Bitcoin Forum
June 20, 2024, 02:35:24 AM *
News: Voting for pizza day contest
 
   Home   Help Search Login Register More  
Pages: « 1 ... 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 [129] 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177 178 179 ... 538 »
  Print  
Author Topic: বাংলা (Bengali)  (Read 3975943 times)
This is a self-moderated topic. If you do not want to be moderated by the person who started this topic, create a new topic. (1805 posts by 86+ users deleted.)
Review Master
Sr. Member
****
Offline Offline

Activity: 1428
Merit: 275


BitByte Crypto: https://link3.to/bitbytecrypto


View Profile WWW
March 14, 2020, 10:31:56 AM
Last edit: March 19, 2020, 07:43:30 PM by Review Master
Merited by nutildah (2), Blacknavy (1)
 #2561


বিটকয়েন ও অল্টকয়েনের মূল্য হ্রাস পাচ্ছে কেন? এর কারণটি কী?


গত এক সপ্তাহে বিটকয়েন ও অল্টকয়েনের মূল্য যে পরিমাণে হ্রাস পেয়েছে, এতে অনেকে ক্রিপ্টোকারেন্সিতে আশা হারিয়ে ফেলেছেন। কারণ কিছুদিন আগেই বিটকয়েনের মূল্য $৯,০০০ এর বেশি ছিল, কিন্ত গত ১৩ই মার্চ বিটকয়েনের মূল্য খুবই কম সময়ের মধ্যে $৩৮৫০ এ নেমে আসে। এর কারণ দুইটি আছে। আজকে এই দুইটি বিষয় নিয়ে মতামত দিব।

প্রথম কারণ বিটকয়েনের ৩য় হালভিং , যা এই বছর অর্থ্যাৎ ২০২০ সালের ১১ মে এই হালভিং সংঘটিত হবে । আর বিটকয়েনের ইতিহাস অনুযায়ী, এই পর্যন্ত যে দুইবার হালভিং হয়েছে , তার নির্দিষ্ট সময়ের এক থেকে দুইমাস শুরুতে বিটকয়েনের মূল্য হ্রাস পেতে শুরু করে এবং বিটকয়েনের হালভিং সম্পন্ন হয়ে গেলে বিটকয়েনের সাধারণত বুলরান বা মূল্য বৃদ্ধি পেতে শুরু করে। আমি বললে তো হবে না , অনেকে প্রমাণ চাইতে পারেন। তাহলে পূর্ববর্তী বিটকয়েন হালভিং এর ট্রেডিং চার্ট  বিশ্লেষণ করে দেখাই। নিচের ছবিটা ভালো করে লক্ষ্য করুন, এটি হলো বিটকয়েনের প্রথম হালভিং এর ট্রেডিং চার্ট।



বিটকয়েনের ১ম হালভিং এ মূল্যের হ্রাস-বৃদ্ধি:  বিটকয়েনের ১ম হালভিং হয়েছিল ২০১২ সালের ১৮ই নভেম্বর । উপরের ছবিতে ভালো করে লক্ষ্য করবেন যে, ঐ সালে হালভিং শুরুর কয়েক মাস আগে অর্থ্যাৎ ১৭ ই আগষ্ট ছিল বিকয়েনের সর্বোচ্চ মূল্য যা হলো $১৬.২৩ এর মতো, এরপর মূল্য হঠাৎ হ্রাস পেয়ে $৭.১৫ এ নেমে আসে। আর এটি ছিল ১ম সর্বনিম্ন মূল্য, যা ১৯ ই আগষ্ট ঘটেছিল । এরপরে হালভিং এর তারিখ যত কাছে আসতে থাকে , ততই মূল্য কিছুটা বৃদ্ধি পায় এবং এর ২য় সর্বোচ্চ মূল্য তৈরি হয়, যা হলো #১৩ এর মতো ও এটি ঘটেছিল অক্টোবর মাসের ২-৩ তারিখের দিকে । কিন্ত‌ু এরপরও বিটকয়েনের মূল্য বৃদ্ধি না পেয়ে হ্রাস পেতে শুরু করে এবং ২য় সর্বনিম্ন মূল্য তৈরি করে , যা হলো $৯.৫৪ ও এটি ঘটে ২৭ অক্টোবর নাগাত অর্থ্যাৎ বিটকয়েন হালভিং এর খুবই কাছাকাছি সময়ে। এখন যদি ১ম সর্বোচ্চ ও ২য় সর্বনিম্ন মূল্যের মধ্যে যদি পার্থক্য লক্ষ্য করি , তাহলে দেখাই যাচ্ছে প্রায় ৪১% এর কারেকশন বিটকয়েনের মূল্যে এসেছে। ২০১২ সালের ১৮ই নভেম্বর বিটকয়েনের প্রথম হালভিং সম্পন্ন হওয়ার পরই বিটকয়েনের বুলরান বা মূল্যের বৃদ্ধি শুরু হয়েছে এবং এর আগের সকল মূল্যকে অতিক্রম করে নুতুন সর্বোচ্চ মূল্য তৈরি করেছে। এবার নিচের ছবিটি দেখুন , এটি হলো বিটকয়েনের ২য় হালভিং এর ট্রেডিং চার্ট।



বিটকয়েনের ২য় হালভিং এ মূল্যের হ্রাস-বৃদ্ধি: বিটকয়েনের ২য় হালভিং হয়েছিল ২০১৬ সালের ০৯ জুলাই এবং প্রথম হালভিং এর মতো একই রকমের কারেকশন এসেছে। ২০১৬ সালের ১৭ই এপ্রিলের পর থেকে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেতে শুরু করে এবং ১৫ই জুন সর্বোচ্চ মূল্য $৭৮৩.৭১ তৈরি করে । কিন্ত‌ু যতই হালভিং এর তারিখ কাছে আসতে থাকে , ততই বিটকয়েনের মূল্য হ্রাস পেতে থাকে । ০৯ জুলাই বিটকয়েনের দ্বিতীয় হালভিং সম্পন্ন হলেও বিটকয়েনের কারেকশন কিন্ত‌ু শেষ হয়নি। কারণ ২০ আগষ্ট বিটকয়েনের মূল্য সর্বনিম্ন হয়, যা ঐ হালভিং এর পরে  এবং এখানেও বিটকয়েনের কারেকশন প্রায় ৩০-৪০% হয়েছিল। এরপর শুরু হয় বিটকয়েনের বুলরান বা মূল্যের বৃদ্ধি এবং ছবিতে দেখেতেই পাচ্ছেন যে, বিটকয়েন পরবর্তীতে $১৩০৩.১৭ অতিক্রম করেছিল। পূর্ববর্তী বিটকয়েনের মূল্যের ট্রেডিং চার্ট বিশ্লেষণ করে ২০২০ সালের সম্ভাব্য ট্রেডিং চার্ট দিলাম ।



এখন শুধু অপেক্ষার পালা , আশা করি এবারের বুলরানে বিটকয়েনের মূল্য $২০,০০০ অতিক্রম করবে।  Grin Grin
দ্বিতীয় কারণ হলো, Bitmex এক্সচেঞ্জের মার্জিন/লেভারেজ ট্রেডিং নিয়ে ম্যানুপুলেশন ।
২য় কারণটি পড়তে এখানে ক্লিক করুন


সর্বশেষ সংস্করণ করা হয়েছে: ২০ ই মার্চ , ২০২০ , ১:৪২ AM (বাংলাদেশি সময়: UTC+6)

▄▄ BITBYTE CRYPTO ▄▄
Be A Crypto Veteran Together
▄▄▄▄▄▄▄   TWITTER | TG GROUP | TG CHANNEL | YOUTUBE  ▄▄▄▄▄▄▄ 
SbAmman2020
Jr. Member
*
Offline Offline

Activity: 33
Merit: 2


View Profile
March 14, 2020, 05:46:26 PM
 #2562

গত এক সপ্তাহে বিটকয়েন ও অল্টকয়েনের মূল্য যে পরিমাণে হ্রাস পেয়েছে, এতে অনেকে ক্রিপ্টোকারেন্সিতে আশা হারিয়ে ফেলেছেন। কারণ কিছুদিন আগেই বিটকয়েনের মূল্য $৯,০০০ এর বেশি ছিল, কিন্ত গত ১৩ই আগষ্টে বিটকয়েনের মূল্য খুবই কম সময়ের মধ্যে $৩৮৫০ এ নেমে আসে। এর কারণ দুইটি আছে। আজকে এই দুইটি বিষয় নিয়ে মতামত দিব।

