Bitcoin Forum
May 24, 2024, 12:09:13 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 »
21  Economy / Economics / Re: Covid virus 2021 on: April 07, 2021, 07:06:15 AM
TyIn my country, this time covid attacked severely and the number of deaths is increasing. Vaccines are giving to step by step but the government can not give vaccine majority of the people yet. The government announced lockdown and stop many purposes but affected are increasingly rapidly. So pray to Almighty to escape from this situation.
22  Bitcoin / Bitcoin Discussion / Re: Can Your Bitcoin Wallet Be Hacked? How Can You Secure It? on: April 07, 2021, 06:51:43 AM
Of course, it can be. If you aware of every time and maintain high security then can minimize the chances of losing.  Any type of wallet people use can hack, if you safe your online then they can attack your PC. The highest safe wallet is offline and physical wallet but now time people upgrade their lifestyle so it is easy to use online wallet though there is a lot of risks we know No risk No gain.
23  Economy / Trading Discussion / Re: What are some good crypto trading apps on Android? on: April 06, 2021, 03:11:43 PM
There is no limit to apps on Android but all of the finance is the most demanding and used by the users. It is flexible and comfortable than the other apps. But mobile users face some problems sometimes it is preferred to use a PC while you trade or do other things.
24  Economy / Economics / Re: The total value of the crypto currency market is near $2 trillion on: April 06, 2021, 10:53:34 AM
Feeling great to know that cryptocurrency market capacity reached this position. Crypto had to suffer to arrive here. Maybe in this, some altcoin is not genuine so the original market is less than conveyed.  Having all the limitations cryptocurrency gained much and will go far away.
25  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: April 06, 2021, 10:16:44 AM
Merit is very important of every member.... so need write good post...
হ্যা মেরিট খুব ইম্পর্ট্যান্ট। আপনি এটা বুঝলেন কিন্তু স্প্যামিংটা বুঝলেন না। আপনার আইডি ঘুরে আসলাম, মেরিট দেয়ার মতো পোস্ট তো দূরে থাক, ৩টা পোস্টের মধ্যে সবগুলো স্পামিং হিসেবে ধরার মতো।

যাই হোক, এটি বাংলাদেশের মানুষের জন্য লোকাল বোর্ডের মতো। এখানে অবশ্যই বাংলাতেই পোস্ট করবেন। আর আমি বিশ্বাস করি, আপনি অবগত আছেন পৃথিবীর একমাত্র বাংলা ভাষার জন্য প্রান দেওয়া হয়েছিল। তাই বাংলা ভাষা ব্যবহার করতে কোন সংকোচ বোধ করার প্রয়োজন মনে করছি না। এটা ইচ্ছে করেই করেছেন কারণ আপনার আগে পরে এখানে সবাই বাংলাতেই পোস্ট করেছে। তবে পরের বার অবশ্যই বাংলাতেই করার চেষ্টা করবেন। ইংরেজিতে লিখতে হলে এই বোর্ডে না ফোরামে অনেক বোর্ড আছে ঐখানে লেখতে পারবেন।

