Bitcoin Forum
May 26, 2024, 05:19:13 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 [2] 3 4 5 »
21  Bitcoin / Bitcoin Discussion / Re: Is bitcoin anonymous? on: December 01, 2020, 08:35:24 AM
Bitcoin is anonymous but has become a much better feature for various companies to invest in accepting Bitcoin. bitcoin is used anonymously for this reason not by the government. Bitcoin is a digital currency that is protected by an encryption layer, hence bitcoin is also commonly called cryptocurrency. The money or dollars that we trade with have to be printed, made. Bitcoin is also made but not like normal money because you don't have to print bitcoin. Bitcoin is created by solving huge numbers.
22  Other / Off-topic / Re: Bitcoin profit Christmas gifts. on: December 01, 2020, 08:19:54 AM
Buying Christmas gifts from the benefits of Bitcoin is a much better plan. The price of Bitcoin is rising and many traders will benefit a lot the price goes up and they have a good chance to sell BTC which will help them to buy Christmas gifts. Bitcoin has crossed 19 Bitcoin will increase in price more great opportunity to make a profit. I will keep some of my profits and spend the rest to buy Christmas gifts. We have already started many seasons for Christmas here everyone is planning and Bitcoin can be the best gift for Christmas.
23  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 30, 2020, 01:03:28 PM
ইথারিয়াম ২.০  ethereum 2.0 কাউন ডাউব ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখন ইথারিয়ামের প্রাইস কোথায় গিয়ে ঠেকে দেখার বিষয় কারন ইথারিয়াম নতুন টেকনোলোজি ব্যাবহারের কারনে আমরা আশা করতেছি ইথারিয়াম অনেক বেশি মুল্য বৃদ্ধি হতে পারে হতোবা $২০০০ ডলারের আশেপাশে প্রাইস থাকতে পারে, এখন ইনভেস্টর দেখার বাকি যদি অনেক ইনভেস্টর বেশি হলে অর্থাৎ বেশি মানুষ ইনভেস্ট করলে দাম অনেক বাড়বে, খুব তারাতারি বিটকয়েন ও ইথারিয়াম তাদের সর্বোচ্চো প্রাইস অতিক্রম করবে। এছাড়া অন্য কোনো কারন কেউ জেনে থাকলে আলোচনা করতে পারেন।
আগামীকালকেই ইথারিয়াম ২.০ মার্কেটে আসবে। ইথারিয়াম ২.০ মার্কেটে আসার পর ETH এর দাম কেমন হবে এ নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। আশা করছি এবার আমরা ETH এর সর্বোচ্চ দাম দেখতে পাব। আসলে আমার একটা বিষয় জানার ছিল ইথারিয়াম ২.০ মার্কেটে আসার পর আমরা বর্তমানে যে ETH ব্যবহার করছি এটির কি হবে? বর্তমান ETH এবং ইথারিয়াম ২.০ দুইটাই কি মার্কেটে আলাদাভাবে থাকবে নাকি সব মিলেমিশে শুধু ইথারিয়াম ২.০ থাকবে?

আমাদের মনে রাখা দরকার যে ইথারিয়াম ২.০ শুধুমাত্র একটা টেকনোলোজি যা ইথারিয়াম ব্যাবহার ও লেনদেন আরাও সহজ এবং উন্নত করতে সক্ষম হবে।

আসলে আমার একটা বিষয় জানার ছিল ইথারিয়াম ২.০ মার্কেটে আসার পর আমরা বর্তমানে যে ETH ব্যবহার করছি এটির কি হবে?

 ইথারিয়াম ২.০ আসলেও আমরা বর্তমানে যে  ইথারিয়াম ব্যাবহার করছি তা থেকে যাবে।

আসলে আমার একটা বিষয় জানার ছিল ইথারিয়াম ২.০ মার্কেটে আসার পর আমরা বর্তমানে যে ETH ব্যবহার করছি এটির কি হবে?

