Bitcoin Forum
September 05, 2024, 01:13:35 AM *
News: Latest Bitcoin Core release: 27.1 [Torrent]
 
   Home   Help Search Login Register More  
Pages: « 1 ... 453 454 455 456 457 458 459 460 461 462 463 464 465 466 467 468 469 470 471 472 473 474 475 476 477 478 479 480 481 482 483 484 485 486 487 488 489 490 491 492 493 494 495 496 497 498 499 500 501 502 [503] 504 505 506 507 508 509 510 511 512 513 514 515 516 517 518 519 520 521 522 523 524 525 526 527 528 529 530 531 532 533 534 535 536 537 538 539 540 541 542 543 544 545 546 547 548 549 550 551 552 553 ... 555 »
  Print  
Author Topic: বাংলা (Bengali)  (Read 4595449 times)
This is a self-moderated topic. If you do not want to be moderated by the person who started this topic, create a new topic. (1823 posts by 87+ users deleted.)
2Pizza410000BTC
Sr. Member
****
Offline Offline

Activity: 476
Merit: 289


View Profile
January 27, 2024, 09:50:31 PM
 #10041

ভাইলোক কি অবস্থা? কেমন আছেন? Cheesy

আমার কিছু সাজেশন লাগতো, আসলে কি করবো এটা নিয়ে একটু কনফিউজড। আমি অনেকদিন ধরে টাকা জমাইতেছিলাম ল্যাপটপ কেনার জন্য। ব্যাজেট ১ লাখ। এখন এই টাকায় ফুল ব্রান্ড নিউ ল্যাপটপ নিবো নাকি রিফাবরিসড্ ল্যাপটপ নিবো নাকি পিসি বিল্ড করবো বুঝতেছিনা।

১ লাখ টাকায় যদি কাস্টম পিসি (গ্রাফিক্স কার্ড বাদে) বানাই তাহলে মারাত্মক কনফিগ পাওয়া যাবে। কিন্তু সেম ব্যাজেটে ল্যাপটপ নিলে আহামরি কিছুই পাবোনা। পিসি আর ল্যাপটপের মাঝে একটা সমস্যা হলো, ব্যাজেট যদি কম থাকে তাহলে ৫০ হাজারে যে কনফিগের পিসি বানানো যায় সেইম ব্যাজেটে তার আশেপাশের কনফিগেও ল্যাপটপ পাওয়া যায়না। কিন্তু ব্যাজেট যত বাড়তে থাকে পিসি আর ল্যাপটপের কনফিগের পার্থক্য তত কমতে থাকে। মানে ১ লাখ, ১.৫ লাখ, ২ লাখ ইত্যাদি।

এই হলো এক কাহিনি।

এখন আসি রিফাবরিসড্ ল্যাপটপের কাহিনিতে। আসলে এগুলো দেশে কিভাবে আসছে, বা দাম এতো কম কেন আমি জানিনা। ফেসবুকে প্রায়ই দেখি ৩৫,৪০,৫০ হাজার টাকায় মারাত্মক মারাত্মক কনফিগের ল্যাপটপ।  i5, i7, SSD, 16GB RAM, Touched OLED display, Fingerprint, আরো কত কি। কিন্তু সেম মডেল যদি অফিসিয়াল সপ দিয়ে নিতে জান দাম পড়বে দ্বিগুণ। এমন না যে খারাপ ল্যাপটপ। নামিনামি ব্রান্ড আর ভালো ভালো মডেলের ল্যাপটপ।

এখন আমার কি করা উচিত? কাস্টম পিসি (+-১ লাখ), নাকি নিউ ল্যাপটপ (+-১ লাখ), নাকি কম দামে ঐ টাইপ ল্যাপটপ (৫০ হাজার)?

আমার এক ফ্রেন্ড এমন সপ দিয়ে ল্যাপটপ কিনছিলো। ৩৫ হাজার পড়ছিল, i5 (7 gen), 8GB RAM, 128 SSD, Touch Display, Fingerprint কনফিগ। চালায়ে দেখলাম, দেখি ভালোই চলে, কোনো সমস্যা নাই।  

এবিষয়ে কারো কোনো আইডিয়া আছে? বাইদাওয়ে আমারে আবার ল্যাপটপ/কম্পিউটারের বিষয়ে নুব ভাইবেননা। আমি কমবেশি সবই পারি/জানি, জাস্ট কোনটা কেনা বেটার হবে সেটার জন্য সেকেন্ড অপিনিয়ান চাচ্ছিলাম। লেখাটা একটু বড় করে ফেলছি, সরি। Tongue



সবাই এক্টিভ হয়ে যান মিয়া!  Grin
আলহামদুলিল্লাহ ভালো আছি! আপনি কেমন আছেন? এইসব বিষয়ে আমি মনে করি আপনারি অনেক অভিজ্ঞতা রয়েছে। তবে আপনাকে একটা জিনিস বলতে পারি সেটা হল এত দাম দিয়ে ল্যাপটপ কেনার প্রয়োজন নেই ৫০ থেকে ৬০ হাজারের মধ্যে ভালো দেখে একটা ল্যাপটপ নিয়ে নিতে পারেন। কারণ ৫০ থেকে ৬০ হাজারের মধ্যে যে ল্যাপটপ পাবেন সেই ল্যাপটপ দিয়ে আপনি যাবতীয় কাজ করতে পারবেন। যাই হোক যদি ল্যাপটপ কিনে থাকেন তাহলে আমাদের অবশ্যই বলবেন এবং আমরা আপনার কাছ থেকে মিষ্টি খাওয়ার আমন্ত্রণ গ্রহণ করলাম। যদিও আপনি আমাদের আমন্ত্রণ করেননি তার বাদেও আপনার ল্যাপটপ কেনার খুশিতে অগ্রিম দাওয়াত গ্রহণ করিলাম না বলা সত্ত্বেও।

ধন্যবাদ কিছু মনে করবেন না ভাই একটু মজা করলাম।।
Elissa~sH
Member
**
Offline Offline

Activity: 84
Merit: 57


View Profile
January 28, 2024, 03:02:58 AM
Last edit: January 28, 2024, 07:48:51 AM by Elissa~sH
 #10042

প্রথমে আমার সালাম গ্রহন করবেন (আসসালামু আলাইকুম)  আশা করি আল্লাহর রহমতে সুস্থ আছেন সবাই আছেন। আমি এখানে নতুন একজন মেম্বার। আপনাদের  শুভাকাঙ্ক্ষী হিসেবে গ্রহন করবেন। আপনাদের মাঝে এবং আপনাদের সাথে যেন সুন্দরভাবে থাকতে পারি। আমার সমস্যা হলে আমি এখানে শেয়ার করবো ইনশাআল্লাহ্ আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে যেনো সামনে এগিয়ে যেতে পারি। এবং আমি আমার ব্যক্তিগত দিক থেকে যেসব জিনিস জানবো সে তুলে ধরে সাহায্য করার চেষ্টা করবো।

আমি কিছু যাবত আমার একজন বন্ধুর মাধ্যমে এটা সম্পর্কে অবগত হই। এবং আমি এখানে জয়েন করি। জয়েন করার পর আমার বন্ধুর থেকে বিগিনার হেল্প এবং বাংলা থ্রেড সম্পর্কে অবহত হই। অবগত হওয়ার পর আমার ভিতরে এক ধরনের কৌতুহল সৃষ্টি হয় আসলে এটা সুন্দর একটা ফোরাম যেখানে নতুনরা এসেও শিখতে পারতেছে। শূন্য থেকে শুরু করে অনেকে এখন অনেক ভালো জায়গায় এসে গেছে। সবাই দৈর্য্য এর সাথে কাজ করেতেছে এবং ভালো ক্রিটিভেটি দিয়ে অনেক ধরনের সুন্দর সুন্দর টপিক সুন্দরভাবে প্রকাশ করে তাদের মতামত দিয়ে একে অপরকে সাহায্য করতেছে। এখানে ফোরামে সবথেকে ভালো লাগার বিষয়টা হচ্ছে সবাই উন্মুক্ত ভাবে বন্ধু সুলভ মিলে মিশে এগিয়ে যাচ্ছে।

আমাদের বাংলাদেশি ভাইরা আমরা অন্য দেশের ভাইদের সাথে কমিউনিকেট করতে পারতেছি। এবং আগামীর বিশ্ব সম্পর্কে জানতে পারতেছি এবং শুধু তাই নয় বানিজ্যিক অবস্থা এবং মারকেট প্লেস  সম্পর্কে সঠিক ধারনা পাচ্ছি এক কথায় বলতে গেলে বিশ্বের সকল তথ্য আমরা এখান থেকেই পাচ্ছি এবং আমরা মত বিনিময় এর মাধ্যমে অনেক কিছু জানতে পারতেছি। এই ধারায় এসে আমিও এতটা খুশি যে আমিও এখানে এসেছি এবং আমিও মত বিনিময়ের সুযোগ পেয়েছি। আমার আফসোস হয়েছে যে এটা সাথে আরো আগে পরিচিত হলাম না কেনো?

