Bitcoin Forum
June 24, 2024, 09:07:18 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 ... 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 [118] 119 »
2341  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: March 14, 2023, 03:28:51 PM
BTC to FUD -

Whassup Mada Fukars?  Grin Grin
2342  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 14, 2023, 08:59:53 AM
আচ্ছা আপনারা ক্রিপ্টো বাই সেল করার জন্য সেন্ট্রালাইজেড এক্সচেন্জ ছাড়া আর কোন মাধ্যম ব্যাবহার করেন?
সেন্ট্রালাইজেড এক্সচেন্জ গুলার ইউজার এগ্রিমেন্ট গুলা পড়লে মাথা খারাপ হয়ে যায়। তারা বলে যে, তারা যে কোনো সময় যে কোনো কারনে আপনার একাউন্ট বন্ধ করে দিতে পারে কোনো রকম নোটিশ ছাড়া। এবং কেনো বন্ধ করেছে এই ব্যাপারে তারা কোনো ব্যাখ্যাও দিবে না।  Sad Sad

এগুলা আপনার ও আমার মত মানুষের মনগড়া কথা। তারা বলে যে কোন সময় সেন্ট্রালাইজড এক্সচেঞ্জগুলো উধাও হয়ে যেতে পারে। কিন্তু একটি বিষয় আমার মাথা থেকে এখনো যায় না বাইন্যান্স এক্সচেঞ্জটির মালিক এতটাই বুদ্ধিমান যে পৃথিবীর সকল সেন্টালাইজ এক্সচেঞ্জ দেউলিয়া হলেও একমাত্র বাইনান্স এক্সচেঞ্জ কখনো দেউলিয়া হবে না। কেননা বাইনান্স এক্সচেঞ্জ লিকুইডটি প্রবলেমে পড়লে বেকআপ দেওয়ার মত অনেক রাঘোব বোয়াল রয়েছে। এর আগে বাইন্যান্স এর লিকুইডটি প্রবলেমের কথা উঠলে ইথেরিয়ামের সহ প্রতিষ্ঠাতা বিটালিক ভুটেরিন তাকে সাহায্য করার জন্য প্রস্তাব দেয়। যদিও এই সংবাদের লিংক আমার কাছে নেই। তাই আমি আপাতত সেন্ট্রালাইজড এক্সচেঞ্জগুলোর বিশেষ করে বাইনান্স ও কু কয়েনের প্রতি খারাপ মন্তব্য করতে যাচ্ছি না।

মনগড়া কথা হবে কেন ভাই। কারা বলে যে যে কোন সময় সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ গুলো উধাও হয়ে যেতে পারে? আর যদি বলেও থাকে তাহলে খারাপ কিছু বলে নাই এরকম অহরহ উদাহরণ আছে এবং ভবিষ্যতেও হবে (FTX এর কথা ভুলে যাবেন না)। তারা উধাও হয়ে যায় না ঠিকই, কিন্তু এক্সচেঞ্জে টাকা রাখা মানেই সেটা আর আপনার না (Not Your Keys, Not Your Coins)। আমি বাইনান্স সহ আরো অন্যান্য এক্সচেঞ্জ গুলোর ইউজার এগ্রিমেন্ট এর কথা বলছিলাম যেখানে তারা নিজেরাই উল্লেখ করে দিয়েছে তারা যেকোনো সময় আপনার একাউন্ট যে কোন কারণে ব্যান করতে পারে। অ্যাকাউন্ট ব্যান করার পর আপনি কারণ জানতে চাইলে সেটার ব্যাখ্যা ও তারা দিতে বাধ্য নয়। আপনি যখন সাইন আপ করেছেন তখন এই ইউজার এগ্রিমেন্ট কে আপনি জানতেন?

বাইনান্স কি বলে সেটা দেখা যাক;

You agree that Binance shall have the right to immediately suspend your Binance Account (and any accounts beneficially owned by related entities or affiliates), freeze or lock the Digital Assets or funds in all such accounts, and suspend your access to Binance for any reason including if Binance suspects any such accounts to be in violation of these Terms, our Privacy Policy, or any applicable laws and regulations. You agree that Binance shall not be liable to you for any permanent or temporary modification of your Binance Account, or suspension or termination of your access to all or any portion of Binance Services. Binance shall reserve the right to keep and use the transaction data or other information related to such Binance Accounts. The above account controls may also be applied in the following cases:

