Bitcoin Forum
June 28, 2024, 06:06:47 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 [22] 23 24 25 26 27 28 29 30 »
421  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: June 06, 2023, 06:00:18 AM
How about this? https://web.archive.org/web/20110530213023/http://forum.bitcoin.org
It was hosted before in http://forum.bitcoin.org ?

The original name of the forum is bitcoin forum.

Satoshi last active on December 13, 2010.

Martii Malmi is the original owner of Bitcointalk.org.

Bitcointalk.org started in July 2011.

@Little Mouse, @Crypto library, @tjtonmoy, @LDL, @Bitcoin_people ভাইদের কাছে প্রশ্ন? "যদি Martii Malmi, Bitcointalk.org -র মালিক হয়, তাহলে Satoshi Nakamoto কি আসলেই Bitcointalk.org -র মালিক ছিল না।" এই বিষয়টা যদি আমাকে একটু ভালো করে বুঝিয়ে দিতেন, ভালো লাগতো। আশা করি মেনশন করা ভাইদের কাছ থেকে সঠিক তথ্য পাব।
Main Post: https://bitcointalk.org/index.php?topic=2905330.msg29874299#msg29874299

যেখানে নিচের দেয়া পিকচারের মাধ্যমে সবই বোঝা যাচ্ছে যে Satoshi Nakamoto দা ফাউন্ডার অফ বিটকয়েনটক ফোরাম। তারপরও এই ব্যক্তির পোষ্টের মানে কি?
422  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: June 03, 2023, 06:13:03 PM


Bitcoin Forum > Economy > Trading Discussion > Reputation (Moderator: Cyrus) > I require community feedback (Thanks)

@Reputation বোর্ডের একটা পোস্ট দেখে রীতিমতো ঘাবড়ে গিয়েছিলাম। পোষ্ট ছিল এরকম যে, @Royse777 ক্যাম্পেইন ম্যানেজার @Bitcoin_people ভাইয়ের কমেন্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন যে, @Bitcoin_people ভাই ChatGPT বা AI জেনারেটেড কমেন্ট করেছিলেন। যদিও  @Bitcoin_people ভাই তার কমেন্টের পক্ষে যথাযথ যুক্তি প্রদর্শন করেছিলেন। কিন্তু @Royse777 ক্যাম্পেইন ম্যানেজার মূলত এখানে ইউজারদের একটা ফিডব্যাক চেয়েছিলেন যে, @Bitcoin_people ভাই তার কমেন্টকৃত টেক্সটি আসলেই কি ChatGPT বা AI জেনারেটেড কিনা? সেখানে অনেকেই অনেক কমেন্ট করেছেন, অনেকেই অনেক টুলস দিয়ে সেটাকে চেক করে দেখিয়েছেন যে, ম্যাক্সিমাম ইউজারদের রিপোর্টগুলা প্রকাশ করেছে যে, এটা হিউম্যান টেক্সট নট ChatGPT বা AI জেনারেটেড কমেন্ট এবং @Royse777 ক্যাম্পেইন ম্যানেজারের লাস্ট কমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে, এটা ChatGPT বা AI জেনারেটেড না।
@Royse777 ক্যাম্পেইন ম্যানেজার স্বীকার করে নিয়েছেন যে, @Bitcoin_people ভাই আসলে নির্দোষ ছিলেন। কেউ একজন তাকে ভুল বুঝিয়েছিলেন।

আসলে আমার মনে হয় এখানে যে, এই ChatGPT বা AI জেনারেটেড টুলস বা প্লাগারিজম চেকার টুলসগুলা সব সময় সঠিক রেজাল্ট দেয় না। যদি দিত তাহলে @Royse777 ক্যাম্পেইন ম্যানেজার ভাই তার একজন পার্টিসিপেন্ট-কে সে সন্দেহ করত না। আসলে এটা সত্য যে "সত্য কখনো চাপা থাকে না, সত্য হীরক খণ্ডের মতো তার নিজস্ব আলো ছড়াবেই।" এখানে @Bitcoin_people  ভাইকে একটা হিরো খন্ডের সাথে তুলনা করলাম। আল্লাহ @Bitcoin_people ভাইকে আরো সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।

AI জেনারেটেড টুলস-এর কিছু ফলাফল নিচে দেয়া হল।
Quote
1. https://contentatscale.ai/ai-content-detector
"Highly likely to be Human!"

2. https://writer.com/ai-content-detector/
"5% Human-Generated content"

3. https://www.zerogpt.com/
"Your Text is human written"

4. https://copyleaks.com/ai-content-detector
"This is human text"

5. https://gptradar.com/
"Likely Human Generated"

4 out of 5 - Human
423  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: June 03, 2023, 05:04:35 AM


ক্রিপ্টোকারেন্সি সংরক্ষণ করা যেমন গোপনীয়তা এবং সুরক্ষা সম্পর্কে সঠিকভাবে চিন্তা করা একটি গোপনীয় কাজ। ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে অবৈধ এবং এর ব্যবহার নিষিদ্ধ। এটি অবৈধ সম্পত্তি সহ অন্যান্য সম্পত্তির উপর প্রভাব বিস্তার করতে পারে এবং সম্ভবত আপনাকে আইনের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। মানুষ লোভের বশবর্তী হয়ে অনেক কিছুই করতে পারে। আমাদের অবশ্যই উচিত নয় আমাদের ক্রিপ্টোকারেন্সি সংরক্ষণ সম্পর্কে মানুষকে কিছু বলা কিংবা কিভাবে আমরা ক্রিপ্টোকারেন্সি সংরক্ষণ করি সে ব্যাপারেও একদম কাউকে কিছু শেয়ার না করা। ক্রিপ্টোকারেন্সির হোল্ডিং এর জন্য আপনার নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতে উপযুক্ত এবং গোপনীয়তা নীতি অনুসরণ করা উচিত।

