Bitcoin Forum
June 13, 2024, 02:13:13 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 [2]
21  Local / Other languages/locations / Re: [BAN: Tutorial] Kali NetHunter - Linux on Android on: November 16, 2023, 05:23:31 PM
ভাই সুবিধা নাকি সিকিউর ? অবশ্যই সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার এর থেকে ডিসেন্টালাইজড এক্সচেঞ্জার ব্যবহার করা উত্তম। যদি বিটকয়েন লং টার্মের জন্য হোল্ডিং করতে চান তাহলে অবশ্যই ডিসেন্টালাইজ একচেঞ্জার ব্যবহার করা ভালো।
এখন ডিসেন্টালাইজ ওয়ালেট এর মধ্যে দুই ক্যাটাগরি হয়।
১. হট ওয়ালেট ২. কোল্ড ওয়ালেট।
১. হট ওয়ালেট-> সহজ কথায় যে সব ওয়ালেট ইন্টারনেটের সাথে যুক্ত থাকে সে সব ওয়ালেট কে হট ওয়ালেট বলে। যেমন: ট্রাস্ট ওয়ালেট , মেটা মাস্ক ওয়ালেট, ইলেক্ট্রাম ওয়ালেট ইত্যাদি।
২. কোল্ড ওয়ালেট বলতে সেইসব ক্রিপ্টো কারেন্সি ওয়ালেটকে বোঝায় যেসব বলে ইন্টারনেটের সাথে যুক্ত থাকে না। এটি মূলত কারেন্সি হোল্ডিং এর জন্য মোস্ট সিকিওর ওয়ালেট।
কোল্ড ওয়ালট এর মধ্যেও বিভিন্ন প্রকারভেদ রয়েছে পেপার ওয়ালেট, হার্ডওয়ার ওয়ালেট, সাউন্ড ওয়ালেট।
অনেক ধন্যবাদ ভাইয়া বুঝাইয়া দেবার জন্য। আসলে আমি যখন পোস্টটা করছিলাম এটা জানার জন্য তখন কেউ রিপ্লাই দিছিলো না যার জন্য আমি google এ সার্চ করছিলাম এবং সেখান থেকে কিছুটা জানতে পারেছি তবে আপনার এই পোস্টের মাধ্যমে আরো ভালো কইরা ক্লিয়ার হলাম। আসলে আমরা যারা বিটকয়েন সংরক্ষণ করে রাখবার চাই তাদের সবারই ডিসেন্টালাইজড এক্সচেঞ্জ ব্যবহার করা উচিত বিটকয়েন সংরক্ষণ করে রাখবার জন্য। ডিসেন্টালাইজড এক্সচেঞ্জ গুলাতে বিটকয়েন দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করে রাখা নিরাপদ।

বর্তমানে বাংলাদেশে ক্রিপ্ত কারেন্সি অবৈধ সেহেতু এর রিলেটেড সকল ডিভাইস অবৈধ বলে বিবেচ্য হবে তাই আমার মনে হয় না আপনি বাংলাদেশের কোথাও হার্ডওয়ার ওয়ালেট কিনতে কিনতে পারবেন।
তবে আপনি চাইলে বাহিরে থেকে কিনে দেশে ইমপোর্ট করতে পারেন। কিন্তু এখানে এয়ারপোর্টে এসে কাস্টমে আটকে যেতে পারে সেখানে আপনার রিস্ক রয়েছে।  
তারপরেও এই ওয়েবসাইটেতে রিক্স নিয়ে দেখতে পারেন- https://www.ubuy.com.bd/en/search/?q=cryptocurrency+hardware+wallet
রিক্স নেওয়াটাই জামেলা। আমাগো দেশে যেহেতু বিটকয়েন বৈধ নয় তাই যদি ক্রিপ্ত সম্পর্কিত কোন কিছু বিদেশ থেইকা ইমপোর্ট করতে যদি পুলিশ এর কাছে ধরা খাইয়া যাই তাইলে তো আরেক সমস্যা হইবো। এমনিতেই এখন যেই রকম দেশের অবস্থা।
আচ্ছা ভাই আর একটা প্রশ্ন করি আমি যদি রিক্স নিয়া বিদেশ থেইকা ইমপোর্ট করতে চাই তাইলে কত দিনের মধ্যে সেইটা আমি পাব এটা কি সিওর ভাবে বলা যাইবো।
22  Local / Other languages/locations / Re: [BAN: Tutorial] Kali NetHunter - Linux on Android on: November 16, 2023, 04:36:45 AM
ইলেকট্রাম ওয়ালেট হলো একটা সফটওয়্যার ওয়ালেট। আর এটা ডিসেন্ট্রালাইসড হওয়ার এটি বিটকয়েন হোল্ডারদের কাছে অনেক জনপ্রিয়। তবে কেউ যদি দেখাযায় 20-30k বা তারও বেশি ডলার বিটকয়েনে ইনভেস্ট করে তাহলে কয়েক টাকা খরচ করে হার্ডওয়্যার ওয়ালেট কিনা সেখানে রাখাই বেশি নিরাপদ  হবে। কারন যদি কেউ জানে যে আপনার কাছে এতোগুলা টাকা আছে তাও আপনার ফোনে বা কম্পিউটারে কোনো ওয়ালেটে তাইলে আপনার উপর অ্যাটাক হতেও পারে কোনো বিশ্বাস নাই। আর যদি হার্ডওয়্যার ওয়ালেট ব্যবহার করেন তাইলে এটা ছোট একটা ডিভাইস পেনড্রাইব এর মতো এটি আপনে একটা নিরাপদ যায়গায় লুকাইয়া রাখতে পারবেন এতে ঝুকি অনেক কমবে। তাই যদি অল্প পরিমানে ইনভেস্ট করেন তাইলে ইলেকট্রাম ওয়ালেট যথেষ্ট আর যদি হিউজ পরিমান হয় তাইলে হার্ডওয়্যার ওয়ালেটের দিকে নজর রাখতে পারেন
ওয়ালেট বলতে আমরা বিভিন্ন ধরনের ক্রিপ্টো কারেন্সি ওয়ালেট বুঝি। সেটা হোক সেন্ট্রালাইজ অথবা ডিসেন্টালাইজ।
কোন ওয়ালেটে ব্যবহার করা সবচেয়ে বেশি সুবিধা সেন্ট্রালাইজড অথবা ডিসেন্টালাইজড?
আমি বিটকয়েন সংরক্ষণ করে রাখার জন্য কোন ধরনের ওয়ালেট ব্যবহার করলে সুবিধা পাইতে পারি।
হার্ডওয়্যার ওয়ালেট কিনা সেখানে রাখাই বেশি নিরাপদ  হবে।
Binance, Trust wallet, Kucoin,Mexc, Bybit, Gate.io
এই ওয়ালেট গুলা আমরা প্লে-স্টোর থেইকা ডাউনলোড করবার পারি এবং তারপর একাউন্ট ক্রিয়েট কইরা ভেরিফাইড করবার পারি।
Z_MBFM ভাই আপনে হার্ডওয়্যার ওয়ালেট কেনার কথা বললেন এটা কিভাবে কেনে বা কোথায় এই ওয়ালেট কিনতে পাওয়া যায়।
23  Other / Beginners & Help / what and which are custodial and non custodial wallets. on: November 16, 2023, 03:09:33 AM
Everyone needs to use different types of wallets to work with cryptocurrencies. Wallets are definitely needed to work in crypto. Generally we understand a wallet as a thing that stores all the savings of our daily life. By my question everyone will understand what I mean, what and which are custodial and non custodial wallets.

