং ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের মাধ্যমে সংঘটিত অবৈধ লেনদেন বৃদ্ধি পাওয়ায় সচেতনতামূলক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক (কেন্দ্রীয় ব্যাংক)। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশে ব্যাংকে আয়োজিত এক সভা শেষে এ নির্দেশ দেয়া হয়।

ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে কাজে লাগিয়ে এসব অপরাধ হুন্ডি প্রক্রিয়াকে সহজ ও ত্বরান্বিত করছে। এর ফলে একদিকে মুদ্রা পাচার বেড়ে যাচ্ছে এবং অন্যদিকে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা হারাচ্ছে। যার ফলশ্রুতিতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন বক্তরা।

 
কেন্দ্রীয় ব্যাংক জানায়, মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের কেন্দ্রীয় সংস্থা হিসেবে বিএফআইইউ হুন্ডি তথা অনলাইন গ্যাম্বলিং, গেমিং, বেটিং, ফরেক্স এবং ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের মাধ্যমে অর্থ পাচার রোধসহ সকল ধরনের অর্থ পাচার রোধকল্পে অন্যান্য সংস্থাসমূহের সাথে একযোগে কাজ করে যাচ্ছে।
 
এ সমস্ত অপরাধ প্রতিরোধে বিএফআইইউ ইতোমধ্যেই ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াসহ বিভিন্ন মিডিয়াতে বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রেখেছে। এছাড়াও বিএফআইইউ প্রতিনিয়ত আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে এ বিষয়ক ইন্টেলিজেন্স সরবরাহ করে যাচ্ছে এবং এ সংক্রান্ত ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ ও  ইউটিউব লিংক চিহ্নিতকরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী ও নিয়ন্ত্রক সংস্থা বরাবর প্রেরণ করছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।


নিউজ লিংক ও সোর্সঃ somoynews

MTFE এর প্রতারনার পর থেকেই বাংলাদেশের প্রশাসন ও বিভিন্ন্য সংস্থা অনলাইন বা অফলাইন সকল কিছুতেই নজরদারি করা শুরু করেছে, যারা বিটকয়েনটল্ক এ কাজ করছেন তারা সকল প্রকার সোসিয়াল মিডিয়া বা যেখানে লোকোসমাগম বেশি সেই সকল যায়গা থেকে বিটকয়েন নিয়ে আলোচনা থেকে দূরে থাকেন, দেখা যাবে যে আপনি কোনো বড় লেনদেনকারি কেউ না তারপরেও আপনি টার্গেটেড হয়ে যেতে পারেন।



আর আমরা কি মেরিট সোর্স পাবো না? কেউই কি আপ্লাই করেননি? বা সেই পর্যায়ে যেতে পারেননি?
মেরিট যে কোন জায়গায় শেয়ার করা যেতে পারে, যেমনটা যে কোন জায়গা থেকে আর্ন করা যেতে পারে। তবে আমিও এই মতবাদের পক্ষে যে, যেহজেতু আমাদের লোকালে কোন মেরিট সোর্স নাই, আমাদের উচিত আমাদের কাছে থাকা এস.মেরিটের ব্যবহার আমাদের লোকাল বোর্ডে করা তবে অবশ্যই সেটা যেন হত মানসম্মত পোস্টে। আজেবাজে পোস্টে নয়।

মেরিট সোর্স কবে পাবো কিংবা সেই পর্যায়ে যেতে পারে নি?
আমাদের লোকালে মান্থলি হিসেব করলে মোটামুটি যথেষ্ট পোস্ট হয়। তবে, এইসব পোস্ট যদি সব সুন্দর, গঠনমুলক আলোচনা হত তাহলে নিঃসন্দেহে আমরা মেরিট সোর্স ডিজার্ভ করি। বি অনেষ্ট, আমরা এখনো ভালো মানের পোস্ট করছি না, ভালো মানের আলোচনা করছি না, ভালো মানের উদ্যেগ নিচ্ছি না। আমাদের লোকাল থ্রেডে কেউ যদি ভিন্ন কিছু করে থাকে সেটা ১- Dtalk যিনি সবসময় চেয়েছেন টেকনিক্যাল আলোচনা করতে, বিটকয়েনকে সহজ ভাষায় বুঝতে কিংবা বুঝাতে। সাড়া না পেয়ে এখন গায়েব হয়ে গিয়েছেন। আর ১- coinalap (যেটার সাথে আমিও যুক্ত আছি) যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ছোটখাটো একটা প্রজেক্ট শুরু করেছে। হোক কয়েনআলাপের ক্রিপ্টোকারেন্সি সংবাদ সাইট অনেক ছোট, তবে উদ্যেগটা কিন্তু ছোট নয়।
বাকি চিন্তা করলে কয়জন আমরা ভিন্ন কিছু করেছি কিংবা কয়জন আমরা বিটকয়েন সম্পর্কে ভালোমত জানি কিংবা জানার চেষ্টা করেছি কিংবা যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি।
যাই হোক, আমি অন্য সবার অবদানকে ছোট করছি না কারণ অবদান ছোট বড় বলা উচিত না। এই টপিক আগে ছিল গার্বেজে ভরা, এখন সেটা অনেক বদলেছে। কিন্তু মেরিট সোর্স পাওয়ার উপযুক্ত কি? আমি এখনো মনে করি না আমাদের মেরিট সোর্স দরকার। সেই লেভেলের পোস্ট হলে আমরা বোর্ড পেয়ে যাবো মেরিট সোর্সের আগে।

