Bitcoin Forum
May 07, 2024, 11:25:24 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 ... 89 »
1  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: March 16, 2024, 06:38:44 PM
....

ধন্যবাদ ভাইয়া আপনার কথা এবং উপদেশের জন্য- এ পর্যন্ত এয়ার ড্রপ করে এক ডলারও প্রফিট করতে পারিনি। আপনার কথাগুলো শুনে বিষয়টা একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে।
এখন ভাই আপনার এই সাজেশন এর পরিপ্রেক্ষিতে আমার কিছু সম্পর্ক প্রশ্ন রয়েছে আর সেগুলো হচ্ছে
১. ফ্রী টেস্ট নেট কি?
২ মেইন নেট প্রজেক্ট কোনগুলোকে বলা হয়?

১. ফ্রি টেস্টনেট: বড় প্রজেক্টগুলো বিভিন্ন চেইনে launch করার আগে টেস্টটিং করে থাকে। আর কিছু কিছু প্রজেক্ট বিভিন্ন ব্যবহারকারীকে আমন্ত্রণ করে তাদের প্রজেক্টটি ব্যবহারের জন্য, যেখান কোনো বাস্তব অর্থের প্রয়োজন নাই। টেস্টনেট চেইনে ফ্রি টোকেন যেগুলোর কোনো বাস্তব মূল্য নেই, ব্যবহার করে প্রজেক্টটির বিভিন্ন ত্রুটি টিমকে ধরিয়ে দিতে হয়। আর এর বিনিময়ে টিম ব্যবহারকারীকে টোকেন এয়ারড্রপ হিসাবে দেয়।
২. মেইন নেট প্রজেক্ট: অসংখ্য প্রজেক্ট রয়েছে, আমার এই পোষ্টটি দেখতে পারেন যেখানে এয়ারড্রপ প্রজেক্টগুলোকে তুলে ধরেছি: https://t.me/bitbytecrypto_ann/1276


ভাই বলেন কি আমি তো মনে করেছিলাম বিশ হাজার টাকা 20000 ডলার কিভাবে পসিবল তাও আবার ইয়ার ড্রপ করে? আপনি কি আপনার সিক্রেট key একটু  আমাদের সাথে শেয়ার করতে পারবেন? আমরা অনেকে হয়তো উপকৃত হতাম।

ভাই $২০,০০০ কিছুই নাহ, কারণ অনেকে বেশ কিছু প্রজেক্ট থেকে সর্বোচ্চ $১০০,০০০ থেকে $২৪০,০০০ এয়ারড্রপ পেয়েছে।

আচ্ছা ভাই, সিক্রেট key না দিতেও পারলে Grin একটা গিভওয়ে দিবো নি। আমার টুইটার প্রোফাইলে নজর রাখেন।
2  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: March 16, 2024, 05:11:41 PM
হয়তোবা আপনি এয়ারড্রপ থেকে পেমেন্ট পেয়েছেন।কিন্তু আমি অনেকগুলো এয়ারড্রপ করেছি বিশ্বাস করেন আমি এ পর্যন্ত একটা পেমেন্ট ও পাইনি তাই আমি ধরতে গেলে এয়ার ড্রপ করা প্রায় ছেড়ে দিয়েছি। যদি এয়ারড্রপ করে একটা দুটো পেমেন্ট পেতাম অবশ্যই এয়ারড্রপ করার আগ্রহটা বেড়ে যেত।
এয়ারড্রপ করে অনেকেই অনেক টাকা ইনকাম করেছেন, এখনো যারা ভালো বুঝেন তারা ভালো ইনকাম করতে পারেন। অনেক দিন পর আমাদের থ্রেডের একজন পুরনো মেম্বার @Review Master ভাইয়ের কথা মনে পড়ে গেলো, এই ভাইয়ে ভালো ভালো এয়ারড্রপ এখানে শেয়ার করতেন। কিন্তু আমরা সেগুলো পড়তাম না বা দেখতাম না। @Review Master ভাইকে আবার মেনশন করলাম,  ভাই সামনে বুলরান আসতে চলেছে এখন ভালো ভালো প্রজেক্ট গুলো যদি আমাদের মাঝে শেয়ার করতেন তাহলে আমারও ভালো কিছু পেতাম।

ধন্যবাদ ভাই মেনশন করার জন্য। আপনি যেমনটা বললেন যে, আমি এখানে অনেক কিছুই শেয়ার করতাম, কিন্তু কেউ এসবের উপর কোনো নজর দিত নাহ। তাই আমিও উৎসাহ হারিয়ে ফেলি যে, কেননা কেউ যদি ওসব নিয়ে আলোচনা নাহ করে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। তাহলে এত ব্যস্ততার মাঝে আমি এখান অযথা সময় দিব নাহ, কারণ আমার web3 job রয়েছে এবং বিভিন্ন প্রজেক্টের কাজ করতে হয়। তাই এখানে পোষ্ট করাও বন্ধ করে দিয়েছি। যদি কারো এয়ারড্রপ নিয়ে আগ্রহ থাকে, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল এবং টুইটার অনুসরণ করতে পারে ( যদিও টেলিগ্রামে বেশি সচল থাকি)।

- https://t.me/bitbytecrypto_ann
- https://twitter.com/officialbitbyte

নতুনদের উংসাহ দেওয়ার জন্য কিছু কথা/উপদেশ:
০১) আপনারা ফ্রি টেস্টনেট কিংবা সেসব এয়ারড্রপে কোনো ফান্ড লাগে নাহ, সেসবে অংশগ্রহণ করুন।
০২) যখন কোনো প্রজেক্ট থেকে এয়ারড্রপ পাবেন, সেটিকে টাকায় রুপান্তর নাহ করে। সেটির অর্থটি দিয়ে mainnet প্রজেক্টগুলোতে অংশগ্রহণ করুন, যেন বড় মাপের এয়ারড্রপ পান।
০৩) কখনোই পুরাতন প্রজেক্টকে ব্যবহার করা ভুলবেন নাহ, কারণ নিত্যদিন নতুন নতুন প্রজেক্ট আসে। আর যদি নতুন প্রজেক্টগুলোতে অংশগ্রহণ করতে যেয়ে, পুরাতনগুলোকে ভুলে যান। তাহলে অনেক এয়ারড্রপ পাবেন নাহ।

সর্বশেষে আমি এটিই বলবো যে, আলহামদুলিল্লাহ গত ৬ মাসে আমি সম্ভবত $২০,০০০ এর বেশি পরিমাণ এয়ারড্রপ পেয়েছি । কারণ আমি অন্যদের মতো এটিতে সময় দেই নাই, নইলে হয়তো অন্যান্যদের মতো $১০০,০০০ এর বেশি এয়ারড্রপ পেতাম। তার চেয়ে বড় কথা হইলো, এইমাসে Polyhedra এবং  Wormhole এর এয়ারড্রপ পাবো। আশা করি, সেটি থেকে সর্বনিম্ন $১০,০০০ এর মতো পাবো।

সকলের জন্য দোয়া রঈলো এবং আমার জন্যও দোয়া করবেন।  Smiley
3  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 18, 2023, 12:43:14 PM
অবশেষে ভালো একটি পোষ্ট পাইলাম নোটিফিকেশনে। যাইহোক বলার কিছু নাই, কারণ আমি যতবার বলেছি, ততবারে অনেক কাহিনী হয়েছে। এইজন্য নিজের মতো করে নিজের পোর্টফোলিও বৃদ্ধি করতাছি। যদিও অনেক পোষ্ট করতে মন চায়, কিন্তু ওইসব মেরিট ফার্মারদের জন্য ইচ্ছাটাই মরে যাচ্ছে।

নোটিফিকেশনে কেমনে পাইলেন ভাই? আপনাকে তো কেউ কোট বা মেনশন করে নাই  Huh Huh

মেনশন করলেই যে, নোটিফিকেশন পাওয়া যাবে এমন তো নাহ  Grin এই থ্রেডিটিকে আমি Bitcointalk SuperNotifier বটে ট্রাকিং এ রেখেছি, তাই যখনই কেউ পোষ্ট করে, আমি বটের মাধ্যেমে নোটিফিকেশন পাই। জানি নাহ, আপনি ওই ফিচার ব্যবহার করেন কি নাহ, কিংবা এত কিছুর মধ্যে ভুলেই গেছেন যে, এমন ফিচারও আছে।
4  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 18, 2023, 11:47:23 AM
সকলের দৃষ্টি আকর্ষন করছি।



অবশেষে ভালো একটি পোষ্ট পাইলাম নোটিফিকেশনে। যাইহোক বলার কিছু নাই, কারণ আমি যতবার বলেছি, ততবারে অনেক কাহিনী হয়েছে। এইজন্য নিজের মতো করে নিজের পোর্টফোলিও বৃদ্ধি করতাছি। যদিও অনেক পোষ্ট করতে মন চায়, কিন্তু ওইসব মেরিট ফার্মারদের জন্য ইচ্ছাটাই মরে যাচ্ছে।

বাকিদের জন্য শুভকামনা রইলো।  Wink




কিছু আপডেট সবার জন্য, যারা আমার পূরবর্তী এয়ারড্রপের পোষ্টগুলো অনুসরণ করেছে।
KTX Finance এর এয়ারড্রপ এখন ক্লেইম করা যাচ্ছে, বিস্তারিত এখানে: https://twitter.com/officialbitbyte/status/1725628000950169956

গুরুত্বপূর্ণ কিছু পোষ্টের লিংক দিলাম, যাদের সময় আছে তারা পইড়া নিয়েন।  Wink
https://twitter.com/officialbitbyte/status/1655216901134651400

DX25Labs প্রজেক্টের টেস্টনেটের পোষ্টটি শেয়ার করেছিলাম, যারা পোষ্টটি পড়ার পর প্রতিদিন ব্যবহার করেছেন। তারা নিজেদের এয়ারড্রপ এমাউন্ট এখানে চেক করতে পারেন: https://twitter.com/officialbitbyte/status/1725836495926489551
5  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 11, 2023, 12:28:47 AM
আমি ব্যক্তিগতভাবে vaultka এয়ারড্রপের টোকেনগুলো স্টেকিং-এ রেখে দিয়েছি। কারণ আমি মনে করি, টোকনটি $১ কিংবা এর কাছাকাছি যেতে পারে। যেহেতু esVKA এর vesting আছে, তাই VKA টোকেনের মূল্য $0.50 স্পর্শ করলে, আমি vesting এ দিবো, যেন esVKA টোকেনকে VKA টোকেনে পেতে পারি।
টুইট লিংক:  https://twitter.com/officialbitbyte/status/1720043359941894562

গত পোষ্টে আমি Vaultka প্রজেক্টটির $VKA টোকেনটি নিয়ে আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা ক্রয়ও করেছিলেন, তারা এখন ৩৫% লাভে রয়েছেন এবং আমার মতো যারা TGE/IDO তে ক্রয় করেছি, তারা মোটোমোটি 2x লাভে রয়েছে। তাদের আরো কিছু পার্টনারশিপ এবং প্রডাক্ট আসবে সামনের দিনগুলোতে। আশা করি, এটির মূল্য আরো বৃদ্ধি হতে পারে। বাকি সকলে নিজেদের বিশ্লেষণ শেষে ক্রয়-বিক্রয় করুন এবং আপনার লাভ কিংবা ক্ষতির জন্য কেউ অংশীদ্বার হবে নাহ।  Grin

