Bitcoin Forum
May 11, 2024, 03:41:09 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 »
61  Economy / Economics / Re: Bitcoin after the pandemic on: March 29, 2021, 10:19:00 AM
Bitcoin has been fairly famous since the beginning. However, its popularity has increased with the advent of pandemics. There has been a lot of changes in this period again and the bitcoin price has increased. Hopefully, its position will remain intact even after the end of the pandemic. Because people know and understand Bitcoin better than Pandemic. So it can be said that it will have both existence and location.
62  Economy / Trading Discussion / Re: Crypto trading signal work or not? on: March 28, 2021, 05:31:05 PM
In cryptocurrency,  there are no official signals and valid information. Because maximum time people fall into scams and face unexpected situations. So it is not fair to paid of signals. There are many free groups who give you some important suggestions that's may be work.
63  Economy / Economics / Re: Flexible Work Schedule on: March 28, 2021, 04:18:41 PM
Really, online platforms are very flexible for workers and users. It saves lot of time, energy, money etc. It increases the output of work and allow people to do multi purpose at a time. One can handle his important work in his free time and so on. So I like most the time we passing in home with work.
64  Bitcoin / Bitcoin Discussion / Re: Type of people who buy bitcoin. on: March 28, 2021, 04:04:29 PM
For buy BTC you should not have much money or highly paid job. You must have a dream, a passion, a desire of achieve, some time, loyalties,  khowledge and the amount whatever you want to invest in your initial level.
65  Economy / Trading Discussion / Re: Unable to trade because of my nationality on: March 27, 2021, 04:47:23 PM
There are other ways to trade if one's government gives restrictions to use cryptocurrency. But it will not be safe and legal to do that. There is a fact of comfortable and satisfaction cause of uses relaxed or widely. We hope one day BTC will no restrictions and bonding for the users.
66  Economy / Economics / Re: Can the world be without poverty on: March 27, 2021, 04:38:23 PM
If the world is without poverty, there may be no humanity, no nature, no physical work, and so on. Because all of the low-level workers who live below the level of poverty are not always happy with their work but they are bonded by a shortage that's why they have to do high hard work like drivers, cleaners, sealers, constructors, etc. If this person can stay well without hard work, they will not continue this types of work and then the whole world will change as robotic themes
67  Bitcoin / Bitcoin Discussion / Re: Is Bitcoin better than Fiat? on: March 27, 2021, 04:23:49 PM
In a sense of crypto users, bitcoin is better than fiat. But we have to observe the whole concept. From my point of view, crypto can't take the position of fiat yet. People around the world are not aware of cryptocurrency, they are knowing about that so it will take much time to make its position in people's wallets. Because people still comfort to use fiat so it is so far the day of gain popularity than fiat.
68  Economy / Services / Re: [OPEN] monero.cx signature campaign on: March 27, 2021, 01:14:15 AM
Current number of post (Including this one): 695
BTC address (P2SH) starting with the number 3 : 3DtDzgx1CUWncBZdzjWdc2wvz2M4ZutnNR
Merit earned in the 120 days: 8
69  Bitcoin / Bitcoin Discussion / Re: Does BITCOIN make a person's life better !? on: March 22, 2021, 07:08:46 PM
The innovation of modern science is blessing for us. Bitcoin is a real beast and the best innovation so far. It helps me to grow and gathering knowledge over the time with my age. Getting experienced day by day in trading. So, I believe that there are many people around us also changed their life through using BITCOIN. So, strongly believe that it is possible that BITCOIN can make person's life better.
70  Economy / Economics / Re: Can the world be without poverty on: March 21, 2021, 05:03:23 PM
We live in a system where we can't build anything which is systematically going on. Likewise, poverty can't finish within a night, it is a process and we, the people already habituated with it. But it can be reduced over the time by helping the poor. To change the social system, there will be needed a revolution then it may works by establishing Marxism or socialism, maybe. Though every theory has it's own limitation.
71  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Are you in panic whenever there is a big drop in price? on: March 20, 2021, 09:33:03 PM
I'm sure everybody have checked and saw the big drop -18.8% in 24 hours to be exact and keeps going down, we don't know if it will go further and so are the other top coins in the market, are you in panic, nervous that the market is bleeding like this, or do you accept this as part of the market movement, what kind of trader are you
Sometimes I got panicked, sometimes I don't. It's my bad luck that still I can't understand it well as I am involved a long time with crypto currency. Market nature is ups and downs. Correction will be there must. But many of us getting panicked. Suggestions to others that try to be a holder.
72  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 18, 2021, 01:26:48 AM
Huh Huhআমি বিটকয়েন টকে নতুন বাংলাদেশ থেকে বাঙালি ভাইয়েরা আমাকে কিছু পরামর্শ দিন।আমি আপনাদের পরামর্শ গ্রহনে প্রস্তুত। ধন্যবাদ।
বিটকয়েনটকে এ আপনাকে স্বাগতম। আশাকরি আপনার সামনের দিনগুলো আরো ভালো যাবে। ফোরামের রুলস এন্ড রেগুলেশন মেনে চলবেন। আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী?

কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এখানে, যা নতুন হিসেবে জানা উচিত

অবশ্যই আমরা একটা উদ্দেশ্য নিয়ে এখানে একত্রিত হয়েছি। তবে আপনি শিখার জন্য ফোরাম ব্যবহার করলে অনেক কিছুই শিখতে পারবেন পাশাপাশি আপনার একটা ইনকামের পথ হতে পারে। তাহলে আপনার শেখার জিনিসটা বাকি থেকে যাবে। সেজন্য শিখার উদ্দেশ্যে ফোরাম ব্যবহার করুন। আশা করি দিন শেষে সন্তুষ্ট হয়ে ঘরে ফিরবেন।
73  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 16, 2021, 02:53:35 AM
মূলত off tropic এ আলোচনা করার জন্য ডিলিট হয়েছে আমার মতে।    
না আসলে অফটপিক এর কোন পোস্ট না নরমাল পোস্ট গুলা ডিলিট করা হচ্ছে। কারন আমি তাকে ভালো করে চিনি এবং সে ক্রিপ্টো নিয়ে ভাল ধারনা রাখে।

ব্যাপারটা এমন না যে খুব ছোট পোস্ট করলেই ডিলিট হবে কিংবা খুব বড় পোস্ট করলেই ডিলিট হবে না। পোস্ট কোয়ালিটি অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। আপনি শুধুমাত্র অন টপিকে লিখলেও সেটা ডিলিট হতে পারে যদি আপনি যা লিখেছেন সেটা আপনার আগে কেউ লিখে থাকে। সেক্ষেত্রে আপনার পোস্ট রিপিট করা বুঝায় যেটা এলাউড না। এইসব কিছু থেকে পরিত্রানের উপায় হল একটা পোস্টে রিপ্লাই দেয়ার আগে পুরো পোস্ট ভালোমত পড়তে হবে এবং কে কি লিখেছে সেটা দেখতে হবে। এইসব কিছু ঠিক থাকলে কেবল তখনই আপনি শিউর হতে পারবেন যে আপনার পোস্ট ডিলিট যোগ্য না।
আপনার ফ্রেন্ডের পোস্ট ডিলিট হওয়ার কারন এইগুলোর যে কোন একটি অবশ্যই। তবে যদি এইটা মাঝে মধ্যেই হয়ে থাকলে তার যুক্তিগত কারণ এইরকম হতে পারে- অল্টাকয়েন বোর্ডে অনেক পোস্ট হয় প্রতিদিন যার অনেকগুলো পোস্টই আসলে ডিলিট করার মত, মানে উপরের স্ট্যান্ডার্ডগুলো ফলো না করলে ডিলিট হওয়ার মত। কিন্তু পর্যাপ্ত মডারেটর না থাকার কারনে কিংবা পর্যাপ্ত রিপোর্ট না হওয়ার কারনে সেগুলো ডিলিট হয় না। কিন্তু ফোরামে কিছু হাই প্রোফাইল আছেন যারা মাঝে মধ্যেই একসাথে অনেক পোস্ট রিপোর্ট করে থাকেন যদি সেগুলো স্পাম হয়। তখন সবার পুরোনো পোস্টগুলি ডিলিট করা হয়। সম্ভবত আপনার ফ্রেন্ডের ক্ষেত্রেও একি ব্যাপার ঘটেছে। তবে এইটা আমার অনুমান মাত্র।
আপনার কথা শুনে আমার এমনটাই মনে হচ্ছে যে, প্রতিদিন অনেক পোস্ট হয় হয়তো কারো না কারো সাথে কোন না কোন সেন্টেন্স মিলে যাচ্ছে বা কাছাকাছি হচ্ছে যার কারণে পোস্ট গুলো ডিলিট হয়ে যাচ্ছে তবে আগে এরকম হতো না হঠাৎ করে নাকি এই প্রবলেমটা দেখতেছে। এখন পোস্টার কোয়ালিটি যথেষ্ট খারাপ না, ভালই বলা চলে । কিন্তু প্রতিনিয়ত ডিলিট হওয়ার তো কোনো কারণ নেই অথবা একদিনে 26 পোস্ট ডিলিট হওয়ার কোনো কারণ নেই।