আপনার সাথে আমি একমত ভাই, আমাদেরকে আরো ভালো মানের এবং তথ্যবহুল আলোচনা করতে হবে যেখান থেকে মানুষ কিছু জানতে পারবে এবং ভালো কিছু শিখতে পারবে, তবে আগের তুলনাই বেশ কিছু ভালো মানের পোস্ট আমরা পাচ্ছি সামনে হয়তো আরো ভালো কিছু পাবো ইনশাআল্লাহ।

বিদ্রঃ সোর্সঃ যদিও নিজের মতো করে লেখার চেস্টা করি তারপরেও আমার লেখাতে কেউ কোনো সোর্স বা মিল পেলে জানাবেন আমি সেই সোর্স লিংকটি দিয়ে দেবো।
Edited.

Bd officer
Sr. Member
****
Offline Offline

Activity: 420
Merit: 289


View Profile WWW
September 08, 2023, 05:41:01 AM
Merited by HelliumZ (1)
 #8458

আমরা মানুষ কোন একদিন আমাদের মৃত্যুবরণ করতে হবে। এখন যদি আপনি মারা যান, ধরে নিন ভৌত সম্পদ মধ্যে মাঠে আপনার ৫ একর জমি আছে। আপনি মারা যাওয়ার পর আপনার ছেলে মেয়েরা সরকারি নিয়ম অনুযায়ী আপনার জমি বন্টন করে নিবে। আপনার যদি সম্পত্তির দলিল হারিয়ে যায় সেক্ষেত্রে জমি রেজিস্ট্রি অফিস থেকে সংগ্রহ করে নিতে পারবে। আপনার নামে যদি কোন ভৌত সম্পদ থাকে কোন ভাবে তা আপনার ছেলে মেয়ে ভোগ করতে পারবে।

এখানে আমরা অনেক সদস্য আছি যারা বিটকয়েনে বিনিয়োগ করেছেন, কেউ আবার সিংনেচার করে ইনকাম করছেন। সবাই জানে আমাদের বাংলাদেশ বিটকয়েন কত সতর্কতার সাথে ব্যবহার করতে হয়। আপনি-আমি চিরকাল বেচে থাকবো না। হঠাৎ করে মারা যেতে পারি। ভৌত সম্পদের মত আপনার ছেলে মেয়েরা আপনার গুপ্ত বিটকয়েন খুঁজে পাবেনা। আপনি ছাড়া কেউ ওয়ালেটের গোপনীয়তা জানতে পারবে না। এখন মুল বিষয় হলো আপনারা বিটকয়েন ধারন করে রেখেছেন একটি নিদিষ্ট ওয়ালেটে, আপনারা ওয়ালেটের গোপনীয়তা কিভাবে সংরক্ষন করছেন? আপনি মারা যাওয়া পর আপনার ছেলে মেয়ে কিভাবে আপনার বিটকয়েন ভোগ করতে পারবে? এ বিষয়ে আপনি কেমন পদক্ষেপ গ্রহন করেছেন ?



