Bitcoin Forum
May 02, 2024, 04:11:10 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
   Home   Help Search Login Register More  
Pages: « 1 ... 423 424 425 426 427 428 429 430 431 432 433 434 435 436 437 438 439 440 441 442 443 444 445 446 447 448 449 450 451 452 453 454 455 456 457 458 459 460 461 462 463 464 465 466 467 468 469 470 471 472 [473] 474 475 476 477 478 479 480 481 482 483 484 485 486 487 488 489 490 491 492 493 494 495 496 497 498 499 500 501 502 503 504 505 506 507 508 509 510 511 512 513 514 515 516 517 518 519 520 521 522 523 ... 526 »
  Print  
Author Topic: বাংলা (Bengali)  (Read 3755876 times)
This is a self-moderated topic. If you do not want to be moderated by the person who started this topic, create a new topic. (1800 posts by 83+ users deleted.)
synchronym
Full Member
***
Offline Offline

Activity: 364
Merit: 103

★Bitvest.io★ Play Plinko or Invest!


View Profile
November 12, 2023, 03:26:52 PM
 #9441

গতকাল আমার পার্সোনাল বিকাশ থেকে ৫১০০ টাকা সেন্ড মানি করতে যেয়ে ভুলক্রমে অন্য আরেকটি নাম্বারে ৫১০০ টাকা চলে যায়। সাথে সাথে ওই নাম্বারে ফোন করে দেখি নাম্বারটি ভুল বলতেছে আবার বলতেছেন নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না। কিন্তু বিকাশের প্রতিনিধির কাছ থেকে চেক করে জানতে পারলাম যে, নাম্বারটি কোন একটা মেয়ের নামে বিকাশ একাউন্ট খোলা আছে।নাম্বারটি কতদিন আগে বন্ধ হয়ে গেছে সেটাও জানা গেল না। অনলাইন বিকাশ কাস্টমার সার্ভিসে ফোন দিলে, "তারা আমাকে জানালো যে, আপনার কমপ্লেনটি এন্ট্রি করা হয়েছে এবং দুই কর্ম দিবসের মধ্যে আপনাকে জানিয়ে দেয়া হবে, যদি রিসিভার আপনাকে টাকা পে করতে সম্মতি পোষণ করে আর যদি রিসিভার আপনাকে টাকা পে করতে সম্মতি পোষণ না করেন তাহলে বিকাশ কোন দায়ভার বহন করবে না।

এখন আমার প্রশ্ন হল যে, ৫১০০ টাকা খুব কম টাকাও না। আবার বিকাশ কোন দায়ভারও বহন করবে না তাহলে আমার টাকা কি আমি ফেরত পাবনা? নাকি ভুল শুধু আমাদেরই হয় কাস্টমার প্রতিনিধিদের কারো হয় না?

যাইহোক, ভুলটা যেহেতু আমার ছিল তাই নীরবে ভুলটা স্বীকার করে, কাস্টমার প্রতিনিধিকে শুধু একটি কথাই বললাম, আপনাদের এই কাস্টমার প্রতিনিধিদের বা আপনাদের বিকাশের অনারশীপে যারা আছেন তাদের উচিত যে, ইনস্ট্যান্ট একটা মিটিং করা তিনজনের মধ্যে (১. ভুলক্রমে যে টাকা পাঠিয়েছে মানে সেন্ডার। আর ২. যে একাউন্টে টাকাটা গেছে মানে রিসিভার এবং ৩. কাস্টমার সার্ভিস প্রতিনিধি)। ২ থেকে ৫ মিনিটের এই মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া উচিত, আপনার একাউন্টে ভুল করে যে টাকাটা গেছে, আপনি দয়া করে যে ভুল করে পাঠিয়েছি তার একাউন্টে টাকাটা পাঠিয়ে দিবেন এবং এই পাঠানো বাবদ ওই ব্যক্তির কোন টাকা খরচ হবে না মানে চার্জ ফ্রি করা উচিত।

তখন সেই আপুটি মিষ্টি সুরে বলল, জ্বী আপনার পরামর্শটি আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিব!

বিকাশের যদি টাকা পাঠানোর বা নিজের টাকার যদি কোন সিকিউরিটি না থাকে, তাহলে এর থেকে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি হাজারগুন ভালো। তখন আমি চিৎকার করে বলতে চেয়েও, করতে পারলাম না চিৎকার! বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সির বৈধতা দেয়া হোক...!

আর সিনিয়র ভাইদের প্রতি অনুরোধ রইলো। আমি মাত্র ১৫ টি মেরিটের জন্য ফুল মেম্বার পদ অর্জন করতে পারছি না। সবার সহযোগিতা কামনা করছি।
ভাই আমরা কেউ ভুলে ঊর্ধ্বে নয় মানুষ মাত্রই ভুল হয় তেমনি আপনার ভুল হয়েছে।আপনি যে নাম্বারে ৫১০০ টাকা বিকাশ করেছেন ওই নাম্বারটা আর ব্যবহারিত হচ্ছে না। যদি ওই নাম্বারটা ব্যবহার হতো তাহলে হয়তো টাকাটা আপনি ফেরত পেতেন। আপনি যে নাম্বারে বিকাশ করেছেন যদি ওই লোকটা ভালো হতো তাহলে আপনি ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার টাকা রিটার্ন করতো। এ ধরনের সমস্যা আমি নিজে একবার পড়েছিলাম আমার পার্সোনাল বিকাশ নাম্বার ছিল না দোকান থেকে বিকাশে টাকা সেন্ড করেছিলাম কিন্তু সে টাকাটা অন্যজনের নাম্বারে ঢুকে যায় ‌। ওই দোকানদারকে বলার পরে সে বলল আপনি যে নাম্বার দিছেন সে নাম্বারে আমি টাকা সেন্ড করছে আমি কিছু করতে পারবো না । যে নাম্বারে বিকাশ করেছিলাম পরে ওই নাম্বারে যোগাযোগ করার পর ওই লোকটা আমাকে টাকা রিটার্ন করে। হয়তোবা সে ভালো ছিল এজন্য আমার টাকাটা রিজন করেছে। আমার অভিজ্ঞতা থেকে বললাম আপনার নাম্বারটা যদি  ব্যবহার করত তাহলে হয়তো আপনাকে টাকাটা ব্যাক দিত। আবার যখন আপনি বিকাশ মাধ্যমে লেনদেন করবেন অবশ্যই সতর্কতার সঙ্গে লেনদেন করবেন ।আপনি যে নাম্বারটা টাকা পাঠাবেন  ওই নাম্বারটা আপনি বারেবারে চেক করবেন। তাহলে হয়তো ভবিষ্যতে আপনার এ ধরনের ভুল আর হবে না।

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ★ ★ ★ ★ ★ ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
PLINKO    |7| SLOTS     (+) ROULETTE    ▼ BIT SPINBITVESTPLAY or INVEST ║ ✔ Rainbot  ✔ Happy Hours  ✔ Faucet
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ★ ★ ★ ★ ★ ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
1714623070
Hero Member
*
Offline Offline

Posts: 1714623070

View Profile Personal Message (Offline)

Ignore
1714623070
Reply with quote  #2

1714623070
Report to moderator
1714623070
Hero Member
*
Offline Offline

Posts: 1714623070

View Profile Personal Message (Offline)

Ignore
1714623070
Reply with quote  #2

1714623070
Report to moderator
BitcoinCleanup.com: Learn why Bitcoin isn't bad for the environment
Advertised sites are not endorsed by the Bitcoin Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction.
1714623070
Hero Member
*
Offline Offline

Posts: 1714623070

View Profile Personal Message (Offline)

Ignore
1714623070
Reply with quote  #2

1714623070
Report to moderator
Crypto Library
Hero Member
*****
Online Online

Activity: 840
Merit: 758


Find your Digital Services at- cryptolibrary.pro


View Profile WWW
November 12, 2023, 07:08:53 PM
 #9442

বর্তমানে  কিছুক্ষণ আগে এই Enjin এর প্রাইজ  মোটামুটি একটা ভালো ডাউন দিয়েছে সরাসরি ৩১ সেন্ট থেকে  ২৯  এর নিচে নেমে গিয়েছে। তো  এই বর্তমান সময়ে  যদি কেউ ৪২৯.১৮টি Enjin কয়েন কিনতে চায় তার জন্য  ১২২+. ডলার সমপরিমাণ লাগবে।  আর ২২ ডলার এর  রিস্ক নিয়ে এই  জার্নিতে সরাসরি যুক্ত হয়ে যেতে পারেন।
আচ্ছা ভাই, আপনার কি মনে হয় যে আপনি যখন কয়েন কেনেন তার পর থেকেই মার্কেট ডাউন হয়ে যায়? আমার কেনো জানি এটা মনে হয়। তবে এবার আমি ডাউন হওয়ার পর আরো কিছু কয়েন কিনলাম। আর প্ল্যান আছে যে আবার ডাউন হলে আরো কিনবো। অনেকটা ডি সি এ এর মতো করে ইনভেষ্ট করার প্ল্যান আছে। তবে আমার একটা নির্দিষ্ট টার্গেট আছে, এই এমাউন্ট এর বেশি ইনভেষ্ট করবো না। প্রতিবারই বাই সেল এর একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়ে লস করে মার্কেট থেকে বের হই, তবে এবার লস এ সেল করবো না কোনো ভাবেই। যতো লসে যাবো, আরো বেশি করে একই কয়েন কিনবো। যা আছে কপালে  Smiley
আসলে ভাই আমার যা মনে হয় সেটা হলো গিয়ে  আমি যখন কোন আল্ট কয়েনে ইনভেস্টমেন্ট করি তারপরেই শুধু ওইটার দাম কমতে থাকে। আবার যখন ইনভেস্টমেন্ট করি না তখনই বাড়তে থাকে। ২০২০ এবং ২০২১ সালে কিছু অল্ট কয়েনে ইনভেস্টমেন্ট করেছিলাম  সেগুলোর প্রাইস বর্তমানে মাশাল্লাহ দশজন কমে গিয়েছে। Roll Eyes  তারপরও হোল্ডিং এ রেখে দিয়েছি যদি ফিউচারে বুল রানে  সুযোগ পাওয়া যায়।
বিটকয়েন এর ক্ষেত্রেও এরকম কয়েকবার হয়েছে লং টার্মে ইনভেস্টমেন্ট করতেছি।  এক মাসে ইনভেস্ট করেছি আরেক মাসে দাম কমে গিয়েছে। আবার  এই ঘটনা ঘটার পরে  বিটকয়েনের দাম যখন কমেছে তখন ইনভেস্ট করি নাই এখন আবার বেড়ে গেছে, তারপরেও এখনো পর্যন্ত সবকিছু মিলিয়ে বিটকয়েনের দিক থেকে প্রফিটে আছি,  তবে টার্গেট 100k  এর উপরে সেল দেওয়া।  এখন দেখি কতদিন টাইম নেয়।
কিছু দিন আগে কে যেনো বলেছিলেন নগদ/বিকাশ থেকে মেসেজ দিয়ে সতর্ক করা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি লেনদেন থেকে বিরতী থাকুন। আজকে দেখি আমার ফোনেও এসেছে বিকাশ থেকে দিয়েছে। ক্রিপ্টোকারেন্সি সাথে জরিত রয়েছি এমনেই অনেক ভয় হয়, এই ধরনের নিউজ দেখে আরও অনেক ভয় লাগে।

