Bitcoin Forum
June 13, 2024, 05:43:20 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 [2] 3 4 »
21  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: January 04, 2024, 02:42:50 PM
একচুয়ালি আমার এই পোস্টটির মেইন উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা ক্রিপ্টো কারেন্সি রিলেটেড বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছি তাদের অনেক সময়ই গুগল স্প্রেড সিটে  ক্রিপ্টোকারেন্সি এর লাইভ প্রাইস জানার প্রয়োজন হয়, আমার এই থ্রেটের উদ্দেশ্য হলো তাদের সামনে বেসিক কিছু পদ্ধতি তুলে ধরা যেন তারা সহজেই ক্রিপ্টোকারেন্সি এর লাইভ প্রাইস স্প্রিডসিটে সেট করতে পারে।

কিছু বেসিক মেথড নিচে দেওয়া হল:
এগুলো জাস্ট কপি করে আপনি আপনার গুগল স্প্রেডসিটের কাঙ্খিত সেল এ পেস্ট করবেন-
বিটকয়েনের জন্য
Code:
=GOOGLEFINANCE("CURRENCY:BTCUSD")
ইথারিয়ামের জন্য
Code:
=GOOGLEFINANCE("CURRENCY:ETHUSD")
বি এন বি এর জন্য
Code:
=GOOGLEFINANCE("CURRENCY:BNBUSD")
লাইটকয়েন এর জন্য
Code:
=GOOGLEFINANCE("CURRENCY:LTCUSD")
XRP এর জন্য
Code:
=GOOGLEFINANCE("CURRENCY:XRPUSD")
আরো কয়েন গুলোর প্রাইস এড করার জন্য ব্যবহার করুন *** জায়গায় কয়েনের শর্ট ফর্ম দিয়ে দিবেন
=GOOGLEFINANCE("CURRENCY:***USD")

পোস্টটির ইরেজি- [Tutorial] of getting live price of Cryptocurrencies on Google_Spreedshet

খুবই গুরুত্বপূর্ণ তথ্য আসলে কয়েকদিন থেকে আমি এ বিষয়টা নিয়ে গুগলে সিডে দেখছিলাম কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারছিলাম না। আপনি এত যত্ন সহকারে ধাপে ধাপে বুঝিয়েছেন। যাতে আমরা নতুন যারা ইউজার আছি তাদের অনেক উপকার হয়েছে। বিশেষ করে আমি অনেক উপকৃত হয়েছি।  অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।  আমার কাছে পর্যাপ্ত না থাকায় আমি আপনাকে সম্মান করতে পারলাম না  এই পোস্টে। অবশ্যই পড়ে চেষ্টা করব।
22  Bitcoin / Bitcoin Discussion / Re: Power Of Bitcoin on: January 04, 2024, 10:57:26 AM
Cryptocurrency is slowly taking over the world and some hotels are now accepting Bitcoin as means of payment and Bulgaria as a country owns the highest Bitcoin as a country.
Around 2018 a friend of mine bought some unit of Bitcoin equivalent to $1,000 and also advise me to do same but I refused and was skeptical about it because I was of the notion that "what is really moving is coin of a currency" fast-forward 4 years later my friends share or unit of Bitcoin skyrocketed to $10,000 and I was at thr losing end just to be left with the thought of had I know.
When Bitcoin first broke out there was a man Laszlo who exchanged $10,000 worth of Bitcoin for two Papa John's Pizza from Jeremy but fast-forward to today Jeremy can purchase a million pack of pizza worth $10000 and still have more BTC left for him .
Nevertheless me falling short of the first opportunity of buying Bitcoin I'm still hoping of an opportunity to present it self so I can get the little bit of Bitcoin to my custody and I also advise both my friends and enemies to buy as much cryptocurrency they can because cryptocurrency is the currency of the future.

If you followed your friend's advice, you would definitely benefit a lot, but many people who don't know about Bitcoin are scared when investing in Bitcoin. When he bought a pizza for bitcoin he had no idea about the value and future of bitcoin, that would surely be the biggest mistake of his life.

You have also made the mistake of missing a good opportunity, but there is still time and you can invest in bitcoin and crypto currency. I didn't know anything about Bitcoin in 2018.I am regretting that I came to know about Bitcoin and Cryptocurrency so late, if I had known a few years ago, I would have definitely made a great investment. However, I am still trying and whenever I have the capital I definitely invest in Bitcoin and the top coins in the market.




