Bitcoin Forum
December 11, 2024, 10:41:01 PM *
News: Latest Bitcoin Core release: 28.0 [Torrent]
 
   Home   Help Search Login Register More  
Pages: « 1 ... 167 168 169 170 171 172 173 174 175 176 177 178 179 180 181 182 183 184 185 186 187 188 189 190 191 192 193 194 195 196 197 198 199 200 201 202 203 204 205 206 207 208 209 210 211 212 213 214 215 216 [217] 218 219 220 221 222 223 224 225 226 227 228 229 230 231 232 233 234 235 236 237 238 239 240 241 242 243 244 245 246 247 248 249 250 251 252 253 254 255 256 257 258 259 260 261 262 263 264 265 266 267 ... 578 »
  Print  
Author Topic: বাংলা (Bengali)  (Read 5435485 times)
This is a self-moderated topic. If you do not want to be moderated by the person who started this topic, create a new topic. (1830 posts by 89+ users deleted.)
Malam90
Full Member
***
Offline Offline

Activity: 1099
Merit: 116


View Profile
July 23, 2021, 01:55:15 AM
 #4321

অনেকেই আছে যারা অনেক সফল হয়েছে, সেই তুলনায় আমার সফলতা কম হলেও আমি একটি বিষয় আপনাকে উপদেশ দিতে পারি যে, বাউন্টি করার একটি সুবর্ণসময় হলো প্রতি বছরের সেপ্টেম্বর থেকে পরবর্তী বছরের মার্চ মাস পর্যন্ত এবং এই সময়ের বাউন্টিগুলো খুবই সফল হয়ে থাকে। এটি আমি আমার বাউন্টির অভিঙ্গতা থেকে পেয়েছি।  Wink

আমিও আমার গত কয়েকবছরের বাউন্টি অভিজ্ঞতা থেকে দেখতেছি প্রতিবছর আগস্ট/সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারী/মার্চ পর্যন্ত বাউন্টির জন্য ভালো সময় যায়। তার কারণও দেখেছি যে ওই সময়টা মার্কেট পরিস্থিতি সার্বিক দিক বিবেচনায় ভালোই থাকে এবং বাউন্টির জন্য যেটা অফ সিজন (মার্চ থেকে জুলাই/আগস্ট) থাকে মূলত মার্কেট কারেকশান মোডে থাকার কারণে।


বিঃদ্রঃ- যারা স্টেকিং করে আয় করতে চান তাদের জন্য Cake, Baby দুটি টোকেনই বর্তমানে ১০০%+ এপিআর। অর্থাৎ কেউ যদি ১০০ Cake স্টেকিং করে তাহলে বছরে ১০০ টা Cake পাবেন স্টেকিং পুরস্কার হিসেবে (আজকের রেট অনুযায়ী)। অর্থাৎ মাসে ৮.৩৩ টা Cake যা ১০০ ডলার এর মত। চাইলে সেটা রিস্টেকিং এ দিয়ে আরো বেশি টোকেন পাবেন স্টেকিং থেকে। BabySwap এর Baby টোকেন স্টেকিং করলে ১৫০%+ এপিআর পাবেন (আজকের রেট অনুযায়ী)। অর্থাৎ কেউ ১০০০ Baby টোকেন স্টেকিং করলে বছরে ১৫০০ টোকেন পাবেন রিওয়ার্ড হিসেবে। এছাড়া আরো নিত্য নতুন টোকেন আসে স্টেকিং করার জন্য। Baby টোকেন স্টেকিং করে সেগুলোও আয় করতে পারেন যা ২০০%+ ও আছে বর্তমানে এপিআর। আমি নিজেই সেখানে স্টেকিং করতেছি। এপিআর এর ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে- যত বেশি টোকেন স্টেকিং এর জন্য দেওয়া হবে এপিআর তত কমতে থাকবে, পক্ষান্তরে যত বেশি লোক টোকেন সেখান থেকে উইথড্র করে নিবে  এপিআর তত বাড়বে। টোকেন বেশি মানে এপিআর কম, টোকেন যত কম মানে এপিআর বেশি।
Jontokhan65
Jr. Member
*
Offline Offline

Activity: 77
Merit: 3


View Profile
July 23, 2021, 03:33:05 PM
 #4322

সিনিয়র ভাইদের কাছে জানতে চাই।
আইসিও, আইডিওতে বিনিয়োগ কেমনে করে এবং আইসিও, আইডিও কী ?
স্টেকিং কী ?
Review Master
Sr. Member
****
Offline Offline

Activity: 1456
Merit: 280


BitByte Crypto: https://link3.to/bitbytecrypto


View Profile WWW
July 25, 2021, 04:50:49 PM
 #4323


P2E (Play to Earn) ভিত্তিক প্রজেক্টের ট্রেন্ড এবং এটি থেকে লাভবান হোন


ক্রিপ্টোমার্কেটে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ট্রেন্ড চালু হয়ে থাকে। উদাহরণ হিসেবেই এই বছরের ট্রেন্ডগুলো দেখুন, বছরের শুরুতে আইডিও এর হাইপ/ট্রেন্ড, এরপর এনএফটির ট্রেন্ড, তারপর শুরু হয় মিমকয়েনের/শিটকয়েনের ট্রেন্ড। আর বর্তমানে ট্রেন্ড চালু হয়েছে P2E কিংবা Play to Earn অথবা এনএফটি ভিত্তিক গেম - যেগুলোতে বিজয়ী হলে পুরস্কার হিসেবে প্রজেক্টির টোকেন পাওয়া যায়। এই ট্রেন্ডটি চালু হওয়ার প্রায় একমাসের বেশি হয়ে যাচ্ছে এবং আশা করা যায় সামনের একমাস কিংবা এর অধিক সময়ের বেশি ট্রেন্ডটি চালু থাকবে। তাই এইসময়টিকে কাজে লাগিয়ে অনেকেই অধিক পরিমাণ ক্রিপ্টো ইনকাম করতেছে, যেমনটি অন্যান্য ট্রেন্ডের সময় অনেকে লাভবান হয়েছিল।

আজকের এই পোষ্টে আমি CryptoBlades প্রেজক্টটি নিয়ে সংক্ষিপ্ত কথা বলবো। মূলত আপনাদেরকে এই প্রজেক্ট সম্পর্কিত একটি সম্পূর্ণ ভিডিও সংযুক্ত করে দিলাম এবং বিস্তারিত জানার জন্য সেটি সকলেই দেখে নিতে পারেন । আমি সংক্ষিপ্তভাবে কিছু তথ্য তুলে ধরলাম:

