Bitcoin Forum
May 30, 2024, 09:50:56 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 [28] 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 ... 92 »
541  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Don't repeat same mistakes on: November 21, 2020, 12:54:19 PM
In 2017 when bullrun took over crypto space and many altcoins joined later some people still keep holding thinking that their altcoins will keep surging and surging, little did they know that bull season always have short life span when comparing to bear season, bear season can stay for years but bull season is just in months, so why are you holding when you should be selling?

Wise traders and investors always took some of his profit from his holdings. This way they minimize their losses and lock their profits. When investing we must eliminate our emotions like greed and fear.


Remember that some bought bitcoin at 20k and they have no choice but to hold till today, imagine all this year's waiting just to get back to where you once are. Bitcoin is over 18k now, good for them cos they are near recovery since 2017.

Know when to get in and know when to get out, don't be a greedy bastard.

This bull runs nothing like 2017. This time big company involve and they will not dump their holding as investors did in 2018. Also the crypto market became more matured by this time.
542  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 21, 2020, 12:00:45 PM


ধাপ ১: প্রথমে আল্টকয়েকটক ফোরামে একটি একাউন্ট খুলতে হবে। সেই একাউন্টের Username এবং আপনার বিটকয়নটক একাউন্টের Username একই হতে হবে।
https://www.altcoinstalks.com/index.php


একই না হলেও চলবে। শুধু Bitcointalk এর  প্রোফাইলে আপনার altcointalk প্রোফাইল রেফার লিংক থাকলেই চলবে। আমি নিজে আমার একাউন্ট আপডেট করেছি কোনো সমস্যা হয়নাই।
543  Local / Other languages/locations / Re: বিটকয়েনের মূল্য বৃদ্ধির পেছনে কারা রয়েছে? on: November 21, 2020, 09:29:49 AM

BTC বিটকয়েনের মূল্য বৃদ্ধির পেছনে কারা রয়েছে কিংবা কারণটি কী? BTC


বিটকয়েনের মূল্য খুবই তাড়াতাড়ি পূর্বের সর্বোচ্চ মূল্যে পৌছাতে যাচ্ছে এবং আশা করা যায় , এই বছরে আবার ২০ হাজার ডলারে পৌছাবে। কিন্তু বিটকয়েন কেন এত বৃদ্ধি পাচ্ছে এবং কেনই বা কম সময়ে এত বৃদ্ধি পেলো, সেটি অনেকের জানার আগ্রহ । অনেকে এই বিষয়টি জানেন আবার অনেকে এই বিষয়টির কারণ জানেন না। যাই হোক আমার কারণটি জানা আছে এবং সেটি আপনাদের সাথে বিনিময় করলাম। বিটকয়েনের মূল্য এত বৃদ্ধি পাওয়ার মূলে রয়েছে , বিভিন্নখ্যাতিমান ব্যক্তিদের বিটকয়েনে ইনভেস্ট করা এবং সেটি নিয়ে টুইট করা। আশা করি, অনেকে "Game of Thrones" দেখেছেন এবং সেই ওয়েব সিরিজের "Arya Stark" খ্যাত অভিনেত্রী "Maisie Williams" নভেম্বরের ১৭ তারিখে তার টুইটে বলে যে, তিনি কী বিটকয়েনে লং পজিশন নিবেন কি না? যেটি থেকে বুঝা যায় , তিনি বিটকয়েনে বিনিয়োগ করেছেন।
মূল সোর্স: https://twitter.com/Maisie_Williams/status/1328428879334297600

শুধুমাত্র এটিই নয়, আমেরিকার র ্যাপার অথবা হিপহপ গায়ক Logic গতমাসে $৬ মিলিয়ন বিটকয়েনে বিনিয়োগ করেছিল এবং সেটির বর্তমান মূল্য প্রায় $৯ মিলিয়ন । আর তিনি নিজের টুইটার নামটিও পরিবর্তন করে "Bobby Bitcoin" রেখেছেন এবং বিটকয়েন নিয়ে ১৯ নভেম্বর একটি টুইটও করেছেন।
মূল সোর্স: https://twitter.com/Logic301/status/1329264425946279936

এছাড়াও আরো অনেকে খ্যাতিমান প্রতিষ্টানের বিটকয়েনে ইনভেস্ট করা এবং Paypal এ ক্রিপ্টোকারেন্সি সুবিধা সংযুক্ত হওয়ার মতো অনেক বিষয় বিটকয়েনের মূল্য বৃদ্ধিতে অনেক অবদান রাখতেছে।

প্রাইভেট ইনভেস্টর দের বিটকয়েন এ ইনভেস্ট বিটকয়েন এর দাম বাড়াতে একটা ভূমিকা রাখছে কিন্তু বিটকয়েনের দাম বাড়ার চাইতে বড়ো কারণ আমি যেটা মনে করি তা হলো বিভিন্ন বড়ো বড়ো কোম্পানি এর বিটকয়েন এ ইনভেস্ট করা। যেমন আমার এই ছবিতে দেখতে পাচ্ছেন microstrategy Inc. এর মতো কোম্পানি একাই ৩৮২৫০ টি বিটকয়েন হোল্ড করছে যা বিটকয়েন এর টোটাল সাপ্লাই এর ০.১৮%। এছাড়াও grayscale ৪৪৯৫৯৬ টি  বিটকয়েন হোল্ড করছে।  এইটা অনেক বড়ো একটা নাম্বার।  ২০১৮ এর মতো এবার আর বিটকয়েন এর মার্কেট ক্র্যাশ করার কোনো সম্ভবনা দেখছি না। এসব কোম্পানি গুলো বিটকয়েন লং টার্ম এর জন্য হোল্ড করবে বলেই মনে হচ্ছে। আরো নতুন নতুন কোম্পানি বিটকয়েন এ তাদের ইনভেস্টমেন্ট করছে।  



news source: https://cointelegraph.com/news/public-companies-hold-almost-7b-in-bitcoin-in-heads-up-to-grayscale
                    
544  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 21, 2020, 05:33:31 AM
কিছুদিন পূর্বে আমি আমার  প্রোফাইল তে পোস্ট নাম্বার  এর জায়গায় leet লিখা দেখতে পাই। প্রথমে আমি ভেবেছিলাম আমার প্রোফাইল এ মডারেটর রা কোনো ওয়ার্নিং দিয়েছে। তাই আমি বিষয়টা সম্পর্কে জানার জন্যে আমারদের লোকাল থ্রেড এ সার্চ করি কিন্তু এই বিষয়ে কোনো পোস্ট পাইনাই। এর পর অন্য থ্রেড এ এই বিষয়ে সার্চ করি এবং এই বিষয়ে কিছু ইনফরমেশন পাই।  যেহেতু এই থ্রেড এ leet বিষয়ে কোনো পোস্ট হয়নাই তাই আমি এই পোস্ট তা লিখছি শুধু জানানোর জন্যে।