আসলে একটি থ্রেডের সকল পোস্ট পড়া আসলে ওই ভাবে সম্ভব হয়না আবার সময়ের দরকার। এখন কোন কারণে আসলে ডিলিট করা হচ্ছে এটা বলাটাও মুশকিল। তবে আপনার বিষয়গুলো আমি তাকে বলব এগুলো মেনে চলার জন্য। ধন্যবাদ আপনাকে বিষয়গুলো বুঝিয়ে বলার জন্য।
74  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 15, 2021, 11:20:55 AM
প্রতিনিয়ত ফোরামের পোষ্ট ডিলেট হবার কোন কারণ কি কারো জানা আছে? আমার একজন ফ্রেন্ড বিটকয়েনটকে নিয়মিত পোস্ট করে এবং সে খুব একটিভ। কিন্তু সাম্প্রতিক সময়ে তার বেশ কিছু পোস্ট ডিলিট হচ্ছে রেগুলার, যা আগে হতো না। এই ফোরামের রুলস কি কোন পরিবর্তন করা হয়েছে? নাকি সবকিছু আগের মতোই আছে। সে আমাকে জানিয়েছে তার প্রতিদিন কোন না কোন পোস্ট ডিলিট হচ্ছে এবং একদিন তার 26 টি পোষ্ট পর্যন্ত ডিলিট হয়েছিল। ফোরামের কোন বড় রেঙ্ক করা আইডি চাইলে কি রিপোর্ট দিয়ে পোস্ট ডিলিট করতে পারে? নাকি এগুলো চেক করা হয়?

বেসিক্যালি আমি তাকে খুব ছোট কিংবা স্পাম পোস্ট করতে দেখিনি। হয়তো কিছু পোস্ট কোয়ালিটি কম সম্পন্ন হতে পারে কিন্তু একেবারে স্প্যাম পোস্ট ছিলো না। এখন এই থেকে পরিত্রাণের কোন কারণ কি কারো জানা আছে আর আসলে এগুলা কেন হচ্ছে এটা কি কেউ কোন উত্তর দিতে পারবেন?
75  Economy / Economics / Re: Is there subject to study Cryptocurrency ? on: March 15, 2021, 09:47:01 AM
There is no other degree about cryptocurrency except YouTube videos, many effective tutorials, and many other sources from the internet. You can gather your knowledge by scrolling about that and can increase your experience though working practically in this field.
76  Bitcoin / Bitcoin Discussion / Re: who controls the bitcoin price? on: March 15, 2021, 09:36:03 AM
Everyone knows about supply and demand are more liable for fixing BTC prices but there are many other elements also. Cryptocurrency has to concern the world economy and people's positive thinking. Mining cost and other variables are reliable also for fixing BTC price. The most powerful element is demand because when demand increases then price increases also.
77  Bitcoin / Bitcoin Discussion / Re: MicroStrategy Purchase on: March 13, 2021, 05:08:52 PM
Microstrategy is continuously buying Bitcoin which is the good sign for the whole market and it gives us an update that the big pump is not so far. Just keep holding your assets to participate with that rally. This year Bitcoin will hit $100k which is expected by many institutions and investors too.
78  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 10, 2021, 01:53:42 AM
New members দের জন্য কিছু পরামর্শ দিলে ভালো হয়।
এই টপিক এর প্রথম পোস্টটি সবার পড়া উচিত। একজন নতুন মেম্বার হিসেবে তো অবশ্যই জানা উচিত। ওই একটি পোষ্ট থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। নতুন মেম্বার হিসেবে অবশ্যই ফোরাম সম্পর্কে জানার চেষ্টা করুন। নিচে আমি পোস্টটি কোয়েট করে দিতেছি। আশা করি আপনি উপকৃত হবেন। প্রথম অবস্থায় এই জিনিসগুলো জানা অত্যন্ত জরুরী। তারপরও আপনি নতুন কিছু জানতে চাইলে এখানে পোস্ট করতে পারেন অবশ্যই কেউ না কেউ আপনাকে সাহায্য করবে।

BitcoinTalk এ আপনাকে স্বাগত। এখানে আপনাকে ঘিরে রয়েছে অজস্র কিংবদন্তি। একদিকে যেমন রয়েছে অনবদ্য সাফল্য, অন্যদিকে তেমনি রয়েছে অভাবনীয় ব্যর্থতা। BitcoinTalk তৈরি করেছিলেন সাতোশি নাকামোতো। এখানে আমরা দেখেছি বিশ্বের প্রথম exchange, প্রথম altcoin এবং প্রথম ICO। আবার দেখেছি অভাবনীয় Software ত্রুটি, ব্যাপক চুরি এবং অবিশ্বাস্য জালিয়াতি। আপনার কাছেও সুযোগ রয়েছে BitcoinTalk এর ইতিহাসের অংশ হয়ে ওঠার: শুধু কখন আর কিভাবে, সেটা নির্ভর করছে আপনার উপর।


