Bitcoin Forum
June 23, 2024, 05:21:30 PM *
News: Voting for pizza day contest
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 ... 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 [77] 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 »
1521  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: July 30, 2023, 05:02:02 PM
আবারও দুর্দান্ত কাজ, প্রিয় Learn Bitcoin! আমার দ্বিতীয় মাস্টারপিস (বিটকয়েন: সাইফারপাঙ্কসদের স্বপ্নের পরে আমি এই বিষয়টিকে এভাবেই দেখি) দেখে আমি আরও বেশি খুশি হয়েছি যে এটা আপনার ভাষায় ট্রান্সলেট করা হয়েছে। এটা একটা বেশ লম্বা টপিক, কিন্তু আমি মনে করি এটি খুব গুরুত্বপূর্ণ।

এই টপিকটি সেন্ট্রালাইজ্ড এক্সচেঞ্জ এবং ব্যাংকগুলোর সাথে সম্পর্কিত ডেন্জার সাইড সম্পর্কে সবাইকে সচেতন করবে৷ একই সময়ে, আর্টিকেলটির লক্ষ্য হল বিটকয়েনকে সাতোশি যেভাবে ব্যবহার করতে চেয়েছিল সেভাবে মানুষকে বোঝানো: পিয়ার-টু-পিয়ার এবং এনোনিমাস ভাবে। আমাদের সকলকে ব্যাংক এবং সরকারী দাসত্ব থেকে মুক্ত রাখার জন্য সাতোশির আবিষ্কারকে বিশ্বস্ত থার্ড পার্টির সাথে যুক্ত করা উচিত না।

টপিকটিতে যে ব্যাপারে আলোচনা করা হয়েছে, সেগুলো আমাদের অনেক আগেই জানা উচিৎ ছিলো। কিন্তু বর্তমানে নতুন রা বিটকয়েন ষ্টোর বা সেল করা মানেই মনে করেন বাইনান্স বা অন্যান্য সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ। আমরা কখনো ভেবে দেখিনি একটা এক্সচেন্জ কেনো আমাদের ব্যাক্তিগত তথ্য যেমন আইডি কার্ড, সেলফি, ফোন নাম্বার ইত্যাদি সংগ্রহ করে থাকে। অনেকেই ভেবে থাকি এক্সচেন্জ এটা করে যেনো আমরা একাধিক একাউন্ট খুলতে না পারি। সবচাইতে খারাপ ব্যাপার হলো আমরা আমাদের প্রাইভেসি নিয়ে চিন্তা করি না। আমরা ভেবে দেখি না যে আমাদের আইডি কার্ড, আমাদের ফোন নাম্বার, ঠিকানা অনলাইনে গেলে এসব যে কেউ ব্যাবহার করতে পারবে। আমরা এমন কিছু অপরাধের জন্য ফেসে যেতে পারি যেটা আমরা কখনোই করিনি। হতে পারে অন্য কেউ আমাদের আইডি কার্ড বা আমাদের ছবি ব্যাবহার করে অপরাধ মূলক কোনো কাজ করছে।

আমরা সাধারন মানুষ সোস্যাল মিডিয়ায় ইচ্ছে করেই আমাদের আইডি কার্ড এর ছবি পোষ্ট করি। অনেক ব্যাক্তিগত তথ্য অবাধে কোনো চিন্তা ছাড়াই শেয়ার করছি। আমরা ভাবছি না যে ভবিষ্যতে এগুলো অঅমাদের অনেক বড় ক্ষতির কারন হয়ে দাড়াবে। এখনি আমাদের দেশে গোয়েন্দা রা অপরাধী খুজতে গিয়ে এমন কাউকে পায় যিনি আসলে টেকনোলজি সম্পর্কে তেমন কিছুই জানে না। বিকাশ দিয়ে যারা প্রতারনা করে থাকে, তারা কখনো নিজেরে আইডি ব্যাবহার করে একাউন্ট খোলে না। তারা প্রতারনার জন্য সাধারন মানুষের তথ্য ব্যূাবহার করে থাকে। যেসব মানুষ জানেই না তার নামে একটা বিকাশ একাউন্ট খোলা আছে।

আমি এটাও খেয়াল করেছি ব্যাংক এ টাকা জমা দিতে গেলে KYC ফরম পূরন করতে হয়। কখনো ব্যাংকে জানতে চাইনি আপনারা কেনো এটা নিচ্ছেন। সত্যিই তো, আমার টাকা দিয়ে আমি কি করবো, সেটা ব্যাংক কে কেনো বলতে হবে? থ্রেড এ রোমানিয়ান লোকটির রিপ্লাই পড়ে হাসি পেলেও ব্যাপারটা সত্যিই সিরিয়াস।

যদি আমাদের দেশে বিটকয়েন বৈধতা দেয়া হয় তাহলে শতকরা দুইজন লোক এর ব্যবহার করতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। তো সারা পৃথিবীতে একই সমস্যা , আমাদের দেশে যেমন সাধারণ মানুষ আছে, পৃথিবীর সকল দেশে এইরকম সাধারণ মানুষ আছে তাদের ক্ষেত্রে বিটকয়েনের বোধগম্যতা ও গ্রহণযোগ্যতা পেতে আরো কয়েক বছর লেগে যেতে পারে।
তবে বিটকয়েন যদি বিশেষ কোন বিপ্লবের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত অথবা বিলুপ্ত না ঘটে তাহলে আগামী প্রজন্মের মিলোনিয়ার ও বিলোনিয়ারদের একমাত্র কম্পিটিশনের উল্লেখযোগ্য মাধ্যম হবে বিটকয়েন।
বিটকয়েনের ব্যাবহারই আমরা এখনো জানি না। আপনাকে অনুরোধ করবো পুরো থ্রেড টি পড়ার জন্য। আমরা বিটকয়েনকে মিলয়নিয়ার বিলিয়নিয়ার বানানোর মেশিন মনে করতে পারি না। জেনারেল সেন্স এ এটা একটা মুদ্রা ব্যাবস্থা। তবে যেহেতু এটার সাপ্লাই লিমিটেড, সময়ের সাথে সাথে এটার দাম চাহিদা অনুযায়ী বাড়বে বা কমবে।

খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট বাংলা ট্রান্সলেট করে আমাদের এই লোকাল থ্রেডে পোস্ট করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। GazetaBitcoin স্যার এর পোস্টগুলি অনেক সুন্দর হয়ে থাকে। এ পোস্টটিতে বিটকয়েন নিয়ে সঠিক কথা তুলে ধরা হয়েছে। এক্সেঞ্জার নিয়ে বিভিন্ন ধরনের সঠিক পরামর্শ দেওয়া হয়েছে। এই পোস্টটি পড়ে আমাদের লোকাল থ্রেডের অনেকেই উপকৃত হবেন। আপনি এর আগেও কয়েকটি পোস্ট বাংলা ট্রান্সলেট করে পোস্ট করেছেন। আপনি আরো GazetaBitcoin স্যারের গুরুত্বপূর্ণ পোস্টগুলি বাংলা ট্রান্সলেট করে আমাদের লোকাল থ্রেডে পোস্ট করবেন।
আপনাকে ধন্যবাদ। আশা করি সবাই পোষ্ট গুলো পড়বেন। আপনারা যদি না পড়েন, তাহলে শুধু শুধু ট্রান্সলেট করে তেমন কোনো লাভ নেই। আমি পরিশ্রম করছি, হয়তো মেরিট পাচ্ছি, কিন্তু মেরিট পাওয়াটাই উদ্দেশ্য নয়। আপনারা পড়লেই কেবল আমি ট্রান্সলেশন গুলো করবো।

এখানে অনেকগুলো এ আই চেকার রয়েছে এখানে সর্বোচ্চ ভালো এ আই চেকার কোন টা? এবং কত % ফেক দেখালে বুঝতে পারবো এই পোস্টটা এ আই কন্টেন্ট? আর বাংলা লেখা এ আই কিনা চেক করার মতো কি কোন এ আই চেকার রয়েছে? সিনিয়র ভাইয়েদের পরামর্শ চাই।
AI পোষ্ট গুলো ডিটেক্ট করার জন্য nutildah এর এই থ্রেড টি দেখতে পারেন। উনি সেখানে সুন্দর করে বুঝিয়েছেন কিভাবে AI পোষ্ট গুলো ধরা যাবে। আর বাংলা পোষ্ট এ আই জেনারেটেড কিনা সেটার জন্য টুলস আমি এখনো পাইনি। পেলে জানাবো।
1522  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: July 30, 2023, 11:17:51 AM
আমি মাইনিং করে আয় করতে চায়। কারও ভালো কোনো মাইনিং অ্যাপ থাকলে আমাকে জানাবেন প্লিজ।
অল্প বিদ্যা ভয়ংকরী। যেসব এপ আপনি সাজেশন করলেন, এগুলো কি আপনি নিজে ব্যাবহার করে দেখেছেন? এরা আসলে পেমেন্ট করে? নাকি প্রশ্ন দেখে নেট থেকে সার্চ করে একটা লিষ্ট বানিয়ে দিলেন শুধু? কোনো কিছু শেয়ার করার আগে ভেবে চিন্তে শেয়ার করবেন। আপনার জন্য কেউ বিপদে পরুক, সেটা নিশ্চই চাইবেন না।

অন্য মাইনিং অ্যাপগুলো কখনো ব্যবহার করিনি বাট Pi মাইনিং অ্যাপ টা রিয়েল। আমি আর আমার এক বড়ভাই Pi মাইনিং যখন শুরু তখন থেকে মাইন করতাম। কিছু দিন আগে তিনি তার অনেকগুলো কয়েন বিক্রি করেন, প্রায় ৮০-৯০ হাজার টাকায়। যদি Pi অ্যাকাউন্টটা ঠিকঠাক থাকে এবং KYC সহ বাকি যা যা প্রয়োজন সব ওকে থাকে তাহলে আপনি অবশ্যই Pi থেকে মাইন করে টাকা পাবেন।

নোট: নতুন ব্যবহারকারীরা হয়তো এখন তেমন সুবিধা করতে পারবেন না, কারণ এখন আগের মতো দ্রুত মাইন হয়না। যারা একেবারে প্রথম থেকে এই প্রজেক্ট এর সাথে জড়িত ছিল শুধুমাত্র তারাই মোটা অংকের একটা লাভ করতে পেরেছে।

অবাক করা তথ্য দিলেন তো, যে কয়েনের কোনো ব্লকচেইন ই নাই, সেই কয়েন সেল করলো কিভাবে? আর সেই কয়েন কিনলোই বা কে? যে কিনেছে সে এই কয়েন দিয়ে কি করবে? বিভিন্ন এক্সচেঞ্জ এ পাই কয়েন লিস্ট হয়েছে। তবে সেগুলো ওখান থেকে উইথড্র করা যায় না। তো যে এই কয়েন কিনেছে, সে নিশ্চয়ই ভবিষ্যতের কথা ভেবে কিনে থাকতে পারে।