 


leet আসলে ১৩৩৭ এই নম্বর কে রিপ্রেসেন্ট করে।  ফোরামে কেউ যখন ১৩৩৭ টি পোস্ট এর পৌঁছায় তখন তার প্রোফাইল এ পোস্ট এর জায়গায় leet শো করে। এর মাধ্যমে কোনো বিশেষ সুবিধা পাওয়া যায়না। এটা শুধু দেখানোর জন্যে এবং যখন এ আপনার পোস্ট কাউন্ট ১৩৩৭ এর বেশি হবে এটা চলে যাবে। আমি এই বিষয়ে wikipedia এবং অন্যান্য থ্রেড এ করা পোস্ট গুলো এর লিংক অ্যাড করে দিচ্ছি।  

https://en.wikipedia.org/wiki/Leet

post count leet
What is happening with my account ? Post count : leet ?
545  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 20, 2020, 03:12:42 AM
Grin Grin অবশ্যই আমাকে শুধুমাত্র গুগল থেকে সার্চ করে পার্থক্যগুলো না বের করে, ভালো করে রিসার্চ করা উচিত ছিল ।

আমরা সকলেই গুগল থেকেই রিসার্চ করি।  আপনার কাছে  গুগল এর চাইতেও ভালো কোনো সার্চ ইঞ্জিন যদি থাকে যেখানে রিসার্চ করলে আরো ভালো ইনফরমেশন পাওয়া যাবে দয়া করে জানাবেন।ধন্যবাদ

এখন আসি cross-chain নিয়ে, আগের পোষ্টটে বলেছি যে অনেক প্রতিযোগী আছে । মাফ করবেন কারণ আমি শুধুমাত্র ইথিরিয়াম লেখেছিলাম এবং ইথিরিয়াম ২.০ টি লেখতে ভুলে গিয়েছিলাম ( ইথিরিয়াম ২.০ মানেই যে cross-chain এটি বলি নাই, তাই নিজে থেকে এমন ভুল তথ্য মনে করা বাদ দিবেন সবাই) ।  Grin Grin  Polkadot এর মতো আরো ভালো cross-chain সার্ভিসের অনেক ব্লকচেইন আছে, যেমন cosmos ও avalanche তাদের একটি (এই সকল ব্লকচেইনের সবকিছু একই ধরনের হলে কপিক্যাট বলবে, তাই সকলেই কিছু না কিছু বিষয়ে অন্যভাবে ডেভেলপমেন্ট করেছে  Grin) । এখন যদি polkadot, cosmos ও avalanche এর তুলনায় আসি , তাহলে avalanche অন্য দুইটির চেয়ে কিছুটা হলেও এগিয় থাকবে( সবগুলো মূল্য কনসেপ্ট একই রকম, তবে সব ব্লকচেইন একই নয়। কারণ একটাই কপিক্যাট বলবে)।


নোট: এখন অনেকেই বলবে যে, আমি যেটাকে কপিক্যাট বলতেছি, সেটি ইন্সপারেশন। তাহলে আমার করা কিছু নাই কারণ আমার সাথে সকলের মতামত একই রকম নাও হইতে পারে। তবে এমনভাবে আলোচনা করাতে অনেক ভালো লাগলো।  Wink Cheesy




আমি ETH  এর সাথে compare করেছি ETH  ২.০ এর সাথে না। ETH ২.০ এর সাথে মিল থাকলেও আমি কপিক্যাট বলার কোনো কারণ দেখছি  না।  হয়তোবা তারা ETH ২.০ এর আইডিয়া নিয়েছে কিন্তু polkadot তাদের সার্ভিস আগে আনতে পেরেছে। আর শুধু ক্রস চেন ফিচারস compare না করে বাকি গুলাও করেন। একই ফিচারস অনেক blockchain  এ থাকতেই পারে এতে দোষের কিছু  নাই।সেগুলো নিয়ে পরে আবার কথা হবে ইং-শা-আল্লাহ। আর আমি আগেই বলেছি polkadot  এর dev ETH টীম এর সাথে কাজ করেছে আগে। তাই সে ETH এর সমস্যা গুলো জানে এবং polkadot তে সেই সমস্যা গুলো সমাধানের ওপর এ জোর দেওয়া হয়েছে। copycat সেটাকেই বলা যায় যে হুবুহু কপি করে। ETH  নেটওয়ার্ক এমনকি এত ২.০ নেটওয়ার্ক এর সাথেও polkadot এর অনেক পার্থক্য আছে।  আর polkadot কে ETH নেটওয়ার্ক এর এনহ্যান্সমেন্ট বলা যেতে পারে কিন্তু কপিক্যাট বলা মোটেই যুক্তিসঙ্গত বলে আমার কাছে মনে হয়না।  
546  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 19, 2020, 11:49:33 AM

জি এখন থেকে আর ফেসবুকে সরাসরি ঝুঁকিপূর্ণভাবে পাবলিকলি পোস্ট দিয়ে লেনদেন করা লাগবেনা। কুকয়েনে এবং বিন্যান্সে সিকিউরড পদ্ধতিতে লেনদেন করা যাবে। এখানে প্রতারণা থেকে মুক্ত থাকা সম্ভবপর হবে। আগে অনেকসময় সরাসরি লেনদেনে টাকা মারা যাওয়ার বা প্রতারিত হওয়ার সুযোগ ছিলো। কিন্তু একচেঞ্জে যখন সাপোর্ট দিচ্ছে তখন ডিপোজিট করে যারা কিনতে চাইবে তারা কিনতে পারবে পক্ষান্তরে যারা সেল করতে চাইবে তারাও পেমেন্টটার গ্যারান্টিও পাবে। সামনে আরো বিস্তারিত আসবে, সেজন্য কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের।

