Bitcoin Forum
July 11, 2024, 02:00:43 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 ... 185 186 187 188 189 190 191 192 193 194 195 196 197 198 199 200 201 202 203 204 205 206 207 208 209 210 211 212 213 214 215 216 217 218 219 220 221 222 223 224 225 226 227 228 229 230 231 232 233 234 [235] 236 237 238 239 240 241 242 243 244 245 246 247 248 249 250 251 252 253 254 255 256 257 258 259 260 261 262 263 264 265 266 267 268 269 270 271 272 273 274 275 276 277 278 279 280 281 282 283 284 285 ... 324 »
4681  Other / Meta / Re: How do I level up from Noobie to member? on: February 16, 2020, 06:16:25 AM
For Junior- 30 activity and 1 merit
For Member- 60 activity and 10 merits

For learning more about ranking, you can check this- https://bitcointalk.org/index.php?topic=2818350.msg28856522#msg28856522

You already have the enough required activity but need to earn some merit.
4682  Alternate cryptocurrencies / Marketplace (Altcoins) / Re: Risking my Member account to borrow 20 USD in Ether on: February 16, 2020, 03:57:49 AM
No one now a days consider account as a valid collateral because there will be no way to recover fund once you default the loan. DT member will tag you account, the lender too.
Your account carries no value also, a member account without positive feedback, can hardly be trusted.
4683  Economy / Lending / Re: Greedy bitcoiner - Lending service on: February 15, 2020, 01:45:17 PM
Partial payment of 0.0063 BTC has been done. Please confirm.
4684  Economy / Services / Re: ✅Looking for Russian Translation Service For Tachyon Protocol Project on: February 15, 2020, 06:54:49 AM
Check out this list- https://bitcointalk.org/index.php?topic=5214430.0
There are deisik and Royse777 whom you can hire for a quality translation. deisik has a good portfolio. I recommend using deisik over Royse777 because Royse777 has no portfolio here although I believe he also will provide quality translation.
4685  Other / Meta / Re: A reply of yours, quoted below, was deleted by a Bitcoin Forum moderator. on: February 14, 2020, 04:30:05 AM
Although this happens very rarely that a good post or reply is deleted by mistake, I think a proper or close reason would be good. One of my post was deleted by moderator and I still do not know what the reason is.
As like said in previous post, dropdown menu with some most common case would be good edition.
4686  Other / Beginners & Help / Re: LoyceV's Beginners guide to correct use of the Trust system on: February 14, 2020, 12:16:41 AM
Edit- Unfortunately the post is deleted now. I do not know the reason.
The post doesn't show in modlog. If you didn't delete it, it must have been the owner of the self-moderated thread. You should probably ask for the reason, if it gets deleted again there's no point linking it here.
I didn't delete it.
The thread owner also didn't. He is not active in bitcointalk from Feb 11, I have posted on February 12 and post was deleted on Feb 12 too. So, he didn't delete it too. I have received delete notification at Feb 12, 09:01:05 PM.
I created a thread here- https://bitcointalk.org/index.php?topic=5225405.msg53827254#msg53827254
Now unlocking it.
edit- it is presented in the modlog, see the yellow one.
4687  Other / Meta / Re: My post was deleted on: February 13, 2020, 08:50:20 AM
Have you asked the moderator about it?  It might have been a mistake.

Try re-posting and adding some meta information in English (i.e.  This is a strict language translation of.. url).  Smiley
Have not PM anyone because I do not know who exactly deleted. The one who deleted can only tell the reason. I have re-posted the post. May be this time it will not he deleted.
Locking the thread now. If the moderator who deleted thee post seen this, you can unlock the topic and share the reason because we need to learn from mistake.
4688  Local / Other languages/locations / ট্রাস্ট সিস্টেমের সঠিক ব্যবহার on: February 13, 2020, 07:46:06 AM
Translation from- https://bitcointalk.org/index.php?topic=5191802.0

