Bitcoin Forum
May 05, 2024, 10:46:50 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 [25] 26 27 28 29 30 »
481  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 18, 2023, 01:45:31 PM
History on Bitcointalk[Thread] posted by [xtraelv]

রও একটি কুইজ নিয়ে আসলাম আজকে সবাই অংশগ্রহন করবেন। আমি কুইজ তৈরি করতে গিয়ে অনেক তথ্য জানতে পারি তাই কুইজ তৈরি করতে আমার ভালোই লাগ।আসলে একটা কুইজ তৈরি করতে অনেক সময় লাগে। আমার মূল উদ্দেশ্য আমরা যেন কিছু শিখতে পারি নতুন যারা আছে তারা ফোরাম সম্পর্কে কিছু জানতে পারবে।

কুইজ খেলতে লিঙ্কে ক্লিক করুন https://bounty-inspectors.involve.me/bitcoin-and-bitcointalk-quiz

বিঃদ্রঃ: কুইজের অনেক বিষয় আমাদের ফোরাম থেকে নেওয়া হয়েছে। কোন ভুল হয়ে থাকলে আমাকে জানাবেন আমি আপনাদের মতামত যত্নসহকারে গ্রহণ করব



@Bounty Inspectors ভাই, নিঃসন্দেহে আপনার এই দ্বিতীয় কুইজটি জ্ঞানের অবিমিশ্র উপাদান ছিল এবং এই কুইজটি খেলে আমি ভালো একটা স্কোর করেছি সেজন্য আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে। কিন্তু আমি এই কুইজটিতে কিছু বাগ দেখতে পেয়েছি এবং কিছু জায়গায় যদি কিছু কাস্টমাইজ করা হতো তাহলে বিষয়টা দেখতে আরো বেশি ভালো লাগতো। যেমন ইউজার নেম সাবমিট করার বিষয়টা যদি প্রথমে থাকতো তাহলে ভালো হতো। কিছু বিষয়ে আরো কাস্টমাইজ করার দরকার আছে, তার মধ্যে প্রথম যেটা করা খুব জরুরী ছিল সেটা বলা হল।
482  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 16, 2023, 11:21:30 AM
[সকলের দৃষ্টি আকর্ষণ করছি]

আমি বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে ২০ টি  কুইজ তৈরি করেছি। যাতে করে আমরা বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু জানতে পারি। অনেকেই হয়তো কুইজের সকল বিষয়ের সঠিক উত্তর জানেন। কিন্তু যারা নতুন, হয়তো তারা কিছু শিখতে পারবে।কুইজে ২০টি প্রশ্নের সঠিক উত্তর ভরাট করে Submit অপশনে ক্লিক করলে আপনার কুইজ রেজাল্ট দেখতে পারবেন।
কুইজ খেলতে লিঙ্কে চাপুন https://quizzory.in.Bounty Inspectors

[বিঃদ্রঃ: কুইজের অনেক তথ্য  আমাদের ফোরাম থেকে নেওয়া । আমার কোন ভুল হলে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের মতামত যত্নসহকারে গ্রহণ করবো]

@Bounty Inspectors ভাই, আপনার নেক্সট কুইজ কবে আসবে। সত্যি কথা বলতে কি, কুইজ খেলতে আমার ভালোই লাগে। আর সবচেয়ে পজিটিভ বিষয় যেটা সেটা হচ্ছে যে, এই কুইজের মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি। তাই আমার মনে হয় ভাই, আপনি যদি প্রতি সপ্তাহে একটা করে কুইজ রাখেন, সেটা নির্দিষ্ট কোন একটা দিনে। তাহলে মনে হয়, সবাই অধীর আগ্রহে কুইজের জন্য অপেক্ষা করবে। যেমনটা আমি মন থেকে অপেক্ষা করছি। ভাই, আপনি আমাদের এই অপেক্ষার একটা সুরাহা করবেন অবশ্যই আশা করি। আপনার দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এই বিটকয়েন ফোরামে।
==============================================================================================

@LDL ভাই, আপনি বোধহয় সাংসারিক ব্যস্ততার কারণে সময় দিতে পারছেন না। আপনাকে না দেখলে আমার কেমন যেন ভাল লাগেনা। আপনার ভালো ভালো পোষ্টের জন্য সব সময় অপেক্ষা করে বসে থাকি। আপনার এই পোস্টগুলো সত্যিই অনেক বেশি গুরুত্ব বহন করে। আশা করি সাংসারিক ব্যস্ততার কারণে আমাদেরকে ভুলে যাবেন না।