সেই পাবলিকটা আমি ভাই, এটা শুধু আপনার না আমার কাছেও এসেছে আপনার পোস্ট করার কিছুক্ষণ আগে আমার কাছেও নোটিফিকেশন এসেছিল।  আমি ভাবছিলাম যে আমার তাই শুধু একা একা আসতেছে  বারবার আসতেছে কেন, যাই হোক আমি শুধু সেই একা পাপী বান্দা না যারা এই নোটিফিকেশন বারবার পাচ্ছেRoll Eyes


আমাদের মাঝে অনেকেই আছি যাদের কোনো ল্যাপটপ বা কম্পিউটার নেই। তাই তাদের জন্য Kali Nethunter এর একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। এটি ব্যবহার করে আপনি আপনার এনড্রয়েড ফোনেই লিনাক্স ব্যবহার করতে পারবেন (রুটলেস)।
এই টিউটোরিয়াল এনড্রয়েড ১১ তে বানানো হয়েছে, তবে এটি অন্যান্য এনড্রয়েড ভার্সনেও কাজ করার কথা।
ও আচ্ছা তাই তো বলি ইন্টারফেসটা চেনা চেনা লাগে কেন Kali Nethunter বলতে গেলে অনেকটা Kali Linux এর মোবাইল ভার্সন। Tongue
যাইহোক ভাই  লিনাক্স  রিলেটেড শুরু করেছেন তাই আমি বলব  এর প্যানিট্রেশন টেস্টিং টুলগুলোর  টিউটোরিয়াল সম্পর্কে জানা থাকলে মাঝেমধ্যে সেগুলো শেয়ার করবেন।আমি সেই বহুত আগে থেকে ইন্সটল করে রেখেছি কিন্তু এখনো পর্যন্ত খুব একটা ভালো  নলেজ নেই এর উপরে। 
আচ্ছা ভাই কালি লিনাক্সে ভিপিএন অ্যাড করার সম্পর্কে কি কোন ধারণা আছে আপনার?  বর্তমানে আমি Kali Linux 2020.1  ভার্চুয়াল বক্সেরটা ব্যবহার করতেছি।

███████████████████████████
███████▄████████████▄██████
████████▄████████▄████████
███▀█████▀▄███▄▀█████▀███
█████▀█▀▄██▀▀▀██▄▀█▀█████
███████▄███████████▄███████
███████████████████████████
███████▀███████████▀███████
████▄██▄▀██▄▄▄██▀▄██▄████
████▄████▄▀███▀▄████▄████
██▄███▀▀█▀██████▀█▀███▄███
██▀█▀████████████████▀█▀███
███████████████████████████
.
.Duelbits.
..........UNLEASH..........
THE ULTIMATE
GAMING EXPERIENCE
DUELBITS
FANTASY
SPORTS
████▄▄█████▄▄
░▄████
███████████▄
▐███
███████████████▄
███
████████████████
███
████████████████▌
███
██████████████████
████████████████▀▀▀
███████████████▌
███████████████▌
████████████████
████████████████
████████████████
████▀▀███████▀▀
.
▬▬
VS
▬▬
████▄▄▄█████▄▄▄
░▄████████████████▄
▐██████████████████▄
████████████████████
████████████████████▌
█████████████████████
███████████████████
███████████████▌
███████████████▌
████████████████
████████████████
████████████████
████▀▀███████▀▀
/// PLAY FOR  FREE  ///
WIN FOR REAL
..PLAY NOW..
HelliumZ
Full Member
***
Offline Offline

Activity: 322
Merit: 124



View Profile
November 13, 2023, 12:55:01 AM
 #9443

আমি বিটকোইন্টক এ নতুন আমার উচ্চ মানের পোস্ট এবং মেরিট উপার্জন এর জন্য করণীয় কি।
আমাদের বাংলাদেশ লোকাল থ্রেডটি দিন দিন আরও বেশি সমৃদ্ধ হচ্ছে। যেসব ইউজারদের কারণে এই সমৃদ্ধি লাভ করছে বাংলাদেশ লোকাল থ্রেড বা যেসব পোস্টের জন্য এই লোকাল থ্রেডটি সমৃদ্ধ লাভ করছে। সেসব পোষ্টের একটি তালিকা তৈরি করা হলো।

আমি অসংখ্য ধন্যবাদ জানাই @Little Mouse ভাই এবং @LDL ভাইকে যারা আমাকে এই পোস্টটি তৈরি করতে বিভিন্ন সময় বিভিন্ন রকম পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। আর একজন ব্যক্তির কথা না বললেই না @Learn Bitcoin ভাই যার পরামর্শ অনুযায়ী এই পোস্টের টাইটেল নির্ধারণ করা হয়েছে। আমি আশা করব তারা সব সময় আমাকে ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।


ক্রমিক|একনজরে দেখে আসুন|বোর্ড|
1
|Re: মাসিক পোস্ট একটিভিটি/কাউন্টডাউন|বাংলাদেশ (Bengali) > সেপ্টেম্বর >২০২৩ |
2
|Re: মাসের সেরা পোস্টগুলো|বাংলাদেশ (Bengali) > সেপ্টেম্বর >২০২৩|
3
|Re: নতুনরা - পোস্ট করার আগে পড়ুন      | বাংলাদেশ (Bengali) > BitCoinDream|
4
|Re: ইফেক্টিভ অনুবাদ|বাংলাদেশ (Bengali) > সেপ্টেম্বর > ২০২৩ | Z_MBFM, Bitcoin_people|
5
|Re: ইফেক্টিভ বিবিধ পোস্ট| বাংলাদেশ (Bengali) > সেপ্টেম্বর >২০২৩|

আপনি কোট করা পোস্টগুলো ভালোভাবে খেয়াল করে দেখুন এরা যারা বেশি বেশি মেরিট পেয়েছে তারা কি টাইপের পোস্ট করে। আপনি ফোরামে নিয়মিত একটিভ থাকুন এবং সকলে যে টাইপের পোস্ট করে সে টাইপের পোস্ট করার চেষ্টা করুন দেখবেন আপনিও একদিন এদের মত বড় ইউজার হয়ে গেছেন। ফোরামে এসে কখনো অধৈর্য হলে চলবে না বরং ধৈর্য ধরে সকলের সাথে মিশে মিলেমিশে কাজ করুন অবশ্যই আপনি সাকসেস হবেন।

Fuso.hp
Sr. Member
****
Online Online

Activity: 448
Merit: 260



View Profile
November 13, 2023, 01:15:05 AM
 #9444

গতকাল আমার পার্সোনাল বিকাশ থেকে ৫১০০ টাকা সেন্ড মানি করতে যেয়ে ভুলক্রমে অন্য আরেকটি নাম্বারে ৫১০০ টাকা চলে যায়। সাথে সাথে ওই নাম্বারে ফোন করে দেখি নাম্বারটি ভুল বলতেছে আবার বলতেছেন নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না। কিন্তু বিকাশের প্রতিনিধির কাছ থেকে চেক করে জানতে পারলাম যে, নাম্বারটি কোন একটা মেয়ের নামে বিকাশ একাউন্ট খোলা আছে।নাম্বারটি কতদিন আগে বন্ধ হয়ে গেছে সেটাও জানা গেল না। অনলাইন বিকাশ কাস্টমার সার্ভিসে ফোন দিলে, "তারা আমাকে জানালো যে, আপনার কমপ্লেনটি এন্ট্রি করা হয়েছে এবং দুই কর্ম দিবসের মধ্যে আপনাকে জানিয়ে দেয়া হবে, যদি রিসিভার আপনাকে টাকা পে করতে সম্মতি পোষণ করে আর যদি রিসিভার আপনাকে টাকা পে করতে সম্মতি পোষণ না করেন তাহলে বিকাশ কোন দায়ভার বহন করবে না।

