ভাইয়া আমি তো আগে থেকে এই সকল কিছু অনুধাবন করেছি এবং নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করছি। ওই টপিক এর মধ্যে কোনো এক জায়গায় বলা হয়েছে ভালো পোস্ট দাতা হয়ে উঠুন ।। আমার প্রশ্ন যে সকলে তো ক্রিপ্টো বিষয় এ অনেক কিছু জানে না এবং আমি দেখেছি যে অনেক বিষয় বস্তু আসে যা ঠিকঠাক ভাবে জানা যায় না।। তাহলে কি অন্য কোনো মধ্য আসে ওই সকল বিষয় সম্পর্কে জানা ।। অথবা নির্দিষ্ট ক্রিপ্টো ওয়েব সাইট আসে যেইখানে থেকে ক্রিপ্টো সকল বিষয় সম্পর্কে জানার জন্য তাহলে ভালো হয়।।।
ব্যাসিক জিনিসগুলো বাংলায় জানার জন্য ক্রিপ্টোকারেন্সি নিউজ সাইট কয়েনআলাপ এর বিকল্প নেই বর্তমানে। অনেকেই বাংলায় আর্টিকেল লিখছে কিন্তু কয়েনআলাপ সব বিষয় সহজ এবনং বোধগম্য করে লেখার চেষ্টা করে। আমি নিজেও কয়েনআলাপ এ একজন রাইটার।
তবে, এরচেয়েও ভালো সমাধান হল যে কোন বিষয় নিয়ে এইখানে প্রশ্ন করা। বিশেষ করে প্রশ্ন যদি বিটকয়েন সম্পর্কিত হয় তাহলে আমি চেষ্টা করবো খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়ার, আশা করি অন্যরাও আপনাকে সহায়তা করবে। এই ফোরামে বিটকয়েন তথা অন্যান্য ক্রিপ্টোকারেন্সির যত রিসোর্স আছে, তা অন্য কোথাও নেই। আপনাকে এইগুলো ব্যবহার জানতে হবে। যাই হোক, আপনি ক্রিপ্টো নিয়ে যে কোন প্রশ্ন এইখানে করতে পারেন।
মাইনিং করার ইচ্ছা আমারও ছিল কিন্তু বাংলাদেশের অবস্থা দেখে সে লাইনে আর যাইনি আর বিদ্যুৎ এবং প্রাথমিক ইনভেস্টমেন্ট এর অর্থও সেসময় ছিল না । মাইনিং করার বা শেখার ইচ্ছা এখনো রয়েছে কিন্তু আমার যে রিগ হবে তা দিয়ে ক্যালকুলেট করলে দেখা যায় খাজনার যে বাজনা বেশি পড়বে।
হ্যাশ পাওয়ার ক্রয় করেও মাইনিং করা যায়। এইটা নিয়ে আমি ডিপ ডাইভ দিতে চাচ্ছি যদিও আমি জানি এই বিনিয়োগ ঝুকিপুর্ন। কিছুদিন আগে এই ফোরাম থেকেই ব্লকপার্টি ১০ নামে একটি গ্রুপ একটি ব্লক পায়। তাদের বিনিয়োগ খুব বেশি ছিল না, তারা লাকি ছিল। অনেকে মিলে বিনিয়োগ করলে, সাথে লাক ভালো হলে রিটার্ন আসতেও পারে।
নিউজ অব দ্য ডে। আমার কাছে কোন মেরিট নাই আপনাকে দেয়ার মত। এইটা বিশাল ব্যাপার, ওরা ৭ টেরাবাইট কি এমন তথ্য রেকর্ড করছে। লল। বন্ধ হলেও নতুন নামে আবার আসবে
যেমনটা সিনবাদকে বলা হচ্ছে ব্লেন্ডার এর সাইট।