আর একজন ভাইয়ের কথা না বললেই না। তিনি হলেন আমাদের গ্রুপের মোস্ট সিনিয়র বড় ভাই @little Mouse ভাই, আপনাদের মত ভাইয়েরা আছেন বলেই, আমরা এই বাংলা বাংলাদেশের লোকাল ফোরামে একটু স্বাচ্ছন্দে অনেক কিছুই জানতে পারছি। আশা করি ভাই ব্যস্ততার কারণে আমাদেরকে ভুলে যাবেন না।
483  Economy / Collectibles / Re: [FREE RAFFLE] 509th ฿ECAUSE I AM STILL IN A GOOD MOOD-CYPHER HODL PRINTED COIN on: April 15, 2023, 04:14:42 PM
10 - roksana.hee

Please and thanks, brother!
484  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 15, 2023, 03:17:08 PM
গত ৮ই এপ্রিল থেকে ১৫ এপ্রিল বিটকয়েনের প্রাইস হিস্ট্রি। ১৪ এপ্রিল ভইলিয়াম ছিল সর্বোচ্চ। যা দেখার মত ছিল। তারমানে ক্রিপ্টোকারেন্সি, বিশেষ করে বিটকয়েনের বাজার বাড়ছে। খুব আশাবাদী। মনে হচ্ছে, আর খুব দেরি নাই বিটকয়েনের সেই কাঙ্খিত বাজার দেখার।
485  Local / Other languages/locations / Re: ঈদের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নেই।।। on: April 14, 2023, 09:22:58 AM



বেশ কিছুদিন ধরে একটা পোস্ট লিখব বলে মনস্থির করে রেখেছিলাম কিন্তু আজকে পোস্টটা সকলের উদ্দেশ্যে লিখেই ফেললাম। আসন্ন ঈদ উপলক্ষে আমার এই পোস্টটি লেখা। আমরা মুসলমান জাতিরা বছরে দুইটা ঈদকে খুবই জাঁকজমকপূর্ণ পালন করার চেষ্টা করি । ধনী, গরিব, মধ্যবিত্ত সকল শ্রেণীর মানুষ কম বেশি ঈদের আনন্দকে পরিবারের সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অনেক কষ্ট করে ,সংগ্রাম করে।

কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মানুষের ক্রয়ক্ষমতার বাইরে, মুদ্রাস্ফীতি ও শতশত সমস্যার মধ্যে পারিবারিক খরচ চলাতে হিমশিম খাচ্ছে। ভালোভাবে খেয়াল করুন আমাদের বাড়ির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম শত শত পরিবার। এসব পরিবারের মাঝে আমাদের উচিত ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া।
আমরা এখানে যারা আছি কম বেশী সবাই কিছু না কিছু ইনকাম করে থাকি। আমরা যারা ইনকামের সাথে জড়িত আছি তাদের উচিত আমাদের নিজেদের জন্য সামান্য কিছু আইটেম কম ক্রয় করে আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নিম্নবিত্ত ও গরিব মানুষের মাঝে সামান্য কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসের ফজিলত দ্বারা একথায় বারবার বুঝিয়েছেন। সারাদিন রোজা রেখে আমরা যে আত্মার পরিশুদ্ধি অর্জন করি এবং রোজা রাখলে যে শারীরিক কষ্ট হয় সেই কষ্টের অনুভূতি আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা বাড়ির চারপাশের মানুষের কষ্টের অনুভূতির প্রতিফলন। আল্লাহ তাআলা মানুষের এসব কষ্টের অনুভূতি বোঝানোর জন্য রমজান মাসের হুকুম করেছেন।
তাই আমাদের যাদের সামর্থ্য আছে তারা অন্ততপক্ষে গরিব-দুঃখীদের জন্য সামান্যতম সাহায্যের হাত বাড়ানোর তৌফিক দান করেন। আমিন।।।।।


