জরুরি সতর্কতা - সকল DeFi ব্যাবহারকারীদের জন্য
সকল DeFi ব্যাবহারকারীরা আগামী ২৪ ঘণ্টা যেকোনো প্রকার dApp ব্যাবহার করে ট্রান্সজ্যাকশন করা থেকে বিরত থাকুন। Ledger এর CTO টুইট করে সকল ক্রিপ্টো ব্যাবহারকারীদেরকে সতর্ক করেছে। - Hardware Wallet: কোনো ধরনের ট্রান্সজ্যাকশন করার আগে দেখবেন যে, সঠিক contract address এর সাথে ট্রান্সজ্যাকশন করতেছেন কি নাহ অথবা যাচাই করবেন।
- Software Wallet: যেকোনো ধরনের ট্রান্সজ্যাকশন করা থেকে বিরত থাকুন, পরবর্তী হালনাগাদ নাহ দেওয়া পর্যন্ত।
তিনি টুইটে বলেন যে, এটি সবচেয়ে বড় supply chain অ্যাটাক এবং গত কিছুদিনে যেসব প্রোজেক্ট তাদের dApp কিংবা npm হালনাগাদ করেছে। সেসব প্রোজেক্টগুলো এসব অ্যাটাকের ঝুঁকিতে বেশি রয়েছে। আর সকল DeFi ব্যাবহারকারীদেরকে কোন প্রকার ট্রান্সজ্যাকশন করা থেকে বিরত থাকলে আহবান করেছে, কারণ এই ধরনের অ্যাটাক নির্মূল করার কোনো প্রকার উপায় এখনো নেই। সোর্সঃ https://x.com/P3b7_/status/1965094840959410230
|
|
|
যারা zealy তে বিভিন্ন প্রজেক্টের ক্যাম্পেইনে যোগদান করে থাকেন, তারা Sailor এর বর্তমান zealy ক্যাম্পেইনে অংশ্রহণ করতে পারেন। যারা সেরা ১০ এর মধ্যে থাকবেন, তারা ভালো পরিমাণে USDT/USDC টোকেন পাবেন। - https://zealy.io/cw/sailorfi/questboardভাই কেমন আছেন? প্রায় আড়াই বছর পরে ফোরামে লগইন করে দেখলাম এখনো আমরা আলাদা লোকাল বোর্ড পাইনি বিষয়টা দূঃক্ষজনক। যাই হোক আপনারা সচল রাখছেন এজন্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো লাগলো যে, আপনিও ফোরামে আবার ফেরত এসেছেন। লোকাল বোর্ড পেতে আরও সময় লাগবে হয়তো, দেখা যাক কতদিন লাগে। আমি Zealy, Galxe এ কাজ করি বিভিন্ন প্রজেক্টের টেস্টনেট, মেইননেট প্রমোশনে। সকলের জন্য শুভকামনা রইলো।
আপনি তো এখন এয়ারদড্রপ করে ভালোই ইনকাম করতেছেন। লেগে থাকেন, আশা করায যায় সামনের দিনগুলোতে আরও ভালো ভালো এয়ারড্রপ পাবেন। 
|
|
|
যারা zealy তে বিভিন্ন প্রজেক্টের ক্যাম্পেইনে যোগদান করে থাকেন, তারা Sailor এর বর্তমান zealy ক্যাম্পেইনে অংশ্রহণ করতে পারেন। যারা সেরা ১০ এর মধ্যে থাকবেন, তারা ভালো পরিমাণে USDT/USDC টোকেন পাবেন। - https://zealy.io/cw/sailorfi/questboardএছাড়াও তাদের discord অ্যাম্বাসিডর প্রোগ্রাম চলে, যেখানে Pirate King role পাইলে $৫০ রিওয়ার্ড পাবেন এবং Anchor Lad role যারা পাবে, তারা $১০ করে পায়। শুধুমাত্র আপনাদেরকে প্রজেক্ট নিয়ে টুইট, তাদের টুইটে engagement ও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে Anchor পয়েন্ট সংগ্রহ করে সেরা ২ কিংবা ১০ এ থাকতে হবে। তাদের Discord গেলেই বিস্তারিত জানতে পারবেন। তাই যারা অংশগ্রহণ করতে চান, চাইলে অংশগ্রহণ করুন এবং প্রতিযোগিতা তেমন একটা নেই। 
আবারও ধন্যবাদ, কিন্তু সবকিছুর ভালোমন্দ দিক রয়েছে এবং আমার দৃষ্টিভঙ্গিতে অমন শর্টকাট ব্যাবহার করে পোস্ট তাড়াতাড়ি করতে পারবো যেমনটা আপনি বললেন। তবে আমার লেখার দক্ষতা কখনওই ভালো হবে নাহ এবং আমি চাই যে, আমার নিত্তনতুন দক্ষতা বাড়ুক নাকি অমন শর্টকাট ব্যাবহার করে কাজ শেষ করি। তাই অমন ওয়েবসাইট সম্পর্কে আগে থেকে জানার পরেও আমি তেমন একতা ব্যাবহার করি নাহ।
আমি গতমাস থেকে mac এর Avro কিবোর্ড ব্যাবহার করেই পোস্ট করতেছি এবং আমার এদানিং লেখার গতি ভালোই বৃদ্ধি পেয়েছে। তবে আগের মাসগুলোতে লেখার গতি কম থাকায় গায়েব হয়ে গেসিলাম। আশা করতেছি আগের দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে। কিন্তু এখন পরীক্ষা চলায়, হয়তো তেমন বেশিকিছু আপনাদের জন্য পোস্ট করতে পারবো নাহ। বাকি দেখা যাক কি হয় সামনের দিনগুলোতে।
অবশ্যই ভালো মন্দ দুই দিকই রয়েছে, আসলে ভাই আমি মূলত আইলসা কিসিমের লোক তাই সব সময় সময় বাঁচানোর জন্য বিভিন্ন টুলস এবং ট্রিক্স ব্যবহার করার চেষ্টা করি, তবে কারোর যদি টাইপিং গতি বাড়ানোর ইচ্ছা থাকে তাহলে এই ধরনের টুলস ব্যবহার না করাই বেটার হবে। আমার ক্ষেত্রে বিষয়টা এমন যে টাইপিং স্কিল মোটামুটি ভালো কিন্তু আরও টাইম সেভিং এর জন্য এইটা ব্যবহার করা। আমার মতো আইলসা নাহ, কারণ এই আসলামির জন্যই জীবন থেকে অনেক কিছু হারায় গেছে , কিংবা হাসিল করতে পারি নাই। তাই এখন আলসামি কমানোর চেষ্টায় লেগে আছি। 
|
|
|
Avro কিবোর্ড ব্যাবহার করে লেখতে অনেক সামস্যা । কারণ আমি কিবোর্ডের national লেআউটটা ব্যাবহার করে অভ্যস্ত এবং Avro কিবোর্ডের উইন্ডোজে ভার্সনে ওই লেআউটটা আছে, কিন্তু mac এর ভার্সনে নাই। তাই মাঝেমধ্যে আগ্রহ কমে যাই, সময় বেশি লাগার কারণে।
যদি টাইপিং নিয়ে বেশি সমস্যা থাকে তাহলে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন- https://www.speechtexter.com/আমিও বর্তমানে এটি দিয়ে আপনার পোষ্টের জবাব দিচ্ছি আমাকে বেশি সময় ব্যয় করতে হচ্ছে না টাইপিং এর ক্ষেত্রে পায়ের উপর পা তুলে হাত মুচরাচ্ছি এবং আপনার পোষ্টের জবাব দিচ্ছি। যদিও ডাবল স্ক্রিন ব্যবহার করার কারণে আমার সুবিধা একটু বেশি  যাই হোক এই ওয়েবসাইটের কিছু শর্টকাট key রয়েছে যেগুলো ব্যবহার করলে আরো বেশি সুবিধা পাবেন যেমন- ctrl + Q---------- ভাষা সুইচ করা যেমন বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা. আবারও ধন্যবাদ, কিন্তু সবকিছুর ভালোমন্দ দিক রয়েছে এবং আমার দৃষ্টিভঙ্গিতে অমন শর্টকাট ব্যাবহার করে পোস্ট তাড়াতাড়ি করতে পারবো যেমনটা আপনি বললেন। তবে আমার লেখার দক্ষতা কখনওই ভালো হবে নাহ এবং আমি চাই যে, আমার নিত্তনতুন দক্ষতা বাড়ুক নাকি অমন শর্টকাট ব্যাবহার করে কাজ শেষ করি। তাই অমন ওয়েবসাইট সম্পর্কে আগে থেকে জানার পরেও আমি তেমন একতা ব্যাবহার করি নাহ। আমি গতমাস থেকে mac এর Avro কিবোর্ড ব্যাবহার করেই পোস্ট করতেছি এবং আমার এদানিং লেখার গতি ভালোই বৃদ্ধি পেয়েছে। তবে আগের মাসগুলোতে লেখার গতি কম থাকায় গায়েব হয়ে গেসিলাম। আশা করতেছি আগের দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে। কিন্তু এখন পরীক্ষা চলায়, হয়তো তেমন বেশিকিছু আপনাদের জন্য পোস্ট করতে পারবো নাহ। বাকি দেখা যাক কি হয় সামনের দিনগুলোতে।
|
|
|
5. Review Master [15]
