Bitcoin Forum
June 14, 2024, 11:40:32 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 ... 193 »
1  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: May 28, 2024, 04:56:40 PM
আচ্ছা আমাদের বাংলাদেশ থ্রেড এর কোনো মেম্বার কি সাইক্লোন এর কারনে প্রভাবিত হয়েছেন কোনোভাবে? আমার অবস্থা তো একেবারেই নাজুক! যদিও আমি উপকূল এলাকায় বাস করি না, কিন্তু গতকাল সকাল থেকেই বৃষ্টি এবং ঝড়ের সাথে সাথে বিদ্যুৎ চলে যায়। ঘরের আই পি এস দিয়ে কিছুটা ব্যাকাপ নিয়েছি। পাওয়ার ব্যাংক চারজ করা ছিলো না। মোবাইল চারজ করা ছিলো না। কিন্তু গত ২৬ ঘন্টায় আর বিদ্যুৎ আসেনি। কালকে বিকালে বাধ্য হয়ে বাজারে গেলাম এই ঝড়ের মধ্যেই শুধু একটু কাজের জন্য। মোবাইলে এখনো ৫০% চারজ আছে। কিন্তু আজকের দিনেও বিদ্যুৎ আসার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। আজকে অফলাইনে গেলে কবে অনলাইনে আসবো বলতে পারছি না! 🥲

খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হলো। একে বিমান বাতিল। তার উপর বিদ্যুৎ নাই। যাচ্ছেতাই অবস্থা।

তবে গ্রামের দিকে কিছু জায়গায় অবস্থা আরো শোচনীয়। সেই তুলনায় অনেক ভালো আছি বলা চলে।
2  Bitcoin / Project Development / Re: local bitcoin alternative on: March 27, 2024, 11:43:46 PM
Hello everyone,

Following the closure of localbitcoin.com I looked for solutions nothing good, so I decided to code a small site to help the community for people looking to buy bitcoins physically with real sellers etc ... it's a classifieds site, it can be a person, a store it can be anything here I hope it helps the community, good day to all.

To buy bitcoins physically and locally, there is www.localbtc.org

I appreciate all the comments to improve my site be indulgent, I do this voluntarily for the community.

Best all,

Why are you advertising PrimeXBT on your site?

https://go.prmx.co/visit/?bta=35745&brand=primexbt

This looks very unprofessional.
3  Other / Meta / Re: Only Bitcoin related posts are allowed in Local Languages Section? on: March 21, 2024, 11:54:41 PM
Here, I'd like to highlight that in the sections for Other languages/locations, local communities like Pakistan, বাংলা (Bengali), and Укpaїнcькa (Ukrainian) don't have their own boards. A single topic is the only place to discuss anything related to bitcoin, cryptocurrencies, politics, or off-topic discussions in a local language.

If a community have it's own board like Pyccкий (Russian) and Italiano (Italian) you can easily separate posts related to bitcoin or altcoin etc. But for one local thread you don't have this option and allowing only bitcoin related posts seems like there should not be any discussion at all.
Agreed. But, fortunately, we, at বাংলা (Bengali) thread, have not experienced much of an interference from moderator's end in this regard.
4  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: March 20, 2024, 12:31:52 PM
ভাই এইসব র‍্যাফেল গুলো অনেক ভালো লাগে কিন্তু জীবনে একবারেও মতো উইন হতে পারিনি এখনো আসলে কপালের ব্যাপার অনেক কিছুই থাকে থিত এটা আমার কাছে এমন মনে হয়। অংশগ্রহণ করতে ভালো লাগে। কিন্তু উইন না হতে পারলে খারাপ লাগে। ধন্যবাদ @krogothmanhattan কে বার বার এমন সুযোগ তৈরি করে দেয়ার জন্য।
হ্যাঁ ভাই এই ধরনের র‍্যাফেল উইন হওয়া ভাগ্যের ব্যাপার। ১০০ টা স্লট থাকে ১০০ জনের মধ্যে একজন বিজয়ী হবে, যার লাক ভালো থাকবে সেই বিজয়ী হবে। তবে আমার একবার ভাগ্যে সহায়ক ছিলো, একবার উইন হয়েছিলাম। কিন্তু উইন হলেও এক ঝামেলা আমাদের যে দেশ ১০ টাকার জিনিস আনতে আপনার ১০০ টাকা খরচ হবে। এছাড়া ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত এখানেও ঝামেলা হয়ে যেয়ে পারে। তবে অনেক ভালো লাগে বিজয়ী হতে পারলে, অনেক গুলো স্লট থাকে এর মধ্যে যদি নিজে উইন হওয়া যায়।