প্রথম কারণ বিটকয়েনের ৩য় হালভিং , যা এই বছর অর্থ্যাৎ ২০২০ সালের ১১ মে এই হালভিং সংঘটিত হবে । আর বিটকয়েনের ইতিহাস অনুযায়ী, এই পর্যন্ত যে দুইবার হালভিং হয়েছে , তার নির্দিষ্ট সময়ের এক থেকে দুইমাস শুরুতে বিটকয়েনের মূল্য হ্রাস পেতে শুরু করে এবং বিটকয়েনের হালভিং সম্পন্ন হয়ে গেলে বিটকয়েনের সাধারণত বুলরান বা মূল্য বৃদ্ধি পেতে শুরু করে। আমি বললে তো হবে না , অনেকে প্রমাণ চাইতে পারেন। তাহলে পূর্ববর্তী বিটকয়েন হালভিং এর ট্রেডিং চার্ট  বিশ্লেষণ করে দেখাই। নিচের ছবিটা ভালো করে লক্ষ্য করুন, এটি হলো বিটকয়েনের প্রথম হালভিং এর ট্রেডিং চার্ট।



বিটকয়েনের ১ম হালভিং এ মূল্যের হ্রাস-বৃদ্ধি:  বিটকয়েনের ১ম হালভিং হয়েছিল ২০১২ সালের ১৮ই নভেম্বর । উপরের ছবিতে ভালো করে লক্ষ্য করবেন যে, ঐ সালে হালভিং শুরুর কয়েক মাস আগে অর্থ্যাৎ ১৭ ই আগষ্ট ছিল বিকয়েনের সর্বোচ্চ মূল্য যা হলো $১৬.২৩ এর মতো, এরপর মূল্য হঠাৎ হ্রাস পেয়ে $৭.১৫ এ নেমে আসে। আর এটি ছিল ১ম সর্বনিম্ন মূল্য, যা ১৯ ই আগষ্ট ঘটেছিল । এরপরে হালভিং এর তারিখ যত কাছে আসতে থাকে , ততই মূল্য কিছুটা বৃদ্ধি পায় এবং এর ২য় সর্বোচ্চ মূল্য তৈরি হয়, যা হলো #১৩ এর মতো ও এটি ঘটেছিল অক্টোবর মাসের ২-৩ তারিখের দিকে । কিন্ত‌ু এরপরও বিটকয়েনের মূল্য বৃদ্ধি না পেয়ে হ্রাস পেতে শুরু করে এবং ২য় সর্বনিম্ন মূল্য তৈরি করে , যা হলো $৯.৫৪ ও এটি ঘটে ২৭ অক্টোবর নাগাত অর্থ্যাৎ বিটকয়েন হালভিং এর খুবই কাছাকাছি সময়ে। এখন যদি ১ম সর্বোচ্চ ও ২য় সর্বনিম্ন মূল্যের মধ্যে যদি পার্থক্য লক্ষ্য করি , তাহলে দেখাই যাচ্ছে প্রায় ৪১% এর কারেকশন বিটকয়েনের মূল্যে এসেছে। ২০১২ সালের ১৮ই নভেম্বর বিটকয়েনের প্রথম হালভিং সম্পন্ন হওয়ার পরই বিটকয়েনের বুলরান বা মূল্যের বৃদ্ধি শুরু হয়েছে এবং এর আগের সকল মূল্যকে অতিক্রম করে নুতুন সর্বোচ্চ মূল্য তৈরি করেছে। এবার নিচের ছবিটি দেখুন , এটি হলো বিটকয়েনের ২য় হালভিং এর ট্রেডিং চার্ট।



বিটকয়েনের ২য় হালভিং এ মূল্যের হ্রাস-বৃদ্ধি: বিটকয়েনের ২য় হালভিং হয়েছিল ২০১৬ সালের ০৯ জুলাই এবং প্রথম হালভিং এর মতো একই রকমের কারেকশন এসেছে। ২০১৬ সালের ১৭ই এপ্রিলের পর থেকে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেতে শুরু করে এবং ১৫ই জুন সর্বোচ্চ মূল্য $৭৮৩.৭১ তৈরি করে । কিন্ত‌ু যতই হালভিং এর তারিখ কাছে আসতে থাকে , ততই বিটকয়েনের মূল্য হ্রাস পেতে থাকে । ০৯ জুলাই বিটকয়েনের দ্বিতীয় হালভিং সম্পন্ন হলেও বিটকয়েনের কারেকশন কিন্ত‌ু শেষ হয়নি। কারণ ২০ আগষ্ট বিটকয়েনের মূল্য সর্বনিম্ন হয়, যা ঐ হালভিং এর পরে  এবং এখানেও বিটকয়েনের কারেকশন প্রায় ৩০-৪০% হয়েছিল। এরপর শুরু হয় বিটকয়েনের বুলরান বা মূল্যের বৃদ্ধি এবং ছবিতে দেখেতেই পাচ্ছেন যে, বিটকয়েন পরবর্তীতে $১৩০৩.১৭ অতিক্রম করেছিল। পূর্ববর্তী বিটকয়েনের মূল্যের ট্রেডিং চার্ট বিশ্লেষণ করে ২০২০ সালের সম্ভাব্য ট্রেডিং চার্ট দিলাম ।



এখন শুধু অপেক্ষার পালা , আশা করি এবারের বুলরানে বিটকয়েনের মূল্য $২০,০০০ অতিক্রম করবে।  Grin Grin
দ্বিতীয় কারণ হলো, Bitmex এক্সচেঞ্জের মার্জিন/লেভারেজ ট্রেডিং নিয়ে ম্যানুপুলেশন । এই বিষয়ে রিসার্চ চলতেছে, এরপরের পোষ্ট সেটা নিয়ে করব।



বিশাল তথ্য ভান্ডার নিয়ে আসছেন। যেভাবে দেখালেন সেভাবে যদি ২০০০০$ হিট করতে পারে তাহলে আশা করা যায় ক্রিপ্টো থেকে ভালো কিছু পেতে যাচ্ছি আবার।

▀▀▀▀▀▀▄ ▀▀▀▀▄ ▀▀▄     TFSToken.com     ▄▀▀ ▄▀▀▀▀ ▄▀▀▀▀▀▀
Move Your Game To The Next Level
kakonhat
Member
**
Offline Offline

Activity: 1106
Merit: 11

Crypto in my Blood


View Profile WWW
March 16, 2020, 05:40:32 AM
 #2563

আমি বাংলাদেশি এবং সিংগাপুর প্রবাসি। আমি এই ফোরামে নতুন,কিভাবে এই ফোরামে কাজ করবো এবং আরনিং কিভাবে হবে এই ব্যাপারে আমার বাংলাদেশি ভাইয়েরা প্লিজ হেল্প করেন।
ফোরাম থেকে আর্নিং করার কোন পথ নেই এখানে। তবে ফরামে বাউন্টি সেকশনে যেসব বাউন্টির পোষ্ট দেওয়া হয় সেই বাউন্টি গুলো করে আর্নিং করতে পারেন। তবে বেশির ভাগ বাউন্টি স্প্যাম। তাই আপনাকে নিজ দায়িত্বে স্টাডি করে ট্রাসটেড বাউন্টির কাজ গুলো করতে হবে।
বাউন্টি রিলেটেড সেকশনে যেতে এই লিংক ব্যবহার করতে পারেন https://bitcointalk.org/index.php?board=238.0

Review Master
Sr. Member
****
Offline Offline

Activity: 1428
Merit: 275


BitByte Crypto: https://link3.to/bitbytecrypto


View Profile WWW
March 19, 2020, 07:29:51 PM
Last edit: March 30, 2020, 06:58:52 AM by Review Master
Merited by JayJuanGee (1), Bazlur (1)
 #2564


বিটকয়েন ও অল্টকয়েনের মূল্য হ্রাস পাচ্ছে কেন? দ্বিতীয় কারণটি কী?