আমাদের বাংলাদেশীদের মধ্যে ট্রাস্ট সিস্টেম ব্যবহার করার প্রবনতা নেই বললেই চলে, যদিও অনেক হাই র‍্যাংক আইডিও এই ট্রাস্ট সিস্টেম এর ভুল ব্যবহার করে থাকে। ট্রাস্ট সিস্টেমের যথার্থ ব্যবহারের জন্য, যত বেশি সম্ভব মানুষকে “ফিডব্যাক” এবং “ট্রাস্ট লিস্ট” এর মধ্যে পার্থক্য বোঝা খুবই গুরুত্বপুর্ণ। ভুলবশত, ফোরামের বেশিরভাগ মানুষই “ট্রাস্ট” শব্দটিকে ফিডব্যাক এবং ট্রাস্ট দুইটার জন্যই ব্যবহার করে থাকে।

যখন আপনি এইটা সম্পুর্নরুপে বুঝতে পারবেন, এইটা ব্যবহার করা অত্যন্ত জরুরী।    
  • আপনি কি এমন একটি লেনদেন করেছেন যেখানে আপনার টাকা কিংবা অন্যকিছু হারানোর সম্ভাবনা ছিল? সেক্ষেত্রে ফিডব্যাক দিন।
  • আপনি কি এমন কাউকে দেখেছেন যারা অন্য মেম্বারদের সঠিক ফিডব্যাক দেয়? তাহলে তাদের আপনার ট্রাস্ট লিস্টে যোগ করুন।
যে কেউ ফিডব্যাক দিতে পারে, এবং যে কেউ তাদের ট্রাস্ট লিস্ট কাস্টোমাইজ করতে পারে।

কিন্তু তার আগে, পড়তে থাকুন এবং পার্থক্য বুঝে নিন।

যেহেতু এইটি নতুনদের জন্য একটি গাইডলাইন, আমি শুধু খুবই গুরুত্বপূর্ন দিকগুলো নিয়ে কথা বলব। আমি এইখানে সম্পূর্ন ডিটেইলস আলোচনা করতে পারবো না, কিন্তু সম্পুর্ন ডিটেইলস না জেনেও, অনেকেই তাদের ট্রাস্ট সিস্টেম ব্যবহারের ভুলগুলো শুধরে নিতে পারবে।

আমি TrustTestUser একাউন্টটি বিভিন্ন স্ক্রিনশট এবং লিংক তৈরী করার জন্য খুলেছি। দয়া করে এইটাকে কেউ নিজের একাউন্টে নিজে ফিডব্যাক দেয়া ভাববেন না, এই একাউন্ট অন্যা কোন কাজে ব্যবহার করার উদ্দেশ্য আমার নাই।



আপনার ট্রাস্ট লিস্টের সাথে ফিডব্যাক গুলিয়ে ফেলবেন না।
ট্রাস্ট ফিডব্যাকঃ ফিডব্যাক শুধুমাত্র তাদেরকেই দিন যাদের আপনি বিশ্বাস করেন কিংবা করেন না, অথবা নিউট্রাল কমেন্ট করুন।
ট্রাস্ট লিস্টঃ যাদের ফিডব্যাক আপনার কাছে সঠিক মনে হয় তাদের লিস্ট, মানে যেই মানুষগুলো অন্যদের ফিডব্যাক দেয় তাদের ফিডব্যাক আপনার কাছে সঠিক মনে হলে আপনার ট্রাস্ট লিস্টে তার ইউজারনেম যোগ করুন, পক্ষান্তরে তাদের (~username) দিয়ে দিন।



ট্রাস্ট ফিডব্যাক
ট্রাস্ট ফিডব্যাক (পজিটিভ/নিউট্রাল/নেগেটিভ) হল অন্যা কোন মেম্বারের বিশ্বাসযোগ্যতা নিয়ে আপনার মতামত দেয়া। এক কথায়, আপনি কি কোন ব্যক্তির সাথে লেনদেনের ক্ষেত্রে বিশ্বাস করতেন কিংবা করতেন না তারই প্রতিফলন।

কোথায় পাবেনঃ যে কোন একজন মেম্বারের ইউজারনেমে কিক করুন এবং user's profile এ যান, তারপর Trust এ ক্লিক করে তাদের ফিডব্যাকগুলো দেখতে পাবেন (অনেক ক্ষেত্রে কিছু কিছু বোর্ডে মেম্বারদের ইউজারনেমের নিচে বাই ডিফল্ট এইটা দেখা যায়)
প্রতি ধরনের ফিডব্যাকের বিস্তারিত এইখানে দেয়া আছে, পড়ে নিন।
New feedback loading...
লক্ষ্য করুন, পজিটিভ, নিউট্রাল, নেগেটিভ সব ধরনের বর্তমানে যে ডিটেইলস দেয়া আছে তা কিছুদিন আগে পরিবর্তন করা হয়েছিল। যখন ট্রাস্ট ফ্লাগের ব্যবহার এডমিন নিয়ে আসে তখন এই পরিবর্তনও করা হয়।

