Bitcoin Forum
May 05, 2024, 05:11:11 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 [16] 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 »
301  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 06, 2023, 01:14:57 PM


@HelliumZ congratulations!!
এটা দেখে মনে হয় পরিশ্রম সত্যিই সৌভাগ্যের চাবিকাঠি। যারা পরিশ্রম করে যাচ্ছেন, তারা অবশ্যই এর সুফল ভোগ করবেন ইনশাআল্লাহ। আপনার নতুন জার্নির জন্য আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি বাংলা লোকাল থ্রেডটাকে ভুলে যাবেন না।
302  Economy / Reputation / Re: [v2][Self Moderated] In Merits, Count Down To Your Next Rank... on: November 05, 2023, 05:50:49 AM
My Countdown to Get "Full Member" Rank
Number of merit(s) left: 21 18

I want to get support to grow my new Journey on Full Member.
303  Other / Archival / Re: Account Birthday on: November 04, 2023, 05:16:25 PM
I was fascinated that random strangers on the internet would basically answer every question that could potentially arise about Bitcoin.

It's a beautiful example of how the Internet can be a powerful tool for education and empowerment. Really Bitcoin community has a strong concept of sharing tools to improve the positive impact of this technology.

304  Economy / Reputation / Re: [v2][Self Moderated] In Merits, Count Down To Your Next Rank... on: November 04, 2023, 04:39:10 PM
My Countdown to Get "Full Member" Rank
Number of Merit(s) left: 25


I want to get a little support to grow my new Journey Through Bitcointalk.


My countdown to full member rank
Number of merit(s) left: 25 18 0


It's a happy day to hear your Full Member Rank. Many Many Congratulations.
305  Other / Beginners & Help / Re: [Merit] Help posts in local boards that did not receive enough merits on: November 03, 2023, 05:49:24 AM
2nd Entry

1. https://bitcointalk.org/index.php?topic=631891.msg62866134#msg62866134

2. https://bitcointalk.org/index.php?topic=631891.msg62977523#msg62977523

3. https://bitcointalk.org/index.php?topic=631891.msg62914793#msg62914793

4. https://bitcointalk.org/index.php?topic=631891.msg62191540#msg62191540

5. https://bitcointalk.org/index.php?topic=631891.msg62184625#msg62184625

6. https://bitcointalk.org/index.php?topic=631891.msg62158170#msg62158170

7. https://bitcointalk.org/index.php?topic=631891.msg62436879#msg62436879

8. https://bitcointalk.org/index.php?topic=631891.msg62421350#msg62421350

9. https://bitcointalk.org/index.php?topic=631891.msg62418302#msg62418302

10. https://bitcointalk.org/index.php?topic=631891.msg62385669#msg62385669
306  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: October 28, 2023, 12:44:01 PM
It's a big challenge to win for New Zealand. It's not quite possible.
307  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: October 28, 2023, 12:00:10 PM
New Zealand will win today's match



Yet it is a chance for New Zealand to win today's match. New Zealand players do well. 388 is not a big score for New Zealand. On the other hand, if the bowling line in Australia occurs miracles then it converts the favor of Australia.




On the other hand, Bangladesh has a positive impact on today's match. I hope Bangladesh will win today but it's not needed at this time. It's just a formula to play there.
308  Local / Other languages/locations / এ নিউ বুল ইজ কামিং টু ওয়াল স্ট্রিট on: October 26, 2023, 11:53:05 AM


বিটকয়েন বিশ্বের সর্বপ্রথম এবং সবচেয়ে বিখ্যাত কারেন্সির মধ্যে অন্যতম। আবারো বিটকয়েনের মার্কেট সামনের দিকে অশ্বের ন্যায় ধাবিত হচ্ছে। এই ডিসেন্টালাইজ মুদ্রাটি বর্তমানে সবার দৃষ্টির কেন্দ্র বিন্দুতে রয়েছে। ঠিক যেন, বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদের মত। রিয়াদ যেমন অনেক ঝড় ঝাপটা পেরিয়ে নিজের প্রতিভাকে প্রজ্জ্বলিত করে যাচ্ছে। ঠিক তেমনি, অনেক দীর্ঘ সময় একই জায়গায় স্থির থেকে অনেক ঝড়ঝাপটা অতিক্রম করে, বিটকয়েন -ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিটকয়েনের সাম্প্রতিক পুনরুত্থান যেন স্বস্তির নিঃশ্বাস কারেন্সি হোল্ডারদের। ২০২৩ সালের এটি যেন "স্বর্ণ ক্ষণ...!" বড় বড় কর্পোরেশন এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো সহ প্রাতিষ্ঠানিক ব্যবসায়ীরা এখন বিটকয়েনকে ভবিষ্যতের হাতিয়ার হিসেবে গণ্য করছে।
309  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 25, 2023, 07:24:08 AM
~
তবে মনে রাখবেন বিটকয়েন কিনে রাখলে কোন ঝুঁকি নেই। আপনি অন্য কোন কয়েন না কিনে শুধুমাত্র বিটকয়েনে বিনিয়োগ করে কয়েক বছরের জন্য হোল্ড করুন।

