Bitcoin Forum
June 23, 2024, 11:59:30 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 [26] 27 28 29 30 »
501  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 07, 2023, 06:13:24 PM
আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে এই প্রথম এরকম কুইজের আয়োজন করা হয়। কুইজের মাধ্যমে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছি। বাংলাদেশ লোকাল থ্রেডে আজকের এই কুইজটি সত্যিই একটি আশ্চর্যজনক বিষয় ছিল। কুইজ খেলে আমার খুব ভালো লেগেছে এবং মোটামুটি ভালো একটা স্কোর করতে পারছি, এতে আমার আরো বেশি ভালো লাগছে। এত সুন্দর একটা কুইজ আয়োজন করার জন্য @Bounty Inspectors আপনাকে অসংখ্য ধন্যবাদ।


এর সাথে আমি চারটা প্রশ্নের উত্তর পারিনি @LDL; @shasan ভাইয়ের কাছে আমার অনুরোধ রইল, এই চারটি প্রশ্নের সঠিক উত্তর আমাকে একটু জানাবেন।

প্রশ্নগুলো নিচে দেয়া হলো:

1. আমাদের প্রিয় Bitcointalk.org ফোরামের এডমিন কে?
2. সর্ব প্রথম অলটকয়েন (Altcoin) কোনটি?
3. বিটকয়েনটক ফোরামের সর্বপ্রথম সিগনেচার ক্যাম্পেইন পরিচালনা করেন কে?
4. বিটকয়েন কতসালে সর্বপ্রথম 100$ হিট করেছিল?
502  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 07, 2023, 08:48:21 AM
যদি @Binance এবং @Tether_to বের করা হয়ও তার থেকে অধিক শক্তিশালী হবে #Bitcoin.

নিচে এর স্বতঃস্ফূর্ত ভোট দেখলেই বোঝা যায়।


সোর্স লিংক: https://twitter.com/Bitcoin/status/1640385978513895425?s=20

==================================================================================================================

গত এক সপ্তাহে বাংলাদেশের লোক থ্রিডে কিছু পোস্ট বেড়েছে। তাদের মধ্যে এখনো সর্বোচ্চ পোস্ট করার জায়গাটি কি ধরে আছেন @Little Mouse ভাই। আমাদের জন্য সুখবর এটাই যে, @crypto Library ভাই তৃতীয় পজিশনে অবস্থান করছেন। এভাবেই আমরা দেখতে পাব ক্রিপ্ট লাইব্রেরী ভাই আস্তে আস্তে এক নম্বর পজিশনে অবস্থান করবে।

শীর্ষে দশজন পোস্টদাতার নাম ও পোস্ট সহ উল্লেখ করা হলো।
১. @Little Mouse  ৩৮৪ পোস্ট।
২. @Review Master  ২৭৫ পোস্ট।
৩. @crypto Library   ১৫৯ পোস্ট।
৪.  @Sammikhan  ১৫৮ পোস্ট।
৫. @shasan ১২৬ পোস্ট।
৬. @LDL ৮৫ পোস্ট।
৭. @naim027 ৭৯ পোস্ট।
৮. @Gripson ৭০ পোস্ট।
৯. @Dtalk ৬৫  পোস্ট।
১০. @wtsimis ৬৫ পোস্ট।


সোর্স লিংক: https://ninjastic.space/topic/631891.0
503  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 05, 2023, 08:23:17 PM
শুভ জন্মদিন! সাতোশি নাকামোতো

কয়েন আলাপ ডটকম এ একটা পোস্ট দেখলাম, সাতোশি নাকামোতোর জন্মদিন কি এপ্রিলে?

এখানে বলা হয়েছে যে, সাতোশি নাকামোতো একজন ইন্ডিভিজুয়াল মানুষ। তিনি ৫ এপ্রিল “P2PFoundation.ning.com”-এ তার বিখ্যাত ছদ্মনামটি নিবন্ধন করেছিলেন। আবার এমনও হতে পারে, সাতোশি নাকামোতো হয়তো কোন দলভুক্ত ছদ্মনাম নয় তার জন্ম সম্ভবত ১৯৭৫ সালের ৫ এপ্রিল। সেই হিসেবে ৫ এপ্রিলকে তার জন্মদিন হিসেবে গণনা করা হয়। তিনি একজন মাস্টার মাইন্ড ছিলেন, মানুষ হয়েই তিনি জন্মেছিলেন এবং হয়েছিলেন “মায়েস্ট্রো”।

