Bitcoin Forum
May 05, 2024, 11:50:43 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 [22] 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 »
421  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: August 15, 2020, 02:12:17 PM
নতুনদের জন্য মেরি্ট সিস্টেমটা ভোগান্তির বিষয়। আমরা ভাগ্যবান যে আমাদের সময়ে এই মেরিট সিস্টেম ছিলনা। আমরা সবাই অন্যের ভুল পেলে অনেক কমেন্ট করি, রিয়েক্ট করি। কিন্তু কেউ ভাল কিছু লিখলে, ভাল কাজ করলে তার সুনাম করিনা। তাকে কোন ভাবেই পুরস্কৃত করিনা। অনেক নতুন মেম্বারদের দেখি খুব ভাল করে শিখার চেষ্টা করতেসে। খুব সাহায্য করতেসে। তাদের এই কাজের মূল্য আমরা কম দেই। কিন্তু ভাল কাজের পুরস্কার হিসেবেই এই সিস্টেম চালু হয়েছে। এই ফোরামে কাজ করে অনেক মানুষের কিছু অর্থ উপার্জনের রাস্তা তৈরি হইসে।কিন্তু এখন সব অতীত। শুধু অর্থ উপার্জন করবেন তাই  ফরামে জয়েন করে থাকলে আমি বলব , এই ফোরাম এখন নতুনদের জন্য অর্থ উপার্জনের ভাল জায়গা নয়। কিন্তু ক্রিপ্টো নিয়ে আলোচনার খুব ভাল প্লাটফর্ম।
সোশ্যাল মিডিয়ার বাউন্টি গুলো এখন নতুনদের একমাত্র উপার্জনের উপায়। সিগনেচার কেম্পেন গুলো পুরাতন দের জন্য হলেও আগের মত সুযোগ নাই। আপনাদের আসল চিত্র জানানোর একমাত্র কারন,সময় মূল্যবান।এই ফোরামে কাজ করতে না পারলেই জীবন শেষ হয়ে যাবে না। তবে আপনার যে কোন সেবামুলক কাজের পারিশ্রমিক ক্রিপ্টো তে নিতে চাইলে , আপনি আসল জায়গায় আছেন

আসলেই আপনি সত্যি কথাটাই বলেছেন। বেশিভাগ নতুন বাংলাদেশি এখানে জয়েন হচ্ছে শুধু মাত্র বাউন্টি এর আশায়। কিন্তু নতুন একাউন্ট করে কেউই সোশ্যাল মিডিয়া বাউন্টি ছাড়া আর কিছুই করতে পারছেনা। আর আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়া বাউন্টি তে কোনো ইনকাম নেই বললেই চলে যদি না আপনার ১০০০০+ ফলোয়ার এর কয়েকটি আইডি থাকে। কিন্তু যদি আপনি এই ফোরামে শিক্ষার জন্য আসেন, অন্যকে সাহয্য করার জন্য আসেন তাহলে অবশ্যই আপনি র‍্যাঙ্ক গ্রো করে ভালো পরিমান আয় করতে পারবেন সিগনেচার করার মাধ্যমে। তারজন্য আপনাকে শুধু মাত্র সঠিক জায়গায় সঠিক পোস্ট করতে হবে এবং মোটামোটি ভালো পরিমানের ইংরেজী জানতে হবে। কারন বেশি মেরিট পেতে হলে আপনাকে অবশ্যই ইংরেজি বোর্ড গুলোতে পোস্ট করতে হবে।

