Bitcoin Forum
June 26, 2024, 09:57:26 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 [40] 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 »
781  Other / Beginners & Help / Re: How do you securely manage and store your Bitcoin wallets? on: November 13, 2023, 12:37:13 AM
How to keep your Bitcoin wallet safe has been discussed a few times before. In every discussion I've seen, many people have commented on this topic in a very nice way, and those comments have been accurate in keeping Bitcoin wallets safe. The first step to secure a Bitcoin wallet is that the user should first use a more secure wallet. If we use a wallet with more security in the initial state, then we do not have to be in a dilemma whether we have selected the right wallet or not. The name of the hardware will come first in the case of results that will give more security, if you do not have the facility to use hardware wallets, there are some mobile wallets that are very secure, you can use those wallets if you want. Another important aspect of keeping your Bitcoin wallet safe is to keep your wallet's personal information and wallet's private key only to yourself and ensure that no one else knows your wallet's private key. If planned and implemented in this way, a user can keep his Bitcoin wallet safe.
782  Economy / Services / Re: [OPEN] [banned mixer] - Premium Mixing | Sig Campaign | Up to $210/W on: November 12, 2023, 04:47:36 PM
Username: Fuso.hp
Bitcoin SegWit Address: bc1q2yvem7akazee7tuztq523muftu8uvhyjh5tymu
783  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: November 12, 2023, 03:39:44 PM
After India scored 410 runs against Netherlands I naturally thought maybe India would bowl Netherlands out within 100 runs but Netherlands are a good team and they have proved that they can fight against any team before and also in the second innings against India. Netherlands managed to score 208 runs for 6 wickets after 42 overs. In this situation if Netherlands lose to India then I would like to salute Netherlands as they have performed well throughout the whole tournament of the World Cup. A team like Sri Lanka who were all out for 50 runs against India, a team in South Africa where they were all out before 90 runs, Netherlands scored 205 runs against India, what could be happier news for the Netherlands. It is my wish as a cricket lover that Netherlands should not lose from cricket and that Netherlands should do well in cricket.
784  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 12, 2023, 02:47:20 PM
আমি ট্রেডিং নিয়ে খুব একটা চিন্তিত নই। আমি বিশ্বাস করি মার্কেট যে কোন সময় বৃদ্ধি পাবে এবং আমার ট্রেডিং সফল হবে। তবে হ্যাঁ কালকে আমিও দেখেছি কুকয়েন এক্সচেঞ্জে ENJ কয়েন সর্বোচ্চ ০.৩৫৬৫$ করে দাম উঠেছিল কিন্তু Binance এক্সেজে সর্বোচ্চ ০.৩১২৩$ উঠেছিল। আমি Binance এক্সচেঞ্জ থেকে ট্রেডিং করি যার কারণে আমি আমার ট্রেডিং বিক্রি করতে পারিনি। প্রাইসের এমন আপডাউন কিসের জন্য হলো আমি বুঝতে পারিনা।
ENJ কয়েনে আপনি বিনিয়োগ করেছেন এবং আমার মনে হয় আপনি তুলনামূলক বেশি পরিমাণ অর্থ দিয়ে বিনিয়োগ করেছেন কিন্তু আমার জানার ইচ্ছা যে আপনি এই কয়েনে কখন বিনিয়োগ করেছেন মানে আপনার এন্ট্রি কততে। ENJ এর মার্কেটে বড় ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আমার মনে হয় আপনি এতদিন খতিতে থাকলেও এখন এই কয়েনে ট্রেডিং করে আপনি যথেষ্ট লাভবান হয়েছেন কারণ মার্কেটে হঠাৎ করে বড় পরিবর্তন আমরা লক্ষ্য করছি। ENJ এর মার্কেট যখন সর্বোচ্চ পর্যায়ে গিয়েছিল তখন যদি আমি আপনার জায়গায় থাকতাম তাহলে অবশ্যই আমি আমার টোকেন গুলো বিক্রি করে দিতাম এবং আবারো সুযোগের অপেক্ষায় থাকতাম। সম্ভবত আপনি আপনার টোকেন এখনো বিক্রি করেননি। তখন আপনি আপনার টোকেন বিক্রি করলে আরও একটি নতুন ট্রেড গ্রহণ করতে পারতেন।
785  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: November 12, 2023, 12:28:52 PM
India vs Netherlands
India put up a mountain of runs against the Netherlands today. In this World Cup, India scored 400 for the first time, again against Netherlands. All the Indian batsmen who batted today have scored a fifty and two batsmen have scored a century. From the start, India batted very aggressively against Netherlands today and their batting early on looked like they might collect a big one today. With the target that India has given Netherlands, I think Netherlands can lose by 300 runs against India today. 