এখানে বাংলা ভাষা ব্যবহারের জন্যে সকলকে অনুরোধ জানানো হচ্ছে। বাংলা হরফে লিখতে Google Transliteration tool টি ব্যবহার করতে পারেন। BitcoinTalk বা অন্য কোনো portal থেকে সরাসরি কিছু copy-paste করে দেবেন না। নিজের ভাষায় লিখুন। 'সুপ্রভাত', 'শুভ রাত্রি', 'কেমন আছেন', 'কি করছেন' জাতীয় নিম্নমানের post করা থেকে বিরত থাকুন। এই ধরণের post delete করা হবে এবং account ban করাও হতে পারে। নবাগতদের জন্যে গুরুত্বপূর্ণ কিছু লেখা নিচে সংকলিত করা হলো...

১. আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী?

২. বিটকয়েনটক ফোরামের নতুন ব্যবহারকারীর প্রশ্ন-উত্তর পর্ব-০১

৩. মেরিট সংক্রান্ত ধারণা

৪. ট্রাস্ট সিস্টেমের সঠিক ব্যবহার

৫. সার্ভিস বোর্ডের মাধ্যমে আয় করার উপায়

৬. বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন

বাংলাদেশের নিজস্ব sub-forum এর আবেদন - https://bitcointalk.org/index.php?topic=4455886.0

বাংলাদেশের নিজস্ব Merit Source এর আবেদন - https://bitcointalk.org/index.php?topic=5277099.0

উপরের পোস্টে থেকে আপনি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যেগুলো আমরা প্রথম অবস্থায় মনে মনে ধারণা করে থাকি। সবশেষে ফোরামে আপনাকে স্বাগতম। নতুন কিছু জানলে অবশ্যই আমাদেরকেও জানাবেন।
79  Economy / Trading Discussion / Re: most amazing picture I have ever seen on: March 08, 2021, 05:15:52 PM
Yes, it is a good picture. It would be wrong to say just good pictures because there is a lot of important information here. It is very useful for trade. Because people may forget that they have to face losses for these wrong trades. For those who are new, it will be very easy to understand by looking at the pictures. And it will also help those who trade regularly. For example - if they want to make a mistake while trading, then this picture will have a very good effect to avoid mistakes.
80  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 07, 2021, 03:54:06 PM
এখানে অনেকেই দেখছি বিতকয়েন টক আকাউন্ট নিয়ে প্রশ্ন এবং উত্তর দিচ্ছে। আমি অনেকগুলো পোস্ট দেখলাম আমি আসলে বুঝতে পারছি না কিভাবে আমার বিটকয়েন টক আকাউন্ট টা JR. Member করতে পারবো। যদি কোন সিনিয়ার ভাই আমাকে বিটকয়েন টক একাউন্ট টা কিভাবে আপগ্রেড করা যাই এই বিসয়ে সাহায্য করতে তাহলে অনেক উপকৃত হতে পারবো । এছাড়া আমি বিটকয়েন টক এ নতুন একজন ইউসার তাই হইতো এই বিষয়ে অনেক প্রশ্ন মাথার ভেতর ঘুরপাক করছে। ধন্যবাদ
ফোরামের অজানা তথ্য অবশ্যই এখানে প্রশ্ন করতে পারেন। কেউ না কেউ অবশ্যই আপনাকে হেল্প করবে। এখানে আমরা একই দেশের সবাই একত্রিত হয়েছি অবশ্যই একজন একজনকে সাহায্য করার জন্য।

আপনি এই ফোরামের জুনিয়র মেম্বার হতে চাচ্ছেন। জুনিয়র মেম্বার হবার জন্য 30 টি অ্যাক্টিভিটি এবং একটি মেরিটের প্রয়োজন। ফোরামের অ্যাক্টিভিটি আপনি পোস্ট করার মাধ্যমে পেয়ে যাবেন, যা ইতোমধ্যে আপনার আছে। এখন আপনাকে একটি মেরিট অর্জন করতে হবে, আর মেরিট পেতে হলে অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল পোস্ট করতে হবে। কোয়ালিটিফুল পোস্ট করলে রেঙ্ক করা আইডি যার এস মেরিট এভেলেবেল আছে সে যদি মনে করে আপনার পোষ্ট টি কোয়ালিটিফুল এবং মেরিট পাবার যোগ্য তাহলে আপনি মেরিট পেতে পারেন। জুনিয়র মেম্বার হওয়ার জন্য মাত্র একটি মেরিটই যথেষ্ট।
Pages: « 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!