ইতিমধ্যে পেপাল বিটকয়েনসহ মোট ৪টি কয়েনকে অনুমোদন দিয়েছে যার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আগামী বছরের প্রথম কোয়ার্টার থেকে কিন্তু বাংলাদেশে পেপালের কার্যক্রম না থাকায় বাংলাদেশীরা এ থেকে আপাতত কোন সুবিধা পাচ্ছেনা তবে খুব দ্রুত পেওয়নিয়্যারও ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট চালু করার সম্ভাবনা আছে সেটা হলে তো আমরা সুবিধা পাব। তখন টাকায় লেনদেন না করে ডলার দেশের ব্যাংকে আনা যাবে বৈধভাবে।
আমি ভাবতেছি একদিক দিয়ে তো এটা আমাদের জন্য ভালো হলো কিন্তু বাংলাদেশ সরকার এর এই বিষয় গুলো নজরে আসলে তারা কোনো নেগেটিভ পদক্ষেপ নেয় কিনা। বাংলাদেশে তো ক্রিপ্টো কারেন্সী এমনিতেই লিগাল না এখন যদি তারা এর কারণে আরো কড়াকড়ি আরোপ করে তাহলে কি হবে? অবশ্য এর বিপরীত ও হতে পারে। তারা হয়তো এই সেক্টর এর সম্ভবনা বুঝতে পেরে লিগাল করার জন্য দরকারি পদক্ষেপ ও নিতে পারে।
547  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 19, 2020, 09:15:59 AM
আমার মনে হচ্ছে polkadot এথেরিয়াম এর চাইতেও বেশি পপুলার হবে. এথেরিয়াম নেটওয়ার্ক যেসব সমস্যার এখনো দূর করতে পারেনাই তার সব ই polkadot দূর করেছে। আর এটি সম্ভব হয়েছে polkadot এর সিইও এর জন্যে। উনি আগে এথেরিয়াম নেটওয়ার্ক এ কাজ করেছে। তাই তিনি এর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানতেন এবং তিনি সেই অনুযায়ী কাজ করে এমন একটা নেটওয়ার্ক বানাইছেন যা এথেরিয়াম এর চাইতেও ভালো।

হয়তো বা আপনার কথা সঠিক হতে পারে। কিন্তু কপিক্যাট কখনোই আসল কয়েনকে টক্কর দিতে পারবে বলে মনে হয় না। ইথিরিয়ামের অনেক প্রতিযোগী রয়েছে এবং Polkadot এর মধ্য একটি যে সফলতার সাথে অন্যান্যদের এগিয়ে আছে। তবে মনে হয় না, এসব কপিক্যাট ইথিরিয়ামকে লম্বা সময়ের জন্য টিকে থাকবে, কারণ যেমনটা শুরুতে বললাম , কপিক্যাট কখনোই আসল কয়েনকে টক্কর দিতে পারবে না।  Grin

polkadot মোটেই এথেরিয়াম এর copycat  নয়। আপনার উচিত polkadot এর ফিচারস এবং সার্ভিস নিয়ে আরো ভালো ভাবে জানা।  polkadot এ এমন ফিচারস আনা হয়েছে যেগুলো ethereum নেটওয়ার্ক এ থাকলে ethereum নেটওয়ার্ক আরো ভালো ভাবে কাজ করতে পারতো। যেমন এথেরিয়াম নেটওয়ার্ক সিঙ্গেল চেইন নেটওয়ার্ক হওয়ায় যখন ট্রাফিক বেশি হয় তখন নেটওয়ার্ক স্লো হয়ে যায়।  কিন্তু polkadot crosschain ফিচারস ব্যবহার করে তাই নেটওয়ার্ক স্লো হওয়ার কোনো সুযোগ নাই।  আমি নিচে polkadot এবং এথেরিয়াম নেটওয়ার্ক এর মধ্যে তুলনা গুলো বলে দিচ্ছি যাতে বিষয় গুলো ক্লিয়ার হয়।


Ethereum network                                                                  polkadot network

১. সিঙ্গেল চেইন                                                                             ১. মাল্টি চেইন বা প্যারাচেইন
২. প্রুফ অফ ওয়ার্ক                                                                      ২. প্রুফ অফ স্টেক
৩. গভর্নেন্স(সেন্ট্রালাইজড)                                                               ৩. গভর্নেন্স(ডিসেন্ট্রালাইজড)
৪.  নেটওয়ার্ক আপগ্রেড এর জন্য হার্ডফোর্ক এর দরকার হতে পারে।            ৪. ফোর্কলেস নেটওয়ার্ক। আপগ্রেড করা জন্যে হার্ডফোর্ক  এর দরকার নাই।

এছাড়াও polkadot এর  Substrate framework এর কল্যানে যেকোনো সময় নতুন ব্লকচেইন তৈরী করা যায় বা যেকোনো ব্লকচেইনকে polkadot  এর সাথে কানেক্ট করা যায়। আশা করি পার্থক্যটা  বুঝতে পেরেছেন। polkadot নেটওয়ার্ক এর scalability এথেরিয়াম নেটওয়ার্ক এর চাইতে অনেক বেশি।
 

548  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Is Ethereum going to Die? on: November 19, 2020, 04:12:00 AM
I am a long term supporter  of Ethereum and  know that it is the most trusted network to create smart contracts but the kind of Huge fees for withdrawal and swapping of tokens, we have to nowadays due to slow network or congestion , is going to make it unpopular coin in coming months and other networks like, Binance, EOS, Polka Dot may take its place . The issue with Ethereum is that its developers are trying to scale running Blockchain which is like repairing a car while driving.

Ethreum network shows how limited it is. I do not think Binance or EOS will take over the Ethreum network but Polkadot has everything to overcome the ethereum network. ETH 2.0 makes ethereum network more scalable but Polkadot is much better because of its cross-chain features when ethereum is a single chain network.
549  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Polkadot can take place of Ethereum? on: November 19, 2020, 04:07:36 AM
Polkadot offers better scalability than the ethereum blockchain. It offers relay chain, cross-blockchain features, forkless network, decentralized governance and all these are not available in the ethereum network. Actually, Polkadot offers all the solutions to those problems that the ethereum network can not. So many projects are using the Polkadot network. Do you think Polkadot is really Ethreum killer?
550  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 18, 2020, 06:09:23 PM

ফিচারইথিরিয়ামইথিরিয়াম 2
কন্সেনসাস মেকানিজম  Proof of Work (POW)Proof of Stake(POS)
স্টেকিংকরা যায়নাকরা যাবে
স্কেলিবিলিটিপ্রতি সেকেন্ডে ১৫ টি ট্রান্সেকশন সাপোর্ট করেপ্রতি সেকেন্ডে ১০০০ টি ট্রান্সেকশন সাপোর্ট করবে
এনার্জি কনজাম্পশনপ্রুফ অব ওয়ার্ক হওয়ায় মাইনিং এ প্রচুর এনার্জি খরচ হয়।প্রুফ অব স্টেক এজন্য মাইনিং লাগবে না। ফলে এনার্জি খরচ হবেনা।
সিকিউরিটিকম্পেরিটিভ্লি কমকেউ নেটওয়ার্ক এর ক্ষতি করার চেষ্টা করলে পেনাল্টি দিতে হবে। তাই সিকিউরিটি বাড়বে আশা করা যায়।


