Bitcoin Forum
June 23, 2024, 08:28:40 PM *
News: Voting for pizza day contest
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 [15] 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 »
281  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: November 16, 2023, 08:35:31 AM
There you go, they will bat first and try to get 400 runs as target. Australia will be struggling to chase that target unless they get the African batters out before they get to the big total.

I agree with you 100%. But you should know that cricket is a game, "where anything can happen at any time." It cannot be said if a batsman at number 7 or 9 can turn the game around. Best of luck Australian cricket team!
282  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: November 16, 2023, 08:09:19 AM
South Africa won the Toss and Elected to Bat First. It's a very important match for both teams. Because if the team is beaten by another then the others are promoted to Final. So, both teams need to win. If Australia played well in this ICC World Cup, in 2023. Have a good day, Australia!
283  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: November 16, 2023, 07:22:17 AM
Finally, India Qualified for the finals!



Yes, The match between India and New Zealand. It sounds like an exciting encounter, with India putting up the score of 397 runs. 397 isn't a low score for New Zealand. On the other hand, Mohammad Sami played an authentic role in the upcoming victory with his exceptional bowling performance, taking seven wickets. It's great to hear that India has qualified for the finals by remaining unbeaten throughout the tournament. Cricket fans must be excited about the team's success.
284  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 16, 2023, 05:21:54 AM
নিজে একটু পড়াশুনা করলাম এবং সিনিয়রদের সাথে আলাপ আলোচনা করে শেষ পর্যন্ত ইলেক্ট্রাম ডাউনলোড করেছি। ইনস্টল ও করেছি। তবে এখনও ওয়ালেট বানাইনি। কিভাবে বানাবো সেটাও বুঝছি না। যদি কেউ আমাকে একটু গাইড করতেন খুব ভালো হতো।

কিছু প্রশ্ন মনের মধ্যে উদয় হল:

- সিনিয়রদের কাছে জানতে চাচ্ছি আমার সিদ্ধান্ত কি ঠিক আছে?

- প্রাইভেট-কি কি বা এই প্রাইভেট-কি কি জন্য এতটা ইম্পরট্যান্ট?

- বিটকয়েন ক্যাশ কি বিটকয়েনের একটি অংশ?

- সোলনা, লাইট কয়েন এর মধ্যে কোনটাতে ইনভেস্ট করা যৌক্তিক বলে মনে করেন?
285  Bitcoin / Bitcoin Discussion / Re: Wedding expenses and party celebrations with Bitcoin money. on: November 14, 2023, 11:13:03 PM
What a wonderful time with you and your family! I wish you successfully lead the plan of your next journey. Many many congratulations of you.
286  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 14, 2023, 06:52:36 AM


Bitcointalk.org ফোরামের যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ,

সবার সহযোগিতায় আমি আজ ফুল মেম্বার পদ অর্জন করলাম। সত্যিই আজকে খুব ভালো লাগছে যারা সার্বিকভাবে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। আশা করি, এভাবেও সামনের দিনগুলোতে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। বিটকয়েন বাংলাদেশ লোকাল ফোরামের সিনিয়র ভাইদের সহযোগিতা না পেলে আমার পক্ষে ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করা সম্ভব হতো না। বিশেষ করে, কিছু কিছু সিনিয়র ভাইদের সহযোগিতা না পেলে আমি কখনোই বিটকয়েনটক ফোরামের ফুল মেম্বার পদ অর্জন করতে পারতাম না। সেই সমস্ত ভাইদের হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই।

@Little Mouse
@Shasan
@LDL
@Learn Bitcoin
@Crypto Library
@tjtonmoy
@Bitcoin_people
@EFS
@ joker_josue
@JayJuanGee
@1miau
@hugeblack
@nioctib_100
@Buchi-88
@Suzume
@wtsimis
@Popkon6
@2Pizza410000BTC
@Subbir
@Fuso.hp
@seoincorporation
@HelliumZ
@Out of mind
@Kelward
@SamReomo
@cryptoWODL
@Essential10
287  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 14, 2023, 04:47:06 AM
আমি কিছু বিটকয়েন কিনতে চাচ্ছি। সেই জন্য কোন ওয়ালেটে আমার সম্পত্তি সংরক্ষণ করব। সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে যেয়ে একটা কন্টেন্ট চোখে পড়ে। কন্টেন্টটা পরে যথেষ্ট ভালো লাগলো।

