LDL
|
 |
January 27, 2023, 09:06:22 AM Last edit: January 27, 2023, 09:24:17 AM by LDL Merited by Crypto Library (1) |
|
জি ভাই সাধারন মানুষ কখোন অর্থ পাচার এর সাথে জড়িত থাকেনা
আমরা সরাসরি অর্থপাচার না করলেও, যদি বিটকয়েন দিয়ে অর্থপাচার হয় তাহলে আমরাও জড়িত। ভাই আমি আপনার কথার সাথে কিছুটা একমত ।। কিন্তু সম্পূর্ণ না । আমার মনে হয় যে bitcoin কেনা বেচার মধ্যে যদি অর্থ পাচার হয় তাহলে আমরা অর্থ পাচার এর সাথে জড়িত।। কিন্তু আমরা তো ইচ্ছা করে অর্থ পাচার এর সাথে যুক্ত হচ্ছি না । কেবল মাত্র Bitcoin কেনার জন্য একমাত্র বাধ্য হয়ে । আমাদের কে এর সঙ্গে যুক্ত হতে হচ্ছে।।। আইন অন্ধ বলে একটা কথা আছে। আর যাদের হাতে ক্ষমতা আছে তারা কখনও দেখবেনা আপনার কাজ এর পিছনে আপনি দায়ী কি না। আজকাল তো কথার ভিত্তিতে জেল এ ঢুকানো হয়। এই জন্য সবসময় সাবধান থাকা ভাল। সেটা যে ক্ষেত্রেই হোক, সবসময় সাবধান থাকবেন। আর পি টু পি তে তো যে সব কাহিনি হচ্ছে তাতে ক্রিপ্ট ইউজার দের উপর হুট হাট আক্রমন হতে পারে। ক্রিপ্টেকারেন্সির মালিকানা, সংরক্ষন বা লেনদেন করা অপরাধ নয় বলে মনে করে বাংলাদেশ ব্যংক। সম্প্রতি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ ব্যংকের বৈদেশিক মুদ্রানিতি বিভাগ এ মতামত দিয়েছে। সোর্স টা দিলে ভাল হয় নিউজ এর। অনেক দিন আগে (prothomalo) তে নিউজ টা দেখিছিলাম। লিংটা দিতে পারলে আর ভাল হত, সবাই পরতে পারত। খুজে পেলে অবশ্যই দিয়ে রাখব। এরকম খবর প্রতিনিয়ত বাংলাদেশের যেকোন সংবাদপত্রে দেখতে পাওয়া যায়। তবে আমি সব নিউজ বিশ্বাস করি না, কিছু নিউজ রিপোর্টার আছে যারা মনের মাধুরী মিশিয়ে একগাদা ভুলভাল নিউজ প্রচার করে থাকে। কয়েকদিন আগে আমি ইত্তেফাক এর একটি নিউজ আমার মোবাইলের নিউজ পোর্টাল পেজে দেখতে পাই। নিউজটি পড়ে আমি বিস্মিত হয়ে যায়, অনেক আগের একটি নিউজ নতুন করে মনের মাদূরী মিশিয়ে পুনরায় প্রকাশ করেছে। এখানে তারা লিখেছেন বাংলাদেশ থেকে কয়েকজন বাইনান্স পি টু পি সিস্টেম ব্যবহার করে আনুমানিক 25 কোটি টাকার মত বিদেশ পাচার করেছে। নিউজে কয়েকজনের নাম সহ মোবাইল নাম্বার দিয়ে রিপোর্ট প্রকাশ করেছে। জানিনা কতটুকু সত্য তবুও আমরা যারা বাংলাদেশী আছি তারা এটাকে সত্য বলেই ধরে নেব। আপনারা যদি বাইনান্স পিটুপি সিস্টেমটি ব্যবহার করে থাকেন তাহলে নিউজটি পড়ে যার যার স্থান থেকে সতর্কতা অবলম্বন করুন। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশের টাকা পাচার করা হচ্ছেভাই আমরা এমন একটি দেশে বসবাস করি যেখানে একটি সরকারি প্রতিষ্ঠানের পিয়ন হাজার কোটি টাকা পাচার সহ মেরে দিলেও কোন আইনি ব্যবস্থা গ্রহণ করবে না কিন্তু আমি আপনি 10 টাকা মেরে দিলে সেই টাকার ঝাল আমার আপনার পিছন দিয়ে বের করবে। যদিও কথাটা শুনতে খারাপ লাগছে তবুও আপনিই বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাচিং করে দেখুন হান্ড্রেড পার্সেন্ট সত্য। আমি একটি বিষয় জানার জন্য অনেক চেষ্টা করছি , বাইনান্স পি টু পি ছাড়া অন্য কোন উপায়ে আমি আমার দেশের টাকার সাথে ডলারের কনভার্ট করতে পারব কিনা? যদি কোন সিনিয়র পারসন এ বিষয়টা একটু জেনে থাকেন তাহলে এখানে একটু জানালে উপকৃত হবো।