The price of Bitcoin is advancing day by day, it's a bull run.  You didn't invest when you had little knowledge about Bitcoin. You can now invest Bitcoin without regretting it. It is definitely profitable. Bitcoin market remains in uptrend but now current Bitcoin market value is around 45 k$. I think there is still plenty of time to invest in Bitcoin, so it's our time to invest in Bitcoin. Investing in Bitcoin will certainly bring good fortune to our future life. Long-term investment in Bitcoin is sure to yield success
23  Bitcoin / Bitcoin Discussion / Re: You must have a source on: December 18, 2023, 11:52:00 AM
You must have a source of income if you must succeed in your holdings.

For the few years I have been into cryptocurrency, I have discovered that you can't hold till the right time if your don't have a source of income. Just imagine that you have a pressing basic needs like feeding or rent, then you don't have money  to finance it, you will be forced to sell your Bitcoin at a loss if you don't have a source of income outside your holdings.

Most people that have sold their Bitcoin holdings at a loss or at an average price actually have the patience but don't have the knowledge of how to hold, because a good holder must be aware that he needs a source of income for him to be able to consolidate to his holdings.

It has happened to me severally, I have been able to hold now, since I started working as a merchandiser with Guinness, I think most times, experience is the best teacher.

Investing in Bitcoin will surely set you up for long-term investment success. Investing should never be rushed. Invest what you can afford to lose. It must have your source of income be it job or business. It is definitely desirable to have income in daily life when we need funds for the urgent needs of people or for living. Whenever we invest all our money, we sell bitcoins at a loss when we need money. Long-term success by investing small amounts rather than investing all our money
24  Bitcoin / Bitcoin Discussion / Re: Best piece of advice to anyone going into bitcoin on: December 16, 2023, 03:10:28 PM
Buy a little bit of bitcoin every week don't care if it's a $1, $5, $10, $100, figure out what you can afford every week and buy it, get rid of unnecessary expenses or whatever you can think of getting rid of and spend it on bitcoin
5 to 10 years if you buy some every week you will be a multi millionaire

This is a great idea. If we can make long-term bitcoin investment according to our ability then surely something good can be expected. We can invest in Bitcoin without keeping our monthly income in the bank and it is never good to be in a hurry when it comes to Bitcoin investment.  Many times when the Bitcoin market goes down, we get frustrated and withdraw our capital. That is another type of damage. Must be patient and long term investment is really profitable.



25  Bitcoin / Bitcoin Discussion / Re: Finally I did it (I am happy to join). on: December 16, 2023, 03:00:21 AM
Congratulations, it's really profitable for you to invest in Bitcoin. You will really profit amazingly from the way the price of Bitcoin is increasing.Of course it is a long term investment and never get disappointed in Bitcoin investment. You will definitely benefit. The amount of bitcoins you have invested is too much for me. So you must be careful with the wallet not your keys and not your coins.
26  Economy / Reputation / Re: Light_warrior / Memorial thread ... 🕯️ on: December 09, 2023, 01:55:54 AM
It is actually very sad @Light_warrior. I heard that he died of a heart attack. As we all have to go to God's call one day. Then we are deeply saddened by his untimely death.  He was an important member of the forum. We have learned a lot through him. May God rest his soul in peace.  Please bear with his family as they bear this grief.
27  Bitcoin / Bitcoin Discussion / I will invest the money to buy the land in Bitcoin. on: December 04, 2023, 03:19:55 AM
I am a government servant, working in regional land office.  At the end of five years of my working life, I have spent part of the salary I received during these five years for family and saved part for future. I have been saving my money in the bank for more than five years for the purpose of saving for the future and purchasing a land. If I were to mention the amount of money I saved in five years, it would be about 11 thousand dollars if converted to US dollars. My plan was to buy a land with this amount of money but whenever looking for land to buy land my idea completely changes because the lands I like will not give me this amount of money. If I can't buy land in a position, I have no desire to buy land in a common place. 

Since I have like 11 thousand dollars right now, I want to invest this amount in Bitcoin instead of keeping it in the bank. I know about investing in bitcoins and I know that there are risks involved, I am investing in the potential to grow money but I want to invest in bitcoins with the understanding that my money may go down due to market volatility. I decided to withdraw the money from the bank at the beginning of the new year and plan to invest the money in bitcoins. Now that I can't buy land, I will definitely hold this investment for a long time so that I get good returns at the end of the long term and I can also accumulate some more money through employment. 