ঈদের শুভেচ্ছা পোস্ট, আমি করতে চাইছিলাম। যাইহোক @LDL ভাই আপনি করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের  ফ্রেন্ডদের একটা গ্রুপ আছে, আমরা প্রতি বছর এই রমজানে মাসে 100 পরিবারকে তাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রোভাইড করি। আমরা সকলেই জানি, মহান রাব্বুল আলামিন এই পবিত্র মাসের দান খয়রাতের জন্য ৭০ গুণ বেশি সব লিখে দেন তার আমলনামায়। আর এই দান খয়রাতের মাধ্যমে ধনী এবং গরিবের মধ্যে যে বৈষম্য সেটা কিছুটা হলেও দূর হয়। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন।

বাংলাদেশের এই লোকাল থ্রেডের পক্ষ থেকে,
সবাইকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা ও সাথে নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

আসুন আমরা সবাই মানুষের সহযোগিতায় নিজেদেরকে উৎসর্গ করি, তাইতো কবি বলেছেন, "সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।"
486  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 13, 2023, 10:13:50 PM
Kissশুভ নববর্ষ Kiss


আগমন বিদায়ের অপর পাতার সত্য,আগমনের আনন্দে হারায় যে বিদায়ের করুণ রোদন,তাতে লেখা রয়ে গেলো কতো স্মৃতি অম্ল-মধুর।জীবনের ধন কিছুই যায় না ফেলা------------------ বিদায় ১৪২৯। স্বাগত ১৪৩০ বঙ্গাব্দ, বাঙালির জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দ। বাংলা লোকাল থ্রেডে বিটকয়েনটক হয়ে উঠুক আরো বেশি সমৃদ্ধশালী। আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেল আরো একটি বছর। বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা। হাসিখুশি আর আনন্দে কাটুক প্রতিটি প্রাণ। শুভ নববর্ষ।


Quote
ঢাকায় রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা

পহেলা বৈশাখ উদ্‌যাপনের জন্য নগরবাসী লাইন ধরে রমনা পার্কে প্রবেশ করছে
বাংলাদেশের রাজধানী ঢাকায় পহেলা বৈশাখের মূল অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে নতুন বছরের সূর্যকে আহ্বান। পহেলা বৈশাখ সূর্যোদয়ের পর পর ছায়ানটের শিল্পীরা সম্মিলিত কণ্ঠে গান গেয়ে নতুন বছরকে আহ্বান জানান। বর্ষবরণের এই সঙ্গীতানুষ্ঠানটি ঢাকার রমনা পার্কের রমনা বটমূলে অনুষ্ঠিত হয়।[২২] স্থানটির পরিচিতি বটমূল হলেও প্রকৃতপক্ষে যে গাছের ছায়ায় মঞ্চ তৈরি হয় সেটি বট গাছ নয়, অশ্বত্থ গাছ। ১৯৬০-এর দশকে পাকিস্তানি শাসকগোষ্ঠীর নিপীড়ন ও সাংস্কৃতিক সন্ত্রাসের প্রতিবাদে ১৯৬৭ সাল থেকে ছায়ানটের এই বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা।

বউমেলা

ঈশা খাঁর সোনারগাঁওয়ে ব্যতিক্রমী এক মেলা বসে যার নাম বউমেলা, এটি স্থানীয়ভাবে "বটতলার মেলা" নামেও পরিচিত। জয়রামপুর গ্রামের মানুষের ধারণা, প্রায় ১০০ বছর ধরে পহেলা বৈশাখে শুরু হওয়া এই মেলা পাঁচ দিনব্যাপী চলে। প্রাচীন একটি বটবৃক্ষের নিচে এই মেলা বসে, যদিও সনাতন ধর্মাবলম্বীরা সিদ্ধেশ্বরী দেবীর পুজোর জন্য এখানে সমবেত হয়। বিশেষ করে কুমারী, নববধূ, এমনকি জননীরা পর্যন্ত তাদের মনস্কামনা পূরণের আশায় এই মেলায় এসে পূজা-অর্চনা করেন। সন্দেশ-মিষ্টি-ধান দূর্বার সঙ্গে মৌসুমি ফলমূল নিবেদন করে ভক্তরা। পাঁঠাবলির রেওয়াজও পুরনো। বদলে যাচ্ছে পুরনো অর্চনার পালা। এখন কপোত-কপোতি উড়িয়ে শান্তির বার্তা পেতে চায় ভক্তরা দেবীর কাছ থেকে।

বাংলা নববর্ষের ইতিহাস : https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AA%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE_%E0%A6%AC%E0%A7%88%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%96
487  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 13, 2023, 05:28:03 PM
Quote
Whirlwind.money | Avatar Contest | Create avatars and win BTC | Ends May 7th!

