Review Master
|
|
December 05, 2019, 07:39:46 AM |
|
2019 এ মনে হই Mb8 coin বাউন্টির মতো কোনো বাউন্টি এতো High Payment দেই নাই। আমাদের বাংলাদেশ কমিউনিটির জন্য একটা ভালো Telegram গ্রুপ হলে ভালো হই,তাহলে ভালো ভালো Project সম্পর্কে ধারনা পাওয়া যাবে।
ভাই এটা প্রজেক্টের Roadmap অনুযায়ী কাজ করার উপর নির্ভর করে। এছাড়া কেমন Exchange এ লিস্টিং হচ্ছে তার উপরও বেশি নির্ভর করে। আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি: কোনো একটা বাউন্টি সফলভাবে সম্পন্ন হলো ও বাউন্টি হান্টারদের পারিশ্রমিক বা পেমেন্ট দিয়ে দিলো। এখন সবাই অপেক্ষায় থাকবে Exchange এ লিস্ট হওয়ার এবং এই সময় ২টা জিনিস কাজ করে। ---> যারা বেশি পরিমাণে Token পাবে, তারা লোভের কারণে Forkdelta বা Etherdelta তে contract trading এর মাধ্যমে ico মুল্যের তলনায় খুবই কম মূল্যে Token বিক্রি করবে। কারণ তারা ফ্রিতে এসব টোকেন পাচ্ছে। আর লোভের কারণে তারা ভালো প্রজেক্টেরও অবস্থা খারাপ করে দেয়। এছাড়াও টোকেনটা DEx এ ( Decentealized Exchange; যেমন: Forkdelta, Etherdelta, TokenJar ইত্যাদি) ট্রেড করার অনুমতি আছে কিনা তার উপর নির্ভর করে। আমি এখানে V-ID প্রজেক্টের কথা উল্লেখ করলাম। V-ID প্রজেক্টের বাউন্টিতে আমি কাজ করছিলাম এবং পেমেন্টও লিস্টিং এর আগে দিয়ে দিচ্ছিল। টিম মেম্বাররা ভালো ছিলেন, তাই তারা DEx এ Contract ট্রেডিং করতে দেয়নি। এক কথায় Forkdelta বা Etherdelta তে ট্রেডিং হত না। কিন্তু idex Exchange এ লিস্টিং হয় এবং মূল্য ico এর মূল্যের তুলনায় 3x-4x এ ট্রেড হয়। তখন যারা বিক্রি করে, তারা তো লাভবান হয়। কিন্তু যারা টোকেন HODL করে তারা সবচেয়ে বেশি লাভবান হয়। কারণ টোকেনের মূল্য পরবর্তীতে 65x-70x হয়। অর্থাৎ তারা ico মূল্যের তুলনায় ৬৫-৭০ গুণ বেশি মূল্যে টোকেন বিক্রি করে লাভবান হয়। ---> কোন Exchange এ টোকেন লিস্ট হচ্ছে, তার উপর প্রজেক্টের সফলতা সবচেয়ে বেশি নির্ভর করে। যদি সেই টোকেনটা DEx এ ( Decentealized Exchange; যেমন: Forkdelta, Etherdelta, TokenJar ইত্যাদি) ট্রেড না হয় এবং লোভী বাউন্টি হান্টারদের হাত থেকে Price dump হওয়া থেকে রক্ষা পায়। এখন প্রজেক্টের টিম মেম্বাররা Latoken এর মতো ফলতু মার্কা Exchange এ টোকেন লিস্ট করে, তাহলে ঐ টোকেন ০.০০১% লাভের আশা বাদ দেন। অনেক মেম্বার বলবে, "কেন ভাই latoken আপনার আবার কি ক্ষতি করছে?"। আমি তাদের জন্য শুধু একটা কথাই বলব, ভাই আপনারা প্রতিদিন Latoken Exchange এ যাবেন এবং প্রতিটি নুতুন altcoin এর ২৪ ঘন্টার ট্রেডিং Volume দেখবেন আর নোট করে রাখবেন। এক সপ্তাহ শেষে আপনারা এটা দেখতে পারবেন যে, নুতুন altcoin/token এর জন্য কোনো ট্রেডার নাই। ফলে নুতুন নুতুন প্রজেক্টগুলো Latoken এ লিস্ট হওয়ার পর ধরা খায়। আর যদি ভালো Exchange এ লিস্ট হয়, তাহলে টোকেনের মূল্য কমপক্ষে ico এর মূল্যের কাছাকাছি থাকে। এছাড়াও আরো কিছু কারণ আছে। আমি অলস 😅😅 হওয়ায় আজকে আর লেখলাম না। আমি এক সপ্তাহ পর থেকে নিয়মিত এইখানে আপনাকে আপডেট দিব, ইনশাল্লাহ।