আপনি বললেন আপনি নিজেও মাইনিং করছিলেন। আপনি কি উইথড্র করতে পারছেন? বা আপনিও কি সেল করেছেন? কিভাবে সেল করলেন? আমি যতদুর জানি, আমাদের থ্রেড এ অনেকেই পাই মাইনিং করেছে, আপনি যদি সেল করতে পারেন, ওনাদেরকেও সেল করতে সহযোগিতা করতে পারেন।
1523  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: July 30, 2023, 10:39:09 AM
আপনি যদি নতুন মেম্বার হয়ে থাকেন এবং আপনি চাচ্ছেন আপনার প্রথম ভালো পোষ্ট এই মেরিট পেতে, এটা এভাবে হবে না। আপনাকে সময় দিতে হবে এবং ফোরামে পরিচিত হতে হবে এবং সবার সাথে মিশতে হবে। যদি মানুষ আপনার নাম দেখেই চিনতে পারে এবং আপনি ভালো কন্টেন্ট লিখেন, আপনি মেরিট পেতে শুরু করবেন। আমাকে ৫ মাস সময় ব্যায় করতে হয়েছে প্রথম ১০ টি মেরিট পাওয়ার জন্য। পরের ১০০ টি মেরিট পেয়েছি পরের মাত্র ৫ দিনে। আমি আরো ১৫০ টি মেরিট পেয়েছি পরের ৯০ দিনে। শেষ ৯০ দিনে আমার পোষ্ট কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে কারন আমি সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করে পোষ্ট কাউন্টের দিকে নজর দিয়েছি। বেশিরভাগ লিজেন্ডারি মেম্বাররা গড়ে প্রতি ৩০ দিনে ৫০ টি মেরিট আর্ন করে ইভেন যদিও তারা খুব একট্রা অরডিনারি কিছু না লিখে। কারন তারা ফোরামে পরিচিত এবং কমিউনিটি তাদেরকে জানে এবং তারা কপি পেষ্ট বা এ আই ব্যাবহার করার সম্ভাবনা নেই।
কিছু বাস্তবিক সুন্দর কথা লিখেছেন।  নিজেকে ওই ভাবেই গড়ে তুলতে হবে এবং আমি আরেকটা জিনিস দেখেছি ফোরামের অন্যান্য মেম্বারদের সাথে গুড কমিউনিকেশন বাড়ানো গুড কমিউনিকেশন করার জন্য আপনাকে আগে ওই পরিচিতিটা অর্জন করে নিতে হবে যেন তারা আপনাকে বা আপনার করা প্রশ্নকে হালকা হলে মূল্যায়ন দেয়। কারণ একজন নিউ বি যে কিনা ছোটখাটো পোস্ট কোন কোয়ালিটি নেই তাদেরকে নিশ্চয়ই অন্যরা তাদের ভ্যালুয়েবল সময় দিবে না।

এক্ষেত্রে আপনার মেরিটের কথা শুনে আমার নিজের কথা মনে পড়ে গেল একটা সময় যখন সিগনেচার পোস্টে পোস্ট কাউন্ট বা কতটুকু টাকা পাবো এটাকে প্রাধান্য না দিয়ে কোয়ালিটি ফুল পোস্ট করেছি বা ফোরামের জন্য হালকা ছোটখাটো টুলস বা ট্রিক শেয়ার করেছি তখন নিজের রেপুটেশন এবং মেরিট এর সংখ্যা অনেক বেশি ছিল। লিটল মাউস ভাই উপর একটা কথা বলেছে আয়ের চিন্তা করলে লাভের বেলায় শূন্য হবে এটা আসলেই সত্যি দেখবেন যারা শুধু বাউন্টি ক্যাম্পেইন থেকে আয়ের চিন্তা করে বা শুরুতেই শুধু বাউনটি ক্যাম্পেইন নিয়েই পড়ে থাকে তারা কিন্তু সামনে আগাতে পারে না আর যখনই ওই আয়ের পথ বাদ দিয়ে একটু ফোরামকে এক্সপ্লোর করবে নিজেকে শিখবে অন্যকে কিছু শেখার সুযোগ করে দিবে তখনই তার লাভের দরজা খুলে যায়।

এগুলো আসলে আমার নিজের থেকে মনে হয়েছে। কারন আমিও খুব পুরাতন কোনো ইউজার নই। যে ফিলিংস গুলোর কথা শেয়ার করলাম, সেই ফিলিংসটা এক সময় আমার হয়েছে। এ কারনে আমি ব্যাপারটা রিলেট করতে পারছি। এখন এটা ভাবতেছি যে কেনো আমি নতুন একাউন্ট দেখলেও মেরিট দিচ্ছি না? নতুন একাউন্ট থেকে ভালো পোষ্ট করছে, তবুও আমি মেরিট নিয়ে কিপ্টামি করছি। অন্যদিকে একজন হাই রেংক মেম্বার খুব ইম্পোরটেন্ট কিছু পোষ্ট না করলেও তাকে মেরিট দিচ্ছি। আসলে কোনো দিচ্ছি? কারন আমি ওনাকে চিনি এবং ফোরামে অনেকদিন ধরে দেখে আসছি। উনি সাধারনত ভালো পোষ্টগুলো লিখে থাকেন। এই হিসাবে ওনারে পোষ্ট এ মেরিট দিতে আমাকে দুইবার ভাবতে হচ্ছে না। অপর দিকে যখন একজন নতুন মানুষ থ্রেড এ আসছেন, পোষ্ট করছেন এবং আমি দেখছি। অনেক সময় দেখছি কেউ একদমই নতুন ক্রিপ্টো তে, কিন্তু তিনি মারকেট এনালাইসিস পোষ্ট করছেন, উদাহারন হিসাবে এই পোষ্ট টা দেখুন, আমার কেনো জানি মনে হচ্ছে যে উনি পোষ্ট গুলো কোথাও থেকে কপি পেষ্ট করে দিচ্ছে বা অন্য কারো রিসোর্স নিজের বলে চালিয়ে দিচ্ছে। এসব ক্ষেত্রে ভালো পোষ্ট দেখেও মেরিট দিচ্ছি না। কারন আমি চাচ্ছি উনি একটিভ হোক এবং নিজেকে প্রমান করুক। উনি এ ব্যাপারে এক্সপেরিয়েন্সেড হলে অদূর ভবিষ্যতে এরকম অনেক পোষ্ট দেখতে পাবো। তখন ওনার আগের পোষ্ট গুলো মূল্যায়ন করা যাবে।

একজন মানুষকে ফোরামের সকল বিষয়ে জানতে হলে ওনাকে ফোরামে সময় দিতে হবে। নতুন রা সাধারনত অনেক বেশি ভুল করে থাকে যা সময়ের সাথে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমিও আমার নতুন সময়ে ভুল করেছি। আমাদের সময় অনেক কম মানুষ ছিলো যারা সাজেশন করবে। এখন কমিউনিটি বড় হচ্ছে। তবে আমাদের কমিউনিটির বিরুদ্ধে যেভাবে নানান অভিযোগ আসছে, আমরা লোকাল ফোরামের আশা আর না করাই ভালো। তবে এটা চাই যে সবাই ভালো করুক। সেটা লেজিট ভাবে। কোনো প্রতারনার সুযোগ নেয়ার দরকার নেই।
1524  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: July 30, 2023, 10:23:48 AM
[edited out]
So even if a miner is hardcore Bitcoiner, they won't be able to mine if power costs raises and no price increase. we have a couple of months before the halving event. We may see price hikes after the halving event. Before the event, miners still get 6.25 per block and profitability will remain the same as phill described. But, let's say the halving event split the block reward but the BTC price did not double, the profitability may split as well. The question is, how many miners will continue mining without profit? After all, everyone is looking for profit.

It's called mining death spiral.

OMG!

OH no!

Everbody panic.



I am not a miner, so it's irrelevant to me.
No need to panic. I don't think every miners are bitcoiner.
Bitcoiners may continue mining even if it gets unprofitable to gather more sats for the future.
I don't know if you get what I said in my previous post.
If some miners stop mining, it's good for other miners because they will get high fees  Wink
Phill might agree with me.
1525  Bitcoin / Bitcoin Discussion / Re: Bitcoin Talmud (or Order 2.625 Bible) on: July 30, 2023, 10:03:13 AM
Attention, guys, OP will never reply to you as OP is already banned from the forum. If you see the first reply on this topic, I doubt that OP was using AI to write this long post, and later he denied it. However, OP was doing copy-paste, which is called plagiarism, and it's forbidden in the forum. User light_warrior caught him doing it multiple times, and he reported it Report plagiarism (copy/paste) here. Mods: please give temp or permban as needed. The result is OP is permanently banned from this forum.

So, You can continue the discussion without having a response from the OP.
1526  Economy / Games and rounds / Re: [RAFFLE] Utopia - P2P Ecosystem | Free Bitcoin Raffle Weekly 💎 Round 22 on: July 30, 2023, 09:52:24 AM
@julerz12, slot 53 is already taken please choose new slot number and edit your post

The rules say "Editing of your post is not allowed. If the slot is already taken and you wanted to change the slot, you need to create another post".

No offense. Just a reminder in case you forgot  Smiley
1527  Local / Other languages/locations / ১২ বছর পরেও মানুষ বিটকয়েন ব্যাবহার জানে না on: July 30, 2023, 08:47:17 AM
জনগণের লোভের কোন লিমিট নেই এবং, যদিও উপরের উদাহরণগুলি কাউকে সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ ব্যাবহার না করানোর জন্য যথেষ্ঠ কনভিন্সসিভ, তবুও এটা হয়ে ওঠে না। মানুষ শুধুমাত্র সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ ব্যবহারের মতো ঘৃণ্য কাজে সীমাবদ্ধনা; তারা এটাকে অনেক ওপরে নিয়ে গেছে, এবং আর্থিক লেনদেনে ব্যাংকে সম্পৃক্ত করে আরও বিভৎস ভাবে বিটকয়েন ব্যবহার করেছে! মানে তারা সেইসব বিশ্বস্ত থার্ড পার্টিগুলো জড়িয়েছে যেগুলোকে সাতোশি সমীকরণ থেকে বের করে দিতে চেয়েছিল। বিটকয়েনকে এক্সচেঞ্জের সাথে এবং ব্যাংক এর সাথে একত্রিত করে, মানুষ যতটা সম্ভব নিজের ক্ষতি করার জন্য কঠোর লড়াই করছে।

উপরের মতই, এইগুলি পড়ার পরে, কেউ কেউ জিজ্ঞাসা করতে পারে: "ব্যাংক ব্যবহার করলে সমস্যা কী? তারা আমার টাকা রাখে এবং আমার হাতে টাকা আছে এবং আমি তা দিয়ে যা খুশি করতে পারি!”।