আমি আপনার @HelliumZ সাথে একমত কিন্তু যদি @AirtelBuzz আপনি সীমিত সময়ের জন্য ইনভেস্ট করে থাকেন তাহলে কিন্তু আপনি আবারো লসে পড়বেন। তবে আপনার প্রতি অনুরোধ থাকবে, আপনি যেটাই করবেন চিন্তা ভাবনা করে সঠিক ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করবেন। কারো পরামর্শে পরিচালিত হয়ে, কোন ভুল সিদ্ধান্ত নিবেন না। আপনি চাইলে সিনিয়র ভাইদের পরামর্শ নিতে পারেন। তবে @HelliumZ ভাইয়ের পরামর্শ অনুযায়ী, আপনি অন্য কোন কারেন্সিতে ইনভেস্ট না করে বিটকয়েনে ইনভেস্ট করতে পারেন।
310  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: October 25, 2023, 07:08:05 AM
Do you guys think whether the Netherlands team can defeat Australia today?
~
So Australia will win today's match if no miracle happens.

Hey OP,

I couldn't agree with you because "Cricket is a game where anything can happen at any time." However, as the points table shows, Australia is in a better position. But the Netherlands as a new team will never win against Australia. We all know this naturally. But it cannot be asserted that Australia will win Today. Because every team participates in the game to win. For your kind information, you can come and watch the match between Pakistan and Afghanistan.

311  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 25, 2023, 05:23:29 AM


আপনার বয়স যদি ৮০ থেকে ৯০ দশকের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি সবগুলো মুদ্রাই দেখেছেন আশা করি। বাংলাদেশের মুদ্রা এবং তার উৎপাদন সাল। আপনি কোন কোন মুদ্রা ব্যবহার করেছেন?

আমার মনে আছে ৯০ দশকের শুরুর দিকে। আমি ৩ টাকা হালি ডিম বিক্রি করেছি। আর আমার সেই সোনার বাংলায় সেই ডিম এখন ৬০ টাকা, ৭০ টাকা, ৮০ টাকা কিনে খেতে হয়। যেখানে ইটালিতে এক কেজি গরুর মাংস ৫০০ টাকার মধ্যেই পাওয়া যায়, সেখানে বাংলাদেশে ১ কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা গুনতে হয়! গত ২ বছর আগেও এক পোয়া মরিচ কিনতাম মাত্র ৫ টাকা দিয়ে, এখন এক পোয়া কিনতে হয় ৪০ টাকা, ৫০ টাকা দিয়ে।

হায়রে... আমার সোনার বাংলা? বিশ্বকবির "সোনার বাংলা"; নজরুলের "বাংলাদেশ" জীবনানন্দের "রূপসী বাংলা" রূপের  যে তার নেইকো শেষ, "বাংলাদেশ"।

আমার প্রশ্ন হচ্ছে, জীবনানন্দ, নজরুল, রবীন্দ্রনাথ যদি এখন বেঁচে থাকতো তাহলে কি উনারা বাংলাদেশে অবস্থান করতেন? আমি তো নিশ্চিত, নজরুল কৈলাশে অবস্থান করতেন।

Quote
~



আলহামদুলিল্লাহ তাহলে বিটকয়েনের সুদিন আসতেছে মনে হচ্ছে। যাইহোক সকল বিটকয়েন হোল্ডারদের প্রতি শুভকামনা রইল।

আগে Bounty করতাম এখন এগুলো করে কোন কিছু হয় না বিধায় চাকরি করতেছি একটি প্রাইভেট কোম্পানিতে। এখন Cryptocurrency মার্কেটের অবস্থা খুবই শোচনীয়।

যাক একজনকে তো পাওয়া গেল, যিনি বলতেছেন বাউন্টি করে এখন আর কিছু হয় না। আমি তো শুনেছি ভাই, বাউন্টি করে অনেকেই লাখপতি হয়ে গেছেন। ভাই, আপনি যেটাই করেন, মনোযোগ স্থির করে একটা বিষয়ে প্রকাশ করেন, এত ভালো করতে পারবেন‌‌। আল্লাহর উপর বিশ্বাস রাখেন, যেকোনো একটা বিষয়ে ফোকাস করেন। দেখবেন আল্লাহ কোথায় আপনার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। কেউ জানেন না। বিটকয়েন ফোরামের সাথে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে।