আমি কন্টেন্টটি পড়ে যতটুকু বুঝতে পারলাম হার্ডওয়্যার বা পেপার ওয়ালেট সবচেয়ে বেশি ভালো হবে। যেহেতু এটি অফলাইনে করা হয়, সেহেতু এটা মোটামুটি রিক্সমুক্ত। কিন্তু সিনিয়রদের কাছে আমার একটা বিষয় জানার ছিল, এই হার্ডওয়ার ওয়ালেট বা পেপার ওয়ালেটে ট্রানজেকশন কি অনলাইন ছাড়া কোনভাবেই করা যায় না?

@Littlt Mouse
@Shasan
@LDL
@Learn Bitcoin
@Crypto Library
@tjtonmoy

সিনিয়ার ভাইদের কাছে অনুরোধ রইলো, আমি মাত্র ৪টি মেরিটের জন্য ফুল মেম্বার পদ অর্জন করতে পারছি না। আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ!
288  Economy / Reputation / Re: [v2][Self Moderated] In Merits, Count Down To Your Next Rank... on: November 13, 2023, 04:50:43 PM
My Countdown to Get "Full Member" Rank
Number of merit(s) left: 18 8 4

Please little push me for Full Member Rank.
289  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 13, 2023, 10:08:25 AM
ও আচ্ছা মাত্র ৬০০ বিটকয়েনের  Shocked এবং তিনি বাস মিস করেছেন  Grin



সোর্স

উনি একমাত্র ব্যক্তি নন যে এরকম ভুল করেছেন আমরাও এ ধরনের সাধারণ ভুল করে থাকি এবং যখন কোন একটি কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পায় ওই সময়ে গিয়ে আমরা আফসোস করি।

উনি একমাত্র ব্যক্তি নন, যে এই ধরনের ভুল করেছেন "কথাটা সত্য"। আমার মনে আছে, আমি যখন বিটকয়েনের সাথে প্রথম পরিচিত হই, তখন এক বিটকয়েনের দাম ছিল 230 ডলার। তখন আমি বিটকয়েনকে তুচ্ছ তাচ্ছিল্য এবং বিটকয়েন সম্পর্কে অধিক জ্ঞান অর্জন করা থেকে বিরত থাকি। পরবর্তীতে আমি যখন বিটকয়েন দেখি তখন বিটকয়েনের দাম দেখেছিলাম ১৮০০ ডলার। তখন আমি বিটকয়েন সম্পর্কে কিছুটা রিসার্চ করি এবং আমার প্রফেশনের কারণে আমি বিটকয়েন সম্পর্কে অধিক রিচার্জ করতে পারিনি। যে প্রফেশনের কারণে আমি বিটকয়েন সম্পর্কে অধিক রিচার্জ করতে পারিনি। পরবর্তীতে সে প্রফেশনে কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি। তার পরবর্তীতে আমি ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট SEO নিয়ে কাজ শুরু করি। SEO নিয়ে কাজ শুরু করার মাঝে আমি অ্যামাজনের সাথে পরিচিত হই। অ্যামাজনের সাথেও কাজ শুরু করি। কিন্তু বিটকয়েন নিয়ে রিসার্চ করাটা আমার সেভাবে হয়ে ওঠেনি। এখন আমি পরিপূর্ণ মনোনিবেশ করতে চাচ্ছি বিটকয়েন এর উপর, ক্রিপ্তোকারেন্সির উপর।

এখন মনে পড়ে, যদি আমি যখন ফাস্ট টাইম এক বিটকয়েন ২৩০ ডলার দেখেছিলাম; তখন যদি আমি কিছু বিটকয়েন কিনে রাখতাম। আমার কিন্তু তখন বিটকয়েন কেনার মত সামর্থ্য ছিল। কিন্তু আমি একটু ক্রিপ্তোকারেন্সিতে নিজের কৌতূহল তখন অনুভব করিনি। তার মানে ভাবতে পারেন আমি কি পরিমান লসটা করেছি? যাইহোক আমি ক্রিপ্তোকারেন্সিতে সম্পূর্ণ নতুন। এখানে কিছু ইনভেস্ট করতে চাচ্ছি। আপনারা যারা সিনিয়র আছেন, ক্রিপ্তোকারেন্সি সম্পর্কে অনেক জ্ঞান আগে থেকেই নিজের মতো ধারণ করে আছেন। তাদের সাহায্য সহযোগিতা কামনা করছি!
290  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 13, 2023, 05:04:32 AM
একবার ভুল করলে সেটা কখনোই সংশোধন হয় না এটা আমরা সকলেই জানি ধন্যবাদ।

