Bitcoin Forum
May 28, 2024, 02:06:33 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 [22] 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 ... 115 »
421  Other / Beginners & Help / Re: Who is newbie and how long does it take to navigate the forum? on: January 12, 2024, 10:06:01 AM
Do you think it is necessary to write post to get knowledge from the forum? Or just reading is well enough?
Reading is essential. You don't get a lot of knowledge from writing your own stuff; at least for me, it's a way to share my knowledge.
That's correct. I agree with that. But most of the people in this forum think differently. For example, if they see a person registered a few months ago but know about the forum, they accuse them of being of an alt account or not a genuine newbie. What do you want to say about it?

Quote
I've been a 'silent reader' (no account) in this and other places for a whole while before registering here, myself. I'm a big proponent of 'DYOR' and learning as much as you can from the plethora of information that's already out there, before asking a question for the thousandth time.
If this is the case for you, do you think this could be for other members as well? Do you think there could be more members who did the same as you? If people can read the forum without creating an account, is it necessary to create an account? Even though I have an account, sometimes I scroll the forum without even logging in on my mobile. I write from my desktop only. I also write from phone, but that's only when I am away from home. Thanks for sharing your opinion, n0nce.
422  Other / Meta / Re: I wonder if the forum would be much better without signatue campaigns on: January 12, 2024, 09:44:21 AM
If you want a forum without the freedom to advertise in your signature, you can literally choose from thousands of other forums. Go there, and see if it's better than Bitcointalk. If it is, you've found your new place to discuss online. If it isn't, you'll be back.
I agree with that. Bitcointalk allows you to make money while you are engaging in a genuine conversation. If someone generates spam and the campaign pays for that, it is the failure of that specific project. But, the the Signature campaign also has a good effect on the forum postings. People want to generate better content to earn merits, which helps them to reach ranks.

Quote
I expect that would end all campaigns that pay useless tokens, some campaigns that pay in Bitcoin but at very low rates (I can think of 2 old online casinos) and it would end the biggest Bitcoin paying spam campaign Stake (check the top 20 posters and see who pays most of them).

I guess the other one is bitvest. Stake has been doing it for ages now. I have seen an old thread where it was discussed before. The thing is, they do not have any merit requirements and they do not care if those members adding any value or not.
423  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: January 12, 2024, 09:06:23 AM
তারপর নিজে নিজেই অ্যাপ্লিকেশন করে ফর্মটা প্রিন্ট করে জাস্ট ইউনিয়ন পরিষদে জমা দিয়েছিলাম তার ৭ দিনের মাথায় ঠিক হয়ে গিয়েছে। আসলে আমরা সঠিক রাস্তাটাই চিনিনা এর জন্য আমাদের টাকা ঢালতে হয়, আর বলবেন যে আমি পারিনা অ্যাপ্লিকেশন করতে, এমন কিছু নাই যে করা যায় না আর ইউটিউবে এ ধরনের কাজকর্মের সকল কিছুই পাবেন।
যাক ভাই আপনি ভালো একটা কথা বলেছেন পাসপোর্ট এর কথা বলে, কারণ আশেপাশের দোকানগুলোর সাথে অনেক সময় দালালদের লিংক করা থাকে দরকার পড়লে তারা নিজেরাই দুই একটা জিনিস ভুল টাইপ করে দিবে। পরবর্তীতে ওইটার জন্য আপনার পাসপোর্ট আটকে যাবে তারপর টাকা দেওয়া ছাড়া আর উপায় থাকবে না। আমি নিজেও ভাবতেছি আমার একটা পাসপোর্ট তৈরি করব, আমার এক বন্ধু করেছে ভালো একটা এমাউন্ট দালালকে দিতে হয়েছে।

