Bitcoin Forum
May 28, 2024, 10:27:01 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 [41] 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 ... 115 »
801  Bitcoin / Bitcoin Discussion / Re: Can Bitcoin help? on: November 02, 2023, 12:57:50 AM
Bitcoin offers unique opportunities for people who want to make decent amount of money and I have the feeling that if these people start investing in Bitcoin, we will see a rapid decline in global poverty. What do you think?

Please do not expect Bitcoin to solve everything. Please do not encourage them to invest in Bitcoin while they are struggling to live their life. Most of the time, these people will be short of money and unable to hold their Bitcoin. If I do not have enough money to live my life, I will be forced to sell my savings to buy necessary things.

As you already know, you won't be in profit all the time. If you want to make some profit from Bitcoin, you have to invest and wait. People who can save $10 a week surely do not make that much money.

Moreover, most people suggest only investing if you can afford to lose money. Do not expect too much from Bitcoin. Most people are likely to lose their money because of their high expectations.
802  Economy / Reputation / Re: Should Ratimov be in DT1? on: November 02, 2023, 12:37:51 AM
Yeah, that's what I'm talking about that I had a misunderstanding about. Well, let me think about it. I suppose if the DT system is going to exist, however shattered it is, I probably ought to attempt to help make sure bad things don't happen.

That's the only way to fix these things. If you believe more people are misusing the system, your participation will help to improve it. Boycotting the DT feature will give abusers more power to continue doing their shit. You and a few more veteran forum members decided to boycott the DT feature for some reason. I didn't know if your trust list was empty or not. Among other veteran members, dkbit98 is another one, if I am not wrong.

All you can do is rebuild your trust list with at least ten people on your list. You guys have spent a couple of years already, and I guess you have more than ten people you may trust based on your experience.
803  Bitcoin / Electrum / Re: Understand how electrum wallets work on: November 02, 2023, 12:22:52 AM
There is manual way to do this is in Electrum which I need to learn or else Electrum does that for you due to privacy concerns.
You can use the coin control to send a specific address, or you can use an unspecific address by freezing in Choose. All the detail has explained here : https://bitcoinelectrum.com/how-to-spend-specific-utxos-in-electrum/


Indeed, you misunderstood his entire text and did not notice others' comments. I assume his wallet was hacked about three months ago, and more than 3.73 Bitcoins were stolen from his wallet by a hacker. But he thinks Electrum consolidated his UTXOs for privacy reasons. As we all know, Electrum cannot do anything on its own. Even if someone has access to your computer, they won't be able to do anything because he said his wallet was in watch-only mode.

He did not come back after my further explanation. So, I assume OP gave up after realizing he was hacked. I don't know why it takes three months to notice those transactions. It seems he does not monitor his wallet regularly.
804  Economy / Games and rounds / Re: Sportsbet.io ⚽ Newcastle + Southampton + São Paulo ⚽ (Thursday + Saturday) on: November 01, 2023, 12:56:43 PM
Game 1:  35, 42'
Game 2:  23, 36'
Game 3:  41, 23'
805  Economy / Games and rounds / Re: November SINBAD.IO Mixer Bitcoin Price Prediction Challenge on: November 01, 2023, 12:47:54 PM
Prediction 1: $36750
bech32 address: bc1qqrnus8u66ma9avncyct55tu7p3c8lnlwn3fczc
806  Other / Beginners & Help / Re: Sent Coin by mistake to wrong address and got them back:) on: November 01, 2023, 09:47:17 AM
In short, before I refunded it, I investigated OP's wallet txs. OP previously had a tx output to a destination address that contained the first and last character digits that identical to mine (a rare coincidence).
As an illustration:
A1b2Cdfdruirj4grhg2urh5ggriorjf3D4e5F : belongs to OP
A1B2c1jijrj5ofmmf8jkfidk0mawq3d4E5F : mine

That's an interesting fact. But I am still confused about how he copied your wallet address instead of his wallet. After reading your post, I guess  I always did it wrong. I always check the first and the last few characters to ensure where I am sending it. What is the odd of copying a similar address? No matter how low the chance is, a single transaction can cost me a thousand dollars.