|
|
|
|
tjtonmoy
|
 |
January 27, 2023, 03:36:19 PM |
|
আমি একটি বিষয় জানার জন্য অনেক চেষ্টা করছি , বাইনান্স পি টু পি ছাড়া অন্য কোন উপায়ে আমি আমার দেশের টাকার সাথে ডলারের কনভার্ট করতে পারব কিনা? যদি কোন সিনিয়র পারসন এ বিষয়টা একটু জেনে থাকেন তাহলে এখানে একটু জানালে উপকৃত হবো।
আমি বাইনান্স এ বেচা কেনা করার আগে একটা ওয়েবসাইট এ কেনা বেচা করতাম। যা btcwallet24.com এবং অনেক লেনদেন করছি ওখানে। সাইন আপ করার পর উনি আমাকে whatsapp এ নক দেন এবং কোনো প্রকার ডকুমেন্ট ছারাই লেন দেন করতাম। ওনাদের ওয়েবসাইট পরে টেকডাউন করা হয়। এখন আর অনলাইন নেই। তবে ভাইটার নাম্বার আমার কাছে এখনও আছে। পরবর্তীতে বাইনান্স এ লেন দেন শুরু করি। এখনও করছি তবে দেশের অবস্থা যে দিকে যাচ্ছে তাতে করে বাইনান্স বাদ দিতে হবে। এই রকম কোনো ডিসেন্ট্রালাইজড অপশন পাইলে ব্যবহার করতে পারেন। তবে এটি ডিসেন্ট্রালাইজড হওয়ার ফলে সিকিউরিটি কম। যারে তারে বিশ্বাস করা জায় না। পি টু পি বিশ্বস্ত কাউকে পেলে লেন দেন করা সহজ হয় এবং আপনার ফুট প্রিন্ট কভার করা সহজ হবে। তবে করার আগে নিজের মত করে অনুশন্ধান করে নিবেন। যেনো স্ক্যাম এর শিকার না হতে হয়।
|
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2506
Merit: 2948
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
আমি একটি বিষয় জানার জন্য অনেক চেষ্টা করছি , বাইনান্স পি টু পি ছাড়া অন্য কোন উপায়ে আমি আমার দেশের টাকার সাথে ডলারের কনভার্ট করতে পারব কিনা? যদি কোন সিনিয়র পারসন এ বিষয়টা একটু জেনে থাকেন তাহলে এখানে একটু জানালে উপকৃত হবো।
আপনি যদি বিটকয়েন অথবা ইউএসডিটি বা অন্য যে কোন ক্রিপ্টোকারেন্সি যেটা বাইন্যান্স এ লিস্টেড আছে, ওইরকম কোন কয়েন বিক্রয় করতে চান আমাকে জানাতে পারেন। মার্কেট রেট থেকে দাম একটু কম পাবেন। যে কোন এমাউন্ট। আমি এইখানে আগে লেনদেন করতাম, পিটুপি আসার পর আর তেমন ক্লায়েন্ট পাই না বলে আমার সার্ভিস বন্ধ করে দেই। আমার আগের টপিক- https://bitcointalk.org/index.php?topic=5251387.0
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1316
Merit: 1073
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
January 28, 2023, 09:09:43 PM |
|
আমি একটি বিষয় জানার জন্য অনেক চেষ্টা করছি , বাইনান্স পি টু পি ছাড়া অন্য কোন উপায়ে আমি আমার দেশের টাকার সাথে ডলারের কনভার্ট করতে পারব কিনা? যদি কোন সিনিয়র পারসন এ বিষয়টা একটু জেনে থাকেন তাহলে এখানে একটু জানালে উপকৃত হবো।
আপনি যদি বিটকয়েন অথবা ইউএসডিটি বা অন্য যে কোন ক্রিপ্টোকারেন্সি যেটা বাইন্যান্স এ লিস্টেড আছে, ওইরকম কোন কয়েন বিক্রয় করতে চান আমাকে জানাতে পারেন। মার্কেট রেট থেকে দাম একটু কম পাবেন। যে কোন এমাউন্ট। আমি এইখানে আগে লেনদেন করতাম, পিটুপি আসার পর আর তেমন ক্লায়েন্ট পাই না বলে আমার সার্ভিস বন্ধ করে দেই। আমার আগের টপিক- https://bitcointalk.org/index.php?topic=5251387.0এখন এভাবে একচেঞ্জ সার্ভিস করা কতটুকু নিরাপদ কেননা ক্রিপ্টোকারেন্সি এর লেনদেন সম্পূর্ণ অবৈধ হওয়ার কারণে এখন বাইনান্সের পিটুপিতেই