Bitcoin Forum
May 14, 2024, 01:17:46 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 ... 89 »
101  Alternate cryptocurrencies / Service Announcements (Altcoins) / Re: [WANTED] Discord Manager on: June 29, 2022, 01:10:59 PM
We're looking for a Discord manager to run a blockchain club. Please reach out to us if you think you'd be a great fit for this role.

Thank you!
Kindly check your dm as i'm willing to be the discord manager for your projects.  Smiley
102  Alternate cryptocurrencies / Bounties (Altcoins) / Re: 👉 Seasonal Tokens Campaign 2.0 | Budget: $5k ~ BTC | 5 weeks | ESCROWED. on: June 27, 2022, 02:34:01 PM
Didn't notice that no more new entries for signature. Will delete this after 24 hours.  Wink

#PROOF OF REGISTRATION
Forum Username: Review Master
Forum Profile Link: https://bitcointalk.org/index.php?action=profile;u=1949590
Telegram Username: @SonofSultan
Participated Campaigns: Signature Campaign
BTC Wallet Address: bc1quegf3eef8xvf5d9wxsfnqms4c6qwfkjwuf2zs6
103  Local / Other languages/locations / Re: মার্কেটের অধঃপতন পরিকল্পিত নাকি? on: June 27, 2022, 02:28:01 PM

মার্কেটের অধঃপতন পরিকল্পিত নাকি?


বি:দ্র: এখানে খুবই ছোট আকারে বিষয়টি বলেছি, তাই আসল ঘটনা থেকে একটু কমবেশি অনেকের কাছে মনে হতেই পারে। তবে মূল বিষয়গুলো খুবই সংক্ষেপে সবার তুলে ধরার চেষ্টা করলাম।

২) এক তো ইথিরিয়ামের মূল্য হ্রাস পাওয়ায় বিটকয়েনের মূল্যও হ্রাসের পরিমাণ বৃদ্ধি পায় এবং এর মাঝে তো অনেকে ফড/মিথ্যা তথ্য ছড়াচ্ছিল। তার মধ্যে একটি বিপদ চলে আসে যে, Celsius Network বিভিন্ন ডিফাই লেন্ডিং প্রজেক্টে WBTC কে Collateral হিসেবে জমা রেখে অন্য ক্রিপ্টো কয়েন/টোকেন লোন নিয়েছিল। যেটি বিটকয়েনের মূল্য হ্রাসের কারণে liquidate হওয়ার পথে ছিল। এতে মার্কেটে অনেক অস্থিছলতা শুরু হয়ে যায়। কারণ Celsius Network এর WBTC গুলো liquidate হলে মার্কেট আরো হ্রাস পাবে এবং লুনা ক্রাশের মতো আবারো একটা অবস্থা হবে। কারণ Celsius এর কাছে ফান্ড থাকবে না, এতে তাদের ব্যবহারকারীদের উইথড্র দিতে সমস্যা হবে। যদিও Celsius এর মাঝে এই liquidate হওয়াকে সামাল দিতে পেরেছিল। কিন্তু মার্কেট তার মধ্যেই ২০ হাজারে চলে এসেছিল এবং ইথিরিয়ামের মূল্যও অনেকটা হ্রাস পেয়েছিল।

আর এমন নিত্যনতুন মার্কেটের অবস্থা BitByte Crypto কমিউনিটিতে শেয়ার করা হয়। নিচে লিংকগুলো দেওয়া হইলো:
https://t.me/bitbytecrypto_ann/648
https://t.me/bitbytecrypto_ann/651


Celsius Network নিয়ে হালনাগাদ

Celsius Network এর উইথড্র উপরের ঘন্টার পর বন্ধ করে দেয়া হয়েছিল এবং প্রায় ২ সপ্তাহ হয়ে গিয়েছে সেটির। আজকে আবার একটি নতুন তথ্য পাওয়া গিয়েছে যে, Celsius Network এর যিনি সিইও (CEO) তিনি দেশত্যাগের চেষ্টা করেন এবং সেই দেশের সরকারি কর্মকর্তারা তাকে দেশত্যাগের পূর্বেই আটক করেন। যদিও এখন সঠিকভাবে বলা যাচ্ছে না যে, তিনি এখন জেলে আটক রয়েছেন নাকি শুধু দেশত্যাগে বাধা দেওয়া হয়েছে।এটি কিন্তু বড় ধরনের প্রভাব ফেলবে পুরো ক্রিপ্টোমার্কেটের উপর। কারণ ঘটনাটি কিছূটা পূর্বপরিকল্পিত মনে হচ্ছে। তাই সকলে সতর্ক থাকবেন এবং অবশ্যই স্টপ-লস ব্যবহার করবেন।