পজিটিভ (+ হিসেবে দেখানো হয়)
  • যদি আপনি একটি ছোট লেনদেন করে থাকেন, সেক্ষেত্রে পজিটিভ ফিডব্যাক দেয়া উচিত নয়।
  • যদি আপনি এমন একটি লেনদেন করেন যেখানে মোটামুটি ভালো পরিমান অর্থ হারানোর ভয় ছিল, কিন্তু সব ঠিকঠাকভাবে সম্পন্ন হয়েছিল, সেক্ষেত্রে আপনি পজিটিভ ফিডব্যাক দিতে পারেন।
  • কেউ যদি ভালো আচরণের মানুষ হয়, সেক্ষেত্রে পজিটিভ ফিডব্যাক দেয়া উচিত নয়।
  • যদি আপনি কাউকে বিশ্বাস করেন এবং মনে করেন সে স্ক্যাম করবে না, সে ক্ষেত্রে আপনি তার সাথে লেনদেন না করেও পজিটিভ ফিডব্যাক দিতে পারেন।

নিউট্রাল (=১ হিসেবে দেখানো হয়)
  • নিউট্রাল ফিডব্যাক সাধারনত কারো সম্পর্কে কিছু বলার জন্যে ব্যবহার করাই উত্তম, সেটা যেন কাউকে বিশ্বাস কিংবা অবিশ্বাসের জন্য না হয়। এইটা একটি ভালো ফিডব্যাক হতে পারে, যেমন ধরুন কেউ যখন আপনাকে সাহায্য করে।
  • বিটকয়েনটকে নিউট্রাল ফিডব্যাক অনেকটা আন্ডারভ্যালুড। নিউট্রাল ফিডব্যাক অনেকক্ষেত্রে ব্যবহার করা যায়, তবে মনে রাখবেন যেন সঠিক ব্যবহার হয়।

নেগেটিভ (- হিসেবে দেখানো হয়)

প্রতিটি ফিডব্যাকের পর রেজাল্টঃ
+1 / =1 / -1 loading...

কমেন্টস
বিস্তারিত সম্পুর্নরুপে লিখবেন। সবকিছু তুলে ধরার চেষ্টা করবেন কিন্তু চেষ্টা করবেন যতটা সম্ভব ছোট রাখা যায়। যদি আপনার মনে হয় অনেক কিছু লিখতে হবে, তাহলে Reputation কিংবা  Scam Accusations এ একটি টপিক তৈরী করুন এবং রেফারেন্স লিংক এ উক্ত টপিকের লিংক দিন। যদি আপনি যুক্তির সাথে আপনার মতামত তুলে ধরেন তাহলে অন্যরা আপনার ফিডব্যাক বিশ্বাস করবে।

রেফারেন্স লিংক ব্যবহার করুন
ফিডব্যাকে রেফারেন্স দিয়ে আপনার ফিডব্যাকের সব তথ্যের লিংক করে দিন। এইটা অন্যদের জন্য সুবিধা হয়, তারা রেফারেন্স লিংকে গিয়ে ফিডব্যাক এর সত্যতা সম্পর্কে জানতে পারে।
রেফারেন্স লিংক দেয়ার সময় আপনি প্রমান চিরস্থায়ী রাখার জন্য Webpage archive ব্যবহার করতে পারেন।

