Bitcoin Forum
May 11, 2024, 09:37:46 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: [1] 2 »
1  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: March 27, 2024, 10:45:47 PM
সিনিয়রদের কাছে জানতে চাই গেম বিলিং সাইটে পোস্ট করে মেরিট আর্ন করা সম্ভব...?
ভাই, গেম বিলিং আবার কি? Gambling বা গ্যাম্বলিং অথবা নিদেনপক্ষে জুয়া বলেন...
2  Bitcoin / Legal / Re: Do Kwon arrested on: March 22, 2024, 01:39:54 PM
According to Bankless, Do Kwon (The founder of Luna/USDT) has been arrested in Montenegro:

https://twitter.com/BanklessHQ/status/1638891838881910785
Founder of UST. Not USDT.

Almost 1 year of his arrest. I want this man to rot in hell. Lost my life savings in UST. Angry
3  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 22, 2024, 01:36:04 PM
শুভ সকাল। সবাই কেমন আছেন।আসেন সবাই বিটকয়ন নিয়ে আলোচনা করি।।

ধন্যবাদ বিষয়ভিত্তিক পোস্ট দেয়ার জন্য। এখন বিটকয়েনের মূল্, ১ বিটকয়েন = ৯৬৬৫.৯৬ ডলার।

কিছু পুরান পোস্ট ঘাঁটতে গিয়ে এইটা চোখে পড়লো।

সেদিন, ১ বিটকয়েন = ৯৬৬৫ ডলার

আজ, ১ বিটকয়েন = ৬৪১১৫ ডলার

গত ছয় বছরে ছয়গুণের বেশি হইছে বিটকয়েন।
4  Local / Other languages/locations / Re: কিছু পোস্ট on: October 03, 2023, 06:41:58 PM
তার একটা ভিডিও বার্তায় শোনলাম তিনি বলছেন যে আপনারা গুজবে কান দিয়ে আমাদের সরকার এবং একটা মন্ত্রনালয়কে দোষ দেয়া ঠিক হচ্ছে না। আপনারা যাচাই বাছাই না করে গুজবে কান দিয়ে সরকার এবং আমাকে কথা শোনাচ্ছেন। এখন ব্যাপার হলো বাংলাদেশের প্রথম সারির টিভি মিডিয়া এবং অনলাইন মিডিয়াগুলো যদি গজব ছড়াতে সাহায্য করে, সেখানে সাধারন মানুষকে দোষ দিয়ে কি লাভ? তারা তো নিউজ থেকে দেখেই সমালোচনা করছে।
এইটা একটা সিন্ডিকেট, যেই সিন্ডিকেট ঈদের পরে আন্দোলনের ডাক দেয়, যেই সিন্ডিকেট বলে আগামী এক মাসের মধ্যে দেশ শ্রীলঙ্কার মত দেউলিয়া হয়ে যাবে। তারা এখনো একই প্রপাগান্ডা ছাড়ানোর চেষ্টা করছে। আমি এইবারের কাহিনী নিজ চোখে দেখেছি।
Syndicate আবার কি ভাই? পুরাটাই foreign funding এ বিরোধী রাজনৈতিক দলের চক্রান্ত। পয়সা দিয়ে media তে propaganda করছে।
5  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: July 16, 2023, 01:10:12 PM
তাই সবার উদ্দেশ্যে বলছি চাকরির পিছনে না দৌড়িয়ে এমন একটি অভিজ্ঞতা অর্জন করুন যার মাধ্যমে আপনি একজন আদর্শ উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন বা এমন একটি মুক্ত পেশায় অভিজ্ঞতা অর্জন করুন, যেখানে আপনি নিজেই নিজের বস হিসেবে কাজ করবেন.