Op was lucky that he sent the amount to you, and he was able to contact you within the forum. Almost 99% of Bitcoin address are anonymous and we don't know the owner of those addresses. So it's impossible to contact the owner to get the money back.
807  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 01, 2023, 01:33:25 AM
এতটা গুরুত্বসহকারে আমরা যেভাবে চিন্তা করছি এতটাও ভয় পাবার কোন কারণ নেই।

জীবনে সব কিছুই সাধারন ভাবে নেবার ও কিছু নেই। জীবনে যতোবার ধরা খেয়েছি বিভিন্ন ভাবে, প্রতিবারই ভেবেছিলাম আরে কি আর হবে? কিন্তু যখন হয়েছিলো, তখন বুঝেছিলাম। প্রাইভেসি বিষয়টা একক জনের কাছে একক রকম। কেউ দেখবেন নিজের বউ বাচ্চা সহ ফেইসবুকে ছবি দিচ্ছে। কেউ আবার অর্ধ নগ্ন হয়ে নাচানাচি করছে, আবার কেউ শুধু নিজের ছবিগুলোই শেয়ার করছে। ব্যাপারগুলো একেক জনের কাছে একেক রকম। যেহেতু বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি বৈধ নয়, এখানে সাবধানতা অবলম্বন করা ভুল নয়। আমি কখনো ক্রিপ্টো কারেন্সি নিয়ে ধরা খাইনি, এর মানে এই নয় যে আমি কখনো ধরা খাবো না। ছোট বেলায় বাবার মানিব্যাগ নিয়ে বাবার কাছেই দিতাম যে এটা থেকে টাকা দাও, কিন্তু একদিন বাবা যখন দেখলো আমি তার মানিব্যাগ ধরছি, সে ভাবলো আমি মনে হয় চুরি হয় করছি। আসলে আমি সেটা নিয়ে ওনার কাছেই দিতাম যে এটা থেকে টাকা দাও। কিন্তু সেদিন মার খেয়েছিলাম চুরির দোষে। আপনি যতোই এক্সকিউজ দেন না কেনো। ওনারা আপনাকে নেগেটিভ কিছুতে জড়িয়ে দেবে। সেটা হোক আপনার ইনকাম করা বিটকয়েন, বলবে আপনি টাকা পাচার করছেন।
808  Other / Beginners & Help / Re: Cryptocurrency Basics for Beginners on: November 01, 2023, 01:11:55 AM
Another AI Shit Detected


This is funny how AI shit writers register an account and start creating their first post using chatgpt. Is it that much easy buddy? What makes you think that you will get away with it? Of course, it becomes easy to create an account and start posting without knowing how to use AI. But it's not easy to get away with it. You should know that someone will catch you at some point.

A friendly suggestion from me is to stop using these AI shit to publish content in this forum. You won't go any longer with this. You will end up getting red tags for this and won't be able to earn merits either.
809  Other / Beginners & Help / Re: Sent Coin by mistake to wrong address and got them back:) on: November 01, 2023, 01:02:37 AM
You may have to reinstall back your PC using the clean OS because I guess, your PC has been injected clipboard virus and malware which may still settle on your PC.

I often hear that Clipboard Hijacker is a very dangerous virus which is changing cryptocurrency wallet addresses from those saved in users' clipboards to others owned by cybercriminals. I don't indict the owner's address, but when I read your original post, and you don't know where the address comes from, that possible it is something strange for me.

By suggesting this, you are indirectly accusing rat03gopoh of hacking Bitcoin. rat03gopoh is a forum member whose wallet address is known in the forum. There is no reason a forum member aware of scrappers will share the same address in some clipboard-hijacking software. I don't think some forum member could be that much dumb.