আবশেষে comeback মনে হয় হয়ে গেল। দেখি সামনের দিনগুলোতে কেমন অ্যাক্টিভ থাকতে পারি। অভিনন্দন তবে আবার উধাও হইয়া যাইয়েন না এবং এটাও মনে কইরেন না যে আপনার পোস্ট কেউ না, আপনার এই ধরনের আপডেট গুলো আমি প্রায়ই পড়ে থাকি কিন্তু জাস্ট রিপ্লাই দেওয়া হয় না। এরকম ডেইলি পিক কিছু আপডেট দেওয়ার মতন লোক আমাদের কমিউনিটিতে কম। ধন্যবাদ , কিন্তু আমার কোনো ঠিকঠিকানা নাই। কারণ একতো web3 এর চাকরি , তার উপর পড়ালেখা এখনো শেষ হয়নাই এবং কিছুদিন পর পর পরীক্ষা থাকে। তাই এখানে প্রতিদিন পোস্ট করতে চাইলেও, সময় হয়ে উঠে নাহ। তার থেকে সবচেয়ে বড় সামস্যা হইলো, mac সিস্টেমে বাংলা কিবোর্ড ভালো নাই। Avro কিবোর্ড ব্যাবহার করে লেখতে অনেক সামস্যা । কারণ আমি কিবোর্ডের national লেআউটটা ব্যাবহার করে অভ্যস্ত এবং Avro কিবোর্ডের উইন্ডোজে ভার্সনে ওই লেআউটটা আছে, কিন্তু mac এর ভার্সনে নাই। তাই মাঝেমধ্যে আগ্রহ কমে যাই, সময় বেশি লাগার কারণে। প্রতিদিন মার্কেট নিয়ে এমন খবর এখন থেকে দেওয়ার চেষ্টাই করতেছি, দেখহি আর কি কি আপনাদের সাথে ভাগাভাগি করা যায়। যদিও আমি ট্রেডিং নিয়ে তেমন ভালো নাহ, নইলে মার্কেট নিয়েও তথ্যাদি সবার জন্য পোস্ট করতাম। 
|
|
|
ক্রিপ্টো মার্কেটের হালনাগাদ এবং খবর ০১) Tether গতকালকে ২ বিলিয়নের USDT ইথেরিয়াম ব্লচকচেইনে mint করেছে। এই খবরটি পাওয়ার পর অনেকে খুশি হইছিল, কিন্তু দুঃখের বিষয় হইল Binance শুধু Tron ব্লকচেইন থেকে ethereum ব্লচকচেইনে পরিবর্তন করেছে। ০২) World Liberty Finance (WLFI) গতকালকে Justin Sun এর সর্বমোট ২.৯৪ বিলিয়ন ( ৫৪০ মিলিয়ন unlocked এবং ২.৪ বিলিয়ন locked) WLFI টোকেনকে blacklist করেছে। আর Justin Sun এবং HTX এক্সচেঞ্জের বিরুদ্ধে অভিযোগ করেছে যে, WLFI টোকেনের মূল্য কম হচ্ছে মূলত HTX এক্সচেঞ্জ ব্যাবহার করে Justin Sun ক্রিপ্টো ব্যাবহারকারীদের টোকেন বিক্রি করতেছিল। - https://x.com/zoomerfied/status/1963652870344999137যদিও Justin Sun আজকে টুইট করেছে, কিন্তু সবাই কমেন্টে তাকে তুলোধুলো করতেছে, কারণ তার পোস্টটি AI দিয়ে লেখা মনে হচ্ছে সবার কাছে। - https://x.com/justinsuntron/status/1963807543983263802০৩) Google তাদের নিজস্ব ব্লকচেইনের ঘোষণা দিলো এবং এটি বর্তমানে closed testing এ রয়েছে। মূলত stablecoin মার্কেটে নিজেদের জায়গা দখল করতেই এমন সিদ্ধান্ত, কেননা গত একবছরে stablecoin এর লেনদেন প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছ: https://cloud.google.com/startup/beyond-stablecoinsমনে হচ্ছে stablecoin নিয়ে ভালোই প্রতিযোগিতা শুরু হয়েছে, কারণ পরবর্তী খবরটা Stripe এর থেকে এবং তারা stablecoin এর জন্য google এর মত ব্লচকচেইনের ঘোষণা দিয়েছে। ০৩) Tempo নামের নতুন ব্লচকচেইনের ঘোষণা করা হইছে, যেটি stripe ও Paradigm এর মতো বড় বড় কোম্পানিগুলো incubation করেছে। আরও অনেক বড় বড় web2 কোম্পানির নাম আছে। মূলত ব্লচকচেইনটি evm চেইন হবে এবং ১০০,০০০ ট্রান্সজ্যাকসন প্রতি সেকেন্ডে সম্পন্ন করতে পারবে। মুল পোস্টঃ https://x.com/tempo/status/1963634039413510507০৪) Solana ব্লচকচেইনের জনপ্রিয় প্রোজেক্ট Jupiter ক্রিপ্টো ব্যাবহারকারীদের জন্য একটি airdrop checker চালু করেছে। যেটি ব্যাবহার করে, যেকোনো ব্যাবহারকারী তাদের solana ওয়ালেট দিয়ে eligible airdrop গুলো দেখতে পারবে। - https://jup.ag/portfolio/airdrop-checkerDebank যেমন যেকোনো ইথেরিয়াম ওয়ালেট সকল তথ্যাদি দেখার জন্য ভালো, তেমনি sonar.watch প্রোজেক্টটি solana ব্লচকচেইনের জন্য ভালোই জনপ্রিয় ছিল। পরবর্তীতে Jupiter প্রোজেক্টটি ওই প্রোজেক্টটিকে কিনে নেয়। তাই আপনারা চাইলে Dashboard ব্যাবহার করে solana ওয়ালেটের তথ্যাদি দেখতে পারবেন। ০৫) Binance নতুন HODLer Airdrop এর ঘোষণা দিয়েছে এবং প্রোজেক্টের নাম হইল OpenLedger (OPEN) । যারা আগস্ট মাসের ১৮ থেকে ২১ তারিখের মধ্যে BNB ব্যাবহার করে Simple Earn কিংবা On-chain Yields এ অংশগ্রহণ করেছেন, তারাই এই airdrop এ eligilbe হয়েছেন। - https://www.binance.com/en/support/announcement/detail/e2faef7fe18f4da68451b311973da10a
পূর্ববর্তী পোস্টের রেপ্লাই
আচ্ছা এই পয়েন্ট অর্জন করে কি ডলারে Swap করা যাবে? আমারও বেশ কিছু পয়েন্ট রয়েছে যেটি অনেকদিন আগে ফ্রিতে দিয়েছিলো, এখনো প্রতিদিন হয়তো ১০ পয়েন্ট করে দেয়। আসলে এই পয়েন্টের কাজটাই বা কী? নাকী এটা ট্রাস্ট ওয়ালেটের কোন এয়ারড্রপের মতো? কেউ কি বিস্তারিত জানেন?
আপনি পয়েন্টগুলো swap কিংবা trade করা সম্ভব নাহ, আপনি পয়েন্টগুলো শুধু কিছু reward এ redeem করতে পারবেন। বিভিন্ন ক্রিপ্টো কিংবা প্রোডাক্ট ক্রয়ের সময় ছাড় পাবেন। যেমনটা CMC অথবা Coingecko এর ডায়মন্ড ও ক্যান্ডি ব্যাবহার করা যায়।
5. Review Master [15]
আবশেষে comeback মনে হয় হয়ে গেল। দেখি সামনের দিনগুলোতে কেমন অ্যাক্টিভ থাকতে পারি।
|
|
|
সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মার্কেট কিছুটা পাম্প হইছে, ভাবলাম মার্কেট হয়তো আবার বৃদ্ধি পাবে। কিন্তু আসল কাহিনী হইল, Saylor হয়তো বিটকয়েন ক্রয় করেছিল এবং তার বিপরীতে হয়তো তেমন কোন বিক্রির পরিমাণ ছিল নাহ। টুইটঃ https://x.com/saylor/status/1962849375824040406আবার অন্যদিকে Sharplink ও ৩৯ হাজার ইথেরিয়াম ক্রয় করেছে। তাদের কাছে এখনো ৭২.৬ মিলিয়ন ডলার আছে এবং এই পরিমাণ অর্থ দিয়ে সামনের দিনগুলোতে আরও ইথিরিয়াম ক্রয় করবে। টুইটঃ https://x.com/SharpLinkGaming/status/1962848502666691043
একটা জিনিস ক্লিয়ার হতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাইবিটের প্রিপেইড কার্ড এর কোন এক্সট্রা কোনো ফি রয়েছে?
চাইলে bitnob ব্যাবহার করতে পারেন, কারণ ৩টা পর্যন্ত কোন ফি নেয় নাহ। এরপর তারা ১ ডলার ফি নিয়ে কার্ড ফ্রিজ করে দেয়। সর্বোপরি আপনার সিদ্ধান্তের উপর এখন নির্ভর করবে। Redotpay এর দেখলাম যে, BTC এর জন্য ৬০% এবং Stablecoin এর জন্য ৯০% LTV দেওয়া আছে।
ওরে শালা বিষয়টা তো দেখা যায় পুরাপুরি Collateral Loan এর মতন, যেমন অন্যান্য প্লাটফর্মে বিটকয়েন জামানত হিসেবে রেখে ৬০ পার্সেন্ট পরিমাণ ইউএসজিটি লোন নেওয়া যায়। ঠিক তেমনি এখানেও আমরা স্টেবল কয়েন গুলো জামানত রেখে ডলার পাচ্ছি। কিন্তু আমার কথা হইল ধরেন আমার ১০০ ডলার এর মধ্যে ৯০ ডলার ব্যবহার করা হয়েছে তাহলে আবার বাকি ১০ ডলার কি অটোমেটিক্যালি গায়েব হয়ে যাবে নাকি সেটা আমি ৯০% ব্যবহার করতে পারব? আর এভাবে টেন পার্সেন্ট সেটা হোক ছোট অ্যামাউন্ট এর হলেও তাদের প্লাটফর্মে থেকে যাব? আমি redotpay ব্যাবহার করি নাই, তাই বলতে পারতেছি নাহ। কিন্তু বাকি ১০% হয়তো দেশনেতার কাছে চইলা যায়।  মজা করলাম, যাইহোক আমি যেহুতু ব্যাবহার করি নাই তাই ১০০% সঠিকভাবে বলতে পারতেছি নাহ। কিন্তু আপনি হইত লোন নিতে পারবেন কার্ড দিয়ে ডলার ব্যাবহারের জন্য। যেমন আপনি ৯০ ডলার ব্যাবহার করলেন এবং পরবর্তীতে আপনি ৯০ ডলার মানে USD জমা করে , আপনার ১০০ ডলারের USDT ফেরত নিতে পারবেন। যেহুতু তাদের শুধু ক্রিপ্টো নয়, বরং ফরেক্স কিংবা fiat এরও জমা করার অপশন রইয়েছে। 