ভাই চেষ্টা করুন সব র‍্যাফেলে আবেদন করবেন, ভাগ্য আপনার সহায়ক হতেও পারে। দেখবেন আবেদন করতে করতে একবার উইন হয়ে গেছেন।

আবেদন করেছি ভাই দেখা যাক কি হয় আগে আবেদন করতাম না কারণ, যদিও কেউ উইন হয়ে যায় তারপরেও বাংলাদেশে সেটা শিপ্ট করা অনেক ঝামেলার এটা নিয়ে এর আগে কিছু পোস্ট দেখছিলাম। আর আমাদের দেশের কাস্টম তো আছেই শিপমেন্ট আটকায়ে দেবার জন্যে।
আমি ঠিক এটাই বলতে যাছিলাম । আমি এপ্লাই করিনা কারণ সমস্যার  সম্মুখীন হতে হবে। আমি ২০১৯ সালে একবার ভাবসিলাম Ledger wallet নিয়ে অর্ডার দিব। কয়েকজন কে জিজ্জাসা করলাম খরচ নিয়ে বলসে যে দাম তার থেকে দিগুণ টাকা লাগসে এবং কাস্টমে চেক করে জিজ্জাসাও করতে পারে । এরপর মাথা থেকে Ledger wallet এর চিন্তা বাদ দিয়ে দিছি।
জীবনে অযাচিত অশান্তি না চাইলে, Crypto সম্পর্কিত যেকোনো জিনিস বাংলাদেশে আমদানি করা থেকে বিরত থাকুন। সিঙ্গাপুর, দুবাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা ফিলিপাইনে যদি পরিচিত কেউ থাকে, তাহলে তাঁদের ঠিকানায় পাঠিয়ে ওনাদের সাথে বাংলাদেশে আনাতে পারেন।
5  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: February 27, 2024, 03:33:22 AM
কৃত্তিম বুদ্ধিমত্তাকে বলেছিলাম ছবি আঁকতে...

Theme: Crypto bull taking bath in Bangladesh pond

ফলাফল রইলো নিচে...

6  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: January 03, 2024, 01:10:36 PM
এক প্রকার নিরবে নিভ্রিতে আমাদের বাংলাদেশ থ্রেড এর নাম বাংলা (Bengali) হয়ে গেলো। সেটা কয়জন খেয়াল করেছেন? BitCoinDream ভাই, আপনি কি কারো মতামত নেয়ার প্রয়োজন বোধ করেন নাই? নাকি আপনার ডিসিশন সবার ওপর চাপিয়ে দিলেন? বাংলাদেশ নাম টা ভূল ছিলো কি? বাংলাদেশ ছাড়া বাইরের লোক এই থ্রেড এ আছে বলে আমার মনে হয় না।
খেয়াল করলাম ভাই  গত কয়েক ঘণ্টা আগেই চেঞ্জ করা হলো, যদিও আমি বুঝলাম না কি কারনে করা হইল, এর সম্পর্কে কয়েক মাস আগে কথা তোলা হয়েছিল সবার মতামতের জন্য জিজ্ঞাসা করা হয়েছিল তখনো বেশিরভাগ মতামত বাংলাদেশ রাখার পক্ষেই ছিল। কিন্তু আল্টিমেটলি এমন হুট হাট ডিসিশন হবে এটা আশা করিনি। বলতে গেলে একটু ভেতরে চাপা কষ্ট পেলাম।
BitCoinDream আশা করি বিষয়টা আবারও খতিয়ে দেখবেন কারণ বর্তমানে এটা শুধু একটা সেলফ মডারেট টপিক এর মধ্যে সীমাবদ্ধ নেই এটি আমাদের বাংলাদেশের কমিউনিটিতে পরিণত হয়েছে।  Smiley

অনেক ভাবনাচিন্তার পরেই এই পরিবর্তনটি করা হয়েছে। এটা কোনো আকষ্মিক পরিবর্তন নয়। ২০২২ এ বিষয়টি প্রথম উত্থাপন করা হয়...