The way India is playing in this World Cup tournament, it seems that even if the World XI is fielded against India, it is not possible to win against India with the World XI.
786  Economy / Trading Discussion / Re: Mistakes to watch out for on: November 12, 2023, 03:22:42 AM
In trading we should take utmost care in every aspect. Those of us who are trading should have two types of thinking that if I trade I can gain as much as I can lose. Trading will never be self-sustaining if trading is done with only profit in mind. 

Everyone has their own trading strategies. Some follow one day trading and some follow weekly trading whoever feels comfortable with trading conducts his trading. If a newbie wants to succeed after seeing someone else succeed in his trading strategy, chances are he won't succeed there. 

Every trader should have his own trading strategy. When each of us has our own trading strategy then we can get success by trading according to that trading strategy. Patience is very important in trading, so if we claim ourselves as traders then we must be a person with enough patience.
787  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: November 12, 2023, 02:53:04 AM
It would have been better had qualifiers work like in IPL where top two teams are given another chance if first qualifier is lost. It would make top standings more meaningful.
There are many differences between World Cup tournament and IPL tournament so ICC may not follow what IPL did. The teams leading the points table must have got some advantages like the first team of the points table will play with the fourth team of the points table and the second team of the points table will play with the third team of the points table ie here but the team at number one of the points table is getting a slightly easier opponent in the semi finals. If the ICC tournaments have semi-final rules like IPL, then it will be seen that the team number two and number three in the points table will have to win two matches to go to the final, which is inconsistent to see in a big tournament like the World Cup. We are looking forward to seeing two qualified teams out of the four teams in this World Cup final.
788  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 12, 2023, 02:15:07 AM
ধুর মিয়ারা আপনারা সবাই Enjin নিয়ে রয়েছেন কিন্তু কিছু কিছু কয়েন সবার চোখে ফাঁকি দিয়ে কোথায় চলে গেল। এক সপ্তাহ আগেও কিছু কিছু কয়েন অনেক কম দামে ছিল কিন্তু বর্তমানে তা ৭ আর ১০ গুন করে বৃদ্ধি পেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।

Solana কয়েক মাস আগেও 12-13 ডলার করে ছিল কিন্তু কয়েক দফায় দাম বৃদ্ধি পেয়ে বর্তমানে ৫৫ ডলারের অবস্থান করছে।

PYR এই টোকেনটি বর্তমানে অনেক গুন বৃদ্ধি পেয়েছে প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়ে 6 ডলারের কাছাকাছি অবস্থান করছে।

