Bitcoin Forum
May 08, 2024, 01:08:22 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 ... 105 »
61  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Are we cheated by some good altcoins? on: September 01, 2020, 12:16:01 AM
1:10 , INS:XNS swap was planned to dilute the price by the team. Team raised 45millions USD and certainly their swap made the investors angry. Devs are practicing deceptive theory, there. Smells fishy. And unexpected from the team. Overall analysis will prevent potential investors to dump money into it
62  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Crypto after COVID-19 on: August 31, 2020, 11:58:58 PM
Crypto did well even in covid situation. Where major industries were suffering. I think crypto proved itself and create a realization how important it is. In new normal world crypto will be taken more seriuosly. Covid helped to adopt crypto. I expect good boost in price and volume in all over crypto world
63  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Crypto passive income - a bubble? on: August 30, 2020, 07:55:55 PM
I see that more and more investors are interested in a passive income that comes from cryptocurrencies. But, I am a little bit afraid that all these concepts: staking, crypto lending, and all form of income that is generated from nothing will end up sooner or later. When you compare mining, you have to buy mining rigs at first, then you need to pay electricity, so you spent a lot of money to mine a Bitcoin and that makes it valuable. What about staking? What you sacrifice to receive new coins?

You are mixing btc with whole crypto concept. We need decentralization, we need financial freedom. We dont want to be controlled by whales anymore. My money, my rules. This is crypto. If you think mining drive the market, i will say, you are not entirely right. Fixed supply, unlimited demand, global acceptance, decentralized, free third party, all these are features of crypto. Logical Speculation is the driver
64  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Despite Many Participants, You Can Still Get Huge Rewards In Bounty. on: August 30, 2020, 06:34:33 PM
Video campaign, article writting, blog posting etc tasks are relatively tough. Need skills, good knowledge about blockchain, have to be good in grammer. So, hard workers will get higher reward. But not easily.
I usually avoid the campaigns, already have thousands of participants.
65  Alternate cryptocurrencies / Bounties (Altcoins) / Re: ✅[Bounty][💰💰🤑] Aimedis - Guaranteed rewards! Legendary bounty manager!LETS GO on: August 30, 2020, 07:51:21 AM
I tried to collect info regarding project update, bounty distribution, new token swap. Manager in telegram, gave assurance that good products are within their pipeline. Investors will get the tokens and after that bounty hunters will get paid. Covid made the path hard, as usual.
66  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: August 29, 2020, 07:23:48 PM
সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে আমরা যখন কোন কয়েন বা টোকেন ডিপসিট করি, আমরা আমাদের টোকেন কি এক্সচেঞ্জের হাতে তুলে দেইনা ? তখন সম্পদের সম্পূর্ণ মালিকানা কি আমাদের থাকে? এটা ক্রিপ্টোর উদ্দেশ্য ?

সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে ক্রিপ্টো রাখালে অবশ্যই ক্ষতির সম্মুখীন হতে পারেন, এটা সত্য এবং এই বিষয়টি আমিও বার বার পূর্ববর্তী পোষ্টে অনেকবার বলেছি। এছাড়াও আরো একটি বিষয় বলেছি যে, সবসময় সেই ওয়ালেটে ক্রিপ্টো রাখবেন যেটার প্রাইভেট কি অথবা প্রবেশাধিকার আপনার কাছে আছে। তবে আপনার পূর্বের পোষ্ট আপনি যেমন করে কথাটা বলেছেন, সেটি পোষ্টের রিপ্লাইয়ের সাথে মিল রাখেনি আমার কাছে। কারণ আপনি সম্পূর্ণরূপে কথাটি লেখেন নাই।  Grin Cheesy

আমি বলেছিলাম ক্রিপ্টোর মূল্য , মূল্যবান ধাতু/ তেলের বাজার মুল্্যের মত নয়, speculative (অনুমান নির্ভর)। আমার এই কথাও ভুল ?

