Bitcoin Forum
May 24, 2024, 06:19:07 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 ... 89 »
121  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: As big as binance in the future on: March 23, 2022, 07:52:00 PM
What are the crypto exchanges that have the chances of becoming big as binance exchange some day? I need up to three crypto exchanges coin or tokens to add to my long term crypto portfolio.

My first suggestion would be FTX exchange, although it's more innovative than binance or other exchanges as so many services were copied from FTX by many exchanges.  Grin Next one would be crypto(dot)com as they're now having so many partnership with real world companies/organizations which is great, IMHO. Just dyor and you would find out more except these two exchanges.
122  Economy / Speculation / Re: Is Bitcoin bounce back to 60k in this year? on: March 23, 2022, 07:47:27 PM
chances are , but never put yourself just longing for this because you might end up losing more.

only buy what can you afford to lose as this is the reality of life .

Indeed, that would be a ridiculous step for taking long position without any proper analysis and sure to end up with loses. So it's best to DYOR and invest only those amount which can be afforded to lose.

but one thing i am sure here that bitcoin will make another ath in 2025.

Maybe not that long as bitcoin might make new ATH soon enough because of the worldwide adoption. However next halving could be happened in around 2024, so we might see more higher ATH price than our expectation. In that case, we just need to wait for it.  Wink
123  Economy / Scam Accusations / Re: HitBTC scam on: March 23, 2022, 04:01:05 PM
In the support service, there are most likely robots who always answer either "you still need to wait" or "you sent the modified photos." I believe that such an "exchange" should be blocked on all resources, such as Coinmarketcap.

Well, this is not the first time of reading this type of scam report regarding Hitbtc. Even few fellow users from my community faced depositing/KYC related issues. Although i suggested them not to use that shady exchange, however he wanna sold a token which was only available on hitbtc. Talking about coinmarketcap or coingecko or other data aggregator sites, they would only lower the rank for hitbtc or giving warning, not more than this as they don't wanna lose traffic.  Grin
124  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 22, 2022, 02:51:51 PM
আজকে বিটকয়েন আবারও ৪৩ হাজার ডলার স্পর্শ করেছিল এবং অনেকেই  খুশি এবং আমিও তাদের মধ্যে একজন। কিন্তু অনেকেই ভাবতেছে যে, আবার বিটকয়েন পাম্প করে নতুন সর্বোচ্চ মূল্যে যাবে। কিন্তু সকলের উচিত ফোমোত না আসা। কেননা আজকের পাম্প হওয়ার জন্য একটি কারণ রয়েছে, আর সেটি হলো, একজন ক্রিপ্টো হোয়েল/বড় মাপের হোল্ডার তার ১২০ মিলিয়ন ডলারের শর্ট পজিশনটি বাতিল করেছে। আর এতে ফোমো তৈরি হয়ে মার্কেট আবার বৃদ্ধি পেয়েছে, যেহেতু ওই হোল্ডারটি অনেক সময় ধরে শর্ট পজিশন চালু রেখেছিল।

সম্পূর্ণ খবরটি পড়ুনঃ  https://u.today/anonymous-whale-suddenly-closes-120-million-bitcoin-short-on-market

তাই নিজের বিশ্লেষণের উপর নির্ভরশীল হোন এবং স্টপ-লস সবসময় ব্যবহার করুন।
125  Economy / Speculation / Re: Bitcoin Breaks Past The $40,000 Barrier Again? on: March 22, 2022, 02:37:13 PM
Well, recent movement was happened because of an anonymous  whale who closed his 120 Million worth short position and suddenly bitcoin spiked to almost 43k level. We might see another mini bull season or regular sideways movement just like previous weeks.  Grin However better not to be bollish when war is still going on as market would take correction again for it.
126  Alternate cryptocurrencies / Speculation (Altcoins) / Re: Bitcoin, Dogecoin Gain After Musk's Tweets, But Will There Be Another Bull Run? on: March 22, 2022, 02:29:13 PM
<__ snip __>
Well, at least for now we are only talking about dogecoin. I would be surprised if users still continued to actively discuss chiacoin, for example. After all, one way or another, Elon also had a hand in popularizing this coin.