Coignecko লিংক: https://www.coingecko.com/en/coins/vaultka

গত পোষ্টের পরও যদি কেউ ক্রয় করে থাকেন, তাহলে তাদেরকে জানাই অভিনন্দন। $VKA টোকেনটির মূল্য বর্তমানে $0.24+ চলতেছে এবং এটি প্রায় ২৫% বৃদ্ধি পেয়েছে। যদিও বর্তমানে আমি 2.4x লাভে রয়েছি, যেহেতু TGE/IDO এর সময় ক্রয় করেছি। আমি এখনো আমার পূর্ব পরিকল্পনা অনুযায়ী টোকেনটি হোল্ড করতেছি, দেখি কি হয় সামনের দিনগুলোতে। Wink



আজকের দিনটিতে যেমন অনেক পুরাতন কয়েন/টোকেনগুলো বৃদ্ধি পাইতেছে, সেইসাথে মার্কেটের কিছু অল্ট প্রজেক্ট স্ক্যাম করেছে, অনেক প্রোটকল হ্যাক হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় হ্যাক হলো, জাস্টিন সানের Poloniex এক্সচেঞ্জটির হট ওয়ালেট হ্যাক হয়েছে এবং প্রায় ৬৫ মিলিয়নের সমপরিমাণ বিভিন্ন টোকেন ও কয়েন চুরি হয়েছে।

জাস্টিন সান হ্যাকারকে প্রথমত ৫% বাউন্টির অফার দিয়ে, বাকি অর্থ ফেরত দেওয়ার কথা টুইটে জানিয়েছিল: https://twitter.com/justinsuntron/status/1722951876986204259

সর্বশেষ টুইট অনুযায়ী, Poloneix টিম ইতিমধ্যে হ্যাকারের ওয়ালেটের গতিবিধি অনুযায়ী অন্যান্য ওয়ালেট শনাক্ত করতে পেরেছে এবং সেটিকে ফ্রিজ করা হয়েছে। আর Poloniex টিম বর্তমানে নিজেদের revenue থেকে ক্ষয়-ক্ষতি পূরণ করতে পারবে।
টুইট: https://twitter.com/justinsuntron/status/1723008641433784695
6  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 09, 2023, 05:42:28 PM
সময়কে কাজে লাগান


যদিও আমি এখানে অনেকবার পোষ্ট করেছি, কিন্তু কেউই কোনো গুরুত্ব দেয়নি এবং দেয় নাহ। আশা করতেছি, এটাতেও দিবে নাহ। কারণ সবাই নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত। যাই হোকে, এর আগেও অনেকবার বিভিন্ন নতুন প্রেজক্টে সম্পর্কে পোষ্ট করেছিলাম। সহজ ভাষায়, ভালো প্রজেক্ট এবং ভালো মানের বিনিয়োগ রয়েছে অনেক প্রজেক্টগুলোতে এবং সেগুলো ব্যবহারের পরামর্শ দিয়েছিলাম। যারা ব্যবহার করেছেন, তারা হয়তো সময় মতো লাভবান হবেন।

কিছু ভালো প্রজেক্টের লিংক নিচে দিয়ে গেলাম, যারা ইচ্ছা দেখতে পারেন:
KTX Finance: https://twitter.com/officialbitbyte/status/1641522875097321472

আমি প্রায় বছরের শুরুদিকে KTX Finance এর টেস্টনেটি সম্পর্কিত এই পোষ্টটি এখানে শেয়ার করেছিলাম এবং বলেছিলাম এটিতে অংশগ্রহণ করতে। যারা অংশগ্রহণ করেছেন, তাদেরকে অভিনন্দন জানাই। KTX Finance তাদের এয়ারড্রপের ইতিমধ্যে snapshot নিয়েছে এবং সকলের এয়ারড্রপের পরিমাণটি প্রকাশ করেছে। বলে রাখা ভালো, টেস্টনেটে তারা কিছু নির্দিষ্ট কাজ দিয়েছিলো, তাই টেস্টনেটের রিওয়ার্ড নির্দিষ্ট, কিন্তু যারা mainnet এ ট্রেড করেছেন, তারা আরো বেশি পরিমাণ এয়ারড্রপ পেয়েছেন।  Wink


--> এখানে আপনাদের ওয়ালেট কানেক্ট করে এয়ারড্রপের পরিমাণ দেখতে পারেন: https://app.ktx.finance/rewards
বি:দ্র: BNB Chain এ ওয়ালেটকে রেখে কানেক্ট করিয়েন, কারণ এয়ারড্রপ শুধুমাত্র BNB Chain ব্যবহাকারীদের জন্য।

ভালো লাগলে, টুইটটিকে লাইক এবং রিটুইট করে দিয়েন  Grin : https://twitter.com/officialbitbyte/status/1722661120165683557


আমি ব্যক্তিগতভাবে vaultka এয়ারড্রপের টোকেনগুলো স্টেকিং-এ রেখে দিয়েছি। কারণ আমি মনে করি, টোকনটি $১ কিংবা এর কাছাকাছি যেতে পারে। যেহেতু esVKA এর vesting আছে, তাই VKA টোকেনের মূল্য $0.50 স্পর্শ করলে, আমি vesting এ দিবো, যেন esVKA টোকেনকে VKA টোকেনে পেতে পারি।
টুইট লিংক:  https://twitter.com/officialbitbyte/status/1720043359941894562

গত পোষ্টে আমি Vaultka প্রজেক্টটির $VKA টোকেনটি নিয়ে আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা ক্রয়ও করেছিলেন, তারা এখন ৩৫% লাভে রয়েছেন এবং আমার মতো যারা TGE/IDO তে ক্রয় করেছি, তারা মোটোমোটি 2x লাভে রয়েছে। তাদের আরো কিছু পার্টনারশিপ এবং প্রডাক্ট আসবে সামনের দিনগুলোতে। আশা করি, এটির মূল্য আরো বৃদ্ধি হতে পারে। বাকি সকলে নিজেদের বিশ্লেষণ শেষে ক্রয়-বিক্রয় করুন এবং আপনার লাভ কিংবা ক্ষতির জন্য কেউ অংশীদ্বার হবে নাহ।  Grin


Coignecko লিংক: https://www.coingecko.com/en/coins/vaultka
7  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 02, 2023, 09:24:30 PM
মিলিয়ন কিংবা এর ১০ ভাগের ১ ভাগ ইনকাম করা শেষে ফোরামে আবার এক্টিভ হইয়া নিজের পদোন্নতিতে মনোনিবেশ করবো, যেন Legendary পদে যেতে পারি  Grin। ততোদিন দোয়া রাইখেন।

যদিও মিলিয়ন কিংবা তার ১০ ভাগের ১ ভাগ হোল্ডিং হয়নি। আর এই বেয়ার মার্কেটে তেমন কিছু মজাদার পাইতেছি নাহ, তাই ভাবলাম ফোরামে আরেকবার ঢু মেরে যাই।

যাই হোক, মনে হয় ফোরামে কিছু তথ্যবহুল পোষ্ট করবো, যদি সময় পেয়ে যাই। যদিও মূল উদ্দেশ্য থাকবে আমার কমিউনিটির ইংরেজি পোস্টগুলোকে বাংলায় সংক্ষেপে এখানে পোষ্ট করার।  Grin

আমার ফোরামে ফেরত আসাতে কারো কি সমস্যা হয়েছে নাকি, বুঝলাম কার এত ফ্রি সময় ছিল যে, আমার পুরাতন পোষ্টগুলোতে ভুয়া রিপোর্ট মেরে এই কাহিনী করছে।  Grin যাই হোক বেশি কিছু নাহ বলি, আমি নিজের মতো করে সবার জন্য পোষ্ট করতে থাকবো। বাকি যার ফ্রি সময় আছে, সে তার কাজ করবে। আমার কোনো সমস্যা নেই।


এখন আসি কিছু আপডেট এবং কিছু প্রজেক্টের তথ্য নিয়ে, যেগুলো আপনাদেরকে হয়তো সহায়তা করবে। বাকি আপনাদের বিশ্লেষণের উপর নির্ভর করবে, আপনারা কেমন লাভবান হবেন এসব থেকে।

Pyth Airdrop: Chainlink এর নাম আমরা সকলেই জানি প্রায় এবং Pyth Network হইলো Chainlink এর প্রতিযোগী। আর এরা মূলত on-chain oracle price কিংবা বাংলা ভাষায় ডিসেন্ট্রালাইজ বিভিন্ন প্রজেক্টকে টোকেন কিংবা কয়েনের মূল্য কত চলে, সেটি প্রদান করে থাকে। যদিও মার্কেটে আরো অনেক প্রতিযোগী রয়েছে, ওটা মূল বিষয় নয়। সম্প্রতি Pyth Network এয়ারড্রপের বিষয়টি পোষ্ট করেছে এবং যেসকল ব্যবহারকারী Pyth Network এর oracle price feed ব্যবহার করা প্রজেক্টগুলো ব্যবহার করে ছিল, তারা সকলেই প্রায় এই টোকেনের এয়ারড্রপ পাবেন। যারা HMX এর এয়ারড্রপ পেয়েছেন এবং তাদের Beta version এ ট্রেডিং করেছেন। তাদেরকে অভিনন্দন, কারণ HMX প্রজেক্টটি Pyth Network এর oracle feed ব্যবহার করেছে এবং আমরা তাদের dApp এ ট্রেড করায় PYTH টোকেনের এয়ারড্রপ পাবো।

--> এখানে আপনাদের ওয়ালেট কানেক্ট করে এয়ারড্রপের পরিমাণ দেখতে পারেন: https://airdrop.pyth.network/review-eligibility


Vaultka Airdrop: আমি গত ২২ অক্টোবরের পোষ্টেই এই প্রজেক্টের বিষয়টি সংক্ষেপে তুলে ধরেছিলাম। যারা অংশগ্রহণ করেছিলেন, তাদের অভিনন্দন এয়ারড্রপটির জন্য। যদিও এখানে রিওয়ার্ডের পরিমাণ আপনার স্টেকিং করা অর্থের উপর নির্ভর করবে। কারণ যত আপনি বড় অর্থ স্টেকিং করেছিলেন, তত বেশি পয়েন্ট পেয়েছিলেন। আর তার উপরই আপনার রিওয়ার্ডের পরিমাণ নির্ভর করেছে। আমি প্রায় ১২ হাজার পয়েন্ট পেয়েছিলাম এবং $২০০ এর সমপরিমাণ esVKA টোকেন এয়ারড্রপে পেয়েছি।

Vaultka প্রজেক্টের এয়ারড্রপ: https://twitter.com/officialbitbyte/status/1705700394931015844
সংক্ষিপ্ত বর্ণনা: প্রজেক্টি মূলত Leveraged Farming প্রজেক্ট, অর্থ্যাৎ এখানে আপনারা চাইলে নিজেদের স্টাবলকয়েন যেমন USDC.e, USDC, DAI ইত্যাদি লেন্ডিং করার মাধ্যমে রিওয়ার্ড পেতে পারেন কিংবা বিভিন্ন লেভারেজ ট্রেডিং প্লাটফর্মের LP টোকেনগুলোতে 5x পর্যন্তু লেভারেজ ব্যবহার করে স্ট্যাটেজি ভল্ট ব্যবহারের মাধ্যমে রিওয়ার্ড পেতে পারেন। এটি সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ প্লাটফর্ম !!