সোর্স লিংক: coinalap.com/সাতোশি-নাকামোতোর-জন্মদিন/

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

অন্যদিকে, উইকিপিডিয়া রিসার্চ করে জানতে পারলাম যে, ১৮ই আগস্ট ২০০৮-এ, ডোমেইন নাম bitcoin.org নিবন্ধিত হয়। ডোমেন রেজিস্ট্রেশন লিংক: https://prnt.sc/u5OXbSAdebR5 .সেই বছরের ৩১ অক্টোবর, বিটকয়েন: একটি পিয়ার-টু-পিয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম শিরোনামে সাতোশি নাকামোটোর লেখা একটি পেপারের একটি লিঙ্ক একটি ক্রিপ্টোগ্রাফি মেইলিং তালিকায় পোস্ট করা হয়েছিল। প্রথম পোস্ট লিঙ্ক: https://bitcoin.org/bitcoin.pdf একটি কাগজ "বিশ্বাসের উপর নির্ভর না করে ইলেকট্রনিক লেনদেনের জন্য একটি সিস্টেম" হিসাবে বর্ণনা করা হয়েছে এমন একটি পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্ক ব্যবহার করার বিস্তারিত পদ্ধতি। ৩ই জানুয়ারী ২০০৯ - এ, সাতোশি নাকামোটো বিটকয়েনের জেনেসিস ব্লক (ব্লক নম্বর 0) খননের মাধ্যমে বিটকয়েন নেটওয়ার্ক অস্তিত্বে আসে, যার পুরষ্কার ছিল 50 বিটকয়েন। জেনেসিস ব্লকে এটি পাঠ্য ছিল। চ্যান্সেলর এর মাধ্যমে, ৩ই জানুয়ারী ২০০৯ - এ প্রকাশিত টাইমস-এর একটি শিরোনাম উল্লেখ করে একটি লেখা প্রকাশিত হয়। প্রথম “ওপেন-সোর্স” বিটকয়েন ক্লায়েন্ট ৯ই জানুয়ারী ২০০৯ - এ মুক্তি পায়, “সোর্সফোর্জে” হোস্ট করা হয়েছিল।

ওপেন-সোর্স https://web.archive.org/web/20140326174921/http://www.mail-archive.com/cryptography@metzdowd.com/msg10142.html

সোর্সফোর্জে: https://sourceforge.net/p/bitcoin/news/


এই পোস্টটির মাধ্যমে আমি কিছু তথ্য জানতে চাচ্ছিলাম সিনিয়র ভাইদের কাছে যে,
"সাতোশি নাকামোতো" আসলে কি একজন মানুষ নাকি কোন বস্তু ছিল।?
বিটকয়েনের জন্মদিন ৫ই এপ্রিল নাকি ৯ই জানুয়ারি বলা হয়ে থাকে?

জানিনা, এই পোস্টটা আগে কখনো করা হয়েছে কিনা? যদি আমার এই পোস্টটিতে কোন ভুল থাকে, "দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।"
504  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 03, 2023, 05:40:59 PM
Quote
অনেক পথ হাটা এখনও বাকি।

জি @tjtonmoy ভাই আপনার এই কথাটা খুব ভালো লাগছে আসলেই অনেকটা পথ এখনো বাকি। যাই হোক ভাই আপনার মনের আশা পূরণ হোক, আমাদের জন্য দোয়া করবেন। সবসময় আমাদের পাশে থাকবেন আশা করি সব সময় ভালো পরামর্শ দিবেন। আপনার শিক্ষনীয় পোস্ট থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছি।

নতুন পজিশনে ইমপ্রুভ হওয়া মানে, একজন ব্যক্তির নতুন করে জন্মগ্রহণ করার মত। BitcoinTalk Forum-এ আপনার নতুন জীবন আরো সমৃদ্ধশালী হয়ে উঠুক। এই দোয়া করি, আমিন।
505  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 03, 2023, 03:39:56 PM
আপনি বাঙালি? ক্রিপ্টো বিষয়ে উৎসাহী? আসুন কথা বলি...



@ahad92 আপনি একাউন্ট ক্রিয়েট করতেই না করতে বাংলাদেশ লোকাল বোর্ডের ওপি @BitcoinDream এর সিগনেচার কোড কপি করে নিয়ে এসেছেন। এই ধরনের কপি করা পোস্ট করা উচিত হয়নি। এইতো বাঙালি নিজের জ্ঞানে ভেবেচিন্তে বিটকয়েন সম্পর্কে ভালো কোন তথ্য নিয়ে পোস্ট করেন।
সামান্য বাংলা ভাষায় নিজের মত একটি পোস্ট করতে পারেননি।

@Popkon6, @Mr.corol আপনারা দুইজন খুব যথার্থই বলেছেন, আসলে কপি পেস্ট করা ভয়ংকর রকমের একটা অন্যায় অপরাধ। আপনি শুধু কপি-পেস্ট করে আপনার নিজের ক্ষতি করবেন তা না আমাদের এই বাংলাদেশ নামক যে লোকাল বোর্ড আছে, @ahad92 আপনি একাই নষ্ট করে দেয়ার জন্যই যথেষ্ট।

হ্যাঁ, আর একটা কথা। এই বাংলাদেশে অনেক ভাইয়ারা ছিল যারা শুরুর দিকে বাংলাদেশ লোকাল বোর্ড এসে পোস্ট করে, কিছু মেরিট অর্জন করে, জুনিয়র মেম্বার পদে উন্নতি লাভ করে, তারপর অন্য বোর্ডে হারিয়ে যায়। আসলে এরা হারিয়ে যাওয়ার জন্যই এখানে আসে। এরা নিজেদের সুবিধার জন্য এখানে আসে। এখান থেকে কিছু সুবিধা গ্রহণ করে তারপর হারিয়ে যায়।

এরা জুনিয়র মেম্বার পদোন্নতি লাভ করার পরেই বাউন্টি ম্যানেজার হিসেবে কাজ করা শুরু করে দেয়, বাউন্টি ম্যানেজার হিসেবে কাজ করে। অনেকেই আবার কোন কাজ না পেয়ে হারিয়ে যায়। আসলে সবাই যে সাকসেস হয় এমনটা না। আসলে ভাই কিছু পেতে হলে কিছু দিতে হয় কিন্তু যারা অল্পতেই ব্যস্ত হয়ে পড়ে ইনকাম করার জন্য তারা আসলে দিনশেষে কিছুই করতে পারে না।

