Bitcoin Forum
June 24, 2024, 05:17:04 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 [23] 24 25 26 27 28 29 30 »
441  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 23, 2023, 04:08:27 PM
🚀 নতুন - টেক্সাস এনার্জি গ্রিডের প্রাক্তন প্রেসিডেন্ট এরকটি বিবৃতিতে বিটকয়েন খনি সমর্থন করেছেন এবং ERCOT গ্রিডের জন্য এর উপকারিতা স্বীকার করেছেন। তিনি বিটকয়েনের প্রশংসা করেছেন এবং বিটকয়েন খনির মাধ্যমে ERCOT গ্রিডের ক্ষমতা বৃদ্ধি সম্পর্কে সুদূরপ্রসারী দৃষ্টান্ত স্থাপন করেন। এই প্রশংসা বিটকয়েন খনির উন্নতি এবং শক্তি উৎসের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করেছে। বিশ্বব্যাপী প্রযুক্তির উন্নয়নের সাথে তাল মিলিয়ে, বিটকয়েন এবং এর পরিবেশগত ভবিষ্যতে প্রভাবশালী ভূমিকা রাখতে সাহায্য করবে।




====================================================================================================



বিটকয়েন হাউস বা নেক্সট জেনারেশন লিভিং হোমস, ইনক. একটি আদর্শগ্রন্থ হিসেবে উত্থাপিত হয়েছিল যা স্বয়ংসম্পূর্ণ সমন্বিত এবং সাশ্রয়ী আবাসিক গৃহের একটি ধারণা ছিল। এটি আগামীকালের জন্য নতুন জীবনযাপনের একটি সুদুর প্রসারী পরিকল্পনা করে, যেখানে উন্নত প্রযুক্তি এবং পরিবেশগত মানসম্পন্নতার মধ্যে একটি সমন্বয় সৃষ্টি করা হয়েছে। বিটকয়েন হাউসের আদর্শ হল প্রযুক্তি, সাশ্রয়ী জীবনযাপন এবং ক্রিপ্টোকারেন্সি মধ্যে সমন্বিততার সম্ভাবনা প্রদর্শন করা।

বিটকয়েন হাউসের লক্ষ্য হল সৌর ও বায়ু জ্বালানির মত নবায়নযোগ্য শক্তিসূত্র ব্যবহার করে গৃহের বিদ্যুৎ উৎপাদন করা এবং একটি স্মার্ট হোম অটোমেশন সিস্টেমগুলির সাথে ঐক্যবদ্ধ করা।
442  Other / Meta / Re: [Bitcointalk Party - Discord sv] Bitcoin Pizza bake-off contest! Enter by June 1 on: May 23, 2023, 03:32:11 PM
I made pizza for the first time. I tried my best as a newbie. Happy Pizza Day.
Materials
Flour, hot milk, tomato sauce, capsicum, onion, and spices, etc.


I'm a new member my photo can't be seen. Please quote my post a high-ranking member.

Happy Bitcoin Pizza Day,

It's that beautiful time of the year again, and I'm thrilled to participate in this year's highly anticipated Bitcoin Pizza contest! Also, impressed by the homemade Pizza of @Bd officer. Really I missed taking the flavor of @Bd officer's brother's Pizza.
443  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 22, 2023, 07:34:08 PM

তবে Little Mouse ভাইয়ের দেওয়া লিংকগুলো থেকে মনে হচ্ছে সেগুলো এখনো দেখার জন্য এভেইলেবল আছে।


@Little Mouse ভাইয়ের দেয়া তথ্য থেকে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ দিয়ে @Little Mouse ভাইকে ছোট করবো না।

Quote
আরেকটি সূত্র থেকে জানতে পারলাম Gavin Anderson নামের একজন ব্যক্তি ২০১০ সালে আরেকটি সিগনেচার চালু করেছিলেন যেখানে ৫ বিটকয়েন পার পোষ্ট হিসেবে রিওয়ার্ড দেওয়া হত।  যেহেতু লিঙ্ক প্রোভাইড করতে পারছি না সুতরাং বলতে পারবো না তথ্যটা কতটুকু সঠিক।

আমার মনে হয় @Little Mouse ভাই এই তথ্যটার পূর্ণতা দিতে পারেন।

@tjtonmoy ভাইকে অসংখ্য ধন্যবাদ। যে আমার প্রয়োজনের সে নিজে অনেক কিছু ঘাটাঘাটি করে আমাকে তথ্য দিয়ে উপকৃত করেছেন।
444  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 22, 2023, 06:54:50 PM
শুভ বিটকয়েন পিজা দিবস। আমি এই দিনটি তখনই উদযাপন করবো যখন আমি পিজার জন্য বিটকয়েন দিয়ে পেমেন্ট করতে পারবো। তাহলে সেটা সার্থক হবে আমার জন্যে।



কারো কাছে যদি প্রথম সিগনেচার ক্যাম্পেইনের লিংক থাকে, দিলে খুব উপকৃত হতাম

০.১ বিটকয়েন ৩ মাসের জন্য- https://bitcointalk.org/index.php?topic=15886.0
এইটা বিটকয়েনটক ফোরামের সর্বপ্রথম সিগ্নেচার ক্যাম্পেইন। তবে, এইখানে ০.১ বিটকয়েন ৩ মাসের জন্য দেয়া হলেও এইখানে কোন পোস্ট রিকুয়ারমেন্ট ছিল না। অনেকেই অংশগ্রহণ করেছিল এই ক্যাম্পেইনে। এইটা ছিল bitcoin2cash এর সিগ্নেচার ক্যাম্পেইন।
কিছুদিন আগে একটা টপিক দেখছিলাম যেখানে সিগ্নেচার ক্যাম্পেইন এর ইতিহাস নিয়ে লিখছিল। ওই টপিকটা খুজে পাচ্ছি না। খুজে পেলে আমি এইখানে আপডেট করবো।