মূল সোর্স: https://twitter.com/mikealfred/status/1541233082514124800
Bitbyte এর পোষ্ট: https://t.me/bitbytecrypto_ann/661
104  Local / Other languages/locations / Re: মার্কেটের অধঃপতন পরিকল্পিত নাকি? on: June 23, 2022, 06:13:03 PM

মার্কেটের অধঃপতন পরিকল্পিত নাকি?


বি:দ্র: এখানে খুবই ছোট আকারে বিষয়টি বলেছি, তাই আসল ঘটনা থেকে একটু কমবেশি অনেকের কাছে মনে হতেই পারে। তবে মূল বিষয়গুলো খুবই সংক্ষেপে সবার তুলে ধরার চেষ্টা করলাম।

বর্তমান মার্কেটের এমন অবস্থা হওয়ার কারণ ছিল Celsius Network এবং 3AC (Three Arrow Capital) এর । পুরা বিষয়টা নিচে বর্ণনা করলাম:
১) ইথিরিয়াম ২.০ এর স্টেকিং করতে অনেক ইথিরিয়ামের দরকার ছিল। কিন্তু অনকে অল্প ইথিরিয়াম দিয়েও স্টেকিং এ অংশগ্রহণ করতে চেয়েছিল, সহজ কথায় DeFi কিংবা CeFi ব্যবহার করে সেটি করতে চেয়েছিল। আর এই সুবিধা ইউএসএ-সহ অনেক দেশে সুবিধা প্রদান করে আসছিল Celsius Network এবং এটিতে বিনিয়োগকারীদের একটি ছিল 3AC সহ অনেক বড় বড় হোয়েলসরা। তোরা যারা ইথিরিয়াম Celsius এর মাধ্যমে স্টেক করতো, তাদেরকে SETH দেওয়া হতো। কিন্তু বিটকয়েনের মূল্য যখন ৩০ হাজারের নিচে একটু আসা শুরু হয়, তখন SETH এর মূল্য আসল ইথিরিয়ামের মূল্য থেকে কমে যায়। এতে অনেকে SETH থেকে ETH এ রূপান্তর করা শুরু করে। আর ইথিরিয়ামের মূল্যে অধঃপতন শুরু হয় এবং বিটকয়েনেরও হ্রাস আরো বৃদ্ধি পায়।

২) এক তো ইথিরিয়ামের মূল্য হ্রাস পাওয়ায় বিটকয়েনের মূল্যও হ্রাসের পরিমাণ বৃদ্ধি পায় এবং এর মাঝে তো অনেকে ফড/মিথ্যা তথ্য ছড়াচ্ছিল। তার মধ্যে একটি বিপদ চলে আসে যে, Celsius Network বিভিন্ন ডিফাই লেন্ডিং প্রজেক্টে WBTC কে Collateral হিসেবে জমা রেখে অন্য ক্রিপ্টো কয়েন/টোকেন লোন নিয়েছিল। যেটি বিটকয়েনের মূল্য হ্রাসের কারণে liquidate হওয়ার পথে ছিল। এতে মার্কেটে অনেক অস্থিছলতা শুরু হয়ে যায়। কারণ Celsius Network এর WBTC গুলো liquidate হলে মার্কেট আরো হ্রাস পাবে এবং লুনা ক্রাশের মতো আবারো একটা অবস্থা হবে। কারণ Celsius এর কাছে ফান্ড থাকবে না, এতে তাদের ব্যবহারকারীদের উইথড্র দিতে সমস্যা হবে। যদিও Celsius এর মাঝে এই liquidate হওয়াকে সামাল দিতে পেরেছিল। কিন্তু মার্কেট তার মধ্যেই ২০ হাজারে চলে এসেছিল এবং ইথিরিয়ামের মূল্যও অনেকটা হ্রাস পেয়েছিল।