নতুন হিসেবে ফোরাম সম্পর্কে জানার চেষ্টা করুন। ফোরামের নিয়মকানুন না জানলে একটু স্ক্রল করুন, এখানে অনেক কিছু পেয়ে যাবেন।
26  Bitcoin / Bitcoin Discussion / Re: I went big into Bitcoin and Ethereum... on: April 06, 2021, 09:46:04 AM
I agree with some seniors that this is not the right place to Express your wallet as a beginner. At initial, you can gather more information and knowledge and practice then you want to know something you need but indirectly means not your way. I hope for your bright future in crypto but be cognizant and be suspicious.
27  Bitcoin / Legal / Re: Bitcoin and Dubai on: April 06, 2021, 09:33:06 AM
It gives a positive vibe that Dubai gives no restrictions on buying and selling bitcoin. It a big thing that if Dubai accepts BTC then the other Arab countries may consider it positively and it will be halal and safe for the Muslims. Dubai is a rich country and maybe people buying and holding bitcoin day by day it's ratio will increase and if bitcoin can ensure that there will no illegality Arab countries may use it rapidly.
28  Bitcoin / Bitcoin Discussion / Re: Which plan seems better? on: April 06, 2021, 01:02:07 AM
In my sense, plan one is more acceptable than plan two. In plan two there are many gathering and plan one carrying some effective crypto and it is more suitable to raise in the market. So investment in BTC and ETH is the safe one for buy and hold. And for saving you can buy a ledger wallet.
29  Bitcoin / Bitcoin Discussion / Re: Bitcoin is a Lifeboat on: April 06, 2021, 12:47:00 AM
I like Andrea's video and he tried to illustrate the capability of the current position of bitcoin. In this time, people found bitcoin as a dependable, reliable, efficient currency. Bitcoin can rescue huge people finding the right way.
30  Bitcoin / Bitcoin Discussion / Re: Bitcoin before and now on: April 05, 2021, 02:42:50 PM
Bitcoin before and now means what time? You didn't mansion any exact time. During the life of BTC, several time BTC passed many circumstances and suffered many obstacles. It comes to this position by struggling enormous and sometimes it just hardly got existence. And now BTC entered a position that envied and strong ample. We hope it will take the place that sought to be.
31  Economy / Trading Discussion / Re: Do you like Volatility? Debate on: April 05, 2021, 12:14:23 PM
Devoid volatility how can be cryptocurrency, volatility is the main characteristics of cryptocurrencies. Suppose the crypto market is nonvolatile then why you invest in crypto and what will accomplish from your investment or how to get the possibility to financially self-reliant. But this is the true crypto market is highly volatile if there scams and speculation minimise then high volatility will decrease as normal.
32  Bitcoin / Bitcoin Discussion / Re: donate with Bitcoin on: April 05, 2021, 11:56:47 AM
It's a good initiative for bitcoin, donation is a social work that can introduce it positively with the people who don't know about it and those people who think it wrong. Bitcoin should continue this type of work, especially in this pandemic. The real hero is those who help needy people in their bad time not caring people love their or not.
33  Bitcoin / Bitcoin Discussion / Re: Risks of instituations holding bitcoin on: April 04, 2021, 07:16:56 PM
The market is highly volatile and risk feasts here instantly. Institutions are the big clients of bitcoin,  they hold a big percentage of BTC and their holding time is much towering. When they trade in the market then there come a lot of changes in pricing.
34  Economy / Trading Discussion / Re: Is trading an occupation? on: April 04, 2021, 10:00:40 AM
Trading is an occupation when you prefer trading from all of your activities and you have spent much time, knowledge, money, earnestness. You have to take it as a fascination and try to gain skill as a professional. You have to research that and keep learning. If all these things include yourself then trading will be a career for you.
35  Bitcoin / Bitcoin Discussion / Re: Marvel featuring Bitcoin!!😀 on: April 04, 2021, 08:53:21 AM
There is a very rare thing that has only one side good or bad. The most thing has two sides both so this news is as like two sides. Having some problem we are grateful to see this positive promotion of bitcoin. Day by day bitcoin entry to the deep of the population who still don't know about cryptocurrency. The people who will see the movie will introduce crypto king bitcoin. We hope in the next day's others Industries and corporations also accept BTC to their activities and one day there will no barrier for bitcoin.
36  Economy / Trading Discussion / Re: A book to read on when to sell (before a crash) on: April 03, 2021, 06:11:13 PM
It is not easy to determine when have to sell before a crash. There are no specific book or source that can inform your market will be crash. Experienced people can guess when there is a huge change in the market or price rising continuously. You have to study about the market and give some time to understand the market strategies then your mind will be your brain book.
37  Economy / Trading Discussion / Re: Trading without experience and knowledge on: April 03, 2021, 04:22:32 PM
You can trade by using only money and time but it will be a high-risk investment if you don't have experience and knowledge. Experience and knowledge support you to infer market circumstances, risk management,  maximization of profit, prevent gambling to achieve the desired destination.
38  Economy / Economics / Re: bitcoin wasn’t created to make you rich. It was created to make you free on: April 03, 2021, 09:58:07 AM
Maybe you are right.  Satoshi knows well why bitcoin created and what is the real object. It's the most important thing that you point bitcoin wasn't created to make you rich it was created to make you free. It means everyone who works on BTC have chances to be free financially and bitcoin can make you rich but the rich is a limited word and financially free is more important.
39  Bitcoin / Bitcoin Discussion / Re: If You Buy btc Today and cash out one year on: April 03, 2021, 04:37:33 AM
If you buy BTC today and cash out for one year then it will not fruitful as your desire. Because one year is not enough as investment,  one year time can't make your money huge as a profit but sometimes can maximize then as usual time, this is not always it happens suddenly when market pump rapidly high. So the graph says investment more than 2 or 3 years can make a good profit and if your luck supports you much then you can get higher profit in one year.
40  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 02, 2021, 05:18:06 PM
Bitcoin Forum theke ki tk ase keo ki ekhn theke tk peyechen

