Bitcoin Forum
July 03, 2024, 12:05:21 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 ... 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 [69] 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 ... 121 »
1361  Economy / Scam Accusations / Re: Ponzi Trading Platform MTFE Collapse || $1 Billion scammed on: August 23, 2023, 10:41:39 AM
Most of them knew this platform would scam them. But they wanted to be a smart ass. If you ask them why did you invest there even though you know they will scam you? The answer they give you is; we thought they would run for a few more months. We were planning to get the profit and exit before they exited. LOL. Can you imagine how dumb they are? Another reason is MLM. They get commissions from each people they refer. Half of them were scammed before, and half of them were scammed for the first time. They will invest again if the new platform offers such profit. Idiots!

So some wanted to be smarter than scammers, and others just hoped that the scheme would last as long as possible and that they would manage to make a profit before everything collapsed. Unfortunately, the winner in that game has already been decided in advance, and maybe this was a strong enough lesson for many, and they will never think of repeating something similar.

The Similar thing happened before and look at the recent case. No one cares! Because the generation is changing and new people are entering cyberspace without knowing the previous cases. Half of the people invested in it were aware of previous scams, and half did not. There was a company in Bangladesh named "Destiny 2000 Limited", and it was founded back in 2000. They scammed Millions of dollars of these innocent poor people and put the authority of this company in jail, but no money was recovered. Other companies were named, Jubok, 2Like, Evaly, E-orange and many more. They were fooled hundreds of times.

Nah, bro. The minimum package there was $500 to get a level. I believe you know how big is $500 for a person who lives in 3rd world country. People sold their goods, sold their land, sold their cows, goats, and chickens to invest. Some of them invested their life savings. Some take loans from banks and NGOs. Can you imagine how hard they were fucked?

Now that whole story sounds even more incredible to me, because I thought it was a much smaller amount, but $500 is just a little less than the minimum wage in my country, so I don't understand how people can be so naive to sell something that literally means life to them to gamble. I don't know if there is any chance that someone will catch this scammer and that at least part of the money will be returned to the victims?

A whole country's peoples saving in NGOs are around $4 Billion (Banks are excluded). I guess you can imagine now how big is $1 Billion for them. The alleged owner says on Facebook Live that he is not the owner. He is one of the CEO among hundreds of others. Currently, he is in Dubai, and Bangladesh cannot do anything to catch him. BTW, $500 is the minimum to get the level, but I just learned that people could have invested less, but that makes less money.

Bruh, this is beyond anything I can describe in words.
To be completely honest I wish I hadn't even read it, I have now a hundred images in my mind I will probably never be able to erase.
I understand the feelings. I might blame them for being stupid. But living in the 3rd world country is not easy—unemployment everywhere, inflation rocketing high, and they don't know what to do with their tiny savings. People are looking for jobs in the middle east and other countries, and it's common here to sell goods and even land to get a job.
1362  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: August 23, 2023, 09:51:54 AM
Crypto_Dotar মেরিট পাইছিলো Little Mouse আর Crypto Library এর কাছ থিকা আর jr Member হইয়া বাউন্টি ম্যানেজমেন্ট শুরু করে এবং স্কাম করে এর পরে আবার আরেকটা নতুন একাউন্ট খোলে নাম ahmim এই একাউন্ট দিয়াও স্কাম করে ধরা খায় একাউন্টে রেড ট্যাগ খায় আবার আরেকটা একাউন্ট খোলে Crypto Bountyes আর মেরিট নেয় ahmim একাউন্ট থিকা আবার এই একাউন্ট দিয়া বাউন্টি ম্যানেজমেন্ট শুরু করে আবার স্কাম করে। এই ৩ একাউন্টে মেরিট লেনদেন হইছে বাংলাদেশ কমিউনিটি থেকেই।
বাংগালী কখনো ভালো হইবো না। এইভাবেই বাংলাদেশের সুনাম ছড়াইতেছে বিশ্বজুড়ে। তাই সবাই নতুন একাউন্টে মেরিট দেওয়ার আগে সেই একাউন্টের পূর্ববর্তী পোস্ট গুলা দেইখা যদি সন্দেহবাচন কিছু না পাওয়া যায় তাহলে দিবেন নয়লে এইভাবে ২/১ জন আকাম করবো আর পুরা বাংলাদেশ এর দুন্নাম হইবো। এই বিষয়টা সকল সিনিয়র সদস্যরা মাথায় রাখবেন।