বিটকয়েনের এত বেশি মূল্য কমার একটি টেকনিক্যাল কারণও রয়েছে, যেটি অনেকে মেনে নিয়েছে এবং অনেকে এই বিষয়টি মানতে নারাজ। আমি এই কারণটির সাথে একমত যদিও অনেকে সহমত না হতেও পারেন । সেটি সকলের নিজস্ব অভিমতের উপর নির্ভর করে। গত ১৩ ই মার্চ বিটকয়েনের মূল্যে এত বেশি অধপতনের ২য় কারণ হিসেবে ধরা হয়, Bitmex  এক্সচেঞ্জের মার্জিন/ফিউচার ট্রেডিং এর লিকুয়িডেশনের বিষয়টি। নিচে দুইটি ছবি সংযুক্ত করা আছে, একটি হলো FTT এক্সচেঞ্জের সিইও @SBF_Alameda এর টুইটের এবং অন্যটি হলো Bitmex এর ১৩ই মার্চের টুইট বার্তা ,যেখানে যান্ত্রিক ত্রটির জন্য ট্রেডিং বন্ধ করার ঘোষণা করা হয়।





এখন এই টুইট বার্তাগুলো নিয়ে একটু বিশ্লেষণ করা যাক। FTT এক্সচেঞ্জের সিইও @SBF_Alameda ১৩ ই মার্চে নিজের টুইট বার্তায় বলেন যে,
Quote
(১) দিনশেষের সত্য তত্ত্ব: Bitmex এর কোনো হার্ডওয়ার সমস্যা ছিল না

এই টুইট বার্তার সাথে তিনি এটিও বলেন যে,
Quote
(2) প্রমাণ: (a) Bitmex এর রক্ষণাবেক্ষণের জন্য ট্রেডিং বন্ধ করে এবং ক্রিপ্টো মার্কেটে উধ্বমুখীগামী যাত্রা শুরু হয় (b) Bitmex এর লিকুয়েডেশন যন্ত্র অক্রিয়/অলস

এরপর তিনি আরও টুইট বার্তা করেছেন , লিংক পোষ্টের শেষে দেয়া আছে। এখন যদি ১৩ ই মার্চের বিটকয়েনের মূল্যের ট্রেডিং চার্ট দেখি। তাহলে @SBF_Alameda টুইট বার্তার সাথে একইভাবে মিলে যায়। কারণ বিটকয়নের মূল্যের হঠাৎ অধপতনের পর আবার বৃদ্ধি পেতে শুরু করার বা পুনরায় একটি ভালো মূল্য বজায় রাখার চেষ্টা করে (নিচের ছবিতে তা ভালোভাবে লক্ষ্য করা যায়)। উপরের কথাগুলো আরো যুক্তিপূর্ণ হয়, যদি নিচের ছবিতে ১৩ ই মার্চের Bitmex এক্সচেঞ্জের লিকুয়েডেশন গ্রাফটি দেখেন।






সেদিন প্রায় ১০.২৫৭ বিটকয়েনের Long লিকুয়েডেশন ( সহজ কথায় অর্ডারবুকের সব অর্ডার পূরণ হয়) । যা প্রায় ৩৯ মিলিয়ন ডলারের হয়, যদিও বিটকয়েনের মূল্য সেদিনের সর্বনিম্ন মূল্য ৩৮৫০ ডলার ধরে নেই। এছাড়াও Plus টোকেন নামে একটি স্ক্যামার দল বিটকয়েনের দাম কমাতে ব্যাস্ত । কারণ তাদের কাছে অনেক বিটকয়েন ও অল্টকয়েন রয়েছে, যা তারা অবুঝ জনগণের কাছ থেকে স্ক্যাম করেছে একটি ভুয়া “মানি মেকিং সাইট” তৈরি করে।
তাই এই ধরণের ভুয়া ইনভেস্টমেন্ট সাইটগুলো থেকে সকলে সতর্ক থাকুন। এখনো অনেক ভুয়া সাইটের অনেকে না জেনে মার্কেটিং করতেছে , এই আশায় যে তারা ভালো কিছু ইনকাম করতে পারবে । কিন্ত‌ু তারা জানে না যে, সাইটগুলো শেষে  বাঁশ ছাড়া আর কোনো কিছু তাদেরকে দিবে না। তাই সতর্ক থাকুন এবং অন্যকে সতর্ক করুন।


এই পোষ্টের সকল তথ্যের মূল্য উৎসের লিংক:
SBF_Alameda টুইট : https://twitter.com/SBF_Alameda/status/1238306306043162625
Bitmex টুইট: https://twitter.com/BitMEXdotcom/status/1238329954967752704


▄▄ BITBYTE CRYPTO ▄▄
Be A Crypto Veteran Together
▄▄▄▄▄▄▄   TWITTER | TG GROUP | TG CHANNEL | YOUTUBE  ▄▄▄▄▄▄▄ 
Lasky366
Member
**
Offline Offline

Activity: 280
Merit: 43


View Profile
March 21, 2020, 06:53:42 AM
Last edit: March 24, 2020, 04:31:47 AM by Lasky366
Merited by masulum (8), LoyceV (5), AakZaki (1), Review Master (1), Pffrt (1)
 #2565

            

 একটি বিশেষ দ্রষ্টব্য :


আমাদের মধ্যে অনেকেই আছি যারা বিটকয়েনটকে নতুন এমনকি আমিও নতুন|কিন্তু অনেকেই নতুন হিসাবে কিভাবে শুরু করবেন বা কিভাবে Merit পাবেন সেই বিষয়গুলো নিয়ে চিন্তিত| তাই আমি নিম্নক্ত পোস্টটি ইন্দোনেশিয়ান ভাষায় masulum এর লেখা Newbe Guideline সম্পর্কিত একটি পোস্টকে বাংলাতে রুপান্তরের চেষ্টা করেছি পাশাপাশি আমার নিজস্ব মতামত থেকেও কিছু লেখার চেষ্টা করেছি | আর হ্যা, অবশ্যই পোস্টটি অনুবাদ করার আগে   masulum এর অনুমতি নিয়ে করেছি | যাতে যারা শুরুর দিকে আছেন তারা সঠিক গাইডলাইনটা বাংলাতে পায় | আর আপনারা চাইলে আসল পোস্টটি দেখে আসতে পারেন | আর পোস্টের যেখানে যেখানে সীমাবদ্ধতা বা ভুল রয়েছে সেটা ধরিয়ে দিয়ে সহযোগিতা করারও অনুরোধ রইলো |







সান্দ্রতাপূর্ণ বা স্টিকি থ্রেড পাঠ করুন

বিটকয়েনটক ফোরামটির প্রত্যেকটি বোর্ডেই একটি করে স্টিকি বা সান্দ্রতাপূর্ণ বা স্টিকি থ্রেড তৈরী করে দেওয়া হয় যাতে আমরা সহজেই বিষয়বস্তু আনুসারে তথ্য খুজে পেতে পারি|তাছাড়া আমরা যেহেতু নতুন হিসেবে কাজ শুরু করেছি তাই ভুল থেকে বাচতে আমাদের সঠিক দিক নির্দেশনা এবং একটা মানদণ্ডের  প্রয়োজন|ইন্দোনেশিয়াসহ (SFI) বিভিন্ন দেশের উপ-ফোরামগুলিতেও কিভাবে শুরু করবেন সেটাকে ভালোভাবে বোঝানোর জন্য এই সম্পর্কিত কিছু স্টিকি বা সান্দ্রতাপূর্ন থ্রেড তৈরী করা হয়েছে যেগুলো পড়ার মাধ্যমে কিভাবে শুরু করতে হয় সে বিষয়ে বিস্তারিত  জানতে এবং বুঝতে পারবেন|






 আপনি কি মেরিট (Merit)  চান?তাহলে আপনার করা পোস্ট, মন্তব্য বা কমেন্টের উপর বেশি মনোযোগ দিন|

মেরিট আপনি অবশ্যই পাবেন তবে প্রথমত আপনাকে মেরিটের পিছনে না ছুটে আপনার পোস্ট কিনবা কমেন্টের উপর বেশি মনোযোগ দিতে হবে|আপনার জানা কোনো তথ্য থাকলে সেটাকে শেয়ার করুন|তাছাড়া আপনি যে বিষয়ে নিজিকে বেশি পারদর্শী মনে করেন বা আপনার কোনো অভিজ্ঞতা থাকলে সেটাকে শেয়ার করুন|
আর হ্যা,মনে রাখবেন শুধু বাংলা থ্রেট নিয়ে আলোচনা করলে হবে না।  আপনাকে মেরিট পেতে হলে অবশ্যই বিটকয়েন ডিসিকাশন,  মেটা,  ইত্যাদি অন্যান্য থ্রেট এ মানসম্মত পোষ্ট করতে হবে।  কাউকে সাহায্য করুন অথবা যুক্তিসম্মত পোষ্ট করুন।  আর অবশ্যই এমন কোন পোষ্ট করবেন না যেই পোষ্ট ওই থ্রেট এর জন্য নয়।পোস্টের গুনগত মান এবং উপরের বিষয়গুলো ঠিক রেখে পোস্ট করলে অব্যশ্যই আপনি Merit পাবার যোগ্যতা রাখেন |