এই ব্যাপারে একটা টপিক আছে , পড়ে নিতে পারেন - https://bitcointalk.org/index.php?topic=5444565.0
আমি টপিক টা ট্রান্সলেট করে এখানে পোষ্ট করবো শীঘ্রই।
2343  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 13, 2023, 05:42:34 PM
আচ্ছা আপনারা ক্রিপ্টো বাই সেল করার জন্য সেন্ট্রালাইজেড এক্সচেন্জ ছাড়া আর কোন মাধ্যম ব্যাবহার করেন?
সেন্ট্রালাইজেড এক্সচেন্জ গুলার ইউজার এগ্রিমেন্ট গুলা পড়লে মাথা খারাপ হয়ে যায়। তারা বলে যে, তারা যে কোনো সময় যে কোনো কারনে আপনার একাউন্ট বন্ধ করে দিতে পারে কোনো রকম নোটিশ ছাড়া। এবং কেনো বন্ধ করেছে এই ব্যাপারে তারা কোনো ব্যাখ্যাও দিবে না।  Sad Sad
2344  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 12, 2023, 04:50:55 PM
জ্বী ভাই বাংলা নিউজ রয়েছে কিন্তু আমি ইংরেজি নিউজ পরেছি যে জন্যে বাংলা লক্ষ্য করেনি। তবে পরবর্তীতে আমি বাংলা নিউজ থেকেই ইনফরমেশন শেয়ার করবো।
তবে আমার মনে হচ্ছে USDC এর দাম যদি এইভাবে কমতে থাকে তাহলে একসময় দেখা যাবে UST এর মতো স্কাম হবে। তাহলে আবারো ক্রিপ্টো মার্কেটে একদম ধোঁয়াশা নেমে যাবে।

আমার মনে হচ্ছে এমন টা হবে না। আজকে কিন্তু USDC ৯৮ সেন্ট পর‌যন্ত চলে গিয়েছিলো। এখন আবার ৯৬ সেন্ট এর আশে পাশে আছে। তাদের ৪০ বিলিয়ন রিজার্ভের মধ্যে ৩.৩ বিলিয়ন আটকে গেছে। ডেটা মোট অংকের ৮.২৫ শতাংশ। টেকনিক্যালি এটা অন্যান্য কয়েনের জন্য কিছুই না। কিন্তু এটা স্টাবল কয়েন। মারকেটে অনেক কানাকানি চলবে এটা নিয়ে। আশা করি তারা রিকোভার করে ফেলবে। তবে কেউ আবার মুনাফা করার আশায় এই কয়েনে ইনভেষ্ট করে বসবেন না যেনো।
2345  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 12, 2023, 04:07:49 PM
সিলিকন ভ্যালি ব্যাংকে সার্কেল তথা USDC ইস্যুয়ার কম্পানির ৩.৩ বিলিয়ন ডলার থেকে যায়। যেহেতু উক্ত ব্যাংক কলাপ্স করছে, সার্কেল এর রিজার্ভ মানিটাও আটকে গেছে। যার কারনে, USDC এর দাম কমতে থাকে।


আমি এটা নিয়ে একটা বিস্তারিত পোষ্ট লিখতে চাইছিলাম। এখন কয়েন আলাপ থেকে পড়ে আসলাম। যেহেতু আপনি পোষ্ট করেছেন, আমি আপনার এটার সাথে আরেকটু এড করতে চাই। আশা করি USDC কেনো ডি-পেগ হলো, তা সবাই বুঝে গেছেন। আপনারা নিশ্চই খেয়াল করেছেন যে, USDC এর সাথে সাথে আরো কয়েকটি স্টাবল কয়েনের একই দশা। যার মধ্যে DAI, USDD এবং Fei USD অন্যতম। DAI এর ৫৩ শতাংশ wrapped USDC. আবার অন্যদিকে Fei USD পুরুটাই DAI Backed. যার জন্য USDC ডিপেগ এর সাথে সাথে DAI এবং Fei USD ডিপেগ হয়ে গেছে। USDD তো মনে হয় সারা বছরই ডিপেগ হতে থাকে। এটা গুটি কয়েক শিটকয়েন Backed স্টাবল কয়েন। যেটা জাস্টিন সান (TRX CEO) এর কোম্পানি।
2346  Other / Beginners & Help / Re: STABLE COINS DEPEGGING: Warning for the Newbies on: March 11, 2023, 04:42:32 PM
What about Fei USD? https://coinmarketcap.com/currencies/fei-usd/ This stablecoin was traded for $0.89 back in 2021, and since then, it has been maintaining around $1 price. It's started losing value with DAI and USDC.
FEI is backed purely by DAI, so same issue. The depeg in 2021 was caused by a protocol flaw when it wasn't backed by DAI.

