Bitcoin Forum
June 24, 2024, 10:54:03 AM *
News: Voting for pizza day contest
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 [4] 5 »
61  Other / Beginners & Help / Re: [CHALLENGE] Run A Bitcoin Node: 14 Days To 14 Merits on: February 12, 2024, 10:49:17 AM
Day 12:
62  Other / Beginners & Help / Re: [CHALLENGE] Run A Bitcoin Node: 14 Days To 14 Merits on: February 11, 2024, 05:05:18 PM

I am quoiting you because your pic can't open so I quote you to open your pic until you can become a junior member then your pic won't open on your post.
Our newbies are told to upload pictures like this, so we are uploading them like this.
63  Other / Beginners & Help / Re: [CHALLENGE] Run A Bitcoin Node: 14 Days To 14 Merits on: February 11, 2024, 04:17:54 PM
Day 11:
64  Other / Beginners & Help / Re: [CHALLENGE] Run A Bitcoin Node: 14 Days To 14 Merits on: February 10, 2024, 11:33:15 AM
Day 10:
65  Other / Beginners & Help / Re: [CHALLENGE] Run A Bitcoin Node: 14 Days To 14 Merits on: February 09, 2024, 11:11:25 AM
Day 9:
66  Other / Beginners & Help / Re: [CHALLENGE] Run A Bitcoin Node: 14 Days To 14 Merits on: February 08, 2024, 09:12:50 AM
Day 8:
67  Other / Beginners & Help / Re: [CHALLENGE] Run A Bitcoin Node: 14 Days To 14 Merits on: February 05, 2024, 04:14:38 PM
Day 7:

68  Other / Beginners & Help / Re: [CHALLENGE] Run A Bitcoin Node: 14 Days To 14 Merits on: February 04, 2024, 10:34:18 AM
Day 6:
69  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: February 03, 2024, 05:35:32 PM
বাউন্টি.....
ভাই আপনাকে যদি বাউন্টির রিয়ালিটি সম্পর্কে বলি তাহলে, বেশিরভাগ পার্টিসিপেন্ট (৫০%) বাউন্টিতে চিট করে। এখন বলতে পারেন আমি একথা কিভাবে জানি!!! কারণ আমি নিজে বাউন্টির সাবমিশনগুলো চেক করি/করছি। বিস্বাস করেন ভাই একজন ইউজার ৪-৫ টা আইডি দিয়ে বাউন্টিতে জয়েন করে, যা সম্পূর্ণ রুলস এর বাহিরে। পেমেন্ট এড্রেসগুলো চেক দিলেই এসব মাল্টি ইউজারগুলো ধরা পড়ে। এখন এসব চিটারদের একজন ম্যানেজার/ভ্যালিডেটর কি জন্য স্টেক/পেমেন্ট দিবে আপনি নিজেই বলেন?
জ্বি ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন। আমিও দেখেছি এটা একেক জনের অনেক আইডি। ট্রানজেকশন করে সমস্যায় পড়েছে কিন্তু তবুও তার এটা বাদ দেইনি সব আইডি দিয়ে ধুমছে বাউন্টি করে। আবার কিছু কিছু পাবলিকের কথা বার্তা শুনে তো ভাই একদম হতো ভম্ভ হয়ে গেছি এরা বলে কি তারা তিন চারটা আইডি দিয়া বাউন্টি করে আর বলে সহজ কাজ কোন প্যারা নাই খালি লিংক বানিয়ে দিয়ে দেই আবার কারো কারো বাউন্টিতে নাকি আগের রিপোর্ট টা ডেট চেঞ্জ করে দিয়েও চালিয়ে দেয় এগুলা শুনে তো ভাই আমি আবাক হয়ে গেছি এরা আসলে কি?  এরা যেখানে যাবে সেখানে ঝামেলা করেই ছাড়ে দেখছি ভাই। আমি ভেবেছিলাম হয়তো কষ্ট করে কাজ করে এবং পেমেন্ট পায় না এর জন্য কিন্তু বিষয়টা একদম উল্টো চিত্র আমি নিজেই দেখলাম ভাই।

