Bitcoin Forum
May 24, 2024, 07:00:57 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 »
81  Bitcoin / Bitcoin Discussion / Re: Bitcoin advertising by celebrities. on: March 07, 2021, 10:36:42 AM
This is a good side for BTC that celebrities are knowing about BTC and another cryptocurrency. But advertising by celebrities is not most important for cryptocurrency because it is not a beauty product or car or food item that will increase product promotion. In cryptocurrency, more important things are less volatile market, accepted by all the governments, free from scamming, increase people awareness and increase of uses as paper money.
82  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 04, 2021, 02:42:53 AM
ব্লকচেইন নিয়ে সম্ভাবনা অনেক রয়েছে, কিন্তু কোন ধরনের ব্লকচেইন সেটি আগে ভাবতে হবে। কারন জুনায়েদ স্যার এর আগেই একটি কনফারেন্সে বলেছিলেন, বাংলাদেশে ব্লকচেইন প্রযুক্তির অগ্রগতির জন্য কাজ করবেন কিন্তু বিটকয়েনকে বৈধ করার সম্ভাবনা কম। আর একটি বিষয় হলো,বাংলাদেশের কিছু আইটি ফার্ম আছে যেগুলো প্রাইভেট ব্লকচেইন সিস্টেম দুবাইকে প্রদান করে থাকে। আর ব্লকচেইন অলিম্পিয়াডে আমিও অংশগ্রহণ করার জন্য শাহজালাল ইউনিভার্সিটির এক ভাইয়ের কাছে পরামর্শ চাইছিলাম। আর তার কথা থেকে আমি যতটুকু বুঝতে পেরেছিল, বর্তমানে এসব অলিম্পিয়াড হচ্ছে প্রাইভেট সেক্টরগূলোর জন্য এবং সেটি প্রাইভেট ব্লকচেইন নিয়েই বলা যায়। তাই আমি এখন পর্যন্ত ব্লকচেইন নিয়ে লেখা খবরগুলোতে তেমন আশাবাদী না যে, বিটকয়েন খুবই তাড়াতাড়ি বাংলাদেশে বৈধ কিংবা রেগুলেশন হবে। অন্যান্যদের মতামতের অপেক্ষায় রইলাম।
আসলে ব্লক চেইন নিয়ে কাজ শুরু হলে বিটকয়েনের দিকটি অটোমেটিক উঠে আসবে। ব্লকচেইন নিয়ে যখন ভালোভাবে কাজ শুরু হবে তখন অবশ্যই মানুষ বিটকয়েন সম্পর্কে আরও গভীরভাবে জানবে বিটকয়েনের বিভিন্ন পজিটিভ দিক গুলো সবার সামনে উঠে আসবে। তখন হয়তো দেশের সরকার কিংবা সরকারের উচ্চপদস্থ যারা আছে তারা বিটকয়েন নিয়ে নতুন করে ভাবতে শুরু করবে। হ্যাঁ এটা সত্যি যে অনেক দ্রুত খুব ভালো সংবাদ আসবেনা, তবে একটি নিয়ে যখন কাজ শুরু হবে তখন অবশ্যই ভালো কিছু আমরা আশা করতে পারি।
83  Local / Other languages/locations / সম্ভাবনাময় ব্লকচেইন প্রযুক্তি বিশ্ব বদলে on: March 03, 2021, 03:24:48 AM
সম্ভাবনাময় ব্লকচেইন প্রযুক্তি বিশ্বকে বদলে দেবে উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এর মাধ্যমে তথ্যের শতভাগ নিশ্চয়তা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়ন সম্ভব।

তিনি বলেন, আমাদের তরুণদের কাছে ব্লকচেইন প্রযুক্তিসহ ডিজরাপটিভ টেকনোলজি পৌঁছে দিতে না পারলে চতুর্থ শিল্পবিপ্লব প্রতিযোগিতায় থেকে আমরা পিছিয়ে পড়বো।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ‘ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ- ২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে প্রতিমন্ত্রী ২৫-২৭ তিন দিব্যাপী ‘ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ- ২০২১’ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

প্রতিমন্ত্রী বলেন, তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগডাটা, রোবটিকস্, ব্লকচেইন ও মাইক্রোপ্রসেসর ডিজাইন এ ৫টি প্রযুক্তিতে দক্ষ করে তুলতে হবে। এ লক্ষ্যে দেশের ১৫০টি বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব, ৩০০টি স্কুল অব ফিউচার, ৬৪টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে। এছাড়া সারাদেশে ৮ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। ৫ হাজার ল্যাব প্রতিষ্ঠার কাজ প্রক্রিয়াধীন রয়েছে এবং আরও ১০ ল্যাব প্রতিষ্ঠা করা হবে।