শোনা যাচ্ছে যে প্রশাসনের লোকজন ছদ্মবেশে অর্ডার ক্রিয়েট করে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং এর ইনফরমেশন নিয়ে তদন্ত করছে বা আইনের আওতায় আনা হচ্ছে। এখানে যে ছদ্দবেশে এসে লেনদেন করবে না এবং আপনাকে হেনস্তার শিকার হতে হবে না তার কি গ্যারান্টি আছে :") । যদিও এইসব বিষয়ে আমি এখনো কাঁচা তারপরও আমি এই জন্য বর্তমানে ক্রিপ্ত কারেন্সি এর লেনদেন নিয়ে খুবই আতঙ্কে থাকি। যদিও এখানে টার্মস কন্ডিশনের মাধ্যমে লেনদেন করা যেতে পারে যেমন সর্বনিম্ন একটা রেঙ্ক হতে হবে লেনদেনের জন্য। আমি আসলে জানতে চাচ্ছি এই সকল সমস্যা এড়ানোর জন্য কি এখন কোন ভালো উপায় আছে? আফসোস বাংলাদেশের যদি ক্রিপ্টো কারেন্সি লিগালাইজ করা হতো :"(
|
..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
Alamin9884
Member

Offline
Activity: 1456
Merit: 10
|
 |
January 29, 2023, 06:59:20 AM |
|
আমি একটি বিষয় জানার জন্য অনেক চেষ্টা করছি , বাইনান্স পি টু পি ছাড়া অন্য কোন উপায়ে আমি আমার দেশের টাকার সাথে ডলারের কনভার্ট করতে পারব কিনা? যদি কোন সিনিয়র পারসন এ বিষয়টা একটু জেনে থাকেন তাহলে এখানে একটু জানালে উপকৃত হবো।
আপনি যদি বিটকয়েন অথবা ইউএসডিটি বা অন্য যে কোন ক্রিপ্টোকারেন্সি যেটা বাইন্যান্স এ লিস্টেড আছে, ওইরকম কোন কয়েন বিক্রয় করতে চান আমাকে জানাতে পারেন। মার্কেট রেট থেকে দাম একটু কম পাবেন। যে কোন এমাউন্ট। আমি এইখানে আগে লেনদেন করতাম, পিটুপি আসার পর আর তেমন ক্লায়েন্ট পাই না বলে আমার সার্ভিস বন্ধ করে দেই। আমার আগের টপিক- https://bitcointalk.org/index.php?topic=5251387.0এখন এভাবে একচেঞ্জ সার্ভিস করা কতটুকু নিরাপদ কেননা ক্রিপ্টোকারেন্সি এর লেনদেন সম্পূর্ণ অবৈধ হওয়ার কারণে এখন বাইনান্সের পিটুপিতেই শোনা যাচ্ছে যে প্রশাসনের লোকজন ছদ্মবেশে অর্ডার ক্রিয়েট করে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং এর ইনফরমেশন নিয়ে তদন্ত করছে বা আইনের আওতায় আনা হচ্ছে। এখানে যে ছদ্দবেশে এসে লেনদেন করবে না এবং আপনাকে হেনস্তার শিকার হতে হবে না তার কি গ্যারান্টি আছে :") । যদিও এইসব বিষয়ে আমি এখনো কাঁচা তারপরও আমি এই জন্য বর্তমানে ক্রিপ্ত কারেন্সি এর লেনদেন নিয়ে খুবই আতঙ্কে থাকি। যদিও এখানে টার্মস কন্ডিশনের মাধ্যমে লেনদেন করা যেতে পারে যেমন সর্বনিম্ন একটা রেঙ্ক হতে হবে লেনদেনের জন্য। আমি আসলে জানতে চাচ্ছি এই সকল সমস্যা এড়ানোর জন্য কি এখন কোন ভালো উপায় আছে? আফসোস বাংলাদেশের যদি ক্রিপ্টো কারেন্সি লিগালাইজ করা হতো :"( এরকম করলে তো আসলেই বিপদ জনক আমাদের জন্য। আজকাল সবাই পি টু পি তে লেনদেন করে। আর তারা যে প্লানিং করছে যে পি টু পি তে অডার ক্রেট করে লেনদেন দের সনাক্ত করা, এতে খুব সহজেই ক্রেপ্টো লেনদেন দের ধরতে পারবে। আমার মতে আগের পথে ব্যাক করতে হবে যেমন যখন পি টু পি ছিল না, তখন যেমন ভাবে লেনদেন করছি এখন তেমন ভাবেই লেনদেন করা বেটার আমি মনে করি। এবং সতর্কর শেষ নাই, অবশ্যই সতর্ক থাকতে হবে।
|
|
|
|
tjtonmoy
|
 |
January 29, 2023, 02:13:35 PM |
|
আমি আসলে জানতে চাচ্ছি এই সকল সমস্যা এড়ানোর জন্য কি এখন কোন ভালো উপায় আছে?