|
|
|
|
xtylishRakib
Jr. Member
Offline
Activity: 252
Merit: 2
Please Remove My Red Trust. I am Not Cheater
|
|
December 05, 2019, 07:46:59 AM Last edit: December 05, 2019, 11:23:16 AM by xtylishRakib |
|
যারা ২০১৯ কিছু করতে পারেন নাই। তারা আশা হারাবেন না। BTC প্রাইজ ২০২০ এ বাড়বে।তাই ধের্য ধরে থাকুন। অপেক্ষাফল ভালো হবেই।
|
|
|
|
Review Master
|
|
December 05, 2019, 07:51:42 AM Last edit: December 05, 2019, 01:34:34 PM by Review Master |
|
বছরের শেষে সবাই হয়ত উচ্চ মূল্য আশা করেছিল। যারা রীতিমত লাভে আছেন, বিক্রি করে , দাম কম্লে পুনরায় কিনতে পারেন। তাহলে হয়ত সল্প লাভ হলেও ক্ষতির শঙ্কা নাই। আপনাদের ইচ্ছা। আমি কখনই দীর্ঘকাল অপেক্ষার পক্ষে না
ডাম্প আর পাম্প হতে থাকবে এটাই স্বাভাবিক, অপেক্ষা করুন, সামনে পাম্প হওয়ার চান্স আছে। ২০২০ এ হাফিং আছে। দেখা যাক কী হয়। হোল্ড করুন, প্যানিক করার কিছু নাই।
আগামী ৩-৪ মাসে বিটিসির মূল্য পাম্প-ডাম্প বা হ্রাস-বৃদ্ধি চলবে। তার কারণ হলো Plus Token নামের একটা Ponzi Scheme বা প্রতারক কোম্পানি। এরা প্রতিদিন প্রায় ১৩০০+ বিটিসির বিক্রি করতেছে, ফলে বিটকয়েনের মূল্য বৃদ্ধি শুরু হলেই এরা মূল্য হ্রাস করে দেয়। যেমন: গতকাল রাতেই ৫ মিনিটেই বিটকয়েনের মূল্য $৫০০ বৃদ্ধি পাওয়ার কিছুক্ষণ পরেই আাবার হ্রাস পায়। তাই আগামি ৩-৪ মাস আপনারা সাবধানে ট্রেডিং করবেন।
|
|
|
|
Review Master
|
|
December 05, 2019, 07:55:16 AM |
|
যারা ২০১৯ কিছু করতে পারেন নাই। তারা আশা হারাবেন নাই। BTC প্রাইজ ২০২০ এ বাড়বে।তাই ধের্য ধরে থাকুন। অপেক্ষাফল ভালো হবেই।
সকলে সচেতন হলে এবং অল্প হ্রাস-বৃদ্ধিতে উত্তেজিত হয়ে ক্রয়-বিক্রয় না করলে, আশা করা যায় ২০২০ সালে বিটকয়েন ও অল্টকয়েন আমাদের লাভবান করবে।
|
|
|
|
Malam90
|
|
December 05, 2019, 08:05:03 AM |
|
যারা ২০১৯ কিছু করতে পারেন নাই। তারা আশা হারাবেন নাই। BTC প্রাইজ ২০২০ এ বাড়বে।তাই ধের্য ধরে থাকুন। অপেক্ষাফল ভালো হবেই।
সকলে সচেতন হলে এবং অল্প হ্রাস-বৃদ্ধিতে উত্তেজিত হয়ে ক্রয়-বিক্রয় না করলে, আশা করা যায় ২০২০ সালে বিটকয়েন ও অল্টকয়েন আমাদের লাভবান করবে। ক্রিপ্টো জগতে টিকে থাকতে হলে অবশ্যই সচেতন হতে হবে। গুজবে কান দিয়ে তাড়াহুড়া করে সেল করতে গেলে তখন সেল প্রেসার বেড়ে যাবে আর বাই অর্ডার তখন কমে যাবে, যেটা ক্রিপ্টো মার্কেট পতনের অন্যতম বড় কারণ। গত ১ বছর যাবৎ ক্রিপ্টো মার্কেটে মাঝে মাঝে বড় পতনের পেছনে আরেকটি কারণ হচ্ছে- ওমুক ওমুক একচেঞ্জার হ্যাক হয়েছে তাই বিটকয়েন ও অললটকয়েনের দাম কমে যাচ্ছে যেটা অস্বাভাবিক। এতে মানুষের আস্থা নষ্ট হয়। একটা একচেঞ্জার হ্যাক হয়েছে তাই বলে ক্রিপ্টোমার্কেটে কেন পতন হবে? পতন হচ্ছে মানুষের গুজবে কান দিয়ে তাড়াহুড়া করে বিক্রি করতে গিয়ে দাম কমে যায়।
|
|
|
|
Shohag.btc
Newbie
Offline
Activity: 854
Merit: 0
|
|
December 05, 2019, 10:41:23 AM |
|
লক্ষীপুর থেকে কেউ আছেন?