সুরক্ষা ডট গভ ডট বিডি রেজিস্ট্রেশন প্ল্যাটফর্মে দেশের ৪০ লাখ মানুষ নিবন্ধন করেছে উল্লেখ করে তিনি বলেন, ভ্যাকসিন কার্যক্রমে বাংলাদেশের অবস্থান সারা বিশ্বের মধ্যে ১০ নম্বরে। এ নিবন্ধন কার্যক্রম দেশে-বিদেশে অনলাইনে ইন্টারঅপেরাবল ও যাচাই-বাছাই করতে আমরা ব্লকচেইন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারি।

তিনি ব্লকচেইন অলিম্পিয়াডে অংশগ্রহণকারী উদ্যোক্তা, মেনটর ও জাজেসসহ সংশ্লিষ্টদেরকে এই রেজিস্ট্রেশন প্ল্যাটফর্মকে এ প্রযুক্তিতে আনার অনুরোধ জানান। তিনি বলেন, দেশের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও ভূমি ব্যবস্থাপনাসহ সরকারের সকল সেক্টরে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে।

পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের ভিশন ছিল একটি দার্শনিক দিকনির্দেশনা। এর অন্যতম লক্ষ্য জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেয়া, দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা এবং প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে মাধ্যমে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের (বিসিওএলবিডি) আহ্বায়ক বুয়েটের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, বিসিওএলবিডি‘র সমন্বয়ক হাবিবুল্লাহ এন করিম, অ্যাম্বাসেডর মো. আব্দুল হান্নান, প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবাল, হংকং ব্লকচেইন সোসাইটির প্রেসিডেন্ট ড. লরেন্স মা, এফবিসিসিআইয়ের সিইও মাহফুজুল হক প্রমুখ।

উল্লেখ্য, ব্লকচেইন প্রযুক্তিকে সাম্প্রতিক সময়ের এক অভিনব উদ্ভাবন বলা হচ্ছে। ব্লকচেইন হলো তথ্য সংরক্ষণের নিরাপদ ও উন্মুক্ত পদ্ধতি। এ পদ্ধতিতে বিভিন্ন ব্লকে একটির পর একটি চেইন আকারে তথ্য সংরক্ষণ করা হয়। সাতোশি নাকামতো ছদ্মনামের এক ব্যক্তিকে ব্লকচেইন প্রযুক্তির উদ্ভাবক বলে মনে করা হয়। ২০০৯ সালে প্রথমবারের মতো বিটকয়েন সফটওয়্যার প্রকাশিত হওয়ার পর থেকে ব্লকচেইন প্রযুক্তির বিবর্তন ঘটে চলছে।