Also, Another stablecoin USDD https://coinmarketcap.com/currencies/usdd/ joined the race with them. Maybe those are also related to USDC and bankruptcy of the Silicon Valley Bank?
And USDD is the worst of them, I don't even know how it hasn't collapsed yet... It is "backed" by a bunch of shitcoins through Justin Sun's company and it's almost as bad as UST (from TerraLuna). It was created with the word "ponzi" in mind. It's not a real stablecoin.

Oh, Thank you for the information. I am curious how you check that information. Is it a regular google search? Or maybe there are special tools or websites or something like your Bot? I am interested to know which coins were backed by which coin. But, It would be good to learn instead of asking every time. Would you mind sharing how you do that? Someone merit his post, please. I do not have enough sMerits.  Smiley
2347  Other / Beginners & Help / Re: STABLE COINS DEPEGGING: Warning for the Newbies on: March 11, 2023, 03:20:07 PM
DAI is (was) ~53% wrapped USDC. Even worse that you can actually mint DAI 1:1 with USDC at anytime through their "Peg Stability Module", so people can arb the difference between the two coins.

Oh, That's the case for DAI.
What about Fei USD? https://coinmarketcap.com/currencies/fei-usd/ This stablecoin was traded for $0.89 back in 2021, and since then, it has been maintaining around $1 price. It's started losing value with DAI and USDC. Also, Another stablecoin USDD https://coinmarketcap.com/currencies/usdd/ joined the race with them. Maybe those are also related to USDC and bankruptcy of the Silicon Valley Bank?
2348  Other / Beginners & Help / Re: STABLE COINS DEPEGGING: Warning for the Newbies on: March 11, 2023, 02:30:05 PM
The same thing happened during the FTX Fiasco. People were suggesting others open a position with terra USD. They said it's a stablecoin. It will gain $1 again. Buy more Terra USD, and you will be in profit. I lost a couple of hundred dollars. This is danger time for newbies to open positions with such coins. USDC, DAI, USDD and Fei USD are in the danger zone. I don't recommend anyone to buy those coins in hope of gain quick profit.
2349  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 11, 2023, 02:16:23 PM
Edited Out

নিচের সোর্স লিংক টা আরেকটু ভিজিবল হলে ভালো হয়। রিস্ক ফ্রি থাকাই ভালো।
এবার আসি আসল কথায়, এই যে এতো বড় বড় হ্যাকিং ঘটে যাচ্ছে। মানুষ মুহুর্তেই মিলিয়ন মিলিয়ন ডলার খোয়াচ্ছে, তবুও কিন্তু আমরা খামখেয়ালি করি। মনে করি, কি আর হবে, হ্যাকার আমাকে টার্গেট করতে আসবে না। ওরা বড় এমাউন্ট হ্যাক করবে। আমার ২০০, ৩০০ ডলার চুরি করতে আসবে না। আবার অনেক সময় ইচ্ছে করেই একাধিক প্লাটফর্ম গুলোতে একই পাসওয়ার্ড ব্যাবহার করে থাকি যেনো পাসওয়ার্ড মনে থাকে। এটা চিন্তা করি না যে, পাসওয়ার্ড ভুলে গেলে তো রিসেট করা যাবে। এই একটু ভূলের জন্য, আমাদের সব হারাতে হয়। ধরেন আপনি সব প্ল্যাটফর্মে একই পাসওয়ার্ড ব্যাবহার করলেন, একটা ওয়েবসাইটের ইনফরমেশন লিক হয়ে গেলেই শেষ। অন্যদের কথা কি বলবো, আমি নিজেই এই অলসতা ছাড়তে পারছি না। এটা না যানি কবে আমার কাল হয়ে দাড়ায়।
2350  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 11, 2023, 07:06:40 AM
আফসোস ইমেজ পোষ্ট করতে পারতেছি না। কয়েন আলাপ তাদের ফেইসবুক পেইজে কিছু পিক শেয়ার করে দারূন কিছু লেখা লেখে। মুখে মুচকি হাসি চলে আসে।


কে কোথায় কি করছেন জানি না। মারকেটে কি হচ্ছে কেউ কোনো খোজ খবর রেখেছেন কি? বহুল জনপ্রিয় USDC এবং DAI খুবই খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। সাথে যোগ দিয়েছে Fei USD। একটা কথাই মাথায় আসতেছে, পাবলিক বিটকয়েন এবং অল্ট কয়েনে হোল্ড না করে স্টেবল কয়েন কিনে রিস্ক ফ্রি থাকার জন্য। এখন এগুলো যদি সিরিয়াল ধরে ডি-পেগ হতে শুরু করে, আম জনতা যাবে কোথায়?

