Bitcoin Forum
May 25, 2024, 12:55:17 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 [27] 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 »
521  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 15, 2019, 12:45:49 PM
সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করছি, মেরিট সম্পর্কে  মতামত কি?  কিভাবে মেরিট পাব। নতুনদের করণীয় কি?
এককথায় বললে ভালো মানের পোস্ট করতে হবে।যদিও এই কথা স্বীকার করতে হবে যে আমাদের এইখানে কোন সিনিয়র মেম্বার না থাকার কারনে এইখানে পোস্ট করে তেমন মেরিট পাওয়া যাবে না।তবে ইংলিশ বোর্ডে করলে অতি সহজে পাওয়া যাবে, অবশ্যই খেয়াল রাখতে হবে পোস্টের মান যেন ভালো হয়। আমি মেরিট সিস্টেম আসার পর রেজিস্ট্রেশন করেছি এবং এখন ফুল মেম্বার হয়েছি। যারা বেশি মেরিট পায় তাদের অনুসরন করতে পারেন।
বাংলায় যদি ভালো কিছু শেয়ার করতে চান, করতে পারেন।আমি যতটুকু পারি মেরিট দেব + আমাদের থ্রেড ক্রিয়েটরও দেবেন আশা করি।

বিটকয়েন বাংলা ইনফো নামে একটা বাংলা ফোরাম সাইট ছিলো ওই সাইট টা এখন ডাউন হয়ে গেছে নাকি...?
ওই সাইটে ভালো বড় ভাইদের সাথে ট্রেড করা যাইতো...
ডিটক অনেকদিন অনলাইনে আসেন না।সাইট ও ডাউন।যাই হোক, ট্রেড করতে চাইলে নিজে নিজেই শিখতে পারেন। ওইখানে বিটকয়েন নিয়ে পোস্ট করা হয়েছিল। ট্রেডিং নিয়ে তেমন ছিল না ।

ভাই আমি ট্রেড বলতে বিটিসী বেচা কিনার কথা বুঝাইছিলাম...আমার প্রায়অই বিটিসি কিনা লাগে...বিডিই তে বিটিসির যে দাম কিনে পুষায় না...ওই ফোরামে কিছু বাই সেল করসিলাম

আপনি দেশের মধ্যে কেনাবেচা করতে চাইলে এই thread এই করতে পারেন। বিদেশে করতে চাইলে Currency exchange section টি ব্যবহার করুন। Escrow ব্যবহার আবশ্যক।

ধন্যবাদ...escrow হিসেবে কাজ এই ফোরামের বিভিন্ন ইউজার করে থাকে...কিন্ত এই escrow এর কাছ টা কিভাবে সম্পন্ন করা যায়...মানে এক জন বড় লেজেন্ডারিকে মেসেজ করা,তাকে escrow এর জন্য রাজি করানো,ফি দেওয়া...মনে হয় অনেক সময় লাগার কথা...
খুব সহজে কারা কারা escrow সেবাটা দিয়ে থাকে...জানেন...?

Escrow হলো এমন কেউ যাঁকে কোনো trade এ ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষই বিশ্বাস করবে। BitcoinTalk এর মতো anonymous forum এ এই বিশ্বস্ততার ভিত্তি হলো escrow account এর valuation. মানে ধরুন আপনি BTC ০.০১ trade করবেন। এই amount যদি আপনি কোনো Legendary কে escrow করতে দেন, তাঁর scam করার সম্ভাবনা নগন্য। কারণ একটি Legendary account তৈরি করতে কয়েক বছর সময় লাগে এবং তার মাঝে কোনো scam এর প্রচেষ্টা হলেই Red tag পরে যায়। কিন্তু একজন newbie এই amount এর জন্যেও scam করতে পারে, কারণ আরেকটা newbie বানাতে কয়েক মিনিট সময় লাগে। এই বিশ্বাসের উপর ভিত্তি করে শুরু করে অনেকে দীর্ঘ সময় escrow ব্যবসা চালাচ্ছেন এবং আরো বেশি amount এর বিশ্বস্ততা অর্জন করেছেন। যাই হোক না কেন, escrow নির্বাচনের সময় Forum position এর পাশাপাশি এটাও দেখে নেবেন যাতে আপনার নির্বাচিত escrow এর Trust page এ কোনো Red tag না থাকে, অর্থাৎ ইতিপূর্বে কোনো scam attempt.