একটা বিষয় আমি কিছু সময় ধরে ভাবছি। ২০১৪ সালে যখন এই thread শুরু করি, তখন title ছিল 'বাংলাদেশ (Bengali)'। পরবর্তীকালে (অক্টোবর ২৬, ২০১৯) এটিকে পরিবর্তন করে 'বাংলাদেশ (Bangladesh)' করি। উদ্দেশ্য ছিল ভাষা ভিত্তিক না করে সম্পূর্ণ দেশ ভিত্তিক করলে যদি thread এর উন্নতি হয় সেটা দেখা। এখন আমার মনে হয় সময় এসেছে একবার সম্পূর্ণ ভাষা ভিত্তিক করলে কি সুফল হয় সেটা দেখার। অর্থাৎ thread title হবে 'বাংলা (Bengali)'। এতে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিদের যুগ্ম প্রচেষ্টায় যদি উন্নতি হয় এবং আমরা বাংলা sub-forum পাই, তাহলে সেখানে বাংলাদেশ specific একাধিক thread থাকতে পারে।

তবে এর বিপক্ষে কোনো অকাট্য যুক্তি পাওয়া যায়নি। বরং ২০২৩ এ এক সদস্য এর সপক্ষে কিছু যুক্তি দেন যা খণ্ডন করা যায়নি...

ভাই, যারা সত্যই বাংলায় নিজস্ব সাব-ফোরাম চাইতাসেন, তারা নিচের চার্টটি ভালো কইরা দ্যাখেন...

লোকালের সাব-বোর্ডগুলাও ভালো কইরা দেখেন। ভারত ছাড়া বাকি প্রায় সমস্ত সাব-বোর্ড ভাষাভিত্তিক, দেশভিত্তিক নয়। বহু ভাষাভাষীর দেশ হওনের দরুন ভারত আলাদা সাব পাইসে। তাই হ্যাগো কথা আলাদা। খেয়াল করেন, অস্ট্রেলিয়া, ব্রিটেন ইত্যাদি ইংরেজি ভাষাভাষীর দেশগুলার কোনো নিজস্ব সাব নাই। আবার কাতার, সৌদি ইত্যাদি আরব ভাষাভাষীর দেশগুলা আরবিক সাবে কথা কয়। পর্তুগিজ সাবে পর্তুগাল ও ব্রাজিল উভয়ের মানুষই কথা কয়।

পাশাপাশি আরেকটা জিনিস ভাবেন। একটু যদি খোঁজ নিয়া দেখেন, তাইলে জানবেন, বিটকয়েনটক ফোরামের বিভিন্ন ঘটনায়, দেমস একাধিক আইনি সমস্যা ভোগ করসে। তাই, একটা দেশ, যেখানে ক্রিপ্টো ঘোষিতভাবে অবৈধ, সেটারে সাব দিয়া দেমস অহেতুক আইনি সমস্যা বাড়াইতে চাইবো না। কিন্তু ভাষার ভিত্তিতে সাব দিলে সেই সমস্যা নাই। কারণ বাংলা ভাষাভাষী মানুষ সারা পৃথিবীতেই আছেন, যেখানে ক্রিপ্টো ব্যবহার আইনসিদ্ধ।

আর একখান ভুল ধারণা আছে যে বাংলা থ্রেড হইলে আমাগো ভারতে ঢুকাইয়া দিব। এইটা তিন বছর আগে হইতে পারতো। কিন্তু এখন আর হইবো না। বাংলায় এক্টিভিটি ভারতের দিয়া বেশি।