আবারো, শেষ কথাটি একটি বিরাট মিথ্যা।

প্রথমত, ব্যাংক আপনার টাকা রাখে না, তারা আরও বেশি টাকা পাওয়ার জন্য সেটাকে ব্যবহার করে। তাদের রিজার্ভের মধ্যে একটি ফ্রাকশন রাখা উচিত কিন্তু, অনেক সময়, তারা সেই ফ্রাকশনটিও রাখে না। এই ব্যাপারটা সাতোশি খেয়াল করেছিল এবং সম্ভবত এটাও অন্য একটি কারণ যা তাকে বিটকয়েন তৈরি করতে বদ্ধপরিকর করেছিল।

Quote
কেন্দ্রীয় ব্যাংক কে অবশ্যই বিশ্বস্ত হতে হবে যাতে মুদ্রার অবমূল্যায়ন না হয়, তবে ফিয়াট মুদ্রার ইতিহাস সেই বিশ্বাস নষ্ট করায় পরিপূর্ণ।  আমাদের টাকা রাখার জন্য এবং ইলেকট্রনিকভাবে তা স্থানান্তর করার জন্য ব্যাংকগুলিকে বিশ্বস্ত হতে হবে, কিন্তু তারা তা রিজার্ভের সামান্য অংশের সাথে ক্রেডিট বাবল ওয়েভ করে লোন দেয়।  আমাদের প্রাইভেসি দিয়ে তাদেরকে বিশ্বাস করতে হবে, তাদেরকে বিশ্বাস করতে হবে যে আইডেন্টিটি চোরেরা আমাদের একাউন্ট থেকে টাকা সরিয়ে ফেলবে না।

দ্বিতীয়ত, ব্যাংক গ্রাহকদের তাদের ইচ্ছামতো টাকা ব্যবহার করতে দেয় না। যদি গ্রাহকরা খুব বেশি পরিমাণে ডিপোজিট করে (আগের লেনদেনের তুলনায়), ব্যাংক অ্যাকাউন্ট গুলি ফ্রিজ করে দিতে পারে, গ্রাহকদের সেই সমস্ত টাকা কোথা থেকে এসেছে তা প্রমান দিতে বাধ্য করে৷ গ্রাহকরা খুব বড় লেনদেন গ্রহণ করলে একই ঘঠনা ঘটে। যারা বিশ্বাস করে যে তারা তাদের টাকা তাদের ইচ্ছামতো ব্যবহার করতে পারে তারা আসলে ভুল। সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের মতোই, গ্রাহকরা একবার তাদের টাকা ব্যাংকে জমা দিলে, তারাও ব্যাংককে টাকার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিয়ে দেয়।

তৃতীয়ত, ব্যাংক তাদের গ্রাহককে অথরিটির কাছে ধরিয়ে দিতে পারে। এবং আবার: যদি ব্যাংকের চোখে কোনও লেনদেন সন্দেহজনক বলে মনে হয়, সাধারণত একটি বড় অঙ্কের লেনদেন হয়, তবে ব্যাংক শুধু অ্যাকাউন্টটি ফ্রিজ করে না, বরং অথরিটিকেও জানায়। এবং, এই ক্ষেত্রে, গ্রাহক আরও খারাপ কিছুর মুখোমুখি হবে, অথরিটির সামনে তার টাকার উৎসের প্রমান দিতে বাধ্য হচ্ছে!

অবশ্যই, যদি ব্যক্তি টাকার মূল উৎস্য প্রমান করতে না পারে তবে টাকা বাজেয়াপ্ত হয়ে যায়। ব্যাংকগুলো সরকারের লম্বা হাতের মতো কাজ করে এবং তারা গ্রাহকদের ব্যাপারে চিন্তা করে না; তারা শুধুমাত্র তাদের নিজস্ব সম্পদ বৃদ্ধির বিষয়ে চিন্তা করে, একই সাথে সরকারের সাথে ভাল সম্পর্ক রাখে।

চতুর্থত, ব্যাংকগুলো গ্রাহকদের ইনিশিয়েট করা লেনদেনগুলিকে ডিনাই করতে পারে, যেমন তাদের খুশি, বা শর্তাবলীর উপর ভিত্তি করে, যা গ্রাহকের স্বাক্ষরকরা একটা চুক্তিপত্রে উল্লেখ্ ছিলো, কিন্তু সাধারণত ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় কেউ সেই এক ডজন পৃষ্ঠা পড়ে না। এবং, যেহেতু বেশিরভাগ ব্যাংক ক্রিপ্টোর সাথে সহায়ক নয়, ক্রিপ্টো ব্যবহারকারীরা খুব সহজেই এক্সপোজ হয়ে যায়।

পঞ্চমত, কিছু ব্যক্তি কিছু আর্থিক প্রতিষ্ঠানের সার্ভিস ব্যাবহার করে যেমন Revolut, এটা ভেবে যে তারা ক্রিপ্টোর মালিক। বাস্তবে, তারা ১টিও সাতোশিরও মালিক নয়! কারণ Revolut ক্রিপ্টো অধিকারভোগ এলাউ করে না, কিন্তু CFD এলাউ করে। তারা আপনার কাছে ইলিউশন সেল করে যে আপনি ক্রিপ্টোর মালিক, কিন্তু আপনি নন। eToro এর ক্ষেত্রেও একই।

ষষ্ঠত, সেন্ট্রালাইজ্ড এক্সচেঞ্জের মতো, ব্যাংক এর গ্রাহকরা সম্ভাব্য সকল উপায়ে টাকা খরচ করবে: তারা অ্যাকাউন্ট খোলার জন্য, টাকা জমা করার জন্য, টাকা উত্তোলনের জন্য, টাকা ট্রান্সপার করার জন্য, অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য, একাউন্ট এডমিনিষ্ট্রেশনের জন্য ফিস প্রদান করবে। অ্যাকাউন্ট, ক্রেডিট/ডেবিট কার্ড ইস্যু করার জন্য ইত্যাদির জন্যও টাকা খরচ করবে।

সপ্তম, ব্যাংকগুলোও দেউলিয়া হতে পারে, তারা কেলেঙ্কারী করে বেরিয়ে যেতে পারে এবং তারা গ্রাহকদের ব্যক্তিগত তথ্য হারিয়ে ফেলতে পারে। অবশ্যই এই ঘটনাগুলি ক্রিপ্টো এক্সচেঞ্জের ক্ষেত্রে প্রায়শই হয় না, তবে এই ধরনের ঘটনা ঘটতেও পারে। এগুলো অতীতেও ঘটেছে এবং ভবিষ্যতেও ঘটতে থাকবে।

এবং, আমি এখন অব্দি যা যা বলেছি তা নিয়ে আপনার সন্দেহ থাকলে, নীচের স্ক্রিনশটটি প্রমাণ করে যে রোমানিয়ার সবচেয়ে বড় ব্যাঙ্ক তার গ্রাহকদের সাথে কি আচরণ করে:

ছবির সোর্স: ফেইসবুক

বাংলায় অনুবাদিত, এটার অর্থ নিম্নরুপ:

Quote
ব্যাংকের গ্রাহকদের সাথে ব্যাংকের যে ব্যবসায়িক সম্পর্ক, ব্যাঙ্ককে মানি লন্ডারিং প্রতিরোধ ও মোকাবিলা, সন্ত্রাসে অর্থায়ন এবং সমগ্র গ্রাহকদের পোর্টফোলিও জন্য সাধারণ ব্যবসায়িক শর্তাবলী (GBC) অনুসরণ করার উদ্দেশ্যে তাদের গ্রাহকদের জানা সম্পর্কিত আইনগুলি অনুসরণ করতে বাধ্য করা হচ্ছে।

জিবিসি-এর মতে, ন্যাশনাল ব্যাঙ্ক অফ রোমানিয়ার রেগুলেশন 2/2019 এবং আইন 129/2019 অনুসারে, ব্যাংক যে সমস্ত ডকুমেন্ট দেয়ার অনুরোধ করবে, তা প্রদান করা গ্রাহকের দ্বায়িত্য, যেগুলি রেকর্ডকৃত লেনদেন এর প্রকৃতি এবং কারন যাচাইকরা এবং ক্লারিফাই করা প্রয়োজন। এই নথির মাধ্যমে, আমরা আপনাকে জানাচ্ছি যে, আপনার অ্যাকাউন্ট থেকে হওয়া লেনদেনগুলি বিশ্লেষণ করার পরে, আমরা এই লেনদেনের টাইপোলজি ব্রেক আর্ট নির্ধারণ করেছি। GBC এর 23.1 অনুযায়ী, যা নিম্নোক্ত বলা হয়: "ব্যাংক সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করলে বা ব্যাংকিং কার্যক্রমে জড়িত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে জোরপূর্বক কিছু অনুরোধ করলে, ব্যাংক এই অধিকার সংরক্ষণ করে যে জুয়া খেলা, পর্নোগ্রাফির মতো সারভিস, (ভিডিওচ্যাট বা একইরকম সারভিসগুলি সহ), অস্ত্র/গোলাবারুদ আনা আইন এ বর্ণিত শর্তগুলি না মেনে লেনদেন, ক্রিপ্টোকারেন্সি রিলেটেড লেনদেন এর সাথে যুক্ত লেনদেন এলাউ না করার অধিকার রাখে৷



নিচে আপনি উপরোক্ত ব্যাংকের একজন গ্রাহকের রিএকশন পড়তে পারেন। আপনি হয়তো হাসতে পারেন, তবে সিচুয়েশনটা গুরুত্ব সহকারে দেখা উচিত:

ছবির সোর্স: ফেইসবুক

বাংলায় অনুবাদিত, এটার অর্থ নিম্নরুপ:

Quote
বিষয়: আমি আমার নিজের টাকা দিয়ে কি করছি তা ব্যাখ্যার [...] স্বাক্ষরিত যুক্তি

আমি [...] ব্যাংক এর একজন গ্রাহক হওয়ার কারণে, আমি এই নথিতে স্বাক্ষর করছি যা ব্যাংক বাধ্য করেছে, যা কিছু ইন্টারনাল রেগুলেশনকে আমনত্রন করে যা আমার বিরুদ্ধে নয়, যেনো আমি আমার নিজের টাকা দিয়ে যা করছি, তা ব্যাঙ্কের সামনে টাকার উৎসের প্রমাণ করতে আমাকে বাধ্য করার জন্য।
এটি গ্রীষ্মকাল এবং ছুটির সময়কাল, এটি একটি পোস্ট-কোয়ারান্টাইন পিরিয়ডও বিবেচনা করা যায়, যে সময়ে আমি খুব মজা করতে চাই। মজা করার জন্য, আমি হল্যান্ডে যাবো, যেখানে পতিতাবৃত্তি বৈধ, কিছু বেশ্যাকে ফু*ক করার জন্য। সম্ভবত, হল্যান্ডে যাওয়ার পথে, আমি অস্ট্রিয়া এবং জার্মানিতে একই কাজ করব।
তারপরে, হল্যান্ডে থাকাকালীন, যেখানে ড্রাগ বৈধ, আমি কিছু গাঁজা এবং সিদ্ধি ধূমপান করতে চাই, তবে আমি কিছু শুমও ট্রাই করব।
আমি শুনেছি হল্যান্ডে তাদের কিছু ভালো মারিজুয়ানা কেক আছে, এবং আমি আপনাকে সেগুলি ট্রাই করার পরামর্শও দিচ্ছি, হয়তো ঘুম থেকে উঠে মানুষকে জোর করে, স্টুপিড প্রসেস এর ভিত্তিতে, মানুষ নিজের টাকা দিয়ে কি করছে তা জানার জন্য ‍স্টুপিড কিছু কাগজে স্বাক্ষর করানো বন্ধ করুন
অবশ্যই, যদি আমার কাছে টয়লেট পেপার না থাকে, আমার কাছে এত টাকা আছে, তাহলে হয়তো শিখ করে আমি কয়েকশ ইউরো দিয়ে পাছা মুছবো যেমন ধনী ব্যক্তিরা করেন।
বাকি টাকাটা রাখবো আমার বন্ধুদের ধার দেওয়ার জন্য এবং আজাইড়া খরচ করার জন্য, যেটার জন্য আমি পরে আফসোস করব।