এখন আমার প্রশ্ন হল যে, ৫১০০ টাকা খুব কম টাকাও না। আবার বিকাশ কোন দায়ভারও বহন করবে না তাহলে আমার টাকা কি আমি ফেরত পাবনা? নাকি ভুল শুধু আমাদেরই হয় কাস্টমার প্রতিনিধিদের কারো হয় না?
৫০০০ প্লাস টাকা আপনি ভুলক্রমে অন্য একটি নাম্বারে পাঠিয়ে দিয়েছেন, বর্তমান সময়ে পাঁচ হাজার টাকা অনেক বড় একটি অ্যামাউন্ট এবং ভুলক্রমে যার কাছে আপনি এই টাকাগুলো পাঠিয়েছেন তার কাছ থেকে এই টাকা ফিরে পাওয়া কঠিন কারণ তিনি যদি অতিরিক্ত সৎ মানুষ না হন তাহলে সে কখনোই আপনার টাকা ফিরিয়ে দিবে না। এ ধরনের গুরুত্বপূর্ণ কাজ করার আগে অবশ্যই আপনি নাম্বার সঠিক দিয়েছেন কিনা তা একাধিকবার চেক করতে হয়। সময় কিছুটা বেশি লাগলেও আপনি সঠিক ইউজারকে টাকা পাঠাচ্ছেন কিনা তার নিশ্চয়তা আপনি একাধিকবার চেক করলে পেয়ে যেতেন।
মোবাইল ব্যাংকিং গুলোর ক্ষেত্রে এরকম কোন রুলস নাই যে ভুলক্রমে কোন নাম্বারে টাকা পাঠালে এবং সেই ব্যক্তি যদি টাকা দিতে অস্বীকার করে তাহলে বিকাশ অথবা নগদ এরকম মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো সেই অর্থ ফিরিয়ে দিতে পারে। আপনি শুধুমাত্র অভিযোগ করেছেন এবং সেই অভিযোগ তারা শুধুমাত্র এন্ট্রি করে রাখবে এবং তারা হয়তো ওই ব্যক্তিকে মেসেজ করতে পারে এর থেকে বেশি কিছু হয়তো তারা করবে না।
ভুল করেছেন এবং অবশ্যই আপনি ভুল থেকে শিক্ষা নিয়েছেন আশা করছি ভবিষ্যতে আপনার এই ধরনের ভুল আর হবে না।

.
SPIN

       ▄▄▄██████████▄▄▄
     ▄███████████████████▄
   ▄██████████▀▀███████████▄
   ██████████    ███████████
 ▄██████████      ▀█████████▄
▄██████████        ▀█████████▄
█████████▀▀   ▄▄    ▀▀▀███████
█████████▄▄  ████▄▄███████████
███████▀  ▀▀███▀      ▀███████
▀█████▀          ▄█▄   ▀█████▀
 ▀███▀   ▄▄▄  ▄█████▄   ▀███▀
   ██████████████████▄▄▄███
   ▀██████████████████████▀
     ▀▀████████████████▀▀
        ▀▀▀█████████▀▀▀
.
RIUM
.
███
███
███
███
███
███
███
███
███
███
███
███
SAFE GAMES
WITH WITHDRAWALS
       ▄▀▀▀▀▀▀▄▄▄▄
 ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄  ▀▀▄
█    ▄         █   ▀▌
█   █ █        █    ▌
█      ▄█▄     █   ▐
█     ▄███▄    █   ▌
█    ███████   █  ▐
█    ▀▀ █ ▀▀   █  ▌
█     ▄███▄    █ ▐
█              █▐▌
█        █ █   █▌
 ▀▄▄▄▄▄▄▄▄█▄▄▄▀
       ▄▀▀▀▀▀▀▄▄▄▄
 ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄  ▀▀▄
█    ▄         █   ▀▌
█   █ █        █    ▌
█      ▄█▄     █   ▐
█     ▄███▄    █   ▌
█    ███████   █  ▐
█    ▀▀ █ ▀▀   █  ▌
█     ▄███▄    █ ▐
█              █▐▌
█        █ █   █▌
 ▀▄▄▄▄▄▄▄▄█▄▄▄▀
.
███
███
███
███
███
███
███
███
███
███
███
███
▄▀▀▀











▀▄▄▄
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
.
SIGN UP


▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
▀▀▀▄











▄▄▄▀
DYING_S0UL
Sr. Member
****
Offline Offline

Activity: 308
Merit: 315


The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN


View Profile WWW
November 13, 2023, 02:00:31 AM
Merited by fillippone (1)
 #9445

ও আচ্ছা তাই তো বলি ইন্টারফেসটা চেনা চেনা লাগে কেন Kali Nethunter বলতে গেলে অনেকটা Kali Linux এর মোবাইল ভার্সন। Tongue
যাইহোক ভাই  লিনাক্স  রিলেটেড শুরু করেছেন তাই আমি বলব  এর প্যানিট্রেশন টেস্টিং টুলগুলোর  টিউটোরিয়াল সম্পর্কে জানা থাকলে মাঝেমধ্যে সেগুলো শেয়ার করবেন।আমি সেই বহুত আগে থেকে ইন্সটল করে রেখেছি কিন্তু এখনো পর্যন্ত খুব একটা ভালো  নলেজ নেই এর উপরে।  
আচ্ছা ভাই কালি লিনাক্সে ভিপিএন অ্যাড করার সম্পর্কে কি কোন ধারণা আছে আপনার?  বর্তমানে আমি Kali Linux 2020.1  ভার্চুয়াল বক্সেরটা ব্যবহার করতেছি।

হ্যা ভাই যেই লাউ সেই কদুই এটা। শুধু আপনি যেটা চালায়তেছেন সেটা পিসি ভার্সন আর আমি যেটা চালাইতেছি সেটা এনড্রয়েড ভার্সন। এটা এনড্রয়েডে ব্যবহারের জন্য স্পেসিফিকালি বানানো। এটাই তফাৎ।

প্যানিট্রেশন টুল সম্পর্কে বলতাম, তবে আমার কাছে ঐ কাজের হার্ডওয়ারটাই নাই। যেকোনো ধরনের Wireless attack, করার জন্য আগে একটি ভালো Wifi Adapter লাগে (Monitor Mode সাপোর্ট থাকতে হবে)। যেমন: alfa (৩-৪ হাজার দাম)।

যেমন ধরেন আপনি যদি Wifi হ্যাক করতে চান, সেক্ষেত্রে আপনার লিনাক্সে আগে থেকেই কিছু টুলস্ বিল্ডইন আছে। (wifite, reaver, wireshark, aircrack-ng, pixieWPS)। এগুলোর সবগুলেতে আপনার adapted লাগবে।

আপনি যদি চান, তাহলে আমি এনড্রয়েডের জন্য Wifi হ্যাক এর টুলস্ (pixieWPS) দিতে পারি। তবে ফোন রুটেড থাকতে হবে।

ভাই লিনাক্স বেশির ভাগ সফ্টওয়ারই ম্যানুয়ালি কমান্ড প্রমোপ্ট থেকে ইনস্টল করতে হয়। মানে প্যাকেজ নেমগুলো টাইপ করে আরকি। আমার কখনো VPN ব্যবহারের দরকার পড়ে নাই, তাই এ বিষয়ে ঘাটি নাই। তবে এই ভিডিওটা চাইলে দেখতে পারেন, https://youtu.be/S975wq4Qbfc?si=XEL1KYy52-w9fST8

আপনি জানেন কিনা জানিনা, তবে লিনাক্সে এপস্ ইন্সটল করার জন্য কিছু এপ স্টোরও আছে যেমন, snap store, flathub, KDE, GNOME। একটু কষ্ট করে এই কি ওয়ার্ডগুলো সার্চ করুন, সব বুঝে যাবেন।  Wink

সবথেকে ভালো হয় ফ্রেশ লিনাক্স ইনস্টল করার পর এপ স্টোর সেটআপ করে নিলে। এতে করে ফাইল/প্যাকেজ করোপ্ট হয়না। কারণ অনেক সময় ঝামেলা করে। লিনাক্সে শতশত ডিসট্রো আছে, একেক টায় একেকটা ভালো কাজ করে, তাই বুঝে শুনে কইরেন যা করার।

AoBT
▄▄█████████████████▄▄
███████████████████████
█████████████████████████
███████████████████████
██████████████████████
█████████████████████
███████████████████████
██████████████████████
█████████████████████
█████████████████████
█████████████████████████
███████████████████████
█████████████████
The Alliance
of Bitcointalk
Translators
▄▄▄███████▄▄▄
▄███████████████▄
▄███
████████████████▄
▄██
███████████████████▄
▄█
██████████████████████▄
████████████████████████
█████████████████████
████████████████████████
▀███████████████████████▀
▀███████████████████
▀███████████████████▀
███████████████▀
▀▀▀███████▀▀▀
.
JOIN US

▄███████████████████████▄
█████████████████████████
█████▀▀██████▀▀██▀▀▀▀████
████████▀██████████
████▄▄▄▄▀███████
███████▄▀▄█▀▀███████
█████████████████████████
█████████████████████████
████████████▀████████████
▀███████████████████████▀
█████

██████████
.
HIRE US
Bitcoin_people
Sr. Member
****
Online Online

Activity: 504
Merit: 309


Bitcoin Halving Year 🎗️🎭


View Profile WWW
November 13, 2023, 03:17:02 AM
Merited by Learn Bitcoin (2)
 #9446

গতকাল আমার পার্সোনাল বিকাশ থেকে ৫১০০ টাকা সেন্ড মানি করতে যেয়ে ভুলক্রমে অন্য আরেকটি নাম্বারে ৫১০০ টাকা চলে যায়। সাথে সাথে ওই নাম্বারে ফোন করে দেখি নাম্বারটি ভুল বলতেছে আবার বলতেছেন নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না। কিন্তু বিকাশের প্রতিনিধির কাছ থেকে চেক করে জানতে পারলাম যে, নাম্বারটি কোন একটা মেয়ের নামে বিকাশ একাউন্ট খোলা আছে।নাম্বারটি কতদিন আগে বন্ধ হয়ে গেছে সেটাও জানা গেল না। অনলাইন বিকাশ কাস্টমার সার্ভিসে ফোন দিলে, "তারা আমাকে জানালো যে, আপনার কমপ্লেনটি এন্ট্রি করা হয়েছে এবং দুই কর্ম দিবসের মধ্যে আপনাকে জানিয়ে দেয়া হবে, যদি রিসিভার আপনাকে টাকা পে করতে সম্মতি পোষণ করে আর যদি রিসিভার আপনাকে টাকা পে করতে সম্মতি পোষণ না করেন তাহলে বিকাশ কোন দায়ভার বহন করবে না।

এখন আমার প্রশ্ন হল যে, ৫১০০ টাকা খুব কম টাকাও না। আবার বিকাশ কোন দায়ভারও বহন করবে না তাহলে আমার টাকা কি আমি ফেরত পাবনা? নাকি ভুল শুধু আমাদেরই হয় কাস্টমার প্রতিনিধিদের কারো হয় না?