কয়েন আলাপের একটি পোস্ট দেখে সত্যিই ভয় পেয়ে গেছি। বিটকয়েন মিলিয়নিয়ার ড. জনের মৃত্যু সত্যিই একটা অস্বাভাবিক ঘটনা
424  Economy / Scam Accusations / Re: topman21 scam my 40$ help me on: June 03, 2023, 04:20:52 AM
topman21 scam my 40$. I am new on Bitcointalk I saw his post on the forum and contacted him on Telegram to get some help.  At one point I was interested in buying a full member account from him.  Our contract was 80$ he blocked me after I paid 40$ earlier.  what can i do now  help me  How can I get my money back?

topman21 profile - https://bitcointalk.org/index.php?action=profile;u=365922
He wanted to sell me an account called Dimitri94: https://bitcointalk.org/index.php?action=profile;u=3417917
BTC address: bc1qah37sm35g509yjs00g4ddyjxtvwcfvqc42h4w2ku9p6uzeazssxqldjdau
paid amount: 40$ BTC
txID : bd17673364e3247eb57d8853aa4ff024a0926d7afbd789a1142d99e7a046085d
Blockchain explorer: https://explorer.btc.com/btc/transaction/bd17673364e3247eb57d8853aa4ff024a0926d7afbd789a1142d99e7a046085d


Hi @Xavi20,
Buying or selling accounts is against the terms of service of most platforms, including Bitcointalk, and can lead to various risks and scams. Here are a few reasons why buying an account is considered a risky practice:

- Violation of terms of service.
- Lack of control.
- Potential for scams.
- Security risks.

Note; It's one kind of Scam Accusation.

Special thanks to @yahoo62278, @Little Mouse, and @LDL Vai to give him a positive response to getting back his lost money. Also many many thanks  @Cuenta Alternativa, @Don Pedro Dinero, @hugeblack, @Cantsay, @Onyeeze, @8rch7, @Ultegra134, @hugeblack, @Dunamisx, @T3PR00T, @ Ultegra134, @Solosanz, and others.
425  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: June 02, 2023, 06:53:10 PM
জানুয়ারি - মে মাসের অ্যাক্টিভিটি ২০২৩

২০২৩ জানুয়ারি মাসের  টোটাল পোস্ট হয়েছে     = ১৩৭টি
                 এবং মেরিট ট্রানজেকশন হয়েছে    =   ৩০টি

প্রথম পাঁচজন পোস্তদাতা
1. Crypto Library [20]
2. tjtonmoy [17]
3. LDL [15]
4. Little Mouse [14]
5. shasan [13]

জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩

ফেব্রুয়ারি মাসের  টোটাল পোস্ট হয়েছে       = ২২৬টি
             এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে  = ১৭০ টি

প্রথম দশজন পোস্টদাতা
1. LDL [27]
2. roksana.hee [25]
3. Crypto Library [22]
4. Mr.corol [22]
5. Little Mouse [19]
6. shasan [19]
7. tjtonmoy [15]
8. BountySujon [8]
9. Djvai77 [8]
10. Learn Bitcoin [5]

ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩

মার্চ মাসের  টোটাল পোস্ট হয়েছে           = ৪৪৬টি
এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে            = ১৪১ টি

প্রথম দশজন পোস্টদাতা
1. LDL [36]
2. Mr.corol [34]
3. shasan [31]
4. Learn Bitcoin [30]
5. Crypto Networks [24]
6. Little Mouse [22]
7. roksana.hee [21]
8. Bitcoin_people [20]
9. Terrible99 [20]
10. Crypto Library [17]

মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৩

এপ্রিল মাসের  টোটাল পোস্ট হয়েছে           = ৪৪২ টি
   এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে            = ৩০২টি

প্রথম দশজন পোস্টদাতা
1. LDL [37]
2. Mr.corol [33]
3. Learn Bitcoin [32]
4. Suzume [31]
5. Bitcoin_people [29]
6. roksana.hee [29]
7. Little Mouse [20]
8. Bitcoin blockchain [15]
9. Bounty Inspectors [14]
10. Crypto Library [14]

এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৩

মে মাসের  টোটাল পোস্ট হয়েছে           = ৪০৫টি
এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে          = ১৬২ টি

প্রথম দশজন পোস্টদাতা
1. Bd officer [40]
2. Learn Bitcoin [37]
3. roksana.hee [37]
4. LDL [29]
5. Bitcoin_people [23]
6. Crypto Library [22]
7. Little Mouse [19]
    Xal0lex [19] (মডারেটর)
8. NicNacCoin [16]
9. tjtonmoy [15]
10. Dimitri94 [13]

মে মাসের অ্যাক্টিভিটি ২০২৩

এই সবগুলো পোস্টই করেছিলেন @Crypto Library ভাই, সত্যি @Crypto Library ভাইয়ের তুলনা হয় না। এই পাঁচ মাসে @Crypto Library ভাইয়ের বাংলা লোকাল থ্রেডে প্রাপ্ত মেরিটের পরিমাণ মাসিক এক্টিভিটি থেকে, নিচে দেয়া হল।

জানুয়ারি  - DdmrDdmr (4), Little Mouse (4) = 8 merits
ফেব্রুয়ারি - DdmrDdmr (4), Little Mouse (2), LDL (1) = 7 merits
মার্চ        - DdmrDdmr (1), Little Mouse (1), Mahdirakib (1), tjtonmoy (1), LDL (1), Bitcoin_people (1) = 6 merits
এপ্রিল     - DdmrDdmr (4), Little Mouse (1), Learn Bitcoin (1), roksana.hee (1) = 7 merits
মে         - DdmrDdmr (2), Little Mouse (1), NicNacCoin (1), Dimitri94 (1), Learn Bitcoin (1) = 6 merits

সবার অংশগ্রহণে বিটকয়েনটক লোকাল ফর্মটা যত দ্রুত সম্ভব একটা বোর্ডে পরিণত হোক এই কামনা করি। বিটকয়েনটক বাংলাদেশ লোকাল বোর্ডে পরিণত হোক, জয় হোক বাংলার মানুষের জয় হোক বিটকয়েনটক বাংলাদেশ বোর্ডের।
426  Other / Meta / Re: Ninjastic.space - BitcoinTalk Post/Address archive + API on: May 31, 2023, 07:51:57 PM
I think this is a glitch or bug of ninjastic.space website. I have also noticed it for a long while, Today I came to this thread to ask is something happened to the Ninjastic website, I see above that already one has mentioned this issue.
@TryNinja Boss kindly take a look at this issue.

