blogclaim
Newbie
Offline
Activity: 93
Merit: 0
|
|
February 26, 2021, 09:21:14 AM |
|
ভারত বিটকয়েন ব্যাংক স্থাপন করছে
ভারতে বিটকয়েন ব্যাংক স্থাপিত হয়ে গেছে
এইটা আপনি কৈ পাইলেন? Link দেন দেখি। বিটকয়েন ব্যাংক না, এটিএম স্থাপন করা হবে হয়ত।
|
|
|
|
Prioo
Newbie
Offline
Activity: 7
Merit: 0
|
|
March 01, 2021, 04:20:25 PM |
|
বাংলাদেশে এখন বিট কয়েন বৈধতা পাবার সম্ভাবনা কতটুক?
|
|
|
|
Swopon
Copper Member
Full Member
Offline
Activity: 700
Merit: 120
Gamdom
|
|
March 01, 2021, 05:40:08 PM |
|
গতকাল পর্যন্ত কয়েক দিন বেশ স্ট্রাগলের পর ফাইনালি আজকে আবার বুল রান শুরু। আমরা হয়তো খুব শীঘ্রই নতুন ATH দেখতে যাচ্ছি। আর আজকের বুল রানের পিছনের একটি কারন মাইক্রোস্ট্রেটিজির নতুন করে ১৫ মিলিয়ন ডলার এর ইনভেস্টমেন্ট। সোর্স: https://twitter.com/michael_saylor/status/1366375915559792640?s=09বাংলাদেশে এখন বিট কয়েন বৈধতা পাবার সম্ভাবনা কতটুক?
এখন পর্যন্ত সম্ভাবনা খুবই কম। তবে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে।
|
|
|
|
Swopon
Copper Member
Full Member
Offline
Activity: 700
Merit: 120
Gamdom
|
|
March 02, 2021, 01:06:48 AM Merited by Halab (2), DTalk (1) |
|
এখানে সবাই আমরা ক্রিপ্টো লেনদেন করে থাকি। আমরা আগেও করেছি হয়তো সামনেও করবো যদি বেঁচে থাকি, আর কোনো বিপদ যদি না আসে। কিন্তু সম্প্রতি বাংলাদেশে নতুন একটি ট্রেন্ড শুরু হয়েছে। এটি নিয়েই একটু বলতে চাই।
ফেসবুক এ দীর্ঘ দিন ধরে দেখছি একদল লোক প্রতিদিন তাদের এয়ারড্রপ থেকে পাওয়া কিংবা কোথাও ইনভেস্ট করে প্রফিট পেয়ে সেটি পোস্ট দিয়ে সবাইকে জানাচ্ছে। এসব কাজ এর জন্য ফরসেজ নামক এম এল এম টাইপের একটি সাইট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যারা শেয়ার করছে তারা আপনার আমার ফ্রন্ডলিস্ট এই আছে।
বাংলাদেশ এ ক্রিপ্টোকারেন্সি বৈধ নয় এবং এটি ব্যবহার করা এখন পর্যন্ত সংবিধানের বাইরে। কিন্তু আমি বিশ্বাস যারা এই ফোরামে আছে, তারা দেশের সাথে বেইমানি করছে না। সেই বিশ্বাস থেকেই বলছি, সবাই খুব সতর্ক হয়ে যান। না হলে অচিরেই আপনার জীবন দূর্বিষহ হয়ে উঠবে।
আপনার আমার ফ্রেন্ডেলিস্ট এ যারা আছে এবং এসব কাজ করে তাদের একটু বুঝিয়ে বলবেন, যদি এমন কাজ চোখে পড়ে। কারন সরকার এর পক্ষ থেকে এটি অবৈধ এবং গোয়েন্দা বিভাগ এটি নিয়ে কাজ করছে। সুতরাং, সাবধানতাই পারে আপনার আমার জীবনের একটি কালো অধ্যায় থেকে বাঁচাতে। সবাই যার যার জায়গা থেকে সতর্ক ও সাবধান থাকি।
সরকারকে বোঝানোর থেকে আপনার ঐ বন্ধুটিকে বোঝানো অনেক সহজ হবে। যাবতীয় লেনদেন এর ম্যাসেজ ডিলিট করে দিন। ক্রিপ্টো নিয়ে পাবলিক প্লেসে আলাপ আলোচনা বন্ধ রাখুন।
|
|
|
|
Review Master
|
|
March 02, 2021, 04:15:31 PM Last edit: March 03, 2021, 04:16:46 AM by Review Master |
|
সম্প্রতি সময় টিভির একটা নিউজ অনুযায়ী দেখলাম, কতৃপক্ষ বিটকয়েন ব্যবহারকারীদের ধরার চেষ্টা করছে। এইটা করে আমার মনে হয় না তারা বিটকয়েন ব্যবহারকারী কমাতে পারবে। আমি বুঝি না তারা কেন এইটা ব্যবহারের সু্যোগ দিচ্ছে না। মানি লন্ডারিং কি কখনো কোন সরকার বন্ধ করতে পারবে? বিটকয়েন তো আরো ট্রান্সপারেন্ট সিস্টেম। এইখানে চুরি করে বাচা অনেক টাফ বটে।