TBH, don't even know about chiacoin at all and it seems to be a promoting/shilling from yourside. Because Elon clearly said that he don't have any other crypto assets rather than bitcoin, ethereum & dogecoin. Not even shiba inu, so best of luck with that and i would recommend all to DYOR before jumping into any crypto assets.  Cheesy
127  Bitcoin / Bitcoin Discussion / Re: How a Pakistani celebrity and crypto billionaire challenged his government on: March 22, 2022, 02:06:23 PM
Honestly speaking, at first I didn't know him because of crypto. I saw him in the Indain Roaster videos. However, in my YouTube feed, I received a recommendation for Wakar Zakas Crypto Video.Then I saw his video and I saw that he directly challenged the government over bitcoin and crypto. I was just shocked. How did he do this?

Same case for me as i got to know about Waqar Zaka from those roasting videos. However, he challenged Pakistani Govt to put 1% fund into Bitcoin while it was at around $5.5k and covid was started according to the attached video. So he was well skilled to analysis the outcome as halving was happened back in May 2020 and bet all his wealth in return. It would say, he bet based on the experience of FA, hehe. As of now, he's uploading crypto based videos on his channel which could be good for his followers.
128  Economy / Trading Discussion / Re: How has trading been for you during this Ukraine and Russia war on: March 22, 2022, 05:46:06 AM
<-- snip -->
You do not even have to do leverage, it has been going up and down between those same prices so many times that if you do spot trading with a big enough capital, you could buy and sell at the right prices and could make a good profit.

Indeed, more profits with low risk by scalping while you've big capital. However, my most of the capitals are into new projects and i'm good to go with leverage trading. Although my suggestion would be same as yours as market might not be in our favour all time. Also any kind of panic would effect on our TA/FA.  Wink
129  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Question about gaming and metaverse on: March 21, 2022, 02:59:39 PM
Guys I have few questions for you guys about p2e games and metaverse projects

1. Would you choose gala games over decentraland for future?

Both projects are great, but i would choose gala because their unique node system and they recently launched music based nodes as far i know. However both of those are doing well.

2. What do you think about metaverse future? Wil this work out on the long run because no project have shown a full working metaverse project so far.

It’s true that most of the projects haven’t launched the actual product yet, however we're still on the early phase just like NFT. We might need to wait for the actual product from those project, then we'll get the most awaited hype of metaverse. Current hype is not the real one, IMO.
130  Economy / Trading Discussion / Re: How has trading been for you during this Ukraine and Russia war on: March 21, 2022, 02:40:31 PM
Of course trading is bull and bear, profit and loss  Shocked

So what is your experience so far during this war?

TBH, trading is going well and happy to have small profits rather than losses. Last 2 weeks was the best time for doing leverage trading if you're well skilled on it, IMHO. Although this war is having huge impact on the ido/igo projects, but still on profits as ROI rate is down compare to previous months. Personally, war is giving us more opportunities to continue doing DCA if it isn’t turned into WW3.  Smiley
131  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Play to earn game tokens on: March 21, 2022, 02:29:57 PM
Which one is more promising according to you? And you maybe played as well

Merit Circle and Gala is on top level according to my own research. One thing needs to be noticed that guild based tokens are trending nowadays after the huge hype on P2E sector. In that case, GuildFi might perform well in this mini bear season. Besides, guild based new projects are launching with great partnership, so there will be healthy competition between those and we can take advantage of it.  Grin
132  Alternate cryptocurrencies / Speculation (Altcoins) / Re: Bitcoin, Dogecoin Gain After Musk's Tweets, But Will There Be Another Bull Run? on: March 21, 2022, 02:23:04 PM
But, doge doesn't goes up year after year and its increase have come to an end by the time people figured out that they are only being fooled by Elon and Elon stop mentioning the coin from his tweets but it looks like he was back at it again but right now we haven't seen a big difference in the price of doge or see lots of publicity news about it, maybe people really learned their lesson.

Few of those learned their lesson, however few are still blindly following Elon. Who knows, another mini bull season would hyped up dogecoin to rise again. BTW, dogecoin founder recently launched wallet for ios users as well as dogecoin is now accepted in AMC theatres which is a good sign for dogecoin hodlers after all.
133  Economy / Services / Re: Bybit Signature Campaign on: March 21, 2022, 01:38:59 PM
Username : Review Master
Profile Link : https://bitcointalk.org/index.php?action=profile;u=1949590
Forum Rank : Full Member
Starting Post Count (including this one) : 1713
BTC address : bc1quegf3eef8xvf5d9wxsfnqms4c6qwfkjwuf2zs6
134  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 20, 2022, 08:33:03 AM
আমি ৬ মাস দরে BTC কাজ করছি কিন্তু  তেমন ভালো  করে বুজি না কখন কোন coin কিনলে লাভ বেশি হবে আর কখন  কিনব না এই বেপারটা আমাকে আপনারা  যারা আছে দ্য়া করে সবাই সাহায্য  করবেন ধন্যবাদ  জানাচ্ছি  সবাইকে