It could be an honest mistake of OP. Maybe he copied the Bitcoin wallet address from the forum somehow and then forgot it. But I also doubt that he did it by mistake. It's more like he did it intentionally, knowing the forum member with a reputation will likely return it, or I will destroy his account. Pretty simple math!
810  Economy / Economics / Re: Let's imagine you were the president of your country, How would your Economic on: November 01, 2023, 12:45:36 AM
The problem with the education sector is that it is one of the strategic sectors of the country and its construction, reform or restructuring always does not succeed unless this is within the general policy of the state, regardless of who is the president who started an educational project and the length of his term. This is because strategic programs are long-term to achieve results after their implementation, and therefore implementation programs must be isolated from political life so that they do not become disrupted due to their influence. This can be seen clearly in countries that suffer from the failure of the educational system and the successive failure of the reform systems that begin with the term of each ruler and end with its end.

I agree with you what you said above. The main problem in my country's education system is corruption and student politics. I was always against student politics. Most university students are involved in politics and in general students get forced to join either the leading party or the opposition to get some benefits that are supposed to get by every student.

The reason this country still allows student politics is because they have a great history of it. Students played a vital role in many protests. But this is gradually destroying the education sector.
811  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 01, 2023, 12:32:03 AM
Xiaomi ফোনগুলাতে আমি দেখছি ২ টা ইন্টারফেস করা যায় আমি নিজেও ব্যবহার করছি যখন আমার Xiaomi ফোন ছিলো। এক লক এ এক ইন্টারফেস আসছে আরেক লকে আরেক ইন্টারফেস আসছে আপনি কম্পিউটারে যেমনটা করতে পারেন সেখানেও সেরকম করা যায় অপশনটার নাম সম্ভবত ছিলো (সেকেন্ড স্পেস)

আমি কালকে এটা পোষ্ট করার পর থেকেই এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেছি। যদিও ডিভেইসে একাধিক রম ব্যাবহার করা যায়। তবুও নিজের ডিভাইসে ঘাটাঘাটি করতে গিয়ে গুরুত্বপূর্ণ ফাইলগুলো হারাতে চাই না। আমার ফোন Xiaomi ব্রান্ডের না হওয়ায় এই ফিচার টা নাই। তবে অন্য কিছু ব্রান্ডের ফোনেও এই ফিচার টা আছে। কিন্তু আমি যে স্পেুসফিক মডেলটি চালাচ্ছি, সেটাতে কোনো ভাবেই সেকেন্ড স্পেস বা ডুয়েল স্পেস চালু করার উপায় নেই। তাই আপাতত ডিভাইসের ভেতরেই ভার্চুয়াল এনড্রয়েড নামে একটা এপ ইনষ্টল করেছি। এই এপ এর ভেতরে সব ইনষ্টল করবো আর এটাই হাইড করে রাখবো। বাইরে যেসব পুলিশ সার্চ করে, তারা অতিরিক্ত ট্যালেন্টেড না হলে এটা খুজে বের করা মুশকিল হবে।
812  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 31, 2023, 02:14:39 PM
হ্যাঁ আপনার মত আমিও ভাবছি মোবাইল ফোন অল্টারনেটিভ ইউজ করব। একটি ফোন বাড়িতে রাখবো এবং আরেকটি বাহিরে বের হলে ব্যবহার করব। তবে মোবাইল ফোনের সব সময় হাইড করে রাখা যায় না। মাঝেমধ্যে যদি ব্যবহার করা হতো তাহলে কেবল সম্ভব হতো। বিটকয়েন ফোরাম এমন হয়ে গেছে যেখানে দিনে আপাতত একশোবার না ঢুকলে ভালো লাগেনা, সময় কাটেনা।

