Mahiyammahi
|
 |
August 18, 2025, 03:25:18 PM |
|
কোট
ভাই আপনার টুল টা অসাধারন, কিন্তু এটার জন্য একটা এক্সটেনশন বানাইতে পারেন কিনা দেইখেন। কেও আর কি ফোরাম এর বাইরে যাওয়ার জন্য ইন্টারেস্টেড থাকে না। krogothmanhattan আবারো একটি রাফেল (৬২৮তম) নিয়ে এসেছে। এখনো যারা জয়েন করেন নাই চাইলে জয়েন হতে পারেন।
এই রাফেল এ উইন হলে কি পাওয়া যায় ভাই? ২বার জয়েন করছিলাম৷ তারপর আর জয়েন করি নাই Mahiyammahi ভাই Congratulations দেখতে দেখতে Sr. Member হয়ে গেলেন। শুভ কামনা রইলো ভাই আপনার জন্য। বাংলা কমিউনিটির সীমিত কয়েকজন মেম্বারের মধ্যে আপনারও rank উপরের দিকে চলে আসলো। যাই হোক ভাই আমি দেখলাম একটা টুলস তৈরি করে প্রচুর পরিমাণে সারা পেয়ে এগিয়ে গেছেন। ফোরামে এরকম ভালো ভালো কাজ করবেন যাতে করে আপনাদের যারা সুনাম বয়ে আসে আমাদের লোকাল বোর্ডের। রেংক বৃদ্ধি পেয়ে Sr. Member হয়ে গ্লোবালে হারিয়ে যায়েন না ভাই বাংলা কমিউনিটিতেও সময় দিয়েন। আপনার এই অগ্রযাত্রা শুভ হোক আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
ধন্যবাদ ভাই আপনাকে এরকম উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য। ফোরাম কে চিনি অনেক দিন যাবত ই। কিন্তু এক্টিভ ছিলাম না বরাবর ই। যাক গে এক্টিভ হওয়ার পর ৪মাসের মাথায় Full Member থেকে SR Member হয়ে গেছি।
|
|
|
|
DYING_S0UL
|
 |
August 18, 2025, 04:17:44 PM |
|
krogothmanhattan আবারো একটি রাফেল (৬২৮তম) নিয়ে এসেছে। এখনো যারা জয়েন করেন নাই চাইলে জয়েন হতে পারেন।
এই রাফেল এ উইন হলে কি পাওয়া যায় ভাই? ২বার জয়েন করছিলাম৷ তারপর আর জয়েন করি নাই ভাই এগুলো মূলত Collectables। অনেক কালেক্টর আছে যারা এগুলো সংগ্রহ করতে পছন্দ করেন। সোজা বাংলায় অনেকরে দেখেন না, পুরাতন নোট, কয়েন, স্টাম্প কালেক্ট করে? ঠিক তেমন বাট ক্রিপ্টোর জন্য। কিছু কিছু শোকেছে সাজায়ে রাখার জন্য আবার কিছু কিছু আছে যেগুলোর ইউজকেস আছে। উদাহরণ হিসেবে এটা "CYPHER HODL CUSTOM BALLET CARDS"! আমার কাছে এটার একটা আছে, সম্পূর্ন স্টিলের তৈরি, লেজার দিয়ে খোদায় করা প্রাইভেট কি, এড্রেস, কিওআর ইত্যাদি। এখানে আপনি ক্রিপ্টো রাখতে পারবেন। ওয়েবসাইটটি ঘুরে দেইখেন, বুঝতে পারবেন কি!
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
LDL
|
 |
August 19, 2025, 02:20:40 PM Last edit: August 19, 2025, 02:33:20 PM by LDL |
|
 বিটকয়েন যেভাবে প্রাইভেট ও পাবলিক কোম্পানির অধীনে চলে যাচ্ছে তাতে মনে হচ্ছে না আগামী ২০ বছরের মধ্যে জনসাধারণের মধ্যে বিটকয়েন থাকবে। প্রতিনিয়ত হাজার হাজার বিটকয়েন পাবলিক কোম্পানি ও প্রাইভেট কোম্পানির অধীনে চলে যাচ্ছে। তাছাড়া বিভিন্ন দেশ ইতিমধ্যে তাদের কৌশলগত বিটকয়েন রিজার্ভ করার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। কবে যেন শোনা যাবে বাংলাদেশে কিছু বিটকয়েন কৌশলগত রিজার্ভে রাখার সিদ্ধান্ত নেবে। যদিও হেঁয়ালিপনা করে বললাম হতেও তো পারে। ব্রাজিল, পাকিস্তান, সুইডেন ,সুইজারল্যান্ড, এসব দেশে ভবিষ্যতে স্বর্ণের পাশাপাশি বিটকয়েন কে তাদের কৌশলগত রিজার্ভের অন্যতম প্রধান কারেন্সি হিসেবে স্বীকৃতি দিয়ে দিবে। এখন সিদ্ধান্ত হচ্ছে আজ থেকে ২০ বছর পরে বিটকয়েন অবশ্যই মিলিয়নের ঘরের পরে চলে যাবে। তখন হয়তো এই দিনটির জন্য আমরা আফসোস করব যে আগে আমরা সাপ্তাহিক সিগনেচার থেকে লক্ষ লক্ষ টাকা বেতন পেতাম। বাহ মূল্য বুঝতেছি কিন্তু কিছুই করতে পারতেছি না।
|
.Winna.com.. | │ | ░░░░░░░▄▀▀▀ ░░█ █ █▒█ ▐▌▒▐▌ ▄▄▄█▒▒▒█▄▄▄ █████████████ █████████████ ▀███▀▒▀███▀
▄▄▄▄▄▄▄▄
| | ██████████████ █████████████▄ █████▄████████ ███▄███▄█████▌ ███▀▀█▀▀██████ ████▀▀▀█████▌█ ██████████████ ███████████▌██ █████▀▀▀██████
▄▄▄▄▄▄▄▄
| | | THE ULTIMATE CRYPTO ...CASINO & SPORTSBOOK... ───── ♠ ♥ ♣ ♦ ───── | | | ▄▄██▄▄ ▄▄████████▄▄ ▄██████████████▄ ████████████████ ████████████████ ████████████████ ▀██████████████▀ ▀██████████▀ ▀████▀
▄▄▄▄▄▄▄▄
| | ▄▄▀███▀▄▄ ▄███████████▄ ███████████████ ███▄▄█▄███▄█▄▄███ █████▀█████▀█████ █████████████████ ███████████████ ▀███████████▀ ▀▀█████▀▀
▄▄▄▄▄▄▄▄
| │ | ►
► | .....INSTANT..... WITHDRAWALS ...UP TO 30%... LOSSBACK | │ |
| │ |
PLAY NOW |
]
|
|
|
Xtraordinarious
Jr. Member
Offline
Activity: 42
Merit: 23
|
 |
August 19, 2025, 06:47:23 PM |
|
বিটকয়েন যেভাবে প্রাইভেট ও পাবলিক কোম্পানির অধীনে চলে যাচ্ছে তাতে মনে হচ্ছে না আগামী ২০ বছরের মধ্যে জনসাধারণের মধ্যে বিটকয়েন থাকবে। প্রতিনিয়ত হাজার হাজার বিটকয়েন পাবলিক কোম্পানি ও প্রাইভেট কোম্পানির অধীনে চলে যাচ্ছে। তাছাড়া বিভিন্ন দেশ ইতিমধ্যে তাদের কৌশলগত বিটকয়েন রিজার্ভ করার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। কবে যেন শোনা যাবে বাংলাদেশে কিছু বিটকয়েন কৌশলগত রিজার্ভে রাখার সিদ্ধান্ত নেবে। যদিও হেঁয়ালিপনা করে বললাম হতেও তো পারে। ব্রাজিল, পাকিস্তান, সুইডেন ,সুইজারল্যান্ড, এসব দেশে ভবিষ্যতে স্বর্ণের পাশাপাশি বিটকয়েন কে তাদের কৌশলগত রিজার্ভের অন্যতম প্রধান কারেন্সি হিসেবে স্বীকৃতি দিয়ে দিবে। এখন সিদ্ধান্ত হচ্ছে আজ থেকে ২০ বছর পরে বিটকয়েন অবশ্যই মিলিয়নের ঘরের পরে চলে যাবে। তখন হয়তো এই দিনটির জন্য আমরা আফসোস করব যে আগে আমরা সাপ্তাহিক সিগনেচার থেকে লক্ষ লক্ষ টাকা বেতন পেতাম। বাহ মূল্য বুঝতেছি কিন্তু কিছুই করতে পারতেছি না।
আপনার কথাগুলো একদম গায়ে লেগে গেল ভাই আমার। একচুয়ালি, দিন দিন যেভাবে বিটকয়েন কর্পোরেট আর গভর্নমেন্টদের হাতে চলে যাচ্ছে, তাতে সাধারণ মানুষের হাতে আর কয়টাই বা থাকবে বিটকয়েন? আগে তো ভাবতাম বিটকয়েন একটা ওপেন ফিনান্স রেভলিউশন হবে, কিন্তু এখন মনে হচ্ছে একপ্রকার ডিজিটাল গোল্ডের মতোই কৌশলগত সম্পদ হয়ে যাচ্ছে। যাচ্ছে মানে অনেকটাই হয়ে গেছে আমার মনে হয়। আগের যুগে যখন আমরা দেখতাম বিত্তবান লোকেদের কাছে স্বর্ণ মুদ্রা থাকতো আর এখন এমনটা হতে যাচ্ছে যে যেখানে বড়লোক, কোম্পানি আর রাষ্ট্রগুলারই দখল বেশি থাকবে বিটকয়েন। আর আপনি যে কথা বললেন ২০ বছর পর আফসোস করবো এটা ১০০% ঠিক। তখন হয়তো নিজেদের বলব, "ইস! ওই সময়ে যদি কয়টা সাই sat কিনে রাখতাম!" কিন্তু তখন আফসোস করে আর কোন লাভ হবে না এবং তখন তো আর কেউ পাত্তা দিচ্ছিল না, সবাই ভাবত এসব ডিজিটাল হাওয়াবাজি এসবের কোন বৃত্তি নেই। আজকের বেতন, মাসের শেষে পড়ে থাকা দুই হাজার টাকায় যদি ২০ বছর পরের আর্থিক স্বাধীনতা কেনা যেত এই বোধটা তখন আসবে, কিন্তু তখন বড্ড দেরি হয়ে যাবে। দেরি হয়ে যাওয়ার পরে আফসোস করে লাভ নেই। যেমন এখন ভাবি ২০১৩-১৪ সালের দিক থেকে যখন বিটকয়েন সম্পর্কে জানি তখন যদি কিনে রাখতে পারতাম এই সময় কোন অবস্থানে থাকতাম চিন্তা করলে ডিপ্রেশনে চলে যাই ভাই। অন্য দেখে আমার গরিব অসহায় দুর্নীতিযুক্ত চাঁদাবাজিযুক্ত বাংলাদেশের মতো দেশ যদি সত্যিই রিজার্ভে বিটকয়েন রাখে, সেটা হবে যুগান্তকারী সিদ্ধান্ত। যদিও এই সিদ্ধান্ত বাংলাদেশ কখনো নিতে পারবে না বললেই চলে তবে গুটিকয়েক সচেতন মানুষ আছে তারা যদি বুঝতে পারে তাহলে হয়তো তারা কিছু বিটকয়েন দূরে রাখতে পারে। একচুয়ালি স্বর্ণ যেমন একসময় ক্ষমতার প্রতীক ছিল, বিটকয়েনও তেমনি হতে চলেছে। কারা আগে বুঝতে পারে, তারাই ইতিহাসের সঠিক পাশে দাঁড়ায়। ইতিহাস তারায় তৈরি করে আর আমাদের মত সাধারণ মানুষ এগুলো চেয়ে চেয়ে দেখা ছাড়া কোন কিছুই করার থাকেনা।