যাইহোক, ভুলটা যেহেতু আমার ছিল তাই নীরবে ভুলটা স্বীকার করে, কাস্টমার প্রতিনিধিকে শুধু একটি কথাই বললাম, আপনাদের এই কাস্টমার প্রতিনিধিদের বা আপনাদের বিকাশের অনারশীপে যারা আছেন তাদের উচিত যে, ইনস্ট্যান্ট একটা মিটিং করা তিনজনের মধ্যে (১. ভুলক্রমে যে টাকা পাঠিয়েছে মানে সেন্ডার। আর ২. যে একাউন্টে টাকাটা গেছে মানে রিসিভার এবং ৩. কাস্টমার সার্ভিস প্রতিনিধি)। ২ থেকে ৫ মিনিটের এই মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া উচিত, আপনার একাউন্টে ভুল করে যে টাকাটা গেছে, আপনি দয়া করে যে ভুল করে পাঠিয়েছি তার একাউন্টে টাকাটা পাঠিয়ে দিবেন এবং এই পাঠানো বাবদ ওই ব্যক্তির কোন টাকা খরচ হবে না মানে চার্জ ফ্রি করা উচিত।

তখন সেই আপুটি মিষ্টি সুরে বলল, জ্বী আপনার পরামর্শটি আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিব!

বিকাশের যদি টাকা পাঠানোর বা নিজের টাকার যদি কোন সিকিউরিটি না থাকে, তাহলে এর থেকে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি হাজারগুন ভালো। তখন আমি চিৎকার করে বলতে চেয়েও, করতে পারলাম না চিৎকার! বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সির বৈধতা দেয়া হোক...!

আর সিনিয়র ভাইদের প্রতি অনুরোধ রইলো। আমি মাত্র ১৫ টি মেরিটের জন্য ফুল মেম্বার পদ অর্জন করতে পারছি না। সবার সহযোগিতা কামনা করছি।
ভাই যেহেতু আপনি টাকা পাঠিয়ে দিয়েছেন তাই আপনার এই টাকাটা ফেরত পাওয়া খুবই কষ্ট, সম্ভবত পাবেন না। আপনি এখানে উল্লেখ করেছেন আপনি যে নাম্বারে টাকা সেন্ড করেছেন সেই নাম্বারটি বর্তমানে বন্ধ আছে আবার বিকাশ একাউন্ট খোলা আছে সে ক্ষেত্রে আপনি সেই নাম্বারে কখনো যোগাযোগ করতে পারবেন না এবং আপনার টাকা ফেরত পাওয়ার আশা ভরসা বাদ দিয়ে দিন। যদি সেই নাম্বারে ফোন ঢুকত বা কেউ রিসিভ করে কথা বলতে তাহলে হয়তো সম্ভব হতো যদি ভালো ব্যক্তি হত তাহলে দিয়ে দিত কিন্তু ফোন যেহেতু আপনার সেই নাম্বারে ঢুকছেনা সেহেতু আপনার অর্থ ফেরত পাওয়ার কোন ওয়ে নেই। যাইহোক ভাই আপনি যেহেতু বিকাশ কাস্টমার সার্ভিসের সাথে কথা বলেছেন কিন্তু তারা আপনাকে যেভাবেই হোক বুঝিয়েছে এবং তারা এই বিষয়ে দায়ী নয় এটা সবসময় বলবে। কেননা ভুলটা আপনারও ভুলটা তাদের নয় যদি তাদের ভুল হতো তাহলে অবশ্যই আপনি তাদেরকে দোষারোপ করতে পারতেন বরং আপনার ভুলে অন্যকে দোষারোপ কখনো করতে পারবেন না। তাছাড়া আপনি যদি ক্রিপ্টোকারেন্সি লেনদেন ব্যবহার করে অন্য ভিন্ন এড্রেস এ পাঠিয়ে দিতেন তাহলেও হয়তো কখনোই আপনার অর্থ ফেরত পেতেন না এটা নিশ্চিত, যেহেতু বিকাশ কাস্টমার সার্ভিস থেকে আপনাকে সেই ব্যক্তির কিছুটা হলেও ইনফরমেশন দিয়েছে। আর যদি আপনি ক্রিপ্টো স্পেসে এ ধরনের ভুল করতেন তাহলে কেউই আপনাকে কোন ব্যক্তির ইনফরমেশন দিতে পারত না বরং হাইড থাকতো। সেজন্যই ভাই দিন দিন করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন এবং একটি আপনাকে সব সময় মেনে চলতে হবে কেননা একবার ভুল করলে সেটা কখনোই সংশোধন হয় না এটা আমরা সকলেই জানি ধন্যবাদ।

.
Duelbits
DUELBITS
FANTASY
SPORTS
████▄▄█████▄▄
░▄████
███████████▄
▐███
███████████████▄
███
████████████████
███
████████████████▌
███
██████████████████
████████████████▀▀▀
███████████████▌
███████████████▌
████████████████
████████████████
████████████████
████▀▀███████▀▀
.
▬▬
VS
▬▬
████▄▄▄█████▄▄▄
░▄████████████████▄
▐██████████████████▄
████████████████████
████████████████████▌
█████████████████████
███████████████████
███████████████▌
███████████████▌
████████████████
████████████████
████████████████
████▀▀███████▀▀
///  PLAY FOR FREE  ///
WIN FOR REAL
█████
██
██
██
██
██
██
██
██
██
██
██
█████
██████████████████████████████████████████████████████
.
PLAY NOW
.
██████████████████████████████████████████████████████
█████
██
██
██
██
██
██
██
██
██
██
██
█████
Suzume
Member
**
Offline Offline

Activity: 322
Merit: 26

Be Happy ☺️


View Profile
November 13, 2023, 03:31:08 AM
 #9447

ও আচ্ছা মাত্র ৬০০ বিটকয়েনের  Shocked এবং তিনি বাস মিস করেছেন  Grin



সোর্স
HelliumZ
Full Member
***
Offline Offline

Activity: 322
Merit: 124



View Profile
November 13, 2023, 04:23:47 AM
 #9448

ও আচ্ছা মাত্র ৬০০ বিটকয়েনের  Shocked এবং তিনি বাস মিস করেছেন  Grin



সোর্স
তিনি ওই সময় 600 বিটকয়েন ক্রয় করেছিলেন কিন্তু হয়তো ওই সময় তিনি আরো বিটকয়েন ক্রয় করতে পারতেন কিন্তু হয়তো তার প্ল্যানে বিটকয়েন ক্রয় করার ইচ্ছা থাকলেও বিটকয়েন ক্রয় করেননি। তাই রুপক অর্থে বাস মিস করার কথা বলেছেন অর্থাৎ বিটকয়েন ক্রয় করার সুযোগ থাকলেও বিটকয়েন ক্রয় করেননি। আমরা অনেক সময় বলি আহ ট্রেন মিস করলাম মানে সুযোগ কাজে লাগাতে পারিনি। আমরা অনেক সময় কিছু টোকেন দাম অনেক কমে যাওয়ার পরে ক্রয় করি না এর মানে আমরা ওই সময় হেলায় সুযোগ কাজে লাগাই না কিন্তু যখন ঐ টোকেন দাম বৃদ্ধি পায় তখন আমরা আফসোস করি এটাকে আমরা ট্রেন মিস করা বা বাস মিস করার সাথে তুলনা করতে পারি।

roksana.hee
Full Member
***
Online Online

Activity: 434
Merit: 119


View Profile WWW
November 13, 2023, 05:04:32 AM
 #9449

একবার ভুল করলে সেটা কখনোই সংশোধন হয় না এটা আমরা সকলেই জানি ধন্যবাদ।

জি ভাই, আমি আপনার কথার সাথে সম্পূর্ণ একমত। ভুলতো ভুলিই। ভুলের থেকে সবাই শিক্ষা লাভ করে। কেউ প্রথমে কোন কিছু জেনে বুঝে পৃথিবীতে আসেনা। যেমন আমি বিটকয়েনটক ফোরামের সম্পূর্ণ নতুন একজন ইউজার। বিটকয়েনটক ফোরামে প্রথম দু-একটা পোস্ট করতে যেয়ে ভুলের সম্মুখীন হয়েছি। তাই একটা পোস্ট সম্পূর্ণ না বুঝেই করে ফেলেছিলাম যার কারণে @icopress ভাই এর থেকে একটা নিউট্রাল ট্যাগ খেয়েছি। আর এই গত (September 26, 2023)মাসে আমাদের বাংলাদেশ লোকালে আমি একটা পোস্ট বাংলায় কনভার্ট করে পোস্ট করি এবং সেই পোস্টটিতে আমি সোর্স লিংকটা দিতে ভুলে গিয়েছিলাম। সেজন্য আমার বাংলাদেশের লোকাল থ্রেড থেকে আমাদের এক বাংলা বাংলাদেশী @Z_MBFM ভাই আমাকে আরেকটা নিউট্রাল ট্যাগ দিয়ে দিল। আমি সেই ভাইয়ের ব্যবহারে সত্যিই খুব কষ্ট পেয়েছিলাম। আমি আমার ভুল স্বীকার করে সাথে সাথেই আমি সোর্স লিংকটা অ্যাড করে দিয়েছিলাম। এবং ভাইকে সরি বলেছিলাম। তারপরও উনি আমাকে নিউট্রাল ট্যাগ দিয়ে দিলেন। এই নিউট্রাল ট্যাকটা পোস্ট করার প্রায় 30 দিন পরে দিয়েছিলেন। আমি ফোরামে কয়েকজনের সাথে কথা বলি। তারা বলল, হ্যাঁ আপনার ভুল ছিল কিন্তু যে ভাই আপনাকে নিউট্রাল ট্যাগ দিল সে সেটা ঠিক করে নাই। সে চাইলে সেটা কম সুন্দর দৃষ্টিতে দেখতে পারতো। আসলে আমি ফোরামের সম্পূর্ণ নতুন। হয়তো জেনে না জেনে কিছু ভুল হয়ে যেতে পারে। কিন্তু আমি ভাই বিটকয়েনটক ফোরামে কাজ করে যেতে চাই। হয়তো যে ভাই আমাকে নিউটাল ট্যাগ দিয়েছেন সে ভাই একজন পুরাতন ইউজার। তার প্রতি আমার কোন অভিযোগ নাই। যেহেতু ভুলটা আমার ছিল। সে চাইলে আমাকে মাফ করে দিতে পারতেন। ক্ষমা করা না করা সে যার যার ব্যক্তিগত বিষয়। হয়তো তিনি আমাকে অপছন্দ করেন যার কারণে আমাকে ক্ষমা করেন নাই। কিন্তু খুব কষ্ট লাগে এই জন্য যে তার ওই একটা নিউট্রাল ট্যাগের জন্য আমার এই বিটকয়েন ফোরামের জার্নিটাই হয়তো বন্ধ হয়ে যেতে পারে। তাই ভাইয়ের কাছে অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বিটকয়েনটক ফোরাম কাজ করে যেতে চাই, খুব ইচ্ছুক কাজ করতে। ভাই, আমরা নতুন আপনারা যদি আমাদেরকে সুযোগ না দেন তাহলে আমরা কিন্তু বড় হতে পারব না। আমাদের বড় হতে আপনাদের সাহায্য সহযোগিতা অনেক প্রয়োজন। আল্লাহ তায়ালা বলেছেন ক্ষমা সর্বোচ্চ মহৎ গুন। আল্লাহ আপনাকে এই ক্ষমার জন্য আপনার আমলনামায় ভবিষ্যতে ভালো কিছু লিখে রাখবেন।