যদিও অনেক পরে পোষ্টের রিপ্লাই দিতেছি, আশা করি তথ্যগুলো শুনে বিষয়টি বুঝতে পারবেন। গত বুলরানের সময় অনেক দেশ বিটকয়েনকে ব্যবহারের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করা শুরু করেছিল এবং রাশিয়াও তার মধ্যে একটি । আর এই ঘোষণা দেয়ার পরে রাশিয়ার কালো বাজারে (কালো বাজার বলতে সরকারি লোকচক্ষুর আগোচরে বোঝানো হয়েছে নাকি মানি লন্ডারিং ) বিটকয়েনের ব্যবহার কয়েকগুল বৃদ্ধি পায়। তাহলে বুঝতে পারতেছেন, বিটকয়েন ও ক্রিপ্টোতে লোকজনের কতটা আকর্ষণ এবং এটি সকল দেশের জনগণে আছে। ইন্ডিয়াতে ব্যানের কথা চলতেছে,কিন্তু বিটকয়েনের ব্যবহার কমে নাই। তেমনি বিটকয়েনের ব্যবহার আগে থেকেই বাংলাদেশে আছে, বরং এখন আরো বৃদ্ধি পেয়েছে । আর সরকারি কর্মকর্তারা যাদেরকে ধরতেছেন, তারা সাধারণত হুন্ডির সাথে জড়িত থাকে। কিন্তু এটি কখনোই খবরে বলা হয় না। কারণ এতে এক প্রকারের হুন্ডির প্রচার হয়ে যাবে। আর এটি সত্য যে, সরকারের উচিত বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের নিয়ম-কানুন তৈরি করা, নাকি সম্পূর্ণরূপে বাতিল করা। কারন সরকার যদি ক্রিপ্টো ব্যবহারের নিয়ম-কানুন তৈরি করার ঘোষণা দেয়, তাহলে বড় বড় ক্রিপ্টো কোম্পানি সরকারকে সহযোগিতা করবে। এখন শুধু সময়ের অপেক্ষা, কারণ ক্রিপ্টোর তুলনায় ফিয়েটকারেন্সিতে মানি লন্ডারিং বেশি হয়।
গতকাল পর্যন্ত কয়েক দিন বেশ স্ট্রাগলের পর ফাইনালি আজকে আবার বুল রান শুরু। আমরা হয়তো খুব শীঘ্রই নতুন ATH দেখতে যাচ্ছি। আর আজকের বুল রানের পিছনের একটি কারন মাইক্রোস্ট্রেটিজির নতুন করে ১৫ মিলিয়ন ডলার এর ইনভেস্টমেন্ট।
মাইক্রোস্ট্রাটিজি যখনই বিটকয়েন ক্রয় করে, তখন মার্কেট একটু কারেনকশনে থাকে। আর যেহেতু তারা ১ বিলিয়নের সিনিয়র নোট চালু করেছিল এবং সেটির সমপরিমাণ বিটকয়েন ক্রয় করতে যেয়ে বিটকয়েনে কারেকশন এসেছিল এবং বিটকয়েন ৫০ হাজারের নিচে আসে। এরপর বিটকয়েন ফিউচার অপশন কন্ট্রাক শেষ হওয়ার সময় চলে আসে এবং সকলের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া শুরু হয় যে, বিটকয়েন আরো কমবে এবং এই মিশ্র প্রতিক্রয়াতে বিটকয়েনের মূল্য ৪৩ হাজারে চলে যায়। আর সেটির সুযোগ মাইক্রোট্রাটিজি কাজে লাগিয়ে ১৫ মিলিয়নের সমপরিমাণ বিটকয়েন ক্রয় করে। আর এই নিউজটি আসার পর মার্কেট উর্ধ্বগতির দিকে যায়। সর্বশেষ নিউজটি যতটা মার্কেটের উর্ধ্বগতিতে সহায়তা করেছে , ১ বিলিয়নের সমপরিমাণ বিটকয়েন ক্রয়ের খবর/নিউজটি ততটা সহায়তা করতে পারে নাই। তবে মার্কেট বুলরানে চলবে , কারন RSI ইন্ডিকেটরে Bullish Divergence তৈরি হয়েছে, যেমনটা তৈরি হয়েছিল জানুযারি মাসের কারেকশনের সময়ে। আশা করি, সকলে বুঝতে পারতেছেন যে সামনের বুলরান কেমন হতে চলেছে।
ফেসবুক এ দীর্ঘ দিন ধরে দেখছি একদল লোক প্রতিদিন তাদের এয়ারড্রপ থেকে পাওয়া কিংবা কোথাও ইনভেস্ট করে প্রফিট পেয়ে সেটি পোস্ট দিয়ে সবাইকে জানাচ্ছে। এসব কাজ এর জন্য ফরসেজ নামক এম এল এম টাইপের একটি সাইট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যারা শেয়ার করছে তারা আপনার আমার ফ্রন্ডলিস্ট এই আছে।
ফরসেজের কথা আর বলিয়েন নাহ ভাই। যারা ডিসেন্ট্রালাইজের আসল মানেই জানে নাহ, তারা ফরসেজে কাজ শুরু করার পর এসে ভাব নেয়া শুরু করে যে, কি না কি জিনিস সে হাতে পেয়েছে। যদিও ফরসেজ একটি পিরামিড স্কিম এবং এটি আমার বন্ধুমহলের মধ্যে সকলেকে বুঝাতে গিয়ে, কিছু অতিপন্ডিতের দলের সাথে মনমালিন হয়। কারণ এটি স্ক্যাম জানার পরেও তারা প্রচার করতেছিল । আর তারা যে স্ক্রিনশটগুলো দেয়, সেগুলো প্রায় ভুয়া হয় ( নিজের ইনকামের স্ক্রিনশট নয়, সেগুলো আপলাইনারদের ইনকামে স্ক্রিনশট হয়ে থাকে) এবং একটি স্ক্রিনশট অনেকজন শেয়ার করে। তাই সকল ক্রিপ্টোব্যবহারকারীদের বলব যে, ফরসেজের মতো পিরামিড কিংবা এম. এল. এম স্কিম থেকে দূরে থাকুন।