আমি এটির সাথে ৫০-৫০ এর মধ্যে আছে। কারণ সব ক্রিপ্টো এমন না এবং বিটকয়েনের তো একবারেই সঠিক বলা যায় না। কারণ বিটকয়েনে যখনই এডোপশন হয়, তখনেই মূল্য উদ্ধগতি দেখা যায়। এছাড়াও আরো কিছু বিষয় থাকে এবং অনেকে তো অনুমান করে বলে বিটকয়েন ২০২১ সালে ৩-৫ লক্ষ ডলারে যাবে। যদি সম্পূর্ণরূপে অনুমান নির্ভর হয়, তাহলে এই অনুমান দেখার অপেক্ষায় রইলাম।

নোট: আমি বিটকয়েনে বিশ্বাস রাখি। কারণ বিটকয়েনের মূল্য ওঠানামা করলেও আজ হোক আর কাল হোক বৃদ্ধি পাবে। আর হয়তো বিটকয়েনের মূল্য অদূর ভবিষ্যতে ১ মিলিয়ন ডলারেও যাইতে পারে।  Grin Grin

আশা করি আপনার মূল্যবান সময় থেকে একটু সময় নিয়ে উত্তর দিবেন

অবশ্যই, উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত যেখানে কোনো নতুন কিছু জানতে পারবো।  Grin Cheesy


অন্যের জ্ঞানকে সম্মান করি। যদি আমার কথা গুলা যৌক্তিক ছিল, আমার সব কথার চুল চেড়া বিশ্লেষণ করে  আবার আমার কথায় ফেরত এলেন বেশিরভাগক্ষেত্রে। প্রাসঙ্গিকভাবেই প্রবাদ বলেছিলাম, আপনি হয়ত আরও ডিটেইল উত্তর চান। 
ভবিষ্যতে বিটকয়েন এর মুল্য বাড়বে। মোট বিটকয়েনের সংখ্যা হবে ফিক্সড, চাহিদা বাড়বে। মানুষের মাঝে ক্রিপ্টো জনপ্রিয় হবে, এসব কিছু মিলিয়ে বলা হয়েছে, ক্রিপ্টোর দাম অনুমান নির্ভর। কিন্তু তেল বা মুল্যবান ধাতুর দাম এরুপ নয়। আপনি হয়ত স্পেকুলেটিভ কথার শাব্দিক অর্থ নিয়ে কনফিউযড 
67  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: August 29, 2020, 05:17:36 PM
তেল বা মুল্যবানধাতুর মত নয়।

তাহলে বিটকয়েনকে বর্তমান সময়ের ডিজিটাল গোল্ড বলা হয় কেন?  Huh আশা করি, অন্যান্য গুণীব্যক্তিরা এইকথাটা ভুল বলেছেন। আর সরকারকর্তৃক ব্যবহার করা মুদ্রার ও  ব্যবস্থা দ্বারা সৃষ্ট সমস্যা দূর করার জন্যই তো বিটকয়েন কিংবা অন্যান্য ক্রিপ্টোকারেন্সির উদ্ভাবন করা হয়েছে।

নোট: অবশ্যই আপনার বক্তব্য ঠিক । কারণ বিটকয়েনের মূল্য ( ফিউচার ট্রেডিং কিংবা স্পট ট্রেডিং এ ) নেগেটিভ/ঋণাত্নক মূল্য নিচে যায়নি।  Grin Grin কিন্তু তেলের মূল্য অবশ্য নেগেটিভ/ঋণাত্নক মূল্যে চলে গিয়েছিলো ( এপ্রিল মাসে তেলের ফিউচার ট্রেডিং মূল্য -$৩৭ এ গিয়েছিলো )  Grin Grin
সোর্স-০১: https://www.bbc.com/news/business-52350082#:~:text=The%20price%20of%20US%20oil,world%20have%20kept%20people%20inside.
সোর্স-০২: https://www.cnbc.com/2020/06/16/how-negative-oil-prices-revealed-the-dangers-of-futures-trading.html


আপনি যদি গতানুগতিক নিয়মে আপনার কয়েন / টোকেন সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ দিয়ে কেনা বেচা করেন তাও আপনি প্রকৃত ক্রিপ্টর ব্যতিক্রম করছেন।