|
|
|
আলাদা নাহ একই জিনিস বলতে পারেন, কারণ গুগল পে মূলত সকল ব্যবসায়ী কিংবা মার্চেন্টদের জন্য এবং যেকোনো ব্যাবহারকারী চাইলেই গুগল ওয়ালেট দিয়ে তাদেরকে পেমেন্ট করতে পারবে। একটা আরেকটার সাথে সম্পর্কিত এবং আগে একটাই ছিল, এখন সকলের সুবিধার জন্য একটু আলাদা করে নাম দিয়েছে, যাতে সকলে বুজতে পারে। দেখে নেন এখানেঃ https://wallet.google/#paymentsমানতে পারলাম না ভাই আমি নিজে গুগল পে + ওয়ালেট ইউজ করি। গুগল পে শুধু ব্যাবসায়ী বা মার্চেন্টদেরজন্য না। MFS এর মতো সেবা আছে গুগল পে তে। কবে থেকে ব্যবহার করতেছেন জানি নাহ, কিন্তু আগে গুগল পে নামেই সব পরিচিত ছিলো । সহজ বাংলা ভাষায় একটিমাত্র branding ছিল আগে, এখন শুধুমাত্র একটিকে অন্যটির sub-branding এ যুক্ত করেছে (এমনটা বলা যায়) । ব্যবসায়ী কিংবা মার্চেন্টদের জন্য বলতে বুঝানো হচ্ছে যে, তারা গুগল পে এর SDK কিংবা API ব্যবহার করে QR Code কিংবা পেমেন্ট অপশন অনলাইনের জন্য ব্যবহার করতে পারবে এবং যেকোনো ব্যবহারকারীদের থেকে পেমেন্ট নিতে পারবে। আমি অনেক আগে থেকেই গুগল পে ব্যবহার করি, শুধুমাত্র আমার গুগল একাউন্ট সেটআপ করা অন্যদেশের তথ্য দিয়ে। কারণ ক্রিপ্টো mainstream এ আসার আগে গুগল পে ইন্টারন্যাশনাল পেমেন্টের জন্য সুবিধার ছিল, যেহেতু বাংলাদেশে পেপাল নাই এবং অন্যদেশ থেকে পেপাল খুললেও অনেক সময় একাউন্ট বন্ধ করে দিতো।
|
|
|
সিটি ব্যাংক google pay নিয়ে এনেছে, তারপরও অনেক কাহিনী ও সীমাবদ্ধতার মাঝে। যদিও এখনো অন্য ব্যাংককে লিংক করা যায়, কিন্তু কাজের কি নাহ কে জানে। একদিন গুগল পে ব্যাবহার করে দেখতে হবে।
সিটি ব্যাংক মূলত গুগল ওয়ালেট আনছে। গুগল পে আর ওয়ালেট সম্পূর্ণ আলাদা। গুগল ওয়ালেট শুধুমাত্র কার্ড এড করে এন এফ সি কন্টাক্টলেস প্যামেন্ট করার জন্য। আগে ফিজিক্যাল কার্ড সাথে নেওয়া লাগতো এখন নেওয়া লাগবেনা শুধু এইটুকুই। আলাদা নাহ একই জিনিস বলতে পারেন, কারণ গুগল পে মূলত সকল ব্যবসায়ী কিংবা মার্চেন্টদের জন্য এবং যেকোনো ব্যাবহারকারী চাইলেই গুগল ওয়ালেট দিয়ে তাদেরকে পেমেন্ট করতে পারবে। একটা আরেকটার সাথে সম্পর্কিত এবং আগে একটাই ছিল, এখন সকলের সুবিধার জন্য একটু আলাদা করে নাম দিয়েছে, যাতে সকলে বুজতে পারে। দেখে নেন এখানেঃ https://wallet.google/#payments
|
|
|
<--snip-->
এতো পেরা নেই না ভাই। বাংলাদেশে সব ফালতু সিস্টেম। যেই দেশে আছি সেই দেশের ব্যাংকের কার্ড ব্যাবহার করি কোনো ঝামেলা নাই। স্মুথ লেনদেন হয়। এখন পর্যন্ত ১ বারের জন্যও কোনো সমস্যা পাই নি। কার্ড নেওয়া ও ঝামেলার না। ১০ মিনিটে নিজের নামে প্রিন্ট করা ফিজিক্যাল কার্ড নেওয়া যায় ব্যাংকেও যাওয়া লাগেনা আর ভার্চুয়াল কার্ড তো আছেই। আমিও ওমন প্যারা নিব নাহ দেখেই ভার্চুয়াল কার্ড ব্যাবহার করতেছি। আমি ব্যাংকের লোকের সাথে dual currency কার্ড নেওয়ার বিষয়ে কথা বলার পর বুজতে পেরেছি যে, সহজে কার্ড সব জায়গায় ব্যাবহার করা যাবে নাহ এবং প্যারাও অনেক বেশি। সিটি ব্যাংক google pay নিয়ে এনেছে, তারপরও অনেক কাহিনী ও সীমাবদ্ধতার মাঝে। যদিও এখনো অন্য ব্যাংককে লিংক করা যায়, কিন্তু কাজের কি নাহ কে জানে। একদিন গুগল পে ব্যাবহার করে দেখতে হবে।
|
|
|
আপনি বাংলাদেশের ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করছেন কি নাহ জানি নাহ। কিন্তু সকল কার্ডেই ট্রাক্স রয়েছে, কিছু কার্ড সার্ভিস প্রদানকারি সেটি নিজেরা বহন করে অথবা মাসিক ফি এর সাথে নিয়ে নেয়। আর বাংলাদেশেরে ডুয়েলি কারেন্সি কার্ডের ট্রাক্স একেক ব্যাংকে একেক রকম। উদাহরণ হিসেবে যদি ব্রাক ব্যাংকের কথা বলি, তাহলে তারা সর্বনিম্ন ২০০ টাকা কিংবা বড় অর্থের লেনদেনে ৩% নিয়ে থাকে, যদি আপনি US এর বাহিরের কোনো কিছুতে পেমেন্ট করতে ব্যবহার করেন। এই লিংকে যেয়ে দেখে নেন: https://www.bracbank.com/schedule_of_charges_credit_card_july_2025.html আপনি যেই লিংক দিছেন সেটা ক্রেডিট কার্ডের চার্জ সম্পর্কিত। আমরা ক্রেডিট কার্ড নিয়ে আলাপ করছিলাম না। আলাপ মূলত ডেবিট কার্ড নিয়ে হচ্ছিলো। আমি ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করছি অনেকদিন আর বর্তমানে পূবালী ব্যাংকের ডেবিট কার্ড আছে যদিও ব্যাবহার করিনা। বর্তমানে যেই দেশে আছি সেই দেশের ব্যাংকের কার্ড ব্যাবহার করি। আমি কালকে রাতে তাড়াহুড়োতে credit card এর লিংকটা দিয়ে দিয়েছি, নিচে debit card এর লিংকটা দিলাম। ওখানেও বলা আছে যে, ৩% ট্যাক্স নিবে। সকলের সুবিধার জন্য ছবিও দিয়ে দিলাম আর দেখার জন্য সবার নিচে দেখিয়েন, তাইলে পেয়ে যাবেন।  লিংকঃ https://www.bracbank.com/schedule_of_charges/SCHEDULE-OF-CHARGES.PDFআমার চেনাজানা একজন বড় ভাই প্রতিমাসে Brac Bank এর কার্ড ব্যাবহার করে পেমেন্ট করে, তিনি আমাকে বলেছিল যে তার পেমেন্ট এ এমন ৩% থেকে ৫% ট্যাক্স নেয় এবং একেক সময় একেক রকম আরকি। তাই Brac Bank এর উদাহরণ দিলাম, আমি অবশ্য অন্যান্য ২ টা ব্যাংক ব্যবহার করি।  যেহুতু আমি ভার্চুয়াল কার্ড ব্যাবহার করি, তাই নিজের ব্যাংকের dual currency কার্ড ব্যবহারের দরকার পরে নাই। বাকি যাদের ট্যাক্স নিয়ে জানার দরকার, তারা নিজেরা অন্য ব্যাংকের ফি ও ট্যাক্স সম্পর্কে জানতে পারেন। 
|
|
|
কোট
Wise একাউন্ট বলতে এটা কি ব্যাংক একাউন্ট নাকি! আমি যতদূর জানতাম wise একটি ব্যাংকিং প্রতিষ্ঠান। আমার বেশি ডলারের কাজ ভাই। ব্যাংক একাউন্ট নাহ, এটি ফ্রিল্যান্সারদের জন্য একটি payment gateway , কিন্তু বাংলাদেশে আর সার্ভিস দেয় নাহ। আপনাকে বাহিরের দেশ কিংবা অন্যদেশে ব্যবসা থাকলে নিজের একাউন্ট করতে পারেন এবং ব্যবহার করতে পারবেন। অনেকে দেশে তো ক্রিপ্টোর মাধ্যমেও ব্যালেন্স লোড করা যায়। ১০-২০ ডলারের সাবক্রিবসন না। এতো কমে পোষাচ্ছে না। আমি আজকে কয়েকজনের কাছে এই ডুয়েল কারেন্সি নিয়ে হেল্প চেয়েছিলাম, সবাইই রেডডটপে রে সাজেস্ট করতেছে।