উপরে উল্লেখিত সবকিছুই আপনাকে সেন্ট্রালাইজ্ড এক্সচেঞ্জ এবং ব্যাংক গুলির সাথে একসাথে বিটকয়েন ব্যবহার করার বিষয়ে গুরুত্ব সহকারে ভাবতে বাধ্য করবে৷ সাবধান! আপনি শুধু নিজের ক্ষতি করবেন এবং হয়তো আপনি অপূরণীয় কুসংস্কারকে উস্কে দেবেন। আমাকে কি এমটি. গক্স এক্সচেন্জ সম্পর্কেও বলতে হবে যারা ৮৫০,০০০ বিটকয়েন খুইয়েছে Huh আমার কি ডজন (শতশত?) হ্যাকড হওয়া এক্সচেঞ্জের কথা উল্লেখ করা উচিত এবং লক্ষ লক্ষ গ্রাহকের কথা বলা উচিত যারা তাদের টাকা খুইয়েছে? আমি কি হাজার হাজার কেস উল্লেখ করব যেখানে ব্যাংক তার গ্রাহকদের অ্যাকাউন্ট জব্দ করেছে? হ্যাকাররা তাদের ব্যক্তিগত তথ্য পাওয়ার পর কতজনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, কতজনকে ব্ল্যাকমেইল করা হয়েছে, কতজনের সাথে চাঁদাবাজি করেছিলো, কতজনকে হ্যাকাররা মুক্তিপণ দিতে বাধ্য করেছে তা কি আমি উল্লেখ করব?

আপনি কি এভাবে বাচতে চান? যদি না হয়, তাহলে সেন্ট্রালাইজ্ড এক্সচেঞ্জ এবং ব্যাংক এর সাথে একসাথে বিটকয়েন ব্যবহার বন্ধ করুন! ক্রিপ্টো ক্যাশ-ইন/ক্যাশ-আউট এটিএম ব্যবহার করুন, যা আপনাকে এনোনিমিটি অফার করে। ডিসেন্ট্রালাইজ্ড এক্সচেঞ্জ ব্যবহার করুন, যারা গ্রাহকদের টাকার একটি পয়সাও ধরে না এবং শুধুমাত্র ইউজারদের একে অপরের সাথে কানেক্ট করার জন্য কাজ করে। পিয়ার-টু-পিয়ার ট্রান্সফার ব্যবহার করুন। এমন ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করুন যেখানে এননিমাস এক্সচেঞ্জ এমবেড করা আছে, যা আপনাকে এক ক্রিপ্টো থেকে অন্য ক্রিপ্টোকে এক্সচেন্জ করতে দেয়। আপনার পরিচয় গোপন রাখার জন্য এবং আর্থিক গোপনীয়তা রক্ষা করার জন্য যেকোনো পদ্ধতি ব্যবহার করুন। এটা আপনার নিজের ভালোর জন্যই।



এই রচনাটি আমার শিক্ষামূলক আর্টিকেলের একটি অংশ। আমি আপনাদের সকলকে নিম্নলিখিত রচনাগুলি পড়ার পরামর্শ দিচ্ছি:

- বিটকয়েন: সাইফারপাঙ্কসদের স্বপ্ন
- Governs are coming for traders!
- Cryptocurrency vs digital money issued by the state
- The Crypto Anarchist Manifesto - We all should read it
- শাসকরা যুগ যুগ ধরে তথ্য ও স্বাধীনতায় জনসাধ
- Phil Zimmermann's thoughts about PGP - We all should read them
- When the govern wants to hold your private keys
- The call for Julian Assange || The WikiLeaks Manifesto - We all should read it

1528  Local / Other languages/locations / ১২ বছর পরেও মানুষ বিটকয়েন ব্যাবহার জানে না on: July 30, 2023, 08:46:55 AM
লেখক: GazetaBitcoin
মেইন টপিক: 12 years later and people still don't know to use Bitcoin nor what it's good for




বিটকয়েন চালু হওয়ার ১২ বছর পার হয়ে গেছে। এখনও, বেশিরভাগ লোকের কোন ধারণা নেই যে এটা কীভাবে ব্যবহার করা উচিত, বা বিটকয়েন কেনো ভাল। ইউজারদের অধিকাংশই এর ন্যাচার গুলিয়ে ফেলে, বিটকয়েনকে ব্যাংক এবং সেন্ট্রালাইজ্ড এক্সচেঞ্জের সাথে ব্যবহার করে, এর স্বাধীনতাবাদী এবং ক্রিপ্টো-নৈরাজ্যমূলক ভিত্তি সম্পর্কে কোন ধারনা নেই। এটা না বুঝেই যে বিটকয়েন এখানে তাদেরকে ব্যাংক এবং সরকার থেকে অধীনতা এড়াতে সাহায্য করছে, মানুষ নিজেদের দাসত্ব করার জন্য সবকিছুই করছে, ধনীদের জন্য একটি সহজ কাজ যার জন্য তারা হাজার হাজার বছর ধরে নিপীড়ন করে আসছে।

১২ বছর আগে সাতশী মাবনতার কাছে অতি মূল্যবান একটা টুল নিয়ে আসে, যেটা তাদের মুক্ত করেছিলো। চলুন দেখা যাক কিভাবে তিনি তার আবিস্কার বর্ণনা করেছেন:

Quote
ইলেকট্রনিক ক্যাশের পিউর পিয়ার-টু-পিয়ার ভার্শন যা দিয়ে কোনো ফিনান্সিয়াল প্রতিষ্ঠানের মাধ্যমে না গিয়ে সরাসরি একজনের কাছ থেকে অন্যজনের কাছে অনলাইন পেমেন্ট পাঠানো যাবে



ইন্টারনেটে ব্যাবসায় ইলেকট্রনিক পেমেন্ট প্রক্রিয়া করার জন্য বিশ্বস্ত থার্ড পার্টি হিসাবে কাজ করে এমন আর্থিক প্রতিষ্ঠানগুলির উপর প্রায় একচেটিয়াভাবে নির্ভর করে।  যদিও সিস্টেমটি বেশিরভাগ লেনদেনের জন্য যথেষ্ট ভাল কাজ করে, এটা এখনও বিশ্বাস-ভিত্তিক মডেলের অন্তর্নিহিত দুর্বলতাতে ভুগছে।
সম্পূর্ণভাবে নন-রিভারসিবল লেনদেন আসলে সম্ভব নয়, যেহেতু আর্থিক প্রতিষ্ঠানগুলি মধ্যস্থতাকারী ডিসপুট এভোয়েড করতে পারে না।  মধ্যস্থতার খরচ লেনদেনের খরচ বাড়ায়, ন্যূনতম লেনদেনের আকারকে লিমিট করে এবং ছোট ক্যাজুয়াল লেনদেনের সম্ভাবনা কমিয়ে দেয়, এবং নন-রিভারসিবল সারভিসের জন্য নন-রিভারসিবল পেমেন্ট করার এবিলিটির ক্ষেত্রে একটি অনেক খরচ আছে।  রিভারসাল সম্ভাবনার সাথে, বিশ্বাসের প্রয়োজন ছড়িয়ে পড়ে।

[...]

যা প্রয়োজন তা হল বিশ্বাসের পরিবর্তে ক্রিপ্টোগ্রাফিক প্রুফ এর উপর ভিত্তি করে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, যে কোনো দুই ইচ্ছুক পক্ষকে কোনো বিশ্বস্ত তৃতীয় পক্ষের প্রয়োজন ছাড়াই একে অপরের সাথে সরাসরি লেনদেন করা যায়।  যে লেনদেনগুলি কম্পিউটেশনালি রিভার্স করা অসম্ভব যা বিক্রেতাদের প্রতারণা থেকে রক্ষা করবে৷ [...]

তিনি এমন একটি পদ্ধতির প্রস্তাব করেছেন যার মাধ্যমে লোকজন সরাসরি লেনদেন করতে পারবে, পিয়ার-টু-পিয়ার, কোনো থার্ড পার্টি কে এড়িয়ে, সেটা যাই হোক না কেন - সরকার, ব্যাংক অথবা অন্যান্য মধ্যস্থতাকারী।

সাতোশি বিটকয়েন আবিস্কার করেছিলেন এবং এটি বিনামূল্যে দিয়েছিলেন মানুষের আর্থিক স্বাধীনতা পেতে সাহায্য করার জন্য, কিন্তু মানুষ, বিনিময়ে, সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ বানিয়েছে, নিজেদেরকে দুঃখী দাস হিসেবে থাকতে "সহায়তা" করেছে। এটা এমন একটি জিনিস যা আমাকে অন্যান্য স্মরণীয় বৈজ্ঞানিক আবিষ্কারের কথা মনে করিয়ে দেয়, যা মানুষকে সাহায্য করার জন্য ছিল, কিন্তু অবিলম্বে তা আবিস্কারের পরে অন্যরা উপস্থিত হয়েছিল এবং তাদের অস্ত্র তৈরি করেছিল। দৃশ্যত, যদি মানুসের ক্ষতি করার জন্য কেউ না থাকে, তবে মানুষ নিজেরাই নিজেদের ক্ষতি করার জন্য বেছে নেয়।



এগুলো পড়ার পর অনেকেই প্রশ্ন করতে পারেন: “সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ ব্যবহার করলে সমস্যা কি? তারা আমার টাকা রাখে এবং আমার হাতে টাকা আছে এবং আমি তা দিয়ে যা খুশি করতে পারি!”।

শেষ কথাটি একটি বিরাট মিথ্যা। এটি একটি বিপরীতালঙ্কার, যার অর্থ এমন অভিব্যাক্তি যা নিজেকেই অস্বীকার করে। এটা “আমি স্বাস্থ্যকর ভাবে ধুমপান করছি” বলার মতো।

মানুষের লোভের কখনোই কোনো সীমা ছিল না। বিটকয়েন তাদেরকে স্বাধীন করার জন্য এসছিল, কিন্তু তারা শুধু বুঝতে পেরেছে যে বিটকয়েন তাদের ধনী বানাতে এসছে। লোভ মানুষকে সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ করতে বাধ্য করে। বিটকয়েন ব্যবহার করার পরিবর্তে, পিয়ার-টু-পিয়ার লেনদেন যা ট্রেডিশনাল মানিকে রেন্ডার করবে এবং সরকারের শাসন কে অপ্রাসংগিক বানিয়ে দেবে, মানুষ এমন ঘৃন্য ভাবে এমন কিছুকে সেন্ট্রালাইজ্ড করতে চাইছে যেটা জন্ম থেকেই ডিসেন্ট্রালাইজ্ড।

কেউ কেউ অন্যদের চেয়ে স্মার্ট ছিল, কিন্তু লোভীও ছিল, এবং তারাও তাদের জ্ঞান এবং অন্যদের লোভের সদ্ব্যবহার করেছে এই সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ তৈরি করার জন্য, যেখানে মানুষ তাদের টাকা ডিপোজিট করার জন্য তাড়াহুড়ো করে - যেহেতু টাকা জমা হয়েছে, সেগুলো এক্সচেন্জ এর টাকা হয়ে গেছে। মানুষ ধনী হওয়ার আশা করে, না বুঝেই যে তারা সব রাস্তা হারাচ্ছে। পরিস্থিতি নাটকীয়, কারণ তারা শুধু টাকাই হারায় না, বরং আরও অনেক কিছু...