শুধু তাই না। আপনি যে বল্লেন অনেক পরিশ্রম করে বাট পেমেন্ট দেয়না। কোথায় পরিশ্রম ভাই? সামান্য একটা সিম্পল ট্যাস্কও ঠিকমতো করেনা, না দেয় প্রজেক্ট এর ছবি, না দেয় নাম, না দেয় হ্যাশট্যাগ। মানে একেবারে যাচ্ছেতাই একটা অবস্থা। এমনকি রুলসগুলোও ঠিকমতো পড়ে না, না পড়েই কমপ্লেইন্ট করে যে স্টেক নাই কেন, দেন নাই কেন, হাবিজাবি।

ভাই  তাহলে তো সঠিকভাবে করেই না বাউন্টি কেও। সবাই এলোমেলো ভাবে করে সবকিছু। আমি যেটা খেয়াল করে দেখলাম বাউন্টিতে আমাদের বাংলাদেশের মানুষি বেশি। এদের আর কোন কিছুর ইচ্ছে নেই এরা বাউন্টি করে শুধু। একাউন্ট রেড ট্রাস্ট খায় আবার নতুন একাউন্ট ক্রিয়েট করে আবার শুরু করে। এদের সম্পকে যতটা জানতে তার থেকে বেশি অবাক হচ্ছি ভাই।


একটা সময় ছিল যখন বাউনটির স্বর্ণযুগ ছিল তবে এখন আর সেটা নাই। একটা সময় অনেকে বাউটি কইরা অনেক ডলার কামাই তো এখন হয়তো এমবি কেনার খরচ ও ওঠে না অনেকের বাউনটি কইরা। আপনার যদি বাউনটিতে কাজ করার একান্ত ইচ্ছাই থাকে তাহলে রেপুটেড কিছু ম্যানেজার আছে যাদের বাউনটি ক্যাম্পেইনে সামান্য হলেও পেমেন্ট প্রদান করে সেগুলোতে জয়েন কইরা কাজ করতে পারবেন।

জি ভাই এক সময় এটার স্বর্ণযুগ ছিল আমি এটার অনেক আগের বাউন্টিগুলো সিস্টেম দেখেছি। ওই আগের মতো বাউন্টি এখন যদি সিস্টেম থাকতো তাহলে তো সেই হতো ভাই। আমি ভাই নতুন আমি বাউন্টিতে জয়েন করে বেশি কিছু করতে পারবো না এগুলো করার জন্য সোসাল মিডিয়াতে অনেক বেশি ফলোয়ার লাগে যেটা আমার নেই। এবং আমার বাউন্টি করার ইচ্ছেও নাই ভাই। তবে আর্টিকেল লেখালেখি কাজ করি এরকম সিস্টেম হুলে দেখলাম আছে। সময় সুযোগ হলে আমি আর্টিকেল ক্যাম্পেইন করার ইচ্ছে আছে কিন্তু পেমেন্ট সিস্টেম দেখে আশা টাও নষ্ট হয়ে গেছে এর থেকে ভাই আমার ফাইবার-ই ভলো টুকটাক ওয়াডার আসে এটাই ভালো ভাই।

আপনি যে পয়েন্ট গুলো তুলে ধরেছেন, এর মধ্যে ম্যানেজারের রেপুটেশন এবং সবচাইতে বেশি যেটা ম্যাটার করে সেটা হলো ফান্ড এস্ক্রো করা আছে কি না। অনেক সময় দেখবেন ম্যানেজারের রেপুটেশন অনেক ভালো, ষে হ্যান্ডেল ও করছে অনেক প্রজেক্ট, কিন্তু যখন ফান্ড ডিস্ট্রিবিউশনের টাইম আসে, তখন ম্যানেজার ধরা খেয়ে যায়। আমি অনেক আগে একতা বাউন্টির কাজ পেয়েছিলাম এবং আমি নিজেই বাউন্টির থ্রেড ওপেন করি। একটা সময় বুঝতে পারি যে এটা একটা স্ক্যাম প্রজেক্ট। আগা মাথা না বুঝে ফোরাম মোডারেটর কে মেসেজ দেই পরামর্শের জন্য। যেহেতু ফোরাম স্ক্যাম মোডারেট করে না, তাই ফোরাম তেমন কোনো একশন নেয় না। কিন্তু হান্টার রাও কিছু করতে পারে না কারণ সব থ্রেডেই লেখা থাকে যে ম্যানেজার শুধু প্রোজেক্ট এর ক্যাম্পেইন রান করবে, আর ফান্ড ডিস্ট্রিবিউট করবে প্রজেক্ট টিম।