ফোরামে আপনার অবদানের উপর মনোযোগ রাখুন|

আচ্ছা আপনি কি কিংবদন্তি হতে চান?দ্রুততর সময়ে হাজারো Merit অর্জন করতে চান?তাহলে নিয়মিত ভালো কোনো কাজের মাধ্যমে সবার সামনে আপনার প্রয়োজনীয়তা তুলে ধরুন|
আবার আপনি কি সবার সম্মানের পাত্র হতে চান?
তবে আপনার অবদানটা সবার সামনে তুলে ধরুন|
তাছাড়া আপনার কাজের স্বাক্ষর রাখার জন্য Campaign খুজে না পাবার বিষয়ে খুব বেশি সিরিয়াস হবেন না| এছাড়াও আপনাকে আপনার র‌্যাঙ্কিংয়ে উন্নতি করতেই হবে সেটা কোথাও উল্লেখ করা নেই | সুতরাং আপনি র‌্যাঙ্কিং কিংবা ম্যারিটের উপর বেশি ফোকাস না করে আপনার পোস্ট কিংবা কমেন্টের মান এবং ফোরামে আপনার প্রয়োজনীয়তার উপর বেশি মনোযোগ দিন তাহলেই আপনি আপনার র‌্যাঙ্কিং এবং ম্যারিট দুটাতেই খুব দ্রুত উন্নতি করতে পারবেন|





কোনো ক্যাম্পেইনে অংশ নেবার আগে শিখে নেওয়ার সুযোগটা কাজে লাগান


আপনার Newbe থাকাকালীন সময়ে এই ফোরামটি অঅনেককিছু শিখতে এবং বুঝতে সাহায্য করবে|প্রথমত আপনাকে চিপমিক্সারের স্বাক্ষর (Signature)-কারীদের মতো একমাসে প্রচুর অর্থ উপার্জনকারীর মানসিকতা পোষন করা যাবে না|কারন সবকিছুর জন্যই নির্দিষ্ট সময় এবং প্রক্রিয়া রয়েছে| আপনাকে সেই প্রক্রিয়াগুলোকে পার করে আসতে হবে| তাই সেই নিজের উপর বেশি চাপ প্রয়োগ না করে প্রসেসটাকে উপভোগ করুন এর সুফল পরে আপনি নিজেই পাবেন|




কোনো ক্যাম্পেইনে অংশ নেবার আগে শিখে নেওয়ার সুযোগটা কাজে লাগান

আপনার Newbe থাকাকালীন সময়ে এই ফোরামটি অনেককিছু শিখতে এবং বুঝতে সাহায্য করবে|প্রথমত আপনাকে চিপমিক্সারের স্বাক্ষর (Signature)-কারীদের মতো একমাসে প্রচুর অর্থ উপার্জনকারীর মানসিকতা পোষন করা যাবে না|কারন সবকিছুর জন্যই নির্দিষ্ট সময় এবং প্রক্রিয়া রয়েছে| আপনাকে সেই প্রক্রিয়াগুলোকে পার করে আসতে হবে| তাই সেই নিজের উপর বেশি চাপ প্রয়োগ না করে প্রসেসটাকে উপভোগ করুন এর সুফল পরে আপনি নিজেই পাবেন|

তথ্যেঅনুযায়ী, BTC( বিটকয়েন) পেইড ক্যাম্পেইনগুলোতে Newbe মেম্বারদের গ্রহন করা হয় না| সুতরাং সঠিক নিয়মকানুন না পড়েই Newbe থাকা অবস্থায় BTC পেইড ক্যাম্পেইন গুলোতে উচ্চাকাঙ্ক্ষীর মতো রেজিস্ট্রেশন করে স্পামিংয়ে জড়াবেন না | Newbe হিসেবেও উচ্চ পর্যায়ের(Highly Ranked) সদস্যদের মতো কোয়ালিটিসম্পন্ন পোস্ট/কমেন্ট  করুন| তবে তার জন্য আপনাকে  অভিষেককানা(abhiseshakana) কিংবা রাইসিলিক(roycilik) -দের মতো রোল মডেল হবার দরকার পড়বে না| আপনি শুধু আপনার নিজের মতো হোন|বিনয়ীভাবে সবারসাথে মেলামেশা করুন, একে অন্যকে সম্মান করুন, কেউ কারো প্রতি আক্রমনাত্নক কিংবা ঈর্ষাহ্নিত না হয়ে একে অপরের প্রতি সহমর্মিতা প্রদর্শন করুন| তাহলে আস্তে ধীরে দেখবেন আপনি সেই ফোরামের একজন গুরুত্বপূর্ণ সম্মানী ব্যাক্তি হয়ে উঠেছেন|





কারো প্রতি হিংসা,ঈর্ষা বা আফসোস না করে তাদের মধ্যে থেকে অনুপ্রেরণা খুজুন |


আপনি ট্রেডিং এক্সপার্ট নন,মাইনিং সম্পর্কে ভালো ধারনা নেই,আপনি প্রোগ্রামার কিংবা ব্লকচেইন বিশেষজ্ঞ নন কিন্তু অন্যরা আপনার থেকে অনেক এগিয়ে এতে হতাশ হবার কিছু নেই |কারন, একবার চিন্তা করে দেখুন আপনার থেকে নিচের লেভেলে যারা আছে তারা আপনার লেভেলে ওঠার জন্য চেষ্টা করছে | সুতরাং আপনি যে লেভেলে অবস্থান করছেন সেটাও কম সম্মান কিংবা কম গুরুত্বপূর্ণ নয়| তাই নিজ নিজ অবস্থানে খুশি থেকে আপনার চেয়ে উপরের অবস্থানের সদস্যদের থেকে আনুপ্রেরনা নিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করুন|নিজের কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে সেটাকে খুজে বার করার ও সমাধানের চেষ্টা করুন |




আপনার ভেতরে থাকা সামান্যতম জ্ঞানকে শেয়ার করুন |


আপনার শেয়ার করা কোনো তথ্যে যদি কেউ উপকৃত হয় তাহলে অন্য সবার কাছেও আপনি প্রশংসার পাত্র হয়ে উঠবেন| তবে এটার জন্য  আপনাকে পাহাড় সমান জ্ঞাণের অধিকারী হবার দরকার নেই | অবশ্যই এটা আপনার ফোরামে থাকা অবস্থাতেই করতে হবে | যদিও শুরুটা আপনাকে Newbe হিসেবেই করতে হবে কিন্তু তারপরও চেষ্টা করবেন আপনার চিন্তাধারা এবং কাজের পদ্ধতিতে যেনো একটা প্রফেশনাল ভাব বজায় থাকে|আপনার মধ্যে থাকা সকল ইতিবাচক বিষয়গুলোকে শেয়ার করুন এবং সবার সাথে সহমর্মিতা বজায় রাখুন |



আপনার লেখার  বিষয়বস্তুর মধ্যেই সীমাবদ্ধ থাকুন |

আপনার  করা কমেন্ট / পোস্টে যে বিষয় নিয়ে আলোচনা করছেন সেই বিষয়ের বাইরে যাবেন না | যদি বুঝতে পারেন আপনার আলোচবার বিষয়বস্তুুর মধ্যে অন্য কোনো বিষয় ঢুকে পড়েছে আপনার একাউন্ট টি স্পামে পড়ার আগেই অবান্ছনীয় লেখাগুলোকে তৎক্ষণাত মুছে ফেলুন |



আপনার পোস্টে সবাই মনোযোগ দিচ্ছে কিনা কিভাবে বুজবেন?

যদি কেউ কখনো আপনার পোস্টকে মডারেটরের কাছে উপস্থাপন করে তাহলে বুঝবেন সদস্যগন আপনার পোস্ট পড়ছে এবং মনোযোগও দিচ্ছে | তারা চাইছে আপনি আপনার কার্যকলাপগুলো ফোরামে অব্যাহত রাখুন |



বর্তমান  ফলাফলে সন্তুষ্ট থাকুন এবং সেটাকে উপভোগ করুন |

উপরের সকল প্রক্রিয়াগুলো অনুসরনের পর এখন যে ফল পাচ্ছেন সেটা যদি সন্তুষ্টিজনক নাও হয় তাহলে হতাশ না হয়ে সেটাকে উপভোগ করুন | কারন আপনি যেটা শিখেছেন বা শিখিয়েছেন সেটাকে সবসময় ফলাফল দিয়ে বিবেচনা করবেন না |কারন আপনার ভালো কাজের পুরস্কার দেরিতে হলেও একদিন পাবেনই | আগে আপনি ট্রেডিং সম্পর্কে জানতেন বা তেমন বুজতেন না এখন কিছুটা হলেও বোঝেন,আগে কোনটা স্কেম প্রোজেক্ট বা কোনটা লেজিট প্রোজেক্ট শনাক্ত করতে পারতেন না কিন্তু এখন সেটা কিছুটা হলেও শিখেছেন | নিজের এরকম ছোট ছোট সফলতাকে উপভোগ করুন | কেননা আপনার অর্থের চেয়ে জ্ঞানই মূল্য অনেক বেশী |