ক্রিপ্টো মার্কেট সবসময় কোনো না কোনো ট্রেন্ডে থাকে, তাই সেইসব ট্রেন্ড খুঁজে বের করুন। আর একটি বিষয় যে, কেউ আপনাকে সম্পূর্ণ বিষয় কখনোই বলে দিবে নাহ, নিজে বিশ্লেষণ করে জানতে ও শিখতে হয়। আর ট্রেডিং এর ক্ষেত্রে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল বিষয়গুলো আয়ত্ত্ব করতে পারলে, মোটামুটিভাবে লাভ পাবেন।
135  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: February 18, 2022, 06:12:58 PM
Certik এর কথা শুনলে সেই প্রজেক্টে ইনভেস্ট করার ভরসা পাই।😎

Certik শুধুমাত্র প্রজেক্টের স্মার্ট কন্ট্রাক নিরীক্ষা কিংবা বিশ্লেষণ শেষে সেটির একটি মানদন্ড দিয়ে থাকে। যেমন Spartan Protocol, Akropolis এবং Saddle প্রজেক্টগুলো Certik এর নিরীক্ষা করার পরও হ্যাক হয়েছিল এবং হ্যাকের পরই Certik তাদের নিরীক্ষা রিপোর্ট আবার হালনাগাদ করে দেয়।  Grin Grin
সোর্স: https://dyor-crypto.fandom.com/wiki/CertiK_(CTK)#Bugs.2FExploits


আমি নিজেও স্ট্যাকিং লস খেয়ে এখন স্ট্যাকিং করতেছি, এতে অন্ততত কিছু লস রিকভার করা সম্ভব। Yield farming এ অনেক বেশি রির্টান পাওয়া যায়, যদি বুঝে শুনে ইনভেস্ট করা যায় তাহলে ভালো আয় করা যেতে পারে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে মার্কেটে এই ৩ বিষয় অনেকটা একে অপরের সাথে জরিত।

আপনি কি LP Mining এ লস করে এখন স্টেকিং করতেছেন, এটি কি বুঝাইতে চাইছেন নাকি। আমিও LP mining/staking এবং single staking দুটিই করেছি। মোটামোটি ৭০% প্রেজক্টে লাভ করছি। সবচেয়ে বেশি লাভ হয়েছে CAKE স্টেকিং থেকে।  Grin
136  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: February 07, 2022, 06:10:13 PM
এইরকম প্রজেক্টে আপনার জ্ঞান অবশ্যই আমার থেকে বেশি। আমি জানি। তবে এই সিগনালটা ভালো না। মানে মার্কেটের অবস্থার জন্য লিস্টিং করছে না মানে এইটা আমার জন্য একটা খারাপ সিগনাল। আমি অনেক আগে একটা প্রজেক্টে ছোট খাটো বিনিয়োগ করেছিলাম। NHCT। তারাও একই কথা বলেছিল। মার্কেট ভালো হলে লিস্টিং হবে। আজ তারা নেই। না লিস্টিং হয়েছিল, না তারা বেচে আছে। জানি না কখনো ফিরবে কি না। আপনি অবশ্যই এইগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করেন, জানেন ও বেশি। আমি শুধু আমার অভিজ্ঞতা শেয়ার করলাম।

আপনি যেটি বলেছেন, সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এখানে একটি পার্থক্য আছে, আপনার বিনিয়োগ করা প্রজেক্টটি ছিল সাধারণ ICO এর এবং ওই প্রজেক্টটি নিয়ে আমারও তখন আশা ছিল। কারণ ওটার তখন বাউন্ট সম্ভবত করেছিলাম, যদি আমি ভুল না হয়ে থাকি। আর আমার বিনিয়োগ করা প্রজেক্টগুলোর পার্টনারশিপ ভালো মানের এবং তারা মূলত তাদের পার্টনার এবং পরামর্শদাতাদের কথায় লিস্টিং পিছিয়েছে। তো এতে তেমন কোনো ধরনের বিপদের আশঙ্কা করতেছি নাহ। এছাড়াও প্রজেক্ট নিয়মিতই বিভিন্ন আপডেট/হালনাগাদ ও পার্টনারশিপের ঘোষণা করতেছে। তবে সবকিছুতেই বিপদ থাকবেই এবং সেগুলোকে মানিয়ে নিতে পারবো বিধায় বিনিয়োগ করেছি।  Cheesy তাই সাধারণ কোনো প্রজেক্ট এমন কোনো কিছু করলে আমিও সেটিকে স্ক্যামের পথে চলতেছে, এটি ভেবেই নিতাম। Wink
137  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: February 07, 2022, 10:15:35 AM
FTX এক্সচেঞ্জে এ বুল টোকেন হোল্ড করে এখন খুবই লস এ আছি। এই অবস্থায় ভাবতেছি সেল করে দিব নাকি হোল্ড করব। আর FTX এ বুল টোকেন এ ট্রেড করার ইচ্ছাই হারিয়ে গেছে।