৩) এখন আসা যাক, 3AC এর কাহিনীতে। যখন ইথিরিয়ামের মূল্য কমতে ছিল, তখন 3AC এর অনেক ইথিরিয়াম liquidate এর পথে। কারণ 3AC বিভিন্ন লেন্ডিং প্রজেক্টে ETH কে Collateral হিসেবে জমা রেখে অন্য ক্রিপ্টো কয়েন/টোকেন যেমন USDT/USDC লোন নিয়েছিল। যেটি তারা লুনা ক্রাশের আগে Unlocked হওয়া লুনা ক্রয়ে ব্যবহার করেছিল। যেহেতু ইথিরিয়ামের মূল্য হ্রাস পেতেছিল। তাই 3AC এর জমা রাখা ইথিরিয়ামগুলো liquidate হওয়ার পথে, কিন্তু 3AC টিমের কেউ কোনো কিছূই করতেছিল না। এমনকি কিছু ইথিরিয়াম liquidate হয়ে গেছে । সর্বোপরি এসব কারণে বর্তমান মার্কেটের অধঃপতন হয়েছে।

কেননা একটা ঘটনার পর আরেকটি ঘটনা ঘটেছে। সবার জন্য বিষয়টি এখানে বাংলায় লিখে দিলাম যেন, বিষয়গুলো সবার জানা থাকে। আর এমন নিত্যনতুন মার্কেটের অবস্থা BitByte Crypto কমিউনিটিতে শেয়ার করা হয়। নিচে লিংকগুলো দেওয়া হইলো:
https://t.me/bitbytecrypto_ann/648
https://t.me/bitbytecrypto_ann/651
105  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: May 16, 2022, 05:26:20 PM
আসসালামু আলাইকুম যাক আলহামদুলিল্লাহ নিজের দেশের কিছু খুঁজে পেলাম.  আসলে আমি আমার এক বন্ধু হতে বিটকয়েন টক এর খোঁজ পেলাম ও নাকি অনেক টাকা কামায়.আর  ও সঠিকভাবে বলতে চায়না মাইনিং করে নাকি করে নাকি অ্যাডভার্টাইজ করে .  সে জাস্ট আমাকে এই ওয়েবসাইটের লিঙ্ক টা দিলো অনেক বলার পর . আমি কিছু ভিডিও দেখলাম কিন্তু বাংলাতে তেমন ভালো কোন ভিডিও পেলাম না .
সেই হিসেবে কৌতূহলবশত আমিও একাউন্ট খুলে ফেললাম আসলে বিটকয়েন মাইনিং করতে কি কি লাগে ?
আর আমি কি 1050ti  দিয়ে মাইনিং করতে পারব ?
 
আপনাকে বিটকয়েনটক(ডট)অর্গ ফোরামের বাংলা লোকাল বোর্ডে স্বাগতম এবং বাংলাতে পোষ্টটি লেখায় সাধুবাদ জানাই। প্রথমত বিটকয়েন কিংবা ক্রিপ্টোকারেন্সির উপর বাংলাদেশে ব্যাংকিং ব্যান আছে, অনেকে বলে থাকে যে এটি অবৈধ। তাই যারা বাংলাদেশ থেকে মাইনিং করে, তারা কখনো অন্য কাউকে বলে নাহ। আপনি ইংরেজিতে যদি ইউটিউবে মাইনিং নিয়ে সার্চ করতেন, তাহলে হয়তো অনেক ভালো ভালো ভিডিও পেতেন। যাই হোক, নিচের দুইটি ওয়েবসাইট ব্যবহার করে, কোন জিপিউ দিয়ে কত মাইনিং করতে পারবেন সেটি জানা যাবে। আশা করি, নিচের ওয়েবসাইট দুইটি আপনার কাজে আসবে। Wink
https://whattomine.com/
https://www.cryptocompare.com/mining/calculator/
106  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: May 15, 2022, 12:27:01 PM
বিটকয়েন এর ট্রাঞ্জেকশন ফাস্ট আর লো ফিস এর মাধ্যেমে করার জন্য, বিভিন্ন ধরণের সাইডচেইন যেমন Liquid Network, Lightning Network রয়েছে। দিনে দিনে এদের ব্যবহার বেরেই চলেছে। কিন্ত এই রকম চেইন কি শুধু বিটকয়েন ব্লকচেইনেই করা সম্ভব? ইথারস্কেনে বা বিএনবি চেইনে আদো কি সম্বব? না হলে, কেনো সম্ভব নয়? এই রকম আল্টকয়েন চেইনে সাইড চেইন থাকলে,ক্রিপ্টো ইন্ডাজট্রিতে, ইউজার এক্সপ্রিয়েন্স অনেকটা বেড়ে যেতো।