আমি বিগিনার এন্ড হেল্প থেকে নতুনদের ফলো করার পোস্ট দেখেছি এবং বোঝার চেষ্টা করেছি আসলে সিস্টেমটা কি আর কিভাবে কি করতে হবে এবং সামনের দিকে আগানোর জন্য সব ধরনের কাইটেরিয়া গুলো পরেছি। পরবর্তীতে এই কয়েক যাবৎ বাংলায় এসে পূর্বের পোস্ট এবং রুলস এবং কিভাবে কি করতে হবে সেগুলো নিয়ে পড়েছি। আশা করি সামনে এদিকে আস্তে আস্তে আগাতে পারবো বলে মনে হচ্ছে।  আমি আমার সর্বচ্চটা দিয়ে চেষ্টা করবো যদি আপনারা যারা নতুন তারা যদি সাহায্য করেন।

আরো একটা বিষয় ফলো করেছি সেটা হচ্ছে মেরিট আর্ন করা যায় কিভাবে আবার কিভাবে একটা একাউন্ট রেডট্রাস্ট খায় আবার কিভাবে ন্যচারাল ট্যাগ খায় আবার কিভাবে পজিটিভ মার্ক পাওয়া যায়। এবং সর্ব পরি যেটা দেখলাম সলিট ওয়েতে থাকলে বা কাজ করলে কোন সমস্যা নেই। কিন্তু এদিক সেদিক হলে তাহলে ফোরামে কিভাবে ধরা খায়। এখানে দুর্নীতি করার কোন সুযোগ নেই। ফোরামের মডারেটর এবং ডিটি আছে এরা সব সময় ফলো করেন এগুলো। আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা এখানে দুর্নীতি করার কোন সুযেগ নেই। পজিটিভিটি নিয়ে এগিয়ে গেলে অবশ্যই ভালোর দিকে যাওয়া সম্ভব।

ফোরামের মেম্বার রেংক হচ্ছে (জেয়ার মেম্বার, ফুল মেম্বার, এসআর মেম্বার,  হিরো মেম্বার,  লিজেন্ডারি মেম্বার) এগুলোর কোনটাই আমি না। আমি ব্যান্ডনিউ একদম।  আশা করি আমিও কুয়ালিফাই করে আমিও ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ্

ভাইলোক কি অবস্থা? কেমন আছেন? Cheesy

দাম এতো কম কেন আমি জানিনা। ফেসবুকে প্রায়ই দেখি ৩৫,৪০,৫০ হাজার টাকায় মারাত্মক মারাত্মক কনফিগের ল্যাপটপ।  i5, i7, SSD, 16GB RAM, Touched OLED display, Fingerprint, আরো কত কি। কিন্তু সেম মডেল যদি অফিসিয়াল সপ দিয়ে নিতে জান দাম পড়বে দ্বিগুণ। এমন না যে খারাপ ল্যাপটপ। নামিনামি ব্রান্ড আর ভালো ভালো মডেলের ল্যাপটপ।

এখন আমার কি করা উচিত? কাস্টম পিসি (+-১ লাখ), নাকি নিউ ল্যাপটপ (+-১ লাখ), নাকি কম দামে ঐ টাইপ ল্যাপটপ (৫০ হাজার)?

আমার এক ফ্রেন্ড এমন সপ দিয়ে ল্যাপটপ কিনছিলো। ৩৫ হাজার পড়ছিল, i5 (7 gen), 8GB RAM, 128 SSD, Touch Display, Fingerprint কনফিগ। চালায়ে দেখলাম, দেখি ভালোই চলে, কোনো সমস্যা নাই।  

এবিষয়ে কারো কোনো আইডিয়া আছে? বাইদাওয়ে আমারে আবার ল্যাপটপ/কম্পিউটারের বিষয়ে নুব ভাইবেননা। আমি কমবেশি সবই পারি/জানি, জাস্ট কোনটা কেনা বেটার হবে।
আলহামদুলিল্লাহ্ ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন? আসলে আপনি কি করবেন এবং কি ধরনের কাজের জন্য নিবেন সেটা উপর ডিপেন্ড করে নিতে হবে ভাই।  আপনার মন্তব্য অনুযায়ী বলা যাচ্ছে যে আপনি হয়তো হাই কনফিগারের ডিভাইস চাচ্ছেন মানে আপনি ভালো মানের কাজ গুলো করবেন। যেটার জন্য হাই কনফিগারের কাজ লাগবো। আসলে আপনি যদি পারমানেন্টলি কোথাও স্টে করেন বা বাড়িতেই থাকেন তাহলে পিসি বিল্ড আপ করতে পারেন। পিসি জিনিস টা লং টাইম স্টে করলে সেটাপ করতে পারেন এবং মোটামুটি লেভেলের যাদি একটি ল্যাটপন কিনার টাকা দিয়ে পিসি বিল্ড আাপ করেন তাহলে অবশ্যই ভালো একটা পিসি বিল্ড করতে পারবেন। আর যদি আপনি সর্ট টাইমের জন্য স্টে করেন এবং সাথে মাঝে মধ্যে ক্যারি করতে চান তাহলে ল্যাপটপ কিনতে পারেন। এই সময়ে পিসি এবং ল্যাপটপ কেনার মধ্যে যদি কম্পিয়ার করেন তাহলে আকাশ পাতাল তফাত হবে ভাই। আসলে যে টাকা পিসি কিনবেন ঐ টাকায় ঐ কনফিগের ল্যাপটপ পাওয়া পসিবল না।
আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যদি বাসায় সেটআপ করেন তাহলে আপনি পিসি নিয়ে নেন ভাই। ভালো হবে এটা।

আমিও ভাবছিলাম ভাই পিসি নিবো ৬০-৭০এর মধ্যে কিন্তু আমার ভার্সিটিতে ক্যারি করতে হয় তাই আমি Star Tech থেকে ২০২২ এর জানুয়ারিতে MSI Modern 15 AMD Ryzen 5 5500U 512GB SSD 15.6" FHD এটা নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ্ অনেক ভালো পারফরম্যান্স পাচ্ছি। আমি যাবতীয় কাজের জন্য ভালোই চলছে এটা।

সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে।

Negotiation
Sr. Member
****
Offline Offline

Activity: 1134
Merit: 268



View Profile WWW
January 28, 2024, 05:48:24 AM
 #10043

পিসি বিল্ডার পছন্দনা আমার।
কি বলেন ভাই বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত পিসি বিল্ডার বাংলাদেশ এর মতো রিয়েল টেস্ট আর বেঞ্চমার্ক করেনাই কেউ। তারা চুলছেরা বেঞ্চমার্ক করে। বাংলাদেশে এরাই এখন পর্যন্ত সামসাং ও আসুস কে ধুয়ে দিয়েছিলো। এর পরে থেকে আসুস রিভিউ এর জন্যে তাদের কাছে কোনো ইউনিট পাঠায় না।  Grin

স্টারটেক নিয়ে আমার আইডিয়া নাই তবে রায়ানসের আমি রেগুলার কাস্টমার। আমার ড্রয়ারে এখনো মনে হয় ২০-২৫ টা প্রোডাক্ট কেনার রিসিপ্ট পড়ে আছে। একটা কলম কিনলেও (কথার কথা) রায়ানস্ থেকে কিনি।
ভাই তাহলে তো স্টারটেক কে চিনার কথা কারন তারা এখন বাংলাদেশের শীর্শে অবস্থান করছে, কিছু কিছু ক্ষেত্রে রায়ান্স স্টারটেক থেকে প্রোডাক্ট এনে সাপ্লায় দেয়। স্টারটেক অফিসিয়াল মেইন ইম্পোর্টার আর গ্লোবাল ব্রান্ড এদের পার্টনার, আর র‍্যায়ান্স হচ্ছে সেলার তারাও বাংলাদেশে সেকেন্ড পজিশনে আছে।


রগ, প্রেডিটর এসবের ব্যাজেট নাই। মাক্স ১ লাখ। ঐসব নিতে গেলে ১.৫ লাখ লাগে যা বড়লোকি ব্যাপার স্যাপার। Smiley

MSI GF63 Thin 11SC Intel Core i7 11800H 16GB RAM, 512GB SSD 15.6 Inch FHD Display Black Gaming Laptop
-
Asus TUF Gaming F15 FX506HF Intel Core i7 11800H 8GB RAM, 512GB SSD 15.6 Inch FHD Display Graphite Black Gaming Laptop

MSI Cyborg 15 A12UCX Intel Core i5 12450H 8GB RAM, 512GB SSD 15.6 Inch FHD Display Black Gaming Laptop

এগুলো সব রায়ান্সে আছে।

এগুলা দেখতে পারেন দাম বেশি লেখা থাকলেও ১০২-৩k তে দিয়ে দিবে, ৮জিবি র‍্যাম সেখানে একটা র‍্যাম লাগায়ে নিবেন, যেটাতে ১৬ জিবি আছে সেটাই ইউজ করে শেষ করতে পারবেন না।

হ্যাঁ ভাই ৫ বছর এনাফ টাইম। ৫০০-৭০০ মানুষ?!?! এতো মানুষ তো আমি আমার জীবনে চোঁখেও দেখিনি, লল। ভাইয়ের কি এসবের দোকান আছে নাকি।