@ahad92 ভাই আপনি সবেমাত্র জয়েন করছেন, বাংলাদেশ এই লোকাল বোর্ডে প্রথম যে পোস্ট ছিল বিটকয়েনড্রিম ভাই, তার পোস্টটি কপি করলেন। আপনার জন্য আমার পরামর্শ রইল যদি এই বোর্ডে নিজেকে সমৃদ্ধ করতে চান তাহলে অবশ্যই কপি পোস্ট করা থেকে বিরত থাকবেন, এটা মারাত্মক ধরনের অন্যায়।
506  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 03, 2023, 02:30:34 PM
বাংলাদেশ লোকাল বোর্ডের পক্ষ থেকে @tjtonmoy ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আমি মন থেকে খুব গর্বিত অনুভব করছি @tjtonmoy ভাই-এর সিনিয়র মেম্বর পদে প্রমোশন পাওয়ার জন্য। আশা করি আপনি খুব তাড়াতাড়ি হিরো মেম্বার এবং তারপর পরবর্তীতে লিজেন্ডারি মেম্বার হয়ে উঠবেন। আসলে খুব ভালো লাগে যখন দেখি বাংলাদেশ থেকে কেউ একজন কোন বড় এচিভমেন্ট করতেছে। এটা আসলে সারা বাংলাদেশের গর্ব। আমি @tjtonmoy ভাই-এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।

আসলে @tjtonmoy ভাই আমার প্রিয়দের মধ্যে একজন। আমি উনাকে প্রতিনিয়ত ফলো করি। উনার পোস্টগুলো পরি খুব মনোযোগ দিয়ে এবং ওনার পোস্ট থেকে অনেক কিছু শিখি। আমি আশা করি, বাংলাদেশ এই লোকাল বোর্ড থেকে আরো অনেকেই খুব শীঘ্রই সর্বোচ্চ পদে উন্নতি হবে।

তাদের মধ্যে
@tjtonmoy
@LDL
@Popkon6
@Mr.corol
@NicNacCoin
@BTC_Mouse
@Bitcoin_people
@Crypto Library
@Learn Bitcoin
@Crypto Networks

আমি আপনাদের সবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং খুব শীঘ্রই আপনাদের থেকে একটি ট্রিট আশা করি।


507  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 03, 2023, 04:02:51 AM
Quote
আপনি খুব সুন্দর ভাবে এনালাইসিস করেছেন। আপনার এনালাইসিস গুলো সঠিক হয়েছে। ম্যারিড কমবেশি হওয়ার কারণ হয়তোবা মেরিট আপডেট হতে ওদের কিছু সময় লাগে। এমনকি বিটকয়েন টক ফোরামেও কিছুটা সময় লাগে। আবার প্রোফাইল পিকচার যখন চেঞ্জ করি তখনও কিন্তু ফোরামের প্রোফাইল পিকচার ভিসিবল বা দৃশ্যমান হতে অনেকটা সময় লাগে। কাজেই এটা সম্ভবত খুব বড় একটা সমস্যা নয়।

ধন্যবাদ @shasan ভাই, সুন্দরভাবে বিষয়টা বুঝিয়ে দেয়ার জন্য কিন্তু আমার যেটা মনে হয়। সেটা হচ্ছে যে, একটু সময় নিতে পারে "বিটকয়েনটক ফোরাম" কারণ এর ইউজার সংখা অনেক কিন্তু যে টুলসটা দিয়ে এটা পরীক্ষা করা হয়েছে সেটা আমার মনে হয় একটু বাগ আছে। এটা ঠিক করা প্রয়োজন।
508  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 02, 2023, 11:56:01 PM
Quote

@DdmrDdmr, ভাই এর https://public.tableau.com/ টুলসটা এনালাইস করে দেখলাম যে, এই টুলসটা নিঃসন্দেহে একটা হেল্পফুল টুলস। কিন্তু আমি পরীক্ষামূলকভাবে @LDL ভাইয়ের ইউজার নেমটা সার্চ করে দেখলাম যে, এই পোস্টটা কিছু ভুল রিপোর্ট শো করতেছে, যেমন @LDL ভাইয়ের মেরিড হচ্ছে ৩১৯ টা কিন্তু এখানে শো করতেছে ৩০৯ টা। তাছাড়া অন্যান্য যে ফিচারস গুলো দেখলাম রিসিভ মেরিড, সেন্ড মেরিট, কোন মাসে কত মেরিট পেয়েছেন, কোন মাসে ডোনেট করেছেন, এই সবগুলাই মোটামুটি আমার খুব ভালো লেগেছে। তাই আমার মনে হয় আপনার এখান থেকে যে তথ্যগুলি নিবেন একটু যাচাই-বাছাই করে নিবেন।

আর আমি @LDL ভাইকে সত্যিই আমার প্রশংসায় রাখবো এজন্য যে, তিনি ২০২২ সালের অক্টোবর মাসের 19 তারিখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এত দ্রুত যে এত ভালো একটা পজিশনে চলে যাবেন। সত্যি @LDL ভাই এর জন্য আমার গর্ব হচ্ছে।



Check Link: https://public.tableau.com/app/profile/ddmrddmr/viz/BitcointalkMeritDashboard/PersonalSummary