আমি কিন্তু কোনো অল্টারনেঠিভ ফোন ইউজ করি না। তবুও এমন একটা এপস ইউজ করি যেটা আমার এপস গুলো হাইড করে রাখে। তবে ইনষ্টলেড এপস এ গেলেই তো ফেসে যাবো। যাই হোক, যেহেতু গ্রামে থাকি, পুলিশের আনাগোনা এই এলাকায় তেমন নাই। তবে শহরে গেলেই সমস্যা। কম্পিউটারের মতো করে মোবাইল ডুয়েল বুট করা গেলে ভালো হতো। চেক করতে হবে যে এমন কোনো সিষ্টেম আছে নাকি।

ভাই @LB আপনার বিবি ,বাচ্চার কি অবস্থা । অ্যাক্সিডেন্টের পরবর্তী অবস্থা জানতে পারিনি। আমাদের মামনি টা কেমন আছে?

আলহামদুলিল্লাহ ভাই, দুই জনেই মোটামোটি সুস্থ এখন। যদিও এখনো জখম গুলো পুরোপুরি ভাবে শুকায় নাই, তবে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আরো সপ্তাহ খানেক লাগবে হয়তো। 
813  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 31, 2023, 01:21:01 PM
বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, পাঁচ বছর আগে এরকম পরিস্থিতিতে পড়েছিলাম যার কারণে আমি আর দ্বিতীয়বার এরকম ভুল করতে যাব না। প্রবাদে আছে ন্যাড়া দ্বিতীয়বার বেলতলায় যায় না।

আমি বেল তলায় বার বার যাই ভাই। যাই হোক, আমি মূলত এসব ধরনের ঝামেলায় পড়ি নাই। ড্রাইভিং লাইসেন্স করার সময় প্রথমে তো একটা লার্নার কার্ড দেয় যেটা দিয়ে আপনি আপাতত লোকালে প্র্যাক্টিস করতে পারবেন। কিন্তু শহরে যেতে পারবেন না। আমি এসব আসলে জানতাম না। প্রথমবার মামলা খেতে খেতে ২৫০০ টাকা দিয়ে বেচে আসলাম। আবারো কয়েকদিন পর একই কারনে ৫০০ টাকা দিলাম। পরের বার সার্জেন্ট ছিলো না তাই অল্পতে বেচে গেছি।

নিজের লাইসেন্স চলে আসার পড়েও খেয়াল করে দেখলাম বেশিরভাগ সময় সাথে নিতে মনে থাকে না। বার বার বেল তলায় যাওয়া শুরু। তারপর থেকে লাইসেন্স সাথে ক্যারি করি। কালকে পোষ্ট পড়ার পর থেকে মোবাইলে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড সব এপস হাইড করে ফেলেছি। এছাড়া মোবাইলে আর কিছুই নাই যেটা দিয়ে পুলিশ হেনস্থা করতে পারে।
814  Economy / Economics / Re: Let's imagine you were the president of your country, How would your Economic on: October 31, 2023, 01:13:27 PM
I know I won't become the president of my country. It seems I have already posted in this thread before, but a new thing came to my mind to share here. I feel like as the president of my country, I should stop borrowing money to build unnecessary structures that looks good but not important for the country at this moment. I know some country borrowed billions dollars and developed their structures yet their economy is not good at all. A country should spend money on education and create job sectors for their people. Unemplyment is one of the worst problem in my country which needed to solve.
815  Bitcoin / Bitcoin Discussion / Re: Educating unemployed friends about Bitcoin on: October 31, 2023, 12:55:07 PM
First of all I am the only person in my area who has a basic understanding of Bitcoin. That is, in the region where I live, no one but me knows about Bitcoin.
I am like the same one as you. I don't even know if anyone knows about Bitcoin. Even if they heard about it a couple of times through social media or any other sources, I am not sure if anyone uses Bitcoin. I don't share these things with everyone except for my family members and my closest friends.