At the time I planned it I felt I should have planned it earlier.
28  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 22, 2023, 06:38:08 AM
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই জাতীয় নির্বাচন সামনে রেখে তিনটি আসনে ফরম জমা দিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। জাতীয় নির্বাচন সামনে রেখে মাগুরা ১ মাগুরা ২ ও ঢাকা ১০ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন সাকিব। মনে হয় আওয়ামী লীগের পক্ষ থেকে সবুজ সংকেত পেয়ে মূলত মনেনয়পত্র জমা দিলেন। রাজনীতিতে যোগ দিলেন দেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখনই রাজনীতিতে যোগদান করায় আমরা ভালো একজন অলরাউন্ডারকে হারালাম। হয়তো বিশ্বাসের অলরাউন্ডার সাকিব আল হাসান খেলা বাদ না দিলেও হয়তো একসঙ্গে দুইটা কাজে মনোনিবেশ করতে পারবে না । বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান রাজনীতিতে যোগদানের পর হয়তো  ক্রিকেট খেলাটাকেই না বাদ দেয়?
২০২৩ বিশ্বকাপ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বে দল তেমন একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি। ২০২৩ বিশ্বকাপে আমরা দেখেছি বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয়। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলে অধিনায়ক হিসেবে বেস্ট আমি বলব সাকিব আল হাসান। এই মুহূর্তে শাকিব আল হাসানের রাজনীতিতে ঢোকা সত্যি এটা ক্রিকেট এর জন্য খুব হতাশা জনক। নিঃসন্দেহে আমরা ভালো মানের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা অনেক মিস করবো। সাকিবের উচিত ছিল ক্রিকেটের স্বার্থে তার নির্বাচনে না জড়ানোটাই ভালো ছিল।
আমাদের আবেগের সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে ক্রিকেট আর ক্রিকেটের সবচেয়ে বড় নায়ক হচ্ছে সাকিব আল হাসান।অনেক বাবা মা তার সন্তানকে  সাকিব বানাতে চায়।ক্রিকেটার সাকিব বানাতে চায়।সাকিব আল হাসান ওয়ার্ল্ডের প্রতিনিধি, ক্রিকেটের প্রতিনিধি কিন্তু এই মুহূর্তে শাকিবের এই  সিদ্ধান্তটা সত্যি খুবই হতাশা জনক বাংলাদেশ ক্রিকেটের জন্য।তার কাছে এখনো বিশ্বকে, দেশকে দেওয়ার মত অনেক কিছু আছে।  আরো সময় আছে মাশরাফি যেমন খেলা শেষের দিকে রাজনীতিতে এসেছিল সেরকম সাকিব আল হাসান আসুক। তিনি দীর্ঘ সময় ধরে অল রাউন্ডারে দায়িত্ব পালন করছেন। তিনি এখনো যথেষ্ট ইয়াং অতএব সিদ্ধান্ত টা সত্যি বাংলাদেশ ক্রিকেটের জন্য সত্যি হতাশা জনক। বাংলাদেশে কোটি কোটি ক্রিকেট ভক্তদের  চাওয়া তিনি আরো কিছু সময় ক্রিকেটে মনোনিবেশ করুন।
29  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: November 19, 2023, 04:22:07 PM
Congratulations Team Australia for a great performance.  Although the start was not good, the Australian batsmen turned around after three wickets. Head and Labuschange in particular are great partnerships. Head scored 137 runs off 120 balls. In the end, 2 runs were needed to win, then Shubman Gill took the catch of Siraj's ball. Later, however, cricket hero Maxwell came to the field with bat.Then this batsman won the team with 2 runs. On the other hand, after playing all the matches unbeaten in the 2023 World Cup, the batsmen did not perform well in the final today. If they could have given Australia a target of 400 runs today, it would have been difficult for Australia to win this match.  Congratulations again, Australia won the World Cup for the sixth time.
30  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: November 19, 2023, 12:51:20 PM
India's batsmen were in great form with the bat throughout the World Cup at home. But Team India had to stumble in the title deciding final. Mitchell Starc, Josh Hazlewood, Pat Cummins' brilliant bowling got Rohit Sharma's team all out in the last ball of the innings. After losing the toss and batting first, India scored 240 runs losing all the wickets in the allotted 50 overs. Lokesh Rahul scored 66 and Virat Kohli scored 54 runs with the bat. Besides, captain Rohit Sharma played an innings of 47 runs off 31 balls. Australia bowled brilliantly today, due to which they restricted India, who are unbeaten in this World Cup, to 240 runs. Australia's target is 241 runs.  Indian great bowlers are Mohammed Shami, Siraj, Bhomra and Jaede if they can bowl well today they will win the world cup.
31  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: November 11, 2023, 10:44:34 AM
Bangladesh is performing great against Australia in today's match. Currently, Bangladesh have collected 214 runs in 35.3 overs with the loss of 3 wickets. If this can be maintained, Bangladesh can easily score 300+ in today's match. But unfortunately I bet for Australia against Bangladesh in today's match. But I think I made a mistake betting on Australia. Do you think I was wrong to bet on Australia?
I think you're going to win the bet.Because Australia are scoring runs quite well at the moment, they have already collected 60 plus losses in 10 overs for one wicket.It can be said without a doubt that Bangladesh has batted well today, but Bangladesh's bowling is not going well today.
If Bangladesh cannot boling well today then they will never win against Australia in this match.