Escrow list - https://bitcointalk.org/index.php?topic=5047302.0

বর্তমানে অনলাইনে লেনদেন অনেক ঝুঁকিপূর্ন। সেক্ষেত্রে  বিটকয়েনটকের Escrow সার্ভিসটা অনেক ভালো। আমরা অনেকেই বিশ্বাস করে লেনদেন করে অনেক পেমেন্ট মার খেয়েছি সেক্ষেত্রে যদি Escrow এর সাহায্য নিতাম তাহলে ঠকতে হতোনা। আর্ Escrow নিয়ে বিস্তারিত লিংকসহ তথ্য দেওয়ায় অনেকে উপকৃত হবে নতুন পুরাতন সকলে। এমনকি আমিও উপকৃত হলাম, আশাকরি পোস্টটি পরে আমারও কাজে আসবে। ধন্যবাদ আপনাকে।
522  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Projects that failed to keep their promise in 2019 on: December 14, 2019, 08:10:37 AM
It is a very regret that some projects got listed in exchanges but they didn't pay to the bounty hunters. In 2019, Bounty hunters basically served their job basically without any wage, hence few projects got listed but ignored to pay them. In my opinion, i have observed such few projects that didn't pay to the hunters are now about to ruin. A cheater will never be succeed so longer, he will ruin. So bounty hunters can wait and see whether they will come to this forum for further development of their project, then hunters will put negative comments on their project. It will destroy their project's future.
523  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 14, 2019, 06:09:38 AM
ভাই আমি নতুন। এখানে কিভাবে সাফল্য অর্জন করা যাবে। আমাকে একটু হেল্প করেন।plz