|
|
|
|
Swopon
Copper Member
Full Member
Offline
Activity: 700
Merit: 120
Gamdom
|
|
March 02, 2021, 04:48:41 PM |
|
আর এটি সত্য যে, সরকারের উচিত বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের নিয়ম-কানুন তৈরি করা, নাকি সম্পূর্ণরূপে বাতিল করা। কারন সরকার যদি ক্রিপ্টো ব্যবহারের নিয়ম-কানুন তৈরি করার ঘোষণা দেয়, তাহলে বড় বড় ক্রিপ্টো কোম্পানি সরকারকে সহযোগিতা করবে। এখন শুধু সময়ের অপেক্ষা, কারণ ক্রিপ্টোর তুলনায় ফিয়েটকারেন্সিতে মানি লন্ডারিং বেশি হয়। ক্রিপ্টোকারেন্সি এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে সরকারের অবশ্যই এটা নিয়ে কাজ করার জায়গা রয়েছে। মানিলন্ডারিং আসলে কোন ভাবেই ঠেকানো সম্ভব কিনা এটা আমার জানা নেই। একটি চলমান প্রক্রিয়া আমার যতদূর মনে হয়। আবার ক্রিপ্টোকারেন্সি ক্ষেত্রে এটি ঠেকানো খুব একটা সহজ প্রক্রিয়া হবে না। ক্রিপ্টোকারেন্সি একটি মাধ্যম যেখানে গ্লোবাল ফান্ডরাইজিং করা সম্ভব হয়। সরকার অবশ্যই অনেক দিক থেকেই বেনিফিটেড হবে। হয়তো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আমাদের দেশে অনেক বড় বড় কোম্পানির আগমন ঘটতে পারে। আমাদের দেশের ফ্রিল্যান্সাররা যেমন পেপাল ইউজ করতে পারে না ঠিক তেমনি ক্রিপ্টোকারেন্সিও ইউজ করতে পারতেছে না বৈধ ভাবে। ক্রিপ্টোকারেন্সি বৈধতার মাধ্যমে অবশ্যই ফ্রিল্যান্সাররা উপকৃত হবে। শুধুমাত্র মার্কেটপ্লেসে কাজ করার মাধ্যমে ভালো রেংকিং এ আছে ফ্রিল্যান্সার এর দিক থেকে। ক্রিপ্টোকারেন্সি এর লেনদেনসহ হিসাব করা হয় তাহলে আমাদের দেশ আমি মনে করি প্রথম তিনের মধ্যে থাকবে । বুল রানের মধ্যে অনেকেই অনেক ভাবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে উপকৃত হয়েছে যেমন ট্রেডিং করে। সাম্প্রতিক সময়ে আমি ও দিনের কিছুটা টাইম ব্যয় করছি যাতে এ বিষয়ে ভালো জ্ঞান রাখতে পারি। যদি স্ট্র্যাটেজি জানা থাকে অবশ্যই এই সেক্টরের ভালো করা পসিবল। যাইহোক অনেক কথা বললাম কিন্তু ফরসেজ নিয়ে আসলে কিছু বলতে চাই না এখন। আজকে একজনের সাথে এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে তো সেজন্য চাচ্ছি না আসলে এটা নিয়ে অনেক বেশি কথা বলতে। তবে আপনার কথাগুলো যুক্তিসঙ্গত এবং ভাল মনে হয়েছে। শুধু এতোটুকু বলতে চাই সবাই নিজ নিজ জায়গা থেকে অনেক সাবধান থাকেন। অবশ্যই চোখ-কান খোলা রাখবেন এবং খেয়াল রাখবেন যেন আপনার কারণে কেউ কোনো ক্ষতির সম্মুখীন না হয়। সবার জন্য শুভকামনা রইল সাবধানে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার এবং লেনদেন করুন।
|
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2268
Merit: 2324
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
March 02, 2021, 06:04:24 PM |
|
সরকার বৈধ করুক আর নাই করুক, ক্রিপ্টোকারেন্সির ব্যবহার বাড়তেই থাকবে কারণ এর সুবিধা অনেক রয়েছে যেটা পেমেন্ট সিস্টেমগুলো দিতে পারেনা। আমি একজনকে দেখলাম crypterium এর ডেবিট কার্ড ব্যবহার করছে বাংলাদেশ থেকে। কেমন রিস্ক আছে এক্ষেত্রে? আর সেটির সুযোগ মাইক্রোট্রাটিজি কাজে লাগিয়ে ১৫ বিলিয়নের সমপরিমাণ বিটকয়েন ক্রয় করে। আর এই নিউজটি আসার পর মার্কেট উর্ধ্বগতির দিকে যায়।