সোর্স:
১। https://news.bitcoin.com/eth-2-0-scheduled-for-december-vitalik-deposits-1-4m-worth-of-ether-into-phase-0-contract/
২।https://ethereum.org/en/eth2/
৩।https://medium.com/coinmonks/what-is-ethereum-2-0-1c8ad1cface6


আমার মনে হচ্ছে polkadot এথেরিয়াম এর চাইতেও বেশি পপুলার হবে. এথেরিয়াম নেটওয়ার্ক যেসব সমস্যার এখনো দূর করতে পারেনাই তার সব ই polkadot দূর করেছে। আর এটি সম্ভব হয়েছে polkadot এর সিইও এর জন্যে। উনি আগে এথেরিয়াম নেটওয়ার্ক এ কাজ করেছে। তাই তিনি এর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানতেন এবং তিনি সেই অনুযায়ী কাজ করে এমন একটা নেটওয়ার্ক বানাইছেন যা এথেরিয়াম এর চাইতেও ভালো।
551  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 15, 2020, 12:36:22 AM
আমি bitcoin talk এ নতুন, কয়েকটা পোস্ট করেছি মাএ, কিন্তুু কোন মেরিট  পাই নাই, তাই আমার bitcoin talk সম্পকে কিছু জানার আছে, আশা করি সিনিয়র রা উত্তর গুলো দিবেন।

১. আমি কিভাবে মেরিট বারাবো।

২. আমি কয়েকটা বন্টি করেছি আর এখনো কিছু রানিং আছে এখন  কথা হচ্ছে বন্টি করার সময় বন্টি thread সাবমিট  দিতে হয়, শুধু বন্টি thread সাবমিট দিলে কি আমার আইডি কি ব্যান হয়ে যাবে?

৩. সংক্ষিপ্ত কোন কিছু পোস্ট করলে কি আইডি
ব্যান হয়ে যাবে?যেমনঃ হাই, হেলো, ধন্যবাদ।

৪. প্রতিদিন পোস্ট করার কি কোন লিমিট আছে? বেশি পোস্ট করলে কি সমস্যা হবে?

৫. কোন পোস্ট এর রিপ্লেতে বাংলিশ লিখলে কি সমস্যা হবে?

৬. আমার আইডি টা যাতে ব্যান না হয় তার জন্য কি কি  করতে হবে।

আশা করি উত্তর গুলো পাবো ।
সবাইকে ধন্যবাদ।

এই পোস্ট এ সব বিস্তারিত বলা আসে। একটু কষ্ট করে পরে নিবেন: https://bitcointalk.org/index.php?topic=631891.msg7033740#msg7033740
552  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 14, 2020, 06:42:38 PM
সর্তকতা পোস্ট।

আপনেরা অনেকেই জানেন যে BCH এর আরেকটা HardFork হতে যাচ্ছে। BCH HardFork এর মাধ্যমে দুইটা কয়েন বের হবে। Bitcoin Cash ABCBitcoin Cash Node। আমরা এর আগেও দেখেছি যে dev দের দন্দ এর জন্য আগেও একবার  HardFork হয়েছে।

যারা জানেন না যে হার্ডফোরক এ কি হয় তাদের জন্যে বলসি হার্ডফোরক এ ব্লকচেইন দুই ভাগে বিভক্ত হয়ে যায় । এতে নিউ একটা ক্রিপ্টো coin তৈরী হয়। যারা পুরাতন coin ওয়ালেট এ  নতুন coin  পায়।


BCH  এর dev দের একদল চাচ্ছে যে তারা  miner দের টোটাল mining এর ৮% মানে প্রতি ১০০০ ব্লক এর ৮% dev BCH miner দের  কাছে থেকে নিয়ে dev দের দেওয়া হবে।  কিন্তু আরেক অংশ এর বিপক্ষে।  তাই এই হার্ডফোরক টা হচ্ছে। Binance আগেই বলে দিয়েসে তারা হার্ডফোরক এর নিউ coin  করবে। যারা আগের BCH হোল্ড করবেন তারা ১:১ অনুপাতে টোকেন  পাবেন। এর আগের হার্ড ফর্ক এর মাধ্যমে BCH এবং BSV তে ভাগ  হইসিলো। যারা  হার্ডফোরক এ অংশ নিয়েসিলো তারা ভালো প্রফিট পেয়েসিলো। তাই অনেকে হয়তো মনে  করসেন যে  এইবার ও যদি BCH Hold করি তাহলে  প্রফিট  পাবো। কারণ BCH এর দাম এমনিতেই ২৫০$ এর কাছাকাছি তাই BCH Hold করে যে নিউ coin পাবো তা সেল দিয়ে ভালো প্রফিট পাবো। যারা  এরকম মনে করসেন তারা  বাকি পোস্ট তা পড়ুন।


যারা BCH miner আছেন তারা অবসসই যে দিকে তাদের বেশি প্রফিট হবে  তারা সে দিকে সাপোর্ট দিবেন। আগের Bitcoin Cash ABC মাইনিং করলে ১০০০ ব্লক এর ৮% dev দের  দিতে হবে। নতুন Bitcoin Cash Node মাইনিং করলে  কিছু  দিতে হবেনা। তাই miner যারা আসেন তারা Bitcoin Cash Node মাইনিং এর দিকেই যাবেন। হার্ডফোরক এর এনাউন্সমেন্ট এর পর হয়েছেও তাই। ৭৬.৩% মাইনার Bitcoin Cash Node এর দিকে  গেছেন।


এখন  এক্সচেঞ্জ গুলো বলেসেন যে নেটওয়ার্ক এর  হ্যাশ পাওয়ার বেশি হবে তারা সেই নেটওয়ার্ক কেই সাপোর্ট দিবেন। এখন বুঝাই যাচ্ছে যে Bitcoin Cash Node বেশি পপুলারিটি পাবে।


coinbase ও এনাউন্সমেন্ট করছে তারা Bitcoin Cash Node সাপোর্ট দিবে কারণ তারা মনে করে এটা বেশি ডোমিনেন্স পাবে।