@Crypto Library brother, I can't get any update yet from here. I hope it will solve very soon or I have a question for my senior users on this forum, "Do you familiar anyone with any other tools like this?"

I hope @TryNinja Boss will give the solution very soon because it's a very much helpful tool for this forum.

427  Bitcoin / Project Development / Re: We are working on an API for Bitcoin! on: May 31, 2023, 07:28:41 PM
Hello everyone!

We are thrilled to announce Merapi.io, an API for Bitcoin BTC that we believe can be a valuable tool for developers building applications using Bitcoin network data.

Merapi.io is a flexible and user-friendly API that allows developers to interact with the Bitcoin network and leverage Bitcoin as a payment method.

Try Merapi.io and experience how easy it is to build powerful Bitcoin applications. You can check out our documentation at https://btc-docs.merapi.io/#introduction and the Swagger at https://btc.merapi.io/swagger.

We would love to hear your feedback about Merapi.io. Our team has put a lot of effort into making Merapi.io a valuable resource for developers working with Bitcoin, and we hope you'll give it a try.

Thank you for considering Merapi.io for your development needs. We look forward to hearing from you!


P.S
This is our donation address in case anyone wants to support our project
Bitcoin:
bc1q5rc6wwmz2053k70d5cqge7xgdv48hmevpr8sme

Zcash:
t1V9QMioEB9vxEfzXTwoJM2y7mmYsQwYQPN

Best,
Merapi Team


Thank you for your creation. I hope that it helps users to use this forum as like as BTC hunters. But I found here a few problems for that I can't reach your site properly. Please solve the bug to use for users flexibly.
428  Bitcoin / Bitcoin Discussion / Re: Bitcoin Core 25.0 Released on: May 31, 2023, 07:03:34 PM
25.0 Release Notes

Bitcoin Core version 25.0 is now available from:

https://bitcoincore.org/bin/bitcoin-core-25.0/

This release includes new features, various bug fixes and performance
improvements, as well as updated translations.

Please report bugs using the issue tracker at GitHub:

https://github.com/bitcoin/bitcoin/issues

To receive security and update notifications, please subscribe to:

https://bitcoincore.org/en/list/announcements/join/

How to Upgrade

If you are running an older version, shut it down. Wait until it has completely
shut down (which might take a few minutes in some cases), then run the
installer (on Windows) or just copy over /Applications/Bitcoin-Qt (on macOS)
or bitcoind/bitcoin-qt (on Linux).

Upgrading directly from a version of Bitcoin Core that has reached its EOL is
possible, but it might take some time if the data directory needs to be migrated. Old
wallet versions of Bitcoin Core are generally supported.

Compatibility

Bitcoin Core is supported and extensively tested on operating systems
using the Linux kernel, macOS 10.15+, and Windows 7 and newer.  Bitcoin
Core should also work on most other Unix-like systems but is not as
frequently tested on them.  It is not recommended to use Bitcoin Core on
unsupported systems.

Thank you for your helpful post. I hope it helps our local people to get the benefit of it. I want to convert your post to my local language. Also, I'll publish your remarkable helpful post on our local community board named Bengali. You can see the post by clicking the above link.
429  Local / Other languages/locations / বিটকয়েন কোর 25.0: সর্বশেষ মাইলফলক on: May 31, 2023, 07:02:38 PM
Kissবিটকয়েন কোর 25.0: ক্রিপ্টোকারেন্সি বিবর্তনের সর্বশেষ মাইলফলকKiss


25.0 প্রকাশিত বিষয়বস্ত

বিটকয়েন কোর সংস্করণ ২৫.০ এখন নতুন ভাবে পাওয়া যাচ্ছে

https://bitcoincore.org/bin/bitcoin-core-25.0/

সম্প্রতি প্রকাশিত বিটকয়েন কোর ২৫.o-এ নতুন বৈশিষ্ট্য বিভিন্ন বাগ ফিক্স এবং কর্মক্ষমতার উন্নতি অন্তর্ভুক্ত রয়েছে, সেইসাথে আপডেট করা অনুবাদ।

GitHub এ সমস্যা ট্র্যাকার ব্যবহার করে বাগ রিপোর্ট করুন:

https://github.com/bitcoin/bitcoin/issues

নিরাপত্তা এবং আপডেট বিজ্ঞপ্তি পেতে, অনুগ্রহ করে সদস্যতা নিন:

https://bitcoincore.org/en/list/announcements/join/

কিভাবে আপগ্রেড করবেন

আপনি যদি একটি পুরনো ভার্সন চালান তবে এটি বন্ধ করুন। এটি সম্পূর্ণরূপে সেটা আপ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

এটি বন্ধ করুন (কয়েক মিনিট সময় নিতে পারে), তারপরে ইনস্টলার চালান (উইন্ডোজে) অথবা শুধু কপি করুন /Applications/Bitcoin-Qt (on macOS) or bitcoind/bitcoin-qt (on Linux).