১৫ মিলিয়ন
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
kabirsingh
Newbie
Offline
Activity: 191
Merit: 0
|
|
March 02, 2021, 06:07:37 PM |
|
অনেক দিন থেকে দেখা হয়নি তবে গতকাল থেকে দেখছি Ethereum Gas হাই আমার কাছে মনে হচ্ছে কারণ আগে ১-২ ছিলো। এখন এটা কি স্বাভাবিক নাকি হাই পরে কমতে পারে।
|
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2268
Merit: 2324
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
March 03, 2021, 01:04:54 AM |
|
অনেক দিন থেকে দেখা হয়নি তবে গতকাল থেকে দেখছি Ethereum Gas হাই আমার কাছে মনে হচ্ছে কারণ আগে ১-২ ছিলো। এখন এটা কি স্বাভাবিক নাকি হাই পরে কমতে পারে।
এইটা এখন অনেক স্বাভাবিক৷ বেশ কিছুদিন হল ইথেরিয়াম এর গ্যাস ফি অনেক হাই এবং এর জন্য অনেক ট্রলের শিকার এইটা :ড বাইন্যান্স চেইন এ ফি কম এবং বর্তমানে বাইন্যান্স চেইনে অনেক ট্রাঞ্জেকশন হয়ে থাকে যদিও বেশিরভাগই হল জোর করে ব্যবহার করানো
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
pankowri
Member
Offline
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
|
সম্ভাবনাময় ব্লকচেইন প্রযুক্তি বিশ্বকে বদলে দেবে উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এর মাধ্যমে তথ্যের শতভাগ নিশ্চয়তা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়ন সম্ভব।তিনি বলেন, আমাদের তরুণদের কাছে ব্লকচেইন প্রযুক্তিসহ ডিজরাপটিভ টেকনোলজি পৌঁছে দিতে না পারলে চতুর্থ শিল্পবিপ্লব প্রতিযোগিতায় থেকে আমরা পিছিয়ে পড়বো। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ‘ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ- ২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে প্রতিমন্ত্রী ২৫-২৭ তিন দিব্যাপী ‘ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ- ২০২১’ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। প্রতিমন্ত্রী বলেন, তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগডাটা, রোবটিকস্, ব্লকচেইন ও মাইক্রোপ্রসেসর ডিজাইন এ ৫টি প্রযুক্তিতে দক্ষ করে তুলতে হবে। এ লক্ষ্যে দেশের ১৫০টি বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব, ৩০০টি স্কুল অব ফিউচার, ৬৪টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে। এছাড়া সারাদেশে ৮ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। ৫ হাজার ল্যাব প্রতিষ্ঠার কাজ প্রক্রিয়াধীন রয়েছে এবং আরও ১০ ল্যাব প্রতিষ্ঠা করা হবে।সুরক্ষা ডট গভ ডট বিডি রেজিস্ট্রেশন প্ল্যাটফর্মে দেশের ৪০ লাখ মানুষ নিবন্ধন করেছে উল্লেখ করে তিনি বলেন, ভ্যাকসিন কার্যক্রমে বাংলাদেশের অবস্থান সারা বিশ্বের মধ্যে ১০ নম্বরে। এ নিবন্ধন কার্যক্রম দেশে-বিদেশে অনলাইনে ইন্টারঅপেরাবল ও যাচাই-বাছাই করতে আমরা ব্লকচেইন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারি। তিনি ব্লকচেইন অলিম্পিয়াডে অংশগ্রহণকারী উদ্যোক্তা, মেনটর ও জাজেসসহ সংশ্লিষ্টদেরকে এই রেজিস্ট্রেশন প্ল্যাটফর্মকে এ প্রযুক্তিতে আনার অনুরোধ জানান। তিনি বলেন, দেশের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও ভূমি ব্যবস্থাপনাসহ সরকারের সকল