Bitcoin Forum
May 08, 2024, 10:30:04 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 ... 89 »
21  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 09, 2023, 07:18:09 PM

ভাবতেছি এফ টি এক্স   এর ক্র্যাশের পরে যদি বাইনান্স কোন আইনে জটিলতার ভিতরে আটকে গিয়ে  এফ টি এক্স এর মতন কোন বিপদে পড়ে যায় তাহলে এর ভিতর বিনিয়োগকারী এত লোকজনদের কি হবে,  আর অন্যান্য   বড় তিমি গন একে কি উদ্ধার করতে আসবে নিজেদের স্বার্থ হাসিলের জন্য?

এফটিএক্স এর বিষয়টি অন্য ছিল এবং সেটি কোনো আইনি জটিলতার মধ্যে পড়ে নাহ। আর বাইন্যান্স যদি আইনি জটিলতায় পড়ে, তাহলে মার্কেটে ভুল তথ্যের (FUD) কারণে হয়তো মার্কেটে পতন শুরু হবে, আমার যতটুকু মনে হয়। আর বাইন্যান্সের আগেও ক্রিপ্টোমার্কেটে চলেছে এবং চলবে। শুধুমাত্র সাময়িক সময়ের জন্য মার্কেটে নিম্নগতি দেখা যাবে, যেমনটা এফটিএক্সের সময় দেখা গিয়েছে।  Grin



এখানে আমি প্রথমে 0.02 Btc ডিপোজিট করি। বাইনান্স p2p তবে বিটকয়েনের দাম usdt থেকে সামান্য একটু কম থাকা আমি বিটকয়েন কনভার্ট করে ইউএসডিটিতে রূপান্তর করে ইউএসডিটি বিক্রি করি। এখানে আমি আমার প্রয়োজনের জন্য 363.89 usdt বিক্রি করি।

ফোরামের সঙ্গে থাকুন, আরো ভালো কিছু করতে পারবেন। আর আপনি যেভাবে আপনার এক্সচেঞ্জের এড্রেসটি প্রকাশ করলেন, সেভাবে হয়তো প্রকাশ নাহ করাই ভালো। বাকিটা আপনার মর্জি।  Wink
22  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 09, 2023, 11:54:15 AM
আমি এখন পর্যন্ত প্রায় ৩০ থেকে ৪০ টার মত এয়ারড্রপ করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হল আজ পর্যন্ত আমি একটা পেমেন্ট পাইনি। মাঝখান থেকে শুধু আমার একটা ওয়ালেট হ্যাক হয়ে গিয়েছে। এর জন্য এয়ারড্রপ করতে ভয় করে। নতুন তাই বুঝতে পারি‌না কোন এয়ারড্রপ ভালো হবে কোন এয়ারড্রপ করলে ওয়ালেট হ্যাক হওয়ার কোন সম্ভাবনা থাকবে না।
@Review Master ভাই আগেও আমাদের মাঝে শেয়ার করেছেন আমরা গুরুত্ব দেইনি। যখন ভালো এয়ারড্রপ আসে তখন যদি আমাদের মাঝে একটু শেয়ার করে দিতেন, তাহলে অনেক কৃতজ্ঞ হতাম। আপনি যে এয়ারড্রপ গুলি আমাদের মাঝে শেয়ার করবেন ইনশাআল্লাহ সেই এয়ারড্রপ করার চেষ্টা করব।

মার্কেটে বিভিন্ন ধরনের এয়ারড্রপ রয়েছে । এখন আপনাকে ভালো এয়ারড্রপগুলো খুজে বের করতে হবে। সবগুলোতে যোগদান করে কোনো লাভ নেই। কারণ আপনি কোন ধরনের এয়ারড্রপে যোগদান করতেছেন, সেটির উপর নির্ভর করে আপনি পেমেন্ট পাবেন কি নাহ।
টেলিগ্রাম বট: এমন এয়ারড্রপগুলো ৯৯% স্ক্যাম হয়ে থাকে। পেমেন্ট কখনোই পাবেন নাহ।
গুগল ফরম: এমন এয়ারড্রপগুলো যদি প্রজেক্ট থেকে পোষ্ট করা হয়, তাহলে পেমেন্টের সম্ভাবনা থাকে। তবুও ৮০% স্ক্যাম করে, হয়তো পেমেন্ট দেয় নাহ কিংবা প্রজেক্টে স্ক্যাম হয়ে থাকে।
Retroactive Airdrop এই ধরনের এয়ারড্রপগুলো ১০০% পেমেন্ট করে। শুধুমাত্র এখানে মূল বিষয় হলো, কোনো প্রজেক্ট অগ্রিম ঘোষণা দেয় নাহ যে, তারা এয়ারড্রপ দিবে। উদাহরণ হিসেবে, uniswap, 1inch, paraswap, optimism, arbitrum ইত্যাদি প্রজেক্টের এয়ারড্রপ। এই ধরনের এয়ারড্রপের কাজ খুবই সহজ, প্রজেক্ট চালু হওয়ার সাথেই সেই প্রজেক্টটি ব্যবহার করা। সহজ কথায়, প্রজেক্ট তার শুরুর দিকের সাপোটারদেরকে এয়ারড্রপ দেয়।
Testnet Airdrop এটিরও পেমেন্ট ১০০% পাবেন। সহজ উদাহরণ হলো APTOS এর এয়ারড্রপ। অনেক প্রজেক্ট আপনার ঘোষণা করে যে, তারা এয়ারড্রপ দিবে কি নাহ, আবার অনেক প্রজেক্ট ঘোষণা নাহ করলেও mainnet এ প্রজেক্ট চালু করার সাথে সাথে এয়ারড্রপ দিয়ে দেয়।

আমি টুইটারে এই পর্যন্ত ২০ টারও বেশি প্রজেক্টি নিয়ে পোষ্ট করেছি। যারা টুইটারে ফলো করে রেখেছেন, তারা সকল তথ্য সময় মতো পেয়েছে। আর এইসব টুইটার থ্রেড লেখতে সময় লাগে এবং সেটি আবার এখানে বাংলায় লেখতে আরো সময় লাগে । আমি একবার একটি প্রজেক্ট বাংলায় লেখেছিলাম, কিন্তু কেউ গুরুত্ব দেয় নাই। সবাই নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত ছিল  Grin তাই ফোরামে লেখা বন্ধ করে দিয়েছিলাম। শুধুমাত্র যা পোষ্ট করলেই নয়, সেটি পোষ্ট করতেছি।  Wink



কিছু ভালো প্রজেক্টের লিংক নিচে দিয়ে গেলাম, যারা ইচ্ছা দেখতে পারেন:
Snip
প্রজেক্ট নিয়ে কিছু বিশ্লেষণ এবং DeFi এর কলাকৌশল:
Snip
আমি চেষ্টা করেছি এই প্রজেক্টগুলো করার, কোন টিউটোরিয়াল না জানার কারণে ব্যর্থ হয়েছি। এই পোজেটগুলো করার যদি কোন টিউটোরিয়াল থাকে ,তাহলে যদি আমাদের মাঝে শেয়ার করতেন অনেক কৃতজ্ঞ হতাম।