ইথিরিয়ামের সরাসরি সাইডচেইন বলা যাবে নাহ, কিন্তু বিএনবি, পলিগন, ফ্যানটম ইত্যাদি সকল প্রজেক্টই ইথিরিয়াম ভার্চুয়াল মেশিন কিংবা EVM (Ethereum Virtual Machine) ব্যবহার করার মাধ্যমে নিজেদের চেইন চালু করেছে। এইজন্যই তাদের চেইনগুলোতে ইথিরিয়ামের তুলনায় কম ট্রান্সজেকশন ফি পেয়ে থাকেন এবং EVM ব্যহবহার করে, তারা নিজেদের মনমতো চেইন তৈরি করতে পারে। যেমন: ইথিরিয়ামের গ্যাস ফি কিন্তু বৃদ্ধি কিংবা হ্রাস পাওয়ার মাধ্যমে ট্রান্সজেকশন ফি কমবেশি হয়, কিন্তু বিএনবি-তে তাদের গ্যাস ফি নির্দিষ্ট করে দেয়া আছে। যদিও আমরা চাইলে সেটি বৃদ্ধি করতে পারি, কিন্তু তাদের চেইনে সেটি বৃদ্ধি পাবে নাহ।  Wink

আজকে এইটুকু, অন্যদিন আরো বিস্তারিত কোনো পোষ্ট করবো।  Cheesy
107  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: New project success on: May 07, 2022, 06:35:43 AM
Well, idk but I really wanna ask this question here, as we all are seeing lots of new alt crypto roaming around the crypto market. what are the factors needed for successful crypto projects, does anyone know?

If you select any projects for long term perspective, than i would suggest you to search for those which is having use cases and potential of having hype in the next bull season as we see a lot of hypes back in 2021's bull season. Thus you'll be able to find out the perfect one from all of those new projects. Also don't just jump into P2E based projects in current time as trend of P2E is over and only top projects are performing well in current situation. Also be aware of those new projects who used shillers to create hype as most of those won't be able to perform well because of cheap marketing, IMHO.
108  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: May 07, 2022, 06:22:13 AM
আমারতো মনে হয় এতে করে টুইটারের জনপ্রিয়তা আরো কমে যাবে। অনেক সাধারণ ব্যবহারকারী রয়েছেন যারা টুইটারের মাধ্যমে মার্কেটিংয়ের কাজ করে থাকেন। তাদের জন্যও কি এই নিয়ম থাকবে নাকি? আমারতো মনে হচ্ছে ইলন ডজকয়েনকে প্রোমোট করার জন্য এই ব্যবস্থা করতেছে। কিছুদিন পরে যদি ইলন ঘোষনা করে যে ব্যবসায়িক উদ্দেশ্যে টুইটার ব্যবহার করলে ডজকয়েনের মাধ্যমে ফি প্রদান করতে হবে তাহলেও আমি অবাক হবো না।

টুইটার থেকে বট/জম্বি একাউন্টগুলো সরানোর জন্য ইলন মাস্ক হয়তো ডজকয়েনকে ব্যবহার করবে এবং অনেকে অন্য ব্যবহারকারীর একাউন্টকে বট/জম্বি একাউন্ট হিসেবে রিপোর্ট করে থাকে, কিন্তু অনেক সময় সেগুলো আসল ব্যবহারকারীর একাউন্ট হয়ে থাকে। এমন রিপোর্ট প্রদানকারীদের শাস্তি হিসেবে ডজকয়েন কেটে নিবে। এমনটা প্রস্তাব করেছিলেন মার্ক কুবেন এবং ইলন মাস্ক সেটিতে সহমতও প্রদান করেছিলেন। তাই এমন কিছু হলে আমিও অবাক হব নাহ।  Grin