|
|
|
|
LDL
|
 |
August 19, 2025, 09:06:54 PM |
|
বিটকয়েন যেভাবে প্রাইভেট ও পাবলিক কোম্পানির অধীনে চলে যাচ্ছে তাতে মনে হচ্ছে না আগামী ২০ বছরের মধ্যে জনসাধারণের মধ্যে বিটকয়েন থাকবে। প্রতিনিয়ত হাজার হাজার বিটকয়েন পাবলিক কোম্পানি ও প্রাইভেট কোম্পানির অধীনে চলে যাচ্ছে। তাছাড়া বিভিন্ন দেশ ইতিমধ্যে তাদের কৌশলগত বিটকয়েন রিজার্ভ করার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। কবে যেন শোনা যাবে বাংলাদেশে কিছু বিটকয়েন কৌশলগত রিজার্ভে রাখার সিদ্ধান্ত নেবে। যদিও হেঁয়ালিপনা করে বললাম হতেও তো পারে। ব্রাজিল, পাকিস্তান, সুইডেন ,সুইজারল্যান্ড, এসব দেশে ভবিষ্যতে স্বর্ণের পাশাপাশি বিটকয়েন কে তাদের কৌশলগত রিজার্ভের অন্যতম প্রধান কারেন্সি হিসেবে স্বীকৃতি দিয়ে দিবে। এখন সিদ্ধান্ত হচ্ছে আজ থেকে ২০ বছর পরে বিটকয়েন অবশ্যই মিলিয়নের ঘরের পরে চলে যাবে। তখন হয়তো এই দিনটির জন্য আমরা আফসোস করব যে আগে আমরা সাপ্তাহিক সিগনেচার থেকে লক্ষ লক্ষ টাকা বেতন পেতাম। বাহ মূল্য বুঝতেছি কিন্তু কিছুই করতে পারতেছি না।
আপনার কথাগুলো একদম গায়ে লেগে গেল ভাই আমার। একচুয়ালি, দিন দিন যেভাবে বিটকয়েন কর্পোরেট আর গভর্নমেন্টদের হাতে চলে যাচ্ছে, তাতে সাধারণ মানুষের হাতে আর কয়টাই বা থাকবে বিটকয়েন? আগে তো ভাবতাম বিটকয়েন একটা ওপেন ফিনান্স রেভলিউশন হবে, কিন্তু এখন মনে হচ্ছে একপ্রকার ডিজিটাল গোল্ডের মতোই কৌশলগত সম্পদ হয়ে যাচ্ছে। যাচ্ছে মানে অনেকটাই হয়ে গেছে আমার মনে হয়। আগের যুগে যখন আমরা দেখতাম বিত্তবান লোকেদের কাছে স্বর্ণ মুদ্রা থাকতো আর এখন এমনটা হতে যাচ্ছে যে যেখানে বড়লোক, কোম্পানি আর রাষ্ট্রগুলারই দখল বেশি থাকবে বিটকয়েন। আর আপনি যে কথা বললেন ২০ বছর পর আফসোস করবো এটা ১০০% ঠিক। তখন হয়তো নিজেদের বলব, "ইস! ওই সময়ে যদি কয়টা সাই sat কিনে রাখতাম!" কিন্তু তখন আফসোস করে আর কোন লাভ হবে না এবং তখন তো আর কেউ পাত্তা দিচ্ছিল না, সবাই ভাবত এসব ডিজিটাল হাওয়াবাজি এসবের কোন বৃত্তি নেই। আজকের বেতন, মাসের শেষে পড়ে থাকা দুই হাজার টাকায় যদি ২০ বছর পরের আর্থিক স্বাধীনতা কেনা যেত এই বোধটা তখন আসবে, কিন্তু তখন বড্ড দেরি হয়ে যাবে। দেরি হয়ে যাওয়ার পরে আফসোস করে লাভ নেই। যেমন এখন ভাবি ২০১৩-১৪ সালের দিক থেকে যখন বিটকয়েন সম্পর্কে জানি তখন যদি কিনে রাখতে পারতাম এই সময় কোন অবস্থানে থাকতাম চিন্তা করলে ডিপ্রেশনে চলে যাই ভাই। অন্য দেখে আমার গরিব অসহায় দুর্নীতিযুক্ত চাঁদাবাজিযুক্ত বাংলাদেশের মতো দেশ যদি সত্যিই রিজার্ভে বিটকয়েন রাখে, সেটা হবে যুগান্তকারী সিদ্ধান্ত। যদিও এই সিদ্ধান্ত বাংলাদেশ কখনো নিতে পারবে না বললেই চলে তবে গুটিকয়েক সচেতন মানুষ আছে তারা যদি বুঝতে পারে তাহলে হয়তো তারা কিছু বিটকয়েন দূরে রাখতে পারে। একচুয়ালি স্বর্ণ যেমন একসময় ক্ষমতার প্রতীক ছিল, বিটকয়েনও তেমনি হতে চলেছে। কারা আগে বুঝতে পারে, তারাই ইতিহাসের সঠিক পাশে দাঁড়ায়। ইতিহাস তারায় তৈরি করে আর আমাদের মত সাধারণ মানুষ এগুলো চেয়ে চেয়ে দেখা ছাড়া কোন কিছুই করার থাকেনা। আপনি একবার ভেবে দেখুন বিটকয়েন এখন শুধুমাত্র কোন দেশের জাতীয় সম্পদ অথবা আগে সবাই ব্যক্তিগতভাবে বিটকয়েন ক্রয় বিক্রয় করতো কিন্তু বর্তমানে বিটকয়েন এখন একটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। যেখানে একটা ইউনিভার্সিটি থেকে শুরু করে দেশ, বিভিন্ন কর্পোরেট কোম্পানি, বিভিন্ন মেগা প্রতিষ্ঠান, এমনকি হোটেল রেস্টুরেন্টের মতো প্রতিষ্ঠানের বিটকয়েন এখন বিনিয়োগের অন্যতম প্রধান টার্গেট হিসেবে পরিণত হয়েছে। কিছু কিছু কোম্পানি তো প্রতিযোগিতা করে দিয়েছে তার চেয়ে বেশি কে সঞ্য় রাখতে পারে। Metaplanet, MicroStrategy এরা এতটাই আগ্রেসিভ হচ্ছে যে তাদের মধ্যে কে বিটকয়েন ক্রয় করে সর্ব শীর্ষে উঠে আসা যায় এটা নিয়ে তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। মাইক্রো স্টাটিজি এদের টার্গেট এরা বিটকয়েন ক্রয় করতে করতে তারা টোটাল সাপ্লাইয়ের ৩% দখল করে ফেলবে। আবার দেখলাম কিছু কিছু প্রতিষ্ঠান তাদের রোডম্যাপ নির্ধারণ করে দিয়েছে যে তারা নাকি ২০৩০ সালের বা 27 সালের আগে বিটকয়েন ক্রয় করতে করতে তাদের একটা মাইলফল স্পর্শ করবে। এভাবে যদি সবাই বিটকয়েন ক্রয় করার কাজে ব্যস্ত থাকে তাহলে বিটকয়েন একসময় বিকেন্দ্রীকরণ না হয়ে বরং কেন্দ্রিকরণ হয়ে যাবে। তখন বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান ব্যক্তিবর্গ ও দেশের সরকারের হাতে বিটকয়েন নিয়ন্ত্রণ ব্যবস্থা চলে যায় কিনা এটা নিয়েও সন্দেহ রয়েছে। ফলে তারা যা বলবে সেটাই হবে দাম বাড়লে বললে বাড়বে এবং কমতে বললে কমবে।
|
.Winna.com.. | │ | ░░░░░░░▄▀▀▀ ░░█ █ █▒█ ▐▌▒▐▌ ▄▄▄█▒▒▒█▄▄▄ █████████████ █████████████ ▀███▀▒▀███▀
▄▄▄▄▄▄▄▄
| | ██████████████ █████████████▄ █████▄████████ ███▄███▄█████▌ ███▀▀█▀▀██████ ████▀▀▀█████▌█ ██████████████ ███████████▌██ █████▀▀▀██████
▄▄▄▄▄▄▄▄
| | | THE ULTIMATE CRYPTO ...CASINO & SPORTSBOOK... ───── ♠ ♥ ♣ ♦ ───── | | | ▄▄██▄▄ ▄▄████████▄▄ ▄██████████████▄ ████████████████ ████████████████ ████████████████ ▀██████████████▀ ▀██████████▀ ▀████▀
▄▄▄▄▄▄▄▄
| | ▄▄▀███▀▄▄ ▄███████████▄ ███████████████ ███▄▄█▄███▄█▄▄███ █████▀█████▀█████ █████████████████ ███████████████ ▀███████████▀ ▀▀█████▀▀
▄▄▄▄▄▄▄▄
| │ | ►
► | .....INSTANT..... WITHDRAWALS ...UP TO 30%... LOSSBACK | │ |
| │ |
PLAY NOW |
]
|
|
|
Bd officer
|
 |
August 20, 2025, 01:34:45 AM |
|