এই ব্যাপার টা নিয়ে আমি কিছুদিন আগে মেটা বোর্ড এবং বাংলাদেশ থ্রেড এ ও পোষ্ট করেছিলাম। আমি কেনো নতুন একাউন্ট থেকে ভালো পোষট হলেও সেটাতে মেরিট দেই না, সেটার কারন ব্যাখ্যা করেছিলাম আমার সেই পোষ্ট এ। এখন সেটার রেজাল্ট আপনারা চোখের সামনেও দেখতে পাচ্ছেন। আসলে স্ক্যামারদের কোনো জাত বা ধর্ম নেই। আমরাই তাদেরকে আসলে সুযোগ করে দেই। আমি অবশ্যই দেখবো আগে কেউ গ্লোবাল বোর্ড থেকে কযেকটা মেরিট নিয়ে আসুক, তখন বুঝবো যে না, তার পোষ্ট এর কোয়ালিটি আছে সেজন্য সে গ্লোবাল বোর্ড গুলো থেকে মেরিট আর্ন করতে পেরেছে। লোকাল থ্রেড এ এসে একটা দুইটা মেরিট পেয়ে সেটার এডভান্টেজ নিতে শুরু করে। এখন আপনি এদরকে বোকা বলবেন নাকি অতি চালাক বলবেন?
1363  Other / Archival / Re: Working on Translating. Mods- Please don't delete this on: August 22, 2023, 03:25:38 PM
লেখক: GazetaBitcoin
মেইন টপিক: The Crypto Anarchist Manifesto - We all should read it




বিটমুভার এর টপিকের পরে, আরেকটি পড়তেই হবে এমন আর্টিকেল হলো টিম মে এর লেখা, দ্যা ক্রিপ্টো এনারকিস্ট ম্যানিফেস্টো

রচনাটা প্রথম প্রকাশ করা হয়েছিল ১৯৮৮ সালে (এরিক হিউজের আর্টিকেল এ সাইফারপাঙ্ক ম্যানিফেস্টো এর চেয়ে ৪ বছর আগে), ক্রিপ্টো '৮৮ সম্মেলনে এবং এটা কিছু দিক নিয়ে টিম মে-এর অসাধারণ দৃষ্টিভঙ্গি তুলে ধরে যা ৩০ বছর পর বাস্তবে পরিণত হয়েছে।

এই পান্ডুলিপিতে ক্রিপ্টোগ্রাফি এবং রেপুটেশন সিস্টেমের উপর ভিত্তি করে প্রযুক্তি কীভাবে শাসন, ট্যাক্স বা অর্থনৈতিক কন্ট্রোল কিভাবে পৃথিবীকে পরিবর্তন করবে তার বিস্তারিত  বর্ননা করা হয়েছে:

"কম্পিউটার প্রযুক্তি কোনো ব্যাক্তি বা গ্রুপকে সম্পূর্ণ এননিমাস ভাবে একজন আরেকজনের সাথে যোগাযোগ এবং যোগাযোগ করার ক্ষমতা প্রদানের দ্বারপ্রান্তে আছে। দুই জন মানুষ কারো সত্যিকারের নাম না জেনে বা লিগ্যাল নাম না জেনে মেসেজ আদান-প্রদান করতে পারে, ব্যবসা পরিচালনা করতে পারে এবং দামাদামি করে ইলেকট্রিক চুক্তি করতে পারে। এনক্রিপ্ট করা প্যাকেট এবং টেম্পার-প্রুফ বক্সগুলোর রি-রাউটিং করে যা যে কোনও টেম্পারিংয়ের বিপরীতে প্রায় নিখুঁত নিশ্চয়তার সাথে ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলগুলো ব্যাবহার করে যাতে নেটওয়ার্কগুলোতে হওয়া যোগাযোগ গুলো ট্রেস করা না যায়। রেপুটেশন হবে প্রধান গুরুত্ব, এমনকি আজকের দিনের ক্রেডিট রেটিং এর চেয়েও লেনদেনের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ডেভেলপমেন্টগুলো সম্পূর্ণভাবে সরকারী রেগুলেশন পরিবর্তন করবে, ট্যাক্স এবং অর্থনৈতিক ইনট্যারেকশন নিয়ন্ত্রণ করার এবিলিটি, তথ্য গোপন রাখার এবিলিটি এবং এমনকি বিশ্বাস এবং রেপুটেশন সিষ্টেমকেও পরিবর্তন করবে।"।

সাইন্স-ফিকশনে জুলস ভার্নের দৃষ্টি ভঙ্গির সাথে মে'র ক্রিপ্টোতে দৃষ্টিভঙ্গি অবশ্যই প্রশংসা করা যেতে পারে।