জ্বি ভাই বাউন্টি রান করে এটা উল্লেখ করেই দেয় এর জন্য কিছু বলাও যায় না। কিন্তু ভাই এটা নিয়ে কিছু একটা করা দরকার ভাই বা ফোরামের মডারেটর রাও এটা নিয়ে কিছু বলে না কেনো ভাই?


70  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: February 03, 2024, 05:42:52 AM
হেই আমার প্রিয় ভাইয়েরা আপনারা কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের কাছ থেকে আরো একটা জিনিসের তথ্য মতামত শোনার জন্য আসলাম। আসলে আমি বাউন্টি দেখলাম এবং এটা নিয়ে একটু রিচার্জ করার চেষ্টা করলাম সেখান থেকে কিছু কথা জনার জন্য আপনাদের মাঝে আসা।
বাউন্টি অনেকে চালাচ্ছে কিন্তু এদের কাইটেরিয়া অনুযায়ী যেটা দেখতে পেলাম সেটা হলো যারা বাউন্টি করে তাদের কোন গ্যারান্টি নাই যে তারা তাদের কষ্টের ফল পাবে কিনা। কয়েকজনের বাউন্টি দেখলাম এরা মোটামুটি ভালোই হান্টার্সদের পারিশ্রমিক দেয় কিন্তু আমি যারা হান্টার্সদের পারিশ্রমিক দেয় না তারা কিন্তু কাজটা ঠিক করে না। হান্টার্স ভাই মাসের পর মাস কষ্ট করে কাজ করে দেখলাম কিন্তু কোন সিওর নাই পেমেন্ট পাবে কিনা। আমার জানতে চাওয়া মন বলে এখানে যারা বাউন্টি চালায় তারা যে কাজ গুলো এগুলার জন্য কি কোন পদক্ষেপ নেওয়া যায় না বা যাবে না? আবার আনেকে পেমেন্ট মেরে দেয় এগুলো খুব খারাপ কাজ করে। আমি একজন নতুন হয়ে এই প্রশ্নগুলো ঘুরপাক খেলো তাই বললাম আর কি। আপনাদের ওপিনিওয়নটা বলবেন ভাইয়েরা।
71  Other / Beginners & Help / Re: [CHALLENGE] Run A Bitcoin Node: 14 Days To 14 Merits on: February 03, 2024, 02:55:40 AM
Day 5:
72  Other / Beginners & Help / Re: [CHALLENGE] Run A Bitcoin Node: 14 Days To 14 Merits on: February 02, 2024, 09:24:56 AM
Day 4:
73  Other / Beginners & Help / Re: [CHALLENGE] Run A Bitcoin Node: 14 Days To 14 Merits on: February 01, 2024, 02:44:28 PM
Day 3:

74  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: January 31, 2024, 08:13:49 PM
বাঙালি কি কখনো শুধরাবে না?
শুধরাবে না আর ভাই।
আমাকে এক বাঙালি ভাই ৮০ ডলার স্ক্যাম করলো। বাঙালি বলেই কম পেমেন্টে বাউন্টি টপিক পোস্ট করেছিলাম আর বিশ্বাস করেছিলাম। অর্ধেক পেমেন্ট করে বাকিটা আর পে করে নাই। চিন্তা করেন কেমন ছোটলোক।
ভাই আপনার কথার সাথে আমি একমত পোষণ করলাম কারন ভাই বাঙালিরা আসলেই নিচু মানের কাজ করে যা বলার বাহিরে ভাই। এরা ৫-২০হাজার টাকাকে খুব বেশি টাকা মনে করে। মনে করে এই ৫-১০হাজার মেরে খেয়ে খুব বড় হয়ে যাবে এদের চিন্তা ভাবনা এমন ছোট মানের।