নিজেকে সর্বোত্তম মনে না করা |

আপনি যতই উচ্চস্তরের সদস্য বা অত্যন্ত জ্ঞানী হোন না কেনো নিজেকে সর্বোত্তম মনে করবেন না| কেননা "লোকে যাকে বড় বলে বড় সেই হয়|" আর মানুষ মাত্রই ভুল করে তাই নিজেকে সবার সেরা ভাবার কোনো মানেই হয় না | তাই নিজের ভুলত্রুটিগুলো বা উন্নতির জায়গাকে খুজে বের করে নিজেকে সংশোধন ও নিজের উন্নতি করার চেষ্টা করুন |

 
উপরোক্ত বিষয়গুলো অনুসরন করলে আশা করি আপনি দ্রুতই আপনার অবস্থার উন্নতি করতে পারবেন |আর এই পোস্টটি পড়ে যদি কেউ কিন্ঞ্চিত পরিমাণও উপকৃত হন তবেই আমার এই লেখাটি সার্থক হবে | এতক্ষন সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ আপনাকে |
Malam90
Full Member
***
Offline Offline

Activity: 1099
Merit: 116


View Profile
March 23, 2020, 04:09:32 AM
 #2566

@Lasky366 আপনার পোস্টটি শুধু নতুনদের জন্য নয় বরং সবার জন্য সহায়ক হয়েছে। আসলে মেরিটের পিছনে না ঘুরে পোস্টের কোয়ালিটির পেছনে সময় দিতে হবে এবং মান সম্মত পোস্ট করতে হবে যেটা অন্যদের উপকারে আসে। তাহলে মেরিট এমনিই পাওয়া যাবে যা অনেকে পেয়ে থাকেন। তবে এজন্য প্রচুর সময় দিতে হবে ফোরামে এবং ক্রিপ্টোর উপরে জ্ঞান আরো বাড়াতে হবে।
kakonhat
Member
**
Offline Offline

Activity: 1106
Merit: 11

Crypto in my Blood


View Profile WWW
March 25, 2020, 11:23:27 AM
 #2567

বর্তমানে বিশ্ব জুড়ে যে মহামারি শুরু হয়েছে, তার জন্য লোকাল মার্কেট থেকে শুরু করে স্টক এক্সচেন্জ পর্যন্ত লসের মুখে। ভাইরাসটি ছুয়াচে হওয়ার করণে আমাদের যত সম্ভব সর্তক থাকতে হবে। টাকা পয়সা লেনদেন এর ক্ষেত্রেও। পারতো পক্ষে ভার্চুয়াল মানি যেমন, বিকাশ, রকেট, ব্যবহার করা যেতে পারে।
করোনা ভাইরাসের কারণে ক্রিপ্টোকারেন্সি মার্কেটও খুব একটা ভাল নেই। তাই সকলে মাহান রব্বুল আলামিন আল্লাহ্‌ পাকের কাছে এই মহামারি থেকে মুক্তির জন্য বেশি বেশি দুয়া করতে হবে।

Bazlur
Member
**
Offline Offline

Activity: 364
Merit: 12


View Profile
March 25, 2020, 02:58:02 PM
Last edit: April 12, 2020, 03:35:52 AM by Bazlur
Merited by JayJuanGee (1)
 #2568



বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বাড়ছে। সর্বশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ৩৯ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন পাঁচজন।

সবর্শেষ আপডেট:
তারিখ ১১/০৪/২০২০
নতুন শনাক্ত: ৫৮ জন
সর্বমোট শনাক্ত: ৪৮২ জন
মারা গেছেন: ৩০ জন
সুস্থ হয়েছেন: ৩৬ জন।

সবর্শেষ তথ্যের জন্য ভিজিট করুন
IEDCR

কিভাবে ছড়ায়?
১. পারসন টু পারসন। ৬ ফুটের কম দুরত্বে চলাফেরা করলে।
২. হাচি ও কাশির ম্যাধ্যমে।

লক্ষণ:
১. নাক দিয়ে সর্দি পরা।
২. গলা ব্যাথা
৩. কাশি
৪. জ্বর
৫. মাথা ব্যাথা
৬. বুকে ব্যাথা
৭. শ্বাস কষ্ট
৮. ডায়রিয়া

বয়স্ক এবং যাদের প্রেসার, ডায়বেটিকস, শ্বাসনালীর রোগসহ অন্যান্য রোগ আছে তাদের জন্য এই রোগ অত্যান্ত ঝুকিপূর্ন।

প্রতিরোধের উপায়:
১. সাবান বা স্যানিটাইজার দিয়ে বার বার হাত পরিস্কার করা।
২. নিরাপদ দুরত্ব (৬ ফিট) বজায় রেখে চলাফেরা করা।
৩. হাঁচি বা কাশির সময় মুখ এবং নাক ঢেকে রাখা।
৪. ফেসমাস্ক ব্যবহার করা।
৫. জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়া।
৬. সবাই মিলে একসাথে জড় না হওয়া।



করোনা ভাইরাস শরীরে ঢোকার পর রোগের লক্ষণ প্রকাশ পেতে ১৪ দিন পর্যন্ত সময় লাগতে পারে।

এখন পর্যন্ত এই রোগের কোন ভ্যাকসিন তৈরি হয় নি। প্রতিরোধই একমাত্র উপায়।

আসুন আমরা নিজেরা সচেতন হই এবং  অন্যকে সচেতন করার মাধ্যমে এই মহামারীর প্রতিরোধ করি।

যেকোন প্রয়োজনে IEDCR এর হটলাইনে কল করুন +8801944333222.

বি:দ্র: গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাসটি। এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লাখ ৭৮ হাজার ৮৪৮ এবং মারা গেছেন ১৬ হাজার ৫১৪ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ দুই হাজার ৬৯ জন।



███    TWITTER     █████████████████ MEGABSC ████████████████████     WHITEPAPER     ███
███       ANN                  ██████  HYBRID DEFI ON BINANCE SMART CHAIN  █████    FACEBOOK PAGE    ███
███  TELEGRAM  █████████████████     SWAP      ███████████████████       MEDIUM      ███
Sharma8080
Jr. Member
*
Offline Offline

Activity: 54
Merit: 1


View Profile
March 26, 2020, 01:07:55 PM
 #2569

বিটকয়েনটক একাউন্ট কিভাবে একেবারে মুছে ফেলা যায় বা কিভাবে একেবারে ডিলিট করা যায়?
Bazlur
Member
**
Offline Offline

Activity: 364
Merit: 12


View Profile
March 26, 2020, 03:36:15 PM
 #2570

বিটকয়েনটক একাউন্ট কিভাবে একেবারে মুছে ফেলা যায় বা কিভাবে একেবারে ডিলিট করা যায়?

আমার জানামতে বিটকয়েনটক একাউন্ট মুছে ফেলার কোন অপশন নেই। এমনকি ইউজার নেম পরিবর্তন করারও কোন অপশন নেই। তবে থেমসের কাছে আবেদন করে ইউজার নেম পরিবর্তন করা যায়। কিন্তু সে সম্ভাবনা খুব কম।

███    TWITTER     █████████████████ MEGABSC ████████████████████     WHITEPAPER     ███
███       ANN                  ██████  HYBRID DEFI ON BINANCE SMART CHAIN  █████    FACEBOOK PAGE    ███
███  TELEGRAM  █████████████████     SWAP      ███████████████████       MEDIUM      ███
Sujon07
Member
**
Offline Offline

Activity: 742
Merit: 11

😇 Be Honest to be Successful 🤑


View Profile
March 27, 2020, 02:51:56 PM
 #2571

আমি এখানে সম্পুর্ণ নতুন। আমি অনেক কিছুই বুঝতেছি না। সিনিয়র ভাইরা আমাকে কেউ সাহায্য করবেন প্লিজ? 
Sharma8080
Jr. Member
*
Offline Offline

Activity: 54
Merit: 1


View Profile
March 27, 2020, 03:32:17 PM
 #2572

আমি এখানে সম্পুর্ণ নতুন। আমি অনেক কিছুই বুঝতেছি না। সিনিয়র ভাইরা আমাকে কেউ সাহায্য করবেন প্লিজ? 