আপনি শুধু নাহ, এটিতে যারা লম্বা সময়ের জন্য হোল্ড করছিল, সবাই ক্ষতির মুখ দেখেছে। মূলত আমিই এই টোকেনটির সিগন্যাল দিয়েছিলাম এবং অনেকেই এটি থেকে লাভ করছে। আর বলার পরও বিক্রি করে নাই, তারা সব হারিয়েছে। যাই হোক, পুরো কাহিনীটি সকলের জন্য এখানে তুলে ধরলাম।

আমার আগে কেউ এই বুল/বেয়ার সম্পর্কে কমিউনিটিতে জানিয়ে কিনা বলতে পারবো নাহ। কিন্তু আমি নিজের কমিউনিটি এবং বাউন্টি হান্টারদের কমিউনিটিতে প্রথম XRPBULL টোকেনটি নিয়ে কথা বলি এবং এই টোকেনটি প্রায় ৫ গুণ বৃদ্ধি পেয়েছিল। আর যারা আমার বলার পর ক্রয় করেছিল, তারা সর্বনিম্ন ৩ গুণ লাভ পেয়েছিল। এরপর অনেকেই অন্যান্য বুল/বেয়ার টোকেন সম্পর্কে জানতে চায়। এরই এক পর্যায়ে আমি SXPBULL টোকেন ক্রয় করতে বলি। বলে রাখা ভালো, আমি সকল বুল/বেয়ার টোকেন ক্রয়ের আগেই বলে রাখছিলাম যে, এই টোকেন ক্রয়ে যে ফান্ডই ব্যবহার করেন না কেন সেই ফান্ড পুরোপুরি হারিয়ে ফেলবেন এমন সতর্কতাও দিয়েছি। এরপর যাদের ভালো লাগছে, তারা ক্রয় করেছেন। এরপর টোকেনটি ভালোই পাম্প করেছিল এবং অনেকেই ভালো লাভ করেছিল। আমি ব্যক্তিগতভাবে সম্ভবত $১০০ এর কম অর্থ দিয়ে ট্রেড শুরু করেছিলাম এবং $১০০০ বানিয়েছিলাম। পরবর্তীতে মার্কেট ডাম্প করেছিল এবং এখন সেটির মূল্য $০.০০১  Grin Grin
SXPBULL এর ঘোষণা: https://t.me/bitbytecrypto/1025

তো যেটি বলতেছিলাম, SXPBULL টোকেনটি ক্রয় করে অনেকেই ১০গুণ কিংবা ২০গুণ লাভ করেছিল। কিন্তু ততদিনে সবাই FOMO তে চলে আসে এবং আমি অনকজনকে মানা করছিলাম যে, ক্রয় করা বন্ধ করতে। কিন্তু FOMO এর কারণে তারা ক্রয় করতেছিল এবং শেষে মার্কেট সেই ধরনের ডাম্প করে। আর যেই SXPBULL এর মূল্য $৬০ এর বেশি ছিল, সেটি প্রায় $১০ এর কমে ট্রেড শুরু করে। আর সবাই বুঝতে পারে যে, তারা FOMO তে রয়েছে। এই পর্যায়ে অনেকেই বুল/বেয়ার টোকেন থেকে বের হয়ে যায় এবং FOMO থেকে বাহির হয়েছিল । কিন্তু অনেকেই কিছুটা ক্ষতিতে এবং FOMO তে থাকায়, তারা সেটিতে ট্রেড করতে থাকে। কারণ তারা তাদের আসল অর্থ বের করার চেষ্টা করতেছিল। আর এটিই ছিল, তাদের ভুল পদক্ষেপ এবং তারাই এখন পর্যন্ত হোল্ড করে ক্ষতিতে আছে।