যেমন এখন ভাবি ২০১৩-১৪ সালের দিক থেকে যখন বিটকয়েন সম্পর্কে জানি তখন যদি কিনে রাখতে পারতাম এই সময় কোন অবস্থানে থাকতাম চিন্তা করলে ডিপ্রেশনে চলে যাই ভাই।
আসলে ভাই আফসোস হবেই, দাম যত বাড়বে ততই অতীতের জন্য আফসোস হবে, কিন্তু আফসোস করে আর লাভ হবে না। এখন ২০১৩-২০১৪ সালে লোকেরা বিটকয়েনকে এত গুরুত্ব দেয় নাই, তখন সবাই বিনিয়োগ করতে ভয় পেতো, কিন্তু সময়ের সাথে সাথে বিটকয়েনের দাম $১২৪k হয়েছে। আমি একটা কথা চিন্তা করি, ২০২২ সালে বিটকয়েনের দাম $১৬ হাজার ডলার ছিলো, কিন্তু ৩ বছরের ব্যবধানে কত বেড়েছে, যারা ২০২২ সালে ঝুকি নিয়ে বিনিয়োগ করেছিলো তারা কিন্তু অল্প সময়ের অনেক প্রফিট করেছে। যাইহোক, এখন অতীতের মতো সুযোগ ভবিষ্যতে হয়তো আর আসবে না, তাই ভবিষ্যতের দিকে চোখ রাখা উচিত, কারন দেখা যাবে সময়ের ব্যবধানে ভবিষ্যতের কোন এক সময়ে $১ মিলিয়ন ডলার হবে। আসলে বিটকয়েনে বিনিয়োগ করতে হলে, ধৈর্য, ঝুকি নেওয়ার সক্ষমতা থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকতে হবে, না হলে বিনিয়োগে সাফল্য বয়ে আনবে না।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
The A
|
|
|
Shishir99
|
 |
August 20, 2025, 06:52:15 AM |
|
বিটকয়েন যেভাবে প্রাইভেট ও পাবলিক কোম্পানির অধীনে চলে যাচ্ছে তাতে মনে হচ্ছে না আগামী ২০ বছরের মধ্যে জনসাধারণের মধ্যে বিটকয়েন থাকবে। প্রতিনিয়ত হাজার হাজার বিটকয়েন পাবলিক কোম্পানি ও প্রাইভেট কোম্পানির অধীনে চলে যাচ্ছে। তাছাড়া বিভিন্ন দেশ ইতিমধ্যে তাদের কৌশলগত বিটকয়েন রিজার্ভ করার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। কবে যেন শোনা যাবে বাংলাদেশে কিছু বিটকয়েন কৌশলগত রিজার্ভে রাখার সিদ্ধান্ত নেবে। যদিও হেঁয়ালিপনা করে বললাম হতেও তো পারে। ব্রাজিল, পাকিস্তান, সুইডেন ,সুইজারল্যান্ড, এসব দেশে ভবিষ্যতে স্বর্ণের পাশাপাশি বিটকয়েন কে তাদের কৌশলগত রিজার্ভের অন্যতম প্রধান কারেন্সি হিসেবে স্বীকৃতি দিয়ে দিবে। এখন সিদ্ধান্ত হচ্ছে আজ থেকে ২০ বছর পরে বিটকয়েন অবশ্যই মিলিয়নের ঘরের পরে চলে যাবে। তখন হয়তো এই দিনটির জন্য আমরা আফসোস করব যে আগে আমরা সাপ্তাহিক সিগনেচার থেকে লক্ষ লক্ষ টাকা বেতন পেতাম। বাহ মূল্য বুঝতেছি কিন্তু কিছুই করতে পারতেছি না।
বিটকয়েন আস্তে আস্তে সেন্ট্রালাইজড হয়ে যাচ্ছে। কোম্পানি বা সরকারের হাতে বিটকয়েন যাওয়া মানে তারা পুরো মার্কেট কন্ট্রোল করবে। যখন তাদের ইচ্ছে হবে, তারা মার্কেট ম্যানিপুলেট করে ফিউচার ট্রেডারদেরকে লিকুইডেট করে দিতে পারবে। আমার কাছে মনে হয় বড় বড় সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ যেমন বাইনান্স, কুকয়েন, বাইবিট, এরা এসব ম্যানুপুলেশন অলরেডি করে আসছে। মাঝে মাঝে কিছু কিছু মুভমেন্ট একদম মেনে নেয়া যায় না। এই মুহূর্তে অলরেডি ইটিএফ মার্কেট এর ইনফ্লো এবং আউটফ্লো এর ওপর প্রতিদিনের মার্কেট মুভমেন্ট ডিপেন্ড করে। যেদিন ইটিএফ মার্কেট থেকে ক্যাশ আউটফ্লো হয়, সেদিনই বিটকয়েন ডাম্প করে। আর যেদিন ক্যাশ ইনফ্লো হয়, সেদিন মার্কেট পাম্প করতে থাকে। এক সময় দেখবেন ক্রিপ্টো মার্কেট পুরো শেয়ার বাজারের মার্কেট এর মুভমেন্ট ফলো করে করে চলবে। তখন আর চার্ট দেখে বা প্যাটার্ন দেখে লাভ হবে না।
|
| CHIPS.GG | | | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀░▄░▀▀▀▀▀░▄░▀███▄ ▄███░▄▀░░░░░░░░░▀▄░███▄ ▄███░▄░░░▄█████▄░░░▄░███▄ ███░▄▀░░░███████░░░▀▄░███ ███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███ ███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░███ ▀███░▀░▀▄██▀░▀██▄▀░▀░███▀ ▀███░▀▄░░░░░░░░░▄▀░███▀ ▀███▄░▀░▄▄▄▄▄░▀░▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ █████████████████████████ | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄█▀▀▀▄█████████▄▀▀▀█▄ ▄██████▀▄█▄▄▄█▄▀██████▄ ▄████████▄█████▄████████▄ ████████▄███████▄████████ ███████▄█████████▄███████ ███▄▄▀▀█▀▀█████▀▀█▀▀▄▄███ ▀█████████▀▀██▀█████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀████▄▄███▄▄████▀ ████████████████████████ | | 3000+ UNIQUE GAMES | | | 12+ CURRENCIES ACCEPTED | | | VIP REWARD PROGRAM | | ◥ | Play Now |
|
|
|
LDL
|
 |
August 20, 2025, 09:25:17 AM |
|
বিটকয়েন আস্তে আস্তে সেন্ট্রালাইজড হয়ে যাচ্ছে। কোম্পানি বা সরকারের হাতে বিটকয়েন যাওয়া মানে তারা পুরো মার্কেট কন্ট্রোল করবে। যখন তাদের ইচ্ছে হবে, তারা মার্কেট ম্যানিপুলেট করে ফিউচার ট্রেডারদেরকে লিকুইডেট করে দিতে পারবে। আমার কাছে মনে হয় বড় বড় সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ যেমন বাইনান্স, কুকয়েন, বাইবিট, এরা এসব ম্যানুপুলেশন অলরেডি করে আসছে। মাঝে মাঝে কিছু কিছু মুভমেন্ট একদম মেনে নেয়া যায় না।
এই মুহূর্তে অলরেডি ইটিএফ মার্কেট এর ইনফ্লো এবং আউটফ্লো এর ওপর প্রতিদিনের মার্কেট মুভমেন্ট ডিপেন্ড করে। যেদিন ইটিএফ মার্কেট থেকে ক্যাশ আউটফ্লো হয়, সেদিনই বিটকয়েন ডাম্প করে। আর যেদিন ক্যাশ ইনফ্লো হয়, সেদিন মার্কেট পাম্প করতে থাকে। এক সময় দেখবেন ক্রিপ্টো মার্কেট পুরো শেয়ার বাজারের মার্কেট এর মুভমেন্ট ফলো করে করে চলবে। তখন আর চার্ট দেখে বা প্যাটার্ন দেখে লাভ হবে না।
তাহলে যারা ছোট ছোট বিনিয়োগকারী আছে তাদের জন্য অবশ্যই পু*** মারা যাইবো। মাঝেমধ্যে তিমিরা/ বড় বড় বিনিয়োগকারীরা হুমকি দিয়ে মার্কেট ডাম্পিং করবে এবং আমাদের মতো যারা মাইনাস সাহসী বিনিয়োগকারী আছি তারা হুমড়ি খেয়ে বিক্রি করে দিবো। তারা এই সুযোগে কিনে কিনে হোল্ডিং করবে। এভাবেই কিন্তু চলছে বর্তমানে। আসলেই আমরা যতই বিটকয়েন বিকেন্দ্রীকরণের কথা বলি না কেন মূলত বিটকয়েন নামে ডিসেন্ট্রালাইজডের কথা বলি না কেন এক সময় তাদের হাতে নিয়ন্ত্রণ ব্যবস্থা চলে যাবে। তখন তারা যা ইচ্ছে তাই করতে পারবে কিন্তু শুধু সাপ্লাই বাড়াতে পারবে না।
|
.Winna.com.. | │ | ░░░░░░░▄▀▀▀ ░░█ █ █▒█ ▐▌▒▐▌ ▄▄▄█▒▒▒█▄▄▄ █████████████ █████████████ ▀███▀▒▀███▀
▄▄▄▄▄▄▄▄
| | ██████████████ █████████████▄ █████▄████████ ███▄███▄█████▌ ███▀▀█▀▀██████ ████▀▀▀█████▌█ ██████████████ ███████████▌██ █████▀▀▀██████
▄▄▄▄▄▄▄▄
| | | THE ULTIMATE CRYPTO ...CASINO & SPORTSBOOK... ───── ♠ ♥ ♣ ♦ ───── | | | ▄▄██▄▄ ▄▄████████▄▄ ▄██████████████▄ ████████████████ ████████████████ ████████████████ ▀██████████████▀ ▀██████████▀ ▀████▀
▄▄▄▄▄▄▄▄
| | ▄▄▀███▀▄▄ ▄███████████▄ ███████████████ ███▄▄█▄███▄█▄▄███ █████▀█████▀█████ █████████████████ ███████████████ ▀███████████▀ ▀▀█████▀▀