After losing the toss and batting first in Pune, the Tigers scored 306 runs after losing 6 wickets in the scheduled 50 overs. If Australia can't top this target within 25 overs, then the path to the Champions Trophy will be easy for the Tigers. They will advance in rating points.  Bangladesh will qualify with 6 points if they win. Australia are batting brilliantly today.Their total is currently (130-1) in 21 overs. The chances of Bangladesh winning are very low. Bangladesh is not able to show good bowling performance today. If Australia play like this they will win very easily.
32  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: November 11, 2023, 07:08:28 AM
It is not possible to predict what will happen in today's match, but Bangladesh has started well today compared to the last few matches.
Today, Bangladesh's opening pair has already collected 84 runs for one wicket which is really a positive for Bangladesh.I hope Bangladesh play well today and score 300+ runs against Australia so that Bangladesh can win against them.Today if Bangladesh can do great bowling as well as batting then Bangladesh will definitely win.


Australia chose to bowl first to give the toss. Bangladesh batting I think it is a very good side for Bangladesh. Bangladesh is batting well today, Tanjid Hasan scored 36 runs off 34 balls and Liton Das scored 36 runs off 45 balls. Bangladesh's current total is (168-2) in 26.5 overs. Touhid Hriday is doing a great performance with the bat, 36 off 29 balls and Nazmul Hasan Shanto 44 runs off 54 balls. If their great partnership can last till 40 overs then Bangladesh will be able to score 300 runs. If Bangladesh can show good performance in the bowling line today then Bangladesh will win inshallah. Good luck to Bangladesh team.
33  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: November 10, 2023, 03:05:39 PM
I think Bangladesh team will not need to take any more pressure with Champions Trophy game, because I think New Zealand team will win very easily today. I was a bit worried about the New Zealand team as they were losing continuously in the last four matches. Anyway my apprehension was cleared soon after the bowling innings of the New Zealand team.

If you are familiar with Bangladesh Cricket, you should not be this much confident. You never know if Bangladesh is going to be all out for 50 runs against australia if they batting first. You never know if Australia going to score 400 and Bangladesh may score less than hundred losing all wickets. If something like this happen in the next match, Sri Lanka is going to play the champions trophy and Bangladesh will have to watch it. As a Bangladeshi, I am pretty much worried about next match. Australian hero of the previous match is not going to play against Bangladesh. Still, I am not that much confident as like you  Embarrassed

Actually nothing can be said for sure about the game. Australia is a strong team they have already secured semi finals. Australia vs Bangladesh match tomorrow. There will be a change in the field for Australia tomorrow. Shakib Al Hasan is unable to play tomorrow's match due to injury. It is not possible to say how much success Enamul Haque will be able to show instead. However, the absence of Shakib Al Hasan is really disappointing for Bangladesh.Then Bangladesh must perform well against a strong team. Bangladesh's victory against Australia will not be so easy. Of course, in tomorrow's match, the Bangladesh team will have to do a very good bowling and batting line. Of course, as a supporter of Bangladesh, I want Bangladesh to win and make sure to play the Champions Trophy.
34  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: November 09, 2023, 12:16:08 PM
OK.. so it is going to be really difficult for Pakistan to qualify for the semi-finals. Sri Lanka is struggling at 105/7. This means that New Zealand will walk away with 2 points from this match and will get a significant boost in their net run rate. Now Pakistan needs a similar win in their match against England, which is going to be extremely difficult. Also, remember that Pakistan's NRR (+0.036) is much lower than that of New Zealand (+0.398) at this moment. So it is almost impossible for Pakistan to qualify. New Zealand may face India in the semis.