ইডিট-
EVOLUTION OF SIGNATURE AD CAMPAIGNS (BEGINNING DAYS TO THE PRESENT)- https://bitcointalk.org/index.php?topic=5246103.0
History - signature campaigns and bounties on Bitcointalk- https://bitcointalk.org/index.php?topic=4567657.0

এই দুইটা টপিক পড়লে বুঝতে পারবেন সিগ্নেচার ক্যাম্পেইন এর ইতিহাস সম্পর্কে।

@Little Mouse ভাই, আপনার মূল্যবান তথ্যটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমি আমরা সবাই সব সময় আশা করি, আপনাদের মত বড় ভাই আমাদের পাশে থাকলে আমরা খুব তাড়াতাড়ি এই বাংলাদেশ লোকাল থ্রেডটিকে বাংলাদেশ লোকাল বোর্ডে পরিণত করতে পারব, ইনশাআল্লাহ।

সেন্ট এবল মেরিট না থাকায় খুব কষ্ট লাগছে।
445  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 22, 2023, 06:36:06 PM

প্রচুর হাসলাম ভাই আপনার এই ইলিশ মাছের  কথায়।  তো ভাই এবারের পিজ্জা কনটেস্টে  আশা করি একটা পিজজা ইলিশ মাছেরও বানাবেন।  হয়তো এর মাধ্যমে ইতিহাসে আপনার নামউঠে যেতে পারে বাংলাদেশে এই প্রথম আস্ত একটা ইলিশ মাছের পিজ্জা  বানালো আমাদের এই  ভাই Learn Bitcoin। Tongue আর আপনি চাইলে এটা আমরা btc এর মাধ্যমে সরাসরি পেমেন্ট করে আপনার সাথে  ইতিহাসে আমাদের নামটিও লিখে ফেললাম Tongue

@Crypto Library ও @Learn Bitcoin ভাই, আপনারা কি একাই ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন নাকি, আমরাও তো ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে চাই? আর সত্যি ইলিশ মাছের পিজ্জা খাবার লোভটা সামলাতে পারছিনা। @Learn Bitcoin ভাই, আমার তরফ থেকে একটা অর্ডার কনফার্ম করে রাখেন।

=======================================================================================================



পোস্টের লিংক

আমার মত অনেকেই হয়তো খুঁজেছেন, যে বিটকয়েনের প্রথম সিগনেচার ক্যাম্পেইন কোনটি ছিল? এবং সেই সিগনেচার ক্যাম্পেইনের প্রতিটি পোস্ট করার জন্য কত সম্মানি দেওয়া হতো? আমার মনে হয়, এই প্রথম সিগনেচার ক্যাম্পেইনের বিষয়টা সব সিগনেচার ক্যাম্পেইন হোল্ডারদের জানা উচিত।

কারো কাছে যদি প্রথম সিগনেচার ক্যাম্পেইনের লিংক থাকে, দিলে খুব উপকৃত হতাম বিশেষ করে @Little Mouse, @shasan, @Crypto Library, @tjtonmoy, @LDL, @ Popkon6, @NicNacCoin, @Dimitri94, @Learn Bitcoin, @Bitcoin_people ভাইয়েদের দৃষ্টি আকর্ষণ করছি।

446  Local / Other languages/locations / Re: আজ বিটকয়েন পিজ্জা দিবস ও এর গুরুত্ব on: May 22, 2023, 05:16:43 AM
বিটকয়েন পিজ্জা দিবসের শুভেচ্ছা
Laszlo Hanycez 10000 বিটকয়েনের বিনিময়ে যে দুটো পিজ্জা কিনেছিলেন তার বর্তমান বাজারমূল্য $270 মিলিয়ন ডলার।

প্রথমবার কেউ যদি দুইটা পিজার দাম ২৭০ মিলিয়ন ডলার এটার কথা চিন্তা করে। আমার মনে হয়, সে নিশ্চিত হার্ট ফেল করবে।


হ্যাঁ, আপনি সঠিকভাবে বলছেন যে 22 মে বিটকয়েনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই ঘটনাটি প্রথমবারের মত আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী প্রচারিত হয় কারণ এটি বিটকয়েনের ব্যবহারের একটি আদান-প্রদানের উদাহরণ ছিল এবং এটি দেখানোর মাধ্যমে প্রযুক্তিগত আর্থিক পদক্ষেপের জন্য একটি উদাহরণ স্থাপন করা হয়েছিল। এটি একটি অসাধারণ প্রতিষ্ঠানিক ও সামাজিক ইতিহাস যা বিটকয়েনের গুরুত্ব ও সংগ্রহশীলতার একটি উদাহরণ হিসাবে পরিচিত হয়েছে।

এই ইতিহাসিক ঘটনা কর্তৃপক্ষের দ্বারা "বিটকয়েন পিজ্জা দিবস" হিসাবে পালন করা হয়।

Laszlo Hanyecz একজন বিটকয়েন সমর্থক এবং প্রোগ্রামার ছিলেন, যার নাম 2010 সালের 22 মে তারিখে বিটকয়েনের ইতিহাসে একটি মাইলস্টোন প্রতিষ্ঠা হয়েছিল। সে দিন তিনি 10,000 বিটকয়েন দিয়ে দুটি বড় সাইজের পিজ্জা কিনেন, যা মূলত 41 ডলারের মান ছিল। এই ঘটনাটি হয়তো প্রথম বারের মতো আমাদের কাছে অস্থির মনে হতে পারে, কারণ তখন বিটকয়েনের মূল্য খুবই কম ছিল।

বিটকয়েন পিজা দিবস | সবচেয়ে দামী পিজা?