এখানে ব্যক্তিগত কোনো মেসেজ না করে। কাজের বিষয়ে কথা বলুন।স্পামিং পোস্ট করে ব্যান খাইয়েন না। ধন্যবাদ।
|
|
|
|
xtylishRakib
Jr. Member
Offline
Activity: 252
Merit: 2
Please Remove My Red Trust. I am Not Cheater
|
|
December 05, 2019, 11:32:27 AM Last edit: December 11, 2019, 04:01:18 AM by xtylishRakib |
|
বিটিছি প্রাইজ দিন দিন ডাম্পিং হচ্ছে এখন ৭২০০ তে দাড়িয়েছে
ভাই দিনে দিনে ডাম্পিং হলেও ২০২০ সালের BTCপ্রাইজ বাড়বে। ধৈর্য হারাবেন না।
|
|
|
|
Review Master
|
|
December 05, 2019, 01:30:34 PM |
|
গত ১ বছর যাবৎ ক্রিপ্টো মার্কেটে মাঝে মাঝে বড় পতনের পেছনে আরেকটি কারণ হচ্ছে- ওমুক ওমুক একচেঞ্জার হ্যাক হয়েছে তাই বিটকয়েন ও অলটকয়েনের দাম কমে যাচ্ছে যেটা অস্বাভাবিক। এতে মানুষের আস্থা নষ্ট হয়।
ভাই ২০১৯ সালেই ৮টা ক্রিপ্টো এক্সচেঞ্জ সাইট হ্যাক হয়েছে। যার মধ্যে বেশির ভাগই ছিল পুরাতন ও CMC এর তালিকায় ভালো অবস্থানে ছিল। আর ১-২ টা ছিল নুতুন এক্সচেঞ্জ। কিছুদিন আগে Upbit এক্সচেঞ্জ হ্যাক হয়, সেটাও ছিল পুরাতন ও নামকরা এক্সচেঞ্জ। আর এতে মানুষের আস্থা নষ্ট হওয়ার একটাই কারণ সেটা হলো ইউজাররা তাদের কষ্টের অর্থ হারাচ্ছে। যদিও Binance এর মতো নামিদামি এক্সচেঞ্জ তো SAFU দ্বারা ইউজারদের ক্ষতি পূরণ করে দেয়। কিন্তু অন্যান্য এক্সচেঞ্জ মিলিয়ন ডলারের ক্ষতি পূরণ করতে হিমশিম খায়। তাই ইউজারদের আস্থা কমে যায়। তাই তারা হ্যাক হওয়া এক্সচেঞ্জ থেকে বিটকয়েন ও অল্টকয়েন বের/উইথড্র করার পর বিক্রি করে দেয় এবং মূল্য কমে যায়। একটা একচেঞ্জার হ্যাক হয়েছে তাই বলে ক্রিপ্টোমার্কেটে কেন পতন হবে?