আপনি চাইলে বিটকয়েন কোরের একটি সংস্করণ থেকে সরাসরি আপগ্রেড করা সম্ভব যা এটির EOL-এ পৌঁছেছে, তবে ডেটা ডিরেক্টরি স্থানান্তরিত করার প্রয়োজন হলে এটি কিছুটা সময় নিতে পারে। সাধারণত বিটকয়েন কোরের পুরানো ওয়ালেট সংস্করণগুলি দেখা যাবে।

সামঞ্জস্য

বিটকয়েন কোর সমর্থিত এবং অপারেটিং সিস্টেমে ব্যাপকভাবে পরীক্ষিত Linux kernel, macOS 10.15+, and Windows 7 এবং নতুন ব্যবহার কারি। বিটকয়েন কোর অন্যান্য সিস্টেমগুলিতেও কাজ করা উচিত যেমন ইউনিক্স, তবে তাদের উপর কোন পরীক্ষা করা হয় না। অসমর্থিত সিস্টেমে বিটকয়েন কোর ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না। বিস্তারিত


430  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 31, 2023, 05:11:04 PM
হঠাৎ আজকে এশার নামাজের পর কমিউনিটিতে ঢুকে দেখি আমার সিনিয়র মেম্বার পদমর্যাদা পেয়ে গেছি। শরীরটা বেশ কয়েক সপ্তাহ ধরে খুব খারাপ যাচ্ছে , আজকে হঠাৎ আমার এই পদমর্যাদা দেখে খুবই ভালো লাগছে। মেরুদন্ডের হাড়ে বেশ কয়েকদিন ধরে ব্যাথা অনুভব করছি। ফলে বাংলা কমিউনিটিতে খুব একটা বেশি একটিভ হতে পারছি না। অন্যান্য মাসে পোস্ট দিয়ে প্রথম স্থান অধিকার করি কিন্তু এবার আমার পোষ্ট সংখ্যা অনেক কমে গেছে। আপনারা সবাই আমাকে দোয়া করবেন আমার যেন শরীরটা আল্লাহ তাআলা ভালো রাখে।
আজকে আমার রেঙ্ক চেঞ্জ হওয়ার পিছনে কয়েকজন মেম্বারের অবদান অনস্বীকার্য। তাদের সহযোগিতা না পেলে আমি হয়তো আমার র‍্যাঙ্ক পরিবর্তন করতে পারতাম না। @Little Mouse, Shasan, Crypto Library, Review Master, tjtonmoy, learn bitcoin, Bitcoin People, NicNacCoin, popkon6,Mr Corol অন্যান্য প্রমুখ এই সমস্ত ভাইয়ের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এসব ভাইয়েরা যদি বাংলা কমিউনিটিতে সাহায্য সহযোগিতা না করতো তাহলে আমি এত দূর আসতে পারতাম না।
পরিশেষে একটি কথা বলে শেষ করব, সর্বদা সৎ ভাবে ফোরামে থেকে একে অন্যকে সাহায্য সহযোগিতা করলে অবশ্যই আল্লাহ তায়ালা একদিন কামিয়াবী করবেন। আল্লাহতালা কোন বান্দাকে নিরাশ করে না যে বান্দা সর্বদা সৎভাবে থেকে পরিশ্রম করে।
আপনারা সৎভাবে থেকে ফোরামে সময় দিন এবং বাংলা কমিউনিটিতে সর্বদা পরিশ্রম করে যান ফলে একদিন না একদিন আমরা সফলকাম হবই হব।
সবার আগে  আপনার সুস্বাস্থ্য কামনা করতেছি  কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল ।  এরপরে জানাই আপনাকে অভিনন্দন, অভিনন্দন আসলে কোন পদের জন্য জানাবো মেরিট তো আপনার প্রায় ৫০০ ছুই ছুই ।   আপনি এখন এমন একটা  অবস্থায় অবস্থান করতেছেন যেখানে আপনাকে  এখন যদি আর কিছু নাও করেন হিরো মেম্বার হয়ে যাবেন। যাই হোক ফোরামের বাংলাদেশী কমিউনিটি এর মধ্যে  এত  ভালো পটেনশিয়াল  অ্যাপ্রচ  মেম্বারগণের মধ্যে  আপনাকে রাখতেই হবে। আশা করব  সামনেও এই অগ্রযাত্রা বজায় থাকবে।
যাই হোক আপনি প্রচুর পরিশ্রম করেন আর এর কারণেই আপনার এত বড় সফলতা অর্জন করতেছেন।  তবে ভাই ঘুমটা ভালো করে পেরে নিবেন সারা দিন-রাত কাজের উপরে থাকলে কিন্তু চলবে না স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।



@Crypto Library ভাইয়ের সাথে তাল মিলিয়ে আমি প্রথমে আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আসলে ভাই সাফল্য অন্যরকম প্রাপ্তির একটা স্থান, ভেতর থেকে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে সাফল্য অর্জন করলে। যে সেই সাফল্যের স্বাদ গ্রহণ করেছেন সে আসলে একজন সুখী মানুষ। প্রতিদিন ফোরামে ঢুকেই আমি সর্বপ্রথম খুজি @LDL ভাইয়ের কোন পোস্ট আছে কিনা? যদি @LDL ভাইয়ের কোন পোস্ট থাকে তাহলে আমি সবার আগে @LDL ভাইয়ের পোস্টটা পড়ি। আর @LDL ভাই এর সিনিয়র পদে  কখন উন্নতি লাভ করবেন, তাকে প্রথম কংগ্রাচুলেশন টা আমি দিবো। কিন্তু ভাই আমার কপাল এতই খারাপ যে, আমাকে সবার শেষে যাইয়া আপনাকে কংগ্রাচুলেট করতে হচ্ছে। তারপরও মন থেকে খুব ভালো লাগছে যে আপনার কে সিনিয়র পদে দেখতে পাচ্ছি।