নতুন অবস্থায় আপনার প্রথম কাজ হবে বাংলা থ্রেডগুলো ভালো করে পড়া। এখানে আপনার মনের মধ্যে উঁকিমারা অনেক প্রশ্নের উ্ত্তর পাবেন। এছাড়া ইংরেজি বিভিন্ন বোর্ড আছে সেখানে যত পোস্ট আছে সেগুলো পড়া, ফোরামের নিয়মনীতিগুলো ভালোভাবে পড়া এবং সাথে সাথে যে পোস্ট পড়ে আপনি মনে করবেন সেখানে একটা কমেন্ট করে কারো প্রশ্নের উত্তর দেওয়া। তবে ফোরামে স্পাম করবেন না, যে পোস্ট করবেন সেটা নিজের থেকে করবেন, কারো পোস্ট কপি করবেন না এবং যথাসম্ভব কমেন্টকে একটু বড় করবেন। এভাবে কিছুদিন করবেন সাথে সাথে আপনার ফেসবুক, টুইটার, লিংকডইন সহ সোস্যাল একাউন্টের ফ্রেন্ডস, ফলোয়ার বাড়াতে থাকবেন এবং পরে বাউন্টি, সিগনেচার করে ফোরাম থেকে আয় করতে পারবেন।
524  Alternate cryptocurrencies / Service Discussion (Altcoins) / Re: Which wallet is best for ERC20 tokens? on: December 13, 2019, 08:47:00 AM
I am fond of using Web Based Myetherwallet still now. Myetherwallet is now updated with few features like connecting Metamask, Mewconnect, Hardwarewallet. The best option to me is the connection of Myetherwallet with Metamask. I don;t have experience of using hardware wallet.
525  Alternate cryptocurrencies / Service Discussion (Altcoins) / Re: How is MetaMask as an ERC20 wallet? on: December 13, 2019, 08:43:36 AM
I am using Myetherwallet by connecting it with Metamask for more than 2 years. Metamask is more safer that other ERC20 wallet at present. You can install MetaMask Extension for Chrome. You can expand this extension and use it very smoothly.   
526  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 12, 2019, 11:12:25 AM
যারা নিউবি বা জুনিয়র মেম্বার, তারা বাউন্টি বা সিগনেচার ক্যাম্পেইন এর চিন্তা না করে নিজের আইডি বিল্ড আপ করার চেষ্টা করুন। আপনি যদি ফোরামে ভালো পরিমাণ কন্ট্রিবিউট করতে পারেন তাহলে ফোরাম আপনাকে সাইড ইনকাম করারও সুযোগ দেবে অটোম্যাটিকালি। মানসম্পন্ন পোস্ট ও রিপ্লাই করার মাধ্যমে আপনি ফোরামের জন্য একজন ভালো মেম্বার হতে পারবেন। নিজের প্রোফাইলকে একটা ভালো পজিশনে নিয়ে গেলে এবং বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সি নিয়ে নিজেদের জ্ঞান বাড়ানোর মাধ্যমে আপনি নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারেন। একইসাথে ICO বেসড বাউন্টিগুলোতে অংশ নিলে দেখে শুনে অংশ নেবেন। কেননা এগুলোর কারণে স্প্যাম পোস্টের সংখ্যা যেমন বেড়ে যায়, তেমনি আইডির কোয়ালিটিও কমতে থাকে। সেই সাথে পেমেন্টের বিষয়টিও গুরুত্বপূর্ণ। বাউন্টিতে প্রাপ্ত কয়েন যদি মার্কেটে না আসে বা আসলেও দাম অত্যন্ত কম থাকে, তবে আপনারই লস। এই ফোরামে আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তাই দেশের ভাবমূর্তি রক্ষার দায়িত্বও আপনার। যদি সবাই মিলে ভালো কনটেন্ট বানাতে পারি, তাহলে হয়ত আমরা নিজস্ব লোকাল বোর্ডও পেয়ে যেতে পারি।
আমি নিজেও একসময় বাউন্টির জন্য এখানে আসতাম। তবে পরে ভুল বুঝতে পেরে ফোরামের একজন মেম্বার হিসেবে নিজেকে তৈরি করার চেষ্টা করে যাচ্ছি। সকলের দোয়াপ্রার্থী।  Smiley


ভালো কথা বলেছেন, নতুনদের এই কথাগুলো মেনেচলা উচিত বলে আমি মনে করি। তবে ‘‘ফোরাম আপনাকে সাইড ইনকাম করারও সুযোগ দেবে অটোম্যাটিকালি’’ কি বুঝাতে চেয়েছেন তা বুঝলাম না। ফোরামটা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে শিখার উৎকৃষ্ঠ জায়গা আর সেখানকার একটা অংশ হলো বাউন্টি যেখানে কাজ করলে আপনি ইনকাম করার সম্ভাবনা আছে কিন্তু অটোম্যাটিক্যালিতো আসবেনা।