তিনি অনেক বাস্তব প্রযুক্তিগত ডেভেলপমেন্ট প্রকাশ করেছে, মাত্র কয়েকটি শব্দের মাধ্যমে, যেমন স্মার্ট কনট্রাক্ট, টর, বিটকয়েন টেকনোলোজি বা রেপুটেশন সিষ্টেম (যেমন, মেরিট এবং ট্রাস্ট সিস্টেম বিটকয়েনটক-এ ব্যাবহার করা হয়েছে)।

"ট্রু নেম" এর রেফারেন্স টা ভার্নর ভিঞ্জের উপন্যাস "ট্রু নেমস" (১৯৮১) থেকে অনুপ্রাণিত হতে পারে, যা একটা শিল্পের চমৎকার অংশ।

তিনি কালো বাজারের আবির্ভাব এবং জনগণের কাছে তথ্য পৌঁছানো বন্ধ করার জন্য প্রশাসনের লড়াইয়ের পূর্বাভাস দেখেছিলেন:

”রাষ্ট্র অবশ্যই জাতীয় নিরাপত্তার উদ্বেগে, ড্রাগ ডিলার এবং ট্যাক্স ফাঁকিবাজরা প্রযুক্তির ব্যবহার করবে এবং সামাজিক বিচ্ছিন্নতা বাড়বে এই ভয় উল্লেখ করে প্রযুক্তির অগ্রগতিকে স্লো বা বন্ধ করার চেষ্টা করবে। এই উদ্বেগের অনেকগুলো আসলে সঠিক হবে; ক্রিপ্টো নৈরাজ্য জাতীয় গোপনীয়তা গুলোকে কোনো বাধা ছাড়াই ট্রেড করার সুযোগ করে দিবে এবং অবৈধ এবং চুরি করা জিনিস গুলো লেনদেনের সুযোগ করে দিবে। একটি এননিমাস কম্পিউটারাইজড মার্কেট গুপ্তহত্যা এবং চাঁদাবাজির মতো জঘন্য মার্কেট তৈরি করতে পারে৷ বিভিন্ন অপরাধীরা এবং বিদেশী উপাদান ক্রিপ্টোনেটের একটিভ ইউজার হবে৷ কিন্তু ক্রিপ্টো নৈরাজ্যের বিস্তার থামবে না।"।

রচনাটি শেষ হচ্ছে ”জেগে ওঠো, তোমার আর কিছুই হারানোর নেই কাঁটাতারের বেড়া ছাড়া!”। কাঁটাতারের বেড়া আমেরিকানদের জন্য পরিচিত। এটা তাদের ইতিহাসের একটি অংশ: পশ্চিমা অঞ্চলগুলো কাঁটাতার দিয়ে বেড়া দেয়া ছিল এবং রাখালরা তারগুলো কাটছিল, যারা স্বাধীনতা চায়। এটা শাসকদের দুর্নীতি ও অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করার আহবান। গোপন এজন্সিগুলোর বিরুদ্ধেও যারা তথ্য বন্ধ করতে চেয়েছে।

আমাদের সকলের উচিত সাইফারপাংক এর কাজ চালিয়ে যাওয়া এবং স্বাধীনতার জন্য লড়াই করা!
1364  Economy / Scam Accusations / Re: Ponzi Trading Platform MTFE Collapse || $1 Billion scammed on: August 22, 2023, 02:45:18 PM
It just fascinates me that such things are constantly repeated as if no one learns anything from their mistakes, and people usually become very cautious when someone scams them, especially if it involves a significant sum of money.
Most of them knew this platform would scam them. But they wanted to be a smart ass. If you ask them why did you invest there even though you know they will scam you? The answer they give you is; we thought they would run for a few more months. We were planning to get the profit and exit before they exited. LOL. Can you imagine how dumb they are? Another reason is MLM. They get commissions from each people they refer. Half of them were scammed before, and half of them were scammed for the first time. They will invest again if the new platform offers such profit. Idiots!

Quote
Could it be that a lot of people invest relatively small amounts individually, so even though the total amount is huge, for the individual it is still not something that will prevent him from repeating the same thing in the future?
Nah, bro. The minimum package there was $500 to get a level. I believe you know how big is $500 for a person who lives in 3rd world country. People sold their goods, sold their land, sold their cows, goats, and chickens to invest. Some of them invested their life savings. Some take loans from banks and NGOs. Can you imagine how hard they were fucked?
1365  Economy / Games and rounds / Re: Sportsbet.io ⚽ Southampton ⚽ Prediction Contest ⚽ (Saturday, August 26) on: August 22, 2023, 12:01:55 PM
a. Southampton
b. 2-1
c. Southampton
d. Over
e. Yes
f. 35'
1366  Economy / Gambling / Re: 🚀-Sportsbet.io-🚀 - Main sponsor of ?? ?? ?? on: August 22, 2023, 11:49:15 AM
Kudos to you mate, winning a jersey is always a great feeling, winning one with your favorite sportsbook as your jersey sponsor is even better, definitely a great feeling without a doubt. Honestly nothing weird, Chelsea just picked up where they left off last season, they were not that great even with all those transfers last year, and they are still not that great.