মানুষ একদমই কেয়ার করেনা। আমার ত মনে হয় নিজেরাই নিজেদের ভেতর মেরিট শেয়ার করে। অনেক ভাল ভাল জবাব দেবার পরেও, অনেক ইনফো শেয়ার করার পরেও একটা মেরিট পায়নাই এমন মানুষের অভাব নাই। তবে এই ফোরাম এর মত অন্নান্ন ফোরাম তৈরি হয়েছে সেখানে সময় দেয়া যেতে পারে। এমন কি প্রতি পোস্ট অনুযায়ী পে করতেসে এমন কিছু ফোরাম ও আছে। কিন্তু এই ফোরাম এর মত এত জনপ্রিয় নয় এবং মনে হয় সময় অনুযায়ী উপার্জন যথার্থ নয়। কিন্তু হয়ত কখনও অই ফোরাম গুলো, এই ফোরাম এর মত জনপ্রিয় হয়ে উথবে এই আশায় কিছু সময় দেয়া যেতে পারে।
বাংলা হোক আর ইংরেজি, কোন থ্রেডেই মেরিট এর বালাই নাই। বরং আমি বাংলা থ্রেড থেকেই কিহু মেরিট পেয়েছি। উপকারি পোস্ট পেলে আমাদের উচিৎ তাদের কে মেরিট দেয়া।
মেরিট দেয়া উচিত, কিন্তু দেয়ার মতো মেরিট সবার থাকে না। আমিও চাই দিতে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ মেরিট আমার নেই। মেরিট সিস্টেম চালু করে ফোরাম অনেকাংশে সেন্ট্রালাইজড করে ফেলছে। হয়তো সামনের দিনগুলোতে আরো পরিবর্তন আসবে।


আপনি যত মেরিট আয় করবেন তার অর্ধেক আপনি দিতে পারবেন। তবে ফোরাম এর নিয়ম অনুযায়ী, অব্যবহৃত মেরিট বিয়োগ করা হয়। মানুষ অনেক অনিয়ম করতেসিল। একটু সিনিওর মেম্বারশিপ হইলেই ভাল দামে বিক্রি করে দিত। একজনের ৫/৬ ট্যাঁ করে ভাল রেঙ্ক এর একাউন্ট থাকত। আরও অনেক অনিয়ম। সুযোগ সন্ধানী দের জন্য আজ এতটা কঠিন হয়ে গেল সব কিছু। তবে হাই রেঙ্ক এর প্রতিটা একাউন্টের মূল্য বেড়ে গেল অনেক। সবার নিজ নিজ একাউন্ট এর ব্যাপারে সতর্ক হতে হবে। সিকিউরিটি বারাতে হবে। এবং নিরাপদ নয় এমন কানেকশন ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

Merit System টা করে ফোরাম একেবারে Centralized করার মতো হয়ে গেছে। কিন্তু মেরিট দেয়া নেয়ার মধ্যে অনেক রুলস হওয়ার দরুন মানুষের একটা অপ্রত্যাশিত অনাগ্রহ তৈরি হয়েছে। এজন্য খুব কম মানুষই কোয়ালিটি মেইনটেইন করে পোস্ট করে আর মেরিট দেয়। সংখ্যাটা খুবই নগণ্য। আবার আমাদের সাবকন্টিনেন্ট চিন্তা এই জিনিসটার প্রাকটিস আরো অনেক কম। সবমিলিয়ে ফোরাম থেকে নতুনদের আগ্রহ কমছে বলে আমি মনে করি। এজন্য একটা সময় ফোরামে ভালো পোস্ট অনেক কমে যাবে।
422  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: August 15, 2020, 02:03:14 PM
Trust wallet থেকে ethereum সেন্ড করতে যাবার সময় দেখলাম ethereum অনেক fee চাচ্ছে এত fee চাওয়ার কারণটা কি । 1 doller ethereum send করার জন্য 1 doller fee নিচ্ছে । Fee কম করার কি কোন উপায় আছে ।  যদি থাকে তাহলে আমাকে  সাহায্য করুন
Trust wallet আমি কখনো ব্যবহার করিনি। তবে আপনি যে Wallet-ই ব্যবহার করেন না কেন Withdraw করার সময় আপনাকে একটা মিনিমাম ফি দিয়েই করতে হবে। এটাই নিয়ম। ঐ নূন্যতম ফি আপনাকে প্রদান করতে হবেই। যতো ডলার Withdraw করবেন ফি কিন্তু একই থাকবে। এজন্য করার সময় একটু বাড়িয়ে করবেন তাহলে ফি তেমন একটা গায়ে লাগবে না।
423  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: August 14, 2020, 06:46:19 PM
Quote
আমি বিটকোইন সম্পর্কে ভাল বুঝি না। তাই আপনি মেরিট সম্পর্কে আমাকে কিছু ধারণা দিন।
প্রথমত, আপনি বিটকয়েন BTC সম্পর্কে জানতে চেয়েছেন। বিটকয়েন একটি ভার্চুয়াল মুদ্রা ব্যবস্থা যেটি কোনো নির্দিষ্ট কোন দেশ/সরকার পরিচালনা করে না। পরিচয় গোপন করে সম্পদের আদান প্রদানের জন্য এটি বহুল প্রচলিত। এর হরেক রকমের ব্যবহার রয়েছে। বাকিটা গুগল এবং ইউটিউব করে জেনে নিবেন। নিচের দেয়া লিঙ্ক গুলো ফলো করুন।
১. আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী?
২. বিটকয়েনটক ফোরামের নতুন ব্যবহারকারীর প্রশ্ন-উত্তর পর্ব-০১

