আমার একটা সমস্যা হয়েছে দয়া করে কেউ সাহায্য করুন। আমি যে সিগনেচার ক্যাম্পেইনে যুক্ত হয়েছি সেখানে Safepal Wallet থেকে Beach32 address দিয়েছি কিন্তু পরবর্তীতে আমার মনে একটি প্রশ্ন জাগলো।
এর আগে আমি ifran_pak10 এর SECONDLIVE ক্যাম্পেইনে সিগনেচার ক্যাম্পেইন করেছি এবং পরবর্তীতে টোকেন এর জন্য SECONDLIVE website এ ওয়ালেট কানেক্ট করেছিলাম। আমার এখন মনে হচ্ছে ওয়ালেট কানেক্ট করাটা বোকামি হয়েছে আমার কিন্তু এখন আমি ওই ওয়ালেট Address দিয়ে সিগনেচার চালিয়ে যাচ্ছি। কিন্তু পরবর্তীতে আমি যে অন্য ক্যাম্পেইন গুলোতে অ্যাপ্লাই করেছিলাম সেই অ্যাড্ডেস দিয়েছি Mycelium ওয়ালেট থেকে এখন আমি কি এটা নিয়ে পরবর্তীতে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে।
আমার মনে হয় না পরবর্তীতে কোন সমস্যার সম্মুখীন হতে হবে। তবে Mycelium ওয়ালেট থেকে আপনি যে এড্রেস দিয়েছিলেন হয়তো আপনি এখন আর বের করতে পারবেন না কেননা মাইসেলিয়াম ওয়ালেটের আপডেটের কারণে নতুন করে ওয়ালেট এড্রেস জেনারেট হয়েছে। আপনি যদি পুরাতনের এড্রেস বের করতে চান তাহলে আপনাকে মেসেজ সাইন অপশনে আপনি পুরাতন এড্রেসগুলো পাবেন।
Safepal ওয়ালেট এবং ট্রাস্ট (Trust Wallet) মোটামুটি একই রকম। আপনি যেহেতু Altcoin (Bounty) এর জন্য সম্ভবত Bep20 এড্রেস দিয়ে ইরফান পাক স্যারের বাউন্টিতে জয়েন করেছিলেন সেও তো আপনি যদি ওই এড্রেস দ্বিতীয় বার ব্যবহার না করেন তাহলে কোন সমস্যা নেই। তবে আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলি, বিটিসি পেইড সিগনেচারগুলোতে যোগ হবে তখন আপনি একটি বিশ্বস্ত ওয়ালেট এড্রেস ব্যবহার করবেন।
আমিও প্রথমে বিভিন্ন ওয়ালেট থেকে বিভিন্ন এড্রেস ব্যবহার করে সিগনেচার ক্যাম্পেইনের যোগ হতাম কিন্তু ফোরামের কিছু বড় ভাইয়ের কথামতো এখন আমি Mycelium (সিগনেচার ক্যাম্পেইনের জন্য)Electrum (Bitcoin হোল্ড করার জন্য) এই দুটো ওয়ালেট ব্যবহার করি। আমার কাছে ইলেকট্র্রাম ওয়ালেটকে সব থেকে নিরাপদ মনে হয়।
আমি এইটা নিয়ে অনেক চিন্তিত ছিলাম কিন্তু আপনার কথাটি শুনে আমি চিন্তিত মুক্ত হলাম। যদি পরবর্তীতে সমস্যা না হয় তাহলে সেটা আমার জন্য অনেক ভালো হবে। তবে আমি ওই এড্রেসটি আর ব্যবহার করছি না পুনরায় আমি একটি Mycelium ওয়ালেট ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি আর আমি মনে করি এই অনেকটি অনেক শক্তিশালী। দীর্ঘদিন হোল্ড করার জন্য এই সফটওয়্যার অনেকগুলো সবচেয়ে ভালো তবে আপনি যে এই দুটি ওয়ালেট ব্যবহার করেন এই দুটি ওয়ালেট ওই খুবই ভালো সবদিক থেকেই। আর আমার মনে হয় এই সফটওয়্যার ওয়ালেট গুলো ব্যবহার করা আমাদের সবার জন্যই ভালো হবে এবং এবং আমাদের অর্থ নিরাপদ রাখার জন্য শক্তিশালী ওয়ালেট ব্যবহার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