এখন  আসল কথাই আসি। অনেকেই আগের বারের BCH হার্ডফোরক এ জয়েন  হয়ে ভালো প্রফিট পেয়েসেন বলে এবার ও সেই কাজ করবেন বলে তাদের বলে রাখসি আগে ভালো করে  বুঝেন। সব মাইনার  Bitcoin Cash ABC থেকে Bitcoin Cash Node মাইনিং করা শুরু করেছে। এখন Bitcoin Cash ABC যদি কোনো মাইনা না পায় তাহলে সেই coin এর কোনো ভ্যালু থাকবে? আপ্নে দুইটা coin পাইলেও একটা coin এর  প্রাইস ক্র্যাশ করার সম্বভনা আসে। আবার Bitcoin Cash ABC মানে বর্তমান  BCH কিছুদিন পরে ডেড ও হয়ে যেতে পারে। সেইসাথে হার্ডফোরক এর পর BCH এর ভ্যালু দুইটা নিউ coin এর মধ্যে ভাগ হয়ে যাবে। তাই নতুন coin এর ও দাম কম  সম্ভবনা আসে। আমি এই হার্ডফোরক থেকে কোনো প্রফিট এর সম্ভবনা দেখসি না। তাই আমি মনে এখন BCH এ ইনভেস্ট না করাই ভালো।

আমি আপনাদের কোনো সাজেশন দিসি না। আপনাদের যা ভালো মনে হয় করবেন। আমি  শুধু আপনাদের আমার রিসার্চ তা শেয়ার করলাম।

553  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 14, 2020, 05:07:21 PM
আসলে ভালো খারাপ সব জায়গাতেই আছে, শুধু প্রয়োজন আপনার বিশ্বাস অর্জন, তাহলেই হলো। তার কার্য উদ্ধার হলেই চম্পট দিতে বিন্দুমাত্র ভাববেনা। ফেসবুক গ্রুপের বদৌলতে প্রায় ভালো, খারাপ অনেকের সাথেই পরিচয় হয়েছে। কেউ কেউ আছে যারা কখনো স্ক্যাম করবেনা, আবার অনেকেই ক্ষণিকের সাধু আসলে অনলাইন জগৎটাই এরকম।
অনেকটা সত্য। আমি মাসকয়েক আগে ৩০ হাজার টাকা ধরা খাইছিলাম। এইটা আমার একমাত্র স্ক্যাম এর শিকার হওয়া। ফেসবুকে অনেক গ্রুপ আছে যাদের এডমিন স্ক্যামার। আমি প্রতিনিয়তই দেখছি এইসব।
যাই হোক, যারা বায় সেল করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ফোরামে সিগ্নেচার ক্যাম্পেইন এর ফান্ড হোল্ড করেছি এবং পাশাপাশি এইখানে কিছু লেনদেন করেছি।
আমার কাছে  কিসু ভালো গ্রুপ আসে যেগুলোতে ভালো ভালো অ্যাডমিন ডিল হয়. আমি নিজেই অনেক টোকেন সেল দিসি। আপ্নের কয়েন সেল  দেওয়া নিয়ে কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন। আমার অনেক ট্রাস্টেড বায়ার আসে. আমি নিজে অনেক বড়ো বড়ো ডিল কোরছি কোনো সমস্যা ছাড়া।
554  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 14, 2020, 09:43:17 AM
আমাদের দেশের যেসব এক্সচেঞ্জ আছে ওইগুলোর মধ্যে ট্রাস্টেড এক্সচেঞ্জগুলোর লিস্ট আছে কারো কাছে এবং তারা কেমন রেট দেয়। একটু জানালে ভালো হত। আমি অনেকদিন কোন এক্সচেঞ্জে সেল দেই না তাই খুব একটা জানা নেই।

ভাই আমদের দেশের এগুলা একটাও ট্রাস্ট করার মত না। যে কোনো টাইমে টাকা মেরে দিতে পারে। এর থেকে বেটার পার্সোনালি কারো কাছে সেল করা।
আপনি চাইলে আমার কাছেও সেল করতে পারেন আমি নিয়মিত $ কিনি এবং সেল করি। আমাকে বিটকয়েন্টক এ মেসেজ করতে পারেন।

বাংলাদেশি কোন এক্সচেঞ্জ আছে বলে আমি জানতাম না। আমার জানা মতে যেসব এক্সচেঞ্জ আসে সেগুলো সুধু অনলাইন P2P টাইপ প্লাটফরম। সেগুলো এম্নিতেও বুশি সুবিধার না আবার দাম ও কম পাওয়া যায়। আমার মতে ফেসবুকে আডমিন ডিল করা ভাল। আমার জানা শোনা অনেক বায়ার আছে যারা অনেক বড়ো বড়ো ডিল করে। কারো এই বেপারে কোন সাহায্য দরকার হলে আমাকেও বলতে পারেন।
555  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 13, 2020, 12:20:49 PM
@laredo7mm
ধন্যবাদ এইরকম একটা পোস্ট শেয়ার করার জন্য।আমার জানাই ছিলনা যে কোন এক্সচেঞ্জে তাদের নিজস্ব বট থাকতে পারে। আসলে আমি খুব জনপ্রিয় কয়েকটি এক্সচেঞ্জ ছাড়া অন্য এক্সচেঞ্জ তেমন ব্যবহারও করি না, যদিও আমি ট্রেড খুব কমই করি বলতে পারেন।
বট ব্যবহার ঠিক মত না জানলে খুব রিস্কি হয়ে যেতে পারে। যারাই চিন্তা ভাবনা করছেন এইরকম বট ব্যবহার করবেন, সতর্ক থাকবেন।

আসলে এটি কঠিন কিছু না। আর তাদের নিজেদের ব্লগ সাইট আছে যেখানে তারা এসব বট এর ব্যবহার এবং এই বট গুলো কোন মার্কেট কন্ডিশনে ব্যবহার করলে ভাল ফলাফল পাওয়া যাবে তা বিস্তারিত বলা আছে। এছাড়া এই বট গুলো এর উপর ভিত্তি করে বিভিন্ন ট্রেডিং ওয়ে বলা আসে উধারন সহ। আপনে চাইলে এইসব নিজের মত করে সাজিয়ে ও নিতে পারেন। ব্লগ লিঙ্কঃ https://blog.pionex.com/
556  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Why Youengine (YOUC) failed on: November 13, 2020, 09:21:59 AM
Why you are saying they have failed? is that project dead? I don't think so. Their token doesn't have much trading volume because they didn't release their final product yet. what do you expect from a project token price whose product is not yet operational? They are going to release their final product this January and I think it will have a much greater volume than it is right now.
557  Economy / Economics / Re: usa dollar future on: November 13, 2020, 02:28:08 AM
the usa dollar is borrowed a lot of usa dollars been used in cryptocurrency to trade and in stock market the money what is borrowed need to be payed back somehow but everybody is spending the dollars now they feel like the goverment print endless dollars and gives out endless stimulus.