CryptoBlades প্রজেক্টটি অন্যান্য P2E কিংবা Play to Earn প্রজেক্টের মতোই এবং এটিতে আমাদেরকে বিভিন্ন ক্যারেক্টার ও ওয়েপেন দিয়ে প্রতিদ্বন্দ্বীর সাথে যুদ্ধ করতে হয় । আর যদি কেউ যুদ্ধটিতে বিজয়ী হয়, তাহলে আপনি CryptoBlades এর মূল টোকেন SKILL পাবেন। তাই প্রথমেই আপনাদেরকে SKILL টোকেন ক্রয় করতে হবে, যেন আমরা ক্যারেক্টার ও ওয়েপেন এর এনএফটি নিতে পারি। এরপর সেই এনএফটিগুলো ব্যবহার করে আমরা প্রতিদ্বন্দ্বীদের সাথে লড়াই করবো। আমি CryptoBlades দুইদিন থেকে খেলতেছি এবং দুইদিনে ১ SKILL টোকেন ইনকাম করেছি, যার বর্তমান মূল্য প্রায় $১৩০ এর বেশি। আরো বিস্তারিত জানতে সংযুক্ত করা ভিডিওটি দেখতে পারেন।

ভিডিও লিংক: https://youtu.be/KKjfQf-AYis



যেকোনো সময় সরাসরি সহযোগিতা পাওয়ার জন্য, নিচের টেলিগ্রাম গ্রুপে যোগদান করুন:
Telegram Group: https://t.me/bitbytecrypto
Telegram Channel: https://t.me/official_BitByteCrypto
Youtube Channel: https://www.youtube.com/channel/UCeG5GNbVtqL0PY0o66OyFgg/

▄▄ BITBYTE CRYPTO ▄▄
Be A Crypto Veteran Together
▄▄▄▄▄▄▄   TWITTER | TG GROUP | TG CHANNEL | YOUTUBE  ▄▄▄▄▄▄▄ 
Rb48
Jr. Member
*
Offline Offline

Activity: 154
Merit: 1


View Profile
July 28, 2021, 02:26:16 AM
Merited by rafi90 (1)
 #4324

‘ক্রিপ্টোকারেন্সি’র লেনদেন অপরাধ নয়,
সিআইডিকে বাংলাদেশ ব্যাংকের চিঠি

‘ক্রিপ্টোকারেন্সি’র মালিকানা, সংরক্ষণ বা লেনদেন অপরাধ নয় বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) পাঠানো এক চিঠিতে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ মতামত দিয়েছে।

ক্রিপ্টোকারেন্সি একধরনের ভার্চ্যুয়াল মুদ্রা। ইন্টারনেটের মাধ্যমে লেনদেন হওয়া এ ধরনের মুদ্রার সংখ্যা এখন আট হাজারের বেশি। তবে এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিটকয়েন। ২০০৮ সালের শেষভাগে জাপানি নাগরিক সাতোশি নাকামোতো নামের একজন বা একদল সফটওয়্যার বিজ্ঞানী এই ‘ক্রিপ্টোকারেন্সির’ উদ্ভাবন করেন।
কয়েন মার্কেট ক্যাপের তথ্য অনুযায়ী, ১ বিটকয়েনের বিনিময়মূল্য গত ২৪ জুলাই সন্ধ্যায় ছিল ৩৩ হাজার ৮০৫ দশমিক ৩১ ডলার। তবে বাংলাদেশে বিটকয়েন লেনদেন অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। এ মুহূর্তে সিআইডি দুটি মামলার তদন্ত করছে। এমন একটি মামলার তদন্ত করতে গিয়ে সিআইডি মতামত চেয়েছিল বাংলাদেশ ব্যাংকের কাছে।

গত ১৮ মে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের সহকারী পরিচালক শফিউল আজম ক্রিপ্টোকারেন্সি নিয়ে ব্যাংকের অবস্থান জানান সিআইডিকে। তিনি লেখেন, ‘ক্রিপ্টোকারেন্সির মালিকানা, সংরক্ষণ বা লেনদেন স্বীকৃত না হলেও এটিকে অপরাধ বলার সুযোগ নেই মর্মে প্রতীয়মান হয়।’ ওই চিঠিতে তিনি আরও বলেন, ভার্চ্যুয়াল মুদ্রায় লেনদেনের ফলাফল হিসেবে দ্বিতীয় পর্যায়ে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭; সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর আওতায় অপরাধ হতে পারে। প্রযোজ্য ক্ষেত্রে সিআইডি এ নিয়ে অনুসন্ধান করে দেখতে পারে।

একই চিঠিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমান বিশ্বে ভার্চ্যুয়াল মুদ্রার বাজার দুই ট্রিলিয়ন মার্কিন ডলার। ক্রিপ্টোকারেন্সি প্রচলনের প্রাথমিক পর্যায়ে বিশ্বের কোনো আইনগত কর্তৃপক্ষ এই মুদ্রাকে স্বীকৃতি দেয়নি। কিন্তু বর্তমানে কয়েকটি দেশের (যেমন: জাপান, সিঙ্গাপুর, আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র) কেন্দ্রীয় ব্যাংক/মুদ্রা নিয়ন্ত্রক সংস্থা ক্রিপ্টোকারেন্সির লেনদেনকে বৈধতা দেওয়ার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সির মতো এ ধরনের প্রাইভেট কারেন্সিতে লেনদেন বা সংরক্ষণের অনুমোদন দেয়নি।বৈদেশিক মুদ্রানীতি বিভাগের উদ্যোগে বাংলাদেশ ব্যাংক ২০১৭ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে কৃত্রিম মুদ্রায় (যেমন বিটকয়েন) লেনদেন থেকে বিরত থাকার বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল। বিজ্ঞপ্তিতে ওই সময় বাংলাদেশ ব্যাংক বলে, ভার্চ্যুয়াল মুদ্রায় লেনদেনের মাধ্যমে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ–সম্পর্কিত আইনের লঙ্ঘন হতে পারে। ক্রিপ্টোকারেন্সির বিষয়ে বাংলাদেশ ব্যাংক এখনো কোনো নীতিমালা প্রণয়ন করেনি।