ভাই আমি যেগুলো লিংক দিয়েছি, সেগুলোই মূলত টিউটরিয়াল। পার্থক্য হইলো, আমি কোনো ভিডিও কিংবা অডিও এর মাধ্যমে তা প্রকাশ করি নাই। বরং আমি টুইটার ব্যবহার করে, সেগুলো প্রকাশ করেছি। আপনাকে শুধুমাত্র সেটি টুইটার থ্রেডটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে।

যারা টুইটার থ্রেড কি জানেন নাহ, তাদের জন্য: টুইটার থ্রেড মূলত একটি টুইটের নিচে আরো অনেকগুলো টুইট একযোগে প্রকাশ করাকে বুঝায় । টুইটারে যেমন লেখার একটি সীমাবদ্ধতা রয়েছে, তাই যারা অনেক তথ্যযোগে প্রকাশ করতে চায়। তারা টুইটার থ্রেড ব্যবহারের মাধ্যমে প্রকাশ করে থাকে।  Wink



সময়কে কাজে লাগান

আশ্চর্যজনক প্রযুক্তি- জলের আলো


@Review Master ভাই,আপনি ঠিকই বলেছেন বর্তমানসময়কে কাজে লাগিয়ে "দক্ষিণ আমেরিকার একটি সংস্থা @E-Dina - জলের আলো", তেলবিহীন, পানি ব্যবহারযোগ্য একটি বাতি তৈরি করেছেন, যা দুই কাপ নোনা জলে ৪৫ দিন পর্যন্ত আলো দিয়ে যাবে।

ধন্যবাদ, এই তথ্যটি আমাদেরকে জানানোর জন্য। কিন্তু আমি বৈজ্ঞানিক আবিস্কারের বিষয়টি বলি নাই ভাই  Cheesy, যেহেতু ফোরামটি ক্রিপ্টোমার্কেট নিয়ে। তাই ক্রিপ্টোমার্কেটে নতুন কি কি বিষয় চলতেছে এবং নতুন কেমন ধরনের উদ্ভাবনী প্রজেক্ট আসতেছে। সেসব বিষয়টি আলোচনার কথা বলেছি। আশা করি, বিষয়টি এবার বুঝতে পেরেছেন। আর আপনি যেমন বৈজ্ঞানিক বিষয়টি নিয়ে আলোচনা করতে চান, সেটিও আমরা এখানে করতে পারি, কিন্তু বিষয়টি অফটপিক হয়ে যাবে আমি যতটুকু মনে করি।  Smiley
23  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 08, 2023, 10:52:54 PM
সময়কে কাজে লাগান


যদিও আমি এখানে অনেকবার পোষ্ট করেছি, কিন্তু কেউই কোনো গুরুত্ব দেয়নি এবং দেয় নাহ। আশা করতেছি, এটাতেও দিবে নাহ। কারণ সবাই নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত। যাই হোকে, এর আগেও অনেকবার বিভিন্ন নতুন প্রেজক্টে সম্পর্কে পোষ্ট করেছিলাম। সহজ ভাষায়, ভালো প্রজেক্ট এবং ভালো মানের বিনিয়োগ রয়েছে অনেক প্রজেক্টগুলোতে এবং সেগুলো ব্যবহারের পরামর্শ দিয়েছিলাম। যারা ব্যবহার করেছেন, তারা হয়তো সময় মতো লাভবান হবেন।

আমি যদি নিজের কথাই বলি, গতমাসের শেষ সপ্তাহে হয়ে যাওয়ার Arbitrum কিংবা $ARB টোকেনের এয়ারড্রপ কিন্তু অনেকেই পেয়েছে। আলহামদুলিল্লাহ, আমিও সেটিতে ভালো পরিমাণের এয়ারড্রপ পেয়েছি। অনেকে হয়তো পেয়েছেন কিংবা বেশির ভাগই পান নাই। এর কারণ একটাই সময় থাকতে নতুন কোনো একটি বিষয়কে হয়তো গুরুত্ব দিতেছেন নাহ।

ইতিমধ্যে কোনো ফি ছাড়াই কেমন করে Arbitrum One Chain এ সর্বনিম্ন $১ এর ETH নিতে পারবেন। সেটির উপায় বলে দিয়েছি: https://twitter.com/officialbitbyte/status/1612836291309371395

আমি উপরের পোষ্টটি একজনকে রিপ্লাই করেছিলাম। যারাই লিংকটিতে ক্লিক করেছেন, তারা Lexer markets এর পেপার ট্রেডিং টিউটরিয়ালটি দেখেছেন। এটা বলার কারণ হইলো, আমি Arbitrum প্রজেক্টের এয়ারড্রপ পেয়েছি, শুধুমাত্র এই প্রজেক্টিতে অংশগ্রহণের মাধ্যমে।কারণ আমি ওই পেপার ট্রেডিং এ অংশগ্রহণ নাহ করলে হয়তো এটিও পেতাম নাহ। তাই সময়কে কাজে লাগান। কেননা অনেকে এয়ারড্রপ করেই $১০০,০০০ এর থেকেও বেশি ইনকাম করেছে।

এখন অনেকের হয়তো প্রশ্ন যে, এই ভাই শুধু ইনকামের কথা বলতেছে, আমরা ইনকাম করতে পারবো। নতুন কিছু তো জানতে পারবো নাহ।

এই প্রশ্ন যদি আপনার মনে আসে, তাহলে বলবো, আপনিও অন্যান্য ফোরাম ব্যবহারকারীদের মতো এখন ক্রিপ্টোকারেন্সির আদিমযুগে বসবাস করতেছেন।  Grin আমি নিজেই একটি বিষয় লক্ষ্য করেছি যে, এই ফোরামের ব্যবহারকারীরা নিত্যনতুন ডেভেলপমেন্ট কিংবা আবিষ্কার সম্পর্কে খুব কমই জানেন । শুধু বিটকয়েন এবং পুরাতন সেরা অল্টকয়েন নিয়েই পইড়া আছে। কথাটা তেতো হইলেও সত্য  Cool

কিছু ভালো প্রজেক্টের লিংক নিচে দিয়ে গেলাম, যারা ইচ্ছা দেখতে পারেন:
EigenLayer: https://twitter.com/officialbitbyte/status/1644413930314530816
Base: https://twitter.com/officialbitbyte/status/1644120468952326144
Syncswap: https://twitter.com/officialbitbyte/status/1644021297373151237
KTX Finance: https://twitter.com/officialbitbyte/status/1641522875097321472
Scroll: https://twitter.com/officialbitbyte/status/1634896736132173825
Mantle: https://twitter.com/officialbitbyte/status/1613188103732355074
ZetaChain: https://twitter.com/officialbitbyte/status/1584216060206538752


প্রজেক্ট নিয়ে কিছু বিশ্লেষণ এবং DeFi এর কলাকৌশল:
Arbitrum: https://twitter.com/officialbitbyte/status/1639750888574312448
Level: https://twitter.com/officialbitbyte/status/1642664035136204800
Liondex: https://twitter.com/officialbitbyte/status/1641786140847120385
Deploying Smart Contract: https://twitter.com/officialbitbyte/status/1643749266459086848
24  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 13, 2023, 04:46:21 PM
আজকে দেখলাম যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েনের দাম প্রায় রকেট গতিতে বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় থেকে কি ক্রিপ্টোমার্কেট ঘুরে দাঁড়াবে। ক্রিপটো কারেন্সি মার্কেট এর Eth, BNB, Ltc, XRP সহ সকল কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে।
বিটকয়েন কি ৩০ হাজার ডলার পৌঁছাতে পারবে?