▄▄▄▄▄▄▄▄
| │ | ►
► | .....INSTANT..... WITHDRAWALS ...UP TO 30%... LOSSBACK | │ |
| │ |
PLAY NOW |
]
|
|
|
Xtraordinarious
Jr. Member
Offline
Activity: 42
Merit: 23
|
 |
August 20, 2025, 10:29:39 AM |
|
আপনি একবার ভেবে দেখুন বিটকয়েন এখন শুধুমাত্র কোন দেশের জাতীয় সম্পদ অথবা আগে সবাই ব্যক্তিগতভাবে বিটকয়েন ক্রয় বিক্রয় করতো কিন্তু বর্তমানে বিটকয়েন এখন একটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। যেখানে একটা ইউনিভার্সিটি থেকে শুরু করে দেশ, বিভিন্ন কর্পোরেট কোম্পানি, বিভিন্ন মেগা প্রতিষ্ঠান, এমনকি হোটেল রেস্টুরেন্টের মতো প্রতিষ্ঠানের বিটকয়েন এখন বিনিয়োগের অন্যতম প্রধান টার্গেট হিসেবে পরিণত হয়েছে। কিছু কিছু কোম্পানি তো প্রতিযোগিতা করে দিয়েছে তার চেয়ে বেশি কে সঞ্য় রাখতে পারে। Metaplanet, MicroStrategy এরা এতটাই আগ্রেসিভ হচ্ছে যে তাদের মধ্যে কে বিটকয়েন ক্রয় করে সর্ব শীর্ষে উঠে আসা যায় এটা নিয়ে তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। মাইক্রো স্টাটিজি এদের টার্গেট এরা বিটকয়েন ক্রয় করতে করতে তারা টোটাল সাপ্লাইয়ের ৩% দখল করে ফেলবে। আবার দেখলাম কিছু কিছু প্রতিষ্ঠান তাদের রোডম্যাপ নির্ধারণ করে দিয়েছে যে তারা নাকি ২০৩০ সালের বা 27 সালের আগে বিটকয়েন ক্রয় করতে করতে তাদের একটা মাইলফল স্পর্শ করবে। এভাবে যদি সবাই বিটকয়েন ক্রয় করার কাজে ব্যস্ত থাকে তাহলে বিটকয়েন একসময় বিকেন্দ্রীকরণ না হয়ে বরং কেন্দ্রিকরণ হয়ে যাবে। তখন বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান ব্যক্তিবর্গ ও দেশের সরকারের হাতে বিটকয়েন নিয়ন্ত্রণ ব্যবস্থা চলে যায় কিনা এটা নিয়েও সন্দেহ রয়েছে। ফলে তারা যা বলবে সেটাই হবে দাম বাড়লে বললে বাড়বে এবং কমতে বললে কমবে।
ভাই কি বলবো ভাই বলেন, তবে আপনি একদম সঠিক বলেছেন। বিটকয়েন যেটা শুরু হয়েছিল বিকেন্দ্রীকরণের ভাবনায়, এখন সেটা ধীরে ধীরে কিছু বড় কোম্পানি ও দেশের হাতে কেন্দ্রীভূত হয়ে পড়ছে। বিকেন্দ্রীকরণ এখন মনে হচ্ছে উল্টো হয়ে যাচ্ছে। MicroStrategy বা Metaplanet যেভাবে বিটকয়েন কিনছে, সেটা শুধু ইনভেস্টমেন্ট না এটা ভবিষ্যতের আর্থিক ক্ষমতা দখলের এক প্রতিযোগিতাও শুরু হয়ে গেছে। আসলে কিছুই করার নেই আমাদের কাছে যদি পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকতো তাহলে আমরাও এইটাই করতাম। তাও চোখ বন্ধ করে এটা করতাম কারণ সামনের দিনগুলোতে একমাত্র হাতিয়ার হিসেবে বিটকয়েন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একচুয়ালি ভাই, যেটা দেখতে পাচ্ছি বর্তমানে সাধারণ ইনভেস্টরদের জন্য ঝুঁকি তৈরি হচ্ছে, কারণ যদি কিছু প্রতিষ্ঠানের হাতে বড় অংশ চলে যায়, তাহলে তারাই বাজার নিয়ন্ত্রণ করতে পারবে। তখন বিটকয়েনও আর স্বাধীন থাকবে না। আমার মনে হচ্ছে সামনে এরকম কিছু হবে বিটকয়েন গুলো উচ্চবিত্তদের হাতেই নিয়ন্ত্রিত হবে বলে মনে হচ্ছে। আসলে ভাই আফসোস হবেই, দাম যত বাড়বে ততই অতীতের জন্য আফসোস হবে, কিন্তু আফসোস করে আর লাভ হবে না। এখন ২০১৩-২০১৪ সালে লোকেরা বিটকয়েনকে এত গুরুত্ব দেয় নাই, তখন সবাই বিনিয়োগ করতে ভয় পেতো, কিন্তু সময়ের সাথে সাথে বিটকয়েনের দাম $১২৪k হয়েছে। আমি একটা কথা চিন্তা করি, ২০২২ সালে বিটকয়েনের দাম $১৬ হাজার ডলার ছিলো, কিন্তু ৩ বছরের ব্যবধানে কত বেড়েছে, যারা ২০২২ সালে ঝুকি নিয়ে বিনিয়োগ করেছিলো তারা কিন্তু অল্প সময়ের অনেক প্রফিট করেছে। যাইহোক, এখন অতীতের মতো সুযোগ ভবিষ্যতে হয়তো আর আসবে না, তাই ভবিষ্যতের দিকে চোখ রাখা উচিত, কারন দেখা যাবে সময়ের ব্যবধানে ভবিষ্যতের কোন এক সময়ে $১ মিলিয়ন ডলার হবে।
আসলে বিটকয়েনে বিনিয়োগ করতে হলে, ধৈর্য, ঝুকি নেওয়ার সক্ষমতা থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকতে হবে, না হলে বিনিয়োগে সাফল্য বয়ে আনবে না।
একদম ঠিক বলেছেন ভাই। বিটকয়েনে সত্যি কথা হলো যে যারা সময়মতো সাহস করে ঝুঁকি নেয়, তারাই সফল হয়। যদি আমরা সাহস করে ঝুঁকি নিতাম তাহলে আমরাও বর্তমান সময়ে সফলতার দিকে থাকতাম। ২০২২ সালে $১৬k তে যারা ইনভেস্ট করেছিল, আজ তারা ভালো প্রফিটে। ২০২২ সালেও বিটকয়েন সম্পর্কে টুকটাক জানতাম কিন্তু তখন ছোট ছিলাম সবে মাত্র ক্রিপ্টো জগতে আসতেছিলাম যার কারণে আর কেনা হয়নি। বিটকয়েনে লাভ করতে হলে ধৈর্য, ঝুঁকি নেওয়ার মানসিকতা আর ফ্রি ক্যাশ থাকতে হয় তা না হলে চাপ বাড়ে, লাভ আসে না। সময় চলে গেলে শুধু আফসোসই থাকে ভাই, তাই ভবিষ্যতের দিকে চোখ রাখা দরকার। সুযোগ এখনো আছে, তবে বুঝে শুনে চলতে হবে। দেখা যাক ছোট পরিসরে বিনিয়োগ শুরু করেছি চেষ্টা করব এটাকে লম্বা সময় পর্যন্ত ধরে রাখা।
|
|
|
|
Z_MBFM
|
 |
August 20, 2025, 03:32:03 PM |
|
বিটকয়েন যেভাবে প্রাইভেট ও পাবলিক কোম্পানির অধীনে চলে যাচ্ছে তাতে মনে হচ্ছে না আগামী ২০ বছরের মধ্যে জনসাধারণের মধ্যে বিটকয়েন থাকবে। প্রতিনিয়ত হাজার হাজার বিটকয়েন পাবলিক কোম্পানি ও প্রাইভেট কোম্পানির অধীনে চলে যাচ্ছে। তাছাড়া বিভিন্ন দেশ ইতিমধ্যে তাদের কৌশলগত বিটকয়েন রিজার্ভ করার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। কবে যেন শোনা যাবে বাংলাদেশে কিছু বিটকয়েন কৌশলগত রিজার্ভে রাখার সিদ্ধান্ত নেবে। যদিও হেঁয়ালিপনা করে বললাম হতেও তো পারে। ব্রাজিল, পাকিস্তান, সুইডেন ,সুইজারল্যান্ড, এসব দেশে ভবিষ্যতে স্বর্ণের পাশাপাশি বিটকয়েন কে তাদের কৌশলগত রিজার্ভের অন্যতম প্রধান কারেন্সি হিসেবে স্বীকৃতি দিয়ে দিবে। এখন সিদ্ধান্ত হচ্ছে আজ থেকে ২০ বছর পরে বিটকয়েন অবশ্যই মিলিয়নের ঘরের পরে চলে যাবে। তখন হয়তো এই দিনটির জন্য আমরা আফসোস করব যে আগে আমরা সাপ্তাহিক সিগনেচার থেকে লক্ষ লক্ষ টাকা বেতন পেতাম। বাহ মূল্য বুঝতেছি কিন্তু কিছুই করতে পারতেছি না।