শুধু এগুলোই না, যে কোনো সেবার জন্য অনলাইনে আবেদন করা যায়। আমি সেদিন পাসপোর্ট এর পুলিশ ভেরিফিকেশনে কাগজ জমা দিতে গিয়েছি, তো নাগরিক সনদ চেয়েছে যেটা করানো ছিলো না, অনলাইনে সকল তথ্য পুরন করে ৩৪ টাকা বিকাশে পেমেন্ট করে দিয়ে ইউনিয়ন অফিসে এন আই ডি নিয়ে গিয়েছি, আর সচিব কে বললাম যে আমি অনলাইনে আবেদন করেছি এই নামে। এন আই ডি রেখে আমাকে প্রিন্ট করে দিয়ে দিলো। একই কাজ আমি ইউনিয়ন অফিসে করাতে গেলে বলবে সার্ভার নাই, হেন নাই ত্যান নাই। আর সেখানে এটার জন্য সর্বনিম্ন ১০০ টাকা নিবে। আমি জানি না কতো নেয়। তবে আমার খরচ হলো মাত্র ৩৪ টাকা। সঠিক ভাবে সকল সেবা পেতে হলে সকলকে সচেতন হওয়া অত্যান্ত জরুরী।

পাসপোর্ট এর ব্যাপারে বলবো, নিজে থেকে নিজের পিসিতে বসে আবেদন করুন। সাবমিট করার আগে সকল তথ্য বার বার করে দেখে নিবেন। দোকান থেকে করলে ওনারা ইচ্ছে করেই আপনার পাসপোর্ট এ ভুল করে দিবে। যেটা পরে সংশোধন করা অনেক বেশি ঝামেলার কাজ। আমি আমার পরিবারের সকলের এবং এক ছোট ভাইয়ের পাসপোর্ট করেছি। সরকারি ফি বাদে ১ টাকাও খরচ করতে হয়নি। সমস্যা হলো মানুষ আগে থেকেই ভয় পেয়ে দালালের কাছে চলে যায়।
424  Other / Beginners & Help / Re: Who is newbie and how long does it take to navigate the forum? on: January 12, 2024, 08:48:38 AM
Op is somehow wrong and he needs to understand that. For the fact that someone registered here and decided to keep updating their account is not necessarily mean that the person actually is a newbie. He might be a newbie in the forum but not to Bitcoin or the Crypto at  large. It is important for us to know how to go about figuring who is a newbie and who is not. The writing style of someone especially when they have so much knowledge in cryptocurrency do not actually make them newbies to the forum.

Would you mind pointing out where I am wrong? Would you mind correcting me, please? Your post is full of contradictions. At first, you said I was wrong and I needed to understand something. But, you have pointed our several things that match my idea. I didn't even say what I think in the OP. So, how did you know that I was wrong? If you think so, I would love to correct myself. Would you mind helping me?

This is a Bitcoin forum and I don't think the ideas in here are conserved.. there are actually so many forums that share the same ideas like we do in here - so there's every possibility that someone would know much about Bitcoin and you don't, newbie or not. All they gotta do is to be INFORMATIVE.

Sandra 🧑‍🦰

Exactly. For example, when I registered to this forum, I was a newbie here but I had other forum experiences like Hacksforum and nulled. But the fact is, those forums are mostly operated to make money and people do unethical things to make money. Scammers everywhere. Even though Bitcointalk do not moderate scams, still it has one of the best system to prevent scammers.
425  Economy / Scam Accusations / Re: 500.casino scamming for $10k on the basis of being limited on other markets. on: January 11, 2024, 09:50:12 AM
I have successfully wasted almost half an hour reading all those things. As far as I understand, OP does not tell the whole story. It happens in most cases which makes them look like innocent victim. There is no reason for someone to create a 2nd account to place bets if they do not have any intention to bypass the limit. Creating an account because they cannot make transactions with some exchanges is just an excuse.