I am unsure if you guys get me wrong, but I did not win the jersey from Chelsea match xD. I won the jersey from Southampton vs. Plymouth Argyle prediction thread, where Southampton won by a 2-1 goal. This is something special (physical things) I won from the internet participation, and I am more than happy.

I had some weird luck in the last couple of days. I had two 0.5 mBTC free bets last week, and I lost both. This week I had two more free bets (1 mBTC each) and won one. Funny thing happened too. I decided to place another bet in a cricket match after winning the only free bet, and guess what? I placed the bet on the wrong side, and I did not notice it until I saw my cashout amount was decreasing  Cheesy Cheesy



1367  Other / Meta / Re: Wall of fame / shame. Shit posts so bad that they are actually funny on: August 22, 2023, 10:15:06 AM
I used to do something similar in sportsbet predictions.

I don't watch football, but just to take part and in hope for getting lucky I'd write random stuff up. Ofc this didn't work out and op of those threads banned me from participating altogether.

Yeah, I felt shame when I read the DM.

Hahaha.
That's funny, bro. If you don't understand something or do not enjoy something, it's not worth predicting someone to win, even if it's free. I do not watch football (Soccer if you are in America) that much. But I understand the game. I do not have any idea about team strength. But you can easily guess them if you look at the odds. If you were banned from participating in those predictions, I guess you did some worst thing.

If you predict that the match will be drawn by a 0-0 goal and predict the first goal in 87 minutes, you will definitely be banned Cheesy. FYI; Some sportsbet predictions have restrictions like "Some predictions if for their pool participants only." I won a Southampton shirt last week. 

1368  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: August 22, 2023, 09:55:17 AM
মেরিট সেন্ডার ও রিসিভার:
অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে আমাদের এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়ার কোন সুযোগ নেই কেননা আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের এটাই সবচেয়ে দুঃখজনক অধ্যায়। আমাদের এখানে আমরা যে পরিমাণ মেরিট আদান প্রদান করি তাতে করে আমরা এই পরিসংখ্যানে সহজে প্রবেশ করতে পারবো না। আমাদের মেরিট সেন্ড করার মত যথেষ্ট মেরিট আমরা অর্জন করতে পারিনা। আমাদের কোন মেরিট সোর্স নেই যেখান থেকে আমরা মেরিট পাওয়ার সম্ভাবনা থাকবে। আপাতত এই ক্যাটাগরি থেকে বাংলাদেশ জুলাই মাসে বঞ্চিত আছে। সামনের মাসগুলোতে আশা করি আমরা এই ক্যাটাগরিতে ঢুকতে পারবো ইনশাআল্লাহ।

লেখার সাথে চার্ট এর একটু অমিল আছে, ওপরের চার্ট টা নিচে হবে মনে হয় আর নিচের টা ওপরে। আর মেরিট সেন্ডার এবং রিসিভারের লিষ্ট এ শুধু বাংলাদেশ নাই এমন নয়, পাকিস্তানের নাম ও নেই। কারন আমাদের কোনো লোকাল বোর্ড নেই। শুধু জুলাই মাসের জন্য না। কোনো মাসেই এই চার্ট এ বাংলাদেশের নাম ছিলো না (১-২ মাস ছিলো মনে হয়, তবে সেগুলো অনেক আগের) আর শুধু মাত্র থ্রেড লিংক দিয়ে মেরিট ড্যাশবোর্ড এ থেকে এই তথ্য কালেক্ট করা যায় না। এটা নিয়ে লিটল মাউস ভাই কয়েক মাস আগে রিকাফিপ কে প্রশ্ন করেছিলো, সে বলেছিলো যদি কেউ ম্যানুয়ালি গুনে গুনে তাকে প্রতি মাসে এই তথ্যটা দিতে পারে, তাহলে উনি এই তথ্য চার্ট এ এড করবে। আর গুনে গুনে এগুলা এড করলেও ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
1369  Economy / Games and rounds / Re: Sportsbet.io ⚽ São Paulo FC ⚽ Prediction Contest ⚽ (Sunday, August 27) on: August 21, 2023, 04:51:07 PM
a.  SPFC
b.  2-1
c.  SPFC
d.  Under
e.  Yes
f.  SPFC
1370  Economy / Scam Accusations / Re: Ponzi Trading Platform MTFE Collapse || $1 Billion scammed on: August 21, 2023, 03:10:18 PM
Indeed, The owner of MTFE was revealed by several daily news portals in Bangladesh. The owner is Bangladeshi himself. But he lived in Dubai and operated his business from there. Bangladeshi Newspaper Kalbela online reported that the owner of MTFE name is Masud Al Islam, and he is from Comilla, Bangladesh. This scammer successfully scams $1 billion dollars using MTFE.

