Bitcoin Forum
November 04, 2024, 04:42:13 AM *
News: Latest Bitcoin Core release: 28.0 [Torrent]
 
   Home   Help Search Login Register More  
Pages: « 1 ... 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 [123] 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 ... 572 »
  Print  
Author Topic: বাংলা (Bengali)  (Read 5131011 times)
This is a self-moderated topic. If you do not want to be moderated by the person who started this topic, create a new topic. (1830 posts by 89+ users deleted.)
Sultanar484
Copper Member
Member
**
Offline Offline

Activity: 232
Merit: 10


View Profile
January 14, 2020, 02:48:56 PM
 #2441

খুবই ভালো লাগলো যে আমাদের লোকাল এই থ্রেডের অনেক পরিবর্তন হয়েছে। আগের চেয়ে স্পাম কিছুটা কমেছে এবং পাশাপাশি সিনিয়র কিছু মেম্বারও এক্টিভ হয়েছে। আশা করছি সবাই ভালো মানের পোস্ট করবেন যাতে কেউ আমাদের স্পামার বলতে না পারে। পাশাপাশি যাদের মেরিট আছে তারা ভালো কোয়ালিটির পোস্টে অবশ্যই মেরিট দেবেন। এতে সবাই ভালো পোস্ট করার জন্য অনুপ্রানিত হবে।

মেরিট নিয়ে উপরে অনেকগুলো পোস্ট আছে, অনেকেই চেক না করেই জিজ্ঞেস করছে মেরিট কি এবং কিভাবে পেতে হয়। যাই হক, আমি আবার গুছিয়ে একটা পোস্ট করার চেষ্টা করছি যেটা আমাদের থ্রেড মডারেটর আশা করছি উনার থ্রেডে লিংক করে দেবেন যাতে নতুনরা থ্রেড থেকেই জানতে পারে।

মেরিট কি?
মেরিট হল মুলত ভালো কোয়ালিটির পোস্টের নির্দেশক। মানে কোন থ্রেড বা পোস্টে যদি আপনি মেরিট দেখেন তাহলে বুঝে নিতে হবে ঐই পোস্ট কিংবা থ্রেড অবশ্যই ভালো মানের। যদিও অনেকেই ফানি পোস্টেও মেরিট দিয়ে থাকে।
যদি আপনি ভালো পোস্ট করেন তাহলে আপনি মেরিট পাবেন। ভালো পোস্ট বলতে যেসব পোস্ট ফোরাম মেম্বারদের জন্য সহায়ক, কিংবা যেসব পোস্ট বিটকয়েন ও আলটাকয়েনের বিভিন্ন ট্যাকনিক্যাল দিক তুলে ধরে সেসব পোস্টকে বোঝানো হয়েছে।

এস-মেরিট কি?
এস-মেরিট হল যে মেরিটগুলো আপনি অন্যকে দিতে পারবেন। আপনি যদি ১টি মেরিট পান, তাহলে আপনার এস-মেরিট হবে ০.৫ মানে আপনি যা মেরিট পাবেন তার অর্ধেক আপনার এস-মেরিটে যোগ হবে।
আপনি কাউকে মেরিট দিলে আপনার মুল মেরিট কম্বে না। উদাহরণস্বরুপ, আপনি ১০ মেরিট পেলে আপনার এস-মেরিট হবে ৫। আপনি যদি কাউকে ৫ মেরিট দেন, আপনার মুল মেরিট কিন্তু কমবে না, সেটা ১০ থেকে যাবে।

মেরিট সোর্স
ফোরামে যাতে পর্যাপ্ত মেরিটের সরবরাহ থাকে বা মেরিট দেয়ার লোক থাকে, সেজন্য এডমিন থিমস সাহেব ৯৮ জন মেরিট সোর্স হিসেবে নিয়েছেন। এই সংখ্যা বাড়তেও পারে, কমতেও পারে।

মেরিট এর প্রয়োজনীয়তা
ফোরামে র‍্যাংক আপ করতে হলে আপনাকে অবশ্যই মেরিট থাকতে হবে। তাছাড়া মেরিট থাকার মানে হল আপনি একজন ভালো মানের পোস্টার যা আপনাকে একতা ভালো সিগ্নেচার ক্যাম্পেইনে একচেপ্ট হতে সহায়তা করবে। নিচে বিভিন্ন র‍্যাংকের জন্য প্রয়োজনীয় মেরিট সংখ্যা দেয়া হল।
১। নিউবি- ০ মেরিট
২। জুনিয়র মেম্বার- ১ মেরিট + ৩০ এক্টিভিটি
৩। মেম্বার- ১০ মেরিট + ৬০ এক্টিভিটি
৪। ফুল মেম্বার- ১০০ মেরিট + ১২০ এক্টিভিটি
৫। সিনিয়র মেম্বার- ২৫০ মেরিট + ২৪০ এক্টিভিটি
৬। হিরো মেম্বার- ৫০০ মেরিট + ৪৮০ এক্টভিটি
৭। লিজেন্ডারি মেম্বার- ১০০০ মেরিট + ৭৭৫ থেকে ১০৩০ এক্টিভিটি

আমাদের এই থ্রেডে যারা বিটকয়েন এবং এর টেকনিক্যাল দিকগুলো নিয়ে আলোচনা করবে তাদের আমি মেরিট দেব। শুরু করুন। যেসব ব্যাপার বুঝতে পারবেন না সেক্ষেত্রে আমি আছি, আমাদের মডারেটর আছেন + আরো সিনিয়র মেম্বার আছেন যারা আপনাকে সহায়তা করবেন অবশ্যই।
নোটঃ স্পাম পোস্ট দেখলে রিপোর্ট করতে ভুলবেন না।

আপনি বিস্তারিত মেরিট নিয়ে আলোচনা করেছেন যেটা নতুনদের বুঝতে অনেক সুবিধা হবে। আমি তেমন একটিভ থাকিনা ফোরামে। আমি মনে করেছিলাম এটার উপরে বিস্তারিত একটা পোস্ট করবো। আমার পক্ষথেকে আপনি করেছেন এজন্য অনেক ধন্যবাদ। আর হা বর্তমানে মেরিট পেয়ে র‌্যাংক বৃদ্ধি করার চিন্তা করাও দূরুহ হয়ে পড়েছে। তবুও ভালো পোস্ট করলে অন্তত মেম্বার হওয়া যায় সহজে।

NNRR
Member
**
Offline Offline

Activity: 1764
Merit: 15

🪙 🪙 🪙 🪙


View Profile WWW
January 15, 2020, 06:15:19 PM
Merited by ariyanmizan7460 (2), CrisTofar (2), Murat (1), DTalk (1)
 #2442

ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট কী ?

ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট এবং তাদের ফাংশন এর  ধরণগুলিতে যাওয়ার আগে, ক্রিপ্টো ওয়ালেট কী তা বোঝা খুবই গুরুত্বপূর্ণ।
একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট হল একটি সফ্টওয়্যার প্রোগ্রাম, একটি ডিভাইস বা একটি দৈহিক মাধ্যম যা পাবলিক এবং প্রাইভেট কী সংরক্ষণের জন্য ডিজাইন করা হয়েছে। এটি মালিকানা ট্র্যাক করতে, ব্যয় করতে এবং ডিজিটাল মুদ্রাগুলি গ্রহণ করতে ব্যবহৃত হয়। এছাড়াও ব্যবহারকারীরা তাদের ক্রিপ্টোকারেন্সি ভারসাম্য পর্যবেক্ষণ করতে পারেন। ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের রেফারেন্স লাইনটি বাস্তব জীবনের ওয়ালেটে আঁকতে পারে যেখানে আমরা আমাদের ক্রেডিট কার্ড, কয়েন এবং নগদ সঞ্চয় করি। তবুও ফাংশনটি প্রায় একই রকম হলেও এটি যখন ডিজিটাল ওয়ালেট কীভাবে কাজ করে তখন অনেকগুলি পার্থক্য রয়েছে।

একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট কিভাবে কাজ করে

কোনও ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের ক্ষেত্রে, ক্রিপ্টোকারেন্সি সম্পদগুলি প্রকৃতপক্ষে ওয়ালেট সংরক্ষণ করা হয় না, কারণ এগুলির কোনও দৈহিক আকারে অস্তিত্ব নেই। একটি ডিজিটাল ওয়ালেট জন-কী টাইপোগ্রাফির সাহায্যে তহবিলগুলি নিয়ন্ত্রণ করতে ব্লকচেইনের শক্তি ব্যবহার করে, গ্লোবাল সাইন অনুসারে
সার্বজনীন-কী ক্রিপ্টোগ্রাফি বা অসম্যাট্রিক ক্রিপ্টোগ্রাফি, একটি এনক্রিপশন স্কিম যা দুটি গাণিতিকভাবে সম্পর্কিত, তবে অভিন্ন নয়, কীগুলি - একটি পাবলিক কী এবং একটি ব্যক্তিগত কী ব্যবহার করে। ব্যক্তিগত এবং পাবলিক কীগুলি দুটি অনন্য সম্পর্কিত ক্রিপ্টোগ্রাফিক কী, যা সাধারণত দীর্ঘ এলোমেলো সংখ্যা একটি সর্বজনীন কী জনসাধারণের জন্য উপলভ্য এবং যে কোনও পাবলিক ডিরেক্টরি বা সংগ্রহস্থলের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। অন্যদিকে, একটি ব্যক্তিগত কী কেবল মাএ ওয়ালেট এর মালিকের কাছে থাকে।
কীভাবে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটগুলি কাজ করে তা আরও ভালভাবে বুঝতে, আসুন একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ঠিকানার সংজ্ঞাটি দেখুন। একটি ঠিকানা হল শনাক্তকারী যা 26-25 বর্ণমালা অক্ষর নিয়ে গঠিত। ওয়ালেটের ঠিকানা প্রতিটি ব্যক্তির জন্যও স্বতন্ত্র। ঠিকানাটি কোনও ক্রিপ্টো ওয়ালেটের যেকোন ব্যবহারকারীর দ্বারা তৈরি করা যেতে পারে এবং ক্রিপ্টোকারেন্সিগুলি গ্রহণ করতে ব্যবহার করা যেতে পারে। সুতরাং, এখানে ওয়ালেট ঠিকানা ফিয়াট মানি লেনদেনের জন্য ব্যবহার করা হয়।

ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের ধরণ

কিছু ধরণের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট রয়েছে এবং এগুলির সকলের লক্ষ্য রয়েছে ক্রিপ্টোকারেন্সি সম্পদ সংরক্ষণ এবং পরিচালনার বিভিন্ন উপায়। ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটগুলি সাধারণত তিন প্রকারে বিভক্ত করা যায়: সফ্টওয়্যার, হার্ডওয়্যার এবং কাগজ ডিজিটাল মুদ্রার ওয়ালেট । তবে আমরা ডেস্কটপ, অনলাইন এবং মোবাইল সফ্টওয়্যার ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের মধ্যে আরও পার্থক্য করতে পারি।

সফটওয়্যার ওয়ালেট

সফ্টওয়্যার ক্রিপ্টো ওয়ালেটগুলি হল ওয়েব-ভিত্তিক ডিজিটাল ওয়ালেট যা "হট ওয়ালেট" হিসাবেও উল্লেখ করা যেতে পারে, কারণ তারা ইন্টারনেটে লিঙ্কযুক্ত, সুতরাং হ্যাক করার সম্ভাব্য ঝুঁকিপূর্ণ। তবুও, এই ওয়ালেটগুলি এমন ব্যবহারকারীদের জন্য বেশ সুরক্ষিত হিসাবে পরিচিত।

ডেস্কটপ ওয়ালেট

এই ধরণের ক্রিপ্টো ওয়ালেট গুলো ব্যবহারকারীর কম্পিউটারে ডাউনলোড এবং ইনস্টল করা প্রয়োজন। ডেস্কটপ ওয়ালেটগুলি কেবলমাত্র একটি পিসি বা ল্যাপটপ থেকে অ্যাক্সেস করা যায়, যার মধ্যে সে ডাউনলোড হয়েছিল। এই ওয়ালেটগুলি মাঝারি স্তরের সুরক্ষার জন্য পরিচিত এবং বিপুল পরিমাণে ক্রিপ্টোকারেন্সি সঞ্চয় করার জন্য সুপারিশ করা হয় না।

অনলাইন ওয়ালেট

অনলাইন ওয়ালেটগুলি যে কোনও অবস্থান থেকে যে কোনও ল্যাপটপ বা ডিভাইস থেকে অ্যাক্সেস করা যায়। এই ওয়ালেটগুলি বর্ধিত সুবিধার্থে আসে, তবুও, তহবিলগুলির সুরক্ষার স্তর নেতিবাচকভাবে প্রভাবিত হয়। এছাড়াও, অনলাইন ওয়ালেটগুলি সাধারণত ব্যক্তিগত কীগুলি অনলাইনেও সংরক্ষণ করে এবং তৃতীয় পক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই জাতীয় ওয়ালেট থাকা সম্পদের দুর্বলতাকে বাড়িয়ে তোলে।

মোবাইল ওয়ালেট

এই ওয়ালেটগুলি আপনার ফোনের একটি অ্যাপ্লিকেশনে চলে। এগুলি ব্যবহারে বেশ সুবিধাজনক এবং যে কোনও অবস্থান থেকে আপনার ফোনে অ্যাক্সেস করা যায়। এই ওয়ালেটগুলি ডেস্কটপ ডিজিটাল ওয়ালেটের একটি ছোট সংস্করণ হিসাবে ধরা যেতে পারে। এগুলি ব্যবহারকারীর পক্ষে আরও সহজতর।

হার্ডওয়্যার ওয়ালেট

হার্ডওয়্যার ওয়ালেটগুলি সফ্টওয়্যার ক্রিপ্টো ওয়ালেট থেকে আলাদা  তারা কোনও ইউএসবি ড্রাইভের মতো কোনও হার্ডওয়্যার ডিভাইসে ব্যবহারকারীর ব্যক্তিগত কী সঞ্চয় করে। হার্ডওয়্যার ওয়ালেটগুলি ক্রিপ্টোকারেন্সি অফলাইনে সঞ্চয় করার জন্য ডিজাইন করা হয়েছে যদিও ব্যবহারকারীরা এখনও অনলাইনে লেনদেন করতে পারেন। এগুলিকে কোল্ড ওয়ালেট হিসাবেও উল্লেখ করা হয়, কারণ তারা ব্যক্তিগত কীগুলি অফলাইনে সংরক্ষণ করে, যা তাদের আক্রমণ হ্যাক করার জন্য প্
রতিরোধী করে তোলে। এই ওয়ালেটগুলি তাদের উচ্চ-সুরক্ষা বৈশিষ্ট্যের কারণে সাধারণত বড় পরিমাণে ক্রিপ্টো সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।

কাগজ ওয়ালেট

কাগজের ওয়ালেটগুলি ব্যবহার সহজ এবং উচ্চ স্তরের সুরক্ষার জন্য এটি পরিচিত। এগুলি অফলাইন ওয়ালেটগুলি যা মূলত একটি ছাপানো কাগজের টুকরো যাতে ব্যক্তিগত এবং পাবলিক কী এবং ক্রিপ্টোকারেন্সি লেনদেনের জন্য কিউআর কোড থাকে।

আপনার ক্রিপ্টোকারেন্সি কীভাবে রক্ষা করবেন ?