জি ভাই, আমি আপনার কথার সাথে সম্পূর্ণ একমত। ভুলতো ভুলিই। ভুলের থেকে সবাই শিক্ষা লাভ করে। কেউ প্রথমে কোন কিছু জেনে বুঝে পৃথিবীতে আসেনা। যেমন আমি বিটকয়েনটক ফোরামের সম্পূর্ণ নতুন একজন ইউজার। বিটকয়েনটক ফোরামে প্রথম দু-একটা পোস্ট করতে যেয়ে ভুলের সম্মুখীন হয়েছি। তাই একটা পোস্ট সম্পূর্ণ না বুঝেই করে ফেলেছিলাম যার কারণে @icopress ভাই এর থেকে একটা নিউট্রাল ট্যাগ খেয়েছি। আর এই গত (September 26, 2023)মাসে আমাদের বাংলাদেশ লোকালে আমি একটা পোস্ট বাংলায় কনভার্ট করে পোস্ট করি এবং সেই পোস্টটিতে আমি সোর্স লিংকটা দিতে ভুলে গিয়েছিলাম। সেজন্য আমার বাংলাদেশের লোকাল থ্রেড থেকে আমাদের এক বাংলা বাংলাদেশী @Z_MBFM ভাই আমাকে আরেকটা নিউট্রাল ট্যাগ দিয়ে দিল। আমি সেই ভাইয়ের ব্যবহারে সত্যিই খুব কষ্ট পেয়েছিলাম। আমি আমার ভুল স্বীকার করে সাথে সাথেই আমি সোর্স লিংকটা অ্যাড করে দিয়েছিলাম। এবং ভাইকে সরি বলেছিলাম। তারপরও উনি আমাকে নিউট্রাল ট্যাগ দিয়ে দিলেন। এই নিউট্রাল ট্যাকটা পোস্ট করার প্রায় 30 দিন পরে দিয়েছিলেন। আমি ফোরামে কয়েকজনের সাথে কথা বলি। তারা বলল, হ্যাঁ আপনার ভুল ছিল কিন্তু যে ভাই আপনাকে নিউট্রাল ট্যাগ দিল সে সেটা ঠিক করে নাই। সে চাইলে সেটা কম সুন্দর দৃষ্টিতে দেখতে পারতো। আসলে আমি ফোরামের সম্পূর্ণ নতুন। হয়তো জেনে না জেনে কিছু ভুল হয়ে যেতে পারে। কিন্তু আমি ভাই বিটকয়েনটক ফোরামে কাজ করে যেতে চাই। হয়তো যে ভাই আমাকে নিউটাল ট্যাগ দিয়েছেন সে ভাই একজন পুরাতন ইউজার। তার প্রতি আমার কোন অভিযোগ নাই। যেহেতু ভুলটা আমার ছিল। সে চাইলে আমাকে মাফ করে দিতে পারতেন। ক্ষমা করা না করা সে যার যার ব্যক্তিগত বিষয়। হয়তো তিনি আমাকে অপছন্দ করেন যার কারণে আমাকে ক্ষমা করেন নাই। কিন্তু খুব কষ্ট লাগে এই জন্য যে তার ওই একটা নিউট্রাল ট্যাগের জন্য আমার এই বিটকয়েন ফোরামের জার্নিটাই হয়তো বন্ধ হয়ে যেতে পারে। তাই ভাইয়ের কাছে অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বিটকয়েনটক ফোরাম কাজ করে যেতে চাই, খুব ইচ্ছুক কাজ করতে। ভাই, আমরা নতুন আপনারা যদি আমাদেরকে সুযোগ না দেন তাহলে আমরা কিন্তু বড় হতে পারব না। আমাদের বড় হতে আপনাদের সাহায্য সহযোগিতা অনেক প্রয়োজন। আল্লাহ তায়ালা বলেছেন ক্ষমা সর্বোচ্চ মহৎ গুন। আল্লাহ আপনাকে এই ক্ষমার জন্য আপনার আমলনামায় ভবিষ্যতে ভালো কিছু লিখে রাখবেন।