FTX এই টোকেনটি সবাই স্ক্যাম মনে করে বিনিয়োগ করেননি কিন্তু দেখেন আজকের অবস্থা। এটি এক ডলারের নিচে নেমে গিয়েছিলাম কিন্তু বর্তমানে পাঁচ ডলারের কাছাকাছি অবস্থান করছে।
কি করবো ভাই ভালো এনালাইসিস করতে পারিনা যার কারণে কোন কিছুতেই সফলতা পাচ্ছিনা। দুইদিন আগে ENJ কয়েন কিনে শর্ট টাইম ট্রেডিং করার পরিকল্পনা করেছিলাম কিন্তু market ডাম্পিংয়ের কারণে এখন পর্যন্ত লসের মধ্যে রয়েছি। সকালে ঘুম থেকে উঠে দেখি রিকভারি হয়েছে একটু প্রফিটের আশায় বাড়িয়ে অর্ডার দিয়ে রেখেছি কিন্তু আবার আমার মূল ব্যালেন্স থেকে ঘাটতি রয়েছে। তবে আমি চিন্তাভাবনা করছি শর্ট টাইম ট্রেডিং এর জন্য বিটকয়েন ব্যবহার ট্রেডিং করব। কেননা শর্ট টাইম ট্রেডিং এর জন্য বিটকয়েন বেস্ট।
ENJ তে ট্রেডিং করা হয়তো আপনার জন্য ভুল সিদ্ধান্ত ছিল এবং আপনি বর্তমানে এই কয়নে ট্রেডিং করার পর থেকেই সম্ভবত সবথেকে বেশি চাপ অনুভব করছেন। স্বল্পমেয়াদি পরিকল্পনায় কোন কয়নে ট্রেডিং করার পর যদি সেই ট্রেডিং থেকে প্রথম অবস্থায় কিছুটা লাভ হয় কিন্তু আরো লাভের আশায় যখন আমরা সেই ট্রেডিং বিক্রি না করে রেখে দেই পরবর্তীতে যখন সেই কয়েনের মূল্য কমে যায় এবং আমাদের মূল ব্যালেন্স থেকে অর্থ ক্ষতি হয় তখন আমরা এই বিষয়টা নিয়ে অনেক অনুশোচনা করি যেমনটা এখন আপনি করছেন। আপনার এখন অনুশোচনা করার আগে যখন আপনার ট্রেডিং থেকে কিছু প্রফিট হয়েছিল তখন আপনার বিক্রি করা উচিত ছিল অথবা ট্রেডিং করার সময় আপনার একটা টার্গেট নির্ধারণ করা উচিত ছিল যাতে সেই টার্গেটে কয়েনের মূল্য পৌঁছালে আপনি আপনার ENJ বিক্রি করতে পারেন তবে যাই হোক এখন আপনাকে অপেক্ষা করতে হবে মার্কেটের ভালো অবস্থায় যাওয়ার জন্য।।
789  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: November 11, 2023, 12:37:23 PM
Even with a good target in the last match against Australia, Bangladesh is defeated in the end. Australia need just five more runs to win.  Bangladesh bowlers managed to pick up only two wickets against Australia. Bangladesh could not bowl well against Australia in this match due to which the Australian batsmen are batting in a very fluent manner from the beginning. Australia may win against Bangladesh by the time I finish the post but Bangladesh has closed this match against Australia so Bangladesh will be much ahead of Sri Lanka in terms of net run rate. If India can defeat Netherlands in yesterday's match, then Bangladesh will be the champion trophy. India have not lost a single match in this World Cup tournament so we can consider Bangladesh in Champions Trophy final if there is no chance of them losing against Netherlands.
790  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: November 11, 2023, 09:04:46 AM
Bangladesh doing surprisingly good against Aussies. 32 overs, 201-3, averaging above 6 RPR, should easily make 300+ if they continue to bat like this. Mahmudullah just came to the crease and has already hit 3 sixes, I think he's been one of highlights from Bangladeshi team in this tourney.
Bangladesh managed to set a big target against Australia although the target of 307 runs is not at all safe at this stadium in Pune as it is very easy for the batsmen to bat in Pune. This is Bangladesh's highest collection in this World Cup tournament. Bangladesh's batting today seemed to be in a hurry as Australia picked up three wickets through run outs including two crucial wickets. If Mahmudullah and Nazmul Hossain Shanto were not run out, they might have extended their innings as they were batting with confidence. Since Bangladesh scored 307 runs, Bangladesh's champion trophy is sure, now Sri Lanka has no chance to qualify for the champion trophy. Although the Netherlands still have some chances, they will never win against India.
791  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: November 11, 2023, 05:55:11 AM
Australia  vs  Bangladesh

Australia captain has won the toss and decided to field against Bangladesh. I don't know why Australia took this decision. Because this pitch is completely batting friendly pitch. The average score in the first innings is more than 300. So if Australia had decided to bat then they could have easily given a target of 350-400.