ধন্যবাদ

উনি আসলে বলতে চেয়েছেন- আগে ফোরাম সম্পর্কে ভালোভাবে জানতে হবে আর নিজের আইডি বিল্ডআপ করতে হবে। তারপর একসময় বাউন্টি, সিগনেচার এগুলো করে ফোরাম থেকে ইনকাম করা যাবে। হা আমিও উনার কথায় একমত। আগে ফোরামের বেসিক শিখতে হবে নতুবা শেখার আগে ইনকাম করতে গিয়ে আইডি নষ্ট করে ফেলতে পারে। অনেক বাংলাদেশী আছে দেখেছি যারা ফোরামে জয়েন করেই বাউন্টি শুরু করে, বাউন্টির রুলস কিছুই বোঝেনা। ইচ্ছেমত পোস্ট করে যায় নিজের মত। এমনকি ক্যাম্পেইন শেষ হওয়ার ২ মাস পরেও কাজ করে যেতে দেখা যায়। অনেক প্রজেক্ট স্কাম হওয়ায় সেখানে স্কাম ওয়ার্নিং দেওয়া থাকে কিন্তু তারা না বুঝার কারণে পোস্ট করেই যায় আর এতে করে তারা নেগেটিভ ট্রাস্ট খায়। তাই আগে শেখা পরে আয় করার চিন্তা।
527  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: What Crypto to Buy in 2020 ? 6 Best Cheap & Promising Crypto to Invest on: December 11, 2019, 11:48:02 AM
Bitcoin is the best coin to hold for 2020 because BTC is now at a cheap rate which can be increased at any time and it is now profitable to invest. I can select another five coins that are promising and can be profitable for long term are- ETH, XLM, NEO, LTC and BNB.
528  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 11, 2019, 11:44:04 AM
কেউ আশা হারাবেন না।কোনো কিছু না করার চেয়ে করে নিজেকে প্রমান করাটাই উত্তম।এখনো যারা এই ফরম এ কিছু করতে পারেননি বা কোনো সফলতা পাননি তারা দৈর্য দরুন। সামনে অনেক কিছুই পাবেন।আর আস্তে আস্তে আপনিও সফল হবেন। তাই কেউ আশা হারাবেন না।

ধন্যবাদ।

বাউন্টির সেরা সময় গেছে ২০১৮ সালের জানুয়ারী মাস পর্যন্ত। এরপর থেকে ক্রিপ্টো মার্কেটে পতন শুরু হয়। আস্তে আস্তে বিটকয়েন, ইথার সহ অন্যান্য কয়েনের দাম কমতে থাকে। বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয় এবং অনেক বিনিয়োগকারী সেই থেকে আজ পর্যন্ত তার বিনিয়োগে লোকসানে আছেন। মার্কেটে নতুন নতুন গুজব প্রায় আসে যার প্রভাবে পতন ঘটে। এছাড়া আস্থাহীনতার কারণে নতুন কোন প্রজেক্ট সাকসেস হচ্ছেনা আর সাকসেস হচ্ছেনা বলেই নতুন বাউন্টি তেমন আসতেছে না যার কারণে বাউন্টি হান্টাররা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তবে সময় সব সময় এক যায়না। এজন্য এখন খারাপ সময়ে ধৈর্য্য ধারণ করতে হবে এবং কাজে লেগে থাকতে হবে তাহলে সামনে হয়তো আবার ক্রিপ্টোমার্কেটে আস্থা ফিরে আসবে তখন বাউন্টি হান্টার এবং নতুন প্রজেক্ট টীম সবাই উপকৃত হবে। সেটাই এখন কামনা রইলো।
529  Alternate cryptocurrencies / Bounties (Altcoins) / Re: [BOUNTY][AIRDROP][NO ICO] 1200 ETH [WEEKLY PAYOUT] on: December 10, 2019, 12:11:23 PM
reserved
I have a few questions before we start. I've opened an account on your platform, there I was asked to buy a premium account to trade.

1. Do I also have to have a premium account to withdraw my balance from bounty?
2. How much does it cost to buy a premium account?

I'll quote your answers so that all participants will read it and you no longer need to answer questions like this.
The site look very fishy to me.. look like a scam to me..

I hope bounty manager will clarify about this. I have confusion that how they will pay 1200 ETH to the bounty hunters. We are waiting for response about this otherwise i will reject his project.
530  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Are Altcoins getting Boycotted? on: December 10, 2019, 04:40:33 AM

Bitcoin dominance is above 65% which is something unusual since Altcoins started getting more interest from investors. It also seems that this percentage is increasing steadily for quite some time now. This is not surprising since Bitcoin was the most profitable coin in 2019 and people don't take the risk investing in altcoins anymore,they realized that Bitcoin is less risky as the price almost always eventually recover afterwards when it comes to BTC.

So what  to do you think? Are altcoin getting boycotted,giving Bitcoin an increasing dominance from now on?