এখান থেকে আয় করা যায়।  আমার পরিচিত কয়েকজন ও পেয়েছে। তবে তার আগে কিছু কাজ করতে হয়, যা ফোরামের নিয়মকানুন এ দেওয়া থাকে।  ফোরামের সকল নিয়ম কানুন মেনে ভালোমানের পোস্ট করে নিজের প্রোফাইল উপরের মর্যাদায় নিয়ে যাওয়ারপর কিছু সিগনেচার ক্যাম্পেইন থাকে ঔ গুলোতে আপানাকে সংযুক্ত হতে হবে, সিগনেচার ক্যাম্পেইনের নির্দিষ্ট শর্ত দেওয়া থাকে,নিয়মকানুন অনুযায়ী কাজ শেষ করতে পারলেই তারা আপনাকে তাদের দেওয়া শর্ত অনুযায়ী ১০০ % পেমেন্ট করবে।জুনিয়র মেম্বার আইডি থেকে সবাই আয় করা শুরু করে আমার জানা মত।
আপনার কথাগুলো ঠিক আবার কেন যেন একটা দ্বিমত কাজ করতেছে। মানে সবগুলো কথা একেবারে সঠিক না আরকি, আংশিক সঠিক এমন টাইপের। যাইহোক ব্যাপারটা আমি ক্লিয়ার করার চেষ্টা করতেছি।

প্রথমজন এটাই বুঝাতে চেয়েছে ফোরাম থেকে কি টাকা পাওয়া যায় কিনা বা কেউ পেয়েছে কিনা এমনটাই, আমি যদি ভুল না করি। তোর নিজের অভিজ্ঞতা তাই শেয়ার করি আমি ফোরাম থেকে একটা ভালো অ্যামাউন্ট এখন পর্যন্ত আয় করতে সক্ষম হয়েছি। আশা করি আমার মতো অনেকেই এই ফোরাম থেকে ইনকাম করতে পেরেছেন। এটা নিয়ে আরও অনেকদূর বলার কিছু নেই মনে হয়।

ফোরামের নিয়ম-কানুন মেনে চলতে হবে, ভালো পোস্ট করে আইডির লিংক বাড়ানো যাবে এতোটুকু পর্যন্ত ঠিক ছিল। এরপর 100% পেমেন্ট পাওয়া নিয়ে আমার কিছুটা দ্বিমত আছে। সাধারণত এই ফোরামের সকল কাজ গুলো মোটামুটি দুই ভাগে ভাগ করা যায় তার মধ্যে সিগনেচার ক্যাম্পেইন ও আছে যেটা আপনি উল্লেখ করেছেন। প্রথমত, বিটকয়েন পাওয়া যায় পেমেন্ট হিসেবে। দ্বিতীয়ত, অন্যান্য টোকেন বা কয়েন পাওয়া যায়, যার ভ্যালু সব সময় থাকে না।

প্রথমত আমি যে কথাটি বলেছিলাম সেটি হচ্ছে বিটকয়েন পেমেন্ট এর কাজ। ক্লায়েন্ট আপনাকে বিটকয়েন এ পেমেন্ট করবে সেটি আপনি সার্ভিস বোর্ডে খুঁজে পাবেন। সার্ভিস বোর্ডে আরো কি কি পাওয়া যায় তা নিয়ে বিস্তারিত একটি পোস্ট আমি হুবহু মেনশন করে দিচ্ছি।

----------------------------------------------------------------------------------------------------------------

বাউন্টি ছাড়াও ফোরাম থেকে আয় করার বিভিন্ন উপায়

আমার আগের পোস্টে আমি বলেছিলাম এই ব্যাপারে কিছু লিখা দিব যা আপনাদের উপকারে আসবে। তাই আমি নিয়ে আসলাম এই ব্যাপারে বিস্তারিত লিখা।
লেখা শুরু করার আগে একটি টিপসঃ আপনার যদি কোনো স্কিল থাকে অথবা প্রতিভা থাকে তাহলেই আপনি এখানে কাজ করতে পারবেন। যদি কোনো স্কিল না থাকে তাহলে আপনি এখনি একটি স্কিল ডেভেলাপ এর জন্য নেমে পড়ুন।


সার্ভিস বোর্ড কি?
সার্ভিস বোর্ড টি হল মার্কেটপ্লেস বোর্ডের আন্ডারে একটি চাইল্ড বোর্ড। এটা একটা বাজারের মত কাজ করে। যেমনঃ আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার তো আপনি এখানে আপনার গ্রাফিক্স ডিজাইন স্কিল সেল করার পোস্ট করতে পারবেন আবার একজন ক্লায়েন্ট যার গ্রাফিক্স ডিজাইন লাগবে সে আপনাকে বা আপনার মত কাউকে হায়ার করতে চাইবে অথবা উনার কি ধরনের কাজ লাগবে তা নিয়ে একটি পোস্ট করবে আপনি ঐখানে আপনার কাজ দেখিয়ে কাজ নিতে পারেন। এটাই হল সার্ভিস বোর্ড।