Usually, I never speak against players and do not take sides of the casinos. I like to examine the case first. In this case, it does not look for the OP. I am sorry if you are a innocent victim. But, it does not look good to me.
426  Bitcoin / Bitcoin Discussion / Re: Finally ETF approved on: January 11, 2024, 09:25:09 AM
Even though Bitcoin ETF is not finally approved. But the title does not match with the news OP shared. I thought it was fake news because we have been seeing such fake news all around and the market movement as well. The previous fake tweets created a huge movement on the market but when the real approvals happened, we haven't seen any massive movement yet.

It's nice to know that US finally approved Bitcoin ETF. Now, if these companies start collecting Bitcoin from the market, it will affect the market. But, if they don't, there won't be any significant changes. But, I am positive with Bitcoin at this moment.
427  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: January 11, 2024, 09:08:28 AM
২০২১ সালে অনলাইনে বুস্টিং এর জন্যে পাসপোর্ট করতে জেয়ে প্রতিটা ধাপে ধাপে হয়রানির শিকার হইছিলাম, আমার এন আই ডি কার্ডে নাম একটু ভুল ছিলো এই জন্যে জন্ম বিবন্ধন করা লাগছিলো, এটা করতে ৩দিন ঘুরাইছিলো। পরে ১হাজার টাকা দিসিলাম এক দিনেই হয়ে গেছিলো। এন আই ডি সংশধন করতে বলেছিলো ৩মাসের আগে হবেনা। পরে যখন ২হাজার টাকা দিলাম ২৪ ঘন্টাও লাগেনি এন আই ডি ডাউনলোড করার মেসেজ দিয়ে দিসিলো। আর পাসপোর্ট একবারেই জমা নিয়েছিলো, কারন আগেই দালাল ধরছিলাম অখানেও ৩হাজার টাকা এক্সট্রা লাগছে।

সমস্যা তো ভাই হবেই। যখন মেম্বার চেয়ারম্যান এর নির্বাচন হয়, তখন পাবলিক চা পান খাওয়ার জন্য টাকা চায়। তারা কি জানে না যে এই লোক মেম্বার হলে এই টাকা আমার কাছ থেকেই সুধে আসলে সব নিয়ে নিবে? ইউনিয়ন অফিস একটা হয়রানির আখড়া হয়ে গেছে। তবে আপনি নিজে সতর্ক হলে এরা কিছুই করতে পারবে না। কিভাবে সতর্ক হবেন? আমাকে দেখেন আমি কিভাবে কি করেছি।

বাচ্চা জন্ম নেয়ার ৪০ দিনের ভেতরে জন্মনিবন্ধন আবেদন করতে হবে। এবং সেটা করার জন্য আপনার এলাকার কমিউনিটি ক্লিনিকে যেখানে টিকা প্রদান করে, সেইখানের সেবিকা বা ম্যাডাম নিজেরাই সেই আবেদন পুরন করে নিয়ে যাবে। অযথা যদি দেড়ি করেন, সেটার জন্য আপনাকে হয়রানি হতে হবে। আমি ৪০ দিনের ভেতরেই আবেদন করেছি এবং কিছুদিন পরেই আমার মোবাইলে জন্ম নিবন্ধন এর মেসেজ চলে এসেছে। আমাকে আলদা কোনো টাকা খরচ করতে হয়নি।

এখন প্রতিটা কাজই অনলাইন। কিছুদিন আগে আমার নিজের জন্মনিবন্ধন ইংরেজি করার প্রয়োজন পরেছিলো। আমি নিজেই অনলাইনে আবেদন করে দোকান থেকে প্রিন্ট করে ইউনিয়ন অফিসে জমা দিয়ে এসেছি। ১২০ টাকা লেগেছিলো মনে হয়। পরে গ্রাম পুলিশ দিয়ে পাঠিয়ে দিয়েছে।