447  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 20, 2023, 04:56:07 AM
ডোজকয়েন-এর দৈনিক ট্রেডিং ভলিউমের পরিমাণ Bitcoin এবং Litecoin-কে ছাড়িয়ে গেছে, মূলত ডোজকয়েন ব্লকচেইনে DRC20 টোকেনের প্রবর্তনের কারণে। এই প্রবর্তনে ডোজকয়েনের লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৩০ গুণ থেকেও বেশী। যে কেউ ডোজকয়েন ব্লকচেইনে Ethereum বা Binance ব্লকচেইনের মতো টোকেন তৈরি করতে পারবে। ডোজকয়েন ব্লকচেইনে নির্মিত টোকেনগুলোর নাম হবে DRC20 টোকেন, যা বিটকয়েন ব্লকচেইনে নির্মিত হলে বলা হয় BRC20 টোকেন। ডোজকয়েনের লেনদেনের পরিমাণ এক দিনে ৬৪৫০০০ টিরও বেশি লেনদেন সম্পন্ন হয়েছে, যা ডোজকয়েন ব্লকচেইনের ইতিহাসে সর্বোচ্চ, যা বিটকয়েন কিংবা লাইটকয়েন ব্লকচেইনে সম্পন্ন হওয়া লেনদেনের মধ্যেও এক দিনের সর্বোচ্চ।

যাইহোক, কিছু লোক DRC20 টোকেনকে Dogecoin-এর জন্য সম্ভাব্য হুমকি হিসেবে দেখে। তারা বিশ্বাস করে যে টোকেনাইজেশন প্রবর্তনের ফলে DRC20 টোকেন এর কারণে এই নেটওয়ার্কে ভবিষ্যতে লেনদেন ফি বৃদ্ধি পাবে এবং মানুষ দৈনন্দিন কাজে আর ডোজকয়েন ব্যবহার করতে পারবে না এবং ভবিষ্যতে Dogecoin ব্যবহার করা থেকে ক্রিপ্টো ইউজারদের নিরুৎসাহিত করতে পারে।

উচ্চ লেনদেন ফি এবং ধীর গতি সাধারণত যেকোনো ব্লকচেইনের জন্য ক্ষতিকর বলে বিবেচিত হয়, কারণ তারা ব্যাপকভাবে গ্রহণকে বাধা দিতে পারে। অতীতে বিটকয়েনের সাথে একই ধরনের উদ্বেগ দেখা গেছে, যা BRC20 টোকেন এবং বিটকয়েন NFT-এর আশেপাশে প্রচারের সময় উচ্চ লেনদেন ফি অনুভব করেছিল। DRC20 টোকেনের প্রবর্তন কীভাবে Dogecoin এর ভবিষ্যৎকে প্রভাবিত করবে এবং এটি ব্লকচেইনের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করবে কিনা তা দেখার বিষয়।

সত্যিই, অতিরিক্ত ফি এবং ধীর গতি একটি ব্লকচেইনের জন্য মূল ঝুঁকি সৃষ্টি করতে পারে। যদিও এটা সবসময় ঘটবে না, কিন্তু যদি অতিরিক্ত ফি বা ধীর গতির জন্য একটি কয়েন ব্যবহার করা না হয়, তবে কয়েনটি হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। আপনি বিজ্ঞ হলেন, বিটকয়েন ব্লকচেইনের উপর নির্মিত BRC20 টোকেন এবং বিটকয়েন NFT বিটকয়েন অর্ডিনালের হাইপের ফলে বিটকয়েনে লেনদেন করতে অতিরিক্ত ফি দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সেই স্থিতি অনেকটা স্থিতিশীল হয়েছে।



বিটকয়েন থেকে বেশী দৈনিক লেনদেনের রেকর্ড গড়ল ডোজকয়েন
448  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 20, 2023, 04:15:52 AM
ফোরাম কমিউনিটি ভাইদের মনোযোগ আকর্ষন করার চেস্টা করছি। আমাদের এই লোকাল বোর্ডটি আগের চেয়ে অনেক ভাল একটি অবস্থানে গিয়েছে এবং বভিষ্যতে তা আরও সমৃদ্ধি অর্জন করবে। এখানে বর্তমানে ব্যবহার কারীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে আশা করি আমরা আমাদের সেই কাঙ্খিত লক্ষ্য বাংলা লোকাল বোর্ড কে একটি মর্যাদা পুর্ণ জায়গায় নিয়ে যেতে সক্ষম হব।