Bangladesh kept their opening pair unchanged. Tanzid Tamim and Liton Das are opening. Bowler Nasum Ahmed has been added to the squad as Shakib's replacement. A batsman should have been included in Bangladesh's squad on such a batting friendly pitch. Because Bangladesh's batting order is very weak. I don't think Nasum Ahmed's inclusion in the squad is right.
After losing the toss against Australia, Bangladesh batted first and scored 62 runs without a wicket after the first 10 overs. Scoring 62 runs without losing any wicket in the power play is a very positive thing for Bangladesh as we have seen Bangladesh lose two or three wickets in the power play in other matches but against Australia we are seeing something different. Bangladesh's middle order is strong enough so if these two opening batsmen can bring a good collection then Bangladesh can secure a big target against Australia at the end of the first innings. Bangladesh and Australia take the field against each other today with multiple changes. Since both teams have entered the field with multiple changes, I hope these changes of both teams will be useful.
792  Economy / Economics / Re: Entrepreneurship and women on: November 11, 2023, 04:26:53 AM
But most of the women who marry are under the age of 18 so they no longer pursue a career and lose their dreams. This is like what is happening right now in my country. because this is the reason why many entrepreneurs are still filled by men.
For some reasons, they lose the urge to continue with their studies and that's because of the responsibility of being a married woman at a younger age.
But I've seen with the same situations that have never gave up and still pursued their dreams and achieved their goals. It's not just all about studies but also by being a working person or establishing their business which we usually see that there's women empowerment in that area.
For women who choose to marry at a young age, they are definitely ready to build their family, so they prefer to marry at a young age, but in my opinion, in terms of pursuing their dreams, they certainly have to get support from their husbands and if given permission by their husbands, they definitely they will be able to divide their time for their family and also for the dreams they want to achieve and I am sure they can do it if they are disciplined in dividing the time they have.
A girl getting married at a young age means that she gets busy with the family. When a girl gets married at a young age, she has no focus on anything other than her family, so many things she wants to do before marriage, but not after marriage. But girls who go ahead to fulfill their dreams and work with their goals in mind can definitely do a lot of good things at some point in life. I have seen many girls who run a big store, I have seen many girls who control traffic, I have seen many girls who work in construction, and I have seen many girls who work as bank managers. That is, if a girl tries and has full focus on the target, then she can definitely reach her goal. If a girl gets married after completing her education then she can definitely fulfill her goal but if a girl gets married while studying then she will not have education and will not fulfill her dreams.
793  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: November 11, 2023, 03:54:41 AM

Bangladesh's main fact in today's match is NNR.
Bangladesh's main focus against Australia is to maintain the net run rate. Even though Bangladesh lost the match against Australia, there is no problem if Bangladesh can maintain their net run rate. Bangladesh will definitely field their best XI against Australia but since the semi-final is assured, it is expected that Australia will field without some important players. It is certain that Maxwell will not play against Bangladesh as Australia had a hard-fought victory against Afghanistan earlier and Maxwell was the most important contributor there. The way Maxwell finally played through his injury against Afghanistan deserves praise. Maxwell will be rested against Bangladesh to get fully fit for the semi-final.  
Bangladesh and Australia will play in the afternoon match today as there are two matches today where the opponents of the afternoon match are England and Pakistan.
794  Bitcoin / Bitcoin Discussion / Re: Bitcoin and it's 4 Year-Cycle on: November 11, 2023, 03:24:15 AM
I really like the chart you have made, most of the time your predictions are correct. Now only waiting for August 2025. The Bitcoin market is very positive by the end of 2023 and it is predicted that the Bitcoin market will remain positive in 2024. If 2023 ends well and if the Bitcoin market is in a good position from mid to late 2024 then the Bitcoin market could reach such a point around August 2025. This is very good news for Bitcoin, it would not be surprising if the market changes so much in August 2025 as all predictions say 2024 to 2025 will be a good time for Bitcoin.
795  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 11, 2023, 01:32:31 AM
কিছু দিন আগে কে যেনো বলেছিলেন নগদ/বিকাশ থেকে মেসেজ দিয়ে সতর্ক করা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি লেনদেন থেকে বিরতী থাকুন। আজকে দেখি আমার ফোনেও এসেছে বিকাশ থেকে দিয়েছে। ক্রিপ্টোকারেন্সি সাথে জরিত রয়েছি এমনেই অনেক ভয় হয়, এই ধরনের নিউজ দেখে আরও অনেক ভয় লাগে।