আমার প্রতিবছর $২০০-$৩০০ এর subscription এ দিতে যায় এবং সেটি একবারে দিয়ে থাকি । আর গেম কেনার সময় তো সর্বনিম্ন $৫০ আমার এমনিতেই খরচ হয়। আমি ওমন ১০-২০ পেমেন্ট করিও নাহ এবং যেটা ব্যবহার করি, সবকিছু ভেবেচিন্তে ব্যবহার করি। https://wise.com/help/articles/2968915/can-i-get-the-wise-card-in-my-countryআর সকলে রিডটপে আপনাকে ব্যবহার করতে বলতেছে, কারণ তারা সেই ব্যবহার করেছে এবং অন্যান্য কার্ড মনে হয় নাহ, তেমন একটি ব্যবহার করেছে । আর ব্যবহার করলেও তারা ফি এর বিষয়টা কখনোই মাথায় নেয়নি এবং তাদের কার্ড নিতে কত লাগতেছে। আমি আপনাকে Bitnob এর বিষয়ে বলেছি, বাকি দেখেন সকলের কথায় কিংবা সকলের মতো বেশি ফি দিয়ে কার্ড ব্যবহার করবেন নাকি Bitnob ব্যবহার করবেন।  ট্রানজেকশন ফেইল কি হুদাহুদি হয় নাকি ব্যালেন্স না থাকলে বা নেটওয়ার্ক ইস্যু থাকলে হয়। ফাওফাও ০.৫০$ কেটে নিবে কি বালের সিস্টেম এটা। ১০০$ ডলারের মতো দাম বাইদাওয়ে।
এখানের অনেকেই যেটা জানে নাহ, সেটি হলো: আপনার ভার্চুয়াল কার্ড যে দেশ থেকে প্রদান করা হয়েছে, আপনাকে সেই দেশের আইপি ব্যবহার করে পেমেন্ট করতে হবে। নইলে সবাই যেমনটা বলতেছে, তেমনি ট্রান্সজেকশন বাতিল হবে এবং আপনার কার্ড থেকে ফি নিয়ে নিবে।উদাহরণ হিসেবে, আপনার ভার্চুয়াল কার্ডটি যদি USA এর হয়ে থাকে, তাহলে ভিপিএন কিংবা USA এর আইপি কিনে ব্যবহার করতে হবে। নইলে অনেক প্লাটফর্ম Geo location দেখে যে, কার্ডের সাথে মিলতেছে কি নাহ। যখন মিলে নাহ, তখন সেই ট্রান্সজেকশনটিকে বাতিল করে থাকে।
ট্রানজেকশন ফেইল কি হুদাহুদি হয় নাকি ব্যালেন্স না থাকলে বা নেটওয়ার্ক ইস্যু থাকলে হয়। ফাওফাও ০.৫০$ কেটে নিবে কি বালের সিস্টেম এটা। ১০০$ ডলারের মতো দাম বাইদাওয়ে।
অনেক সময় ব্যালেন্স থাকলেও নেগেটিভ ব্যালেন্স হয়ে থাকে যার ফলে ট্রানজেকশন ফেল হয়। আমার এ ক্ষেত্রে এরকম সমস্যা অনেকবার হয়েছে এবং অনেক টাকা খালি খালি লসও খেয়েছি। তবে ১০০ ডলার আমার মনে হয় না স্ক্যাম হওয়ার কোন ঝুঁকি রয়েছে, তাই তুমি চাইলে ব্যবহার করতে পারো কিন্তু, কিন্তু তোমার উচিত হবে Redotpay এর LTV সম্পর্কে জানা বর্তমানে এটা 90% রয়েছে নির্মাণে এটা হচ্ছে যে তুমি ১০০ ডলার ডিপোজিট করলে ৯০ ডলার ব্যবহার করতে পারবে তাই ১১০ ডলারের উপরে ডিপোজিট করতে হবে। এই LTV নিয়ে আবার মাথা এখনো ভালো হতো কাজ করে না। LTV হইলো Loan To Value এবং এটি মূলত আপনি Lending প্লাটফর্ম কিংবা প্রজেক্ট যেমন Aave তে লক্ষ্য করে থাকবে। যেহেতু ক্রিপ্টো volatile এবং যেকোনো সময় বৃদ্ধি অথবা হ্রাস পেয়ে থাকে। তাই LTV ব্যবহার করা হয় যেন hacker কিংবা অন্য কেউ সিস্টেমের সাথে হেরফের করতে নাহ পারে। একেকটা কয়েন কিংবা টোকেনের একেক রকম LTV হয়ে থাকে। সহজ হিসেবে যদি বলি, Lending প্লাটফর্মে আপনি আপনার জমা (Deposit/Lend) ক্রিপ্টোর সর্বোচ্চ কত পরিমাণ ধার (Borrow) করতে পারবেন, সেটিকে বুঝায়। Redotpay এর দেখলাম যে, BTC এর জন্য ৬০% এবং Stablecoin এর জন্য ৯০% LTV দেওয়া আছে।
<--snip-->
ভাই SOL ও জানুয়ারি মাসের তুলনায় ভালো করতে পারে নাই, জানুয়ারীতে $২৯৫ ডলার হয়েছিলো, এখন $২০০ আশে পাশে রয়েছে। হ্যাঁ, মার্কেটে থাকা শীর্ষ মুদ্রার গুলোতেই ট্রেড করা ভালো, শিটকয়েনে বা অন্যান্য নিম্নমানের অল্টকয়েনের গুলোর সাথে ট্রেডিং করা উচিত নয়, আর সেলিব্রিটি মুদ্রা trump যদিও এটি মেমকয়েন ছিলো এগুলোও জুয়ার মতো, যা আমি লোকসান করেছি। এই কয়েন বছরের পর বছর হোল্ড করেও মনে হয় না ATH করতে পারবে। জানুয়ারী মাসে SOL এর মূল্য বাড়ার কারণ ছিলো এবং সেটি হলো Memecoin গুলোর হাইপ ও Pump.fun এর আধিপত্য। আর এই কারণেই দেখবেন যে, সেই সময়ে অনেক whales যারা ইথিরিয়াম চেইনে ট্রেড করতো কিংবা ETH হোল্ড করতো, তারা Solana তে চলে গিয়েছিলো। আর এর কিছুটা ফলস্বরূপ ETH এর মূল্য কমে গিয়েছিলো পরবর্তী সময়ে এবং SOL এর মূল্য অনেক বেড়ে গিয়েছিলো। যেহেতু এখন আর কোনো প্রকার memecoin কিংবা pump.fun এর হাইপ তেমনটা নেই, তাই SOL ও তেমন একটি ভালো বৃদ্ধি পাইতেছে নাহ এবং মোটামোটি বিটকয়েন কিংবা মার্কেটের উপর নির্ভর করতেছে। তবে কিছু খবর দেখলাম যে, ETH Treasury এর মতো অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে SOL Treasury তৈরি করেছে এবং আরো করবে বলতে ধারণা করা হচ্ছে। তখন হয়তো কিছুটা বৃদ্ধি আশা করতে পারেন। যাইহোক, bnb ভালো করেছে, একের পর নতুন অল টাইম হাই করেছে, ইথেরিয়ামে বড় বড় তিমিরা বিনিয়োগ করার ফলে দাম নতুন ATH করেছে, তবে যারা বুঝে শুনে ট্রেড করেছিলো তারা বেশ প্রফিট নিতে পেরেছেন।
BNB বৃদ্ধি পর একটি কারণ হলো Binance Vs Hyperliquid কিংবা সহজ কথায় সেন্ট্রালাইজ বনাম ডিসেন্ট্রালাইজ Derivative/Spot এক্সচেঞ্জের যুদ্ধ এবং এটি কিছুটা স্নায়ুযুদ্ধের মতো। একদিকে Hyperliquid এ এখন অনেক বড় বড় whales গুলো ট্রেড করতেছে বিভিন্ন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ বাদ দিয়ে। আর এতে অনেকে বলা শুরু করেছিলো যে, বাইন্যান্স কিংবা CEX দিন শেষ, কারণ Hyperliquid তাদের প্লাটফর্মে Spot ট্রেডিংও চালু করেছে। ক্রিপ্টো ব্যবহারকারীরা তো আর এমন এক্সচেঞ্জে যাবে নাহ, যেখানে KYC লাগে, যেহেতু Hyperliquid এক্সচেঞ্জটি KYC ছাড়াই আপনাকে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের সুবিধা দিতেছে। যখন এই স্নায়ুযুদ্ধ শুরু হয়, তখন থেকেই CZ এবং বাইন্যান্স দল Hyperliquid এর বিপরীতে একই রকম এক্সচেঞ্জ দাড় করানোর পরিকল্পনায় নেমে পড়ে। আর Aster প্রজেক্টটি মূলত সেটিরই কাজ করে চলেছে এবং কিছুদিন আগে Aster দল একটি নতুন Feature চালু করেছে, যেটা Hyperliquid এর নেই । যেটি দিয়ে এটি এখন কিছুটা সত্য বলা যায় যে, Hyperliquid vs Binance এর স্নায়ুযুদ্ধ চলতেছে। আর অনেক whales এটির পর থেকে BNBChain এর ফেরতও এসেছে। আবার অনেকেই মনে করেন ইথেরিয়াম নাকী এবছর $৮-১০k হবে? এমন ভবিষ্যতেবানী কতটুকু যুক্তিসঙ্গত মনে করেন? আসলে ক্রিপ্টো মার্কেট বিটকয়েনের উপর নির্ভর করে, বিটকয়েনের দাম বাড়লে অন্যান্য কয়েনগুলোও বাড়তে শুরু করে। এখন বিটকয়েন নিচের দিকে যাচ্ছে ইথেরিয়ামও নিচের দিকে যাচ্ছে।
ইথিরিয়ামের treasury এর জন্য এটি বৃদ্ধি পাবে, কিন্তু ৮ থেকে ১০ হাজারে এই বছরে যাইতে পারবে বলে মনে হয় নাহ। কিন্তু এর কাছাকাছি যেতে পারে এবং এটি সত্য যে, মার্কেটি বিটকয়েনের উপর বেশিটাই নির্ভরশীল।
কোনো প্রকার ডকুমেন্ট লাগে না যদি আপনার একাউন্ট অলরেডি ভেরিফাই করা থাকে।
যেহেতু আপনার ইতিমধ্যে KYC করায় আছে, তাইলে তাদের আর কাগজের দরকার নেই। কারণ card তো তাদেরই একটি product এবং আপনার bybit একাউন্টের সাথেই সংযোগ করা আছে। তাই আপনি এটি বলতে পারেন যে, KYC করা থাকলে আর কিছূ লাগবে নাহ, নইলে KYC করার পর কার্ড নিতে পারবেন। 
সেখানে আমার কার্ড না থাকায় এক পরিচিত একজনের কাছ থেকে পেমেন্ট করে নেই। সো টাকা নেয়ার সময় অতিরিক্ত কত পার্সেন্ট ১০-১৫% তিনি বেশি রাখেন আমার কাছে। বলেন ট্যাক কাটছে!