আপনি যে কোন ধরণের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটকেই পছন্দ করেন না কেন, ক্রিপ্টো স্পেসে বেশ কিছু নিয়ম রয়েছে যা প্রত্যেককে তাদের সম্পত্তি রক্ষা করতে কিছু নিয়ম মানতে হবে।

আপনার ব্যক্তিগত কীগুলি কোথাও শেয়ার করবেন না

আপনার ব্যক্তিগত কী কারও সাথে ভাগ করে নেওয়া গুরুত্বপূর্ণ নয়। ব্যক্তিগত কীগুলি অক্ষর এবং সংখ্যাগুলির সংমিশ্রণ যা কেবল আপনার জানা উচিত।

সুরক্ষা স্তর

আপনার ক্রিপ্টো ওয়ালেটের জন্য গুগল প্রমাণীকরণকারী এবং একাধিক-স্বাক্ষর সুরক্ষাটিকে অবমূল্যায়ন করবেন না। এগুলি অপ্রয়োজনীয় ব্যবস্থার মতো মনে হতে পারে তবে অভিজ্ঞতা থেকে জানা যায় যে এগুলি সমস্তই হাজার হাজার ডলারের মূল্যবান ক্রিপ্টোকারেন্সিগুলিকে বাঁচাতে পারে।

ব্যাকআপ করুন

সর্বদা আপনার ওয়ালেট এবং ব্যক্তিগত কীগুলি ব্যাকআপ করুন। খালি ন্যূনতম হিসাবে, কোনও সময় আপনার ওয়ালেট এবং কীগুলির একটি হার্ড কপি রয়েছে তা নিশ্চিত করার জন্য সিডি বা ইউএসবি ড্রাইভে কমপক্ষে একটি ব্যাকআপ রাখার পরামর্শ দেওয়া হয়। মনে রাখবেন, আপনি যদি নিজের ওয়ালেট এবং কীগুলি হারিয়ে ফেলেন তবে আপনি সেই ওয়ালেটে থাকা সমস্ত ক্রিপ্টোকারেন্সি সম্পদের অ্যাক্সেসও হারাবেন।

পাসওয়ার্ড সুরক্ষা

আপনার ক্রিপ্টো ওয়ালেটের পাসওয়ার্ড সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ । অত্যন্ত কঠোর এবং অনন্য পাসওয়ার্ড নিয়ে আসুন যার মধ্যে সংখ্যা এবং অক্ষর (উভয় বড় এবং ছোট হাতের) অন্তর্ভুক্ত থাকে। কারও সাথে আপনার পাসওয়ার্ড শেয়ার করবেন না।
Bazlu
Jr. Member
*
Offline Offline

Activity: 60
Merit: 5


View Profile
January 16, 2020, 07:02:26 AM
 #2443

ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট কী ?

ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট এবং তাদের ফাংশন এর  ধরণগুলিতে যাওয়ার আগে, ক্রিপ্টো ওয়ালেট কী তা বোঝা খুবই গুরুত্বপূর্ণ।
একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট হল একটি সফ্টওয়্যার প্রোগ্রাম, একটি ডিভাইস বা একটি দৈহিক মাধ্যম যা পাবলিক এবং প্রাইভেট কী সংরক্ষণের জন্য ডিজাইন করা হয়েছে। এটি মালিকানা ট্র্যাক করতে, ব্যয় করতে এবং ডিজিটাল মুদ্রাগুলি গ্রহণ করতে ব্যবহৃত হয়। এছাড়াও ব্যবহারকারীরা তাদের ক্রিপ্টোকারেন্সি ভারসাম্য পর্যবেক্ষণ করতে পারেন। ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের রেফারেন্স লাইনটি বাস্তব জীবনের ওয়ালেটে আঁকতে পারে যেখানে আমরা আমাদের ক্রেডিট কার্ড, কয়েন এবং নগদ সঞ্চয় করি। তবুও ফাংশনটি প্রায় একই রকম হলেও এটি যখন ডিজিটাল ওয়ালেট কীভাবে কাজ করে তখন অনেকগুলি পার্থক্য রয়েছে।

একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট কিভাবে কাজ করে

কোনও ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের ক্ষেত্রে, ক্রিপ্টোকারেন্সি সম্পদগুলি প্রকৃতপক্ষে ওয়ালেট সংরক্ষণ করা হয় না, কারণ এগুলির কোনও দৈহিক আকারে অস্তিত্ব নেই। একটি ডিজিটাল ওয়ালেট জন-কী টাইপোগ্রাফির সাহায্যে তহবিলগুলি নিয়ন্ত্রণ করতে ব্লকচেইনের শক্তি ব্যবহার করে, গ্লোবাল সাইন অনুসারে
সার্বজনীন-কী ক্রিপ্টোগ্রাফি বা অসম্যাট্রিক ক্রিপ্টোগ্রাফি, একটি এনক্রিপশন স্কিম যা দুটি গাণিতিকভাবে সম্পর্কিত, তবে অভিন্ন নয়, কীগুলি - একটি পাবলিক কী এবং একটি ব্যক্তিগত কী ব্যবহার করে। ব্যক্তিগত এবং পাবলিক কীগুলি দুটি অনন্য সম্পর্কিত ক্রিপ্টোগ্রাফিক কী, যা সাধারণত দীর্ঘ এলোমেলো সংখ্যা একটি সর্বজনীন কী জনসাধারণের জন্য উপলভ্য এবং যে কোনও পাবলিক ডিরেক্টরি বা সংগ্রহস্থলের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। অন্যদিকে, একটি ব্যক্তিগত কী কেবল মাএ ওয়ালেট এর মালিকের কাছে থাকে।
কীভাবে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটগুলি কাজ করে তা আরও ভালভাবে বুঝতে, আসুন একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ঠিকানার সংজ্ঞাটি দেখুন। একটি ঠিকানা হল শনাক্তকারী যা 26-25 বর্ণমালা অক্ষর নিয়ে গঠিত। ওয়ালেটের ঠিকানা প্রতিটি ব্যক্তির জন্যও স্বতন্ত্র। ঠিকানাটি কোনও ক্রিপ্টো ওয়ালেটের যেকোন ব্যবহারকারীর দ্বারা তৈরি করা যেতে পারে এবং ক্রিপ্টোকারেন্সিগুলি গ্রহণ করতে ব্যবহার করা যেতে পারে। সুতরাং, এখানে ওয়ালেট ঠিকানা ফিয়াট মানি লেনদেনের জন্য ব্যবহার করা হয়।

ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের ধরণ

কিছু ধরণের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট রয়েছে এবং এগুলির সকলের লক্ষ্য রয়েছে ক্রিপ্টোকারেন্সি সম্পদ সংরক্ষণ এবং পরিচালনার বিভিন্ন উপায়। ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটগুলি সাধারণত তিন প্রকারে বিভক্ত করা যায়: সফ্টওয়্যার, হার্ডওয়্যার এবং কাগজ ডিজিটাল মুদ্রার ওয়ালেট । তবে আমরা ডেস্কটপ, অনলাইন এবং মোবাইল সফ্টওয়্যার ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের মধ্যে আরও পার্থক্য করতে পারি।