সেক্টরে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে। পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের ভিশন ছিল একটি দার্শনিক দিকনির্দেশনা। এর অন্যতম লক্ষ্য জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেয়া, দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা এবং প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে মাধ্যমে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের (বিসিওএলবিডি) আহ্বায়ক বুয়েটের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, বিসিওএলবিডি‘র সমন্বয়ক হাবিবুল্লাহ এন করিম, অ্যাম্বাসেডর মো. আব্দুল হান্নান, প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবাল, হংকং ব্লকচেইন সোসাইটির প্রেসিডেন্ট ড. লরেন্স মা, এফবিসিসিআইয়ের সিইও মাহফুজুল হক প্রমুখ। উল্লেখ্য, ব্লকচেইন প্রযুক্তিকে সাম্প্রতিক সময়ের এক অভিনব উদ্ভাবন বলা হচ্ছে। ব্লকচেইন হলো তথ্য সংরক্ষণের নিরাপদ ও উন্মুক্ত পদ্ধতি। এ পদ্ধতিতে বিভিন্ন ব্লকে একটির পর একটি চেইন আকারে তথ্য সংরক্ষণ করা হয়। সাতোশি নাকামতো ছদ্মনামের এক ব্যক্তিকে ব্লকচেইন প্রযুক্তির উদ্ভাবক বলে মনে করা হয়। ২০০৯ সালে প্রথমবারের মতো বিটকয়েন সফটওয়্যার প্রকাশিত হওয়ার পর থেকে ব্লকচেইন প্রযুক্তির বিবর্তন ঘটে চলছে। Source- https://www.jagonews24.com/amp/646405আমার মতামত:আমি এখানে চেষ্টা করেছি সম্পূর্ণ আর্টিকেল একসাথে দেয়ার। অন্তত এই আর্টিকেলে আমরা ব্লকচেইন সম্পর্কে একটি পজিটিভ ধারণা পাই। এর মাধ্যমেই মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছে যে দেশে ব্লকচেইন নিয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। হয়তো খুব শীঘ্রই আমরা নতুন কিছু দেখতে যাচ্ছি।
|
|
|
|
heroalam
Jr. Member
Offline
Activity: 266
Merit: 1
|
|
March 03, 2021, 07:13:54 AM |
|
বাংলাদেশি ভাই বোন দের জন্য আমার একটা পরামর্শ, আপনারা এই ফোরামে ক্রিপ্টো নিয়ে অনেক কিছু শিখতে পারবেন, এবং যা শিখবেন তা অন্যকে জানাবেন হেল্প করবেন। কখনোই শুধু মাত্র ইনকামের জন্য এখানে এসে স্পামিং করবেন নাহ। বাংলাদেশি দের বদনাম হয় যখন আপনারা একেকজন দুই তিনটা বিটকয়েন টক একাউন্ট ইউজ করেন। ইনকাম এমনি আসবে আপনি সবাইকে হেল্প করবেন তখন আপনার কাজে খুশি হয়ে যারা উপরের র্যাং এ আছেন উনারা আপনাকে মেরিট দিবেন তখন আপনি বিভিন্ন বাউন্টি থেকে এমনি ভালো পরিমানে ইনকাম করতে পারবেন।
এই ফোরামের রুলস গুলো প্রথমে পড়ুন এর পর ভালো ভাবে বুঝুন এর পর কাজ শুরু করুন ইনশাআল্লাহ সৎ ভাবে কাজ করলে আপনি হতাস হবেন নাহ।
শুভ কামনা রইলো সবার জন্য।
|
|
|
|
heroalam
Jr. Member
Offline
Activity: 266
Merit: 1
|
|
March 03, 2021, 07:15:36 AM |
|
অনেক দিন থেকে দেখা হয়নি তবে গতকাল থেকে দেখছি Ethereum Gas হাই আমার কাছে মনে হচ্ছে কারণ আগে ১-২ ছিলো। এখন এটা কি স্বাভাবিক নাকি হাই পরে কমতে পারে।
গতকাল নাহ অনেক দিন থেকেই ফি হাই। অপেক্ষা করুন গ্যাস ফি কমবে। আর আপনি মিউ ওয়ালেট ইউজ করুন তাহলে সুফল পাবেন গ্যাস ফি কম কাটবে।
|
|
|
|
laredo7mm
|
|
March 03, 2021, 02:29:24 PM |
|
সরকার বৈধ করুক আর নাই করুক, ক্রিপ্টোকারেন্সির ব্যবহার বাড়তেই থাকবে কারণ এর সুবিধা অনেক রয়েছে যেটা পেমেন্ট সিস্টেমগুলো দিতে পারেনা। আমি একজনকে দেখলাম crypterium এর ডেবিট কার্ড ব্যবহার করছে বাংলাদেশ থেকে। কেমন রিস্ক আছে এক্ষেত্রে?