প্রিয় ভাইয়েরা আমি আমার ব্যেক্তিগত কাঙ্খিত লক্ষ্য বাস্তবায়ে ফোরামে আমার একটি র‌্যাংক পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। কিন্তু কিছু মেরিট কম থাকায় আমার সেই কাঙ্খিত স্বপ্ন পুরনে কিছুটা সময় লাগছে। এই পজিশনে যারা ছিলেন তারা প্রত্যেকেই হয়তো জানেন এই সময়টিতে কতটা মনের মধ্যে পাওয়ার একটি আকাঙ্খা সৃস্টি হয়ে থাকে। আমি আমার পরবর্তি র‌্যাংকে পৌছানোর জন্য 76 শতাংশ মেরিট সম্পুর্ণ করেছি। কিন্তু যতই এগিয়ে যাচ্ছি ততই আমার মনের ভেতরে র‌্যাংক এচিব করার অস্থিরতা কাজ করছে। তাই আমার আকুল আবেদন যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে হয়তো আমি আমার সেই লক্ষ্য বাস্তবায়নে দ্রুত এগিয়ে যেতে সক্ষম হব। আমি এই পোস্ট এবং বিগত দিনে আমার কিছু পোস্টের বিপরীতে আপনাদের সমর্থন চাইছি। যদি আপনারা আমাকে এই পোস্ট গুলোর উপর বিবেচনা করে আমাকে পরবর্তি র‌্যাংক এচিব করার জন্য সমর্থন করেন তাহলে আমি চির কৃতজ্ঞ থাকব।
বাংলা ফোরামে আমি সিনিয়র সকল ভাইদের প্রতি আহবান জানাচ্ছি যারা ফোরামে একটিভলি কাজ করছেন।
@Little Mouse
@shasan
@Crypto Library
@LDL
@NicNacCoin
@tjtonmoy
@Learn Bitcoin
@Bitcoin_people
@Review Master
@Rana590
@Popkon6
@Negotiation
@Mr.corol


এখানে কিছু নতুন ভাইয়েরা আছেন যারা খুবই একটিভ এবং যথেস্ট মেধা সম্পন্ন। আমি মনে করি তারাও খুব স্বল্প সময়ে ফেরামে তাদের র‌্যাংক এচিব করতে সক্ষম হবেন।
@roksana.hee
@Suzume
@Bd officer


সর্বপরী আমার উল্লেখিত ইউজ্যারদের বাইরেও অনেকেই আছেন যাদের নাম আমি উল্লেখ করতে পারিনি। সবার প্রতি রইল আমার বিশেষ আবেদন।
আমি আমার কিছু পোস্ট লিংক এখানে তুলে ধরলাম।

https://bitcointalk.org/index.php?topic=631891.msg61962925#msg61962925

https://bitcointalk.org/index.php?topic=631891.msg62192729#msg62192729

https://bitcointalk.org/index.php?topic=631891.msg62198711#msg62198711

https://bitcointalk.org/index.php?topic=631891.msg62241143#msg62241143

https://bitcointalk.org/index.php?topic=5452819.msg62262055#msg62262055

https://bitcointalk.org/index.php?topic=5452935.msg62252280#msg62252280




@Dimitri94 ভাই,
সফলতা প্রতিটা মানুষের জীবনের প্রশান্তির একটা জায়গা। বিটকয়েনটক বাংলাদেশ থ্রিডে নতুন একজন ফুল মেম্বার পাওয়াতে আমরা সবাই আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আশা করি, ভবিষ্যতেও বাংলাদেশ লোকাল থ্রিড টাকে ভুলে যাবেন না। আসলে ওই দিনটার জন্য আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি। যাইহোক, @Dimitri94 ভাই আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। সবার অংশগ্রহণে বিটকয়েন লোকাল থ্রিডটা যত দ্রুত সম্ভব একটা বোর্ডে পরিণত হোক এই কামনা করি। বিটকয়েনটক বাংলাদেশ লোকাল বোর্ডে পরিণত হোক, জয় হোক বাংলার মানুষের জয় হোক বিটকয়েনটক বাংলাদেশ বোর্ডের।
449  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 15, 2023, 05:40:09 AM
২০২৩ সাল পর্যন্ত, সারা পৃথিবীতে ৪২০ মিলিয়ন কিপ্টো ব্যবহারকারী রয়েছে। এই ৪২০ মিলিয়ন ব্যবহারকারীর মধ্যে যাদের ওয়ালেট আছে, সেই ওয়ালেটে ন্যূনতম এক বিটকয়েন ধারণকারী ওয়ালেটের সংখ্যা ১ মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং গত ১৮ মাসে প্রায় 2 লক্ষ হোল কয়েনার যুক্ত হয়েছে। এটা সত্যি আমাদের জন্য খুবই বড় একটা খুশির সংবাদ।

উৎসের লিংক

অন্যদিকে, আমরা দেখতে পাচ্ছি যে, সারা পৃথিবীতে কয়েনবেস ওয়ালেট ব্যবহারকারী সংখ্যা সবচেয়ে বেশি এবং ব্লকচেইন তার পরের দ্বিতীয় অবস্থানে আছেন।