কিন্তু আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি এর জন্য এটি সুফল বয়ে নিয়ে আসবে। যাই হোক সময় বলে দিবে এই পাগলাটে ইলন মাস্ক কি করে 

অনেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে পারলেও ডজকয়েন সম্পর্কে বেশি জানতে পারবে, কারণ ইলন মাস্ক বেশিরভাগ সময়ই ডজকয়েন নিয়ে কথা বলে থাকে। আর এটির ভালো খারাপ দুটো দিকই রয়েছে। যেমন ভালো দিক হলো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে পারবে, এতে অনেকেই এটি নিয়ে আরো জানার আগ্রহ প্রকাশ করবে এবং ক্রিপ্টোকারেন্সির ব্যবহারও বৃদ্ধি হবে। খারাপ দিক হলো, যারা সাধারণত শুধুমাত্র ইলন মাস্কের টুইটের ভিত্তিতে ফোমো করবে, তারা ক্রিপ্টোকারেন্সির আসল ব্যবহার/উপকারীতা সম্পর্কে জানতেই পারবে নাহ এবং তাদের মধ্যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটি খারাপ মতামত/মনোভাব তৈরি হবে।  Wink
109  Alternate cryptocurrencies / Bounties (Altcoins) / Re: 🔥🔥UnitedCrowd $50k 🔥🔥💰$UCT Signature & Twitter Bounty 💰 Phase 2 on: May 07, 2022, 06:08:31 AM
Proof of Authentication
Forum Username: Review Master
Forum Profile Link: https://bitcointalk.org/index.php?action=profile;u=1949590
Telegram Username: @SonofSultan
Participated Campaigns: Signature
BSC Address: 0x8fde497671f9714f7251e7e1acbb253d721ad961
110  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: May 02, 2022, 04:34:21 PM
সকলকে ঈদের শুভেচ্ছা এবং সকলের জন্য দোয়া রঈলো।  Smiley
111  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: What is the best way to invest in crytocurrency in 2022? on: March 27, 2022, 05:37:12 PM
Now cryptocurrency is actively used in different spheres. The ways of use of cryptocurrency increase with even every day. For example, now NFT are actively used for charity and for different philantropic perposes. Just example like NFT and cryptocurrency can used - https://twitter.com/impactwomen_nft/status/1507444356386545669

Use of cryptocurrencies are increasing without any doubt, but these type of promoting/shilling won't help you at all. Also warning for others, don't just fall for these type of promoting/shilling, although nft craze is still at the early stage. Even few projects rugged pull after completing the minting and ran out with the minting funds. So just watchout and DYOR before jumping into any NFT projects.
112  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: What is the best way to invest in crytocurrency in 2022? on: March 26, 2022, 10:38:38 AM
In the past there are been different ways of making money in crytocurrency, for example ICO,staking,mining, bounty hunting, buying and selling of nfts,investing in memecoins etc.from all these which do you think is the beat approach to make money in the present market conditions?.

Just take your time to research on the current market trends and you won't be disappointed at all as you would make profit even in any market situation whether it's bull or bear market. This is the first thing, you could do to increase your portfolio. On the other hand, staking/LP mining, NFT flipping is still great ways to make profits. All you need to just DYOR before jumping into those projects, else you could end up with losses. Also ido/igo is a good way to make profits but it becomes more risky as vesting period is long and none knows what would the condition of the market in the next few months. So DYOR and select any option carefully.
113  Economy / Speculation / Re: Will Bitcoin Crash in The Next 2 Weeks? on: March 26, 2022, 10:31:29 AM
I think 2 more weeks Bitcoin prices will soon reach $ 50K, this can be seen the fact that March became the beginning of the revival of Bitcoin because it has risen more than 10% in a month, of course there is no guarantee that the price will continue to rise, of course the user will soon be Selling Bitcoin because they believe with more massive FUDS in various media.

Indeed, it could hit that as there is a lot of possibility to break the strong resistance of $45k and make it strong support level afterward. As bitcoin hits the level for the 3rd time and resistance/support level could be broken when bitcoin tries to hit that again and again. So there's still huge possibility of it, however just need to monitor it with stop-loss as any kind of negative news could do the vice-versa of it. So need to wait for it.
114  Alternate cryptocurrencies / Speculation (Altcoins) / Re: Are we going to see a new altcoin boom soon on: March 26, 2022, 10:20:48 AM
Most of the market is beginning to pick up in recent times and altcoin look left behind in the recent market boom.