সফটওয়্যার ওয়ালেট

সফ্টওয়্যার ক্রিপ্টো ওয়ালেটগুলি হল ওয়েব-ভিত্তিক ডিজিটাল ওয়ালেট যা "হট ওয়ালেট" হিসাবেও উল্লেখ করা যেতে পারে, কারণ তারা ইন্টারনেটে লিঙ্কযুক্ত, সুতরাং হ্যাক করার সম্ভাব্য ঝুঁকিপূর্ণ। তবুও, এই ওয়ালেটগুলি এমন ব্যবহারকারীদের জন্য বেশ সুরক্ষিত হিসাবে পরিচিত।

ডেস্কটপ ওয়ালেট

এই ধরণের ক্রিপ্টো ওয়ালেট গুলো ব্যবহারকারীর কম্পিউটারে ডাউনলোড এবং ইনস্টল করা প্রয়োজন। ডেস্কটপ ওয়ালেটগুলি কেবলমাত্র একটি পিসি বা ল্যাপটপ থেকে অ্যাক্সেস করা যায়, যার মধ্যে সে ডাউনলোড হয়েছিল। এই ওয়ালেটগুলি মাঝারি স্তরের সুরক্ষার জন্য পরিচিত এবং বিপুল পরিমাণে ক্রিপ্টোকারেন্সি সঞ্চয় করার জন্য সুপারিশ করা হয় না।

অনলাইন ওয়ালেট

অনলাইন ওয়ালেটগুলি যে কোনও অবস্থান থেকে যে কোনও ল্যাপটপ বা ডিভাইস থেকে অ্যাক্সেস করা যায়। এই ওয়ালেটগুলি বর্ধিত সুবিধার্থে আসে, তবুও, তহবিলগুলির সুরক্ষার স্তর নেতিবাচকভাবে প্রভাবিত হয়। এছাড়াও, অনলাইন ওয়ালেটগুলি সাধারণত ব্যক্তিগত কীগুলি অনলাইনেও সংরক্ষণ করে এবং তৃতীয় পক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই জাতীয় ওয়ালেট থাকা সম্পদের দুর্বলতাকে বাড়িয়ে তোলে।

মোবাইল ওয়ালেট

এই ওয়ালেটগুলি আপনার ফোনের একটি অ্যাপ্লিকেশনে চলে। এগুলি ব্যবহারে বেশ সুবিধাজনক এবং যে কোনও অবস্থান থেকে আপনার ফোনে অ্যাক্সেস করা যায়। এই ওয়ালেটগুলি ডেস্কটপ ডিজিটাল ওয়ালেটের একটি ছোট সংস্করণ হিসাবে ধরা যেতে পারে। এগুলি ব্যবহারকারীর পক্ষে আরও সহজতর।

হার্ডওয়্যার ওয়ালেট

হার্ডওয়্যার ওয়ালেটগুলি সফ্টওয়্যার ক্রিপ্টো ওয়ালেট থেকে আলাদা  তারা কোনও ইউএসবি ড্রাইভের মতো কোনও হার্ডওয়্যার ডিভাইসে ব্যবহারকারীর ব্যক্তিগত কী সঞ্চয় করে। হার্ডওয়্যার ওয়ালেটগুলি ক্রিপ্টোকারেন্সি অফলাইনে সঞ্চয় করার জন্য ডিজাইন করা হয়েছে যদিও ব্যবহারকারীরা এখনও অনলাইনে লেনদেন করতে পারেন। এগুলিকে কোল্ড ওয়ালেট হিসাবেও উল্লেখ করা হয়, কারণ তারা ব্যক্তিগত কীগুলি অফলাইনে সংরক্ষণ করে, যা তাদের আক্রমণ হ্যাক করার জন্য প্
রতিরোধী করে তোলে। এই ওয়ালেটগুলি তাদের উচ্চ-সুরক্ষা বৈশিষ্ট্যের কারণে সাধারণত বড় পরিমাণে ক্রিপ্টো সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।

কাগজ ওয়ালেট

কাগজের ওয়ালেটগুলি ব্যবহার সহজ এবং উচ্চ স্তরের সুরক্ষার জন্য এটি পরিচিত। এগুলি অফলাইন ওয়ালেটগুলি যা মূলত একটি ছাপানো কাগজের টুকরো যাতে ব্যক্তিগত এবং পাবলিক কী এবং ক্রিপ্টোকারেন্সি লেনদেনের জন্য কিউআর কোড থাকে।

আপনার ক্রিপ্টোকারেন্সি কীভাবে রক্ষা করবেন ?

আপনি যে কোন ধরণের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটকেই পছন্দ করেন না কেন, ক্রিপ্টো স্পেসে বেশ কিছু নিয়ম রয়েছে যা প্রত্যেককে তাদের সম্পত্তি রক্ষা করতে কিছু নিয়ম মানতে হবে।

আপনার ব্যক্তিগত কীগুলি কোথাও শেয়ার করবেন না

আপনার ব্যক্তিগত কী কারও সাথে ভাগ করে নেওয়া গুরুত্বপূর্ণ নয়। ব্যক্তিগত কীগুলি অক্ষর এবং সংখ্যাগুলির সংমিশ্রণ যা কেবল আপনার জানা উচিত।

সুরক্ষা স্তর

আপনার ক্রিপ্টো ওয়ালেটের জন্য গুগল প্রমাণীকরণকারী এবং একাধিক-স্বাক্ষর সুরক্ষাটিকে অবমূল্যায়ন করবেন না। এগুলি অপ্রয়োজনীয় ব্যবস্থার মতো মনে হতে পারে তবে অভিজ্ঞতা থেকে জানা যায় যে এগুলি সমস্তই হাজার হাজার ডলারের মূল্যবান ক্রিপ্টোকারেন্সিগুলিকে বাঁচাতে পারে।

ব্যাকআপ করুন

সর্বদা আপনার ওয়ালেট এবং ব্যক্তিগত কীগুলি ব্যাকআপ করুন। খালি ন্যূনতম হিসাবে, কোনও সময় আপনার ওয়ালেট এবং কীগুলির একটি হার্ড কপি রয়েছে তা নিশ্চিত করার জন্য সিডি বা ইউএসবি ড্রাইভে কমপক্ষে একটি ব্যাকআপ রাখার পরামর্শ দেওয়া হয়। মনে রাখবেন, আপনি যদি নিজের ওয়ালেট এবং কীগুলি হারিয়ে ফেলেন তবে আপনি সেই ওয়ালেটে থাকা সমস্ত ক্রিপ্টোকারেন্সি সম্পদের অ্যাক্সেসও হারাবেন।

পাসওয়ার্ড সুরক্ষা

আপনার ক্রিপ্টো ওয়ালেটের পাসওয়ার্ড সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ । অত্যন্ত কঠোর এবং অনন্য পাসওয়ার্ড নিয়ে আসুন যার মধ্যে সংখ্যা এবং অক্ষর (উভয় বড় এবং ছোট হাতের) অন্তর্ভুক্ত থাকে। কারও সাথে আপনার পাসওয়ার্ড শেয়ার করবেন না।