বিটকয়েন আস্তে আস্তে সেন্ট্রালাইজড হয়ে যাচ্ছে। কোম্পানি বা সরকারের হাতে বিটকয়েন যাওয়া মানে তারা পুরো মার্কেট কন্ট্রোল করবে। যখন তাদের ইচ্ছে হবে, তারা মার্কেট ম্যানিপুলেট করে ফিউচার ট্রেডারদেরকে লিকুইডেট করে দিতে পারবে। আমার কাছে মনে হয় বড় বড় সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ যেমন বাইনান্স, কুকয়েন, বাইবিট, এরা এসব ম্যানুপুলেশন অলরেডি করে আসছে। মাঝে মাঝে কিছু কিছু মুভমেন্ট একদম মেনে নেয়া যায় না। এই মুহূর্তে অলরেডি ইটিএফ মার্কেট এর ইনফ্লো এবং আউটফ্লো এর ওপর প্রতিদিনের মার্কেট মুভমেন্ট ডিপেন্ড করে। যেদিন ইটিএফ মার্কেট থেকে ক্যাশ আউটফ্লো হয়, সেদিনই বিটকয়েন ডাম্প করে। আর যেদিন ক্যাশ ইনফ্লো হয়, সেদিন মার্কেট পাম্প করতে থাকে। এক সময় দেখবেন ক্রিপ্টো মার্কেট পুরো শেয়ার বাজারের মার্কেট এর মুভমেন্ট ফলো করে করে চলবে। তখন আর চার্ট দেখে বা প্যাটার্ন দেখে লাভ হবে না। এখন মার্কেটের যে পরিস্থিতি হইছে চার্ট আগের প্যাটারনে কাজ করে না। কখন যে পাম্প হয় আর কখন যে ডাউন হয় কিচ্ছু প্রেডিক্ট করা যায় না। এই অবস্থাতে ট্রেডাররা শুধু বাশ খাইতেছে। বিশেষ করে যারা ফিউচার ট্রেডিং করে তাদের মারা যাওয়ার অবস্থা। এই দুইদিনের মার্কেট ক্যান্ডেল দেখেন কত স্ট্রং ক্যাল্ডেল এর মধ্যেই বড় একটা ডাউন দিলো মার্কেট আবার কোনো রিজন ছাড়াই বাড়তেছে। এগুলা সব আমেরিকার কারসাজি আমেরিকা ধীরে ধীরে ক্রিপ্টো মার্কেটের পুরা কন্ট্রোল দিয়ে যাইতেছে। তাদের ইচ্ছা মতো মার্কেট মুভমেন্ট করবে। একদিকে ডলারকে করা হইছে পুরো বিশ্বের রিজার্ভ কারেন্সি, তারা তো নিজেরাই ডলার ছাপাতে পারে। কিন্তু যখন দেখছে বিটকয়েন নিয়ে ভবিষ্যতে পুরো বিশ্ব অনেক পজেটিভ হবে। হতে পারে আন্তর্জাতিক সকল লেনদেনের জন্য ডলারের পাশাপাশি বিটকয়েন বা ক্রিপ্টো এর অপশন চালু হতে পারে। তাই আমেরিকা এখন থেকেই সেই প্রস্তুতি নিয়েছে পুরো ক্রিপ্টো মার্কেটকে কন্ট্রোল তাদের হাতে রাখবে। তারা সব গুছাইয়া নিচ্ছে আর মা*রা খাচ্ছে পুরো বিশ্বের ট্রেডার ক্রিপ্টো ইনভেস্টররা।
|
|
|
|
Xtraordinarious
Jr. Member
Offline
Activity: 42
Merit: 23
|
 |
August 20, 2025, 05:43:11 PM Last edit: August 20, 2025, 06:14:51 PM by Xtraordinarious |
|
ফোরামে আমাদের লোকালের ভাইয়েরা সবাই কেমন আছেন? আমি একটা বিষয়ে জানতে চাচ্ছি আপনাদের কাছে। আমি স্বাভাবিকভাবেই ফোরামে টুকটাক পোস্ট করতেছি কিন্তু আজকে WO তে একটা পোস্ট দিয়েছিলাম সকালের দিকে। তারপর স্বাভাবিকভাবেই আমি ফোরাম থেকে বাইরে ছিলাম নিজের কাজের জন্য। আমি তখন ফোরামের বাইরে থাকা অবস্থায় খেয়াল করিনি মেরিটের অবস্থা। আমি সন্ধ্যা বেলায় হঠাৎ করে খেয়াল করে দেখি আমার একাউন্টে একবারে 20টি মেরিট দিয়েছে কে যেনো। পরে চেক করে দেখলাম একটা ইনএক্টিভ একাউন্ট থেকে মেরিট দিয়েছে। বিষয়টা মোটেও সুবিধার মনে হলো না।এইরকম ভাবে বিশটা মেরিট দিয়েছে কিন্তু কেনো? আমার পোস্ট 20 টা মেরিট পাওয়ার যোগ্য নয় বলেই জানি আমি। আমি কিছুই বুঝলাম না এরকম ভাবেও মানুষ তাদের মেরিট এতগুলো সেন্ড করে দেয়? পরে তার অ্যাকাউন্ট চেক করে দেখলাম। তার একাউন্টে চেক করে দেখার পর আরো বেশি অবাক লেগেছে। ম্যারিড সেন্ড করা অ্যাকাউন্টের নাম হচ্ছে: tansoft64২০১৮/০২/০৭ এর দিকে The Sceptical Chymist এর দ্বারা রেট ট্যাগ খেয়েছে। ২০১৮/০২/০৭ এর দিকে cheater detector এর দ্বারা ট্যাগ খেয়েছে। আবার আরো দেখলাম: ০৫/২১/২০১৯ এই তারিখে জেগে ওঠে/Woke একাউন্টটি। ০৭/২৩/২০২০ এই তারিখে তার একাউন্ট রিসেট করে পাসওয়ার্ড এবং ইমেইল চেঞ্জ করেছে। ১/৮/২০২১ এই তারিখে আবারো পাসওয়ার্ড এবং ইমেইল চেঞ্জ করেছে। ১/৯/২০২৪ এই তারিখে একাউন্টে আবারো জেগে উঠছে। এইরকম অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে এতগুলো মেরিট একবারে আসা সত্যিই সন্দেহজনক ব্যাপার। আমি জানিনা এই বিষয়টা কেমনে কি হবে তবে আপনারা আমাকে অবশ্যই পরামর্শ দিবেন। পরবর্তী সময় যেন কোন সমস্যা না হয় সেজন্য আমি এখন কি করতে পারি এই বিষয়ে একটু পরামর্শ দেবেন। আমি কি এটা নিয়ে কি বিগিনার্স এন্ড হেল্প এখানে পোস্ট তৈরি করবো? নাকি এমনিই থাকব কোন সমস্যা হবে না। আমার লোকালের সম্মানিত বড় ভাইয়েরা আপনারা একটু আমাকে পরামর্শ দিবেন এই মুহূর্তে আমি কি করতে পারি। এবং আমি আরো বলবো আমাদের লোকালের মডারেটর Xal0lex আপনি একটু আমাকে এই বিষয়টাতে পরামর্শ দিয়ে হেল্প করবেন।
এখানে আরো একটি বিষয় দেখতে পাচ্ছি: Shishir99 ভাইকে Premgen নামের এক একাউন্ট থেকে ১৬টা মেরিট দিয়েছে। মেরিট সেন্ড করা একাউন্টের নাম হচ্ছে: Premgen ২০১৭/০৭/১৮ এর দিকে Vod এর দ্বারা ট্যাগ খেয়েছে। ২০১৬/০১৭ এর দিকে Lutpin এর দ্বারা ট্যাগ খেয়েছে। ২০১৬/০১/১৩ এর দিকে ExcuaMobi এর দ্বারা ট্যাগ খেয়েছে। ২০১৫/১০/০২ এর দিকে XVzN এর দ্বারা ট্যাগ খেয়েছে। আরো বিস্তারিত দেখুন: ১০/০৪/২০১৮ এর দিকে জেগে উঠেছিল। ০৫/০২/২০২১ এর দিকে জেগে উঠেছিল। ১২/১৪/২০২১ এর দিকে জেগে উঠেছিল। ০৫/১৩/২০২৩ এর দিকে জেগে উঠেছিল। এই সকল একাউন্ট থেকে এতগুলো মেরিট একবারে সেন্ড করার মানে কি এরা কি কোন ধরনের ক্ষতি করার চেষ্টা করছে নাকি বাংলা লোকালের মেম্বারদের।
আরেকটি বিষয় দেখতে পাচ্ছি: DYING_SOUL ভাইকে Ikjg নামের এক অ্যাকাউন্ট থেকে একটি মেরিট দিয়েছে। মেরিট সেন্ড করা একাউন্টের নাম হচ্ছে: Ikjhg এই অ্যাকাউন্টটাও সেইম ট্যাগ খাওয়া অ্যাকাউন্ট। Ikjhg ২০১৮ সালের পোস্টে গিয়েও ভিত্তিহীনভাবে মেরিট দিয়েছে ৫টি। কিছুই বুঝতে পারলাম না এরকম এলোমেলোভাবে মেরিট অ্যাবিউস করার কোন মানে হয় না। এরা এরকমভাবে মেরিটের অপব্যবহার কেন করতেছে।
|
|
|
|
DYING_S0UL
|
 |
August 20, 2025, 06:35:30 PM Last edit: August 21, 2025, 03:19:18 AM by DYING_S0UL |
|
কোট
আইডিয়া নাই ভাই। আমি নিজেও একাউন্টগুলো নোটিস করছি। এগুলো ২০১৫-১৬ এর দিকের একাউন্ট, সো আমার সন্দেহ এগুলো সবই হ্যাক হওয়া একাউন্ট, আর ফিডব্যাক পড়লেই সব পানি পানি হয়ে যায়। আর মেরিট সেন্ডিং এর বিষয়ে যদি বলি, আমি নিজেও বুঝতেছিনা এরা কোথা থেকে কেনোই বা দিলো। ইনফ্যাক্ট আমি God Of Thunder রে সন্ধার দিকে মেসেজ করছিলাম এই বিষয়ে, বাট ওনিও কনফিউজড।
|
|
|
|
| . betpanda.io | │ |
ANONYMOUS & INSTANT .......ONLINE CASINO....... | │ | ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ ████████▀▀▀▀▀▀███████████ ████▀▀▀█░▀▀░░░░░░▄███████ ████░▄▄█▄▄▀█▄░░░█▄░▄█████ ████▀██▀░▄█▀░░░█▀░░██████ ██████░░▄▀░░░░▐░░░▐█▄████ ██████▄▄█░▀▀░░░█▄▄▄██████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀░░░▀██████████ █████████░░░░░░░█████████ ████████░░░░░░░░░████████ ████████░░░░░░░░░████████ █████████▄░░░░░▄█████████ ███████▀▀▀█▄▄▄█▀▀▀███████ ██████░░░░▄░▄░▄░░░░██████ ██████░░░░█▀█▀█░░░░██████ ██████░░░░░░░░░░░░░██████ █████████████████████████ ▀███████████████████████▀ | ▄███████████████████████▄ █████████████████████████ ██████████▀▀▀▀▀▀█████████ ███████▀▀░░░░░░░░░███████ ██████▀░░░░░░░░░░░░▀█████ ██████░░░░░░░░░░░░░░▀████ ██████▄░░░░░░▄▄░░░░░░████ ████▀▀▀▀▀░░░█░░█░░░░░████ ████░▀░▀░░░░░▀▀░░░░░█████ ████░▀░▀▄░░░░░░▄▄▄▄██████ █████░▀░█████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ | .
SLOT GAMES ....SPORTS.... LIVE CASINO | │ | ▄░░▄█▄░░▄ ▀█▀░▄▀▄░▀█▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄ █████████████ █░░░░░░░░░░░█ █████████████ ▄▀▄██▀▄▄▄▄▄███▄▀▄ ▄▀▄██▄███▄█▄██▄▀▄ ▄▀▄█▐▐▌███▐▐▌█▄▀▄ ▄▀▄██▀█████▀██▄▀▄ ▄▀▄█████▀▄████▄▀▄ ▀▄▀▄▀█████▀▄▀▄▀ ▀▀▀▄█▀█▄▀▄▀▀ | Regional Sponsor of the Argentina National Team |
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1330
Merit: 1073
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
August 20, 2025, 08:35:53 PM |
|
আইডিয়া নাই ভাই। আমি নিজেই একাউন্টগুলো নোটিস করছি। এগুলো ২০১৫-১৬ এর দিকের একাউন্ট, সো আমার সন্দেহ এগুলো সবই হ্যাক হওয়া একাউন্ট, আর ফিডব্যাক পড়লেই সব পানি পানি হয়ে যায়। আর মেরিট সেন্ডিং এর বিষয়ে যদি বলি, আমি নিজেও বুঝতেছিনা এরা কোথা থেকে কেনোই বা দিলো। ইনফ্যাক্ট আমি God Of Thunder রে সন্ধার দিকে মেসেজ করছিলাম এই বিষয়ে, বাট ওনিও কনফিউজড।
প্রথম দেখাতে আমি তো মনে করেছিলাম যে কোন মেরিট সোর্স এসে এই মেরিট গুলো দিয়ে দিয়েছে কিন্তু পরবর্তীতে যখন নিচে কিছু পোস্ট দেখলাম সেখানেও দেখি একই কয় অবস্থা তারপর একাউন্টে ক্লিক করে দেখি তারা লাল বাত্তি নিয়ে বসে আছে। আমার সাথে এরকম একবার হয়েছিল তাও অনেক আগে একবারে একটি একাউন্ট থেকে 50 টি মেরিট দিয়েছিল, সেটা নিয়ে আমিও চিন্তিত ছিলাম। এটা তো আবার কোন পাজিত চক্রান্ত না? 
|
..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 994
Merit: 1270
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
August 21, 2025, 04:32:35 AM |
|
আইডিয়া নাই ভাই। আমি নিজেও একাউন্টগুলো নোটিস করছি। এগুলো ২০১৫-১৬ এর দিকের একাউন্ট, সো আমার সন্দেহ এগুলো সবই হ্যাক হওয়া একাউন্ট, আর ফিডব্যাক পড়লেই সব পানি পানি হয়ে যায়। আর মেরিট সেন্ডিং এর বিষয়ে যদি বলি, আমি নিজেও বুঝতেছিনা এরা কোথা থেকে কেনোই বা দিলো। ইনফ্যাক্ট আমি God Of Thunder রে সন্ধার দিকে মেসেজ করছিলাম এই বিষয়ে, বাট ওনিও কনফিউজড।
আমি অনেকটা শিওর যে এটা আমাদের পাশের দেশের দাদাদের একটা এটেম্পট হতে পারে। অথবা আমাদের লোকাল থ্রেড এর কোনো শিট যে কিনা নিজের একাউন্টেও মেরিট ট্রান্সফার করেছে, আর যেনো সন্দেহ তার ওপর না যায়, সেজন্য অন্য একাউন্টেও ট্রান্সফার করেছে। এটা হচ্ছে আমার প্রাথমিক ধারণা। ভিন্ন কিছু হতে পারে অবশ্যই। আবার এরকম হতে পারে কেউ বাংলাদেশ থ্রেডের মানুষ জনকে গ্লোবালি খারাপ প্রমান করার জন্য এরকম কিছু করে যাচ্ছে। আরো কয়েক মাস বা বছর খানেক আগে একজন লিজেন্ডারি তার থ্রেড এ সবাইকে ১০ টা করে মেরিট দিচ্ছিলো, আর সেখানে বাংলাদেশ থ্রেড এর সবাই গিয়ে কমেন্ট করছিলো এই আশায় যে তারাও সেখান থেকে মেরিট পাবে। এবং সেটাই হয়েছিলো। পরবর্তী সময়ে এটা নিয়েও ড্রামা হয়েছিলো ফোরামে। যাই হোক, আমার কাছে এটা সন্দেহজনক মনে হচ্ছে।
|
|
|
|
Xtraordinarious
Jr. Member
Offline
Activity: 42
Merit: 23
|
 |
August 21, 2025, 06:03:52 AM |
|
Frank Caprio/ফ্রাঙ্ক ক্যাপ্রিও: ন্যায়বিচারের মানবিক মুখ যিনি আমাদের মাঝ থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে।  আপনারা সকলে জানেন হয়তো ফ্রাঙ্ক ক্যাপ্রিও এর মারা যাওয়ার ঘটনা। বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও একজন মার্কিন বিচারক ছিলেন, যাকে আমরা অল্পদিনের মধ্যেই খুব ভালোভাবে চিনে ফেলেছিলাম। যিনি শুধু আইন নয়, হৃদয়ের ভাষাতেও রায় দিতেন। তার বিচার কার্যগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা বিশ্ব দেখতো। তার জীবন দশায়ক একদম স্বাভাবিক জীবন যাপন করেছেন একদম মানুষের সাথে মিশে গিয়েছেন সব সময়। তিনি মূলত "Caught in Providence" নামক টেলিভিশন কোর্ট শো-এর মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত হয়ে উঠেছিল। তাঁর আদালতের দৃশ্যগুলোতে দেখা যেতো কান্না, হাসি, সহানুভূতি আর মানবিকতা কীভাবে একটি কঠিন আইনি কাঠামোতেও স্থান পেতো। মানুষটার স্মৃতিচারণ গুলো সারাজীবন মানুষ মনে রাখবে। আসলে মানুষ যখন ভালো অবস্থানে যায় তখন যদি সে ভালো মানুষ হয় মনুষত্ববোধ মূলক মানুষ হয় তাহলে সে অনেক মানবিক এবং সুন্দর হয় এটা আবারো প্রমাণ হয়ে গেলো। ফ্রাঙ্ক ক্যাপ্রিও জন্মগ্রহণ করেছিলেন: ২৩ নভেম্বর ১৯৩৬, প্রভিডেন্স, রোড আইল্যান্ড, যুক্তরাষ্ট্রে। বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও ছিলো একজন ইতালিয়ান অভিবাসী পরিবারের সন্তান, যাদের জীবন ছিল সংগ্রামী, সংগ্রাম করেই শেষ পর্যন্ত টিকে গিয়েছে। তার পড়াশোনার বৃত্তান্ত: Suffolk University Law School-এ আইন শিক্ষা বিষয়ে পড়াশোনা করে বের হয়েছিলেন। পরবর্তী সময়ে সে Providence Municipal Court-এর প্রধান বিচারক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। তার এই দীর্ঘদিনের যাত্রা ২০ আগস্ট একদম চিরদিনের জন্য শেষ হয়ে গিয়েছে। ফ্রাঙ্ক ক্যাপ্রিও মৃত্যু বরন করেন: ২০ আগস্ট ২০২৫, নিজ শহর প্রভিডেন্স, রোড আইল্যান্ড, যুক্তরাষ্ট্রে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। বিভিন্ন মাধ্যম থেকে যেটা জানতে পারি সে দীর্ঘ প্যানক্রিয়াটিক (অগ্নাশয়) ক্যান্সারের বিরুদ্ধে সংগ্রামের পর তিনি মৃত্যু বরন করেন। তাঁর আদর্শ ও নীতিগুলো সত্যিই আমাদের হৃদয়ে সব সময় গাথা থাকবে। (মানবিকতা ও সহানুভূতি): তিনি বিশ্বাস করেন, প্রতিটি মানুষই একটা গল্প বয়ে আনে। তাই তিনি আইন প্রয়োগের সময় মানুষের অবস্থান ও প্রেক্ষাপট বিবেচনা করেন। (শ্রদ্ধা ও সম্মান): আসামি হোক বা সাধারণ নাগরিক সবার প্রতি তাঁর সম্মান ও ভদ্রতা সত্যিই অনন্য।(আইনের মধ্যে ন্যায়): কঠোর আইনের মাঝেও ন্যায়বিচারের নরম আলো খোঁজেন তিনি। (সহানুভূতির বিচার): বাচ্চা, বৃদ্ধ কিংবা অভাবী কারও অনিচ্ছাকৃত ভুলে তিনি শাস্তির বদলে সুযোগ দেওয়াকে প্রাধান্য দেন। তার বিখ্যাত উক্তিটি সারা জীবন সবার কানে বাজতে থাকবে: “ I try to help people, not hurt them. That’s the purpose of justice.” এই পৃথিবীর প্রতিটি আদালতে যদি Frank Caprio/ফ্রাঙ্ক ক্যাপ্রিওর মতো একজন বিচারক থাকতেন, তবে "বিচার" শব্দটির মানেই বদলে যেত। আমরা সকলেই চাইবো এরকম বিচারক আবিষ্কৃত হোক আমাদের পৃথিবীটাও সঠিক বিচার পাক সবাই। সে চলে যাওয়ার আগে তার একটি ভিডিও ক্লিপ রেখে গিয়েছে যেখানে সবার কাছে ক্ষমা চেয়েছে এবং বলেছি তাকে যেন আমরা ভুলে না যাই আমি সেই ভিডিও লিংকটি শেয়ার করলাম: https://www.facebook.com/share/v/1DUBYS9hzC/সোর্স লিংক: https://en.m.wikipedia.org/wiki/Frank_Caprio?utm_source=chatgpt.com