মনে হয়, ক্রিপ্টোগ্রাফি কি জিনিস এটাও হয়তো এখনো আমার জনা নেই? ধুর কি করলাম এতদিন ধরে । মজা করতেছিলাম, কিছু মনে করিয়েন না। আর ক্রিপ্টোর ব্যবহার শুধুমাত্র ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ব্যবহারে হয় না। আপনি যে ট্রান্সজেকশন বিটকয়েনে করেন, সেটি পুরোপুরি ডিসেন্ট্রালাইজ পদ্ধতিতে করলেও আপনার আইপি এড্রেস কিন্তু প্রত্যেক ওয়ালেট কিংবা নোডের সাথে সংযুক্ত থাকে। তাহলে কি লাভ হইলো, পুরোপুরি ক্রিপ্টোর তো ব্যবহার হলো না মোটেও।
রেফারেন্স: https://bitcointalk.org/index.php?topic=5260058.msg54734574#msg54734574


আমরা প্রবাদ পড়তাম, গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন

আমিও এই বিষয়টা জানি। কিন্তু এটা আমাকে উদ্দেশ্য করে বললেন কি না বুঝলাম না। আর বললেও কি বুঝাইতে চাইছেন , সেটি এখনো অজানা ( আমার পোষ্টের সাথে মিল খুজে পেলাম না যে, এই প্রবাদ ব্যবহার করবো) । তাই একটু বুঝাই দিয়েন, কারণ আমি এখানের সবার থেকে বয়সে ছোট। এটা আবার অন্য মাইন্ডে নিয়েন না।  Cheesy


সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে আমরা যখন কোন কয়েন বা টোকেন ডিপসিট করি, আমরা আমাদের টোকেন কি এক্সচেঞ্জের হাতে তুলে দেইনা ? তখন সম্পদের সম্পূর্ণ মালিকানা কি আমাদের থাকে? এটা ক্রিপ্টোর উদ্দেশ্য ?
 আমি বলেছিলাম ক্রিপ্টোর মূল্য , মূল্যবান ধাতু/ তেলের বাজার মুল্্যের মত নয়, speculative (অনুমান নির্ভর)। আমার এই কথাও ভুল ?
আমিতো বলিনাই ক্রিপ্টোর ব্যবহার শুধু ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ব্যবহারে হয়।
আশা করি আপনার মূল্যবান সময় থেকে একটু সময় নিয়ে উত্তর দিবেন
68  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Does bounty still kind of worth on 2020? on: August 28, 2020, 03:11:42 PM
Not all bounties paid even in 2017 or 2018 my friend,,, and even if they did, not all of them would have been worth something. I would actually say that today more people pay out their bounties, because projects know already if they do not, their reputation is down the drain.

That is something rare to hear. I always thought that in 2017 every ICO raised softcaps and most of them hardcaps. And distribution and listing was just a matter of few months. People could earn even participating in scam projects, because even that kind of project managed to get listed somehow.

not entirely Wrong. Crypto always had scam projects and people, like now. That time ICO projects attracted lot of investors and most of them were able to grab people's money. We saw numerous fraud exchanges also and they listed anything, yes, anything. And paved the way to exit scam.
If you have knowledge upon crypto, may be you will earn something atleast, even today. You need to know what are you promoting. What the team may serve. Yes, everything is uncertain in virtual crypto world but you have to have insight to see near possible future of your project. You will just try and wait . Though bounty seems free money but no, people spend time and efforts. They promote the specific project into their social media, signatures and get paid. IMO , I sill Earn from bounty, where I earn nothing from other source online.
69  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: August 28, 2020, 02:52:19 PM
যাইহোক ক্রিপ্টোকারেন্সি বলতে মেইনলি বিটকয়েন অথবা ইথার (ইথিরিয়াম) কে বোঝায়। কারণ অন্যান্য ক্রিপ্টোকারেন্সিগুলো স্টেবল না। (Although Facebook’s Libra Could be a Real Game Changer)