যদিও আমি পরবর্তীতে MATICBULL এ ট্রেডের কথা বলেছিলাম এবং এটিতেও অনেকে লাভ করেছে। আর যারা SXPBULL এর মতো হোল্ড করেছিল, তারাই শেষে ক্ষতির সম্মুখীন হয়েছে। অনেকেই অবশ্য MATICBULL এ ট্রেড নেয় নাই, কারণ SXPBULL এ তারা ধরা খেয়েছে। কিন্তু MATICBULL প্রায় ১৫গুণ বৃদ্ধি পেয়েছিল। আর যারা শেষেও ট্রেড নিয়েছে, তাদেরও ৪গুণ লাভ হয়েছিল। তবে তারা FOMO করে কিংবা লোভে পড়ে হোল্ড করেছে, তারাই ক্ষতির সম্মুখীন হয়েছে।
MATICBULL এর ঘোষণা: https://t.me/bitbytecrypto/1056

সারমর্ম: সর্বোপরি এটি থেকে অনেকেই লাভ করেছে এবং অনেকেই FOMO কিংবা লোভ করে ক্ষতির সম্মুখীন হয়েছে। আমি নিজেই ব্যক্তিগতভাবে $১০০ কে $১০০০ করেছিলাম এবং সেটি পরবর্তীতে শূন্য হয়ে যায়। মানে পুরোটাই ক্ষতি হয়েছে। কিন্তু এর মানে এই নাহ যে, আমি কিংবা যারা ক্ষতির সম্মুখীন হয়েছে তারা থেমে আছে। অনেকেই আমার সঙ্গে BitByte Crypto কমিউনিটিতে ছিল এবং আমরা সকলেই সেই ক্ষতিটা অন্য সেক্টর থেকে পুনরুদ্ধার করেছি। ব্যক্তিগতভাবে, কমিউনিটির অনেকই IDO থেকে অনেক লাভ করেছে কিংবা প্রজেক্টে বিনিয়োগ করে সেটি পুনরুদ্ধার করেছে। তাই কখনোই একটি বিষয় নিয়ে বসে থাকবেন নাহ, কারণ কোনো একটি থেকে আপনি লাভ করবেন এবং অন্যটিতে ক্ষতি হবে। এভাবেই এগিয়ে যেতে হবে।  Wink


ভাই, আপনারা যদি চান, আমি আপনাদের জন্য মারকেট আপ করে দিতে পারি। আমার কিছু লস হবে, তাই আপনারা আপনাদের প্রফিট আমার সাথে শেয়ার করলে আমার লস কভার হয়ে যাবে।

আমি একপায়ে খাড়া এবং আপনার ক্ষতির পরিমাণ বইলেন, আমি আমার লাভ থেকে দিয়ে দিবো। আমার বিনিয়োগ করা প্রজেক্ট এখনো লিস্টিং করতেছে নাহ, কারণ মার্কেটের অবস্থা ভালো নাহ।  Grin
138  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: February 05, 2022, 04:32:53 PM
কিন্তু আমার কেনো যেনো মনে হচ্ছে এটা একটা ”ডেড ক্যাট জাম্প”। আপনাদের কি অবস্থা। মোটামোটি ১০% আপ হয়েছে আজকে। বিভিন্ন এক্সচেন্জ এ ভালো ভলিয়মের ট্রেড হয়েছে। সবাই এতো বেশি এক্সপেকটেশান রেখেছে যে এখন ২-৩% ডাউন হলেই ভিতরে চিপ মারে ভাই। মনে হয় আজকে আবার ১০কে রেড ক্যান্ডেল দেখবো।

এটা ডেডক্যাট বাউন্স এবং এই বিষয়ে আমিও কিছুটা একমত। যদিও এটি ডেডক্যাট বাউন্স, কিন্তু একদিনে ১০% এর ডাম্প আমি আশা করতেছি নাহ। হয়তো আবার ডাম্প করবে যদি সামনের রেজিস্ট্যান্টগুলো ভেঙ্গে সেগুলো সার্পোর্ট লেভেল না বানাইতে পারে। এছাড়াও আমার ব্যক্তিগত বিশ্লেষণ অনুযায়ী, ফেব্রুয়ারীতে একটি পাম্প দেখতে পারবো এবং এটি শুরুতে কিংবা শেষে হবে। আশা করতেছি, এটিই সেই পাম্প এবং আবার ৫০ হাজার স্পর্শ করার পর ডাম্প হবে।  Wink