--> এখানে আপনাদের ওয়ালেট কানেক্ট করে এয়ারড্রপের পরিমাণ দেখতে পারেন: https://www.vaultka.com/app/airdrop

আমি ব্যক্তিগতভাবে vaultka এয়ারড্রপের টোকেনগুলো স্টেকিং-এ রেখে দিয়েছি। কারণ আমি মনে করি, টোকনটি $১ কিংবা এর কাছাকাছি যেতে পারে। যেহেতু esVKA এর vesting আছে, তাই VKA টোকেনের মূল্য $0.50 স্পর্শ করলে, আমি vesting এ দিবো, যেন esVKA টোকেনকে VKA টোকেনে পেতে পারি।
টুইট লিংক:  https://twitter.com/officialbitbyte/status/1720043359941894562


এখন কিছু নতুন প্রজেক্ট নিয়ে কথা বলা যাক। আমি শুধু পোষ্টের লিংকগুলো দিবো, যাদের ইচ্ছা দেখে নিয়েন। কারণ আমি হয়তো প্রজেক্টগুলো নিয়ে সামনে টুইটারে বিস্তারিত পোষ্ট করবো।  Wink
Good Entry Retrodrop:  https://t.me/bitbytecrypto/66976
Navigator Exchange Testnet:  https://t.me/bitbytecrypto/66979
Surf Protocol Testnet:  https://t.me/bitbytecrypto/67019

এই তিন প্রজেক্ট নিয়ে বেশি কিছু লেখলাম নাহ, কারণ লিংকে গেলেই আপনারা সংক্ষিপ্ত বিবরণি পেয় যাবে। আর আমি সময় পেলে টুইটারে পোষ্ট করবো এবং এখানে সেটি সকলের জন্য শেয়ার করবো, যেমনটা vaultka এয়ারড্রপের ক্ষেত্রে করেছিলাম । বাকি আপনারা নিজেদের দক্ষতা ব্যবহার করে বিশ্লেষণ শেষে যেটিতে মন চায়, সেটিতে অংশগ্রহণ করতে পারেন।  Grin
8  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 22, 2023, 05:25:15 PM
রিসেন্ট ওয়ারড্রগুলোতে, মেটামাস্ক কানেক্ট করতে বলে, ফসেট থেকে টোকেন নিয়ে সেটা এই ব্রিজ থেকে ঐ ব্রিজে পার করতে হয় (টেস্টনেট), আবার কিছু কিছুতে ট্রানজেকশন দেখাতে হয়, এজন্য নিজের টাকা খরচ করতে হয়। হ্যাঁ হয়তোবা সামান্য কিছু ফি কাটে এসব ট্রানজেকশনে (৪-৫টাকা)। কিন্তু যখন বিষয়টা হাজার হাজার মানুষ করে, তখন অংকটা পুরোই চেন্জ হয়ে যায়। এসব আমার কাছে বিশাল অংকের ফান্ড পুল করার কৌশল মনে হয়েছে। একদম সময়ের অপচয়।

টেষ্টনেটের এয়ারড্রপগুলোতে কোনো খরচ হয় নাহ, কারণ সকল কার্যক্রম ডেমো ফান্ড দিয়ে করতে হয়। কিন্তু Retroactive এয়ারড্রপগুলো মূলত মেইননেটে করতে হয়, যেগুলোতে আপনার নিজের অর্ত ব্যয় করতে হবে। মানে আসল টোকেন কিংবা কয়েন ব্যবহার করতে হবে। আর আপনি যদি বিচার-বিশ্লেষণ করে কোনো প্রজেক্ট ব্যবহার করেন এয়ারড্রপের জন্য, তাহলে মোটেও সময় অপচয় হবে নাহ। কিন্তু সময় লাগবে অনেক, কারণ প্রতিমাসে এমন এয়ারড্রপ পাবেন নাহ। আমার কিছু এয়ারড্রপের বর্ণনা দিলাম, যেগুলো আমি এইবছর পেয়েছি:

Arbitrum: যদিও আমি অন্যদের মতো arbitrum চেইন ব্যবহার করি নাই, কিন্তু Lexer market প্রজেক্টির ডেমো ট্রেডিং প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছিলাম, যার কারণেই এয়ারড্রপটি পেয়েছিলাম। আমি মনে হয় সর্বোচ্চ $২০ এর ইথিরিয়াম ফি হিসেবে খরচ করেছিলাম, কারণ ট্রেডিং প্রতিযোগিতাটি ডেমো ফান্ড দিয়ে করা হয়েছিল, কিন্তু মেইননেটে হয়েছিল। আর আমি এয়ারড্রপ থেকে প্রায় $২০০০ এর সমপরিমাণ $ARB টোকেন পেয়েছিলাম।
লিংক: https://t.me/bitbytecrypto_ann/946

HMX ( Perp88): এই প্রজেক্টটি হয়তো এখানে শেয়ার করি নাই, তবুও এটিতে শুধুমাত্র ট্রেডিং করার কারণে প্রায় $১৬০০ এর সমপরিমাণ esHMX টোকেন পেয়েছি। বলে রাখা ভালো, esHMX টোকেনটির ১২ মাসের ভেস্টিং সময় আছে, তো চাইলে আমি এখনেই বিক্রি করতে পারবো নাহ। কিন্তু মজার বিষয় এটি স্টেকিং করে আরো eshMX, USDC রিওয়ার্ড পাওয়া যাবে। বর্তমানে প্রতি ২-৩ দিনে প্রায় $১ এর মতো রিওয়ার্ড পাই।

কমিউনিটি থেকে একজন শেয়ার করেছিল যে, সে প্রায় $৪০০ এর মতো esHMX টোকেন পেয়েছে। আরো অনেকে পেয়েছে কিন্তু শেয়ার করেনি হয়তো, কেননা অনেকে শুধুমাত্র পোষ্টগুলো পড়ে এবং গোপনে কোপ দেয়।  Grin
লিংক: https://t.me/bitbytecrypto_ann/1102
লিংক: https://t.me/bitbytecrypto/64945

এই ২ প্রজেক্ট ছাড়াও আরো অনেক প্রজেক্টের রিওয়ার্ড পেয়েছি, কিন্ত পরিমাণে কম। কারণ আমি সেগুলোতে তেমন সময় দেই নাই। কয়েকদিন ব্যবহারে বুঝতে পেরেছিলাম যে, ভালো এয়ারড্রপ পাওয়া যাবে নাহ।  Wink

এত কিছু বলা এবং শেয়ার করার একটিই কারণ যে, আপনি যদি সঠিক প্রজেক্টের পেছনে সময় দেন। তাহলে এয়ারড্রপের পরিমাণ ভালো পাবেন এবং একটু কৌশল ব্যবহার করতে হবে। আমি বর্তমানে Vaultka তে Lending করেছি এয়ারড্রপের জন্য এবং আশা করি, ভালো লাভ পাওয়া যাবে ভবিষ্যতে। বর্তমানে আর একটি প্রজেক্ট নিয়ে টুইটার থ্রেড লেখতেছি, সেটিও আশা করা যায় ভালো রিওয়ার্ড দিবে।  Cheesy
9  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 22, 2023, 10:40:53 AM
মিলিয়ন কিংবা এর ১০ ভাগের ১ ভাগ ইনকাম করা শেষে ফোরামে আবার এক্টিভ হইয়া নিজের পদোন্নতিতে মনোনিবেশ করবো, যেন Legendary পদে যেতে পারি  Grin। ততোদিন দোয়া রাইখেন।

যদিও মিলিয়ন কিংবা তার ১০ ভাগের ১ ভাগ হোল্ডিং হয়নি। আর এই বেয়ার মার্কেটে তেমন কিছু মজাদার পাইতেছি নাহ, তাই ভাবলাম ফোরামে আরেকবার ঢু মেরে যাই।

যাই হোক, মনে হয় ফোরামে কিছু তথ্যবহুল পোষ্ট করবো, যদি সময় পেয়ে যাই। যদিও মূল উদ্দেশ্য থাকবে আমার কমিউনিটির ইংরেজি পোস্টগুলোকে বাংলায় সংক্ষেপে এখানে পোষ্ট করার।  Grin


বর্তমানে আমি এয়ারড্রপ টপিক নিয়ে টুইটারে বিভিন্ন কৌশল এবং প্রজেক্টের বর্ণনা দিয়ে থাকি। যারা আমার পোষ্টগুলো অনুসরণ করেছে, তারা হয়তো ইতিমধ্যে ফলাফল পেয়েছে। আবার অনেকে ফলাফল পাওয়ার পরও জানায় নাহ, ওটা বড় কথা নাহ। কিছু চলমান প্রজেক্টের টুইটার থ্রেড লিংক দিলাম। যেগুলো পড়লে আপনারা প্রজেক্ট সম্পর্কে জানতে পারবেন এবং কিভাবে এয়ারড্রপে অংশগ্রহণ করবেন, সেটিও বলে দেওয়া রয়েছে।

Vaultka প্রজেক্টের এয়ারড্রপ: https://twitter.com/officialbitbyte/status/1705700394931015844
সংক্ষিপ্ত বর্ণনা: প্রজেক্টি মূলত Leveraged Farming প্রজেক্ট, অর্থ্যাৎ এখানে আপনারা চাইলে নিজেদের স্টাবলকয়েন যেমন USDC.e, USDC, DAI ইত্যাদি লেন্ডিং করার মাধ্যমে রিওয়ার্ড পেতে পারেন কিংবা বিভিন্ন লেভারেজ ট্রেডিং প্লাটফর্মের LP টোকেনগুলোতে 5x পর্যন্তু লেভারেজ ব্যবহার করে স্ট্যাটেজি ভল্ট ব্যবহারের মাধ্যমে রিওয়ার্ড পেতে পারেন। এটি সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ প্লাটফর্ম !!