Profile Link: https://bitcointalk.org/index.php?action=profile;u=3511520
509  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 29, 2023, 02:51:37 PM
BitcoinTalk এ আপনাকে স্বাগত। এখানে আপনাকে ঘিরে রয়েছে অজস্র কিংবদন্তি। একদিকে যেমন রয়েছে অনবদ্য সাফল্য, অন্যদিকে তেমনি রয়েছে অভাবনীয় ব্যর্থতা। BitcoinTalk তৈরি করেছিলেন সাতোশি নাকামোতো। এখানে আমরা দেখেছি বিশ্বের প্রথম exchange, প্রথম altcoin এবং প্রথম ICO। আবার দেখেছি অভাবনীয় Software ত্রুটি, ব্যাপক চুরি এবং অবিশ্বাস্য জালিয়াতি। আপনার কাছেও সুযোগ রয়েছে BitcoinTalk এর ইতিহাসের অংশ হয়ে ওঠার: শুধু কখন আর কিভাবে, সেটা নির্ভর করছে আপনার উপর।


এখানে বাংলা ভাষা ব্যবহারের জন্যে সকলকে অনুরোধ জানানো হচ্ছে। বাংলা হরফে লিখতে Google Transliteration tool টি ব্যবহার করতে পারেন। BitcoinTalk বা অন্য কোনো portal থেকে সরাসরি কিছু copy-paste করে দেবেন না। নিজের ভাষায় লিখুন। 'সুপ্রভাত', 'শুভ রাত্রি', 'কেমন আছেন', 'কি করছেন' জাতীয় নিম্নমানের post করা থেকে বিরত থাকুন। এই ধরণের post delete করা হবে এবং account ban করাও হতে পারে। নবাগতদের জন্যে গুরুত্বপূর্ণ কিছু লেখা নিচে সংকলিত করা হলো...

১. আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী?

২. বিটকয়েনটক ফোরামের নতুন ব্যবহারকারীর প্রশ্ন-উত্তর পর্ব

৩. ভালো পোষ্টদ্বাতা হয়ে উঠুন!

৪. মেরিট সংক্রান্ত ধারণা

৫. ট্রাস্ট সিস্টেমের সঠিক ব্যবহার

৬. সার্ভিস বোর্ডের মাধ্যমে আয় করার উপায়

৭. বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন

বাংলাদেশের নিজস্ব sub-forum এর আবেদন - https://bitcointalk.org/index.php?topic=4455886.0

বাংলাদেশের নিজস্ব Merit Source এর আবেদন - https://bitcointalk.org/index.php?topic=5277099.0



@BitCoinDream ভাই, বাংলাদেশ লোকাল থ্রিডের প্রথম পোষ্টদাতা। যার হাত ধরে বাংলাদেশ নামক একটি থ্রিডের উন্মোচন হয়। @BitCoinDream ভাইয়ের এই প্রথম পোস্টটা বাংলাদেশি নতুন ভাইদের জন্য খুবই হেল্পফুল একটা টপিক। আমার মনে হয় Bitcointalk বাংলাদেশে যারা নতুন জয়েন করতেছেন তাদের সবারই এই @BitCoinDream ভাইয়ের প্রথম পোস্টটা খুব মনোযোগ দিয়ে রিসার্স করা।

আমার মনে হয়, কোন নতুন ভাই যদি Bitcointalk বাংলাদেশে আসে এবং এই প্রথম পোস্টটা না পড়ে তাহলে সে অনেক মূল্যবান কিছু থেকেই দূরে থাকবে। প্রথম বাংলাদেশি প্পোস্টদাতা হিসেবে এবং মূল্যবান একটা পোস্ট হিসেবে @BitCoinDream ভাইয়ের এই পোস্টটা খুবই সামান্য পরিমাণ মেরিট প্রাপ্ত হয়েছে। @BitCoinDream ভাইয়ের এই পোস্টটা আরো বেশি মেরিট পাওয়ার যোগ্য। আমাদের সবার উচিত, যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান দেয়া।
510  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 26, 2023, 07:00:50 PM
এই বাংলাদেশে সব কিছুরই অনেক দাম। তার উপর ভাই, পাকা মরিচ যদি মালা তৈরির কাজে ব্যবহৃত হয়। তাহলে তো বাংলাদেশে মরিচই খুঁজে পাওয়া যাবে না। একবার যদি মরিচ দিয়ে মালা তৈরির কাজ শুরু হয়ে যায়, তাহলে কিন্তু মরিচ দিয়েই যাবতীয় সব সংবর্ধনা দেয়া হবে। তাহলে কিন্তু তরকারি রান্নায় এই লাল মরিচ পাওয়া যাবে না। মরিচ পাওয়া যাবে সংসদ ভবনে। কারন সেখানে তো যাবতীয় সংবর্ধনা দেয়া নিয়ে সবাই ব্যস্ত থাকবে।

Quote
মরিচ দিয়ে মালা তৈরি করা
কাজকে নিউৎসাহিত করা হোক।

ঝাল লাইফ যদি বিউটিফুল লাইফ হয, বলেন তাহলে মিষ্টি লাইফের কি হবে?