ফোরামের মেরিট সম্পর্কে জানুন এইখান থেকে।

আশাকরি উপকৃত হবেন।
424  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Does Name really matter in crypto? on: August 14, 2020, 06:35:07 PM
Yes, it really matters in crypto. It will be known by its name and people will remember it. Name is the thing which is needed for marketing to create brand value. Name is an identity of a company of whatever it is.
425  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: August 14, 2020, 02:08:33 AM
নতুনদের জন্য মেরি্ট সিস্টেমটা ভোগান্তির বিষয়। আমরা ভাগ্যবান যে আমাদের সময়ে এই মেরিট সিস্টেম ছিলনা। আমরা সবাই অন্যের ভুল পেলে অনেক কমেন্ট করি, রিয়েক্ট করি। কিন্তু কেউ ভাল কিছু লিখলে, ভাল কাজ করলে তার সুনাম করিনা। তাকে কোন ভাবেই পুরস্কৃত করিনা। অনেক নতুন মেম্বারদের দেখি খুব ভাল করে শিখার চেষ্টা করতেসে। খুব সাহায্য করতেসে। তাদের এই কাজের মূল্য আমরা কম দেই। কিন্তু ভাল কাজের পুরস্কার হিসেবেই এই সিস্টেম চালু হয়েছে। এই ফোরামে কাজ করে অনেক মানুষের কিছু অর্থ উপার্জনের রাস্তা তৈরি হইসে।কিন্তু এখন সব অতীত। শুধু অর্থ উপার্জন করবেন তাই  ফরামে জয়েন করে থাকলে আমি বলব , এই ফোরাম এখন নতুনদের জন্য অর্থ উপার্জনের ভাল জায়গা নয়। কিন্তু ক্রিপ্টো নিয়ে আলোচনার খুব ভাল প্লাটফর্ম।
সোশ্যাল মিডিয়ার বাউন্টি গুলো এখন নতুনদের একমাত্র উপার্জনের উপায়। সিগনেচার কেম্পেন গুলো পুরাতন দের জন্য হলেও আগের মত সুযোগ নাই। আপনাদের আসল চিত্র জানানোর একমাত্র কারন,সময় মূল্যবান।এই ফোরামে কাজ করতে না পারলেই জীবন শেষ হয়ে যাবে না। তবে আপনার যে কোন সেবামুলক কাজের পারিশ্রমিক ক্রিপ্টো তে নিতে চাইলে , আপনি আসল জায়গায় আছেন

আসলেই আপনি সত্যি কথাটাই বলেছেন। বেশিভাগ নতুন বাংলাদেশি এখানে জয়েন হচ্ছে শুধু মাত্র বাউন্টি এর আশায়। কিন্তু নতুন একাউন্ট করে কেউই সোশ্যাল মিডিয়া বাউন্টি ছাড়া আর কিছুই করতে পারছেনা। আর আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়া বাউন্টি তে কোনো ইনকাম নেই বললেই চলে যদি না আপনার ১০০০০+ ফলোয়ার এর কয়েকটি আইডি থাকে। কিন্তু যদি আপনি এই ফোরামে শিক্ষার জন্য আসেন, অন্যকে সাহয্য করার জন্য আসেন তাহলে অবশ্যই আপনি র‍্যাঙ্ক গ্রো করে ভালো পরিমান আয় করতে পারবেন সিগনেচার করার মাধ্যমে। তারজন্য আপনাকে শুধু মাত্র সঠিক জায়গায় সঠিক পোস্ট করতে হবে এবং মোটামোটি ভালো পরিমানের ইংরেজী জানতে হবে। কারন বেশি মেরিট পেতে হলে আপনাকে অবশ্যই ইংরেজি বোর্ড গুলোতে পোস্ট করতে হবে।