কনটেস্ট লিংক: https://bitcointalk.org/index.php?topic=5447982.0

আপনারা চাইলেই অংশগ্রহণ করতে পারেন। শেষ হবে যে মাসের 7 তারিখে। নিচে আমি আমার কাজের লিংকটি সাবমিট করলাম।

লিংক: https://bitcointalk.org/index.php?topic=5447982.msg62085238#msg62085238

Quote
Task No 1:


Task No 2:


All of my Seniors will pray for me, To give there my best services in the field of Graphic Design.

488  Economy / Services / Re: Whirlwind.money | Avatar Contest | Create avatars and win BTC | Ends May 7th! on: April 13, 2023, 05:14:46 PM
Here is my first task on BitcoinTalk. I hope it will be chosen by all of you. Have a great journey!
@Hhampuz, if you need any changes there or any custom design about your own concept. Surely I can do it.

Task No 1:


Task No 2:


All of my Seniors will pray for me, To give there my best services in the field of Graphic Design.

Here is the actual avatar size.

Avatar size 1:


Avatar size 2:




BTC Address
bc1qvlccvlt3lkvqezphr6fpl907vh3f6d2l8z5xuf



489  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 12, 2023, 06:24:24 PM
এখন টপিক ক্রিয়েট করা যায় কিন্তু সমস্যা হচ্ছে সাপোর্ট দেয়ার জন্য পর্যাপ্ত হাই র‍্যাংক আমি মনে করি নাই। আমাদের এই সেকশন থেকে ৮-১০ জন হিরো লিজেন্ডারি মেম্বারের পাশাপাশি মোটামুটি ২৫-৩০ জন ফুল মেম্বার+ সাপোর্ট পেলে বোর্ড পাওয়া যাবে। বারবার আবেদন না করে আমার মনে হয় পর্যাপ্ত মেম্বার হওয়ার পর আবেদন করাই ভালো হবে। আমি চাচ্ছি আরো কিছু মেম্বার র‍্যাংক আপ করুক, আরো কিছু মেম্বার এক্টিভ হউক। তাহলেই আমরা আবেদনে পর্যাপ্ত সমর্থন পাবো এবং আমাদের আবেদনের ওয়েট থাকবে, যা থিমস ফেলে দিতে পারবে না। অন্যান্য মেম্বারদের মতামত আশা করছি।

বি:দ্র: বর্তমানে যে এক্টিভিটি বৃদ্ধি পাচ্ছে, এটার ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ। এটা থাকলে কেবল তখনই আমরা লোকাল বোর্ড আশা করতে পারি।
আপাতত আমাদের এখানে
Little Mouse (legendary)
Shasan (Legendary)
BitcoinDream (legendary)
Malekbaba (legendary)
Review Master (Sr Member)
Crypto library (Sr Member)
tjtonmoy (Sr Member)
Rana590(Sr Member)
NicNacCoin (Sr Member)
LDL(Full member, potential Sr Member)
Learn bitcoin (Member, potential full member)
Bitcoin _People(Member, potential full member)
Mr Corol (Member)
BD Crypto(Member)
Dimitri94(Member)
Coin63$(Member)
roksana.hee(Jr member)
Suzume(Jr member)
Bounty Inspectors(Jr member)


আপাতত এ বছর আমাদের এ লোকাল বোর্ডে এক্টিভিটি ও পোস্টের সংখ্যার ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং আমাদের কিছু পুরাতন ইউজার আছে তাদেরকে পুনরায় আমাদের এই ফোরামে একটিভ করতে হবে। তারা যদি একত্রে আবার একটিভ হয় তাহলে আমাদের হাইপ্রোফাইল র্যাংকের মেম্বার সংখ্যা বৃদ্ধি পাবে ফলে Petition থ্রেড তৈরি করলে অবশ্যই তাদের সাপোর্ট পাওয়া যেতে পারে। তাই আমরা যারা পোটেনশিয়াল মেম্বার আছি তাদের রেংক পরিবর্তন হলে অবশ্যই আগামীতে আমরা আলাদা স্বতন্ত্র লোকাল বোর্ড পাব ইনশাআল্লাহ।

NB: যাদের নাম উল্লেখ করা হলো তারা যদি নিয়মিত একটিভ থাকে এবং নিয়মিত নতুন ইউজার যোগ হতে থাকে তাহলে এই বছরের মাঝামাঝি /শেষের দিকে সময়ে আমরা Petition থ্রেড তৈরি করতে পারবো ইনশাআল্লাহ।