তাই আমার মনে হয়, যুক্তি দিয়া যদি ভাবেন, থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) করন উচিৎ। যারা সহমত, তারা রিপ্লাই দেওনের সময় সাবজেক্ট পাল্টাইয়া দেন আমার মতন। যদিও মোবাইলে এইটা করন একটু সমস্যা।

সাম্প্রতিককালে mixer নিষিদ্ধ হওয়ার প্রেক্ষিতে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে BitcoinTalk ক্রমশঃ আন্তর্জাতিক আইনি ব্যবস্থার নজরে আসছে। এদিকে বাংলাদেশে Crypto নিষিদ্ধ। তাই সরাসরি বাংলাদেশ নামে thread চালানোটা আইনি জটিলতার অবতারণ ঘটাতে পারে। উপরন্তু এখানকার সদস্যরা যে প্রত্যেকেই বাংলাদেশি, এইটা সুনিশ্চিত করার জন্যে কোনো KYC process নেই। কিন্তু সবাই যাতে বাংলা ভাষা ব্যবহার করেন, তা সুনিশ্চিত করা সম্ভব। এই সমস্তটা বিবেচনার পরিপ্রেক্ষিতেই এই পরিবর্তন।

বাংলা ভাষায় Crypto চর্চা ও প্রসারের প্রেক্ষিতে, বিগত দিনগুলির মতো আগামী দিনগুলিতেও আপনাদের সহযোগীতা অবশ্যকাম্য...
7  Bitcoin / Project Development / Re: Seniors, how much does it cost to develop a cryptocurrency like Bitcoin? on: January 03, 2024, 12:36:40 AM
Dear seniors:
I am a non-technical person, I am from China and I would like to know how much does it cost to develop a cryptocurrency like Bitcoin?
A Lifetime...
8  Other / Meta / Re: @theymos - Time to update the current Ledger situaion @ Important Announcements? on: December 14, 2023, 08:07:48 PM
I didn't look into this deeply, but my understanding is that it's opt-in. Do we know that people using Ledger are being put at significant additional risk just by upgrading their firmware, if they don't opt into any backup stuff?

Ledger compromised again. Embarrassed

https://twitter.com/Ledger/status/1735291427100455293
9  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: December 06, 2023, 07:24:35 PM


একদিকে বেকারত্বের যন্ত্রণা, অন্যদিকে বেআইনি অর্থের হাতছানি। এর মাঝে পিষ্ট হচ্ছে দিশাহীন তরুণ প্রজন্ম...
10  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 24, 2023, 06:09:37 PM
বাইনান্স এক্সচেঞ্জের সাথে কি খারাপ কোন কিছু হতে যাচ্ছে নাকি বুঝতে পারতেছি না এইমাত্র আমি দেখতে পারলাম CZ এর টুইটার অ্যাকাউন্ট Restricted করে দিয়েছে.


Restriction উঠে গেছে আর সম্ভাব্য কারণ CZ Twitter এ post ও করেছে...



Source: https://twitter.com/cz_binance/status/1727768796931457512
11  Other / Beginners & Help / Re: I'm new guy in Crypto World on: October 28, 2023, 08:55:32 PM
I'm PYTHON,PHP,JS,C Coder ,How can this be useful for me

This can be immensely helpful to get paid in Crypto. Keep an eye on subs like Project Development & Services.
12  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Bitcoin devs really needs to focus more on making user interface easy to use on: October 03, 2023, 06:12:14 PM
Development is NOT free. Either code what you want or pay a Dev to get it coded.