ক্রিপ্টো মার্কেটের কখনই পতন হয় না। শুধু মার্কেটে অস্থিতিশীলতা তৈরি হয়। আর এক্সচেঞ্জ হ্যাক হলে ইউজারদের ক্ষতি হয়, এক্সচেঞ্জের শুধুমাত্র মর্যাদা কিছুটা কমে। যেমন : Cryptopia এক্সচেঞ্জের ইউজাররা এখনো অনিশ্চয়তায় আছে যে তারা তাদের অর্থ বা ফান্ড ফিরে পাবে কিনা। এই কারণে অনেকে বিটকয়েন ও অল্টকয়েন বিক্রি করে দেয়। ফলে মার্কেটে অস্থিতিশীলতা তৈরি হয়।
|
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2240
Merit: 2297
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
December 06, 2019, 03:32:18 AM |
|
হ্যাক স্বাভাবিক এবং এর জন্যে দাম কমাটাও স্বাভাবিক। যারা বড় এমাউন্ট এক্সচেঞ্জে রাখতেছেন, দয়া করে এই ভুল করবেন না। এক্সচেঞ্জে কখনো বেশি দিনের জন্যে কয়েন রাখবেন না। নিজস্ব ওয়ালেট ব্যবহার করুন। মাল্টিকয়েন এর অনেক ট্রাস্টেড ওপেন সোর্স ওয়ালেট আছে। ওইগুলো ব্যবহার করুন।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
Review Master
|
হ্যাক স্বাভাবিক এবং এর জন্যে দাম কমাটাও স্বাভাবিক। যারা বড় এমাউন্ট এক্সচেঞ্জে রাখতেছেন, দয়া করে এই ভুল করবেন না। এক্সচেঞ্জে কখনো বেশি দিনের জন্যে কয়েন রাখবেন না। নিজস্ব ওয়ালেট ব্যবহার করুন। মাল্টিকয়েন এর অনেক ট্রাস্টেড ওপেন সোর্স ওয়ালেট আছে। ওইগুলো ব্যবহার করুন।
আপনি ঠিক বলছেন ভাই।সকলের উচিত নিজস্ব ওয়ালেট ব্যবহার করার, বিশেষ করে যেসব ওয়ালেটের প্রাইভেট কী আপনার নিয়ন্ত্রণে আছে। মাল্টিওয়ালেটের ক্ষেত্রে Coinmoi ওয়ালেট ব্যবহারের সময় সতর্ক থাকবেন। কারণ কিছুমাস একজন সাইবার নিরাপত্তারক্ষী লক্ষ্য করেন যে, এই ওয়ালেটের ব্রাউজার extension ওয়ালেটের প্রাইভেট কী সার্চ ইঞ্জিনে ফাস/লিক করে দেয়। ফলে সেই নিরাপত্তারক্ষী বিশাল অর্থ হারান। এই বিষয় নিয়ে Coinomi ওয়ালেটের দলের সদস্যের সাথে ঐ নিরাপত্তারক্ষীর Twitter এ অনেক বাকবিতণ্ডা চলে। যদিও পরে এই বিষয়টির সমাধান হয়। তবুও এই ওয়ালেট ব্যবহারে সতর্ক থাকবেন।
|
|
|
|
Malam90
|
|
December 06, 2019, 06:26:55 AM |
|
গত ১ বছর যাবৎ ক্রিপ্টো মার্কেটে মাঝে মাঝে বড় পতনের পেছনে আরেকটি কারণ হচ্ছে- ওমুক ওমুক একচেঞ্জার হ্যাক হয়েছে তাই বিটকয়েন ও অলটকয়েনের দাম কমে যাচ্ছে যেটা অস্বাভাবিক। এতে মানুষের আস্থা নষ্ট হয়।
ভাই ২০১৯ সালেই ৮টা ক্রিপ্টো এক্সচেঞ্জ সাইট হ্যাক হয়েছে। যার মধ্যে বেশির ভাগই ছিল পুরাতন ও CMC এর তালিকায় ভালো অবস্থানে ছিল। আর ১-২ টা ছিল নুতুন এক্সচেঞ্জ। কিছুদিন আগে Upbit এক্সচেঞ্জ হ্যাক হয়, সেটাও ছিল পুরাতন ও নামকরা এক্সচেঞ্জ। আর এতে মানুষের আস্থা নষ্ট হওয়ার একটাই কারণ সেটা হলো ইউজাররা তাদের কষ্টের অর্থ হারাচ্ছে। যদিও Binance এর মতো নামিদামি এক্সচেঞ্জ তো SAFU দ্বারা ইউজারদের ক্ষতি পূরণ করে দেয়। কিন্তু অন্যান্য এক্সচেঞ্জ মিলিয়ন ডলারের ক্ষতি পূরণ করতে হিমশিম খায়। তাই ইউজারদের আস্থা কমে যায়। তাই তারা হ্যাক হওয়া এক্সচেঞ্জ থেকে বিটকয়েন ও অল্টকয়েন বের/উইথড্র করার পর বিক্রি করে দেয় এবং মূল্য কমে যায়। একটা একচেঞ্জার হ্যাক হয়েছে তাই বলে ক্রিপ্টোমার্কেটে কেন পতন হবে?