সার্ভিস বোর্ড এ পোস্ট করতে হবে কিভাবে?
আগেই বলে দিসি আপনার যদি স্কিল না থাকে কোনো বিষয়ে তাহলে আপনি কিছুই করতে পারবেন না এখানে। তো এখন আপনার একটি স্কিল আছে ধরেন হল ওয়েব ডিজাইন। এখন আপনার কাজ হবে প্রথমে একটি পোর্টফোলিও বানানো। পোর্টফোলিও মানে হল আপনি আগে যে কাজ গুলো করেছেন ঐগুলোর একটি কালেকশন। মানে যা দেখে আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। পোর্টফোলিও বানানোর জন্য বর্তমানে সবচেয়ে ভালো হলো behance.net ওয়েবসাইট। এখানে ফ্রি তে আপনি সব কিছু করতে পারবেন।

এখন আপনার কাজ হল একটি সুন্দর করে পোস্ট বানানো সার্ভিস বোর্ডের জন্য। উদাহরনের জন্য আমার পোস্ট টি দেখতে পারেন এখানেঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount । এমন আরো কিছু পোস্ট আমি নিচে লিঙ্ক করে দিচ্ছি দেখে নিতে পারেন। তো আপনি চাইলে নিজেই গ্রাফিক্স এর কাজ করে সুন্দর করে থ্রেড বানাতে পারেন অথবা কারো থেকে পেমেন্ট করে ডিজাইন করে নিতে পারেন। আমার এক্ষেত্রে সাজেস্ট করব সার্ভিস বোর্ড এর কারো থেকে ডিজাইন করিয়ে নিতে। কারন তাদের এ সম্পর্কে অনেক ভালো আইডিয়া থাকে।

থ্রেড বানানো শেষে কাজ?
এখন যেহেতু আপনার থ্রেড বানানো এবং পোস্ট করার কাজ শেষ তারমানে আপনি এখন একজন সার্ভিস প্রোভাইডার এই ফোরামে। এখন কাজ পাওয়ার অপেক্ষা। আপনার পোর্টফোলিও যদি ভালো হয় তাহলে আপনি শীঘ্রই কাজ পেয়ে যাবেন আশা করি। তবে শুরুর দিকে আমার সাজেশন থাকবে প্রথম কয়েকজন ক্লায়েন্ট কে একটি বিশেষ অফার দিয়ে আপনার কাজ দেখার তাহলে তারা নিজেরাই আপনার কাছে আসবে পরে এবং অন্যদেরকেও পাঠাবে। আশা করি আপনি সফল হবেন।

কিছু প্রশ্ন উত্তরঃ
১। আপনি পেমেন্ট কিভাবে নিবেন?
উঃ যেহেতু এটা বিটকয়েন ফোরাম তাই আপনার পোস্টে অবশ্যই একটি বিটকয়েন এড্রেস থাকতে হবে। এর পাশাপাশি আপনি ইথারিয়া, লাইট কয়েন এবং পেপাল ব্যবহার করতে পারেন পেমেন্ট নেওয়ার জন্য।
২। এসক্রো ব্যবহার করতে হবে?
উঃ অবশ্যই। আপনার সার্ভিসে আপনি উল্লেখ করে দিবেন যে আপনি এসক্রো এক্সেপ্ট করেন এতে আপনার প্রতি একটু বেশি বিশ্বাস স্থাপন হবে ক্লায়েন্ট এর মনে। কাজ পাওয়ার চান্স বাড়বে।
৩। নিউবাই/নতুন একাউন্টের কাজ কি করব?
উঃ নতুন একাউন্টের কেউ যদি আপনাকে কাজ দেয় তাহলে তা আপনি করতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই আগে পেমেন্ট নিয়ে নিবেন অথবা ক্লায়েন্টকে বলবেন এসক্রো ব্যবহার করতে। না হলে আপনার স্ক্যাম হওয়ার চান্স বারবে।
৪। আমি কি মোবাইল দিয়ে কাজ করতে পারব?
উঃ আপনি যেই সার্ভিস দিচ্ছেন তা যদি মোবাইল দিয়ে করা সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি মোবাইল দিয়ে এখানে কাজ করতে পারবেন।