তবে এর মধ্যেই ক্রিপ্টোকারেন্সিকে একেবারে নাকচ করে না দেওয়ার ব্যাপারে কথাবার্তা চলছে সংস্থাগুলোর মধ্যে। যেমন, সরকারের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডিভিশন। ২০২০ সালের মার্চে এ বিভাগ ন্যাশনাল ব্লকচেইন স্ট্র্যাটেজি করে। ওই কৌশলপত্রে তারা বলেছে, ব্লকচেইন স্টার্টআপে ২০১৩ সাল থেকে ২৩ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ হয়েছে। এই বিনিয়োগ ভবিষ্যতে আরও বাড়তে পারে। বাংলাদেশি সফটওয়্যার ইন্ডাস্ট্রিগুলোর জন্য এটা একটা সুযোগ। কিন্তু ক্রিপ্টোকারেন্সির ব্যবহার নিষিদ্ধ থাকায় বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি এ আকর্ষণীয় সুযোগের বাইরে থেকে যাচ্ছে। অবশ্য ওই কৌশলপত্রে এও বলা হয়েছে, উপযুক্ত প্রযুক্তি, আইন ও নীতি কাঠামোর অনুপস্থিতিতে এ ধরনের ডোমেইন দেশে সন্ত্রাসী কার্যক্রমের পথকে উন্মুক্ত করে দিতে পারে। তাই এই উভয়সংকট কীভাবে মোকাবিলা করা যায়, তা বিবেচনা করা উচিত।

ব্লকচেইন হলো তথ্য সংরক্ষণের পদ্ধতি। এ পদ্ধতিতে বিভিন্ন ব্লকে একটির পর একটি তথ্য চেইনের মতো করে সংরক্ষণ করা হয়। ক্রিপ্টোকারেন্সির লেনদেনের তথ্য ব্লকচেইন নেটওয়ার্কের মাধ্যমে সুরক্ষিত থাকে। এমনিতে এই মুদ্রার লেনদেন কেন্দ্রীয় ব্যাংকের তদারকিতে থাকে না। ইন্টারনেট ব্যবহারকারী দুজন নিজেদের পরিচয় প্রকাশ না করে সরাসরি এই লেনদেন করে । ২৭ থেকে ৩৪ অক্ষরের একটি আইডি খুলে ইন্টারনেটে অ্যাকাউন্ট খুলে এই মুদ্রা লেনদেন করা যায়। ভার্চ্যুয়াল এই মুদ্রা জমা থাকে ডিজিটাল ওয়ালেটে। source

───────     Next-Gen of Algo Stablecoins     ───────
██  ███  ██████     TheStandard.io     ██████  ███  ██
Rahman11
Sr. Member
****
Offline Offline

Activity: 1428
Merit: 250



View Profile
July 29, 2021, 03:46:22 AM
 #4325

‘ক্রিপ্টোকারেন্সি’র লেনদেন অপরাধ নয়,
সিআইডিকে বাংলাদেশ ব্যাংকের চিঠি

‘ক্রিপ্টোকারেন্সি’র মালিকানা, সংরক্ষণ বা লেনদেন অপরাধ নয় বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) পাঠানো এক চিঠিতে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ মতামত দিয়েছে।

ক্রিপ্টোকারেন্সি একধরনের ভার্চ্যুয়াল মুদ্রা। ইন্টারনেটের মাধ্যমে লেনদেন হওয়া এ ধরনের মুদ্রার সংখ্যা এখন আট হাজারের বেশি। তবে এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিটকয়েন। ২০০৮ সালের শেষভাগে জাপানি নাগরিক সাতোশি নাকামোতো নামের একজন বা একদল সফটওয়্যার বিজ্ঞানী এই ‘ক্রিপ্টোকারেন্সির’ উদ্ভাবন করেন।
কয়েন মার্কেট ক্যাপের তথ্য অনুযায়ী, ১ বিটকয়েনের বিনিময়মূল্য গত ২৪ জুলাই সন্ধ্যায় ছিল ৩৩ হাজার ৮০৫ দশমিক ৩১ ডলার। তবে বাংলাদেশে বিটকয়েন লেনদেন অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। এ মুহূর্তে সিআইডি দুটি মামলার তদন্ত করছে। এমন একটি মামলার তদন্ত করতে গিয়ে সিআইডি মতামত চেয়েছিল বাংলাদেশ ব্যাংকের কাছে।

গত ১৮ মে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের সহকারী পরিচালক শফিউল আজম ক্রিপ্টোকারেন্সি নিয়ে ব্যাংকের অবস্থান জানান সিআইডিকে। তিনি লেখেন, ‘ক্রিপ্টোকারেন্সির মালিকানা, সংরক্ষণ বা লেনদেন স্বীকৃত না হলেও এটিকে অপরাধ বলার সুযোগ নেই মর্মে প্রতীয়মান হয়।’ ওই চিঠিতে তিনি আরও বলেন, ভার্চ্যুয়াল মুদ্রায় লেনদেনের ফলাফল হিসেবে দ্বিতীয় পর্যায়ে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭; সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর আওতায় অপরাধ হতে পারে। প্রযোজ্য ক্ষেত্রে সিআইডি এ নিয়ে অনুসন্ধান করে দেখতে পারে।

একই চিঠিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমান বিশ্বে ভার্চ্যুয়াল মুদ্রার বাজার দুই ট্রিলিয়ন মার্কিন ডলার। ক্রিপ্টোকারেন্সি প্রচলনের প্রাথমিক পর্যায়ে বিশ্বের কোনো আইনগত কর্তৃপক্ষ এই মুদ্রাকে স্বীকৃতি দেয়নি। কিন্তু বর্তমানে কয়েকটি দেশের (যেমন: জাপান, সিঙ্গাপুর, আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র) কেন্দ্রীয় ব্যাংক/মুদ্রা নিয়ন্ত্রক সংস্থা ক্রিপ্টোকারেন্সির লেনদেনকে বৈধতা দেওয়ার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সির মতো এ ধরনের প্রাইভেট কারেন্সিতে লেনদেন বা সংরক্ষণের অনুমোদন দেয়নি।বৈদেশিক মুদ্রানীতি বিভাগের উদ্যোগে বাংলাদেশ ব্যাংক ২০১৭ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে কৃত্রিম মুদ্রায় (যেমন বিটকয়েন) লেনদেন থেকে বিরত থাকার বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল। বিজ্ঞপ্তিতে ওই সময় বাংলাদেশ ব্যাংক বলে, ভার্চ্যুয়াল মুদ্রায় লেনদেনের মাধ্যমে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ–সম্পর্কিত আইনের লঙ্ঘন হতে পারে। ক্রিপ্টোকারেন্সির বিষয়ে বাংলাদেশ ব্যাংক এখনো কোনো নীতিমালা প্রণয়ন করেনি।