SVB এর বন্ধের পর যখন USDC এর ফড শুরু হয় এবং সকলে তাড়াহুড়োতে fiat এ রপান্তর করা শুরু করে। তখন কিন্তু মার্কেটে অনেক ফড কিংবা নেগেটিভি ছিল এবং মার্কেট ডাম্প করেছিল। তাই এখন ভালো খবরের জন্য আবার মার্কেট বৃদ্ধি পাচ্ছে। এমন ভালো খবর আসতে থাকলে বিটকয়েন আবার $৩০ হাজারে যেতে পারে, কিন্তু খারাপ কোনো খবরে আবার মার্কেটের অধঃপতন শুরু হতে পারে। তাই সকলে সতর্ক থাকুন।  Wink
25  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 11, 2023, 08:48:32 PM
~
আপনি হয়তো খুবই চিন্তায় আছেন কিংবা লস/ক্ষতি হয়েছে কিংবা আমার কথাটি বুঝতে পারেন নাই। 

না ভাই চিন্তায় নাই, কিন্তু দেখেন ভাই অনেকেই বলছে হয়তো বিটকয়েন এখানেই শেষ হয়ে যাবে, অথবা ক্রিপ্টো কারেন্সি এ বছর হয়তো আর টিকবে না। আমি মূলত আপনাকে মেনশন করে তাদেরকে বোঝাতে চেয়েছি। হ্যাঁ তবে একটা বিষয়  খুবই গুরুত্বপূর্ণ যা আপনি উল্লেখ করেছেন Stable coin যদি রিজার্ভে থেকে থাকে তবে সেটা বিটকয়েনে রূপান্তরিত করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। তাছাড়া বর্তমানে স্টেবল কয়েনগুলোতে বিশেষ করে ইউএসডিসি (USDC) নিয়ে মানুষের মনে অনেক ভয় ঢুকে গেছে। তাই তাদের ক্ষেত্রে  Stablecoin বিটকয়েনে রূপান্তরিত করে নেওয়াটাই ভালো হবে।
ভাই ভয় পেয়ে আর লাভ নেই, যা হারানোর তাতে অনেক আগেই হারিয়ে ফেলেছি এখন আর হারানোর ভয় নেই। যতগুলো ইনভেস্টমেন্ট আছে আমার সবগুলোতে হাজার ডলার করে লস হয়েছে। তাই যতই ডাম্পিং সিচুয়েশন আসুক না কেন এখন আর ভয় লাগেনা।

জ্বী ভাই, এখন এত ভয় করলে হবে নাহ। যারা লম্বা সময়ের জন্য ক্রিপ্টোমার্কেটে আছে, তারা অনেকবার শুনেছে যে বিটকয়েন শেষ আর বৃদ্ধি পাবে নাহ। কিন্তু বাস্তবতা তার অন্য, তাই ওসবে কান না দিয়ে নিত্যনতুন বিষয়গুলো শিখতে হবে এবং এগিয়ে যেতে হবে। যেমন আমিই যদি এতদিন রিস্ক নিতাম, তাহলে মিলিয়ন ডলারের মালিক হয়ে যেতাম। কিন্তু রিস্ক নেয়নি, তাই এখনো মিলিয়নের মাইলকফলকে যেতে পারি নাই। তাই ধৈর্যসহ এগিয়ে যেতে হবে।  Wink

আমি এখনো জানি নাহ, আপনি কোন কোন কয়েন/টোকেনগুলোতে বিনিয়োগ করেছেন। কিন্তু যদি আপনি আমাদের BitByte Crypto কমিউনিটিতে থাকতেন কিংবা আমার বলা বিভিন্ন ট্রেন্ডগুলোকে অনুসরণ করতেন। তাহলে হয়তো অনেক লাভে থাকতেন। কারণ কারো লোকসান কিংবা লসের কথা শুনলে আসলেই খারাপ লাগে। আপনার জন্য অবশ্যই দোয়া রইলো যে, আপনি সকলে ইনভেস্টমেন্টের অর্থগুলো পূনুরুদ্ধার করতে পারবেন।  Cheesy
26  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 11, 2023, 07:32:26 PM
কে কোথায় কি করছেন জানি না। মারকেটে কি হচ্ছে কেউ কোনো খোজ খবর রেখেছেন কি?

অবশ্যই খবর রাখি, আর এই নিয়ে একটি টুইটার পোষ্টও করেছি। সকলে পোষ্টটি পড়ে দেখতে পারেন, অনেক কিছু জানতে পারবেন: https://twitter.com/officialbitbyte/status/1634522517888184321

মার্কেটের অবস্থা আরো খারাপ হতে যাচ্ছে। তাই সকলে বিটকয়েনে ফেরত চলে আসেন।

ভাই বিটকয়েন খুবই হৃদয়বিদারক সেনসিটিভ একটি বিষয়। এটা নিয়ে ডিপলি চিন্তা ভাবনা করা বাদ দিয়েছি। বিটকয়েন আজকে থেকে অতীত পর্যন্ত ৪৭২ বার মৃত ঘোষণা করা হয়েছে ঠিক ৪৭২ বার আবার জীবিত হয়েছে। আপনি ও আমি বিটকয়েনের রক্তাক্ত অধ্যায় দেখি না কেন কোন লাভ হবে না। ভয় পেলে চলবে না বিটকয়েন যেমন রক্তাক্ত হতে পারে ঠিক তেমনি ওষুধ লাগিয়ে ক্ষত সারাতে পারে। মার্কেট হয়তো সিলিকন ভ্যালি, সিলভার গেট দুটো কিপ্টোকারেন্সি ব্যাংকের খারাপ অবস্থার জন্য অনেক বেশি রক্তাক্ত হচ্ছে কিন্তু কিছুদিন গেলেই সেই ক্ষত আবার কোন না কোন ভাবে ভালো হয়ে উঠবে। হ্যাঁ তবে বেশ কিছু Stablecoin (USDC,Pax, DAI,) এগুলোর দাম মাত্রা অতিরিক্তভাবে নিচে নেমে এসেছে যা বর্তমানে অনেকটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে বড় বড় বিটকয়েন (Bitcoin whales) তিমিরা কিন্তু একটুও মাথা ব্যথা করছে না। বিটকয়েন তিমিরা বলতে ঐ সমস্ত ব্যক্তি ,প্রতিষ্ঠান, গ্রুপকে বোঝানো হয় যাদের ওয়ালেটে ন্যূনতম ১০০০ পরিমাণ BTC আছে। আপনারা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো চেক করে দেখতে পারেন। কয়েকটি বিটকয়েন তিমিদের নাম উল্লেখ করে দিলাম, ইলন মাস্ক, মাইকেল শেইলার, CZ Binance, Vitalik buterin, সালভদর ইত্যাদি।
এই সমস্ত ব্যক্তি প্রতিষ্ঠান বিটকয়েনের বর্তমান বাজার নিয়ে মোটেও চিন্তিত নন। আমি আপনারা এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে কোন লাভ নেই।