কিছু টোকেন নেই এমন প্রজেক্টের রিট্রোএক্টিভ এয়ারড্রপ:
Stargate (Layerzero), Matcha, Jumper Exchange: https://twitter.com/officialbitbyte/status/1662452940114923521
Odos, Bungee exchange, Slingshot: https://twitter.com/officialbitbyte/status/1683103139539587072

বি:দ্র: প্রজেক্টগুলো সকল mainnet এর প্রজেক্ট এবং আপনাকে নিজস্ব অর্থ ব্যবহার করতে হবে। তাই সকলে নিজের বিচার-বিশ্লেষণ শেষে ব্যবহার করবেন, কেননা আমি শুধু বিভিন্ন কৌশল কিংবা প্রাথমিক বিষয়গুলো বর্ণনা করেছি।  Grin



সর্বশেষে যারা এয়ারড্রপ পছন্দ করেন ,তাদের জন্য বলবো মার্কেট আর আগের তো নেই। মানে বিভিন্ন জোকার টুইটার প্রোফাইল দিয়ে মার্কেট ভরে গেছে এবং এয়ারড্রপের চাহিদাও কমে যাচ্ছে। কারণ প্রজেক্ট এখন এয়ারড্রপকে তাদের মার্কেটিং হিসেবে ব্যবহার করতেছে, যেমনটা আগে মোটেও ছিল নাহ। তাই কোনো প্রজেক্টের এয়ারড্রপ করার আগে দেখবেন, প্রজেক্টটি ভালো কি নাহ এবং প্রজেক্টটি কি শুধুমাত্র তাদের মার্কেটিং এর জন্য এয়ারড্রপকে ব্যবহার করতেছে নাকি। এছাড়াও অনেক প্রজেক্ট ৫ মিলিয়ন কিংবা এর বেশি ফান্ডিং করার মানেই যে ভালো এয়ারড্রপ পাবেন এমন নাহ, এর জন্য আরো কিছু বিষয় আছে। যেগুলো আপনাদেরকে জোকার টুইটার প্রোফাইলগুলো বলবে নাহ, কেননা তারা শুধু তাদের ফলোয়ার বাড়ানোর জন্য মনকাড়া ( ক্লিকব্রেইট) টাইটেল ব্যবহার করে, x প্রজেক্ট থেকে $১০,০০০ এর এয়ারড্রপ পেতে পারেন কিংবা y প্রজেক্ট এত এয়ারড্রপ দিয়েছ, তার মানে z প্রজেক্টও অনেক এয়ারড্রপ দিবে। তাই ওমন টুইটার প্রোফাইল থেকে দূরে থাকুন এবং নিজের বিচার-বিশ্লেষণ করুন।  Wink

10  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 29, 2023, 06:31:02 PM
@Crypto Library অভিনন্দন এবং অন্যান্য যারা পদোন্নতি পেয়েছেন।  Cheesy

সকলে মেনশন মারেন আর আমি ফোরামে ঢু মাইরা যাই। যদিও সময় হয় নাহ তেমন। যাইহোক সবাই চালিয়ে যান, এবার বাংলাদেশের নিজস্ব বোর্ড তাহলে পাইতেছেন সবাই। অগ্রিম শুভেচ্ছা সবাইকে।  Cheesy

গুরুত্বপূর্ণ কিছু পোষ্টের লিংক দিলাম, যাদের সময় আছে তারা পইড়া নিয়েন।  Wink
https://twitter.com/officialbitbyte/status/1662452940114923521
https://twitter.com/officialbitbyte/status/1659224141939998722
https://twitter.com/officialbitbyte/status/1656037561280888834
https://twitter.com/officialbitbyte/status/1655216901134651400


মিলিয়ন কিংবা এর ১০ ভাগের ১ ভাগ ইনকাম করা শেষে ফোরামে আবার এক্টিভ হইয়া নিজের পদোন্নতিতে মনোনিবেশ করবো, যেন Legendary পদে যেতে পারি  Grin। ততোদিন দোয়া রাইখেন।
11  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 19, 2023, 07:13:13 PM

বাজারে একাধিক ডিসেন্ট্রালাইজড ওয়ালেট বিদ্যমান।তার মধ্যে কিছু জনপ্রিয় ওয়ালেটের নাম নিচে দেওয়া হলোঃ


প্রথমত আপনার সরবরাহকৃত ওয়ালেট লিস্টের বাহিরেও বর্তমানে মার্কেটে অনেক ভালো ওয়ালেট রয়েছে এবং সেগুলো মেটামাস্ক কিংবা পুরাতন ওয়ালেট থেকেও অনেক ভালো। এটি বলার কারণ হলো MEV Bot এটাক। যারা জানেন নাহ, তাদের জন্য সহজে MEV BOT কি সেটি বলে নেই এবং মেটামাস্কের চেয়ে ভালো ওয়ালেটটির নাম বলবো।

MEV BOT কি?
-> MEV এর পূর্ণরূপ হলো Maximal Extractable Value কিংবা Miner Extractable Value এবং এটির ব্যবহারের/কাজের বিভিন্ন প্রকার/ধরণ রয়েছে। যার মধ্যে একটি হলো Sandwich Attack, যেটিতে MEV BOT কোনো টোকেনের আপনার ক্রয়ের আগেই ক্রয় করে মূল্য বৃদ্ধি করায় এবং আপনি ক্রয়ের সাথে সাথে বিক্রয় করে দিয়ে লাভ করে থাকে। এমন ধরনের অনেক ঘটনা নিত্যদিন ঘটতেছে, বিশেষ করে নতুন টোকেনগুলোর ক্ষেত্রে কিংবা যখন কোনো টোকেনের হাইপ তৈরি হয়। MEV BOT এর আরো বিস্তারিত আলোচনা রয়েছে, তবে এইটুকুই যথেষ্ট আজকের বিষয়রে জন্য।

যখন MEV BOT এর প্রসঙ্গ চলেই এসেছে, তখন আপনাদেরকে বলবো যে, যারা মেটামাস্ক ব্যবহার করতেছেন তারা flashbot এর RPC ব্যবহার করুন। এটি আপনাকে কিছুটা সুরক্ষিত রাখবে।

মেটামাস্ক ব্যবহার করলে কিন্তু আপনি জানতে পারেন নাহ যে, ট্রান্সজেকশনটি কি করতে যাচ্ছে কিংবা আপনার slippage এর কারণে কত টোকেন পেতে যাচ্ছেন। এখন আসি, মেটামাস্কের চেয়ে ভালো একটি ওয়ালেটের কথা নিয়ে, বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে Rabby Wallet এবং এর প্রধান কারণ হলো আপনার ট্রান্সজেকশনটি কি করতে যাচ্ছে সেটি Rabby Wallet আপনাকে দেখাবে। যেমন: আপনি টোকেন সোয়াপ করবেন এবং বেশি slippage এর জন্য আপনি জানতেই পারবেন নাহ যে, আপনি কত টোকেন পেতে যাচ্ছেন। কিন্তু Rabby Wallet আপনাকে ট্রান্সজেকশন কনফার্ম করার আগেই দেখাবে যে, আপনি কত টোকেন পেতে যাচ্ছেন কিংবা কত টোকেন আপনার ওয়ালেট থেকে যাবে। এটি যদিও সরাসরি আপনাকে MEV BOT এর এটাক থেকে রক্ষা করবে নাহ, কিংবা আপনাকে ধারণা দেবে যে, ট্রান্সজেকশনটি MEV BOT এর Sandwich Attack এর সম্মুখীন হতে যাচ্ছে নাকি।


মেটামাস্ক(MetaMask): হল একটি ডিসেন্ট্রালাইজড ওয়ালেট, যা Ethereum ব্লকচেইনের একটি ওয়ালেট।

শুধুমাত্র ইথিরিয়াম ব্লকচেইনের জন্য নাহ, বরং EVM Chain এর জন্যও। যারা EVM Chain কি জানেন নাহ। তাদের জন্য বলবো যে, আমার লেখা এই ব্লগটি পড়তে পারেন: https://mirror.xyz/bitbytecrypto.eth/CFYBbghwQ7gl4rBjyoTWFxSbHKtlQ9O0xTwADk9Mj5M

সহজে বললে, EVM Chain এর পূর্ণরূপ হলো Ethereum Virtual Machine এবং এটি ব্যবহার করে যে কেউ চাইলে নতুন consensus ব্যবহার করে একটি নতুন ব্লকচেইন তৈরি করতে পারবে এবং সেটির ব্লক কনফার্মের নিজস্ব একটি পদ্ধতি থাকবে। আমরা যে BSC, Polygon, Arbitrum চেইনগুলো ব্যবহার করি, সেগুলো মূলত EVM Chain.
12  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 23, 2023, 03:15:54 PM
ঈদ মোবারক সবাইকে।

ইদ নাকি ঈদ - কোনটি সঠিক, সেটার জন্য আমার আবার পাঞ্জাবি ছিড়তে আসিয়েন নাহ Grin

ঈদ মুবারক সবাইকে।
ইদ নাকি ঈদ - কোনটি সঠিক, সেটার জন্য আপনার পাঞ্জাবি ছিড়তে যাবো না। আপাতত মোবারক নাকি মুবারক সেটা বলেন। নইলে লুঙ্গি ছিড়ে ফেলবো। Grin

গঠন মূলক কি পোষ্ট করবো সেটা নিয়ে ভাবছি। বিটকয়েন নিয়ে কে কি জানতে চান? আমি যা জানি সেটা শেয়ার করবো। না জানলে শিখবো।
ভাববার বিষয়, আমি এটি ভেবে দেখি নাই। বাই দি রাস্তা, লুঙ্গি নিয়ে বড়ই বিপদে পইড়া গেলাম, যদিও আমি লুঙ্গি শুধুমাত্র রুমে পইড়া থাকি।  Grin

আপনি এখানে জিঞ্জেস করলে, খুব কমই রিপ্লাই করবে। এর থেকে ভালো যেসকল বিষয় এখনো আলোচনা হয়নি, সেটি নিয়ে পোষ্ট করা শুরু করেন। আমিও আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পোষ্ট করতাম, কিন্তু এখন অন্য কারো পোষ্টের অপেক্ষা করতে হবে, যেন পরপর দুইটা পোষ্ট আমি নাহ করি।  Wink
13  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 23, 2023, 12:00:43 PM
ঈদ মোবারক সবাইকে।

ইদ নাকি ঈদ - কোনটি সঠিক, সেটার জন্য আমার আবার পাঞ্জাবি ছিড়তে আসিয়েন নাহ Grin


কেউ FOMO কইরেন নাহ, কেননা নাহ যেমনটা লাভ হবে। তার থেকে বেশি ক্ষতির সম্মুখীনও হতে পারেন।  Wink


PEPE টোকেনের মালিক ইতোমধ্যেই একটি জায়ান্ট হোল্ডিং এড্রেসকে ব্ল্যাকলিস্টেড করতে বাধ্য হয়েছে। জানিনা কি কারনে এত বড় অ্যামাউন্ট এর একটি ব্যক্তিগত এড্রেসকে যেখানে $850000 সমমূল্যের  PEPE টোকেন ছিল সেই এড্রেসটি কালো তালিকাভুক্ত করা হয়েছে

আমার সরবরাহ করা খবরটি পড়ে দেখলাম, মূলত স্মার্ট কন্ট্রাকের বিভিন্ন ফাংশন থাকে এবং PEPE টোকেনের প্রতিষ্ঠাতারা সেই এড্রেসটিকে সোয়াপের কিংবা টোকেন ব্যবহারের সুবিধা থেকে বঞ্চিত করেছে এবং PEPE এর প্রতিষ্ঠাতারা চাইলেই আবার সেই এড্রেসটি অনুমতি ফেরত পাবে। আর এটি নতুন কিছু নাহ, কেননা যারা Tornado Cash ব্যবহার করত, তাদের ওয়ালেটকে বিভিন্ন Lending প্লাটফর্মেও ব্লাকলিস্টেড করা হয়েছিল।