দায়িত্বশীল হোন
যখন আপনার ক্ষমতা বাড়বে, আপনার দায়িত্বও বেড়ে যাবে (কে বলেছেন জানা নেই)। বিশেষ করে আপনি যখন ডিফল্টট্রাস্ট মেম্বার হবেন (কিংবা আপনি যদি ডিফল্টট্রাস্ট মেম্বার হতে চান), আপনি অবশ্যই অন্যকে নেগেটিভ ফিডব্যাক দিয়ে কিংবা অন্যভাবে ফিডব্যাক সিস্টেম এর অপব্যবহার করতে পারবেন না। আপনি যে ফিডব্যাকগুলো পাঠাবেন সেগুলোর মাধ্যমেই অন্যরা আপনার বিচক্ষনতা যাচাই করবে।
যদি এইখানে কেউ আপনাকে খারাপ ভাষায় কিছু বলে কিংবা খারাপ আচরণ করবে, তাদের ইগ্নোর করুন।

ফিডব্যাক মুছে ফেলা
Trust sumary তে গিয়ে আপনি যে কোন ফিডব্যাক মুছে ফেলতে পারেন। আপনি যে ফিডব্যাকগুলো পাঠিয়েছেন তার প্রতিটার সাথে ডিলিট অপশন থাকবে।
Trust summary for TrustTestUser loading...
শুধুমাত্র তখনই ফিডব্যাক ডিলিট করবেন যখন আপনি মনে করবেন উক্ত ফিডব্যাকটি সঠিক নয়। আপনি আগের নেগেটিভ ফিডব্যাক এর পরিবর্তে নিউট্রাল ফিডব্যাক ও দিতে পারেন যদি প্রয়োজনীয় মনে করেন। নিউট্রাল থেকে নেগেটিভ করতে হলে আগের নিউট্রাল ফিডব্যাক রেখে দেয়াই ভালো।

কি করবেন আর কি করবেন না
  • আপনার নিজের অন্য একাউন্টের জন্য পজিটিভ ফিডব্যাক দেবেন না (নিউট্রাল ফিডব্যাক দিতে পারেন)।
  • কেউ যদি ফোরামের নিয়ম মেনে না চলে তাহলে নেগেটিভ ফিডব্যাক দেবেন না। তার পোস্ট মডারেটরের কাছে রিপোর্ট করুন।
  • আপনার আল্টা একাউন্ট চিহ্নিত করার জন্য একটি আইডী থেকে অন্য আইডিতে নিউট্রাল ফিডব্যাক দিতে পারেন।  
  • কেউ আপনাকে নেগেটিভ দিয়েছে আর সে কারনে আপনি দিতে যাবেন না।
  • একইভাবে কেউ আপনাকে পজিটিভ ফিডব্যাক দিলে আপনিও পজিটিভ ফিডব্যাক দিতে যাবেন না।

নামমাত্র কিছু গাইডলাইন
এইখানে ট্রাস্ট সিস্টেমে মডারেটররা কোন হস্তক্ষেপ করে না। কিন্তু আপনি এইটাকে কিভাবে ব্যবহার করছে তা আপনার “ব্যবসায়িক সার্টিফিকেট” বলতে পারেন। উপরের গাইডলাইনটি ব্যবহার করুন। এইটা থেকে আমি বোঝানোর চেষ্টা করেছি আমি কোনটিকে ভালো আচরণ মনে করি। ফিডব্যাক দেয়ার আগে আপনি আপনার নিজেকে প্রশ্ন করতে পারেনঃ “আমার ফিডব্যাক কি বিটকয়েনটককে একটি ভালো ফোরামে নিয়ে যাবে” এবং যদি নেগেটিভ হয়ঃ “কোন একটি কারনে কারো একাউন্ট কিংবা রেপুটেশন নষ্ট করা কি উচিত হবে?” যদি আপনার মনে হয় পজিটিভ কিংবা নেগেটিভ কোনটাই যাচ্ছে না, তখন চাইলে নিউট্রালও দিতে পারেন।

ট্রাস্ট ফ্লাগস
আমি আপাতত Trust Flags নিয়ে কিছু লিখবো না। যখন ট্রাস্ট ফ্লাগ ক্রিয়েট, সাপোর্ট কিংবা বিরোধীতা করবেন তখন সবকিছু পড়ে নেবেন। যদি কোন কিছু ভুল থাকে, তাহলে এইটা সাপোর্ট করবেন না।