Actually, this happens because the US Govt allows spending a lot that's why their federal debt increased so fast. If I a not mistaken then it's $26.5 trillion now. If they continue this without providing liquidity in the global market then USD will lose its value as a currency.


and recessions will hit the usa prices will go down and dollar value will rise higher
all of that i think its beneficial for etheruem and tether!


so this what i think and i think the winners are usa dollar tether and etheum in this situation

cryptocurrency can be a good alternative here especially USDT as a stable coin. But US Govt looks like an anti-crypto govt. Let's see how it goes on.
558  Economy / Exchanges / Re: why i think Its the best exchange. on: November 13, 2020, 12:17:11 AM
On the face of it, I find it quite interesting and worth studying if you can get clearer information from the OP.
because everything that can be profitable and produce the best deserves to be tried and learned. thank you

They have a blog site where they have explained every bot and how they work. They have also shared some already tested strategies for using those bot which is quite remarkable. You can check those from this link here: https://blog.pionex.com/   Also I forget to mention in my post-trading fees is 0.05% when Binance charges 0.1%. So the Trading cost is also low here.
559  Economy / Exchanges / why i think Its the best exchange. on: November 12, 2020, 07:01:13 PM
I know many members come to this forum who work in different bounties. There are many of them who trade with their earnings. But you can never make a profit without having good trading skills. Today I have this post for all those members. Today I will talk about a platform that will reduce the loss in your trading and increase the profit. I myself have got good results using this platform so I am sharing with you so that those of you who have made a lot of losses by trading can benefit like me before. I will not mention the name of the platform. I want to show you how to use it and my withdrawal proof first.

Screenshot 1: Look at the first picture I have withdrawn many dollars from this exchange a few times before. If you want, you can see the review on Google. Even I am still a regular user of this exchange.


Now let's come to this exchange there are even tools that can be used to make so much profit. This exchange is actually a bot dedicated exchange. Major exchanges like Binance do not allow any trading bots themselves. However, there are various 3rd parties who provide these bot services. But you have to pay every month to use those bots. But in this exchange, all those bots are giving away for free without any money. There are different bots that are suitable for use in different market conditions. Here I will give you a basic idea about all these bots.

Screenshot 2: In the 2nd and 3rd pictures you can see different bots of the exchange. I will now give you an idea about the main bots one by one.


Names of major bots:
1. Grid Trading Bot
2. Smart Trade Bot
3. Trailing Buy
4. Trailing Sell
5. DCA
6. TWAP


1. Grid Trading Bot: Grid Trading is a very popular trading method. In this method, the trader fixes the support and resistance levels for his bot in advance and orders of Buy and Sell are fixed in advance within this range. When a buy order below is filled up, a sell order above it is automatically activated. Here traders do not have to sit in front of the computer all day. The trader can do anything else by turning on the bot.

How to use Grid Trading Bot?

1. AL Strategy: The bot is programmed in such a way that it can automatically analyze the data of the previous 7 days of any market and find out its support and resistance level. At the same time, you can find out how many grids and how many dollars will be the most profitable. Just how many dollars you will invest, just click on Create and the bot will be created.


2. Set Myself: In this method, all the limits of the bot can be fixed automatically. For example, the upper limit marked 1 means resistance, and the lower limit marked 2 means support. The trader can fix the support and resistance level here. You will also be able to decide how many grids there will be in the marked 3rd place. The grids will be in the form of Arithmetic or Geometric. I will explain below what Arithmetic and Geometric work. You have to tell how many dollars you will trade in the place marked 4. If the trader wants, he can set the Trigger price in the box marked 5 and stop-loss price in the box marked 7, and close Bot at the price in the box marked 7 which is not done in AL Strategy.


Upper limit: means resistance.

Lower limit: means support.

Arithmetic: Through this, the gap between each grid will depend on how much the price of the coin fluctuates. For example, if the price goes up or down every 5% or 10%, it will be Buy or Sell. The% interval will be determined by the distance between the support and resistance levels and the number of grids.

Geometric: Through this, the difference between each grid will depend on how many dollars the price of the coin fluctuates. For example, if the price goes up and down for 5 or 10 dollars, it will be Buy or Sell The dollar difference will be determined by the gap between the support and resistance levels and how many grids there are.

Trigger price: The price of the coin will be determined by how many dollars the bot will be activated.

Stop-loss price: If the price of a coin goes down for any reason, the trader can fix a price in advance if he wants, where the bot will be closed.

close Bot at: If the trader wants, he can determine how many dollars the bot will close.

Trailing percent: With this tool, the Stop loss price can be raised and changed with the change in the price of the coin. For example, if the Trailing percent is given 3%, the price of the coin will increase and the Stop loss price will continue to rise. In this way, if the price goes down by 3%, the trade will be closed.

How to use Smart Trade Bot?

It is very easy to use. The trader has to fix the buy price in the box marked No. 1 first. You have to decide how much to buy in the box marked 2. Now the trader can set the sell order with the buy order and at the same time if he wants. To do this, you have to set the Trigger Sell price in box No. 3 and at the same time, if the price of the coin is% UP, the order can be fixed. If the trader wants, he can set the Trailing percent in the box marked 4 or he can directly use the Stop loss price tool in the box marked 5.



Example:
Suppose you want to buy BCH at the lowest price and set the sell order at the same time. If you set your order like this, Buy price 250USDT, Buy Quantity 1 BCH, Trigger sell price 270USDT, Trailing percent 3%, stop loss 240USDT. What happens, in this case, is that if the price of BCH goes to 250USDT then the bot will be launched and 1 BCH will be bought at the same time a sell order will be launched at 270USDT. Now if the market goes down further to 240USDT then BCH will be sold. And if the market goes up, it will follow Trailing percent 3%, and stop-loss will be below 3% of the market price.
      
Trailing buys: This tool is very convenient to use. The crypto market is very uncertain and its price cannot be understood in advance. It is often seen that market support goes down. Most traders want to buy at the bottom. You can do this using this tool. Here only Trigger price, Trailing percent and Investment amounts have to be fixed.