যেহেতু আপনি ওয়ালেট কানেক্ট করে ফেলেছেন সেহেতু আপনাকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেই, আপনি এখানে সেখানে যে সকল লিংক দেওয়া থাকে অর্থাৎ Airdrops করার জন্য কোন Phishing website এ ওয়ালেট কানেক্ট করবেন না। মাঝে মাঝে ট্রাস্ট ওলেট হ্যাক হওয়ার কথা শোনা যায় শুধুমাত্র Phishing সাইটগুলোতে ওয়ালেট কানেক্ট করার জন্য।
আমি ওয়ালেট কানেক্ট করেছি কিন্তু আমার মনে হচ্ছে এই ওয়েবসাইটটি ভালো। আমি কখনোই এরকম ভুল করবোনা যেকোনো এয়ার্ড্রপ লিংক নিয়ে আমার ওয়ালেটে কানেক্ট করব। কেননা আমি এর আগে এরকম একটি ফেইক ইয়াড্রব এর সম্মুখীন হয়েছিলাম যেটিতে আমার অনেক বড় ক্ষতি হয়েছিল এবং আমার ওয়ালেট হ্যাক করে কিছু পরিমাণ ডলার নিয়ে গিয়েছিল। তারপর থেকে আমি কোন এয়ার্ডপে যুক্ত হই না এবং সব সময় এয়ার ড্রপ লিংক থেকে দূরেই থাকি। তবে সফটওয়্যার অনেকগুলো আমার কাছে সবচেয়ে বেশি নিরাপদ মনে হয়।
বাংলাতে লিখতে চাইলেও লিখতে পারিনা কেননা একটা সিগনেচার ক্যাম্পিইনে জয়েন হয়েছিলাম পরপর দুই সপ্তাহ বাংলাতে কিছু পোস্ট করার কারণে আমাকে দুইবার warning দেওয়া হয়েছে এবং দুই সপ্তাতেই পেমেন্ট বঞ্চিত করা হয়েছে। এবার সিদ্ধান্ত নিয়েছি আর ওই সিগনেচার ক্যাম্পেইনে কাজ করব না।
বিষয়টি একদম আমার কাছে বাংলা ভাষার মতো মনে হচ্ছে কেননা পাকিস্তানি হানাদার বাহিনী আমার মায়ের ভাষা কেড়ে নেয়ার জন্য যেভাবে অমানসিক অত্যাচার নির্যাতন চালাতো ঠিক সেই ভাবে দীর্ঘ দু সপ্তাহ কাজ করার পর শুধুমাত্র কিছু বাংলা পোস্টের কারণে আমাকে ওয়ার্নিং সহ ক্যাম্পেইন থেকে বের করার নোটিশ দেওয়া হয়েছে।
তাই আজ সিদ্ধান্ত নিয়েছি ওই সিগনেচারে কাজ করব না কিন্তু আমার মায়ের ভাষায় পোস্ট করা বাদ দেবো না ইনশাল্লাহ।