The dominance of Bitcoin has increased in the last 12 months which is not expected for the growth of cryptocurrency. It means that altcoins are becoming worthless gradually which is very bad sign for altcoins. I hope altcoin dominance will increase in the upcoming days.
531  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Questions for New Altcoins on: December 09, 2019, 06:50:06 AM
I have seen many reviews about the current new altcoins. Most of them are marked as worse coins with cheap prices, while the rest coins are indicated as scams or shit-coins. I rarely saw people stated that new altcoins are worth for investment or trading nowadays. However, new altcoins are always born from ICO, STO or IEO every month.

So, my questions are
1. Why there are still investors in the new altcoins project? For what they invest if they know new altcoins are only about risks and losses?
2. Who are those developers that always create new altcoins projects? Don't they know that most new projects just ended with failure?

*Warning: Sorry if these questions are ever made by someone!! I never copied or got an idea from others. This is my own opinion.

Maximum new coins are either shit coins or scam in the last 18 months. Only a handful turn projects are real and success. Investors are interested in new coins for basically discousts which they get from IEO, ICO and sell them when it is listed in exchanges. They only invest for short term and leave after selling tokens. Maximum developers copy the past few tokens either it is succeeded or failed.
532  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Metamask hacked ? on: December 08, 2019, 03:53:24 AM
I am using Metamask more than two years still i haven't faced any risk yet. Probably you send eth to that address or your device is shared with someone who knows about crypto or there is maleware in your device. If you really face this situation, you can transfer you remaining eth to another new wallet or can create another Metamask wallet. Don't forget to use antivirous software.
533  Bitcoin / Bitcoin Discussion / Re: Sale my old bike and buy bitcoin, what do you think? on: December 07, 2019, 05:29:26 AM
         

I had an old bike and i was purchasing almost two years ago, but one week i have sold my bike and i purchased some bitcoin.
Especially I want holding long time with more patient because i want makes more profitable.
So what do you think ? My decision is worng or right? The upcoming year 2020 give me good profits ??

Notes: basically i am not more expert trading then i keep decision holding is my best way for making more profitable.
Welcome to share your mind.


Nobody can exactly say what will happen in 2020 in advance. BTC price may rise or fall but holding BTC is only real in crypto world. But your decision to hold BTC by selling old bike isn't right fully. Partially it is right because old bike will depreciate everyday, hence investment may give you profit. This is not certain that you will get profits. Last year, i have found this type of topic where a person sold his house and bought BTC. He is now in huge losses. I think saving can be invested in crypto but not selling any assets like house, car, bike etc.
534  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 07, 2019, 05:15:56 AM
হ্যাক স্বাভাবিক এবং এর জন্যে দাম কমাটাও স্বাভাবিক। যারা বড় এমাউন্ট এক্সচেঞ্জে রাখতেছেন, দয়া করে এই ভুল করবেন না। এক্সচেঞ্জে কখনো বেশি দিনের জন্যে কয়েন রাখবেন না। নিজস্ব ওয়ালেট ব্যবহার করুন। মাল্টিকয়েন এর অনেক ট্রাস্টেড ওপেন সোর্স ওয়ালেট আছে। ওইগুলো ব্যবহার করুন।
আপনি ঠিক বলছেন ভাই।সকলের উচিত নিজস্ব ওয়ালেট ব্যবহার করার, বিশেষ করে যেসব ওয়ালেটের প্রাইভেট কী আপনার নিয়ন্ত্রণে আছে। মাল্টিওয়ালেটের ক্ষেত্রে  Coinmoi ওয়ালেট ব্যবহারের সময় সতর্ক থাকবেন। কারণ কিছুমাস একজন সাইবার নিরাপত্তারক্ষী লক্ষ্য করেন যে, এই ওয়ালেটের ব্রাউজার extension ওয়ালেটের প্রাইভেট কী সার্চ ইঞ্জিনে ফাস/লিক করে দেয়। ফলে সেই নিরাপত্তারক্ষী বিশাল অর্থ হারান। এই বিষয় নিয়ে Coinomi ওয়ালেটের দলের সদস্যের সাথে ঐ নিরাপত্তারক্ষীর Twitter এ অনেক বাকবিতণ্ডা চলে। যদিও পরে এই বিষয়টির সমাধান হয়। তবুও এই ওয়ালেট ব্যবহারে সতর্ক থাকবেন।
coinmi ওয়ালেট আমি ব্যবহার করিনি তবে অনেকেই এই ওয়ালেট ব্যবহার করেন এবং ভালো রিভিউ দিয়েছে।ধন্যবাদ আপনাকে এও ব্যাপারটা শেয়ার করার জন্যে। ট্রন বেসড কারেন্সিগুলো হোল্ড করার জন্যে আমি ভেনাপি ওয়ালেট সাজেস্ট করি। আর মাল্টি ক্রিপ্টো জন্য ওয়ালেটগুলো নিয়ে আমি একটি রিভিউ লিখবো শিঘ্রই।