Quote
~

গতকালকের আপডেট, ১৬২৪৭ থেকে গতকাল বিকাশের একজন প্রতিনিধি আপু আমাদের আমাকে ফোন দিয়েছিলেন, তিনি আমাকে জানালেন যে, আপনার কমপ্লেনটি পর্যবেক্ষণ করে আমরা দেখতে পেয়েছি যে আপনার লেনদেনটি ভুল হয়েছিল। তার প্রেক্ষিতে আমরা আপনাকে এই টাকাটি ফিরিয়ে দেয়ার চিন্তা করেছি। আপনার ভুলক্রমে পাঠানোর টাকাটি আপনি ফেরত পেতে পারেন। সেজন্য আপনাকে কিছু কাজ করতে হবে। আপনাকে টাকাটি ফিরে পেতে আজ থেকে আগামী ১০ দিনের মধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি করতে হবে। তারপর সেই অভিযোগে আপনার কোন নাম্বার থেকে টাকা গিয়েছে এবং কোন নাম্বারে টাকা পাঠাতে চেয়েছিলেন এবং ভুলক্রমে কোন নম্বরে টাকা চলে গিয়েছে, সেই তথ্য উল্লেখ করতে হবে। তারপর সেই সাধারণ ডায়রির সাথে আপনার স্পষ্ট ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি বিকাশ কাস্টমার কেয়ারে জমা দিতে হবে।

কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনার পাঠানো সাধারণ ডায়েরি বিকাশ কাস্টমার কেয়ারে সাবমিট করবেন এবং বাংলাদেশ বিকাশ কাস্টমার কেয়ারের হেড অফিস থেকে এ বিষয়ে সম্পূর্ণ তথ্য পর্যালোচনা করে আপনাকে বিকাশ হেল্পলাইন থেকে ফোনে বা এসএমএস এ জানিয়ে দেয়া হবে, আপনি এই টাকাটি কবে ফেরত পাবেন। যদিও নিরাশার মধ্যে আশার মুখ এটি। তারপরও টাকাটা হাতে না পাওয়া পর্যন্ত কোন কিছুই বলা যাচ্ছে না। সে আবারও একটি সতর্কতামূলক বাণী শুনিয়ে গেলেন, যে নাম্বারে টাকাটা পাঠিয়েছেন সেই গ্রাহক যদি দাবি করে যে আপনার ভুলক্রমে পাঠানো টাকাটি উনার নিজের টাকা, তাহলে বিকাশ এই বিষয়ে কোন পদক্ষেপ নিতে পারবেন না।

এখন আমার প্রশ্ন হল, আমি যে নাম্বারে টাকা পাঠাতে গিয়েছিলাম বা যে নাম্বারে ভুল করে চলে গিয়েছে, সেই নাম্বারে টাকাটা আমি পাঠিয়েছি, সেটা আমার লিগেল টাকা। আমার লিগেল টাকা যে ব্যক্তি তার নিজের বলে দাবি করবে সেই ব্যক্তির দাবি করাটা কি আসলেই যৌক্তিক? তাহলে বিকাশ কাস্টমার কেয়ারের কি দরকার ছিল? তাহলে হাজার হাজার টাকা বেতন দিয়ে কাস্টমার কেয়ারের প্রতিনিধিদের রাখা হয়েছে কি জন্য?