This news portal also reported that more than four hundred CEO of MTFE are under observation of CID. They collecting the cyber footprint of these CEOs who actually operated this business locally.

FYI, People from this country were fooled multiple times, and Pyramid schemes work great there. What a fucking nation we are.
1371  Economy / Gambling / Re: MoneyPot - Crash with the lowest house edge on: August 21, 2023, 09:43:54 AM
Nice to see Moneypot growing. I just checked the stats, and it's not bad for a new startup. 371 BTC was wagered already; unfortunately, the Investors' profit is -2.54 BTC already. I know that house always wins in the long run, but how long does it take to get back to the profit? Of course, Moneypot also needs more active players and some high rollers.

Crash hunt competition in games and round sections would be an excellent addition. I am sure players would like to play in a casino with such a low house edge. This platform needs a little more exposure all over the forum and the internet as well.
1372  Other / Meta / Re: Wall of fame / shame. Shit posts so bad that they are actually funny on: August 21, 2023, 09:20:06 AM
I am unsure if this is a shit post or a shame, but I found it funny in the Games and Round sections. The poster is pretty much active in the Games and Round section, but he probably did not pay attention when he wrote this.

a. Draw
b. 0-0
c.  None
d. Over
e. No
f.  87'

If you didn't catch what is the funny thing, let me explain to you. He predicted the match would be drawn by 0-0 goal. Also, he expected the first goal to be scored in the 87th minute of the game Grin Grin . The match result was 0-0, and he could be the winner only if he did not write the goal minutes.
1373  Economy / Gambling / Re: 🚀-Sportsbet.io-🚀 - Main sponsor of ?? ?? ?? on: August 21, 2023, 07:32:42 AM
Hell yeah!

I won a Southampton shirt in the 19th August match! The match result was perfect, and I won the Jersey! I choose the home kit, and I guess arriving here will take too long. I will wait until then. I will wear the shirt and will post a photo of me wearing the shirt.

BTW, what happened yesterday? I did not watch the match between Chelsea and West Ham. Almost 90% of people predicted Chelsea would win the match, and I believe they were the favorite in that match.
1374  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: August 21, 2023, 06:05:38 AM
আর কতবার ঠকলে আমরা বুঝতে শিখবো এত সুন্দর ভাবে উপস্থাপনা করেছে যেন বারবার দেখতে মন চায়। যারা আমার মত এভাবে বারবার দেখতে চান বা শুনতে চান তারা বারবার লিংকটি ভিজিট করে দেখতে পারেন। আর এই বিষয়টা যারা বুঝতে পারবেন তারা তো বেঁচেই গেলেন। আর যারা বুঝবেন না তারা বাঁশ যদি নাও নিয়ে থাকেন তবে খুব শীঘ্রই নিবেন অন্য কোন প্রজেক্ট এর মাধ্যমে।

ভাই যারা বুঝেনা তারা তো বুঝেনা। কিন্তু যাদের আগে এই এক্সপেরিয়েন্স হয়েছে, তারা কেনো আবারো এগুলো তে পা দিচ্ছে সেটা যদি ইনভেষ্টিগেশন করেন, তাহলে প্রথম কারন চলে আসে কমিশন আয় করা। আর ২য় কারন হলো অনেকে ভাবে যে এটা একটা নির্দিষ্ট সময় অব্দি চলবে আর আমি এরা স্ক্যাম করার আগেই টাকা উইথড্র করে চলে আসবো। একটা পত্রিকার রিপোর্ট অনুযায়ী, যারা এমটিএফই তে জয়েনকরছে, তারা মোটামোটি সবাই জানে যে এটা যে কোনো সময় স্ক্যাম করবে। কিন্তু তারা সেখানে ইনভেষ্ট করেছে এবং আরো মানুষকে জয়েন করিয়েছে কারন তারা অন্যকে জয়েন করালে কমিশন পাচ্ছে। নিজে লাভ করার জন্য অন্যকে কোরবানি করে দেয়ার মতো একটা ব্যাপার। ওনারা মনে করছে এটা স্ক্যাম করার আগেই ওনারা টাকা তুলে নিয়ে বের হয়ে যাবে।
1375  Economy / Gambling / Re: BC.GAME do not support on: August 20, 2023, 03:10:57 AM
Okay. I am commenting here again. Very recently BC game solved a scam accusation of user mamu88. Here you can see the whole case; https://bitcointalk.org/index.php?topic=5456655.0 Bc game representative handled the case personally. Since support does not help in your case, I suggest you contact their representative here and explain your problem privately. User: BC.GAME