হা, বায়নান্স হ্যাক হলেও তখন মাকেট পতন হয়নি কারণ ট্রেডারদের ব্যালাঞ্চ ঠিকই ছিলো। আমার নিজেরও বড় এমাউন্ট ছিলো বায়নান্সে। আমার কোন সমস্যা হয়নি। তবে অন্যান্য কয়েকটি একচেঞজার হ্যাক হওযার খবর ছড়িয়ে পড়তেই মানুষ হুড়মুড় করে সব বেচতে থাকে আর তাতেই ক্রিপ্টো মার্কেটে মারাত্নক আগুন লাগে। আপবিট কয়েকদিন আগে হ্যাক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিটকয়েনের দাম ৯৫০০ থেকে কমে ৬৩০০ তে নেমে গিয়েছিলো। অর্থাৎ আস্থাহীনতা পরিলক্ষীত হচ্ছে। মার্কেটে আস্থা ফিরাতে হলে মার্কেট স্টাবল হতে হবে আর স্টাবল হওয়ার আগে বিটকয়েন এবং অলটকয়েনের পতন থেকে টেনে তুলতে হবে, গুজব থেকে দূরে থাকতে হবে।
বাইন্যান্স থেকে ৭০০০ মত বিটকয়েন হ্যাক হয়েছিল।এইটা তাদের জন্য খুব বেশি বড় এমাউন্ট না।যার কারনের তারা তাদের ব্যাকয়াপ সাফু ফান্ড থেকে দিতে পেরেছিল।


হা, মাত্র ৭০০০ বিটিসির মত এমাউন্ট বায়নান্সের জন্য বড় কিছু না। সবচেয়ে বড় কথা হলো হ্যাক হওয়ার মাত্রই সিইও দ্রুত আপডেট দেয় এবং ডিপোজিট উইথড্র অফ করে দেয়। অন্য যে একচেঞ্জগুলোা হ্যাক কয়েছে তাদের নিরাপত্তা দুর্বলতা ছিলো অনেক। আর গুজবও ও বড় একটা কারণ যার কারণে যে কোন মার্কেট পতনের মুখে পড়ে।
535  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: 5 Ways to earn crypto without investing or mining on: December 06, 2019, 07:02:40 AM
I believe that bounties and airdrops are no longer relevant and should not be written about on such large venues, since this information is not correct, I think that now you can not earn in this direction, but only lose the most important thing, this is time, because time has never been you won’t return, but now it’s better to devote yourself to the theoretical part of trading training, because when the market becomes favorable, then even a beginner can earn on it.