Three teams have confirmed the semi-finals of the ongoing ODI World Cup. After India, Australia, South Africa, New Zealand, Pakistan and Afghanistan are well in the race to reach the semis as the fourth team. Bangladesh, Sri Lanka are fighting to secure a place in the 2025 Champions Trophy as they will be fighting to secure a semi-final spot. Pakistan will have the biggest advantage if Sri Lanka can beat New Zealand today. In that case, Babar-Rizwan will go to the semi-finals even if they win against England on the 11th. Because, it is very impossible to go to the semifinals of Afghanistan by topping Pakistan. 171 (46.4) all out Sri Lanka. New Zealand target 172 I think they will win this match very easily and confirm semi final.
35  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: November 07, 2023, 05:14:48 PM
Congratulations Team Australia. Congratulations Maxwell we enjoyed a great match. Amazing innings. He is one of the best players I have ever seen. I am proud to witness the greatest chase in history. This is Maxwell.
 Everyone needs to learn from Maxwell how to win a losing match and an impossible match. Maxwell is the beauty of cricket. When Australia went to the brink of the abyss, standing alone like a banyan tree dreamed of an impossible match for Australia to win.  Maxwell's name will be written in gold letters on the Australian Cricket Board. The world of cricket is witnessing an extraordinary moment.
 For the first time in history I could see such a great game today.

 
36  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 07, 2023, 10:55:33 AM
সাকিব আল হাসান কোটি কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার নাম। তাকে নিয়ে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা সমালোচনা হচ্ছে। কেন তিনি অ্যাঞ্জেলা ম্যাথিউস কে টাইম আউটের আবেদন করলেন? দেয়ালে পিঠ ঠেকে গেলে ছোট্ট বিষয় গুলো কত যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা আরেকবার প্রমাণ করলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।  তার মাথায় নিশ্চিতভাবে শুধু চ্যাম্পিয়ন্স টফির ব্যাপারটা কাজ করছিল।তিনি তো বাংলাদেশের গর্ব।  অসাধারণ উপস্থিত জ্ঞান পাশাপাশি ক্রিকেটীয় আইন জানার প্রমাণ দিলেন এই  অলরাউন্ডার। তিনি তো বেআইনি  কিছু করেননি তিনি যেটা করেছেন দেশের জন্য দলের জন্য করেছেন। সেটা যদি সবাই বুঝতে পারত তাহলে আজ তাকে নিয়ে এত সমালোচনা হত না। অ্যাঞ্জেলা ম্যাথিউস আউট এর ব্যাপারটা শাকিব নিজেও জানত এই আউটটা নেওয়ার পর অনেক সমালোচনা হবে ।কিন্তু সে নিজের সমালোচনা হবে সেটা জেনেও দলের স্বার্থে এই ত্যাগ টুকু স্বীকার করেছে।এই সিদ্ধান্ত নেওয়ার কারণে অবশ্যই সে একজন অভিজ্ঞ অধিনায়কের এবং তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়েছেন।আমার মনে হয় তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একদম ঠিক আছে।
37  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 06, 2023, 02:46:54 PM
অভিনন্দন @HelliumZ ভাই। আপনি ফুল মেম্বার রেংক অর্জন করেছেন।  বাংলা থ্রেডে আপনার পোস্টগুলো তথ্য বহুল  এবং শিক্ষনীয়। আপনার পোস্টগুলো পড়লেই বোঝা যায় আপনি অনেক অভিজ্ঞ এবং আপনি আরো বড় রেংেক পৌঁছাতে পারেন সেই শুভকামনা রইল। আপনি সবসময় লোকাল থ্রেডে পোস্ট করবেন। আপনার পোস্ট থেকে আমরা নতুন যারা আছি অনেক কিছু শিখতে পারবো আশা করি।
38  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: November 06, 2023, 12:43:10 PM
Samarawickrama gave away his wicket and Shakib breaks this partnership. Bangladesh picking up wickets at a regular interval. This time they are bowling very good and Angelo Mathews comes out with a wrong helmet. Are the Srilankan team even serious about this match. It doesn't look good a professional player behaving like an amateur. Mathews given out without even facing a single ball as he timed out. This might be the first time I have seen such an out.
Yes, Angelo Mathews became the first batsman to be timed out in cricket history.Basically this incident happened in the 25th over.An experienced batsman like Angelo Mathews comes into the field with a wrong helmet and then he comes with another helmet and he has to change it too.Changing the helmet took three minutes of his arrival at the crease for which the umpire gave him a time-out when the captain applied.
Look at the picture:

After losing the toss and batting first, Sri Lanka lost 3 wickets for 72 runs.Then Asalanka-Sadira Samarawickrama scored 50+ in their pair with great batting. Then Samaravikrama was caught by Mahmudullah while picking up Shakib's ball. Then a historic event happened.  Sri Lankan batsman Angela Mathews was supposed to come on after Samara Wickrama got out, but the three were quite lazy and took three minutes to change their helmets. When Shakib Al Hasan applied to the umpire for time out, the umpire decided to out. Angelo Mathews has to go back without playing a ball. Best wishes to Bangladesh team may they win this match and get chance to play champions trophy in 2024.
39  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 03, 2023, 04:19:54 PM
Quote
8. Bitcoin_people [21]

অক্টোবর মাসের টপ ১০ জন পোস্টে তার মধ্যে আমি রয়েছে এটা দেখে অনেকটা ভালো লাগলো, আমি এই মাসে খুব একটা বেশি পোস্ট দেই নি তবুও যে ১০ জনের মধ্যে একজন হতে পেরেছি এটাই অনেক। বর্তমানে আমাদের বাংলা লোকাল বোর্ডে অনেক নতুন ইউজারের আগমন হয়েছে এটা দেখে আরো ভালো লাগতেছে ইউজার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের বাংলা লোকাল বোর্ড ও আলোকিত হচ্ছে বলে মনে হয়। যাইহোক ধীরে ধীরে নতুন ইউজার বাংলা লোকাল বলে আসুক এবং আমাদের বাংলা বোর্ড কে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাক এটাই আশা করি এবং সকলের সুস্থ কামনা করি।
তবে একটা বিষয় লক্ষ্য করলাম সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসে পোষ্টের পরিমাণ এবং মেরিট সেন্ট এর বিষয়টি অনেক কম হয়েছে। তবে গত মাসে আমরা অনেকগুলো পোস্ট করেছিলাম মোট 551 টি, যেখানে আমি ভেবেছিলাম হয়তো এই মাসে আরও বেশি পোস্ট হবে লোকাল বোর্ডে। কিন্তু অক্টোবর মাসে পোস্ট এর সংখ্যা অনেকটা কমে গিয়েছে 391 পোস্ট হয়েছে মাত্র, তবে আমরা আশা করতে পারি সামনের মাসে অবশ্যই পোস্টের সংখ্যা বৃদ্ধি পাবে।
যদি আমরা টানা কয়েক মাস পোস্ট এর সংখ্যা বৃদ্ধি করতে পারি তাহলে হয়তো আমাদের লোকাল ভোট ভালো একটি অবস্থানে স্থান দখল করতে পারবে, আমাদের পাশের বোর্ড পাকিস্তানে অনেক পোস্ট হয়ে থাকে প্রতি মাসে সেই অনুসারে আমরা অবশ্যই পোস্ট করার চেষ্টা করব। যদি আমরা প্রতিনিয়ত ভালো কোয়ালিটি সম্পন্ন পোস্ট করতে পারি তাহলে অবশ্যই অন্য সকল বোর্ডের যে এগিয়ে যেতে পারবো।
ধন্যবাদ সবাইকে অবশ্যই বাংলা লোকাল করে সময় দিবেন এবং সকলকে সাহায্য সহযোগিতা করবে।
অভিনন্দন জানাচ্ছি,  অক্টোবর মাসে টপ ১০ জন পোস্ট দাতাকে।HelliumZ,Learn Bitcoin,Bitcoin_people,Fuso.hp আপনাদের পোস্টগুলো অনেক ভালো লাগে। আপনাদের পোস্ট থেকে আমরা যারা নতুন ইউজার আছে অনেক কিছু শিখতে পারি। আপনারা সবাই নিয়মিত বাংলা লোকাল বোর্ডে একটিভ থাকবেন। এবং আমাদেরকে একটু সাপোর্ট করবেন। যদি কোথাও ভুল করে থাকি ভুলগুলো ধরিয়ে দিবেন। এই আশা করি ইনশাল্লাহ।
40  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 03, 2023, 05:36:00 AM
আজকে এক প্রবাসী ভাইয়ের জীবন কাহিনী চোখের সামনে দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আসলে কি ভাই বোনের সম্পর্ক সম্পদের কারণে  নষ্ট হয়ে যায়। জানিনা বাংলা লোকাল  থেডে পোস্ট করা ঠিক হচ্ছে কিনা তবুও করলাম এ পোষ্টের মাধ্যমে হয়তো অনেকে সতর্ক হবে। এই জিনিসটা আমার এলাকাতে ঘটছে ঐ প্রবাসী ভাইটা বিদেশ যাওয়ার সময় তার ব্যাংকের একাউন্টে তার বোনের নামে করে যায়। বাবা-মা অনেক বৃদ্ধ থাকায় বড় বোনের নামে ব্যাংকের অ্যাকাউন্টটা করে যায়। বিদেশ থেকে প্রবাসী ভাই তার যত টাকা পয়সা সব ঐ ব্যাংকে পাঠায়। তার ভাই যখন বিদেশ ছিল তার বোনের সাথে সম্পর্ক স্বাভাবিক ছিল তারপর  ৬ বছর আসলো। দেশে আসার উদ্দেশ্য হল তার বাবা মারা যাওয়ার কারণে  দেশে আসা। দেশে এসে তার মায়ের কাছে শুনে তারা অনেক কষ্টে জীবন যাপন করছে তার বাবা প্রায় বিনা চিকিৎসায় মারা গেছে। এ কথাগুলো এলাকার লোকজনের কাছে শুনছে যে তুমি বিদেশে থাকো বাবা-মাকে দেখনা টাকা পাঠাও না।  তারপর তার বোনের কাছে যখন তার ভাই টাকার হিসাব চায় তখন রীতিমতো অস্বীকার করে তারপরে ভাই কি করবে ভাই বোনের সম্পর্ক তো। তখন তার বাই বিষের বোতল নিয়ে তার বোনের বাসার সামনে বিষ খেয়ে ফেলে তারপরও তার নিষ্ঠুর বোন একবার বাহিরে আসে না যে ভাই আমরা এক জায়গায় বসে সব আলোচনা করে ঠিক করব। তারপর তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয় সম্ভবত এটা  এলাকার চেয়ারম্যান মাধ্যমে বিচার অনুষ্ঠিত হবে। আসলে যদি এরকম ভাই বোনের সম্পর্ক হয়ে দাঁড়ায় তাহলে আমরা বিশ্বাস করবো কাকে?