উৎসের লিংক

২০২৩ সালের মে মাসে টপ অর্ডারের ক্রিপ্টো ওয়ালেট গুলো হল।

উৎসের লিংক

জনপ্রিয় ব্লকচেইন ওয়ালেটগুলোর নিচে দেয়া হল।

উৎসের লিংক

ক্রিপ্টোকারেন্সি পরিসংখ্যান ২০২৩

- বিশ্বব্যাপী ১ বিলিয়ন মানুষ ক্রিপ্টো এক্সচেঞ্জ ব্যবহার করেছেন।
- ৩০০ মিলিয়নেরও বেশি মানুষ ক্রিপ্টোর মালিক, যার মধ্যে বিটকয়েন এবং ইথেরিয়াম রয়েছে।
- বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে প্রতি তিন সেকেন্ড পর পর সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়।
- ফেব্রুয়ারি ২০২১ থেকে অক্টোবর ২০২১ এর মধ্যে বিটকয়েনের মূল্য ৬৬% বৃদ্ধি পেয়েছে।
- ২০২০ সালে প্রতিদিন এক মিলিয়নেরও বেশি ইথেরিয়াম লেনদেন হয়েছিল।
- শীর্ষ ১০টি ক্রিপ্টোকারেন্সি মোট বাজার মূল্যের ৮৮% ধারণ করে।
- ২০২১ সালের জানুয়ারী পর্যন্ত ক্রিপ্টোকারেন্সির উপর আস্থা ছিল প্রায় ১০০%।
- ২০১০ সালে ১০ হাজার বিটকয়েন দিয়ে দুটি পিজা কেনা হয়েছিল।
- ২০,০০০ টিরও বেশি বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি রয়েছে।
- ৩৮০ টিরও বেশি ক্রিপ্টো এক্সচেঞ্জ রয়েছে।
- ৪৬ মিলিয়ন আমেরিকান বিটকয়েনে বিনিয়োগ করেছে।
- বিটকয়েনের একটি কয়েন ক্যাপ রয়েছে ২১ মিলিয়ন।
450  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 14, 2023, 07:00:07 AM
বিটকয়েন টি-শার্ট: কপালে বিটকয়েন এবং ইথেরিয়াম ক্লাসিক এর লোগো ডিজাইনকৃত টি-শার্টটির নাম দেয়া হয়েছে "ক্রেজি ক্রিপ্টো লেডি ক্যাট" ৫৯৮২ কপি এখন পর্যন্ত সেল হয়েছে! বিটকয়েন টি-শার্ট কিনতে এই লিঙ্ক এ ক্লিক করুন।


বিটকয়েন বালিশ: ব্লকক্রাফ্ট বিটিসি প্লাশ বালিশ দ্বারা এমব্রয়ডারি করা গোল স্টাফড প্লাশ ক্রিপ্টো বালিশ। বিটকয়েন বালিশ কিনতে এই লিঙ্ক এ ক্লিক করুন।


এটা দেখে সত্যি খুব ভালো লাগছে যে, ক্ষিপ্টোকারেন্সি বা বিটকয়েন এর নামে বিভিন্ন ধরনের পণ্য বা প্রাণীর নাম রাখা হচ্ছে। এটা থেকেই বোঝা যায় যে ক্ষিপ্টোকারেন্সির বাজার দিন দিন প্রসার লাভ করছে।
451  Other / Meta / Re: TalkImg.com - Image hosting for BitcoinTalk on: May 13, 2023, 08:29:26 PM
Quote
Hi @joker_josue,
I am wearing the signature campaign for publishing your recently launched helpful tools named TalkImg.com. Also recently updated my previous post. You can see that link here: TalkImg.Com

Hi @joker_josue,
Here I give advice to use your website which is the most helpful tool for BitcoinTalk.org users. TalkImg.com will be more than beneficial to all Bitcointalk.org users.

Here is the precious reply of Imgur.


452  Other / Meta / Re: Imgur images suddenly became invalid? on: May 13, 2023, 08:09:06 PM
is it just me or posted images that were uploaded on Imgur, copied the BBcode in order to post here suddenly became "invalid"? this might be a dumb question, but anyone has any idea what was the reason for it?

sorry if the thread is unnecessary.

Instead of copying BBcode from Imgur, you can try using TalkImg to upload and post images directly on the forum. This might help avoid any issues with invalid code and make the process smoother for you.

Here is the original post link of @joker_josue. He wants to help BitcoinTalk.org's users.
Regarding your concern to get the link to read. TalkImg.Com
Here is another promotional post for TalkImg.Com

453  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 13, 2023, 03:39:46 AM
গ্লোবাল ক্রিপ্টোকারেন্সি অনারশিপ ডাটা রিপোর্ট - ২০২৩ অনুযায়ী

সারা পৃথিবীতে ৪২০+ মিলিয়নেরও বেশি মানুষ ক্ষিপ্টোকারেন্সির মালিক।

নিচে ২০২৩ সালে সবচেয়ে বেশি ক্রিপ্টোকারেন্সি সংরক্ষণ করা ৫টি দেশের নাম উল্লেখ করা হলো:

১. আমেরিকা - ৪৬ মিলিয়ন
২. ভারত - 27 মিলিয়ন
৩. পাকিস্তান - ২৬ মিলিয়ন
৪. নাইজেরিয়া - ২২ মিলিয়ন
৫. ভিয়েতনাম - ২০ মিলিয়ন

যার মধ্যে পুরুষের সংখ্যা ৬৩% এবং মহিলাদের সংখ্যা ৩৭%। যাদের ৭২% এর বয়স ৩৪ বছরের নিচে। আরো মজার বিষয় হল তাদের ৭১% ব্যাচেলার ডিগ্রী ধারণকারী।

২০২১ সালের ২১ শে অক্টোবরের রিপোর্ট অনুযায়ী।

সবচেয়ে বেশি ক্রিপ্টোকারেন্সি হোল্ডার পাঁচটি দেশের নাম নিচে উল্লেখ করা হলো।

১. ভারত - ১০০ মিলিয়ন
২. আমেরিকা - ২৭ মিলিয়ন
৩. রাশিয়া - ১৭ মিলিয়ন
৪. নাইজেরিয়া - ১৩ মিলিয়ন
৫. ব্রাজিল - ১০ মিলিয়ন