আমার জানা মতে আমি কখনো কারো টাকা পয়সা মেরে খাইনি ভাই কিন্তু আপনার মতো আমিও ২০২৩ সালের আগস্ট মাসে ৬০$ লস খাই। মানে হচ্ছে আমি লিনোডি পোরটাল বাই করে RDP বানিয়ে বানিয়ে সেল করতাম। আমার একটা ক্লায়েন্ট ছিলো বাংলাদেশি সে আমার কাছ থেকে RDP নিতো। কিন্তু একদিন সে আমার কাছ থেকে ২১টা RDP নিয়ে আর পে করে নি। আমি $ চাইছি বলে আমাকেই উল্টো ব্লক মেরে দিয়েছিলো। এই রকম অনেক আছে ভাই। SEO টুলস Semrush বিক্রি করতে গিয়েও অনেক ধোকা খেয়েছি ভাই। যেসব ধোকা খেয়েছি সেগুলো বেশির ভাগ বাঙালি ছিলো। বাঙালিদের মাইন্ড সেটাপটাই একদম নিম্ন মানের ভাই যা বলে শেষ করা যাবে না।
75  Other / Beginners & Help / Re: [CHALLENGE] Run A Bitcoin Node: 14 Days To 14 Merits on: January 31, 2024, 03:34:53 PM
Day 2:
76  Other / Beginners & Help / Re: [CHALLENGE] Run A Bitcoin Node: 14 Days To 14 Merits on: January 30, 2024, 04:53:29 AM

Day 1:
77  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: January 28, 2024, 07:06:48 PM

আরো একটা বিষয় ফলো করেছি সেটা হচ্ছে মেরিট আর্ন ক.রা যায় কিভাবে আবার কিভাবে একটা একাউন্ট রেডট্রাস্ট খায় আবার কিভাবে ন্যচারাল ট্যাগ খায় আবার কিভাবে পজিটিভ মার্ক পাওয়া যায়।

ফোরামের মেম্বার রেংক হচ্ছে (জেয়ার মেম্বার, ফুল মেম্বার, এসআর মেম্বার,  হিরো মেম্বার,  লিজেন্ডারি মেম্বার) এগুলোর কোনটাই আমি না। আমি ব্যান্ডনিউ একদম।  আশা করি আমিও কুয়ালিফাই করে আমিও ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ্


ভালো লাগলো আপনার কথা বলার ধরন দেখে। প্রথমত রেঙ্ক আপ মেরিট নিয়ে যদি পড়ে থাকেন তাহলে জীবনেও উপরে উঠতে পারবেননা। সো এসব না ভেবে নরমালি ফোরাম ইউজ করেন, বাঙালি ভাই ব্রাদরদের সাথে পরিচিত হন, কে কি বলে পড়ুন মন দিয়ে। প্রচুর পড়তে হবে।

আবেগে কমেন্ট কইরেননা। একটা কমেন্ট করতে মাক্স ৫ মিনিট লাগে। কিন্তু সেই কমেন্ট করার আগে আমি মিনিমাম ৩০ মিনিট ভাবি কি কমেন্ট করা যায় কিভাবে করা যায়।

ভুলেও আকাম কুকাম কইরেন না। ভুলেও না। বিশেষ করে পিলগারিজম। ভুলেও কারো পোস্ট/কমেন্ট/আর্টিকেল/কনটেন্ট কপি করবেন না। যদি করেন তাহলে তার নাম মেনশন/কোট/হাইলাইট/সোর্স/লিংক করে, তাকে ক্রেডিট দিয়ে পোস্ট করতে হবে। ফোরাম এই বিষয়ে খুব কঠোর। এক কলমও ছাড় দেয়।