আমার যতটুকু ধারণা PEPE প্রতিষ্ঠাতারা এটি করেছে যেন, টোকেনের হোল্ডাররা টোকেনের মূল্য ডাম্প করবে ভেবে বিক্রি করা শুরু নাহ করে। কারণ সেই এড্রেসটি নিয়ে ইতিমধ্যে টুইটারে অনেকে কথা বলতেছে। আর অনেকে নজরে রাখতেছে যে, কখন PEPE টোকেন বিক্রি করবে। কারণ ওই এড্রেসটি টোকেন একযোগে বিক্রি করলে টোকেনের মূল্য সেই ডাম্প পাবে। আর সকলে বিক্রি করা শুরু করলেটোকেনের মূল্য কই যাবে, সবার আশা করি ধারণা আছে।  Wink




হাহা, এটা ছিল মার্কেটের অবস্থা।
14  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 19, 2023, 06:49:13 PM
কোনো কিছু সম্পর্কে গবেষণা করতে হলে কি করণীয় Huh

সবচেয়ে ভালো হয়, আপনি CMC কিংবা CG এর বিভিন্ন এনাটিক্যাল ব্লগপোষ্টগুলো পড়েন, কেননা সেগুলোতে মাঝেমধ্যে বিভিন্ন উপকারী টুইল কিংবা ওয়েবসাইটের লিংক মেনশন করা যায়। আপনি যদি শুধুমাত্র টেকনিক্যাল এনালাইসিস করতে চান, তাহলে আমি ব্যক্তিগতভাবে বলবো যে, অন্যান্য সেরা ট্রেডারদের বিভিন্ন এনালাইসিসগুলো দেখেন এবং বুঝার চেষ্টা করেন যে, তারা কখন কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেয়। এতে আপনি আরো ভালো শিখতে পারবেন।


পেপে খাইসেন কে কে?  Roll Eyes

https://www.coingecko.com/en/coins/pepe

হা হা, পুরাতন Memecoin এর সুবর্ণ সময় ফেরত এসেছে। কালকেই ক্রয় করতে চেয়েছিলাম, কিন্তু রিস্ক নেই নাই। নইলে হয়তো এখন ২গুণ লাভে থাকতাম। আর বর্তমানে ইথিরিয়ামের gwei মূল্য কিংবা গ্যাস মূল্য বৃদ্ধির কারণ কিছুটা এই memecoin টি।

অনেকে তো এটিতে তিনদিন আগে $১০০০ বিনিয়োগ করে $১,০০০,০০০ কিংবা মিলিয়নিয়ার হয়ে গিয়েছে।  Grin

কেউ FOMO কইরেন নাহ, কেননা নাহ যেমনটা লাভ হবে। তার থেকে বেশি ক্ষতির সম্মুখীনও হতে পারেন।  Wink
15  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 14, 2023, 02:44:56 PM
FTX এর বিশেষ কৌশলগত সুসংবাদ এফ টি টি (FTT) টোকেনের মার্কেট চাঙ্গা করার উদ্দেশ্যে হতে পারে। অথবা SAM BANKMAN-FRIED বাহামাস সরকারের বিশেষ রাজনৈতিক পরিস্থিতির জন্যও জনগণের মেরে দেওয়া টাকা উদ্ধার ও তাদের পুনরায় যাত্রা আরম্ভ ইত্যাদি ইত্যাদি।

বাস্তবতাটি এমন, FTX ঘোষণা করেছে যে, তারা ইতিমধ্যে ৭.৩ বিলিয়নের ক্যাশ ও ক্রিপ্টোকারেন্সি উদ্ধার করেছে। আর এটি কিছুটা সুসংবাদ FTX ব্যবহারকারীদের জন্য, কেননা কোর্ট যদি অর্ডার দেয়। তাহলে FTX ব্যবহারকারীদের মধ্যে পুনরুদ্ধার করা ক্রিপ্টোকারেন্সি ফেরত দেওয়া হবে। যদিও তাদের আর অর্থের প্রয়োজন, কেননা তাদের সম্ভবত ১১.৬ বিলিয়নের অর্থের প্রয়োজন কিংবা বেশি।

আর যখন এই নিউজটি প্রকাশ হয়, তখন এটিও বলা হয়েছিল যে, হয়তো তারা FTX এক্সচেঞ্জটি আবার Q2 থেকে চালু করবে। আর এটিই যথেষ্ট ছিল, মার্কেটে FOMO তৈরি করার জন্য। যার ফলস্বরূপ FTT টোকেনে মূল্যে উর্ধ্বগতি দেখতে পাই।
16  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 12, 2023, 08:34:06 PM
“টিক. টক. নেক্সট ব্লগ.”

আমি তো প্রথমে অন্য টিকটক ভাবছিলাম  Grin এমন কনফারেন্সগুলো সাধারণত অনেক সময় অনলাইনে লাইভস্ট্রিমও করে থাকে। সেখান থেকে সকলে হয়তো দেখে নিতে পারবে।  Wink


এই চাটটি দেখে মনে হচ্ছে ২০২৩ সাল বিটকয়েন ইতিহাসে একটি নতুন সম্ভাবনার নাম হবে।



বিকয়েন মূল্য বৃদ্ধি পাবে, কিন্তু তার আগে সময় লাগবে। কেননা হালভিং এর বেশিদিন নেই এবং পুরোনো ইতিহাস অনুযায়ী, বিকয়েনের মূল্য বৃদ্ধির আগে একটি বড় ধরনের ডাম্প দেখা দেয়। তাই আশা করি, এইমাসে বিটকয়েনের উর্ধগতি থাকলেও সামনের যেকোনো মাসে বিটকয়েন একবার হলেও মারাত্নক ডাম্প দিবে এবং মার্কেট থেকে পেপার হ্যান্ডগুলো বের করে দিবে। তারপর বিটকয়েনের বৃদ্ধি শুরু মাধ্যমে আমরা আবার একটি বুল মার্কেট ফিরে পাবো।




NB: যাদের নাম উল্লেখ করা হলো তারা যদি নিয়মিত একটিভ থাকে এবং নিয়মিত নতুন ইউজার যোগ হতে থাকে তাহলে এই বছরের মাঝামাঝি /শেষের দিকে সময়ে আমরা Petition থ্রেড তৈরি করতে পারবো ইনশাআল্লাহ।

আমাদের লোকাল বোর্ডে কি আর কোনো Hero Member এক্টিভ নেই? আমি তো কিছু Hero Member (যারা পদোন্নতি পেয়েছে, তারা ব্যতীত) কে দেখেছিলাম, যারা মাঝে মাঝে পোষ্ট করতো।
17  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 11, 2023, 03:06:12 PM
প্রথমত কালকে আমি এক অংশ পোষ্ট করি নাই, কারণ ভাবলাম, আপনি হয়তো বিষয়টি অন্যান্যদের মতো পার্সোনালি নিতে পারেন। যেটা পোষ্ট করি নাই, সেটি নিচের কোডে দিয়ে দিলাম:
Code:
ভাই আমি কথা বলতেছি ৬ নিয়ে, কিন্তু আপনি বিষয়টি নিয়ে নিছেন ৯ নিয়ে। কেননা আমার প্রথম থেকেই সকল উত্তর ছিল এক্সিলারেশন নিয়ে। জানি নাহ, আপনি কোন টপিকে বেশি গুরুত্ব দিতেছেন।



বি:দ্র: আমি গত একমাসের সকল পোষ্ট পড়ার পর, এই দুইপোষ্টে রিপ্লাই দেওয়া মনে করলাম



প্রথমে আসি এইটা কি এবং কিভাবে কাজ করে।

এক্ষেত্রে, যদি আপনার কোন পরিচিত মাইনার থাকে যারা নিয়মিত ব্লক পেয়ে থাকে তাদের বললেই তারা আপনার লেনদেনে ফি কম হলেও পরবর্তী ব্লকে এড করে দিতে পারবে।

বিষয়টি মোটেও এমন নাহ। যেকোনো ব্লকচেইনে মাইনাররা নিজের ইচ্ছায় কোনো কিছু করে নাহ, বরং কম্পিউটিং পাওয়ার দিয়ে ব্লক কনফার্মের সময় যেকসল ট্রান্সজেকশনে মাইনার টিপ দেয়া থাকে কিংবা বেশি ফি দেওয়া থাকে। সেগুলো মাইনারদের মাইনিং মেশিনগুলো অটো নিয়ে নেয়। আপনি যদি যেকোনো বিটকয়েনের ট্রান্সজেকশন দেখেন, তাহলে দেখবেন তারা ব্লক কনফার্মের পাশাপাশি মাইনটিং টিপ পেয়ে থাকে। আর সকল বিটকয়েনের মাইনিং শেষ হলে, মাইনাররা মাইনিং করবে কি নাহ, সেটি উত্তরও এটি।




আপনি যখন এক্সিলারেশন করবেন, সেটিকে তারা প্রাধান্য দেয় বেশি। এখন আপনি নিজেই ভাবেন, নোড কিংবা মাইনিং পুল এই এক্সিলারেশন করা ট্রান্সজেকশনকে প্রাধান্য দিতেছে। তার মানে আপনার মিমপুল থেকে যতই বড় মাইনিং টিপ দেওয়া ট্রান্সজেকশন কেন্ডিডেট পুলে আসুক নাহ কেন, তারা এক্সিলারেশন করা ট্রান্সজেকশনকে পরবর্তী ব্লকে কনফার্ম করে দিবে।

আমি বলেছি আপনার যদি কোন পরিচিত মাইনার থেকে থাকে যারা নিয়মিত ব্লক পায়, তারা চাইলে আপনার ট্রাঞ্জেকশন কম ফি হলেও কনফার্ম করতে পারবে যেখানে আপনি বলেছেন বিষয়টি মোটেও এমন না। পরিচিত মাইনারকে viabtc হিসেবে ধরে নেন। বাকিটা আমি যা বলেছি তাই। একজন মাইনার যে কোন ভ্যালিড ট্রাঞ্জেকশন ক্যান্ডিডেট ব্লকে এড করতে পারে। একদম ফি ছাড়া ট্রাঞ্জেকশনও যদিও এখন সে যুগ নেই। আগে ফি ছাড়া ট্রাঞ্জেকশনও হত। যাই হোক, আমার লেখার মুল পয়েন্ট এইটাই।

যেমটাই ভেবেছিলাম, আপনি এখনো প্রথম লেখা লাইনটি নিয়ে পইড়া রয়েছেন। আমারও উচিত ছিল, আগে জিঞ্জেস করার যে, আপনি কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দিতেছেন এই রিপ্লাইগুলোতে। যাইহোক, এখনো বলতেছি যে, আমার শুরু থেকেই মূল বিষয়বস্তু ছিল এক্সিলারেশন নিয়ে, যেটি আমার যতটুকু জ্ঞান, এখনকার এক্সিলারেশনগুলো ম্যানুয়ালি করা হয় না। এইজন্যই মোটেও নাহ বলেছি। হয়তো আমি বিষয়টিকে অন্যভাবে বলতে পারতাম, কিন্তু কাজের ফাকে পোষ্টটির রিপ্লাই করেছিলাম। তাই ওমন রিপ্লাই দিয়েছি। বাকিটা আপনার উপর, কারণ যেকোন কথার অনেক মানে হতে পারে।