পাসপোর্ট করার জন্য কখনোই কোনো দালাল ধরবেন না। আর পাসপোর্ট অফিসের আশে পাশে যেসব দোকান থাকে, সেগুলো থেকে আবেদন করবেন না। তারা সব একই গোয়ালের গরু। আমার এবং আমার পরিবারের সকলের পাসপোর্ট এর আবেদন আমি নিজেই করেছি এবং সকল কাজ নিজে করেছি। এবং কোনো প্রকার ঝামেলা ছাড়াই সবার পাসপোর্ট হাতে পেয়েছি। আমার বাচ্চার পাসপোর্ট এর আবেদন নিজে করে একটা দোকানে দকেহিয়ে জিজ্ঞেস করেছিলাম, ভাই দেখেন তো ঠিক আছে কি না। সে বললো যে ভাই এটা হবে না। নতুন করে করতে হবে। আমি তার কথা না শুনে সেটাই জমা দিয়েছি। এবং পাসপোর্ট ও হাতে পেয়েছি। তার মানে সেই লোক কিছু ধান্দা করতে চেয়েছিলো। দেশটা আসলে এমনই। আমাকে আপনাকে সচেতন হতে হবে।

428  Other / Beginners & Help / Re: Who is newbie and how long does it take to navigate the forum? on: January 11, 2024, 08:48:24 AM
How long it should take for a newbie to navigate the forum? Given the forum boards/sub boards has well detailed description. How long it should take for a newbie to know some historical events? For example, How long it should take for a newbie to know that satoshi is inactive, Lauda is not here anymore, TECHSHARE died, light_warrior died, Ratimov's fall down and some other things (Not everything at once).
I don't know, but I don't even know if that really matters. Why do you think it's important to (quickly?) learn about forum events and historical facts? I'm interested to hear the motivation behind the question. I'd say let everyone discover the forum at their own pace.. Wink

If you ask me the same question I have asked, I would say it depends on how interested the person is, depends on how much time they spend on the forum, and how much they read the topics. No on how much they have posted and how many merits they have earned. I know a lot of members who have been there for ages but they have earned only a few merits in the last five years but they know almost all the historical events. I know some members who have been active since I joined and they were not able to earn 50 merits in the last year but there are some opposites too. A lot of members earned more than 500 merits in a year.

You have asked me what is the motivation behind the question. This is just came to my mind because I saw a lot of people were accused of being alt accounts or they know too much about the forum even though they did not spend a lot of time here in the forum. My question is, how do they know that how long the person spend online each day? There was a time when I didn't post anything but I have browsed the forum all day. Do you think it is necessary to write post to get knowledge from the forum? Or just reading is well enough?
429  Bitcoin / Bitcoin Discussion / Re: Mempool Observer Topic on: January 10, 2024, 03:51:52 PM
Thanks to @Learn Bitcoin who made the donation, now @FeeBuddy has a Copper Membership!!

I will set everything up to post the images in a few days, using talkimg.

I will see if I can improve the image with some kind of chart too! Like ChartBuddy

I am glad that I was able to be a minor part of a great start.
Everyone could help with their extra ordinary coding skills and other knowledge but I don't have something like that. So, there is a less chance for people like me to be a part of a historical start. I am very much happy that I was able to help. I hope FeeBuddy will continue to stay around and update us Smiley

Cheers!
430  Other / Beginners & Help / Re: Who is newbie and how long does it take to navigate the forum? on: January 10, 2024, 02:59:17 PM
Second one: A user who registered two months ago and spent 7 days login time and earned around 250 merits in the last 60 days and made 500 posts.

This one is probably to be an alt account.

May I know what is the reason for that thinking? Do you think people with less experience in this forum are unable to read and write or what? Why do you think people who earn quick merits are alt accounts? What about the people I mentioned in the OP? I understand they have some extra ordinary skills, which is why they have earned many merits. But don't you think a person could have experience in other forums and know these things works? Don't you think people with less experience in this forum has a good writing capabilities?