আমার কাছে ১২৯ ডলার আছে যেগুলো দিয়ে আমি কয়েন কিনে হোল্ড করে রাখতে চাচ্ছি। এমন কোন কয়েন আছে যেটা হোল্ড করে রাখলে ভালো প্রোফিট আসবে।
বিটকয়েন কিনে রাখলে ভালো হবে নাকি অন্যান্য কয়েন।

আমার মনে হয় এই বিষয়ে ভালো বলতে পারবেন @Little Mouse ভাই, @Shasan ভাই, @LDL ভাই, @LEarn Bitcoin ভাই। আশা করি ওনারা আপনাকে ভালো একটা পরামর্শ দিবেন।
312  Economy / Games and rounds / Re: Sportsbet.io 🥊 Fury vs Ngannou 🥊 (Saturday, 28 October) on: October 24, 2023, 10:08:57 AM

1. Ngannou
2. 7
3. 4
313  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 24, 2023, 06:03:14 AM
মার্কেট এনালাইসিস করতে না পারলে ফিউচার ট্রেডিং ছেড়ে দেন। ফিউচার ট্রেডিং করে আজ পর্যন্ত কেউ সফল হতে পারেনি। ফিউচার ট্রেডিং ছেড়ে দেন পারলে স্পট ট্রেডিং করেন যদিও কম প্রফিট হবে তারপর ও আপনার তহবিল হারানোর সম্ভাবনা নেই।


@2Pizza410000BTC ভাই, আপনার এই পরামর্শটা আমার সত্যি খুব ভালো লেগেছে। ফিউচার ট্রেডিং অবশ্যই লাভজনক যদি মার্কেট রিসার্চটা সঠিকভাবে করতে পারেন। ফিউচার ট্রেডিংয়ে লাভ লস যে কোন কিছু হতে পারে। অবশ্যই ফিউচার ট্রেডিংয়ে ধৈর্য ধরে বসে থাকতে হবে। আর আপনি যদি ধৈর্য ধরতে না পারেন তাহলে অবশ্যই ফিউচার ট্রেডিং আপনার জন্য না। আপনি স্পট ট্রেডিং করতে পারেন, স্পট ট্রেডিং কিন্তু আপনার মূলধন হারানো সম্ভব না নাই। আমি নিজেও অল্পস্বল্প স্পট ট্রেডিং করেছি পূর্বে।
314  Economy / Goods / Re: [WTS] [Sale] 🏠 Selling a big house in Portugal for Bitcoin or Ethereum 🏠 on: October 24, 2023, 05:50:35 AM
I’m selling this house in Portugal:

https://www.imovendo.pt/imoveis/ver/56549p



The house has 3 floors, pool, sea view, garage, snooker table, 7 minutes from the beach, etc.

I am the owner. The price is 545k EUR equivalent in Bitcoin or Ethereum at the time of sale.


It's a very good offer, If you want I can help you to sell it locally in Portugal.
315  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 24, 2023, 04:59:31 AM

পরবর্তীতে আপনি আরেকটু ভালোভাবে গবেষণা করে তারপরে ফিউচার ট্রেডিং করতে যাবেন। মনে রাখবেন ভাগ্য সব সময় ফেভার করে না। আপনি হতাশ না হয়ে যে পরিমাণ বিটকয়েন আছে এই মুহূর্তে ওই পরিমাণ বিটকয়েন হোল্ড করে রেখে দিন। কে বলতে পারে ওই পরিমাণ বিটকয়েন আপনার বর্তমানে যে লস খেয়েছেন সেই লসটা রিকভারি করে দেবে।

@LDL ভাইয়ের সাথে আমিও একমত পোষণ করছি। @Bitcoin_people ভাই একটু ধৈর্য ধরেন, মার্কেট রিসার্চ করে একটু অপেক্ষা করেন। খুব তাড়াতাড়ি ভালো কিছু হবে, ইনশাআল্লাহ। একটা কথা গ্রামবাংলায় প্রচলিত আছে, আল্লাহ যখন কাউকে দেন, তখন কাঁচা খোলার সময় থাকে না; কিন্তু তার ভাগ্যের চাকা খুলে যায়!!! আলহামদুলিল্লাহ,  আল্লাহর উপর ভরসা রাখুন, দেখবেন ভালো কিছু হবে!!! আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন!
316  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 23, 2023, 11:35:42 AM
পাবলিক নতুন নতুন একাউন্ট খুলে হুদাই আজাইরা স্প্যাম করে করে একাউন্ট এর র‌্যাংক বাড়াতো। তারপর আসলো মেরিট সিস্টেম। মেরিট সিষ্টেম আসার পর স্প্যামারদের মাথায় হাত। কোয়ালিটি পোষ্ট না করে আর কেউ র‌্যাংক আপ করতে পারবে না।