উৎস লিংক: https://www.facebook.com/BeautifullyLifes/photos/a.474807147219906/962602281773721/
511  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 23, 2023, 11:06:22 PM
Quote
Snip

ক্রিপ্টোকারেন্সি স্পেসে দুবাইয়ের অগ্রগতি লক্ষণীয়, এবং শহরটি ব্লকচেইন এবং ক্রিপ্টো উদ্ভাবনের জন্য একটি গ্লোবাল হার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার দিকে উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে চলেছে। এর পাশাপাশি, দুবাই সরকার "DubaiPay Blockchain" নামে নিজস্ব ব্লকচেইন-ভিত্তিক অর্থপ্রদানের ব্যবস্থাও চালু করেছে, যা সরকারি পরিষেবার জন্য অর্থপ্রদানের প্রক্রিয়াকে সহজ করা এবং লেনদেনের খরচ কমানোর উদ্দেশ্যে।
512  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 21, 2023, 04:55:53 PM
আপনারা ইতিমধ্যেই শুনতে পাচ্ছেন যে ‌‌‌‌tisnaislam111 ভাইয়ের আইডি  ব্যান্ড  হয়েছে কি কারনে ব্যান করা হয়েছে তাও আপনারা জানেন তাই কেউ কপি পোস্ট করবেন না এবং
বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন ভালো করে পড়ে তারপর এখানে পোস্ট করবেন না আর এমন কোন পোস্ট করবেন না যাতে আপনার আইডি ব্যান্ড হয়ে যায়


প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই সুন্দর পরামর্শ দেয়ার জন্য। tisnaislam111 ভাইয়ের আইডি  ব্যান্ড  হয়েছে কি কারনে তাও আপনারা জানেন। @Terrible99 ভাই আপনাকে বলছি, আপনি যে এত বড় একটা পোস্ট করলেন কিন্তু পোষ্টের মধ্যে কোথাও দাড়ি কমা নাই। আপনাকে আগে দাড়ি, কোমার ব্যবহার বুঝতে হবে। আর কপি-পেস্ট করলে তার শাস্তি তো আপনারা সবাই সামনাসামনি দেখতে পেলেন। তাই আশা করি যারা নতুন আছেন, তারা অন্য কারো পোস্ট হুবহু কপি করবেন না।


Quote
বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন ভালো করে পড়ে তারপর এখানে পোস্ট করবেন না

@Terrible99 ভাই আর একটা কথা, আপনি এই লাইনটি দ্বারা কি বুঝাতে চাইছেন আসলে আমি এখানে কিছু বুঝতে পারি নাই। আপনি এখানে বলেছেন, "বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন ভালো করে পড়ে তারপর এখানে পোস্ট করবেন না। মানে আপনি এখানে সবাইকে নিয়মকানুন জেনে পোস্ট করতে মানা করতেছেন। ভাই আসলে, কোন পোস্ট করার আগেই সম্পূর্ণ পোস্টটা আপনাকে চেক করে তারপর পোস্ট করা উচিত। আর ভাই আমার ব্যবহারে কষ্ট নিবেন না। ধন্যবাদ, আশা করি সবাই বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন ভালো করে পড়ে ভালো ভালো পোস্ট করবেন যাতে আমাদের এই বাংলাদেশ ফোরামটি আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে।
513  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 20, 2023, 02:18:16 PM
বন্ধ হয়ে গেল আরও একটা ক্রিপ্টোকারেন্সি জালিয়াতি সাইট। এই সাইটটি ২০১৭ সালের শুরু হওয়ার পর থেকে প্রায় ২.৭৩ বিলিয়ন মূল্যের ১, ৫২, ০০০ বিটকয়েন পাচার করেছে। এই অপরাধীরা আইন প্রয়োগকারী সংস্থাকে ফাঁকি দিয়ে কাজ করে যায়। এরা সাধারণত কাজ করে ক্রিপ্টোকারেন্সি মিক্সার ব্যবহার করে, তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো “চিফ মিক্সার”। প্ল্যাটফর্মটি বিটকয়েন, ব্লকচেইন লেনদেনগুলিকে আলাদা করার অনুমতি দিয়ে একটি পরিষেবা অফার করেছিল, যা ক্রিপ্টোকারেন্সির গতিবিধি ট্রেস করা প্রায় অসম্ভব করে তুলেছিল। পাঁচটি দেশ জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, পোল্যান্ড এবং সুইজারল্যান্ডের কর্তৃপক্ষ ক্রিপ্টোকারেন্সি মিক্সার সাইট চিপমিক্সার জব্দ করার জন্য একসাথে কাজ করেছে দীর্ঘদিন, অবশেষে এর ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে এবং এর চারটি সার্ভার দখল করেছে।


উৎস লিঙ্ক:https://www.coinalap.com/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%95%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%A6
514  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 18, 2023, 08:32:30 PM
@Little Mouse
@shasan
@Crypto Library
@Learn Bitcoin