|
|
|
|
Ricardo11
|
 |
August 21, 2025, 11:28:43 AM |
|
কোট
বিষয় টা খুবই দুঃখজনক, আসলে কেউ পৃথিবীতে চিরস্থায়ী নয়, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ফ্রাঙ্ক ক্যাপ্রিও তার প্রতিটি বিচার এবং রায় খুবই ন্যায় ছিল, তার মৃত্যু প্রত্যেকের জন্যই খুবই বেদনার, আসলে তিনি তার ন্যায় বিচারের মাদ্ধমে মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন, এবং এই ভালোবাসা ও শ্রদ্ধাই একজন মানুষকে মহান করে তোলে। তার ন্যায়বিচার গুলো প্রতিটি মানুষকে সঠিক এবং বাস্তবিক শিক্ষা দিয়েছে, আজ ফ্রাঙ্ক ক্যাপ্রিও পৃথিবীতে নেই, কিন্তু তার আদর্শ সবার মাঝেই চিরকাল থাকবে, তার আত্মার জন্য শান্তি কামনা করছি।
|
|
|
|
▄██████████████████████▄ ████████████████████████ ████████████████████████ ████████████████████████ ████████████████████████ ████████████████████████ ████████████████████████ ████████████████████████ ████████████████████████ ████████████████████████ ████████████████████████ ████████████████████████ ▀██████████████████████▀ | EVO.io | | | BRIDGING THE GAP BETWEEN CRYPTO AND PLAY █ █ █ █ | | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄███████████████████▄ ▄█████████████████████▄ ▄███████████████████████▄ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ▀███████████████████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀███████████████▀ ▀▀███████▀▀ | SPORTSBOOK FOOTBALL | BASKETBALL | TENNIS BOXING | MMA | CRICKET | & more | | |
DEPOSIT BONUS 100% | 120% | 130% | | | ████████████▄▄▀▀█ ░▄▄▄███████████▄██ ████▀▄░▄▄▄███▄█████ █▄███▄▀████▄███████ ███▀▀█████████████ ░██████████████████ ████████████████████ ████████▄▄████▀█████ █▄▄██▄█▀▀███▀██████ ░█▀██▀█▀▀▀▀████████ █▀█▀██▀████████████ ██▀█▀▀▀█▀█▀█████████ ██▄▄▀▄▄▄█▄▄██████████▄ | [ | Play Now | ] |
|
|
|
Bd officer
|
 |
August 21, 2025, 12:16:01 PM Last edit: August 21, 2025, 03:59:35 PM by Bd officer Merited by Xal0lex (5), Mahiyammahi (1) |
|
Happy Bitcoin Infinity Day [পিকচার টুইটার থেকে সংগ্রহ] হ্যালো সবাই, আমাদের লোকালে সকল বিটকয়েনাররা আপনারা কি আজকে দিন সম্পর্কে অবগত আছেন? আজকে ২১ শে আগষ্ট তাই বিটকয়েনাররা এই দিনে বিটকয়েন ইনফিনিটি দিবস পালন করে থাকে। আজকে দিনে সবাই বিটকয়েনের সম্ভাবনা নিয়ে আলোচনা করে থাকে। এখন আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ২১শে আগষ্ট কেনো ইনফিনিটি ডে? আমরা জানি আগষ্ট মাস হলো বছরের ৮ম মাস, যা ইংরেজী সংখ্যা 8 ঘুরিয়ে দিলে অসীমের প্রতীকের মত হয়, আমরা জানি ভবিষ্যতে বিটকয়নের অসীম সম্ভাবনা রয়েছে। ২১ তারিখ মানে ২১ মিলিয়ন সাপ্লাইয়ে সীমাবদ্ধ।
|
▄▄█████████████████▄▄ ▄█████████████████████▄ ███▀▀█████▀▀░░▀▀███████ ███▄░░▀▀░░▄▄██▄░░██████ █████░░░████████░░█████ ████▌░▄░░█████▀░░██████ ███▌░▐█▌░░▀▀▀▀░░▄██████ ███░░▌██░░▄░░▄█████████ ███▌░▀▄▀░░█▄░░█████████ ████▄░░░▄███▄░░▀▀█▀▀███ ██████████████▄▄░░░▄███ ▀█████████████████████▀ ▀▀█████████████████▀▀ | ..Rainbet.com.. CRYPTO CASINO & SPORTSBOOK | | | █▄█▄█▄███████▄█▄█▄█ ███████████████████ ███████████████████ ███████████████████ █████▀█▀▀▄▄▄▀██████ █████▀▄▀████░██████ █████░██░█▀▄███████ ████▄▀▀▄▄▀███████ █████████▄▀▄███ █████████████████ ███████████████████ ███████████████████ ███████████████████ | | | |
▄█████████▄ █████████ ██ ▄▄█░▄░▄█▄░▄░█▄▄ ▀██░▐█████▌░██▀ ▄█▄░▀▀▀▀▀░▄█▄ ▀▀▀█▄▄░▄▄█▀▀▀ ▀█▀░▀█▀
| 10K WEEKLY RACE | | 100K MONTHLY RACE | | | ██
█████
| ███████▄█ ██████████▄ ████████████▄▄ ████▄███████████▄ ██████████████████▄ ░▄█████████████████▄ ▄███████████████████▄ █████████████████▀████ ██████████▀███████████ ▀█████████████████████ ░████████████████████▀ ░░▀█████████████████▀ ████▀▀██████████▀▀ | ████████ ██████████████ |
The A
|
|
|
LDL
|
 |
August 21, 2025, 03:57:03 PM Merited by Bd officer (1) |
|
Happy Bitcoin Infinity Day [পিকচার টুইটার থেকে সংগ্রহ] হ্যালো সবাই, আমাদের লোকালে সকল বিটকয়েনাররা আপনারা কি আজকে দিন সম্পর্কে অবগত আছেন? আজকে ২১ শে আগষ্ট তাই বিটকয়েনাররা এই দিনে বিটকয়েন ইনফিনিটি দিবস পালন করে থাকে। আজকে দিনে সবাই বিটকয়েনের সম্ভাবনা নিয়ে আলোচনা করে থাকে। এখন আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ২১শে আগষ্ট কেনো ইনফিনিটি ডে? আমরা জানি আগষ্ট মাস হলো বছরের ৮ম মাস, যা ইংরেজী সংখ্যা 8 ঘুরিয়ে দিলে অসীমের প্রতীকের মত হয়, আমরা জানি ভবিষ্যতে বিটকয়নের অসীম সম্ভাবনা রয়েছে। ২১ তারিখ মানে ২১ মিলিয়ন ডলারে সীমাবদ্ধ। এই দিবসের নাম আমি অতীতে শুনিনি কিন্তু আজকে এই দিবসটা দেখলাম বিভিন্ন জায়গাতে লেখালেখি করতে। যদিও সেখানে স্পষ্ট কোন তাৎপর্য জানা নেই কিন্তু বিষয়টা সর্বপ্রথম নজরে আনে ২০২১ সালে একজন ব্যক্তি নাম খুব সম্ভবত নুটে একজন বিটকয়েন লেখক হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তিনি একুশে আগস্ট ২০২১ সালে 8/21, লেখাটি কি এমন ভাবে উপস্থাপন করেন যে আগস্ট বলতে ৮ যেটাকে ইংরেজিতে "8"বিষয়টি যদি আপনি অনুদৈর্ঘ্য বরাবর সাজানো হয় তাহলে বিষয়টি আসবে ইনফিনিটির মতো । এটাকে অনেকেই বিটকয়েনের ভবিষ্যতে কি পরিমান দাম বাড়বে সেটা জানা যায় না অসীম এবং এই অসীম বোঝাতেই আটকে উল্টো ভাবে সাজানো হয়েছে এবং তাকে ইনফিনিটি বলা হয়। আর যেহেতু একটি সংখ্যা এবং এটা কেবল আগস্ট মাসেই সম্ভব। এবং একুশে আগস্ট কে অর্থাৎ ২১ মিলিয়ন বিটকয়েনের একটা সাপ্লাই কে বোঝানো হয়েছে। অর্থাৎ প্রতিবছর একুশে আগস্ট বিটকয়েন ইনফিনিটি হিসেবে পালন হচ্ছে যেটা আমার কাছে আজকে সম্পূর্ণ নতুন লাগছে। তবে বিটকয়েনের এরকম মূল্যবোধ বোঝানোর জন্য প্রতিবছর এই দিনটাকে অবশ্যই পালন করা উচিত। 8 = infinity ∞ 8 = August 8= 21000000= 8 digit 21= 21M total supply 8/21M Bitcoin Infinity Day.