সরকার বৈধ ঠিক ই করবে যখন দেখবে সব গ্লোবাল ই-কমার্স সাইট গুলো ক্রিপ্টো ব্যবহার করছে আবার ক্রিপ্টো এর মাধ্যমে ইউ এর দেশগুলো বড়ো বড়ো টাকা লেনদেন করছে তখন তারা এর থেকে tax নেয়ার চেষ্টা করবে। crypterium সম্পর্কে আমার কোনো ধারণা নাই তবে ক্রিপ্টো তে বাংলাদেশ থেকে খুব ই বড়ো ট্রানসাকশান না করলে সমস্যা হবার কথা না। police , rab যারা ক্রিপ্টো দিয়ে জুয়ার সাথে জড়িত তাদেরকে ধরতে তৎপর।
|
|
|
|
Review Master
|
|
March 03, 2021, 04:44:16 PM Merited by Halab (2), DTalk (1) |
|
সরকার বৈধ করুক আর নাই করুক, ক্রিপ্টোকারেন্সির ব্যবহার বাড়তেই থাকবে কারণ এর সুবিধা অনেক রয়েছে যেটা পেমেন্ট সিস্টেমগুলো দিতে পারেনা। আমি একজনকে দেখলাম crypterium এর ডেবিট কার্ড ব্যবহার করছে বাংলাদেশ থেকে। কেমন রিস্ক আছে এক্ষেত্রে?
সরকার একসময় হয়তো ক্রিপ্টোকে রেগুলেশন করবে, কিন্তু অনেক সময় লাগবে। কারণটি সবার জানা আছে, কোনো সমস্যা তো ............ (বুঝে নিয়েন ) । তবে যেমনটি আগেই বলেছি, সরকার শুধুমাত্র তাদেরকে ধরতেছে, যারা অবৈধ কোনো কাজ কারবারের সাথে জড়িত। কিন্তু এমন খবর শুনার পর, যারা বৈধ উপায়ে উপার্জন করতেছে, তাদের জন্য দিশেহারা হওয়ার অবস্থা হয় । উদাহরণ হিসেবে, আমার পরিচিত বড় ভাই Freelancer(dot)com এ কাজ করে এবং তার ক্লাইন্ট তাকে বিটকয়েনে পেমেন্ট করে। তারা কী করবে বুঝতে পারে না। কারণ এক তাদের ক্লাইন্ট বিটকয়েনে পেমেন্ট দেয়, দুই তারা সেটি এখন নিরাপদে টাকায় রূপান্তর করতেও ভয় পাচ্ছে। আর সেটির সুযোগ মাইক্রোট্রাটিজি কাজে লাগিয়ে ১৫ বিলিয়নের সমপরিমাণ বিটকয়েন ক্রয় করে। আর এই নিউজটি আসার পর মার্কেট উর্ধ্বগতির দিকে যায়।
১৫ মিলিয়ন ঘুমের ঘোরে লেখলে যা হয়। অবশ্য পরে সেটি সংশোধন করেছি এবং আপনাকে ধন্য থেকে বাদ করে দিলাম।
আমার মতামত: আমি এখানে চেষ্টা করেছি সম্পূর্ণ আর্টিকেল একসাথে দেয়ার। অন্তত এই আর্টিকেলে আমরা ব্লকচেইন সম্পর্কে একটি পজিটিভ ধারণা পাই। এর মাধ্যমেই মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছে যে দেশে ব্লকচেইন নিয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। হয়তো খুব শীঘ্রই আমরা নতুন কিছু দেখতে যাচ্ছি।
ব্লকচেইন নিয়ে সম্ভাবনা অনেক রয়েছে, কিন্তু কোন ধরনের ব্লকচেইন সেটি আগে ভাবতে হবে। কারন জুনায়েদ স্যার এর আগেই একটি কনফারেন্সে বলেছিলেন, বাংলাদেশে ব্লকচেইন প্রযুক্তির অগ্রগতির জন্য কাজ করবেন কিন্তু বিটকয়েনকে বৈধ করার সম্ভাবনা কম। আর একটি বিষয় হলো,বাংলাদেশের কিছু আইটি ফার্ম আছে যেগুলো প্রাইভেট ব্লকচেইন সিস্টেম দুবাইকে প্রদান করে থাকে। আর ব্লকচেইন অলিম্পিয়াডে আমিও অংশগ্রহণ করার জন্য শাহজালাল ইউনিভার্সিটির এক ভাইয়ের কাছে পরামর্শ চাইছিলাম। আর তার কথা থেকে আমি যতটুকু বুঝতে পেরেছিল, বর্তমানে এসব অলিম্পিয়াড হচ্ছে প্রাইভেট সেক্টরগূলোর জন্য এবং সেটি প্রাইভেট ব্লকচেইন নিয়েই বলা যায়। তাই আমি এখন পর্যন্ত ব্লকচেইন নিয়ে লেখা খবরগুলোতে তেমন আশাবাদী না যে, বিটকয়েন খুবই তাড়াতাড়ি বাংলাদেশে বৈধ কিংবা রেগুলেশন হবে। অন্যান্যদের মতামতের অপেক্ষায় রইলাম।