আপনি কি বিষয়ে বুঝতেছেন না অথবা আপনি কি বিষয় নিয়ে জানতে চান তা সুন্দর করে এখানে তুলে ধরুন। আশাকরি, সিনিয়র ভাইরা আপনাকে উত্তর দিয়ে দিবে।
Review Master
Sr. Member
****
Offline Offline

Activity: 1428
Merit: 275


BitByte Crypto: https://link3.to/bitbytecrypto


View Profile WWW
March 29, 2020, 05:42:10 PM
Last edit: April 06, 2020, 06:38:13 AM by Review Master
 #2573

আমি এখানে সম্পুর্ণ নতুন। আমি অনেক কিছুই বুঝতেছি না। সিনিয়র ভাইরা আমাকে কেউ সাহায্য করবেন প্লিজ?  
ভাই ধন্যবাদ আপনাকে জানার আগ্রহ দেখার জন্য। প্রথমত এটি হলো বাংলাদেশিদের জন্য লোকাল বোর্ড (যদিও আমরা এখনও পরিপূর্ণ সাব-বোর্ড পাইনি)। আপনি এখানে বাংলায় বিটকয়েন ও ব্লকচেইন নিয়ে পোষ্ট লেখতে পারবেন এবং লেখাগুলো অবশ্যই বাংলায় লেখতে হবে, অন্যথায় আপনার পোষ্টটি মডারেটর দ্বারা মুছে ফেলা হবে। এখন আপনাকে পুরো ফোরামটা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি। যদি আপনি এই ফোরামে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা করতে চান , তাহলে নিচের নির্দিষ্ট বোর্ডে আলোচনা করতে পারেন( এসবে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে):

ক্রিপ্টোকারেন্সিতে অনেকে স্ক্যামার থাকে , আবার অনেক প্রজেক্ট স্ক্যামের জন্য মার্কেটে আসে। যদি এইসব জানতে চান, তাহলে এই বোর্ডটিতে আলোচনা করতে পারেন: https://bitcointalk.org/index.php?board=83.0

অনেক সময় , এখানে নুতুন ব্যবহারকারীরা আসে ইনকাম করার জন্য। যদি আপনে ইনকাম করতে চান ।তাহলে নিচের বোর্ডগুলোতে দেখুন:-
বাউন্টির জন্য: https://bitcointalk.org/index.php?board=238.0
যেকোনো সার্ভিসের জন্য: https://bitcointalk.org/index.php?board=198.0
এছাড়াও ইনকাম করার একটি সবচেয়ে ভালো উপায় হলো, সিগনেচার ক্যাম্পেইনে কাজ করা। এইজন্য অবশ্যই আপনাকে Member/Full Member হতে হবে। এইজন্য অবশ্যই আপনাকে ভালো ও গুনগতমানের পোষ্ট লিখতে হবে বা অন্যদের সাথে গুরুত্বপূর্ণ তথ্য ভাগাভাগি করতে হবে। এতে যদি কেউ আপনার পোষ্টটি পছন্দ করে বা একমত পোষণ করে তাহলে আপনাকে মেরিট দিবে। শুধু মেরিট হলেই আপনার মেম্বারশিপ বাড়বে না, মেরিটের পাশাপাশি আপনাকে অবশ্যই কিছু এ্যাকটিভিটি পয়েন্ট থাকতে হবে। এটি বুঝতে নিচের অংশটি দেখুন।
র‍্যাংকমেরিটএক্টিভিটি
জুনিয়র মেম্বার০১৩০
মেম্বার১০৬০
ফুল মেম্বার১০০১২০
সিনিয়র মেম্বার২৫০২৪০
হিরো মেম্বার৫০০৪৮০
লিজেন্ডারি মেম্বার১০০০৭৭৫-১০৩০

▄▄ BITBYTE CRYPTO ▄▄
Be A Crypto Veteran Together
▄▄▄▄▄▄▄   TWITTER | TG GROUP | TG CHANNEL | YOUTUBE  ▄▄▄▄▄▄▄ 
Lasky366
Member
**
Offline Offline

Activity: 280
Merit: 43


View Profile
March 29, 2020, 07:40:14 PM
 #2574





একটি বিশেষ সতর্কীকরণ : এই পোস্টটি শুধুমাত্র তাদের জন্য যারা ট্রেডিং এনালাইসিস সম্পর্কে বুজেন | আর যারা বুঝেন না কিন্তু বুঝতে চান তারা ট্রেডিং এনালাইসিস সম্পর্কে বুঝুন,শিখুন, ধারনা নিন তারপর পোস্টটি পড়ুন না হলে হয়ত কিছুই বুঝবেন না|


👉রেসিসট্যান্স বা সাপ্লাই জোনে Buy এন্ট্রী করা ৷ (ট্রেডিং সিস্টেমের ত্রুটি)

## ট্রেডিং মার্কেটে লসের অন্যতম কারণ হচ্ছে রেসিসট্যান্স বা সাপ্লাই জোনগুলি পরিষ্কার ভাবে না বোঝা, না জানা, না চেনা৷আমরা আমাদের ট্রেডিং চার্টগুলিতে রেসিসট্যান্স বা সাপ্লাই জোন গুলো খুঁজে বের করতে পারি না৷মনগড়া এন্ট্রি করে দেই৷কিন্তু যখনই লস দেখতে শুরু করি তখনই চিন্তায় পড়ি...কেন লস হচ্ছে ? আমার এন্ট্রী ভূল হলো কেন ? আসলে যথাযথ রেসিসট্যান্স বা সাপ্লাই জোনে Sell এন্ট্রী করতে পারি না বলেই লস দেখতে হয়৷আমরা আমাদের ট্রেডিং চার্টগুলিতে রেসিসট্যান্স বা সাপ্লাই জোন গুলো খুঁজে বের করতে পারি না বলেই রেসিসট্যান্স বা সাপ্লাই জোনগুলোতে প্রায়ই Buy অর্থাৎ বিপরীত এন্ট্রি করে থাকি৷ফলে প্রচুর লস গুণতে হয়৷

## “খুব স্বাভাবিকভাবেই রেসিসট্যান্স বা সাপ্লাই জোনগুলো থেকে মার্কেট প্রাইস সর্বদা ডাউন-ট্রেন্ডে চলে যাবে” এবং ঐ রেসিসট্যান্স বা সাপ্লাই জোনগুলোতে আমাদের Buy বা বিপরীত এন্ট্রীগুলোই প্রচুর লসের দিকে নিয়ে যায়,যা সহ্য করা যায় না৷অথচ এন্ট্রী করার পূর্বে অবশ্যই খুব ঠান্ডা মাথায় লক্ষ্য করা জরুরী- “আমরা কোনো রেসিসট্যান্স বা সাপ্লাই জোনগুলোতে Buy এন্ট্রী করে দিচ্ছি কি না” Huh সাবধান থাকতে হবে৷

## আমরা আসলেই তারাহুড়া করে রেসিসট্যান্স বা সাপ্লাই জোনগুলোতে Buy এন্ট্রি করি৷এই বুঝি মার্কেট উপরের দিকে চলে যাচ্ছে... তাড়াতাড়ি Buy এন্ট্রী করে দিলাম !!! অথচ ভালো করে দেখলাম না যেখানে Buy এন্ট্রী করছি সেখানে রয়েছে পরিষ্কার “রেসিসট্যান্স বা সাপ্লাই জোন”৷কিছুক্ষন পরে যখন রানিং এন্ট্রী গুলো লসে লাল টকটকা হয়ে উঠে তখন বুঝতে পারি ট্রেডে প্রফিট করা কত কঠিন৷আর বলতে থাকি মার্কেট আমার সাথে বিপরীত আচরণ কেন করছে ? অথচ একবারও বুঝতে চেষ্টা করি না- “রেসিসট্যান্স বা সাপ্লাই জোনগুলো থেকে মার্কেট প্রাইস সর্বদাই ডাউন-ট্রেন্ডে ধাবিত হবে”৷মার্কেটে বসলেই যেন আমাদের সবার মাথা মগজ ব্রেইনগুলো “হাইপার” হয়ে উঠে... এর কারন হলো আমরা সব সময় তাড়াহুড়া করি,খুব দ্রূত প্রচুর প্রফিট করে রাতারাতি ধনী হতে চাই৷

## রেসিসট্যান্স বা সাপ্লাই জোনগুলোতে মার্কেট অর্থাৎ সবাই করছে Sell এন্ট্রী আর আমি অধম সেখানে করি Buy এন্ট্রী...হা হা হা৷লস আমার হবে না তো কার হবে Huh



বি. দ্র. : উপরুক্ত পোস্টটির বিষয়বস্তু সম্পর্কে আমি আমার নিজস্ব মতামত থেকে লেখার চেষ্টা করেছি তাই অন্যদের মতামতের সাথে মিল নাও থাকতে পারে | আর আমি সর্বোত্তম নই সুতরাং পোস্টে কিছু ভুল বা সীমাবদ্ধতাও থাকতে পারে তাই  ভুল ত্রুটি বা সীমাবদ্ধতাগুলো ধরিয়ে দিয়ে সহযোগীতা করার একান্ত অনুরোধ রইলো |
kakonhat
Member
**
Offline Offline