আমার আগের পোস্টের উপর একটি প্রশ্নের উত্তরঃ
আমাকে বলা হয়েছিল বাংলাদেশের বেশিরভাগই এখানে কম পাওয়ারের পিসি ব্যবহার করে এবং মোবাইল ব্যবহার করে। তাই তাদের জন্য সহজ কিছু কাজ সাজেস্ট করতে। তাই আপনাদের জন্য কিছু কাজের লিস্ট নিচে দিয়ে দিলাম দেখে নিতে পারেন।
১। ওয়েব ডিজাইনঃ ওয়েব ডিজাইন করার জন্য খুব বেশি পাওয়ারফুল পিসির প্রয়োজন নেই। তাই আপনি এইটা নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি ওয়ার্ডপ্রেস এবং কোডিং এর কাজ জানেন তাহলে আপনি এখানে ভালো কাজ পাবেন।
২। কন্টেন্ট রাইটিংঃ কন্টেন্ট রাইটিং করার জন্য ও আপনি কম পাওয়ারের পিসি ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার এসইও এর জ্ঞান থাকতে হবে।
৩। কমিউনিটি ও সোস্যাল ম্যানেজারঃ এই কাজটা আপনি মোবাইল থেকেও করতে পারেন। এর জন্য আপনার ভালো ইংরেজি জানতে হবে এবং সোস্যাল মিডিয়া সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
৪। ভেক্টর প্রোট্রেইট ডিজাইনঃ এই সার্ভিস টা এখন আমি সেল করছি। এই কাজটাও আপনি মোবাইল দিয়ে করতে পারেন। আমি মোবাইল দিয়ে করছি এর কাজ গুলো। এখান থেকে দেখতে পারেনঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount
৫। সিগনেচার ডিজাইনিংঃ আপনি যদি HTML এ ভালো দক্ষ হন তাহলে সিগনেচার ডিজাইনিং ট্রাই করতে পারেন। এর জন্য আপনার কম পাওয়ারের পিসি হলেও চলবে। আমার মতে এটাই এই ফোরামে সবচেয়ে বেশি সেল হয়।

এমন আরো অনেক কাজ পাবেন যা আপনি মোবাইল অথবা কম পাওয়ারের পিসি দিয়ে করতে পারবেন। আপনি একটু রিসার্চ করলেই পেয়ে যাবেন।

আশা করি আমার এই পোস্টটি আপনাদের উপকারে লাগবে। এটা আমি ভবিষ্যতে আপডেট করব নতুন কোনো তথ্য পেলে । আশা করি সবাই কাজ করে ভালো কিছু উপার্জন করতে পারবেন। ভুলক্রটি ক্ষমার চোখে দেখবেন । সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন।


এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   
----JAYCE DESIGNS---- Logo, Avatar, Signature, Banner, etc.
Need a 🖥️Website or graphics? We offer FREE drafts.
✅⚡⭐️Affordable HQ Design Services,Websites,ANNs,WPs, Banners,infographics..⭐️⚡✅
Telegram SHOP: Member and Post View Boost services

এগুলা ছাড়াও সার্ভিস বোর্ডে গিয়ে আপনি আরো অনেক সার্ভিস দেখে নিতে পারেন।

----------------------------------------------------------------------------------------------------------------

দ্বিতীয়তঃ যে কথাটি বলেছিলেন সেটি হচ্ছে বিভিন্ন টোকেন বা কয়েন এর মাধ্যমে পেমেন্ট পাওয়া। সেটি আপনি বাউন্টিস নামে একটি বোর্ড আছে সেখানে সিগনেচার ক্যাম্পেইন পাবেন। এখানে যা আপনাকে পেয়ে করা হবে এগুলো যে সব সময়ই ভ্যালু ফর মানি হবে ব্যাপারটা এরকম নয়। অনেক ইউজলেস টোকেন পাওয়া যায়। যাইহোক তারপরও কাজ করে যেতে হবে এটাই হচ্ছে বড় কথা।

100% পেমেন্ট এর নিশ্চয়তা পাওয়া যায় শুধুমাত্র বিটকয়েন পেইড ক্যাম্পাসগুলোতে। আশা করি আপনাকে ভালোভাবে বোঝাতে পেরেছি।

পরিশেষে একটি কথাই বলতে চাই, ফোরামটি শুধুমাত্র ইনকামের জন্যই ব্যবহার করবেন না। জানার জন্য ব্যবহার করুন তাতে করে আপনার শিখা এবং জানা তার সাথে ইনকাম সবগুলোই হয়ে যাবে।
Pages: « 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!