Quote
~

গতকালকের আপডেট, ১৬২৪৭ থেকে গতকাল বিকাশের একজন প্রতিনিধি আপু আমাদের আমাকে ফোন দিয়েছিলেন, তিনি আমাকে জানালেন যে, আপনার কমপ্লেনটি পর্যবেক্ষণ করে আমরা দেখতে পেয়েছি যে আপনার লেনদেনটি ভুল হয়েছিল। তার প্রেক্ষিতে আমরা আপনাকে এই টাকাটি ফিরিয়ে দেয়ার চিন্তা করেছি। আপনার ভুলক্রমে পাঠানোর টাকাটি আপনি ফেরত পেতে পারেন। সেজন্য আপনাকে কিছু কাজ করতে হবে। আপনাকে টাকাটি ফিরে পেতে আজ থেকে আগামী ১০ দিনের মধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি করতে হবে। তারপর সেই অভিযোগে আপনার কোন নাম্বার থেকে টাকা গিয়েছে এবং কোন নাম্বারে টাকা পাঠাতে চেয়েছিলেন এবং ভুলক্রমে কোন নম্বরে টাকা চলে গিয়েছে, সেই তথ্য উল্লেখ করতে হবে। তারপর সেই সাধারণ ডায়রির সাথে আপনার স্পষ্ট ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি বিকাশ কাস্টমার কেয়ারে জমা দিতে হবে।

কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনার পাঠানো সাধারণ ডায়েরি বিকাশ কাস্টমার কেয়ারে সাবমিট করবেন এবং বাংলাদেশ বিকাশ কাস্টমার কেয়ারের হেড অফিস থেকে এ বিষয়ে সম্পূর্ণ তথ্য পর্যালোচনা করে আপনাকে বিকাশ হেল্পলাইন থেকে ফোনে বা এসএমএস এ জানিয়ে দেয়া হবে, আপনি এই টাকাটি কবে ফেরত পাবেন। যদিও নিরাশার মধ্যে আশার মুখ এটি। তারপরও টাকাটা হাতে না পাওয়া পর্যন্ত কোন কিছুই বলা যাচ্ছে না। সে আবারও একটি সতর্কতামূলক বাণী শুনিয়ে গেলেন, যে নাম্বারে টাকাটা পাঠিয়েছেন সেই গ্রাহক যদি দাবি করে যে আপনার ভুলক্রমে পাঠানো টাকাটি উনার নিজের টাকা, তাহলে বিকাশ এই বিষয়ে কোন পদক্ষেপ নিতে পারবেন না।

এখন আমার প্রশ্ন হল, আমি যে নাম্বারে টাকা পাঠাতে গিয়েছিলাম বা যে নাম্বারে ভুল করে চলে গিয়েছে, সেই নাম্বারে টাকাটা আমি পাঠিয়েছি, সেটা আমার লিগেল টাকা। আমার লিগেল টাকা যে ব্যক্তি তার নিজের বলে দাবি করবে সেই ব্যক্তির দাবি করাটা কি আসলেই যৌক্তিক? তাহলে বিকাশ কাস্টমার কেয়ারের কি দরকার ছিল? তাহলে হাজার হাজার টাকা বেতন দিয়ে কাস্টমার কেয়ারের প্রতিনিধিদের রাখা হয়েছে কি জন্য?

@Bitcoin_people ভাই, আরেকটি কথা বলেছেন যে, বিটকয়েন এড্রেসে ভুলক্রমে পাঠানো টাকাটি আপনি হয়তো কখনোই ফেরত পাবেন না। হ্যাঁ, এটা সত্য! আবার বিকাশ থেকে যে তথ্যটি পাওয়া গিয়েছে ওই ব্যক্তির তথ্য। বিটকয়েন এড্রেস থেকে কোন তথ্যই পাওয়া যায় না।

পরিশেষে একটা কথাই বলা যায় যে, ভুল তো ভুলিই! আমরা যতটা সম্ভব নিজে সতর্কতা অবলম্বন করে যে কোন লেনদেন করার চেষ্টা করব, ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন; আমিও সবার জন্য দোয়া করব! আল্লাহ সবার মনের ইচ্ছা পূরণ করুন। আমিন!
Learn Bitcoin
Hero Member
*****
Offline Offline

Activity: 504
Merit: 807


#SWGT CERTIK Audited


View Profile WWW
November 13, 2023, 08:44:47 AM
 #9450

আমাদের মাঝে অনেকেই আছি যাদের কোনো ল্যাপটপ বা কম্পিউটার নেই। তাই তাদের জন্য Kali Nethunter এর একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। এটি ব্যবহার করে আপনি আপনার এনড্রয়েড ফোনেই লিনাক্স ব্যবহার করতে পারবেন (রুটলেস)।


আচ্ছা, বাংলায় এটা পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। যদিও আমি অরিজিনাল থ্রেড ই পড়েছি। আমি চেস্টা করেছিলাম ইনস্টল করার জন্য, কিন্তু ইনস্টল করার সময় কি যেনো ইরর আসছিলো তারপর আর আগাতে পারি নাই। এখন ভুলে গেছি যে কি ইরর আসছিলো। আমি কিছুদিন ধরে এনড্রয়েড এর ন্যাটিভ এপ খুজতেছিলাম যেটা আমি পেয়েছিলাম কিছুদিন আগেই। তবে কিভাবে ব্যাবহার করতে হবে বুঝতেছিলাম না। একটু ঘাটাঘাটি করতে কিছুটা বুঝতে পেরেছি।

ডেস্কটপ থেকে এনক্রিপ্ট করে মোবাইলে ডিক্রিপ্ট করতে পেরেছি। তবে একটা কাজ আরো বাকি আছে, মোবাইল থেকে এনক্রিপ্ট করে ডেস্কটপে ডিক্রিপ্ট করার ট্রাই করি নাই এখনো। আজকে আপাতত ডেস্কটপ এর এক্সেস নাই আমার কাছে। ডেস্কটপে চেক করেই এটা নিয়ে লিখবো। তবে খুব শীগ্রই মোবাইল এপ টা নিয়ে একটা টিউটোরিয়াল লিখবো। আশা করি সবাই ব্যাবহার করতে পারবেন। আপা

Fuso.hp
Sr. Member
****
Online Online

Activity: 448
Merit: 260



View Profile
November 13, 2023, 08:52:44 AM
 #9451

ও আচ্ছা মাত্র ৬০০ বিটকয়েনের  Shocked এবং তিনি বাস মিস করেছেন  Grin



সোর্স
তিনি ওই সময় 600 বিটকয়েন ক্রয় করেছিলেন কিন্তু হয়তো ওই সময় তিনি আরো বিটকয়েন ক্রয় করতে পারতেন কিন্তু হয়তো তার প্ল্যানে বিটকয়েন ক্রয় করার ইচ্ছা থাকলেও বিটকয়েন ক্রয় করেননি। তাই রুপক অর্থে বাস মিস করার কথা বলেছেন অর্থাৎ বিটকয়েন ক্রয় করার সুযোগ থাকলেও বিটকয়েন ক্রয় করেননি। আমরা অনেক সময় বলি আহ ট্রেন মিস করলাম মানে সুযোগ কাজে লাগাতে পারিনি। আমরা অনেক সময় কিছু টোকেন দাম অনেক কমে যাওয়ার পরে ক্রয় করি না এর মানে আমরা ওই সময় হেলায় সুযোগ কাজে লাগাই না কিন্তু যখন ঐ টোকেন দাম বৃদ্ধি পায় তখন আমরা আফসোস করি এটাকে আমরা ট্রেন মিস করা বা বাস মিস করার সাথে তুলনা করতে পারি।
এই বিনিয়োগকারী সোজা কথা কিছুটা ঘুরিয়ে বলেছে, প্রথমদিকে একজন সাধারণ সদস্য এই কথার মানে বুঝবে না তবে যদি সে ক্রিপ্টো নলেজ দিয়ে এই কথার মানে বুঝতে চায় তাহলে অবশ্যই সে এই কথার মানে বুঝতে পারবে। ওই সময়ে এই ব্যক্তি ৬০০ বিটকয়েন ক্রয় করেছিল এবং তার কাছে আরো বিটকয়েন ক্রয় করার মত অর্থ ছিল কিন্তু তিনি অর্থ থাকা শর্তেও বিটকয়েনে বিনিয়োগ করেননি যার কারণেই তিনি তার বিনিয়োগ মিস করাকে বাস মিস করার মাধ্যমে বুঝিয়েছেন। উনি একমাত্র ব্যক্তি নন যে এরকম ভুল করেছেন আমরাও এ ধরনের সাধারণ ভুল করে থাকি এবং যখন কোন একটি কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পায় ওই সময়ে গিয়ে আমরা আফসোস করি।