এই চার ভাইয়ের কাছে আমার একটি ছোট্ট জিজ্ঞাসা আছে। দীর্ঘদিন ধরে মনের ভিতর একটা প্ল্যান এঁকে রেখেছি কিন্তু সেটা প্রকাশ করিনি আজ সেটা আপনাদের কাছে প্রকাশ করছি। আমার বিবাহিত জীবনে একটি মাত্র কন্যা সন্তান রয়েছে বয়স দুই বছর হবে । অনেকেই সন্তানের জন্য অনেক কিছু করে কিন্তু আমি আপাতত আমার সন্তানের জন্য তেমন কিছুই করছি না। তবে এখন থেকে সংকল্প নিচ্ছি আমার সন্তানের জন্য ভবিষ্যতের জন্য কিছু রেখে যাব সেজন্য আমি সিগনেচার ক্যাম্পেইন থেকে যে পরিমাণ ডলার পাব তার অর্ধেক আমি ভবিষ্যতের জন্য সঞ্চয় করব। আমি সচরাচর বাইনান্স এক্সচেঞ্জ ওয়ালেটে আমার যাবতীয় ডলার সঞ্চয় করে রাখি। কিন্তু ইদানিং Centralised এক্সচেঞ্জ এর প্রতি মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে। আমি আর বাইনান্সি এক্সচেঞ্জে আমার ডলার জমা রাখতে চাচ্ছি না। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হার্ডওয়ার ওয়ালেট ছাড়াও এমন কোন সফটওয়্যার ওয়ালেট আছে যেখানে আমার ক্রিপ্টোকারেন্সি ্ জমা রাখতে পারব। আমি এর আগে এই বিষয় নিয়ে পোস্ট করেছিলাম @shasan ভাই আমাকে কয়েকটি ওয়ালেটের কথা বলেছিল কিন্তু আমার এই মুহূর্তে সেগুলো স্মরণে নাই। তাই যদি আপনারা কষ্ট করে আবার ঐ সমস্ত ওয়ালেটের কথা আরেকবার বলতেন তাহলে আমার জন্য অনেক উপকার হত।
যেটা আপনাকে আপনার Seed Phrase বা প্রাইভেট কি দিবে না। Not Your Keys, Not Your Coins.

ধন্যবাদ @Learn Bitcoin ভাই, আপনার পোস্টে আপনি উল্লেখ করেছেন যে, প্রাইভেট কি, কি? আমি প্রাইভেট কি নিয়ে কিছু কথা বলব। প্রাইভেট কি খুবই গুরুত্বপূর্ণ একটা এলেমেন্ট ফর কিপ্টো সেভিংস। এই প্রাইভেট কি নিয়ে আমার ভয়ানক একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে। গত ২০১৭ সালে আমি কিছু ডগি কয়েন স্ট্রোক করেছিলাম যেটা আমি রেখেছিলাম ৫ বছরের জন্য, মানে 2022 সালে সেটা সেল করব চিন্তা করে এটাকে আমি স্টক করেছিলাম। কিন্তু আমি “https://dogechain.info/wallet/” যখন আমার এই "ডগি কয়েন" স্টক করার জন্য ওয়ালেট টা খুলি তখন ওরা কোন "প্রাইভেট কি" দিয়েছিল না। আমার একটা রুমমেট ছিল ময়মনসিংহের একটা ছেলে, সে আমার ল্যাপটপ থেকে কুকিজ এর মাধ্যমে আমার ডগি কয়েন ওয়ালেটের এক্সেস টা নিয়ে নেয়। যার ফলে সে আমার অনুপস্থিতিতে আমার ওয়ালেট থেকে ২ লাখ ডগি কয়েন তার নিজের একাউন্টে সরিয়ে নেয়। তাই আমি আপনাদের সবাইকে বলবো যে ওয়ালেট একটি “প্রাইভেট কি” দেবে না অবশ্যই সেই ওয়ালেট গুলো ব্যবহার করবেন না।

২০১৭ সালে এই ডগি কয়েন আমি কিনেছিলাম টু টাইমস।

1,00,000 coins x 0.12 (tk) = 12,000 tk
1,00,000 coins x 0.25 (tk) = 25,000 tk

Total: 2,00,000 coins x 0.37 = 37,000 tk

২০২১ সালের ৮ মে, এই ডগি কয়েনের ভ্যালুটা $0.74 সেন্টে পৌঁছে যায়।


515  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 18, 2023, 09:25:47 AM
আসসালামু আলাইকুম

আমি একটি সমস্যায় পড়েছি। আমি ৩০ টি Activity বানাতে পারছি না। এবং আমার আইডি jr member হচ্ছে না। কেউ কি বলতে পারবেন? Jr member আইডি বানাতে কতো দিন সময় লাগে? সবার কাছে সাহায্য চাই।

ধন্যবাদ



আপনার তো এক্টিভিটি বানানোর প্রয়োজন নাই। আপনি পোস্ট করে যান, সময় হইলে অ্যাক্টিভিটি বেড়ে যাবে। আগামী ২২ তারিখে আপনার এক্টিভিটি বেড়ে যাবে। নিচের লিংক থেকে আপনি দেখতে পাবেন।

এক্টিভিটি লিংক: https://docs.google.com/spreadsheets/d/12saLhlUoqIdairxzuSPu6EYGrt7FN2lOstO1yDjCEbA/edit#gid=1012758442




516  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 18, 2023, 07:22:50 AM
সবাই শুধু কিভাবে র‍্যাংক বাড়ানো যায় কিংবা কিভাবে আর্ন করা যায় সেই চিন্তায় আছেন।বিটকয়েনটকে যে আমাদের কোন নিজস্ব বোর্ড নাই সে চিন্তা কি একবার ও করেছেন? আমাদের কোন অবস্থান নাই, এর কারন কি?
কারন আমাদের মধ্যে বন্ডিং নাই, আমরা সবাই যে যার কাজে ব্যস্ত।আসুন সবাই মিলে এইখানে বাংলাদেশের একটা লোকাল আলাদা সেকশন এর চেষ্টা করি।তাহলে সেটা কাজে লাগবে সবার।