24  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 14, 2023, 04:52:09 AM
কেননা ২০২৪ সালে বিটকয়েন হালভিং, ২০২৫ সালে বুলরান শুরু হবে। আমি একটা পিকচার দিয়ে দিচ্ছি, আপনি পিকচার দেখতে পারবেন প্রত্যেক হালভিং এর পরের বছর বুলরান শুরু হয়। আপনি বিটকয়েনে বিনিয়োগ করতে পারেন, এটা আমি আপনাকে পরামর্শ দিলাম আপনি নিজে ঝুকি বহন করে বিনিয়োগ করবেন। বিনিয়োগ থেকে কোন প্রকার ক্ষতিগ্রস্ত হলে কাউকে দোষারোপ করবেন না।

পিকচার সোর্স : টুইটার X
আচ্ছা, আপনি তো বলছেন বিটকয়েন হালবিং এর কথা। বিটকয়েন হালবিং এর সময় কি বিটকয়েনের দাম অর্ধেক হইয়া যাবে মানে এখন তো বিটকয়েনের দাম ৩৬ হাজার বা ৩৭০০০ ডলার এর মত আছে। যদি বিটকয়েন হালবিং এর সময় একই দাম থাকে তাইলে কি বিটকয়েনের প্রাইস ১৬০০০ ডলারের নামবে।
Bitcoin Halving নিয়া আমি বেশ কিছু প্রশ্ন উপস্থাপন করতে চাই আপনাগো মাঝে।

প্রশ্ন: ১: Bitcoin Halving কি ও এর মানে কি?

প্রশ্ন: ২: কেন  Bitcoin Halving হয় এবং কত সালে প্রথম Halving হয়েছিল

প্রশ্ন: ৩: Bitcoin Halving হলে কি হয়

Crypto Currency তে যেসব ভাইরা যুক্ত তারা সবাই Bitcoin Halving এর কথা শুনছে হয়তো কেউ এর সম্পর্কে জানে। আপনাদের সবার কাছে আমি এইগুলা জানতে চাই।
25  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: November 13, 2023, 01:23:39 PM
It looks like the World Cup tournament has almost come to an end. Only three more matches to decide who will win the World Cup. India, who are unbeaten so far in this tournament, will face New Zealand in the first semi-final, who have been runners-up for the last two times. India are such a team now that it becomes very difficult to analyze them. On the other hand, South Africa will face Australia in the second semi-final. Australia's performance started off slow at the start of the group stage, but they turned around later. South Africa has shown a very good batting performance in this tournament. The two semi-final games are going to be very crowded. Just one more week to decide who will be the champion.
The World Cup tournament is over, the first leg is already over, now we have only two semi-final matches and one final match to look forward to. Comparing the four teams, it is very easy to place India ahead for this World Cup as India is the only team that has secured 100% win in all the nine matches of the first leg. You cannot show a single player in India who is out of form. Every player is outperforming every other player. India played a match against New Zealand in the first leg and India defeated New Zealand by a big margin. So I consider India as the favorite for the semi-final match against New Zealand and if India does not perform too badly then India will definitely go to the final of the World Cup tournament.
The World Cup tournament is almost at an end with only three matches remaining.In the game of cricket, nothing is guaranteed when anything can happen, as evidenced by the smaller teams in this World Cup.But everyone understands and believes that India is the best team.India and New Zealand faced each other in a group stage match and India won.

New Zealand have been the unluckiest team in the World Cup so far who have played in the World Cup final many times but never won the trophy.In the last World Cup they were defeated by England in the final match.Their fortunes did not help in the World Cup where they were miserably defeated by England.
Pages: « 1 [2]
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!