এখানে ইথারিয়াম ২.০ একটা টেকনোলোজি যেখানে তারা ইথারিয়াম ২.০ এনে আর উন্নত সেবা দেওয়ার জন্যে কাজ করে যাচ্ছে, ইথারিয়াম ২.০ এর মাধ্যমে তারা যে আসলে কি করতে যাচ্ছে এখোনো অনেককিছুই অস্পস্ট ইথহারিয়াম যাই করুক না কেনো সর্বোচ্চ শীমা ছারিয়ে যাবে এখন অপেক্ষা করতে হবে।
24  Economy / Economics / Re: 2021 not Looking good on: November 30, 2020, 09:28:27 AM
The pandemic has had a devastating effect on the global economy since early 2020. Due to which the Fiat currency suffered a lot and its value came down but 2021 is not bad. It will help a lot in controlling the epidemic and may increase the price of cryptocurrencies. There is a possibility of getting vaccinated against the virus in the new year and the price of cryptocurrencies will go up a lot. That is why traders are coming and investing the global economy will overcome the effects of the virus.
25  Economy / Economics / Re: Is corona virus crisis changing economical equations around the world? on: November 29, 2020, 05:30:17 PM
All the people in the world are fighting because of the corona virus. Improving the world is not possible until the virus is reduced the world will reach the peak of further development if the damage caused by the corona virus is recovered. The country's economy will be stronger than ever because people have been able to deal with the virus a lot. The world economy will gradually become stronger if governments learn how to resist.
26  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 29, 2020, 03:44:36 PM
ইথারিয়াম ২.০  ethereum 2.0 কাউন ডাউব ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখন ইথারিয়ামের প্রাইস কোথায় গিয়ে ঠেকে দেখার বিষয় কারন ইথারিয়াম নতুন টেকনোলোজি ব্যাবহারের কারনে আমরা আশা করতেছি ইথারিয়াম অনেক বেশি মুল্য বৃদ্ধি হতে পারে হতোবা $২০০০ ডলারের আশেপাশে প্রাইস থাকতে পারে, এখন ইনভেস্টর দেখার বাকি যদি অনেক ইনভেস্টর বেশি হলে অর্থাৎ বেশি মানুষ ইনভেস্ট করলে দাম অনেক বাড়বে, খুব তারাতারি বিটকয়েন ও ইথারিয়াম তাদের সর্বোচ্চো প্রাইস অতিক্রম করবে। এছাড়া অন্য কোনো কারন কেউ জেনে থাকলে আলোচনা করতে পারেন।
27  Bitcoin / Bitcoin Discussion / Re: Are you scared? on: November 29, 2020, 12:22:26 PM
Bitcoin is not a decentralized legal transaction that is why there are many international companies that are afraid to exchange this currency because is not legal tender in their country. But internally you have a good idea about Bitcoin there will be no reason to fear. Although not legally valid, they can use Bitcoin to convert Fiat currency. Don't want to take risks because you don't know how to use Bitcoin properly. It is possible to overcome fear by moving forward from the risk.
28  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 29, 2020, 12:10:06 PM
আমি খুব আনন্দিত যে আমাদের বাংলাদেশের লোকাল ফোরাম চালু করেছে তবে i hope upcoming cryptocurrency legal in Bangladesh. Because already Indian central bank support BTC. আমাদের দেশের বড় একটি আইটি কম্পোনি E-Generation তারা দুবাই দেশের জন্য own blockchain এর order নিয়েছে। আমি আশা আমাদের দেশের নিজস্ব ব্লকচেইন প্লাটফর্ম আশবে।
আপনি ঠিক কি বলেছেন বুঝি নি। E-generation কোন প্রজেক্টের কাজ সম্পাদন করার জন্য হাতে নিয়েছে যেটা দুবাইয়ের? এইরকম কিছু? আমাদের দেশের নিজস্ব প্লাটফর্ম হলে সেটা হবে সেন্ট্রালাইজড যেটার কোন ভ্যালু থাকবে না। তাছাড়া ব্লকচেইন আর ক্রিপ্টো দুটোই ভিন্ন।