আসলে ভাই আমি শারীরিকভাবে বেশ কিছুদিন খুব অসুস্থ ছিলাম। আমাকে কেউ বা কারা হত্যা করার একটা চেষ্টা করছিল। আল্লার অশেষ রহমতে আমি এখন খানিকটা সুস্থ আছি। আপনাদের সবার কাছে দোয়া চাই, যেন সুস্থভাবে বাকিরা জীবন যাপন করতে পারি।

Congratulations @Bd officer,

@LDL ভাই-এর পরে আরো দুইটা ভাইয়ের সাফল্যে আমি মন থেকে খুবই গর্বিত অনুভব করি। সেই দুইটা ভাই হল @Learn Bitcoin এবং @Bitcoin_people, ওনাদের উত্তরোত্তর সমৃদ্ধি আমাকে খুবই অনুপ্রাণিত করে। তৃতীয় একজন @Bd officer ভাইকে জুনিয়র মেম্বার পদোন্নতি লাভ আমি আত্মিক অভিনন্দন জানাই তার এতো দ্রুততার সাথে সাফল্যে পৌঁছানোর জন্য।


আশা করি @Little Mouse, @shasan, @Crypto Library, @Review Master, @Tjtonmoy, @LDL, @NicNacCoin, @Learn Bitcoin, @Bitcoin_people, @Dimitri94, @Popkon6, @Mr.corol, @Bd officer ভবিষ্যতেও বাংলাদেশ লোকাল থ্রেড তাকে ভুলে যাবেন না। আসলে ওই দিনটার জন্য আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি। যাইহোক ব্রাদার আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। সবার অংশগ্রহণে বিটকয়েনটক লোকাল ফর্মটা যত দ্রুত সম্ভব একটা বোর্ডে পরিণত হোক এই কামনা করি। বিটকয়েনটক বাংলাদেশ লোকাল বোর্ডে পরিণত হোক, জয় হোক বাংলার মানুষের জয় হোক বিটকয়েনটক বাংলাদেশ বোর্ডের।
431  Other / Meta / Re: Crimes of signatures campaign affects forum? on: May 31, 2023, 04:56:36 AM
I have taught of this seriously and I began to have a biased concern to bitcointalk if any signatures campaigns in bitcointalk can affects the existence of bitcointalk if they commit a crime that leads to government investigations. Secondly do we believe that bitcointalk can  be obstructed by government if their is a noticeable crime by the management? From my understanding it seems to me that bitcoin existence is different from the bitcointalk forum and without the existence of bitcointalk forum bitcoin will continue existing, what's your take on this.

This text much important for this forum users to recognize that Bitcoin's existence is separate from the Bitcointalk forum. When government investigations into signature campaigns on Bitcointalk may have consequences, they won't directly impact the existence of Bitcoin. The existence of Bitcoin is not dependent on the Bitcointalk forum or its management. Even if the forum faces obstructions or legal issues due to the actions of its management, Bitcoin as a decentralized digital currency will continue to exist and function independently. Its operation is not tied to any specific platform or forum.

Quote
This idea came to me through what happened to the site of bitcointalk few days ago which I couldn't logins my account for sometimes, I wasn't happy when the incident occur.
The recent login issue on Bitcointalk is separate from these larger considerations.

Quote
Please I asked this few questions because I want to know what I don't know, and if my question is not ideal please don't crucify me.
Asking questions to learn is always encouraged, so no need to worry about any negative response.
432  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 31, 2023, 04:08:21 AM


ডোজকয়েন একটি জনপ্রিয় মিম টোকেন হলেও এর দাম অনেকদিন যাবত একই জায়গায় অবস্থান করছে। আর একই জায়গায় অবস্থান করা মানে খুব তাড়াতাড়ি হয়তো এটি বৃদ্ধি পাবে বা এটা কমে যাবে এরকম একটা সম্ভাবনার উক্তি দেয়। একটি পরিচিত টেকনিক্যাল ইন্ডিকেটর হিসেবে বলিঞ্জার ব্যান্ড ব্যবহার করা হয় দামের গতিবিধি লক্ষ্য রাখার জন্য।

বলিঞ্জার ব্যান্ড তিনটি লাইন ব্যবহার করে - উপরের ব্যান্ড, নিচের ব্যান্ড এবং সিম্পল মুভিং এভারেজ। যদি দূরত্ব তিনটি ব্যান্ডের মধ্যে অত্যন্ত বেশি হয়, তবে এর মাধ্যমে বুলিশ বা বিয়ারিশ ট্রেন্ডের শেষ অবস্থান বলে মনে করা হয়। অর্থাৎ যখন বলিঞ্জার ব্যান্ডের লাইনগুলি একই অবস্থানে দীর্ঘ সময় থাকে, তখন মার্কেট বৃদ্ধির বা কমতির সম্ভাবনা বেশি দেখা যাবে।

এই বলিঞ্জার ব্যান্ড শুধুমাত্র একটি ইন্ডিকেটর এবং দামের পরিবর্তনের সম্ভাবনা নির্ণয় করার জন্য ব্যবহৃত একটি প্রাথমিক সরঞ্জাম। আপনার দৃষ্টিভঙ্গি ও অতিরিক্ত তথ্যের উপর নির্ভর করে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। এটা মনে করা উচিত নয় যে, একটি সিদ্ধান্ত কেবল একটি ইন্ডিকেটরের উপর নির্ভর করবে, বরং এটি অন্যান্য তথ্যের সাথে মিলিয়ে বিবেচনা করতে হবে।

২০২৩ সালে ডোজকয়েনের মূল্য এখন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র ৩%। পক্ষান্তরে, বিটকয়েন এবং ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ৬৮% এবং ৬০%। বর্তমানে, ডোজকয়েনের মার্কেট ক্যাপিটাল ১০.২২ বিলিয়ন ডলার প্রায় যা মার্কেটে ৮ম অবস্থানে রয়েছে।
বিস্তারিত