Activity: 1106
Merit: 11

Crypto in my Blood


View Profile WWW
March 30, 2020, 04:00:15 AM
 #2575


👉রেসিসট্যান্স বা সাপ্লাই জোনে Buy এন্ট্রী করা ৷ (ট্রেডিং সিস্টেমের ত্রুটি)

## ট্রেডিং মার্কেটে লসের অন্যতম কারণ হচ্ছে রেসিসট্যান্স বা সাপ্লাই জোনগুলি পরিষ্কার ভাবে না বোঝা, না জানা, না চেনা৷আমরা আমাদের ট্রেডিং চার্টগুলিতে রেসিসট্যান্স বা সাপ্লাই জোন গুলো খুঁজে বের করতে পারি না৷মনগড়া এন্ট্রি করে দেই৷কিন্তু যখনই লস দেখতে শুরু করি তখনই চিন্তায় পড়ি...কেন লস হচ্ছে ? আমার এন্ট্রী ভূল হলো কেন ? আসলে যথাযথ রেসিসট্যান্স বা সাপ্লাই জোনে Sell এন্ট্রী করতে পারি না বলেই লস দেখতে হয়৷আমরা আমাদের ট্রেডিং চার্টগুলিতে রেসিসট্যান্স বা সাপ্লাই জোন গুলো খুঁজে বের করতে পারি না বলেই রেসিসট্যান্স বা সাপ্লাই জোনগুলোতে প্রায়ই Buy অর্থাৎ বিপরীত এন্ট্রি করে থাকি৷ফলে প্রচুর লস গুণতে হয়৷

## “খুব স্বাভাবিকভাবেই রেসিসট্যান্স বা সাপ্লাই জোনগুলো থেকে মার্কেট প্রাইস সর্বদা ডাউন-ট্রেন্ডে চলে যাবে” এবং ঐ রেসিসট্যান্স বা সাপ্লাই জোনগুলোতে আমাদের Buy বা বিপরীত এন্ট্রীগুলোই প্রচুর লসের দিকে নিয়ে যায়,যা সহ্য করা যায় না৷অথচ এন্ট্রী করার পূর্বে অবশ্যই খুব ঠান্ডা মাথায় লক্ষ্য করা জরুরী- “আমরা কোনো রেসিসট্যান্স বা সাপ্লাই জোনগুলোতে Buy এন্ট্রী করে দিচ্ছি কি না” Huh সাবধান থাকতে হবে৷

## আমরা আসলেই তারাহুড়া করে রেসিসট্যান্স বা সাপ্লাই জোনগুলোতে Buy এন্ট্রি করি৷এই বুঝি মার্কেট উপরের দিকে চলে যাচ্ছে... তাড়াতাড়ি Buy এন্ট্রী করে দিলাম !!! অথচ ভালো করে দেখলাম না যেখানে Buy এন্ট্রী করছি সেখানে রয়েছে পরিষ্কার “রেসিসট্যান্স বা সাপ্লাই জোন”৷কিছুক্ষন পরে যখন রানিং এন্ট্রী গুলো লসে লাল টকটকা হয়ে উঠে তখন বুঝতে পারি ট্রেডে প্রফিট করা কত কঠিন৷আর বলতে থাকি মার্কেট আমার সাথে বিপরীত আচরণ কেন করছে ? অথচ একবারও বুঝতে চেষ্টা করি না- “রেসিসট্যান্স বা সাপ্লাই জোনগুলো থেকে মার্কেট প্রাইস সর্বদাই ডাউন-ট্রেন্ডে ধাবিত হবে”৷মার্কেটে বসলেই যেন আমাদের সবার মাথা মগজ ব্রেইনগুলো “হাইপার” হয়ে উঠে... এর কারন হলো আমরা সব সময় তাড়াহুড়া করি,খুব দ্রূত প্রচুর প্রফিট করে রাতারাতি ধনী হতে চাই৷

## রেসিসট্যান্স বা সাপ্লাই জোনগুলোতে মার্কেট অর্থাৎ সবাই করছে Sell এন্ট্রী আর আমি অধম সেখানে করি Buy এন্ট্রী...হা হা হা৷লস আমার হবে না তো কার হবে Huh



বি. দ্র. : উপরুক্ত পোস্টটির বিষয়বস্তু সম্পর্কে আমি আমার নিজস্ব মতামত থেকে লেখার চেষ্টা করেছি তাই অন্যদের মতামতের সাথে মিল নাও থাকতে পারে | আর আমি সর্বোত্তম নই সুতরাং পোস্টে কিছু ভুল বা সীমাবদ্ধতাও থাকতে পারে তাই  ভুল ত্রুটি বা সীমাবদ্ধতাগুলো ধরিয়ে দিয়ে সহযোগীতা করার একান্ত অনুরোধ রইলো |
আপনার আলোচনাটি খুব সুন্দর হয়েছে। বস্তবিক চিত্র কিন্তু এটাই। আমরা অধিকাংশ সময়ই এই ভুলটি করে থাকি। যার জন্য সারা জীবন ট্রেডিং মার্কেটকে গালি গালাচ করে থাকি। এই বলি যে, আমি যখন যেই দিকে ট্রেড দিয়ে মার্কেট তার উল্টটা চলে। আবার অনেকেই খুব অল্প প্রফিট হলেই ট্রেডি ক্লজ করে দেয়। কিন্তু যখন লস হতে থাকে তখন বলি দেখি আরেকটু, হয়তো মার্কেট আমার অনুকুলে আসতে পারে। এই ভাবে লসের ভাগটাই বেশি হয়ে পড়ে।

Review Master
Sr. Member
****
Offline Offline

Activity: 1428
Merit: 275


BitByte Crypto: https://link3.to/bitbytecrypto


View Profile WWW
March 30, 2020, 06:47:31 AM
 #2576

আপনার আলোচনাটি খুব সুন্দর হয়েছে। বস্তবিক চিত্র কিন্তু এটাই। আমরা অধিকাংশ সময়ই এই ভুলটি করে থাকি। যার জন্য সারা জীবন ট্রেডিং মার্কেটকে গালি গালাচ করে থাকি। এই বলি যে, আমি যখন যেই দিকে ট্রেড দিয়ে মার্কেট তার উল্টটা চলে। আবার অনেকেই খুব অল্প প্রফিট হলেই ট্রেডি ক্লজ করে দেয়। কিন্তু যখন লস হতে থাকে তখন বলি দেখি আরেকটু, হয়তো মার্কেট আমার অনুকুলে আসতে পারে। এই ভাবে লসের ভাগটাই বেশি হয়ে পড়ে।
এজন্য আমাদেরকে অবশ্যই টেকনিক্যাল এনালাইসিস (TA) এবং ফান্ডামেন্টাল এনালাইসিস (FA) নিয়ে ভালো ধারণা রাখতে হবে। যেমন: টেকনিক্যাল এনালাইসিসের মধ্যে ট্রেডিং চার্ট বিশ্লেষণ করতে লাগে , এছাড়াও কিছু ট্রেডিং ক্যান্ডেল বারের প্যাটার্ন বুঝতে ও বিশ্লেষণ করতে লাগে। আর ফান্ডামেন্টাল এনালাইসিসের (FA) মধ্যে বিটকয়েন বা অল্টকয়েনের বিভিন্ন ইভেন্টের উপর মূল্যের হ্রাস-বৃদ্ধি ঘটে।
ফান্ডামেন্টাল এনালাইসিসের (FA) সহজ একটা উদাহরণ হলো বিটকয়েনের হালভিং । পূর্ববর্তী যতবার বিটকয়েনের হালভিং হয়েছে, ততবারই হালভিং পরবর্তী সময়ে বিটকয়েনের মূল্যের উদ্ধগতি হয়েছে। এছাড়া অল্টকয়েনের ক্ষেত্রে তারা যদি কোনো ভালো কোম্পানি বা প্রজেক্টের সাথে পার্টনারশিপ করে কিংবা মেইননেট লঞ্চ হয় (নিজস্বব্লকচেইন শুরু করে) , তাহলে অল্টকয়েনের মূল্যের উদ্ধগতি দেখা যায়।