আজকে USDC - $0.87, DAI - $0.91, FEI - $0.89 এ নেমে গেছে। মারকেট এ আসলে হচ্ছে টা কি?
2351  Economy / Services / Re: [FULL] ChipMixer Signature Campaign | Sr Member+ on: March 10, 2023, 05:48:08 PM
Payments for this week of the campaign have been sent, using an exchange rate of 1 BTC = $22450 USD. (d7775f8a7b2e3c297b657aee620a4ae852d53860676cc8e46c4058c7640049c1)

Maybe you want to fix the URL?
It's not worth it anyways!
https://mempool.space/tx/d7775f8a7b2e3c297b657aee620a4ae852d53860676cc8e46c4058c7640049c1
2352  Other / Beginners & Help / Re: I think that I have discovered something new on Bitcointalk on: March 10, 2023, 05:01:09 PM
OP, This is not a new feature.
This is an old feature. Maybe you did not notice this feature, and that's it.
This is a visible feature of this forum that everyone sees but maybe doesn't bother to check what it is.
There are plenty of hidden features which you may find in this thread - Hidden pages/ features on the forum. All credit goes to tranthidung

Anyways, I would like to suggest you resize your image  Wink
2353  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 10, 2023, 04:42:09 PM
Edited Out
আপনার পোস্টগুলো আমি ঠিকমত বুঝতে পারতেছি না। ফোরামের যেকোনো লোকাল থ্রেড অথবা লোকাল বোর্ডে যে কোন প্রকার ট্রান্সলেটর ব্যবহার করা নিষিদ্ধ। আপনি শুধুমাত্র ট্রান্সলেটর ব্যবহার করে কোন পোস্ট করতে পারবেন না। কিন্তু আমি আপনার যতগুলো পোস্ট দেখছি এই পর্যন্ত সব গুলো পোস্ট গুগল ট্রান্সলেট ব্যবহার করা হয়েছে। আমি জানিনা আসলে আপনি বাংলাদেশী কিনা। বাংলাদেশী হয়ে থাকলেও আপনার ফোনে বাংলা কিবোর্ড আছে কিনা তা আমার জানা নেই। আমি আশা করব অনেকেই আমার সাথে একমত হবেন। দয়া করে গুগল ট্রান্সলেট ব্যবহার না করে নিজে টাইপ করে লিখুন। এতে করে সবাই আপনার পোস্টগুলো বুঝতে পারবে এবং গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারবে। আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি পোস্টে কি লিখেছেন আপনি নিজেও বুঝবেন না। কোনটি সহজ ভাষা বা সঠিক অনুবাদ, ট্রান্সলেটর তা বুঝতে পারে না।
2354  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 05, 2023, 02:58:20 PM
@LDL ভাই আপনে নিজেও কিন্তু ফুল মেম্বার হওয়ার ট্রিট দেন নাই। সিনিয়র মেম্বারের মেরিট অলরেডি হয়ে গেছে। এভাবে ট্রিটের হিসাব করলে তো বড় ভাইয়েরা ফেসে যাবে। তখন কি করবেন বলেন। আমরা শুধু খাবো 😂

কিন্তু কষ্টের ব্যাপার হলো আমরা এমন একটা কমিউনিটি থেকে আছি, যেখানে আমরা সবাই গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করি। নইলে সত্যিই এরকম ভাই ব্রাদার কিন্তু সব যায়গায় থাকে না। তারপরেও সব বাধা পেরিয়ে যার সাথে যার ভালো সম্পর্ক, তারা কিন্তু পারসোনাল ভাবে মিট করে থাকে।