কে কে আমার সাথে আছেন, যারা প্রতিদিন বিটকয়েনটকে আসেন?
এইখানে কমেন্ট করুন।

বাক স্বাধীনতার অধিকার সবারই আছে, কিন্তু বাক স্বাধীনতা মানে এই না যে সীমার বাইরে যেয়ে কোন কিছু বলা বা অপ্রাসঙ্গিক কোন বিষয়ে নিয়ে আলোচনা করা। আসলে এখানে বাক স্বাধীনতাকে সীমিত করার বিষয়ে বলা হয়েছে, এটি এমন একটি সম্প্রদায় গড়ে তোলার বিষয়ে বলা হয়েছে যে, মানুষ অপ্রাসঙ্গিক এবং অযৌক্তিক বিষয় নিয়ে কথা বলে অর্থপূর্ণ আলোচনা থেকে দূরে সরে না যায়।

বাংলাদেশ নামক এই থ্রেডটি মূলত এমন একটা জায়গা যা বিনোদনমূলক জায়গা নয়, বরং এমন একটা জায়গা যেখানে সমস্যার উত্তর খুঁজে পাওয়া যায়। প্রতিটি পোস্ট ও থ্রেড এখানে ভ্যালু বৃদ্ধি করে, প্রতিটি মানসম্মত পোষ্টের জন্য এখানে পুরস্কার দেয়া হয়। এই থ্রেডটিকে সামনের দিকে এগিয়ে নিতে, কিছু নির্দিষ্ট নিয়মকানুন অনুসরণ করা আবশ্যক। একটি উন্নয়নশীল সম্প্রদায় গড়ে তুলতে চাইলে, আসুন আমরা সবাই মিলে অপ্রাসঙ্গিক এবং অযৌক্তিক পোস্ট না করে, মানসম্মত পোস্ট করে, এই সম্প্রদায়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।

কিছু নির্দেশিকা:

1. বাক স্বাধীনতা- আপনি এখানে যেকোন কিছু বলতে পারেন যতক্ষণ না এটি অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় হয় এবং ভদ্রভাবে উপস্থাপন করুন। যদি আপনার পোস্ট হয়, কাউকে কমিটমেন্ট করা আর চিৎকার করা, তাহলে এই ধরনের পোস্টগুলা হয়তো খুব তাড়াতাড়ি মডারেটরের মাধ্যমে রিমুভ করা হবে।

2. শূন্য মূল্যের কোন পোস্ট- যেমন কোন কিছু বিক্রয় করা।

3. কোন অর্থহীন বা  অমজাদার পোস্ট না করা।

4. কোন স্প্যাম রেফারেল কোড পোস্ট না করা।

5. কাজের জন্য নিরাপদ না এমন বিষয়বস্তু পোস্ট না করা।
517  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 17, 2023, 02:44:45 PM
"ঝুঁকিতে ইথার ওয়ালেট", সার্কেল অদলবদল কেলেঙ্কারিতে পড়বেন না: আপনার ইথার ওয়ালেটকে ডিপেগ ভয় থেকে রক্ষা করুন। স্ক্যামাররা 'সার্কেল সোয়াপ' স্কিমের সাথে ইউএসডিসি ডিপেগ উদ্বেগকে শোষণ করে, ইথার চুরি করে। এই অনলাইন কেলেঙ্কারি কি কোনদিন শেষ হবে না?

উৎস লিঙ্ক: https://protos.com/circle-swap-scam-exploits-usdc-depeg-fears-drains-ether-from-wallets/
518  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 16, 2023, 04:18:45 PM
আমি বাংলাদেশ ফরমে অনেকগুলো ইম্পরট্যান্ট পোস্ট করেছি কিন্তু এ পর্যন্ত কোন মেরিট পাইলাম না সব সিনিয়র ভাইদের বলতেছি আপনারা আমার পোস্টগুলো একটু দেখবেন প্লিজ আমি অনেক কষ্ট করে পোস্টগুলো করছি কিন্তু আমি এখনো কোন সাফল্য পাইনি সবাই দেখি কমবেশি ম্যারিড পাচ্ছি আমি এই ফর্মে নতুন তাই সিনিয়র ভাইদের হেল্প প্রয়োজন তাদের হেল্প পেলে আমার মনে হয় আমি কিছু করতে পারবো তাই সিনিয়র ভাইয়েরা একটু হেল্প করবেন আর এই ফোনে কিছু লোক দেখতেছি তারা অনেক ভালো মনের মানুষ এবং সবাইকে তারা হেল্প করতেছে আমার মনে হয় তারা আমাকেও হেল্প করবে আর আমি দোয়া করি সব সিনিয়র ভাইয়েরা জীবনে আরও অনেক বড় হন আর আমার পোস্টে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার চোখে দেখবেন কারণ আমি নতুন আর এই পোস্ট দেখে যদি কারো ভালো লাগে তাহলে আমাকে ম্যারিড দিয়ে যাবেন প্লিজ ধন্যবাদ সবাইকে

আসলে ভাই মেরিট ইংরেজি শব্দ মেরিট মানে যোগ্যতা। আপনার যদি কোন যোগ্য পোস্ট মানসম্মত ও কোয়ালিটি সম্পন্ন পোস্ট হয় । তাহলে আপনাকে আপনা আপনি সিনিয়র ভাইয়েরা মেরিট সেন্ড করবেন। আপনি চিন্তা করে দেখেন আপনার কোন পোস্টটি মেরিট পাওয়ার যোগ্য পোস্ট হয়েছে ? আজকে আপনি একের অধিক কপি পেস্ট করেছেন। আপনাকে সতর্ক করে দেওয়ার পরেও আবার আপনি কপি পেস্ট করেন। তাহলে আপনিই ভেবে দেখেন কিভাবে আপনি মেরিট পাবেন।
আপনি এই লিংকে মেরিট সংক্রান্ত ধারণা দেখে নিন।