অভিজ্ঞতা অর্জন করলেই আপনি যে উদ্যক্তা হতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। বাংলাদেশ এ অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যাক্তি এখনও বেকার বসে আছে। নিজের একটি ব্যাবসা করতে গেলেও টাকার প্রয়োজন। আপনার বাবার সম্পত্তি না থাকলে আপনি সেটিও করতে পারবেন না। এটলিস্ট বাংলাদেশ এ এইটা সম্ভব না। Opportunity ই নাই এই দেশ এ। চাকরি খারাপ জিনিশ না। আপনি যদি নিজের সাথে খাপ খাইয়ে এবং নিজের যোগ্যতা দিয়ে কোনো চাকরি নিতে পারেন, আলহামদুলিল্লাহ। এই চাকরি থেকে আপনি টাকা জমিয়ে নিজের একটি ব্যাবসা চালু করতে পারবেন। অথবা চাকরির সাথে সাথে আপনি একটি ব্যাবসা ও চালাইতে পারবেন।
সিস্টেম টাই ব্রোকেন, এইখানে আপনি হাজার চাইলেও নিজের যোগ্যতা দিয়ে কিছু করতে পারবেন না। আর করলেও অন্যরা আপনার পা ধরে টেনে নামাবে। এইটাই বাংলাদেশ।
তবে বলতে চাই, চাকরির পিছনে দৌড়ানো খারাপ কিছু না। পেয়ে গেলে তো চিন্তা মুক্ত, আর চাকরির পাশাপাশি আপনার অভিজ্ঞতা বাড়ান। তাহলে চাকরির এডভান্টেজ ও পাবেন এবং অভিজ্ঞতা থাকেল তা পরে কাজে লাগিয়ে নিজের মত কিছু করতে পারবেন। তবে একটি ছেড়ে অন্যটি কে মূখ্যভাবে নেওয়া টা যুক্তিসম্মত না।

আর আপনি যদি গ্রামে বাস করেন, তাহলে নিজে উদ্যোগতা হওয়াও কঠিন। আবার ছোটখাট ইনভেস্টমেন্ট দিয়ে কাজ ও হয় না। কয়েকদিন আগে বাজারে বসে আমার বন্ধুদের সাথে আলাপ করছিলাম যে কি করবো। চাকরি বাকরি চাইলে হয়তো করা যায়। তবে অনেকের যোগ্যতা অনুযায়ী পদ বা বেতন পাওয়া অনেক কষ্ট সাধ্য ব্যাপার। আবার অনেক অযোগ্য লোকজন অনেক ভালো ভালো পদে বসে আছেন যারা সেটার যোগ্য নয়। যেহেতু গ্রামে থাকি, এখানে কি করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। রেস্টুরেন্ট বিজনেস একটা ভারো ব্যাবসা। তবে গ্রামের মানুষ নিজের ঘরে খেতেই বেশি ভালোবাসে। গ্রামে এটার চিন্তা করে লাভ নাই। সবাই একটাই সাজেশন করে গরু পালন করার জন্য। অনেক কাজ শিখেছি করার মতো। তবে মারকেট প্লেস এ ক্লাইন্ট পাওয়াও একটা কষ্টসাধ্য ব্যাপার যদি আপনি বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বাস করেন।
ভাই আমি আপনার সাথে সহমত দিচ্ছি যে একজন উদ্যোগক্তা হওয়া অত্যন্ত কঠিন কাজ বিশেষ করে গ্রাম্য এড়িয়াতে। কারন সেখানে অনেক প্রতিকুল পরিবেশ সৃস্টি হয়ে থাকে। তবে আমাদের একটি বিষয় কিন্তু ভুলে গেলে চলবে না সেটি হল যে যদি আমরা উদ্যোগক্তা হতে চায় তাহলে অবশ্যই আমাদেরকে ঝুঁকি নিতে হবে পাশাপাশি একটি লক্ষ্যে স্থির খাকতে হবে সর্বপরী পজিটিভ দৃস্টিভঙ্গি থাকতে হবে।

আমরা প্রায়শই মনের ভেতরে লুকানো অনেক কিছুই প্রকাশ করতে পারি না। অনেকেই মনে মনে চিন্তা করি এটা করব ঐটা করব ইত্যাদি। কিন্তু সেটি কখনই ইমপ্লিমেনটেশন করার কথা ভাবি না। ফলে আমাদের সেই উদ্যোগক্তা হওয়ার স্বপ্ন সুপ্তই থেকে যায়। একজন উদ্যোক্তা এবং সাধারন মানুষের মধ্যে পার্থক্য হল যে সেই উদ্যোগক্তা স্বপ্ন দেখেছে এবং সেই অনুযায়ি তা বাস্তবে রুপ দিয়েছে আর সাধারন মানুষ সেটিকে শুধুমাত্র মনের ভিতরেই রেখে দিয়েছে। উদ্যোগক্তা হওয়া অবশ্যই একটি কঠিন কাজ।

উদ্যোগক্তা হওয়ার ক্ষেত্রে নেতিবাচক দিক গুলোর পাশাপাশি ইতিবাচক দিক গুলো বিবেচনা করা জরুরী। সেই সব মানুষদের থেকে দুরে থাকা যারা শুধুমাত্র নেতিবাচক দিক গুলোকে প্রতিফলিত করে। তবে সবচেয়ে যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ তা হল একজন উদ্যোগক্তা হতে হলে তাকে অবশ্যই বিভিন্ন প্রতিকুল অবস্থায় নিজেকে স্থির রাখার মানুসিকতা তৈরী করতে হবে।