তবে এর মধ্যেই ক্রিপ্টোকারেন্সিকে একেবারে নাকচ করে না দেওয়ার ব্যাপারে কথাবার্তা চলছে সংস্থাগুলোর মধ্যে। যেমন, সরকারের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডিভিশন। ২০২০ সালের মার্চে এ বিভাগ ন্যাশনাল ব্লকচেইন স্ট্র্যাটেজি করে। ওই কৌশলপত্রে তারা বলেছে, ব্লকচেইন স্টার্টআপে ২০১৩ সাল থেকে ২৩ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ হয়েছে। এই বিনিয়োগ ভবিষ্যতে আরও বাড়তে পারে। বাংলাদেশি সফটওয়্যার ইন্ডাস্ট্রিগুলোর জন্য এটা একটা সুযোগ। কিন্তু ক্রিপ্টোকারেন্সির ব্যবহার নিষিদ্ধ থাকায় বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি এ আকর্ষণীয় সুযোগের বাইরে থেকে যাচ্ছে। অবশ্য ওই কৌশলপত্রে এও বলা হয়েছে, উপযুক্ত প্রযুক্তি, আইন ও নীতি কাঠামোর অনুপস্থিতিতে এ ধরনের ডোমেইন দেশে সন্ত্রাসী কার্যক্রমের পথকে উন্মুক্ত করে দিতে পারে। তাই এই উভয়সংকট কীভাবে মোকাবিলা করা যায়, তা বিবেচনা করা উচিত।

ব্লকচেইন হলো তথ্য সংরক্ষণের পদ্ধতি। এ পদ্ধতিতে বিভিন্ন ব্লকে একটির পর একটি তথ্য চেইনের মতো করে সংরক্ষণ করা হয়। ক্রিপ্টোকারেন্সির লেনদেনের তথ্য ব্লকচেইন নেটওয়ার্কের মাধ্যমে সুরক্ষিত থাকে। এমনিতে এই মুদ্রার লেনদেন কেন্দ্রীয় ব্যাংকের তদারকিতে থাকে না। ইন্টারনেট ব্যবহারকারী দুজন নিজেদের পরিচয় প্রকাশ না করে সরাসরি এই লেনদেন করে । ২৭ থেকে ৩৪ অক্ষরের একটি আইডি খুলে ইন্টারনেটে অ্যাকাউন্ট খুলে এই মুদ্রা লেনদেন করা যায়। ভার্চ্যুয়াল এই মুদ্রা জমা থাকে ডিজিটাল ওয়ালেটে। source

এইটা হয়ত ক্রিপ্টোকারেন্সি জন্মের আগেথেকেই বাংলাদেশি আইনের অন্তর্ভুক্ত কিন্তু সেটা জনসম্মুখে খোলামেলাভাবে প্রকাশ করেনি ব্যাংক কর্তৃপক্ষ অথবা কেন্দ্রীয় ব্যাংক যার কারনে আইনশৃঙ্খলাবাহিনীও এব্যাপারে পুরোপুরি ওয়াকিবহাল ছিলনা, যাইহোক আশাকরছি ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে বিশ্বপরিস্থিতি বিবেচনায় লেনদেনে আইনগত বৈধতা পাবে অচিরেই।
Rahman11
Sr. Member
****
Offline Offline

Activity: 1428
Merit: 250



View Profile
July 29, 2021, 05:09:07 AM
 #4326

আসসালামু আলাইকুম সিনিয়র ভাইদের কাছে আমার একটি প্রশ্ন?..
আমি কিছু টোকেন কিনে হোল্ড করতে চাই। কোন টোকেন কিনে রাখলে ভবিষ্যতে লাভবান হতে পারব ?
সিনিয়র ভাইরা একটু জানাবেন।
আপনি আপকামিং আইসিও এবং আইওগুলোর বিষয়ে বিস্তারিত জানুন তাদের মার্কেট পলিসি এবং অবশ্যই অতীত ইতিহাস জানার চেষ্টা করবেন পূর্বে তাদের প্রজেক্ট কেমন কাজ করেছে জানতে চেষ্টা করুন এবং তাদের ডেডিকেশন ও বিশ্বাসযোগ্যতা যাচাইয়ে তাদের নিরীক্ষার প্রয়োজন রয়েছে,তাদের পূর্বের সফলতা ও বিশ্বাসযোগ্যতা অবশ্যই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, শুধুমাত্র বিজ্ঞাপনে অবশ্যই নিজেকে প্রলুব্ধ করবেননা কারন ফেইক আইসিও ও আইইওগুলোও অতি আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করতে থাকে।
Review Master
Sr. Member
****
Offline Offline

Activity: 1456
Merit: 280


BitByte Crypto: https://link3.to/bitbytecrypto


View Profile WWW
July 31, 2021, 05:51:20 PM
 #4327

বহু অপেক্ষার পর ইথিরিয়ামের এই বছরের সবচেয়ে আলোচিত হার্ডফোর্ক হতে যাচ্ছে আগষ্ট মাসের প্রথম সপ্তাহে। কারণ এই হার্ডফোর্ক সম্পন্ন হওয়ার পরই ইথিরিয়ামের পুরো ট্রান্সজেকশন সিস্টেমে অনেক পরিবর্তন আসবে, যেমন ব্লকের আকার বৃদ্ধি করা হবে, কয়েন বার্নিং সিস্টেম সংযুক্ত হবে এবং সবচেয়ে বড় কথা হলো ট্রান্সজেকশন ফি অনেকটা আগের মতো হয়ে যাবে। যদিও ইতিমধ্যে ইথিরিয়াম গ্যাস ফির পরিমাণ অনেকটা কমে গিয়েছে। এখন বিষয় হলো যে, ইথিরিয়ামের মূল্য কি বৃদ্ধি পাবে নাকি নিম্নগতির দিকে ধাবিত হবে? কারণ হার্ডফোর্ক হলো গুরুত্বপূর্ণ একটি ফান্ডমেন্টাল এনালাইসিসের অংশ এবং যেকোনো কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পায়, যখনই বড় মানের কোনো হার্ডফোর্ক হয়ে থাকে।

আপনাদের কী মনে হয়, ইথিরিয়াম আবার নতুন সর্বোচ্চ মূল্য তৈরির জন্য ধাবিত হবে এবং বিটকয়েনের গতিবিধির উপর নির্ভর না করে নাকি বিটকয়েনের গতিবিধির উপর নির্ভরশীল হয়েই থাকবে? সকলে মিলে আলোচনা করতে পারি এবং লোকাল সেকশনকে আরো তথ্যবহুল করি, যেন নতুনরা এই বিষয়গুলো জানতে পারে।

বি:দ্র: একই বিষয় অন্য ফোরামেও লেখা হয়েছে এবং লেখক আমি "Review Master".