.
SPIN

       ▄▄▄██████████▄▄▄
     ▄███████████████████▄
   ▄██████████▀▀███████████▄
   ██████████    ███████████
 ▄██████████      ▀█████████▄
▄██████████        ▀█████████▄
█████████▀▀   ▄▄    ▀▀▀███████
█████████▄▄  ████▄▄███████████
███████▀  ▀▀███▀      ▀███████
▀█████▀          ▄█▄   ▀█████▀
 ▀███▀   ▄▄▄  ▄█████▄   ▀███▀
   ██████████████████▄▄▄███
   ▀██████████████████████▀
     ▀▀████████████████▀▀
        ▀▀▀█████████▀▀▀
.
RIUM
.
███
███
███
███
███
███
███
███
███
███
███
███
SAFE GAMES
WITH WITHDRAWALS
       ▄▀▀▀▀▀▀▄▄▄▄
 ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄  ▀▀▄
█    ▄         █   ▀▌
█   █ █        █    ▌
█      ▄█▄     █   ▐
█     ▄███▄    █   ▌
█    ███████   █  ▐
█    ▀▀ █ ▀▀   █  ▌
█     ▄███▄    █ ▐
█              █▐▌
█        █ █   █▌
 ▀▄▄▄▄▄▄▄▄█▄▄▄▀
       ▄▀▀▀▀▀▀▄▄▄▄
 ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄  ▀▀▄
█    ▄         █   ▀▌
█   █ █        █    ▌
█      ▄█▄     █   ▐
█     ▄███▄    █   ▌
█    ███████   █  ▐
█    ▀▀ █ ▀▀   █  ▌
█     ▄███▄    █ ▐
█              █▐▌
█        █ █   █▌
 ▀▄▄▄▄▄▄▄▄█▄▄▄▀
.
███
███
███
███
███
███
███
███
███
███
███
███
▄▀▀▀











▀▄▄▄
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
.
SIGN UP


▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
▀▀▀▄











▄▄▄▀
cryptoWODL
Full Member
***
Offline Offline

Activity: 238
Merit: 216



View Profile
November 13, 2023, 10:01:51 AM
 #9452

ফুটবল আমাদের সবারই অতি পরিচিত খেলা।এই ফুটবল খেলা বিভিন্ন দেশ বা ক্লাব পর্যায়ে হয়ে থাকে। তেমনি অস্ট্রিয়ায়ও ফুটবল খেলা অনেক জনপ্রিয়।অস্ট্রিয়ার প্রাচীনতম বা পুরাতন ফুটবল ক্লাবগুলির মধ্যে অন্যতম একটি হলো এফসি অ্যাডমিরা ওয়াকার,(FC Admira Wacker) তারা তাদের অফিসিয়াল খেলার জার্সির উপর বিটকয়েনের লোগো দিয়েছে এবং তারা বলেছে তাদের লাইটনিং পেমেন্টে বিটকয়েন যোগ করবে।এটা সত্যিই অনেক সুন্দর একটি উদ্যোগ। বিটকয়েন যে সারা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে এইটা অন্যতম একটি প্রমাণ। বিটকয়েন হয়তো যুগে যুগে পৃথিবীর সব দেশে ছড়িয়ে পড়বে এবং বৈধতা পাবে।

Bitcoin Archive
এই পোস্টটি আমি নিজে করেছিলাম কয়েকদিন আগে আজকেও এই একই রকম একটি পোস্ট করছি। তবে সেটা আজকে অন্য ক্লাবের বিটকয়েন সাপোর্ট করা নিয়ে। বুলগেরিয়ান একটি ক্লাব তারা তাদের অফিসিয়াল জার্সির হাতায় বিটকয়েন লোগো লাগিয়েছে। সেটা সত্যিই অসাধারণ।

picture source

ফুটবল সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি খেলা। এ খেলাধুলা নিয়ে ইতিমধ্যে অনেক ক্যাসিনো সাইট রয়েছে। যেখানে প্রতিদিন বিভিন্ন দেশ এবং দেশের ক্লাবগুলোর খেলা নিয়ে বাজি ধরা হয়। তেমনি বুলগেরিয়ান এর একটি ক্লাবের নাম, সকার ক্লাব বোতেভ প্লোভডিভ, তারা তাদের নতুন ইউনিফর্মে বিটকয়েন লোগো যুক্ত করেছে। এই পদক্ষেপটি শুধুমাত্র ক্রীড়া জগতে নতুনত্বের ছোঁয়া যোগ করেনি বরং বিভিন্ন শিল্প জুড়ে ক্রিপ্টোকারেন্সির ক্রমবর্ধমান গ্রহণকেও প্রতিফলিত করে। খেলাধুলা এবং প্রযুক্তির সংযোগ প্রদর্শনে একটি সাহসী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য বোতেভ প্লোভডিভকে ক্লাবকে ধন্যবাদ জানাই ।দিন দিন বিশ্বজুড়ে ক্রিপ্টো কারেন্সির প্রসার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।

roksana.hee
Full Member
***
Online Online

Activity: 434
Merit: 119


View Profile WWW
November 13, 2023, 10:08:25 AM
 #9453

ও আচ্ছা মাত্র ৬০০ বিটকয়েনের  Shocked এবং তিনি বাস মিস করেছেন  Grin



সোর্স

উনি একমাত্র ব্যক্তি নন যে এরকম ভুল করেছেন আমরাও এ ধরনের সাধারণ ভুল করে থাকি এবং যখন কোন একটি কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পায় ওই সময়ে গিয়ে আমরা আফসোস করি।

উনি একমাত্র ব্যক্তি নন, যে এই ধরনের ভুল করেছেন "কথাটা সত্য"। আমার মনে আছে, আমি যখন বিটকয়েনের সাথে প্রথম পরিচিত হই, তখন এক বিটকয়েনের দাম ছিল 230 ডলার। তখন আমি বিটকয়েনকে তুচ্ছ তাচ্ছিল্য এবং বিটকয়েন সম্পর্কে অধিক জ্ঞান অর্জন করা থেকে বিরত থাকি। পরবর্তীতে আমি যখন বিটকয়েন দেখি তখন বিটকয়েনের দাম দেখেছিলাম ১৮০০ ডলার। তখন আমি বিটকয়েন সম্পর্কে কিছুটা রিসার্চ করি এবং আমার প্রফেশনের কারণে আমি বিটকয়েন সম্পর্কে অধিক রিচার্জ করতে পারিনি। যে প্রফেশনের কারণে আমি বিটকয়েন সম্পর্কে অধিক রিচার্জ করতে পারিনি। পরবর্তীতে সে প্রফেশনে কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি। তার পরবর্তীতে আমি ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট SEO নিয়ে কাজ শুরু করি। SEO নিয়ে কাজ শুরু করার মাঝে আমি অ্যামাজনের সাথে পরিচিত হই। অ্যামাজনের সাথেও কাজ শুরু করি। কিন্তু বিটকয়েন নিয়ে রিসার্চ করাটা আমার সেভাবে হয়ে ওঠেনি। এখন আমি পরিপূর্ণ মনোনিবেশ করতে চাচ্ছি বিটকয়েন এর উপর, ক্রিপ্তোকারেন্সির উপর।

এখন মনে পড়ে, যদি আমি যখন ফাস্ট টাইম এক বিটকয়েন ২৩০ ডলার দেখেছিলাম; তখন যদি আমি কিছু বিটকয়েন কিনে রাখতাম। আমার কিন্তু তখন বিটকয়েন কেনার মত সামর্থ্য ছিল। কিন্তু আমি একটু ক্রিপ্তোকারেন্সিতে নিজের কৌতূহল তখন অনুভব করিনি। তার মানে ভাবতে পারেন আমি কি পরিমান লসটা করেছি? যাইহোক আমি ক্রিপ্তোকারেন্সিতে সম্পূর্ণ নতুন। এখানে কিছু ইনভেস্ট করতে চাচ্ছি। আপনারা যারা সিনিয়র আছেন, ক্রিপ্তোকারেন্সি সম্পর্কে অনেক জ্ঞান আগে থেকেই নিজের মতো ধারণ করে আছেন। তাদের সাহায্য সহযোগিতা কামনা করছি!
cryptoWODL
Full Member
***
Offline Offline

Activity: 238
Merit: 216



View Profile
November 13, 2023, 10:22:27 AM
Last edit: November 13, 2023, 10:33:53 AM by cryptoWODL
 #9454

এখন মনে পড়ে, যদি আমি যখন ফাস্ট টাইম এক বিটকয়েন ২৩০ ডলার দেখেছিলাম;
ভাই আপনি মনে হয় ২০১৩ সালের কথা বলছেন কারণ ২০১৩ সালে বিটকয়েনের দাম 230 থেকে 260 ডলারের মধ্যে ছিল।
আপনি তো অনেক দিন আগের কথা বলেছেন সে সময় যদি আপনি বিটকয়েন কিনে রাখতেন তাহলে অবশ্যই আজকে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যেতেন নিঃসন্দেহে বলা যায়। এটা হতো আপনার আফসোস যে আমি কেন কিনে রাখলাম না বিটকয়েন সেই সময়। এরকম আফসোস সবারই থেকে যায়, যেমনটি @Suzume পোস্টের মাধ্যমে উল্লেখ করেছেন।
যাইহোক আমি ক্রিপ্তোকারেন্সিতে সম্পূর্ণ নতুন। এখানে কিছু ইনভেস্ট করতে চাচ্ছি। আপনারা যারা সিনিয়র আছেন, ক্রিপ্তোকারেন্সি সম্পর্কে অনেক জ্ঞান আগে থেকেই নিজের মতো ধারণ করে আছেন। তাদের সাহায্য সহযোগিতা কামনা করছি!
আপনি ইনভেস্ট করতে চাইলে বিটকয়েনে ইনভেস্ট করতে পারেন হয়তো দুই থেকে এক মাস আগে আপনার এই ইনভেস্ট করা উচিত ছিল। কেননা তখন বিটকয়েনের দাম ছিল মাত্র ২৫ থেকে ২৮ হাজার ডলারের মধ্যে তখন যদি আপনি ইনভেস্ট করতেন তাহলে আজকে ভালো প্রফিট পাইতে পারতেন। বিটকয়েন ইনভেস্ট করার একটি সুবিধা হল যে মার্কেট কিছুটা ডাম্পিং হলেও সেটা আবার দ্রুত রিকভার হয়ে যায়। By the way আমি আপনাকে বিটকয়েনে ইনভেস্ট বা বিনিয়োগ করার জন্য জোর করছি না। আপনার যেখানে ইচ্ছা সেখানে ইনভেস্ট করতে পারেন।
ইনভেস্ট করার ক্ষেত্রে নিজের ইচ্ছা বা আগ্রহকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি।
নিজের ইচ্ছা শক্তিকে প্রাধান্য দিয়ে বা নিজে এনালাইসিস করে যেটা করবেন সেটাই ভালো হবে আপনার জন্য।