আপনার ওই ভাই কোনো এজেন্সি ছিলো কিনা সেটি আপনি ভালো জানেন, কিন্তু এজেন্সির লোক হইলে ওমন বেশি নিয়ে থাকে। এছাড়া ট্রাক্স আছে এটা সত্য কিন্তু ওতো বেশি নাহ।
আলাদা ট্যাক্স কাটে এমনটা কখনো পাই নি।
আপনি বাংলাদেশের ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করছেন কি নাহ জানি নাহ। কিন্তু সকল কার্ডেই ট্রাক্স রয়েছে, কিছু কার্ড সার্ভিস প্রদানকারি সেটি নিজেরা বহন করে অথবা মাসিক ফি এর সাথে নিয়ে নেয়। আর বাংলাদেশেরে ডুয়েলি কারেন্সি কার্ডের ট্রাক্স একেক ব্যাংকে একেক রকম। উদাহরণ হিসেবে যদি ব্রাক ব্যাংকের কথা বলি, তাহলে তারা সর্বনিম্ন ২০০ টাকা কিংবা বড় অর্থের লেনদেনে ৩% নিয়ে থাকে, যদি আপনি US এর বাহিরের কোনো কিছুতে পেমেন্ট করতে ব্যবহার করেন। এই লিংকে যেয়ে দেখে নেন: https://www.bracbank.com/schedule_of_charges_credit_card_july_2025.html
|
|
|
ভাই কার্ড ছাড়া কিভাবে কার্ড পেমেন্ট করবো কারো কোনো আইডিয়া আছে? প্রথমত আমার কোনো ফিজিক্যাল কার্ড নাই, আর ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড কিভাবে কাজ করে বা কোথায় পাবো বুঝতেছিনা, জানিনা। আর ভার্চুয়াল কার্ডে KYC করা লাগবে কিনা! পেমেন্ট এমাউন্টটা ভালোই বড়, আর কার্ড ছাড়া অন্য কোনো মেথড দেখতেছিনা আপাতত। আমি মূলত একটা এপস্ এর সাবক্রিবপশন কেনার ট্রাই করতেছি।
ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে কোনো লাভ নাই, কারণ বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নিয়মকানুন এবং সেই কার্ডটি সব জায়গায় পেমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতেই পারবেন নাহ। তার চেয়ে ভালো ভার্চুয়াল কার্ড কিংবা গিফট কার্ড ব্যবহার করেন। আর যদি পারেন wise একাউন্ট করতে পারেন, কারণ তারা ভার্চুয়াল কার্ডের সার্ভিসও দিয়ে থাকে। সকল প্রকার ভার্চুয়াল কার্ডের জন্যই KYC জরুরি। কিন্তু কিছু কিছু কোম্পানিতে একটি বড় পরিমাণের ফি দিলে কোনো প্রকার KYC ছাড়া কার্ড পেতে পারেন। আমি আগে Pyypl ব্যবহার করতাম, কিন্তু এখন সেটার অনেক সীমাবদ্ধতা রয়েছে। তাই এটি আর ব্যবহার করি নাহ এবং অন্যান্য জনপ্রিয় কার্ডগুলোতে ফি এর পরিমাণ অনেক বেশি। তাই Bitnob নামের আফ্রিকান এক্সচেঞ্জের ভার্চুয়াল কার্ড সার্ভিস ব্যবহার করি। কারণ সেটিতে সহজেই ক্রিপ্টো দিয়ে deposit করার পর, কার্ডে লোড করা যায় এবং সকল প্রকার ফি অন্যান্য প্রজেক্টের চেয়ে ভালো । তার চেয়ে বড় কথা হলো, কার্ডের জন্য billing address ও দিয়ে থাকে, যেটি অন্য কার্ডগুলো দিয়ে থাকে নাহ। শুধুমাত্র কার্ডের number, validity date and CVC দিয়ে থাকে। সতর্কতা: কখনো বেশি করে ডলার লোড করে ধরা খাইয়েন নাহ, কারণ এটি CEX প্রজেক্টের অধীনে এবং এর চেয়ে বড় বিষয় হলো আফ্রিকান প্রজেক্ট। যতটুকু ডলার কাজে লাগবে, সেটি লোড করবেন এবং এরপর ব্যবহার করবেন।
Redot Pay & PokePay ব্যবহার করতে পারেন৷ ভার্চুয়াল কার্ড প্রোভাইড করে তারা। Redot Pay তে কার্ড নিতে ১০$ আর PokePay তে মেবি ১$ লাগে। যদিও PokePay আমি ব্যবহার করি নাই। অবশ্যই KYC লাগবে৷ আর নিজের ব্যানক কার্ড দিয়ে নিতে চাইলে, পাসপোর্ট দিয়ে ব্যানক থেকে এন্ডোর্সমেন্ট করতে হবে।
যদি RedotPay ব্যবহার করেন তাহলে সাজেশন থাকবে, কাজ শেষে কার্ড টি অবশ্যই ফ্রিজ করে রাখবেন।
Redotpay আগে তো মনে হয় $৫ নিতো, এখন $১০ ফি নেওয়া শুরু করেছে? যাইহোক Redotpay এবং PokePay দুইটাই তো দেখলাম Hong Kong এর প্রজেক্ট । আর PokePay এর ওয়েবসাইটও দেখে সুবিধার মনে হইলো নাহ। যাইহোক এসব থেকে দূরে থাকেন। কারণ এক তো ফি বেশি নিতেছে এবং মাসিক ফিও নিয়ে থাকে কার্ডের জন্য যতটুকু জানি , তার উপর সুবিধার মনে হলো নাহ। বাকি আপনাদের নিজের ইচ্ছা যে, কি করবেন।
|
|
|
সবচেয়ে ভালো হয়, ওই একাউন্টটা বন্ধ করার পর নতুন করে আর একটি নিজের একাউন্ট তৈরি করা। আর যেই ব্যাংক বেশি কাগজপত্র চাইবে, সেখানে একাউন্ট খোলাই দরকার নাই। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে যখন business একাউন্ট খোলে তখন ট্রেড লাইসেন্স এবং অন্যান্য কাগজপত্র চায়। তাই ভালো সাধারণ একাউন্ট খুলবেন, কিন্ত বলবেন যে, সাধারণের মধ্যে যেটি এটিএম দিয়ে লাখে প্রতিদিন টাকা তুলা যায় সেটির একাউন্ট করে দিতে।
সমস্যা তো ভাই এখানেই যে আমার মনে হয় না বর্তমানে এমন কোন ব্যাংক রয়েছে যারা একটি জেনারেল একাউন্ট খোলার জন্য কাগজপত্র চায় না বিশেষ করে আর্নিং সোর্স তাদেরকে দেখাতে হয়, এখানে হোক কর্মজীবী, হোক ব্যবসায়ী অথবা ফ্রিল্যান্সার। আর নয়তো কোন কাগজপত্র দেখাতে হবে না যদি আমরা স্টুডেন্ট একাউন্ট খুলি। আর বর্তমানে যেসব টপ লেভেলের ব্যাংকগুলো রয়েছে তারা সব দিক থেকে করা করি চালু করতেছে একাউন্ট খোলার বিষয়এ। এটি সম্পূর্ণ নির্ভর করে যে, আপনি কেমন ধরনের এলাকায় রয়েছেন যেমন রাজধানী নাকি বিভাগ নাকি জেলা নাকি বেশিরভাগ মানুষের মতোই উপজেলা পর্যায়। উপজেলা এবং জেলা পর্যায়ে তেমন কোনো কিছু লাগে নাহ, আপনি যাবেন জিঞ্জেস করবেন যে কি কি কাগজ লাগবে। যদি কোনো পেশার কাগজপত্র নাহ চায়, তাহলে একাউন্ট করবেন এবং ওসবের কাগজ চাইলে কেটে পড়বেন। আর আপনাকে সেরা ব্যাংকেই কেন একাউন্ট করতে হবে। আগে দেখেন কোন ব্যাংকের এটিএম আপনার কিংবা সকল এলাকায় কম বেশি আছে এবং অন্যান্য ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার বেলায় কোন ব্যাংক কেমন সুবিধা দিতেছে। এরপরই ব্যাংকে একাউন্ট খুলুন, যেখানে কিছুটা দ্বিধায় পড়েন সেই ব্যাংক থেকে দূরে থাকুন। আর student account খোলা থেকে দূরে থাকুন , কেননা ওটায় কাগজ লাগবেই হোক আপনার কিংবা nominee এর এবং নির্দিষ্ট পরিমাণের বেশি লেনদেনে কোনো কথা ছাড়াই যেকোনো ব্যাংকই একাউন্ট বন্ধ করে দিবে। ফ্রিল্যান্সারদের তো কোনো প্রকার ট্যাক্স রিটার্ন জমা করতে লাগে নাহ, তাহলে তো এটির প্রশ্নই আসে নাহ। বরং সরকার এবং ব্যাংকগুলো আপনাকে incentive দিবে যদি আপনার ইনকামের মাধ্যমগুলোর বিস্তারিত কাগজপত্র ব্যাংকে জমা দেন।
তাহলে আমার কথা হল ব্যাংক কিভাবে বুঝবে আমি ফ্রিল্যান্সার? আমার কাছে যদি ফ্রিল্যান্সার কার্ড না থাকে বা আমি যদি ডকুমেন্ট না দেখাতে পারি তাহলে কিভাবে আমরা এই ধরনের সুবিধা গুলো ভোগ করব? এটার উত্তরও সহজ, ফ্রীল্যান্সারদের ব্যাংকে টাকা বাহিরের দেশ থেকে আসে।এখন যদি আপনি ভাবেন যে, আমরা তো p2p তে বিক্রি করি এবং এটি তো কোনোভাবেই বাহির থেকেই আসে নাহ? এটারও হিসাব সহজ, সবাই যে বাহিরের ক্লায়েন্টের কাজ করবে এমন তো নাহ এবং ব্যাংকারা জানে যে, অনেকে দেশীয় ক্লায়েন্টের কাজ করে। আর ওই দেশি ক্লায়েন্টগুলো মূলত শুধু কাজ সংগ্রহ করে এবং দেশি পোলাপান দিয়ে কাজ করায় নেয়। এইজন্যই বলেছিলাম যে, আপনি একজন নির্দিষ্ট বায়ারের সাথে লেনদেন করিয়েন। 
|
|
|
০১) Binance তাদের Hodlers airdrop এ Berachain এর প্রজেক্ট Dolomite (DOLO) কে ঘোষণা দিয়েছে। যারা ০৩ আগষ্ট থেকে ০৬ আগষ্টের মধ্যে Simple Earn কিংবা on-chain yield এ BNB কে ব্যবহার করে অংশগ্রহণ করেছে, তারা এই এয়ারড্রপের জন্য eligible: https://www.binance.com/en/support/announcement/detail/2742ed6ae1034444875f397c7d4e6781০২) Metamask তাদের প্লাটফর্মে Social Login অপশনটি চালু করলো, এতে যেকোনো web2 ব্যবহারকারী তাদের google কিংবা apple id দিয়ে সহজেই ওয়ালেট খুলতে পারবে এবং একই সোস্যাল একাউন্ট ব্যবহার করেই সেই ওয়ালেট পুনুরুদ্ধার করা সম্ভব: https://metamask.io/news/introducing-metamask-social-login০৩) Google তাদের নিজস্ব ব্লকচেইনের ঘোষণা দিলো এবং এটি বর্তমানে closed testing এ রয়েছে। মূলত stablecoin মার্কেটে নিজেদের জায়গা দখল করতেই এমন সিদ্ধান্ত, কেননা গত একবছরে stablecoin এর লেনদেন প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছ: https://cloud.google.com/startup/beyond-stablecoins
Michael Saylor আগেই বিটকয়েন ক্রয়ের টু্ইট করেছে এবং আজকের সুখবর হলো, গতকালকে ETF এর ভালো পরিমাণে Inflow হয়েছে। এখন শুধুমাত্র অপেক্ষার পালা যে, কখন আবার সবাই bullish অনুভব করবে এবং মার্কেট আবার বৃদ্ধি পাওয়া শুরু করবে।