|
|
|
|
heroalam
Jr. Member
Offline
Activity: 266
Merit: 1
|
|
March 03, 2021, 06:05:39 PM |
|
ভারত বিটকয়েন ব্যাংক স্থাপন করছে তাই হয়ত খুব তাড়াতাড়ি আমাদের দেশেও বিটকযেন অনুমোদন হতে যাচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি বাংলাদেশ ব্যাংক বিষয় টা আমলে নিবে।
বাংলাদেশে কখনোই এতো তারাতাড়ি আসবে নাহ ভাই, তার প্রধান কারণ হলো আমাদের দেশের অনেক লোক নিজেদের কালো টাকা পাচার করতেছে বাহিরে বিটকয়েন ইউজ করে তা সরকারের চোখে পড়েছে । পাপ করতেছে বড় বড় রাঘব বোয়াল রা ভাই আমরা কষ্ট করে ইনকাম করি কিন্তু আমরা ধরা পরলে জাবিন নেই৷ অথচ বিগ ফিস রা ধরাছোয়ার বাহিরে থেকে যাচ্ছে।
|
|
|
|
pankowri
Member
Offline
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
|
|
March 04, 2021, 02:42:53 AM |
|
ব্লকচেইন নিয়ে সম্ভাবনা অনেক রয়েছে, কিন্তু কোন ধরনের ব্লকচেইন সেটি আগে ভাবতে হবে। কারন জুনায়েদ স্যার এর আগেই একটি কনফারেন্সে বলেছিলেন, বাংলাদেশে ব্লকচেইন প্রযুক্তির অগ্রগতির জন্য কাজ করবেন কিন্তু বিটকয়েনকে বৈধ করার সম্ভাবনা কম। আর একটি বিষয় হলো,বাংলাদেশের কিছু আইটি ফার্ম আছে যেগুলো প্রাইভেট ব্লকচেইন সিস্টেম দুবাইকে প্রদান করে থাকে। আর ব্লকচেইন অলিম্পিয়াডে আমিও অংশগ্রহণ করার জন্য শাহজালাল ইউনিভার্সিটির এক ভাইয়ের কাছে পরামর্শ চাইছিলাম। আর তার কথা থেকে আমি যতটুকু বুঝতে পেরেছিল, বর্তমানে এসব অলিম্পিয়াড হচ্ছে প্রাইভেট সেক্টরগূলোর জন্য এবং সেটি প্রাইভেট ব্লকচেইন নিয়েই বলা যায়। তাই আমি এখন পর্যন্ত ব্লকচেইন নিয়ে লেখা খবরগুলোতে তেমন আশাবাদী না যে, বিটকয়েন খুবই তাড়াতাড়ি বাংলাদেশে বৈধ কিংবা রেগুলেশন হবে। অন্যান্যদের মতামতের অপেক্ষায় রইলাম।
আসলে ব্লক চেইন নিয়ে কাজ শুরু হলে বিটকয়েনের দিকটি অটোমেটিক উঠে আসবে। ব্লকচেইন নিয়ে যখন ভালোভাবে কাজ শুরু হবে তখন অবশ্যই মানুষ বিটকয়েন সম্পর্কে আরও গভীরভাবে জানবে বিটকয়েনের বিভিন্ন পজিটিভ দিক গুলো সবার সামনে উঠে আসবে। তখন হয়তো দেশের সরকার কিংবা সরকারের উচ্চপদস্থ যারা আছে তারা বিটকয়েন নিয়ে নতুন করে ভাবতে শুরু করবে। হ্যাঁ এটা সত্যি যে অনেক দ্রুত খুব ভালো সংবাদ আসবেনা, তবে একটি নিয়ে যখন কাজ শুরু হবে তখন অবশ্যই ভালো কিছু আমরা আশা করতে পারি।
|
|
|
|
laredo7mm
|
|
March 04, 2021, 03:10:06 PM |
|