আপনি হয়তো খুবই চিন্তায় আছেন কিংবা লস/ক্ষতি হয়েছে কিংবা আমার কথাটি বুঝতে পারেন নাই।  Cheesy

আমি মূলত বলেছি, অন্য কোনো স্টেবলকয়েন না খুজে, সকলে বিটকয়েনে বিনিয়োগ কিংবা অর্থ জমা রাখেন। কারণ বিটকয়েন লম্বা সময়ের জন্য ভালো আর কোনো ভয়ও নেই, যদি না আপনি মার্কেট ডাম্পে বিক্রি করেন।  Grin তো ঘুরেফিরে আপনার কথা আর আমার কথা একই, কিন্তু আমি কোনো চিন্তা করতেছি নাহ। বরং মার্কেট ডাম্প হওয়াতে আরো খুশি  Grin
27  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 11, 2023, 05:11:52 PM
কে কোথায় কি করছেন জানি না। মারকেটে কি হচ্ছে কেউ কোনো খোজ খবর রেখেছেন কি?

অবশ্যই খবর রাখি, আর এই নিয়ে একটি টুইটার পোষ্টও করেছি। সকলে পোষ্টটি পড়ে দেখতে পারেন, অনেক কিছু জানতে পারবেন: https://twitter.com/officialbitbyte/status/1634522517888184321

মার্কেটের অবস্থা আরো খারাপ হতে যাচ্ছে। তাই সকলে বিটকয়েনে ফেরত চলে আসেন।


এটির নাম শুনলেই কষ্ট লাগে। এটির একটি সিগনেচার করেছিলাম। কিন্তু যে ম্যানেজমেন্ট করেছিলো, সে সকলের রিওয়ার্ড সম্ভবত মেরে দিয়েছে। প্রজেক্টটি ভালো ছিল, কিন্তু কী আর করার।  Smiley

কি বলেন? ক্যাম্পেইন ম্যানেজার কে ছিল তখন? রেপুটেড কেউ? বর্তমানে তো দুইজন রেপুটেড মেম্বার ইউটোপিয়া নিয়ে ফোরামে মার্কেটিং করছে। তাদের কেউ নয়তো? আশা করি না।

এই নেন: https://bitcointalk.org/index.php?topic=5330069.msg56764666#msg56764666

উনি নিজেরে বেশি চালাক মনে করে।  Grin
28  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 10, 2023, 04:47:07 PM
আমি একবার জিজ্ঞেস করেছিলাম ভিটালিক বুটেরিন নিয়ে বাংলায় কিছু বলতে। ও আমারে বলে ভিটালিক বুটেরিন বিটকয়েন আবিষ্কার করছে  Grin চ্যাটজিপিটি ইংরেজিতে তথ্য দেয়ার সময়ো ভুল করে থাকে।

হাহা, এমন অনেক ভুলভাল তথ্যই পাওয়া যাবে। কারণ অনলাইনের ডাটাবেজে এমন অনেক ভুল তথ্য রয়েছে।  Wink


Utopia - P2P Ecosystem এর পক্ষে একটি ফ্রি রাফেল ছেড়েছেন।

এটির নাম শুনলেই কষ্ট লাগে। এটির একটি সিগনেচার করেছিলাম। কিন্তু যে ম্যানেজমেন্ট করেছিলো, সে সকলের রিওয়ার্ড সম্ভবত মেরে দিয়েছে। প্রজেক্টটি ভালো ছিল, কিন্তু কী আর করার।  Smiley
29  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 08, 2023, 06:15:17 PM
ভাই অনেক তো হলো এবার একটু ফ্রি সার্ভিস বাদ দিয়ে পেইড সার্ভিস দেন। আপনি ইংলিশ থ্রেড এ একটু একটিভিটি বাড়ান এবং সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হওয়ার চেষ্টা করেন।

উনি এইদিকে আগ্রহী না। উনার অল্টকয়েন ইকোসিস্তেম এক্সপ্লোর করতে ভালো লাগে আর এইটা উনার খুবই ভালো দিক। উনার সাথে আমার অনেক কথা হয়। উনি উনার বিটবাইট প্রজেক্ট নিয়ে খুবই আশাবাদী এবং আমি নিজেও উনার প্রজেক্টে ভালো কিছু দেখতেছি।

আমি এই ফোরামেও আগ্রহী। কিন্তু কোনো পোষ্ট করার পর যখন কেউ রিপ্লাই দেয় নাহ, তখন কিছুটা খারাপ লাগে। এইজন্য মাঝেমধ্যে ফোরামে এসে কিছু পোষ্ট করে, আবার গায়েব হই।  Grin


পরীক্ষা নিরীক্ষার জন্যে কিছু Bitcoin Ordinal বানিয়ে দেখতে চাই। বিনামূল্যে Bitcoin Ordinal বানানো যায় এমন কোনো tool জানা আছে কি কারো?

Bitcoin Ordinal এ এনএফটি খুবই জনপ্রিয় হইতেছে। নতুন কিছু প্রজেক্ট এসেছে ফ্রিতে সার্ভিস প্রদানের জন্য, কিন্তু এখনো নিশ্চয়তা নেই যে, সকল প্রজেক্ট নির্ভরযোগ্য হবে।
https://docs.ordinals.com/guides/collecting/sparrow-wallet.html
30  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 07, 2023, 05:56:21 PM
বিভিন্ন প্রজেক্টের সাথে কাজ করার চেষ্টা করতেছি এবং দিন শেষে নিজের কমিউনিটিতে কন্টেন্ড পোষ্ট করার পর সময় পাওয়া যায় নাহ। আগের মতো ফোরামে আর এক্টিভ হওয়া হয়ে উঠে নাহ!  Sad তবে আশা করি, খুব শীঘ্রই আপনাদের জন্য ভালো কিছু উপহার দিবো। শুধু দোয়া করবেন, যেন এই লোকাল কমিউনিটির জন্য আরো ভালো কিছু করতে পারি।