▄▄ BITBYTE CRYPTO ▄▄
Be A Crypto Veteran Together
▄▄▄▄▄▄▄   TWITTER | TG GROUP | TG CHANNEL | YOUTUBE  ▄▄▄▄▄▄▄ 
Malam90
Full Member
***
Offline Offline

Activity: 1099
Merit: 116


View Profile
August 01, 2021, 01:53:41 PM
Last edit: August 01, 2021, 02:37:18 PM by Malam90
 #4328

বহু অপেক্ষার পর ইথিরিয়ামের এই বছরের সবচেয়ে আলোচিত হার্ডফোর্ক হতে যাচ্ছে আগষ্ট মাসের প্রথম সপ্তাহে। কারণ এই হার্ডফোর্ক সম্পন্ন হওয়ার পরই ইথিরিয়ামের পুরো ট্রান্সজেকশন সিস্টেমে অনেক পরিবর্তন আসবে, যেমন ব্লকের আকার বৃদ্ধি করা হবে, কয়েন বার্নিং সিস্টেম সংযুক্ত হবে এবং সবচেয়ে বড় কথা হলো ট্রান্সজেকশন ফি অনেকটা আগের মতো হয়ে যাবে। যদিও ইতিমধ্যে ইথিরিয়াম গ্যাস ফির পরিমাণ অনেকটা কমে গিয়েছে। এখন বিষয় হলো যে, ইথিরিয়ামের মূল্য কি বৃদ্ধি পাবে নাকি নিম্নগতির দিকে ধাবিত হবে? কারণ হার্ডফোর্ক হলো গুরুত্বপূর্ণ একটি ফান্ডমেন্টাল এনালাইসিসের অংশ এবং যেকোনো কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পায়, যখনই বড় মানের কোনো হার্ডফোর্ক হয়ে থাকে।

আপনাদের কী মনে হয়, ইথিরিয়াম আবার নতুন সর্বোচ্চ মূল্য তৈরির জন্য ধাবিত হবে এবং বিটকয়েনের গতিবিধির উপর নির্ভর না করে নাকি বিটকয়েনের গতিবিধির উপর নির্ভরশীল হয়েই থাকবে? সকলে মিলে আলোচনা করতে পারি এবং লোকাল সেকশনকে আরো তথ্যবহুল করি, যেন নতুনরা এই বিষয়গুলো জানতে পারে।

বি:দ্র: একই বিষয় অন্য ফোরামেও লেখা হয়েছে এবং লেখক আমি "Review Master".

আগস্ট মাসের ৪ তারিখ বা তারপর পরেই হতে যাচ্ছে বহুল আলোচিত এই হার্ডফোর্ক । গ্যাস ফি গত কয়েকমাসে অনেকটা কম আছে এবং আশা করা যাচ্ছে এই হার্ডফোর্কের মাধ্যমেই আরো কমবে এবং আগে যে টিপিএস (ট্রানজেকশন পার সেকেন্ড) ছিলো হার্ডফোর্কের পরে তা কয়েকগুণ বাড়বে এবং ট্রানজেকশন দ্রুততর হবে আগের চেয়ে। গত বছরের ডিসেম্বর মাসের ১ তারিখে বিকনচেইনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইথারিয়াম ২.০ এর যাত্রা শুরু হয়। বর্তমানে দ্বিতীয় ধাপ “শার্ডচেইন” চলতেছে। তাদের ৩ টি ধাপ সম্পন্ন করতে ধারণা করা হচ্ছিলো ২০২১ সালের ডিসেম্বর বা আগামী বছরের প্রথম কোর্য়াটার পর্যন্ত লাগতে পারে। তার আগ পর্যন্ত তাদের আগের ভার্সণের মাধ্যমেই ট্রানজেকশন সম্পন্ন হবে (বর্তমানে যা চলতেছে) এবং পুরাপুরি সম্পন্ন হলেই কেবল ভার্সন ২.০ ব্যবহারযোগ্য হবে এবং ট্রানজেকশন দ্রুততর হবে ও ট্রানজেকশন ফিও কমবে। তবে আমি এখনও আনুষ্ঠানিক কোন তথ্য পাইনি যে এই হার্ডফোর্কের মাধ্যমেই কি ভার্সন১.০ এর পরিবর্তে ২.০ এর যাত্রা শুরু হবে নাকি আরো সময় লাগবে। আর হা, যে কোন হার্ডফোর্কই সেই কয়েনের দামের উপর প্রভাব ফেলে যা গত কয়েকবছর ধরে দেখে আসতেছি। আমার মনে হয়না এ বছর বিটকয়েনের গতিবিধির উপর ইথারিয়ামের দাম নির্ভর করবে বরং ইথারিয়ামের আপন গতির উপর চলার সম্ভাবনাই বেশি। যদিও ইথারিয়াম নেটওয়ার্কের ব্যবহার আগের চেয়ে অনেক কমে গেছে এবং বাইনান্স স্মার্টচেইনের ব্যবহার সেই অংশটা নিয়ে নিয়েছে।
Review Master
Sr. Member
****
Offline Offline

Activity: 1456
Merit: 280


BitByte Crypto: https://link3.to/bitbytecrypto


View Profile WWW
August 01, 2021, 04:17:32 PM
 #4329


P2E (Play to Earn) ভিত্তিক প্রজেক্টের ট্রেন্ড এবং এটি থেকে লাভবান হোন




CryptoBlades সম্পর্কিত কিছু হালনাগাদ এবং কৌশল, যেগুলো আপনার প্যাসিভ ইনকাম বৃদ্ধি করবে।


প্রথম ভিডিওটিতে CryptoBlades নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল । কিন্তু অনেক হালনাগাদ এর মধ্যে চলে এসেছে এবং সেইসকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলা হয়েছে। নিচে কিছু বিষয় সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো, আর বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে পারেন।
  • আমার এক সপ্তাহের ইনকাম এবং সেটির উইথড্র করে দেখিয়েছি
  • শুরুতে প্রত্যেকটি combat এর জন্য একটি করে ট্রান্সজেকশন করতে লাগতো, কিন্তু বর্তমানের হালনাগাদের পরে আমরা চাইলেই একটি মাত্র ট্রান্সজেকশন দিয়ে সকল ফাইট নিতে পারবো।
  • CryptoBlades  এর নিজস্ব টোকেনের মূল্য কমে গিয়েছে এবং এটির ভবিষ্যত কেমন ও বাইন্যান্সে আসতে পারে কিনা, সেটিও আলোচনা করেছি।

ভিডিওটি দেখুন: https://youtu.be/GEfTWIG5GOs



যেকোনো সময় সরাসরি সহযোগিতা পাওয়ার জন্য, নিচের টেলিগ্রাম গ্রুপে যোগদান করুন:
Telegram Group: https://t.me/bitbytecrypto
Telegram Channel: https://t.me/official_BitByteCrypto
Youtube Channel: https://www.youtube.com/channel/UCeG5GNbVtqL0PY0o66OyFgg/

বি:দ্র: একই বিষয় অন্য ফোরামেও লেখা হয়েছে এবং লেখক আমি "Review Master".