What are we going to expect from the altcoin market with this new market boom will altcoin see a new phase in the market or Bitcoin will continue with the market trend?

TBH, most of the hodlers are waiting for the altcoins bull season since the beginning of the 2020/21's bull season, however we didn't get huge alt season yet as only alts were pumped hard in the previous year during the bull season. So bitcoin will continue the current market trend, IMO. Later on, we might see small uptrends into the alt market as bitcoin will do more sideways movement after taking a huge pump and altcoins will pump in the mean time.  Wink
115  Bitcoin / Bitcoin Discussion / Re: Comparing the previous bear run of Market on: March 25, 2022, 07:13:40 PM
I would like to follow the market trends with great interest and compare the current market price movements after the end of 2021 with previous bearish trends such as the 2018 bear market. I think the cryptocurrency bearish trend may have changed the pattern and took another dimension. . If you've been following the market trends, you've probably noticed that what's happening in the market right now is different from the 2018 downtrend, but yet another sign of a bearish move. What is your opinion

Indeed, current bear market isn't same as previous one as more institutional investors are in this market. Not only that, more users are becoming mature enough to catch with the ongoing trends/hype as well as prevent losses with own research. However upcoming bear or bull market won't be same like previous seasons because old users and institutional would only get profits and none will be on losses which isn't quite possible. So we're having both down and up trends in current market, IMHO.
116  Economy / Economics / Re: Malaysian Ministry Proposes Legal Tender Of Crypto Currency on: March 25, 2022, 06:17:49 PM
Here's another twist on this news, maybe most users won't be excited lafter reading this. According to bloomberg news from 24th March, Deputy Finance Minister I Mohd Shahar Abdullah said in parliament on Thursday:
Code:
Malaysia has no intention of recognizing cryptocurrencies as legal tender.

Cryptocurrencies like Bitcoin are not suitable for use as a payment instrument due to various limitations,” which include price swings and exposure to cyber threats
So lets wait for the final decision on it as there is still two opinions on adopting bitcoin and crypto as legal tender. Hopefully, we'll see the crypto adoption after all.
117  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 25, 2022, 05:18:22 PM
কারণ এখন হয়তো ১০ জন বলবে, আমি এই লোকাল থ্রেডে এক্টিভ থাকব। কিন্তু ১ মাস পর সেই ব্যক্তি হয়তো ব্যক্তিগত জীবনের কাজের জন্যই হোক কিংবা অন্য কোনো কারণে আর এক্টিভ থাকতে পারবে নাহ।

ভাই আমরা যদি 10/15 জন লোক একটিভ থাকি যারা নিয়মিত একটিভ থাকবে। তাহলে আমাদের যদি জরুরি কাজ বা যেকোনো প্রয়োজনে ইনএকটিভ থাকতে হয়, সেক্ষেত্রেও টপিক কিন্তু ঠিকই একটিভ থাকবে। আমাদের মূল টার্গেট তো অ্যাক্টিভিটি।

মুদ্রার এপিঠ এবং ওপিঠ থাকে। সাধারণত সবাই মুদ্রার এপিঠ নিয়ে চিন্তা করে, কিন্তু আমি মুদ্রার ওপিঠ নিয়ে কম চিন্তা করে। আর আপনি যদি আমার পূর্ববর্তী পোষ্টগুলো দেখেন, তাহলে এটি বুঝতে পারবেন যে সবাই যখন মুদ্রার এপিঠ নিয়ে কথা বলে, তখন আমি মুদ্রার ওপিঠ নিয়ে কথা বলে সবাইকে অবগত করি। আমি আপনাদের মতামতের সাথে সহমত, কিন্তু মুদ্রার ওপিঠটা সবাইকে মূলত বলে রাখছিলাম। যেন অনেকে এক্টিভ হওয়ার পর হতাশ না হয়। আমার ২০১৭ তে অনেকের সাথে পরিচয় হয়েছিল, তারা এখন আর ক্রিপ্টোমার্কেটে এক্টিভ নাহ। তাই সবাই নিচের জায়গা থেকে এক্টিভ থাকলেই হবে, অন্যদের আশায় থাকলে হবে নাহ যে তারাও এক্টিভ হলে আমিও এক্টিভ থাকবো।  Wink মূলত আপনার আর আমার কথা একই, কিন্তু কথাটি আমি ঘুরিয়ে বলেছি কিছু সমস্যার দিকসহ।



