Crypto Heist(ক্রিপ্টো চুরি/হ্যাক/অনুপ্রবেশ) এবং ক্রিপ্টো জগতে কয়েকটি বড় বড় Heistক্রিপ্টো জগতে সময়ের ধারাবাহিকতা অতীতে বর্তমানে অনেক অনাকাঙ্ক্ষিত চুরি ডাকাতি, হ্যাকিং, অনুপ্রবেশ ইত্যাদি ঘটতো এবং বর্তমানে ঘটছে এবং ভবিষ্যতে ঘটবে। ক্রিপ্টোকারেন্সি চুরি করে অনুপ্রবেশ করাকে Crypto Heist বলে। ক্রিপ্টোতে বেশ কয়েকটি হ্যাকিং এর ঘটনা রয়েছে যা আপনাদের অনেকের জানা আছে এবং অনেকের জানা নেই। আজ একটু সময় নিয়ে আমি এ সকল হ্যাকিং এর সংক্ষেপে কিছু লেখালেখি করব।
MtGoxক্রিপ্টোকারেন্সিতে অনেক আগেই চুরি হওয়ার মতো ঘটনা ঘটতো, সর্বপ্রথম বিটকয়েনকে চুরি করার ঘটনা শুরু হয় MtGox বিটকয়েন এক্সচেঞ্জকে দিয়ে। ২০১১ সালে এক্সচেঞ্জটির যাত্রা আরম্ভ হলেও পরবর্তীতে হ্যাকিং এর কবলে পড়ে। প্রথমদিকে এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এটাকে তাদের একটি সিস্টেমেটিক বাগ Bug বললেও পরবর্তীতে ২০১৩ সালের মাঝামাঝি সময়ে এই এক্সচেঞ্জ থেকে 630K এর মত বিটকয়েন হ্যাকাররা সরিয়ে ফেলে এবং তখন এই এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এটাকে হ্যাক হয়েছে বলে প্রাথমিকভাবে ঘোষণা দেয়। তবে এই এক্সচেঞ্জ সর্বমোট 830K বিটকয়েনের মত হারায়।
Linodeএটা প্রথম দিকে জুনে 2011 web Hosting firm হিসাবে যাত্রা আরম্ভ করে এবং পরবর্তীতে বিটকয়েন এক্সচেঞ্জ হিসেবে পরিচিত হয়। বিভিন্ন বিটকয়েনের ধন কুবেরেরা এখানে তাদের বিটকয়েনকে সঞ্চয় করে রাখত। এই এক্সচেঞ্জটি পরবর্তীতে হ্যাক হয়ে যায় এবং ৪৬ হাজারের মতো বিটকয়েন হ্যাক করে দেওয়া হয়। Bitcoinia ৪৩ হাজারের মতো বিটকয়েন হারায়, Bitcoin.Cx ৩ হাজারের মতো বিটকয়েন হারায় এবং আশ্চর্যের বিষয় হচ্ছে একজন স্বনামধন্য বিটকয়েন ডেভেলপার Gavin Andresen ৫ হাজারের মতো বিটকয়েন হারায়।
BitFloor২০১২ সালের মে মাসে হ্যাকাররা এই এক্সচেঞ্জটির Unencrypted ফাইলের অ্যাক্সেস নিয়ে নেয় এবং ২৪ হাজারের মতো বিটকয়েন হ্যাক করে নিয়ে যায়। পরবর্তীতে এই এক্সচেঞ্জের মালিক Roman Shtylman এক্সচেঞ্জটি বন্ধ করে দেয়।
Bitfinexআমরা যারা ক্রিপ্টো কারেন্সিতে রয়েছি তারা কমবেশি এই এক্সচেঞ্জটির সম্পর্কে জেনে থাকবো। এই এক্সচেঞ্জটি একসময় খুবই জনপ্রিয় ছিল কিন্তু এই এক্সচেঞ্জটির হ্যাক এর কারণে 119756 BTC চুরি করে নিয়ে যায়।
Bitgrailইতালির একটি ছোট্ট পরিসরে এক্সচেঞ্জ Bitgrail এর যাত্রা আরম্ভ করে। এই এক্সচেঞ্জটি মূলত NANO(XNO) তে ট্রএড করতো কিন্তু ন্যানো যখন $0.20 থেকে ১০ ডলার উন্নীত হয় তখন এই এক্সচেঞ্জটির CEO ২০১৮ সালে $146M পরিমাণ NANO হ্যাক করে নেয় এবং খুব সম্ভবত 230000 সাধারণ মানুষ তাদের NANO হারায়।
CoinCheckNEM(XEM) ভিত্তিক জাপানি এক্সচেঞ্জ 2018 সালে কয়েনচেক(CoinCheck)$530M সমপরিমাণ XEM হ্যাক হয়, তবে ধারণা করা হয় এই এক্সচেঞ্জ এর স্টাফের কেউ এর সাথে জড়িত ছিল।
KuCoinKucoin ২০২০ সালের সেপ্টেম্বর মাসে তাদের হট ওয়ালেটের প্রাইভেট কী এর এক্সেস হারায় এবং খুব সম্ভবত ইথার, বিটকয়েন, সহ একাধিক ক্রিপ্টো কারেন্সি চুরি হয়ে যায় এবং অনুমান করা যায় $275M পরিমাণ আর্থিক সম্পদ ক্ষতি হয়ে যায়।
PancakeBunnyএই প্লাটফর্ম থেকে ২০২১ সালের মে মাসে $200M পরিমাণ BNB হ্যাক করে নেওয়া হয়। এটি একটি ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ প্লাটফর্ম ছিল।