Bounties aren't profitable now rather it has become worthless, waste of time and physical labor. But still you can earn a small amount of BTC from some signature campaign. Trading is more worthless now for the old investors as maximum investors are under huge losses in altcoins investment. If market becomes stable, trading will be more standard way to earn BTC and altcoins from trade.
536  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 06, 2019, 06:26:55 AM
গত ১ বছর যাবৎ ক্রিপ্টো মার্কেটে মাঝে মাঝে বড় পতনের পেছনে আরেকটি কারণ হচ্ছে- ওমুক ওমুক একচেঞ্জার হ্যাক হয়েছে তাই বিটকয়েন ও অলটকয়েনের দাম কমে যাচ্ছে যেটা অস্বাভাবিক। এতে মানুষের আস্থা নষ্ট হয়।
ভাই ২০১৯ সালেই ৮টা ক্রিপ্টো এক্সচেঞ্জ সাইট হ্যাক হয়েছে। যার মধ্যে বেশির ভাগই ছিল পুরাতন ও CMC এর তালিকায় ভালো অবস্থানে ছিল। আর ১-২ টা ছিল নুতুন এক্সচেঞ্জ। কিছুদিন আগে  Upbit এক্সচেঞ্জ হ্যাক হয়, সেটাও ছিল পুরাতন ও নামকরা এক্সচেঞ্জ। আর এতে মানুষের আস্থা নষ্ট হওয়ার একটাই কারণ সেটা হলো ইউজাররা তাদের কষ্টের অর্থ হারাচ্ছে। যদিও Binance এর মতো নামিদামি এক্সচেঞ্জ তো SAFU দ্বারা ইউজারদের ক্ষতি পূরণ করে দেয়। কিন্তু অন্যান্য এক্সচেঞ্জ মিলিয়ন ডলারের ক্ষতি পূরণ করতে হিমশিম খায়। তাই ইউজারদের আস্থা কমে যায়। তাই তারা হ্যাক হওয়া এক্সচেঞ্জ থেকে বিটকয়েন ও অল্টকয়েন বের/উইথড্র করার পর বিক্রি করে দেয় এবং মূল্য কমে যায়।

একটা একচেঞ্জার হ্যাক হয়েছে তাই বলে ক্রিপ্টোমার্কেটে কেন পতন হবে?
ক্রিপ্টো মার্কেটের কখনই পতন হয় না। শুধু মার্কেটে অস্থিতিশীলতা তৈরি হয়। আর এক্সচেঞ্জ হ্যাক হলে ইউজারদের ক্ষতি হয়, এক্সচেঞ্জের শুধুমাত্র মর্যাদা কিছুটা কমে। যেমন : Cryptopia এক্সচেঞ্জের ইউজাররা এখনো অনিশ্চয়তায় আছে যে তারা তাদের অর্থ বা ফান্ড ফিরে পাবে কিনা। এই কারণে অনেকে বিটকয়েন ও অল্টকয়েন বিক্রি করে দেয়। ফলে মার্কেটে অস্থিতিশীলতা তৈরি হয়।

হা, বায়নান্স হ্যাক হলেও তখন মাকেট পতন হয়নি কারণ ট্রেডারদের ব্যালাঞ্চ ঠিকই ছিলো। আমার নিজেরও বড় এমাউন্ট ছিলো বায়নান্সে। আমার কোন সমস্যা হয়নি। তবে অন্যান্য কয়েকটি একচেঞজার হ্যাক হওযার খবর ছড়িয়ে পড়তেই মানুষ হুড়মুড় করে সব বেচতে থাকে আর তাতেই ক্রিপ্টো মার্কেটে মারাত্নক আগুন লাগে। আপবিট কয়েকদিন আগে হ্যাক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিটকয়েনের দাম ৯৫০০ থেকে কমে ৬৩০০ তে নেমে গিয়েছিলো। অর্থাৎ আস্থাহীনতা পরিলক্ষীত হচ্ছে। মার্কেটে আস্থা ফিরাতে হলে মার্কেট স্টাবল হতে হবে আর স্টাবল হওয়ার আগে বিটকয়েন এবং অলটকয়েনের পতন থেকে টেনে তুলতে হবে, গুজব থেকে দূরে থাকতে হবে।
537  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Sources of income? on: December 05, 2019, 08:11:07 AM
Souce of income from cryptocurrency basically comes from bounty and trade. Besides this way i follow mining in few exchanges from where i get small amount of income in every month. But this is risky. Hence Bounty, signature and trade is better way for earning although trade is now not profitable for me as i am facing huge losses in trade.
538  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 05, 2019, 08:05:03 AM
যারা ২০১৯ কিছু করতে পারেন নাই। তারা আশা হারাবেন নাই। BTC প্রাইজ ২০২০ এ বাড়বে।তাই ধের্য ধরে থাকুন। অপেক্ষাফল ভালো হবেই।
সকলে সচেতন হলে এবং অল্প হ্রাস-বৃদ্ধিতে উত্তেজিত হয়ে ক্রয়-বিক্রয় না করলে, আশা করা যায় ২০২০ সালে বিটকয়েন ও অল্টকয়েন আমাদের লাভবান করবে।