Trailing sell: You can sell coins at the highest price using this tool. It is often seen that the market goes above and beyond the resistance. Most traders want to sell at the top. You can do this using this tool. Here only Trigger price, Trailing percent, and Sell quantity have to be fixed.



I didn't say anything about DCA, TWAP, and Infinity Grid in this post because you need a lot of dollars to use these tools. Even then, if anyone wants to know, I will tell.


The name of this exchange is pionex. Do a Google search for the site. They also have an app on the PlayStore. You can use it without KYC. This exchange brings liquidity from Binance and Huboi. So there will be no problem with liquidity.
560  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 12, 2020, 06:50:45 PM
আমি জানি এই ফোরাম এ অনেক বাংলাদেশি মেম্বার আসেন যারা বিভিন্ন বাউন্টিতে কাজ করেন। এর মধ্যে অনেকেই আছেন যারা তাদের আরনিং দিয়ে ট্রেডিং করেন। কিন্তু ট্রেডিং এর ভাল স্কিল না থাকার জন্য কখনই তেমন প্রফিট করতে পারেন না। আজকে আমার এই পোস্ট টি সেই সব মেম্বার দের জন্য। আমি আজকে এমন একটি প্লাটফরম নিয়ে কথা বলব যার ব্যবহার করলে আপনাদের ট্রেডিং এ লস অনেক কমে যাবে এবং প্রফিট অনেক বেড়ে যাবে। আমি নিজে এই প্লাটফরমটি ব্যবহার করে ভাল ফল পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপ্নেরা যারা ট্রেডিং করে অনেক লসে করেছেন আগে আমার মত তারা উপকৃত হতে পারেন। আমি আগেই প্লাটফরমটির নাম বলব না। আমি আগে আপনাদের এর ব্যবহার এবং আমার উইথড্র প্রুফটা দেখাতে চাই।

Screenshot 1: প্রথম ছবিতে দেখুন আমি এর আগেও কয়েকবার এই এক্সচেঞ্জ থেকে অনেক ডলার উইথড্র করেছি। আপ্নেরা চাইলে গুগলে এর রিভিউ দেখতে পারেন। এমনকি আমি এখনও এই এক্সচেঞ্জ এর একজন নিয়মিত ইউজার।


এখন আসা যাক এই এক্সচেঞ্জ এমন কি টুলস আছে যা ব্যবহার করলে এত প্রফিট করা যায়। এই এক্সচেঞ্জটি আসলে একটি বট ডেডিকেটেড এক্সচেঞ্জ। বাইনান্স এর মত মেজর এক্সচেঞ্জ গুলো নিজেরা কোনো ট্রেডিং বট অনুমোদন করে না। তবে বিভিন্ন ৩য় পার্টি আছে যারা এইসব বট সারভিস দিয়ে থাকে। কিন্তু সেই সব বট ব্যবহার করতে হলে প্রতি মাসে টাকা দিতে হয়। কিন্তু এই এক্সচেঞ্জ এ সেই সব বট কোনো টাকা ছাড়াই একদম ফ্রী তে দিচ্ছে। এখানে বিভিন্ন বট আছে যেগুলো বিভিন্ন মার্কেট কন্ডিশনে ব্যবহারের জন্য উপযুগি। আমি এইখানে আপনাদের এই সব বট গুলো সম্পর্কে প্রাথমিক ধারনা দিব।

Screenshot 2: ২য় এবং ৩য় ছবিতে আপনেরা দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ এর বিভিন্ন বট।  আমি এখন এক এক করে প্রধান বট গুলো সম্পর্কে আপনাদের ধারনা দিব।


প্রধান বট সমুহের নামঃ
১।  Grid Trading Bot
২।  Smart Trade Bot
৩।  Trailing Buy
৪।  Trailing Sell
৫।  DCA
৬। TWAP

১। Grid Trading Bot: Grid Trading খুবই জনপ্রিয় একটি ট্রেডিং মেথড। এই পদ্ধতিতে ট্রেডার তার বট এর জন্য সাপোর্ট এবং রেসিস্টান্স লেভেল আগে থেকে ঠিক করে নেন এবং এই রেঞ এর মধ্যে Buy এবং Sell এর অর্ডার আগে থেকেই ঠিক করে দেওয়া থাকে। নিচের একটা Buy অর্ডার  fill up হলে তার উপরের একটি Sell অর্ডার নিজে থেকেই চালু হয়ে যায়। এইখানে ট্রেডার দের সারাদিন Computer এর সামনে বসে থাকতে হয় না। ট্রেডার বট চালু করে দিয়ে অন্য যে কোন কাজে করতে পারে।

কিভাবে Grid Trading বট ব্যবহার করবেন?

১। AL Strategy: বট টি এমনভাবে প্রোগ্রাম করা যে এটি নিজে থেকেই যেকোন মার্কেটের আগের ৭ দিনের ডাটা এন্যলাইসিস করে তার সাপোর্ট এবং রেসিস্টান্স লেভেল বের করতে পারে। একই সাথে কয়টি Grid এবং কত ডলার ব্যবহার করলে সবচেয়ে বেশি প্রোফিট হবে তা ও বের করে দিতে পারে। আপনাকে সুধু কত ডলার ইনভেস্ট করবেন তা ঠিক করে ক্রিয়েট তে ক্লিক করলেই বট তৈরি হয়ে যাবে।



২। Set Myself: এই পদ্ধতিতে বট এর সব লিমিট নিজে থেকেই ঠিক করে দেওয়া যায়। যেমন এইখানে ১ নং মার্ক করা Upper limit বলতে রেসিস্টেন্স এবং ২ নং মার্ক করা Lower limit বলতে সাপোর্ট কে বুঝানো হয়েছে। ট্রেডার এইখানে সাপোর্ট এবং রেসিস্টান্স লেভেল ঠিক করে দিতে পারবে। সাথে কতগুলো Grid থাকবে সেটাও ঠিক করে দিতে পারবে ৩ নং মার্ক করা জায়গায়। সাথে Grid গুলো Arithmetic আকারে হবে নাকি Geometric আকারে তা নির্ধারন করে দিতে হবে। Atithmetic এবং Geometric এর কাজ কি তা আমি একটু নিচে বলে দিব। ৪ নং মার্ক করা জায়গায় কত ডলার এর ট্রেড করবে তা বলে দিতে হবে। ট্রেডার চাইলে ৫ নং মার্ক করা বক্স এ Trigger price সেট করে ৬ নং মার্ক করা বক্স এ Stop loss price এবং ৭ নং বক্স এ  close Bot at প্রাইস সেট করে দিতে পারবে যা AL Strategy এ করা জায়না।