ব্লকচেইন নিয়ে সম্ভাবনা অনেক রয়েছে, কিন্তু কোন ধরনের ব্লকচেইন সেটি আগে ভাবতে হবে। কারন জুনায়েদ স্যার এর আগেই একটি কনফারেন্সে বলেছিলেন, বাংলাদেশে ব্লকচেইন প্রযুক্তির অগ্রগতির জন্য কাজ করবেন কিন্তু বিটকয়েনকে বৈধ করার সম্ভাবনা কম। আর একটি বিষয় হলো,বাংলাদেশের কিছু আইটি ফার্ম আছে যেগুলো প্রাইভেট ব্লকচেইন সিস্টেম দুবাইকে প্রদান করে থাকে। আর ব্লকচেইন অলিম্পিয়াডে আমিও অংশগ্রহণ করার জন্য শাহজালাল ইউনিভার্সিটির এক ভাইয়ের কাছে পরামর্শ চাইছিলাম। আর তার কথা থেকে আমি যতটুকু বুঝতে পেরেছিল, বর্তমানে এসব অলিম্পিয়াড হচ্ছে প্রাইভেট সেক্টরগূলোর জন্য এবং সেটি প্রাইভেট ব্লকচেইন নিয়েই বলা যায়। তাই আমি এখন পর্যন্ত ব্লকচেইন নিয়ে লেখা খবরগুলোতে তেমন আশাবাদী না যে, বিটকয়েন খুবই তাড়াতাড়ি বাংলাদেশে বৈধ কিংবা রেগুলেশন হবে। অন্যান্যদের মতামতের অপেক্ষায় রইলাম।
আসলে ব্লক চেইন নিয়ে কাজ শুরু হলে বিটকয়েনের দিকটি অটোমেটিক উঠে আসবে। ব্লকচেইন নিয়ে যখন ভালোভাবে কাজ শুরু হবে তখন অবশ্যই মানুষ বিটকয়েন সম্পর্কে আরও গভীরভাবে জানবে বিটকয়েনের বিভিন্ন পজিটিভ দিক গুলো সবার সামনে উঠে আসবে। তখন হয়তো দেশের সরকার কিংবা সরকারের উচ্চপদস্থ যারা আছে তারা বিটকয়েন নিয়ে নতুন করে ভাবতে শুরু করবে। হ্যাঁ এটা সত্যি যে অনেক দ্রুত খুব ভালো সংবাদ আসবেনা, তবে একটি নিয়ে যখন কাজ শুরু হবে তখন অবশ্যই ভালো কিছু আমরা আশা করতে পারি। অনেকেই ব্লকচেইন বলতে শুধু ক্রিপ্টো বা বিটকয়েন কেই বুঝে অথচ ব্লকচেইন টেকনোলজি আরো অনেক বিসতৃত এবং দৈনন্দিন জীবনেও ব্লকচেইন এর অনেক ভালো ব্যবহার করা সম্ভব। নির্বাচন স্বচ্ছ করার জন্যে ব্লকচেইন এর ব্যবহার খুবই কার্যকরী এবং অনেক দেশে এটা পরীক্ষা মূলক ভাবে ব্যবহার শুরু ও করা হয়েছে। বাংলাদেশে ব্লকচেইন নিয়ে কাজ শুরু করলে ক্রিপ্টো নিয়েও সরকার কিছু না কিছু পদক্ষেপ নিবে বলেই আশা করি।
|
|
|
|
heroalam
Jr. Member
Offline
Activity: 266
Merit: 1
|
|
March 06, 2021, 07:03:41 AM |
|
এইখানে কেউ কি হার্ডওয়্যার ওয়ালেট ব্যবহার করেন? যেমন- লেজার ন্যানো কিংবা ট্রেজর কিংবা অন্য হার্ডওয়্যার ওয়ালেট? যদি করে থাকেন তাহলে একটু দয়া করে বলবেন আপনারা কিভাবে বাংলাদেশে এনেছেন এবং কাস্টমস এ ঝামেলা কেমন করে? কোন কিছু জিজ্ঞেস করে? মানে রিস্ক আছে কি?
আমি কিনতে চেয়েছিলাম কিন্তু আমার ফ্রেন্ড যখন অর্ডার করে তখন সেটা কাস্টমস আটকে দেয় এবং তাকে যেতে বলে। বন্ধু ভয়ে আর যায়নি।
|
|
|
|
heroalam
Jr. Member
Offline
Activity: 266
Merit: 1
|
|
March 06, 2021, 07:06:12 AM |
|
কয়েনবেজ থেকে কয়েনবেজ মেইল এ সেন্ড করার সময় এরর দেখিয়ে ১০$ পরিমাণ লাইটকয়েন (LTC) গায়েব হয়ে গেছে। এটা কি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে? ট্রানজেকশন হিস্ট্রি তে আউটগোয়িং কোনো কিছুই নেই।
জ্বী আপনি তাদের সাপোর্টে মেইল করেন। তারা কিছু জানতে চাইবে দিবেন ব্যাক দিয়ে দিবে।
|
|
|
|
iranationBD
Newbie
Offline
Activity: 139
Merit: 0
|
|
March 06, 2021, 10:30:55 AM |
|
আমার এক পরিচিত কৃপ্টো ফ্রেন্ড বিটকয়েনটকে নেগেটিভ ট্রাস্ট পেয়েছে। এটা রিমোভ করার জন্য কি করতে হবে? সিনিয়র ভাইদের কেউ এই বিষয়ে অবগত থাকলে দয়া করে রিপ্লাইয়ে সাপোর্ট বোর্ডের লিংকটা দেন। আর না থাকলে কিভাবে রিমোভ করা যাবে এ বিষয়ে একটু সাহায্য করেন।
|
|
|
|
|