The maximum number of friends I hang out with are unemployed.
The difference is most of my friends are employed and they have money to invest in Bitcoin as well. But I do not encourage them to do it because they may misunderstand Bitcoin and later blame me.
816  Other / Beginners & Help / Re: Imagine life if there was know bitcointalk like this forum on: October 31, 2023, 12:32:19 PM
Actually I can't help but wonder how crypto awareness would have spread if there was no forum like this, though I have not really gain anything financially from this forum yet but the level of crypto knowledge that has been impacting on me on a daily basis is actually helpful

This forum wasn't made to give someone any earning opportunity when it started. It was in the forum.bitcoin.org domain, and the purpose was to discuss Bitcoin. Later Bitcoin.org admin Sirius requested theymos to move this forum to another host even though theymos did not want to move. Later theymos moved the forum to the current domain, and it's still running here.

You can read more here;

At the request of Sirius, who owns bitcoin.org and the server this forum is hosted on, I have moved forum.bitcoin.org to bitcointalk.org. This is the final result of a long email discussion among many developers, exchange operators, etc. I have always been opposed to the move, but Sirius wanted to act according to consensus.
817  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 31, 2023, 12:22:28 PM
ভাই কাউকে যদি টার্গেট করা হয় তাহলে যতোই চেষ্টা করুক না কেনো সে কোন ভাবেই বাংলাদেশের ইন্টেলিজেন্সিকে ফাকি দিতে পারবেনা, কয়েক হাজার কোটি টাকার যন্ত্র পাতি কেনা আছে আমাদের সরকারের, কিন্তু তারা ছোটোখাটো কোন ব্যাপারে সাধারণত নাক গলায়না, যদি আপনার আচরণ সন্দেহ জনক হয় আর আপনার খুব কাছের কেউ যদি কোন ধরনের ইনফর্মেশন না দেয় তাহলে কেউ তেমন ঘাটেনা । আর এখন না আগে থেকেই বাটন ফোন ও ট্র্যাক করা  যায়।  Cool

টার্গেট করা আর এমনিতে রেন্ডম সার্চ এ ধরা খাওয়া সম্পূর্ণ আলাদা ব্যাপার। যদি আপনার নামে কেউ তথ্য দিয়ে দেয়, তখন তো তারা আপনাকে টার্গেট করেই খুজবে। আর সেই সময় আপনি বাটন ফোন চালাইলেন নাকি স্মার্ট ফোন চালাইলেন, সেটা বড় কোনো ব্যাপার নয়। তারা আপনার লোকেশন ট্র্যাক করতে চাইলে করতে পারবে। তবে এগুলো সাধারনত বড় ধরনের ক্রিমিনাল ধরার জন্য ব্যাবহার করা হয়ে থাকে।

এবার আসেন রেন্ডম সার্চ। অনেকটা কেচো খুড়তে গিয়ে সাপ বের হওয়ার মতো হবে। ধরেন আপনি বাইরে বের হলেন, পুলিশ মূলত মাদক কারবারিদের ধরতে সার্চ করতেছে, হঠাৎ দেখলো আপনার ফোনে ক্রিপ্টো কারোন্স লেনদেন করার এপস, ওনারা কি আপনাকে ছেড়ে দিবে?
818  Bitcoin / Bitcoin Discussion / Re: A Simple Reason Why Bitcoin is not Money on: October 30, 2023, 03:01:39 PM
A) Why's Bitcoin not money?
Because it is purposeless. Meaning, when bitcoins are bought they can never be used for anything, and whoever holds them must ultimately sold them - dump them on someone else.

Due to the lack of a purpose whose fulfilment would generate a specific amount of benefit, there's no pivot for estimating how many bitcoins to accept for goods or services and is, thus, impossible to perform a rational trade.

And what is the purpose of the gold actually? Making jewellery? Gold has a similar nature to Bitcoin, but it's centralized while Bitcoin is not. Why do you think it has no purpose while people can pay using Bitcoin to buy goods and other things on the internet. Of course, it's a form of money, and you can buy many things using Bitcoin these days.