ক্রিপ্টো জগতে টিকে থাকতে হলে অবশ্যই সচেতন হতে হবে। গুজবে কান দিয়ে তাড়াহুড়া করে সেল করতে গেলে তখন সেল প্রেসার বেড়ে যাবে আর বাই অর্ডার তখন কমে যাবে, যেটা ক্রিপ্টো মার্কেট পতনের অন্যতম বড় কারণ। গত ১ বছর যাবৎ ক্রিপ্টো মার্কেটে মাঝে মাঝে বড় পতনের পেছনে আরেকটি কারণ হচ্ছে- ওমুক ওমুক একচেঞ্জার হ্যাক হয়েছে তাই বিটকয়েন ও অললটকয়েনের দাম কমে যাচ্ছে যেটা অস্বাভাবিক। এতে মানুষের আস্থা নষ্ট হয়। একটা একচেঞ্জার হ্যাক হয়েছে তাই বলে ক্রিপ্টোমার্কেটে কেন পতন হবে? পতন হচ্ছে মানুষের গুজবে কান দিয়ে তাড়াহুড়া করে বিক্রি করতে গিয়ে দাম কমে যায়।
539  Bitcoin / Bitcoin Discussion / Re: Do you think that governments might one day ban Cryptos? on: December 04, 2019, 03:38:24 PM
Considering that the governments such as China have already tried to ban Cryptos. Would more governments do the same because Cryptos threaten the banks or the governments may want more control over what people use as currency and to remove all alternatives? What do you guys think, I personally think it won’t happen, but you might think otherwise.


China govt already banned Cryptocurrency. India and Bangladeshi Govt are against Bitcoin and cryptos. They have already imposed hard rules for crypto traders and holders. Beside this, some countries already thought, crypto was a threat for their country. I also believe that cryptos will continue although few govt banned for few reasons.
540  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 04, 2019, 03:30:09 PM
বিটিছি প্রাইজ দিন দিন ডাম্পিং হচ্ছে এখন ৭২০০ তে দাড়িয়েছে
শেয়ার মার্কেট বলুন আর ক্রিপ্টো মার্কেট বলুন দুটিই প্রায় কাছাকাছি। আপনি খেয়াল করলে দেখবেন যে- কোন কয়েনের দাম কিন্তু স্টাবল না ( ইউএসডিটি ছাড়া)। আমরা বিটিসির দাম যেমন বাড়তে দেখেছি ২০ কে পর্যন্ত তেমনি আবার কমে ৩.৫কে তে নেমে পুনরায় ১৩ কে তে যেতেও দেখেছি। সুতারং পাম্প ও ডাম্প একটা স্বাভাবিক প্রসেস ক্রিপ্টো মার্কেটের। দাম কমে গেছে তবে আবার যদি আপনি কিছুদিন বিটিসি হোল্ড করেন তাহলে বাড়ার সম্ভাবনাও আছে। আমি মনে করি যাদের বিটিসি কেনা আছে তাদের হোল্ড করা উচিৎ। এই একটি কয়েনেরই উপর নির্ভর করছে আগামী দিনের ক্রিপ্টোর ভবিষ্যৎ।
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 [27] 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!