ভাই অনেক তো হলো এবার একটু ফ্রি সার্ভিস বাদ দিয়ে পেইড সার্ভিস দেন। আপনি ইংলিশ থ্রেড এ একটু একটিভিটি বাড়ান এবং সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হওয়ার চেষ্টা করেন। আর একবার সিগনেচার ক্যাম্পেইনের মজা পেলে হয়তোবা আপনি অন্যদিকে যে সময় গুলো নষ্ট করেন সেই সময়ের একটা অংশ এই ফোরামে দিতে পারবেন। এতে আপনি কিছুটা লাভবান হতে পারবেন এবং সেই সাথে ফোরামের অন্য সদস্যগণ আপনার থেকে অনেক কিছু শিখতে পারবে।

সত্যি কথা বলতে, অন্যদের কাছে এটা ফ্রি সার্ভিস মনে হতে পারে। কিন্তু যারা এমন কন্টেন্ড প্রকাশ, তারা জানে যে, এটায় কেমন লাভবান হওয়া যায়। Wink  এটা সত্য যে, টুইটারে আমি ফ্রিতে কন্টেন্ড প্রকাশ করতেছি, কিন্তু যদি আপনি কিংবা অন্য কেউ আমার মতো পরিকল্পনা নিয়ে এই সেক্টরে আসেন। বাস্তব অভিঙ্গতা থেকে বলতেছি, আপনার সপ্তাহে যা ইনকাম হবে, সেটা সিগনেচার ক্যাম্পেইন থেকে হয়তো এক-দুই মাসে ইনকাম হবে ( আমি মোটেও কাউকে এখানে ছোট করতেছি নাহ, বরং বাস্তবতাটা বলতেছি। কারণ আমার আজকের এই অবস্থানে আসার পেছনে এই ফোরাম আর সিগনেচার ক্যাম্পেইনের অনেক অবদান রয়েছে)।

আর এটা সত্য যে, ফোরামে পদোন্নতির মাধ্যমে ভালো কিছু করা যাবে এবং ভবিষ্যতেও ভালো হবে। কিন্তু একটি বিষয় লক্ষ্য করেছি যে, ফোরামের ব্যবহারকারীরা এখনো বিটকয়েনে সীমাবদ্ধ এবং নিত্যনতুন যে DeFi কিংবা অন্যান্য বিষয় মার্কেটে আসতেছে, সেসব নিয়ে খুবই কম জানে কিংবা সেটি মেনে নিয়ে বিশ্লেষণ করতে চায় নাহ।  Sad উদাহরণ হিসেবে আমার পোষ্ট এই পোষ্টটি দেখতে পারেন: https://bitcointalk.org/index.php?topic=5432605.msg61526202#msg61526202

তবে আমি ইংলিশ থ্রেডে এক্টিভ হবো, কিন্তু ইচ্ছা আছে যে, বাংলা থ্রেড থেকেই লিজেন্ডারি মেম্বার হওয়ার । কারণ আমার এই পদে আসার জন্য যত মেরিট লেগেছে তার প্রায় ৯৮% বাংলা থ্রেড থেকে পেয়েছি।  Cheesy দেখা যাক কি হয়, দোয়া রাখবেন।
31  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 05, 2023, 08:59:25 PM
@Review Master ভাই সিনিয়র মেম্বার হয়েছে তার কাছ থেকেও আমরা সবাই ট্রিট পাই। কিন্তু ভাই মনে হয় অতিরিক্ত ব্যস্ত থাকে যার কারণে আমাদের মত ছোট ভাইদের কথা ভুলে গেছে।

কাউকেই ভুলে যাই নাই ভাই, শুধু কূল-কিনারা খুজে পাচ্ছি নাহ। কারণ বিভিন্ন প্রজেক্টের সাথে কাজ করার চেষ্টা করতেছি এবং দিন শেষে নিজের কমিউনিটিতে কন্টেন্ড পোষ্ট করার পর সময় পাওয়া যায় নাহ। আগের মতো ফোরামে আর এক্টিভ হওয়া হয়ে উঠে নাহ!  Sad তবে আশা করি, খুব শীঘ্রই আপনাদের জন্য ভালো কিছু উপহার দিবো। শুধু দোয়া করবেন, যেন এই লোকাল কমিউনিটির জন্য আরো ভালো কিছু করতে পারি।  Cheesy


যারা বিভিন্ন এয়ারড্রপ কিংবা টেস্টনেটে কাজ করেন, তাদের জন্য এই টুইটটা কাজে দিবে: https://twitter.com/officialbitbyte/status/1632474881584660481
32  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 04, 2023, 06:02:22 PM
আপনি এক্টিভ হইলে আমরা কিছু শিখতে পারতাম। আশা করি আগের চেয়ে একটু বেশি সময় দিবেন।

ধন্যবাদ ভাই, কিন্তু শতচেষ্টার পরও সময় পাচ্ছি নাহ। আমার যে নিজস্ব কমিউনিটি BitByte Crypto রয়েছে, সেখানে বিভিন্ন প্রজেক্টের তথ্য প্রকাশ করতেই সময় পাচ্ছি নাহ। দৈনন্দিন জীবনের সকল কাজ শেষে আর সময় পাওয়া যায় নাহ। আশা করি, সপ্তাহে একবার হলেও ভালো ও তথ্যবহুল পোষ্ট এখানে প্রকাশ করার চেষ্টা করবো।  Cheesy

Review Master ভাই আপনাকে একটি বড় অভিনন্দন, সিনিয়র মেম্বার কমিউনিটিতে আপনাকে স্বাগতম 🎉। আমার মতে এই র‍্যাঙ্কটা আপনি আরো আগেই ডিসার্ব করতেন। পরবর্তী পথ চলার জন্য রইল শুভকামনা, আরো নিত্যনতুন রিসোর্স দিয়ে আমাদের লোকাল থ্রেডকে কে ভরপুর করে ফেলেন Wink

অসংখ্য ধন্যবাদ ভাই। আমি আপনাদের মতো এক্টিভ থাকলে হয়তো আগেই এই পদ পেয়ে যেতাম। কিন্তু নিজেই এক্টিভ নাহ, তাই সময় লেগে গেলো। আপনার জন্যও শুভকামনা।
33  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 04, 2023, 10:44:58 AM
@Review Master
Congratulations to promote new Rank Sr Member.
ফোরামে প্রবেশ করে বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ লোকালে প্রবেশ করে দেখতে পেলাম Review Master ভাই সাহেব সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করেছে। দেখে খুব ভালো লাগছে এবং গর্ব হচ্ছে যে আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে আরো একজন সিনিয়র মেম্বার ভাই পেলাম।


Review Master সিনিয়র মেম্বার হওয়ায় আপনাকে অভিনন্দন। আশা করি ফোরামে এই ধরনের কন্ট্রিবিউশন করতে থাকবেন এবং নিজেকে সিনিয়র মেম্বার থেকে হিরো মেম্বারে রূপান্তরিত করবেন। আপনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।