এটা সত্যিই খুবই দুঃখজনক একটি ব্যাপার। এই ফোরামে আরো অনেক সিগনেচার ক্যাম্পেইন আছে যেগুলোতে লোকাল বোর্ড এর পোস্ট পাঁচটি করে কাউন্ট করা হয় কিন্তু আপনি যে সিগনেচার ক্যাপ্টেনটিতে ঢুকেছে ওই ক্যাম্পেইন এর রুলস একেবারেই আলাদা। তবে আপনি দুই সপ্তাহ এত পরিশ্রম করার পরও যখন পেমেন্ট থেকে বঞ্চিত হয়েছেন এটা শুনে খুব দুঃখ লাগলো। বাংলা আমাদের মাতৃভাষা যার জন্য আমরা দীর্ঘ নয়মাস যুদ্ধ করেছি এই মাতৃভাষাকে পাবার জন্য। তবে আপনাকে যেভাবে এই বাংলা পোস্টের কারণে ওয়ার্নিং দিয়েছে তাই আমি মনে করি ঐরকম সিগনেচার ক্যাম্পেইনে থাকার চাইতে না থাকা অনেক ভালো। কেননা নিজের দেশের বোর্ডে পোস্ট করে যদি মনের ভাষাটায় প্রকাশ না করতে পারি তাহলে এই ফোরামের সময় দেওয়ার কোন মানেই হয় না। তো আপনি যে সিদ্ধান্তটি নিয়েছেন অবশ্যই এটি যুক্তি কর আপনি এই সিগনেচার ক্যাম্পেইন থেকে চলে আসুন। কেননা যেখানে আমাদের মাতৃভাষাকে অসম্মান করা হয় সেখানে থাকার কোন প্রয়োজন নেই আমি আপনার জন্য দোয়া করি আপনি যাতে অতি শীঘ্রই ভাল একটি সিগনেচার ক্যাম্পেইনে যুক্ত হতে পারেন।
কেউ কি আমাকে গুগল গিফ্ট কার্ড কেনা বেচার জন্য buysellvouchers.com এর মতো প্লাটফর্ম খুঁজে দিতে পারবেন ?
যারা কিনা কম চার্জ নেবে বাইসেল ভাওচার এর মতো ০.৪% বিক্রেতা ও ০.৩% ক্রেতার জন্য ।
গুগল গিফ্ট কার্ড কেনার জন্য buysellvouchers.com একটি ভাল প্লাটফর্ম হতে পারে, কেননা এটি বিভিন্ন ধরনের উপায়ে অনলাইন পেমেন্ট গ্রহণ করে এবং বিক্রেতাদের জন্য কম চার্জ সরবরাহ করে। এটি ব্যবহারকারীদের কার্ড কেনার জন্য একটি সুরক্ষিত প্লাটফর্ম হিসাবে পরিচিত এবং স্বচ্ছতার দিক থেকে অত্যন্ত বিশ্বস্ততার জন্য জানা হয়।
তবে ক্রেতার দিক থেকে বিক্রেতাদের মূল্য কম হওয়া উপভোগ করা সম্ভব হতে পারে না। কারণ buysellvouchers.com ক্রেতাদের জন্য কম চার্জ সরবরাহ করে না, তবে এটি বিক্রেতাদের জন্য কম চার্জ সরবরাহ করে যারা গুগল গিফ্ট কার্ড বেচে থাকেন।
তবে আমি সুপারিশ করব যে আপনি যদি গুগল গিফ্ট কার্ড কেনার জন্য কোনও প্লাটফর্ম ব্যবহার করতে চান তবে আপনাকে সম্ভবত বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চেক করা উচিত।
সম্পূর্ণ ChatGPT থেকে সংগ্রহ করা।
আপনি যে পোস্টটি করেছেন তা ঠিক আছে কিন্তু আপনার একটি ভুল হল কপি পেস্ট করা। কেননা আপনি যদি কপি পেস্ট করেন তাহলে ভবিষ্যতে আপনার আইডি র জন্য বিশাল একটি রিক্স থেকে যাবে। তাই আমি মনে করি আপনার মনের থেকে এবং জ্ঞান করে পোস্ট করুন। এরকম chatgpt থেকে পোস্ট করলে ভবিষ্যতে আপনার অ্যাকাউন্ট ব্যান ও হতে পারে। তাই আগে থেকেই সতর্ক হন এবং নিজের জ্ঞানে পোস্ট করে যান এবং কোন কিছু না বুঝলে অবশ্যই সিনিয়রদের পরামর্শ নিবেন এখানে আপনার যেকোনো বিষয়ে জানার থাকলে বলবেন সকলেই আপনাকে সাহায্য সহযোগিতা করবে।
ধন্যবাদ।