DYING_S0UL
Sr. Member
****
Offline Offline

Activity: 364
Merit: 328


The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN


View Profile WWW
September 08, 2023, 07:02:18 AM
Merited by DVlog (1)
 #8459

আমরা মানুষ কোন একদিন আমাদের মৃত্যুবরণ করতে হবে। এখন যদি আপনি মারা যান, ধরে নিন ভৌত সম্পদ মধ্যে মাঠে আপনার ৫ একর জমি আছে। আপনি মারা যাওয়ার পর আপনার ছেলে মেয়েরা সরকারি নিয়ম অনুযায়ী আপনার জমি বন্টন করে নিবে। আপনার যদি সম্পত্তির দলিল হারিয়ে যায় সেক্ষেত্রে জমি রেজিস্ট্রি অফিস থেকে সংগ্রহ করে নিতে পারবে। আপনার নামে যদি কোন ভৌত সম্পদ থাকে কোন ভাবে তা আপনার ছেলে মেয়ে ভোগ করতে পারবে।

এখানে আমরা অনেক সদস্য আছি যারা বিটকয়েনে বিনিয়োগ করেছেন, কেউ আবার সিংনেচার করে ইনকাম করছেন। সবাই জানে আমাদের বাংলাদেশ বিটকয়েন কত সতর্কতার সাথে ব্যবহার করতে হয়। আপনি-আমি চিরকাল বেচে থাকবো না। হঠাৎ করে মারা যেতে পারি। ভৌত সম্পদের মত আপনার ছেলে মেয়েরা আপনার গুপ্ত বিটকয়েন খুঁজে পাবেনা। আপনি ছাড়া কেউ ওয়ালেটের গোপনীয়তা জানতে পারবে না। এখন মুল বিষয় হলো আপনারা বিটকয়েন ধারন করে রেখেছেন একটি নিদিষ্ট ওয়ালেটে, আপনারা ওয়ালেটের গোপনীয়তা কিভাবে সংরক্ষন করছেন? আপনি মারা যাওয়া পর আপনার ছেলে মেয়ে কিভাবে আপনার বিটকয়েন ভোগ করতে পারবে? এ বিষয়ে আপনি কেমন পদক্ষেপ গ্রহন করেছেন ?


এই বিষয়ে আমি ইন্টারন্যাশনাল সেকশনে একটি পোস্ট পড়েছিলাম। লিংকটা হারাই ফেলেছি। বিষয়টা আমার স্পষ্ট মনে নাই, বাট কনসেপ্টটা হলো বিটকয়েন ওয়ালেটে locktime না কি জানি উপায়ে বিটকয়েনকে signed transaction করে রাখা যায়। আপনি আপনার ছেলেমেয়েদের সকল তথ্য দিয়ে রাখবেন। কিন্তু তারা সেটি চাইলেও সাথে সাথে বের করতে পারবেন না। যেমন ১ বছর, ২ বছর, ৫ বছর, ১০ বছর এমন টাইম বেধে লক করা যায়। ঐ নিদিষ্ট তারিখের পরই ব্লকটি ভ্যালিড হবে এবং আপনি টাকা উত্তলন করতে পারবেন। আমি ঠিকমতো হয়তো বুঝাইতে পারিনাই।

নোট: LoyceV এর এই পোস্টটি পড়েন, আশা করি অনেক অনেক উপকারে আসবে।

পোস্ট লিংক: https://bitcointalk.org/index.php?topic=5180850.0

২য়, আপনি উইল করে দিয়ে যেতে পারেন এবং প্রাইভেট কি কে ৩-৪ ভাগে একটা আপনার উইল অন্য ২টি আপনার সন্তানদের যদি ২ জন হয় এভাবে ভাগে ভাগে দিতে পারেন। এভাবে তারা চাইলেও টাকা বের করতে পারবে না। আপনার মৃৃত্যবরণের পরই শুধুমাত্র ঐ উইল থেকে বাকি মিসিং কি টা পেতে পারবে। আমি এই দুই উপায় জানি।

আমি যদি কখনো আমার ক্রিপ্টো রেখে যেতে চাই তাহলে ১ম উপায়ে রাখবো।

AoBT
▄▄█████████████████▄▄
███████████████████████
█████████████████████████
███████████████████████
██████████████████████
█████████████████████
███████████████████████
██████████████████████
█████████████████████
█████████████████████
█████████████████████████
███████████████████████
█████████████████
The Alliance
of Bitcointalk
Translators
▄▄▄███████▄▄▄
▄███████████████▄
▄███
████████████████▄
▄██
███████████████████▄
▄█
██████████████████████▄
████████████████████████
█████████████████████
████████████████████████
▀███████████████████████▀
▀███████████████████
▀███████████████████▀
███████████████▀
▀▀▀███████▀▀▀
.
JOIN US

▄███████████████████████▄
█████████████████████████
█████▀▀██████▀▀██▀▀▀▀████
████████▀██████████
████▄▄▄▄▀███████
███████▄▀▄█▀▀███████
█████████████████████████
█████████████████████████
████████████▀████████████
▀███████████████████████▀
█████