মানুষ একদমই কেয়ার করেনা। আমার ত মনে হয় নিজেরাই নিজেদের ভেতর মেরিট শেয়ার করে। অনেক ভাল ভাল জবাব দেবার পরেও, অনেক ইনফো শেয়ার করার পরেও একটা মেরিট পায়নাই এমন মানুষের অভাব নাই। তবে এই ফোরাম এর মত অন্নান্ন ফোরাম তৈরি হয়েছে সেখানে সময় দেয়া যেতে পারে। এমন কি প্রতি পোস্ট অনুযায়ী পে করতেসে এমন কিছু ফোরাম ও আছে। কিন্তু এই ফোরাম এর মত এত জনপ্রিয় নয় এবং মনে হয় সময় অনুযায়ী উপার্জন যথার্থ নয়। কিন্তু হয়ত কখনও অই ফোরাম গুলো, এই ফোরাম এর মত জনপ্রিয় হয়ে উথবে এই আশায় কিছু সময় দেয়া যেতে পারে।
বাংলা হোক আর ইংরেজি, কোন থ্রেডেই মেরিট এর বালাই নাই। বরং আমি বাংলা থ্রেড থেকেই কিহু মেরিট পেয়েছি। উপকারি পোস্ট পেলে আমাদের উচিৎ তাদের কে মেরিট দেয়া।
মেরিট দেয়া উচিত, কিন্তু দেয়ার মতো মেরিট সবার থাকে না। আমিও চাই দিতে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ মেরিট আমার নেই। মেরিট সিস্টেম চালু করে ফোরাম অনেকাংশে সেন্ট্রালাইজড করে ফেলছে। হয়তো সামনের দিনগুলোতে আরো পরিবর্তন আসবে।
426  Economy / Trading Discussion / Re: which is a good option?? Trade or Hodl on: August 13, 2020, 06:42:06 PM
Is it better to keep good project coins for holding?
                                or
Trade in spot/ futures market in less leverage.
Mostly it depends on how much you want to get from one coins which you will go to invest. If the situation of that coin is good then you can sell it to get some profit, if you are a beginner.
If you already experienced and the coins has good future and growth is also good, then you can hold for a long time.

So it can be said that it depends on which time period you prefer to use as a trader
427  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: August 12, 2020, 01:48:29 AM
আশা করি ভালো আছেন।

আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই,
যদি দয়া করে একটু সহযোগিতা করেন তবে খুবই উপকৃত হবো ভাই।

আমি বিটকয়েনটলকে বর্তমানে নিউবি,
জুনিয়র মেম্বার কিভাবে হতে পারবো যদি দয়া করে একটু সহযোগিতা / পরামর্শ দিতেন তবে ধন্য হতাম ভাই।
আমার খুবই প্রয়োজন জুনিয়র মেম্বার হওয়ার।
আমি আশা করি আপনার সহযোগিতা পাব।

ভালো থাকবেন।।
আপনি জুনিয়র মেম্বার হওয়ার জন্য কি করতে হবে সেটি এই পোস্টে একজন সুন্দরভাবে উপস্থাপন করেছেন, https://bitcointalk.org/index.php?topic=631891.msg54977255#msg54977255

আমি একটি কথা বলতে চাই, ফোরাম শুধু টাকা ইনকামের জায়গা নয়, এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। একটি প্লাটফর্ম হিসেবে এটি জানা, শিখা এবং উপার্জনের জন্য অনেক হেল্পফুল। আগে জানুন, তারপর শিখুন।
428  Economy / Services / Re: Roobet.com | Art Contest - $5000 Prizepool up for grabs! Ends August 31st on: August 12, 2020, 01:30:10 AM
Let them be part of it again mate. I mean, it's a challenge. Wouldn't you think? Come on, it's just a contest.