আপনাদের এই আলোচনাটা আমার বেশ ভালো লাগতেছিল। এই সংক্রান্ত একটি video recently চোখে পড়লো। পারলে সবাই দেখবেন। অনেক কিছু শেখার আছে...

https://www.youtube.com/watch?v=_Ep1dfk12ec
6  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: June 30, 2023, 04:31:29 PM
টুইটারে কিছু নতুন নতুন ইনফরমেশন খুঁজতে গিয়ে কতগুলো ক্রিপটো কারেন্সি রিলেটেড এক কথায় প্রকাশের মত কিছু বাগধারা খুঁজে পেয়েছিলাম। কিন্তু কোথায় কোন সোর্স থেকে নিচের ফেসগুলো খুজে পেয়েছি সেটার লিংক আমার কাছে নেই। তবে কিছু ক্রিপ্ট কারেন্সি রিলেটেড বাগধারা গুলো দিয়ে কাকে বা কি বোঝানো হয়েছে সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরা হলো ।

https://www.talkimg.com/images/2023/06/30/S5m2c.png


ভাই, এই Dylan LeClair টি কে? Steady Lads তো UST depeg এর সময় Do Kwon কইছিল...

https://twitter.com/stablekwon/status/1523733542492016640


সাতোশির করা এমন আরো কিছু one liner আমি BitcoinTalk factoid এ দেখসি...

https://bitcointalk.org/adrotate.php?adinfo
7  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 19, 2023, 04:23:18 PM
পেপে খাইসেন কে কে?  Roll Eyes

https://www.coingecko.com/en/coins/pepe
8  Alternate cryptocurrencies / Speculation (Altcoins) / How is the chance of $PEPE to become the next $SHIB? on: April 19, 2023, 04:20:38 PM
$PEPE

https://www.pepe.vip

https://etherscan.io/token/0x6982508145454Ce325dDbE47a25d4ec3d2311933

https://www.coingecko.com/en/coins/pepe


Vs


$SHIB

https://www.shibatoken.com

https://etherscan.io/token/0x95ad61b0a150d79219dcf64e1e6cc01f0b64c4ce

https://www.coingecko.com/en/coins/shiba-inu
9  Bitcoin / Bitcoin Discussion / Re: Invest in Bitcoin by selling wife's jewelry on: April 15, 2023, 07:15:40 PM
I seek advice from expert investors/holders/users of this forum,,,,
whether selling my wife's jewelery and investing on bitcoins makes sense?
Is it reasonable to invest in gold rather than bitcoin?
You make me remember the story of CZ. Guy sold his apartment @ China and bought BTC @ $600. Then BTC dropped to $200. In 2021, BTC touched $60000 and now trading around $30000. He is still around and recently bought a mansion @ Dubai.

https://twitter.com/cz_binance/status/1064901607425376257/

https://www.bloomberg.com/news/articles/2021-11-19/binance-chief-zhao-buys-his-first-home-in-pro-crypto-dubai

Be a strong hand. One day you'll be able to return the jewelry to your wife and buy a home for her. May be you'll be able to afford another wife as well. Roll Eyes
10  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: February 19, 2023, 05:00:24 PM
আপনি কি বলদ নাকি বলদ সাজার চেষ্টা করতেছেন? আপনি কি জানেন নাহ যে কোন ক্রিপ্ট বাংলাদেশে অনুমোদিত নয়। সুতরাং বাংলাদেশ থেকে কোন ধরনের কোন পেমেন্ট ক্রিপ্টো দিয়া করতে পারবেন না। এমনকি প্রশাসন যদি জানে যে আপনি ক্রিপ্ত ব্যবহার করেন বা আপনার কাছে ক্রিপ্ট আছে তাহলে তাহারা আইক্কাওয়ালা বাঁশ নিয়ে আপনার বাড়িতে উপস্থিত হবে। আমি দুঃখিত এর থেকে ভালো ভাষা খুঁজে পেলাম না।
ভাই আমারে নগদে টাকা দিসে কাটার জন্যে। যার টিকিট সে Crypto নিয়ে কিছু জানেও না। আর টিকিটে লেখা থাকে না আপনি Crypto তে দিয়েছেন না Card এ। তাই ঐটা কোনো সমস্যা না।
11  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: February 19, 2023, 04:29:31 PM
Biman Bangladesh domestic flight এর economy seat Crypto দিয়ে কই পাই?
12  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: February 14, 2023, 02:53:14 PM
আজকের ভালোবাসাটা শুধুমাত্র বাবা-মা ও স্ত্রী পুত্রদের জন্যই হওয়া উচিত।
শুধুমাত্র বাবা-মা ও স্ত্রী পুত্র! কন্যা বাদ?
13  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: September 22, 2022, 12:51:16 PM
আপনার PM আমি দেখেছিলাম। কিন্তু উত্তর দেওয়া হয় নি, তাই দুঃখিত। আমি রোজ login করি না। কিন্তু এই thread এর প্রতিটা post প্রায় রোজ পড়ি। তাই আমায় PM না করে, যার যা লেখার এখানেই লিখলে ভাল।