I forgot another important thing which I mentioned in the title but didn't write in the OP.
How long it should take for a newbie to navigate the forum? Given the forum boards/sub boards has well detailed description. How long it should take for a newbie to know some historical events? For example, How long it should take for a newbie to know that satoshi is inactive, Lauda is not here anymore, TECHSHARE died, light_warrior died, Ratimov's fall down and some other things (Not everything at once).
431  Bitcoin / Bitcoin Discussion / Re: bitcoin investment on: January 10, 2024, 01:22:01 PM
If it's South Asian country like Bangladesh or Pakistan where Bitcoin is banned, he is likely to destroy himself by accepting Bitcoin as a payment method. Corruption is rocket high here. Almost every other government employee knows about Bitcoin and they even use Bitcoin for their benefits. But, when they want to destroy someone's life, they accuse them of being a Bitcoin user. Which is illegal and Bitcoin users could be considered as criminals because of that.

I often see news like where a group of people were arrested because they were buying selling crypto. They get arrested under money loundering law and then they tie up many others law like they were buying selling drugs with crypto etc etc. The government are always negative about crypto. So, I would suggest not to use crypto in public at all.
432  Other / Beginners & Help / Re: Who is newbie and how long does it take to navigate the forum? on: January 10, 2024, 01:03:52 PM
In addition, Bitcointalk articles and threads are often used as references on many websites and tweets. For example, I was searching about the Bitcoin timelock feature and how it works, and I found a thread where the writer wrote a great tutorial and mentioned that it is just a detailed version of TryNinja's post. https://steemit.com/bitcoin/@daan/how-to-create-time-locked-transactions-with-bitcoin-free-bitcoins-inside I felt proud when I saw that the Bitcointalk post was referenced. Often I see people tweet historical events and give Bitcointalk links as references. That's where new users come to this forum. Sometimes, I see a new user registered just to write one reply and then they never come back to this forum. But they get a couple of merits for their post. They were a newbie to this forum. But, they are not newbie on some specific field.
433  Economy / Trading Discussion / Re: Cointelegraph has the worst price analysis articles on: January 10, 2024, 12:46:54 PM
Most of the websites allow guest posting. So, whenever you see an article on news websites, that does not mean it was posted by their official authors. The article could come from a random crypto researcher who does not have enough knowledge about it. But those websites still allow them to publish articles.

This is not a good idea to take a position based on those articles. Most crypto newbies usually follows news websites, twitter influencers and Youtubers which they should not do. so, not only cointelegraph, but no one should take any websites articles seriously to trade. They should do their own research.
434  Other / Beginners & Help / Who is newbie and how long does it take to navigate the forum? on: January 10, 2024, 12:30:07 PM
I don't know if this is the proper section to post it. I feel like MetaBoard will be a good fit for this topic. But, let's begin.

My question is: who is a newbie and how long they should be considered as a newbie?
I would love to give you some options and examples.

First one: A user with a very old registration date but made only a couple of posts, but did not earn merit to rank up and his login time is around 10 hours or so.

Second one: A user who registered two months ago and spent 7 days login time and earned around 250 merits in the last 60 days and made 500 posts.

Third one: A user who has been there for six months and spent 25 days login time but made only a hundred posts but his rank is member or Jr. member.

You should keep in mind that a user's rank is a newbie here, but maybe he was a member of another forum like hacks forum, craked forum, or nulled forum. Maybe they have dip knowledge of coding or other sectors. Now, who should be considered a newbie, and how long would you consider him as a newbie and why?

I often see people posts like don't teach others when you are a newbie. This is an absurd word in my dictionary. People like Powerglove or n0nce has far more better knowledge than some legendary members who has earned two thousands merits. So, what is wrong if a newbie try to correct you?
435  Economy / Games and rounds / Re: Sportsbet.io ⚽ Newcastle + Southampton ⚽ (13 January 2024) on: January 09, 2024, 04:59:34 PM
Game 1:  43, 22'
Game 2:  43, 22'
436  Local / Other languages/locations / Re: 2024 সালে বিটকয়েনের অবস্থার জন্য আপনার ভবিষ on: January 09, 2024, 12:28:44 PM
----