[নোট: আর হ্যাঁ আপনাদের বোঝার সুবিধার্থে বলে রাখি যে, "বলিঞ্জার ব্যান্ড" হচ্ছে এই ক্যান্ডেল আকৃতির যে সিম্বলগুলা এখানে দেখা যাচ্ছে সেগুলা।]
433  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 29, 2023, 10:28:09 AM


@Crypto Library ভাই,
সফলতা প্রতিটা মানুষের জীবনের প্রশান্তির একটা জায়গা। আসলে ওই দিনটার জন্য আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি। বিটকয়েনটক বাংলাদেশ থ্রিডে নতুন একজন হিরো মেম্বার পাওয়াতে আমরা সবাই আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আশা করি, ভবিষ্যতেও বাংলাদেশ লোকাল থ্রিডটাকে ভুলে যাবেন না এবং সব সময় মাথার উপর বটগাছ হিসেবে আপনাকে আমরা পাশে চাই। যাইহোক, @Crypto Library ভাই, আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং পরের সপ্তাহে আমাদের সবার প্রিয় @LDL ভাই, সিনিয়র মেম্বারে পদোন্নতি লাভ করবে।

সবার অংশগ্রহণে বিটকয়েনটক লোকাল থ্রিডটা যত দ্রুত সম্ভব একটা বোর্ডে পরিণত হোক এই কামনা করি। বিটকয়েনটক বাংলাদেশ লোকাল বোর্ডে পরিণত হোক, জয় হোক বাংলার মানুষের জয় হোক বিটকয়েনটক বাংলাদেশ বোর্ডের।

Admins need to fix the forum captcha because DdmrDdmr and LoyceV are somehow bypassing it.  Cheesy



Source

@fillippone ভাই-এর,
Original post link

বিটকয়েনটক ফোরাম লগইন করতে প্রতিনিয়ত আমরা যে সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে ক্যাপচা। এই ক্যাপচা সমস্যা সমাধান নিয়ে রেপুটেশন বোর্ডে একটা পোস্ট পেলাম। @Veleor ভাইয়ের, পোস্টটা দেখে ভালো লাগলো তাই বাংলাদেশ লোকাল থ্রেডে শেয়ার করলাম। আশা করি বিটকয়েনটক ফোরামের এডমিন বা বিজ্ঞ মডারেটর এই বিষয়টা যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করবেন। বিটকয়েনটক ফোরাম কিভাবে আরও বেশি ব্যবহার উপযোগী করে তোলা যায় তার জন্য অনুরোধ রইল বিজ্ঞ মডারেটরদের কাছে।
এই বিষয়ে @Little Mouse ভাইয়ের পরামর্শ আশা করছি।

434  Economy / Reputation / Re: 1000 post in 16 days on: May 28, 2023, 07:48:52 PM
Well i find myself really lucky  and most times looking from my previous post judging from my post in the earliest days of posting, I've seen myself growing immensely  even beyond my expectations as each new level seemed impossible but the growth was steady a d the show of love was really unimaginable for a poor writer like myself but I've already written 1000 post in 16days spent on the forum and I feel so blessed at this point and I hope to see myself do more in years to come.

I wouldn't mind some reviews can be made on my post as I don't think its wrong seeking for reviews on my post so far.
Thanks

~OBARI.

Congratulations on your incredible journey! Writing 1000 posts in just 16 days is an outstanding achievement. Keep up the fantastic work, and may you continue to thrive and accomplish even more in the years ahead. Best of luck!
435  Economy / Services / Re: I need bounty hunter to manage my platform social network for 5 months on: May 28, 2023, 07:42:03 PM
I am looking for a bounty manager to manage, promote and increase my project social presence especially in twitter for 5 months.

My salary per month is $400 which i will pay $200 every 2 weeks I am looking for someone with a good record of actually making good progress with the twitter popularity of the project, ensuring activities, trending activities, and telegram activities.

 submit your applications to me via my inbox in bitcoin talk

I am an SMM Services provider. I am working on Marketplaces like Fiverr.com and Upwork.com with Locally. If you want I can start the project with you. I'll give you a money-back guarantee if you are unsatisfied with my services.

Note: I need an upfront payment to start.
436  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 28, 2023, 07:11:25 PM
ক্রিপ্টোকারেন্সি মাইনিং এ কাজটা কি?

আমরা যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করে থাকি, আমার মনে হয় এমন কেউ নেই যারা ক্রিপ্টোকারেন্সি মাইনিং সম্পর্কে কম বেশি জানি না? ক্রিপ্টোকারেন্সি মাইনিং হলো ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশনের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির লেজার ট্রানজেকশনগুলির যাচাই এবং রেকর্ড রাখার প্রক্রিয়া। এটি ব্লকচেইন প্রয়োগ করে ক্রিপ্টোকারেন্সির প্রয়োজনীয় সিকিউরিটি ও কনসেনস নিশ্চিত করে। নিউজ বিস্তারিত

Quote
বাংলাদেশ থেকে যদি কেউ মাইনিং করতে চায় তাহলে অবশ্যই জিপিউ মাইনিং এর দিকে নজর দেয়া উচিত। বর্তমানে জিপিউ মাইনিং এর জন্য নিচের কয়েনগুলো মাইনিং করা যেতে পারে-
১। র‍্যাভেনকয়েন(RavenCoin)
২। লাইটকয়েন (LiteCoin)
৩। জেডক্যাশ (Zcash)

জিপিউ দিয়ে সাধারনত ইথেরিয়াম মাইনিং বা রেভেন কয়েন মাইনিং করা হয়ে থাকে। এর মাঝে ইথেরিয়াম মাইনিং সবচেয়ে বেশি জনপ্রিয়। এখন কথা হচ্ছে ইথারিয়াম মাইনিং করতে গেলে কিছু প্রয়োজনীয় সেটাপ প্রয়োজন। ইথেরিয়াম মাইনিং শুরু করতে আপনার যে জিনিস গুলো লাগবে।