উনি ইন্ডিয়া নাকি বাংলাদেশ এর কথা বলেছেন আমি আসলে সঠিক বুঝে পারিনি এখনো, কারন বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি লিগাল কবে হবে আর আদিও কোনোদিন হবে কিনা সেটা বোঝা অনেক কঠিন, কারন এখন পর্যন্ত যারা নীতি নীর্ধারক রা আছেন তারা এখনো ক্রিপ্টকারেন্সি ও পেপাল নিয়ে উদাসীন এগুলা করতে গেলে দেশের টেকনোলোজি  আর উন্নোত করতে হবে কিন্ত বাংলাদেশে এখোনো এমন টা আশা করা যায়না, ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেক দক্ষতা সম্পন্ন মানুষ বাংলাদেশে আছে কিন্ত তারা নিজেদেরকে প্রোকাশ করছেনা।
29  Bitcoin / Bitcoin Discussion / Re: Why I like to learn and use bitcoin on: November 29, 2020, 12:02:31 PM
Bitcoin is a very interesting currency this currency is used more than other currencies and its value is much better. More popular for decentralized platforms. Investing in Bitcoin from more currencies in crypto will help brighten the future. Bitcoin is not just about buying, it is about development you have a good knowledge of Bitcoin will be easy to select a platform for exchange. Also its use will take you much higher with the proper use of Bitcoin will give better performance in a few years.
30  Bitcoin / Bitcoin Discussion / Re: Why make New Crypto Exchanges on: November 29, 2020, 11:43:56 AM
Exchange sites maintain the value of their currency on an exchange basis the reason for choosing new crypto exchanges is that they are much better than before. There is no hassle in transactions and the exchange is much faster. Participants exchange more due to lower fees. The more secure the site the higher the exchange rate on that site.  even if the new site is listed New Crypto Exchanges takes a long time to get rich newer sites are more commonly used for token transactions.
31  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 28, 2020, 06:00:09 PM
আপনি আপনার রির্পোটে কপি করা পোস্টটি archive করেন নাই। এখন পোস্টটি যদি ডিলিট করা হয় তবে আর কোন প্রমান থাকবে না।
নো ওয়ে  Cheesy
http://loyce.club/archive/posts/
এইখানে গিয়ে সব ডিলিট করা পোস্ট কিংবা এডিট করা পোস্টের মুল কপি পাবেন। লয়চি অনেক আগে থেকেই পোস্ট আর্কাইভ করতেছে অটোমেটিক ওয়েতে।  তবে হ্যা, এইটা ঠিক যে অন্য রেপুটেড সাইটেও আর্কাইভ রাখা উচিত কারণ, লয়চি সাইট লয়চি যখন ইচ্ছে তখন বন্ধ করে দিতে পারে।

ভাই বাংলাদেশিদের এই অবস্থা দেখলে অনেক খারাপ লাগে মাঝে মাঝে সরাসরি কপি করার পরেও অশিকার করে ক্যামনে  Huh
পেজ টা আর্কাইভ করলাম : https://archive.fo/wRAra
32  Bitcoin / Bitcoin Discussion / Re: Spend or HODL Bitcoin during COVID-19? on: November 28, 2020, 05:42:22 PM
No one will be disappointed because of Covid 19 tighten yourself. Need to try to deal with the situation good decision to hold during COVID-19. There is nothing to panic about as there will be risks in everything. The next step is to think positively the better time to invest in bitcoin the more the price will rise. Don't be disappointed if the price goes down hold on and you will get a lot of profit.
33  Economy / Economics / Re: Different online business we can involve in on: November 28, 2020, 03:22:13 PM
Most of the work in the world is now being done online. There are many online services where you can create a small business website by yourself in an hour i recommend people to use the WordPress platform. WordPress has a variety of tools you can expand and upgrade your website with more flexibility. After all a website owner needs to think about site management, security, backups, and so on. online business works with managed WordPress hosting services like WordPress engine crazy or fly wheel.
34  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 28, 2020, 02:45:32 PM
এই ফোরাম টা আমার কাছে যদি বর মনে হত তাহলে এতদিনে আমার অ্যাকাউন্ট স্ট্যাটাস ভাল থাকতো । আমি কিন্ত আপনার id দেখেছি আপনি কিন্ত আমার পরে এই প্কলাটফর্রেম এ  join kore অনেক ভাল অ্যাকাউন্ট স্ট্যাটাস করছেন।