সিনিয়র ভাইদের সাপোর্ট পেলে আমরা নতুনরাও ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। শুধু আপনারা পাশে থাকলেই হবে।

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


আমরা আসলেই বোকা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। আপনি যদি বড় ধাক্কা সহ্য করতে না পারেন তাহলে আপনি বড় লাভের ও যোগ্য না। নিচের ছবিটা তার বহিঃপ্রকাশ:




যখন কোনো কিছুর দাম কম থাকে, আমরা বাঙালিরা বা যে কেউই হই না কেন, এরা ওই জিনিসটাকে তুচ্ছতাচ্ছিল্য মনে করি। আবার ওই একই একই জিনিস যখন আবার দাম বাড়তে থাকে বা ভালো একটা পজিশনে যেতে থাকে, তখন আমরা তাকে তেল মাখানো শুরু করি, সোজা বাংলা কথা বললে, তেলে মাথায় তেল দেই। আর এটা স্বাভাবিক যত বেশি তেল মাখবেন, সেই জিনিসটা তত বেশি ভারী হবে।

সোর্স লিংক:https://twitter.com/BitcoinMagazine/status/1645889917896241153?s=20
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


এই চাটটি দেখে মনে হচ্ছে ২০২৩ সাল বিটকয়েন ইতিহাসে একটি নতুন সম্ভাবনার নাম হবে।



সোর্স লিংক: https://twitter.com/BitcoinMagazine/status/1645842658474983448?s=20
490  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 12, 2023, 03:54:29 AM
হতে যাচ্ছে, (১৮ থেকে ২০ মে ২০২৩) তিন দিনব্যাপী বিটকয়েনের সবচেয়ে বড় কনফারেন্স “টিক. টক. নেক্সট ব্লগ.”। এখন পর্যন্ত আশা করা যায় মিয়ামিতে এই কনফারেন্সটি হবে পৃথিবীর সবচেয়ে বড় বিটকয়েন কনফারেন্স। এই কনফারেন্সের মাধ্যমে বিটকয়েন হোল্ডাররা জানতে পারবে:-

1. বিটকয়েনের মূল মন্ত্র,
2. বিটকয়েন যখন সবুজ সিগন্যাল নিয়ে সামনের দিকে ধাবিত হয়, তখন তার সেলিব্রেশন টা কেমন হওয়া উচিত,
3. হাইপার বিটকয়েনাইজেশন এর মাধ্যমে বিটকয়েন কে এমন একটি জায়গায় পৌঁছে দিবে, যা বিটকয়েন কে বিশ্বের প্রাইমারি আর্থিক রিজার্ভ হিসেবে গ্রহণ করা হবে। যদি হাইপারবিটকয়েনাইজেশন ঘটতে থাকে, বিটকয়েন সারা পৃথিবীতে আধিপত্য বিস্তার করবে এবং এর সমকক্ষ অন্য কোন মুদ্রাই থাকবে না। ✨

টাকা ঠিক করুন। পৃথিবী ঠিক করুন।
টিকিট পেতে:https://t.co/xEAqL4bifT



491  Economy / Collectibles / Re: [FREE RAFFLE] Betnomi Cold Wallet 🦊 on: April 11, 2023, 04:53:10 PM
44 - Please add me.

[FREE RAFFLE] Happy Easter
492  Economy / Collectibles / Re: [FREE RAFFLE] Happy Easter on: April 11, 2023, 04:06:06 AM
[FREE RAFFLE] Happy Easter
493  Economy / Services / Re: Article writing 2$/100 words - Fast Delivery/Quality Writing/SEO friendly on: April 09, 2023, 01:22:10 PM
Still available Cheesy

Send me a PM, please.

Hi, can you enable this setting to send you a PM? Thanks!  Grin
Quote
User 'roksana.hee' has not chosen to allow messages from newbies. You should post in their relevant thread to remind them to enable this setting.