সকলকে ধন্যবাদ!! আশা করি আরো ভালো কিছু বাংলা লোকাল বোর্ডের জন্য করতে পারবেন। সকলের জন্য শুভকামনা রঈলো।  Cheesy
34  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 02, 2023, 10:43:21 AM
সকলে নিজেদের মতামত জানাবেন এবং নিজেরা বিশ্লেষণ শেষে এখানে বিনিয়োগ করুন।  Wink

ভাই, আজ অব্দি যতো যায়গায় ইনভেস্ট করেছি, ক্রিপ্টো তে কোনোদিন প্রফিট করতে পারি নাই। ৫-৬ লাখ টাকা লসে আছি। যদি রানিং ইনকাম না থাকতো, তাহলে পথে বসা লাগতো। তাই যতোই ভালো প্রজেক্ট দেখি, আর ইনভেস্ট করার ইচ্ছে হয় না।

আপনি যেহেতু বিনিয়োগের প্রজেক্ট সম্পর্কে বলেননি, তাই বলতে পারবো নাহ যে, আপনার কোন জায়গায় ভুল ছিল। কিন্তু এটা সত্য যে, ক্রিপ্টোমার্কেটের হাইপ অনুযায়ী বিনিয়োগ করলে আপনি বরং ৫-৬ লাখ লাভ করতে পারতেন, যেমনটা আমি করেছি।

যাইহোক সকলের বিভিন্ন উপায় থাকে এই ক্রিপ্টোমার্কেটে টিকিয়ে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।  Smiley
35  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 01, 2023, 08:07:48 PM
RealYield কি এবং ক্রিপ্টোমার্কেটের পরবর্তী হাইপ?



যদি আপনাদেরকে বলি যে, আপনারা শুধুমাত্র স্টেকিং করে দৈনিক $৩ থেকে আরো বেশি স্টেকিং থেকে পেতে পারেন এবং যে টোকেনটি স্টেকিং এ রাখবেন, সেটি পরবর্তীতে ১০ গুণ বৃদ্ধি পেতে পারে। কিংবা অদূর ভবিষ্যতে বাইন্যান্সেও লিস্ট হতে পারে। বিশ্বাস নাহ হইলেও এমনি একটি প্রজেক্ট সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং আমার নিজের কিছু মতামতের সাথে। Cheesy

প্রথমেই আপনাদেরকে RealYield কি? এবং ক্রিপ্টোমার্কেটের পরবর্তী হাইপ সম্পর্কে বলবো। এরপর না হয় বলবো যে, কিভাবে এমন Yield Farming কিংবা স্টেকিং থেকে লাভ করতে পারবেন।  Wink

RealYield কি?: আমরা সকলেই বিভিন্ন DeFi প্রজেক্টের staking কিংবা Yield Farming এ অংশগ্রহণ করেছি। যারা ক্রিপ্টোমার্কেটে নতুন, তারাও কিন্তু একবার হলেও Pancakeswap - ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে Cake অথবা cake-wBNB লিকুইডিটি পুলে স্টেকিং করে Yield Farming করেছেন। ২০২২ সালের পূর্বে যত DeFi প্লাটফর্ম ছিল, সবগুলোই সাধারণত তাদের নিজস্ব টোকেনে ব্যবহারকারীকে রিওয়ার্ড দিত। যেটি মূলত এক প্রকার FakeYield, কেননা প্রজেক্টগুলো তাদের নিজস্ব টোকেনের সাপ্লাই বৃদ্ধি করতো এবং রিওয়ার্ড দিতো। আর প্লাটফর্মের যত ফি কিংবা মুনাফা/লাভ হতো, সেগুলো টিম নিজেরা রেখে দিতো। এমনকি অনেক প্রজেক্টের টোকেনের মূল্য অনেক হ্রাস পেত এই কারণে এবং বিনিয়োগকারীরা লোকসানে থাকতো।

এই সমস্যা সমাধানে ক্রিপ্টোমার্কেটে নতুন একটি শব্দ চলে এসেছে, সেটি হলো RealYield. পূর্ববর্তী প্রজেক্টগুলো যেমন FakeYield এর মাধ্যমে তাদের নিজস্ব টোকেনগুলো রিওয়ার্ড হিসেবে দিয়ে টোকেনের মূল্যের ১২ টা বাজিয়ে বিনিয়োগকারীদের লোকসানে ফেলতো। সেখানে RealYield এর মাধ্যমে এই সমস্যার সমাধান হয়েছে এবং এতে DeFi প্রজেক্টগুলো তাদের নিজস্ব প্লাটফর্মের মুনাফা কিংবা ফি, তাদের ব্যবহারকারীদের মাঝে রিওয়ার্ড হিসেবে বিতরণ করে থাকে।

সহজ ভাষায়, যখন কোনো প্রজেক্ট নিজেদের অর্জিত লাভ কিংবা ফিগুলো তাদের নিজস্ব ব্যবহারকারীদের মাঝে Yield Farming রিওয়ার্ড হিসবে বিতরণ করে থাকে, তখন সেটিকে RealYield বলে। আর এতে সবসময় ভালো রিওয়ার্ড পাওয়া যায় এবং Yield Farming এর পরিমাণও কমে নাহ। যেটি টোকেনে রিওয়ার্ড দিয়ে থাকলে কমবে, কারণ টোকেনের মূল্যে হ্রাসে কোনো Yield Farmer যদি ১০০০ টোকেনও পায়, সেটির মূল্য শূন্যের পর্যায়ে যাবে। Wink

ক্রিপ্টোমার্কেটের পরবর্তী হাইপ: ক্রিপ্টোমার্কেটে সবসময় কোনো নাহ কোনো হাইপ চলে থাকে এবং এসবে যদি আপনি অংশগ্রহণ করতে পারেন, তাহলে অনেক লাভবান হতে পারবেন। যেটি হয়তো আপনি ট্রেডিং থেকে করতে পারবেন নাহ এবং আপনার মানসিকভাবেও ভালো থাকবেন, যেটি ট্রেডিং এ নাই। আমি ব্যক্তিগতভাবে বলবো যে, ক্রিপ্টোমার্কেটের পরবর্তী হাইপ হইলো Decentralized Derivative Exchange এবং RealYield ভিত্তিক প্রজেক্টগুলো। যদিও এটি সম্পর্কে আমি সেই ২২ সেপ্টেম্বর ২০২২ এ BitByte Crypto গ্রুপটিতে বলেছিলাম!  Grin

এখন অনেকেই হয়তো ভাবতে পারেন যে, এতদিনে হয়তো এই হাইপ শেষ হয়ে যাচ্ছে কিংবা শেষের পথে। কিন্তু আমি বলবো যে, এখনো সময় আছে। কারণ P2E প্রজেক্টগুলো হাইপ কিন্তু প্রায় একবছরের মতো ছিল এবং এরপর মার্কেট ডাম্প হওয়ায় কমে গিয়েছে। কিন্তু Perpetual/Derivative Dex এর হাইপটায় শুরু হয়েছে Bear market এ এবং আশা করি আরো ৬-১০ মাসের মতো চলবে। যেহেতু এখনো তেমন হাইপ আমি দেখি নাই।