বাই দা রাস্তা, কংগ্রাচুলেশনস @Crypto Library ভাই! অলরেডি ৩২০+ মেরিট হয়ে গেছে আপনার! খুব তারাতারি হিরো মেম্বার ও হয়ে যাবেন আশা করি। আজকে ১০ মেরিট নেই বলে 🥺
2355  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 02, 2023, 02:20:53 AM
বাইন্যান্স সম্প্রতি কিছু সন্দেহজনক লেনদেন করেছে যেটা নিয়ে ফোর্বস একটা নিউজ করেছে। সেটার আঙ্গিকে কয়েনআলাপ একটি নিউজ কভার করেছে। যারা এখনো জানেন না তারা চাইলে এইটা পড়ে দেখতে পারেন। মজা পাবেন।
বাইন্যান্স, ফোর্বস, এফ.টি.এক্স ; ত্রিভূজ দ্বৈরথের সূচনা

এটা পড়লাম! খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটা। বিশেষ করে যারা বাইন্যান্স ব্যাবহার করে। একটা এক্সচেঞ্জ যদি তাদের গ্রাহকদের কে না জানিয়ে এভাবে কোলাটেরাল সরিয়ে ফেলে এবং বহুদিন পরেও এর কোনো সঠিক জবাব না দিতে পারে, অবশ্যই এটা সন্দেহজনক। তাদের BUSD কি ডিপেগ হতে পারে বলে মনে হয়? CZ টুইট করে বললো যে ফোবর্স FUD ছড়াচ্ছে। আর তারা নাকি কিছু পুরাতন ব্লকচেইন ট্রাঞ্জেকশন সোর্স হিসেবে দিয়েছে। আচ্ছা ধরে নিলাম তারা FUD ছড়াচ্ছে, তো সঠিক টা তোমরা সামনে নিয়ে আসো। তোমাদের কোলাটেরাল যে রাখা আছে, সেই এড্রেস টা দাও পাবলিক দেখুক।

সকলে নিজেদের মতামত জানাবেন এবং নিজেরা বিশ্লেষণ শেষে এখানে বিনিয়োগ করুন।  Wink

ভাই, আজ অব্দি যতো যায়গায় ইনভেস্ট করেছি, ক্রিপ্টো তে কোনোদিন প্রফিট করতে পারি নাই। ৫-৬ লাখ টাকা লসে আছি। যদি রানিং ইনকাম না থাকতো, তাহলে পথে বসা লাগতো। তাই যতোই ভালো প্রজেক্ট দেখি, আর ইনভেস্ট করার ইচ্ছে হয় না।
2356  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 01, 2023, 05:32:20 PM
লোকাল বিটকয়েন বা এই জাতীয় সাইটগুলো আর সার্ভাইভ করতে পারবে না আমার মনে হইয়।
লোকাল বিটকয়েন অলরেডি ঘোষণা দিয়েছে যে তারা আর বিটকয়েন ট্রেডিং সার্ভিস রাখবে না। মানে তারা বিটকয়েন ট্রেডিং সার্ভিস অফ করে দিবে। জানিনা কেন তারা এই ধরনের সিদ্ধান্ত নিল। আমি তো ভেবেছিলাম তাদের অনেক লাভ হয়। কেননা তারা ডিপোজিট থেকে উপার্জন করে আবার ট্রেডিং থেকে ফি পায়। তাদের তো সার্ভার মেনটেনেন্স ও কাস্টমার সার্ভিস এর বেতন ছাড়া তেমন কোন খরচও দেখি না। এই ট্রেডিংটা তো তাদের জন্য লাভজনক ছিল তবুও তারা কেন অফ করে দিল বোধগম্য নয়।

ভাই তারা অলরেডি তাদের ওয়েবসাইটে কারণ উল্লেখ করে দিছে!

Why is localbitcoins terminating the service?

Localbitcoins trading volumes have been declining for a long time, and there is no big enough market demand for our services anymore.

বাইন্যান্স সহ অন্যান্য প্লাটফর্ম গুলো চলে আসার পর এই সাইট টা তার জনপ্রিয়তা ধরে রাখতে পারে নি। তাদের ট্রেডিং ভলিউম অনেকদিন যাবত প্রচুর কম ছিলো। যতটা কম হলে একটা প্ল্যাটফর্ম তাদের সারভিস বন্ধ করতে বাধ্য হয়।
2357  Other / Meta / Re: Local Board request for Bangladesh on: March 01, 2023, 03:47:51 PM
Bump  Sad

Last Month Activity Stats of bangladesh Thread.