সাধারনত অন্যসব ইনভেস্টমেন্ট থেকে এই অপশনের APY রেট অনেক বেশ হয়ে থাকে, কিন্ত সত্যি বলতে এটি খুবই হাই রিস্ক একটি ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রাইজ যদি কমে আহলে আরও কিছু বিটকয়েন্ হাতে ধরিয়ে দিবে আর যদি বিটকয়েন এর প্রাইজ বারে তাহলে আপনাকে USDT ধরিয়ে দিবে।
আপনি চাইলে USDT ইনভেস্ট করেও এই প্ল্যানে ইনভেস্ট করতে পারেন, এতে প্রাইজ কমলে BTC ধরিয়ে দিবে আর বাড়লে USDT ধরিয়ে দিবে

এটি তো লম্বা সময়ের হোল্ডারদের জন্য খুবই ভালো উপায়।  Grin আমি আমার নিজের একটি কৌশল সবার জন্য বলে দিতেছি:
 
প্রথমত ধরে নিলাম বিটকয়েনের মূল্য কমে গেল, তাহলে আমি বিটকয়েন পাবো। এরপর আমি বিটকয়েনের মূল্য বৃদ্ধির জন্য অপেক্ষা করব, কিন্তু সেটিতে বিনিয়োগ করব নাহ। যখন বিটকয়েনের মূল্য আবার বৃদ্ধি পাবে, তখন আমি বিটকয়নকে ডলারে কনভার্ট করার পর বিনিয়োগ করব। এরপর মূল্য হ্রাসের অপেক্ষা করবো, এতে আবার বিটকয়েন পাবো। এরপর এমন করে পুনরাবৃত্তি করতে থাকবো এবং আমার বিটকয়েন হোল্ডিং বৃদ্ধি পাবে।  Grin Grin

যারা দীর্ঘসময়ের জন্য বিটকয়েন হোল্ড করতে চান আমার মতো, তারা এই কৌশল নিজের রিস্কে ব্যবহার করুন। আশা করি, ক্ষতি হবে নাহ। কেননা আপনার বিটকয়েনের পরিমাণ বৃদ্ধি করা দরকার। বাকি আপনাদের মর্জি।
118  Economy / Speculation / Re: Bitcoin Breaks Past The $40,000 Barrier Again? on: March 24, 2022, 08:37:45 AM
  <__ snip __>
If you keep on putting your money into fiat related stuff, you will end up with a big loss, even if you are "earning", you could be earning less than real inflation and lose value that way.

Indeed, it won't matter how much we're earning if there's a continuous spike into the inflation rate. Also large scale adoption was started back in 2020/21 and it's still going on. It's just a matter of time when people will start using bitcoin or crypto more than fiat unless it's needed to be used in regular life.

Back to the topic, bitcoin's still having the sideways movement and exchanges are also having usual inflows and outflows. Surprisingly, almost 125 million worth of USDT is transferred from unknown wallet to binance, could be a institutional transection to buy more. Lets see what's gonna be happened in this weekend.
119  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 24, 2022, 08:03:02 AM

আর এই বোর্ডের মোডারেটর বা পুরাতন মেম্বাররা কোনো প্রতোযোগিতা বা কনটেস্ট বা রিসোর্স শেয়ার আরও করলে ভালো হতো, এতে এই বোর্ডটি একটা পুর্নতা পেতো আর কি।

কি ধরনের কনটেস্ট চাচ্ছেন? আইডিয়া শেয়ার করতে পারেন। আর রিসোর্স এর ব্যাপারটা আসলে একটু ভিন্ন। অনেকেই চেষ্টা করে তথ্যবহুল পোস্ট করার জন্য কিন্তু আলোচনা ওই কেন্দ্রীক না হলে অনেকেই উৎসাহ হারিয়ে ফেলে।