শেষে একটা কথা, ফোরামে সময় দেন, এক্টিভ থাকেন, নিরাশ হবেননা সিউর।

আপনি একটা ভুল করছেন। পরপর দুইবার কমেন্ট করতে পারবেননা। লাস্ট পোস্টের লেখাটা আগের পোস্টে যুক্ত করেন আর লাস্ট পোস্ট ডিলিট করেন।

ওকে ভাই আপনার কথা গুলো বুঝতে পেরেছি আমি এবং সামনে ভালো থেকে আরো বিকেয়ারফুল হবো ভাই। ফোরামে সময় দিচ্ছি এবং ভালো ভাবে সবকিছু আয়ত্ব করার চেষ্টা করছি ভাই। আর আগের পোস্ট ডিলিট করে আগের টায় দিয়ে দিয়েছি ভাই।

ভাই আপনি বললেন যে ফোরাম খুব কঠোর এটা একদম ঠিক বলেছেন ভাই। আমি রেড ট্রাস্টের সকল দিক দেখেছি এবং প্রতিদিন একবার করে আপডেট নিউজ দেখে আসি। ওখানে প্রতিদিনি রেডট্রাস্ট নিয়ে পোস্ট হচ্ছে এখানে কোন প্রকার ভুল করলে ওটা চোখে পড়বেই এবং এমন হলে তো কোন ছাড় নেই।
78  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: January 28, 2024, 03:02:58 AM
প্রথমে আমার সালাম গ্রহন করবেন (আসসালামু আলাইকুম)  আশা করি আল্লাহর রহমতে সুস্থ আছেন সবাই আছেন। আমি এখানে নতুন একজন মেম্বার। আপনাদের  শুভাকাঙ্ক্ষী হিসেবে গ্রহন করবেন। আপনাদের মাঝে এবং আপনাদের সাথে যেন সুন্দরভাবে থাকতে পারি। আমার সমস্যা হলে আমি এখানে শেয়ার করবো ইনশাআল্লাহ্ আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে যেনো সামনে এগিয়ে যেতে পারি। এবং আমি আমার ব্যক্তিগত দিক থেকে যেসব জিনিস জানবো সে তুলে ধরে সাহায্য করার চেষ্টা করবো।

আমি কিছু যাবত আমার একজন বন্ধুর মাধ্যমে এটা সম্পর্কে অবগত হই। এবং আমি এখানে জয়েন করি। জয়েন করার পর আমার বন্ধুর থেকে বিগিনার হেল্প এবং বাংলা থ্রেড সম্পর্কে অবহত হই। অবগত হওয়ার পর আমার ভিতরে এক ধরনের কৌতুহল সৃষ্টি হয় আসলে এটা সুন্দর একটা ফোরাম যেখানে নতুনরা এসেও শিখতে পারতেছে। শূন্য থেকে শুরু করে অনেকে এখন অনেক ভালো জায়গায় এসে গেছে। সবাই দৈর্য্য এর সাথে কাজ করেতেছে এবং ভালো ক্রিটিভেটি দিয়ে অনেক ধরনের সুন্দর সুন্দর টপিক সুন্দরভাবে প্রকাশ করে তাদের মতামত দিয়ে একে অপরকে সাহায্য করতেছে। এখানে ফোরামে সবথেকে ভালো লাগার বিষয়টা হচ্ছে সবাই উন্মুক্ত ভাবে বন্ধু সুলভ মিলে মিশে এগিয়ে যাচ্ছে।