ধন্যবাদ সুন্দর আলোচনার জন্য। এ বিষয়ে  অন লাইনে আরো বিস্তারিত আলোচনা আছে। যে কেউ চাইলে পড়তে পারেন। আমি লিঙ্কটি এখানে শেয়ার করছি  https://blockgeeks.com/guides/cryptocurrency-wallet-guide/।
NNRR
Member
**
Offline Offline

Activity: 1764
Merit: 15

🪙 🪙 🪙 🪙


View Profile WWW
January 16, 2020, 05:05:14 PM
 #2444

বিটকয়েন এর দাম গত দুই সপ্তাহে বিস্ময়কর ভাবে বৃদ্ধি পেয়েছে। প্রাথমিক মুদ্রা প্রতিবেদনের সময় $ ৬৮০০ থেকে শুরু করে $ ৮৮০০ ডলার হয়েছে 30% বৃদ্ধি হয়েছে দাম। এ বছর শুরুতে খুব অল্প সময়ের মধ্যে দুর্দান্ত  ভাবে বিটকয়েন দাম বেড়েছে  বিশ্লেষকরা আশা করেন যে এই বছর বিটকয়েন এর দাম অনেক বৃদ্ধি পেতে পারে। অনেক  বিশ্লেষকরা বলতেছে বিটকয়েন এর দাম ২০২০ সালে $৪০০০০ ডলার হওয়ার সম্ভবনা আছে। এখন দেখার বিষয় বিটকয়েন এর দাম ২০২০ সালে কতটুকু বৃদ্ধি পেতে পারে
DTalk
Full Member
***
Offline Offline

Activity: 135
Merit: 129

I no longer own bitcoinbangladesh.info domain.


View Profile
January 16, 2020, 07:00:28 PM
 #2445

ধন্যবাদ NNRR
কিন্তু আমার মনে হচ্ছে আপনি মনে হয় আর্টিকেলটি কোথাও থেকে গুগল ট্রান্সলেশন করেছেন যেটা করা মোটেও উচিত নয়। লেখার ধরন দেখে মনে হচ্ছে এইটা গুগল ট্রান্সলেশন। যাই হোক, আমি একটি মেরিট দিলাম। আশা করছি গুগল ট্রান্সলেশন এড়িয়ে চলবেন পাশাপাশি আরো কন্ট্রিবিউশন রাখবেন লোকাল থ্রেডে।

সবার উদ্দেশ্যে বলছি-
যারা বিটকয়েন এর ইনপুট এবং আউটপুট নিয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন তার জন্য মেরিট থাকবে। যে কেউ অংশগ্রহণ করতে পারেন।

কাউকে বিশ্বাস করার দরকার নাই ক্রিপ্টো জগতে, সবকিছু ভেরিফাই করতে পারবেন।
Bazlu
Jr. Member
*
Offline Offline

Activity: 60
Merit: 5


View Profile
January 16, 2020, 07:53:52 PM
 #2446

ধন্যবাদ NNRR
কিন্তু আমার মনে হচ্ছে আপনি মনে হয় আর্টিকেলটি কোথাও থেকে গুগল ট্রান্সলেশন করেছেন যেটা করা মোটেও উচিত নয়। লেখার ধরন দেখে মনে হচ্ছে এইটা গুগল ট্রান্সলেশন। যাই হোক, আমি একটি মেরিট দিলাম। আশা করছি গুগল ট্রান্সলেশন এড়িয়ে চলবেন পাশাপাশি আরো কন্ট্রিবিউশন রাখবেন লোকাল থ্রেডে।

সবার উদ্দেশ্যে বলছি-
যারা বিটকয়েন এর ইনপুট এবং আউটপুট নিয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন তার জন্য মেরিট থাকবে। যে কেউ অংশগ্রহণ করতে পারেন।

এটা আমার কাছেও গুগল ট্রান্সলেশন মনে হয়েছে। আমি উপরে একটি লিঙ্কও শেয়ার করেছি যার সাথে এই লেখার অনেকটা মিল আছে।
NNRR
Member
**
Offline Offline

Activity: 1764
Merit: 15

🪙 🪙 🪙 🪙


View Profile WWW
January 17, 2020, 05:49:00 AM
 #2447

ক্রিপ্টোকারেন্সি তে ২০২০ সালে ভাল কিছু নিউজ আসতেছে যা ক্রিপ্টোকারেন্সি এর জন্য অনেক ভাল কিছু হওয়ার সম্ভবনা আছে -

১. ফেসবুক তাদের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি ঘোষণা দিবে ২০২০ সালে।
২. ইথেরিয়াম এর নতুন আপডেট আাসতেছে আসা করা যাচ্ছে এই আাপডেট টা আাসলে বিনিয়োগ কারীদের আকৃষ্ট করবে এবং ইথেরিয়াম এর দাম বাড়ার সম্ভবনা আছে।
৩. বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাপ গুলো তাদের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি আনার ইচ্ছে পোষন করছে

আসা করা যাচ্ছে এই সব আপডেট গুলো আসলে ভবিষ্যতে   ক্রিপ্টোকারেন্সির বিকাসে অনেক ইতিবাচক হবে
DTalk
Full Member
***
Offline Offline

Activity: 135
Merit: 129

I no longer own bitcoinbangladesh.info domain.


View Profile
January 18, 2020, 06:21:28 AM
 #2448

ধন্যবাদ Zavira
অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন ইনপুট এবং আউটপুট সম্পর্কে। কোথাও ভুল হয়নি। আমরা যারা এই আর্টিকেল পড়েছি তারা অবশ্যই ইনপুট এবং আউটপুট সম্পর্কে বোঝার কথা। এরপরও যদি না বোঝেন তাহলে প্রশ্ন করতে পারেন।

সুতরাং ট্রান্সেকশন ফি হল ইনপুট - আউটপুট।
এই লাইনটা দিয়ে কি বুঝিয়েছেন? দয়া করে একটু ক্লিয়ার করে বলবেন কি?

যাই হোক, ২টা মেরিট দিলাম। আমার কাছে তেমন মেরিট নাই, অন্যথায় আরো মেরিট দিতাম। আশা করছি ভবিষ্যতেও আপনি কোয়ালিটি পোস্ট করবেন।

নেক্সট প্রশ্ন- চেঞ্জ এড্রেস কি? Change Address

কাউকে বিশ্বাস করার দরকার নাই ক্রিপ্টো জগতে, সবকিছু ভেরিফাই করতে পারবেন।
DTalk
Full Member
***
Offline Offline

Activity: 135
Merit: 129

I no longer own bitcoinbangladesh.info domain.


View Profile
January 18, 2020, 03:03:49 PM
 #2449

অনেক ধন্যবাদ Zabira খুব সুন্দরভাবে লিখার জন্য। নরমালী বলতে গেলে আমরা দোকানে ২০০ খরচ করলে ৫০০ টাকার নোট যদি দেই তখন দোকানদার আমাদের ৩০০ টাকা ফেরত দেয়। বিটকয়েনের প্রতিটা ইনপুট হল এক একটা নোট যেটাকে Zabira ব্যাচ হিসেবে দেখিয়েছেন। খরচ করার পর বাকী টাকা ফেরত দেয়ার জন্য আমাদের একটি এড্রেস ব্যবহার করতে হয়।সেটি হল চেঞ্জ এড্রেস।

কেউ যদি বিটকয়েন ট্রান্সেকশনের সময় চেঞ্জ এড্রেস দিতে ভুলে যেত তবে বাকি BTC আর সে ফিরত পেত না।
আমি এইটা জানতাম না। কোন ভ্যালিড সোর্স দিবেন কি?