আপনি গঠনমুলক আলোচনাকে দ্বন্দ বলছেন এই ব্যাপারটা ভালো লাগলো না ভাই। আমি এইখানে আপনার পোস্টের রিপ্লাই দেয়ার উদ্দেশ্য কি সেটা আগেই বলে দিয়েছি। আমার আগের মেসেজ এর এই অংশটুকু সেটা বলার জন্য যথেষ্ট। এইখানে দ্বন্দ কেন দেখছেন? আপনি খুব ভালো করেই আমাকে চিনেন। আমার নিজের ভুল স্বীকার করে মানুষের কাছ থেকে শিখাতে আমি কোন কার্পণ্য করি না। আর আমিও আপনাকে নতুন করে চিনি না ভাই। আমরা অনেকদিন টেলিগ্রাম গ্রুপে একসাথে কথা বলেছি। দ্বন্দের কোন প্রশ্নই আসছে না। কাম অন।
আপনি আমি এটিকে গঠনমূলক আলেচনা হিসেবে নিচ্ছি, কিন্তু পিঠ পেছনে সকলে এটিকে দ্বন্দ্ব হিসেবে দেখে। এখানে ভালো লাগার নাহ লাগার কিছু নেই, কারণ এটিই বাস্তবতা। কথা বললেই কথা বাড়বে, তাই আর কিছু বলার নেই এটিতে। আর আমার পুরাতন একটি বিষয় বাংলা লোকাল বোর্ডের অনেকেই জানে যে, আমি কোনো গুরুত্বপূর্ণ টপিকে মতামত দিলেই, অনেকে সেটিকে পার্সোনালি নিয়ে নেয়। অথচ ফোরামে আমি তেমন গুরত্ব দেই নাহ, কাজের ফাকে কিংবা অবসর সময়ে ফোরামে পোষ্ট করি। Cheesy



আপনার রেস্পন্স এর পর গতকাল আমি এইটাতে অনেক সময় দিয়েছি। এত সময় দেয়ার পিছনে কারণ একটাই- যাতে যারা এইটা পড়ছে তারা ভুল না শিখে। আশা করি আপনিও একই কাজ করবেন। মানুষ দ্বিধায় পরে যাচ্ছে ভাই।

এনিওয়ে, আমার লিংক করা ড্যানি হ্যামিলটন কিংবা অলিও কেউই ফোরামের সাধারন ইউজার না যে তারা ইন্টারনেটের তথ্যের উপর ভিত্তি করে রেস্পন্স করছে। ড্যানি ২০১২ সাল থেকে এই ফোরামে আছে। অবশ্যই আমাদের মত ইনকাম করার জন্য নয়। তাদের পোস্ট হিস্ট্রি দেখুন। তাহলেই বুঝতে পারবেন এইসব ব্যাপারে তাদের জ্ঞান কতটা সমৃদ্ধ।

ফাইনালি- আমি এই ব্যাপারে আর কোন পোস্ট করছি না  Cheesy এবং এটা অফিসিয়াল  Grin
আমিও তো বলি নাই যে, তারা সাধারণ ব্যবহারকারী। আমিও তাদের প্রোফাইল শুধুমাত্র দেখেছি যে, কতদিন যাবত ফোরামে আছেন। কিন্তু তারা মাইনার কি নাহ, সেটি আমি যাচাই করি নাই।

আমি বরং প্রথম থেকেই বলতেছি যে, মাইনাররা যদি আমাদেরকে সেটি কইরা দেখায় (অবশ্যই এক্সিলারেশনের টপিক নিয়ে বলতেছি ) , তাহলে আরো ভালো হইতো। Roll Eyes আর ইনকামের বিষয় তো দূরের বিষয়।

সহজ হিসাব,
১) এক্সিলারেশন যতটুকু জানি, ম্যানুয়ালি নাহ বরং অটোমেটিক সিস্টেমে এখন করা হয়।
২) আপনি চাইলে মাইনার দিয়ে ব্লকে এড করতে পারবেন কি নাহ, সেটি আমার টপিকেই ছিল নাহ। আমার মূল বিষয় শুরু থেকেই এক্সিলারেশন নিয়ে ছিল। নইলে আমি @tjtonmoy কোট করা অংশ বাদ দিতাম।

বি:দ্র: কেউ যদি এখনভাবে যে, যদি মাইনার দিয়ে ব্লক এডে করা যায়, তাহলে সেটিও এক্সিলারেশন করা হলো। তাহলে বলবো যে, যেয়ে একজন মাইনারকে বন্ধু বানান। যার হ্যাসরেট এমন হবে যে, আপনার চাহিদার মতো খুব দ্রুত ব্লক পাবে কিংবা অন্যান্য মাইনিং পুলের সাথে সম্পর্ক তার ভালো এক্সিলারেশন করে দেওয়ার জন্য।  Wink কারণ আমার তো এমন মাইনার বন্ধু নাই, আর হবেও নাহ মনে হয়।

আর আমারও এটা নিয়ে পোষ্টের কোনো আগ্রহ নেই, আর কালকের পোষ্টেও রিপ্লাই দিবো নাহ। কারণ সকল তথ্য দুইজনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। গঠনমূলক পোষ্টে ফেরত গেলাম, যেহেতু ভালো কিছু ইভেন্ট আসতেছে এই সপ্তাহে এবং সামনের সপ্তাহে।  Grin


আর যারা নিজেদের মধ্যে কথোকথনে ব্যস্ত, চালাই যান, কোনো সমস্যা নেই। খালি মাঝে মধ্যে আমাকে Attention দিয়েন  Grin আমার অনেক Attention দরকার (মজা করে বললাম, আবুল বাঙালি আবার সিরিয়াস হয়েন নাহ।)
18  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 10, 2023, 08:41:33 PM
আসলে ভাই ৩০ মিনিটের মধ্যেই রিপ্লাই দেওয়ার কোনো মানেই দেখি নাহ, কেননা আপনি আমার অনেক কথায় না বুঝে প্রশ্ন করে গেলেন। যদিও আমি বলে দিয়েছি যে, আপনার করা পোষ্টটি আমার বলা কথাগুলোকেই প্রমাণ করতেছেন। কিন্তু মনে হচ্ছে, আপনি সেটি এখনো বুঝতে পারেন নাই। চলেন আবার শুরু করা যাক।   Sad

প্রথমেই আসি আমি আসলে ভুল বলেছি কি নাহ। প্রথমত আপনার উদাহরণ দেওয়া viabtc একজনকে ঘন্টায় ১টি মাত্র এক্সিলারেশন করতে দেয়। এর মানে এইনাহ যে, তারা শুধুমাত্র একটায় এক্সিলারেশন করে থাকে। ঘন্টায় ১০০ টা সর্বমোট এক্সিলারেশন করে থাকে। প্রয়োজনে তাদের ওয়েবসাইটে দেখেন। আর আপনি বিশ্লেষণ কিংবা রিসার্চের সময় হয়তো FAQ ( Frequently Asked Question) দেখার কথা ভুলে গিয়েছেন, কারণ তারা তাদের ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছে যেটি দেখলেই আপনার শেষের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

আমি মনে হয় আপনাকে বোঝাতে পারিনি। আপনার জন্য তিনটি প্রশ্ন রাখলাম।
১. এক্সিলারেশন কখন প্রয়োজন হয়?
২. নরমালী মিমপুল থেকে ক্যান্ডিডেট ব্লকের জন্য যেসব ট্রাঞ্জেকশন এ ফি বেশি দেয় সেগুলি নেয়া হয়। তাহলে viabtc কিভাবে একটা ট্রাঞ্জেকশন এক্সিলারেট করে যদি তারা বেশি ফি দেয়া ট্রাঞ্জেকশনগুলোই এড করে?
৩. viabtc ঘন্টায় ফ্রি ট্রাঞ্জেকশন এক্সিলারেট ছাড়া পেইড এক্সিলারেট করে, সেটা কি এবং কিভাবে কাজ করে?

viabtc ঘন্টায় ১০০ টা (আমি ভুলে একটা বলেছি) ফ্রি এক্সিলারেট করে।
এই তিনটা প্রশ্নের উত্তর আপনি যথার্থভাবে বলতে পারলে আশা করি আমার আগের পোস্ট এর অর্থ যথার্থ বুঝবেন।


আমি আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু তাড়াহুড়োতে রিপ্লাই দিতে গিয়ে, আপনি আমার কথার যথার্থটি বুঝতে পারেননি। এটা আমি বুঝতে পারলাম এবং যারা আপনার ও আমার পোষ্টটি মনযোগসহ পড়েছে, তারাও হয়তো এই বিষয়ে একমত হবে। আসেন আপনাকে আবারও উত্তর দিতেছি এবং এবার দয়া করে, ঠান্ডা মাথায় পইড়েন। কিংবা কোনো লাইনে সন্দেহ থাকলে টেলিগ্রাম তো আছেই। এখানে অযথা এভাব রিপ্লাই দিয়ে, আমাদের মাঝে দ্বন্দ্ব চলতেছে। এমন ভাবভগ্নি তৈরি নাহ করাই ভালো বলে আমি মনে করি।  Wink

১) আপনার বিটকয়েন ট্রান্সজকেশনটি এখনো unconfirmed রয়েছে, কিন্তু আপনি চাচ্ছেন আপনার pending কিংবা unconfirmed ট্রান্সজেকশনটি খুবই দ্রুত সময়ে এবং কম ফি দিয়েই কনফার্ম করতে। এই সময় আপনার এক্সিলারেশন প্রয়োজন হয়।
২) এই প্রশ্নের উত্তর viaBTC এর FAQ পেজেই দেয়া আছে। আপনি যদি FAQ এর উপরের অংশে নজর দিতেন কিংবা পড়তেন।  Huh তাহলে এমন প্রশ্ন হয়তো করতেন নাহ। তারা বলেই দিয়েছে যে, 

আপনি যখন এক্সিলারেশন করবেন, সেটিকে তারা প্রাধান্য দেয় বেশি। এখন আপনি নিজেই ভাবেন, নোড কিংবা মাইনিং পুল এই এক্সিলারেশন করা ট্রান্সজেকশনকে প্রাধান্য দিতেছে। তার মানে আপনার মিমপুল থেকে যতই বড় মাইনিং টিপ দেওয়া ট্রান্সজেকশন কেন্ডিডেট পুলে আসুক নাহ কেন, তারা এক্সিলারেশন করা ট্রান্সজেকশনকে পরবর্তী ব্লকে কনফার্ম করে দিবে। এখন আপনার প্রশ্ন যদি আসে যে, পরবর্তী ব্লক যদি viaBTC কনফার্মে নাহ করতে পারে। তাহলে কি লাভ হইলো। এটিরও উত্তর দিয়েছিলাম, কিন্তু সেটারও মানে আপনি উল্টো বুঝেছেন। নিচে পইড়া দেখেন, আবারও বলে দিলাম সহজ ভাষায়। Wink