ক্রিপ্টো মার্কেটের কখনই পতন হয় না। শুধু মার্কেটে অস্থিতিশীলতা তৈরি হয়। আর এক্সচেঞ্জ হ্যাক হলে ইউজারদের ক্ষতি হয়, এক্সচেঞ্জের শুধুমাত্র মর্যাদা কিছুটা কমে। যেমন : Cryptopia এক্সচেঞ্জের ইউজাররা এখনো অনিশ্চয়তায় আছে যে তারা তাদের অর্থ বা ফান্ড ফিরে পাবে কিনা। এই কারণে অনেকে বিটকয়েন ও অল্টকয়েন বিক্রি করে দেয়। ফলে মার্কেটে অস্থিতিশীলতা তৈরি হয়। হা, বায়নান্স হ্যাক হলেও তখন মাকেট পতন হয়নি কারণ ট্রেডারদের ব্যালাঞ্চ ঠিকই ছিলো। আমার নিজেরও বড় এমাউন্ট ছিলো বায়নান্সে। আমার কোন সমস্যা হয়নি। তবে অন্যান্য কয়েকটি একচেঞজার হ্যাক হওযার খবর ছড়িয়ে পড়তেই মানুষ হুড়মুড় করে সব বেচতে থাকে আর তাতেই ক্রিপ্টো মার্কেটে মারাত্নক আগুন লাগে। আপবিট কয়েকদিন আগে হ্যাক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিটকয়েনের দাম ৯৫০০ থেকে কমে ৬৩০০ তে নেমে গিয়েছিলো। অর্থাৎ আস্থাহীনতা পরিলক্ষীত হচ্ছে। মার্কেটে আস্থা ফিরাতে হলে মার্কেট স্টাবল হতে হবে আর স্টাবল হওয়ার আগে বিটকয়েন এবং অলটকয়েনের পতন থেকে টেনে তুলতে হবে, গুজব থেকে দূরে থাকতে হবে।
|
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2240
Merit: 2297
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
December 06, 2019, 06:47:11 AM |
|
হ্যাক স্বাভাবিক এবং এর জন্যে দাম কমাটাও স্বাভাবিক। যারা বড় এমাউন্ট এক্সচেঞ্জে রাখতেছেন, দয়া করে এই ভুল করবেন না। এক্সচেঞ্জে কখনো বেশি দিনের জন্যে কয়েন রাখবেন না। নিজস্ব ওয়ালেট ব্যবহার করুন। মাল্টিকয়েন এর অনেক ট্রাস্টেড ওপেন সোর্স ওয়ালেট আছে। ওইগুলো ব্যবহার করুন।
আপনি ঠিক বলছেন ভাই।সকলের উচিত নিজস্ব ওয়ালেট ব্যবহার করার, বিশেষ করে যেসব ওয়ালেটের প্রাইভেট কী আপনার নিয়ন্ত্রণে আছে। মাল্টিওয়ালেটের ক্ষেত্রে Coinmoi ওয়ালেট ব্যবহারের সময় সতর্ক থাকবেন। কারণ কিছুমাস একজন সাইবার নিরাপত্তারক্ষী লক্ষ্য করেন যে, এই ওয়ালেটের ব্রাউজার extension ওয়ালেটের প্রাইভেট কী সার্চ ইঞ্জিনে ফাস/লিক করে দেয়। ফলে সেই নিরাপত্তারক্ষী বিশাল অর্থ হারান। এই বিষয় নিয়ে Coinomi ওয়ালেটের দলের সদস্যের সাথে ঐ নিরাপত্তারক্ষীর Twitter এ অনেক বাকবিতণ্ডা চলে। যদিও পরে এই বিষয়টির সমাধান হয়। তবুও এই ওয়ালেট ব্যবহারে সতর্ক থাকবেন। coinmi ওয়ালেট আমি ব্যবহার করিনি তবে অনেকেই এই ওয়ালেট ব্যবহার করেন এবং ভালো রিভিউ দিয়েছে।