@Bitcoin_people ভাই, আরেকটি কথা বলেছেন যে, বিটকয়েন এড্রেসে ভুলক্রমে পাঠানো টাকাটি আপনি হয়তো কখনোই ফেরত পাবেন না। হ্যাঁ, এটা সত্য! আবার বিকাশ থেকে যে তথ্যটি পাওয়া গিয়েছে ওই ব্যক্তির তথ্য। বিটকয়েন এড্রেস থেকে কোন তথ্যই পাওয়া যায় না।

পরিশেষে একটা কথাই বলা যায় যে, ভুল তো ভুলিই! আমরা যতটা সম্ভব নিজে সতর্কতা অবলম্বন করে যে কোন লেনদেন করার চেষ্টা করব, ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন; আমিও সবার জন্য দোয়া করব! আল্লাহ সবার মনের ইচ্ছা পূরণ করুন। আমিন!
291  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 12, 2023, 05:44:51 AM
গতকাল আমার পার্সোনাল বিকাশ থেকে ৫১০০ টাকা সেন্ড মানি করতে যেয়ে ভুলক্রমে অন্য আরেকটি নাম্বারে ৫১০০ টাকা চলে যায়। সাথে সাথে ওই নাম্বারে ফোন করে দেখি নাম্বারটি ভুল বলতেছে আবার বলতেছেন নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না। কিন্তু বিকাশের প্রতিনিধির কাছ থেকে চেক করে জানতে পারলাম যে, নাম্বারটি কোন একটা মেয়ের নামে বিকাশ একাউন্ট খোলা আছে।নাম্বারটি কতদিন আগে বন্ধ হয়ে গেছে সেটাও জানা গেল না। অনলাইন বিকাশ কাস্টমার সার্ভিসে ফোন দিলে, "তারা আমাকে জানালো যে, আপনার কমপ্লেনটি এন্ট্রি করা হয়েছে এবং দুই কর্ম দিবসের মধ্যে আপনাকে জানিয়ে দেয়া হবে, যদি রিসিভার আপনাকে টাকা পে করতে সম্মতি পোষণ করে আর যদি রিসিভার আপনাকে টাকা পে করতে সম্মতি পোষণ না করেন তাহলে বিকাশ কোন দায়ভার বহন করবে না।

এখন আমার প্রশ্ন হল যে, ৫১০০ টাকা খুব কম টাকাও না। আবার বিকাশ কোন দায়ভারও বহন করবে না তাহলে আমার টাকা কি আমি ফেরত পাবনা? নাকি ভুল শুধু আমাদেরই হয় কাস্টমার প্রতিনিধিদের কারো হয় না?

যাইহোক, ভুলটা যেহেতু আমার ছিল তাই নীরবে ভুলটা স্বীকার করে, কাস্টমার প্রতিনিধিকে শুধু একটি কথাই বললাম, আপনাদের এই কাস্টমার প্রতিনিধিদের বা আপনাদের বিকাশের অনারশীপে যারা আছেন তাদের উচিত যে, ইনস্ট্যান্ট একটা মিটিং করা তিনজনের মধ্যে (১. ভুলক্রমে যে টাকা পাঠিয়েছে মানে সেন্ডার। আর ২. যে একাউন্টে টাকাটা গেছে মানে রিসিভার এবং ৩. কাস্টমার সার্ভিস প্রতিনিধি)। ২ থেকে ৫ মিনিটের এই মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া উচিত, আপনার একাউন্টে ভুল করে যে টাকাটা গেছে, আপনি দয়া করে যে ভুল করে পাঠিয়েছি তার একাউন্টে টাকাটা পাঠিয়ে দিবেন এবং এই পাঠানো বাবদ ওই ব্যক্তির কোন টাকা খরচ হবে না মানে চার্জ ফ্রি করা উচিত।

তখন সেই আপুটি মিষ্টি সুরে বলল, জ্বী আপনার পরামর্শটি আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিব!

বিকাশের যদি টাকা পাঠানোর বা নিজের টাকার যদি কোন সিকিউরিটি না থাকে, তাহলে এর থেকে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি হাজারগুন ভালো। তখন আমি চিৎকার করে বলতে চেয়েও, করতে পারলাম না চিৎকার! বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সির বৈধতা দেয়া হোক...!

আর সিনিয়র ভাইদের প্রতি অনুরোধ রইলো। আমি মাত্র ১৫ টি মেরিটের জন্য ফুল মেম্বার পদ অর্জন করতে পারছি না। সবার সহযোগিতা কামনা করছি।
292  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: November 11, 2023, 11:10:12 AM
If they bowl well then they can win today unless Maxwell again plays too well today.

Maxwell is not playing today.