I have criticized their support on several occasions. Several casinos claim their support is fast and works 24/7, but they actually do not work in reality. They have a long way to go and have room for improvement. Anyways, I do not see any other good options except for contacting their representative here. In case you already contacted, unfortunately I have nothing to add new regarding this.
1376  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: August 20, 2023, 02:39:01 AM
আসলেই ভাই স্ক্যামারদের মন মানসিকতা থাকে আলাদা তারা তাদের লক্ষ্য পূরণ হলেই সবাইকে বোকা বানিয়ে চলে যায়। তাদের টার্গেট অনুযায়ী যদি কয়েকদিন প্রজেক্ট চালায় তাহলে তাদের প্রচুর পরিমাণ লাভ হয় এবং যারা এতে বিনিয়োগ করে তখন স্কাম করে তাদের শুধু বাঁশ দিয়ে চলে যায়।
Catley প্রজেক্টটি তারা যেভাবে চলছিল প্রতিনিয়ত তাদের যেভাবে লাভ হতো সেই অনুযায়ী বিশ্বাস করেছে লোকেরা বিশ্বস্ত একটি প্রজেক্ট মনে করে অনেক লোকে এখানে বিনিয়োগ করেছে।
তবে আমি বোকার মত একটি কাজ করেছি হয়তো লোভে পড়েছিলাম যখন ১৫ দিন শেষ হয়েছিল তখন স্টাকিং খুলে দিয়েছিল তখন যদি সবগুলো তুলে নিয়ে আসতাম তাহলে হয়তো আমার ক্ষতি হতো না তবে আমার লোভ আমাকে এটা করতে দেয়নি। Angry
যাইহোক আমি যে ১৫ দিন ডলারগুলো স্টাকিং এ রেখেছিলাম সেখানে আমি হিসাব করে দেখলাম বরং লস হয়েছে লাভ কমই হয়েছে যেখানে $0.0044 করে টোকেন কিনতে হয় আর সেল করতে গেলে $0.0033 করে সেল করতে হয় এখানেই বোঝা যায় অনেক লস হয়ে যায়।
তবে এই হিসাবটা যদি আগে থেকে করতাম তাহলে অনেকটা সতর্ক হতাম এবং এখানে ইনভেস্ট করতাম না তবে যখন লস খাই তখনই এমন বুদ্ধি আসে মাথায় এর আগে আসে না। যেমন চোর পালালে বুদ্ধির অভাব হয় না ঠিক তেমনই হয়েছে।
যাইহোক যেহেতু আমরা এর আগে অনেক প্রজেক্ট দেখেছি অনেকেই প্রতারণার ফাঁদে পা দিয়েছিল তবে আমি এই প্রথম কোন প্রজেক্ট থেকে প্রতারণা ফাঁদে পা দিয়ে আমার অর্থ হারিয়েছে তবে ভবিষ্যতে আর এমন প্রজেক্টে বিনিয়োগ করার কথা চিন্তা করব না। Grin
আর যারা এমন ইনভেস্ট করে প্রতিদিন লাভ করার উদ্দেশ্যের কথা চিন্তা করছে তারা এরকম চিন্তা মাথা থেকে নামিয়ে বড় সেগুলো বিটকয়েনে বিনিয়োগ করে রাখুন তাহলে ভবিষ্যতে লাভবান হতে পারবেন এবং ক্ষতিগ্রস্ত হতে হবে।

যারা কোনো কিছু না যেনেই ইনভেষ্ট করে ধরা খাচ্ছে, তাদের জন্য একটু মায়া হয় যে তারা তো জানতো না যে এগুলো স্ক্যাম। আবার আরেকটা ব্যাপার হলো তারা কাউকে জিগায় না যে ইনভেষ্ট করবে কি না। কিন্তু আমরা যারা অনলাইনে টুকিটাকি কাজ করি আর এসব এম এল এম পন্জি সাইট গুলার ব্যাপারে অবগত আছি, আমরা কেনো ইনভেষ্ট করছি ভাই? আমাদের জন্য কেউ কি মায়া দেখাবে? এমন তো না যে আমরা জানি না এগুলা স্ক্যাম ওয়েবসাইট। আমরা জেনে বুঝে কেনো মারা খাচ্ছি?

