ভাই, বিটকয়েনটল্কে পোস্ট একটিভিটি কিভাবে বাড়াবো।দয়াকরে জানালে উপকার হতো।
আপনি শুধুমাত্র ভালো ও মানসম্মত পোষ্ট করুন। এতে করে আপনার শুধু এক্টিভিটিই বাড়বে না, বরং আপনার মেরিট পাওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে। এতে আপনি ফোরামের উন্নয়নে যেমন গুরুত্বপূর্ণ একজন মেম্বারে পরিণত হবেন তেমনি আপনার মেম্বারশিপওবৃদ্ধি পাবে।
আর
theymos এর এক্টিভিটি ও মেম্বারশিপ সংক্রান্ত পোষ্ট অনুযায়ী: সকল মেম্বারদের এক্টিভিটি প্রতি দুই সপ্তাহে একাউন্টে সংযুক্ত হয় এবং প্রতিদিনের সর্বোচ্চ ১টি করে এক্টিভিটি পয়েন্ট পাবেন। এক্টিভিটি পয়েন্ট গণনার জন্য অবশ্য একটি সূত্র আছে:-
The activity number is determined in this way:
time = number of two-week periods in which you've posted since your registration
activity = min(time * 14, posts)
ভাই,
৩ মাসের মাঝে ভাল মুনাফা পাওয়া যাবে এমন কিছু কয়েন এর নাম বলেন।
যদি কেউ একজন সফল ট্রেডার হতে চায়, তাহলে আমি তাকে একটি কথা মাথায় রাখতে বলব । আর সেটি হলো, কখনোই বেশি সময়ের জন্য কোনো অল্টকয়েন হোল্ড করবেন না। যদি অনেক সময়ের জন্য কোনো ক্রিপ্টোকারেন্সি হোল্ড করতে চান, তাহলে বিটকয়েন হলো সবচেয়ে ভালো ও নির্ভরযোগ্য। তাই সবসময় নিজেদের লাভ-ক্ষতির বিষয়টি মাথায় রেখে একবারেই পকেটের সকল টাকাকে বিটকয়েনে পরিণত করিয়েন না । কারণ বিটকয়েনের মূল্য অনেক সময় কমে থাকে । তাই সবসময় অল্প অল্প করে কিনুন এবং কম মূল্যে কেনার চেষ্টা করুন। আর বিভিন্ন অল্টকয়েনের মধ্যে যাদের ভালো ভালো ইভেন্ট আসবে, সেগুলো কম সময়ের জন্য কিনুন এবং কিছুটা লাভ হলেই সেটি থেকে সরে পড়ুন। এভাবে ক্রিপ্টোতে ভালো লাভ করতে পারবেন।
অতিরিক্ত: সকল বাংলাদেশি মেম্বাররা এই টেলিগ্রাম গুরুপে ( যুক্তবর্ণ সংযুক্ত হচ্ছে না ) যোগদান করতে পারেন। এখানে ফোরামের সকল মেম্বারকে যেকোনো বিষয়ে সহযোগিতা করা হয়। এছাড়াও বাউন্টি , সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে সকল মেম্বাররা আলোচনা করে থাকেন। লিংক:
https://t.me/BountyHunkএটাই আমার প্রথম পোস্ট। এই ব্যাপারে তেমন ধারোনা নাহ থাকলেও আশা করি আপনারা সবসময় পাশে থাকবেন।
বাংলাদেশি সকল মেম্বাররা আপনাকে সহযোগিতা করতে সবসময় আপনার পাশে আছে। যেকোনো বিষয়ে জানার জন্য প্রশ্ন করুন ( অবশ্যই সেটি বাংলাতে লেখতে হবে) , সকল উচ্চপদের মেম্বাররা আপনার প্রশ্নের উত্তর দিবে। তবে পূর্ববর্তী পোষ্টগুলো অবশ্যই প্রথমে পড়ে নিবেন, কারণ কিছু কিছু প্রশ্নের উত্তর অনেকবার পূর্ববর্তী পোষ্টে বলা হয়েছে।
BTC দাম ২০২৫ সালের কতও হতে পারে বলে মনে হয়?
আপনার প্রশ্নটির উত্তর যদি সহজ বলা হয়। তাহলে এটি বলব যে, বিটকয়েনকে বিভিন্ন দেশ ও বিশ্বের সকল প্রতিষ্ঠানগুলো যদি ব্যবহার করতে শুরু করে, সেইক্ষেত্রে বিটকয়েনের মূল্য ১০ লক্ষ ডলারও পার হতে পারে। এছাড়া বিটকয়েনের হালভিং এর বিষয়টিও গুরুত্বপূর্ণ মূল্য বৃদ্ধির জন্য।
আর একটা কথা একাউন্ট পারমানেন্ট ব্যাণ্ড হলে বা সাসপেন্ড হলে, আপিল করলে কি একাউণ্ট ফিরে পাওয়া যায়?
যদি আপনি নিয়মের অমান্য করেন বা্ স্পার্ম কোনো পোষ্ট কিংবা কোনো স্ক্যাম সাইটের রেফারেল লিংক প্রোমোট করেন । তাহলে ব্যান হওয়া একাউন্ট ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তবে অন্য কোনো কারণে ব্যান হলে আপিল করেন , তবে সম্ভাবনা খুবই কম হয়।
আমি নতুন আমাকে কেউ বলবেন কি ?কেন bictcointalk forum banned kora?
প্রথমত আপনার কাছে একটি অনুরোধ হলো , সম্পূর্ণ লেখাটি বাংলায় লেখলে “
বাংলাদেশ লোকাল বোর্ডটি” খুবই উপকৃত হবে । বিটকয়েন বাংলাদেশে ব্যান কিন্তু বিটকয়েনটক ফোরামটি ব্যান না । এটি ভিপিএন ছাড়াও ব্যবহার করা যায়।