Source- https://www.jagonews24.com/amp/646405

আমার মতামত:
আমি এখানে চেষ্টা করেছি সম্পূর্ণ আর্টিকেল একসাথে দেয়ার। অন্তত এই আর্টিকেলে আমরা ব্লকচেইন সম্পর্কে একটি পজিটিভ ধারণা পাই। এর মাধ্যমেই মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছে যে দেশে ব্লকচেইন নিয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। হয়তো খুব শীঘ্রই আমরা নতুন কিছু দেখতে যাচ্ছি।
84  Bitcoin / Bitcoin Discussion / Re: Is it the right time to legalize Bitcoin in Bangladesh on: March 01, 2021, 06:05:02 PM
Somehow I missed the thread before. By the way, I am also from Bangladesh and here Cryptocurrency is totally illegal. Even if the government or officials can know you are Bitcoin user or you are doing transaction in Bitcoin network, you must be caught and will be got punished by them. The news published by a reputed newspaper but the officials still don't understand what the Bitcoin is. So it will be difficult to say this is the right time and also sad for the Bangladeshi Bitcoin user.
85  Bitcoin / Bitcoin Discussion / Re: Bitcoin can / cannot replace the banks ? on: February 28, 2021, 10:25:31 AM
I periodically think of both. But the maximum I think is that it will not be replaced because the bank is a conventional, ancient and everyday business agreement. The bank is an effective activity of any country. Moreover, not all countries have yet legalized Bitcoin. A country is very much dependent on the work of banks. So it is impossible to think of anything without a bank. So the question of replacement does not arise. And if Bitcoin ever becomes legal in all countries, then it is not possible to say what will happen. And to tell the truth, 'if' the word is that there is no meaning.
86  Bitcoin / Bitcoin Discussion / Re: Rich people causes cryptocurrency ban on: February 27, 2021, 04:03:01 PM
We all know that cryptocurrency is the online globe and Bitcoin is the virtual currency. It is completely distinct from the common currency of different countries. Heretofore the identities are kept secret here, it is impossible to say who is committing what and when. In my viewpoint, cryptocurrency is being banned because of the rich people. Because rich people and people of all levels exchange more or less in the bank. But while not everyone can afford crypto, rich people do. They are reducing the transactions in the bank day by day to get more benefits here. On the other hand, if the transaction in the bank decreases, then the government is being destructive. This is what is working in my cranium because rich people are being banned. This time whether willingly or unwillingly.
87  Economy / Economics / Re: The volatility in the price of a bitcoin is falling over time on: February 26, 2021, 05:55:52 PM
Maximum of time it occurs with BTC not only BTC but also all the cryptocurrencies because it's the main nature of the crypto world. There is nothing stable in the crypto world so users feel insecure every time. Through this is volatile so there are no guarantees to fix value and price will make the profit or loss. After the rise, a much higher position price can befall immediately or slowly but now time BTC passing a good day that there are low chances to fall rapidly.
88  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: February 26, 2021, 09:20:16 AM
পেপাল সহ আরো কিছু payment system বাংলাদেশ এ যে অনুমোদন পাবে এটা কিন্তু আমরা কল্পনা করতে পারি নাই।
এটি আপনার কল্পনাতেই থাক। আর ভুল তথ্য ছড়াবেন না। যদি না জানেন তাহলে বলার দরকার নাই। যে জানে সে বলবে। শুধু শুধু ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না।

বাংলাদেশে পেপাল বৈধ নয়। বিটকয়েন চাইলেই আপনি ট্রানজেকশান করতে পারছেন, কিন্তু পেপাল চাইলেই ব্যবহার করা যায় না। পেপাল আসলে আমাদের দেশে মার্কেটপ্লেস এ কাজ করা ফ্রিলান্সারের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে।


Xoom কি paypal service এর মধ্য পড়ে না?
Paypal এর সার্ভিস আর Paypal, ২ টা ভিন্ন মনে হচ্ছে না? যেমন ধরুন, আপনার খোঁজ আপনাকে না জিগ্গেস করে আরেক জন থেকে নিলাম। আর আপনার খোঁজ আপনার থেকে নিলাম। দুইটা তো এক হয়নি ভাই।

যাই হোক, Paypal এর একটি সিস্টার কনসার্ন হচ্ছে Xoom. যেসকল দেশে PayPal বৈধ নয়, ঐসকল দেশে Xoom ব্যবহার করে মানুষ লেনদেন করে ব্যাংকে নিয়ে আসে।
89  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: February 25, 2021, 04:46:19 PM
পেপাল সহ আরো কিছু payment system বাংলাদেশ এ যে অনুমোদন পাবে এটা কিন্তু আমরা কল্পনা করতে পারি নাই।
এটি আপনার কল্পনাতেই থাক। আর ভুল তথ্য ছড়াবেন না। যদি না জানেন তাহলে বলার দরকার নাই। যে জানে সে বলবে। শুধু শুধু ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না।