না ভাই দোকান নাই কিন্তু এগুলো নিয়ে কাজ করেছি অনেক, পিসি ও ল্যাপ্টপের প্রতিটা জিনিস আলাদা আলাদা কাজের জন্যে বানানো হয়েছে, পিসি এর ক্ষেত্রে ইচ্ছা মতো আপডেট করা যায় কিন্তু ল্যাপ্টপে যায়না, আপনার সামান্য একটু ভুলের জন্যে সারাজীবন পস্তাতে হতে পারে। আর বটলনেক ইস্যু যদি একবার হয়ে যায় সারাজীবন ভুগাবে, কারন একদিনের জন্যে কিনেনা কেউ, আর এমন ও না যে কিছুদিন ইউজ করে ফেলে দেয়।

আপনি কি ধরনের কাজ করবেন সেটা জানালে হয়তো একটা পরামর্শ দেয়া যাবে।
DYING_S0UL
Sr. Member
****
Offline Offline

Activity: 420
Merit: 363


A Simple act of Kindness creates an Endless Ripple


View Profile WWW
January 28, 2024, 05:55:33 AM
 #10044

কোট
এতো বড়ো কমেন্টটা সম্পূর্ণ কোট করার দরকার ছিলোনা। কোট/snip লিখলেই হতো। যাইহোক করছেন করছেন বাদদেন। একটা টিরিক্স বলি, হয়তো অনেকে জানে আবার অনেকে জানেনা, তাও বলতেছি, আপনি চাইলে কোট টাকেও ছবির মতো রিসাইজ করতে পারবেন। সেইম [size][/size] কোডটা ইউজ করবেন। আর সাইজে দিবেন 9px।
Quote
উদাহরণ হিসেবে এই লেখাটা দেখেন।
Code:
 [quote][size=9px]কনটেন্ট[/size][/quote]

কিছু মনে করার কথা নাই। সবসময় তো আর ইনফরমেটিভ কথাবার্তা বলা যায় না। মাঝে মাঝে সিলেবাসের বাহিরেও কথা বলা লাগে। আমরা সামাজিক জীব।


আরো একটা বিষয় ফলো করেছি সেটা হচ্ছে মেরিট আর্ন ক.রা যায় কিভাবে আবার কিভাবে একটা একাউন্ট রেডট্রাস্ট খায় আবার কিভাবে ন্যচারাল ট্যাগ খায় আবার কিভাবে পজিটিভ মার্ক পাওয়া যায়।

ফোরামের মেম্বার রেংক হচ্ছে (জেয়ার মেম্বার, ফুল মেম্বার, এসআর মেম্বার,  হিরো মেম্বার,  লিজেন্ডারি মেম্বার) এগুলোর কোনটাই আমি না। আমি ব্যান্ডনিউ একদম।  আশা করি আমিও কুয়ালিফাই করে আমিও ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ্


ভালো লাগলো আপনার কথা বলার ধরন দেখে। প্রথমত রেঙ্ক আপ মেরিট নিয়ে যদি পড়ে থাকেন তাহলে জীবনেও উপরে উঠতে পারবেননা। সো এসব না ভেবে নরমালি ফোরাম ইউজ করেন, বাঙালি ভাই ব্রাদরদের সাথে পরিচিত হন, কে কি বলে পড়ুন মন দিয়ে। প্রচুর পড়তে হবে।

আবেগে কমেন্ট কইরেননা। একটা কমেন্ট করতে মাক্স ৫ মিনিট লাগে। কিন্তু সেই কমেন্ট করার আগে আমি মিনিমাম ৩০ মিনিট ভাবি কি কমেন্ট করা যায় কিভাবে করা যায়।

ভুলেও আকাম কুকাম কইরেন না। ভুলেও না। বিশেষ করে পিলগারিজম। ভুলেও কারো পোস্ট/কমেন্ট/আর্টিকেল/কনটেন্ট কপি করবেন না। যদি করেন তাহলে তার নাম মেনশন/কোট/হাইলাইট/সোর্স/লিংক করে, তাকে ক্রেডিট দিয়ে পোস্ট করতে হবে। ফোরাম এই বিষয়ে খুব কঠোর। এক কলমও ছাড় দেয়না।

জেয়ার মেম্বার, এসআর মেম্বার ~ জুনিয়র মেম্বার, সিনিয়র মেম্বার।

শেষে একটা কথা, ফোরামে সময় দেন, এক্টিভ থাকেন, নিরাশ হবেননা সিউর।

আপনি একটা ভুল করছেন। পরপর দুইবার কমেন্ট করতে পারবেননা। লাস্ট পোস্টের লেখাটা আগের পোস্টে যুক্ত করেন আর লাস্ট পোস্ট ডিলিট করেন।


█▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
███████▄▄████▄▄░
████▄████▀▀▀▀█░███▄
██▄███▀████████▀████▄
█░▄███████████████████▄
█░█████████████████████
█░█████████████████████
█░█████████████████████
█░▀███████████████▄▄▀▀
██▀███▄████████▄███▀
████▀████▄▄▄▄████▀
███████▀▀████▀▀
█▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
BitList
▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
▀▀▀▀█











▄▄▄▄█
█▀▀▀▀











█▄▄▄▄
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
.
REAL-TIME DATA TRACKING
CURATED BY THE COMMUNITY

.
▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
▀▀▀▀█











▄▄▄▄█
█▀▀▀▀











█▄▄▄▄
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
List #kycfree Websites
▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
▀▀▀▀█











▄▄▄▄█
Shishir99
Sr. Member
****
Offline Offline

Activity: 728
Merit: 380


View Profile WWW
January 28, 2024, 03:56:06 PM
 #10045

হ্যাঁ ভাই আমি এটাই জানতে চাচ্ছিলাম। প্রথমত আমি হেবি ইউজার, ধরেন ভারি ভারি জিনিসই চালাবো, সবসময় হয়তো না বাট যখন চালাবো তখন ল্যাগ ফ্রী হলেই এনাফ। ২য় ঘনঘন ঘুরিনা, তবে মাঝে মাঝে, বাহিরে নেয়ার দরকার পড়লেও পড়তে পারে। শপের লিংকটা দিয়েনতো থাকলে! আমার পরিচিত অনেকেরই এমন সপ দিয়ে কিনতে দেখছি। ৩০-৪০ হাজারে দেখি সেই সেই কনফিগ, আবার অনেকগুলোতে দেখছি গ্রাফিক্স কার্ডও (2GB) আছে। তবে এগুলো কেমন হয় যদি একটু ফিডব্যাক দিতেন! কোনো রকম ইস্যু পাইছেন কখনো? আর চার্জ কেমন থাকে।

শেষে আমার একটাই কথা, যেহেতু আমার কয়েক বছর ইউজ করা লাগবে তাই নিলে, হাই কনফিগের টাই নিবো। হোক সেটা কাস্টম পিসি বা নতুন বা রিফাবরিসড্ ল্যাপটপ।

আপনি যদি হেভি কাজ করতে চান, তাহলে আমি বলবো ল্যাপটপের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন ভাই। আপনার ৫০ হাজার টাকার পিসি যেই সার্ভিস দিবে বা যেরকম পারফর্ম করবে, সেই একই রকম পারফরমেন্স পেতে গেলে আপনাকে ১ লাখ টাকার ল্যাপটপ কিনতে হবে। হেভি কাজ করলে যেস্কটপ বিল্ড কর ফেলেন। আর সাথে একটা কম দামি ল্যাপটপ নিতে পারেন যেটাতে ব্রাউজিং সহ অন্যান্য লাইট ওয়েট কাজ গুলো করতে পারবেন।

শপের লিংক নাই। তবে ঢাকার মিরপুর ১০ শাহ আলী প্লাজায় দোকান। দোকানের নাম ল্যাপটপ সোর্স। তারা শুধুমাত্র ইম্পোর্টেড ল্যাপটপ সেল করে থাকে। এখন ব্যাপার হলো ওরা আমাকে ভালো প্রোডাক্ট দিয়েছে এর মানে কিন্তু এই না যে আপনাকেও দিবে। আপনাকে নিজে গিয়ে ভালো করে চেক করে নিয়ে আসতে হবে। সব চেক করে নিবেন।
Elissa~sH
Member
**
Offline Offline

Activity: 84
Merit: 57


View Profile
January 28, 2024, 07:06:48 PM
 #10046


আরো একটা বিষয় ফলো করেছি সেটা হচ্ছে মেরিট আর্ন ক.রা যায় কিভাবে আবার কিভাবে একটা একাউন্ট রেডট্রাস্ট খায় আবার কিভাবে ন্যচারাল ট্যাগ খায় আবার কিভাবে পজিটিভ মার্ক পাওয়া যায়।

ফোরামের মেম্বার রেংক হচ্ছে (জেয়ার মেম্বার, ফুল মেম্বার, এসআর মেম্বার,  হিরো মেম্বার,  লিজেন্ডারি মেম্বার) এগুলোর কোনটাই আমি না। আমি ব্যান্ডনিউ একদম।  আশা করি আমিও কুয়ালিফাই করে আমিও ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ্