কোন চুরি না, কোন কপি পেস্ট না, কোন খারাপ কার্যকলাপ না।

আসলে শর্টকাট সাফল্যের সঠিক উপায় না। আমাদের দেশের বেশিরভাগ মানুষ এই খারাপ কাজটা করে। আসলে বেশিরভাগ মানুষ ভুলে যায় যে, শর্টকাট উন্নতির সঠিক ও সহজ রাস্তা না। কেউ যদি শর্টকাট অবলম্বন করে দ্রুত সময়ে সাফল্যের শিখরে আরোহন করে এবং সে খুব দ্রুতই সেই সাফল্যের শেখর থেকে তার চেয়ে দ্বিগুণ গতিবেগে নিচে পড়ে যায়। শর্টকাট হল শয়তানের কার্যকলাপ, শয়তান মানুষকে এই খারাপ অভ্যাস করার জন্য প্রভাবিত করে। আমরা সবাই জানি যে, শয়তান মানুষের মধ্যে থাকে এবং মানুষকে বিভিন্ন রকম খারাপ ও ভুল কাজ করতে প্রভাবিত করে। মানুষ ভুলে যায় শয়তান যদি বড় হয়, ঈশ্বর শয়তানের থেকেও শ্রেষ্ঠ।

সুতরাং, আমাদের সকলের উচিত, "সঠিক উপায়ে, মানসম্মত পোস্ট করে, মেধা অর্জনের মাধ্যমে নিজের প্রোফাইলকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়া।"

আমাদের সকলের মনে রাখা উচিত, "একটা ভালো পোস্ট বা বিজ্ঞাপন একজন মানুষের জীবন বদলে দিতে পারে।"
519  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 15, 2023, 05:24:08 PM
জাস্ট বিপিআইপি তে ঢুকে দেখলাম আমি মোস্ট মেরিট এ ৮১০ নম্বরে অবস্থান করছি। এটা আসলে আমার জন্য বাংলাদেশী হিসেবে একটা বড় অর্জন। আস্তে আস্তে ধীরগতিতে এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। মোস্ট ট্রাস্টেড বাদে অন্য সবগুলোতে উন্নতি হচ্ছে শুধুমাত্র মোস্ট ট্রাস্টেড এ অবনতি হয়েছে। আশা করি এ বছরের শেষের দিকেই ভালো একটা অবস্থানে যেতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন।



আর হ্যাঁ ভাই আপনাদের মত যারা লিজেন্ডারিতে আছেন তাদেরকে দেখে আমরা অনেক উৎসাহিত হই এবং যারা নতুন জয়েন করতেছে তারা অনেক উৎসাহ নিয়ে কাজ শুরু করবে। আপনারা হলেন বাংলাদেশ লোকাল থ্রেডের গর্ব। আপনাদের এই অবদান বাংলাদেশ লোকাল থ্রেড কোনদিনও ভুলবেনা। বিশেষ করে কয়েকজনের নাম উল্লেখ না করলেই না যাদের অবদান বাংলাদেশী লোকাল থ্রেডের জন্য অভূতপূর্ব।

@BitCoinDream
@shasan
@Little Mouse
@Crypto Library
@LDL
520  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 14, 2023, 04:40:16 PM
Quote
মুদ্রাস্ফীতি ও ১০০০ টাকার বর্তমান মূল্য ২৭৯ টাকা!
ইতোমধ্যে সবাই অবগত হয়ে গেছেন আজকের বাজারে স্বর্নের দাম এক ভরি প্রায় ৯৩ হাজার টাকা।

স্বর্ণের দামের সাথে টাকার মূল্যমান নির্ধারনের ম্যাজিক দেখুন।

১০০০ টাকার নোট ছাপানো হয় ২০০৮ সালে।
২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়)

অর্থাৎ আপনি ২০০৮ সালে ২৬ টি ১০০০ টাকার নোট দিয়ে এক ভরি স্বর্ণ পেতেন।
আজকে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ৯৩০০০ টাকা (প্রায়) অর্থাৎ আজকে আপনাকে ৯৩ টি ১০০০ টাকার নোট দেয়া লাগবে এক ভরি স্বর্ণ কিনতে।

এবার আসুন এই ১০০০ টাকার মান এখন কত।

২৬০০০ ÷ ২৬ = ১০০০
২৬০০০÷৯৩=২৭৯

আপনার ২০০৮ সালের ১০০০ হাজার টাকার নোট টির আজকের মূল্য ২৭৯ টাকা।

এখানে চালাকি করে বলা হয় যে স্বর্ণের দাম বেড়েছে। আপনিও সেটা ধরে নেন। কিন্তু প্রকৃত ব্যাপার হলো আপনার পকেটের/ব্যাংকের টাকার মূল্যমান কমেছে, যা আপনাকে বুঝতে দেওয়া হয় না।

আসলে আমাদের বাংলাদেশের অবস্থা এতটাই খারাপ। যে কোন জিনিসের দাম যদি একবার বেড়ে যায়, তা আর কোনদিনও কমে না। আর এইসব সমস্যার মূলে রয়েছে বাংলাদেশের অসাম্প্রদায়িক অসংগতি। আপনার কি মনে হয় বাংলাদেশের অবস্থা কি, "আদৌ কোনদিনও ভালো হবে?"

বাংলাদেশ কি আসলেই সোনার বাংলাদেশ হবে, নাকি সোনার দামের অতলেই তলিয়ে যাবে?
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 [26] 27 28 29 30 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!