Jareinjj ভাই
আপনি গুগল ট্রান্সলেটর বা কোন সফটওয়্যার দিয়ে অনুবাদ করেছেন যেটা লেখা পড়লেই বোঝা যায়। আশা করি এইসব এড়িয়ে যাবেন। ধন্যবাদ।

কাউকে বিশ্বাস করার দরকার নাই ক্রিপ্টো জগতে, সবকিছু ভেরিফাই করতে পারবেন।
ayanrumi
Jr. Member
*
Offline Offline

Activity: 840
Merit: 1


View Profile
January 18, 2020, 08:49:18 PM
Merited by ariyanmizan7460 (1)
 #2450

ব্লক চেইন কী?

ব্লক চেইন একটা প্রযুক্তি, যার ওপর ভিত্তি করে মূলত বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টো মুদ্রা আবিষ্কৃত হয়েছে। প্রতিটি লেনদেন এই ব্লক চেইনে থাকছে। একে বলে পাবলিক লেজার. সবার জন্য উন্মুক্ত। একটি লেনদেন পাকা হয়ে উন্মুক্ত খতিয়ানে যেতে হলে এই ব্লক চেইন নেটওয়ার্কের সিংহভাগ নোডকে (কম্পিউটার বা বিশেষ ধরনের কম্পিউটার জাতীয় মেশিন) সহমত হতে হবে। এই সহমত হওয়ার একটা অ্যালগরিদমও (কনসেনসাস অ্যালগরিদম) রয়েছে।
পরিশেষে জটিল একটি গাণিতিক সমস্যার সমাধান করতে হয়, যাকে বলে প্রুভ অব ওয়ার্ক. যারা এটা করে তাদের বলে মাইনার. অসংখ্য মাইনাররা কাজ করে যাচ্ছে। এ কারণেই ক্রিপ্টো মুদ্রার লেনদেন জালিয়াতি বা ভুল হতে পারে না। পৃথিবীর যে কেউ বিশেষ শক্তিসম্পন্ন নির্ভরযোগ্য কম্পিউটার বা মেশিন কিনে এই নেটওয়ার্কে যোগ দিয়ে মাইনার হতে পারে, এমনকি কিছু টাকাপয়সাও উপার্জন করতে পারে। এই ব্লক চেইন প্রযুক্তির সম্ভাবনা অপরিসীম। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, বাড়িঘর ও জমির মালিকানায় যদি ব্লক চেইন প্রযুক্তি ব্যবহার করা হয়, তাহলে মালিকানা বা দলিল জাল করা অসম্ভব হয়ে পড়বে। এটি উন্মুক্ত খতিয়ানে থাকার ফলে সবাই জানবে, কে কোন জায়গার মালিক।
myworks
Newbie
*
Offline Offline

Activity: 169
Merit: 0


View Profile
January 19, 2020, 11:06:59 AM
Last edit: January 20, 2020, 11:57:28 AM by myworks
 #2451

বিটকয়েন
বিটকয়েন  বিশ্বের সর্বপ্রথম ক্রিপ্টোকারেন্সি যেটিকে ডিজিটাল মুদ্রা নাম দেয়া হয়। এখানে লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না। ২০০৯ সালে সাতোশি নাকামোতো ছদ্মনামের এক ব্যক্তি বিটকয়েন  প্রচলন করে যা পিয়ার-টু-পিয়ার মুদ্রা বলে নাম দেওয়া  হয়।

লেনদেন>>>>>::::

বিটকয়েনের লেনদেন হয় প্রেরক থেকে সরাসরি প্রাপকের কাছে অনলাইনের মাধ্যমে  । এই লেনদেনগুলি সত্যাখ্যান করা হয় ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে এবং প্রকাশ্যে লিপিবদ্ধ করা হয় একটি খতিয়ানে যা সকলের কাছে বিতরিত হয়। এই উন্মুক্ত এবং বিতরিত খতিয়ানকে ব্লকচেইন বলা হয়।

বিটকয়েন উৎপাদিত হয় মাইনিং এর মাধ্যমে যেখানে কম্পিউটারের প্রসেসিং ক্ষমতার ভিত্তিতে লেনদেন লিপিবদ্ধ এবং সত্যাখ্যান করা হয়।

লেনদেন থেকে মোট কত বিটকয়েন উৎপাদিত হবে তা প্রতি চার বছর পরপর কমে যায়। এভাবে ২১৪০ সাল পর্যন্ত মোট ২,১০,০০,০০০ বিটকয়েন তৈরী হবে এবং পরে আর কোন নতুন বিটকয়েন তৈরী হবে না।

বিটকয়েনের লেনদেন  করতে কোন আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজন পরে না । এর ফলে লেনদেনের প্রারক এবং প্রেপকের পরিচয় সম্বন্ধে কোন তথ্য পাওয়া  যায় না।
 এই জন্য  একাধিক দেশে বিটকয়েন দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে।
এখন বিটকয়েন ডিজিটাল মুদ্রা, হিসাবে  ব্যবহার করা হয়।

বিটকয়েন ডিজিটাল কারেন্সি হিসেবে জনপ্রিয়তা পাওয়া এর দাম অনেক গুন বৃদ্ধি পেয়েছে । যা প্রতি নিয়ত কম বা বেশি হয়ে থাকে
 
কানাডার ভ্যানক্যুভারে বিটকয়েন এর প্রথম এটিএম মেশিন চালু করেছে।
myworks
Newbie
*
Offline Offline

Activity: 169
Merit: 0


View Profile
January 19, 2020, 12:32:12 PM
 #2452

বিটকয়েন এর সুবিধা সমূহ>>>

১। লেনদেনে সরকারের কোন নিয়ন্ত্রন থাকে না।
২। কোন ব্যাংকের সাথে যোগাযোগের প্রয়োজন পরে না।
৩। লেনদেনে পরিচয় গোপন থাকে।
৪। স্বল্প সময়ে যেকোন জায়গায় টাকা পাছানো সম্ভব হয়।
৫।  অল্প অল্প জমানোর মাধ্যমে পরবর্তিতে অধিক মূল্যে বিক্রয় করা যায়।

বিটকয়েন এর অসুবিধা সমূ>>

১। ট্রানজেকশন হতে প্রাই অনেক সময় লাগে
২। অকেন সময় বেআইনি কাজে ব্যবহার করা হয়।
৩। কোন সেবা না পেলে তার মূল্য আর ফেরত পাওয়া যায় না।
৪। বিটকয়েন ওয়ালেট নষ্ট হয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায় না।
৫। মূল্য একরকম  থাকে না।


অনেকেই এখন অনলাইন মাধ্যমে বিটকয়েন উপার্জন করছে। বিটকয়েন উপার্জন করার জন্য অনেক ওয়েবসাইট আছে, কিন্তু বেশিরভাগ ওয়েবসাইটেই গ্রাহক প্রতারিত হয়। সব চাইতে বিশ্বাসযোগ্য বিটকয়েন আয়ের উৎস হল মাইনর হিসেবে কাজ করা।

 বিটকয়েনকে অনেক ওয়েবসাইটের মাধ্যমে সহজেই পেজা বা বিকাশ দিয়ে অর্থ উত্তলন কার যায়। কিন্তু উত্তলনের পূর্বে দেখে নিবেন সাইট টি কতটুকু বিশ্বাস যোগ্য।
Bazlu
Jr. Member
*
Offline Offline

Activity: 60
Merit: 5


View Profile
January 19, 2020, 08:28:59 PM
 #2453

বাংলাদেশ Bitcoin কেনা বা বেচার সহজ মাধ্যম কি আছে?