ভালো লাগলো আপনার কথা বলার ধরন দেখে। প্রথমত রেঙ্ক আপ মেরিট নিয়ে যদি পড়ে থাকেন তাহলে জীবনেও উপরে উঠতে পারবেননা। সো এসব না ভেবে নরমালি ফোরাম ইউজ করেন, বাঙালি ভাই ব্রাদরদের সাথে পরিচিত হন, কে কি বলে পড়ুন মন দিয়ে। প্রচুর পড়তে হবে।

আবেগে কমেন্ট কইরেননা। একটা কমেন্ট করতে মাক্স ৫ মিনিট লাগে। কিন্তু সেই কমেন্ট করার আগে আমি মিনিমাম ৩০ মিনিট ভাবি কি কমেন্ট করা যায় কিভাবে করা যায়।

ভুলেও আকাম কুকাম কইরেন না। ভুলেও না। বিশেষ করে পিলগারিজম। ভুলেও কারো পোস্ট/কমেন্ট/আর্টিকেল/কনটেন্ট কপি করবেন না। যদি করেন তাহলে তার নাম মেনশন/কোট/হাইলাইট/সোর্স/লিংক করে, তাকে ক্রেডিট দিয়ে পোস্ট করতে হবে। ফোরাম এই বিষয়ে খুব কঠোর। এক কলমও ছাড় দেয়।

শেষে একটা কথা, ফোরামে সময় দেন, এক্টিভ থাকেন, নিরাশ হবেননা সিউর।

আপনি একটা ভুল করছেন। পরপর দুইবার কমেন্ট করতে পারবেননা। লাস্ট পোস্টের লেখাটা আগের পোস্টে যুক্ত করেন আর লাস্ট পোস্ট ডিলিট করেন।

ওকে ভাই আপনার কথা গুলো বুঝতে পেরেছি আমি এবং সামনে ভালো থেকে আরো বিকেয়ারফুল হবো ভাই। ফোরামে সময় দিচ্ছি এবং ভালো ভাবে সবকিছু আয়ত্ব করার চেষ্টা করছি ভাই। আর আগের পোস্ট ডিলিট করে আগের টায় দিয়ে দিয়েছি ভাই।

ভাই আপনি বললেন যে ফোরাম খুব কঠোর এটা একদম ঠিক বলেছেন ভাই। আমি রেড ট্রাস্টের সকল দিক দেখেছি এবং প্রতিদিন একবার করে আপডেট নিউজ দেখে আসি। ওখানে প্রতিদিনি রেডট্রাস্ট নিয়ে পোস্ট হচ্ছে এখানে কোন প্রকার ভুল করলে ওটা চোখে পড়বেই এবং এমন হলে তো কোন ছাড় নেই।
Negotiation
Sr. Member
****
Offline Offline

Activity: 1134
Merit: 268



View Profile WWW
January 29, 2024, 08:47:45 AM
 #10047

হ্যাঁ ভাই আমি এটাই জানতে চাচ্ছিলাম। প্রথমত আমি হেবি ইউজার, ধরেন ভারি ভারি জিনিসই চালাবো, সবসময় হয়তো না বাট যখন চালাবো তখন ল্যাগ ফ্রী হলেই এনাফ। ২য় ঘনঘন ঘুরিনা, তবে মাঝে মাঝে, বাহিরে নেয়ার দরকার পড়লেও পড়তে পারে। শপের লিংকটা দিয়েনতো থাকলে! আমার পরিচিত অনেকেরই এমন সপ দিয়ে কিনতে দেখছি। ৩০-৪০ হাজারে দেখি সেই সেই কনফিগ, আবার অনেকগুলোতে দেখছি গ্রাফিক্স কার্ডও (2GB) আছে। তবে এগুলো কেমন হয় যদি একটু ফিডব্যাক দিতেন! কোনো রকম ইস্যু পাইছেন কখনো? আর চার্জ কেমন থাকে।

শেষে আমার একটাই কথা, যেহেতু আমার কয়েক বছর ইউজ করা লাগবে তাই নিলে, হাই কনফিগের টাই নিবো। হোক সেটা কাস্টম পিসি বা নতুন বা রিফাবরিসড্ ল্যাপটপ।

আপনি যদি হেভি কাজ করতে চান, তাহলে আমি বলবো ল্যাপটপের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন ভাই। আপনার ৫০ হাজার টাকার পিসি যেই সার্ভিস দিবে বা যেরকম পারফর্ম করবে, সেই একই রকম পারফরমেন্স পেতে গেলে আপনাকে ১ লাখ টাকার ল্যাপটপ কিনতে হবে। হেভি কাজ করলে যেস্কটপ বিল্ড কর ফেলেন। আর সাথে একটা কম দামি ল্যাপটপ নিতে পারেন যেটাতে ব্রাউজিং সহ অন্যান্য লাইট ওয়েট কাজ গুলো করতে পারবেন।

শপের লিংক নাই। তবে ঢাকার মিরপুর ১০ শাহ আলী প্লাজায় দোকান। দোকানের নাম ল্যাপটপ সোর্স। তারা শুধুমাত্র ইম্পোর্টেড ল্যাপটপ সেল করে থাকে। এখন ব্যাপার হলো ওরা আমাকে ভালো প্রোডাক্ট দিয়েছে এর মানে কিন্তু এই না যে আপনাকেও দিবে। আপনাকে নিজে গিয়ে ভালো করে চেক করে নিয়ে আসতে হবে। সব চেক করে নিবেন।

ভাই আপনি ঠিক বলেছেন কারণ হচ্ছে ৫০-৬০ হাজার টাকার মধ্যে যদি পিসি বিল্ড করা যায় তাহলে সেটা অনেক কার্যকরী এবং অনেক ভারী ভারী কাজগুলো এখানে করা যায়। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে পোর্টেবল যদি প্রয়োজন হয় তাহলে পিসিটা নিয়ে সব জায়গাতে যাওয়া যায় না। কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে দেখা যায় যে আপনি ইচ্ছা করলেন বাইরে কোথাও গেলেন ২-১ দিনের জন্য বা আপনার বেশিরভাগ সময় বাইরে ঘোরাফেরা প্রয়োজন হয় সে ক্ষেত্রে ল্যাপটপটা অনেক কাজে দেয়। আর এখন থেকে মোটামুটি যেসব পিসি গুলো আসতেছে বা নতুন যেসব ল্যাপটপগুলো আসে ১০ জেনারেশনের পর থেকে সবগুলোতে মোটামুটি পারফরম্যান্স ল্যাপটপ এবং ডেস্কটপ কাছাকাছি থাকে এবং এগুলো টেস্ট দিলে দেখা যায় যে বেঞ্চ মার্কে কাছাকাছি পারফরম্যান্স করে সবগুলাই। ল্যাপটপ এবং ডেক্সটপে দুইটারই কুলিং সিস্টেম এখন মোটামুটি আগের থেকে অনেক উন্নত করেছে ইনটেল এবং রাইজন দুইটা কোম্পানি তো এই ক্ষেত্রে ওই সবগুলোই মোটামুটি কাছাকাছি পারফরম্যান্স করে যদি বাজেট প্রবলেম না হয়। এখন অনেক মুভি বা নাটক সিনেমা এসব অ্যানিমেশনের ক্ষেত্রেও অনেক ভারী এবং বড় প্রজেক্ট এর ক্ষেত্রে দেখা যায় যে ল্যাপটপ ব্যবহার করে অনেকে।
Bd officer
Sr. Member
****
Online Online

Activity: 504
Merit: 330


Catalog Websites


View Profile WWW
January 29, 2024, 02:05:33 PM
 #10048


আচ্ছা ভাইয়েরা আমি এই বিষয়ে একটা জিনিস বুঝতে পারতেছিনা। মেমপুলে দেখলাল 28 sat/vB ফিস দিয়ে বিটকয়েন ট্রানজেকশন করলে $1.65 ডলার ফিস যাবে। কিন্তু আমি আজকে (Trust Wallate) থেকে বিটকয়েন ট্রান্সফার করতে চেয়েছিলাম। আমি সেই ফিস 28 sat/vB দিয়েই পাঠানোর চেষ্টা করলাম বাট ফিস দেখি $1.65 ডলার ফিস এর যায়গায় $3 ডলার কাটবে। আমি এর আগে কয়েকবার মেমপুল এর চেয়ে বেশি ফি দিয়ে ট্রানজেকশন করেছি কিন্তু কখনো বিষয়টি খেয়াল করি নাই। এটা কি শুধু ট্রাস্ট ওয়ালেটের ক্ষেত্রেই নাকী? নাকী অন্যান্য ওয়েলেটেও একই সিস্টেম?

█▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
███████▄▄████▄▄░
████▄████▀▀▀▀█░███▄
██▄███▀████████▀████▄
█░▄███████████████████▄
█░█████████████████████
█░█████████████████████
█░█████████████████████
█░▀███████████████▄▄▀▀
██▀███▄████████▄███▀
████▀████▄▄▄▄████▀
███████▀▀████▀▀
█▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
BitList
▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
▀▀▀▀█











▄▄▄▄█
█▀▀▀▀











█▄▄▄▄
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
.
REAL-TIME DATA TRACKING
CURATED BY THE COMMUNITY

.
▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
▀▀▀▀█











▄▄▄▄█
█▀▀▀▀











█▄▄▄▄
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
List #kycfree Websites
▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
▀▀▀▀█











▄▄▄▄█
MJSO22
Member
**
Offline Offline

Activity: 448
Merit: 10


View Profile
January 29, 2024, 03:47:04 PM
 #10049

হ্যাঁ ভাই আমি এটাই জানতে চাচ্ছিলাম। প্রথমত আমি হেবি ইউজার, ধরেন ভারি ভারি জিনিসই চালাবো, সবসময় হয়তো না বাট যখন চালাবো তখন ল্যাগ ফ্রী হলেই এনাফ। ২য় ঘনঘন ঘুরিনা, তবে মাঝে মাঝে, বাহিরে নেয়ার দরকার পড়লেও পড়তে পারে। শপের লিংকটা দিয়েনতো থাকলে! আমার পরিচিত অনেকেরই এমন সপ দিয়ে কিনতে দেখছি। ৩০-৪০ হাজারে দেখি সেই সেই কনফিগ, আবার অনেকগুলোতে দেখছি গ্রাফিক্স কার্ডও (2GB) আছে। তবে এগুলো কেমন হয় যদি একটু ফিডব্যাক দিতেন! কোনো রকম ইস্যু পাইছেন কখনো? আর চার্জ কেমন থাকে।

শেষে আমার একটাই কথা, যেহেতু আমার কয়েক বছর ইউজ করা লাগবে তাই নিলে, হাই কনফিগের টাই নিবো। হোক সেটা কাস্টম পিসি বা নতুন বা রিফাবরিসড্ ল্যাপটপ।

আপনি যদি হেভি কাজ করতে চান, তাহলে আমি বলবো ল্যাপটপের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন ভাই। আপনার ৫০ হাজার টাকার পিসি যেই সার্ভিস দিবে বা যেরকম পারফর্ম করবে, সেই একই রকম পারফরমেন্স পেতে গেলে আপনাকে ১ লাখ টাকার ল্যাপটপ কিনতে হবে। হেভি কাজ করলে যেস্কটপ বিল্ড কর ফেলেন। আর সাথে একটা কম দামি ল্যাপটপ নিতে পারেন যেটাতে ব্রাউজিং সহ অন্যান্য লাইট ওয়েট কাজ গুলো করতে পারবেন।

শপের লিংক নাই। তবে ঢাকার মিরপুর ১০ শাহ আলী প্লাজায় দোকান। দোকানের নাম ল্যাপটপ সোর্স। তারা শুধুমাত্র ইম্পোর্টেড ল্যাপটপ সেল করে থাকে। এখন ব্যাপার হলো ওরা আমাকে ভালো প্রোডাক্ট দিয়েছে এর মানে কিন্তু এই না যে আপনাকেও দিবে। আপনাকে নিজে গিয়ে ভালো করে চেক করে নিয়ে আসতে হবে। সব চেক করে নিবেন।

ভাই আপনি ঠিক বলেছেন কারণ হচ্ছে ৫০-৬০ হাজার টাকার মধ্যে যদি পিসি বিল্ড করা যায় তাহলে সেটা অনেক কার্যকরী এবং অনেক ভারী ভারী কাজগুলো এখানে করা যায়। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে পোর্টেবল যদি প্রয়োজন হয় তাহলে পিসিটা নিয়ে সব জায়গাতে যাওয়া যায় না। কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে দেখা যায় যে আপনি ইচ্ছা করলেন বাইরে কোথাও গেলেন ২-১ দিনের জন্য বা আপনার বেশিরভাগ সময় বাইরে ঘোরাফেরা প্রয়োজন হয় সে ক্ষেত্রে ল্যাপটপটা অনেক কাজে দেয়। আর এখন থেকে মোটামুটি যেসব পিসি গুলো আসতেছে বা নতুন যেসব ল্যাপটপগুলো আসে ১০ জেনারেশনের পর থেকে সবগুলোতে মোটামুটি পারফরম্যান্স ল্যাপটপ এবং ডেস্কটপ কাছাকাছি থাকে এবং এগুলো টেস্ট দিলে দেখা যায় যে বেঞ্চ মার্কে কাছাকাছি পারফরম্যান্স করে সবগুলাই। ল্যাপটপ এবং ডেক্সটপে দুইটারই কুলিং সিস্টেম এখন মোটামুটি আগের থেকে অনেক উন্নত করেছে ইনটেল এবং রাইজন দুইটা কোম্পানি তো এই ক্ষেত্রে ওই সবগুলোই মোটামুটি কাছাকাছি পারফরম্যান্স করে যদি বাজেট প্রবলেম না হয়। এখন অনেক মুভি বা নাটক সিনেমা এসব অ্যানিমেশনের ক্ষেত্রেও অনেক ভারী এবং বড় প্রজেক্ট এর ক্ষেত্রে দেখা যায় যে ল্যাপটপ ব্যবহার করে অনেকে।
পিসির পাটস গুলো অনেক ভারি হয়। যদি আপনি ৫০/৬০ হাজার টাকা দিয়ে পিসি বানান তা হলে ২ লক্ষ টাকার ল্যাবটপ এর চাইতে ভালো কাজ করবে। যেহেতু ৫০ হাজার টাকা তাই পিসির মান অনেক ভালো হবে। এতে কাজ করে অনেক মজা পাওয়া যাবে। সকল ধরনের কাজ অনায়াসে করা যাবে। ল্যাবটপ এর চাইতে পিসি অনেক ভালো কাজে দেয়। তবে ল্যাবটপ এর একটি  ভালো দিক হলো কারেন্ট না থাকলে ও ৫/৬ ঘন্টা ব্যাকাপ পাওয়া যায়।  তবে পিসি একটি সমস্যা হলো কারেন্ট বা আইপিএস না থাকলে চলে না। তবে আমি মনে করি পিসিই বেটার কারণ এখন সকল Software গুলো অনেক ভারি ভারি এর জন্য পিসি অনেক ভালো কাজে দেয়।

|     T o n T o g e t h e r     |     Saving Empowers Winning     |
Join Launchpool  >  Jan 10th - Feb 10th
●    T W I T T E R    ●    T E L E G R A M    ●    M E D I U M    ●
DYING_S0UL
Sr. Member
****
Offline Offline

Activity: 420
Merit: 363


A Simple act of Kindness creates an Endless Ripple


View Profile WWW
January 29, 2024, 04:22:49 PM
 #10050

পিসির পাটস গুলো অনেক ভারি হয়। যদি আপনি ৫০/৬০ হাজার টাকা দিয়ে পিসি বানান তা হলে ২ লক্ষ টাকার ল্যাবটপ এর চাইতে ভালো কাজ করবে। যেহেতু ৫০ হাজার টাকা তাই পিসির মান অনেক ভালো হবে। এতে কাজ করে অনেক মজা পাওয়া যাবে। সকল ধরনের কাজ অনায়াসে করা যাবে। ল্যাবটপ এর চাইতে পিসি অনেক ভালো কাজে দেয়। তবে ল্যাবটপ এর একটি  ভালো দিক হলো কারেন্ট না থাকলে ও ৫/৬ ঘন্টা ব্যাকাপ পাওয়া যায়।  তবে পিসি একটি সমস্যা হলো কারেন্ট বা আইপিএস না থাকলে চলে না। তবে আমি মনে করি পিসিই বেটার কারণ এখন সকল Software গুলো অনেক ভারি ভারি এর জন্য পিসি অনেক ভালো কাজে দেয়।
ভাই আপনার কি মাথা ঠিক আছে? আপনার রিপ্লাই দেখে আমার নিজের মাথায় নিজে টাক মারতে ইচ্ছা করতেছে! এটা কি ধরনের রিপ্লাই? আমাকে বা আমাদের কি কচি বাচ্চা মনে হয়? পিসি আর ল্যাপটপের মধ্যেকার পার্থক্যে আমি অবগত ভাই।  Smiley

পিসির পার্টস ভারি, ল্যাপটপ হালকা এসব আমি কি বুঝিনা? অনেক মজা পাওয়া যাবে, কারেন্ট আইপিএস এসব কেমন কথাবার্তা? ক্লাস ফাইভের বাচ্চাও তো এসব জিনিস বোঝে। আবার ভারি ভারি কাজে পিসি বেটার ল্যাপটপ খারাপ এসব ইনফো দিসে কে আপনাকে? ৫০/৬০ হাজারের পিসি ২ লাখের ল্যাপটপের থেকে বেটার পারফর্ম করে এসব বেহুদা কথা পান কই দিয়ে? ASUS TUF এটার নাম শুনছেন কখনো? মানে যা মনে আসছে তাই লিখে ফেলছেন!