Being accepted by the community for the change you make is a totally different ball game though.
13  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 18, 2023, 04:49:46 PM
তারপর বলেন, আমাদের লোকাল থ্রেড নিয়ে গ্লোবালের আলোচনা গুলো আপনারা কেমন এনজয় করছেন? আমরা তো আসলে চাই না কেউ কারো সাথে খারাপ সম্পর্ক তৈরী করুক যে কারনে অনেকেই কিছু করছেন যেনেও কেউ কাউকে কিছু বলে না। আমি অতীতে একজন কে পি এম করে বলেছিলাম যে আপনার একটিভিটি খুবই সন্দেহজনক মনে হচ্ছে। জানি না তিনি এখনো এগুলো করে বেড়াচ্ছেন নাকি। সবাই লোকাল থ্রেড এ যেমন সময় দেন, যেরকম পোষ্ট করেন, আপনারা গ্লোবাল বোর্ড গুলোতে শুধু পোষ্ট কাউন্ট এর জন্য পোষ্ট না করে ভ্যালুয়েবল কিছু এড করেন। যেগুলো দেখলে কেউ বলবে না যে এটা সিগন্যাচার স্প্যাম। ব্যাস্ততার কারনে আমার নিজের একটিভিটিই তেমন ভালো না। তবে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, লোকালে গ্রুপিং করা বন্ধ করেন।
কোন আলোচনাগুলোর কথা বলছেন একটু নির্দিষ্টভাবে বলবেন?
14  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: September 07, 2023, 08:30:25 PM
Does anyone here have funds held on Binance? If so, I would like to tell you that you do not. If you are able to get funds off Binance, do it. I’ve been urging people to distance from Binance ever since it was clear FTX failed using the Binance roadmap. Maybe Binance will survive, but having funds on that exchange right now is playing with fire.

Not just Binance, withdraw from any exchange asking for KYC.
There are decent non-KYC options available for quick trades, anything else just keep on your own wallets.

Wallet management should be a #1 topic when entering crypto. Too many people have no idea who they give their coins to.
Never understood the psyche of people, who are into Crypto for several years and yet ready to do KYC for anything related to Crypto! I mean, why would someone do public registration of a private asset holding is beyond my realm of understanding. Even buying a HW by providing any sort of personal info kills the whole purpose of Crypto.
15  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: August 04, 2023, 07:13:36 PM
P.S. I apologize for writing in English. I hope that the moderators will forgive me for one post. I just don't want to use a translator. I hope you will understand me.
No problem. Just as a fun experiment, I thought of translating your post from English to Bengali with three different translator. Result is as follows. I'll leave it to the community to decide, which one worked best. May be, you can use that next time for communication in Bengali...

The thing is, Kraps712 is already banned. You can check this fact in BPIP. So the Queen707 account is no longer just an alt of Kraps712. Queen707's account turns out that he is already evading the ban. So I think this account will be banned as well.

Google Translate
Quote
ব্যাপারটা হল, Kraps712 ইতিমধ্যেই নিষিদ্ধ। আপনি BPIP-এ এই সত্যটি পরীক্ষা করতে পারেন। সুতরাং Queen707 অ্যাকাউন্টটি আর Kraps712 এর একটি বিকল্প নয়। Queen707 এর অ্যাকাউন্ট থেকে দেখা যাচ্ছে যে তিনি ইতিমধ্যেই নিষেধাজ্ঞা এড়াচ্ছেন। তাই আমি মনে করি এই অ্যাকাউন্টটিও ব্যান করা হবে।

Google Bard
Quote
আসলে, Kraps712 ইতিমধ্যেই নিষিদ্ধ। আপনি BPIP এ এই তথ্যটি যাচাই করতে পারেন। সুতরাং, Queen707 অ্যাকাউন্ট আর কেবল Kraps712 এর একটি বিকল্প নয়। Queen707 এর অ্যাকাউন্টটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে মনে হচ্ছে। তাই আমি মনে করি এই অ্যাকাউন্টটিও নিষিদ্ধ হবে।

OpenAI ChatGPT 3.5
Quote
বিষয়টি হল, Kraps712 ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। আপনি BPIP এ এই তথ্য যাচাই করতে পারেন। তাহলে Queen707 অ্যাকাউন্ট আরও কেবল একটি আল্ট নয় Kraps712 এর। Queen707 এর অ্যাকাউন্ট বের করা গেছে যে তিনি ইতিমধ্যে নিষিদ্ধ এসেছেন। তাহলে আমি মনে করি এই অ্যাকাউন্টও বন্ধ করা হবে।
16  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: July 08, 2023, 05:36:32 PM
আমাকে কেউ সাহায্য করুন, আমি বিটকয়েন  Archival  পোস্ট করতে চাই নিজস্বভাবে দরকার। দয়া করে আমাকে কেউ সাহায্য করেন, কিভাবে পোস্ট করতে পারি, সিনিয়রদের পরামর্শ চাচ্ছি।দয়া করে কেউ সাহায্য করুন 🙏🙏🙏।  ধন্যবাদ
কেন new topic এ click করলে হচ্ছে না? নিচের link এ click করে দেখুন তো...