যদি এক সরকার দেশ ১০০ বছর শাসন করে, তাতেও আমার সমস্যা নাই। আমার সমস্যা অন্য যায়গায়। জনগনের বাক স্বাধীনতা দিতে হবে। কিন্তু সেটা বাংলাদেশে নাই বললেই চলে। আপনি সরকারের বিরুদ্ধে কিছু বলতেই পারবেন না। নির্বাচনের ২ থেকে ৩ দিন আগে আমার এক চাচা মার্কেটে গিয়ে দোকানের লোকজন কে বলতেছে এখানে কিসের ট্রাকের আলাপ চলে? ট্রাকের কোনো আলাপ চলবে না, শুধু নৌকার আলাপ করতে পারবি। আমি সেখানে ছিলাম না। এভাবে মানুষের মুখ যারা বন্ধ করে রাখতে চায়, তারা কিভাবে জনগনের প্রতিনিধি হতে পারে?

ইউনিয়ন অফিসে একটা কাগজের জন্য গেলে প্রত্যেকটা মানুষ হয়রানি হয়। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ যেনো মানুষের কাছে আতংকের নাম হয়ে গেছে। অফিসে গেলে একই কথা, সার্ভার নাই। অথচ গ্রাম পুলিশের কাছে ৫০০ টাকা ধরিয়ে দিতে ২ দিনের মধ্যে সব ঠিক হয়ে যায়। বিদ্যুৎ নিয়ে দুইদিন পর পর নাটক হয়। বাজারে নিত্যপন্যের দাম আকাশচুম্বী। আরো কতো শত সমস্যা।

আমি আগেই বলেছি যে, আমরা সাধারন মানুষ সরকারের কাছে ভাত কাপড় চাই না। আমরা চাই একটু শান্তি। আমাদের ন্যায্য অধিকার। কিন্তু নিকট ভবিষ্যতেও এই দেশের মানুষ তার অধিকার পাবে না।
437  Local / Other languages/locations / Re: 2024 সালে বিটকয়েনের অবস্থার জন্য আপনার ভবিষ on: January 09, 2024, 09:10:00 AM
ভোট কাকে দেবো?
প্রতিযোগিতা থাকলে ভোট দেওয়ার ইচ্ছা থাকে, কিন্তু অতি দুঃখের সাথে বলতে হচ্ছে আমি ভোট দিতে গিয়েছিলাম এবং গিয়ে দেখি ভোট কেন্দ্র ফাঁকা। তাই এই বছর আমি সিরিয়াল ছাড়া ভোট দিতে পেরেছি এটাই আমার কাছে সবচেয়ে আনন্দ আমি ভোট মিস করিনি। তবে আমি পরিস্থিতি দেখে বুঝতে পেরেছি প্রচুর জালিয়াতি হয়েছে ভোটকেন্দ্রে।
অনেক জালিয়াতি ভোট দিয়েছে জনগণ, আমার এক পরিচিত ভাই একাই 27 টি ভোট দিয়েছেন ভোট দিয়েছে। হাজার চেষ্টা করে নির্বাচন কমিশনের ঘোষণা মোট ৪০% ভোট কাউন্ট হয়েছে, কিন্তু সারা বাংলাদেশ জুড়ে অরিজিনালি ভোট এত কাউন্ট হয়নি। ৪০% দেখানো হয়েছে সম্পূর্ণ জালিয়াতি করে বাহিরের দেশগুলোকে প্রমাণ দেওয়ার জন্য এই কাজগুলো করেছে বাংলাদেশের সরকার।