আর একটি বিষয়, অনেকেই হয়তো দেখেছেন যে, কিছুদিন আগে Binance এক্সচেঞ্জ GMX এবং gTrade (GNS) প্রজেক্ট দুইটিকে লিস্ট করেছে। আপনারা যারা জানেন নাহ, তাদের উদ্দেশ্যে বলবো যে, GMX আর gTrade (GNS) হইলো প্রথম প্রজেক্ট যেগুলো RealYield এর সফলভাবে ক্রিপ্টোমার্কেটে বিস্তার লাভ করিয়েছে। আর FTX এক্সচেঞ্জের কান্ডের পর তো অনেক হাইপ পেয়েছে, কেননা এসব এক্সচেঞ্জ হইলো Decentralized Perpetual/Derivative এক্সচেঞ্জ।  Cheesy


এখন আসে আপনারাও আমার মতো কিভাবে দৈনিক $৩ থেকে আরো বেশি লাভ করতে পারবেন, তা আবার RealYield এর মাধ্যমে, যেনতেন ফালতু DeFi প্রজেক্ট থেকে নাহ।  Cheesy আমি ইতিপূর্বে El Dorado Exchange সম্পর্কে এখানে পোষ্ট করেছিলাম । কিন্তু কেউ তখন আমার পোষ্টে কোনো রিপ্লাই দেয় নাই। যাই হোক, আজকের প্রজেক্টই হলো El Dorado Exchange এবং এটির টোকেন নিয়ে অল্প কিছু কথা, কারণ ইতিমধ্যে RealYield নিয়ে বকবক করে আপনাদেরকে বিরক্ত করেছি।

উপরের ছবিটিতে আপনারা দেখতে পারতেছেন যে, EDE এক্সচেঞ্জটির সর্বমোট কেমন ট্রেডিং ভলিউম এবং কত পরিমাণ প্লাইফর্মের মুনাফা কিংবা ফি সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় এই এক্সচেঞ্জটি প্রায় $১৬,৫০০ এর ফি কিংবা প্লাটফর্মের মুনাফা অর্জন করেছে। আর এইগুলোই Yield Farmers দের মাঝে রিওয়ার্ড হিসেবে প্রদান করা হবে। আমি যেভাবে এটি থেকে দৈনিক $৩ এর মতো লাভ করতেছি সেটি বলি, তাহলে বিষয়টি সকলের কাছে আরো সহজ হয়ে উঠবে।

আমি মূলত EDE টোকেনটি স্টেকিং এ রেখে দিয়েছি এবং সেটির মাধ্যমে দুইটি রিওয়ার্ড পাচ্ছি।
০১) প্রথমত EDE টোকেনের রিওয়ার্ড, যেটিতে বর্তমানে ৭৫% এর মতো APR দিতেছে । মানে আপনি যদি $১০০ এর টোকেন স্টেকিং এ দেন, তাহলে বছরে $৭৫ এর টোকেন রিওয়ার্ড হিসেবে পাবেন। যদিও APR কম বেশি হয়।
০২) দ্বিতীয়ত EUSD টোকেনে রিওয়ার্ড পাই, যেটি RealYield থেকে আসে। আর এটিতে ১১৬% এর বেশি APR দিতেছে, যদিও এটি নির্ভর করবে প্লাটফর্মের অর্জিত লাভ/মুনাফা কিংবা ফি এর পরিমাণের উপর। কারণ যত প্লাটফর্ম ফি কিংবা মুনাফা/লাভ হবে, ততই APR ও বাড়বে এবং রিওয়ার্ডও বৃদ্ধি পাবে।

আশা করি, বিষয়টি আপনারা এখন বুঝতে পেরেছেন। এখন আসি ১০ গুণ বৃদ্ধি পাওয়ার বিষয়টিতে, আপানরা যদি GMX এর টোকেন মূল্য দেখেন, তাহলে দেখবেন এটির মূল্য অনেক। কিন্তু এটির Total Supply এর পরিমাণ অসীম । পক্ষান্তরে EDE এর Total Supply শুধুমাত্র ৩০ মিলিয়ন এবং এটি BSC Chain এর প্রথম Derivative/Perpetual Dex প্রজেক্ট। তাই এটির Total Supply অনুযায়ী প্রজেক্টটি এখনো ১০ গুণ বৃদ্ধি পেতে পারে। ইতিমধ্যে সর্বোচ্চ মূল্য $১৬ এ চলে গিয়েছিল এবং আমি মনে করি $১০ কিংবা $১০০ মূল্যে চলে যাবে।

আজকের মতো এতটুকুই। সকলে নিজেদের মতামত জানাবেন এবং নিজেরা বিশ্লেষণ শেষে এখানে বিনিয়োগ করুন।  Wink

36  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: El Dorado - Perpetual Dex With 50x on BNB Chain , Regular GMX Fork or Not? on: March 01, 2023, 05:38:23 PM
<-- snip -->

Yea we all know this crazy advanced projects that needs 4 tokens to exist.

BNB need one token for all this usecases (possible even more). GMX fork needs 4?

Haha, not 4 tokens. It has only one token, however there is other forms of token which has different functionality. For example, aEDE can be vested into EDE and team implemented it so that whales can't dump EDE into the market. So again look into the twitter thread instead of just replying without knowing the full details of those as i just gave you the short description of it.  Wink

Twitter Thread Link: https://twitter.com/officialbitbyte/status/1608634593623830530
EDE Docs: https://docs.ede.finance/tokenomics/usdede-tokens


Value does not comes from creating 5 types of tokens and connecting each other randomly. It may create a value in short term just like ponzi shames.

Where real unique feature that someone should care about?
Indeed, no need various tokens. However you need to understand how that ecosystem works in here. Also it's realyield, not those shit defi project or ponzi scheme. If you don't know about realyield, feel free to research on it. Here's a short description of realyield: Revenue from the platform is distributed to the users/yield farmers of the platform instead of just showing ridiculous APY/APR. So whatever fees is generated from the EDE exchange is distributed to the LPs (60%) and EDE stakers of that platform (40%).

One more thing, 76% of the circulating supply is already locked into the staking pool with an average of 3.5 years locking period.  Wink


There are more than 10 000 tokens. The fact that worse token exist doesn't make it a great investment. GMX is worse in this case ... So? So nothing...

Indeed, a lots of shit/meme coins in the market. However everything doesn't have RealYield system into it. GMX has and other perp derivative has it. So it's a new narrative in the space. Try to research on it and you will wonder, how much it's evolving in the crypto space.



20k fees daily? Even if its correct and not based on fake volume its 7.3 mln $ annually. Which gives P/E at 70. 15 times more overvalued than BNB.

Yes, EDE is generating $20k or more platform revenue daily. Also remember, those fees aren't going to team's pocket as those are distributed to the LPs of EDE platform who provides LP to run those derivative dex.


If you're just wondering with the fees/platform revenue of EDE, then just look into Level Finance which is generating on an average of $80k to $100k in the past 24 hours.