▄▄ BITBYTE CRYPTO ▄▄
Be A Crypto Veteran Together
▄▄▄▄▄▄▄   TWITTER | TG GROUP | TG CHANNEL | YOUTUBE  ▄▄▄▄▄▄▄ 
Malam90
Full Member
***
Offline Offline

Activity: 1099
Merit: 116


View Profile
August 02, 2021, 08:25:54 AM
 #4330


‘ক্রিপ্টোকারেন্সি’র লেনদেন অপরাধ নয়,
সিআইডিকে বাংলাদেশ ব্যাংকের চিঠি

source



এই নিউজটি যেদিন দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয় এবং ভার্চুয়াল জগতে সরগরম হয়ে যায় ঠিক তারপরের দিনে আবার জানিয়ে দিলো যে, ক্রিপ্টোকারেন্সি দেশে অনুমোদিত নয় বা বৈধ নয়।  তারা জানিয়ে দিয়েছে যে ক্রিপ্টোকারেন্সি লেনদেন অবৈধ এবং তা আইনত দন্ডনীয় অপরাধ। এছাড়া তাদের বক্তব্যের নাকি খন্ডিতাংশ জাতীয় দৈনিক গুলোতে প্রকাশিত হয়েছে। সঠিক তথ্য নাকি প্রকাশিত হয়নি। মূলত বাংলাদেশ ব্যাংক তাদের দূর্বলতা ঢাকার জন্য এমনটা করতেছে। বিস্তারিত
Rahman11
Sr. Member
****
Offline Offline

Activity: 1428
Merit: 250



View Profile
August 03, 2021, 11:47:21 AM
 #4331

ফোরামের আলোচনায় অংশগ্রহণ ও পর্যালোচনায় অংশগ্রহণ করতে আমি বাংলা ফোরাম নিয়মিত পরিদর্শন করি এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে তার উত্তরপ্রদানই মূলত আসল উদ্দেশ্য, কারো কোনো জিজ্ঞাসা বা মূল্যবান মতামত থাকলে তা এখানে লিখুন সেটা নিয়ে যথোপযুক্ত আলোচনা করে নিজেদের সমৃদ্ধ করি।
Rahman11
Sr. Member
****
Offline Offline

Activity: 1428
Merit: 250



View Profile
August 03, 2021, 11:53:01 AM
 #4332

বহু অপেক্ষার পর ইথিরিয়ামের এই বছরের সবচেয়ে আলোচিত হার্ডফোর্ক হতে যাচ্ছে আগষ্ট মাসের প্রথম সপ্তাহে। কারণ এই হার্ডফোর্ক সম্পন্ন হওয়ার পরই ইথিরিয়ামের পুরো ট্রান্সজেকশন সিস্টেমে অনেক পরিবর্তন আসবে, যেমন ব্লকের আকার বৃদ্ধি করা হবে, কয়েন বার্নিং সিস্টেম সংযুক্ত হবে এবং সবচেয়ে বড় কথা হলো ট্রান্সজেকশন ফি অনেকটা আগের মতো হয়ে যাবে। যদিও ইতিমধ্যে ইথিরিয়াম গ্যাস ফির পরিমাণ অনেকটা কমে গিয়েছে। এখন বিষয় হলো যে, ইথিরিয়ামের মূল্য কি বৃদ্ধি পাবে নাকি নিম্নগতির দিকে ধাবিত হবে? কারণ হার্ডফোর্ক হলো গুরুত্বপূর্ণ একটি ফান্ডমেন্টাল এনালাইসিসের অংশ এবং যেকোনো কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পায়, যখনই বড় মানের কোনো হার্ডফোর্ক হয়ে থাকে।

আপনাদের কী মনে হয়, ইথিরিয়াম আবার নতুন সর্বোচ্চ মূল্য তৈরির জন্য ধাবিত হবে এবং বিটকয়েনের গতিবিধির উপর নির্ভর না করে নাকি বিটকয়েনের গতিবিধির উপর নির্ভরশীল হয়েই থাকবে? সকলে মিলে আলোচনা করতে পারি এবং লোকাল সেকশনকে আরো তথ্যবহুল করি, যেন নতুনরা এই বিষয়গুলো জানতে পারে।

বি:দ্র: একই বিষয় অন্য ফোরামেও লেখা হয়েছে এবং লেখক আমি "Review Master".
ইথেরিয়াম ২. অবশ্যই ক্রিপ্টোমার্কেটে বিশাল অবদান রাখবে সেটা অবশ্যই ইথেরিয়ামের ভ্যালু বৃদ্ধির ক্ষেত্রেও ভাল অবদান রাখবে, কিন্তু একটা ব্যাপার এখনো পর্যন্ত সত্যি যে সব কয়েনই বিটকয়েনের ছায়া অনুসরণ করে চলে সুতরাং ইথেরিয়াম বিটকয়েনকে ছাড়িয়ে যাবে বা নিজস্ব গতিতে চলবে এটা ভাবা বোকামি।
Review Master
Sr. Member
****
Offline Offline

Activity: 1456
Merit: 280


BitByte Crypto: https://link3.to/bitbytecrypto


View Profile WWW
August 03, 2021, 12:45:12 PM
 #4333

আপনাদের কী মনে হয়, ইথিরিয়াম আবার নতুন সর্বোচ্চ মূল্য তৈরির জন্য ধাবিত হবে এবং বিটকয়েনের গতিবিধির উপর নির্ভর না করে নাকি বিটকয়েনের গতিবিধির উপর নির্ভরশীল হয়েই থাকবে? সকলে মিলে আলোচনা করতে পারি এবং লোকাল সেকশনকে আরো তথ্যবহুল করি, যেন নতুনরা এই বিষয়গুলো জানতে পারে।

ইথেরিয়াম ২. অবশ্যই ক্রিপ্টোমার্কেটে বিশাল অবদান রাখবে সেটা অবশ্যই ইথেরিয়ামের ভ্যালু বৃদ্ধির ক্ষেত্রেও ভাল অবদান রাখবে, কিন্তু একটা ব্যাপার এখনো পর্যন্ত সত্যি যে সব কয়েনই বিটকয়েনের ছায়া অনুসরণ করে চলে সুতরাং ইথেরিয়াম বিটকয়েনকে ছাড়িয়ে যাবে বা নিজস্ব গতিতে চলবে এটা ভাবা বোকামি।