এর আগে আমার এলাকায় টু লাইক নামের এক কোম্পানির বিস্তার ঘটে। আমি মোটামোটি সবাইকে নিষেধ করছিলাম। আমার কথা কেউ শোনে নাই। তারপর দেখি বালিশে মুখ লুকায়া কান্না করে আর বলে বন্ধু তর কথা শুনলে আজকে এই অবস্থা হইতো না। কি একটা অবস্থা।
1377  Economy / Scam Accusations / Re: Ponzi Trading Platform MTFE Collapse || $1 Billion scammed on: August 20, 2023, 01:50:14 AM
Quote
Almost all the users in Rajshahi, Sylhet, Cumilla, Chattogram and of course in Dhaka the reporters talked to know it well that MTFE might be another app to get shut down any fine morning.  They still invite others as it helps them earn more.

/the end.

This is an interesting part. How do they know that? Well, because some people have knowledge about it. I told my friends that this platform would collapse with all their money. I believe everybody hears that from their friends. Nobody would say to me about their investment if they did not want to invite me. One of my friends wanted me to invest, and that's why she discussed it with me. She tried hard to convince me because she wanted some commission. That's how it's spread.

The problem is the majority of them did not know that those platforms may scam while others were expecting them not to collapse too early. They thought they are smart enough and they will withdraw their funds before it collapse.
1378  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: August 19, 2023, 03:32:13 PM
অবশেষে মনে হয় আমিও ছোটখাটো একটি ** ধরা খেয়ে গেলাম। MTFE তে ইনভেস্ট করতে চেয়েছিলাম কিন্তু এটি করিনি স্কাম ভেবে কিন্তু পরবর্তীতে আবার catley তে ইনভেস্ট করলাম এখান থেকেই ছোটখাটো করে খেলাম  Grin
কি বলবো ভাই দুঃখের বিষয় হাসবো না কাঁদবো কোনটাই বুঝতে পারতেছি না এত তাড়াতাড়ি প্রতারণা করবে কেউ কল্পনাও করতে পারিনি।
যদিও তারা বলে দিয়েছে সাময়িক সময়ের জন্য সেল বন্ধ করেছে তবে আমরা ভাবতে পারি এটি সারা জীবনের জন্য বন্ধ করে দিয়েছে।
স্ক্যাম মানে স্ক্যাম ১০০% সিওর হবে এটা
আসলে জীবনে ধরা না খেলে কখনোই চালাক হওয়া যায় না তাই ছোটখাটো করে দু একটা ধরা খেতেই হয় Grin

সবাই সতর্কতা অবলম্বন করুন এবং এরকম প্লাটফর্ম গুলোতে বিনিয়োগ করা বন্ধ করুন তাহলে জীবন ভালো থাকবে ধন্যবাদ।

ভালো একটা নিউজ দিলেন তো, আমি মাত্রই LDL ভাইকে বল্লাম যে ২ বছর কেনো? ২ মাস থাকবে কি না দেখেন। আমার মনে হয় না ৩-৪ মাসের বেশি টিকবে। এদিকে catly অলরেডি সেল করার অপশন বন্ধ করে দিয়েছে। সুতরাং যারা একবার ইনভেষ্ট করেছে, তাদের টাকাও আটকে গেলো। মারহাবা  Cheesy কি বলবো এবার বলেন, আমরা কেনো ভাবতে যাই যে একটা সাইট কতোদিন লাষ্টিং করবে? সাইটের লাষ্টিং ডিপেন্ড করে তারা কতো টাকা কামিয়েছে আর সেই সাইটের মালিকের টারগেট এর ওপর। একজন স্ক্যামারের যদি টারগেট থাকে যে সে ১০ হাজার ডলার হলেই তার সাইট ক্লোজ করে দিবে, সে তখনই ক্লোজ করবে। যদি সে ৩ দিনে ১০ হাজার ডলার কামায়, তাহলে ৩ দিন পরেই বন্ধ করে দিবে। এগুলা ডিপেন্ড করে তাদের ইচ্ছার ওপর। এখনো কেউ যদি বলেন যে ভাই মাত্র আসছে, ভাগার টাইম হতে হতে আমার প্রফিট চলে আসবে। তাদের কে বলতে চাই Rest In Peace Buddy!  Cry
1379  Economy / Scam Accusations / Re: Ponzi Trading Platform MTFE Collapse || $1 Billion scammed on: August 19, 2023, 03:18:56 PM
Metaverse Foreign Exchange Group Inc Aka MTFE has successfully scammed over one billion dollars. MTFE promoted their site targeting Southeast Asia and Middle East and scammed maximum money from those countries. Among these, the countries where MTFE was the most popular are Bangladesh, Sri Lanka, India, United Arab Emirates. And they used crypto currency to execute that scam. Those who had invested in this site have now faced significant losses. This is why everyone should remember that those who dream of making quick and easy incomes end up being very bad, and MTFE is another perfect example.