https://bitcointalk.org/index.php?topic=1689727.0

এটা হচ্ছে প্রথম লিঙ্ক যেখান থেকে মোটামুটি অনেক কিছু নিয়েছি
বাকি আর দুইতা লিঙ্ক খুজে পাচ্ছি না পেলে আপনাকে দিয়ে দিব ।

@adorable80esan একজন আপনার ভুলগুলো দরিয়ে দিচ্ছে আর আপনি উলটা পালটা বলতেছেন? কপিপেস্ট এই ফোরামে একেবাইরেই ক্ষমার অযোগ্য আপনি কপিপেস্ট করে শুধু মাত্র একটা ভুল করেন নি আপনি অনেক বড় একটা অপরাধ করেছেন, একটু সময় নিয়ে তথ্যবহুল পোস্ট করেন এমনিতেই মেরিট পাবেন, আপনি ত দেখছি ফোরামের কোনো নিওমের তয়াক্কা না করেই পোস্ট করেই যাচ্ছেন, পোস্ট ছোটো করে করেন আর তথ্য বহুল করেন তাহলে কাজে দিবে।
35  Economy / Trading Discussion / Re: Rather learn to trade by yourself on: November 28, 2020, 02:36:45 PM
learn to trade by yourself is not always possible to master the right situation in the market. no market is in the same situation then you have to prepare yourself in both good and bad ways. we compare ourselves with others This cannot be done compare yourself with others or become your own competitor. Because you will be the winner give yourself more importance. One has to abandon the activities of others and move forward based on one's own experience of the market situation.
36  Economy / Trading Discussion / Re: Buying Bitcoin with no KYC verification on: November 28, 2020, 02:19:29 PM
KYC verification can be done to prove the validity there are many people who use other people's names to buy and sell coins and try to hack many good sites arrange kyc verification. Didn't buy Bitcoin without KYC verification PayPal accepts Bitcoin and offers for exchange and arranged kyc with ID verification to know the exact information of the investor. You don't need kyc to buy with a credit card all the information is given here.
37  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 28, 2020, 06:09:36 AM
আমার তরফ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, বর্তমান পৃথিবীর পরিস্থিতি খারাপ আমরা সবাই জানি। করোনা  প্রভাব পড়েছে সকল সেক্টরে, বিশ্ব অর্থনীতি বেশি একটা ভাল নয়। আমরা যারা ক্রিপ্টোকারেন্সি  প্লাটফর্মে কাজ করি এবং এর সাথে জড়িত  সবাই বর্তমান মার্কেটের অবস্থা সম্পর্কে অবগত । ক্রিপ্টোমার্কেটর চাহিদা  দিনকে দিন বাড়সে  বিপুল পরিমাণ অর্থ লেনদেন হচ্ছে। কেননা এ সময় মানুষের ইনকাম নেই বললেই চলে, তাই সবাই ক্রিপ্টো মার্কেটে ঢুকে পড়ছে ইনকামের জন্য সেই সাথে ক্রিপ্টো মার্কেটে এর ব্যবহার ও অনেকগুণ বেড়ে গেছে। কারণ প্রত্যেকেই চাই ইনকাম করতে তাই এখন সবাই ঘরে বসে অনলাইনের মাধ্যমে ইনকাম করার জন্য ক্রিপ্টো মার্কেট কে বেছে নিয়েছে।