- মাদারবোর্ড ।
- রাইজার কার্ড , প্রসেসর , র‍্যাম ,
- এসএসডি / পেনড্রাইভ ।
- জিপিউ ।
- পাওয়ার সাপ্লাই ।
- কুলিং সিস্টেম ।
- বিদ্যুৎ।
- ইন্টারনেট ।

সিনিয়র ভাইদের কাছে প্রশ্ন থাকলো যে কেউ যদি বাংলাদেশ থেকে বিটকয়েন মাইনিং শুরু করতে চায় তাহলে তাদের মূল্যবান পরামর্শ দিবেন এবং এই সেটআপটা করতে কি পরিমান খরচ হতে পারে? এটা কি আদৌ লাভজনক?

আমি অনেক দিন যাবত ধরে এখানে অনেক পোস্ট করেছি এবং অনেক পোস্টে রিপ্লাই দিয়েছি কিন্তু আমি এখন পর্যন্ত কোন Merit পেলাম না? আমি এমন কি কাজ করলে
Merit পেতে পারি,, আমাকে একটু হেল্প করবেন মেরিট কিভাবে নেওয়া যায়। আমি যদি Merit পেয়ে যায়  তাহলে আমার কাজের প্রতি
এবং এখানে পোস্ট করার চাহিদা দ্বিগুণ বেড়ে যাবে ।

মেরিট পাওয়ার জন্য কিছু টিপস:
ভাল মানের পোস্ট (যা মানসম্পন্ন, সূক্ষ্মভাবে লিখিত এবং অর্থপূর্ণ উত্তর প্রদান করে এবং কারো সমস্যার সমাধান করে।)
সক্রিয় অংশগ্রহণ (ফোরামে অংশগ্রহণ করা কোন সদস্যের, প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এবং সোর্স লিংক দিয়ে সহযোগিতা করতে পারেন। প্রশ্ন করার আগে আপনার নিজের মতামত পরীক্ষা করুন এবং যদি সম্ভব হয় তা ভাল ভাবে পর্যালোচনা করুন। বিষয়গুলি নতুন এবং সম্পর্কিত হতে পারে এবং অন্যদের সাথে আলোচনা উত্থাপন করার যোগ্য হতে হবে।)

মেরিট সংগ্রহের জন্য পর্যাপ্ত পোস্ট ও সক্রিয়তা প্রদর্শন করলে, ফোরামে আপনি মেরিট পেতে পারবেন। মেরিট পাওয়ার পরে, আপনার কাজের সম্ভাবনা বাড়বে এবং আপনি একজন সক্ষম ও বিশ্বস্ত উপকারী সদস্য হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন।
437  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 24, 2023, 07:31:12 PM
কেন আপনি উত্স একটি লিঙ্ক পোস্ট করবেন না? আপনি মনে করিয়ে দেওয়া প্রয়োজন? আমি মনে করি না আপনি চুরির জন্য নিষিদ্ধ হতে চান।

স্যার, আমি আশা করি এই ধরনের মারাত্মক কোন ভুল আমার দ্বারা ভবিষ্যতে কোনদিন হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই ভুলটা ধরিয়ে দেয়ার জন্য আমি আশা করি আমাদের বাংলাদেশে এই লোকাল থ্রেডের কেউই ভবিষ্যতে কোনদিন এই ধরনের কোন ভুল করার সাহস দেখাবে না।
438  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 24, 2023, 07:16:56 PM
এটি আপনার পাঠ্য নয়। এটা স্বীকার করুন, আপনি এই লেখা কোথা থেকে পেয়েছেন? আপনি কি ChatGPT ব্যবহার করছেন? Wink

বিটকয়েন ম্যাগাজিন এ টুইটার প্রোফাইল থেকে এটা পেয়েছি, স্যার। টুইটারের টুইট লিংকটি এখানে দেয়া হলো।
439  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 24, 2023, 06:37:28 PM


বিটকয়েন হল একটি ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা যা পূর্বের বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটি একটি ডিসট্রিবিউটেড লেজার প্রযুক্তি ব্যবহার করে, যা কার্যকর করে ক্রিপ্টোগ্রাফি এবং কনসেনস অ্যালগরিদম ব্যবহার করে ট্রানজেকশনগুলি সংরক্ষণ ও যাচাই করে।

মাস্টারকার্ড, যেমন আপনি বলেন, একটি বহুজাতিক আর্থিক পরিষেবা কর্পোরেশন, ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড প্রদান করে এবং বিশ্বব্যাপী ব্যবহার হয়ে থাকে। মাস্টারকার্ড একটি প্রতিষ্ঠিত এবং বিশ্বব্যাপী প্রতিষ্ঠান হওয়ার কারণে এর ব্যবহার একটি স্থিতিশীল অর্থনীতির অংশ হয়ে উঠেছে।

বিটকয়েন ও মাস্টারকার্ডের মধ্যে ক্যাপ মার্কেট মানে বাজার মূলধন এবং মোট মূল্যের পার্থক্য অন্যতম বিভাগ হয়ে উঠেছে। এটি একদিকে বিটকয়েনের সম্প্রদায় এবং বিনিয়োগকারীদের গুরুত্ব দেখায়, আর অন্যদিকে এর মধ্যে কাঠামোর পাল্টানো স্বাচ্ছন্দ্য এবং দ্রুত বৃদ্ধির মাধ্যমে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে। বিটকয়েন বাজারে তুলনামূলকভাবে ক্রিপ্টোকারেন্সির প্রভাব ও গুরুত্ব সাবলীল করে এবং অর্থনীতিতে নতুন পাঠ লিখে দিয়েছে।