পূর্বের প্রকাশিত একটি রিপোর্ট থেকে এটা জানতে পারলাম।

২০২১ সালে এক নম্বরে থাকা ভারতের অবস্থান ২০২৩ সালে কে দাঁড়ালো দ্বিতীয় অবস্থানে। দ্বিতীয় অবস্থানে থাকা আমেরিকা প্রথম অবস্থানে। চতুর্থ অবস্থানে থাকার নাইজেরিয়া চতুর্থ অবস্থানেই রয়ে গেল।

২০২১ সালে এটা দেখে ভালো লাগলো যে, এই তালিকায় বাংলাদেশের অবস্থান রয়েছে ১২ নম্বরে। অন্যদিকে ২০২৩ সালে ১২ অবস্থানে থাকা বাংলাদেশ গিয়ে দাঁড়িয়েছে ১৭ তম অবস্থানে। এটা দেখেই বোঝা যায় যে, বিশ্বের অন্যান্য দেশগুলো কিপ্টোকারেন্সিতে নিজেদের অবস্থান বৃদ্ধি করছে আর বাংলাদেশ কিপ্টোকারেন্সিতে আরো নিচের দিকে পতিত হচ্ছে।

বাংলাদেশ সরকারের উচিত কিপ্টোকারেন্সিতে নিজেদের সজাগ-দৃষ্টি রাখা।
454  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 10, 2023, 06:33:27 PM
হতে যাচ্ছে, (১৮ থেকে ২০ মে ২০২৩) তিন দিনব্যাপী বিটকয়েনের সবচেয়ে বড় কনফারেন্স “টিক. টক. নেক্সট ব্লগ.”। এখন পর্যন্ত আশা করা যায় মিয়ামিতে এই কনফারেন্সটি হবে পৃথিবীর সবচেয়ে বড় বিটকয়েন কনফারেন্স। এই কনফারেন্সের মাধ্যমে বিটকয়েন হোল্ডাররা জানতে পারবে:-

1. বিটকয়েনের মূল মন্ত্র,
2. বিটকয়েন যখন সবুজ সিগন্যাল নিয়ে সামনের দিকে ধাবিত হয়, তখন তার সেলিব্রেশন টা কেমন হওয়া উচিত,
3. হাইপার বিটকয়েনাইজেশন এর মাধ্যমে বিটকয়েন কে এমন একটি জায়গায় পৌঁছে দিবে, যা বিটকয়েন কে বিশ্বের প্রাইমারি আর্থিক রিজার্ভ হিসেবে গ্রহণ করা হবে। যদি হাইপারবিটকয়েনাইজেশন ঘটতে থাকে, বিটকয়েন সারা পৃথিবীতে আধিপত্য বিস্তার করবে এবং এর সমকক্ষ অন্য কোন মুদ্রাই থাকবে না। ✨

টাকা ঠিক করুন। পৃথিবী ঠিক করুন।
টিকিট পেতে


Kissটিকিটের দাম বেড়েছেKiss




"১৮ থেকে ২০ মে ২০২৩ তিন দিন বিটকয়েন জগতের সবচেয়ে বড় কনফারেন্স "টিক টক নেক্সট ব্লগ" মিয়ামি বিচ। এখানে বিটকয়েন হোল্ডাররা বিটকয়েনের মূল মন্ত্র, হাইপার বিটকয়েনাইজেশন এবং বিটকয়েনের প্রাইমারি আর্থিক রিজার্ভ সম্পর্কে জানতে পারবে। হাইপার বিটকয়েনাইজেশন হল বিটকয়েন যেখানে এটি বিশ্বের প্রাথমিক আর্থিক রিজার্ভ হিসেবে গ্রহণ করা হবে এবং যদি ঘটে তবে বিটকয়েন সারা পৃথিবীতে আধিপত্য বিস্তার করবে।"

"বিটকয়েনের অপ্রতিরোধ্য শক্তিকে সামনে থেকে দেখতে এবং এই বিপ্লবী ধারণার সার্থকতা উদযাপনের জন্য মিয়ামি বিচে "টিক টক নেক্সট ব্লগ" সাথে যোগ দিন। সময় এসেছে সবচেয়ে বড় বার্ষিক অনুষ্ঠানের অংশ গ্রহণ করার এবং একটি অপ্রতিরোধ্য ভবিষ্যতের শক্তির সাক্ষী হওয়ার। হাতছাড়া করবেন না, এই সুযোগে বিটকয়েন জগতের সহকর্মীদের সাথে যোগাযোগ তৈরি করার এবং অপ্রতিরোধ্য শক্তি যা ইতিহাসের অংশ হতে পারে।"

১৮ থেকে ২০ মে ২০২৩ মিয়ামি বিচে ৩ দিনের শিক্ষা, উদযাপন এবং হাইপারবিটকয়েনাইজেশনের জন্য আমাদের সাথে যোগ দিন! ✨🌴

বিটকয়েন ম্যাগাজিন এই পোস্টটি থেকে ঘুরে আসতে পারেন।

455  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 10, 2023, 06:13:50 AM
ChatGPT এবং অন্যান্য AI গুলি আরও বেশি ব্যবহারকারীকে ক্রিপ্টোতে চালিত করতে একটি বড় ভূমিকা পালন করতে পারে


AI ভাষার মডেল হিসেবে, @ChatGPT ব্যবহারকারীদের ক্রিপ্টোতে চালিত করার সাথে সরাসরি জড়িত নয়। যাইহোক, অন্যান্য AI প্রযুক্তি রয়েছে যা এই স্থানটিতে সম্ভাব্য ভূমিকা পালন করতে পারে।
 