ট্রাস্ট লিস্ট
আপনার ট্রাস্ট লিস্টে শুধু তাদেরকেই এড করুন যারা সঠিক ফিডব্যাক দিয়ে থাকে এবং যাদের ট্রাস্ট লিস্টে সঠিক ফিডব্যাক যারা দেয় তাদের এড করা হয়েছে। যারা ভুল ফিডব্যাক দিয়ে থাকে তাদের আপনার ট্রাস্ট লিস্ট থেকে বাদ দিন।
তার মানে এই যে আপনার ট্রাস্ট লিস্ট হবে অন্যদের জাজমেন্ট বা অন্যরা যে ফিডব্যাক দিচ্ছে তা আপনি কিভাবে দেখছেন। আপনার ট্রাস্ট লিস্টে অবশ্যই এমন মেম্বারদের এড করবেন না যাদের আপনি লেনদেনের ক্ষেত্রে বিশ্বাস করেন। আমি সবাইকে তাদের নিজস্ব custom Trust list তৈরী করার জন্য উৎসাহিত করছি। কিন্তু তা করার আগে, পড়তে থাকুন যাতে আপনি বুঝতে পারেন।

কোথায় খুজে পাবেনঃ যে কোন একজন ইউজার এর প্রোফাইলে ক্লিক করুন, তারপর ট্রাস্ট এ ক্লিক করুন এবং ট্রাস্ট সেটিং এ ক্লিক করুন।
ডিফল্ট ট্রাস্টকে আপনার ট্রাস্ট লিস্টে রাখার জন্যে আমি পরামর্শ দিচ্ছি যাতে আপনি DT1 এবং DT2 এর ফিডব্যাক বাই ডিফল্ট দেখতে পারেন। যে কোন মেম্বারের নাম এড করে আপনি তাদের আপনার ট্রাস্ট লিস্টে এড করতে পারেন। যে কোন মেম্বারের নামের আগে “~” এই চিহ্ন দিয়ে আপনার ট্রাস্ট লিস্ট থেকে বাদ দিতে পারেন। এড করা হয়ে গেলে, আপডেটে ক্লিক করুন। উদাহরণস্বরুপঃ
Trust list loading...
উপরের উদাহরণে, আপনি দেখতে পাচ্ছেন আমি cryptohunter কে আমার ট্রাস্ট লিস্ট থেকে বাদ দিয়েছি এবং guitarplinker ও NLNico কে আমার ট্রাস্ট লিস্টে এড করেছি। আমার ট্রাস্ট লিস্টে ডিফল্ট ট্রাস্টও রয়েছে।
যদি আপনি খুব বেশি বুঝে না থাকেন, তাহলে ট্রাস্ট ডেপথ এ ২ দিন।

ট্রাস্ট লিস্ট তৈরী করার প্রভাব
আপনার ট্রাস্ট লিস্টে অন্য মেম্বারদের এড করার মধ্যে অনেক বড় প্রভাব রয়েছে কারন আপনি যাদের আপনার ট্রাস্ট লিস্টে (ডেপথ ০) এড করতেছেন তাদের ট্রাস্ট লিস্ট (ডেপথ ১) এবং উক্ত ব্যক্তিদের ট্রাস্ট লিস্টকে (ডেপথ ২) আপনি বিশ্বাস করতেছেন। (এইটা দেখতে পারেন বোঝার জন্য details beyond beginner level).
যখন আপনি আপনার নিজস্ব ট্রাস্ট লিস্ট তৈরী করবেন, অনেক ফোরাম মেম্বারের ফিডব্যাক স্কোর পরিবর্তন হয়ে যাবে যা আগে ভিন্ন ছিল। আপনার নিজস্ব ট্রাস্ট লিস্ট এড না করলে একজন মেম্বারের ফিডব্যাক স্কোর কেমন হত তা দেখতে আপনি সবসময় ;dt এইটা যে কোন ইউ.আর.এল এর শেষে বসিয়ে দেখতে পারেন। (এইটা দেখতে পারেন example).