ধন্যবাদ আপনাকে এও ব্যাপারটা শেয়ার করার জন্যে। ট্রন বেসড কারেন্সিগুলো হোল্ড করার জন্যে আমি ভেনাপি ওয়ালেট সাজেস্ট করি। আর মাল্টি ক্রিপ্টো জন্য ওয়ালেটগুলো নিয়ে আমি একটি রিভিউ লিখবো শিঘ্রই। হা, বায়নান্স হ্যাক হলেও তখন মাকেট পতন হয়নি কারণ ট্রেডারদের ব্যালাঞ্চ ঠিকই ছিলো। আমার নিজেরও বড় এমাউন্ট ছিলো বায়নান্সে। আমার কোন সমস্যা হয়নি। তবে অন্যান্য কয়েকটি একচেঞজার হ্যাক হওযার খবর ছড়িয়ে পড়তেই মানুষ হুড়মুড় করে সব বেচতে থাকে আর তাতেই ক্রিপ্টো মার্কেটে মারাত্নক আগুন লাগে। আপবিট কয়েকদিন আগে হ্যাক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিটকয়েনের দাম ৯৫০০ থেকে কমে ৬৩০০ তে নেমে গিয়েছিলো। অর্থাৎ আস্থাহীনতা পরিলক্ষীত হচ্ছে। মার্কেটে আস্থা ফিরাতে হলে মার্কেট স্টাবল হতে হবে আর স্টাবল হওয়ার আগে বিটকয়েন এবং অলটকয়েনের পতন থেকে টেনে তুলতে হবে, গুজব থেকে দূরে থাকতে হবে।
বাইন্যান্স থেকে ৭০০০ মত বিটকয়েন হ্যাক হয়েছিল।এইটা তাদের জন্য খুব বেশি বড় এমাউন্ট না।যার কারনের তারা তাদের ব্যাকয়াপ সাফু ফান্ড থেকে দিতে পেরেছিল।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
xtylishRakib
Jr. Member
Offline
Activity: 252
Merit: 2
Please Remove My Red Trust. I am Not Cheater
|
|
December 06, 2019, 09:56:30 AM |
|
সাধারণত আমরা বাঙালিরা কোন সাইট কাজ করলে। তখন আমরা অনেকেই অনেক রকম ফালতু পোষ্ট করে থাকি। যে পোষ্ট কোন দরকার নাই। সেইসব পোষ্ট করি।আর এখানে তো পোষ্ট করলেই অ্যাকটেভিটি ভেড়ে যাবে।তাই ফালতু সব পোষ্ট করে থাকি।এখানে ফালতু কোন পোষ্ট করবেন না। ফালতু পোষ্ট করলে আইড ব্যান হয়ে যেতে পারে।তাই এখানে ফালতু পোষ্ট না করে যদি কোন উপকারী পোষ্ট দিতে পারেন তাহলে আপনার লাভ হবে।তাই এখানে ফালতু কোন পোষ্ট করবেন না। এটা ফালতু পোষ্ট করার জায়গা নয়।
|
|
|
|
Review Master
|
|
December 06, 2019, 11:38:08 AM |
|
ট্রন বেসড কারেন্সিগুলো হোল্ড করার জন্যে আমি ভেনাপি ওয়ালেট সাজেস্ট করি।
ট্রন বা ট্রন বেসড টোকেন আমি এখনো তেমন ব্যবহার করি নাই। তাই এই বিষয়ে আমি কোনো ওয়ালেটের পরামর্শ দিতে পারতেছি না। তবে TronLink ওয়ালেট অনেকে ব্যবহার করে এবং এর Chrome Extension-ও আছে। ভেনাপি নুতুন ওয়ালেট এবং সেই হিসাবে ভালোই আছে। কিন্তু যদি কেউ DApp ব্যবহার করেন, সেইক্ষেত্রে আমি অন্যান্য মাল্টিওয়ালেট যারা Ethereum, Eos & Tron এর টোকেন সংরক্ষণ ও ব্যবহারের সুবিধা দেয়। সেগুলো ব্যবহারের পরামর্শ দিব। তবে আপনাদের কাছে যে ওয়ালেট ভালো লাগে, সেটাই ব্যবহার করুন সর্তকতার সহিত। আপবিট কয়েকদিন আগে হ্যাক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিটকয়েনের দাম ৯৫০০ থেকে কমে ৬৩০০ তে নেমে গিয়েছিলো। অর্থাৎ আস্থাহীনতা পরিলক্ষীত হচ্ছে। মার্কেটে আস্থা ফিরাতে হলে মার্কেট স্টাবল হতে হবে আর স্টাবল হওয়ার আগে বিটকয়েন এবং অলটকয়েনের পতন থেকে টেনে তুলতে হবে, গুজব থেকে দূরে থাকতে হবে।