একটি উদাহরণ হল মেশিন লার্নিং অ্যালগরিদম, যা বাজারের প্রবণতা বিশ্লেষণ এবং ভবিষ্যদ্বাণী করতে এবং ব্যবসায়ীদের আরও সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করতে ব্যবহার করা যেতে পারে।

আরেকটি উদাহরণ হল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), যা সেন্টিমেন্ট বিশ্লেষণ করতে এবং সোশ্যাল মিডিয়া এবং নিউজ সোর্স থেকে প্রাসঙ্গিক তথ্য বের করতে ব্যবহার করা যেতে পারে, যা ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের জন্য মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে।

উপরন্তু, ব্লকচেইন প্রযুক্তিকে প্রায়ই ক্রিপ্টো শিল্পের মূল চালক হিসাবে দেখা হয়, কারণ এটি মধ্যস্থতাকারীদের প্রয়োজন ছাড়াই নিরাপদ এবং স্বচ্ছ লেনদেন সক্ষম করে। সামগ্রিকভাবে, এআই এবং ক্রিপ্টোর সংযোগস্থলে ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের জন্য নতুন সরঞ্জাম এবং অন্তর্দৃষ্টি আনার সম্ভাবনা রয়েছে এবং স্থানটিতে গ্রহণ এবং বৃদ্ধিকে আরও চালিত করতে সহায়তা করতে পারে।



কারো ভালো লাগলে কয়েন টেলিগ্রাফের পোস্ট থেকে ঘুরে আসতে পারেন
456  Economy / Collectibles / Re: [FREE RAFFLE] 512th ฿ECAUSE I AM STILL IN A GOOD MOOD-DOGE COIN CAR on: May 07, 2023, 02:50:59 PM
1 - roksana.hee

Add please, Thank you.
457  Economy / Goods / Sell Sell Sell Northern Cannabis for Sell on: May 07, 2023, 04:19:32 AM


Introducing Northern Cannabis, one of the top 75 cannabis retail stores in BC! Our store boasts an impressive $2.4 million in sales last year and is still growing month over month. With a projected sales figure of $2.8 million for the next fiscal year, Northern Cannabis is a smart investment opportunity for anyone looking to break into the booming cannabis industry.

We're now offering our thriving store for sale at an asking price of around $3 million. With a bustling location and a dedicated customer base, this is an opportunity you won't want to miss. Plus, our profit last year was $650,000, so you can rest assured that this is a sound financial investment.

Whether you're looking to sell a store or buy a store, Northern Cannabis is the perfect choice. Don't miss out on this chance to own a successful cannabis retail store in one of the hottest markets in Canada. Contact us today to learn more!



Selling Points:

-Northern Cannabis Retail store for sale
-Located in BC, Canada (Northern Cannabis)
-Among the top 75 stores in the province
-Very busy store with monthly sales still growing
-Most recent sales for the year were $2.4 million
-Profit last year was $650,000
-Anticipated sales of $2.8 million for the next fiscal year
-Asking price of around $3 million
-Seeking a buyer to purchase the store
458  Local / Other languages/locations / "হাউস অফ নাকামোতো” বিটকয়েনের একটি দোকান on: May 06, 2023, 06:14:06 AM
“হাউস অফ নাকামোতো” বিটকয়েনের একটি দোকান

"হাউস অফ নাকামোতো" নামে বিটকয়েন এর একটি দোকান ঘুরে বেড়াচ্ছে। বিটকয়েন ম্যাগাজিন - এর টুইটার একাউন্টে এই দোকানটি নিয়ে একটি পোস্ট করা হয়।“হাউস অফ নাকামোটো” নামে এই দোকানটি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দেখা গেছে।



“হাউস অফ নাকামোতো” হল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত একটি সুপরিচিত বিটকয়েনের দোকান। দোকানটি হার্ডওয়্যার ওয়ালেট, মার্চেন্ডাইজ এবং শিক্ষাগত সম্পদ সহ দর্শকরা যাতে বিটকয়েনের পিছনের ইতিহাস এবং প্রযুক্তি সম্পর্কে জানতে পারে এবং বিটকয়েন-সম্পর্কিত পণ্য যেমন হার্ডওয়্যার ওয়ালেট এবং পণ্যদ্রব্য ক্রয় করতে পারে।

হাউস অফ নাকামোতো ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি দ্রুত বিটকয়েন উৎসাহ এবং বিনিয়োগকারীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। দোকানটি বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সির উপর নিয়মিত ইভেন্ট এবং কর্মশালার আয়োজন করে, আলোচনা এবং শেখার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে।

ক্রিপ্টোকারেন্সি রেগুলেশনের ক্ষেত্রে অস্ট্রিয়া তুলনামূলকভাবে প্রগতিশীল হয়েছে এবং বিটকয়েনকে সাধারণত দেশে বৈধ বলে মনে করা হয়। যেমন, দ্য হাউস অফ নাকামোটো খোলাখুলিভাবে পরিচালনা করতে এবং ভিয়েনায় তার ব্যবসা বাড়াতে সক্ষম হয়েছে।

সামগ্রিকভাবে, দ্য হাউস অফ নাকামোতো বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সির ক্রমবর্ধমান মূলধারা গ্রহণের পাশাপাশি ব্লকচেইন প্রযুক্তি এবং এর সম্ভাব্য প্রয়োগের প্রতি ক্রমবর্ধমান আগ্রহের একটি চমৎকার উদাহরণ। এটি পর্যটক এবং স্থানীয়দের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে যারা ক্রিপ্টোকারেন্সির জগতে আগ্রহী।
459  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 04, 2023, 05:26:29 PM
"তুমুল গতিতে যুদ্ধ চলছে, $DOGE কয়েন আর $PEPE কয়েনের মধ্যে, বিশাল ব্যবধানে এগিয়ে চলেছে $PEPE কয়েন, তাহলে $DOGE কয়েন কি হাল ছেড়ে দিয়েছে?”