Maxwell is not the only player on the Australian Cricket Team. There are other Legendary players who have written their names on top of overall players. Everyone knows the name of Marsh, Warner. Here already Marsh's score is 96. Everyone knows that Australia is the team 5 time winner in this ICC World Cup.
293  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 11, 2023, 09:02:12 AM
আমি যে দিন বিক্রি করলাম তারপরে দিন থেকেই এতটা বৃদ্ধি পেল অথচ বিনিয়োগ করার পর মাসের পর মাস রেখে ছিলাম তখন বৃদ্ধি পায়নি। তাই সিদ্ধান্ত নিয়েছি যদি বিনিয়োগ করতেই হয় তাহলে কয়েক বছরের জন্য করব। কম সময়ের জন্য বিনিয়োগ করে বেশি প্রফিট পাওয়া যায় না।

সবাই বলে যে ইনভেষ্ট এমন এমাউন্ট করবেন, যেটা লস হলেও যেনো সমস্যা না হয়। যে কোনো পরিস্থিতিতে এই এমাউন্ট টা ধরা যাবে না।

আসলে সবাই ইনভেস্ট করে, রিক্স নিয়েই ইনভেস্ট করে। আবার কখন কার টাকা লেগে যায় বা বিপদ আসে সেটা কেউ জানে না। এটা সত্য কথা যে, কেউই লস করার জন্য কোন জায়গা ইনভেস্ট করে না, কিন্তু লস হয়ে গেলে কিছু করার থাকে না। সবাই চায় অল্প কিছু প্রফিট হলেই সে যেন সে টাকাটা হাতে পায়। আবার যখনই বিটকয়েনের দাম কমতে থাকে, তখনই সবাই আতঙ্কিত হয়ে যায়। সবাই খুব ভয় পেয়ে যায়, যে লস যাই হইছে, হইছে... এবার যতটুকু পাওয়া যায় তাতেই লাভ।

আসলে মানুষ কি চায়? মানুষ সেটা নিজেই জানে না!
294  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: November 11, 2023, 08:55:28 AM


The Bangladeshi score is 306. It's not a good score for beating Aus. It's a very easy score to win by Aus. I hope Australia continues their previous performance in this match. On the other hand, if the Bangladeshi bowling line played well then it will be the winning match for today.
295  Economy / Reputation / Re: [v2][Self Moderated] In Merits, Count Down To Your Next Rank... on: November 11, 2023, 08:36:23 AM
My Countdown to Get "Full Member" Rank
Number of merit(s) left: 18 15

I want to get support to grow my new Journey on Full Member.

@HelliumZ

@Dzwaafu11

Congratulations to your senior member rank, your contributions in the forum have earned you this great achievement.

@Bitcoin_people

Only 18 sMerit then your will next rank,,
 Cheesy

Advance Congratulations!!!

@SamReomo

Only 16 sMerit then your will next rank,,
 Cheesy

Advance Congratulations!!!
296  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 11, 2023, 07:20:12 AM

আসলে গেইন হলেই সবার চোখে বাধে, অনথ্যায় আমরা কিন্তু তেমন একটা খেয়াল করি না। আমি তো গত বুল রানের পর থেকে অনেকগুলো ডট, সোলানা, কেক, আর সুশি রেখেছিলাম। তারপর থেকে মার্কেট সাইযওয়েইজ চলা শুরু করলো আর এসব কয়েন একটাতেও কোনো পজেটিভ ইফেক্ট পড়ে নাই। ফল স্বরুপ আমার মোটামোটি সব কয়েন মিলে ৫০০ ডলারে চলে আসে যেগুলোর মোট বিনিয়োগ প্রায় ৩ হাজার ডলার ছিলো। প্রচুর পরিমানে একটা ঝামেলায় পড়ে গিয়ে লসে থাকা অবস্থায় ও আমাকে সেল করতে হয়েছে। আসলে আপদ বিপদের তো হাত পা নাই। যাই হোক, যে যার পছন্দ মতো ইনভেষ্ট করেন। কেউ একটা সাজেষ্ট করলে আপনার লাভ বা লসের ভাগ কিন্তু কেউ নিবে না। সুতরাং সবাই যাচাই বাছাই করে, দেখে শুনে বুঝে ইনভেষ্ট করবেন।