গতকাল মার্কেট লাল ছিলো, BTC $১০৮k নেমেছিলো, কিন্তু গতকাল থেকেই কিছুটা বাড়তে শুরু করেছিলো, আজকে প্রায় $১১২k কাছাকাছি এসেছিলো, বর্তমানে $১১১ মধ্যে রয়েছে। মার্কেট মুভমেন্ট এতটা ভালো মনে হচ্ছে না, মনে হয় না আবারো বড় ধরনের পাম্প করবে। আপনার কি মনে হয় বড় ধরনের পাম্প করবে, নতুন ATH এর দিকে যাবে? আসলে ১০৮ হাজার নাহ, বরং ১০৮.৭ হাজার দেখলাম। আর মার্কেট কালকে বৃদ্ধি পেয়েছে, তার একটি কারণ সবাই এখন কিছুটা bullish হচ্ছে, কেননা ETF এর Inflow হয়েছিলো। এমনকি আজকেও ETF এর Inflow হয়েছে এবং এর মানে হইলো যে, বড় বড় কোম্পানিগুলো বিটকয়েন কিংবা ইথিরিয়াম ETF এর মাধ্যমে ক্রয় করতেছে কিংবা ক্রয়ের পরিমাণটা বেশি। এভাবে সামনের কিছুদিন যদি ETF এর Inflow হইতে থাকে, তাহলে মার্কেট অবশ্যই আবার বৃদ্ধি পাবে। তার চেয়ে বড় কথা, Jim Cramer টুইট করে বলেছে যে এখনো ক্রয় করার সময় হয়নি। আর ইতিহাস সাক্ষী Jim Cramer যা বলে তার বিপরীত হয় এবং এটিও সকল ক্রিপ্টো ট্রেডারদের কাছে ভালো খবর যে, মার্কেট এখান থেকে বৃদ্ধি পেতে পারে। আর টুইটের পর অবশ্য আমরা মার্কেটে কিছুটা হলেও বৃদ্ধি হইতে দেখেছি। বাকি এখন দেখা যাক, সামনের দিনগুলো কি হয়। তবে আমি আশাবাদী যে, মার্কেট এখান থেকে বৃদ্ধি পাবে। যেমনটা আমি আমার গত কিছু পোষ্টে ইতিমধ্যে উল্লেখ করেছি।  আবারও বলবো, সকলে বিশ্লেষণ করার পরই নিজেদের ট্রেড নিয়ে, বিশেষ করে অল্টকয়েনের ক্ষেত্রে।  ভাই আমি আর আপাতত অল্টকয়েনে ট্রেড করতে চাই না, অনেকবার ধরা খেয়েছি, কয়েকটা কয়েন চিরকাল ধরে রাখলেও মনে হয় না রিকোভার করা সম্ভব হবে। "Don't marry with your hodlings" - ইংরেজিতে এমন একটি প্রবাদ কিংবা কথা রয়েছে। সত্যি বলতে বিটকয়েন এবং ইথিরিয়াম ছাড়া বাকি কোনো অল্টকয়েনের সাথে আপানার বিবাহের সম্পর্ক মানে আজীবনের জন্য হোল্ড করার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সবসময় মূল বিনিয়োগটা বের করে নিবেন এবং এরপর অবশিষ্ট হোল্ডিং থেকে ট্রেড করে লাভ বের করতে থাকবেন। তাহলে দেখবেন যে, আপনি অল্প অল্প লাভ করলেও মাস কিংবা বছর শেষে আপনার সর্বপরি লাভের পরিমাণ বেশি হবে। তাই কিছু অল্টকয়েনে ট্রেড নিয়ে ২ কিংবা ৫ গুণ পাওয়ার থেকে নিয়মিত অল্প অল্প পরিমাণের লাভে ট্রেড নেন। বাকি আপনারা ভালো যা মনে করেন এবং সবসময়ের মতো বলবো, অন্যের বুদ্ধিতে বড়লোক হওয়ার চেয়ে, গরিব থাকায় ভালো।  কিন্তু, আমি ইথেরিয়াম কিছুটা কেনার চেষ্টা করবো, আমার মনে হয় বিটকয়েনের দান কিছুটা বাড়লে ইথেরিয়ামের দামও ভালোই বাড়তে পারে।
ইথিরিয়ামরে দাম সামনের দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে। বিটকয়েনের জন্য যেমন Michael Saylor এর Strategy রয়েছে, যারা বিটকয়েন ক্রয় করে treasury এর জন্য, তেমনি ইথিরিয়ামের জন্য রয়েছে Sharplink , যারা ইথিরিয়াম ক্রয় করে। Sharplink গতকালকেই আবারও ৫৬,৫৩৩ ইথিরিয়াম ক্রয় করেছে এবং সামনের দিনগুলোতেও তারা এভাবে treasury এর জন্য ক্রয় করতে থাকবে। তাই আশা করা যায়, ইথিরিয়ামের মূল্য আরও বৃদ্ধি পেতে পারে।  কয়েকদিন আগে ইথেরিয়াম কিনেছিলাম, আমার লক্ষ্য ছিলো নতুন ATH হলে সেল করার, দামও প্রত্যাশা অনুযায়ী হয়েছিলো তাই সেল করেছিলাম। ভাই আপনি কোন কয়েকগুলোর উপর ট্রেড নিয়েছেন বা পরিকল্পনা করেছেন?
প্রথমেই অভিনন্দন যে, আপনি ইথিরিয়ামে ট্রেড করে ভালোই লাভ করতে পেরেছেন। আমি বলবো, ইথিরিয়াম ক্রয়ের পর শুধু শুধু ওয়ালেট কিংবা এক্সচেঞ্জে হোল্ড নাহ রেখে, বিভিন্ন টোকেনবিহীন LRT/LST প্রজেক্টগুলোতে ইথিরিয়াম restaking করতে, তাহলে আপনার হোল্ডও করা হবে এবং এয়ারড্রপ ফার্মিং করা হবে। বর্তমানে আমি অল্টকয়েন তেমন ট্রেড করি নাহ, কিন্তু MNT টোকেনটিতে নজর রাখেন । কারণ Bybit এক্সচেঞ্জটি MNT কে তাদের এক্সচেঞ্জে নিজস্ব টোকেনের মতো ব্যবহার করবে, যেমনটা Binance এর জন্য BNB টোকেন। যদিও আগে থেকেই Mantle (MNT) প্রজেক্ট এবং Bybit এক্সচেঞ্জের সম্পর্ক রয়েছে। কিন্তু কিছুদিন আগে তারা এটি officially ঘোষণা দিয়েছে। তাই সামনের দিনগুলোতে MNT কিংবা Mantle চেইনের যেগুলো ভালো প্রজেক্ট রয়েছে, সেগুলোতে ভালো পরিমাণের pump ও dump দেখতে পারবেন। এখন সবকিছু আপনাদের বিশ্লেষণের উপর এবং কি সিদ্বান্ত নিবেন তার উপর। 
|
|
|
যাইহোক একেবারে সকলে কোনোকিছুতে ট্রেড নিয়েন নাহ, কারণ ১১০ হাজারের নিচে বিটকয়েনের মূল্য গেলে, বিশাল ধরনের মার্কেটে ধস দেখা যেতে পারে। যদিও এটির সম্ভাবনা কম দেখতেছি, দেখি বাকি কি হয়। এখন শুধু অপেক্ষায় আছি যে, আজকে দিন শেষে ETF এর Outflow হবে নাকি Inflow হবে এবং Michael Saylor এর বিটকয়েন ক্রয়ের টু্ইট কখন আসবে। যদি ETF এর Inflow হয় এবং Michael Saylor ও টুইট করে, তাহলে এখান থেকে হয়তো আমরা একটা পাম্প আশা করতে পারে, কিন্তু সেট অবশ্যই অল্প সময়ের জন্য হবে।  Michael Saylor আগেই বিটকয়েন ক্রয়ের টু্ইট করেছে এবং আজকের সুখবর হলো, গতকালকে ETF এর ভালো পরিমাণে Inflow হয়েছে। এখন শুধুমাত্র অপেক্ষার পালা যে, কখন আবার সবাই bullish অনুভব করবে এবং মার্কেট আবার বৃদ্ধি পাওয়া শুরু করবে। আবারও বলবো, সকলে বিশ্লেষণ করার পরই নিজেদের ট্রেড নিয়ে, বিশেষ করে অল্টকয়েনের ক্ষেত্রে। 
|
|
|
। এখন শুধু অপেক্ষায় আছি যে, আজকে দিন শেষে ETF এর Outflow হবে নাকি Inflow হবে এবং Michael Saylor এর বিটকয়েন ক্রয়ের টু্ইট কখন আসবে। যদি ETF এর Inflow হয় এবং Michael Saylor ও টুইট করে, তাহলে এখান থেকে হয়তো আমরা একটা পাম্প আশা করতে পারে, কিন্তু সেট অবশ্যই অল্প সময়ের জন্য হবে।  ভাই এই মাত্র দেখতে পেলাম Michael Saylor টুইটারে পোস্ট করেছে, MSTR কোম্পানি প্রতি সপ্তাহে বিটকয়েন ক্রয় করে যাচ্ছে। আজকে তারা ঘোষণা দিয়েছে, এই সপ্তাহে ৩৫৬ মিলিয়ন ডলার দিয়ে ৩০৮১ টি বিটকয়েন কিনেছে। MSTR টোটাল হোল্ডিং ৬৩২,৪৫৭ টি বিটকয়েন হোল্ড করেছে। ওইতো আমি আগের পোষ্টটি করার কিছুক্ষণ পরে দেখি Saylor টুইট করেছে, তাই আর আমি নিজে ওটি নিয়ে লেখি নাই। ভাবলাম আপানদের কেউ নাহ কেউ হয়তো লেখবেন এবং সকলের মার্কেট নিয়ে আলোচনাও হয়ে যাবে। যাইহোক এই টুইটটা তেমন কোনো প্রভাব রাখতে পারে নি আমার মতে। কারণ সকলে এখনো neutral হয়ে আছে এবং আমাদের এখন একটা ভালো খবর দরকার, যেটি সকলে bullish করে তুলবে।  যাইহোক, আজকে বিটকয়েনের দাম $১১০k নেমেছিলো, কিন্তু এখন কিছুটা বেড়েছে, বর্তমানে $১১২k রয়েছে। হয়তো আরও কিছুটা পাম্প করতে পারে।
কি আর পাম্প ভাই, মার্কেট পুরাই লাল হয়ে গেছে। আর আপনি যে ১১২ হাজারে দেখেছেন, এটা বলা যায় যে Michale Saylor এর টুইটের কারণেই হয়েছে। আসল কাহিনী কালকে দেখা যাবে যে, ETF এর Inflow নাকি Outflow হইলো। তবে মার্কেট এখান থেকে আবার বৃদ্ধি পাবে, এটা বলা যায়। কিন্তু সেটি কখন ঘটতে পারে, সব নির্ভর করবে বিভিন্ন ভালো খবর এবং ETF এর Inflow এর উপর - এটি আমি মনে করি। এখন আমার একটা প্রশ্ন? MSTR যেভাবে বিটকয়েন জমা করতেছে, তাতে মনে হয় তারা শিগ্রই সেল করবে না, হয়তো তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। আরও অন্যান্য কোম্পানি গুলো হোল্ডিং করা শুরু করেছে, যদি তারা বিক্রি না করে তাহলে কি ২০২২ সালের মতো বিটকয়েনের দামের পতন হবে? নাকী ভবিষ্যতে বড় ধরনের পতন হওয়ার সম্ভাবনা কম রয়েছে?
আপনি ETF এর বিষয়টি এখনো জানেন কি নাহ, তবে মার্কেটে ২০২২ সালের মতো ধস দেখতে পারি। যদি সাধারণ স্টক মার্কেটে কোনো ধরনের ধস চলে আসে এবং ETF এর Outflow বেশি পরিমাণে শুরু হয়ে যায়। সেই সাথে যদি whales রা বিক্রি শুরু করে, তাহলে সকলে panic করবে । আর এটিই যথেষ্ট হবে, মার্কেটে ধস নিয়ে আসার জন্য। তাই শুধুমাত্র একটি বিষয় দেখলে হবে নাহ, বরং অনেকগুলো বিষয় একসাথে হইতে পারে ওমন ধস মার্কেটে আনার জন্য।
আমার মনে হয় বিটকয়েনের পাম্প শেষ। ১২৪কে ছিলো হাইয়েস্ট। এখন ইথেরিউম আপ সাইডে যাবে এবং সবার আশার অল্ট সিজন শুরু হবে।আপনারা কি বলেন?