Source : https://www.similarweb.com/website/mtfe.ca/#geography

https://mtfe.io/ This domain has very little data available.

Yes. It was already predicted that they would scam. No Ponzi schemes and MLM Companies will last more than a few weeks. But people fall into their trap because they offer high returns within a short period of time. Some people thought it was not a Ponzi scheme because the platform introduced a new technic: Fake AI trading. One of my friends invited me, and she told me that AI would trade for you, and you would profit from trading. I told her that there was no guarantee that AI would make a profit.

I know many people within my friend circle who invested in MTFE and got fucked up. I had to warn them about these Ponzi schemes, and I did my job. I asked them not to invest in such fucking scam. BTW, Another ponzi scheme website Catly.io collapsed as well. They disabled selling Catly, and investors got fucked up.

1380  Economy / Scam Accusations / Ponzi Trading Platform MTFE Collapse || $1 Billion scammed on: August 19, 2023, 02:37:08 PM
What happened:: Ponzi MLM Trading platform mtfe collapsed their business scamming approx 1 billion dollars of it's customers. They were offering a high return on investment from fake AI trading. They promised their users that their AI will make profit everyday and there are no chance to lose. Their main target country was Bangladesh and 90% the scammed money from Bangladeshi people. Bangladeshi National news portals reported;

MTFE, a Dubai-based multilevel marketing or MLM Ponzi model business, has shut down its business by escaping with around $1 billion or around Tk 11,000 crore in the name of investing in cryptocurrency. Cyber ​​analysts believe that about 90 percent of the $1 billion is from Bangladeshi investors.

News worth reading: https://www.tbsnews.net/bangladesh/crime/ponzi-trading-app-mtfe-collapses-tens-thousands-lose-everything-684958

MTFE, an online Ponzi scheme disguised as an opportunity to trade in international financial markets, collapsed, leaving tens of thousands across the country penniless.

Issues began with a so-called system upgrade two weeks ago. Users have been unable to withdraw any money since then, and on Thursday night, the virtual accounts of almost all users went negative. The unregulated broker claimed to have incurred gigantic losses in the automated trading it pursued on behalf of clients.

An app offering opportunities to trade crypto, forex, commodities, and even foreign stocks in its shadow platform, the MTFE recently spread like fire. The platform pretending to earn and pay back from trading offers unbelievably easy money to users. The offer was tantalising enough: spend $26 a day and earn half a dollar per day in return. Keep the app open for half an hour a day to let the system run the supposed trade. For a winning trade, earns half a dollar and for losing, the penalty is equal. The catch is one earns more than $2 as soon as someone new joins the platform with their reference — the textbook way of how a Ponzi scheme works.

The MTFE app available on the Google Play Store, which reached people even in upazilas, asks customers to practice trading in the simulation platform and own the profit or loss made.

Predictably, almost everyone opts for the other offer called the robotic trading service MTFE provides, which has been showing to be more profitable days than losing ones. Several thousand people from Banaripara Upazila of Barishal have invested at least Tk50 crore in total in MTFE. Investing in foreign assets is prohibited in Bangladesh and that is why MTFE users have to buy cryptocurrency from a gray market first and then pay the platform. Again when they are paid back, the platform gives them crypto currency which the Bangladeshi MTFE users convert to dollars first and then into local currency.

People barely needed the reverse process as they only kept pouring more into the platform at any cost, said more than a dozen MTFE users who dream to grow big and become salaried team leaders of the cyber company that no one can reach if the app stops.
Almost all the users in Rajshahi, Sylhet, Cumilla, Chattogram and of course in Dhaka the reporters talked to know it well that MTFE might be another app to get shut down any fine morning.  They still invite others as it helps them earn more.
One such user in Barishal has over Tk2 crore invested through the app.
The MTFE users in the district's Banaripara often meet to celebrate their "success". A Facebook page of MTFE users has nearly fifty thousand members.
 


Scammers Profile Link: None

Reference Link: https://mtfe.io https://mtfe.ca
Amount Scammed: $1 Billion Approx
Payment Method: Unknown
Proof of Payment: N/A
PM/Chat Logs: N/A
Pages: « 1 ... 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 [69] 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 ... 121 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!