জি ভাই, আপনি একদম ঠিক বলেছেন। কেউ কাউকে তুচ্ছ করলে, সে যদি একসময় সফলতার শিখরে আরোহন করে তাহলে সবাই তখন বাহবা দেন! এটাই মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। সময় থাকতে সময়ের মূল্য কেউ দেয় না। বুল রানের সময় আমিও কিছু কয়েন কিনতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আর একটু অপেক্ষা করতে যেয়ে দেখি সব কয়েনের দাম বেড়ে গেছে। তারপরও আশা হারায়নি কিনব খুব তাড়াতাড়ি ভালো একটা অ্যামাউন্ট এর কয়েন কিনে রাখবো। আপনাদের মূল্যবান পরামর্শ আশা করছি।

আর ভাই একটা কথা আপনার ওয়াইফ এবং বাচ্চা কেমন আছে এখন? এটা সত্যি ভাই, বিপদ আপদ কখনো বলে করে আসে না! যাইহোক সবসময় আল্লাহর উপর ভরসা রাখেন, ভবিষ্যতে ভালো কিছু হবে ইনশাআল্লাহ!!!


Quote
~

আর একটা কথা ভাবছিলাম, আজ নাজমুস শান্ত এবং তাওহীদ হৃদয় ভালো একটি স্কোর করবে কিন্তু নাজমুস শান্তর মাত্র 44 রানে আউট হয়ে গেল। সকল আশা নিরাশায় রূপ নিল। আসলে এটা বাংলাদেশের জন্য একটা কলঙ্কিত বিশ্বকাপ।
297  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: November 11, 2023, 06:56:56 AM
over 350 might be something Bangladesh can attempt to defend.

Absolutely right thinking about this match. If Bangladesh has a score over 350 then we can say it's a positive score for winning today's match. But the Bangladeshi Batting line is not hopeful.
298  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: November 11, 2023, 06:37:11 AM
The score of Bangladesh is 123/2 for Bangladesh from 21 overs. Cricket matches can be unpredictable, and team performances can vary from match to match. If Australia is considered a good-performing team in the ICC World Cup, it suggests they have a strong cricketing record. On the other hand, if Bangladesh is perceived as playing poorly, it could be due to various factors such as the quality of opposition, player form, or other match-specific conditions.

But I hope Bangladesh will play well to win today's match.
299  Local / Other languages/locations / Re: $১০০ ডলারকে $১.৬ মিলিয়ন ডলারে পরিণত করার মিশ on: November 08, 2023, 06:25:21 AM

আমি এই ENJ কয়েন এনালাইসিস করে দেখেছি এটা দীর্ঘদিন রাখতে পারলে আমি অবশ্যই সফল হতে পারব।

জি @2Pizza410000BTC ভাই, যেটাই করেন গভীরভাবে পর্যবেক্ষণ করে করেন। কারো সিদ্ধান্তে হুমরি খেয়ে পড়বেন না। আর একটা বড় কথা, সকল ডিম একই ঝুড়িতে রাখা যাবে না। যাতে যদি কখনো আপনি লস বা ক্ষতির সম্মুখীন হন তাহলে যেন সব অর্থ নষ্ট না হয়ে যায়। আপনাকে যেন কারো দ্বারপ্রান্তে হাত পাততে না হয়। কারণ ছোটখাটো যেকোনো ভুল যেন, সারা জীবনের কান্না না হয়ে দাঁড়ায়।
300  Economy / Gambling discussion / Re: ICC WORLD CUP 2023 DISCUSSION THREAD! on: November 08, 2023, 04:45:30 AM
In the ICC World Cup last match, I was shocked to see the play of Glenn Maxwell. how much confidence he was batting with him. Really he will be the player evergreen of all time ICC World Cup. Not only is Glenn Maxwell the best player of 2023 but also he will be the Batting Guru of the overall ICC World Cup. What an amazing game he played! Yes, Glenn Maxwell is a cricketer known for his explosive style of play.  He has demonstrated that cricket is a dynamic and unpredictable game where anything can happen at any moment. His performances have often showcased the excitement and uncertainty that make cricket such a thrilling sport for both players and fans alike.

Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 [15] 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!