কিছু মনে কইরেননা, আপনার আগেও কয়েকজন আমাকে এবিষয়ে অনেক সাজেশন দিসে। যেমন: Crypto Library, Shishir99, Negotiation ভাইয়েরা। তাদের একজনের কথাবার্তাও আমার কাছে বেখাপ্পা মনে হয়নাই। সবাই প্রাকটিকাল, লিজিকাল কথাবার্তা বলছে। শুধু তাই না, তারা আমাকে লিংক সহ, পার্সোনাল ইউজেস ফিডব্যাক অব্দি দিসে, আর আপনি বলেন হালকা ভারি, বাহ।

বুকে হাত দিয়ে বলি!!! আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি সিগ্নেনাচের কোঠা ফিল করার জায়গা পাচ্ছিলেন না তাই এখানে এই আজাইরা (স্প্যাম) পোস্টটা করছেন।

█▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
███████▄▄████▄▄░
████▄████▀▀▀▀█░███▄
██▄███▀████████▀████▄
█░▄███████████████████▄
█░█████████████████████
█░█████████████████████
█░█████████████████████
█░▀███████████████▄▄▀▀
██▀███▄████████▄███▀
████▀████▄▄▄▄████▀
███████▀▀████▀▀
█▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
BitList
▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
▀▀▀▀█











▄▄▄▄█
█▀▀▀▀











█▄▄▄▄
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
.
REAL-TIME DATA TRACKING
CURATED BY THE COMMUNITY

.
▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
▀▀▀▀█











▄▄▄▄█
█▀▀▀▀











█▄▄▄▄
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
List #kycfree Websites
▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
▀▀▀▀█











▄▄▄▄█
Shishir99
Sr. Member
****
Offline Offline

Activity: 728
Merit: 380


View Profile WWW
January 29, 2024, 05:04:48 PM
 #10051

পিসির পাটস গুলো অনেক ভারি হয়। যদি আপনি ৫০/৬০ হাজার টাকা দিয়ে পিসি বানান তা হলে ২ লক্ষ টাকার ল্যাবটপ এর চাইতে ভালো কাজ করবে। যেহেতু ৫০ হাজার টাকা তাই পিসির মান অনেক ভালো হবে। এতে কাজ করে অনেক মজা পাওয়া যাবে। সকল ধরনের কাজ অনায়াসে করা যাবে। ল্যাবটপ এর চাইতে পিসি অনেক ভালো কাজে দেয়। তবে ল্যাবটপ এর একটি  ভালো দিক হলো কারেন্ট না থাকলে ও ৫/৬ ঘন্টা ব্যাকাপ পাওয়া যায়।  তবে পিসি একটি সমস্যা হলো কারেন্ট বা আইপিএস না থাকলে চলে না। তবে আমি মনে করি পিসিই বেটার কারণ এখন সকল Software গুলো অনেক ভারি ভারি এর জন্য পিসি অনেক ভালো কাজে দেয়।

যে ব্যাপারে জানেন না, সেই ব্যাপারে পোষ্ট করার আসলে কোনো দরকার আছে বলে মনে হয় না। সব পোষ্টে গিয়েই হয় হয় না করে আপনার যদি অন্য কোনো পয়েন্ট অফ ভিউ থাকে, সেটা শেয়ার করতে পারেন। সব পোষ্ট গিয়ে যদি বলেন, এটা ঠিক হবে, সেটা ঠিক হবে। এটা সত্যি, সেটা সত্যি, এসব শিট পোষ্টিং না করলেও চলবে। উল্টা ফোরাম থেকে কিছু ট্যাগ খেয়ে বসে থাকবেন। অলরেডি মেরিট ট্রেডিং এর জন্য নিউট্রাল খেয়ে বসে আছেন।

যে ব্যাপারে খুব বিস্তারিত কিছু জানেন না, সেখানে গিয়ে পোষ্ট না লিখে সেই ব্যাপারে রিসার্চ করুন। আমি আপনার বেশ কিছু ইংলিশ পোষ্ট দেখেছি যেখানে আপনি যা তা লিখে যাচ্ছেন। ব্যাসিক ইংলিশ যদি না জানেন তাহলে তো হবে না। আর জানলেই কি? বাংলায় যদি গঠনমূলক কিছু না লিখতে পারেন, ইংলিশে লিখবেন কি করে।
AirtelBuzz
Sr. Member
****
Offline Offline

Activity: 322
Merit: 317



View Profile WWW
January 30, 2024, 02:47:25 AM
Last edit: January 30, 2024, 03:39:36 AM by AirtelBuzz
 #10052

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। কারণ PGp এই বিষয়‌ নিয়ে অনেক ডাউট ছিল। এখন আরো সম্পন্ন ভালো ভাবে বুঝতে পারলাম। আপনি আমাদের কে বুঝিয়ে দিয়েছেন।
বাহ, আপনার একাউন্টের প্রথম পোস্ট আপনার PGP নিয়ে। শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন সেজন্য ধন্যবাদ। ভাই এত সহজে কিভাবে বুঝলেন পি জি পি নিয়ে। আপনি আপনার এই একাউন্ট হয়তো সম্প্রতি ক্রিয়েট  করেছেন কারো কাছে জিজ্ঞেস করেননি পিজিপি কি এবং কিভাবে কাজ করে। একা একা সবকিছু আয়ত্ত করে ফেলেছেন। Roll Eyes
আপনি আপনার পিজিপি পাবলিক কে এবং মেসেজ দিতে শিখেছেন আশা করি আপনি ফিঙ্গারপ্রিন্ট ও বের করতে পারেন।

আপনি দেখছি অনেক ট্যালেন্টেড। Cheesy

R


▀▀▀▀▀▀▀██████▄▄
████████████████
▀▀▀▀█████▀▀▀█████
████████▌███▐████
▄▄▄▄█████▄▄▄█████
████████████████
▄▄▄▄▄▄▄██████▀▀
LLBIT|
4,000+ GAMES
███████████████████
██████████▀▄▀▀▀████
████████▀▄▀██░░░███
██████▀▄███▄▀█▄▄▄██
███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███
██░░░░░░░░█░░░░░░██
██▄░░░░░░░█░░░░░▄██
███▄░░░░▄█▄▄▄▄▄████
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
█████████
▀████████
░░▀██████
░░░░▀████
░░░░░░███
▄░░░░░███
▀█▄▄▄████
░░▀▀█████
▀▀▀▀▀▀▀▀▀
█████████
░░░▀▀████
██▄▄▀░███
█░░█▄░░██
░████▀▀██
█░░█▀░░██
██▀▀▄░███
░░░▄▄████
▀▀▀▀▀▀▀▀▀
|||
▄▄████▄▄
▀█▀
▄▀▀▄▀█▀
▄░░▄█░██░█▄░░▄
█░▄█░▀█▄▄█▀░█▄░█
▀▄░███▄▄▄▄███░▄▀
▀▀█░░░▄▄▄▄░░░█▀▀
░░██████░░█
█░░░░▀▀░░░░█
▀▄▀▄▀▄▀▄▀▄
▄░█████▀▀█████░▄
▄███████░██░███████▄
▀▀██████▄▄██████▀▀
▀▀████████▀▀
.
▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀
███▀▄▀█████████████████▀▄▀
█████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀
███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄
█████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀
███████████░███████▀▄▀
███████████░██▀▄▄▄▄▀
███████████░▀▄▀
████████████▄▀
███████████
▄▄███████▄▄
▄████▀▀▀▀▀▀▀████▄
▄███▀▄▄███████▄▄▀███▄
▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄
▄██▀▄███░░░▀████░███▄▀██▄
███░████░░░░░▀██░████░███
███░████░█▄░░░░▀░████░███
███░████░███▄░░░░████░███
▀██▄▀███░█████▄░░███▀▄██▀
▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀
▀███▄▀▀███████▀▀▄███▀
▀████▄▄▄▄▄▄▄████▀
▀▀███████▀▀
OFFICIAL PARTNERSHIP
SOUTHAMPTON FC
FAZE CLAN
SSC NAPOLI
DYING_S0UL
Sr. Member
****
Offline Offline

Activity: 420
Merit: 363


A Simple act of Kindness creates an Endless Ripple


View Profile WWW
January 30, 2024, 04:02:05 PM
 #10053

বাঙালি কি কখনো শুধরাবে না? এত এত নিউজ করা হয়, রিপোর্ট করা হয়, পোস্ট করা হয়, তবুও এদের চোঁখ খোলে না। এতো লোভ বাঙালির! একটা জিনিস বুঝবেনা তো বুঝবেইনা। MTFE এর কথাতো সবার মনে আছে। এখন US agreement নামে নতুন প্রতারণা শুরু। এক রাতে ৩০০ কোটি গায়েব। জাস্ট ওয়াও।  Sad

https://www.facebook.com/100064517327464/posts/775808891246348/?mibextid=rbpapJttc6LNEC7A

█▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
███████▄▄████▄▄░
████▄████▀▀▀▀█░███▄
██▄███▀████████▀████▄
█░▄███████████████████▄
█░█████████████████████
█░█████████████████████
█░█████████████████████
█░▀███████████████▄▄▀▀
██▀███▄████████▄███▀
████▀████▄▄▄▄████▀
███████▀▀████▀▀
█▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
BitList
▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
▀▀▀▀█











▄▄▄▄█
█▀▀▀▀











█▄▄▄▄
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
.
REAL-TIME DATA TRACKING
CURATED BY THE COMMUNITY

.
▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
▀▀▀▀█











▄▄▄▄█
█▀▀▀▀











█▄▄▄▄
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
List #kycfree Websites
▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
▀▀▀▀█