আমাদের বাংলাদেশি ভাইরা আমরা অন্য দেশের ভাইদের সাথে কমিউনিকেট করতে পারতেছি। এবং আগামীর বিশ্ব সম্পর্কে জানতে পারতেছি এবং শুধু তাই নয় বানিজ্যিক অবস্থা এবং মারকেট প্লেস  সম্পর্কে সঠিক ধারনা পাচ্ছি এক কথায় বলতে গেলে বিশ্বের সকল তথ্য আমরা এখান থেকেই পাচ্ছি এবং আমরা মত বিনিময় এর মাধ্যমে অনেক কিছু জানতে পারতেছি। এই ধারায় এসে আমিও এতটা খুশি যে আমিও এখানে এসেছি এবং আমিও মত বিনিময়ের সুযোগ পেয়েছি। আমার আফসোস হয়েছে যে এটা সাথে আরো আগে পরিচিত হলাম না কেনো?

আমি বিগিনার এন্ড হেল্প থেকে নতুনদের ফলো করার পোস্ট দেখেছি এবং বোঝার চেষ্টা করেছি আসলে সিস্টেমটা কি আর কিভাবে কি করতে হবে এবং সামনের দিকে আগানোর জন্য সব ধরনের কাইটেরিয়া গুলো পরেছি। পরবর্তীতে এই কয়েক যাবৎ বাংলায় এসে পূর্বের পোস্ট এবং রুলস এবং কিভাবে কি করতে হবে সেগুলো নিয়ে পড়েছি। আশা করি সামনে এদিকে আস্তে আস্তে আগাতে পারবো বলে মনে হচ্ছে।  আমি আমার সর্বচ্চটা দিয়ে চেষ্টা করবো যদি আপনারা যারা নতুন তারা যদি সাহায্য করেন।

আরো একটা বিষয় ফলো করেছি সেটা হচ্ছে মেরিট আর্ন করা যায় কিভাবে আবার কিভাবে একটা একাউন্ট রেডট্রাস্ট খায় আবার কিভাবে ন্যচারাল ট্যাগ খায় আবার কিভাবে পজিটিভ মার্ক পাওয়া যায়। এবং সর্ব পরি যেটা দেখলাম সলিট ওয়েতে থাকলে বা কাজ করলে কোন সমস্যা নেই। কিন্তু এদিক সেদিক হলে তাহলে ফোরামে কিভাবে ধরা খায়। এখানে দুর্নীতি করার কোন সুযোগ নেই। ফোরামের মডারেটর এবং ডিটি আছে এরা সব সময় ফলো করেন এগুলো। আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা এখানে দুর্নীতি করার কোন সুযেগ নেই। পজিটিভিটি নিয়ে এগিয়ে গেলে অবশ্যই ভালোর দিকে যাওয়া সম্ভব।

ফোরামের মেম্বার রেংক হচ্ছে (জেয়ার মেম্বার, ফুল মেম্বার, এসআর মেম্বার,  হিরো মেম্বার,  লিজেন্ডারি মেম্বার) এগুলোর কোনটাই আমি না। আমি ব্যান্ডনিউ একদম।  আশা করি আমিও কুয়ালিফাই করে আমিও ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ্

ভাইলোক কি অবস্থা? কেমন আছেন? Cheesy

দাম এতো কম কেন আমি জানিনা। ফেসবুকে প্রায়ই দেখি ৩৫,৪০,৫০ হাজার টাকায় মারাত্মক মারাত্মক কনফিগের ল্যাপটপ।  i5, i7, SSD, 16GB RAM, Touched OLED display, Fingerprint, আরো কত কি। কিন্তু সেম মডেল যদি অফিসিয়াল সপ দিয়ে নিতে জান দাম পড়বে দ্বিগুণ। এমন না যে খারাপ ল্যাপটপ। নামিনামি ব্রান্ড আর ভালো ভালো মডেলের ল্যাপটপ।

এখন আমার কি করা উচিত? কাস্টম পিসি (+-১ লাখ), নাকি নিউ ল্যাপটপ (+-১ লাখ), নাকি কম দামে ঐ টাইপ ল্যাপটপ (৫০ হাজার)?