2358  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 01, 2023, 03:04:59 PM
যদিও আমরা সবাই জানি কিভাবে বাইন্যান্সের পিটুপি ব্যবহার করে বিটকয়েন থেকে বিকাশ এ টাকা নেয়া যায়, কিন্তু বাইন্যান্স ছাড়া অন্য আর কোন কোন এক্সচেঞ্জগুলো এই সুবিধা দেয়? আমি কুকয়েনকে জানি। অন্য কোন এক্সচেঞ্জে পিটুপি সুবিধা আছে?

ভাই, প্রায় ঘন্টা খানেক খুজেছি। কিছু এক্সচেন্জ এ একাউন্ট করেও দেখেছি। মনে হলো আমারো কখনো দরকার হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই পিটুপি থাকলেও বাংলাদেশের ইউজার নাই বললেই চলে। কিছু এক্সচেন্জ এখনো বাংলাদেশী পেমেন্ট গেটওয়ে সাপোর্ট করে না। বাইন্যান্স এবং কুকয়েন ছাড়া লোকালবিটকয়েন্স ছিলো। কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। বর্তমানে এগুলো ছাড়া https://paxful.com/ এবং https://localcoinswap.com/ আছে।


কিন্তু এর আগে আমি একটা পোস্ট দেখলাম এখন সেটা কোট করতে যাচ্ছি না বা খুঁজতে যাচ্ছি না। যে পোস্টগুলো কোট করেছেন সে পোস্টগুলো মোটেও ভালো মানের ছিল না। বরং সেগুলো ছিল স্প্যাম কুয়ালিটির। ওই ধরনের পোস্ট করা মোটে উচিত নয়।

ভাই আমার কথা বলছেন? আপনি কি শিওর সেটা আমি ছিলাম? আমার জানামতে আমি এমন কোনো পোষ্ট কোট করিনি। যদি করে থাকি, দয়া করে দেখিয়ে দিবেন।
2359  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 01, 2023, 02:04:21 PM
@TryNinja @DdmrDdmr @nutildah সহ আরো কিছু গ্লোবাল অ্যাডমিনিস্ট্রেশন আছে যারা এক লাইনে পোস্ট করলে প্রচুর পরিমাণে মাইন্ড করে। তাদের সাপোর্ট পেতে হলে আমাদের এক লাইনে পোস্ট করা থেকে বিরত থাকতে হবে।

ছোট একটা কারেকশন। আসলে এনারা কেউ কিন্তু গ্লোবাল এডমিনিষ্ট্রেশন বা গ্লোবাল মোড নয়। ৩ জন ই স্টাবলিশ ডিটি মেম্বার।
ফোরাম পোষ্ট এর ব্যাপারে বলবো, কাউকে খুশি করার জন্য পোষ্ট করার প্রয়োজন নেই। নিজেই নিজের পোষ্ট কোয়ালিটি যাচাই করা জরুরী।
অনেক সময় এক লাইনের একটা পোষ্ট ও কিনতু অনেক উপকারী হতে পারে। এটা কিন্তু কাউন্টার করে উত্তর দেই নি  Roll Eyes
2360  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: February 26, 2023, 04:29:31 PM
আরেকটা ব্যাপার হল ক্রেইগ ইভেন রাইট, তার একটা মামলা চলতেছিল সেই মামলা টার কি খবর কেউ কি বলতে পারেন?
কোন মামলার কথা বলছেন? একটু স্পেসিপিকভাবে বলেন। কিছুদিন আগে সে একটি মামলায় হারে যেখানে সে বিটকয়েনের কিছু ফাইল এর উপর কপিরাইট ক্লেইম করেছিল। আদালত রায় দেন যে উনার দাবী অযৌক্তিক।

Hodlonaut এর সাথে যে মামলা চলতেছিলো, সেটার রেজাল্ট টা কি হয়েছিলো আমার জানা নেই।
তবে এই লোকটা যে একটা প্রতারক, সেটা কি আপনারা বিশ্বাস করেন? সে নিজেকে সাতশী বলে দাবী করে আসছিলো। Roll Eyes
তার কছে যেসব প্রশ্ন করা হয়েছিলো, তার কিছুরই তো সঠিক উত্তর বা প্রমাণ দিতে পারে নি। আর কোর্ট নাকি এসব টেকনোলজির ব্যাপারে বোঝে না। তো ওনারা রায় দিলো কিভাবে শেষ অব্দি?
Pages: « 1 ... 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 [118] 119 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!