Haven't said that they must not be part of it. I said "would there be rules" lol. Because I saw there's a lot of great artworks yet it depends on the preference of the roobet team. No hate on winners tbh. It's just natural to have an idea that contests do also consider giving opportunity to others.

Exactly, let’s just accept the fact that they need a great job on previous contest and now it will be a big challenge for us to do better this time. Let’s start working now! Smiley

I'm planning to join but I don't know if I would satisfy myself with my art lol Cheesy
Your satisfaction is not the final thing for this amazing contest. You need to satisfy the judges by your work. :p

I also participated in the last Roobet contest but I failed to satisfy the judges.
429  Alternate cryptocurrencies / Speculation (Altcoins) / Re: Most of The DEFI coins are 50% up in last 7days!! on: August 11, 2020, 05:10:40 PM
I was checking the Defi coins list on Coingecko. I saw that most of the Defi coins got a huge boost in last 7 days.  Maximum of those are already 50%+ up in the last 7 days. Is it because Bitcoin becomes stable in a new price range?
Or there is any other reason behind it?
What your thoughts about this?

Check the list here: https://www.coingecko.com/en/defi


I have Oikos and it's one of the Defi projects that really made an impact in the market, Defi has usage and it solves some of what the people needed, this is a really decentralized industry that people should look study and try it out it's a bank in the cryptocurrency, that's profitable for those who wants to invest.
Oks also grew 70% yesterday, which is really a great growth for this project. And as far as I research, the price of OKS is very cheap, and in the future it can go up 0.5-1 $ if the project works well and offers products.
Yes, I also bought 654 Oks at 0.04$ each few days ago and I have sold those today at 0.1221$ each. I am happy with OKS and its a defi coins. Defi coins are getting successful rather many coins can't.
430  Economy / Economics / Re: Biggest winner during COVID? on: August 11, 2020, 04:45:32 PM
There is no doubt to say China so far. China already made a huge change in this pandemic outbreaks in its economic sector. The most powerful countries can't do it easily which China did. So, all credit goes to China if we count it as winner during Covid-19.
431  Economy / Services / Re: Roobet.com | Art Contest - $2500 Prizepool up for grabs! Ends July 31st on: July 31, 2020, 02:05:29 AM
This is my entry which I have done after 7 days total by focusing Mr Roo and Roobet website. I spent almost 3 days to make this idea then I worked for. Adobe Illustrator, Photoshop, Roobet website, the shape of Mr Roo are the key elements which used in this art.
Roobet Username: pankowri
Special thanks to Hhampuz for this contest.

432  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Which coin do you trust, BNB or ETH? on: June 22, 2020, 05:30:32 PM
In my opinion, I have trust on both. I am very much comfortable to use ETH but I have known BNB also. Both altcoins are different in their own way and both have the demand we expect. So anyone can trust on both.
433  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Do not follow every market wave on: June 22, 2020, 05:28:14 PM
None can say about the flaws of market. But we have our deep knowledge about it. Otherwise, we will pay for it.
No need to follow every wave, just follow those waves which will be good for you. So that you have better knowledge before doing anything.
434  Bitcoin / Bitcoin Discussion / Re: What would it mean to sustain Bitcoin price? on: June 07, 2020, 10:16:09 PM
Me I never had a problem with bitcoin going as high as $100,000 but the question is when. The when question goes to what do we do while waiting for the price surging as high as that? Do we leave out btc standstill in various wallets or we can keep doing business with it ? I surely subscribe to the latter.
Obviously we will do our business what we are focusing now with crypto currency. If there any chance to enhance it then we must take the opportunities which will come regarding its expand. Price can be increased or decreased, we meed to push our business. Profit margin is another thing but we have to continue whatever the price is. Time will decide it.
435  Bitcoin / Bitcoin Discussion / Re: What would it mean to sustain Bitcoin price? on: June 07, 2020, 10:13:38 PM
Sustaining the bitcoin price of $100,000 is more difficult than what miners can do and sell over 900 btc per day, the whole idea is realistic I suppose coz it is not impossible to do so but before assuming realistic things we must deal with realistic factors also like the government's reaction, people's reaction to the increasing price before it hits $100,000. Literally, bitcoin climbing over its all time high, $20K? if it hits $25K or $30K more people will call it bubble, those who buy at lower price will sell out immediately that will match the daily sustaining buying orders.