বাংলাদেশে পেপাল বৈধ নয়। বিটকয়েন চাইলেই আপনি ট্রানজেকশান করতে পারছেন, কিন্তু পেপাল চাইলেই ব্যবহার করা যায় না। পেপাল আসলে আমাদের দেশে মার্কেটপ্লেস এ কাজ করা ফ্রিলান্সারের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে।
90  Economy / Economics / Re: Rich have too much on: February 21, 2021, 05:21:00 PM
Rich have too much is the reality because there are some factor works. These factors are rich already knew well how can they gain and what strategy. And the other is they already engage the maximum way which can be interested in others. They use ordinary people's merit and labor to get more profit by giving low salaries. Maximum of them use dishonest mentality to fix own position. So they are eligible for more money.
91  Economy / Economics / Re: Risk-takers always ahead financially on: February 20, 2021, 03:57:57 PM
It is not guaranteed because the risk is risk there is uncertainty everywhere. If one takes the risk then it increases the possibilities to gain sometimes they fall into loss but the way of growing big is full of risks. If one studies the market, understands risk management, researches their work, tries to avoid hurry in taking g decision, and freezes for the shortcut cut way of making money then he should minimize risk.
92  Bitcoin / Bitcoin Discussion / Re: Has Bitcoin Failed as Money? on: February 20, 2021, 01:21:20 PM
Success or failure depends on observation of a long period. It can't be said to see a slight only. In my opinion, BTC never failed yet because it survives a long period and reaches the position that's it deserves. Indeed, it's never stable but once was a time when people were afraid of using BTC but now time it's a favorable time who are connected with BTC.
93  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: February 18, 2021, 03:33:24 AM
ঢাকা নবাবগঞ্জের বা দোহার নবাবগঞ্জের কেউ আছেন নাকি
যারা  ক্রিপ্টো কেনা বেচা করেন।
আপনি কি RAB এর লোক নাকি? Cool
শুধু RAB না Police ও ধরে নিয়ে যায় 😁 যাইহোক সাবধানে থাকবেন আর এইখানে একটু ক্রিপ্টো নিয়ে আলোচনা করেন। আমরা এই বাংলাদেশ টপিকটাকে বোর্ডে রূপান্তরিত করতে চাই। সবাই একটিভ হলেই এটি সম্ভব।
94  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: February 17, 2021, 06:18:31 AM
ঢাকা নবাবগঞ্জের বা দোহার নবাবগঞ্জের কেউ আছেন নাকি
যারা  ক্রিপ্টো কেনা বেচা করেন।
এভাবে আসলে ডিরেক্ট পরিচয় নেয়াটা কেমন জানি। তার কারণ, আমরা সবাই এখানে গোপনীয়তা বজায় রাখতে চাই এবং উচিত। দেশে যে পর্যন্ত এর বৈধতা না আসবে ততদিন আসলে আমাদের পরিচয় গোপন করে চলা খুবই প্রয়োজন। আর না হয় বিপদে পড়ার সম্ভাবনা প্রচুর।

একজন লিক হয়ে যাওয়া মানে ঐ একজন দিয়ে একটি কমিউনিটি বের করা কোন ব্যাপার না। তাই সবাই নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলা উচিত।

আপনি ক্রিপ্টো কেনা বেচার কথা বলেছেন, তো এটি করার জন্য নির্দিষ্ট এলাকায় থাকা আবশ্যকীয় নয়। আপনার অপরিচিত লোক কিন্তু বিশ্বস্ত হলে লাখ লাখ টাকার লেনদেন করা কোন ব্যাপার না, এটি অহরহ হচ্ছে। আপনার যদি বিশ্বাসের ঘাটতি থাকে তাহলেও বলতে পারেন। কেউ না কেউ হেল্প করবে। আমরা যারা বাই/সেল করি তারা বিশ্বস্ত লোকজনের সাথে করে থাকি, সে কোন এলাকার এসব ম্যাটার করে না।
95  Economy / Gambling / Re: FORTUNEJACK.COM |Deposit 777 play with 1777 mBTC |Live Casino, Slots, Betting on: February 15, 2021, 01:38:34 PM
Champions league back again and the most interesting game will be held tomorrow between Barcelona and PSG. Waiting for the most attractive match to win some freebets accordingly.
96  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: February 15, 2021, 01:26:22 PM
পোষ্টগুলো এখনো সম্পন্ন করতে পারি নাই এবং সকল এক্টিভ মেম্বাররা এখন শুধুমাত্র বাউন্টি কিংবা ট্রেডিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, যেহেতু অল্টকয়েনগুলো পাম্প করা শুরু হয়েছে। আর সকলেই এই সময়টিকে সুযোগে লাগাইতেছে যেন ভালো লাভ অর্জন করতে পারে। চাইলে আমরা বিভিন্ন কয়েন নিয়ে এখানে আলোচনা করতে পারি, কিন্তু অনেকে সেইসব আলোচনায়ও মন খারাপ করে যদি কেউ তাদের মতামতের বিপরীত মতামত প্রকাশ করে। সকলেই যদি বিপরীত মতামতকে মেনে নিতে পারি, তাহলে সকলেই আমরা বিভিন্ন কয়েন নিয়ে আলোচনা করতে পারি। অন্যান্যদের মতামত আশা করতেছি।
আমরা এখানে একটা ওপেন প্লাটফর্ম এ আছি এবং যে কেউ তার মতামত প্রকাশ করার ক্ষমতা রাখি। আপনাকে/আপনার পোস্ট আমার ভালো না লাগতেই পারে তার মানে এই নয় আমি আপনার পিছনে লেগে থাকবো অথবা আপনার খারাপ হয় এমন কাজ করবো। এটা নিশ্চিত, যারা এই কাজ গুলো করে তারা অবশ্যই তার হীনমন্যতার পরিচয় দিচ্ছে।