Little Mouse
Legendary
*
Online Online

Activity: 2030
Merit: 1980


Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse


View Profile WWW
November 13, 2023, 11:20:52 AM
 #9455

খেলাধুলা এবং প্রযুক্তির সংযোগ প্রদর্শনে একটি সাহসী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য বোতেভ প্লোভডিভকে ক্লাবকে ধন্যবাদ জানাই ।
যদিও এইটার ব্যাপারে আমি তেমন কিছু জানি না তবে আমার মনে হয় এইটাতে তাদের স্পন্সরের ভুমিকাই মুল। স্পোর্টসবেট ২০১৯/২০ সিজনে (সম্ভবত, কিংবা ২০২০/২১) ওয়াটফোর্ডের অফিসিয়াল স্পন্সর ছিল। ওয়াটফোর্ড সেসময় প্রিমিয়ার লীগ খেলত। স্পোর্টসবেটের স্পন্সরের মধ্যে একটা চুক্তি ছিল বিটকয়েনের লোগো ব্যবহার করা। স্পোর্টসবেট এইটা কাইন্ড অব সোশ্যাল রেস্পন্সিবিলিটি হিসেবে প্রমট করেছে। তাদের ওই ক্যাম্পেইনের মুল লক্ষ্য ছিল যারা বিটকয়েন সম্পর্কে ভ্রান্ত ধারনা পোষণ করত, তাদের সচেতন করা।

██████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
██████████████████████
.SHUFFLE.COM..███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
█████████████████████
████████████████████
██████████████████████
████████████████████
██████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
██████████████████████
██████████████████████
██████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
.
...Next Generation Crypto Casino...
Bd officer
Full Member
***
Offline Offline

Activity: 378
Merit: 219


Cashback 15%


View Profile WWW
November 13, 2023, 11:49:01 AM
Merited by fillippone (1)
 #9456

এখন মনে পড়ে, যদি আমি যখন ফাস্ট টাইম এক বিটকয়েন ২৩০ ডলার দেখেছিলাম; তখন যদি আমি কিছু বিটকয়েন কিনে রাখতাম। আমার কিন্তু তখন বিটকয়েন কেনার মত সামর্থ্য ছিল। কিন্তু আমি একটু ক্রিপ্তোকারেন্সিতে নিজের কৌতূহল তখন অনুভব করিনি। তার মানে ভাবতে পারেন আমি কি পরিমান লসটা করেছি? যাইহোক আমি ক্রিপ্তোকারেন্সিতে সম্পূর্ণ নতুন। এখানে কিছু ইনভেস্ট করতে চাচ্ছি। আপনারা যারা সিনিয়র আছেন, ক্রিপ্তোকারেন্সি সম্পর্কে অনেক জ্ঞান আগে থেকেই নিজের মতো ধারণ করে আছেন। তাদের সাহায্য সহযোগিতা কামনা করছি!
ভাই শুধু আপনি এইরকম নন। আরো এমনও অনেকেই আছেন যারা ২০১০ সালে বিটকয়েন সাথে পরিচয় হয়েছিল, কিন্তু বিটকয়েনের প্রতি আস্থা না থাকায় বিটকয়েন কিনেছিলো না। তারাও অনেক আফসোস করে কেন বিনিয়োগ করলাম না। বর্তমানে যারা বিটকয়েনের প্রতি এখনো যাদের আস্থা নাই, ভবিষ্যতে তো আর বিটকয়েনের দাম এমন থাকবে না, হয়তো ১০০k ছাড়িয়ে যাবে। তখন বর্তমানে যারা বিটকয়েনের প্রতি আস্থা নাই, তারাও ভবিষ্যতে বিটকয়েনের দাম দেখে অনেক আফসোস করবে। এরকম ভাবেই প্রতিনিয়তই চলতে থাকবে।

যাইহোক ভাই আপনি যেহেতু  ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন। আপনি অবশ্যই বিটকয়েনে বিনিয়োগ করতে পারেন। এই সময় যদি আপনি বিটকয়েন বিনিয়োগ করতে পারেন, যদি দুই বছরের বেশি হোল্ড করতে পারেন তাহলে আপনি ২-৩× প্রফিট পেতে পারেন। কেননা ২০২৪ সালে বিটকয়েন হালভিং, ২০২৫ সালে বুলরান শুরু হবে। আমি একটা পিকচার দিয়ে দিচ্ছি, আপনি পিকচার দেখতে পারবেন প্রত্যেক হালভিং এর পরের বছর বুলরান শুরু হয়। আপনি বিটকয়েনে বিনিয়োগ করতে পারেন, এটা আমি আপনাকে পরামর্শ দিলাম আপনি নিজে ঝুকি বহন করে বিনিয়োগ করবেন। বিনিয়োগ থেকে কোন প্রকার ক্ষতিগ্রস্ত হলে কাউকে দোষারোপ করবেন না।

পিকচার সোর্স : টুইটার X

HelliumZ
Full Member
***
Offline Offline

Activity: 322
Merit: 124



View Profile
November 13, 2023, 01:00:34 PM
 #9457

ও আচ্ছা মাত্র ৬০০ বিটকয়েনের  Shocked এবং তিনি বাস মিস করেছেন  Grin



সোর্স
তিনি ওই সময় 600 বিটকয়েন ক্রয় করেছিলেন কিন্তু হয়তো ওই সময় তিনি আরো বিটকয়েন ক্রয় করতে পারতেন কিন্তু হয়তো তার প্ল্যানে বিটকয়েন ক্রয় করার ইচ্ছা থাকলেও বিটকয়েন ক্রয় করেননি। তাই রুপক অর্থে বাস মিস করার কথা বলেছেন অর্থাৎ বিটকয়েন ক্রয় করার সুযোগ থাকলেও বিটকয়েন ক্রয় করেননি। আমরা অনেক সময় বলি আহ ট্রেন মিস করলাম মানে সুযোগ কাজে লাগাতে পারিনি। আমরা অনেক সময় কিছু টোকেন দাম অনেক কমে যাওয়ার পরে ক্রয় করি না এর মানে আমরা ওই সময় হেলায় সুযোগ কাজে লাগাই না কিন্তু যখন ঐ টোকেন দাম বৃদ্ধি পায় তখন আমরা আফসোস করি এটাকে আমরা ট্রেন মিস করা বা বাস মিস করার সাথে তুলনা করতে পারি।
এই বিনিয়োগকারী সোজা কথা কিছুটা ঘুরিয়ে বলেছে, প্রথমদিকে একজন সাধারণ সদস্য এই কথার মানে বুঝবে না তবে যদি সে ক্রিপ্টো নলেজ দিয়ে এই কথার মানে বুঝতে চায় তাহলে অবশ্যই সে এই কথার মানে বুঝতে পারবে। ওই সময়ে এই ব্যক্তি ৬০০ বিটকয়েন ক্রয় করেছিল এবং তার কাছে আরো বিটকয়েন ক্রয় করার মত অর্থ ছিল কিন্তু তিনি অর্থ থাকা শর্তেও বিটকয়েনে বিনিয়োগ করেননি যার কারণেই তিনি তার বিনিয়োগ মিস করাকে বাস মিস করার মাধ্যমে বুঝিয়েছেন। উনি একমাত্র ব্যক্তি নন যে এরকম ভুল করেছেন আমরাও এ ধরনের সাধারণ ভুল করে থাকি এবং যখন কোন একটি কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পায় ওই সময়ে গিয়ে আমরা আফসোস করি।
আফসোস তো অবশ্যই হবে । যদি ২০৩০ সালের পরে বিটকয়েনের দাম যদি পাঁচ লক্ষ ডলার হয় তাহলে আপনি মনে করেন প্রতি সপ্তাহে কি পরিমান বিটকয়েন পাচ্ছেন এবং কি পরিমাণ বিটকয়েন জমা করতে পারছেন। ২০৩০ সালের অবশ্যই আপনি আফসোস করবেন যে হায় আল্লাহ আমি ২০২৩ সালে একটি সিগনেচার ক্যাম্পেইন থেকে উমুক ডলার পর্যন্ত পেয়েছি। তখন সেই বাস ধরার মতো আপনারও কাহিনী হয়ে যাবে। তাই সময় থাকতে বাসটা ধরিয়ে ফেলুন। তা না হলে ইতিহাসে আপনাদের আফসোসটাই একসময় জুনিয়ররা এরকম পোস্ট আকারে তুলে ধরবে।

Shishir99
Sr. Member
****
Offline Offline

Activity: 644
Merit: 379


View Profile WWW
November 13, 2023, 02:30:05 PM
 #9458

খেলাধুলা এবং প্রযুক্তির সংযোগ প্রদর্শনে একটি সাহসী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য বোতেভ প্লোভডিভকে ক্লাবকে ধন্যবাদ জানাই ।
যদিও এইটার ব্যাপারে আমি তেমন কিছু জানি না তবে আমার মনে হয় এইটাতে তাদের স্পন্সরের ভুমিকাই মুল। স্পোর্টসবেট ২০১৯/২০ সিজনে (সম্ভবত, কিংবা ২০২০/২১) ওয়াটফোর্ডের অফিসিয়াল স্পন্সর ছিল। ওয়াটফোর্ড সেসময় প্রিমিয়ার লীগ খেলত। স্পোর্টসবেটের স্পন্সরের মধ্যে একটা চুক্তি ছিল বিটকয়েনের লোগো ব্যবহার করা। স্পোর্টসবেট এইটা কাইন্ড অব সোশ্যাল রেস্পন্সিবিলিটি হিসেবে প্রমট করেছে। তাদের ওই ক্যাম্পেইনের মুল লক্ষ্য ছিল যারা বিটকয়েন সম্পর্কে ভ্রান্ত ধারনা পোষণ করত, তাদের সচেতন করা।

ইন্টারেস্টিং ব্যাপার তো! আমার জানামতে স্পোর্টস বেট প্রতি সিজনেই কোনো না কোনো টিম কে স্পন্সর করে থাকে। তারা কি সব টিম এর সাথে চুক্তি করার সময় এরকম ই চুক্তি করে যে বিটকয়েন এর লগো ব্যাবহার করতে হবে? এই সিজনেও কি এরকম টা করেছে নাকি শুধু সেই এক সিজনের চুক্তির সময় ই এরকম টা করেছিলো?