যদিও সকল ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের গতিবিধির উপর নির্ভর করে কিনা সেটি নিয়ে অনেকের ভিন্ন মতামত আছে - কারণ এই কথাটি সম্পূর্ণ সত্য নয় এবং এর অনেক উদাহরণ আছে। যেমন গতবছর যখন theta টিম নিজেদের মেইননেট ২.০ চালু করে, তখন বিটকয়েন অনেক কমে গিয়েছিল এবং বর্তমানের মতো সাইডওয়াইজ মুভমেন্টে চলতেছিল। মজার বিষয় হলো এই যে, বিটকয়েনের নিম্নগতি থাকা সত্ত্বেও Theta প্রায় ৮ গুণের বেশি বৃদ্ধি পেয়েছিলো। (এই বিষয়টি বিস্তারিত জানার ইচ্ছা থাকলে রিপ্লাই এ জানায়েন, আমি বিস্তারিত ট্রেডিং চার্টসহ দেখিয়ে দিবো।) আর এটি মাত্র একটি উদাহরণ এবং আরো এমন অনেক উদাহরণ আছে। তাই এটি ভাবা বোকামি মোটেও নয়, যখন কোনো কয়েন/টোকেন একটি গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল ইভেন্ট হতে যাচ্ছে ।  Wink 

▄▄ BITBYTE CRYPTO ▄▄
Be A Crypto Veteran Together
▄▄▄▄▄▄▄   TWITTER | TG GROUP | TG CHANNEL | YOUTUBE  ▄▄▄▄▄▄▄ 
Rahman11
Sr. Member
****
Offline Offline

Activity: 1428
Merit: 250



View Profile
August 03, 2021, 04:28:53 PM
 #4334

আপনাদের কী মনে হয়, ইথিরিয়াম আবার নতুন সর্বোচ্চ মূল্য তৈরির জন্য ধাবিত হবে এবং বিটকয়েনের গতিবিধির উপর নির্ভর না করে নাকি বিটকয়েনের গতিবিধির উপর নির্ভরশীল হয়েই থাকবে? সকলে মিলে আলোচনা করতে পারি এবং লোকাল সেকশনকে আরো তথ্যবহুল করি, যেন নতুনরা এই বিষয়গুলো জানতে পারে।

ইথেরিয়াম ২. অবশ্যই ক্রিপ্টোমার্কেটে বিশাল অবদান রাখবে সেটা অবশ্যই ইথেরিয়ামের ভ্যালু বৃদ্ধির ক্ষেত্রেও ভাল অবদান রাখবে, কিন্তু একটা ব্যাপার এখনো পর্যন্ত সত্যি যে সব কয়েনই বিটকয়েনের ছায়া অনুসরণ করে চলে সুতরাং ইথেরিয়াম বিটকয়েনকে ছাড়িয়ে যাবে বা নিজস্ব গতিতে চলবে এটা ভাবা বোকামি।

যদিও সকল ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের গতিবিধির উপর নির্ভর করে কিনা সেটি নিয়ে অনেকের ভিন্ন মতামত আছে - কারণ এই কথাটি সম্পূর্ণ সত্য নয় এবং এর অনেক উদাহরণ আছে। যেমন গতবছর যখন theta টিম নিজেদের মেইননেট ২.০ চালু করে, তখন বিটকয়েন অনেক কমে গিয়েছিল এবং বর্তমানের মতো সাইডওয়াইজ মুভমেন্টে চলতেছিল। মজার বিষয় হলো এই যে, বিটকয়েনের নিম্নগতি থাকা সত্ত্বেও Theta প্রায় ৮ গুণের বেশি বৃদ্ধি পেয়েছিলো। (এই বিষয়টি বিস্তারিত জানার ইচ্ছা থাকলে রিপ্লাই এ জানায়েন, আমি বিস্তারিত ট্রেডিং চার্টসহ দেখিয়ে দিবো।) আর এটি মাত্র একটি উদাহরণ এবং আরো এমন অনেক উদাহরণ আছে। তাই এটি ভাবা বোকামি মোটেও নয়, যখন কোনো কয়েন/টোকেন একটি গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল ইভেন্ট হতে যাচ্ছে ।  Wink 

আমি যা জানি তাহচ্ছে বিটকয়েনের গতিবিধির উপর বেশিরভাগ কয়েনেরই প্রবাহ নির্ভর করে এবং বিটকয়েনের পথই বেশিরভাগ কয়েনের পথ, কিন্তু ব্যতিক্রম অবশ্যই আছে এবং সেটা অনুসরনের তুলনায় নিজস্বতা স্বল্প আপনিও চার্ট ফলো করে মেজর কয়েনগুলোর গতিবিধির সাথে বিটকয়েনের তুলনা করে মুটামুটি ধারনা অবশ্যই পাবেন।
Review Master
Sr. Member
****
Offline Offline

Activity: 1456
Merit: 280


BitByte Crypto: https://link3.to/bitbytecrypto


View Profile WWW
August 03, 2021, 04:47:24 PM
 #4335

--snip--
আমি যা জানি তাহচ্ছে বিটকয়েনের গতিবিধির উপর বেশিরভাগ কয়েনেরই প্রবাহ নির্ভর করে এবং বিটকয়েনের পথই বেশিরভাগ কয়েনের পথ, কিন্তু ব্যতিক্রম অবশ্যই আছে এবং সেটা অনুসরনের তুলনায় নিজস্বতা স্বল্প আপনিও চার্ট ফলো করে মেজর কয়েনগুলোর গতিবিধির সাথে বিটকয়েনের তুলনা করে মুটামুটি ধারনা অবশ্যই পাবেন।