৩) দ্বিতীয় প্রশ্নটির উত্তরটি যদি এবার বুঝতে পারেন (সময় নিয়ে পড়লে অবশ্যই বুঝতে পারবেন), তাহলে এটার উত্তরও viaBTC এর ওই পেজে দেওয়া আছে। তারপরও বলি, এক্সিলারেশন সার্ভিসটা মূলত মাইনারদের তরফ থেকে কমিউনিটির জন্য একটি ফ্রি সার্ভিস, যেখানে সাধারণ জনগণকে এই সুবিধাটি দেওয়া হয়। এতে হয়তো মাইনারদের একটি ব্লক কনফার্মে কম লাভ হতে পারে, কিন্তু সেটি নগণ্য বলাই যায়। কিংবা ১০০ টি ফ্রি এক্সিলারেশন করলেও হয়তো একটি মাত্র ব্লকে তাদের কম লাভ হবে। তার মানে এই নাহ যে, সবাই এই এক্সিলারেশন দিনরাত ব্যবহার করতেছে। পেইড এক্সিলারেশনের বিষয়টিও viaBTC তে বলাই রয়েছে যে, তারা একটি অতিরিক্ত ফি নিবে। তাই যেটা আপনি ফ্রিতে করতেছেন, সেটি এবার অতিরিক্ত ফি দিয়ে করে নিবেন। সহজ হিসাব এবং আবারও বলবো যে, viaBTC এর ওই পেইজটি ভালো করে পড়েন কিংবা অন্যান্য এক্সিলারেশন সাইটগুলোর FAQ গুলো দেখে আসেন। শুধুমাত্র মিমপুল আর কেন্ডিডেট ব্লক নিয়ে পড়ে থাকলেই হবে নাহ।


এবারও যদি বুঝাতে নাহ পারি, তাহলে আমি ব্যর্থ যে, সঠিক তথ্য দেওয়ার পরও আমার তথ্য ভুল।  Huh


সবচেয়ে বড় বিষয় হলো, আপনি কিংবা অন্যান্যরা ভাবতেছেন যে, এক্সিলেরশন করা ট্রান্সজেকশন শুধুমাত্র viaBTC মাইনার দ্বারা ব্লক কনফার্ম হলেই ট্রান্সজেকশন কনফার্ম হবে। আসলে সেটি মোটেও নাহ। কেননা তারা বলে দিয়েছে যে, এক্সিলেরশন করা ট্রান্সজেকশনটি অন্যান্য মাইনিং পুলের কনফার্ম করা ব্লকেও কনফার্ম হতে পারে। সহজ ভাষায়, এক্সিলেরশন করা ট্রান্সজেকশনকে গুরুত্ব দেয়া হয় অটো ক্রিপ্টের মাধ্যমে এবং এটির মাইনিং টিপ কম হোক অন্যান্যদের তুলনায়।

যদি অন্যান্য ব্লকে ট্রাঞ্জেকশন কনফার্ম করাই থাকে? তাহলে সেখানে কনফার্মেশন কিংবা এক্সিলারেশন কোনটার ব্যাপার আসবেই বা কেন?

আমি যেটায় উত্তর দিয়েছি, সেটি পড়ে দেখেন আবার। ViaBTC তে আপনি যদি এক্সিলেরশন করেন, তাহলে ViaBTC পরবর্তী ব্লকে ট্রান্সজেকশন কনফার্ম করবে এমন নাহ। এটি অন্যান্য মাইনিং পুলের দ্বারাও কনফার্ম হতে পারে। আমি বিষয়গুলো সঠিকভাবেই বলার পরও যদি আপনি নিজে ভালোভাবে নাহ বুঝে, কথার উল্টো মানে তৈরি করেন, তাহলে আমার কেনো কারো সাধ্য নাই আপনাকে বিষয়টি বুঝিয়ে দেওয়ার। Wink

বাকি আর অন্যান্য বিষয়ের রিপ্লাই কালকে দিবো, কারণ আপনি কিংবা অন্যান্যরা যেমন ব্যস্ত। আমিও তেমন ব্যস্ত ভাই।


ইন্টারন্যাশনাল একটা আলোচনার লিংক আপনাকে দিয়েছি। আপনি মনে হয় সেটা পড়েন নাই  Roll Eyes আপনার রেস্পন্স এর পর গতকাল আমি এইটাতে অনেক সময় দিয়েছি। এত সময় দেয়ার পিছনে কারণ একটাই- যাতে যারা এইটা পড়ছে তারা ভুল না শিখে। আশা করি আপনিও একই কাজ করবেন। মানুষ দ্বিধায় পরে যাচ্ছে ভাই।
ইন্টারন্যাশনাল ফোরামের আলোচনার একটা উত্তর হুবহু কোট করছি। আপনি চাইলে এইটা পড়ে আসতে পারেন।

আপনি হয়তো আমার কথাটাই বুঝতে পারেন নাই। আবারও বলতেছি যে, আমি পোষ্টটি দেখেছি, কিন্তু সেই আলোচনাটি আমাদের মতোই ইন্টারনেটের তথ্যের উপর ভিত্তি করে, নাকি কোনো মাইনার আসলেই কাজটি করে দেখাইলো। এবার আমার কথার ভাবার্থ হয়তো বুঝতে পেরেছেন।

খুশি হইলাম যেনে যে, আপনি কালকে সময় দিয়েছেন, কিন্তু আর খুশি হতাম যদি ৩০ মিনিটে রিপ্লাই নাহ দিয়ে, viaBTC এর পেইজটি একটু দেখতেন। আর একটি বিষয়, আপনিও জানেন যে, আমি যখন কোনো কিছু বলি, সেটি নিয়ে সকল বিষয় জানার পরই বলে থাকি। আমি অন্যান্যদের মতো নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত নই, কিংবা নিজের যা মনে হলো সেটি বললাম। আর আপনি যদি আমার কথাগুলো বুঝতেন, তাহলে মানুষ হয়তো দ্বিধায় পড়তো নাহ।  Sad


মজার বিষয় হলো, আমার পোষ্টটি করার মাত্র কিছু সময় পরেই (মাত্র ৩০ মিনিটের মধ্যেই) @mimosizz পোষ্টটি করেছি। আসলেই মজার বিষয়।  Grin

19  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 10, 2023, 06:01:01 PM
এখন আসি বিকটয়েন এক্সিলেরশনের বিষয়টি, যেমনটা বললাম মাইনটিং টিপ অনুযায়ী মাইনাররা ট্রান্সজেকশনকে নিয়ে থাকে, নিজের ইচ্ছায় কখনো নেয় নাহ। এটি স্ক্রিপ্টের মতো বলতে পারবেন, কিংবা প্রোগ্রামিং এর লজিকের মতো। যখন আমরা এক্সিলেরশনের সাইটগুলো ব্যবহার করি, তখন ওয়েবসাইটগুলো তাদেরক পার্টনার মাইনিং ফার্মগুলোকে ট্রান্সজেকশনটি পাঠায় এবং আপনি নিজের অজান্তেই অল্প হলেও কিছু মাইনিং টিপ দিয়ে দেন। আপনি যেমন এক্সিলেরশন করতেছেন, তেমন অন্যান্য ব্যবহারকারীও করতেছে। তার মানে যদি ঘন্টায় ১০ টা এক্সিলেরশন রিকুয়েস্ট হইলে মাইনারগুলো একটি ভালো মানের মাইটিং টিপ পেয়ে যায়, যদিও মাইনিং টিপগুলো কম হয়েও থাকে। সর্বমোটে কিন্তু ভালো একটি এমাউন্ট হয়ে থাকে। তখন মাইনার সেই এক্সিলেরশনের ট্রান্সজেকশনগুলো কনফার্ম করায়। এই হলো আসলো কাহিনী। আশা করি বিষয়টি আপনি এবং অন্যান্য ব্যবহারকারীরা বুঝতে পেরেছেন।  Wink

এইখানেও আপনি ভুল বলছেন। ট্রাঞ্জেকশন এক্সিলারেশন খুব কম সাইট করে থাকে ফ্রি তে। উদাহরন হিসেবে আমি viabtc নিয়ে বলি। ওরা প্রতি ঘন্টায় একটা ট্রাঞ্জেকশন ফ্রিতে এক্সিলারেশন করে।

আচ্ছা, আপনি বলছেন অনেকগুলো ট্রাঞ্জেকশন একসাথে নিলে তারা মোটামুটি মাইনিং ফি পায়। কিন্তু তারা কেন সেসব ট্রাঞ্জেকশন নিবে যেখানে মিমপুল থেকে ট্রাঞ্জেকশন নিলে তারা আরো বেশি ফি পাবে?
আপনি যতগুলো তথ্য দিয়েছেন সেগুলো আরো আমার কথাগুলো সত্য প্রমাণে আর অধিক সহায়তা করলো  Grin সেজন্যই প্রথমে ধন্য থেকে বাদ করে দিলাম (ধন্যবাদ)।


বি:দ্র: সময় খুব কম থাকায়, আমি যতটুকু পারি সংক্ষিপ্ত আকারে সম্ভব বলার চেষ্টা করেছিলাম। যেন আপনার মতো কেউ বিষয়টি নিয়ে রিপ্লাট দেয়। নাকি নিজেদের মধ্যে মতবিনিময়ে ব্যস্ত থাকে।  Grin এখন সকল বিষয়ের উত্তর দেই, বাকি আপনার উপর তথ্য যাচাইবাচাই করার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার। Wink


প্রথমেই আসি আমি আসলে ভুল বলেছি কি নাহ। প্রথমত আপনার উদাহরণ দেওয়া viabtc একজনকে ঘন্টায় ১টি মাত্র এক্সিলারেশন করতে দেয়। এর মানে এইনাহ যে, তারা শুধুমাত্র একটায় এক্সিলারেশন করে থাকে। ঘন্টায় ১০০ টা সর্বমোট এক্সিলারেশন করে থাকে। প্রয়োজনে তাদের ওয়েবসাইটে দেখেন। আর আপনি বিশ্লেষণ কিংবা রিসার্চের সময় হয়তো FAQ ( Frequently Asked Question) দেখার কথা ভুলে গিয়েছেন, কারণ তারা তাদের ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছে যেটি দেখলেই আপনার শেষের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।