আজকে স্বার্থের কাছে যেন সব সম্পর্কই হার মানছে। দিন যত যাচ্ছে মানুষের প্রতি মানুষের যে বিশ্বাস যে বিশ্বাসগুলো আর থাকবে না। কারো স্বার্থে যদি বিন্দু পরিমান আঘাত লাগে মানুষ চেঞ্জ হতে সময় লাগে না সেটা ভাই বোনের সম্পর্ক হোক বা যেকোনো সম্পর্ক হোক সবার আগে মানুষ তার স্বার্থটা কে দেখে যার দরুন আজকে আমার আমাদের দেশের এই অবস্থা। এই ঘটনাটা খুব দুঃখজনক একটা ভাই তার বোনকে বিশ্বাস করে তার ব্যাংকের অ্যাকাউন্ট রেখে যেতেই পারে। যেহেতু তার ফ্যামিলিতে আর কেউ নাই। তার বাবা-মা বৃদ্ধ বোনটা এত স্বার্থপর এই স্বার্থপরতার কারণে আজকে তার বাইরে এই অবস্থা ।তার ভাই তার বাসার সামনে বিষ খাচ্ছে তাও এত নিষ্ঠুর বোন  একবার এসে বলছে না ভাই তুমি বিষ খাইয়ো না। পৃথিবীর সকল ভাই বোনের সম্পর্ক তো এরকম না অনেক ভাই বোন আছে তাদের সাথে সম্পর্ক অনেক ভালো ।অথচ কিছু স্বার্থপর ভাইবোনদের কারণে আজকে সব সম্পর্কের প্রশ্নবিদ্ধ ।
Pages: « 1 [2] 3 4 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!