ভাই, Little Mouse ভাই তো বহুদিন থেকে এই প্লাটফর্ম এ আছেন। উনি যদি সারভিস টা চালু রাখেন তাহলে অনেকের ই সুবিধা হবে। আর আমাদের পরিচিত উনি। আপনি চাইলে ওনার সাথে লেনদেন করতে পারেন। আর কেউ ডিসেন্ট্রালাইজড প্লাটফর্ম এ ক্রিপ্ট রিসিভ না হওয়া পর্যন্ত আপনাকে ক্যাশ দিবে না এইটা মাথায় রাখবেন। আপনি সেন্ড করার পর তার পর পেমেন্ট পাবেন। যেহেতু Little Mouse ভাই অনেক আগে থেকে কেনা বেচা করেন, সেহেতু এই টা ছাড়া আমি ট্রাস্টেড কোনো অল্টারনেটিভ দেখছি না। কিন্তু ক্রিপ্ট আর টাকা টা যেহেতু আপনার, আপনি নিজে যেটা সঠিক মনে করবেন সেটাই করবেন। ডু ইয়র ওন রিসার্স। আফসোস বাংলাদেশের যদি ক্রিপ্টো কারেন্সি লিগালাইজ করা হতো :"(
স্বপ্নের মধ্যে চিন্তা ভাবনা করলেও এই দেশ এ পেরায় পরবেন। মডার্ন চিন্তা ভাবনা ব্যাতিত কোনো সরকার ক্ষমতাতে থাকলে কোনো দিনও বাংলাদেশ এ ক্রিপ্ট লিগ্যাল হবে না।
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1316
Merit: 1073
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
January 29, 2023, 02:32:50 PM |
|
ভাই, Little Mouse ভাই তো বহুদিন থেকে এই প্লাটফর্ম এ আছেন। উনি যদি সারভিস টা চালু রাখেন তাহলে অনেকের ই সুবিধা হবে। আর আমাদের পরিচিত উনি। আপনি চাইলে ওনার সাথে লেনদেন করতে পারেন। আর কেউ ডিসেন্ট্রালাইজড প্লাটফর্ম এ ক্রিপ্ট রিসিভ না হওয়া পর্যন্ত আপনাকে ক্যাশ দিবে না এইটা মাথায় রাখবেন। আপনি সেন্ড করার পর তার পর পেমেন্ট পাবেন। যেহেতু Little Mouse ভাই অনেক আগে থেকে কেনা বেচা করেন, সেহেতু এই টা ছাড়া আমি ট্রাস্টেড কোনো অল্টারনেটিভ দেখছি না। কিন্তু ক্রিপ্ট আর টাকা টা যেহেতু আপনার, আপনি নিজে যেটা সঠিক মনে করবেন সেটাই করবেন। ডু ইয়র ওন রিসার্স।
ভাই আপনি হয়তো আমার কথার উদ্দেশ্যই বুঝেন নাই। আমি তো Little Mouse ভাইয়ের ট্রাস্ট ইস্যু নিয়ে কোন কথা বলছি না আর তার সার্ভিস থ্রেড আমি আরো অনেক আগে ভিজিট এবং তার ট্রাস্ট সম্পর্কে আমি ভালো করেই জানি। আমি আসলে যেটি বুঝাতে চেয়েছি যে, ধরেন Little Mouse ভাই এই সার্ভিসটা আবার চালু করল এবং প্রশাসনিক লোক তার সাথে ছদ্মবেশে লেনদেন করল সেখান থেকে তার এড্রেস ট্রেস করল। ধরেন আমি এখন এই এক্সচেঞ্জ সার্ভিসটা চালু করলাম এখন এ থেকে বাচার উপায় হিসেবে আমি কোন ওয়েটা ধরতে পারি । এটা আমি তার কাছে জানতে চেয়েছি, আর এই পরামর্শ চাওয়াটাও আমার ব্যক্তিগত রিসার্চ এর অন্তর্ভুক্ত। নোটিশ সম্প্রতি বিনান্স কর্তৃপক্ষ থেকে এই নোটিশটি P2P লেনদেন করার ক্ষেত্রে সতর্ক থাকার জন্য কি দেওয়া হয়েছে। যদিও আমি প্রথম থেকে লেনদেনের ক্ষেত্রে ব্যাংক একাউন্ট এর ব্যালেন্স চেক দিয়ে তারপর রিলিজ। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি ব্যাংক, পেমেন্ট গেটওয়ে এবং ই-ওয়ালেট এর অফিসিয়াল SMS চ্যানেল থেকে পেমেন্টের ভুয়া SMS দেওয়া বেড়ে গেছে। আমরা সন্দেহ করছি, অফিশিয়াল প্লাটফর্মের SMS চ্যানেলগুলো হ্যাক হয়ে গেছে এবং ইউজারদের ভুয়া SMS দেওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে।
যে SMS গুলো আপনার পাচ্ছেন সেগুলোর উপরেই নির্ভর করবেন না। ক্রিপ্টো রিলিজ করার পূর্বে ভাল ভাবে আপনার একাউন্ট চেক করে নিবেন যে আপনি আপনার পেমেন্ট পেয়েছেন কি না। কোন প্রকার সন্দেহজনক কার্যক্রম দেখলে দ্রুত কাস্টোমার সাপোর্টে রিপোর্ট করুন। সোর্স: বিনান্স এক্সেঞ্জার থেকে প্রাপ্ত