আমার জানামতে বাংলাদেশে বিটকয়েন কেনাবেচার কিছু সাইট হল
১. https://ipdbse.com/access/subscriber/login
২. https://www.bdwalletex.com/

প্রতিটা সাইটেই আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করা হয়ে গেলে তারপর আপনি বিটকয়েন কেনাবেচা করতে পারবেন।

আর একটা সাইট সম্পর্কে সবাইকে সতর্ক করতে চাই সেটা হল https://tdbsewallet.com/
এই সাইটে পেমেন্ট ঠিকমত দেয় না। আমি একবার সেল অর্ডার দিয়েছিলাম কিন্তু পেমেন্ট পাইনি।
Rashedulislam77
Jr. Member
*
Offline Offline

Activity: 1148
Merit: 1


View Profile
January 20, 2020, 04:55:30 AM
 #2454

👉আমি বিটকয়েন এ নতুন আমাকে সবাই হেল্প কইরেন প্লিজ👈
myworks
Newbie
*
Offline Offline

Activity: 169
Merit: 0


View Profile
January 20, 2020, 11:42:19 AM
 #2455

Airdrops কি?

Airdrops মূলত Cryptocurrency ব্যবহারকারীদের মধ্যে বিনামূল্যে Coin বা Token অফার এর আরেকটি নাম।

Crypto Airdrops একটি BlockChain প্রকল্প যা  ফ্রিতে Coin বা Token বিতরণ করেথাকে ।
Airdrops Projects হচ্ছে, যার মধ্যমে Token মালিক নেটওয়ার্ক তৈরি করে।

Airdrops হলো, যখন একটি Cryptocurrency এর জন্য একটি নির্দিষ্ট BlockChain Coin বা মুদ্রা ব্যবহারকারীদের মধ্যে Coin বা Token বিতরণ করার একটি পদ্ধতি।
Bazlu
Jr. Member
*
Offline Offline

Activity: 60
Merit: 5


View Profile
January 20, 2020, 12:32:05 PM
 #2456

Airdrops মূলত Cryptocurrency ব্যবহারকারীদের মধ্যে বিনামূল্যে Coin বা Token অফার এর আরেকটি নাম।

বিনামূল্যে কয়েন বা টোকেন বিতরন করার উদ্দশ্যে কি? এতে কোম্পানির কি লাভ বা ক্ষতি?
myworks
Newbie
*
Offline Offline

Activity: 169
Merit: 0


View Profile
January 20, 2020, 01:04:54 PM
Last edit: January 20, 2020, 01:17:10 PM by myworks
 #2457

Airdrops মূলত Cryptocurrency ব্যবহারকারীদের মধ্যে বিনামূল্যে Coin বা Token অফার এর আরেকটি নাম।

বিনামূল্যে কয়েন বা টোকেন বিতরন করার উদ্দশ্যে কি? এতে কোম্পানির কি লাভ বা ক্ষতি?

Airdrop join করার জন্য কিছু শর্ত বা কাজ দেওয়া হয় । যেমন

1. Facebook page Like Comment and Share করা।
2. Twitter Follow Like and Retweet করা
3 . Telegram join
ইত্যাদির social media join করতে বলে । এখানে কম্পানির লাভ যেটা হচ্ছে  আপনি তাদের একটা পোস্ট শেয়ার করলে আপনার শেয়ার করা পোস্ট আপনার Friends List এ যারা আছে তারা দেখতে পাবে। এতে তাদের coin বা Token এর প্রচার হলো । এবং তাদে Community বৃদ্ধি পাই । Airdrop এর পরে এরা ICO চালু করে এবং coin বা token বিক্রি করে ।
এক কথাই Airdrop  এর মধ্যে  মার্কেটিং করে

আশা করি বুঝতে পেরেছেন ।
myworks
Newbie
*
Offline Offline

Activity: 169
Merit: 0


View Profile
January 20, 2020, 02:06:36 PM
 #2458

Airdrop এ কি কাজ করতে হয়?
 1.যেই কয়েন এ কাজ করবেন তাদের অফিসিয়াল গ্রুপে এড হওয়া(Telegramএ)
2. যেই কয়েন এ কাজ করবেন তাদের অফিসিয়াল Facebook পেইজ এ লাইক দেয়া।
3. যেই কয়েন এ কাজ করবেন তাদের অফিসিয়াল Twitter এ ফলো করা।
4. যেই কয়েন এ কাজ করবেন তাদের অফিসিয়াল Medium, Reddit, Linkdin ফলো করা।
এ কাজ গুলো আপনাকে একবারই করতে হবে।
তবে কাজ করার আগে আপনাকে কাজের পরিবেশ তৈরি করতে হবে তার জন্য
আপনার Myetherwallet address or Other address , Facebook profile link, Twitter username, Telegram username, instagram username, linkdin username, reddit username, medium username, (সাইন আপ করার জন্য ও একটা হার্ড পাসওয়ার্ড (যেমন ঃ 1@#AcB*v#$) যেটা Airdrop এ কাজ করার সময় ব্যবহার করবেন। আপনি সব Airdrop এই একই পাসওয়ার্ড ইউজ করবেন কারন অনেক Airdrop এই আপনাকে কাজ করতে হবে সব গুলর ভিন্ন পাসওয়ার্ড মনে রাখা সহজ ব্যপার না।

এই গুলো আপনার ফোনের Noteএ একটা লিস্ট করে লিখে রাখবেন।
আর কম্পিউটার হলে Notepadএ লিখে রাখবেন।

এটা করার করার কারন হল যখন কোন Airdrop Form পুরন করবেন তখন এখান থেকে কপি করে নিয়ে সহজে পুরন করতে পারবেন।
কাজ যদি এতই সহজ হয় তবে অন্য সবাই করে না কেনো?
আসলে কাজ যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না। Airdrop এ কাজ করতে হলে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে কারন আপনি কাজের সাথে সাথেই আপনার মজুরি পাবেন না। এখান থেকে টাকা তুলতে হলে আপনাকে কমপক্ষে ২ মাস অপেক্ষা করতে হবে। কপাল ভালো থাকলে আপনি প্রথম মাস থেকেই তুলতে পারবেন। তবে ২ মাস পর থেকে রেগুলার এ তুলতে পারবেন এটা সিউর থাকতে পারেন। কিছু কিছু Airdrop আছে যেগুলোর জন্য ছয় মাস ও অপেক্ষা করা লাগতে পারে। আরেক টা ব্যাপার হল সব Airdrop রিয়েল হয় না শতকরা ১০% Airdrop সিউর হয়।
বিশেষ করে এক্সচেঞ্জ এর Airdrop গুলো ১০০% রিয়েল হয়ে থাকে। তবে কোন একটা Airdrop পেমেন্ট পেলে সে মাস আপনি কভার করে ফেলতে পারবে
cryptobangla.xyz
Newbie
*
Offline Offline

Activity: 9
Merit: 1


View Profile WWW
January 20, 2020, 02:25:53 PM
 #2459

বাংলাদেশ Bitcoin কেনা বা বেচার সহজ মাধ্যম কি আছে?
ওয়েবসাইটের মাধ্যমে বেচা কেনার সময় সাবধান থাকবেন।
https://swapusdbd.com/btc/
উপরের এই লিংকে গিয়ে লেনদেন করতে পারেন। তবে উনারা শুধু বিটকয়েন ক্রয় করে, এখনো বিক্রয় করছে না।
myworks
Newbie
*
Offline Offline