পাবলিক রেকর্ড
লক্ষ করুন সব ট্রাস্ট লিস্ট পাবলিকঃ theymos প্রতি সপ্তাহে একটি লিস্ট প্রকাশ করে থাকে, যেটা আমি আমার ট্রাস্ট লিস্ট ভিউয়ার এর জন্য ব্যবহার করে থাকি। আমি অতীতের রেকর্ড রেখে থাকি (বর্তমানে ৩৮ সপ্তাহের রেকর্ড রয়েছে)। আপনিও এই টুল ব্যবহার করতে পারেন, এটা দিয়ে আপনি দেখে নিতে পারবেন কাকে আপনার ট্রাস্ট লিস্টে এড করা উচিত।
আমি কোন তথ্য চেন্সর করিনাঃ আপনার ট্রাস্ট লিস্ট সবার নিকট উন্মুক্ত, সুতরাং, বিজ্ঞতার সাথে এইটি তৈরী করুন।

কি করবেন এবং কি করবেন না
  • কেউ যদি আপনাকে তাদের ট্রাস্ট লিস্টে এড করে, তাকে আপনার ট্রাস্ট লিস্টে এড করতে হবে এমন কোন কথা নেই। এইটি করতে যাবেন না।
  • কেউ যদি আপনাকে তাদের লিস্ট থেকে বাদ দেয়, আপনি তাদের বাদ দিতে যাবেন না। কেউ যদি আপনার ফিডব্যাক ট্রাস্ট না করে তাহলে আপনিও তাদের ফিডব্যাক ট্রাস্ট করবেন না এইরকম কোন কথা নেই।
  • কারো সাথে ট্রেড করলে তাদের আপনার ট্রাস্ট লিস্টে এড করবেন না। এমনকি যদি আপনি তাদেরকে লেন্দেন বিশ্বাস করেন, তার মানে এই না যে আপনি তাদের জাজমেন্ট বিশ্বাস করতে পারবেন। আমি মনে করি বেশিরভাগ মানুষ এই সাধারন ভুলটি করে থাকে।
  • আপনি আপনার নিজের আল্টা একাউন্ট আপনার ট্রাস্ট লিস্টে এড করতে পারেন, এইটার মানে এই যে আপনি আপনার আল্টা একাউন্ট থেকে যে ফিডব্যাক দিয়েছেন তা আপনি বাই ডীফল্ট দেখতে চান। উদাহরণস্বরুপঃ
    Quote
    hilariousandco Trusts these users' judgement:
    7. hilariousetc (Trust: +3 / =1 / -0) (1725 Merit earned) (Trust list) (BPIP)
  • আপনার আল্টা একাউন্ট থেকে আপনার মুল একাউন্টকে এড করতে যাবেন না কারন এটি DT1 ভোটে প্রভাব করে থাকে। এবং যদিও ওইটা এই গাইডের অংশ নয়, এইটা করা উচিত নয়।

DefaultTrust
DefaultTrust (কিংবা DT) রয়েছে অনেকগুলো ট্রাস্ট ডেপথ লেভেল, এবং যারা কোন পরিবর্তন করেনি তাদেরটা বাই ডিফল্ট ২ এ রয়েছে। তার মানে এই যে, DT1 এবং DT2 মেম্বার যেসব ফিডব্যাক দিয়েছে তা আপনি বাই ডীফল্ট দেখতে পাবেন বা সব মেম্বার দেখতে পাবে। এইটা নিয়ে ভাবার মত কিছু নেই, এইটা আমার টপিকের মুল বিষয়বস্তু নয়।
আপনি যেসন ফিডব্যাক দিচ্ছেন তা বাই ডিফল্ট আপনার নিকট ট্রাস্টেড হিসেবে দেখাবে। কিন্তু অন্য ব্যবকারীরা তা বাই ডীফল্ট দেখতে পাবে কিনা তা নির্ভর করে আপনি তাদের ট্রাস্ট লিস্টে আছেন কি না তার উপর।

DT1 ভোট
কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মাধ্যমে, আপনার নিজস্ব ট্রাস্ট লিস্ট তৈরী করার মাধ্যমে আপনি DT1-members সিলেক্ট করার জয় ভোট দিয়ে থাকেন এবং/কিংবা আপনার নিজেকে DT1 এ সিলেক্টেড হওয়ার জন্য উপযুক্ত করে থাকেন। আপনি যদি DT1 এ সিলেক্টেড হয়ে যান, আপনার ট্রাস্ট লিস্টে যারা আছে তারা DT2 হয়ে যাবে, তার মানে তাদের ফিডব্যাকও বাই ডিফল্ট দেখাবে। এইটা অনেক বড় একটা দায়িত্ব, কিন্তু যতক্ষন পর্যন্ত আপনি ট্রাস্ট লিস্ট সঠিক ভাবে ব্যবহার করেন (এবং অন্যরাও করে), ভোটিং সিস্টেমটা কাজ করবে যদিও আপনি এইটা সম্পুর্নরুপে না বুঝে থাকেন।
4689  Other / Meta / Re: My post was deleted, wrong moderation on: February 13, 2020, 12:26:40 AM
Double posting isn't normally a problem. It's a fairly flexible rule if there's a legitimate purpose for it.