What about the stock market? What is the purpose of it? Just manipulating the rates and making money out of it? Your arguments does not make sense to me. Maybe because I have low IQ.
819  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 30, 2023, 02:38:59 PM
ক্রিপ্টো নিয়ে আমি নিজেও ভয়ে থাকি। কখন কে কই দিয়ে ধরে ফেলে কে জানে। এজন্য একটা ছোট বাটন ফোন কিনছি স্যামসাং এর। বাহিরে গেলে ঐটা নিয়ে বাহিরে যাই। কাজটাজ হয়ে যায় যোগাযোগের এই আরকি। আর যদি এমন কোনো পরিস্থিতিতে পড়ি যে স্মার্ট ফোন না নিলেই না, যেমন কোনো অনুষ্ঠান, ঘোরা ফিরা, ট্রুর সেক্ষেত্রে ক্রিপ্টো রিলেটেট যা কিছু আছে, ওয়ালেট বলেন বা একচেন্জ বলেন (metamask, trust wallet, binance, kuCoin), সব কিছু আগে ফোন দিয়ে উড়াই   Grin। তারপর সেটা নিয়ে বাহিরে যাই। (আবশ্যই সব কিছুর ব্যাকআপ করা আছে আগে থেকেই)।

বাটন ফোন তো যোগাযোগ এর জন্য কাজে লাগে ঠিক আছে, তবে স্মার্টফোন আমাদের জীবনের সাথে এমন ভাবে জড়িয়ে গেছে যে সেটা ছাড়া বাইরে যাওয়া প্রায় মুশকিল একটা ব্যাপার হয়ে গেছে। টাকা পয়সা লেনদেন থেকে শুরু করে প্রায় সব কিছুই স্মার্টফোন দিয়ে করা লাগে। আর বার বার করে ফোনে এপ ইনষ্টল করা, লগইন করা, আবার কেটে ফেলা একটা বিরক্তিকর ব্যাপার। এই ক্ষেত্রে মোবাইলে এপ হাইড করার কিছু এপস আছে যেগুলো ব্যাবহার করা যেতে পারে।

আমি মাঝে মাঝে এসব ব্যাপারে চিন্তা করি আবার ভাবি যে বাড়ির বাইরে তো তেমন একটা যাওয়া হয় না, আমার মোবাইল চেক করবে কে? কিন্তু কখনো যদি আজান দিয়ে ধরে ফেলে, তখন তো রক্ষা হবে না মামু। ভালো একটা জিনিস মনে করিয়ে দিয়েছেন।
820  Bitcoin / Electrum / Re: Understand how electrum wallets work on: October 30, 2023, 08:55:01 AM
I looked at this link to understand: https://oxt.me/transaction/596802d0b3f99149b6c7b4250ce52894938d252aa3ad4fdbf125336bb0c80553

Looks like Electrum consolidated my UTXO and created one UTXO and sent that UTXO to a change address. There is manual way to do this is in electrum which I need to learn or else electrum does that for you due to privacy concerns.

Also the privacy address is part of the same public key.

The electrum wallet did nothing. It cannot do anything on itself. According to the tx link you have provided, Address bc1qa4hrzegkrrq5fmyelma2y3lcs2papk5ee7suns received a transaction from your bc1qra4dcsj34f4nu00ywxhc9986j62t00l2ksza9y and bc1q484x0pjz5g0ghs92zq89yearhlatamng2akpv2 address and you said bc1qa4hrzegkrrq5fmyelma2y3lcs2papk5ee7suns is part of the the same public key. No matter where it belongs because the money is not in this wallet anymore.

All your Bitcoin ended up in this address bc1qvhpnpce5hxwf4gc0q6jm7zw0la3tv0lp5vk7rg and then it went either in some exchange or in some mixer. So, I am sure that your wallet was hacked. It seems you have bought a fake wallet as nc50lc speculated already.

Is there any connection between cold key scam with Coldcard?
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 [41] 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 ... 115 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!