Activity: 169
Merit: 0


View Profile
January 20, 2020, 05:15:19 PM
 #2460

ব্লকচেইন কি
ব্লকচেইন হল মূলত এক ধরণের শক্তি যা বিটকয়েন গুলোকে গতিশীল করে, বিটকয়েনের মধ্যে স্থানান্তরকে সহজ করে এবং এর সবরকম লেনদেন রেকর্ড করে রাখে। আসুন বিষয়টিকে আরো সহজ করে বোঝার চেষ্টা করি।
​​
​​ধরুন এক ভদ্রলোক প্রচলিত ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রামে থাকা বাবাকে ৫ হাজার টাকা পাঠালেন। তো এই লেনদেন ব্যবস্থাটিকে যদি একটু বিশ্লেষণ করি তাহলে ভদ্রলোক হচ্ছেন প্রথম পক্ষ ও তার বাবা হচ্ছেন দ্বিতীয় পক্ষ অপরদিকে ব্যাংকিং সিস্টেম হলো তৃতীয় পক্ষ। তাহলে কি দাড়ালো এই ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে লেনদেন করা সহ প্রায় সব ধরণের কার্যকলাপ সম্পূর্ণ হয়ে গেলো। তারমানে দুইজনের কাছে অর্থ আদান প্রদান করতে যেসব সুযোগ সুবিধার প্রয়োজন পড়ে তার সবটাই ব্যাংক তার সেবার মাধ্যমে দিয়ে থাকে। যেটাকে আমরা ব্যাংকিং সিস্টেম বলে থাকি।
​​
​​উপরের ব্যাংকিং সিস্টেম কে যদি আপনি বুঝতে পারেন তাহলে ব্লকচেইন বুঝতে পারাটা আপনার জন্য সহজ। ব্যাংকিং সিস্টেমকে ব্লকচেইনের সাথে তুলনা করতে পারেন তবে ব্লকচেইনের সিস্টেম মোটেও ব্যাংকিং সিস্টেমের মতো না। বিষয়টা একটু ক্লিয়ার করি চলুন।
​​
​​উপরের ভদ্রলোক ১০ জন বন্ধুকে টাকা পাঠাবেন এবং এই কয়েকজন একে অপরের সাথে সংযুক্ত হয়ে কোন এক মাধ্যমে টাকা লেনদেন করতে পারে। একসাথে আন্তঃসংযোগ হয়ে টাকা হস্তান্তরের এই বিষয়টিকে ব্লকচেইনের ভাষায় আমরা বলি  উন্মুক্ত লেনদেনের হিসাব। উন্মুক্ত হওয়ায় পুরো ব্লকচেইন সিস্টেমটি হচ্ছে Decentralized রাখা হয়েছে।

​​১০ জনের আন্তঃসংযোগের বিষয়টি খেয়াল করুন দেখুন যেহেতু তারা একে অপরের সাথে সংযুক্ত সেহেতু প্রত্যকেই প্রত্যেকের একাউন্ট সম্পর্কে ধারণা রাখে – ব্লকচেইনের আসল মজাটা আসলে এইখানেই কারণ প্রত্যেক লেনদেনের সময় সংযুক্ত প্রতিটি একাউন্ট স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। স্বয়ংক্রিয় এই বিষয়টিই হলো Distributed Open Ledger যা Decentralized নামেও পরিচিত।
​​তবে এখানে আপনার একটি সংশয় থাকতে পারে – যেমন কেউ তো তাহলে ১০০ টাকা পাঠিয়ে ১০০০ টাকা পাঠিয়েছে বলতে পারে। এই জন্যই লেনদেনের পুরো সিস্টেমটিকে যাচাই বা ভেরিফাই করতে হয় আর এই ভেরিফিকশনের কাজটি যারা করে থাকেন তাদেরকে আমরা মাইনার (Miner) বলে থাকি।
​​
​​সংক্ষেপে ব্লকচেইন —
​​ব্লকচেইন = ব্লক + চেইন
​​এই সিস্টেমে প্রতিটি ব্লক এক একটি একাউন্ট যার প্রতিটি লেনদেন ব্যবস্থাপনা চেইন আকারে পরিচালিত হয়। প্রত্যেকটি ব্লক হ্যাশিং (Hashing) এর মাধ্যমে উচ্চ মানের নিরাপত্তা নিশ্চিত করে যার ফলে কেউই এখানে হস্তক্ষেপ করতে পারে না।

ব্লকচেইন সিস্টেমের সুবিধা


​​থার্ড পার্টির ঝামেলা থেকে মুক্তি — উপরের উদাহরণ গুলোর দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন ব্লকচেইন লেনদেন ব্যবস্থাপনায় কোন রকম তৃতীয় পক্ষের প্রয়োজন পরে না ফলে আপনি পৃথিবীর যে কোন প্রান্তে লেনদেন করতে পারছেন কোন ঝামেলা ছাড়াই। যা নরমাল ব্যাংকিং সিস্টেমে খুবই ঝামেলাপূর্ণ।
​​
​​নিরাপত্তা — PayPal লেনদেন সিস্টেমের কথা চিন্তা করুন এখান থেকে যেকোন সময় পাঠানো টাকা বা ব্যবহারকারীর ডেটা গুলো চুরি হতে পারে কিন্তু ব্লকচেইন সিস্টেমে আইডেন্টিটি হিডেন থাকা ও প্রতিনিয়ত ডেটা গুলো আপডেট হওয়ার ফলে এখানে চুরি কিংবা দূর্নীতির আওতায় আশা একেবারেই অসম্ভব।

ব্লকচেইনের ভবিষ্যৎ!
ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা যেভাবে বেড়ে চলছে, তাই আর বেশীদিন নেই যেদিন থেকে ব্যাংক ব্লকচেইন সিস্টেম ব্যবহার করা শুরু করবে। ব্লকচেইনের সক্ষমতা ইতিমধ্যে প্রমাণিত তাই অদূর ভবিষ্যতে সরকারও এটি ব্যবহার করা শুরু করবে। বৃহত্তর আমেরিকান স্টক এক্সচেঞ্জ ভিত্তিক প্রতিষ্ঠান NASDAQ ব্লকচেইন প্রযুক্তি নিয়ে কাজ শুরু করে দিয়েছে।

অসংখ্য স্টার্টআপ প্রতিষ্ঠান নিত্য নতুন আইডিয়া নিয়ে ব্লকচেইন প্রযুক্তিতে প্রবেশ করছে যেমন, একটি প্রতিষ্ঠান ব্লকচেইন থেকে ডেটা ব্যবহার করে অপরাধ ট্র্যাক করতে পারে এমন সেবা দিতে যাচ্ছে। ব্লকচেইন প্রযুক্তি এখনো প্রাথমিক ধাপে রয়েছে তাই এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি নিয়ে প্রচুর কাজ চলছে যার ফলে মার্কেটে এর পরিচিতি দিন দিন ব্যাপক হারে বাড়ছে।  বিটকয়েন যেভাবে বর্তমান অর্থনীতিতে ব্যাপক ভাবে সাড়া ফেলেছে। আশাকরি, খুব শীগ্রই ব্লকচেইন প্রযুক্তিও এমন কিছু উপহার দিতে যাচ্ছে।

Pages: « 1 ... 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 [123] 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 ... 572 »
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!