▄▄▄▄█
Bd officer
Sr. Member
****
Online Online

Activity: 504
Merit: 330


Catalog Websites


View Profile WWW
January 30, 2024, 04:32:16 PM
 #10054

বাঙালি কি কখনো শুধরাবে না? এত এত নিউজ করা হয়, রিপোর্ট করা হয়, পোস্ট করা হয়, তবুও এদের চোঁখ খোলে না। এতো লোভ বাঙালির! একটা জিনিস বুঝবেনা তো বুঝবেইনা। MTFE এর কথাতো সবার মনে আছে। এখন US agreement নামে নতুন প্রতারণা শুরু। এক রাতে ৩০০ কোটি গায়েব। জাস্ট ওয়াও।  Sad

https://www.facebook.com/100064517327464/posts/775808891246348/?mibextid=rbpapJttc6LNEC7A

ভাই বেশি লোভ করলে যা হয় আর কী। নিউজ টি তে দেখলাম মাসে লাখে ১১ হাজার টাকা মুনাফা দিবে ""বাহ"" তাই দেখে সবাই বিনিয়োগ শুরু করেছিলো, এখন ভালো লাভ হইছে, চালান সব গেছে Grin

আসলে এর আগেও কয়েকটা সাইড উধাও হতে দেখলাম একটা বিষয়ে খুবই মিল রয়েছে। সব সাইড গুলো দেখি একই নিয়মে চালানো হয়। প্রথমে ভালোই সবাইকে পেমেন্ট করে, তাই দেখে আরো আশেপাশের অনেকেই বিনিয়োগ করতে শুরু করে। যখন দেখা যাক কোম্পানিতে গ্রাহক অনেক বেড়ে গেছে বিনিয়োগ এর এমাউন্ট অনেক বড় হইছে তখন সেই সাইড উধাও। ""বাহ""


█▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
███████▄▄████▄▄░
████▄████▀▀▀▀█░███▄
██▄███▀████████▀████▄
█░▄███████████████████▄
█░█████████████████████
█░█████████████████████
█░█████████████████████
█░▀███████████████▄▄▀▀
██▀███▄████████▄███▀
████▀████▄▄▄▄████▀
███████▀▀████▀▀
█▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
BitList
▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
▀▀▀▀█











▄▄▄▄█
█▀▀▀▀











█▄▄▄▄
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
.
REAL-TIME DATA TRACKING
CURATED BY THE COMMUNITY

.
▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
▀▀▀▀█











▄▄▄▄█
█▀▀▀▀











█▄▄▄▄
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
List #kycfree Websites
▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
▀▀▀▀█











▄▄▄▄█
AirtelBuzz
Sr. Member
****
Offline Offline

Activity: 322
Merit: 317



View Profile WWW
January 30, 2024, 05:04:21 PM
 #10055

Safepal সবার জন্য একটা অফার নিয়া আইছে।

আমাদের সবাই যারা এই ফোরামের সাথে সংযুক্ত তারা সবাই হয়তো Safepal crypto wallet সম্পর্কে জানি। সম্প্রতি Safepal একটি ঘোষণা করছে অর্থাৎ তারা একটি অফার প্রদান করছে যে বিনামূল্যে USDC X1 হার্ডওয়্যার ওয়ালেট পাওয়া যাইতে পারে।



একটা বিশেষ সুবিধা হিসাবে রিডেম্পশন জন্য আপনাকে ১০ ডলার USDC ফি দিতে হইবে। আপনি যখন ওয়ালেট অ্যাক্টিভেশন করবেন এবং নতুন একটা ওয়ালেট তৈরি করবেন তখন আপনাকে এই দশ ইউএসডিসি (USDC) ফেরত দেওয়া হবে।

তাদের এই অফারটি চলবে ২৪ শে জানুয়ারি থেকে ৩০ শে জুন পর্যন্ত  অর্থাৎ ইতিমধ্যেই ছয় দিন অতিবাহিত হইয়া গেছে। তবে তারা উল্লেখ করেছে যে এই অফারটি উল্লেখিত তারিখের আগেও শেষ হইতে পারে।

Safepal= https://blog.safepal.com/safepal-launches-limited-edition-usdc-hardware-wallet-with-unique-perks/


R


▀▀▀▀▀▀▀██████▄▄
████████████████
▀▀▀▀█████▀▀▀█████
████████▌███▐████
▄▄▄▄█████▄▄▄█████
████████████████
▄▄▄▄▄▄▄██████▀▀
LLBIT|
4,000+ GAMES
███████████████████
██████████▀▄▀▀▀████
████████▀▄▀██░░░███
██████▀▄███▄▀█▄▄▄██
███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███
██░░░░░░░░█░░░░░░██
██▄░░░░░░░█░░░░░▄██
███▄░░░░▄█▄▄▄▄▄████
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
█████████
▀████████
░░▀██████
░░░░▀████
░░░░░░███
▄░░░░░███
▀█▄▄▄████
░░▀▀█████
▀▀▀▀▀▀▀▀▀
█████████
░░░▀▀████
██▄▄▀░███
█░░█▄░░██
░████▀▀██
█░░█▀░░██
██▀▀▄░███
░░░▄▄████
▀▀▀▀▀▀▀▀▀
|||
▄▄████▄▄
▀█▀
▄▀▀▄▀█▀
▄░░▄█░██░█▄░░▄
█░▄█░▀█▄▄█▀░█▄░█
▀▄░███▄▄▄▄███░▄▀
▀▀█░░░▄▄▄▄░░░█▀▀
░░██████░░█
█░░░░▀▀░░░░█
▀▄▀▄▀▄▀▄▀▄
▄░█████▀▀█████░▄
▄███████░██░███████▄
▀▀██████▄▄██████▀▀
▀▀████████▀▀
.
▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀
███▀▄▀█████████████████▀▄▀
█████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀
███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄
█████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀
███████████░███████▀▄▀
███████████░██▀▄▄▄▄▀
███████████░▀▄▀
████████████▄▀
███████████
▄▄███████▄▄
▄████▀▀▀▀▀▀▀████▄
▄███▀▄▄███████▄▄▀███▄
▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄
▄██▀▄███░░░▀████░███▄▀██▄
███░████░░░░░▀██░████░███
███░████░█▄░░░░▀░████░███
███░████░███▄░░░░████░███
▀██▄▀███░█████▄░░███▀▄██▀
▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀
▀███▄▀▀███████▀▀▄███▀
▀████▄▄▄▄▄▄▄████▀
▀▀███████▀▀
OFFICIAL PARTNERSHIP
SOUTHAMPTON FC
FAZE CLAN
SSC NAPOLI
Little Mouse
Legendary
*
Offline Offline

Activity: 2170
Merit: 2101


Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse


View Profile WWW
January 30, 2024, 05:13:52 PM
 #10056

বাঙালি কি কখনো শুধরাবে না?
শুধরাবে না আর ভাই।
আমাকে এক বাঙালি ভাই ৮০ ডলার স্ক্যাম করলো। বাঙালি বলেই কম পেমেন্টে বাউন্টি টপিক পোস্ট করেছিলাম আর বিশ্বাস করেছিলাম। অর্ধেক পেমেন্ট করে বাকিটা আর পে করে নাই। চিন্তা করেন কেমন ছোটলোক।

██████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
██████████████████████
.SHUFFLE.COM..███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
█████████████████████
████████████████████
██████████████████████
████████████████████
██████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
██████████████████████
██████████████████████
██████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
███████████████████████
.
...Next Generation Crypto Casino...
shasan
Copper Member
Legendary
*
Offline Offline

Activity: 2324
Merit: 1292


Need a Bounty Manager? t.me/shasan32


View Profile WWW
January 30, 2024, 07:07:36 PM
 #10057

krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৪৫ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalk.org/index.php?topic=5483251.0
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes
Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!