বিটকয়েন ও ইথিরিয়ামও কিন্তু কোনো স্টেবল না, কারণ এসবের মূল্যে ওঠানামা চলেই। আর আপনার পোষ্টগুলো ভালো হচ্ছে, তবে একটি কথা বলব যদি আপনি অন্যান্যদের পোষ্ট পড়ার পর নিজে  থেকে লেখেন ভালো । কিন্তু সবসময় অন্যদের পোষ্ট পড়ার পর নিজে থেকে কিছু বিচার-বিশ্লেষণ করবেন। কারণ হিসেবে বলব যে, আপনি লেখেছেন ফেসবুকের লিব্রা সত্যিকারের গেম চেঞ্জার হতে পারে। আমার ধারণা বাংলাদেশিদের ৯৯% ক্রিপ্টোব্যবহারকারী হয়তো এটা এখনো জানে না যে, ফেসবুকের এই লিব্রা প্রজেক্টটি আসলে পরিপূর্ণ ডিসেন্ট্রালাইজ/বহুকেন্দ্রিক কি না। যারা জানেন ভালো না জানলে এটা ভলো করে জেনে রাখুন যে, ফেসবুক লিব্রার সর্বশেষ তথ্য/নথি অনুযায়ী ওটা ক্রিপ্টোকারেন্সি বটে কিন্তু বিটকয়েনের কিংবা অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মতো পরিপূর্ণ ডিসেন্ট্রালাইজ/বহুকেন্দ্রিক নয়। এটার প্রমাণ হিসেবে এটাই বলব, আপনারা ফেসবুক লিব্রার ওয়েবসাইটে গিয়ে দেখুন যে, তাদের ক্রিপ্টোকারেন্সির নোডগুলো সাধারণ ব্যবহারকারী কি চালাতে পারবে কি না। তাদের ওয়াইপেপার অনুযায়ী শুধুমাত্র তাদের যেসব পার্টনার থাকবে, তারাই শুধূমাত্র নোড রান/চালাতে পারবে, যেটি লিব্রাকে প্রাইভেট ব্লকচেইনে রপান্তর করে। আর বিটকয়েনের নোড যেকোনো ব্যক্তি চাইলে চালু করতে পারবে. যেটি বিটকয়েনকে মুক্ত/ডিসেন্ট্রালাইজ/বহুকেন্দ্রিক ব্লকচেইনে রপান্তুর করে । তাই সকলের কাছে অনুরোধ থাকবে, সঠিক বিষয়টি জানুন ।  Wink Grin
   মুলত সব ক্রিপ্টোর দাম অনুমান মুলক। তেল বা মুল্যবানধাতুর মত নয়। হয়ত বাজার মূল্য নিয়ন্ত্রনের উপায় বের করার চেস্টা করা হচ্ছে, কিন্তু দিন শেষে মুল্য সেই অনুমান নির্ভর। আপনি যদি গতানুগতিক নিয়মে আপনার কয়েন / টোকেন সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ দিয়ে কেনা বেচা করেন তাও আপনি প্রকৃত ক্রিপ্টর ব্যতিক্রম করছেন। আমরা প্রবাদ পড়তাম, গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন
70  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: August 27, 2020, 06:32:43 PM
বিটকয়েন সম্পর্কে মজার কিছু তথ্য
বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে অধিকাংশই বিটকয়েন নামটির সাথে কম বেশি পরিচিত। তবুও একটু সংক্ষেপে জানিয়ে রাখি, বিটকয়েন বিশ্বের সর্বপ্রথম ওপেন-সোর্স ক্রিপ্টোকারেন্সি, যা লেনদেনের জন্য কোনো ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। এটি কোনো দেশের সরকার কর্তৃক ইস্যুকৃত মুদ্রা নয়। ২০০৯ সালে সাতোশি নাকামোতো ছদ্মনামে কোন এক ব্যক্তি এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। নানা জল্পনা-কল্পনা রয়েছে এই মুদ্রা ও এর প্রবর্তককে ঘিরে, যা এখনও উন্মোচিত হয়নি। আজ আমাদের আলোচ্য বিষয় হলো বিটকয়েন সম্পর্কিত মজার কিছু তথ্য।