Poly Networkএই নেটওয়ার্কে হ্যাক হওয়ার পিছনে একটা মজার কাহিনী আছে।Mr White Hat নামক একজন হ্যাকার ২০২১ সালের আগস্ট মাসে এই নেটওয়ার্ক থেকে $600M পরিমাণ বিভিন্ন ডিজিটাল কারেন্সি হ্যাক করে নেয়। তিনি পরবর্তীতে এই নেটওয়ার্কের একজন উচ্চতর সিনিয়র কর্মকর্তা হিসেবে চাকরি দেওয়ার শর্তে হ্যাক হওয়া সমস্ত ডলার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
Cream Financeহ্যাকাররা এই নেটওয়ার্ক থেকে October 2021 সালে $১৩০মিলিয়ন ডলার পরিমান ডিজিটাল কারেন্সি চুরি করে নেয়। তবে হ্যাকাররা দুই ধাপে এই নেটওয়ার্ক থেকে অর্থ সরিয়ে নেয়।
BadgerDAO২০২১ সালের ডিসেম্বর মাসে এই Defi নেটওয়ার্কটি হ্যাক হয়ে যায় এবং $130 মিলিয়ন ডলারের সমপরিমাণ ডিজিটাল কারেন্সি চুরি হয়ে যায় তবে পরবর্তীতে নয় মিলিয়ন ডলারের পরিমাণ সম্পদ হ্যাকারদের কাছ থেকে উদ্ধার করে।
Bitmartএই জনপ্রিয় এক্সচেঞ্জ সম্পর্কে মোটামুটি সবাই জানেন কিন্তু ২০২১ সালের ডিসেম্বর মাসে এই এক্সচেঞ্জটি হ্যাক হয়ে যায় এবং $২০০ মিলিয়ন ইথেরিয়াম ও BNB হ্যাক হয়ে যায়।
WormholeEthereum ও Solana bridge সংক্রান্ত প্লাটফর্মটি ১২০০০০ পরিমাণ ইথিরিয়াম নিয়ে $320 মিলিয়ন ডলার পরিমাণ ETH হ্যাক হয়ে যায়।
Ronin NetworkGaming ভিত্তিক প্ল্যাটফর্মটি ২০২২ সালে ২৯ শে মার্চ $৬৩০ মিলিয়ন সম্পদ হ্যাক করে নিয়ে যায়।
BeansTalkএই প্ল্যাটফর্মটি $১৮১ মিলিয়ন ইউক্রেনের ফান্ড হ্যাক হওয়ার দায় স্বীকার করে।
Horizon Bridgeএটি হারমোনি(Harmony) প্রটোকল যা ২০২২ সালের হ্যাকারদের কবলে পড়ে এবং $100M পরিমাণ ইথিয়াম, ইউএসডিটি, বিএনবি ইত্যাদি হ্যাক করে নিয়ে যায়।
FTXএই এক্সচেঞ্জটি সম্পর্কে জানে না এরকম মানুষ আপাতত বিটকয়েন ফোরামে নেই বললেই চলে। নভেম্বর ২০২২ সাল থেকে বর্তমান আজ পর্যন্ত এফটিএক্স এর মালিক SAM BANKMAN-FRIED সম্পর্কে আলোচনা করা হয়। তিনি বর্তমানে ফ্যামিলি বন্ডিং করে গৃহবন্দী অবস্থায় আছে। তবে তার বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগের সত্যতা প্রমাণিত হচ্ছে এবং অতি শীঘ্রই তাকে পুনরায় জেল হাজতের কাষ্টনীতে নিয়ে বিচার করা হবে। তিনি কি পরিমান জনসাধারণের টাকা আত্মসাৎ করেছেন সেটা সঠিকভাবে এখনো তদন্ত করা সম্ভব হয়নি। তবে তার কারণে আমি আপাতত $১৫০০ ডলার লোকসানের মধ্যে রয়েছে। আমি তার সঠিক বিচার চাই।
এতক্ষণ লম্বা একটি প্রবন্ধ মূলক পোস্ট করলাম এর অর্থ হচ্ছে আপনারা যাই করুন না কেন আপনাদের রিজার্ভ করা ক্রিপ্টোকারেন্সি মজুদ করার ক্ষেত্রে সেন্ট্রালাইডস এক্সচেঞ্জ এর মধ্যে রাখবেন না। উপরের যতগুলো কালো অক্ষরে লেখা নাম গুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু এক্সচেঞ্জ। তাই ক্রিপ্টো কারেন্সি মজুদের ক্ষেত্রে আপনাদের কোল্ড ওয়ালেট, হট ওয়ালেট, হার্ডওয়্যার ও সফটওয়্যার ওয়ালেট যেটাই বলি না কেন খুব সতর্ক সহকারে আপনাদের প্রাইভেট কি, সিড ফেস, পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখবেন। আপনার ভুলের জন্য আপনার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলে এই দায় আপনি কাউকে দিতে পারবেন না। তাই সতর্ক হওয়ার পরামর্শ রইল সবসময়।
যারা ইংরেজিতে পড়তে ভালোবাসেন তাদের জন্য:
পড়ুন