|
.Winna.com.. | │ | ░░░░░░░▄▀▀▀ ░░█ █ █▒█ ▐▌▒▐▌ ▄▄▄█▒▒▒█▄▄▄ █████████████ █████████████ ▀███▀▒▀███▀
▄▄▄▄▄▄▄▄
| | ██████████████ █████████████▄ █████▄████████ ███▄███▄█████▌ ███▀▀█▀▀██████ ████▀▀▀█████▌█ ██████████████ ███████████▌██ █████▀▀▀██████
▄▄▄▄▄▄▄▄
| | | THE ULTIMATE CRYPTO ...CASINO & SPORTSBOOK... ───── ♠ ♥ ♣ ♦ ───── | | | ▄▄██▄▄ ▄▄████████▄▄ ▄██████████████▄ ████████████████ ████████████████ ████████████████ ▀██████████████▀ ▀██████████▀ ▀████▀
▄▄▄▄▄▄▄▄
| | ▄▄▀███▀▄▄ ▄███████████▄ ███████████████ ███▄▄█▄███▄█▄▄███ █████▀█████▀█████ █████████████████ ███████████████ ▀███████████▀ ▀▀█████▀▀
▄▄▄▄▄▄▄▄
| │ | ►
► | .....INSTANT..... WITHDRAWALS ...UP TO 30%... LOSSBACK | │ |
| │ |
PLAY NOW |
]
|
|
|
Shishir99
|
 |
August 21, 2025, 04:12:22 PM |
|
আপনারা সকলে জানেন হয়তো ফ্রাঙ্ক ক্যাপ্রিও এর মারা যাওয়ার ঘটনা। বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও একজন মার্কিন বিচারক ছিলেন, যাকে আমরা অল্পদিনের মধ্যেই খুব ভালোভাবে চিনে ফেলেছিলাম। যিনি শুধু আইন নয়, হৃদয়ের ভাষাতেও রায় দিতেন। তার বিচার কার্যগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা বিশ্ব দেখতো। তার জীবন দশায়ক একদম স্বাভাবিক জীবন যাপন করেছেন একদম মানুষের সাথে মিশে গিয়েছেন সব সময়।
এই মানুষটির মৃত্যু আমাকে দারুন ভাবে ছুয়ে গেছে। আমি ওনার ভিডিও প্রায় প্রতি সপ্তাহেই দেখতাম আর ভাবতাম ইনি অনেক বেশি ভালো মানুষ। আমাদের দেশে এরকম বিচারক প্রয়োজন। বাইরের দেশে তো নানান কারনে টিকিট করা হয়, আর ভিডিও প্রুভ থাকার কারনে সেগুলো যাচাই করা সম্ভব হয়। বাংলাদেশে কোনো ভিডিও প্রুফিং সিস্টেম নেই। এখানে কোনো ট্রাফিক মামলার জন্য কোর্টে মানুষ যায় না। সবাই সাধারণত তাদের ভুল মেনে নিয়ে ফাইন জমা দেয়। অনেক অসহায় মানুষ ভুল না করেও মামলা খায়। আর নিজের ভুল না থাকার পরেও সেই মামলার টাকা পরিশোধ করেন। বাংলাদেশে এরকম বিচারক থাকলে আমাদের দেশের মানুষ ও তাকে ভালোবাসতো। Shishir99 ভাইকে Premgen নামের এক একাউন্ট থেকে ১৬টা মেরিট দিয়েছে।
মেরিট সেন্ড করা একাউন্টের নাম হচ্ছে: Premgen
আমি কি এখানে কিছু বলবো? সুদানীর ফুয়া রা সুদান থেকে দেশে আশা শুরু করছে দেখছি।
|
| CHIPS.GG | | | ▄▄███████▄▄ ▄████▀▀▀▀▀▀▀████▄ ▄███▀░▄░▀▀▀▀▀░▄░▀███▄ ▄███░▄▀░░░░░░░░░▀▄░███▄ ▄███░▄░░░▄█████▄░░░▄░███▄ ███░▄▀░░░███████░░░▀▄░███ ███░█░░░▀▀▀▀▀░░░▀░░░█░███ ███░▀▄░▄▀░▄██▄▄░▀▄░▄▀░███ ▀███░▀░▀▄██▀░▀██▄▀░▀░███▀ ▀███░▀▄░░░░░░░░░▄▀░███▀ ▀███▄░▀░▄▄▄▄▄░▀░▄███▀ ▀████▄▄▄▄▄▄▄████▀ █████████████████████████ | | ▄▄███████▄▄ ▄███████████████▄ ▄█▀▀▀▄█████████▄▀▀▀█▄ ▄██████▀▄█▄▄▄█▄▀██████▄ ▄████████▄█████▄████████▄ ████████▄███████▄████████ ███████▄█████████▄███████ ███▄▄▀▀█▀▀█████▀▀█▀▀▄▄███ ▀█████████▀▀██▀█████████▀ ▀█████████████████████▀ ▀███████████████████▀ ▀████▄▄███▄▄████▀ ████████████████████████ | | 3000+ UNIQUE GAMES | | | 12+ CURRENCIES ACCEPTED | | | VIP REWARD PROGRAM | | ◥ | Play Now |
|
|
|
Z_MBFM
|
 |
August 21, 2025, 05:14:39 PM |
|
আইডিয়া নাই ভাই। আমি নিজেও একাউন্টগুলো নোটিস করছি। এগুলো ২০১৫-১৬ এর দিকের একাউন্ট, সো আমার সন্দেহ এগুলো সবই হ্যাক হওয়া একাউন্ট, আর ফিডব্যাক পড়লেই সব পানি পানি হয়ে যায়। আর মেরিট সেন্ডিং এর বিষয়ে যদি বলি, আমি নিজেও বুঝতেছিনা এরা কোথা থেকে কেনোই বা দিলো। ইনফ্যাক্ট আমি God Of Thunder রে সন্ধার দিকে মেসেজ করছিলাম এই বিষয়ে, বাট ওনিও কনফিউজড।
আমি অনেকটা শিওর যে এটা আমাদের পাশের দেশের দাদাদের একটা এটেম্পট হতে পারে। অথবা আমাদের লোকাল থ্রেড এর কোনো শিট যে কিনা নিজের একাউন্টেও মেরিট ট্রান্সফার করেছে, আর যেনো সন্দেহ তার ওপর না যায়, সেজন্য অন্য একাউন্টেও ট্রান্সফার করেছে। এটা হচ্ছে আমার প্রাথমিক ধারণা। ভিন্ন কিছু হতে পারে অবশ্যই। আবার এরকম হতে পারে কেউ বাংলাদেশ থ্রেডের মানুষ জনকে গ্লোবালি খারাপ প্রমান করার জন্য এরকম কিছু করে যাচ্ছে। আরো কয়েক মাস বা বছর খানেক আগে একজন লিজেন্ডারি তার থ্রেড এ সবাইকে ১০ টা করে মেরিট দিচ্ছিলো, আর সেখানে বাংলাদেশ থ্রেড এর সবাই গিয়ে কমেন্ট করছিলো এই আশায় যে তারাও সেখান থেকে মেরিট পাবে। এবং সেটাই হয়েছিলো। পরবর্তী সময়ে এটা নিয়েও ড্রামা হয়েছিলো ফোরামে। যাই হোক, আমার কাছে এটা সন্দেহজনক মনে হচ্ছে। বিষয়টা দেখলাম এই বিষয়টা কয়েক দিকে ইঙ্গিত করে। ১. হতে পারে কোনো ব্যক্তিগত শত্রুতা, এভাবে একাউন্টে এটাক করার চেষ্টা করতেছে ২. হতে পারে কেউ একজন তার নিজের একাউন্ট তোলার চেষ্টা করতেছে তাই এরকম নাটক সাজাচ্ছে। ৩. বাংলা কমিউনিটিকে ব্ল্যাইম দেওয়ার জন্য পচানোর জন্য অন্য কমিউনিটি হতে পারে পাশের দেশের দাদারা এগুলা করতেছে। ৪. হতে পারে হিংসা থেকে এরকম করতেছে যেন কিছু কিছু একাউন্টের প্রগ্রেস না হয়। ৫. হতে পারে ফাইজলামি কইরা করছে, একাউন্টগুলা নষ্ট হইছে এই কারণে। তবে যেভাবেই করুক বিষয়টা নিয়ে তার কয়েকবার ভাবা উচিৎ ছিল।
|
|
|
|
|