বাংলাদেশ গভারমেন্ট যেখানে বিটকয়েন এর বিপরীত সেখানে মোবাইল ব্যাংকিং গুলো এ ধরনের প্রচারণা করবে এরকমটাই স্বাভাবিক। আপনি শুধুমাত্র বিকাশের প্রচারণা দেখেছেন কিন্তু আমি আমাদের দেশের বিভিন্ন জনপ্রিয় সংবাদ চ্যানেলগুলোতে এ ধরনের সতর্কতা মূলক প্রচারণা সব সময় দেখতে পাই। কিছুদিন আগে নগদ লিফলেট এর মাধ্যমে এ ধরনের প্রচারণা করেছে।
বিটকয়েনের মাধ্যমে লেনদেন করলে সেটা আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক এবং আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থার জন্য ক্ষতি এরকমটা আমাদের দেশের সরকার মনে করে যার কারণে শীর্ষস্থানীয় মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো বিটকয়েন ব্যবহার করা নিয়ে সর্বোচ্চ সর্তকতা মূলক প্রচারণা করে থাকে।

আমরা যারা ক্রিপ্টো কারেন্সির সাথে জড়িত আছি এবং যারা বিটকয়েনের মাধ্যমে লেনদেন করে থাকি তাদের এ ধরনের হাজার প্রচারণা দেখিয়ে লাভ নাই কারণ আমরা এই ধরনের প্রচারণা দেখে অভ্যস্ত এবং এই ধরনের প্রচারণা আমাদের কাজের ক্ষেত্রে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারবে না।
796  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: November 11, 2023, 01:03:07 AM
I think Bangladesh team will not need to take any more pressure with Champions Trophy game, because I think New Zealand team will win very easily today. I was a bit worried about the New Zealand team as they were losing continuously in the last four matches. Anyway my apprehension was cleared soon after the bowling innings of the New Zealand team.

If you are familiar with Bangladesh Cricket, you should not be this much confident. You never know if Bangladesh is going to be all out for 50 runs against australia if they batting first. You never know if Australia going to score 400 and Bangladesh may score less than hundred losing all wickets. If something like this happen in the next match, Sri Lanka is going to play the champions trophy and Bangladesh will have to watch it. As a Bangladeshi, I am pretty much worried about next match. Australian hero of the previous match is not going to play against Bangladesh. Still, I am not that much confident as like you  Embarrassed
Bangladesh is ahead in the current equation of playing Champions Trophy. I am talking about how Bangladesh is ahead in this equation.  If Bangladesh bats first and Bangladesh must bat for a minimum of 23 overs in the second innings, regardless of how many they collect.  If Australia wins in 23.1 overs, still Bangladesh will qualify for the Champions Trophy by being slightly ahead in terms of net run rate. On the other hand, if Bangladesh bats in the second innings and if Australia scores 400 runs in the first innings and if Bangladesh can score 190 runs, then Bangladesh will qualify for the Champions Trophy. Now the only hope will be that Bangladesh is not defeated by a huge margin against Australia. If the margin of victory is too big, the dream of playing the champion trophy of Bangladesh will end.
Bangladesh will never lose by a big margin against Australia. Bangladesh will perform very well in the game of Bangladesh vs Australia tomorrow and will remain in the Champions Trophy. I am a citizen of Bangladesh and always wish victory for Bangladesh. I hope Bangladesh come close to winning if not winning against Australia tomorrow. And if can perform well in both bowling and batting, then I will definitely beat Australia and win the match. I always pray for Bangladesh that Bangladesh can perform well.
Initially, I expect Bangladesh not to lose by a big margin against Australia, but the minus point for Bangladesh could be Shakib Al Hasan's captaincy and his all-round performance. Shakib Al Hasan's absence will undoubtedly create a lot of ill effects on the entire team. There are some experienced cricketers in the team who might overcome this bad influence. Since a win or loss won't have much impact for Bangladesh, Bangladesh will have to make sure they don't lose by too big a margin against Australia. Bangladesh will surely go to the field to win against Australia because no team from China should be defeated before entering the field. Win or loss is not very important in this World Cup match but Bangladesh must play for net run rate.
797  Other / Beginners & Help / Re: Swedish Bitcoiners targeted by armed criminals on: November 11, 2023, 12:27:34 AM
Such events in Sweden are certainly a matter of great concern for the people of Sweden. Especially those who are involved with Bitcoin have such fear. There is a good reason for criminals to target this, criminals are especially targeting Bitcoin users because if they steal all their Bitcoins then the authorities will not know about them later. Here the criminals have shown some cleverness. The general public in Sweden who are involved with bitcoins must exercise the utmost caution and try to keep their bitcoins as much as possible. If criminals find out that a user is involved with Bitcoin, that person may be the next target, so caution must be exercised.
798  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: November 10, 2023, 03:00:31 PM
I think Bangladesh team will not need to take any more pressure with Champions Trophy game, because I think New Zealand team will win very easily today. I was a bit worried about the New Zealand team as they were losing continuously in the last four matches. Anyway my apprehension was cleared soon after the bowling innings of the New Zealand team.