আমার সেটি মনে হয় নাহ। ১২২ হাজারে নতুন সর্বোচ্চ মূল্য নির্ধারণ করার পরেও বিটকয়েন এমন ডাম্প কিংবা কারেকশন করেছিলো। যদিও ডাম্পের পরিমাণটা কম ছিলো, কিন্তু এরপর তো আবার পাম্প হওয়ার পর ১২৪ হাজারে পৌছাইছে। তাই আমার মনে হয়, একটু সময় লাগবে এবং বিটকয়েন আবার পাম্প করবে। আমি একটি টুইটে পড়ে দেখলাম একজন বিটকয়েন whale তার বেশিরভাগ বিটকয়েন বিক্রি করে এবং ইথিরিয়াম ক্রয় করেছে। আর তার এই বিক্রির কারণেই মূলত গতদিনের বিটকয়েন মূল্য অধপতন দেখা দিয়েছিলো বলা যায়। এইটা একধরনের সংকেত বলা যায়, ইথিরিয়ামের মূল্য আরো বৃদ্ধি পেতে পারে। আর অল্টকয়েনের বিষয়টা সম্পূর্ণ নির্ভর করবে যে, বিটকয়েন sideways এ চলবে কি নাহ। কারণ বিটকয়েনের মূল্য যদি আবার হঠাৎ করে কমে যায় , তাহলে ইথিরিয়ামও কমে যেয়ে হয়তো বৃদ্ধি পাবে। কিন্তু অল্টকয়েনগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুবই কম।
এখন বর্তমানে বিকাশ একাউন্টে টাকা ঢুকাই কারণ ব্যাংক থেকে আমাকে অলরেডি স্টেটমেন্ট দিতে বলেছিল আমার আরনিং সোর্স এর।
আপনার কি ব্যাংক একাউন্ট student নাকি? কারণ সাধারণ ব্যাংক একাউন্টে কখনো আর্নিং সোর্স দিতে বলে নাহ, আমাকে কোনোদিন বলেনি আর কি। তবে যেই একাউন্টটা student হিসেবে খোলা হয় এবং আপনি ৫০ হাজারের উপরে লেনদেন করতে যাবেন, ব্যাংক আপনার একাউন্ট Freeze করবে এবং আর্নিং সোর্স দেখাতে বলবে। আর সাধারণ একাউন্ট খোলার সময় পেশা বলবেন যে, ফ্রিল্যান্সার এবং আপনি বাহিরের এবং দেশের কিছু ক্লায়েন্টের জন্য কাজ করে। আর কোনো কিছু লাগবে নাহ এবং ব্যাংক ম্যানেজার আরো খুশি হবে, কারণ তাদের ব্যাংকে টাকার লেনদেন আপনার জন্য বাড়বে। তখন এক বন্ধুর সাথে আমি সিটি ব্যাংকে যাই অ্যাকাউন্ট খোলার জন্য কারণ সিটি ব্যাংক এর সার্ভিস অন্যান্য গুলো থেকে ভালো, যখন একাউন্ট খোলার জন্য যাই তখন মূলত তারা স্টুডেন্ট একাউন্ট খুলতে ছিল না, যেহেতু ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এর সাথে আমার বন্ধুর ভালো সম্পর্ক ছিল তাই সে বলল একটা জেনারেল সেভিংস একাউন্ট খোলা যেতে পারে অনেকটাই স্টুডেন্ট একাউন্ট এর মতনই, কিন্তু এইখানে আমার আর্নিং সোর্স হিসেবে দেখাতে হবে যে আমার বাবা আমাকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ একটা টাকা দেয় তো তখন আমি আমার বাবার আয়কর রিটার্ন কপি নিয়ে, টিন সার্টিফিকেট নিয়ে একাউন্টটা খুলি। আপনি তো ভুলটা করছেন একাউন্ট খুলার সময়ে, ওই ম্যানেজার যেহেতু আপনার একাউন্টটাকে আপনার বাবার নমিনিতে রেখে করে দিয়েছে। তাহলে ব্যাংক তো আপনার একাউন্টের উপর তদারকি করবেই এবং লেনদেনে সীমা অতিক্রম করলে আপনার কাছে কাগজপত্র চাইবেই। সবচেয়ে ভালো হয়, ওই একাউন্টটা বন্ধ করার পর নতুন করে আর একটি নিজের একাউন্ট তৈরি করা। আর যেই ব্যাংক বেশি কাগজপত্র চাইবে, সেখানে একাউন্ট খোলাই দরকার নাই। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে যখন business একাউন্ট খোলে তখন ট্রেড লাইসেন্স এবং অন্যান্য কাগজপত্র চায়। তাই ভালো সাধারণ একাউন্ট খুলবেন, কিন্ত বলবেন যে, সাধারণের মধ্যে যেটি এটিএম দিয়ে লাখে প্রতিদিন টাকা তুলা যায় সেটির একাউন্ট করে দিতে। এখন আসি ফ্রিল্যান্সার এর কথায়, এখানে আমি পরামর্শ চাইবো যে আমি কি ডকুমেন্টস দেখাবো? কারণ আমাদের আর্নিং তো বেশিরভাগ ক্ষেত্রেই এই ক্রিপ্টো থেকে, আর ক্রিপ্ত তো বাংলাদেশে অবৈধ। আর আমরা ডলার টা পাই হল ক্রিপ্টো ওয়ালেটে বা বাইনান্সে এইটা তো আর স্টেটমেন্ট হিসেবে দেখানো যাবে না।
ভাই বাংলাদেশে ক্রিপ্টো অবৈধ বললে ভুল হবে। কারণ stablecoin ও কিন্তু ক্রিপ্টোর মধ্যে পড়ে এবং সেটি অবৈধ নয় । তার চেয়ে বড় কথা, বাংলাদেশে ক্রিপ্টো ব্যাংকিং লেনদেন নিষেধ এবং অবৈধ বললেও ভুল হবে বলা যায়। আপনাদেরকে একটি বুদ্ধি দেই, যারা ডকুমেন্টস নিয়ে চিন্তা করেন। আপনারা একটি নির্দিষ্ট ওয়ালেটে সবসময় stablecoin এর লেনদেন রাখবে এবং সেটিই আপনার ডকুমেন্টস হিসেবে কাজ করবে। উদাহরণ হিসেবে, আপনি যদি বিটকয়েন কিংবা ইথিরিয়ামে কিংবা অন্য কোনো টোকেনে পেমেন্ট পান, তাহলে সেটিকে stablecoin এ পরিবর্তন করবে একটি ভিন্ন এক্সচেঞ্জ ব্যবহার করে। এরপর সেই stablecoin আপনার নির্দিষ্ট ওয়ালেটে পাঠাবেন এবং সেটি ওয়ালেট থেকে আবার আপনার মূল এক্সচেঞ্জে পাঠাবেন, যেখানে আপনারা P2P এর মাধ্যমে বিক্রি করবে। এভাবে যদি লেনদেনটা সম্পূর্ণ করলে আপনার বিপদের সময় সেই ওয়ালেটের ট্রান্সজেকশনগুলো আপনারা প্রমাণ হিসেবে দেখাবেন যে, আপনি stablecoin এ পেমেন্ট নিয়েছে আপনার কাজের এবং বাংলাদেশ ব্যাংক তো stablecoin অবৈধ বলে নাই। এরপরও অন্যান্য বিষয় রয়েছে, সেগুলো আপনারা মাথা খাটাইলে পার পেয়ে যাবেন। আমি তো আর সবকিছু এই জনসমক্ষে বলবো নাহ, নইলে তো ভাত তুলে খাইয়ে দেওয়া হয়ে যাবে।  আবার ফ্রিল্যান্সার বললে তারা ফ্রিল্যান্সিং কার্ডও যায়, ঘটনা হইল ফ্রিল্যান্সিং কার্ড তো বাড়ানো যায় কিন্তু যদি তারা আমাকে কাজ শো করতে বলে আমি তখন কি কাজ দেখাবো?
ওই ফ্রিল্যান্সিং কার্ড কেউ করেও নাহ, কারণ গত সরকার ওই কার্ড চালু করেছি তাদের নিজস্ব স্বার্থে। বাংলাদেশের বাঘাবাঘা ফ্রিল্যান্সারদের সাথে কিছু পরিচয় আছে, তারা ওই কার্ড কখনো করে নাই। আর এক ভাইকে গতমাসে পোষ্ট করতে দেখলাম যে, কিছু মন্ত্রী তাদের কালো টাকা পাচারের জন্যই মূলত ওই কার্ড আর সংস্থাটা তৈরি করেছিলো। আর ওই কার্ড দিয়ে তেমন কোনো সুবিধা নাই। আপনাকে ব্যাংকে যেয়ে আবার একই পেরা নিতে লাগবে। এর থেকে ভালো ওই কার্ড নাহ করার। আর ব্যাংক কার্ড চাইলে বলবেন যে, কার্ড করি নাই এবং কাজ করে তেমন সময় হয় নাহ, ওই কার্ড আবার কখন Renew করবো ? আর ব্যাংক মনে হয় নাহ, আপনার থেকে এত কাগজ চাইবে। আর ইনকাম ট্যাক্স রিটার্ন এর বিষয়টা সম্পর্কে আপনার কোন অভিজ্ঞতা আছে বা পরামর্শ?