ফেব্রুয়ারীতে পাম্প হতে পারে, এটি অবশ্য অনেক আগেই টেলিগ্রামে বলেছি: https://t.me/bitbytecrypto/21389
এবং এখানেও বলেছিলাম:  Smiley
তবে আমি মনে করি, এইমাসে বিটকয়েন একটু হ্রাসের দিকেই থাকবে এবং পরবর্তী মাস থেকে আবার ভালো ধরনের বৃদ্ধি দেখা যাবে।
139  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: January 26, 2022, 03:47:18 PM
ব্যক্তিগত মতামত: বিটকয়েনের হঠ্যাৎ কারেকশনে অনেকে হতাশ হওয়ার কিছু নেই, কারণ এমন ধরনের কারেকশন এর আগেও দেখা গিয়েছে। আর আমার বিশ্লেষন অনুযায়ী, বিটকয়েন আবার সামনের মাসের শুরু কিংবা শেষের দিকে বৃদ্ধি পেতে পারে। তাই সকলে নিজের বিশ্লেষণ শেষে ক্রয় করতে পারেন।  Wink

আমার এক ভাই বিএনপিবি Grin ৬৫০ ডলারে ক্রয় করেছিলেন এবং লাঞ্চপ্যাডে অংশগ্রহণ করার জন্য একুমুলেট করছিলেন। স্যাডলী উনি এখন হিউজ লসে আছেন।

উনার থেকে তো আমি অনেকে ক্ষতিতে আছি, আমি একটি টোকেন হোল্ডিং এ রাখছি যেটা $১.২ থেকে $০.১৬ এ চলে এসেছে। যদিও প্রজেক্ট ভালো কিন্তু অল্টকয়েনগুলো অনেক কারকেশন নিয়েছে, শুধুমাত্র সেরা অল্টকয়েনগুলো হাল্কা ডাম্প করছে। কিন্তু একটি বিষয় হলো, আপনি ততক্ষণ পর্যন্ত ক্ষতিতে থাকবেন নাহ, যতক্ষণ নাহ আপনি নিজের হোল্ডিং করা টোকেন/কয়েন বিক্রি করে দেন।  Wink আমার হোল্ড করা টোকেনটি লম্বা সময়ের ,তাই এটি নিয়ে কোনো সমস্যা নেই, পারলে এখন DCA (Dollar Cost Average ) করতেছি।  Cheesy
140  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: January 21, 2022, 07:21:10 PM
আজকে মার্কেট যে পরিমাণ ডাউন গেল মনে হচ্ছে লং টাইম বিয়ারিশ সিজনই সামনে আসছে। যদি আবার ডাউন যায় এবং ৩০ হাজার ডলারের নিচে আসে তাহলে সেটা নিশ্চিত হবে। আর সে ক্ষেত্রে আমরা খুব শীঘ্রই ১০ হাজার ডলারে বিটকয়েনকে দেখতে পাবো  Grin ২০২২ সালে আসবে কি ১০ হাজারে? আপনাদের মতামত কি? কয়েকদিন আগে আলোচনা হচ্ছিল বিটকয়েন ২০২২ এ ১ লাখ ডলারে যাবে কিনা  Cheesy

হাহাহা, বিটকয়েন আবার ১০ হাজারে চলে যাবে। তবে আমি মনে করি, বিটকয়েন আবার ১ হাজার ডলারে চলে যাবে!  Grin

তবে ব্যক্তিগত বিশ্লেষণ অনুযায়ী, বিটকয়েন যদি ৩৮হাজারের নিচে যায়, তাহলে হাল্কা ডাম্প এবং পরে পাম্পের চেষ্টা করবে। একবারে ৩০হাজারে যাবে নাহ, কেননা অনেক সাপোর্ট লেভেল রয়েছে। আর যদি বিটকয়েন আবার ৪২হাজারের উপরে পাম্প করে, তাহলে ৪৩হাজার অতিক্রম করার পর নতুন দিনের ট্রেন্ডিং ক্যান্ডেল তৈরি করতে হবে (যেট গতকালকে তৈরি করতে পারে নাই)। তবেই বিটকয়েন আবার বুলিশ ট্রেন্ডে আসবে এবং বৃদ্ধি পাবে।  Wink
Pages: « 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 ... 89 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!