If you are familiar with Bangladesh Cricket, you should not be this much confident. You never know if Bangladesh is going to be all out for 50 runs against australia if they batting first. You never know if Australia going to score 400 and Bangladesh may score less than hundred losing all wickets. If something like this happen in the next match, Sri Lanka is going to play the champions trophy and Bangladesh will have to watch it. As a Bangladeshi, I am pretty much worried about next match. Australian hero of the previous match is not going to play against Bangladesh. Still, I am not that much confident as like you  Embarrassed
Bangladesh is ahead in the current equation of playing Champions Trophy. I am talking about how Bangladesh is ahead in this equation.  If Bangladesh bats first and Bangladesh must bat for a minimum of 23 overs in the second innings, regardless of how many they collect.  If Australia wins in 23.1 overs, still Bangladesh will qualify for the Champions Trophy by being slightly ahead in terms of net run rate. On the other hand, if Bangladesh bats in the second innings and if Australia scores 400 runs in the first innings and if Bangladesh can score 190 runs, then Bangladesh will qualify for the Champions Trophy. Now the only hope will be that Bangladesh is not defeated by a huge margin against Australia. If the margin of victory is too big, the dream of playing the champion trophy of Bangladesh will end.
799  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: November 10, 2023, 12:40:52 PM
The way Afghanistan lost wickets at the start I didn't think they would end up scoring 240 plus runs in the first innings. Perhaps Afghanistan lost the first 6 wickets between 110 runs and 120 runs. If a team loses their first 6 wickets within 100 runs then the 200 plus runs from that team in the end is nothing but responsible batting by the late batsmen. South Africa have collected a lot in the tournament so I would never say that they will have an easy win against Afghanistan.

To score 240 plus runs, South Africa will have to play responsible batting. Although I don't have confidence in Afghanistan's batting, I have enough confidence in Afghanistan's bowlers. It will not be easy for the African batsmen to deal with Afghanistan's bowlers. If Afghanistan wants to win this match, they must get out the opening four or five batsmen quickly, only then Afghanistan can finish the last match with victory.
800  Local / Other languages/locations / Re: $১০০ ডলারকে $১.৬ মিলিয়ন ডলারে পরিণত করার মিশ on: November 10, 2023, 10:05:09 AM
ট্রেডিং সংক্রান্ত তথ্য আর কি শেয়ার করব। বেশ কিছুদিন ধরে ট্রেডিং করে দেখতে পাচ্ছি সেখানে বেশি সফলতা পাচ্ছিনা। তবে কালকে আমি ENJ কয়েন কেনার জন্য অর্ডার করে রাখছিলাম। আমি ইনস্ট্যান্ট মার্কেট থেকে কিছুটা কমে অর্ডার করে রাখছিলাম। মার্কেটের সামান্য উঠা নামায় আমার অর্ডার কমপ্লিট হয়নি। আমি অর্ডার করে রাখছিলাম ০.২৯৮৫$ করে। আজকে হঠাৎ এক্সচেঞ্জ ওপেন করে দেখতে পাচ্ছি আমার অনেক লস রয়েছে। কারণ আমার order কমপ্লিট হয়ে আরো নিচে চলে এসেছি। বর্তমানে ENJ কয়েনের দাম ০.২৭৮২$ এর মধ্যে অবস্থান করছে। যদিও বর্তমানে আমার ট্রেডিং এ লস রয়েছে তারপরেও আমি আশা করি এই ট্রেডিঃ থেকে লাভবান হব।
এখন ট্রেডিং করে হয়তো আপনি সফলতা পাচ্ছেন না অথবা আপনি যেভাবে মার্কেটের পরিবর্তন আশা করছেন মার্কেট সেরকম পরিবর্তন হচ্ছে না এ বিষয় নিয়ে মন খারাপ করার কিছুই নাই কারণ মার্কেটের অভ্যাস এরকম। এরকমটা আমার ক্ষেত্রে অনেক হয়েছে যে আমি ট্রেডিং গ্রহণ করার পরপরই নির্দিষ্ট কয়েনের মূল্য অনেকটাই নিচের দিকে নেমে এসেছে এবং আমি মার্কেট রিকভার হওয়ার জন্য অপেক্ষা করেছি, মার্কেট যখন রিকভার হয়েছে তখন কিছুটা লাভে আমি বিক্রি করে দিয়েছি কিন্তু আমি বিক্রি করার পরেই কেন জানি মার্কেট হঠাৎ করে অনেক পরিবর্তন হয়েছে। আমার সাথে এরকম ঘটনা একাধিকবার ঘটেছে। মার্কেটে এখন যথেষ্ট অস্থিরতা রয়েছে তাই মার্কেট কখন কোন দিকে যায় অথবা কোন অবস্থা থেকে কোন অবস্থায় চলে আসে তা বলা কঠিন তাই আমি আপনাকে বলব আপনি অধৈর্য হবেন না, যদি আপনার কাছে এখন ট্রেডিং করা ঝুঁকিপূর্ণ মনে হয় তাহলে কিছুদিন বিরতি দিয়ে আবার ট্রেডিং শুরু করতে পারেন।