বিটকয়েন ক্রয়
অনেকে মনে করেন যে বিটকয়েন কিনতে গেলে ১ বিটকয়েনই কিনতে হবে। তবে এটি সত্য নয়। ১ বিটকয়েনের বর্তমান বাজার মূল্য প্রায় ১১,৩৬২ ডলার, যা বাংলাদেশী টাকায় ৯৬৩,২১৩ টাকারও বেশি। আপনি ১ এর কম (ভগ্নাংশ পরিমাণ) বিটকয়েন কিনতে পারবেন। যেমন ০.০১ বিটকয়েন, এমনকি ০.০০১ বিটকয়েনও! মূলত আপনি চাইলে ৮ দশমিক স্থান পর্যন্তও বিটকয়েন কিনতে পারবেন।

বিটকয়েনের চাহিদা
কেউ কেউ এটি মনে করেন যে, বিটকয়েনের দাম কখনোই কমেনা, বরং বাড়তেই থাকে। এটি একটি ভুল ধারণা। বিটকয়েনের বাজারদরের সাথে শেয়ার মার্কেটের তুলনা করা যেতে পারে। এটি যেকোনো সময়ই কমতে বা বাড়তে পারে।

লেনদেন ট্র‍্যাকিং
বিটকয়েন সম্পর্কে প্রচলিত ভুল ধারণাগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত এর লেনদেন ট্র্যাক করার ধারণাটি। বিটকয়েন লেনদেনকে অনেকেই সবচেয়ে গোপন লেনদেন মনে করেন। তবে সত্যিটা হল, বিটকয়েন লেনদেনের ব্যাপারটা মূলত গোপনীয় নয়, বরং পাবলিক। প্রতিটি বিটকয়েনের লেনদেনই ব্লকচেইনে এন্ট্রি হয়ে যায়, যেসব তথ্য বুদ্ধিমান ব্যবহারকারীরা সময় দিলেই ট্রেস করতে পারেন। অতএব, এটি একটি ভুল ধারণা যে, বিটকয়েন লেনদেন ট্র‍্যাকিং সম্ভব নয়।

বিটকয়েনই কি একমাত্র ক্রিপ্টোকারেন্সি?
না। বিটকয়েন একমাত্র ক্রিপ্টোকারেন্সি নয়। স্টেলার, ইথারিয়াম, লাইটকয়েন এইরকম অনেক ক্রিপ্টোকারেন্সি বাজারে বিদ্যমান। তবে বিটকয়েনই সর্বোচ্চ জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি।

বিটকয়েন মাইনিং
এখন বিটকয়েনের মূল উৎস হল মাইনিং, যা বিশেষ ধরণের কম্পিউটারের মাধ্যমে করা হয়। তবে এই ধারণা সঠিক নয় যে, যেকোনো কম্পিউটারেই বিটকয়েন মাইনিং সম্ভব। যদিও বা সম্ভব হয়, তবুও তার লাভের হার সন্দেহজনক হবে। বিটকয়েন মাইনিংয়ে লাভের মুখ দেখতে হলে অনেক কম্পিউটিং পাওয়ার ও উন্নত প্রযুক্তি প্রয়োজন।

মোট বিটকয়েন সরবরাহ
ইন্টারনেটে আপনি অনেক ওয়েবসাইটে হয়ত এই তথ্য পেয়েছেন যে, বিটকয়েনের সরবরাহ সীমিত পরিমাণের। এই ধারণাটি সত্য। বিদ্যমান ব্যবস্থায় মোট ২১ মিলিয়ন বিটকয়েন মাইন করা সম্ভব হবে। তবে ভগ্নাংশের মাধ্যমে এর লেনদেনের পরিমাণ অনেক বৃদ্ধি করা যাবে।

বিটকয়েন এবং আইনব্যবস্থা
বিটকয়েন কি আইন দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব? অনেকেই হয়ত মনে করেন যে এটি গোপনীয় ছদ্মনামে থাকায় এটা হয়ত আইনের চোখ এড়াতে পারে, কিন্তু বিটকয়েন ব্যবহার আইনের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব। মূলত অনেক দেশেই এই বিটকয়েনকে নিষিদ্ধ করে দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক (বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক) বাংলাদেশে বিটকয়েন ও এরকম ক্রিপ্টোকারেন্সিকে “বৈধ নয়” বলে উল্লেখ করে এগুলো লেনদেন না করতে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এএফপি এবং টেলিগ্রাফের ২০১৪ সালের একটি রিপোর্ট বলছে বাংলাদেশে বিটকয়েন লেনদেন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে এএফপি’কে জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