টাকার চেয়ে বেশি আর কি হতে পারে? তারা তাদের ব্যক্তিগত তথ্য হারাচ্ছে - যে উপহার তারা জন্মের সময় পেয়েছিল তা শুধুমাত্র ব্যক্তিগত ছিল যতক্ষণ না সে আর ব্যক্তিগত রাখতে চায় না। এবং একবার ব্যক্তিগত তথ্য প্রকাশ হয়ে গেলে, এটা আর কখনও ব্যক্তিগত হবে না। কয়জন নিজেকে জিজ্ঞাসা করেছে যে "ব্যক্তিগত মানে কি?"। লোভ তাদের অন্ধ করে দিয়েছে, প্রফিট করার এবং রাতারাতি ধনী হওয়ার আশায়, মানুষ আনন্দের সাথে সেন্ট্রালাইজ্ড এক্সচেঞ্জের দিকে ছুটে যাচ্ছে, অ্যাকাউন্ট খোলার জন্য কোনো দিকেই খেয়াল করছে না। মানে তারা এক্সচেঞ্জে তাদের সমস্ত ব্যক্তিগত ডেটা অফার করেছে। কিছু এক্সচেঞ্জ সেই অ্যাকাউন্ট খোলার জন্য বিনামূল্যে কিছু ৫-১০-২০$ পরিমাণ অফার করে। আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন এক্সচেঞ্জগুলি এই টাকা বিনামূল্যে দেয়? আপনি কি নিজেকে বলছেন যে "আমাকে একজন ক্লায়েন্ট হিসাবে পেয়ে এক্সচেঞ্জগুলি সম্মানিত, সে কারণেই"? সত্যি না। এই টাকা এক্সচেঞ্জের জন্য কিছুই না, কারণ তারা ক্লায়েন্টদের কাছ থেকে আরও বেশি টাকা প্রফিট করবে। কথায় আছে যে যখন কিছু বিনামূল্যে হয়, সেখানে আপনিই পন্য, যেমন ফেসবুক। এক্সচেঞ্জের ক্ষেত্রে, পরিস্থিতি সবচেয়ে খারাপ: যদি আপনাকে একজন ইউজার হওয়ার জন্য টাকা দেয়া হয়, তাহলে আপনার সাথে ঘটতে পারে এমন সবচেয়ে খারাপ জিনিসটা ভাবেন!

সবচেয়ে খারাপ কি ঘটতে পারে?

প্রথমত, এক্সচেন্জ কখনোই লস করে না। হাউস সবসময় জিতে। এবং কাষ্টমার রা সবসময় লস করে। BTC এর দাম বাড়লে ইউজাররা খুশি হয়, আশা করে তারা কিছু লাভ করবে। ইউজার রা কষ্ট পায় যখন BTC ক্রাশ করে, কারণ তারাও লস করে। অনেকে তাদের বিটকয়েন বিক্রি করে যদিও তারা জানে যে তারা লস করছে, কিন্তু তারা আরও বেশি লস না করার উদ্দেশে বিক্রি করে। তারা বুঝতে পারে না যে যতক্ষণ তারা তাদের বিটকয়েন বিক্রি করছে না, ততক্ষণ তারা কিছুই লস করছে না। কিন্তু এক্সচেন্জ কি করছে? তারা লাভ করে যখন বিটকয়েন বেড়ে যায়, কারণ তারা ইউজারদের কাছ থেকে ফি ইনকাম করে। বিটকয়েনের দাম কমে গেলেও তারা লাভ করে, কারণ তারা তখন ফি পাচ্ছে। ইউজার রা যখন এক্সচেঞ্জ থেকে তাদের টাকা উত্তোলন করে, তখন তারা আরও টাকা লস করে। এখানে আমি নেটওয়ার্ক ফি সম্পর্কে কথা বলছি না, বরং এক্সচেন্জ এর ফি। অন্য কথায়, মানুষ ক্রমাগত এক্সচেন্জ এর সুবিধা এবং তাদের নিজেদের দারিদ্র্যের জন্য নিজেরাই অবদান রাখছে। এছাড়াও, আপনারা কয়জন খেয়াল করেছেন যে, কয়েনবেস বা বিনান্সের মতো বড় বড় এক্সচেঞ্জগুলি সবসময় "টেকনিক্যাল সমস্যার" সম্মুখীন হয়, যখন বিটকয়েনের দাম বেড়ে যায় বা ক্র্যাশ করে ঠিক সেই মুহূর্তে তাদের প্ল্যাটফর্মগুলি বন্ধ করে দেয়? এটা কি এমন কাকতালীয় হতে পারে যে প্রতিবার মারকেট এ ক্র্যাশ বা বা আপ হলে, একটি টেকনিক্যাল সমস্যা শুধুমাত্র এক্সচেঞ্জগুলিকে বন্ধ করে দেয় যতক্ষণ না বিটকয়েনের দাম আগের যায়গায় ফিরে আসে? এক্সচেঞ্জের মুখপাত্রদের দেওয়া ব্যাখ্যা দুঃখজনক এবং হাস্যকর। এটা স্পষ্ট যে, যেহেতু এই নোংরা কাজ গুলি বছরের পর বছর ধরে করা হচ্ছে, এক্সচেঞ্জগুলি এইসব মুহুর্তে বন্ধ হয়ে যায়, এইভাবে বিটকয়েন খুব বেশি বেড়ে গেলেও মানুষ লাভবান হবে না এবং দাম কমে গেলেও বিটকয়েন কেনার জন্য নানন সিমাবদ্ধতা তৈরী করে।

দ্বিতীয়ত, আমি উপরে বলেছিলাম যে, মানুষ ইচ্ছা করে কেওয়াইসি নামক একটি অত্যন্ত বিপজ্জনক প্রক্রিয়ার মাধ্যমে তাদের ব্যক্তিগত তথ্য হারাচ্ছে। এক্সচেঞ্জগুলি তাদের গ্রাহকদের বা তাদের ব্যক্তিগত তথ্য সম্পর্কে চিন্তা করে না। তারা শুধু আরও বেশি টাকা ইনকাম করতে চায়। এগুলি হ্যাকারদের মাধ্যমে হ্যাক হয়ে যেতে পারে যারা টাকা চুরির পাশাপাশি ইউজারদের ব্যক্তিগত তথ্যও চুরি করে, এটা একটা অত্যন্ত মূল্যবান সম্পদ, যা আরও বেশি টাকায় পরিণত হতে পারে, বিশেষ করে যখন এটা ডার্ক নেট-এ বিক্রি করা হয়। একটি CNBC এর একটা আর্টিকেলে বলা হয়েছে হ্যাকাররা কীভাবে ব্যক্তিগত তথ্য ১ ডলার প্রতি পিস বিক্রি করে (ইউজারদের প্রকৃত ঠিকানা, তাদের ক্রেডিট/ডেবিট কার্ড, তাদের আইডির কপি ইত্যাদি তথ্য এর মধ্যে রয়েছে।): হ্যাকাররা আপনার ডেটা বিক্রি করছে 'ডার্ক ওয়েব'... মাত্র ১ ডলারে। ফোরাম এ একটি কুখ্যাত সিমিলার কেস হলো রোমানিয়ান bekli23 কেস, যিনি আসলে পুরানো BTC ওয়ালেটগুলি ডিক্রিপ্ট করার ভান করে ইউজারদেরকে তাদের আইডি এবং অন্যান্য বিল হাতে রেখে তাদের সাথে ছবি পাঠাতে বলেছিলেন। মূলত, তিনি কোনও ওয়ালেট ডিক্রিপ্ট করেননি। কিন্তু তিনি ব্যক্তিগত তথ্য কালেক্ট করার চেষ্টা করেছিলেন, সম্ভবত, ডার্ক নেট-এ বিক্রি করার জন্য, হাস্যকর মূল্যে ১ ডলার প্রতি পিস!

কিছু ক্ষেত্রে, এক্সচেঞ্জগুলো ইউজারদের ব্যক্তিগত তথ্য বিক্রি করে! এবং আমি ছোট, কুখ্যাত এক্সচেন্জ এর কথা বলছি না, বরং বড়গুলোর কথা বলছি। কয়েনবেস সবচেয়ে বড় এক্সচেঞ্জগুলির মধ্যে একটি এবং তবুও তারা ইউজারদের ব্যক্তিগত ডেটা বিক্রি করে ধরা পড়েছিল! ২০১৯ সালের একটা আর্টিকেল এ, Coinbase স্বীকার করে যে তাদের প্রাক্তন ডেটা সরবরাহকারীরা গ্রাহকদের ডেটা বিক্রি করেছে। ক্রিস্টিন স্যান্ডলার, এক্সচেঞ্জের একজন নির্বাহী বর্ণনা করে, স্বীকার করেছেন যে কীভাবে কোম্পানি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিক্রি করেছে৷ এই উদাহরণ থাকার পরেও, আপনি কি মনে করেন যে অন্যান্য এক্সচেঞ্জ একই জিনিস করছে না? তারা এখনো ধরা পড়েনি বলে?