You can text here with my Telegram ID: https://t.me/roksanahee
494  Economy / Services / Re: Article writing 2$/100 words - Fast Delivery/Quality Writing/SEO friendly on: April 09, 2023, 06:40:39 AM
Still available Cheesy

Send me a PM, please.
495  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 09, 2023, 05:20:31 AM
সময়কে কাজে লাগান

আশ্চর্যজনক প্রযুক্তি- জলের আলো


@Review Master ভাই,আপনি ঠিকই বলেছেন বর্তমানসময়কে কাজে লাগিয়ে "দক্ষিণ আমেরিকার একটি সংস্থা @E-Dina - জলের আলো", তেলবিহীন, পানি ব্যবহারযোগ্য একটি বাতি তৈরি করেছেন, যা দুই কাপ নোনা জলে ৪৫ দিন পর্যন্ত আলো দিয়ে যাবে।

দক্ষিণ আমেরিকার প্রকৌশলীরা একটি বাতি তৈরি করেছেন যা তেলের পরিবর্তে জল দিয়ে ব্যবহার করা যায়। যা মাত্র দুই কাপ লবণের জলে আলো এবং বিদ্যুৎ সরবরাহ করতে পারে। প্রযুক্তিটি কলম্বিয়ার রিনিউয়াবেল শক্তি স্টার্টআপ @E-Dina দ্বারা তৈরি করা হয়েছে।

এটা কিভাবে কাজ করে:-
1. নোনা জল ম্যাগনেসিয়াম এর সাথে মিশে একটি রাসায়নিক বিক্রিয়া ঘটায় যা বিদ্যুৎ উৎপাদন করে।
2. দুই কাপ নোনা জল দিয়ে বাতিটি প্রায় ৪৫ দিন পর্যন্ত জ্বালানো যায়।


@E-Dina মনে করে যে, এই বাতিগুলো কেরোসিন তেল বা তেলভিত্তিক যে বাতিগুলো আছে সেগুলোকে নতুন করে প্রতিস্থাপন করতে পারে। সবচেয়ে বড় সুবিধা হলো এটি সমুদ্রের জল বা নোনা জলে চার্জ করা যায়।

তাছাড়া এই লাইটগুলো ফোন চার্জ করতেও সক্ষম।





সোর্স লিংক: https://www.linkedin.com/posts/amar-dalvi-876981ab_amazing-technology-engineers-from-south-activity-7043624551871569921-5c0L?utm_source=share&utm_medium=member_desktop
496  Economy / Services / Re: Whirlwind.money | Avatar Contest | Create avatars and win BTC | Ends March 7th! on: April 07, 2023, 11:06:57 PM
We'll likely pick up to 5 winners who will win $100/each in BTC.

Dear Hhampuz,

It's a great offer for me. I find out here a mistake that shows on the subject line of 1st one "Whirlwind.money | Avatar Contest | Create avatars and win BTC | Ends May 7th!" and the 2nd one you wrote, "Whirlwind.money | Avatar Contest | Create avatars and win BTC | Ends March 7th!"

Here the 2nd one shows "Ends March 7th!". It's a mistake. I hope you will check it, and edited.
497  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 07, 2023, 06:40:36 PM
প্রশ্নগুলো নিচে দেয়া হলো:

1. আমাদের প্রিয় Bitcointalk.org ফোরামের এডমিন কে?
2. সর্ব প্রথম অলটকয়েন (Altcoin) কোনটি?
3. বিটকয়েনটক ফোরামের সর্বপ্রথম সিগনেচার ক্যাম্পেইন পরিচালনা করেন কে?
4. বিটকয়েন কতসালে সর্বপ্রথম 100$ হিট করেছিল?
1. theymos
2. namecoin
3. নাম মনে নাই। কিন্তু দেখলে বলতে পারবো  Cheesy
4. ২০১৩

ধন্যবাদ @Little Mouse ভাই আমার না জানা প্রশ্নের উত্তর গুলো দিয়ে সাহায্য করার জন্য। আপনাদের মত বড় ভাইয়েরা পাশে আছে বলেই হয়তো আমরা এতটা সহজেই এই লোকাল থ্রেডে আমাদের না জানা তথ্যগুলো পেয়ে যাচ্ছি। আশা করি এইভাবে সবসময় আমাদেরকে পাশে থেকে সাহায্য করবেন।
498  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 07, 2023, 06:22:50 PM
Quote
যে প্রশ্ন ভুল উত্তর দিব কুইজ টি সম্পন্ন হওয়ার পরে সঠিক উত্তরগুলি দেওয়া থাকতো। তাহলে আমার মত আরো নতুনদের জন্য বেশ উপকারী হত।