প্রথম মেরিট লেনদেনটা কাদের মধ্যে হয়েছিল?
317  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 23, 2023, 08:04:57 AM
হাল ফিন্নি এবং সাতোশি নাকামোতো-র মধ্যে যে ১০ বিটিসি লেনদেনটা হয়েছিল। মূলত সাতোশি হালফিন্নকে ১০ বিটিসি দিয়েছিল, কেন দিয়েছিল? সাতোশি নাকামোতো বেশ কিছু ব্যক্তিকে বিটকয়েন পাঠিয়েছিল, তাদের মধ্যে হাল ফিন্নির নাম কেন উঠে আসলো? অন্য সবার নাম কেন উঠে আসলো না? এই বিষয়টা নিয়ে আমার কনফিউশন দূর হচ্ছে না।

আর একটা বিষয় মাথার মধ্যে খুব ঘুরপাক খাচ্ছে। আমি শুনেছিলাম, বিটকয়েনটক ফোরামে মেরিটের ব্যবস্থা পূর্বে ছিল না, কিন্তু পরবর্তীতে মেরিটের ব্যবস্থাটা কেন করা হয়েছিল? এর উদ্ভাবক কে ছিল? এবং প্রথম মেরিট লেনদেনটা কাদের মধ্যে হয়েছিল?

যদি সিনিয়র @LittleMouse, @LDL ভাই জেনে থাকেন আমাকে একটু জানালে উপকৃত হইতাম।
318  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 ACTUAL DISCUSSION THREAD! on: October 23, 2023, 05:07:29 AM


If Afghanistan beats Pakistan today then it will be beneficial for Australia to stay in 4th position in this ICC World Cup. If The upcoming 25th of October, Australia Beats New Zealand then it will be a great play.

Also, India played well. Congrats to India for its best performance. Keep it Up.
319  Local / Other languages/locations / Re: জীবন এর প্রথম Bitcoin উপার্জন। on: October 23, 2023, 04:43:05 AM


তিনি আমার জন্য অনেক উপকারী একটি মানুষ।

আপনার জীবনের প্রথম উপার্জন দিয়ে আপনার বাবা-মা যদি বেঁচে থাকে তাদেরকে কোন গিফট দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন আপনার বাবা-মা খুশি তো স্বয়ং আল্লাহ পাক খুশি।


এটা সত্যিই অনেক বড় তৃপ্তির একটা জায়গা যে, "জীবনের প্রথম ইনকাম, সত্যি..."। আশা করব, জীবনের প্রথম ইনকামের টাকা অবশ্যই ভালো কোন কাজে খরচ করবেন! @LDL ভাই যদিও বলে দিয়েছেন, যে এই টাকা থেকে আপনার বাবা-মায়ের জন্য কোন গিফট কিনে দিলে তারা খুশি হত। আসলেই বাবা-মায়ের খুশির উপর আর কোন খুশি হয় না। বাবা-মা যে সন্তানকে কতটা ভালোবাসে! আসলে যে প্রকৃত সন্তান, সেই বিষয়টা বুঝতে পারে!!! বিশেষ করে বাবার কথা, না বললেই না...! সব সন্তান শুধু বাবার উপরের শাসনটা দেখে কিন্তু বাবার ভিতরের মনটা অনেক সন্তানই বুঝতে পারে না। সন্তানের কিছু হলে বাবা নামক ব্যক্তিটা যে কতটা কষ্ট পায় সে কথা বলে বোঝানো যায় না।

গত এক সপ্তাহ আগে আমার বড় ছেলেটার ছোটখাটো এক্সিডেন্ট হয়, সেই এক্সিডেন্টের কথাটা শুনেই আমি যে কতটা কষ্ট পেয়েছি, কাউকে বুঝাইতে পারবো না। বুকের ভিতর থেকে কি যেন এক অজানা কষ্ট অশ্রু হয়ে বেরিয়ে আসে।।। ভালো থাক পৃথিবীর সব বাবা-মা।

পরিশেষে @Suzume ভাইরে, একটা কথাই বলবো, যত ব্যস্ততার মাঝেই হোক ফোরাম একটু সময় দিয়েন।



সেন্টিবেল মেরিট না থাকাই ভাইরে মেরিটটা দিতে পারলাম না।।।
320  Economy / Reputation / Re: "Bitcointalk" is part of my family living life & my "Baby birthday celebration" on: October 22, 2023, 09:20:21 AM
~

OP, Thanks for sharing your thoughts here. It's a celebration of your daughter's birthday, not only yours only but also the whole Bitcointalk Community. I'm very happy to see this topic here, but why do you share your family picture here? Don't know the safety of your own personality? You know Bitcoin is officially banned from your Country. For that anytime you can face any issues from the government. Please safe your children, safe your family.
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 [16] 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!