ফ্রিল্যান্সারদের তো কোনো প্রকার ট্যাক্স রিটার্ন জমা করতে লাগে নাহ, তাহলে তো এটির প্রশ্নই আসে নাহ। বরং সরকার এবং ব্যাংকগুলো আপনাকে incentive দিবে যদি আপনার ইনকামের মাধ্যমগুলোর বিস্তারিত কাগজপত্র ব্যাংকে জমা দেন।
|
|
|
Michael Saylor এর বিটকয়েন ক্রয়ে ইঙ্গিত: Saylor আজকে সন্ধ্যার সময় টুইট করে ইঙ্গিত দিয়েছে যে, সে আরো বিটকয়েন ক্রয় করতে পারে। তাই যারা Perp কিংবা Derivative ট্রেডিং করেন, তারা নতুন ট্রেড নিতে পারেন। কারণ মার্কেট ডাম্প করার সম্ভাবনা অনেক। এর আগে যতবারই ক্রয় করেছে, মার্কেট আগে ডাম্প হয়েছিল এবং তার টুইটের পরই মার্কেট ভালো পাম্প করতো। বাকি নিজেরা বিশ্লেষণ শেষ করে ট্রেড নিয়ে। কালকে রাতে যখন এটি লেখতেছিলাম তখন মার্কেট সেই ডাম্প দিয়েছিলো এবং আমি সেটি লক্ষ্যই করি নাই। পোষ্ট করার পর যখন ঘুমাতে যাবো, তখন দেখি মার্কেট পুরাই লালে লাল  যাইহোক একেবারে সকলে কোনোকিছুতে ট্রেড নিয়েন নাহ, কারণ ১১০ হাজারের নিচে বিটকয়েনের মূল্য গেলে, বিশাল ধরনের মার্কেটে ধস দেখা যেতে পারে। যদিও এটির সম্ভাবনা কম দেখতেছি, দেখি বাকি কি হয়। এখন শুধু অপেক্ষায় আছি যে, আজকে দিন শেষে ETF এর Outflow হবে নাকি Inflow হবে এবং Michael Saylor এর বিটকয়েন ক্রয়ের টু্ইট কখন আসবে। যদি ETF এর Inflow হয় এবং Michael Saylor ও টুইট করে, তাহলে এখান থেকে হয়তো আমরা একটা পাম্প আশা করতে পারে, কিন্তু সেট অবশ্যই অল্প সময়ের জন্য হবে। 
আপনি ব্যাংকের জন্য ১২৬.৫-১২৭ করে পান নাকি বিকাশ অথবা নগদে গেটওয়ের জন্য এমন রেট পান। যদি বিকাশ কিংবা নগদের জন্য হয়, তাহলে রেট খারাপ নাহ। আর ডলারের রেট সবসময় এক রকম থাকে নাহ, বিভিন্ন অবস্থার উপর নির্ভর করে কম-বেশি হয়ে থাকে।
ভাই আমি বিকাশ বা নগদে পিটুটি করি সবসময়। ব্যাংকে একটু ঝামেলা মনে হয় আমার। কি ঝামেলা সেটা ভালো করেই জানেন আপনি। বিকাশে যখন ইচ্ছা যা মন চাচ্ছে ঢুকাচ্ছি বের করতেছি! বাট ব্যাংকে ইচ্ছেমতো ঢোকানো রিস্ক আমার মতে। যেহেতু ক্রিপ্টো, তাই সোর্স দেখানো পেরা। আবার নাকি ট্যাক্সের ডকুমেন্টের কাহিনি আছে। আপনি যদি চেনাজানা কারো কাছে প্রতিমাসে লেনদেন করেন, তাহলে তো ব্যাংকে কোনো সমস্যা নেই। বিশ্বস্ত এবং ভালো লোকের সাথে অবশ্যই এটি করবেন। আর তাকে বলে দিবেন, যদি কখনো আপনাকে বা আমাকে ব্যাংক থেকে এই লেনদেনের বিষয়ে জিঙ্গেস করে, তাহলে বলবো যে, দুইজন মিলে অনলাইনে কাজ করি এবং একজন পেমেন্ট নেওয়ার পর নিজেদের মধ্যে ভাগাভাগি করি। কিংবা এমন কোনো কাহিনী যেটা বিশ্বাসযোগ্য আর কি। আর ব্যাংকে লেনেদেনটা অল্প অল্প করে বাড়াবেন, যদি একবারে ৩-৪ লক্ষ টাকা ব্যাংকে নিয়ে নেন, তাহলে ব্যাংক আপনাকে নোটিশ দিবে এবং ধরা খাবেন। যদি প্রতিমাসে আপনি একটি নির্দিষ্ট পরিমাণের লেনদেন করে, তাহলে ব্যাংক আপনাকে সন্দেহ তেমন একটা করবে নাহ। কারণ তাদের তো ব্যাংকে cash inflow বেশি হচ্ছে এবং ফি ও পাইতেছে। 
এখন বর্তমানে বিকাশ একাউন্টে টাকা ঢুকাই কারণ ব্যাংক থেকে আমাকে অলরেডি স্টেটমেন্ট দিতে বলেছিল আমার আরনিং সোর্স এর।
আপনার কি ব্যাংক একাউন্ট student নাকি? কারণ সাধারণ ব্যাংক একাউন্টে কখনো আর্নিং সোর্স দিতে বলে নাহ, আমাকে কোনোদিন বলেনি আর কি। তবে যেই একাউন্টটা student হিসেবে খোলা হয় এবং আপনি ৫০ হাজারের উপরে লেনদেন করতে যাবেন, ব্যাংক আপনার একাউন্ট Freeze করবে এবং আর্নিং সোর্স দেখাতে বলবে। আর সাধারণ একাউন্ট খোলার সময় পেশা বলবেন যে, ফ্রিল্যান্সার এবং আপনি বাহিরের এবং দেশের কিছু ক্লায়েন্টের জন্য কাজ করে। আর কোনো কিছু লাগবে নাহ এবং ব্যাংক ম্যানেজার আরো খুশি হবে, কারণ তাদের ব্যাংকে টাকার লেনদেন আপনার জন্য বাড়বে। কিন্তু আমার কথা হল বিকাশ একাউন্টে কি কোন হিসাব নাই? ধরো তুমি মাসে কয়েক লাখ টাকা ট্রানজেকশন করলা তাহলে এটার কি কোন স্টেটমেন্ট দিতে হবে না?
বিকাশ , নগদ কিংবা অন্যান্য যত MFS আছে, তারাও সবকিছু monitoring করে এবং আপনি যদি ভুলেও কোনো পুলিশের নজরে আসেন। তারপর থেকে আপনার জীবনের কালো অধ্যায় শুরু হয়ে যাবে। আর MFS গুলো কখনো আপনাদের লেনদেন নিয়ে মাথা ঘামায় নাহ, তার একটি মাত্র কারণ তাদের Revenue এর মূল উৎস হচ্ছে, আপনি কিংবা অন্যান্য MFS ব্যবহারকারী। যেখানে বাহিরের দেশের MFS গুলো কোনো ট্রান্সজেকশন ফি নেয় নাহ Send Money করার ক্ষেত্রে, সেখানে বাংলাদেশের MFS গুলো রক্তচোষার মতো জনগণের টাকা নেয়। এরপরে আপনার টাকা তোলার ক্ষেত্রে তো তাদের ফি গলার কাটার মতো । কিন্তু ব্যাংকে আপনি কত টাকা পাঠাবেন কিংবা তুলবেন, সেটিতে ওমন ফি নেই। শুধুমাত্র cross-banking এর ক্ষেত্রে ১০ টাকা NPSB ফি দিতে লাগে এবং অন্যান্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুললে সম্ভবত সর্বোচ্চ এখন ৩০টাকা লাগে এবং আপনি একবারে ২০,০০০ টাকা তুলতে পারবেন। আর MFS গুলো কেমন ফি নেয় , সেটি আর বলতে হবে নাহ। 
|
|
|
যারা ইথিরিয়াম জমিয়ে রেখেছেন, তাদের জন্য এই সপ্তাহটা ভালোই যাচ্ছে । কেননা ইথিরিয়াম নতুন সর্বোচ্চ মূল্যে পৌছে গিয়েছে, যেটি আমার মতো অনেক ETH Maxxi রা অপেক্ষার প্রহর গুণছিলো । নতুন সর্বোচ্চ মূল্য: ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন যে, ইথিরিয়াম ৪৯৪৬ ডলারে পৌছে ছিল, যেটি এখন ইথিরিয়ামের সর্বোচ্চ মূল্য। আশা করা যায়, কিছুদিনের মধ্যে ৫৫০০ তে দেখা যাবে, যদি বিটকয়েন ডাম্প নাহ করে। আপনাদের কি মনে হয়, মার্কেট কি এখান থেকে ডাম্প করবে নাকি আরো কিছু পাম্প আশা করা যায়? Michael Saylor এর বিটকয়েন ক্রয়ে ইঙ্গিত: Saylor আজকে সন্ধ্যার সময় টুইট করে ইঙ্গিত দিয়েছে যে, সে আরো বিটকয়েন ক্রয় করতে পারে। তাই যারা Perp কিংবা Derivative ট্রেডিং করেন, তারা নতুন ট্রেড নিতে পারেন। কারণ মার্কেট ডাম্প করার সম্ভাবনা অনেক। এর আগে যতবারই ক্রয় করেছে, মার্কেট আগে ডাম্প হয়েছিল এবং তার টুইটের পরই মার্কেট ভালো পাম্প করতো। বাকি নিজেরা বিশ্লেষণ শেষ করে ট্রেড নিয়ে।
Pear Protocol নামে একটি Perp Dex প্রজেক্ট রয়েছে । তারা তাদের প্লাটফর্মে কিভাবে ট্রেড করবেন এবং লাভ করতে পারবেন, সেটির উপর একটি ফ্রি Udemy কোর্স চালু করেছে। যারা Derivative কিংবা Future ট্রেডিং করেন, তারা চাইলেই কোর্সটি থেকে নতুন কিছু শিখতে পারেন। কোর্স লিংক: https://www.udemy.com/course/become-a-profitable-crypto-pair-trading-expert/সোর্স: https://x.com/pear_protocol/status/1958145400671711295
|
|
|
আবার গেলাম ড্রপ শিপিং করতে, দেখি পেমেন্ট গেটওয়ে নিয়ে এত প্যারা। বাংলাদেশ এ জন্ম হয়ে ভুল হয়ে গেছে।
আমার ফ্লাটমেট shopify developer আর ও ড্রপশিপিং বিজনেস একটা ক্লায়েন্টের জন্য পরিচালনা করছিলো এবং সেটির সময় সে ড্রপশিপিং এর বিষয়ে অনেক কিছু নিয়েই রিসার্চ করেছে। তার সাথে আমার আলোচনার সময় সে বলেছিলো যে, পেমেন্টের ঝামেলা দূর করার উপায় হইলো US কিংবা UK এর Business license কেনা। বিভিন্ন এজেন্সি আছে যারা আপনাকে এটি করে দিবে। এরপর আপনি চাইলে stripe, paypal, mercury ইত্যাদি পেমেন্ট গেটওয়ের একাউন্ট করতে পারবেন এবং কোনো পেমেন্ট ঝামেলায় পরতে হবে নাহ। সহজ কথায়, আপনি বাংলাদেশে থেকে সেসব দেশের সকল তথ্য পেয়ে যাবেন, শুধুমাত্র security code ছাড়া। ভেরিফিকেশনেরও কোনো সমস্যা নেই। চাইলে এটি ব্যবহার করে আবার ড্রপশিপিং এ ফেরত যেতে পারেন। 
ভাই আমার একটা প্রশ্ন ছিলো। আপনারা কে কোথা থেকে P2P করে ডলার টাকায় নেন? আর কোথায় কেমন রেট পান? আমি নরম্যালি ১২৬.৫-১২৭ রেটে সেল করে দেই। এর থেকে বেশি কি কোথাও পাওয়া যায়?
আপনি ব্যাংকের জন্য ১২৬.৫-১২৭ করে পান নাকি বিকাশ অথবা নগদে গেটওয়ের জন্য এমন রেট পান। যদি বিকাশ কিংবা নগদের জন্য হয়, তাহলে রেট খারাপ নাহ। আর ডলারের রেট সবসময় এক রকম থাকে নাহ, বিভিন্ন অবস্থার উপর নির্ভর করে কম-বেশি হয়ে থাকে।
|
|
|
|