@Mr.corol ভাই, এখানে আপনার প্রশ্নের কিছু সঠিক উত্তর আছে। হয়তো আমি যে চারটা পারিনি সেটা আপনি পেরেছেন একটু চেক দিয়ে দেখতে পারেন। আর হ্যাঁ আমি ডেক্সটপ থেকে এটা করেছি, কিন্তু কোনটা সঠিক উত্তর কোনটা ভুল উত্তর, কোনটা থেকে আপনি মার্ক পেয়েছেন, সেই সব বিষয়গুলোই এখানে শো করতেছে। মনে হয় এটা আপনার এবং নতুনদের জন্য সহায়ক হবে।

সোর্স লিংক:https://docs.google.com/document/d/15JMZJja2HN2AZRZGWOOksh8P4KSwkJ6tE49EbsrtXjA/edit?usp=sharing

এখানে সঠিক উত্তরকে সবুজ রং এবং ভুল উত্তরকে লাল রঙের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। আপনি আরও একটি বিষয় দেখতে পারবেন যে, সঠিক উত্তরের জন্য এক নাম্বার এবং ভুল উত্তরের জন্য জিরো নাম্বার দেয়া হয়েছে।
499  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 07, 2023, 06:13:24 PM
আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে এই প্রথম এরকম কুইজের আয়োজন করা হয়। কুইজের মাধ্যমে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছি। বাংলাদেশ লোকাল থ্রেডে আজকের এই কুইজটি সত্যিই একটি আশ্চর্যজনক বিষয় ছিল। কুইজ খেলে আমার খুব ভালো লেগেছে এবং মোটামুটি ভালো একটা স্কোর করতে পারছি, এতে আমার আরো বেশি ভালো লাগছে। এত সুন্দর একটা কুইজ আয়োজন করার জন্য @Bounty Inspectors আপনাকে অসংখ্য ধন্যবাদ।


এর সাথে আমি চারটা প্রশ্নের উত্তর পারিনি @LDL; @shasan ভাইয়ের কাছে আমার অনুরোধ রইল, এই চারটি প্রশ্নের সঠিক উত্তর আমাকে একটু জানাবেন।

প্রশ্নগুলো নিচে দেয়া হলো:

1. আমাদের প্রিয় Bitcointalk.org ফোরামের এডমিন কে?
2. সর্ব প্রথম অলটকয়েন (Altcoin) কোনটি?
3. বিটকয়েনটক ফোরামের সর্বপ্রথম সিগনেচার ক্যাম্পেইন পরিচালনা করেন কে?
4. বিটকয়েন কতসালে সর্বপ্রথম 100$ হিট করেছিল?
500  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 07, 2023, 08:48:21 AM
যদি @Binance এবং @Tether_to বের করা হয়ও তার থেকে অধিক শক্তিশালী হবে #Bitcoin.

নিচে এর স্বতঃস্ফূর্ত ভোট দেখলেই বোঝা যায়।


সোর্স লিংক: https://twitter.com/Bitcoin/status/1640385978513895425?s=20

==================================================================================================================

গত এক সপ্তাহে বাংলাদেশের লোক থ্রিডে কিছু পোস্ট বেড়েছে। তাদের মধ্যে এখনো সর্বোচ্চ পোস্ট করার জায়গাটি কি ধরে আছেন @Little Mouse ভাই। আমাদের জন্য সুখবর এটাই যে, @crypto Library ভাই তৃতীয় পজিশনে অবস্থান করছেন। এভাবেই আমরা দেখতে পাব ক্রিপ্ট লাইব্রেরী ভাই আস্তে আস্তে এক নম্বর পজিশনে অবস্থান করবে।

শীর্ষে দশজন পোস্টদাতার নাম ও পোস্ট সহ উল্লেখ করা হলো।
১. @Little Mouse  ৩৮৪ পোস্ট।
২. @Review Master  ২৭৫ পোস্ট।
৩. @crypto Library   ১৫৯ পোস্ট।
৪.  @Sammikhan  ১৫৮ পোস্ট।
৫. @shasan ১২৬ পোস্ট।
৬. @LDL ৮৫ পোস্ট।
৭. @naim027 ৭৯ পোস্ট।
৮. @Gripson ৭০ পোস্ট।
৯. @Dtalk ৬৫  পোস্ট।
১০. @wtsimis ৬৫ পোস্ট।


সোর্স লিংক: https://ninjastic.space/topic/631891.0
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 [25] 26 27 28 29 30 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!