Exactly what I am thinking about it that this is not impossible thing but there has some factors too. If all the things meet frequently then it may work for a huge pump. Government and peoples soft mind can bring a huge change in crypto currency world.
436  Bitcoin / Bitcoin Discussion / What would it mean to sustain Bitcoin price? on: June 07, 2020, 04:23:27 PM
Got a regular article from Cointelegraph. Please read this carefully, I think you will get something you expected from Bitcoin from a long time.

https://cointelegraph.com/news/90m-daily-what-would-it-mean-to-sustain-bitcoin-price-at-100-000

If you have anything to say, just comment on below.
437  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Litecoin Price Prediction for September 2019: Can Bulls Get Back LTC to $100 on: August 25, 2019, 06:11:28 PM
The price dynamics of Litecoin has been very disappointing in recent times. After reaching a maximum in June 2019 at $146, the cryptocurrency has faced serious selling pressure. As of August 23, Litecoin was trading around $75, showing a decline of almost 50% for 2 months. Halving, which was considered a bullish factor for cryptocurrency, could not push the coin to new highs.

https://news.u.today/news/litecoin-price-prediction-for-september-2019-can-bulls-get-back-ltc-to-100-after-halving Smiley

If you have any prediction, you can discuss here.
438  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Do or Die for ETH on: August 15, 2019, 08:00:56 PM
move away from eth is not an option?  Grin

times changing. i do have. i do have doubts whether this is going to go up too. there is just better platforms today like TRON where more developers prefer. investors must have the dilemma whether to move their investment or stick. i suspect those ERC token developers doesn't even own ETH right now. if they aren't listed on binance, they'd be moving to BEP.
As I mentioned that IEO is a threat for destroy ETH for it's position and it will be happened today or tomorrow though already stated.

However, your point out is absolutely good to move with another platform and many of us already did it. Now a days ICOs projects can't get hyped like before and IEO is getting enough investor. So people already got another platform to play. Cheesy
439  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Do or Die for ETH on: August 15, 2019, 07:57:33 PM
The cause of Ethereum downfall was simply as a result of Ethereum been overhyped via ICOs. Initially Ethereum didn't deserve the last all time high (via price value) it did achieve doing the late 2017 bull market, so did so many other Altcoin. The price value of the token weren't a direct representation of the development achievement of these projects instead it was a mere hype and that's why they're now suffering in regards to decline in price, as the hype has died down. The number of investors, investing in random coins/tokens and hope for a 10x or even more has reduced drastically instead they now invest in project with not just a working product or realistic Ideas but a project with security. That's why bitcoin is the most beneficiary.

Ethereum as a blockchain still has value as it's utility purpose are numerous to mention although the native token (ETHER) isn't a perfect investment choices since the gaurantee of profits on your investment isn't assured like investing in bitcoin. Another problem affecting the price of Ethereum is high number of whales dumping their holding on the market and most of these whale are startups that carried out ICO and raised thousands of Ethereum in the process.
Exactly,I explained the situation by saying threat for ETH. ICOs system dramatically tried to finish ETH (anyone can disagree with it but it's true), fake projects are also responsible for this.

However, ETH has its value for utility and it has still a good position but it's future will not very bright if they fail to keep their word which they said as development for the next four years
440  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Do or Die for ETH on: August 15, 2019, 09:16:03 AM
I do not think so. Anyway, 70% of projects use ERC-20. Roll Eyes
And this means their success at the IEO is developing the market. The market is stabilizing ETH is growing. I do not think that this caused a fall in the market today. And for sure this does not show the weakness of the ETH.
I strongly opposed and again need to say that IEO is a big threat for ETH. No matter how many projects are using ERC20, you know it can be shifted with others like Gochain or TRON.

Do some research and then compare ETH's current value with it's previous value then you will find something strange 😉😁
Because almost 90% dump now and still falling. Its position is good but it can be broken anytime.
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 [22] 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!