তৃতীয়ত, এক্সচেঞ্জ গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সরাসরি অথরিটির কাছে অফার করে। আপনি কি আশা করছিলেন যে সরকার আপনার এবং আপনার আর্থিক অবস্থা সম্পর্কে জানবে না - অন্তত আপনার ক্রিপ্টো লেনদেন (এটি ভেবে যে তারা আপনার সমস্ত ফিয়াট মানির লেনদেন জানে)? সেন্ট্রারাইজ্ড এক্সচেন্জ ব্যবহার এটা নিশ্চিত যে সরকার আপনার উপর নজর রাখবে! আবার, কয়েনবেসের সাথে জড়িত একটি উদাহরণ: ফোর্বস এর একটি আর্টিকেল, কয়েনবেস গ্রাহকদেরকে জানিয়েছে যে তারা আদালতের আদেশকৃত ডেটা চালু করবে, বর্ণনা করে যে কীভাবে এই এক্সচেন্জ গ্রাহকদের ব্যক্তিগত তথ্য IRS-কে দিয়েছে৷ মনে করবেন না এটা একটি মাত্র কেস ছিল। এই ধরনের প্র্যাকটিস সব এক্সচেন্জ করে, সকল দেশেই।

চতুর্থত, একটা সেন্ট্রালাইজ্ এক্সচেঞ্জ গ্রাহকদের প্রাইভেট কি অফার করে না, যার অর্থ ইউজারদের তাদের নিজস্ব টাকা নিয়ন্ত্রণ করার টুল গুলোতে অ্যাক্সেস নেই। ওয়ালেটের প্রাইভেট কি এক্সচেঞ্জের হাতে থাকে, এখানে ইউজাররা স্বীকার করে যে তারা যখন এক্সচেঞ্জে ডিপোজিট করে তখন তারা তাদের টাকার উপর মালিকানার অধিকার হারিয়ে ফেলে। এই পরিস্থিতি সম্পর্কে বিটকয়েন প্রচারক আন্দ্রেয়াস আন্তোনোপুলোস বলেন "নট ইউর কী, নট ইউর বিটকয়েন"। এটাকে আরও স্পষ্ট করার জন্য, কয়েনবেসের বিরুদ্ধে একটি মামলায় (এই এক্সচেন্জটা সবচেয়ে নেতিবাচক উদাহরণ বলে মনে হয়), অভিযুক্ত ব্যক্তি বিচারে হেরেছেন এবং বিচারক সিদ্ধান্ত দিয়েছেন নট ইউর কী, নট ইউর বিটকয়েন

পঞ্চমত, এক্সচেঞ্জ হ্যাকারদের দ্বারা হ্যাক হতে পারে (এবং আপনি টাকা হারাবেন)

ষষ্ঠত, এক্সচেঞ্জগুলি আপনার অ্যাকাউন্টগুলিকে ফ্রিজ করার জন্য আপত্তিজনকভাবে সিদ্ধান্ত নিতে পারে (এবং আপনি টাকা হারাবেন)

সপ্তম, এক্সচেঞ্জ স্ক্যাম করে পালাতে পারে (এবং আপনি টাকা হারাবেন)

এই কারণে আপনার সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ এড়িয়ে চলা উচিত। এই কারণেই বিটকয়েন এই ধরনের দানবদের সাথে একত্রে ব্যবহার করা উচিত না, যারা শুধু গ্রাহকদের পক্ষপাতিত্ব করে কাজ করছে! এইভাবে সেন্ট্রালাইজ্ড এক্সচেঞ্জের গ্রাহকরা তাদের টাকা হারাবে। তারা যা কিছুই করতে চায় না কেনো। এবং এভাবেই, টাকার পাশাপাশি, তারা তাদের ব্যক্তিগত তথ্যও হারাবে, খারাপ কেউ এগুলো চুরির ঝুকি নিচ্ছে, যা তাদের বিশাল ঝুঁকির মধ্যে ফেলে দেয়: ক্রিমিনালরা একবার কারও ব্যক্তিগত তথ্য পেয়ে গেলে, তারা তাকে ”ভিজিট” করতে পারে। তাকে ছিনতাই করতে পারে, তারা তার বাড়িতে ভাঙচুর করতে পারে, তারা তার মালামাল চুরি করতে পারে এমনকি তারা তার জীবনের হুমকিও দিতে পারে!


1529  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: July 29, 2023, 02:11:32 PM
Guys!  There just may be a way to stick around for the final Bitcoin halving...

https://www.businessinsider.nl/a-46000-year-old-worm-found-in-siberian-permafrost-was-brought-back-to-life-and-started-having-babies/

"A 46,000-year-old worm found in Siberian permafrost was brought back to life, and started having babies

 Scientists discovered a female microscopic roundworm
 that has been stuck deep in Siberian permafrost for
 46,000 years, the Washington Post reported. When
 they revived it, the worm started having babies via a
 process called parthenogenesis, which doesn't
 require a mate...
"

 I wouldn't recommend you immediately begin parthenogenesis when you're revived though...  check the bitcoin price first.


I prefer a working time machine or an Arabic genie who can fulfill my three wishes!
In both cases, I will travel to the early days of Bitcoin and mine as many Bitcoin as I can.
1530  Other / Off-topic / Re: Do we really need a lot of foods?? on: July 29, 2023, 02:01:25 PM
Astronaut just eat a pill containing multi-vitamins, and they also just drink the recycled water from wastes.

They do not have the luxury of sending a lot of freshly prepared foods from the earth to the moon everyday.

How much food do you think we need to live comfortably?

10 pounds a day of meats and cheese?

Do you even know how much those pills cost? Is it available in the market for sale?
People make money to eat and survive. If you don't make money, you won't be able to buy food. Food is essential for the human body to keep it powered. Or you may say vitamins that are available in foods. If we can eat vitamins and we can live without eating foods, then be it.

This is not like that. Those medicines cost huge, and you cannot afford them every day. That's why you eat food to keep yourself alive. Sometimes we eat food for good taste and treat ourselves. But, you cannot enjoy it with medicines.
1531  Economy / Trading Discussion / Re: Is copy trading a viable option for newcomers? on: July 29, 2023, 01:45:41 PM
Also, those traders in copytrading platforms mostly don't know what they're doing. Copying them just looks attractive because of their short-mid term gains. Wait till you see their long-term performance(most likely red, or subpar gains compared to just holding BTC).
Moreover, there are some dumb traders with a handful of cash who made some profit accidentally now showing in the leaderboard. They don't even know how they profited that much, and they don't even know what to do next. Imagine some beginner trader already following that trader because he is on the leaderboard.

Some pro traders may have a good amount to back up their position, which will help them not get liquidated. But when others copy them and their strategy, they might not have enough balance to cover the position. In this case, getting liquidated is very much possible.
1532  Other / Beginners & Help / Re: apps for bitcoin security? on: July 29, 2023, 01:32:56 PM
All you need is an ad-blocker and a pair of good eyes, in order to filter out all the bad results and malware from Google Search advertisements, because that's a common way for a person to lose their funds.

Sometimes I wonder why people need to visit random websites where they might see some ads and get attracted to them. Most of the ads are fake on the internet. I don't dare to try any new service until I see reliable feedback from many people. I assume OP is talking about his smartphone, where he might install some random apps that may steal data from the device.

In this case, an ad-blocker won't help him. He should ensure he is not installing any unnamed apps that may steal data from his devices. Even verified apps on Play Store/App Store can steal data from the device. A person should be careful when he permits some apps. If I install a Camera app, it may ask for storage and mic permission, but if it asks for location and contact list permission or something else, that's weird. If someone is good enough with how to operate his device and cares about security, they are good to go.
1533  Other / Beginners & Help / Re: I'm new here on Bitcointalk because Bitcointalk is important for Bitcoin on: July 29, 2023, 10:33:25 AM
I always get pretty skeptical when I see posts from new users that are pretty much just overly praising Bitcointalk as if it was some crypto's version of Jerusalem lol.

Welcome, I guess.

 Roll Eyes
Don't you get surprised when you see a newbie account registered a week ago and started writing about improving post quality and what mistakes they should not make in Bitcointalk? I guess I have seen this many times, yet I am not bored with it. I consider myself a newbie, and sometimes I feel like I write too much  Tongue

It's also true that someone might be a newbie in this forum, but still, they know many things about technology. I know some skillful coders and I invited them to Bitcointalk, but they said they don't have time for BitcoinTalk.
1534  Other / Archival / Re: How to manage bitcoin correctly? on: July 29, 2023, 10:14:30 AM
When BTC reached $69000. I didn't choose to sell it. but the current price of Bitcoin dropped to less than $30000. Is it the most reasonable choice to sell BTC now and turn your attention to other investments? I hope to get some good suggestions. Although I have held BTC for many years. I am not good at management.
Look, if you are out of money and you want to sell to get some cash, I cannot suggest what to do. You will make the right decision. But, If you plan to sell your Bitcoin right now to invest in something else, then don't make this mistake. I don't know what your buying price was, and I don't know if you are in profit or maybe you are in loss.

If you are planning to invest in something else, don't do it. Bitcoin is a better investment in itself. The halving event is a few months away, and maybe we are waiting for another bull run. We never know when it will be there. But, hold it two more years.
1535  Bitcoin / Bitcoin Discussion / Re: Bitcoin Talmud (or Order 2.625 Bible) on: July 29, 2023, 10:09:45 AM
Op, did you use AI to write this? I didn't even read what you wrote. But the content doesn't seem original. Different Ai content detectors detect your content as AI writes. I DON'T WANT TO BLAME YOU since I haven't seen you using AI before to write content. Only you know better if you have used any kind of tools to write this or not. If you did, you would get caught eventually and then boom!

If you did not use AI, thank you very much, and I am sorry to bother you. But, if you did. Take this as friendly advice and never use AI to write content to post in BitcoinTalk.
1536  Economy / Gambling discussion / Re: Test Cricket Prediction and Discussion Thread [self - mod] on: July 29, 2023, 09:35:28 AM


Australia and England each got all out in their first innings but one thing is that Australia batted till 103 overs in their first innings and they were all out for 295 all out. On the other hand, England were all out for 283 runs in just 54 overs. Australia faced the first innings in such a defensive mood that they scored 295 against England's double ball. But England should have faced a little defensive mood in the first innings but England did not do that at all.


WTH. I didn't notice it till now. It seems England played with ODI mode. However, I thought Australia might get all out under 250 runs. But, nice to see that they fought well and took a little lead after the first innings. All English bowlers were good in this match so far.

We discussed why ECB is still giving a chance to James Anderson while he is not performing well. Well, James Anderson played four matches in this series (Including this one) and got five wickets so far. This might not be impressive, but still, he deserves the chance to be in the squad. He has the experience and skill to come back. 
1537  Other / Beginners & Help / Re: The Impact of Bitcointalk forum in our lives on: July 29, 2023, 09:18:50 AM
These are the things I've got here;
 1. Learnings/Education
 2. Money
 3. Behavioral change

I got the same. The most important point is number one. I have learned many things from the forum. We may know about Bitcoin and other cryptocurrencies even before joining the forum. In my case, I knew about Bitcoin and altcoins. But I never knew what is the difference between Bitcoin and altcoins. Each time I replied something wrong, I got a reply explaining why Bitcoin and altcoins are not the same. This is the most important thing I learned from this forum.

Point two increased the activity of members. People may not post their thoughts and might think it's unnecessary to post. But why keep it secret when you can make pocket money by sharing your thoughts?