আমি আমাদের লোকাল বোর্ড এ আসি না এইরকম কোন দিন নেই। সব পোস্টই পড়া হয় কিন্তু কিছু লেখার মত এইখানে পাওয়া যায় না ভাই। কেউ কোন ভালো আলোচনা শুরুও করে না। সবাই বাউন্টি হেনতেন এইগুলো নিয়ে আলোচনায় ব্যস্ত। যেসব আলোচনা এইখানে হওয়া দরকার সেসব নিয়ে কেউ চিন্তাও করে না।

Legendary মানুষজনের ভাবনাচিন্তা সব একই রকম দেখি! Roll Eyes
14  Other / Beginners & Help / Re: Random tips for beginners/newbies. on: August 27, 2022, 01:08:04 PM
- What is the point of having ranks in a forum, which is supposed to discuss all things bitcoin?

- What is the point of making a few chosen ones as merit source?
15  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: August 27, 2022, 12:56:19 PM
বিটকয়েন যদি আজ পর্যন্ত ষাঁড়ের মৌসুমে থাকে এবং বিটকয়েনের দাম $40k হিট করে, তাহলে কি এল সালভাদরের বিটকয়েন গ্রহণ ব্যর্থ বলে বিবেচিত হবে?  তারা ব্যর্থ হয়েছে সন্দেহ করার পরিবর্তে, লোকেরা এল সালভাদরের প্রশংসা করবে।  হয়ত নায়েব বুকেল যেভাবে বিটকয়েনের কাছে যায় তা সত্যিই তেমন ভালো নয়, কিন্তু এর মানে এই নয় যে তারা ব্যর্থ হচ্ছে।  আমরা সবাই জানি বিটকয়েন একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ তাই কোনো কিছুর উপসংহারে পৌঁছানো খুব তাড়াতাড়ি।

 বিটকয়েনকে আইনি দরপত্র হিসাবে গ্রহণ করা একটি সাহসী সিদ্ধান্ত, কিন্তু একটি জাতির রাষ্ট্রপতি হিসাবে, আমি বিশ্বাস করি যে নায়েব বুকেল তার সিদ্ধান্ত, একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গবেষণা ও পরিকল্পনা করেছেন।  আমরা একটি ভালুকের বাজার অনুভব করছি এবং আমাদের মতো, নায়েব বুকেল সম্ভবত বিটকয়েনের মূল্য হ্রাসের সাথে কিছুটা লড়াই করছেন।  কিন্তু শুধু হাল ছেড়ে দেবেন না এবং চালিয়ে যান, এল সালভাদর কাঙ্খিত ফলাফল অর্জন করবে।  আমি আমার সিদ্ধান্তে তাদের সফলতা কামনা করছি 🥰🥰🙏

ষাঁড়ের মৌসুম!

ভালুকের বাজার!

আলাদাই লেভেল তো ভাই... চালায়ে যান। Cheesy
16  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: June 19, 2022, 04:50:11 PM
Barisal will be developed as silicon city, says Palak

বরিশাল দিয়া কেউ আছেন নাকি ভাই?
17  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: April 25, 2022, 05:11:42 PM

ম্যাট্রিক্স 1: মার্কেট ক্যাপ

'ম্যাট্রিক্স' আবার কি চাচা? 'মেট্রিক' বা Metric.
18  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 06, 2021, 12:40:40 PM
এক্ষেত্রে আমি জানতে চাচ্ছি বিটকয়েন মাইনিং করা কতটুকু ঝুঁকিপূর্ণ হবে ?
Bitcoin Mining কইরা লাভ নাই ভাই। আপনারে ASIC আনাইতে হইবো। Customs সমস্যা দিতে পারে। তার থেকে CPU/GPU Mining করেন। কোনো special device লাগবো না। Electricity ঠিক থাকলে ঘরেই করতে পারবেন। Profitable ও হইবো। চাইলে mined coin BTC তে convert কইরা লইতে পারবেন। নিচের লেখাদুটি হয়তো আপনার কাজে আইতে পারে।