   Please read here>>>>  https://bitcointalk.org/index.php?topic=5465613.msg62793953#msg62793953




███████████████████████████
███████▄████████████▄██████
████████▄████████▄████████
███▀█████▀▄███▄▀█████▀███
█████▀█▀▄██▀▀▀██▄▀█▀█████
███████▄███████████▄███████
███████████████████████████
███████▀███████████▀███████
████▄██▄▀██▄▄▄██▀▄██▄████
████▄████▄▀███▀▄████▄████
██▄███▀▀█▀██████▀█▀███▄███
██▀█▀████████████████▀█▀███
███████████████████████████
.
.Duelbits.
..........UNLEASH..........
THE ULTIMATE
GAMING EXPERIENCE
DUELBITS
FANTASY
SPORTS
████▄▄█████▄▄
░▄████
███████████▄
▐███
███████████████▄
███
████████████████
███
████████████████▌
███
██████████████████
████████████████▀▀▀
███████████████▌
███████████████▌
████████████████
████████████████
████████████████
████▀▀███████▀▀
.
▬▬
VS
▬▬
████▄▄▄█████▄▄▄
░▄████████████████▄
▐██████████████████▄
████████████████████
████████████████████▌
█████████████████████
███████████████████
███████████████▌
███████████████▌
████████████████
████████████████
████████████████
████▀▀███████▀▀
/// PLAY FOR  FREE  ///
WIN FOR REAL
..PLAY NOW..
AirtelBuzz
Sr. Member
****
Offline Offline

Activity: 322
Merit: 317



View Profile WWW
January 31, 2024, 02:58:06 AM
 #10058

বাঙালি কি কখনো শুধরাবে না?
শুধরাবে না আর ভাই।
আমাকে এক বাঙালি ভাই ৮০ ডলার স্ক্যাম করলো। বাঙালি বলেই কম পেমেন্টে বাউন্টি টপিক পোস্ট করেছিলাম আর বিশ্বাস করেছিলাম। অর্ধেক পেমেন্ট করে বাকিটা আর পে করে নাই। চিন্তা করেন কেমন ছোটলোক।

ভাই সব জায়গায় কি শুধু বাঙালিরাই আকাম-কুকাম কইরা বেড়ায়। ৮০ ডলারের লোভ সামলাতে পারে নাই তাহলে সে কতটা ছোট মনের মানুষ হলে এই কাজটা করেছে। Angry যদি আরো বেশি ডলার হতো তাহলে হয়তো সে আপনাকে অর্ধেক পেমেন্টও করতো না সবগুলাই স্কাম কইরা নিত।  Grin

ভাই যখন আপনারা বলেন বাঙ্গালিরা শুধরাবে না বা বাঙালিরা ভালো হবে না তখন যেন কেমন লাগে  Roll Eyes তখন মনে পইড়া যায় আরে আমরা নিজেরাও তো বাঙালি।

R


▀▀▀▀▀▀▀██████▄▄
████████████████
▀▀▀▀█████▀▀▀█████
████████▌███▐████
▄▄▄▄█████▄▄▄█████
████████████████
▄▄▄▄▄▄▄██████▀▀
LLBIT|
4,000+ GAMES
███████████████████
██████████▀▄▀▀▀████
████████▀▄▀██░░░███
██████▀▄███▄▀█▄▄▄██
███▀▀▀▀▀▀█▀▀▀▀▀▀███
██░░░░░░░░█░░░░░░██
██▄░░░░░░░█░░░░░▄██
███▄░░░░▄█▄▄▄▄▄████
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
█████████
▀████████
░░▀██████
░░░░▀████
░░░░░░███
▄░░░░░███
▀█▄▄▄████
░░▀▀█████
▀▀▀▀▀▀▀▀▀
█████████
░░░▀▀████
██▄▄▀░███
█░░█▄░░██
░████▀▀██
█░░█▀░░██
██▀▀▄░███
░░░▄▄████
▀▀▀▀▀▀▀▀▀
|||
▄▄████▄▄
▀█▀
▄▀▀▄▀█▀
▄░░▄█░██░█▄░░▄
█░▄█░▀█▄▄█▀░█▄░█
▀▄░███▄▄▄▄███░▄▀
▀▀█░░░▄▄▄▄░░░█▀▀
░░██████░░█
█░░░░▀▀░░░░█
▀▄▀▄▀▄▀▄▀▄
▄░█████▀▀█████░▄
▄███████░██░███████▄
▀▀██████▄▄██████▀▀
▀▀████████▀▀
.
▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
░▀▄░▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄░▄▀
███▀▄▀█████████████████▀▄▀
█████▀▄░▄▄▄▄▄███░▄▄▄▄▄▄▀
███████▀▄▀██████░█▄▄▄▄▄▄▄▄
█████████▀▄▄░███▄▄▄▄▄▄░▄▀
███████████░███████▀▄▀
███████████░██▀▄▄▄▄▀
███████████░▀▄▀
████████████▄▀
███████████
▄▄███████▄▄
▄████▀▀▀▀▀▀▀████▄
▄███▀▄▄███████▄▄▀███▄
▄██▀▄█▀▀▀█████▀▀▀█▄▀██▄
▄██▀▄███░░░▀████░███▄▀██▄
███░████░░░░░▀██░████░███
███░████░█▄░░░░▀░████░███
███░████░███▄░░░░████░███
▀██▄▀███░█████▄░░███▀▄██▀
▀██▄▀█▄▄▄██████▄██▀▄██▀
▀███▄▀▀███████▀▀▄███▀
▀████▄▄▄▄▄▄▄████▀
▀▀███████▀▀
OFFICIAL PARTNERSHIP
SOUTHAMPTON FC
FAZE CLAN
SSC NAPOLI
BD Technical
Member
**
Offline Offline

Activity: 196
Merit: 14


View Profile
January 31, 2024, 04:05:25 AM
 #10059

বাঙালি কি কখনো শুধরাবে না? এত এত নিউজ করা হয়, রিপোর্ট করা হয়, পোস্ট করা হয়, তবুও এদের চোঁখ খোলে না। এতো লোভ বাঙালির! একটা জিনিস বুঝবেনা তো বুঝবেইনা। MTFE এর কথাতো সবার মনে আছে। এখন US agreement নামে নতুন প্রতারণা শুরু। এক রাতে ৩০০ কোটি গায়েব। জাস্ট ওয়াও।  Sad

https://www.facebook.com/100064517327464/posts/775808891246348/?mibextid=rbpapJttc6LNEC7A

এরা কেমনে শুধরাবে ভাই, এরা কোনো সাইট থেকে যদি প্রথমেই কিছু টাকা ইনকাম করে ফেলে তো সে সাইট এ যুকে পড়ে আর ভাবে বেশি ইনভেষ্ট করলে বুঝি বেশি পাবো। কিছুদিন আগে ট্রোন লিংক থেকে একটা অটো মাইনিং আসছিলো যেখানে USDT ব্যালেন্স এ রাখলেই ২৪ ঘন্টা পর পর তার ব্যালেন্স এর উপর প্রফিট দেওয়া হতো। তখন আমিও কিছু রেখেছিলাম তবে আমি বেশি লোভ না করে আমার ডলার শরিয়ে ফেলেছিলাম পড়ে কি কপাল আমার তার পরের দিনই শুনি সবার মূল ব্যালেন্স এর টাকা উধাও, অনেকে তো বাড়ির গরু বিক্রি করেও ইনভেষ্ট করেছিলো এতটাই অন্ধ  বিশ্বাস করে ফেলে এরা যে বাড়ির মূলধন বিক্রি করতেও দ্বিধা বোধ করে না।

আসলে ভাই এদের বলে লাভ নাই আমরা আসলে বেশি চালাক। আর অতি চালাকের গলায় ধরি পরবেই।
Negotiation
Sr. Member
****
Offline Offline

Activity: 1134
Merit: 268



View Profile WWW
January 31, 2024, 08:28:23 AM
 #10060

বাঙালি কি কখনো শুধরাবে না?
শুধরাবে না আর ভাই।
আমাকে এক বাঙালি ভাই ৮০ ডলার স্ক্যাম করলো। বাঙালি বলেই কম পেমেন্টে বাউন্টি টপিক পোস্ট করেছিলাম আর বিশ্বাস করেছিলাম। অর্ধেক পেমেন্ট করে বাকিটা আর পে করে নাই। চিন্তা করেন কেমন ছোটলোক।

এরকম আরো অনেক ঘটনা আছে ভাই, বাঙালি শুধু স্ক্যাম না ভাই  সব জায়গাতে চিকন বুদ্ধি প্রয়োগ করে তার কারণ বাঙালি চায় সব সময় বসে থেকে এবং খুব আরামে কোন কাজগুলো করা যায়,  হতে পারে সেটা স্ক্যাম অথবা আরো অন্যান্য কিছু,  মানে এরা কষ্ট করে একটু কাজ করবে বা টাকা নিবে এটা চায় না। বাংলাদেশের প্রেক্ষাপটে গত এক দেড় বছর ধরে বা দুই বছরের বেশি হতে পারে ইস্কাম বা প্রতারণা এটা একটা সাধারন ব্যাপার হয়ে দাঁড়াইছে। যার যেমন খুশি সে তেমনভাবে করতেছে এবং একটা ঘটনা ঘটার পরে প্রশাসন বলতেছে যেটা উচিত হয়নি বা এটা করা উচিত হয়নি। এখানে যেমন সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য সাধারণ মানুষ নিজেরাই দায়ী, অতিরিক্ত লোভের কারণে সহজ মনে করে ইনভেস্ট করে অন্যদিকে প্রশাসনে অনেক ক্ষেত্রে চুপচাপ থাকে, সব ক্ষেত্রে না তবে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই চুপচাপ থাকে যে কারণে সাধারণ মানুষ গুলো বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়।

Pages: « 1 ... 453 454 455 456 457 458 459 460 461 462 463 464 465 466 467 468 469 470 471 472 473 474 475 476 477 478 479 480 481 482 483 484 485 486 487 488 489 490 491 492 493 494 495 496 497 498 499 500 501 502 [503] 504 505 506 507 508 509 510 511 512 513 514 515 516 517 518 519 520 521 522 523 524 525 526 527 528 529 530 531 532 533 534 535 536 537 538 539 540 541 542 543 544 545 546 547 548 549 550 551 552 553 ... 555 »
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!