If you talk about Behavioral change, I don't know what change was in my behavior. But I have seen some weirdos in this forum who love attacking people.
1538  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: July 29, 2023, 08:49:17 AM
Not posted in a while just trucking away with dca and stacking. Was out in the world enjoying life and started to notice Btc in general life, from billboards, graffiti, bitcoin atms etc. I’m not sure if it was always there or not but what do we think about this type of engagement with Joe Public. I wonder has anyone found their way here from something like seeing a btc atm in their local area.

I’m having some serious internal debates on whether to over allocate into Btc this year, I had set some targets around totals with what I felt was balanced and am approaching these way sooner than I thought was possible. With WO’s who have over allocated before any learnings to help me with my own decisions?

Another one been wrestling with is continue to allocate same during a bull and new ath, or under allocate for that time. I see comments about oh know if you bought at the top it’s bad but wouldn’t all dca’rs have bought at the top?



Well lets pretend your investment stack of buckets is 20k

if you are under 50 and you are 18k not btc  2k btc

adding just BTC for the rest of the year could be a good idea.

The ratios of your investments could go from:

 10% btc 90 % not BTC
to
 20% BTC 80% not BTC

the younger you are the harder you could push BTC

Just remember investment money is more or less what you can afford to lose or hodl for a long time.

Thanks for the response! I set it at 5% and figured out I can increase it to about 13% without any impact this year. Next year can move it to 20%, so like 20% of my fun money goes to Btc, and 80% to other investments.

The bit I’m wondering too, is in the year it breaks the current ath should I reduce allocation for dca(don’t stop it)and put aside for buying on the way down or just keep going with current allocation.

One miner q for you do you hold much weight in price to mine 1btc that the big miners are sharing to the SEC each q. Is it realistic the price to mine is currently in that 20-30k range? I’m not sure if it’s a true correlation but the bottoms in cycles seem to be really close to the avg price to mine 1btc. I wonder is this a better way to understand true bottom Vs stating it’s some %drop range from ath’s

Its hard to answer that cost to mine a btc question. But I will try.

An established miner with gear paid off.
Lets say he has 400 s19 pros. All paid off.

400 x 110 = 44000 th
they burn 75kwatts each day for each one.

or 30000 kwatts a day for 400 .

110 x 7.2 cents = $7.92 a day for 1 unit
  75 x 5 cent power cost = $3.75 for 1 unit

4.17 profit a day right now today for 1 miner
400 x 4.17 = 1668 dollars a day for all 400 miners

So in 19 days boom a Btc. pure profit.

or 19 x 400 x 7.92 = $60192  worth of btc earned which is 2 coins
19 x 400 x 3.75 =  $28500 in power spent which is under 1 coin.

now what did I skip cost of the gear as My example is with paid off gear.
I also skipped labor for those 19 days.
I also skipped cooling for those 19 days.
I also skipped cost of your building

And I used 5 cent power to calculate power cost.

Gear is not a sunk cost as gear lasts 2-5 years must be churned and replaced.
Your building may be paid off and has at least 20 years life in it.

I am not a big miner I may have 100 units of gear.
All paid
one or two are always broken
Lots of labor.

But runups are glorious and mining becomes a lot of fun.

At the moment its a grind.

You need under 8 cents power cost to be in the black.
and 5 cents power cost to be doing well.

Also I am using no loan examples.

If you carry loans to get your gear you need 2-5 cent power to survive.



Very good...clearly shows that this is a cost of production aka electricity cost game right now and later on would require at least doubling of the price to maintain profitability even with 5c power. If no price doubling within the next 8-10 mo, then miners would be negatively affected.

My residential power is 12c now so I cannot mine even if wanted to....it is just not profitable.

So even if a miner is hardcore Bitcoiner, they won't be able to mine if power costs raises and no price increase. we have a couple of months before the halving event. We may see price hikes after the halving event. Before the event, miners still get 6.25 per block and profitability will remain the same as phill described. But, let's say the halving event split the block reward but the BTC price did not double, the profitability may split as well. The question is, how many miners will continue mining without profit? After all, everyone is looking for profit.
1539  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: July 28, 2023, 05:05:47 PM
Satoshi Nakamoto on Bitcoin    at $0.07, exactly 13 years ago.


 
source


Do not rely on those fake sources. It was not about the Bitcoin price.

It was on Scalability and transaction rate thread, and he was talking to bytemaster

Besides, 10 minutes is too long to verify that payment is good.  It needs to be as fast as swiping a credit card is today.
See the snack machine thread, I outline how a payment processor could verify payments well enough, actually really well (much lower fraud rate than credit cards), in something like 10 seconds or less.  If you don't believe me or don't get it, I don't have time to try to convince you, sorry.
1540  Other / Archival / ১২ বছর পরেও মানুষ বিটকয়েন ব্যাবহার জানে না on: July 28, 2023, 03:13:35 PM
জনগণের লোভের কোন লিমিট নেই এবং, যদিও উপরের উদাহরণগুলি কাউকে সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ ব্যাবহার না করানোর জন্য যথেষ্ঠ কনভিন্সসিভ, তবুও এটা হয়ে ওঠে না। মানুষ শুধুমাত্র সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ ব্যবহারের মতো ঘৃণ্য কাজে সীমাবদ্ধনা; তারা এটাকে অনেক ওপরে নিয়ে গেছে, এবং আর্থিক লেনদেনে ব্যাংকে সম্পৃক্ত করে আরও বিভৎস ভাবে বিটকয়েন ব্যবহার করেছে! মানে তারা সেইসব বিশ্বস্ত থার্ড পার্টিগুলো জড়িয়েছে যেগুলোকে সাতোশি সমীকরণ থেকে বের করে দিতে চেয়েছিল। বিটকয়েনকে এক্সচেঞ্জের সাথে এবং ব্যাংক এর সাথে একত্রিত করে, মানুষ যতটা সম্ভব নিজের ক্ষতি করার জন্য কঠোর লড়াই করছে।

উপরের মতই, এইগুলি পড়ার পরে, কেউ কেউ জিজ্ঞাসা করতে পারে: "ব্যাংক ব্যবহার করলে সমস্যা কী? তারা আমার টাকা রাখে এবং আমার হাতে টাকা আছে এবং আমি তা দিয়ে যা খুশি করতে পারি!”।

আবারো, শেষ কথাটি একটি বিরাট মিথ্যা।

প্রথমত, ব্যাংক আপনার টাকা রাখে না, তারা আরও বেশি টাকা পাওয়ার জন্য সেটাকে ব্যবহার করে। তাদের রিজার্ভের মধ্যে একটি ফ্রাকশন রাখা উচিত কিন্তু, অনেক সময়, তারা সেই ফ্রাকশনটিও রাখে না। এই ব্যাপারটা সাতোশি খেয়াল করেছিল এবং সম্ভবত এটাও অন্য একটি কারণ যা তাকে বিটকয়েন তৈরি করতে বদ্ধপরিকর করেছিল।

Quote
কেন্দ্রীয় ব্যাংক কে অবশ্যই বিশ্বস্ত হতে হবে যাতে মুদ্রার অবমূল্যায়ন না হয়, তবে ফিয়াট মুদ্রার ইতিহাস সেই বিশ্বাস নষ্ট করায় পরিপূর্ণ।  আমাদের টাকা রাখার জন্য এবং ইলেকট্রনিকভাবে তা স্থানান্তর করার জন্য ব্যাংকগুলিকে বিশ্বস্ত হতে হবে, কিন্তু তারা তা রিজার্ভের সামান্য অংশের সাথে ক্রেডিট বাবল ওয়েভ করে লোন দেয়।  আমাদের প্রাইভেসি দিয়ে তাদেরকে বিশ্বাস করতে হবে, তাদেরকে বিশ্বাস করতে হবে যে আইডেন্টিটি চোরেরা আমাদের একাউন্ট থেকে টাকা সরিয়ে ফেলবে না।

দ্বিতীয়ত, ব্যাংক গ্রাহকদের তাদের ইচ্ছামতো টাকা ব্যবহার করতে দেয় না। যদি গ্রাহকরা খুব বেশি পরিমাণে ডিপোজিট করে (আগের লেনদেনের তুলনায়), ব্যাংক অ্যাকাউন্ট গুলি ফ্রিজ করে দিতে পারে, গ্রাহকদের সেই সমস্ত টাকা কোথা থেকে এসেছে তা প্রমান দিতে বাধ্য করে৷ গ্রাহকরা খুব বড় লেনদেন গ্রহণ করলে একই ঘঠনা ঘটে। যারা বিশ্বাস করে যে তারা তাদের টাকা তাদের ইচ্ছামতো ব্যবহার করতে পারে তারা আসলে ভুল। সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের মতোই, গ্রাহকরা একবার তাদের টাকা ব্যাংকে জমা দিলে, তারাও ব্যাংককে টাকার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিয়ে দেয়।

তৃতীয়ত, ব্যাংক তাদের গ্রাহককে অথরিটির কাছে ধরিয়ে দিতে পারে। এবং আবার: যদি ব্যাংকের চোখে কোনও লেনদেন সন্দেহজনক বলে মনে হয়, সাধারণত একটি বড় অঙ্কের লেনদেন হয়, তবে ব্যাংক শুধু অ্যাকাউন্টটি ফ্রিজ করে না, বরং অথরিটিকেও জানায়। এবং, এই ক্ষেত্রে, গ্রাহক আরও খারাপ কিছুর মুখোমুখি হবে, অথরিটির সামনে তার টাকার উৎসের প্রমান দিতে বাধ্য হচ্ছে!