আসলে একটা দলের সাপোর্ট করলেই তার গুনগান গাইতে হবে এমন কোনো কথা নয়। আমার বাবা চাচারা সব সময় আওয়ামীলীগ করতো এবং চাচারাও এখনো করছে। কিন্তু একই সরকার বার বার দেশের ক্ষমতায় থেকে দেশে কি উন্নয়ন করছে, জনগনের অধিকার কতোটুকু আছে, সেগূলো দেখার মতো বিষয়। আমাদের গ্রামের ম্যাক্সিমাম মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। সরকার দেশের স্ট্রাকচারাল উন্নয়ন করছে, তবে সেগুলো শুধুই শহরের ভেতরেই সীমাবদ্ধ। আমার এতোটুকু বয়সে, আমার গ্রামের পিচে ঢালাই রাস্তাটার সংস্কার হতে দেখিনি। একই এম পি ১৫ বছর থাকার পরেও গ্রামের এই রাস্তায় একটা ইট অব্দি আসে নাই। রাস্তাটা যে, পিচের, সেটা বোঝার কোনো উপায় নেই। ২০ বছরে যদি একটা রাস্তা মেরামত না হয়, তবে সেই সরকার দিয়ে মানুষ কি করবে? সরকারের কাছে তো মানুষ ভাত কাপড় চায় না। চায় ভালো রাস্তা, চিকিৎসা ব্যাবস্থা, শিক্ষা, এগুলোই। সরকার গ্রাম পর্যায়ে কতোটুকু কাজ করেছে সেটা গ্রামে এসে দেখে যান সবাই। আমাদের গ্রামের মানুষের একটাই কথা, উন্নয়ন যেহেতু শহরে করেছে, তাইলে শহরের মানুষ ই ভোট দিক। আমরা ভোট দিবো না। আর সেই প্রভাব এই বারের এম পি ইলেকশনে পরেছে। সতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে।

আর নির্বাচন এর ব্যাপারে আমি বলবো, এখানে একটা আন্তর্জাতিক আইন থাকা উচিৎ। কোনো দেশে যদি ৫১ শতাংশ এর কম ভোট কাউন্ট হয়, তাইলে সেই নির্বাচন পুনরায় করতে হবে। কারণ যেই দেশে ৩০% ভোট এ সরকার নির্বাচিত হয়, সেটা কখনোই গ্রহনযোগ্য হতে পারে না।
438  Other / Beginners & Help / Re: [Warning] Fake Ledger wallet update email with phishing link. on: January 09, 2024, 07:03:40 AM
Since Ledger Wallet announced the possibility of sharing email with third parties, it was better to use a temporary email with all of their services.

How would a user know that the emails and data were compromised? Ledger Wallet announced the possibility of sharing emails with third parties once they were already compromised. That means the users already registered with their email. How they would know that the ledger could be hacked and they should use a temporary email? Old ledger wallet users already abandoning their wallets.

For new users who are looking for a hardware wallet, I don't think people would choose a ledger wallet after all those sagas. There was too much controversy about their services. There is no reason someone would still use ledger wallet after knowing all these things.
439  Bitcoin / Bitcoin Discussion / Re: So Who Owed Satoshi Money? on: January 08, 2024, 07:09:41 PM
I just saw a video on YouTube regarding this and wondered why I didn't see any thread on BitcoinTalk. There you go. Whoever did it, thank you for dumping those coins. Or could it be Satoshi or his closest person? I cannot imagine Satoshi or his closest persons will ever use centralized exchanges.

Here is the link to the transaction; https://blockchair.com/bitcoin/transaction/d7db4f96a4059c8906b953677ce533493d7b9da0f854a21b99f5772910dd0a31
440  Bitcoin / Bitcoin Discussion / Re: Do we even need bitcoin mixers? on: January 08, 2024, 11:33:16 AM
What do i miss?

It's not like Bitcoin Mixers are too necessary for privacy. We can increase privacy following the methods you have shared. But, that's too much task to do. While Mixers take a few clicks only. When you could do it with a few clicks, why do you have to do that many transactions as an alternative? Mixers are banned in this forum, but they are still online. They are banned here does not mean we cannot use them.

Whoever used the mixers before and loved the idea will keep using them. Most of the forum users do not have dirty money to clean. I don't think forum users use Bitcoin mixers too much. The mixers do not expect huge traffic from the forum. They were here to build a reputation, so they could get trust from their users.
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 [22] 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 ... 115 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!