|
..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
tjtonmoy
|
ভাই আপনি হয়তো আমার কথার উদ্দেশ্যই বুঝেন নাই। আমি তো Little Mouse ভাইয়ের ট্রাস্ট ইস্যু নিয়ে কোন কথা বলছি না আর তার সার্ভিস থ্রেড আমি আরো অনেক আগে ভিজিট এবং তার ট্রাস্ট সম্পর্কে আমি ভালো করেই জানি। আমি আসলে যেটি বুঝাতে চেয়েছি যে, ধরেন Little Mouse ভাই এই সার্ভিসটা আবার চালু করল এবং প্রশাসনিক লোক তার সাথে ছদ্মবেশে লেনদেন করল সেখান থেকে তার এড্রেস ট্রেস করল। ধরেন আমি এখন এই এক্সচেঞ্জ সার্ভিসটা চালু করলাম এখন এ থেকে বাচার উপায় হিসেবে আমি কোন ওয়েটা ধরতে পারি । এটা আমি তার কাছে জানতে চেয়েছি, আর এই পরামর্শ চাওয়াটাও আমার ব্যক্তিগত রিসার্চ এর অন্তর্ভুক্ত।  জি ভাই আমিও ওইটাই বললাম যে ওনার সাথে ট্রাস্ট নিয়ে কোনো ইস্যু হবে না। আপনি যা বুঝাতে চেয়েছেন তা এইবার আমি বুঝতে পেরেছি। আসলেই একটা জটীল বিষয়। অনেক্ষণ বিষয় টা নিয়ে চিন্তা ভাবনা করলাম এবং একটা আইডিয়া পাইছি। ডিজিটাল লেনদেন এর মাধ্যমে আপনার ইনফরমেশন গুলো সহজে ট্র্যাক করা সম্ভব। তবে ফিজিক্যাল লেনদেন এ অনেক কঠিন। ড্রপ এ্যান্ড পিক বিষয় টা সম্পর্কে ধারনা আছে আপনার? ভাবতে ভাবতে ভাই ড্রাগ ডিলার দের জগতে চলে গেছিলাম। বিষয় টা এমন যে, আমি আপনার থেকে ক্রিপ্ট নিলাম এবং আপনাকে বললাম যে আপনার প্রাপ্য টাকা টা অমুক জায়গায় রাখা আছে জেয়ে সংগ্রহ করে নেন। টাকা রাখার আগে কখনও বলা যাবে না অমুক জায়গায় আসেন। টাকা র্যানডম জায়গায় রেখে তারপর জানাইতে হবে টাকা টা কোথায়। অ্যামাউন্ট বেশি হলে এইভাবে লেনদেন করলেই মনে হয় বেটার হবে। ক্রিপ্ট টাই যখন লিগ্যাল না তাহলে এর লেন দেন ও লিগ্যাল ভাবে সম্ভব না। এর থেকে ভাল আইডিয়া আর পেলাম না। লেন্থি প্রসেস কিন্তু কার্যকরি। [ মজা করে বললাম ভাই, সিরিয়াসলি নিয়েন না বিষয় টা আবার। ]
|
|
|
|
LDL
|
নোটিশ সম্প্রতি বিনান্স কর্তৃপক্ষ থেকে এই নোটিশটি P2P লেনদেন করার ক্ষেত্রে সতর্ক থাকার জন্য কি দেওয়া হয়েছে। যদিও আমি প্রথম থেকে লেনদেনের ক্ষেত্রে ব্যাংক একাউন্ট এর ব্যালেন্স চেক দিয়ে তারপর রিলিজ। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি ব্যাংক, পেমেন্ট গেটওয়ে এবং ই-ওয়ালেট এর অফিসিয়াল SMS চ্যানেল থেকে পেমেন্টের ভুয়া SMS দেওয়া বেড়ে গেছে। আমরা সন্দেহ করছি, অফিশিয়াল প্লাটফর্মের SMS চ্যানেলগুলো হ্যাক হয়ে গেছে এবং ইউজারদের ভুয়া SMS দেওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে।
যে SMS গুলো আপনার পাচ্ছেন সেগুলোর উপরেই নির্ভর করবেন না। ক্রিপ্টো রিলিজ করার পূর্বে ভাল ভাবে আপনার একাউন্ট চেক করে নিবেন যে আপনি আপনার পেমেন্ট পেয়েছেন কি না। কোন প্রকার সন্দেহজনক কার্যক্রম দেখলে দ্রুত কাস্টোমার সাপোর্টে রিপোর্ট করুন। সোর্স: বিনান্স এক্সেঞ্জার থেকে প্রাপ্ত একদম সত্য কথা ভাই, আমি আমার জীবনের সবচেয়ে বড় বোকামি ও প্রতারণার শিকার হয়েছি শুধুমাত্র মেসেজ চেক না করার কারণে। এখানে আমি আমাকেই সবচেয়ে বেশি দোষী সাব্যস্ত করি কেননা আমি যদি আমার নগদ ব্যক্তিগত ওয়ালেট চেক করে টাকা আসছে কিনা শিওর হয়ে ডলার রিলিজ করে দিতাম তাহলে আমি এত বড় প্রতারণার