শুধু এক্সচেঞ্জ হ্যাক হওয়ার কারণে এটা হয়নি। এর পেছনে আরো দুইটি মূল কারণ আছে। --➤প্রথমটি হলো Plus Token নামে একটি প্রতারক গ্রুপ, যারা প্রতিদিন ১৩০০+ বিটিসির সেল করতেছে। ফলে বিটিসির মূল্য বৃদ্ধি হতে শুরু করলেও তা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। --➤ দ্বিতীয়টি হলো CME Futures Trading Gap এবং এই গ্যাপ পূরণ করার কারণে বিটিসির মূল্য হ্রাস পায়। এখানে বলে রাখা ভালো যে, CME Future ট্রেডিং শেয়ার বাজারের মতো শনিবার আর রবিবার বন্ধ থাকে। ফলে মার্কেট বন্ধের আগে যদি বিটিসির মূল্য $৭২০০ থাকে আর মার্কেট দুইদিন পর চালু হলে বিটিসির মূল্য যদি $৭৮০০ হয়। তাহলে ট্রেডিং এর Candle Chart এ $৬০০ এর একটা গ্যাপ বা ফাঁকা জায়গার তৈরি হয়। আর এই গ্যাপ বা ফাঁকা ক্যান্ডল পূরণের জন্য বিটিসির মূল্য হঠ্যাৎ হ্রাস পায়। উপরের কাহিনীর যদি বিপরীত ঘটনা ঘটে, সেইক্ষেত্রে হঠ্যাৎ বিটিসির মূল্য বৃদ্ধি পায়।
|
|
|
|
Shohag.btc
Newbie
Offline
Activity: 854
Merit: 0
|
|
December 06, 2019, 12:43:02 PM |
|
BOUNTY করতে কি কি লাগে
|
|
|
|
pragna
|
|
December 06, 2019, 01:57:52 PM |
|
BOUNTY করতে কি কি লাগে
বাউন্টি করার প্রথম শর্ত হলো আপনার ফোরামে একাউন্ট থাকতে হবে যেই ফোরামে আপনি বাউন্টি করতে চান। আপনি সোস্যাল মিডিয়ায় কাজ করতে হলে ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, রেডিট, লিঙ্কডইন, মিডিয়াম...ইত্যাদিতে একাউন্ট থাকতে হবে এবং ফলোয়ার বাড়াতে হবে কারন ফলোয়ারের উপর আপনি স্টেকস্ পাবেন। যার যতবেশী ফলোয়ার তার স্টেকস্ তত বেশী দিবে। বেশীরভাগ বাউন্টিতে মাইইথারওয়ালেট ব্যবহার করা হয়। তাই আপনাকে একটি মাইইথারওয়ালেট ক্রিয়েট করে নিতে হবে। প্রাথমিকভাবে এর বেশী আর কিছু লাগবেনা তবে আপনাকে ইংরেজীতে খুব দক্ষ হতে হবে কারন বাউন্টি থ্রেড আপনাকে প্রথমে পড়ে বূঝতে হবে। ধন্যবাদ
|
|
|
|
pragna
|
|
December 06, 2019, 02:07:22 PM |
|
বিটিছি প্রাইজ দিন দিন ডাম্পিং হচ্ছে এখন ৭২০০ তে দাড়িয়েছে
ভাই দিনে ডাম্পিং হলেও ২০২০ সালের BTCপ্রাইজ বাড়বে। ধৈর্য হারাবেন না। ভাই আপনি কিভাবে বুঝলেন ২০২০ সালে বিটিসি প্রাইজ বাড়বে? আপনার কাছে কোন তথ্য প্রমান থাকলে দয়া করে উপস্থাপন করবেন। বিটিসি প্রাইজ যথন ১৬ হাজার তখন থেকে ফোরামে কাজ করি কিন্তু আজ পর্যন্ত কোন ভবিষ্যৎ বানী কাজ করতে দেখলাম না। অনেকে বড় বড় লোকেরা ভবিষ্যৎ বানী দেখেছি ক্রিপ্টো মার্কেট নিয়ে কিন্তু বাস্তবে তা প্রতিফলিত হয়নি আর সামনেও হবে কিনা সন্দেহ। আসলে ক্রিপ্টো মার্কেটে আগামী কাজ কি হবে তা বলা মুশকিল। ধন্যবাদ
|
|
|
|
Shohag.btc
Newbie
Offline
Activity: 854
Merit: 0
|
|
December 06, 2019, 02:58:07 PM |
|
এখানে কি কি বিষয়ে কথা বলা য়ায়