ট্রেডিং এর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ধৈর্য শক্তি এবং ইমোশন। দেখা যায় আমরা কোন কয়েন কিনলে সেটা যদি তিন থেকে চার ডলার লস হয়ে যায় তাহলে আমাদের ধৈর্য শক্তি কমে যায় আবার যখন দেখি যে সেই কয়েনের দাম একটু বৃদ্ধি পায় তখন মনে করি আমার ডলারগুলো রিকভার হয়েছে এখন বিক্রি করে দেই। এই যে আমাদের ইমোশন এবং ধৈর্য শক্তি এটা যদি আমরা কন্ট্রোল করতে পারতাম তাহলে আমরা হয়তো দীর্ঘদিনের জন্য বিনিয়োগ করতাম তাহলে দেখা যেত যখন এই কয়েনের দাম অনেক বৃদ্ধি পেতো তখন আমাদের অনেক প্রফিট আসতো।
কয়েক মাস আগেও মার্কেটের অবস্থা খুব একটা ভালো ছিল না বর্তমানের তুলনায়। যার কারণে যে বিনিয়োগ করেছে সে হয়তো একটু লসের মধ্যে রয়েছে যার জন্য অনেকে বিনিয়োগ করার ইচ্ছাশক্তি হারিয়ে ফেলেছে। বর্তমানে মার্কেট আবার ঊর্ধ্বগতি সম্পন্ন হচ্ছে এখন বিনিয়োগ করলে হয়তো ভালো কিছু আশা করা যেতে পারে।
ট্রেডিং এর ক্ষেত্রে আমি ইমোশন এর বিন্দুমাত্র গুরুত্ব দেই না, আপনি নিজের অর্থ কাজে লাগিয়ে ব্যবসা করছেন সেখানে ইমোশনের কি কাজ। একজন ট্রেডার্সের ধৈর্য অনেক গুরুত্বপূর্ণ কিন্তু তার ইমোশন মোটেও গুরুত্বপূর্ণ নয় বরং সে যদি অনেক বেশি আবেগপ্রবণ হয় তাহলে ট্রেডিং এর ক্ষেত্রে তার ভুল সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট সম্ভাবনা থেকে যায়। ট্রেডিং এর ক্ষেত্রে ধৈর্য ধারণ করাটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ মার্কেটের অস্থিরতার কারণে যদি মার্কেট কিছুটা পরিবর্তন হয় তাহলে ওই সময়ে উত্তেজিত না হয়ে বরং ধৈর্যধারণ করা উচিত এবং ভালো সময়ের অপেক্ষা করা উচিত।
বেশিরভাগ টেডার্স এক্ষেত্রে ধৈর্যহীনতার পরিচয় দেয়, তারা বিনিয়োগ করার পর যখন মার্কেট কিছুটা পরিবর্তন হয় তখনই তাদের অস্থিরতা শুরু হয়ে যায় এবং সেই অস্থিরতার কারণে তারা তাদের ট্রেডিং এর উপর ভরসা না করে ক্ষতিতেই বিক্রি করে দেয় এটা ট্রেডিং এর খারাপ বলা যেতে পারে।
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 [40] 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!