ক্রিপ্টোকারেন্সি মার্কেটের দুটি জনপ্রিয় ডিজিটাল মুদ্রা হল, $PEPE কয়েন এবং $DOGE কয়েন এর মধ্যে সাপে-নেউলের যুদ্ধ চলছে। ক্রিপ্টোকারেন্সির জগতে আধিপত্য বিস্তারের জন্য চলমান যুদ্ধে, $PEPE কয়েন তার প্রতিযোগীদের, বিশেষ করে $DOGE কয়েন এর উপর একটি উল্লেখযোগ্য নেতৃত্ব বজায় রেখেছে। ক্রিপ্টো মার্কেটের $DOGE কয়েনের যথেষ্ট জনপ্রিয়তা থাকা সত্ত্বেও, $PEPE কয়েন যথেষ্ট ব্যবধান রেখে সমানতালে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যার কারনে অনেকেরই মনে হচ্ছে যে $DOGE কয়েন কি হাল ছেড়ে দিচ্ছে দিয়েছে? এই দুটি ক্ষিপ্ত কারেন্সির মধ্যে তুমুল গতিতে যুদ্ধ চলছে এবং শুধুমাত্র সময়ই বলে দেবে কোনটি চূড়ান্তভাবে বিজয়ী হবে।

যাইহোক, $DOGE এর ভাগ্য অনিশ্চিত, এবং পর্যবেক্ষকরা অধীর আগ্রহে এর পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করছে। ক্রিপ্টোকারেন্সি ক্ষেত্রটি একটি গতিশীল এবং চিত্তাকর্ষক স্থান হিসাবে অব্যাহত রয়েছে, কারণ এই প্রতিযোগীরা আধিপত্যের জন্য লড়াই করে।

কয়েন টেলিগ্রাফের থেকে ঘুরে আসতে পারেন

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"LDL ভাইয়ের জন্য অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা”


@LDL ভাই, এর সিনিয়র মেম্বার রেঙ্ক দেখার জন্য খুব অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি আর হয়তো খুব বেশি দেরি নাই। এই সিনিয়র মেম্বার এন্ড পাওয়ার জন্য আর মাত্র ২৭ দিন অপেক্ষা করতে হবে। আশা করি আগামী মাসের ১ তারিখেই @LDL ভাই, সিনিয়র মেম্বার রেঙ্ক-এ পৌঁছে যাবেন। @LDL ভাইয়ের জন্য অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা রইল। আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আপনার মোস্ট ভ্যালুয়েবল পোস্ট গুলো দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় বসে থাকি।


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"[OPEN] 🔥🔥🔥 COINSLOTTY SIGNATURE CAMPAIGN – 100$ p/w, funds escrowed 🔥🔥🔥”


@Trofo ভাই, একটা সিগনেচার ক্যাম্পেইন নিয়ে আসছেন ১২ সপ্তাহের জন্য। তার পাঁচজন হিরো অথবা লিজেন্ডারি মেম্বার লাগবে, পাঁচ জন সিনিয়র মেম্বার লাগবে, এবং জার্মান লোকাল বোর্ডের থেকে পাঁচজন মেম্বার লাগবে। হিরো অথবা লিজেন্ডারি এবং স্টাফ মেম্বাররা পার পোস্টের জন্য $৪ করে পাবেন, ম্যাক্সিমাম ২৫টি পোস্ট করতে পারবে প্রতি সপ্তাহে। প্রতি সপ্তাহে $১০০ করে পাবেন। আর সিনিয়র মেম্বার$৩.৫ করে পাবে, প্রতিটি পোস্টের জন্য, ম্যাক্সিমাম ২০ পোস্ট করতেপারবে প্রতি সপ্তাহে। প্রতি সপ্তাহে $৭০ করে পাবেন।

কারো ভালো লাগলে পোস্টটি থেকে ঘুরে আসতে পারেন
460  Other / Meta / Re: TalkImg.com - Image hosting for BitcoinTalk on: May 04, 2023, 04:47:57 AM
Quote
@joker_josue,
Congratulations on the launch of TalkImg, a fantastic new image hosting service designed specifically for the BitcoinTalk community. It's great to see a solution to the problem of slow-loading and disappearing images on the forum. The features, including the limitation of image format, size, and usage, along with spam control, will make it a valuable tool for users. It's impressive that no user registration is required, and all hidden information is deleted when uploading. I am excited to see the upcoming features, and I am sure the community will appreciate the effort and support provided by joker_josue. Well done! Smiley



I already use it. Really it's a great invention for BitcoinTalk Community. Also, I'll publish a post on my local Board named    
[Re: বাংলাদেশ (Bengali)].

Hi @joker_josue,
I am wearing the signature campaign for publishing your recently launched helpful tools named TalkImg.com. Also recently updated my previous post. You can see that link here: TalkImg.Com
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 [23] 24 25 26 27 28 29 30 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!