Upper limit:বলতে রেসিস্টেন্স কে বুঝানো হয়েছে।

Lower limit:বলতে সাপোর্ট কে বুঝানো হয়েছে।

Arithmetic:এর মাধ্যমে প্রতিটি  Grid এর মধ্যে ব্যবধান কয়েনের দাম কত % উঠা নামা করলো তার উপর হবে। যেমনঃ প্রতি ৫% বা ১০% দাম ওঠা নামার করলে Buy বা Sell হবে। কত % ব্যবধান হবে তা নির্ধারন হবে সাপোর্ট এবং রেসিস্টান্স লেভেল এর ব্যবধান এবং কত গুলো Grid আছে তার উপর।

Geometric:এর মাধ্যমে প্রতিটি  Grid এর মধ্যে ব্যবধান কয়েনের দাম কত ডলার  উঠা নামা করলো তার উপর হবে। যেমনঃ প্রতি ৫ বা ১০ ডলার দাম ওঠা নামার করলে Buy বা Sell হবে। কত ডলার ব্যবধান হবে তা নির্ধারন হবে সাপোর্ট এবং রেসিস্টান্স লেভেল এর ব্যবধান এবং কত গুলো Grid আছে তার উপর।

Trigger price:
কয়েনের দাম কত ডলারে গেলে বটটা চালু হবে তা এর মাধ্যমে নির্ধারন করে দিতে হবে।

Stop loss price:কয়েনের দাম যদি কোন কারনে ডাউন হয়ে যায় তাহলে ট্রেডার চাইলে একটা দাম আগে থেকেই ঠিক করে দিতে পারে যেখানে গেলে বটটি বন্ধ হয়ে যাবে।

close Bot at:
ট্রেডার চাইলে কত ডলারে গেলে বটটা বন্ধ হবে তা এর মাধ্যমে নির্ধারন করে দিতে পারবে।  

Trailing percent:এই tool টির মাধ্যমে Stop loss price কয়েনের দাম পরিবর্তনের সাথে সাথে ওঠা নামা করানো যায়। যেমনঃ Trailing percent ৩% দেওয়া থাকলে কয়েনের দাম যত বাড়বে   Stop loss price তত উপরে উঠতে থাকবে। এভাবে উঠতে উঠতে দাম যদি ৩% কমে যায় তাহলে ট্রেডটি বন্ধ হয়ে যাবে।

কি ভাবে Smart Trade Bot ব্যবহার করবেন?

এটির ব্যবহার করা খুব এ সহজ। ট্রেডারকে প্রথমে ১ নং মার্ক করা বক্স এ Buy price ঠিক করে দিতে হবে। ২ নং মার্ক করা বক্স এ কত পরিমান Buy করতে হবে তা ঠিক করে দিতে হবে। এখন ট্রেডার চাইলে Buy order এর সাথে  sell order ও একই সাথে সেট করে দিতে পারবে। তা করার জন্য ৩ নং বক্স এ Trigger Sell price সেট করে দিতে হবে এবং সেই সাথে কয়েনের দাম কত %  UP হলে order টি বন্ধ হবে তা ও ঠিক করে দেওয়া যাবে। ট্রেডার চাইলে ৪ নং মার্ক করা বক্স এ Trailing percent সেট করে দিতে পারবে অথবা সরাসরি Stop loss price tool টি ব্যবহার করতে পারবেন ৫ নং মার্ক করা বক্স এ।



উদাহরনঃ ধরুন আপনে BCH কিনতে চান সর্বোনিম্ন দামে এবং sell order ও একই সাথে সেট করে দিতে চান। তাহলে আপনে আপ্নের order এভাবে যদি সেট করেন, Buy price 250USDT, Buy Quantity 1 BCH, Trigger sell price 270USDT, Trailing percent 3%, stop loss 240USDT. এই ক্ষেত্রে যা হবে তা হল,  BCH এর দাম যদি   250USDT তে যায় তাহলে বটটি চালু হয়ে যাবে এবং 1 BCH কেনা হয়ে যাবে একই সাথে    270USDT তে একটি sell order চালু হয়ে যাবে। এখন মার্কেট যদি আরো কমে 240USDT তে যায় তাহলে BCH sell হয়ে যাবে। আর মার্কেট যদি উপরে যায় তাহলে তা Trailing percent 3%  অনুসরন করে stop loss মার্কেট  এর দাম এর 3% নিচে থাকবে।
      
Traling buy: এই tool টি ব্যবহার করা খুবই সুবিধাজনক। ক্রিপ্টো মার্কেট খুব এ আনিশ্চিত এবং এর দাম আগে থেকে বুঝা যায়না। অনেক সময় দেখা যায় মার্কেট সাপোর্ট এর ও নিচে চলে যায়। বেশিরভাগ ট্রেডাররাই চান একদম নিচে Buy করতে। এই tool টি ব্যবহার করে তা করতে পারবেন। এইখানে সুধু Trigger price, Trailing percent এবং Investment amounts ঠিক করে দিতে হবে।


Trailing sell:ই tool টি ব্যবহার করে সর্বোচ্চ দামে কয়েন Sell করতে পারবেন ।  অনেক সময় দেখা যায় মার্কেট রেসিস্টেন্স এর ও উপরে চলে যায়। বেশিরভাগ ট্রেডাররাই চান একদম উপরে Sell করতে। এই tool টি ব্যবহার করে তা করতে পারবেন। এইখানে সুধু Trigger price, Trailing percent এবং Sell quantity ঠিক করে দিতে হবে।


আমি DCA, TWAP ও Infinity Grid এর বিষয়ে আমি কিছু বললাম না এই পোস্ট এ কারন এই tool গুলো ব্যবহার করতে বড় আকারে ডলার দরকার হয়। তারপরেও কেও জানতে চাইলে আমি বলে দিব।


এই এক্সচেঞ্জটির নাম হলো pionex। Google এ সার্চ করলেই পেয়ে যাবেন।  PlayStore এ তাদের app ও আছে। KYC না করেই এটি ব্যবহার করতে পারবেন। এই এক্সচেঞ্জ Binance ও Huboi থেকে liquidity আনে। তাই liquidity নিয়ে কোন সমস্যা হবে না।
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 [28] 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 ... 92 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!