Personally i found this two projects from the early stage when it was on testnet. Happy to share that i got 4 digits of ROI from both platform just by using 2 digits of amount, which is 100x of my initial amount.  Cheesy

But they wont Smiley They burned 2 mln tokens worth 30 mln $ using 20k$ daily from fees? Its 1500 days. They minted too much coins and now they burned them to be able to boast of the first big success. They neither earned the 30 million nor probably never saw it. They generated them from the air and than took them from the air.

According team, they burned it because most are complaining with the FDV and none's checking the emission rate and not even the long term perspective of team. You can check the docs that team/strategic investment allocation is having 4 years of linear vesting. So emission rate is high at early stage and slowly it will reduce. Also EDE emission rate is having 20 years of vesting period. Now it's up to you to do research and take your decision.

Again happy to reply on those. Looking for more question on it.  Wink
37  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: El Dorado - Perpetual Dex With 50x on BNB Chain , Regular GMX Fork or Not? on: February 28, 2023, 02:30:55 PM
Well it looks like it is. Also you mentioned twice about "unique feature" but what are they? No one knows.

As expected, just reply or comment without checking the full twitter thread. Now worries, last time i just included those unique features in to the QnA of "Q: So is it just another regular fork of GMX?"
Q: So is it just another regular fork of GMX?
A: There is a lot of fork of GMX nowadays, so we can't trust every one of those. We need to find out if new project is providing any unique features or not. So El Dorado Exchange or EDE is a fork of GMX for perpetual trading like others, however team did from ground up, the staking mechanisms for governance token , $aEDE, $EUSD, $ELP ( it's an index, rather than an LP token like GLP ) & #ESBT ( El Dorado Soul Bound Token). Also other products are on the pipeline like social & copy trading, De-fund (Fund Manager), Lending option for $ELP & many more.

So it's not just a regular fork of GMX to me, now others can dig down to research on it.  Wink
Now lets look into those in details:
EDE : It's the main token for El Dorado
aEDE : It's the reward token which can be vested into EDE for 1:1 ratio based on ESBT level ( ESBT is the interesting thing), also boost ESBT rank/level and can be swapped into EDE using PCS, however not 1:1 ratio.
gEDE: Governance token and users can get it by staking EDE
ESBT: It's the most interesting thing to me as SBT or Soul Bound Token is the key innovation right now of on-chain data verification or checking. EDE is using ESBT aka EDE Soul Bound Token to store data of trading or activity within EDE contracts to give XP and level up. Based on ESBT rank, you can vest aEDE into EDE from 90 days to 365 days. Also ESBT ranks will provide rebates or discount to users while interacting with EDE perpetual dex.
Trade to Earn: Team's distributing 5000 aEDE daily to users who are trading into EDE for trading.

Again, check the twitter thread for detailed information: https://twitter.com/officialbitbyte/status/1608634593623830530


16$ * 30.3M = 500 mln $. Damn thats definitely not a low cap gem.

If you just look into the FDV, then you will get big amount like that. For GMX case, they don't have any limited supply which means, FDV of GMX will increase more day by day. So


its just a fork of DEX that no one is using.

Really none's using it?  Grin Then why stats page is showing such data(24 Hours):

Average trading volume: $20 Million+
Accrued Fees: $20k+
OI (Open Interest): $1 Million+




Not only that, EDE is the top 3 projects based on fees or revenue on BSC chain according to defilamaWink Also ranked 26 position for overall chains.

Also the fact that team burned 2 mln tokens means nothing. I can create token in 5 min with 100 mln supply. Sell 2 mln i ico and burn 50 mln (that cost me 0$). I still have 48 mln left (96% supply). Who cares about such burns?

Yes, anyone can create tokens, however what would be the utility in your case?

When team's burning 50% of the vested tokens every month and 16.50% of total supply is allocated to the team, means 8.25% will be burned from total supply if they continue to do this. Maybe any defi enthusiasts would care about it because it's not a shit/memecoin project. Grin


Well, i'm happy to explain this things to you and also really excited for the future development as it's a project with #RealYield, not those old defi projects. Also, i'm an early user of Level Finance which i also covered in BitByte Crypto and it's the top derivative dex in BSC chain. Even ranked top 12 position for fees/revenue and overtake arbitrum chain. Better check that out as well.  Cheesy
Twitter thread on Level Finance: https://twitter.com/officialbitbyte/status/1606782836425777152
38  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Do you still hunt for airdrops? on: February 27, 2023, 07:53:56 PM
Almost all airdrop videos on YouTube are all scams, do not try hunting for airdrops using YouTube videos, those airdrops links in Youtube videos are all fake links and once you connect your wallet your tokens will be wiped out.

Not sure if you just saw a airdrop video from hacked channel where some kind of crypto conference is showing and also has a title of huge bucks giveaway/airdrop. If so, then don't fall for those. Also joining airdrop using telegram bot is totally scam or fake because 99% won't pay you until it's a good project who are doing that airdrop officially. Wink


Find the project team or the o projects official telegram group and ask them if they are doing any airdrops or giveaways, this is the perfect way to expose or know the truth about any airdrop campaign.

Well, there is few types of airdrop like incentive testnet with airdrops or retroactive airdrop. For retroactive airdrop, there won't be any official statement from team. For example, early users got UNI or 1INCH or PARA airdrop for using the dex platform. So better look into twitter threads where any defi researchers post details if there will be airdrop for it or not.

You can follow BitByte Crypto for such contents and here's a thread for you to look into if you're interested into incentive testnet for airdrop or retroactive airdrop: https://twitter.com/officialbitbyte/status/1628727899942690816


Let's be careful what we connect our crypto wallets to.

That's why always use burner wallet where you won't store any kind of crypto and will be used for airdrops to interact with any platforms.
39  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: El Dorado - Perpetual Dex With 50x on BNB Chain , Regular GMX Fork or Not? on: February 27, 2023, 07:42:47 PM
Well, none showed interest into this topic. However sharing some data as i posted this content in here.

If anyone's invested or bought EDE after reading the twitter thread, here's some interesting facts for you:
ATH of EDE: $16.90
ROI (since i posted): 2x
ROI (During ATH): 5.5x

Now, lets look into some interesting facts. EDE will expand into Arbitrum which is the most emerging blockchain right now and even ranked 4 based on the data from Defilama. Not only this, team's working in the synthetic pools like GNS (Gains Network). TBH, it's still a good gem for next bull season.  Wink

So DYOR and feel free to comment if you like the twitter thread.  Cheesy
40  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: February 27, 2023, 07:35:43 PM
এখনো বুঝতে পারলাম নাহ যে, আপনি কি তথ্য সরবরাহ করতে চাচ্ছেন, এসব টুইট এখানে প্রকাশ করার মাধ্যমে।   Roll Eyes

নাকি এটি কোনো ধরনের Shilling কিংবা promotion কাজের অংশ?
Pages: « 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 ... 89 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!