শিকার হতাম না। কিন্তু আমি মেসেজ আসছে এবং সিওর টাকা পাঠিয়েছে এই ভেবে চেক না করে ডলার রিলিজ করে দিয়েছিলাম। আমি উপরের কথাগুলো বলার অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে যারা বাইনান্স পি টু পি নতুনে ট্রেড করতে যাবেন তারা খুব ভালোভাবে খেয়াল করে নিবেন যাতে আপনারা প্রতারণার শিকার না হন। আরেকটি বিষয় হল যারা দু চারটা ট্রেড কমপ্লিট করেছে তাদের সাথে আপনারা লেনদেন করবেন না কারণ তারা দু ধরনের স্কামিং করতে পারে, প্রথমত তারা আপনার ডলার মেরে দিতে পারে অথবা তারা আইনের লোক হয়ে আপনার ডাটা/ব্যক্তিগত ইনফরমেশন ট্যাগ করে আপনার পর্যন্ত পৌঁছে আসতে পারে। সবচেয়ে ভালো উপায় হবে আপনার পরিচিত যদি কেউ ডলার কেনাবেচার সাথে জড়িত থাকে তাহলে তাদের সাথে ফেস টু ফেস লেনদেন করা। যদিও এক্ষেত্রে আপনাকে বাইনান্স রেট থেকে কিছুটা কম রেটে ডলার বাই সেল করতে হবে। যদি রিক্স কম থাকে তাহলে একটু কম হলেও লেনদেন করা ভালো বলে মনে হয়।
|
|
|
|
coinalap.com
Newbie
Offline
Activity: 17
Merit: 10
|
 |
January 30, 2023, 11:41:55 AM |
|
কয়েনআলাপ তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য টিম বিল্ড আপ করছে। আপনারা যারা আগ্রহী আছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়- contact@coinalap.com অথবা টেলিগ্রাম- @coinalap_admin নিচের পদগুলোর জন্য আপনারা আবেদন করতে পারেন। 1. Chief Marketing Officer (1) 2. Staff Reporters (4) 3. Graphic Designer (1) 4. SEO Specialist (1) 5. Web designer + Developer (1) বলাবাহুল্য, আমাদের এইখানে বর্তমানে কোন পেইড জব নেই। আগ্রহী প্রার্থীগণ কোম্পানির ভবিষ্যত রেভেনিউ এর অংশীদার হবেন। আমাদের রেভেনিউ মডেল এর বিস্তারিত আপনি আমাদের সাথে যোগাযোগ করলেই জানতে পারবেন। ধন্যবাদ
|
|
|
|
malekbaba
Legendary
Offline
Activity: 1526
Merit: 1026
|
 |
January 30, 2023, 01:55:44 PM Last edit: January 30, 2023, 02:09:15 PM by malekbaba |
|
এমন কোন ক্রিপ্টো প্রজেক্ট (token/coin) আছে যা বাংলাদেশি দিয়ে পরিচালিত?
|
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2506
Merit: 2948
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
 |
January 30, 2023, 02:15:19 PM |
|
এমন কোন ক্রিপ্টো প্রজেক্ট (token/coin) আছে যা বাংলাদেশি দিয়ে পরিচালিত?
অনেকগুলো স্ক্যাম প্রজেক্ট গত বুলরানে ক্রিয়েট করা হইছে এইটা জানি। বিএসসি টোকেন ক্রিয়েট করে বিভিন্ন ইউটুবার আর ক্রিপ্ত গ্রুপ দিয়ে পাম্প করিয়ে সাধারন মানুষকে আকৃষ্ট করেছে এবং তাদের মুখের উপর টোকেন ক্রিয়েটর তাদের হাতে থাকা টোকেন ডাম্প করেছে। খুবই সহজ স্ক্যাম মেথড কিন্তু বাংলাদেশের কিছু অবুঝ পোলাপাইন যাই দেখে স্বর্ন মনে করে, বিশেষ করে শিবা ইনুর পাম্পের পর থেকে। কোনরকম এনালাইসিস ছাড়াই আজেবাজে সব কয়েন ক্রয় করে। আপনি হঠাত এই প্রশ্ন? কোন প্রজেক্ট নিয়ে আসবেন নাকি? অনেকদিন গায়েব ছিলেন, এতদিন কি প্রজেক্ট নিয়ে কাজ করছেন  কিডিং।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
malekbaba
Legendary
Offline
Activity: 1526
Merit: 1026
|
 |
January 30, 2023, 02:21:59 PM |
|
এমন কোন ক্রিপ্টো প্রজেক্ট (token/coin) আছে যা বাংলাদেশি দিয়ে পরিচালিত?