আপনি যেটি বলেছেন, সেটিও ভুল নয়। কারণ যখনই বিটকয়েন অধিক পরিমাণে কমে যায়, সকলেই বিক্রি শুরু করে দেয় যেন ক্ষতির সম্মুখীন না হয়। এর ফলস্বরূপ বিটকয়েনের সাথে সাথে অল্টকয়েনের মুল্যও কমে যায়। কিন্তু মেইননেট, হার্ডফোর্ক, নেটওয়ার্ক আপডেট প্রভৃতি হলো ফান্ডামেন্টাল বিশ্লেষণের অংশ এবং যেকোনো কয়েন/টোকেন বৃদ্ধি পায় মোটামোট এবং বিটকয়েনের গতিবিধির উপর কিছু কম নির্ভরশীল থাকে। আর যখনই ইভেন্ট শেষ হয়ে যায়, তখন আবার বিটকয়েনের গতিবিধির নির্ভরতার উপর চলে আসে। তাই বিষয়টি বুঝেন, কারণ বিটকয়েন নির্ভরতার বিষয়টি লেখেছি এই কারণে। এইবছরে Cardano এর যে হার্ডফোর্ক হয়েছিল, তখন বিটকয়েনের বুলরান না থাকলেও ADA কিন্তু বৃদ্ধি পেত। তবে বুলরান থাকায় সেটি অধিক বৃদ্ধি হয়েছে এবং পার্থক্যটা এই জায়গায়।  Cheesy

▄▄ BITBYTE CRYPTO ▄▄
Be A Crypto Veteran Together
▄▄▄▄▄▄▄   TWITTER | TG GROUP | TG CHANNEL | YOUTUBE  ▄▄▄▄▄▄▄ 
Rafisr
Newbie
*
Offline Offline

Activity: 178
Merit: 0


View Profile
August 03, 2021, 06:59:06 PM
 #4336

নতুন হিসেবে আশাকরি সাহায্য পাবো  যেকোনো সমস্যার সম্মুখীন হলে।
BitCoinDream (OP)
Legendary
*
Offline Offline

Activity: 2394
Merit: 1216

The revolution will be digital


View Profile
August 03, 2021, 10:11:57 PM
 #4337

London fork countdown timer এখানে চলছে - https://etherscan.io/block/countdown/12965000

হয়তো কোনো সমস্যাই হবে না, তা সত্ত্বেও বলছি, fork time এর অন্তত এক ঘন্টা আগে পরে Ethereum on chain transaction থেকে বিরত থাকাই বাঞ্চনীয়।

Jontokhan65
Jr. Member
*
Offline Offline

Activity: 77
Merit: 3


View Profile
August 04, 2021, 04:02:45 AM
 #4338

নতুন হিসেবে আশাকরি সাহায্য পাবো  যেকোনো সমস্যার সম্মুখীন হলে।

হ্যাঁ আপনি অবশ্যই সাহায্য পাবেন কিন্তু শুধু ক্রিপ্টোকারেন্সি বিষয়। আপনি ক্রিপ্টোকারেন্সির যেকোনো বিষয়ে জানতে চাইলে এবং কি সমস্যায় পড়লে আপনি ফর্মে জানাবেন আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ
Rahman11
Sr. Member
****
Offline Offline

Activity: 1428
Merit: 250



View Profile
August 04, 2021, 07:49:59 AM
 #4339

--snip--
আমি যা জানি তাহচ্ছে বিটকয়েনের গতিবিধির উপর বেশিরভাগ কয়েনেরই প্রবাহ নির্ভর করে এবং বিটকয়েনের পথই বেশিরভাগ কয়েনের পথ, কিন্তু ব্যতিক্রম অবশ্যই আছে এবং সেটা অনুসরনের তুলনায় নিজস্বতা স্বল্প আপনিও চার্ট ফলো করে মেজর কয়েনগুলোর গতিবিধির সাথে বিটকয়েনের তুলনা করে মুটামুটি ধারনা অবশ্যই পাবেন।

আপনি যেটি বলেছেন, সেটিও ভুল নয়। কারণ যখনই বিটকয়েন অধিক পরিমাণে কমে যায়, সকলেই বিক্রি শুরু করে দেয় যেন ক্ষতির সম্মুখীন না হয়। এর ফলস্বরূপ বিটকয়েনের সাথে সাথে অল্টকয়েনের মুল্যও কমে যায়। কিন্তু মেইননেট, হার্ডফোর্ক, নেটওয়ার্ক আপডেট প্রভৃতি হলো ফান্ডামেন্টাল বিশ্লেষণের অংশ এবং যেকোনো কয়েন/টোকেন বৃদ্ধি পায় মোটামোট এবং বিটকয়েনের গতিবিধির উপর কিছু কম নির্ভরশীল থাকে। আর যখনই ইভেন্ট শেষ হয়ে যায়, তখন আবার বিটকয়েনের গতিবিধির নির্ভরতার উপর চলে আসে। তাই বিষয়টি বুঝেন, কারণ বিটকয়েন নির্ভরতার বিষয়টি লেখেছি এই কারণে। এইবছরে Cardano এর যে হার্ডফোর্ক হয়েছিল, তখন বিটকয়েনের বুলরান না থাকলেও ADA কিন্তু বৃদ্ধি পেত। তবে বুলরান থাকায় সেটি অধিক বৃদ্ধি হয়েছে এবং পার্থক্যটা এই জায়গায়।  Cheesy
আমিতো বলেছি বিটকয়েনের ছায়া অবলম্বন করেই বেশিরভাগ ক্রিপ্টোকয়েন মার্কেটে লাইভ করে কিন্তু ব্যতিক্রম আছে কিন্তু সেটা আসলে ক্রিপ্টোকয়েনের মূল বৈশিষ্ট নয় ক্রিপ্টোকারেন্সির মূল বৈশিষ্ট আসলে বিটকয়েনকে অনুসরণ করাটাই আর এভাবেই ক্রিপ্টোকারেন্সি বাজারজাত হচ্ছে।
Rahman11
Sr. Member
****
Offline Offline

Activity: 1428
Merit: 250



View Profile
August 04, 2021, 10:47:46 AM
 #4340

নতুন হিসেবে আশাকরি সাহায্য পাবো  যেকোনো সমস্যার সম্মুখীন হলে।
কি ধরনের সাহায্য লাগবে গ্রুপে জানাইয়েন আর সবার লাখগুলো অনুসরণ করবেন কোনোকিছু জানতে চাইলে এখানে ছাড়াও ফোরামের সম্পর্কিত জায়গায় ইংরেজিতে পোষ্ট করবেন তাহলে অবশ্যই আপনি পর্যাপ্ত জানার সুযোগ পাবেন।
Pages: « 1 ... 167 168 169 170 171 172 173 174 175 176 177 178 179 180 181 182 183 184 185 186 187 188 189 190 191 192 193 194 195 196 197 198 199 200 201 202 203 204 205 206 207 208 209 210 211 212 213 214 215 216 [217] 218 219 220 221 222 223 224 225 226 227 228 229 230 231 232 233 234 235 236 237 238 239 240 241 242 243 244 245 246 247 248 249 250 251 252 253 254 255 256 257 258 259 260 261 262 263 264 265 266 267 ... 578 »
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!