██████████
.
HIRE US
Dimitri94
Full Member
***
Offline Offline

Activity: 742
Merit: 157



View Profile
September 08, 2023, 07:05:41 AM
 #8460

ক্রিপ্টোকারেন্সিতে তাকে আইডল বলার কারন কি তা আমি গুছিয়ে বলতে না পারলেও তবে আমার কাছে যেটি মনে হয়েছে তা হল ব্যেক্তিগত তথ্যের গোপনীতা এবং এর নিরাপত্তা এই বিষয়টি থেকেই মুলত ক্রিপ্টোকারেন্সিতে তাকে আইডল বলা যেতে পারে। যদিও আমি তার বিষয়ে ভাল জানিনা। তবে আমার সামান্য জ্ঞানে আমি এই বিষয়টিকেই রিলেট করতে পারি।

যেমনটা সেই থ্রেড এ বলা হয়েছে, জুলিয়ান কে আইডল বলার কারন হলো তিনি বিটকয়েন এর প্রথম দিকের সময়ে এর প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিলেন এবং তখন তিনি ডোনেশন এর জন্য বিটকয়েন ব্যাবহার করতে চেয়েছিলেন। সময়টা যেহেতু বিটকয়েনের প্রথম দিকের, তাই উইকিলিকস এর কল্ল্যানে অনেকেই বিটকয়েনের নাম জানতে পেরেছে। মার্কিন সরকার উইকিলিকস এর টাকা কালেক্ট করার মতো সকল রাস্তা বন্ধ করে দিয়েছিলো। যার কারনে জুলিয়ান বিটকয়েনের প্রয়োজনীয়তা বুঝতে পারে এবং ডোনেশন এর জন্য বিটকয়েন ব্যাবহারের প্ল্যান করেন। কিন্তু সাতোশি তাকে অনুরোধ করেন এই মুহুর্তে বিটকয়েন ব্যাবহার না করার জন্য। কারন বিটকয়েন তখন অনেক নতুন একটা ষ্টেজ এ আছে এবং তখন সরকার এর পিছনে লাগলে হয়তো আজকে আমরা এই অব্দি আসতে পারতাম না। সাতোশি তখনই বলেছিলো যে আপনি একটা ভিমরুলের বাসায় লাথি মেরেছেন এবং সেই ঝাকটি আমাদের দিকে তেড়ে আসছে। পোষ্ট করার ৬ দিন পর সাতোশি গায়েব হয়ে যায়। এমন কি সম্ভাবনা আছে যে মার্কিন সরকার সাতোশির কোনো ক্ষতি করেছে?
আপনার এই রিপ্লাইয়ের ভিত্তিতে এখন অনেকটাই আসস্ত হলাম যে জুলিয়ান কতটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বিটকয়েনের জনক না হলেও তার চিন্তার মধ্যেই কিন্তু বিটকয়েনের বিষয়টি আবৃস্কার হয়েছিল। তিনি অনুভব করেছিলেন যে এই ধরনের একটি পেমেন্ট ব্যবস্থা তাকে এবং জনসাধারন কে আর্থিকভাবে নিরাপত্তা দিতে পারে। যারা জাতীয় পর্যায়ে রাজনেতিক কোন ইস্যুতে বা অন্যকোন কারনে রেসট্রিকটেড হয়ে পরেন তাদের জন্য বিটকয়েন একটি স্বাধীনতা দিয়েছেন। সাতোষি সেই সময়ে পরিস্থিতি বিবেচনা করে তাকে বেনামি হিসেবে পরিচিত করেছেন এটা নিসন্দেহে একটি ভাল সীধান্ত ছিল। অন্যথায় হয়তো বিটকয়েন এতটা দুর পর্যন্ত আসতে পারত না। তবে জুলিয়ান সম্পর্কে যদি আপনার সুন্দর টাইটেল না পড়তাম তাহলে হয়তো এমন একটি গুরুত্বপুর্ণ আমার জানা হত না। আমি সাতিষিকে বিটকয়েনের উদ্ভাবক বা আবৃস্কারক যাই সম্মোধন করি না কেন বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির আইডল হিসেবে জুলিয়ানের গুরুত্বকে আজকের পর থেকে অস্বীকার করতে পারব না।
Pages: « 1 ... 373 374 375 376 377 378 379 380 381 382 383 384 385 386 387 388 389 390 391 392 393 394 395 396 397 398 399 400 401 402 403 404 405 406 407 408 409 410 411 412 413 414 415 416 417 418 419 420 421 422 [423] 424 425 426 427 428 429 430 431 432 433 434 435 436 437 438 439 440 441 442 443 444 445 446 447 448 449 450 451 452 453 454 455 456 457 458 459 460 461 462 463 464 465 466 467 468 469 470 471 472 473 ... 539 »
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!