https://bitcointalk.org/index.php?action=post;board=59.0
17  Bitcoin / Development & Technical Discussion / Re: Do you think BIP 106 would have solved the Mempool congestion due to BRC20? on: June 30, 2023, 04:16:54 PM
In order for Bitcoin to succeed, blocks must be full.

If blocks are never full, then there is never a reason for a transaction to pay more 1 satoshi in fees. As the subsidy is reduced, fees become more important. So at some point, full blocks will be necessary in order to ensure that the revenue is high enough to discourage a 51% attack.

Changes that attempt to prevent full blocks would directly impact the security of Bitcoin.

Very few people do understand the importance of this property of Bitcoin.

In coming days, layer 1 will only settle large value transactions and, with reducing CoinBase reward, incentivizing miners through transaction fees would become of prior importance to keep the network secure. Full blocks are inevitable to the competition high for block space. I agree that Satoshi's initial design did not have this cap. But, Satoshi is no God either.
18  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: June 09, 2023, 04:44:18 PM
ভাই Tor Browser আমার bitcoin talk একাউন্ট লগিন এর সময় যে ক্যাপচা টা আসে সেটাতে সুদু ইস্কিপ আসে ভেরিফাই লেখা  আসে না
আমার এখন করনীয় কি আমি কি জানতে পারি

প্রথমে কোনো Clear-net Browser দিয়ে login করুন।

এর পর এই link এ যান - https://bitcointalk.org/captcha_code.php

এখান থেকে Captcha Bypass Code copy করুন ও notepad এ save করে রাখুন।

Tor Browser খুলে এই link টি copy-paste করে Enter মারুন ও আপনার ID-Password দিয়ে login করুন।
19  Other / Meta / @theymos - Time to update the current Ledger situaion @ Important Announcements? on: May 16, 2023, 07:32:47 PM
Ledger risking seed phrases to be exposed on the internet!

Relevant Discussion: https://bitcointalk.org/index.php?topic=5452900.0

Reddit threads...

1. https://old.reddit.com/r/ledgerwallet/comments/13itm7u/is_there_a_backdoor_yes_or_no/jkbyyfp/

2. https://old.reddit.com/r/Bitcoin/comments/13iyous/do_not_update_your_ledger_and_consider_moving_to/

3. https://old.reddit.com/r/CryptoCurrency/comments/13ixi6b/psa_ledger_is_officially_a_hot_wallet_it_can/


@theymos In the above situation, I guess, it would be worthwhile to give an update in Important Announcements and link it below the forum menu as Important Announcement for Ledger Users.
20  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 02, 2023, 08:00:43 PM



এইরকম একটা লেখা প্রথম দেখায় যে কেউ ভাবতে পারে এই ব্যাটা কি বোকা ছিল? কিংবা ভাবতে পারেন লাসজেলো কি আসলে কোন আফসোস করছে বর্তমানে? ২৯২ মিলিয়ন ডলার চাট্টিখানি কথা না। তবে, লাসজেলো এক সাক্ষাতকারে খুব সুন্দর কথা বলেছেন। কয়েনডেস্কের সাথে এক সাক্ষাতকারে লাসজেলো বলেন, বিটকয়েন যদি সবাই হোল্ড করে রাখে তাহলে এর মূল্য কোথায়? বিটকয়েন প্রতিনিয়ত ব্যবহার করার মত মুদ্রা। তিনি মুদ্রা হিসেবে বিটকয়েন ব্যবহার করেছেন। সেজন্যে তার কোন ধরনের আফসোস নেই। তিনি ইতিহাসের সাক্ষী হয়েছেন। যতদিন বিটকয়েন থাকবে ততদিন তার কথা বলবে সবাই। আজ থেকে ৫০-১০০ বছর পর যদি বিটকয়েন থাকে তাহলে অবশ্যই রুপকথার গল্পের মত গল্প হবে লাসজেলোর এই ইতিহাস। মানুষ বিশ্বাসই করতে চাইবে না।