বিভিন্ন ধরণের কনটেস্ট হতে পারে, যেমনঃ মাসিক সবচেয়ে ভালো রিসোর্স শেয়ার করা ব্যক্তি (এখানে রিসোর্স বলতে; আইডিয়া, টিপস, টিউটেরিয়াল, ক্রিপ্টো প্রজেক্ট গুলোর ফান্ডামেন্টাল এনালাইসিস, ইত্যাদি)। এতে করে অনেকের মধ্যে ভালো কাজ শেয়ার করার প্রবণতা আরও বাড়বে।

আমি ইতিপূর্বে সকলের জন্য Meme প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হইলো সেটিতে তেমন কেউ অংশগ্রহণ করে নাই। এছাড়াও অনেক সময় বিষয় বিষয় এখানে পোষ্ট করার মাধ্যমে নিজেদের মধ্যে মতামত বিনিময় শুরু করার চেষ্টা করেছি। কিন্তু সবাই পূর্ববর্তী পোষ্টের রিপ্লাই দেওয়া নিয়ে ব্যস্ত যতটুকু দেখলাম। তাই এসব শুধুমাত্র আমাদের আলোচনাই থেকে যাবে, কাজের কাজ করতে চাইলে আমাদেরকে নিজে থেকেই সব কিছু করতে হবে। কারণ এখন হয়তো ১০ জন বলবে, আমি এই লোকাল থ্রেডে এক্টিভ থাকব। কিন্তু ১ মাস পর সেই ব্যক্তি হয়তো ব্যক্তিগত জীবনের কাজের জন্যই হোক কিংবা অন্য কোনো কারণে আর এক্টিভ থাকতে পারবে নাহ। উদাহরণ হিসেবে আমাকেই নেন, আমি গত একমাস ব্যক্তিগত কারণে এক্টিভ ছিলাম নাহ। তাই আমরা যারাই এখানে আছি, তারা নিজেদের মধ্যে যেকোনো বিষয় মতামত বিনিময় শুরু করি এবং লোকাল থ্রেড এমনিতেই তথ্যবহুল হবে এবং এক্টিভিটিও বাড়বে। এটি আমার অভিজ্ঞতা থেকে মতামত পোষণ করলাম, বাকি আপনাদের মর্জি। Wink
120  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 23, 2022, 08:11:04 PM
বাংলাদেশী যারা আছেন তারা হয়তো একটা নিউজ দেখেছেন  gate.io  একচেন্জ কিছু দেশের জন্য রেস্ট্রিকটেড করেছে তারমধ্যে বাংলাদেশ ও আছে।আমি এই একচেন্জ ব্যবহার করতাম নিউজ দেখারপর আমার এসেট আমি তুলে নিয়েছি,এখনো যারা করেননি তারা ৩০ এপ্রিলের পূর্বে করে নেন না হলে বিপদে পড়বেন  ১০০%। আমি তাদের অফিসিয়াল টেলিগ্রামে যোগাযোগ করেছি তারা আমাকে তথ্যগুলো দিয়েছে।


এই বিষয়টি নিয়ে অনেক আগেই আমি BitByteCrypto কমিউনিটিতে পোষ্ট করেছিলাম, কিন্তু একটি বিষয় এখনো ধোয়াশা থেকেই গেল। আপনার সরবরাহ করা স্ক্রিনশট অনুযায়ী, কেউ তাদের এক্সচেঞ্জ ব্যবহার করতে পারবে নাহ। অন্যদিকে আমি যতটুকু তাদের ডকুমেন্টটি পড়েছি। উল্লিখিত দেশগুলোর জন্য Gate io এক্সচেঞ্জটি তাদের সকল সার্ভিস প্রদান করবে নাহ, যেমন: লেন্ডিং, ফান্ডরাইজিং/আইইও ইত্যাদি। তবে তাদের এক্সচেঞ্জের স্পট ট্রেডিংটি ব্যবহার করা যাবে এবং ক্রিপ্টো জমা/উত্তোলন করা যাবে।

গুরুত্বপূর্ণ লিংক এক নজরে:
BitByte Crypto তে প্রথম পোষ্ট: https://t.me/bitbytecrypto_ann/573
BitByte Crypto তে পরবর্তী আপডেট: https://t.me/bitbytecrypto_ann/574
Gate io এর অফিসিয়াল এডমিনের রিপ্লাই: https://t.me/gateio/1126565
Pages: « 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 ... 89 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!