MERCATOX এর Loyalty Program এ জয়েন করুন এবং আয় করুন সোশিয়াল একাউন্ট হতে
.
ডমিনেশন টাস্ক কেন বললাম? কারণ আমরা সবাই এইটির সাথে পরিচিত,ডিপঅনিয়ন এর মাধম্যে!
যাই হোক কথায় আসি, কিভাবে আয় করবেন এবং কেমন আয় করবেন?প্রথমেই জানাই About MERCATOX
Mercatox হল একটি আধুনিক ই-কারেন্সি এবং ক্রিপ্টকারেন্সি এর এক্সচেঞ্জ মার্কেট। এটিতে বহু প্রকারের কারেন্সি এক্সচেঞ্জের সুযোগ সুবিধা রয়েছে। নতুন পুরাতন সকল প্রকার ট্রেডারদের জন্য ব্যাবহার উপযোগি।
MERCATOX এর সুযোগ-সুবিধা :কিভাবে আয় করবেন?
সুযোগ সুবিধার তালিকা হতে হয়ত বুঝে গেছেন!
হ্যা আমরা লয়ালটি প্রোগ্রাম থেকে আয় করতে পারি।
এফিলিয়েট আয়ের ব্যাপারে বিস্তারিত জানি না!
তবুও আমার এফিলিয়েট এড্রেস দিব,চাইলে সাইন আপ করতে পারেন নতুবা নন এফিলিয়েট এড্রেস দিয়ে দিব।
একাউন্ট তৈরী করতে চাইলে:
লয়ালটি প্রোগ্রামের বিস্তারিত:
লয়ালটি প্রোগ্রামে আপনাকে সোশিয়াল মিডিয়া,ফোরাম,ব্লগে তাদের প্রমোট করতে হবে। প্রতিটা টাস্কের জন্য আপনাকে কিছু পয়েন্ট দেয়া হবে।
যা প্রতি সপ্তাহে বিতরণ করা হবে। সেইগুলি আপনি চাইলে তখনি এক্সচেঞ্জ করে BTC/ETH/Other Currency তে নিতে পারবেন।
এর মাধ্যমে আপনি প্রতি সপাতে অন্তত ১০০০পয়েন্ট আয় করতে পারবেন যার দাম মার্কেটপ্লেসের উপর ডিপেন্ড করলে সেটি ৫০$ এর কম হবে না।
তো কি কি প্রোগ্রাম আছে আর কিভাবে পার্টিসিপেট করবেন?
সোশিয়াল মিডিয়া: এর জন্য আপনার প্রয়োজন হবে একটি ফেসবুক/টুইটার/ইউটিউব যার মধ্যে অন্তত ১০০ ফলোয়ার আছে।
সেই একাউন্টগুলো দিয়ে রিকুয়েস্ট করলে তারা আপনার একাউন্ট টি চেক করবে। তাই মনে করে সেইগুলো পাবলিক করে রাখবেন।
তারপর এপ্রুভ হওয়ার পর তাদের পোস্টে লাইক,কমেন্ট,শেয়ার/রিটুইট করতে হবে।
ফোরাম টপিক: এর মধ্যে আপনি কোনো ফোরামে তাদের ব্যাপারে জানানোর মাধ্যমে পয়েন্ট আয় করতে পারেন।
ব্লগ আর্টিকেল : এই প্রোগ্রামে আপনাকে তাদের ব্যাপারে আর্টিকেল শেয়ার করতে হবে।
আপনার নিজস্ব ব্লগ না থাকলে স্টিমইট/মিডিয়াম ব্লগেও আপনার পোস্ট শেয়ার করতে পারবেন।
এর জন্য আপনার কমপক্ষে ৫০ফলোয়ার থাকতে হবে।
ট্রান্সলেশন/ অন্যান্য প্রোগ্রাম নিয়ে বিস্তারিত জেনে পোস্ট আপডেড করএ দিব।
ধন্যবাদ।
নিচের কমেন্টে কোনো প্রশ্ন/সাজেশ্ন/হেল্প লাগলে জানান।
ধন্যবাদ|