[শুধু bitcoin এর কাজের বিষয় কথা বলা হয় যেকোন বিষয় নিয়ে। খোকন ভাই আপনি কি কোন কাজে জয়েন হয়ছেন
|
|
|
|
Review Master
|
|
December 06, 2019, 03:03:22 PM |
|
BOUNTY করতে কি কি লাগে
বেশীরভাগ বাউন্টিতে মাইইথারওয়ালেট ব্যবহার করা হয়। তাই আপনাকে একটি মাইইথারওয়ালেট ক্রিয়েট করে নিতে হবে। যদি টোকেনটা ইথিরিয়াম নেটওয়ার্ক বা ব্লকচেইনের ERC-20 টোকেন হয় তাহলেই শুধু মাইইথারওয়ালেট এ্যাডরেস লাগে। কিন্তু যদি টোকেনটা যদি অন্যান্য ব্লকচেইনে হয়ে থাকে, তাহলে সেই ব্লকচেইনের ওয়ালেট এ্যাডরেস লাগবে। যেমন : যদি Stellar Lumans ব্লকচেইনের জন্য XLM এ্যাডরেস, Tron ব্লকচেইনের জন্য TRX এ্যাডরেস, Waves ব্লকচেইনের জন্য Wave এ্যাডরেস, EOS ব্লকচেইনের জন্য EOS ইউজার নেম প্রভৃতি।
|
|
|
|
Review Master
|
|
December 06, 2019, 03:29:33 PM |
|
ভাই আপনি কিভাবে বুঝলেন ২০২০ সালে বিটিসি প্রাইজ বাড়বে? আপনার কাছে কোন তথ্য প্রমান থাকলে দয়া করে উপস্থাপন করবেন।
ভাই এসব সম্ভব। কারণ বিটিসির মূল্য পূর্ববর্তী ইতিহাস বা ঘটনাকে অনুসরণ করে। আর বিটিসির মূল্য বাড়বে কিনা বলা সম্ভব যদি আপনি ভালো মানের FA ( Fundamentall Analysis) & TA ( Technical Analysis) বিশ্লেষক হয়ে থাকেন। এইক্ষেত্রে আপনি Trading View ব্যবহার করে এসব বিশ্লেষণের মাধ্যমে কিছুটা হলেও জানতে পারেন মার্কেটের অবস্থা কী হবে। আপনি এক সপ্তাহ অপেক্ষা করুন, আমি তার তথ্য প্রমাণ দিব। কিন্তু একটা কথাই বলব, গত সময়ে যতবারই হালভিং হয়েছে বিটিসির মূল্য অবশ্যই বৃদ্ধি পেয়েছে। আর এটা হলো FA ( Fundamentall Analysis) এর অংশ। বিটিসি প্রাইজ যথন ১৬ হাজার তখন থেকে ফোরামে কাজ করি কিন্তু আজ পর্যন্ত কোন ভবিষ্যৎ বানী কাজ করতে দেখলাম না। অনেকে বড় বড় লোকেরা ভবিষ্যৎ বানী দেখেছি ক্রিপ্টো মার্কেট নিয়ে কিন্তু বাস্তবে তা প্রতিফলিত হয়নি আর সামনেও হবে কিনা সন্দেহ। আসলে ক্রিপ্টো মার্কেটে আগামী কাজ কি হবে তা বলা মুশকিল।
যখন বিটিসির বেয়ার বা খারাপ মার্কেট চালু হয়, তখন আপনি এই মার্কেট সম্পর্কে জানতে শুরু করেছেন। তাই শুধু এই মার্কেটের খারাপ অবস্থাটা বেশি দেখেছেন। কিন্তু ইতিহাস সাক্ষী যে বিটিসির মূল্য হ্রাস-বৃদ্ধি কিছু গুরুত্বপূর্ণ ঘটনার উপর নির্ভর করে। আর এখন বিটিসির মূল্য হ্রাস-বৃদ্ধির মূল কারণ হলো কিছু Ponzi Scheme সাইট বা প্রতারক কোম্পানির সাইট এবং জনগণের অসচেতনভাবে এসব সাইটে বিটিসি বা অন্য ক্রিপ্টো কারেন্সি ইনভেস্ট করা। যেমন: বর্তমানে Plus Token নামের প্রতারক কোম্পানির লোক দৈনিক ১৩০০+ বিটিসির বিক্রি করতেছে, ফলে বিটিসির মূল্যের হ্রাস-বৃদ্ধি হচ্ছে। কিন্তু এটা ৩-৪ মাস চলবে, একজন বিশেষজ্ঞের বিশ্লেষণ অনুযায়ী।
|
|
|
|
|