অবশ্যই, যদি ব্যক্তি টাকার মূল উৎস্য প্রমান করতে না পারে তবে টাকা বাজেয়াপ্ত হয়ে যায়। ব্যাংকগুলো সরকারের লম্বা হাতের মতো কাজ করে এবং তারা গ্রাহকদের ব্যাপারে চিন্তা করে না; তারা শুধুমাত্র তাদের নিজস্ব সম্পদ বৃদ্ধির বিষয়ে চিন্তা করে, একই সাথে সরকারের সাথে ভাল সম্পর্ক রাখে।

চতুর্থত, ব্যাংকগুলো গ্রাহকদের ইনিশিয়েট করা লেনদেনগুলিকে ডিনাই করতে পারে, যেমন তাদের খুশি, বা শর্তাবলীর উপর ভিত্তি করে, যা গ্রাহকের স্বাক্ষরকরা একটা চুক্তিপত্রে উল্লেখ্ ছিলো, কিন্তু সাধারণত ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় কেউ সেই এক ডজন পৃষ্ঠা পড়ে না। এবং, যেহেতু বেশিরভাগ ব্যাংক ক্রিপ্টোর সাথে সহায়ক নয়, ক্রিপ্টো ব্যবহারকারীরা খুব সহজেই এক্সপোজ হয়ে যায়।

পঞ্চমত, কিছু ব্যক্তি কিছু আর্থিক প্রতিষ্ঠানের সার্ভিস ব্যাবহার করে যেমন Revolut, এটা ভেবে যে তারা ক্রিপ্টোর মালিক। বাস্তবে, তারা ১টিও সাতোশিরও মালিক নয়! কারণ Revolut ক্রিপ্টো অধিকারভোগ এলাউ করে না, কিন্তু CFD এলাউ করে। তারা আপনার কাছে ইলিউশন সেল করে যে আপনি ক্রিপ্টোর মালিক, কিন্তু আপনি নন। eToro এর ক্ষেত্রেও একই।

ষষ্ঠত, সেন্ট্রালাইজ্ড এক্সচেঞ্জের মতো, ব্যাংক এর গ্রাহকরা সম্ভাব্য সকল উপায়ে টাকা খরচ করবে: তারা অ্যাকাউন্ট খোলার জন্য, টাকা জমা করার জন্য, টাকা উত্তোলনের জন্য, টাকা ট্রান্সপার করার জন্য, অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য, একাউন্ট এডমিনিষ্ট্রেশনের জন্য ফিস প্রদান করবে। অ্যাকাউন্ট, ক্রেডিট/ডেবিট কার্ড ইস্যু করার জন্য ইত্যাদির জন্যও টাকা খরচ করবে।

সপ্তম, ব্যাংকগুলোও দেউলিয়া হতে পারে, তারা কেলেঙ্কারী করে বেরিয়ে যেতে পারে এবং তারা গ্রাহকদের ব্যক্তিগত তথ্য হারিয়ে ফেলতে পারে। অবশ্যই এই ঘটনাগুলি ক্রিপ্টো এক্সচেঞ্জের ক্ষেত্রে প্রায়শই হয় না, তবে এই ধরনের ঘটনা ঘটতেও পারে। এগুলো অতীতেও ঘটেছে এবং ভবিষ্যতেও ঘটতে থাকবে।

এবং, আমি এখন অব্দি যা যা বলেছি তা নিয়ে আপনার সন্দেহ থাকলে, নীচের স্ক্রিনশটটি প্রমাণ করে যে রোমানিয়ার সবচেয়ে বড় ব্যাঙ্ক তার গ্রাহকদের সাথে কি আচরণ করে:

ছবির সোর্স: ফেইসবুক

বাংলায় অনুবাদিত, এটার অর্থ নিম্নরুপ:

Quote
ব্যাংকের গ্রাহকদের সাথে ব্যাংকের যে ব্যবসায়িক সম্পর্ক, ব্যাঙ্ককে মানি লন্ডারিং প্রতিরোধ ও মোকাবিলা, সন্ত্রাসে অর্থায়ন এবং সমগ্র গ্রাহকদের পোর্টফোলিও জন্য সাধারণ ব্যবসায়িক শর্তাবলী (GBC) অনুসরণ করার উদ্দেশ্যে তাদের গ্রাহকদের জানা সম্পর্কিত আইনগুলি অনুসরণ করতে বাধ্য করা হচ্ছে।

জিবিসি-এর মতে, ন্যাশনাল ব্যাঙ্ক অফ রোমানিয়ার রেগুলেশন 2/2019 এবং আইন 129/2019 অনুসারে, ব্যাংক যে সমস্ত ডকুমেন্ট দেয়ার অনুরোধ করবে, তা প্রদান করা গ্রাহকের দ্বায়িত্য, যেগুলি রেকর্ডকৃত লেনদেন এর প্রকৃতি এবং কারন যাচাইকরা এবং ক্লারিফাই করা প্রয়োজন। এই নথির মাধ্যমে, আমরা আপনাকে জানাচ্ছি যে, আপনার অ্যাকাউন্ট থেকে হওয়া লেনদেনগুলি বিশ্লেষণ করার পরে, আমরা এই লেনদেনের টাইপোলজি ব্রেক আর্ট নির্ধারণ করেছি। GBC এর 23.1 অনুযায়ী, যা নিম্নোক্ত বলা হয়: "ব্যাংক সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করলে বা ব্যাংকিং কার্যক্রমে জড়িত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে জোরপূর্বক কিছু অনুরোধ করলে, ব্যাংক এই অধিকার সংরক্ষণ করে যে জুয়া খেলা, পর্নোগ্রাফির মতো সারভিস, (ভিডিওচ্যাট বা একইরকম সারভিসগুলি সহ), অস্ত্র/গোলাবারুদ আনা আইন এ বর্ণিত শর্তগুলি না মেনে লেনদেন, ক্রিপ্টোকারেন্সি রিলেটেড লেনদেন এর সাথে যুক্ত লেনদেন এলাউ না করার অধিকার রাখে৷



নিচে আপনি উপরোক্ত ব্যাংকের একজন গ্রাহকের রিএকশন পড়তে পারেন। আপনি হয়তো হাসতে পারেন, তবে সিচুয়েশনটা গুরুত্ব সহকারে দেখা উচিত:

ছবির সোর্স: ফেইসবুক

বাংলায় অনুবাদিত, এটার অর্থ নিম্নরুপ:

Quote
বিষয়: আমি আমার নিজের টাকা দিয়ে কি করছি তা ব্যাখ্যার [...] স্বাক্ষরিত যুক্তি

আমি [...] ব্যাংক এর একজন গ্রাহক হওয়ার কারণে, আমি এই নথিতে স্বাক্ষর করছি যা ব্যাংক বাধ্য করেছে, যা কিছু ইন্টারনাল রেগুলেশনকে আমনত্রন করে যা আমার বিরুদ্ধে নয়, যেনো আমি আমার নিজের টাকা দিয়ে যা করছি, তা ব্যাঙ্কের সামনে টাকার উৎসের প্রমাণ করতে আমাকে বাধ্য করার জন্য।
এটি গ্রীষ্মকাল এবং ছুটির সময়কাল, এটি একটি পোস্ট-কোয়ারান্টাইন পিরিয়ডও বিবেচনা করা যায়, যে সময়ে আমি খুব মজা করতে চাই। মজা করার জন্য, আমি হল্যান্ডে যাবো, যেখানে পতিতাবৃত্তি বৈধ, কিছু বেশ্যাকে ফু*ক করার জন্য। সম্ভবত, হল্যান্ডে যাওয়ার পথে, আমি অস্ট্রিয়া এবং জার্মানিতে একই কাজ করব।
তারপরে, হল্যান্ডে থাকাকালীন, যেখানে ড্রাগ বৈধ, আমি কিছু গাঁজা এবং সিদ্ধি ধূমপান করতে চাই, তবে আমি কিছু শুমও ট্রাই করব।
আমি শুনেছি হল্যান্ডে তাদের কিছু ভালো মারিজুয়ানা কেক আছে, এবং আমি আপনাকে সেগুলি ট্রাই করার পরামর্শও দিচ্ছি, হয়তো ঘুম থেকে উঠে মানুষকে জোর করে, স্টুপিড প্রসেস এর ভিত্তিতে, মানুষ নিজের টাকা দিয়ে কি করছে তা জানার জন্য ‍স্টুপিড কিছু কাগজে স্বাক্ষর করানো বন্ধ করুন
অবশ্যই, যদি আমার কাছে টয়লেট পেপার না থাকে, আমার কাছে এত টাকা আছে, তাহলে হয়তো শিখ করে আমি কয়েকশ ইউরো দিয়ে পাছা মুছবো যেমন ধনী ব্যক্তিরা করেন।
বাকি টাকাটা রাখবো আমার বন্ধুদের ধার দেওয়ার জন্য এবং আজাইড়া খরচ করার জন্য, যেটার জন্য আমি পরে আফসোস করব।





উপরে উল্লেখিত সবকিছুই আপনাকে সেন্ট্রালাইজ্ড এক্সচেঞ্জ এবং ব্যাংক গুলির সাথে একসাথে বিটকয়েন ব্যবহার করার বিষয়ে গুরুত্ব সহকারে ভাবতে বাধ্য করবে৷ সাবধান! আপনি শুধু নিজের ক্ষতি করবেন এবং হয়তো আপনি অপূরণীয় কুসংস্কারকে উস্কে দেবেন। আমাকে কি এমটি. গক্স এক্সচেন্জ সম্পর্কেও বলতে হবে যারা ৮৫০,০০০ বিটকয়েন খুইয়েছে Huh আমার কি ডজন (শতশত?) হ্যাকড হওয়া এক্সচেঞ্জের কথা উল্লেখ করা উচিত এবং লক্ষ লক্ষ গ্রাহকের কথা বলা উচিত যারা তাদের টাকা খুইয়েছে? আমি কি হাজার হাজার কেস উল্লেখ করব যেখানে ব্যাংক তার গ্রাহকদের অ্যাকাউন্ট জব্দ করেছে? হ্যাকাররা তাদের ব্যক্তিগত তথ্য পাওয়ার পর কতজনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, কতজনকে ব্ল্যাকমেইল করা হয়েছে, কতজনের সাথে চাঁদাবাজি করেছিলো, কতজনকে হ্যাকাররা মুক্তিপণ দিতে বাধ্য করেছে তা কি আমি উল্লেখ করব?

আপনি কি এভাবে বাচতে চান? যদি না হয়, তাহলে সেন্ট্রালাইজ্ড এক্সচেঞ্জ এবং ব্যাংক এর সাথে একসাথে বিটকয়েন ব্যবহার বন্ধ করুন! ক্রিপ্টো ক্যাশ-ইন/ক্যাশ-আউট এটিএম ব্যবহার করুন, যা আপনাকে এনোনিমিটি অফার করে। ডিসেন্ট্রালাইজ্ড এক্সচেঞ্জ ব্যবহার করুন, যারা গ্রাহকদের টাকার একটি পয়সাও ধরে না এবং শুধুমাত্র ইউজারদের একে অপরের সাথে কানেক্ট করার জন্য কাজ করে। পিয়ার-টু-পিয়ার ট্রান্সফার ব্যবহার করুন। এমন ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করুন যেখানে এননিমাস এক্সচেঞ্জ এমবেড করা আছে, যা আপনাকে এক ক্রিপ্টো থেকে অন্য ক্রিপ্টোকে এক্সচেন্জ করতে দেয়। আপনার পরিচয় গোপন রাখার জন্য এবং আর্থিক গোপনীয়তা রক্ষা করার জন্য যেকোনো পদ্ধতি ব্যবহার করুন। এটা আপনার নিজের ভালোর জন্যই।



এই রচনাটি আমার শিক্ষামূলক আর্টিকেলের একটি অংশ। আমি আপনাদের সকলকে নিম্নলিখিত রচনাগুলি পড়ার পরামর্শ দিচ্ছি:

- বিটকয়েন: সাইফারপাঙ্কসদের স্বপ্ন
- Governs are coming for traders!
- Cryptocurrency vs digital money issued by the state
- The Crypto Anarchist Manifesto - We all should read it
- শাসকরা যুগ যুগ ধরে তথ্য ও স্বাধীনতায় জনসাধ
- Phil Zimmermann's thoughts about PGP - We all should read them
- When the govern wants to hold your private keys
- The call for Julian Assange || The WikiLeaks Manifesto - We all should read it




Pages: « 1 ... 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 [77] 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!