আমার এক ফ্রেন্ড এমন সপ দিয়ে ল্যাপটপ কিনছিলো। ৩৫ হাজার পড়ছিল, i5 (7 gen), 8GB RAM, 128 SSD, Touch Display, Fingerprint কনফিগ। চালায়ে দেখলাম, দেখি ভালোই চলে, কোনো সমস্যা নাই।  

এবিষয়ে কারো কোনো আইডিয়া আছে? বাইদাওয়ে আমারে আবার ল্যাপটপ/কম্পিউটারের বিষয়ে নুব ভাইবেননা। আমি কমবেশি সবই পারি/জানি, জাস্ট কোনটা কেনা বেটার হবে।
আলহামদুলিল্লাহ্ ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন? আসলে আপনি কি করবেন এবং কি ধরনের কাজের জন্য নিবেন সেটা উপর ডিপেন্ড করে নিতে হবে ভাই।  আপনার মন্তব্য অনুযায়ী বলা যাচ্ছে যে আপনি হয়তো হাই কনফিগারের ডিভাইস চাচ্ছেন মানে আপনি ভালো মানের কাজ গুলো করবেন। যেটার জন্য হাই কনফিগারের কাজ লাগবো। আসলে আপনি যদি পারমানেন্টলি কোথাও স্টে করেন বা বাড়িতেই থাকেন তাহলে পিসি বিল্ড আপ করতে পারেন। পিসি জিনিস টা লং টাইম স্টে করলে সেটাপ করতে পারেন এবং মোটামুটি লেভেলের যাদি একটি ল্যাটপন কিনার টাকা দিয়ে পিসি বিল্ড আাপ করেন তাহলে অবশ্যই ভালো একটা পিসি বিল্ড করতে পারবেন। আর যদি আপনি সর্ট টাইমের জন্য স্টে করেন এবং সাথে মাঝে মধ্যে ক্যারি করতে চান তাহলে ল্যাপটপ কিনতে পারেন। এই সময়ে পিসি এবং ল্যাপটপ কেনার মধ্যে যদি কম্পিয়ার করেন তাহলে আকাশ পাতাল তফাত হবে ভাই। আসলে যে টাকা পিসি কিনবেন ঐ টাকায় ঐ কনফিগের ল্যাপটপ পাওয়া পসিবল না।
আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যদি বাসায় সেটআপ করেন তাহলে আপনি পিসি নিয়ে নেন ভাই। ভালো হবে এটা।

আমিও ভাবছিলাম ভাই পিসি নিবো ৬০-৭০এর মধ্যে কিন্তু আমার ভার্সিটিতে ক্যারি করতে হয় তাই আমি Star Tech থেকে ২০২২ এর জানুয়ারিতে MSI Modern 15 AMD Ryzen 5 5500U 512GB SSD 15.6" FHD এটা নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ্ অনেক ভালো পারফরম্যান্স পাচ্ছি। আমি যাবতীয় কাজের জন্য ভালোই চলছে এটা।

সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে।

79  Other / Beginners & Help / Re: [CHALLENGE] Run A Bitcoin Node: 14 Days To 14 Merits on: January 27, 2024, 04:32:03 PM
I want to do it. Can I do it now? A PC has 1TB HDD. Can I start it now? Please tell me. NotATether

Unless otherwise stated in the OP, this challenge is open to everyone and especially newbies.

Thanks for giving me the opportunity. Here I am newbie; Please tell me how to submit my reports. Others with rank accounts show reports as photos when they submit, but they don't show pictures when I submit my reports. What can I do now?
80  Alternate cryptocurrencies / Bounties (Altcoins) / Re: ✨ Join Our Decentralized Gambling Survey - Win $40 in Ether! ✨ on: January 24, 2024, 05:51:30 PM
We sent a message to the moderators, but have not received a reply (most probably because our account is new). If there are some reliable and recognized members in this forum, that are willing to work with us, please let us know.
I feel your situation dear. Am new here this forum. When i contract high ranking member dm thay thay are not response our dm. They are remain we are tinny account member. But you try it and waiting for admin response.
Pages: « 1 2 3 [4] 5 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!