I'm not sure why it would be deleted but I don't think we can do anything about it here, maybe you could try contacting the owner of that thread to ask why it was deleted if you haven't already. What language was it in and what thread?

I do not think the owner of the thread deleted the post. He is not active for the last two days. But the post was deleted hours ago. So, it was deleted by a global moderator or Cyrus. The language is Bengali. I do not know what's the wrong was. Nees an answer from the moderator who deleted.

I would re-post it personally and just preface the post explaining what it is and where you took it from.
I had changed the title, had shared link to the original post. Since no mistake from me, I do not think it will be wise to repost.
4690  Other / Meta / My post was deleted, wrong moderation on: February 13, 2020, 12:08:53 AM
Recently I had translated LoyceV's guide to correct use of Trust system and posted on my local thread which is now deleted. I really can't think of the reason.
The only reason I have figured is, I have posted twice in a row. The previous post was also from me. Since we have no board, is not it common that we may post twice in a row? This is common sense. I am sure there's no other reason of deleting the post. This is really disappointing.
4691  Other / Beginners & Help / Re: LoyceV's Beginners guide to correct use of the Trust system on: February 12, 2020, 12:25:11 PM
Hello LoyceV, sorry that I have taken a huge time than I should. It was because I was a little busy IRL, could not spend much time on PC. Have sent a PM to our thread moderator to update the thread with linking the guide.

ট্রাস্ট সিস্টেমের সঠিক ব্যবহার

Edit- Unfortunately the post is deleted now. I do not know the reason. I will update the post once I post again.
Edit new link- ট্রাস্ট সিস্টেমের সঠিক ব্যবহার
4692  Alternate cryptocurrencies / Marketplace (Altcoins) / Re: Selling XMR for EURO on: February 12, 2020, 03:33:55 AM
For exchanging Monero to EURO, you can try to use coinplaza.it, it's very good service I have used ever. But there's a limit of 200 EURO per month for non verified users. If you verify ddocuments, you can go higher.
If you are interested to join through my referral link, please send me a PM, I will appreciate  Cheesy
4693  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: February 12, 2020, 03:24:25 AM
দয়া করে সাহায্য করবেন আমার ফুল মেম্বার একাউন্ট ব্যান্ড করে দিছে আমি কি ভাবে উদ্ধার করতে পারি বাউন্টি ছাড়া আমি অন্য কোন জাগায় পোস্ট করতাম না এই জন্য কি ব্যান্ড করে দিছে।

সম্ভবতঃ তাই। আপনি দেখুন account নির্দিষ্ট সময়ের জন্যে suspend হয়েছে নাকি permanently banned. যদি permanently banned হয়, তাহলে ওই account আর উদ্ধার করা সম্ভব নয়। অন্যথায় নির্দিষ্ট সময়ের পর suspension উঠে গেলে ওই account আপনি পুনরায় ব্যবহার করতে পারবেন।
এইরকম কোন নিয়ম নাই যে শুধু বাউন্টি করলে আপনার একাউন্ট ব্যান করবে। আপনি নিশ্চয় কোন গিভএওয়ে টপিকে রিপ্লাই করছেন। সে জন্য ব্যান হতে পারেন।
বাই দ্য ওয়ে, আপনার একাউন্ট যেহেতু ব্যান হয়েছে, আপনি আর এই ফোরাম ব্যবহার করতে পারবেন না। আপনার নতুন একাউন্ট ও শীঘ্রই ব্যান হয়ে যাবে। কারন এইখানে আপনি ব্যক্তি হিসেবে ব্যান হয়েছেন।আশা করছি ফোরামের নিয়ম আবার ভাঙবেন না।
4694  Economy / Gambling discussion / Re: IDEA for a lottery that does not depend on luck on: February 11, 2020, 03:53:17 PM
This is really a bad idea I think because for people who will predict at the beginning will never be a winner. Anyone can manipulate anyone's prediction.
It's better to choose winner by the prediction of sum digit of a future hash. That can never be manipulated.
4695  Economy / Reputation / Re: Bitcoin Doubler and Hyip site seller. Also spamming by multi posting. on: February 11, 2020, 01:03:24 PM
I did not tag first because I am not a DT. And always try to get an Opinion of a DT member so that the feedback will more accurate.
You are DT for your own. I mean when you give feedback to anyone, you yourself will see the feedback, that's the first use of the feedback system. Feedback system is basically here for doing trade, so, if you tag someone, your can be alerted when you want to deal with someone. no matter you are dt or not but without sending appropriate feedback, you can never become DT. People will only include you once you send correct feedback.
If you did not read yet, please read LoyceV guideline for trust system- https://bitcointalk.org/index.php?topic=5191802.0
4696  Economy / Reputation / Re: Am I obliged to share reason behind my distrust list? on: February 10, 2020, 09:22:48 AM
Thank everyone for your valuable insights. If anyone wants reason, I will gladly tell them the reason so that they can change in future if they are wrong.