আমার মতামত ভালো না লাগলে ইগনোর করুন, আর পাল্টা জবাব/ভালো কিছু থাকলে সেটি আপনার ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করেন। তাহলে সেটা বুদ্ধিমানের কাজ হবে।

হ্যা, আমরা এখানেই বাউন্টি কিংবা ট্রেডিং নিয়ে আলোচনা করতে পারি। আপনার পোস্ট গুলো ও আপনি কমপ্লিট করে ফেলুন। আশা করি অন্যরাও একমত হবেন। তাহলে প্লাটফর্মটিও জমজমাট হবে আর এখানে অনেকেই পোস্ট করতে আগ্রহী হবে, যার ফলে আমাদের বহুল আকাঙ্ক্ষিত বাংলা বোর্ড পাওয়ার সম্ভাবনা আরো কয়েক ধাপ এগিয়ে যাবে।
97  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: February 15, 2021, 05:54:16 AM
সবাই কে Active করাতে পারলে হযত এক সময় approved হবে! 
লোকাল বোর্ড হবার জন্য যে পরিমাণ এক্টিভিটি প্রয়োজন আমাদের এখানে সে পরিমাণ এক্টিভিটি নেই। কিছুদিন পূর্বে অনেক ভালো পোস্ট করা হতো, অনেক মেম্বার একটিভ ছিলো, কিন্তু এই সংখ্যাটি পোস্ট এবং মেম্বার দুই সেক্টরেই কমে গেছে। সবাই একটিভ হয়ে ভালো পোস্ট করতে থাকলে হয়তো খুব শীঘ্রই ভালো সংবাদ আসবে।

I will want to $200 BTC invest so any advice to you where i can invest safely? 
আপনার এই পোস্ট করার জন্য আলাদা বোর্ড আছে ফোরামে। Trading Discussion এ এই রিলেটেড পোস্ট/আলোচনা করা হয়।

আর এখানে যদি করতে চান তাহলে বাংলা ভাষা ব্যবহার করুন। আপনার অনেক ভাই-ব্রাদার এখানে আছে। তারা অনেক ভালো ভাবে আপনাকে হেল্প করবে আশা করি।
98  Economy / Gambling discussion / Re: Three Indians arrested over illegal betting in ZACS on: February 14, 2021, 11:49:36 AM
Indeed, the article is not in a good writing, and seems to have flaws. Nevertheless, the coordinators and security seems to be the one to blame as they may have been at fault for letting the 3 indians to enter the stadium. But the way they think of using digital platforms which has delay as they watch it live is smart yet risky. So being caught is part of the risks they take.

Here is the other journal references to know about more regarding this topic.
Hopefully, you can get enough information from those which he already mentioned previously. Playground is open for all, inside and outside people of the country. Yes they took very risky part and already caught by police.
99  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Is there any blockchain app for decentralized messaging on: February 13, 2021, 05:03:14 PM
Adamant blockchain messenger is completely decentralized. According to the developers, the messenger is not tied either to mail or to a phone number, registration is not required.
Diffie-Hellman Curve25519, Salsa20, Poly1305 are used to encrypt messages and are signed with SHA-256 + Ed25519 EdDSA. You can bind a crypto wallet to the messenger.
I don't have any experience with that app. But if it was developed as decentralized messenger app then it is worth sharing to surrounding people around us so that we all can use it with safely and also can avoid our personal data. I will surely test it though I am not sure. Currently I am using Signal and BiP.
100  Alternate cryptocurrencies / Speculation (Altcoins) / Re: Should I sell my xrp or wait until $1? on: February 13, 2021, 04:19:23 PM
I just wondered how the xrp market is going to be in the next few hours, my feet is shaking right now because of the recent pumps. My perception was expecting a huge dump but it was really uncertain due to uptrend movement of xrp price.
As of now there's a possibility that it will hit $1, am afraid I would fail. Looking forward for some advises should I wait for $1 or sell now?

Please check here the live chart, https://www.dailyfx.com/ripple-xrp
XRP can reach New ATH in the coming days and it can't be claimed with specific amount. Hopefully it may hit 2/3x soon but if you expect big then you must be a tight holder of it. Expecting a big pump soon then XRP will play a role hopefully.
Pages: « 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!