আপনার বিশদ আলোচনা নতুনদের তথ্য দিয়ে সাহায্য করবে। এই রকম তথ্যবহুল পোস্ট খুব কম পাওয়া যায়। পাশাপাশি এটা দেখে ভাল লাগছে যে, আমাদের অনেকেই অনেক কিছু জানতেছে।
ক্রিপ্টো নিয়ে অনেক বড়বড় সেমিনার হচ্ছে।  ওয়ারকশপ হচ্ছে। তবে আমাদের বুঝতে হবে ক্রিপ্টো মানেই কিন্তু শুধু বিটকয়েন নয়। শুধু অর্থনৈতিক নয়, সকল জায়গায়ই এখন ব্লকচেইন এর ভুমিকা চোখে পড়ে 
71  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: BOUNTY PAYMENT MATTERS on: August 23, 2020, 04:09:36 PM
Crypto projects start as trial, mostly. They start a new project with some goals, they raise funds, they create app, dapp. Some get success, some fail to get desired result. Some run away with hard earned money. We invest on new tech, new ideas. We read WP, we observe Roadmap, we try to figure the output, we check the team member's portfolio. Even genious people fail.
So outcome is uncertain. Escrow, prior to ICO/IEO, is quite hard task to run a bounty.
72  Alternate cryptocurrencies / Speculation (Altcoins) / Re: These projects will go big in 2020, I assume. on: August 23, 2020, 04:01:55 PM
Tachyon, undoubtedly doing great. I am happy that I made a good call regarding tachyon protocol.
AIMEDIS, a bit slow but they are still trying. Medical sector is a bit different and we should not expect update on daily basis. But they are bit behind their schedule. Covid 19 gave them bad times.
BAANX, no update since months. No android/ios update. But my app is showing total number of tokens, will be given after launch.
73  Bitcoin / Bitcoin Discussion / Re: Bitcoin and crypto currencies are getting dangerous on: August 23, 2020, 02:39:47 PM
DEX is the future of crypto exchange. If you trade crypto in centralized exchange (kyc is needed there), it means you are no more in control of your own asset. You are keeping your money into their hand. Just use dex. You will have full control upon your asset. BTC is supreme in tech wise. Dont make confusion
74  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: August 22, 2020, 09:30:43 PM
Decentralized Finance হলো কয়েন বা টকেন এর উৎপাদন, ব্যবহার, লেনদেন, সুদের কিস্তি, নতুন বিনিয়গ ইত্যাদি  সব অর্থনৈতিক  ব্যবস্থায় কোন বিশেষ মানুশ / দলের উপর নির্ভর করে না। এটাই ক্রিপ্টোর বিশেষ দিক। বিটকয়েন, ইথেরিয়াম এর পরে আসলেও ডিফাই হবে আসল ক্রিপ্ত
75  Alternate cryptocurrencies / Bounties (Altcoins) / Re: ✅[Bounty][💰💰🤑] Aimedis - Guaranteed rewards! Legendary bounty manager!LETS GO on: August 22, 2020, 07:41:19 PM
How long we have to wait to get the bounty rewards? Seems even investors have forgotten about their money into this project. We already have waited for years now. I have seen some progress like android app, new token swap. But have not heard anything since last month.
76  Local / Regional Languages (India) / Re: এই thread ti, তাদের জন্য যারা বাংলা ভাষায় কথা বলে - Bengal on: August 21, 2020, 02:01:08 PM
আজ আমি Bitcoin ব্যবহার করে আমার প্রথম উপার্জন করেছি . Bitcoin-কে অনেক  ধন্যবাদ.
কোলকাতা থেকে কেউ Bitcoin কেনাবেচা করলে আমার সাথে যোগাযোগ করুন।


Apn ki akhon Bitcoin er modhhome Income korchen ? 

ami to bes kichu din mane prai 2 years theke Bitcoin er kajer songe jukto achi ...
prothomoto Bitcoin er bapare kichui jantam na .. tar por aste aste jante pari
and akhon amar full time Bitcoin kajer songei jukto achi ...
akhon ami bes valoi income korchi  .. and Bitcoin er kajer madhhomei ami amar bright future create hobe amar bissas ..
tai ami BITCOIN k onek dhonnobad ....