এই মজার ঘটনা দেখাচ্ছে যে ক্রিপ্টোকারেন্সির প্রভাব এবং গ্রহণ সাধারণ অর্থনীতিতে দিনপ্রতিদিন বৃদ্ধি পেয়েছে এবং বৈশ্বিক পরিস্থিতিতে এর প্রভাব সাধারণ প্রশ্নগুলির ওপর বাধাধীন হয়েছে।

ইডিট

সোর্স লিংক: বিটকয়েন ম্যাগাজিন
440  Local / Other languages/locations / বিটকয়েন থেকে বিকাশ এ টাকা তোলার নিয়ম on: May 24, 2023, 05:59:35 PM
Kissবিটকয়েন থেকে বিকাশ এ টাকা তোলার নিয়মKiss



বাইন্যান্স একটি পপুলার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম যেখানে আপনি বিটকয়েন কিনতে এবং সেগুলি আপনার বিকাশ একাউন্টে সরাসরি ডিপোজিট করতে পারেন। নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করে আপনি বাইন্যান্স এর সাহায্যে বিটকয়েন থেকে বিকাশ এ টাকা নিতে পারবেন:

ধাপ ১: বাইন্যান্সে একাউন্ট খুলুন।
১. প্রথমে বাইন্যান্স ওয়েবসাইটে যান (www.binance.com) এবং "সাইন আপ" (Sign Up) অপশনটি ক্লিক করুন।
২. আপনার ইমেইল ঠিকানা দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন বা আপনার গুগল অ্যাকাউন্ট বা টেলিফোন নাম্বার দিয়ে সাইন আপ করুন।
৩. আপনার পাসওয়ার্ড সেট করুন এবং সিকিউরিটি চেক করুন।
৪. বাইন্যান্সে লগ ইন করুন আপনার তথ্য ব্যবহার করে।

ধাপ ২: বাইন্যান্সে বিটকয়েন ডিপোজিট করুন।
১. লগ ইন হওয়ার পর, আপনি বাইন্যান্সের ড্যাশবোর্ডে পৌঁছাবেন।
২. উপরের মেনু বারে থাকা "পার্সনাল সেন্টার" (Personal Center) অপশনটি ক্লিক করুন।
৩. "ডিপোজিট" (Deposit) সেকশনে যেতে পারেন।
৪. আপনি যে কয়েন ডিপোজিট করতে চান, সেটি সিলেক্ট করুন (মাঝের বাক্সের মাধ্যমে সহজে খুঁজে পাবেন)।
৫. আপনার বাইন্যান্স একাউন্টে ডিপোজিটের জন্য বিটকয়েন ঠিকানা (Bitcoin address) প্রদান করা হবে। এই ঠিকানাটি আপনি বিকাশ এর মাধ্যমে টাকা পাঠানোর জন্য ব্যবহার করবেন।
৬. বিটকয়েন ঠিকানা কপি করে আপনার বিকাশ এপ্লিকেশনে ঢুকে "স্ক্যান এন্ড পেস্ট" বা "স্ক্যান কোড" বক্সে যান এবং ঠিকানাটি পেস্ট করুন।
৭. আপনি চাইলে একটি নীল আইকনে ক্লিক করে কিছু অতিরিক্ত সেটিংস (যেমন মিনিমাম ডিপোজিট পরিমাণ সেট করা) করতে পারেন। সেটিংগুলি আপনার পছন্দ অনুযায়ী সেট করুন।
৮. "ডিপোজিট" বাটনে ক্লিক করুন।
৯. আপনার নির্দিষ্ট বিটকয়েন ঠিকানায় বিটকয়েন পাঠানোর জন্য আপনার পাসওয়ার্ড দিতে হবে।

ধাপ ৩: বিকাশ থেকে টাকা পাঠানো।
১. আপনার বিকাশ অ্যাপটি খুলুন এবং "পিটুপি" অপশনটি নির্বাচন করুন।
২. "একাউন্ট নাম্বার" অপশনে বাইন্যান্স থেকে পেয়ে যাওয়া বিটকয়েন ঠিকানাটি পেস্ট করুন।
৩. আপনি চাইলে টাকার পরিমাণ সেট করতে পারেন।
৪. "পেশনাল মেসেজ" ফিল্ডে কিছু বিশেষ মেসেজ লিখতে পারেন (এটি ঐচ্ছিক)।
৫. "নির্বাচন করুন" বাটনে ক্লিক করুন।
৬. আপনার বিকাশ এপ পাসওয়ার্ড দিয়ে লেনদেনটি সম্পন্ন করুন।

এইভাবেই আপনি বাইন্যান্স এর মাধ্যমে বিটকয়েন থেকে বিকাশ এ টাকা পাঠাতে পারবেন। আপনার ট্রানজেকশনটি সম্পন্ন হলে আপনি আপনার বিকাশ একাউন্টে টাকা পাবেন। মনে রাখবেন যে, বাইন্যান্স থেকে টাকা পাঠানোর সময় ট্রানজেকশন ফি লাগতে পারে এবং সর্বনিম্ন ট্রানজেকশন পরিমাণ সেট করা থাকতে পারে। আপনার বিকাশ এপটির নীতিমালা এবং বাইন্যান্স এর শর্তাদি জানবেন এবং ট্রানজেকশন ফি এবং সর্বনিম্ন পরিমাণ সম্পর্কে সম্পূর্ণ জানতে অবশ্যই বাইন্যান্স ও বিকাশ এর ওয়েবসাইট বা অ্যাপটির জন্য সাপোর্ট সেন্টারে যোগাযোগ করুন।


আমি সত্যিই জানতাম না যে বিটকয়েন থেকে বিকাশে সরাসরি টাকা লেনদেন করা যায়। এটাতো আমাদের বাংলাদেশীদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি।
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 [22] 23 24 25 26 27 28 29 30 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!