বর্তমানে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারী এবং ব্যবসায় পরিমাণের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে, সম্ভবত এই বিস্তৃতি বিশ্ববাজারে গড়তে পারেন। আর সেই সাথে বিটকয়েন ফোরাম থেকে শুরু করে  ক্রিপ্টোমার্কেট এর মত বড় বড় প্ল্যাটফর্মগুলোর ব্যবহার কয়েক হাজার গুণ বেড়ে গিয়েছে । আমি আশা করি ভবিষ্যতেও সব প্ল্যাটফর্ম গুলোর  ব্যবহারের দ্বারা অব্যাহত থাকবে ক্রিপ্টোমার্কেটের ব্যবহার যে ভাবে বেড়ে চলেছে  একটা সময় সবাই ক্রিপ্টোকারেন্সি মার্কেট কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে। সেই সাথে আমাদের সবচেয়ে বেশি যে প্লাটফর্ম গুলো অনেক ধরনের সেবা, তথ্য এবং  সুযোগ-সুবিধা দিয়ে আমাদের সকলকে সাহায্য করছে বিটকয়েন ফোরামের মতন সাইট গুলো। আসলেই আমাদের জীবনের জন্য এক উজ্জ্বল নক্ষত্র কারণ সবকিছুই আমরা এই ফোরামগুলোর মাধ্যমে সঠিক তথ্য গুলো পেয়ে থাকি তাই ধন্যবাদ জানাচ্ছি এই প্লাটফর্ম গুলোকে।


এটা এখন থেকে না আজ থেকে প্রাই ১০ বছর ধরে ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টমেন্ট এর দিতিও অবস্থান তৈরী করে আছে আমরা বাংলাদেশির অনেক সময় এগুলা বিশ্বাস করনি এখনো অনেকেই বিশ্বাস করতে চান না যে ক্রিপ্টোকারেন্সি থেকে আসলে অনেক প্রোফিট করা সম্ভাব আমাদের দক্ষতার সঠিক প্রোয়োগ এর মাধ্যমে অনেক ভালো একটা মুনাফা করা সম্ভাব।   
38  Economy / Trading Discussion / Re: For beginners which trading option is best and which platform and why? on: November 27, 2020, 06:31:15 PM
trading is better to trade based on your own experience as trading makes trading much easier to practice the market and an easy way to avoid losses for newcomers. trading is not possible to analyze well in the case of helping others. newcomers become frustrated when the market changes. The market is not able to rise with trading Based on your own experience, the market changes easily and trading is best to follow the strategy of the trade. Allows you to make profit easily and reduce the risk from other sites.
39  Economy / Trading Discussion / Re: Which jurisdictions allow BTC to be converted to fiat without asking questions? on: November 27, 2020, 06:01:53 PM
There are many restrictions on kyc at every exchange site but do not allow direct. Works by controlling the rules through site selection no judiciary allows BTC to convert to Fiat without asking questions because tiat is allowed everywhere but Bitcoin is not available and the introduction of Bitcoin is not possible like fiat you want to exchange at any site you have to take permission through kyc there are no national steps to verify its requirements.
40  Economy / Economics / Re: Coronavirus is very harmful to fiat currencies, not bitcoin on: November 27, 2020, 05:35:05 PM
The development of Bitcoin has increased due to Corona although the value of the Fiat currency fell sharply did not have a detrimental effect on Bitcoin. Once the economy recovers the Fiat currency will return to its former place. Fiat currency is more in circulation than Bitcoin. Nothing can control the Bitcoin market stock markets closed as fiat lost ground. Lack of money they are not able to spend anything tut the rapid development of Bitcoin will help improve Fiat currency.
Pages: « 1 [2] 3 4 5 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!