1. https://coinguides.org/cpu-mining-coins-algorithms/

2. https://www.guru99.com/best-cryptocurrencies-mine-gpu-profitable-easy.html
19  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: February 17, 2021, 05:33:04 PM
ঢাকা নবাবগঞ্জের বা দোহার নবাবগঞ্জের কেউ আছেন নাকি
যারা  ক্রিপ্টো কেনা বেচা করেন।
আপনি কি RAB এর লোক নাকি? Cool
20  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 25, 2020, 02:49:42 PM
ভাইরে ভাই ,নাম না জানা ব্যবহারকারী আপনি কি এখনো আমার উপরে রেগে আছেন নাকি। আমি কি বলেছি বুল রান হবে না।

এখানে রাগের কিছু নাই ভাই। উনি এই বুল রান আর ২০১৭ এর বুল রান এর মধ্যে পার্থক্য দেখিয়ে দিয়েছেন এবং বলেছেন বুল রান কন্টিনিউ করতে পারে । উনি ওনার এনালাইসিস এর ডাটা কোথায় গেলে পাওয়া যাবে তার সোর্স হিসেবে নিউজ সাইট গুলোর লিংক দিয়েছেন। এখন আপ্নে বললেন যে নিউজ সাইট গুলো টাকার বিনিময়ে নিউজ পাবলিশ করে। একথা বলে কি আপ্নে এটা বুঝাইতে চাচ্ছেন যে হিস্টরিকাল ডাটা গুলাও মিথ্যা? এটা তো সম্ভব না।

Grin ভালো হয় যদি আপনি ওনার লেখা লাইনটা পড়েন। ওনি বলেছেন যে, ২০১৭ এর মতো মার্কেট ক্রাশ হবে না, যেটি সাধারণত ২০১৮ তে হয়েছিল। আমি মার্কেট ক্রাশ হওয়া নিয়ে কথা বলেছি, নাকি বুলরান। আর আপনি দেখি জেদ নিয়ে আছেন যে, আপনি ১০০০% সঠিক এবং আমি যে একটা বিষয়ের অপর দিক দেখাচ্ছি সেটি মোটেও সঠিক নয়।  Roll Eyes আমি তো এর আগের পোষ্টটে পরোক্ষভাবে বললাম যে বুলরান হবে। হুদাই অল্প একটু পইড়া ৬ কে ৯ বানানোর অভ্যাস আমার না। পারললে BountyHunk টেলিগ্রাম গ্রুপে দেখেন, বিটিসির মূল্য যখন ১২ কিংবা ১৫ হাজার ডলার ছিল, তখন থেকে সবাইকে বলতেছিন, বিটিসির বুলরান চলতেছে এবং নতুন সর্বোচ্চ মূল্য (ATH) তৈরি হবে।

আমি কথা বলতেছি, মার্কেট ক্রাশ হবে কিনা, আর আপনি পইরা আছেন বুল রান নিয়ে। এত বুদ্ধি আমার থাকলে আমি তো ঘুমাতেই পারতাম না। আর আমি নিউজ পোর্টালরা পেইড নিউজও পাবলিশ করে, যেমন Q4 এর টপ অল্টকয়েনের লিস্ট, যেগুলো পেইড হয়। আর @istiak2277 নিউজ পোর্টালের রেফারেন্স বেশি দিতেছে বিগত পোষ্টগুলোতে, তাই তাকে এই বিষয়টি লক্ষ্য রাখার ঈজ্ঞিত দিয়েছে। এখন যদি আপনি বেশি বুঝে ৬ কে ৯ বানান আমার করার কিছু নাই।

অনেক হইচ্ছে, অন্ধকে পথ দেখায় আমার লাভ নাই।
বুঝতে পারছি আপনে অনেক জানেন। আপনার গ্রুপ এ যাবার প্রয়োজন নাই। আমি আপনাকে ২০১৭ আর ২০২০ এর বুল রান এর মধ্যে পার্থক্যটা দেখতে বলছি শুধু। মার্কেট ডিপ এ যাবেই আজ হোক কাল।  ক্রিপ্টো মার্কেট সব সময় sideway তে চলে না। যাই হোক আমি চাইনা ফোরাম এ নিজেদের মধ্যে ঝগড়া করতে। এমনিতেই বাংলাদেশি মেম্বার কম তার মধ্যে নিজেদের মধ্যে মনোমালিন্য ভালো না। ক্রিপ্টো মার্কেট unpredictable তাই সবার আলাদা মতামত থাকতে পারে। আমি সবার মতামতকেই রেস্পেক্ট করি। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্যে।
ভাই, আপনাগো মতে next ATH আনুমানিক কোন সময়ে হইব আর তখন BTC'র USD value কত হইব?
Pages: [1] 2 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!