Bitcoin crypto currency er prothom successful result. Amader uchit blockchain technology ke dhonnobad dea. Puro duniya matano bitcoin etota mulloban kintu ei technologyr jonnoi. Anonymity, transparency, speed, decentralised, non repudiable digital currency hosse finance er asol future
77  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: August 20, 2020, 07:51:00 PM

ভাই এট্টু কষ্ট করে গুগল করলেই জানা  যেত। সব সময়
    coinmarketcap.com এ গেলেই প্রায় সকল কয়েন এর দাম জানবেন।
এক ই প্রশ্ন বারবার করাবেন না। অনেক বার এই প্রস্নের জবাব দেয়া হয়েছে। কোয়ালিটি পোস্ট না হইলে আপ্নার একাউন্ট নিয়ে বিপদে পরা লাগবে 
78  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Can Crypto be more valuable than gold? on: August 16, 2020, 07:44:07 PM
There are 171000 matric tons of gold inside whole world and there are 21000000 total bitcoin. They have some similarities. But gold is commodity and btc us virtual currency. In term of price, btc may win the race. But BTC investment may lead to great degree of financial loss due to its nature. Volatility is a nature of btc. And people are not certain if btc will stay or become obsolete. Uncertainty   is preventing mass people to adopt btc. May be btc will not surpass gold in terms of price. They will stay together
79  Bitcoin / Bitcoin Discussion / Re: South Korea and Australia, they are bitcoin pro on: August 16, 2020, 04:45:22 PM
Bitcoin is winning digital war in South korea and Australia. They will replace some physical licenses into digital formats.
In S. korea, Seongnam's payment already have integrated digital certificate into existing payment system. In Busan, visitor can pay service charges with byc/eth. And finally KEB, one of the biggest bank have partnered with Korean express Highway corp to introduce a decentralized blockchain based system to implement several toll services.
Now Australia, also have strated trial for eth based license that may replace the physical obe, in future

Good vibes are coming from different parts for crypto, happiness overload

It's not just South Korea and Australia there are many other countries which have integrated Bitcoins and other cryptocurrencies in their economics and it's as normal as using a master card.
With the new Advent of crypto cards soon being in circulation in Europe I do believe there will be other countries willing to jump in the race too .

Here is the list of countries that I found online where Bitcoins and other cryptocurrencies are highly valued:
Malta
Bermuda
Switzerland
Japan
Gibraltar
Slovenia
Singapore
Estonia
Georgia
Belarus
Hong Kong (it's system is separate from China , thus can be classified differently)
Germany

https://99bitcoins.com/bitcoin-friendly-countries/

Honestly these are the countries which have already won the race of being years ahead of other countries.

There are many countries where BTC /ETH are being utilized widely. I never deny that. All I tried to say S. Korea and Australia have initiated some new projects that will help btc to grow, recently. I never say these 2 are the only BTC/crypto friendly. Hope you will understand now. Whenever some countries show interest towards crypto, it improves the whole crypto world. That was my point.
80  Bitcoin / Bitcoin Discussion / South Korea and Australia, they are bitcoin pro on: August 15, 2020, 06:49:09 PM
Bitcoin is winning digital war in South korea and Australia. They will replace some physical licenses into digital formats.
In S. korea, Seongnam's payment already have integrated digital certificate into existing payment system. In Busan, visitor can pay service charges with byc/eth. And finally KEB, one of the biggest bank have partnered with Korean express Highway corp to introduce a decentralized blockchain based system to implement several toll services.
Now Australia, also have strated trial for eth based license that may replace the physical obe, in future

Good vibes are coming from different parts for crypto, happiness overload
Pages: « 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 ... 105 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!