But be careful with your inclusion and exclusion list, because sometimes it would cause your exclusion from other members.
Got it but I am not thinking about that at all because my trust is building as per my own preferences. I mean which feedback I think is accurate or not is more important to me than someone distrust me although this is not the way to distrust. I do not care what other are doing with their trust list. Personally, I will never ask anyone to give a reason why they have distrusted me because it's their trust list and it's their preference of which feedback they want to see.
4697  Other / Meta / Ways to ignore child board on: February 10, 2020, 08:19:21 AM
Right now, we can only ignore only a board totally. For example, I can ignore the alternate cryptocurrencies. But I am looking for ignoring child boards. For example, I want to ignore the child boards of local. Is there a way to do it? If not, what about adding the option into the forum. I think it will be a good feature to have.

Edit- figured it.
4698  Economy / Reputation / Am I obliged to share reason behind my distrust list? on: February 10, 2020, 05:49:34 AM
Recently, someone from my distrust list has contacted me and ask why I have distrusted his feedback. I have no personal problem with him, no problem with his PM. I tried to share him my thoughts why I have distrusted him.
I never distrust anyone for any personal reason. I try to use the system for what it has been created. I have recently read the LoyceV's guideline on Trust List and Feedback and I am translating it into Bengali. The thread also helped me to learn the system more accurately.

I see LoyceV is maintaining a thread with a reason for each distrust user of his trust list. Should I maintain such a thread? Am I obliged to share? Personally I have no problem with sharing the reason because I am sure that I try to use the system as most accurate as possible.

PS- This thread has nothing to do with the person who has sent me PM. This thread is for learning purpose and discussion in general.
4699  Other / Meta / Re: Slow accessing the forum on: February 09, 2020, 12:43:11 PM
It's now more than an hour. I am really having very hard times browsing the forum for the last hours and so more. I think theymos is doing something in the background, otherwise, it never stays such a long time.
4700  Economy / Gambling discussion / Re: ODI cricket and general cricketing discussion [self - mod] on: February 09, 2020, 12:12:09 PM
Bangladesh has displayed  today the best bowling. I also feel that it will be Bangladesh who will win this final if the bat sensibly and do not take any risk.
Fielding was outstanding too. They had a great day, after all, now it's time to prove the batsman. It should be an easy chase provided that Bangladesh have some good batsman in the time. History is in front of the Bangladeshi lads. They will do it Inshallah. That will be a very big achievement for us. After all, it's a world cup.
Pages: « 1 ... 185 186 187 188 189 190 191 192 193 194 195 196 197 198 199 200 201 202 203 204 205 206 207 208 209 210 211 212 213 214 215 216 217 218 219 220 221 222 223 224 225 226 227 228 229 230 231 232 233 234 [235] 236 237 238 239 240 241 242 243 244 245 246 247 248 249 250 251 252 253 254 255 256 257 258 259 260 261 262 263 264 265 266 267 268 269 270 271 272 273 274 275 276 277 278 279 280 281 282 283 284 285 ... 324 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!