আমি ভাবছি সেই রেস্টুরেন্ট ব্যবসায়ীর কথা, যে দুইটা পিজা বিক্রি করে ১০ হাজার বিটকয়েন পেয়েছিল। আসলে যে লোকটা ডেলিভারি দিতে এসেছিল। সেই লোকটা কি কিছু বিটকয়েন সরিয়ে রেখেছিল নাকি সম্পূর্ণটাই রেস্টুরেন্টের মালিককে প্রোভাইড করেছিল। রেস্টুরেন্টের মালিক সবগুলো বিটকয়েন যদি হোল্ড করে রাখত তাহলে সে আজ কয়েক বিলিয়ন সম্পত্তির মালিক হতো অথবা সে যদি সবগুলো বিটকরেন মার্কেটে রিলিজ করে দিয়ে থাকে তাহলে সে হয়তো এখন নিজের হাত দিয়ে নিজের কপাল চাপড়াচ্ছে। রেস্টুরেন্টের মালিকের জন্য আমার সত্যিই বড় আফসোস হচ্ছে। আসলে কারো কি জানা আছে যে, ওই ১০ হাজার বিটকয়েন সে মার্কেটে রিলিজ করে দিয়েছিল নাকি সে ওই ১০ হাজার বিটকয়েন হোল করে রেখেছিল?

Restaurant owner বা Delivery boy ঐ Bitcoin পায়নি। পেয়েছিলেন Jeremy Sturdivant ওরফে jercos. এই সেই transaction - https://mempool.space/tx/a1075db55d416d3ca199f55b6084e2115b9345e16c5cf302fc80e9d5fbf5d48d.

USD তে restaurant payment টি করেছিলেন Jeremy. Laszlo Hanyecz ওনাকে ধন্যবাদ জানিয়ে post ও দেন BitcoinTalk এ - https://bitcointalk.org/index.php?topic=137.msg1195#msg1195.

এবিষয়ে Jeremy Sturdivant এর একটি সাক্ষাৎকারের link - https://www.bitcoinwhoswho.com/index/jercosinterview




রেস্টুরেন্টের মালিকের জন্য আমার সত্যিই বড় আফসোস হচ্ছে। আসলে কারো কি জানা আছে যে, ওই ১০ হাজার বিটকয়েন সে মার্কেটে রিলিজ করে দিয়েছিল নাকি সে ওই ১০ হাজার বিটকয়েন হোল করে রেখেছিল?
এটি আসলে এখনো জানা যায়নি যে  ওই দশ হাজার বিটকয়েন নিয়ে  ওই পিজ্জা শপের  মালিক কি করেছিল ,  আসলেও ওই দশ হাজার বিটকয়েন কোনো পিজ্জা শপের মালিক নিয়েছিল  কিনা এটা নিয়েও সন্দেহ আছে।
যদি আমরা মনে করি লাসজেলো পাপাজন  পিজ্জা  শপ থেকে  সরাসরি  বিটকয়েন দিয়ে  পিজ্জা কিনেছিল তাহলে এটা ভুল ধারণা হবে,  আসলে তিনি বিটকয়েন ফোরামে  একটি অফার দিয়েছিল ১০ হাজার বিটকয়েন  দিবে তার বদলে  কিছু পিজ্জা তাকে ডেলিভারি করতে হবে,  আর হয়তো কোন একজন ব্যক্তি ওই 10000 বিটকয়েন 41 ডলার  এর বিনিময়ে  একসেপ্ট করেছিল।

এইটা দেখুন - https://en.bitcoin.it/wiki/Jercos
Pages: [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 ... 193 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!