আমি পুরো পেজের ক্রিন্টশট নিয়েছে এবং মার্ক করে দিয়েছি। সেগুলো যেয়ে একটু দেখে আসুন।
  • প্রথমত viabtc ঘন্টায় ১০০ টার মতো এক্সিলেরশন করে থাকে
  • তারা উল্লেখ করেই দিয়েছে যে, তারা ০.০০০১ বিটিসি প্রতি কেবি সাইজের জন্য নিবে এবং সেটি ০.৫ কেবি এর সমান কিংবা কম হতে হবে। বাকিটা আপনি এখন হিসাব করে নিয়েন
  • তারা এটিও উল্লেখ করেছে যে, ট্রান্সজেকশন এক্সিলেরশন করার পর সেটি ক্যানসেল করা পসিবল নাহ, তার মানে এক্সিলেরশনের ট্রান্সজেকশনটি তারা সাথে সাতে মিমপুলে পাঠিয়ে দেয়। নইলে আপনি নিজের ওয়ালেটে ট্রান্সজেকশনের মাধ্যমে ট্রান্সজেকশন কিন্তু ক্যান্সেল করতে পারেন।  
  • সবচেয়ে বড় বিষয় হলো, আপনি কিংবা অন্যান্যরা ভাবতেছেন যে, এক্সিলেরশন করা ট্রান্সজেকশন শুধুমাত্র viaBTC মাইনার দ্বারা ব্লক কনফার্ম হলেই ট্রান্সজেকশন কনফার্ম হবে। আসলে সেটি মোটেও নাহ। কেননা তারা বলে দিয়েছে যে, এক্সিলেরশন করা ট্রান্সজেকশনটি অন্যান্য মাইনিং পুলের কনফার্ম করা ব্লকেও কনফার্ম হতে পারে। সহজ ভাষায়, এক্সিলেরশন করা ট্রান্সজেকশনকে গুরুত্ব দেয়া হয় অটো ক্রিপ্টের মাধ্যমে এবং এটির মাইনিং টিপ কম হোক অন্যান্যদের তুলনায়।
  • সর্বশেষ প্রশ্নের উত্তর হয়তো সঠিকভাবে বলতে পারবো নাহ, কারণ আমি এখন যেটায় বলবো সেটা হয়তো মনগড়া মনে হতে পারে সবার কাছে। তবে একটি বিষয় হলো, আপনি কোনো একটি ব্লকচেইন ব্যবহার করতেছেন এবং সেখানে শুধু হোয়েলসরাই সুবিধা ভোগ করতে পারে। তাহলে সাধারণ ব্যবহারকারীর জন্য সেই ব্লকচেইনের সুযোগ সুবিধা কী? আমি এই প্রশ্নে সঠিক উত্তর আরো বিশ্লেষণ শেষে দিবো।

আর সবচেয়ে বড় কথা হলো, মাইনার কত তাড়াতাড়ি ব্লক কনফার্ম করতে পারবে, সেটি নির্ভর করে তার হ্যাসরেটের উপর। যদি অন্যান্য মাইনিং পুলের তুলনায় তার হ্যাসরেট বেশি হয়, তাহলে সেটি তাড়াতাড়ি ব্লক কনফার্ম করতে পারবে। ।এখন আপনি যে, মিমপুল এবং ক্যান্ডিডেট ব্লকের কথা বললেন, সেগুলোর সাথে আমার উপরের দেওয়া মিলিয়ে নিয়েন। আসলে কথা সঠিক নাকি ভুল বলেছি। হয়তো সংক্ষেপে বলতে যেয়ে অনেক কিছুই বাদ দিয়েছি। কিন্তু ভুল বলার চেষ্টা কখনোই করি নাই।



একজন মাইনার কি চাইলে আমার ট্রাঞ্জেকশন কম ফি দেয়া সত্ত্বেও ব্লকে যোগ করতে পারবে?
হ্যা পারবে। আমরা উপরে পড়ে এসেছি যে আমাদের ট্রাঞ্জেকশনগুলো প্রথমে মিমপুল এ থাকে। পরবর্তীতে মাইনাররা যখন ক্যান্ডিডেট ব্লক তৈরী করে তখন মিমপুল থাকে যে কোন ট্রাঞ্জেকশন নিতে পারবে। সাধারনত, মাইনাররা যেসব ট্রাঞ্জেকশন এ ফি বেশি দেয় সেগুলোই নিয়ে থাকে। আর এইটা অটোমেটিক প্রসেস। মানে ম্যানুয়ালি কিছুই করতে হয় না। কিন্তু কোন মাইনার যদি চায় যে সে বেশি ফি দেয়া ট্রাঞ্জেকশন না নিয়ে অন্য ট্রাঞ্জেকশন নিবে সেটাও সম্ভব, শুধু তার সফটওয়্যার এর কোড পরিবর্তন করতে হবে।

আমি কিছু রেফারেন্স দিয়ে দিচ্ছি।
https://link.medium.com/iUWN1bbTRyb
Chapter 8. Mining and Consensus- https://www.oreilly.com/library/view/mastering-bitcoin/9781491902639/ch08.html

That mean if I am a miner can I add my transaction to candidate block?
Yes. If you are a miner, you can preferentially choose your own transactions to be added to your candidate block.

can they pick any valid transactions with significantly low fee?

Sure. But they will earn less bitcoin if they do. Since miners need to pay for the mining equipment, internet connectivity, electricity and possibly employees that they use, and mining pools need to pay for their servers, network connectivity, electricity, and mining participants, they need to earn as much bitcoin as they can. If they fail to earn enough bitcoin to pay for all the costs, then they will run out of money and have to stop.
আশা করি কারো কোন কনফিউশন থাকলে সেটা আর থাকবে না।

আমার মার্ক করে দেওয়া, আপনার কথাগুলোই আরেকবার আমার কথার সাথে মিলিয়ে দেখা দরকার। কেননা আমি একই কথা শুধুমাত্র সংক্ষেপে বলেছি। আর শেষ যে কথাটি বলেছেন যে,
Code:
 কিন্তু কোন মাইনার যদি চায় যে সে বেশি ফি দেয়া ট্রাঞ্জেকশন না নিয়ে অন্য ট্রাঞ্জেকশন নিবে সেটাও সম্ভব, শুধু তার সফটওয়্যার এর কোড পরিবর্তন করতে হবে।
এখন আমার প্রশ্ন, আসলেই সকল মাইনার কি কোড পরিবর্তনের জন্য বসে রয়েছে? কিংবা এক্সিলেরশনগুলো কি এমন কোড পরিবর্তনের মাধ্যমে করা হয়?

আমার তো মনে হয় নাহ, তারা মাইনাররা মেইনটেন্স ছাড়া এমন কোড পরিবর্তনের জন্য বসে থাকবে। আর যদি মাইনাররা এমন কোড পরিবর্তন করতে থাকে, তাহলে বিটকয়েনের ব্লকচেইন কী আদৌ ডিসেন্ট্রালাইজ থাকবে? কারণ আমার পরিচিত মাইনারের হ্যাসরেট বেশি। আমি চাইলেই চুরি করা বিটিসি কিংবা অবৈধ বিটিসি তাকে রিকুয়োস্ট করে জলদি কনফার্ম করায় নিলাম। এরপর মিক্সার ব্যবহার করে, লাপাতা। ( শুনতে কিছুটা হাস্যকর লাগলেও সম্ভব কিন্তু)  Grin

সর্বশেষে এটি বলবো যে, মাইনাররা চাইলে হয়তো আপনার কিংবা আমার ট্রান্সজেকশন এড করতে পারবেন। কিন্তু এক্সিলেরশন করা ট্রান্সজেকশনগুলো অটোমেটেড, এমন মাইনারদের দ্বারা কোড পরিবর্তন করে সংযুক্ত করা হয় নাহ আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি, সেটি থেকে বললাম।  Wink

আরো একটি বিষয়, আমরা চাইলে এটি নিয়ে ইন্টারন্যাশনাল ফোরামে কথা বলতে পারি, আসলে কোনটা সত্য। কারণ আমরা অনলাইনে কিংবা বিভিন্ন সোর্স থেকে যেসব তথ্য পাচ্ছি, তার ভিত্তিতে উত্তর দিতেছি। যদি কোনো বড় মাইনিং পুল এটির উত্তর দেয়, তখন আসলে কার কথা সঠিক সেটি জানা যাবে।  Grin
20  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 09, 2023, 09:58:35 PM

বি:দ্র: আমি গত একমাসের সকল পোষ্ট পড়ার পর, এই দুইপোষ্টে রিপ্লাই দেওয়া মনে করলাম



প্রথমে আসি এইটা কি এবং কিভাবে কাজ করে।

এক্ষেত্রে, যদি আপনার কোন পরিচিত মাইনার থাকে যারা নিয়মিত ব্লক পেয়ে থাকে তাদের বললেই তারা আপনার লেনদেনে ফি কম হলেও পরবর্তী ব্লকে এড করে দিতে পারবে।

বিষয়টি মোটেও এমন নাহ। যেকোনো ব্লকচেইনে মাইনাররা নিজের ইচ্ছায় কোনো কিছু করে নাহ, বরং কম্পিউটিং পাওয়ার দিয়ে ব্লক কনফার্মের সময় যেকসল ট্রান্সজেকশনে মাইনার টিপ দেয়া থাকে কিংবা বেশি ফি দেওয়া থাকে। সেগুলো মাইনারদের মাইনিং মেশিনগুলো অটো নিয়ে নেয়। আপনি যদি যেকোনো বিটকয়েনের ট্রান্সজেকশন দেখেন, তাহলে দেখবেন তারা ব্লক কনফার্মের পাশাপাশি মাইনটিং টিপ পেয়ে থাকে। আর সকল বিটকয়েনের মাইনিং শেষ হলে, মাইনাররা মাইনিং করবে কি নাহ, সেটি উত্তরও এটি।

এখন আসি বিকটয়েন এক্সিলেরশনের বিষয়টি, যেমনটা বললাম মাইনটিং টিপ অনুযায়ী মাইনাররা ট্রান্সজেকশনকে নিয়ে থাকে, নিজের ইচ্ছায় কখনো নেয় নাহ। এটি স্ক্রিপ্টের মতো বলতে পারবেন, কিংবা প্রোগ্রামিং এর লজিকের মতো। যখন আমরা এক্সিলেরশনের সাইটগুলো ব্যবহার করি, তখন ওয়েবসাইটগুলো তাদেরক পার্টনার মাইনিং ফার্মগুলোকে ট্রান্সজেকশনটি পাঠায় এবং আপনি নিজের অজান্তেই অল্প হলেও কিছু মাইনিং টিপ দিয়ে দেন। আপনি যেমন এক্সিলেরশন করতেছেন, তেমন অন্যান্য ব্যবহারকারীও করতেছে। তার মানে যদি ঘন্টায় ১০ টা এক্সিলেরশন রিকুয়েস্ট হইলে মাইনারগুলো একটি ভালো মানের মাইটিং টিপ পেয়ে যায়, যদিও মাইনিং টিপগুলো কম হয়েও থাকে। সর্বমোটে কিন্তু ভালো একটি এমাউন্ট হয়ে থাকে। তখন মাইনার সেই এক্সিলেরশনের ট্রান্সজেকশনগুলো কনফার্ম করায়। এই হলো আসলো কাহিনী। আশা করি বিষয়টি আপনি এবং অন্যান্য ব্যবহারকারীরা বুঝতে পেরেছেন।  Wink



কিভাবে BTC অন্যান্য ব্লকচেইনের সাথে সংযোগ স্থাপন করে?

এখন omnichain ট্রান্সজেক্টশন নামক পদ্ধতি চালু হয়েছে, যেখানে আপনি বিটকয়েন ব্লকচেইন থেকে অন্যান্য EVM Chain ব্লকচেইনে ক্রিপ্টো ব্রিজ কিংবা লেনদেন করতে পারবেন।
Pages: [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 ... 89 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!