অনেকগুলো স্ক্যাম প্রজেক্ট গত বুলরানে ক্রিয়েট করা হইছে এইটা জানি। বিএসসি টোকেন ক্রিয়েট করে বিভিন্ন ইউটুবার আর ক্রিপ্ত গ্রুপ দিয়ে পাম্প করিয়ে সাধারন মানুষকে আকৃষ্ট করেছে এবং তাদের মুখের উপর টোকেন ক্রিয়েটর তাদের হাতে থাকা টোকেন ডাম্প করেছে। খুবই সহজ স্ক্যাম মেথড কিন্তু বাংলাদেশের কিছু অবুঝ পোলাপাইন যাই দেখে স্বর্ন মনে করে, বিশেষ করে শিবা ইনুর পাম্পের পর থেকে। কোনরকম এনালাইসিস ছাড়াই আজেবাজে সব কয়েন ক্রয় করে। আপনি হঠাত এই প্রশ্ন? কোন প্রজেক্ট নিয়ে আসবেন নাকি? অনেকদিন গায়েব ছিলেন, এতদিন কি প্রজেক্ট নিয়ে কাজ করছেন  কিডিং। শিখতেসি ভাই। দেশি ভাইদের সাথে কাজ করতে চাই। গায়েব ছিলাম না। পোস্ট করার মত কিছু পাইনা। বাউন্টি পেমেন্ট পেন্ডিং ছিল অনেক গুলা। তাই একটু রেস্ট নিলাম
|
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2506
Merit: 2948
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
 |
January 30, 2023, 02:24:48 PM |
|
শিখতেসি ভাই। দেশি ভাইদের সাথে কাজ করতে চাই। গায়েব ছিলাম না। পোস্ট করার মত কিছু পাইনা। বাউন্টি পেমেন্ট পেন্ডিং ছিল অনেক গুলা। তাই একটু রেস্ট নিলাম
আপনাকে টেলিগ্রামে নক দিতে চাইছিলাম। আমাকে টেলিগ্রাম রেস্ট্রিকশন দিয়ে রাখছে। যদি @LT_Mouse এ নক দিতেন দয়া করে।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
tjtonmoy
|
 |
January 30, 2023, 09:07:09 PM |
|
কয়েনআলাপ তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য টিম বিল্ড আপ করছে। আপনারা যারা আগ্রহী আছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়- contact@coinalap.com অথবা টেলিগ্রাম- @coinalap_admin যা যা রিকয়ারমেন্ট দিসেন তার তো একটাও স্কিল আমার নাই ভাই। কিন্তু কাজ করতে পারলে খুশি হতাম। গ্রাফিক্স এর কাজ তেমন জানি না তবে ফটো এডিটিং করতে পারি। লেখার স্কিল আছে যা হয়ত এইখানে প্রয়জনীয় না। ভিডিও নিয়ে ঘাটা ঘাটি করছি কিছুদিন, তবে ভালো পিসি না থাকায় রেন্ডারিং এ দিলে বহু সময় লাগে। এমনে কোনো সাধারন কাজ থাকলে জানাবেন। হেল্প করার চেষ্টা করব।
|
|
|
|
coinalap.com
Newbie
Offline
Activity: 17
Merit: 10
|
 |
January 31, 2023, 03:35:37 AM |
|
যা যা রিকয়ারমেন্ট দিসেন তার তো একটাও স্কিল আমার নাই ভাই। কিন্তু কাজ করতে পারলে খুশি হতাম। গ্রাফিক্স এর কাজ তেমন জানি না তবে ফটো এডিটিং করতে পারি। লেখার স্কিল আছে যা হয়ত এইখানে প্রয়জনীয় না। ভিডিও নিয়ে ঘাটা ঘাটি করছি কিছুদিন, তবে ভালো পিসি না থাকায় রেন্ডারিং এ দিলে বহু সময় লাগে। এমনে কোনো সাধারন কাজ থাকলে জানাবেন। হেল্প করার চেষ্টা করব।
লেখার স্কিল থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কয়েনআলাপে ক্রিপ্টোকারেন্সি সংবাদ কভার করার জন্য আমাদের ৪ জন রিপোর্টার লাগবে। আপনি যোগাযোগ করতে পারেন।
|
|
|
|
LDL
|
 |
January 31, 2023, 04:19:01 AM |
|
যা যা রিকয়ারমেন্ট দিসেন তার তো একটাও স্কিল আমার নাই ভাই। কিন্তু কাজ করতে পারলে খুশি হতাম। গ্রাফিক্স এর কাজ তেমন জানি না তবে ফটো এডিটিং করতে পারি। লেখার স্কিল আছে যা হয়ত এইখানে প্রয়জনীয় না। ভিডিও নিয়ে ঘাটা ঘাটি করছি কিছুদিন, তবে ভালো পিসি না থাকায় রেন্ডারিং এ দিলে বহু সময় লাগে। এমনে কোনো সাধারন কাজ থাকলে জানাবেন। হেল্প করার চেষ্টা করব।