 
আমরা আমাদের ট্রেডিং চার্টগুলিতে রেসিসট্যান্স বা সাপ্লাই জোন গুলো খুঁজে বের করতে পারি না বলেই রেসিসট্যান্স বা সাপ্লাই জোনগুলোতে প্রায়ই Buy অর্থাৎ বিপরীত এন্ট্রি করে থাকি৷ফলে প্রচুর লস গুণতে হয়৷
ধন্যবাদ ভাই। আপনি ভালো পোষ্ট করছেন। তবে একটি বিষয় সংশোধন করা দরকার সেটি হলো, রেসিসট্যান্স বা সাপ্লাই জোনগুলোতে সবসময় মূল্য কমে না । এটি মূলত নির্ভর করে কিছু ইন্ডিকেটরের উপর। আপনি যদি পোষ্টির ট্রেডিং চার্টটি নিজে তৈরি করেন, তাহলে অবশ্যই TradingView ব্যবহার করেছেন । আর ট্রেডিংভিউে দেখবেন , কিছু ইন্ডিকেটর আছে। যেমন: Moving Average ইন্ডিকেটর । বিভিন্ন ধরনের MA ইন্ডিকেটর আছে, যেগুলোর উপর নির্ভর করে যে এসব রেসিসট্যান্স বা সাপ্লাই  জোনগুলোতেজোনগুলোতে মূল্যের হ্রাস হবে নাকি বৃদ্ধি হবে। উদাহরণ : যদি Daily Moving Average এবং Weekly Moving Average পরস্পরকে ক্রস করে অথ্যাৎ রেসিসট্যান্স বা সাপ্লাই  জোনগুলোতেজোনগুলোতে এই ক্রস ঘটে । শুধুমাত্র তখনই মূল্যের হ্রাস ঘটে। আর একটি কথা রেসিসট্যান্স বা সাপ্লাই জোনগুলোতে হলো ট্রেডিং ক্যান্ডেলের জন্য একটা সহায়ক/সপোর্ট লাইন, যদি সপ্তাহ শেষে রেসিসট্যান্স বা সাপ্লাই জোনগুলোর উপর বিটকয়েনের মূল্য থাকে তাহলে বুল মার্কেট চলবে অন্যথায় বেয়ার মার্কেট শুরু হয়।

▄▄ BITBYTE CRYPTO ▄▄
Be A Crypto Veteran Together
▄▄▄▄▄▄▄   TWITTER | TG GROUP | TG CHANNEL | YOUTUBE  ▄▄▄▄▄▄▄ 
SpaceSuite
Member
**
Offline Offline

Activity: 85
Merit: 27


View Profile
March 30, 2020, 07:32:20 PM
 #2577

আপনি কি জানেন দীর্ঘদিন যাঁরা BTC ধইরা আছেন, কয়খান Alt Coin তাঁরা বিনে পয়সায় পাইসেন? নিচে একখান তালিকা রইল...

১. Bitcoin Cash (BCH) - https://www.bitcoincash.org
২. Bitcoin Satoshi Vision (BSV) - https://bitcoinsv.io
৩. Bitcoin Gold (BTG) - https://bitcoingold.org
৪. Bitcoin Diamond (BCD) - https://www.bitcoindiamond.org
৫. Super Bitcoin (SBTC) - http://www.superbtc.org
৬. Bitcoin Private (BTCP) - https://btcprivate.org
৭. Stellar Lumen (XLM) - https://www.stellar.org
৮. Mimble Wimble Coin (MWC) - https://www.mwc.mw
৯. HEX Token (HEX) - https://hex.win
১০. CPD Token (CPD) - https://cpdproject.com

আপনি যদি এখনো BTC কিনা লন, Bitcoin Block Halving এর সময় আপনি বিনে পয়সায় পাইতে পারেন CPD Token. এছাড়াও যত মানুষ আপনার referral link দিয়া join করবো, staking period এ তাগো CPD Token এর ১০% আর auction period এ তাগো ETH এর ১০% পাইবেন আপনি।
kakonhat
Member
**
Offline Offline

Activity: 1106
Merit: 11

Crypto in my Blood


View Profile WWW
April 02, 2020, 08:47:40 AM
 #2578

আপনি কি জানেন দীর্ঘদিন যাঁরা BTC ধইরা আছেন, কয়খান Alt Coin তাঁরা বিনে পয়সায় পাইসেন? নিচে একখান তালিকা রইল...

৮. Mimble Wimble Coin (MWC) - https://www.mwc.mw
৯. HEX Token (HEX) - https://hex.win
১০. CPD Token (CPD) - https://cpdproject.com

আপনি যদি এখনো BTC কিনা লন, Bitcoin Block Halving এর সময় আপনি বিনে পয়সায় পাইতে পারেন CPD Token. এছাড়াও যত মানুষ আপনার referral link দিয়া join করবো, staking period এ তাগো CPD Token এর ১০% আর auction period এ তাগো ETH এর ১০% পাইবেন আপনি।
আমি MWC, HEX এর বিষয়টি পরিস্কার নই। এই দুইটা কয়েন কখন দেয়া হয়েছে? এই গুলা কি ব্লকচেইনে যাদের বিটিসি রাখা আছে শুধু তাদের দিয়েছে?
আর CPD টোকেনের নিউজ আপনি কৈ পাইলেন? এই নিউজের ডিটেইলস কি দিতে পারবেন? বিষয়টি একটু ভালভাবে পরিস্কার হতে চাই ছিলাম। লিংক থাকলে একটু দিয়েন।

Sharma8080
Jr. Member
*
Offline Offline

Activity: 54
Merit: 1


View Profile
April 02, 2020, 02:40:21 PM
 #2579

সিগনেচার ক্যাম্পেইন ছাড়া মেরিট আর কি কি কাজে লাগে?  দয়া করে উত্তর দিবেন। সিনিয়র ভাইয়া।
Bazlur
Member
**
Offline Offline

Activity: 364
Merit: 12


View Profile
April 03, 2020, 02:52:58 AM
Last edit: April 30, 2020, 02:51:48 PM by Bazlur
Merited by Review Master (1)
 #2580

আমি এখানে সম্পুর্ণ নতুন। আমি অনেক কিছুই বুঝতেছি না। সিনিয়র ভাইরা আমাকে কেউ সাহায্য করবেন প্লিজ?  

আমি বাংলাদেশি এবং সিংগাপুর প্রবাসি। আমি এই ফোরামে নতুন,কিভাবে এই ফোরামে কাজ করবো এবং আরনিং কিভাবে হবে এই ব্যাপারে আমার বাংলাদেশি ভাইয়েরা প্লিজ হেল্প করেন।

সিগনেচার ক্যাম্পেইন ছাড়া মেরিট আর কি কি কাজে লাগে?  দয়া করে উত্তর দিবেন। সিনিয়র ভাইয়া।

প্রতিদিনই আমাদের ফোরামে নতুন নতুন মেম্বার জয়েন হচ্ছে। জয়েন হবার পর তারা প্রায়ই এ ধরনের পোস্ট করছেন যে আমি এখানে নতুন আমাকে সাহায্য করুন। আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ থ্রেড এবং পোস্ট তুলে ধরতে চাই যেগুলোতে ভিজিট করলে তারা খুব সহজেই বিটকয়েন ফোরাম সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন।

বিটকয়েন ফোরামের পটভূমি:
1. Bitcointalk
2. Who is Satoshi Nakamoto ? Suspects, frauds and conspiracies on bitcointalk

বিটকয়েন ফোরাম কি?
1. Newbies - Read before posting
2. Unofficial list of (official) Bitcointalk.org rules, guidelines, FAQ

ফোরাম Rank কি?
1. Forum ranks/positions/badges (What do those shiny coins under my name mean?)
2. FAQ: Everything you need to know about forum 'activity, account ranks and merit
3. Anyone can Rank-up! [Motivational Thread from a noob]

টারমিনোলজি:
1. Terminology
2. Cryptocurrency Lingo/Slang

বিটকয়েন ওয়ালেট:
1. Bitcoin Wallets - Which, what, why?
2. Hardware wallets - which one is a good choice?
3. TUTORIAL: How to use Electrum (for beginners)

আল্টকয়েন ওয়ালেট:
1. Wallet list for AltCoins <100+ AltCoins Covered>

থ্রেড এবং পোস্টগুলো সব সংগৃহিত। এগুলোর কোনটাই আমার লিখিত নয়।
আমি মনে করি এই থ্রেডগুলো ভিজিট করলে বিটকয়েন ফোরাম সম্পর্কে প্রাথমিক ধারনা পাওয়া যাবে।

███    TWITTER     █████████████████ MEGABSC ████████████████████     WHITEPAPER     ███
███       ANN                  ██████  HYBRID DEFI ON BINANCE SMART CHAIN  █████    FACEBOOK PAGE    ███
███  TELEGRAM  █████████████████     SWAP      ███████████████████       MEDIUM      ███
Pages: « 1 ... 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 [129] 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177 178 179 ... 538 »
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!