ওপরের অংশটুকু লিখেই একটু গুগল সার্চ মেরে যা রেজাল্ট পেলাম, Watford তাদের অফিশিয়াল ওয়েবসাইটে বিটকয়েনের একটা সাব ডোমেইন ক্রিয়েট করেছে শুধুমাত্র বিটকয়েন কে ডেডিকেটেড করে; https://bitcoin.watfordfc.com/

২০১৯/২০ সিজন থেকে সম্ভবত Watford এর সাথে স্পন্সর করে, আর ২০২০/২১ সিজনে Southampton এর সাথে চুক্তি করে এবং এই চুক্তিতেও বিটকয়েনের লগো ব্যাবহার করার চুক্তি ছিলো; https://bitcoin.ng/southampton-fc-will-have-the-bitcoin-logo-on-club-jersey-for-20-21-season/

যদিও ২০২৩/২৪ সিজনে নিউ ক্যাসেল এর সাথে চুক্তি হয়েছে। কিন্তু তাদের কিট এ না দেখলাম স্পোর্টস বেট এর নাম, না দেখলাম বিটকয়েন এর লোগো। ব্যাপার টা একটু কনফিউজিং মনে হলো।



Little Mouse
Legendary
*
Online Online

Activity: 2030
Merit: 1980


Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse


View Profile WWW
November 13, 2023, 02:41:18 PM
 #9459

ইন্টারেস্টিং ব্যাপার তো! আমার জানামতে স্পোর্টস বেট প্রতি সিজনেই কোনো না কোনো টিম কে স্পন্সর করে থাকে। তারা কি সব টিম এর সাথে চুক্তি করার সময় এরকম ই চুক্তি করে যে বিটকয়েন এর লগো ব্যাবহার করতে হবে? এই সিজনেও কি এরকম টা করেছে নাকি শুধু সেই এক সিজনের চুক্তির সময় ই এরকম টা করেছিলো?
ওয়াটফোর্ডের সাথে স্পেশাল কিছু ছিল সম্ভবত।

Quote
ওপরের অংশটুকু লিখেই একটু গুগল সার্চ মেরে যা রেজাল্ট পেলাম, Watford তাদের অফিশিয়াল ওয়েবসাইটে বিটকয়েনের একটা সাব ডোমেইন ক্রিয়েট করেছে শুধুমাত্র বিটকয়েন কে ডেডিকেটেড করে; https://bitcoin.watfordfc.com/
হ্যা, এইটা তখনকার পার্টনারশীপের অংশ। ওয়ার্টফোর্ড সে সিজনে কিছু দুর্দান্ত ম্যাচ খেলেছিল যেখানে একটা সম্ভবত ৩-০ লিভারপুল।

Quote
যদিও ২০২৩/২৪ সিজনে নিউ ক্যাসেল এর সাথে চুক্তি হয়েছে। কিন্তু তাদের কিট এ না দেখলাম স্পোর্টস বেট এর নাম, না দেখলাম বিটকয়েন এর লোগো। ব্যাপার টা একটু কনফিউজিং মনে হলো।
কারণ সম্ভবত তারা নিউক্যাসেলের মেইন স্পন্সর না। বর্তমান টপিকে শুধু অফিসিয়াল পার্টনার লেখা আছে যেখানে আগে মেইন স্পন্সর লেখা থাকত।

██████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
██████████████████████
.SHUFFLE.COM..███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
█████████████████████
████████████████████
██████████████████████
████████████████████
██████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
██████████████████████
██████████████████████
██████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
.
...Next Generation Crypto Casino...
synchronym
Full Member
***
Offline Offline

Activity: 364
Merit: 103

★Bitvest.io★ Play Plinko or Invest!


View Profile
November 13, 2023, 02:48:43 PM
 #9460

ও আচ্ছা মাত্র ৬০০ বিটকয়েনের  Shocked এবং তিনি বাস মিস করেছেন  Grin



সোর্স
তিনি ওই সময় 600 বিটকয়েন ক্রয় করেছিলেন কিন্তু হয়তো ওই সময় তিনি আরো বিটকয়েন ক্রয় করতে পারতেন কিন্তু হয়তো তার প্ল্যানে বিটকয়েন ক্রয় করার ইচ্ছা থাকলেও বিটকয়েন ক্রয় করেননি। তাই রুপক অর্থে বাস মিস করার কথা বলেছেন অর্থাৎ বিটকয়েন ক্রয় করার সুযোগ থাকলেও বিটকয়েন ক্রয় করেননি। আমরা অনেক সময় বলি আহ ট্রেন মিস করলাম মানে সুযোগ কাজে লাগাতে পারিনি। আমরা অনেক সময় কিছু টোকেন দাম অনেক কমে যাওয়ার পরে ক্রয় করি না এর মানে আমরা ওই সময় হেলায় সুযোগ কাজে লাগাই না কিন্তু যখন ঐ টোকেন দাম বৃদ্ধি পায় তখন আমরা আফসোস করি এটাকে আমরা ট্রেন মিস করা বা বাস মিস করার সাথে তুলনা করতে পারি।
এই বিনিয়োগকারী সোজা কথা কিছুটা ঘুরিয়ে বলেছে, প্রথমদিকে একজন সাধারণ সদস্য এই কথার মানে বুঝবে না তবে যদি সে ক্রিপ্টো নলেজ দিয়ে এই কথার মানে বুঝতে চায় তাহলে অবশ্যই সে এই কথার মানে বুঝতে পারবে। ওই সময়ে এই ব্যক্তি ৬০০ বিটকয়েন ক্রয় করেছিল এবং তার কাছে আরো বিটকয়েন ক্রয় করার মত অর্থ ছিল কিন্তু তিনি অর্থ থাকা শর্তেও বিটকয়েনে বিনিয়োগ করেননি যার কারণেই তিনি তার বিনিয়োগ মিস করাকে বাস মিস করার মাধ্যমে বুঝিয়েছেন। উনি একমাত্র ব্যক্তি নন যে এরকম ভুল করেছেন আমরাও এ ধরনের সাধারণ ভুল করে থাকি এবং যখন কোন একটি কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পায় ওই সময়ে গিয়ে আমরা আফসোস করি।
আফসোস তো অবশ্যই হবে । যদি ২০৩০ সালের পরে বিটকয়েনের দাম যদি পাঁচ লক্ষ ডলার হয় তাহলে আপনি মনে করেন প্রতি সপ্তাহে কি পরিমান বিটকয়েন পাচ্ছেন এবং কি পরিমাণ বিটকয়েন জমা করতে পারছেন। ২০৩০ সালের অবশ্যই আপনি আফসোস করবেন যে হায় আল্লাহ আমি ২০২৩ সালে একটি সিগনেচার ক্যাম্পেইন থেকে উমুক ডলার পর্যন্ত পেয়েছি। তখন সেই বাস ধরার মতো আপনারও কাহিনী হয়ে যাবে। তাই সময় থাকতে বাসটা ধরিয়ে ফেলুন। তা না হলে ইতিহাসে আপনাদের আফসোসটাই একসময় জুনিয়ররা এরকম পোস্ট আকারে তুলে ধরবে।
আফসোস না করে যদি আমরা যারা সিগনেচার  কাজ করি সব ডলার খরচ না করে। কিছু কিছু ডলার আমরা জমা করে ২০৩০ সালের জন্য রেখে দিতে পারি। আমরা যদি এরকম করে ডলারগুলো জমা করতে পারি তাহলে বিটকয়েনের দাম যদি ভবিষ্যতের বৃদ্ধি পায়। তাহলে আমাদের আর আফসোস করতে হবে না। সত্যি যদি ২০৩০ সালে বিটকয়েনের মূল্য ৫০ লক্ষ ছাড়িয়ে যায় তাহলে আমাদের সবারই উচিত কিছু কিছু করে ডলার জমা করা।

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ★ ★ ★ ★ ★ ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
PLINKO    |7| SLOTS     (+) ROULETTE    ▼ BIT SPINBITVESTPLAY or INVEST ║ ✔ Rainbot  ✔ Happy Hours  ✔ Faucet
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ★ ★ ★ ★ ★ ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Pages: « 1 ... 423 424 425 426 427 428 429 430 431 432 433 434 435 436 437 438 439 440 441 442 443 444 445 446 447 448 449 450 451 452 453 454 455 456 457 458 459 460 461 462 463 464 465 466 467 468 469 470 471 472 [473] 474 475 476 477 478 479 480 481 482 483 484 485 486 487 488 489 490 491 492 493 494 495 496 497 498 499 500 501 502 503 504 505 506 507 508 509 510 511 512 513 514 515 516 517 518 519 520 521 522 523 ... 526 »
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!