লেখার স্কিল থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কয়েনআলাপে ক্রিপ্টোকারেন্সি সংবাদ কভার করার জন্য আমাদের ৪ জন রিপোর্টার লাগবে। আপনি যোগাযোগ করতে পারেন। আপনাদের যদি কমিউনিটি ম্যানেজার লাগে তাহলে উক্ত পদের জন্য আমি একজন আগ্রহী প্রার্থী। আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কমিউনিটি ম্যানেজার লাগলে আমি উক্ত পদের জন্য আবেদন প্রার্থী। আমার লেখা ও কমিউনিকেট করার যথেষ্ট যোগ্যতা আছে এবং আমাকে আপনাদের কমিউনিটি ম্যানেজার হিসেবে দায়িত্ব দিলে আমি যথাযথ দায়িত্ব পালন করতে পারব বলে মনে করি।
|
|
|
|
coinalap.com
Newbie
Offline
Activity: 17
Merit: 10
|
 |
January 31, 2023, 06:03:14 AM |
|
আপনাদের যদি কমিউনিটি ম্যানেজার লাগে তাহলে উক্ত পদের জন্য আমি একজন আগ্রহী প্রার্থী। আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কমিউনিটি ম্যানেজার লাগলে আমি উক্ত পদের জন্য আবেদন প্রার্থী। আমার লেখা ও কমিউনিকেট করার যথেষ্ট যোগ্যতা আছে এবং আমাকে আপনাদের কমিউনিটি ম্যানেজার হিসেবে দায়িত্ব দিলে আমি যথাযথ দায়িত্ব পালন করতে পারব বলে মনে করি।
আমাদের ইমেইল অথবা টেলিগ্রামে যোগাযোগ করুন। contact@coinalap.comTelegram- @coinalap_admin
|
|
|
|
malekbaba
Legendary
Offline
Activity: 1526
Merit: 1026
|
 |
January 31, 2023, 08:24:02 AM |
|
কয়েনআলাপ তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য টিম বিল্ড আপ করছে। আপনারা যারা আগ্রহী আছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়- contact@coinalap.com অথবা টেলিগ্রাম- @coinalap_admin নিচের পদগুলোর জন্য আপনারা আবেদন করতে পারেন। 1. Chief Marketing Officer (1) 2. Staff Reporters (4) 3. Graphic Designer (1) 4. SEO Specialist (1) 5. Web designer + Developer (1) বলাবাহুল্য, আমাদের এইখানে বর্তমানে কোন পেইড জব নেই। আগ্রহী প্রার্থীগণ কোম্পানির ভবিষ্যত রেভেনিউ এর অংশীদার হবেন। আমাদের রেভেনিউ মডেল এর বিস্তারিত আপনি আমাদের সাথে যোগাযোগ করলেই জানতে পারবেন। ধন্যবাদ কিছু পোস্ট পড়লাম। ভাল লেগেছে। আপনারা নিজেরাও শিখতে চান, অন্যকে শিখাতে চান। অবশ্যই আপনাদের ভাল উদ্দেশ্য আছে। এমন একটা প্লাটফরমের অনেক বেশি দরকার ছিল। একটা নতুনত্ব আছে, নিজ ভাষায় অনেক কিছু সহজে উপস্থাপন করা যায়। কিন্তু এমন একটি প্ল্যাটফর্ম থেকে অর্থ আয় করতে গতানুগতিক ভাবে চিন্তা না করে নিশ্চয়ই নতুনত্ব আনবেন। ক্রিপ্টো ব্যাপার টা জটিল এবং একদম নতুন। এসব কিছু সহজে উপস্থাপন করা সহজ নয়। অনেক শুভকামনা।
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 980
Merit: 1246
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
January 31, 2023, 03:37:08 PM |
|
সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আচ্ছা, আমাদের থ্রেড এ কি কেউ কখনো কল বম্বার ইউজ করেছেন? আমি বেশ কয়েকদিন ধরে কল বম্বার খুজতেছি। কিন্তু কোথাও পাচ্ছি না। অনলাইনে যেগুলো পাচ্ছি, সেগুলো আবার বাংলাদেশী নাম্বারে কাজ করছে না। কারো জানা থাকলে হেল্প করবেন প্লিজ। আমি বর্তমানে এস এম এস বম্বার ইউজ করতেছি। ভালোই কাজ করে।
|
|
|
|
|